পুরান ঢাকার যে বোর্ডিংয়ে আড্ডা দিতেন বাংলার রথিমহারথিরা || Beauty Boarding || Old Dhaka

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ก.ค. 2021
  • বিউটি বোর্ডিং। বাংলার শিল্প-সাহিত্য ও সংস্কৃতির সাথে জড়িয়ে থাকা একটি পরিচিত নাম। ৪৭ এর দেশভাগের আগে ও পরের সময় কালে ও একাত্তরের মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে যেখানে নিয়মিত আড্ডা দিতেন প্রথিতযশা লেখক, কবি, চলচ্চিত্র পরিচালক, নৃত্যপরিচালক, সুরকার শিল্পী, সাংবাদিক ও রাজনীতিবিদরা। এখন আর সেই জৌলুস নেই বিউটি বোর্ডিয়ের। কালের সাক্ষী হয়ে থাকা এই বোর্ডিং নিয়েই আমার আজকের ভিডিও।
    Contact email address for sponsorship, affiliate or other business purpose: sumonmcj@yahoo.com
    #বিউটি_বোর্ডিং #পুরান_ঢাকা #beauty_boarding

ความคิดเห็น • 561

  • @Bird73576
    @Bird73576 ปีที่แล้ว +3

    হারিয়ে ফেলার কান্না, বিউটি বোর্ডিং। কত সংস্কৃতিবান, গুণীজনদের পদধূলি, উন্নত মুক্ত চিন্তা ভাবনা , আড্ডা, সব হারিয়ে গেছে কালের আবর্তে, প্রণাম তাঁদের। অসংখ্য ধন্যবাদ সুমন ভাইকে।

  • @ahmmedalauddin9246
    @ahmmedalauddin9246 3 ปีที่แล้ว +41

    বিউটি বোর্ডিং আমাদের ঐতিহ্য বহনকারী একটি বিল্ডিং, প্রচার না থাকায় পরিচিতি লাভ করতে পারেনি,ঐতিহাসিক এই বাড়িটি দেখানোর অসংখ্য ধন্যবাদ, সুমন ভাই।

  • @kalyanidebchowdhury7042
    @kalyanidebchowdhury7042 2 ปีที่แล้ว +10

    বিউটি বোডিং আমি দেখে এসেছি অনেক আগে। বাঙালির ঐতিহ্য হিসাবে সর্ব প্রথম।
    আমি কফি হাউজেও গিয়েছি কিন্তু বিউটি বোডিং সবার উপরে।এমন ভিডিও টা দেখে বেশি আনন্দিত ভাই।

  • @minjurrahman7803
    @minjurrahman7803 2 ปีที่แล้ว +25

    আমি এখানে ১৯৯৬ থেকে ২০১৬ পর্যন্ত যাতায়াত করেছি , রাত্রীযাপন করেছি । আপনার তথ্যভিত্তিক উপস্থাপন খুব ভাল লাগলো ।

  • @milimax3081
    @milimax3081 2 ปีที่แล้ว +57

    ইন্ডিয়ান লোক দের কমেন্ট ই বেশি,বাংলাদেশের মানুষের ইতিহাস নিয়ে তেমন আগ্রহ নেই,আগেও ছিলো না।ধন্যবাদ জানাই কলকাতার দাদাদের।

    • @imonimon109
      @imonimon109 2 ปีที่แล้ว +4

      Tmr dharona vul dekhe sobai
      Comment dada ra besi kore
      Etai ki. Savabik na

    • @mdshafikuralam9201
      @mdshafikuralam9201 2 ปีที่แล้ว +1

      Ache vai😌😌

    • @tanvirrashid6575
      @tanvirrashid6575 2 ปีที่แล้ว

      বাংলাদেশের লোকেরা ইতিহাস নিয়ে যতোটা জানে,ইন্ডিয়ার লোকেরা ততোটাও জানে না।
      বাংলাদেশের লোকেদের নিজের দেশ,ভারত এবং বিশ্বের অন্যান্য দেশের সম্পর্কে যে পরিমান জ্ঞান,যতোটা জানার ইচ্ছা
      ইন্ডিয়ার লোকেদের তো তাও নেই।
      কমেন্ট দ্বারা কিচ্ছু বুঝায় না।

    • @fabihabushrabondhon6510
      @fabihabushrabondhon6510 ปีที่แล้ว +5

      Ke bolse amra Bangali amader roktei itihas gatha .dekhlei comment korte hobe .ami sob video dekhi r nije giyeo dekhte chai

    • @azmaintazwar6394
      @azmaintazwar6394 ปีที่แล้ว

      Toder che 10000× beshi ase sala

  • @ronnie4737
    @ronnie4737 2 ปีที่แล้ว +5

    ইতিহাস আর ঐতিহ্য নিয়ে ট্রাভেল ব্লগে সেরা সালাহউদ্দিন সুমন!! ধন্যবাদ এমন সুন্দর একটা ইতিহাস তুলে ধরার জন্য ভাই

  • @hossainalrahmanjoy7338
    @hossainalrahmanjoy7338 2 ปีที่แล้ว +5

    "দিন যায় রাত আছে,ধিরে ধিরে ইতিহাসের বয়স বাড়ে,...বিউটি বোর্ডিং টিকে থাক কালের স্বাক্ষী হয়ে"...ভালোবাসা বিউটি বোর্ডিং এর জন্য...ভালোবাসা সালাউদ্দিন সুমন সাহেব এর জন্য।আপনার সুস্বাস্থ্য কামনায়।

  • @srinjoypanja9220
    @srinjoypanja9220 3 ปีที่แล้ว +24

    আমার বাড়ি পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমান জেলা। আপনার প্রতিটা ভিডিও দেখার চেষ্টা করি । অনেক অজানা তথ্য জানতে পারি । খুবই ভালো লাগে আমার।

    • @mmhasanmadraji328
      @mmhasanmadraji328 3 ปีที่แล้ว +1

      শুভ কামনা যেখানেই থাকুন ভালো থাকুন।

    • @mmhasanmadraji328
      @mmhasanmadraji328 3 ปีที่แล้ว +1

      ❤️❤️🇧🇩🇧🇩

    • @mmhasanmadraji328
      @mmhasanmadraji328 3 ปีที่แล้ว +3

      আসসালামুয়ালাইকুম কেমন আছেন দাদা বাংলাদেশের বরিশাল বিভাগ এর ভোলা জেলা থেকে বলছি আমাদের গ্রামে বহু হিন্দু সম্প্রদায়ের মানুষ থাকতো তিনশ'হিন্দু বাড়ি ছিল এলাকায় কিন্তু কমতে কমতে আজ ১০-১২বাড়ি আছে যারা আছে তাদের বেশির ভাগ সদস্যই কলকাতার বারাসাত নামক এলাকায় বসবাস করে অনেকেই মেসেঞ্জার এ আমন্ত্রণ জানায় কলকাতা আসার জন্য তাদেরকে খুবই মিস করি তাদের মধ্যে উল্লেখযোগ্য নাম হলো মিরিনময় মজুমদার সৌরভ মজুমদার ও মিষ্টি মজুমদার -তার বোন সুইটি মজুমদার পরিকিত মাতব্বর আর ও অনেকেই।সবার জন্য শুভ কামনা যেখানেই থাকুন ভালো থাকুন।

    • @drktv4951
      @drktv4951 2 ปีที่แล้ว +1

      ধন্যবাদ আপনাকে আমাদের মাতৃভাষায় কথা বলার জন্য।

  • @amanibhamukherjeevlogs5262
    @amanibhamukherjeevlogs5262 2 ปีที่แล้ว +10

    ধন্যবাদ সুমন, এত সুন্দর একটি ঐতিহাসিক স্থান দর্শন করানোর জন্য। তুমি সুস্থ শরীরে দীর্ঘজীবী হও এবং আমাদেরকে আরও ঐতিহ্যবাহী বাংলাদেশের চলচ্চিত্র দর্শন করাও।

  • @alaminru6656
    @alaminru6656 2 ปีที่แล้ว +1

    চমৎকার উপস্থাপনা। বাংলাদেশের ইতিহাস, সাহিত্য, রাজনীতি ও সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত বিউটি বোর্ডিং -এ একদিন থাকা, খাওয়া ও ঘুরে দেখার সৌভাগ্য হয়েছে। প্রিয় সাংবাদিক সুমন ভাইকে 💕 অসংখ্য ধন্যবাদ।

  • @parthasarathibanerjee70
    @parthasarathibanerjee70 2 ปีที่แล้ว +2

    সত্যিই অতীত কে দেখে ও শুনে মনটা ভরে গেলো। খুব সুন্দর উপস্থাপনা।। আমাদের কলকাতার কফি হাউসের কথা মনে করিয়ে দেয়।

  • @kmrdalimjapageneralsecreta9796
    @kmrdalimjapageneralsecreta9796 3 ปีที่แล้ว +15

    আমার সৌভাগ্য হয়েছিল ঢাকা সাভার এর বন্ধু মিলনের সঙ্গে বিউটি বোর্ডিং এর একরাত্রি ছিলাম ও খাওয়া-দাওয়া করেছিলাম, ঢাকা শহরের মধ্যে নিরিবিলি নিঃশব্দ সুন্দর পরিবেশ।

  • @dipankarsinha4559
    @dipankarsinha4559 2 ปีที่แล้ว +47

    "বিউটি বোর্ডিং এর সেই আড্ডা টা আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালী বিকেল গুলো , নেই আজ আর নেই।" ------------ কলকাতা, ভারত থেকে।

    • @Bangladeshivloggersumikabir
      @Bangladeshivloggersumikabir 2 ปีที่แล้ว

      Asshalamualikum

    • @chocolatecanbee9837
      @chocolatecanbee9837 2 ปีที่แล้ว

      @@Bangladeshivloggersumikabir walaikum assalam ❤️

    • @tapanpani7456
      @tapanpani7456 2 ปีที่แล้ว

      OoooooooooooOoooooOooooooooooopooooooooooopooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo

    • @tapanpani7456
      @tapanpani7456 2 ปีที่แล้ว

      OOoooooOooooo OOoooooOooooo@@Bangladeshivloggersumikabir ooooooooo

    • @771me
      @771me 2 ปีที่แล้ว +1

      সোনালী বিকলগুলো প্রযুক্তি কেড়ে নিয়েছে। আমরা আর আড্ডা দিতে চাইনা, আমরা প্রকৃতি খুঁজিনা, আমরা টাকার নেশায় আর বিলাসবহুল জীবনের খুজে নিজেদের সবকিছু বিলিন করে দিয়েছি। আমরা বই পড়া ভূলে গেছি, ভূলে গেছি সংস্কৃতি। আমরা মানসিকভাবে অসুস্থ।

  • @nishatshakib9932
    @nishatshakib9932 2 ปีที่แล้ว +7

    সুমন ভাইয়ের মাধ্যমে অনেক ইতিহাস এ সাক্ষী হয়ে যাচ্ছি আমরা সবাই অনেক ধন্যবাদ ❤ ভালোবাসা ভাইজান

  • @chinmoychakraborty8741
    @chinmoychakraborty8741 2 ปีที่แล้ว +11

    এতোদিন কেবল গল্প শুনেছি। আজ দেখলাম। কৃতজ্ঞতা ভাই...❤️❤️

  • @sudiptaroy5410
    @sudiptaroy5410 2 ปีที่แล้ว +2

    সুমন দা আপনার ভিডিও দেখে বাংলাদেশের ঐতিহাসিক সমস্ত ঐতিহ্য দেখার সুযোগ পাচ্ছি। আমার বাবা ঠাকুরদা চোখের জল নিয়ে প্রাণ বাঁচানোর জন্য দেশ ছেড়েছিলেন। উনারা বলতেন বাংলাদেশে তাদের জমিদার বাড়ি ও ব্যবসার কথা । আজ যদি উঁনারা থাকতেন তাঁদের দেখাতে পারতাম। ধন্যবাদ।

  • @devbappa493
    @devbappa493 3 ปีที่แล้ว +5

    আপনার ভিডিওগুলোতে এই নিযে দুইবার মহান বাঙালি নেতাজি সুভাষ চন্দ্র বসুর উল্লেখ পেলাম। আমরা গর্বিত বাঙালি। আমাদের মত আপনার মনেও উনার স্থান যে অনেক উপরে সেটা অনুভব করি। ধন্যবাদ

    • @alauddin6587
      @alauddin6587 2 ปีที่แล้ว +6

      ভাইয়া কেউ কিছু না বললেও মহান নেতাজী সুভাসচন্দ্র বোসের কিছু যায় আসে না। নেতাজী সুভাসচন্দ্র বোস বাঙালী জাতির সৃষ্টির এক ক্ষণজন্মা মহাপুরুষ ❤️❤️❤️

  • @user-rs1tde4fz8i
    @user-rs1tde4fz8i 3 ปีที่แล้ว +47

    কলকাতা থেকে ভালোবাসা গ্রহণ করবেন..... পরবর্তী ভিডিওর অপেক্ষায় রইলাম ❤️❤️❤️❤️

    • @rajdiproy3269
      @rajdiproy3269 2 ปีที่แล้ว +2

      বাংলাদেশে আসার আমন্ত্রণ রইলো ভাই।

    • @user-rs1tde4fz8i
      @user-rs1tde4fz8i 2 ปีที่แล้ว +2

      @@rajdiproy3269 প্রচুর যাওয়ার ইচ্ছে আছে..... সম্ভব হলে নিস্চই যাবো....❤️❤️❤️❤️

    • @suitybdtravellers577
      @suitybdtravellers577 2 ปีที่แล้ว

      th-cam.com/video/L8OwHeVF1YQ/w-d-xo.html

    • @rajdiproy3269
      @rajdiproy3269 2 ปีที่แล้ว +1

      @@suitybdtravellers577 ঘাড়ামু তোরে!!

  • @FatemaBegum-bk2vc
    @FatemaBegum-bk2vc 2 ปีที่แล้ว +2

    একদম নতুন আমার কাছে।নামটি শুনেছি কিন্তু এর ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতাম না।অনেক ভালো লেগেছে। পুরানো ঢাকায় এত সুন্দর একটা জায়গা আছে ভাবাই যায়না। আমি দেখতে আসব একদিন। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি সুন্দর উপস্থাপনার জন্য।

  • @RajuMandal-se2mr
    @RajuMandal-se2mr 2 ปีที่แล้ว +5

    _পুরানো দিনগুলো যদি আবার ফিরে আসতো.........! ধন্যবাদ। সুস্থ থাকুন, সবাইকে সুস্থ রাখুন এই কামনা করি।🙏_

  • @mohuyachowdhury1850
    @mohuyachowdhury1850 2 ปีที่แล้ว +2

    বোডিংয়ের নাম বহু আগেই থেকেই শুনে আসছি, আজকে তথ্য জেনে এবং ভিডিও দেখে ভীষন ভীষন ভালো লাগলো. আমাদের দেশে পুরোনো এতিহ্য ধরে রাখার কোন উদ্যোগ আমাদেের কাউরো মাঝেই নেই এজন্য দারুন খারাপ লাগে.আপনাকে আবারো ধন্যবাদ.

  • @silvergolden2349
    @silvergolden2349 2 ปีที่แล้ว +2

    ভাই আপনাকে ধন্যবাদ না দিয়ে পারলাম না, অজস্র ধন্যবাদ, আপনি যেভাবে ইতিহাস কে তুলে ধরেন মন্ত্রমুগ্ধের মতো দেখি আপনার উপস্থাপনা অন্যরকম হয়তো কথাগুলো আপনার অন্তর থেকে আসে তাই এত ভাল লাগে , ভাল থাকুন সুস্থ থাকুন এভাবে ইতিহাস ঐতিহ্য নিয়ে এগিয়ে যান সেই কামনাই করি।

  • @Saddamhossain-kn2dg
    @Saddamhossain-kn2dg 3 ปีที่แล้ว +28

    ইতিহাস ও ঐতিহ্যে অসাধারণ বিউটি বোর্ডিং।

  • @morjina2582
    @morjina2582 2 ปีที่แล้ว +1

    আপনার প্রতিটি প্রতিবেদন আমার খুব ভালো লাগে আপনার উপস্থাপনাও খুব সুন্দর। দোয়া করি আল্লাহ আপনার হায়াত দারাজ করুক।আমরা যেন আরও এইরকম সুন্দর সুন্দর প্রতিবেদন দেখতে পাই আপনার মাধ্যমে।

  • @SrijaniVlog
    @SrijaniVlog 2 ปีที่แล้ว +3

    আমাদের দেশে এত সুন্দর ঐতিহ্য আছে সেটা তো আমি আগে জানতাম এই নাই আপনার মাধ্যমে সেগুলো দেখতে পাচ্ছি এবং আপনার মঙ্গল কামনা করছি আপনি এগুলো ধরে আছেন আমাদের জন্য একটা খুব ভালো একটা কাজ সেটা সবাই উপভোগ করছি এবং দেখছি

  • @mousumeyakter1463
    @mousumeyakter1463 3 ปีที่แล้ว +5

    আপনার ভিডিও গুলো আমার অনেক ভালোলাগে ۔বাংলাদেশের ঐতিহ্য তুলেধরেন ۔যেভাবে গুছিয়ে বলেন তাতেই শুনতে ভালোলাগে ۔আরো ভিডিও বানাবেন ۔۔۔আল্লাহ আপনাকে ভালরাখুক ۔

  • @namitasvlog7475
    @namitasvlog7475 2 ปีที่แล้ว +1

    সুমন দা আপনার ভিডিও আমি যতো দেখি ততোই মুগ্ধ হয়ে যাই যেরকম সুন্দর ভাবে ভিডিও করেন ততোটাই সুন্দর ভাবে বুঝিয়ে দেন

  • @tarunkumarbose2181
    @tarunkumarbose2181 2 ปีที่แล้ว +4

    I am from Khardaha Near Kolkata , I Have Seen Your All Video . Excellent . Specially Char Khanpur .
    God Bless You .

  • @asimmukherjee3886
    @asimmukherjee3886 3 ปีที่แล้ว +49

    আমি ওই বোর্ডিং এ তিন দিন থেকেছি,খেয়েছি।এমন পরিবেশ আমি কোথাও পাইনি।

    • @cybersecurityspecialist1313
      @cybersecurityspecialist1313 3 ปีที่แล้ว +1

      Number ace??

    • @tasinab4299
      @tasinab4299 2 ปีที่แล้ว

      Apni ki bangladeshi nki Indian?

    • @rajdiproy3269
      @rajdiproy3269 2 ปีที่แล้ว +4

      @@cybersecurityspecialist1313 কোনো নাম্বার বা রিজারভেশনের দরকার নেই। ঢাকা এসে যেকোনো রিক্সাওয়ালাকে বললেই হবে বাংলাবাজার বিউটি বোডিং তাহলেই নিয়ে আসবে। আপনি চাইলে সেখানে থাকতেও পারবেন আবার চাইলে দুপুরের খাবারও খেতে পারবেন। অবশ্যই সেক্ষেত্রে দুপুরের মধ্যেই সেখানে চলে আসতে হবে।

    • @asimmukherjee3886
      @asimmukherjee3886 2 ปีที่แล้ว +1

      বাংলাদেশী

    • @md.basheerhussain9281
      @md.basheerhussain9281 2 ปีที่แล้ว +2

      @@asimmukherjee3886 👍👍👍🇧🇩

  • @villegershandcraft
    @villegershandcraft 2 ปีที่แล้ว +10

    ভারত থেকে ভালোবাসা দাদা।
    অনেক ভালো উপস্থাপনা

  • @kanthiroybarua3827
    @kanthiroybarua3827 3 ปีที่แล้ว +9

    Khub valo laglo. God bless you Sumon vai 🙏❤India Assam

  • @apurbasaha4338
    @apurbasaha4338 2 ปีที่แล้ว +3

    আরো একটা সুন্দর প্রস্তাবনা. ভালো থাকবেন. কলকাতা থেকে শুভেচ্ছা রইলো

  • @pankajbiswasnews
    @pankajbiswasnews 2 ปีที่แล้ว +38

    কলকাতা আসলে আমার আতিথেয়তা গ্রহণ করবেন দাদা। ভাল থাকবেন।

    • @rajdiproy3269
      @rajdiproy3269 2 ปีที่แล้ว +5

      বাংলাদেশে আসার নিমন্ত্রণ রইলো দাদা।

    • @ruzagalib3776
      @ruzagalib3776 2 ปีที่แล้ว +3

      আপনাকে বাংলাদেশের মাটিতে নিমন্ত্রণ ।

    • @pankajbiswasnews
      @pankajbiswasnews 2 ปีที่แล้ว +2

      @@rajdiproy3269 এবং@Ruza Galib ভিসা দিলেই চলে আসব। এখন ভিসা দিচ্ছে না।

    • @pankajbiswasnews
      @pankajbiswasnews 2 ปีที่แล้ว +2

      আমিও ইউটিউবে আপনার ঘরানার কাছাকাছি কাজ শুরু করেছি।

    • @abirrayhan8114
      @abirrayhan8114 2 ปีที่แล้ว +2

      pankaj দা সুমন ভাইকে দাওয়াত করলেন আমাদের করবেন না? সব কিছু ঠিক হলে ইন্ডিয়াতে আসবো।।আমিও একটা ট্রাভেলার ইন্ডিয়া দিয়ে ইন্টারন্যাশনাল ভাবে ট্রাভেল শুরু করবো

  • @arunavabhattacharyya7108
    @arunavabhattacharyya7108 3 ปีที่แล้ว +1

    সুমন বাবু কে ধন্যবাদ বাংলাদেশের নতুন নতুন ইতিহাসের তথ্য আমাদের কাছে তুলে ধরছেন । সঙ্গী ধীরাজবাবুকেও ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য । আমরা এতদিন কলকাতার কফি হাউসের কথাই জানতাম । এখন এই বিউটি বোর্ডিং এর কথা পশ্চিমবঙ্গে বসে জানতে পারলাম ।

    • @tasinab4299
      @tasinab4299 2 ปีที่แล้ว

      Bangladesh a ghurte asben dada onk Valo lagbe.kisu manus. Social media ta ulta palta bole ogulote Kan diben nhh kisu news media a amon kore

  • @assamantaamal
    @assamantaamal 2 ปีที่แล้ว +29

    Your emotional presentation and historical rundown moved me! Loved this.

  • @bdredlove5307
    @bdredlove5307 2 ปีที่แล้ว +1

    ইতিহাস ও ঐতিহ্য সত্যিই অসাধারণ ❤️❤️বিউটি বোর্ডিং এর খাবার কয়েকবার খেয়েছি, তবে ঐইখানে গেলে গুরুজনেদের উপলব্ধি করতে পারি।

  • @aprime650
    @aprime650 2 ปีที่แล้ว +5

    দাদা তোমার ভিডিও গুলি খুব ভালো লাগে।। কিন্তূ অনেক অপেক্ষা করতে হয়।।একটু তারা তারি আপলোড দিবেন।।from India 🇮🇳🇮🇳🇮🇳

  • @DevSarkar278
    @DevSarkar278 3 ปีที่แล้ว +10

    কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই যেমন 😞
    বিউটি বোডিং এর মূল্যটাও হয়তবা
    সেরম , 😟
    আসা করি যাবো নিশ্চই কোনোদিন
    বাংলাদেশ গেলে,❤️

  • @prabirsharma7852
    @prabirsharma7852 2 ปีที่แล้ว

    বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরার জন্য অনেক ধধন্যবাদ। আমি জানতামই না।একজন কে জিজ্ঞেস করছি পুরান ঢাকায় দেখার মত কি কি আছে।তখন উনি বল্ল বিউটি বোডিং এর কথা

  • @mofidurrahman594
    @mofidurrahman594 3 ปีที่แล้ว +32

    অনুভূতি খুব সুন্দর দাদা (আসাম রাজ্যের ধুবুরী থেকে দাদা)

  • @learnerssquad2096
    @learnerssquad2096 2 ปีที่แล้ว +8

    ভাই আপনার ভিডিও অসাধারণ। দেখে মন জুড়িয়ে যায়। Mumbai থেকে ভালোবাসা নেবেন।carry on :)
    Also make some videos on natural beauty of Bangladesh.

  • @humayunjr
    @humayunjr 3 ปีที่แล้ว +5

    *অনেক ভালো ভিডিও ।এই চ্যানেলের সবাইকে আমাদের আমন্ত্রন এরকম ভিডিও দেখার জন্য*

  • @PrabalPakrasi-uy1ki
    @PrabalPakrasi-uy1ki 2 ปีที่แล้ว +2

    I watch your videos and keep crying.Your country is my forefathers' homeland till 1947.It would have been my homeland also had Bengal was not partitioned.I am now 68 years old.Writing from Kolkata.Keep on uploading videos such historic places of your country.

  • @arpitabiswas9329
    @arpitabiswas9329 2 ปีที่แล้ว

    এত সুন্দর উপস্থাপন ই ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে জানার আকাঙ্খা কয়েকগুণ বাড়িয়ে দেয় ♥️🇧🇩

  • @minatipaul3076
    @minatipaul3076 3 ปีที่แล้ว +11

    From West Bengal ,bhai amader purbo purusder sriti kathai mon kande.

  • @susmitamaji6918
    @susmitamaji6918 3 ปีที่แล้ว +25

    Khoob sundor Dadabhai ,akbar Bharat a asar jonyo amontron jai 🙏🙏🙏🌼🌼

    • @travelersagor
      @travelersagor 3 ปีที่แล้ว

      সত্যি অনেক সুন্দর ভিডিও

  • @MuhitAlMeraz
    @MuhitAlMeraz 3 ปีที่แล้ว

    আমি বেশ কয়েকবার বই মেলা উপলক্ষে এখানে গিয়েছিলাম। অনেক সুন্দর লাগে এখানে গেলে। অনেক ধন্যবাদ আপনাকে। পুরানো স্মৃতি আমার আবাফ মনে পড়ছে।

  • @TravelerOfBangladesh
    @TravelerOfBangladesh 3 ปีที่แล้ว +5

    আপনার মাধ্যমে বাংলাদেশের অনেক ইতিহাস ঐতিয্য সম্পর্কে জানতে পারলাম।।।

  • @chandansaha3610
    @chandansaha3610 2 ปีที่แล้ว +3

    ভাই, আপনার উপস্থাপনায় গুণে ইতিহাস কথা বলে। খুব ভালো থাকুন, আপনি।

  • @MymothersCooking
    @MymothersCooking 2 ปีที่แล้ว +1

    আমি এখনো এখানে যাইনি, ছেলেকে বলেছিলাম একবার নিয়ে যেতে, নিয়েও যেত কিন্তু কোরনা শুরু হয়ে গেল আজ দু বছর, ঘরে বন্ধি, ভিডিও টা দেখে খুব ভালো লাগছে

  • @rajibgr9104
    @rajibgr9104 2 ปีที่แล้ว +1

    সত‍্যিই অসাধারণ ঐতিহ্যবাহী ভবন। নেতাজী সুভাষচন্দ্র এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দুজনেরই পায়ের ধুলো পড়েছে। সাথে আরও অনেক কবি সাহিত্যিক ও বুদ্ধিজীবীদের🙏🙏🙏

  • @parbenakter9769
    @parbenakter9769 3 ปีที่แล้ว +3

    ইতিহাসে কথা শুনে অনেক ভালো লাগলো

  • @bandhanbd2172
    @bandhanbd2172 3 ปีที่แล้ว +7

    মাঝে মাঝে ঢাকাতে যেতে হয় একদিন ও একরাত কাটানোর ইচ্ছা থাকল । জানতাম না এত সুন্দর জায়গা আছে । আর একটা কথা শুনে ভারো লাগল যে কোন হিন্দু পরিবার ভারতে গিয়ে আবার দেশের মায়ায় ফিরে এসেছে ।

  • @TraFoodoRubayat
    @TraFoodoRubayat 2 ปีที่แล้ว +1

    giyechilam kichudin age khub shundor

  • @westbengal.522
    @westbengal.522 2 ปีที่แล้ว +3

    বাংলাদেশ অগ্নিবীর ইউটিউবে সকলকে জানাই স্বাগতম। ধর্ম ভ্রমণ ও বিনোদন একসাথে চলুক।

  • @user-uj6ip8fx2o
    @user-uj6ip8fx2o 2 ปีที่แล้ว

    প্রিয় এডমিন সালাউদ্দিন সুমন ভাই আপনি এবং আপনার চ্যানেলের প্রতি রইল অনেক অনেক শুভ কামনা।
    আপনার অসাধারণ কর্ম প্রতিভায় আমরা ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানতে এবং দেখতে পারছি।
    সৃষ্টিকর্তা আপনার সহায় হোক।

  • @zahangiralom663
    @zahangiralom663 3 ปีที่แล้ว +2

    আর শোন ভারতের পরাধীন আধা বাঙালি জাতি। "আমার সোনার বাংলা " গানটি রবীন্দ্রনাথ কুষ্টিয়ার বিখ্যাত বাউল " গগন হরকরার" গাওয়া গান "আমি কোথায় পাব তারে" গানটির সুর নকল করেছেন। এছাড়া বাউল সম্রাট লালন শাহর ২৯১ টি গানের সুর নকল করে অনেক গান রচনা করেছেন। আর বড় কথা হলো রবীন্দ্রনাথের আদী বাড়ী ছিল খুলনার পিঠাভোগ গ্রাম।রবীন্দ্রনাথের ৫টি বাড়ি বা রাজপ্রাসাদ রয়েছে বাংলাদেশের বিভিন্ন জেলায়। এমনকি রবীন্দ্রনাথ বিয়ে করেছেন তার পূর্বপুরুষদের আদিনিবাস খুলনাতেই। বাংলা ভাষার জন্য বাংলাদেশের মানুষেরাই লড়াই করেছে। সেখানে পশ্চিম বঙ্গের কেউ নেই। আমাদের রয়েছে সুন্দরবন, পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্র সৈকত বঙ্গপোসাগর, তোর পশ্চিম বঙ্গের ৮০ ভাগ মানুষের আদী শেকড় বা বাড়ি ছিল পূর্ববঙ্গে। তোরা তো সালা আধা বাঙ্গালী জাতি। তোরা না হিন্দি জাতি না হতে পারলি পুরোপুরি বাঙালি জাতি। ভারতে আর অন্য সব রাজ্যের মত তোদের নিজেদের তেমন কোন পরিচয় নেই। তোরা ভারতে পরাধীন সেকথা তোদের মমতা নেত্রী নিজেই বলে। তামিল, গুজরাট, হিন্দি ভাষী, পাঞ্জাবী, আরও অনেক জাতি তোদের পশ্চিম বঙ্গের আধা বাঙালি জাতি কে শাসন করে।তোর পশ্চিম বঙ্গের চেয়ে বাংলাদেশের মাটি শতগুনে গর্বিত। তোরা ৮ কোটি আর আমরা ১৮ কোটি। ভারত বড় বলে খুব অহংকার করিস তো। তোর নিজের রাজ্য কত বড় সেটা দেখা। পরের হোল নিয়ে গর্ব না করে তোর যে আধামরা হোল সেটি নিয়ে গর্ব করা শেখ। সালা পাগল অবাঙালি জাতি। আমাদের সোনার বাংলাদেশের অর্জিত বাংলা ভাষায় কথা না বলে তোদের পশ্চিম বঙ্গের আধা বাঙালিদের উচিৎ পুরোপুরি হিন্দি তে কথা বলা। লজ্জা থাকলে বাংলা ভাষা ও বাঙালি নিয়ে গর্ব করবিনা।আর একটি কথা আগে ইতিহাস ভালো করে পড়বি জানবি য।আর" আমার সোনার বাংলা " গানটি গগন হরকরার কোন গানের সুর রবীন্দ্রনাথ নকল করেছেন সেটি জেনে নিবি। পূর্ব বাংলা ভাগ হওয়ার জন্য রবীন্দ্রনাথ নিজেই মর্মাহত হয়েছিলেন। যার ফলে ১৯০৫ সালে বঙ্গভঙ্গের সময় গানটি বাউল গগন হরকরার সুর চুরি বা নকল করে গেয়েছেন। এছাড়াও মিঠুন চক্রবর্তী,লাবনী সরকার,রজতাভ দত্ত, সুনিল গঙ্গোপাধ্যায়, শচীনদেব বর্মন সহ অজস্র গুনীজনরা পূর্ববাংলার অর্থাৎ বাংলাদেশের সন্তান, তাদের জন্ম,এবং আদী বসতভিটা বাংলাদেশে। বাংলা জারি গান, লোকগিতী, পল্লীগান, ভাওয়াইয়া, বাউল গান, এইসব বাংলাদেশের গান,রাধারমন দত্ত, হাসন রাজা, শাহ আব্দুল করিম, মজনু শাহ, দুরবিন শাহ, লালন শাহ, এইসব শিল্পী ও বাউল দের জন্ম বাংলাদেশে। ইতিহাস ভালোভাবে জানবি তারপর তর্ক চোদাবী। আমরা আমাদের মাতৃভাষা ভাষা, সংস্কৃতি, এবং শতভাগ বাঙ্গালিয়ানা ধরে রেখেছি, ইনশাআল্লাহ। ভাগ্যিস তোর পশ্চিম বঙ্গ বাংলাদেশের চেয়ে ছোট বলতে গেলে অর্ধেক। নইলে তোর মত কিছু আধাবাঙ্গালীদের কথার দাপটে মারাই যেতাম আমরা বাংলাদেশীরা। তোদের একটাই জিনিস নিয়ে গর্ব করিস তা হলো ভারতকে নিয়ে কিন্তু তোর নিজের যে হোল তা কত উন্নত বা অন্যান্য রাজ্যের মত কিনা তা ভেব৷ দেখ। তোদের চেয়ে পাঞ্জাবি, তেলেগু, তামিল, গুজরাটি, হিন্দিভাষীরা শতগুনে এগিয়ে আছে। যার পুর্ব নেই তার আবার কিসের পশ্চিমবঙ্গ এটি লেখক বিভূতিভূষণ স্যারের বাণী। ওহ হ্যা ওনার বাপ দাদার বাড়ী বা আদীবাড়ী কিন্তু বাংলাদেশে। আর চলিত ভাষার প্রবর্তক হলেন কবি সাহিত্যিক প্রমথ চৌধুরী। তার জন্মও বাংলাদেশের কুমিল্লায়। কবি সুকান্ত ভট্টাচার্য্য তার জন্মও বাংলাদেশের গোপালগঞ্জ জেলাতে। মাফ করবেন পশ্চিম বঙ্গের ভাইবোনেরা এসকল কথা বলতে চেয়েছিলাম না তবুও বলতে বাধ্য হলাম শুধু পশ্চিমবঙ্গের একজনের বাজে কমেন্ট কে কেন্দ্র করে।
    সাবাস বাংলাদেশ!
    এ বিশ্ব অবাক তাকিয়ে রয়,
    জ্বলে পুড়ে মরে ছারখার
    তবুও মাথা নোয়াবার নয়।🇧🇩🇧🇩🇧🇩🇧🇩

  • @foysalahmmed2273
    @foysalahmmed2273 2 ปีที่แล้ว +3

    ইতিহাস,ঐতিহ্যবাহী এক বাংলার নিদর্শন। ধন্যবাদ ভাই

  • @sanjoyghoshvlogs5288
    @sanjoyghoshvlogs5288 3 ปีที่แล้ว +7

    Darun laglo dada, notification peye chale ashlam, Agartala,Tripura,India theke

    • @bdvloggersumona9846
      @bdvloggersumona9846 2 ปีที่แล้ว

      th-cam.com/channels/U8LWKiCsLTZbkufUBpWXTwhttps.html://th-cam.com/channels/U8LWKiCsLTZbkufUBpWXTw.html

  • @mihirnag1590
    @mihirnag1590 2 ปีที่แล้ว +1

    সুমন ভাই, আপনার এই ভিডিও দেখে খুব আবেগপ্রবন হয়ে পরলাম,,, এগিয়ে যান,,, পাশে আছি সবসময়,,,

  • @rupasil7379
    @rupasil7379 3 ปีที่แล้ว +9

    খুব ভালো লাগল বিউটি বোডিং আমাদের কফি house ও এরকম ই সংগে বই পাড়া এক ঐতিহ্য ময় জায়গা

  • @sobujislam9378
    @sobujislam9378 2 ปีที่แล้ว +12

    কোলকাতা থেকে দেকছি প্রিয় দেশে আসতে অনেক ইচ্ছা করছে

  • @deluarhossen8558
    @deluarhossen8558 2 ปีที่แล้ว +1

    আমি ঢাকা গেলে সবসময় এখানে যাই,আঃ গাফফার চৌধুরীর ধীরে বহে বুড়িগঙ্গা আত্মজীবনীতে প্রথম এর কথা পড়েছিলাম।

    • @sarojinichaudhury6278
      @sarojinichaudhury6278 2 ปีที่แล้ว

      ধীৰে বহে বুড়ীগংগা - কিতাপখনৰ নাম শুনি পঢ়িবলৈ‌ খুব মন গৈছে। বিশেষকৈ ,আত্মজীৱনী পঢ়িবলৈ বৰ ভাল পাওঁ। কিন্তু, অসমত এই কিতাপখন পোৱাৰ সম্ভাৱনা নাই ।যা‌ হওক , কিতাপখনৰ নামটোৱেই আপোনাৰ পৰা জানিব পাৰি ভাল লাগিল । ( অসমীয়া ভাষা বুজিব পাৰিছেতো )?

  • @mohammadnuruddinkhanpavel40
    @mohammadnuruddinkhanpavel40 2 ปีที่แล้ว +2

    খুব আবেগী হয়ে গিয়েছিলাম ভিড়িওটি দেখার সময়,,যাওয়ার ইচ্ছে আছে ইনশাআল্লাহ

  • @kaustavbanerjee8248
    @kaustavbanerjee8248 2 ปีที่แล้ว +2

    অসাধারণ। এটি একটি হেরিটেজ বিল্ডিং ঘোষণা করা উচিত।

  • @sanjibmandal4642
    @sanjibmandal4642 3 ปีที่แล้ว +18

    সুমনদা নমস্কার নেবেন।from - kolkata

  • @RayhanVlogsOfficial
    @RayhanVlogsOfficial 3 ปีที่แล้ว +6

    মাশা আল্লাহ ভাই
    এত সুন্দর ভিডিও উপহার দেবার জন্য।

  • @RafidSawda
    @RafidSawda 3 ปีที่แล้ว +21

    আসসালামু আলাইকুম আঙ্কেল,
    আপনার বড় এক ভক্ত আমি।

  • @debashishkunal3366
    @debashishkunal3366 3 ปีที่แล้ว +6

    Awesome video legendary heritage of so many heroes of history who had their boarding and stay here. Thanks dada for such informative video. Thanks🙏

  • @dssmargdarsan4297
    @dssmargdarsan4297 2 ปีที่แล้ว +1

    যদি ভূল না করি এটা Paridas road থেকে বেশি দূরে নয়! ২০১২ সালে এসেছিলাম এখানে, দারুন লেগেছিল।
    ভালবাসা নিবেন, আগরতলা, ত্রিপুরা, ভারত।

  • @tinnisamazinglife88
    @tinnisamazinglife88 2 ปีที่แล้ว +1

    কলকাতা থেকে দেখছি। ভালো লাগলো। এই বোর্ডিং ঘুরে দেখার ও ওখানকার খাবার খাওয়ার ইচ্ছা রইল ।

  • @bikashranjon7945
    @bikashranjon7945 2 ปีที่แล้ว +3

    সুমন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইল।

  • @md.pervezhasansovon2096
    @md.pervezhasansovon2096 2 ปีที่แล้ว +1

    আমাদেরও একদিন এই সোনালী বিকেলগুলো হারিয়ে য়াবে এই সোনালী বিকেলের কথা বললে আবেগ আর ধরে রাখতে পারি না

  • @ovbhowmik8532
    @ovbhowmik8532 2 ปีที่แล้ว +3

    খুব সুন্দর ভিডিও অসাধারণ। অসংখ্য ধন‍্যবাদ আপনাকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেয়ার জন্য।

  • @AbdurRouf-dc4zg
    @AbdurRouf-dc4zg ปีที่แล้ว

    ধন্যবাদ একজনকে। তার রেফারেন্স এ যাওয়ার সৌভাগ্য হয়েছিল। 💝

  • @yasin4743
    @yasin4743 3 ปีที่แล้ว +1

    পুরো ভিডিও টি ভালো লাগলো
    ধন্যবাদ এমন একটা ভিডিও দেওয়ার জন্য
    আর শেষে বড় ভাইয়ার সেই গান টাও অনেক ভালো লাগলো 💝🥰🥀

  • @BusLoverSumonBd
    @BusLoverSumonBd 2 ปีที่แล้ว +3

    আমার সবচেয়ে পছন্দের চ্যানেল এটা
    ভালোবাসা অবিরাম দাদা ❤️❤️

  • @--ShihabAhamedSajid
    @--ShihabAhamedSajid 3 ปีที่แล้ว +3

    Ato sohoj vabe bole jan...
    Mone hoi sunei jai..🙂🙂
    Love from 'Kushtia'..❤️❤️
    Amader akhane daoat thklo vaia..

  • @amalghosh3074
    @amalghosh3074 3 ปีที่แล้ว +8

    Excellent presentation and content. Thanks for this blog. Stay safe.

  • @nadirabegum7808
    @nadirabegum7808 2 ปีที่แล้ว +1

    ধন্যবাদ , আপনার মাধ্যমে ঐতিহাসিক বিউটি বডিং সম্পর্কে জানতে পারলাম ।

  • @s.m.jobaidulhashan3539
    @s.m.jobaidulhashan3539 3 ปีที่แล้ว +1

    সালাহউদ্দিন ভাই, ভিডিওটা সত্যিই অনেক ভাল লাগলো। ধন্যবাদ।

  • @rashedahmed1349
    @rashedahmed1349 2 ปีที่แล้ว +1

    সময় পেলে আমিও একদিন ঘুড়তে যাবো বিউটি বোর্ডিং এ ইতিহাসকে কাছ থেকে পরখ করতে। ধন্যবাদ ❗ সালাউদ্দিন সুমন ভাইকে

  • @fardousatik8208
    @fardousatik8208 2 ปีที่แล้ว +2

    Masaallah ❤️👍 priyo Vai apnar maddome amra purono onak Etihas jante parce ❤️
    R ato sundor natural poribas oh! Video dekhai onak moja fil korlam bastobe aro kotoi na moja..tobe ami akhane asbo insaallah..
    Ami bortomane Dubai ace 👍

  • @MyTameBird
    @MyTameBird 2 ปีที่แล้ว

    Thanks, Sumon vai.

  • @YOUR-n2e
    @YOUR-n2e 3 ปีที่แล้ว +1

    ভাই, এত্তো সুন্দর করে কথা বলেন কেমনে? আমি মন্ত্রমুগ্ধ হয়ে শুনি।

  • @sahabuddinali8222
    @sahabuddinali8222 3 ปีที่แล้ว +8

    আমাদের কলকাতা berachampa চান্দ্রকেতুগর একদিন আসেন সুমন ভাই,,

  • @syedabegum5955
    @syedabegum5955 2 ปีที่แล้ว +4

    ভাইয়া আপনার প্রতিটি ভিডিও অসাধারণ। তবে চালতা গাছ টি দেখার পর আমার মেজদির কথা মনে পড়ল তিনি শিল পাটাই চালতা কে থেতলে আচার করতেন অসাধারন।

  • @golammohammadraihan5734
    @golammohammadraihan5734 3 ปีที่แล้ว +3

    আমি বইয়ের ব্যাবসায় জড়িত। সেই সুবাদে বাংলাবাজারে খুব যাতায়াত। আমার সৌভাগ্য হয়েছিল বিউটি বোর্ডিং থাকার। সত্যি সেটা একটা আলাদা অনুভূতি। নিজেকে খুব গর্বিত মনে করি।

  • @MonzurulAgunChowdhur
    @MonzurulAgunChowdhur 2 ปีที่แล้ว

    খুবই ভালো লাগলো। ধন্যবাদ..

  • @mrinmayeeray8970
    @mrinmayeeray8970 2 ปีที่แล้ว

    অনেক শুনেছি বিউটি বোর্ডিং এর কথা। বাংলাদেশ গেলে অবশ্যই যাবো। ইতিহাস আমায় বরাবর টানে আর এই বাড়ি শুধু ইতিহাস নয় আমাদের অর্থাৎ বাঙালিদের ঐতিহ্যের নিদর্শন স্বরূপ বেঁচে আছে।

  • @mahadihassan1813
    @mahadihassan1813 ปีที่แล้ว

    ভাবতেই অবাক লাগে ইতিহাস কিভাবে ভুলে গেলাম আমরা, নতুনত্ব ছিয়ে দিয়েছে আমাদের🙃, তবুও যখন দু চোখে একবার তাকিয়ে দেখি প্রানে জেন নতুন জোশ খুজে পারি

  • @tamannaislam3530
    @tamannaislam3530 2 ปีที่แล้ว +1

    বাংলাদেশের ইতিহাস তুলেধরার জন্য ধন্যবাদ আপনাকে

  • @showrovdeyshuvo-512
    @showrovdeyshuvo-512 3 ปีที่แล้ว +1

    ধন্যবাদ পুরনো ইতিহাস ও নিদর্শন তুলে ধরার জন্যে।

  • @RonY87200
    @RonY87200 ปีที่แล้ว

    এই বোডিং সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম যদি ও আগে জানতাম না এতো সুন্দর ঐতিহ্য,

  • @ivyhossain8840
    @ivyhossain8840 2 ปีที่แล้ว +1

    Vai video gulo osadharon lage, dhonnobad 👍

  • @abdurrahman9100
    @abdurrahman9100 3 ปีที่แล้ว +3

    Mashallah Alhamdulillah From Comilla Bangladesh

  • @justbotgaming6407
    @justbotgaming6407 3 ปีที่แล้ว +1

    সুমন ভাই ছেলেটি গান খুব সুন্দর হয়েছে আর আপনার প্রতিবেদনও😍

  • @md.alamgirhossain4723
    @md.alamgirhossain4723 2 ปีที่แล้ว

    যদি ও আমি একজন লেখক কি ভাবে আপনাকে কমেন্ট করবো ভাষা খুঁজে পাচ্ছিনা ভাইয়া এক কথায়
    বাঙালি জাতির গর্ব আপনি
    এর চেয়ে বেশি কিছু খুঁজে পাচ্ছিনা ভাইয়া,,,❤️❤️❤️❤️
    অনেক অনেক ভালোবাসা রইলো আপনার জন্য ❤️

  • @sadiyaislam9529
    @sadiyaislam9529 2 ปีที่แล้ว

    Via ami magura thake apnar video dekhci...sotti ami jantam na amader desh ato sundor oneeeeek oneeek dhonnobad love u via

  • @mgsvlog7262
    @mgsvlog7262 3 ปีที่แล้ว

    আপনার ভিডিও মিস দেই না ভাই,,,,খুব ভালো লাগে, অনেক তথ্য বহুল। ধন্যবাদ আপনাকে