বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুর পৈতৃক ভিটেমাটি || বেহাল দশা পুরনো বাড়ির || Jagadish Chandra Bose

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
  • মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার রাঢ়িখাল গ্রামে রয়েছে জগদ্বিখ্যাত বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুর পৈতৃক বাড়ি। সেখানে গড়ে তোলা হয়েছে জাদুঘরও। এই ভিডিওতে জগদীশ চন্দ্রের পৈতৃক বসতভিটার হালহকিকত তুলে ধরেছি...
    Contact email address for sponsorship, affiliate or other business purpose: sumonmcj@yahoo.com
    #জগদীশ_চন্দ্র_বসু #jagadish_chandra_bose

ความคิดเห็น • 1K

  • @mohammadshoykot7188
    @mohammadshoykot7188 3 ปีที่แล้ว +173

    খুবই দুঃখের বিষয় তার বাড়িটি এই অবস্থা। তিনি একজন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী যিনি সর্ব প্রথম তরঙ্গের (তার ছাড়া wireless) মাধ্যমে তথ্য এক স্থান থেকে অন্য স্থানে পাঠাতে সক্ষম হন। এছাড়া তিনিই সর্ব প্রথম বিজ্ঞানসম্মত ভাবে প্রমান করেন যে গাছের প্রাণ অাছে।

    • @bikasdas8174
      @bikasdas8174 3 ปีที่แล้ว +10

      Dada bhai amio apnar sathe ekmot , khub dukkho lage e jinis dekhe .

    • @bipulray1094
      @bipulray1094 3 ปีที่แล้ว +5

      আপনার সমস্ত ভিডিও আমি দেখি। এক কথায় দারুণ

    • @niyatihazra4544
      @niyatihazra4544 3 ปีที่แล้ว +3

      Sotti vai apner. v d o gule khub valo baaa darun

    • @anitajoya5691
      @anitajoya5691 3 ปีที่แล้ว +3

      যা বলে বোঝান যায় না । সেই অ স্বীকৃত প্রথম আবিস্কারক জগদিশ চন্দ্র বসু র নানা রকম নিদর্শন দেখাচ্ছেন এবং প্রচারণা করছেন সৎ সাহসিকতার সাথে তার নানা রকম সর্ব প্রথম আবিষ্কারের নির্দিষ্ট বিষয় সমূহ । একারণে অনেক অনেক আশীররবাদ ও ধন্যবাদ জানাই সালাউদ্দিন সুমন ।

    • @user-uj6ip8fx2o
      @user-uj6ip8fx2o 3 ปีที่แล้ว +3

      আসলে আমরা যে জাতি হিসেবে অযোগ্য এমন একজন বিখ্যাত গুণী মানুষের সৃতিকে অসম্মানের মাধ্যমে তারই প্রমাণ হয়।

  • @beautifulbangladesh4764
    @beautifulbangladesh4764 3 ปีที่แล้ว +11

    বাংলার ইতিহাসকে অবিস্মরণীয় করে রাখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

  • @smrityroy4778
    @smrityroy4778 3 ปีที่แล้ว +18

    আপনার অনুভূতি গুলো হৃদয় স্পর্শি।

  • @owenthelab
    @owenthelab 3 ปีที่แล้ว +10

    I am from Burdwan ,Westbengal. In Burdwan town Westbengal sir Jagadish Chandra Bose studied in Childhood at Burdwan Municipal High School. I was also ex student of BMHS. Feeling proud for that.🙏

  • @chandansaha3610
    @chandansaha3610 3 ปีที่แล้ว +3

    এই অসাধারন উপস্থাপনার জন্য কৃতজ্ঞ আপনার কাছে। ভালো থাকুন এই কামনা করি। চন্দন সাহা, কলকাতা। ভারত।

  • @pareshbala618
    @pareshbala618 3 ปีที่แล้ว +8

    মহান ব্যক্তিকে জানাই বিনম্র শ্রদ্ধা। সুমন ভাই আপনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি।

  • @hasanchowdhury13
    @hasanchowdhury13 3 ปีที่แล้ว +41

    স্যার জগদীশ চন্দ্র বসুর প্রতি বিনম্র শ্রদ্ধা..! 🙏🙏

    • @shaonsarker334
      @shaonsarker334 2 ปีที่แล้ว

      শাহজাদপুর রবীন্দ্রনাথ ঠাকুর কুঠি ঘরের ভিডিও বানান প্লিজ

  • @saumyaadhikari8078
    @saumyaadhikari8078 3 ปีที่แล้ว +8

    Thank you Mr. Salauddin Sumon for the video. Sir Jagadish Bose was given his due recognition many years later. He was declared the co-inventor of radio at an IEEE conference in 1998. Incidentally I was a delegate at that conference. Best wishes from India.

  • @sanjibroy3029
    @sanjibroy3029 3 ปีที่แล้ว +3

    সত্যি ভাই আপনি অনেক বড় মনের মানুষ, তাই আপনার এই অনুভূতি এবং কষ্ট হচ্ছে ! অনেক ধন্যবাদ আপনাকে ।

  • @mahbubaislam3071
    @mahbubaislam3071 3 ปีที่แล้ว +58

    বাংলাদেশের গৌরব। রক্ষা করুন।

  • @pilgrimagepradyumna
    @pilgrimagepradyumna 3 ปีที่แล้ว +20

    I'm from India and I love this channel very much. This channel helps me in gaining immense knowledge about different places and their historic condition and archaeological value. Take respect and Thank you sir. It will be good if i get a chance to talk with you by any means or meet with you.

  • @rahuldeb3580
    @rahuldeb3580 3 ปีที่แล้ว +6

    DEAREST SUMON LOTS OF LOVE FROM INDIA 🇮🇳 You are a brilliant youtuber from Bangladesh 🙏

  • @princesikder9758
    @princesikder9758 3 ปีที่แล้ว +61

    অপেক্ষায় ছিলাম সালাউদ্দিন ভাইয়ের ভিডিওর জন্য, আমার মতো কে কে অপেক্ষায় ছিলেন,

  • @azizulhaque2907
    @azizulhaque2907 3 ปีที่แล้ว +6

    One of the greatest sons of bengali nation sir jagadish chandra basu. Pray for him. Bd govt. Should preserve his birth place more actively. Thank you so much vai for making such beautiful video.

  • @Chonnochara-c7s
    @Chonnochara-c7s 3 ปีที่แล้ว +10

    অসাধারণ দাদা..!!👌👌😱😱
    স্যার জগদীশ চন্দ্র বসুর প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।❤️❤️

  • @shaymalsarker7450
    @shaymalsarker7450 3 ปีที่แล้ว +6

    সুমন ভাই আপনার সুন্দর উপস্থাপনা আমাকে মুগ্ধ করে।। আপনার বাচনভঙ্গি অসাধারণ।
    এগিয়ে যান।

  • @Saratha_Nidhi
    @Saratha_Nidhi 3 ปีที่แล้ว +50

    বিশ্ব বিখ্যাত বিজ্ঞানির বাড়িটিকে বাংলাদেশ সরকার সংস্কার করার ব্যাবস্থা করুক,এই বার্তা টি পোঁছে দিন।ওয়েস্ট বেঙ্গল থেকে।

    • @rokensiadam2469
      @rokensiadam2469 3 ปีที่แล้ว +2

      রাইত

    • @martinadhikary7869
      @martinadhikary7869 3 ปีที่แล้ว +1

      Bangla desh sarker er ei bari ta sangasker korar taaka nei, naki sangriti mon er abav. Shameful.

  • @emonkhan9032
    @emonkhan9032 3 ปีที่แล้ว +5

    দেশ বিখ্যাত ইতিহাসের ভিডিও ডকুমেন্টরি আমাদের সুমন ভাই
    অবিরাম ভালবাসায় সাথে আছি প্রিয় সুমনভাই♥

  • @rayanhowlader6764
    @rayanhowlader6764 3 ปีที่แล้ว +17

    আহা!!! আপনার মত মানুষ থাকলে দেশের মানুষের চেতনা জাগ্রত হত দেশকে ভালবাসত মানুষ জানত অজানা কথা

  • @parthap.datta.204
    @parthap.datta.204 3 ปีที่แล้ว +5

    খুব ভাল লাগল। বাংলাদেশ সরকার যতটুকু কাজ করেছে তারজন্য ধন্যবাদ। আর একটু নিশ্চিত করবে।

  • @tukaimajumdar3421
    @tukaimajumdar3421 3 ปีที่แล้ว +3

    খুব ভালো লাগলো দাদা।...আপনি যে কত ভালো কাজ করছেন তা ভাষায় প্রকাশ করতে পারবোনা।...আপনার জন্য দাদা অনেক দুরে থেকেও অনেক কিছুই দেখতে পাই।ধন্যবাদ ভালো থাকবেন।

  • @syedabegum5955
    @syedabegum5955 3 ปีที่แล้ว +7

    জগদীশ চন্দ্র বসু আমাদের গর্ব ইন্ডিয়া থেকে বলছি।

  • @tapaskumar1666
    @tapaskumar1666 3 ปีที่แล้ว +49

    সত্যিই আমরা বাঙ্গালী রা গর্বিত ওনার জন্য 👍👍🙏🙏

  • @sudipmukherjee3008
    @sudipmukherjee3008 3 ปีที่แล้ว +2

    অসাধারণ সুমন দা, আমি পশ্চিমবঙ্গের মানুষ হিসাবে আপনার কাছে অনেক ঋণী থাকলাম। এমনি আরো ব্লগের অপেক্ষায় থাকলাম। ভালো থাকবেন।

  • @animeshray1487
    @animeshray1487 3 ปีที่แล้ว +26

    ছোটবেলায় বইতে পড়েছি স্যার জগদীশচন্দ্র বসু সম্পর্কে। বেতারের আবিষ্কার তিনি করেছিলেন, কিন্তু তখন ইংরেজদের আধিপত্য থাকায় সব কৃতিত্ব ইংরেজদের চলে যায়।

    • @sstubers9188
      @sstubers9188 3 ปีที่แล้ว +3

      একদম সঠিক

  • @masudbhuiyan6760
    @masudbhuiyan6760 3 ปีที่แล้ว +8

    ১৭ শতাব্দীতে তৈরি সিরাজগঞ্জে অবস্থিত উপমহাদেশের সবথেকে বড়ো ঐতিহাসিক "নবরত্ন মন্দির" দেখে যান....
    এতো পুরোনো হবার পরেও দেখার মতো একটা স্থান....
    এখনও ভেতরে প্রবেশ করলে গা ছমছম করে,

    • @ashokechakraborty3950
      @ashokechakraborty3950 2 ปีที่แล้ว

      এই স্থানে যেতে বিশেষ করে ঢাকা থেকে, একটু বিশদ বিবরণ দিলে খুব ভালো হয় , অসংখ্য ধন্যবাদ জানাই ।

  • @Sunitisworld123
    @Sunitisworld123 3 ปีที่แล้ว +63

    কি সুন্দর তোমার ভিডিও গুলো ভাই।খুব ভালো লাগে।ভালোথেকো তুমি ভাই। God bless you.love from Kolkata 💖

    • @chottukp2868
      @chottukp2868 3 ปีที่แล้ว

      🙏🏻

    • @litonsarkar2865
      @litonsarkar2865 3 ปีที่แล้ว

      Hi

    • @apurbaroy1544
      @apurbaroy1544 3 ปีที่แล้ว +3

      Really nice , tobe jara east Bengal theke belong kore tarai jane er mormo

    • @smnurulalamfounder7311
      @smnurulalamfounder7311 3 ปีที่แล้ว +1

      @@apurbaroy1544 . June 22 , 2021 ● Hi . Welcome ○ For HELP & FRIENDSHIPS , you may contact through email ■♡■ smna161059@gmail.com

    • @user-nc3iz7hv7e
      @user-nc3iz7hv7e 2 ปีที่แล้ว

      @@apurbaroy1544 কেনো? মোহনবাগানিরা এর মর্ম বুঝতে পারেনা কেনো?🤔

  • @md.ismailsumaiya2085
    @md.ismailsumaiya2085 3 ปีที่แล้ว +14

    জগদীশচন্দ্র বসু আমাদের সম্পদ ছিল ও থাকবে ।এর জন্য পৃথিবীর সকল জাতী বাংলাদেশকে চিনবে ও জানবে । যে বাংলাদেশও বিজ্ঞানী আছে ।

    • @rentertainment3208
      @rentertainment3208 ปีที่แล้ว

      যখন উনি আবিষ্কার করেন তখন বাংলাদেশ ছিল না 🙄🙄🙄তখন দেশ ভাগ হয় নি

  • @CRR864
    @CRR864 3 ปีที่แล้ว +5

    এই বিখ্যাত বিজ্ঞানীর বাড়ীটি দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পশ্চিমবঙ্গ থেকে।

  • @animapaul5929
    @animapaul5929 3 ปีที่แล้ว +11

    খুব ভালো হয়েছে ।আমি ভারতের পুণা থেকে।সুন্দর গারম দেখে বাংলাদেশের ভালোবেসেছি।তোমাকে খুব ভালো লাগে

  • @alfajhonor5758
    @alfajhonor5758 3 ปีที่แล้ว +3

    আপনার কথা আমেকে মুগ্ধ করে। সত্যিই অসাধারণ

  • @hafizurrahaman7891
    @hafizurrahaman7891 3 ปีที่แล้ว +19

    স‌্যর জগদীস চন্দ্র বসুর পৈতৃক বা‌ড়ি কোথায় জানতাম না আপনার ভি‌ডিও‌তে অ‌নেক জায়গা সম্প্রর্কে জান‌ছি ধন‌্যবাদ।

  • @MdAsif-ri4yg
    @MdAsif-ri4yg 3 ปีที่แล้ว +4

    সুমন ভাই আপনাের অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা যে আমাদের মুন্সিগঞ্জে একজন বিখ্যাত ব্যক্তি স্যার জগদীশচন্দ্র বসুর বাড়ির প্রতিবেদন উপস্থাপন করলেন❤❤❤

  • @bubaipal4768
    @bubaipal4768 3 ปีที่แล้ว +1

    দাদা আমি ভারতবর্ষের পশ্চিমবঙ্গ থেকে বলছি... আপনার সব ভিডিও আমি দেখি...অসাধারণ ভিডিও.... দারুন উপস্থাপনা আপনার... প্রায় সব ভিডিও দেখা হয়ে গেছে.... তবে বাংলাদেশের প্রকৃতি, গ্রাম বাংলার ভিডিও, বাংলাদেশের ঐতিহাসিক স্থানের ভিডিও আরো বেশি বেশি চাই... বাংলাদেশের প্রকৃতি ও গ্রাম বাংলা আমার দারুন লাগে..

  • @mdijajulhoque1194
    @mdijajulhoque1194 3 ปีที่แล้ว +4

    Love from murshidabad (India )❤️

  • @tusharbhattacharya4534
    @tusharbhattacharya4534 3 ปีที่แล้ว +2

    অসাধারণ প্রয়াস। আপনার সার্বিক ভালো হোক

  • @mriduldebnath1765
    @mriduldebnath1765 3 ปีที่แล้ว +13

    স্যার জগদীশ চন্দ্র বসু আমাদের বাংলাদেশের গর্ব❤

    • @nilavaglass4921
      @nilavaglass4921 ปีที่แล้ว

      বঙ্গের গর্ব

    • @dinar12351
      @dinar12351 9 หลายเดือนก่อน

      ​@@nilavaglass4921bal bobber to amra o ki bolbi robindranath thakur amader gorbo

    • @Girl_Of_Renaissance3119
      @Girl_Of_Renaissance3119 9 วันที่ผ่านมา

      ভারতের

  • @ExtremelyKolkata
    @ExtremelyKolkata 3 ปีที่แล้ว +3

    সাবাস, সাবাস, সালাহউদ্দিন ভাই। দারুণ ভিডিও দেখালেন। কতৃপক্ষের কাছে নিবেদন আমাদের গর্বকে রক্ষা করুন। বীড়াজদাকেও অনেক ভালবাসা❤️😘

  • @sanjitball5851
    @sanjitball5851 3 ปีที่แล้ว +7

    Mr Sumon, I wish to see a video on Masterda Surya Sen from you. He was the first revolutionary of undivided Bengal. Your videos delight my heart.

  • @Anil_kumar_chandra
    @Anil_kumar_chandra 3 ปีที่แล้ว +2

    From India, khub shundor presentation.nice video.khub valo laglolo sir j c bose sambandhe anek janlam.many thanks

  • @MuhitAlMeraz
    @MuhitAlMeraz 3 ปีที่แล้ว +15

    বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বশু ছিলেন আমাদের গর্ব। এই মহান মানুষের পৈত্রিক নিবাস মেরামতের দাবী জানাই।
    আপনার জন্য শুভ কামনা রইল। ❤️

  • @alomgirabir997
    @alomgirabir997 3 ปีที่แล้ว +8

    অবশেষে অপেক্ষার অবসান ঘটল...
    লাভ ইউ ভাই❤️❤️❤️

  • @amitavabhatt343
    @amitavabhatt343 3 ปีที่แล้ว +12

    Fantastic, being on the other side of Bengal your vloge bring forth the rice heritage of Bengal divided by a political boundary. I am happy to note that though the residential house is in a state of disrepair the government of Bangladesh has made a learning center in the complex and have kept a museum. Though your vloge people will get to know and learn a lot of the lost history of what Bengal was at one time. Keep it up.

  • @barshasarker289
    @barshasarker289 3 ปีที่แล้ว +3

    সত্যি স্যার জগদীশ চন্দ্র বসুর দৌলতে যতটা আমি বাঙালি হিসেবে গর্ববোধ করি ঠিক ততটা গর্বিত শ্রীনগর উপজেলার একজন নাগরিক হিসেবে।

  • @santanubarai4206
    @santanubarai4206 3 ปีที่แล้ว +4

    আপনার ইতিহাস নিয়ে এত আগ্রহ সেটা আপনার ভিডিও দেখলেই বোঝা যায়...আপনি যদি পুরনো দিনে ফিরে যেতে পারতেন তাহলে মনে হয় আপনার থেকে বেশি খুশি কেউ হতো না... Love from India খুবভালো লাগে আপনার ভিডিও দেখতে

  • @naimaislamkhushi5547
    @naimaislamkhushi5547 3 ปีที่แล้ว +1

    সত্যি আপনার ইতিহাসের ভিডিওর ভক্ত হয়ে গেলাম ভাইয়া। মন থেকে আপনার প্রতি অনেক শ্রদ্ধা আসছে। ইতিহাস কে আপনি খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে

  • @mr.murtazulkarim116
    @mr.murtazulkarim116 3 ปีที่แล้ว +4

    when our dear indian brothers admire us, then we feel proud that we have welwisher friends & good neighbour sorrounded by us. long live india-bangladesh friendship. amar bangla mohan. regards...

  • @brojosingha6700
    @brojosingha6700 3 ปีที่แล้ว +6

    During the colonial period, there were no facilities, no support from the gvt(neglect, suppress), that's why sir jagaddish could not get advantage, opportunity to uplift his talents. We believe that he had talent which was close to innovator like Edison.
    Thank you Sumon, you are doing great work , you are highly admirable.

    • @muhammadmohaiminulislam7189
      @muhammadmohaiminulislam7189 ปีที่แล้ว

      Edison wasn't a great inventor. His business hired talents like Nikola Tesla to do the works. Even after that, invention of radio communication was much more important than the invention of bulb.

  • @RajuMandal-se2mr
    @RajuMandal-se2mr 3 ปีที่แล้ว +9

    " ধন্য তুমি জগদীশ চন্দ্র
    ধন্য তোমার নাম
    তোমার গর্বে গর্বিত আমরা
    জানাই শতকোটি প্রনাম"।
    সুমন দা আপনাকে অজস্র ধন্যবাদ। সুস্থ থাকুন সবাইকে সুস্থ রাখুন এই কামনা করি। আর হ্যাঁ সেটাই করবেন যেটা হৃদয় চায়। 🙏

    • @suraiyabegam5718
      @suraiyabegam5718 2 ปีที่แล้ว

      ঝিনুকের বুকে মুক্তা।আমরা হেলায় নস্ট করি।

  • @sajalbiswas944
    @sajalbiswas944 3 ปีที่แล้ว +3

    Sumon vai you are fabulous. I regularly watch your documentary. Excellent go ahead. Best wishes.

  • @kaustavbanerjee8248
    @kaustavbanerjee8248 3 ปีที่แล้ว +3

    এক অসাধারণ অভিজ্ঞতা। সরকার এগিয়ে আসুক বাড়িটি সংরক্ষণ করার জন্য।

  • @sarmistha6758
    @sarmistha6758 3 ปีที่แล้ว +15

    দারুন দাদা দারুন. তোমার এই ভিডিও গুলি দেখতে দেখতে মনে হয় আমিও সেই জায়গা তেই আছি.. কিন্তু জানিনা কোনো দিন আমি বাংলাদেশে আসতে পারবো কিনা.. প্রণাম নিয়ো দাদা আর ভালো থেকো

    • @asadpatwary3594
      @asadpatwary3594 2 ปีที่แล้ว

      দিদি,আপনাকে সব সময় স্বাগতম।চলে আসুন,ঘুরে যান,দেখে যান বাংলার প্রকৃতি ইতিহাস ঐতিহ্য। আপনাকে আপ্যায়নে কোন কমতি থাকবেনা।

  • @prodipbabu6547
    @prodipbabu6547 3 ปีที่แล้ว +3

    অনেক ধন্যবাদ ,
    আপনার মাধ্যমে অনেক কিছু জানতে পারছি । ধন্যবাদ জানাই

  • @ghumakkarsc9445
    @ghumakkarsc9445 3 ปีที่แล้ว +18

    সত্যেন্দ্রনাথ বোসকে নিয়েও একটা ভিডিও হয়ে যাক উনিও ওপার বাংলারই লোক ছিলেন। যার নামে হিগস-বোসন কণার নাম করণ হয়েছে।

    • @rajibgr9104
      @rajibgr9104 2 ปีที่แล้ว +4

      মৌলিক পদার্থ বিজ্ঞানে সত‍্যেন্দ্রনাথ বসুর অবদান নোবেলজয়ী অনেক বিজ্ঞানীর চেয়ে বেশি ছাড়া কম নয়। আমাদের গর্ববোধ করা উচিৎ ওনাকে নিয়ে...

    • @moulisankarde3034
      @moulisankarde3034 2 ปีที่แล้ว

      সত‍্যেন বোস নদীয়ার লোক।

    • @rajibgr9104
      @rajibgr9104 2 ปีที่แล้ว +3

      @@moulisankarde3034 নদীয়া বা কলকাতা। ঠিক জানি না। অধ‍্যাপনার একটা অনেক বড় সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে....

    • @AbdusSalam-pu8gz
      @AbdusSalam-pu8gz 2 ปีที่แล้ว

      @@rajibgr9104 Uni Dhaka university te sei research korecilen … ja 100 bosor por recognition peyeche …. Real hero of Bangla!!!

    • @rajibgr9104
      @rajibgr9104 2 ปีที่แล้ว

      @@AbdusSalam-pu8gz কিন্তু তার পরে বাকি জীবন ছাত্রছাত্রীদের পড়ানো ছাড়া সভা সমিতি আর বিভিন্ন উদ্বোধন করেই কেটে গেল। মৌলিক গবেষণা আর কিছুই করে উঠতে পারলেন না। দেশের মায়া কাটিয়ে বিদেশ চলে যেতে পারলে পদার্থ বিজ্ঞানে আরও অনেক বড় নাম হতেন। এইউপমহাদেশ মৌলিক বিজ্ঞানচর্চার জন‍্য তখনও উপযোগী ছিল না এখনও হয়ে উঠতে পারেনি।

  • @niloyhasan7922
    @niloyhasan7922 3 ปีที่แล้ว +25

    নোটিফিকেশন পেয়েই চলে আসলাম ভাইজান😍

  • @amalghosh3074
    @amalghosh3074 3 ปีที่แล้ว +6

    Awesome video & excellent presentation. Keep up the great work.
    Love from Mumbai.

  • @jollychatterjee8144
    @jollychatterjee8144 3 ปีที่แล้ว +4

    Mon bhalo hoye jayee apnar video dekhe 🙏🏻🙏🏻🙏🏻

  • @paragmukherjee9249
    @paragmukherjee9249 3 ปีที่แล้ว +2

    please make a documentary on PACHGAON GRAM & TONGIBARI , amader desh chilo pachgaon grame

  • @mdshagor6510
    @mdshagor6510 3 ปีที่แล้ว +8

    ধন্যবাদ সুমন ভাই
    প্রিয় গ্রাম দেখানোর জন্য

  • @debanjalihota4382
    @debanjalihota4382 3 ปีที่แล้ว +3

    This is an excellent episode ..thnx a lot for showing us about this immortal scientist....pride of Bengal

  • @RayhanVlogsOfficial
    @RayhanVlogsOfficial 3 ปีที่แล้ว +9

    যে রকম কোয়ালিটি সম্পন্ন ভিডিও তৈরি করেন তাতে কয়েক মিলিয়ন সাবস্ক্রাইব পাওয়ার যোগ্য আপনি।
    ১মিলিয়ন সাবস্ক্রাইব দ্রুত হয়ে যাক এই কামনা প্রিয় ভাই।

  • @debashishkunal3366
    @debashishkunal3366 3 ปีที่แล้ว +5

    Sumon Da your video is awesome and your magic and gracefullness gives such a great joy to watch.

  • @AshrafulIslam-uz2gs
    @AshrafulIslam-uz2gs 3 ปีที่แล้ว +12

    অনেক সুন্দর উপস্থাপনা ❤️

  • @imurbluesky4578
    @imurbluesky4578 3 ปีที่แล้ว +60

    আমার টাকা পয়সার বড়ই অভাব। সালাহুদ্দিন ভাই আছে বিধায় আমি ভার্চুয়ালি ঘুড়তে পারি।

    • @mdsajjat7776
      @mdsajjat7776 3 ปีที่แล้ว

      আমিও

    • @tamalchatterjee3441
      @tamalchatterjee3441 3 ปีที่แล้ว +4

      ভাইয়া, আমারও আর্থিক অবস্থা তেমন সুবিধাজনক নয়। বাংলাদেশে যাওয়ার খুব ইচ্ছা থাকলেও সংগতি নেই। আপনাদের বহু যত্নের সাথে তোলা ভিডিও গুলোই দেখে আমার মনের ইচ্ছে পূর্ণ করি। আমার খুবই ভালো লাগে। আপনাকে ও বাংলাদেশের সকল মানুষকে ধন্যবাদ জানাই।

    • @smnurulalamfounder7311
      @smnurulalamfounder7311 3 ปีที่แล้ว +2

      @@tamalchatterjee3441 . June 22 , 2021 ● Hi . Welcome ○ For HELP & FRIENDSHIPS , you may contact through email ■♡■ smna161059@gmail.com

    • @jabidhasan8512
      @jabidhasan8512 2 ปีที่แล้ว

      @@tamalchatterjee3441 আল্লাহ আপনার আর্থিক পরিস্থিতির উন্নতি দান করুক, আমিন। হিন্দু মুসলিম ভাই ভাই বাংলাদেশ পশ্চিম বঙ্গের জন্য আর পশ্চিম বঙ্গ বাংলাদেশের জন্য।

  • @ridewithrajesh2434
    @ridewithrajesh2434 3 ปีที่แล้ว +28

    I am so sad 😢
    who has learned us.we are do not carry his memory.
    Love from INDIA🇮🇳

    • @AHAD_AYIM
      @AHAD_AYIM 3 ปีที่แล้ว +1

      Yes 👍🏻

    • @AHAD_AYIM
      @AHAD_AYIM 3 ปีที่แล้ว +1

      Love from feni Bangladesh 🇧🇩

  • @dulalmoinuddin5676
    @dulalmoinuddin5676 3 ปีที่แล้ว +1

    সুমন ভাই জান আমার খুব ভালো লাগলো আল্লাহ আপনি সুমন ভাই কে ভালো কিছু করা র ব্যবস্থা করে দাও

  • @parthamondal8207
    @parthamondal8207 3 ปีที่แล้ว +8

    সুমন ভাই আচার্য প্রফুল্ল চন্দ্র রায় কে নিয়ে একটা ভিডিও বানাবেন প্লিজ খুলনা বা সাতক্ষীরায় অবস্থিত , প্রফুল্ল চন্দ্র রায় এক জন বাঙালি বিজ্ঞানী , তিনি কেমিস্ট্রিতে জগৎ বিখ্যাত ছিলেন এবং নাইট্রিক অ্যাসিড আবিষ্কার আবিষ্কার করেন এবং তার কিছু প্রতিষ্ঠিত স্কুল আছে সেই সময় এর

  • @jonydas342
    @jonydas342 3 ปีที่แล้ว

    স্যার জগদীশ চন্দ্র বসুর প্রতি বিনম্র শ্রদ্ধা রইল এবং আপনাকেও অসংখ্য ধন্যবাদ এ রকম সুন্দর একটা রিপোর্ট তৈরি করার জন্য 🙏🙏🙏

  • @edulkhan4475
    @edulkhan4475 3 ปีที่แล้ว +4

    1st coment

  • @prasunroy1827
    @prasunroy1827 2 ปีที่แล้ว

    We are proud of you for narrating about Sir Jagdish Chandra Bose l am your fan from India

  • @sciencelover4142
    @sciencelover4142 3 ปีที่แล้ว +72

    বাংলাদেশ গুণীজনের দরদ বোঝে না।

    • @clum_symee
      @clum_symee 3 ปีที่แล้ว +8

      Thik blechen

    • @suvraghosh7120
      @suvraghosh7120 3 ปีที่แล้ว +13

      বাংলাদেশ একটা হিংস্র বরবর দেশ, যে দেশে "ধর্ম" ছারা কিছুই বোঝে না, সে যতই শিক্ষিত হোক। এরা মুখে এক বলে মাথায় থাকে "কট্টর ধর্ম"।

    • @savageakash3970
      @savageakash3970 3 ปีที่แล้ว +6

      @@suvraghosh7120 এই কথা গুলো ভারতের সাথে যায়।যে দেশের সরকার ই একটা হিন্দুত্ববাদী উগ্র দল।আবার বাংলাদেশ নিয়ে কথা বলতে আসে। লজ্জা নাই ভারতীয় দের

    • @suvraghosh7120
      @suvraghosh7120 3 ปีที่แล้ว +13

      @@savageakash3970 বাংলাদেশ ই পুরোটাই মৌল বাদি, কট্টর আরবীয় ইসলামিয় সংস্কৃতি র উপর প্রতিষ্ঠিত একটা দেশ এটা পৃথিবীর সবাই জানে, ছোট্ট একটা দেশ, যা ভারতকে হিংসার করে।

    • @abirrayhan8114
      @abirrayhan8114 3 ปีที่แล้ว +4

      @@suvraghosh7120 vai tumi ki bangladeshe ascho kokhono? Amra jemon jani india hindutto badi deshe jekhane muslim der prokasse lansito kora hoy but kokhono dekha hoyni same tumio sei rokom bolso..bangladeshe aso dekhe jao... Cile kan nia gese othoco nijer kane hat na dia ciler pisone douranor moto bokami korona...

  • @suhaibahmed7415
    @suhaibahmed7415 3 ปีที่แล้ว +1

    Asslamu alaikum
    আমি লন্ডন থেকে শুনছি ।
    আপনার ভিডিও সবসময় দেখি ভাই
    জান্তা চাই বাংলা মায়ের ইতিহাস

  • @saifulsk4680
    @saifulsk4680 3 ปีที่แล้ว +103

    আমাদের পশ্চিমবঙ্গে বর্ধমান জেলায় আসুন..... শক্তিগড়ের বিখ্যাত ল্যাংচা নিয়ে ভিডিও করেন.

  • @harogatichakraborty2570
    @harogatichakraborty2570 3 ปีที่แล้ว

    আপনার প্রতিটি প্রতিবেদন দেখেশুনে সমৃদ্ধ হই।আর আমরা যেভাবে পরস্পর ঘৃণা ও বিদ্বেষের রাজনীতির শিকার হয়ে নিজেদের গৌরবকীর্তি ধবংস করে চলেছি,তার জন‍্য রাগ হয়।

  • @pranabsen3311
    @pranabsen3311 3 ปีที่แล้ว +42

    দুই বাংলার মিলন হোক ,বাংগালীর জয় হোক।

    • @sampadey211
      @sampadey211 3 ปีที่แล้ว

      Right-------

    • @arunkumardas8135
      @arunkumardas8135 3 ปีที่แล้ว +8

      দুই বাংলা র মিলন হলে সেটা হবে বৃহত্তম মুসলিম রাষ্ট্র। অচিরেই হিন্দু সম্প্রদায় হারিয়ে যাবে।

    • @Arveend_Roy
      @Arveend_Roy 3 ปีที่แล้ว +5

      @@arunkumardas8135 এটা সম্পূর্ণ আপনার ভুল ধারণা, বাংলাদেশ থেকে হিন্দু সম্প্রদায় হারিয়ে গেছে? সবাই এখানে অনেক মিলেমিশে আছে, কারোর ধর্মকে হেও করা ঠিকনা আর আমাদের ধর্ম সেই শিক্ষা দেয়না।

    • @gautambasakvlogbd2702
      @gautambasakvlogbd2702 3 ปีที่แล้ว

      R8

    • @abcfilm2117
      @abcfilm2117 3 ปีที่แล้ว

      @@Arveend_Roy চোদনা নাকি তুমি

  • @shimulchandrasaha
    @shimulchandrasaha 3 ปีที่แล้ว +2

    আপনিই একমাত্র ব্যক্তি, যার ভিডিও আমি না টেনে সম্পূর্ণ দেখি । ধন্যবাদ ভাই

  • @SPAselim936
    @SPAselim936 3 ปีที่แล้ว +3

    ভাই আপনার এই সমস্ত চমৎকার ভিডিও গুলো দেখলে মনের ভিতরে অজানা কৌতূহল নাড়া দিয়ে উঠে আর কি যেন বলতে চাই। ❤️❤️❤️💝💝💝

  • @riyamal5303
    @riyamal5303 3 ปีที่แล้ว +2

    দাদা 1 million এর অপেক্ষায় রইলাম
    Love from bankura

  • @aryanshannrobi8422
    @aryanshannrobi8422 3 ปีที่แล้ว +6

    ভাইয়া আপনার কন্ঠ টা খুব সুন্দর😍💓 আপনার সব ভিডিও দেখি

  • @tinnisamazinglife88
    @tinnisamazinglife88 2 ปีที่แล้ว

    খুব ভাল লাগল। অসংখ্য ধন্যবাদ আমাদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য। কলকাতা থেকে অনেক ভালবাসা।

  • @bdbusracer5152
    @bdbusracer5152 3 ปีที่แล้ว +6

    আল্লাহ্ আপনাকে অনেক ভালো রাখুন,এত সুন্দর করে গুছিয়ে কথা আর কোন ইউটিউবার মনে হয় না বলতে পারবে।

  • @nishatshakib9932
    @nishatshakib9932 3 ปีที่แล้ว +2

    আপনার মাধ্যমে আমরা অনেকেই ইতিহাস এ সাক্ষী হয়ে যাচ্ছি ভাইয়া 😍 অনেক ধন্যবাদ ❤ ভালোবাসা ভাইজান

  • @mdshihabtalukder3979
    @mdshihabtalukder3979 3 ปีที่แล้ว +10

    আসসালামু আলাইকুম সুপ্রিয় সুমন ভাই৷, আমি বরিশাল থেকে আপনার ক্ষুদেভক্ত শিহাব ।
    আপনাকে বরিশালের কলসকাঠিতে আসার অনুরোধ করছি । সেখানেও অনেক ধ্বংসপ্রায় ঐতিহাসিক জিনিস রয়েছে ।
    অগ্রিম ধন্যবাদ !

  • @manjulikasircar9865
    @manjulikasircar9865 2 ปีที่แล้ว +1

    Well done, we are all proud that he was born at undivided Bengal. You have done a wonderful job. Thanks for that.

  • @milestogo-mdrakibulislamch1965
    @milestogo-mdrakibulislamch1965 3 ปีที่แล้ว +20

    Vai.....আপনার ভিডিও গুলো অনেক ভালো লাগে আমি আপনার সাথে..... দেখা করতে চাই।

  • @ShamaliBangla
    @ShamaliBangla 3 ปีที่แล้ว +1

    অসংখ্য ধন্যবাদ আপনাকে এতো ভালো একটা ভিডিও উপহার দেওয়ার জন্য🇮🇳

  • @nandanroy6231
    @nandanroy6231 3 ปีที่แล้ว +7

    আমি আপনার সব ভিডিও দেখি।
    আপনি পশ্চিমবঙ্গের, কোচবিহার আসুন
    অনেক ইতিহাস আছে।

    • @ershadmiah3221
      @ershadmiah3221 3 ปีที่แล้ว +1

      আমি ও কোচবিহার থেকে

  • @nirmalenduroy5511
    @nirmalenduroy5511 3 ปีที่แล้ว +1

    খুব সুন্দর,ছোটদের জলকেলি দেখে আমারও পুকুরে স্নান করতে ইচ্ছে করছে,ধন্যবাদ ভাই আপনাকে।🌷🌷🌷

    • @SalahuddinSumon
      @SalahuddinSumon  3 ปีที่แล้ว +1

      ভালো থাকবেন দাদা💕

    • @nirmalenduroy5511
      @nirmalenduroy5511 3 ปีที่แล้ว

      @@SalahuddinSumon আপনি ও ভালো থাকুন এই কামনা করি আর করোনা সংকট শেষ হলেই আবার বাংলাদেশে ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে।

    • @rifatahmmed2083
      @rifatahmmed2083 3 ปีที่แล้ว

      @@SalahuddinSumon ভাই রিপলাই দিয়েন?

  • @shahajalaldipu1665
    @shahajalaldipu1665 3 ปีที่แล้ว +50

    ভাইয়া অনেক বড় ফ্যান রিপলাই দেন❤️

    • @SalahuddinSumon
      @SalahuddinSumon  3 ปีที่แล้ว +33

      Onek valobasa bhai💕

    • @shahajalaldipu1665
      @shahajalaldipu1665 3 ปีที่แล้ว +3

      @@SalahuddinSumon ভাইয়া ধন্যবাদ রিপ্লাই দেওয়ার জন্য❤️❤️

    • @Akramfunny98
      @Akramfunny98 3 ปีที่แล้ว +3

      @@SalahuddinSumon ভাইয়া প্লীজ ভারতের কিছু নিদর্শন নিয়ে ভিডিও বানাবেন।🙏

    • @aminulislam-ff2ji
      @aminulislam-ff2ji 3 ปีที่แล้ว

      ভাইয়া আপনি কোন ক্যামেরা দিয়ে ভিডিও করেন দয়া করে বলবেন। অনেক বড় ফ্যান।

  • @shahidchy7754
    @shahidchy7754 3 ปีที่แล้ว +2

    আপনার নতুন ভিডিওর জন্য অপেক্ষায় থাকি সুমন ভাই

  • @susmitamaji6918
    @susmitamaji6918 3 ปีที่แล้ว +4

    Khoob sundor VDO Dada tobe ai bariti sarkar theke meramot Kora dorkar .Bharat theke bolchi ,valo thakben 🙏🙏🙏🙏

  • @soumitraroy49
    @soumitraroy49 2 ปีที่แล้ว

    স্যার জগদীশচন্দ্র বসুকে নিয়ে ভারতের থেকেও বাংলাদেশের মানুষদের অনেক অনেক বেশি করে গর্বিত হওয়া উচিত। বাংলাদেশ অনেক অনেক গুনীজনদের জন্ম দিয়েছে। তাই বাংলাদেশের সরকারের উচিত যেকোনো মূল্যে এই সকল ঐতিহাসিক সম্পদগুলো সংরক্ষিত করে রাখা। আর আমার মনে হয় জগদীশচন্দ্র বসুর বাড়িটিকে সংস্কার করে সেখানে ই জাদুঘর করে অমুল্য ও দুর্লভ জিনিস গুলো পরম যত্নে সংরক্ষিত করে রাখা উচিত।

  • @naitikbanerjee7404
    @naitikbanerjee7404 3 ปีที่แล้ว +7

    আমার শহর মুন্সীগঞ্জ❣️

  • @hbkhan800
    @hbkhan800 3 ปีที่แล้ว +2

    আমি রাঢ়ীখাল গ্রামের মেয়ে। আমি গর্বিত এবং একই সাথে দুঃখিত তাকে আমরা উপযুক্ত সম্মান দিতে পারিনি। যদি সত্যি সম্মান দিতে পারতাম তাহলে আজ তার নামে বাংলাদেশে বড় ধরনের কোনো কিছু করার উদ্যোগ নেয়া হতো 😥 শুধু রাঢ়ীখাল গ্রামে সীমাবদ্ধ থাকতো না। তাও আবার এত অবহেলায় ।

  • @alfaruk2098
    @alfaruk2098 3 ปีที่แล้ว +7

    সালাউদ্দিন ভাই আমি আপনার ভিডিও গত চার বছর থেকে দেখি । আপনার কোন ভিডিও আমার অদেখা নয়। স্যালুট জানাই ভাই আপনাকে। আমরা পাশে আছি কিছু দিনের মধ্যে 1 মিলিয়ন সাবস্ক্রাইব হবে ইনশাআল্লাহ।

  • @kamalDAS-lb6qt
    @kamalDAS-lb6qt 2 ปีที่แล้ว

    দাদা আপনি মহান দেখে মুগ্ধ হয়ে গেলাম সমগ্র বাঙালীর এক জন রত্ন দাদা আপনাকে খুব ভালোবাসি

  • @SOMNATH00990
    @SOMNATH00990 3 ปีที่แล้ว +4

    Akdm love from kolkata

  • @ghoshal1953
    @ghoshal1953 3 ปีที่แล้ว +1

    সালাহউদ্দিন সুমন এর ভিডিও গুলি সত্যি খুব মনোগ্রাহী। ভালো লাগলো।

  • @shitansukumarrath8726
    @shitansukumarrath8726 3 ปีที่แล้ว +3

    I subscribed your channel because of your beautiful presentation style. 👍

  • @shyamalenduhazra2103
    @shyamalenduhazra2103 3 ปีที่แล้ว +1

    সুমন দা প্রথমেই আপনাকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে অনুরোধ করছি আপনি বাংলাদেশ সরকারের কাছে দাবি করুন জে,সি স্যারের পৈতৃক বাড়ি টি সংস্কার করুন সরকার এবং ঐ বাড়িতেই তৈরী করা হোক সংগ্ৰহশালা এটাই হবে তাঁর মতো মানুষের প্রকৃত সম্মাননা। আপনার উপস্থাপনা আমার খুব প্রিয়।জে,সি স্যারের উত্তরসূরী কেউ কি আছেন? আপনার জানা থাকলে দয়া করে জানাবেন। ভালো থাকবেন।