হারিয়ে যাচ্ছে বাঙালির অতীত সমৃদ্ধির প্রতীক ধানের গোলা || Dhaner Gola || Symbol of Solvency

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ธ.ค. 2024

ความคิดเห็น • 666

  • @sb.sarkar
    @sb.sarkar 3 ปีที่แล้ว +81

    সুমন ভাইয়ের ভিডিও আমার খুব ভালো লাগে, আমি নিয়মিত দেখি।-----ইন্ডিয়া থেকে🇮🇳

  • @studyengwithkalyansir8027
    @studyengwithkalyansir8027 3 ปีที่แล้ว +14

    ইন্ডিয়া থেকে...সুমন ভাই,এত সুন্দর ভিডিও বানান!!এত সুন্দর, সুললিত,অনবদ্য ভাষা,অনন্যসাধারণ উপস্থাপনা!!!এত বড় বড় ভিডিও!!কখন সময় শেষ হয় বোঝা যায় না।মনে হয় আমিও হারিয়ে গেছি আপনার সাথে সেই 'ঢোপকল' দেখতে,গ্রাম্যপথের তালগাছ ঘেরা পথে,পুরনো মন্দিরে,হাওয়ামহলে,বিদীর্ন রাজপ্রাসাদে,আলপনা দেওয়া মাটির বাড়িগুলিতে...।সব ভিডিও দেখি সময় বার করে।অপেক্ষা করি পরেরটার জন্য।।👑👑👑

    • @SalahuddinSumon
      @SalahuddinSumon  3 ปีที่แล้ว +1

      অনেক ধন্যবাদ ভাই। অশেষ কৃতজ্ঞতা।💕❤️💕

  • @sparvej71
    @sparvej71 3 ปีที่แล้ว +45

    আমাদের রাজশাহী,নওগাঁ,জয়পুরহাট,চাপাই ঐতিহ্যে অনণ্য ও সেরা।

  • @kuchkarkedikhnahai7001
    @kuchkarkedikhnahai7001 3 ปีที่แล้ว +26

    বাঙ্গালির ঐতিহ্য ও সংস্কৃতি কে ধরে তোলার জন্য অনেক ধন্যবাদ

  • @mawaandfamily
    @mawaandfamily 3 ปีที่แล้ว +41

    সত্যি বলতে কি আমরা সবাই শহার মুখি হয়ে গেছি গ্রামে কি সুন্দর

  • @muraridas1014
    @muraridas1014 3 ปีที่แล้ว +4

    সুপ্রভাত।।আপনার কথা বলবার ধরবার ধরন শিক্ষণীয়।।

  • @animeshray1487
    @animeshray1487 3 ปีที่แล้ว +35

    বাঙালি হিসেবে আমাদের প্রত্যেকেরই উচিত, বাংলার ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা। আমি একজন বাঙালি সেজন্য নিজেকে গর্বিত মনে করি। জয় বাংলা।

    • @dailyvlogbypapri7051
      @dailyvlogbypapri7051 3 ปีที่แล้ว +1

      কিন্তু ধান গুলো বের করে কি ভাবে?

    • @animeshray1487
      @animeshray1487 3 ปีที่แล้ว

      @@dailyvlogbypapri7051 উপরের দিকে ধান বের করার জন্য জায়গা থাকে, সেখান থেকে বের করে। তারপর ওইখানে ঢাকনা দিয়ে বন্ধ করে দেয়।

    • @syedsarifuddin7784
      @syedsarifuddin7784 3 ปีที่แล้ว

      বাংলাদেশের গ্রাম গুলো খুব সুন্দর দেখতে ইচ্ছে করে

  • @princesikder9758
    @princesikder9758 3 ปีที่แล้ว +85

    অপেক্ষায় ছিলাম আপনার ভিডিওর জন্য আমার মতো কে কে অপেক্ষায় ছিলেন

    • @jibonakhanei8828
      @jibonakhanei8828 3 ปีที่แล้ว +4

      ভাই আমিও তো অপেক্ষায় ছিলাম। ভিডিওর জন্য

    • @princesikder9758
      @princesikder9758 3 ปีที่แล้ว +3

      @@jibonakhanei8828
      ধন্যবাদ ভাই

    • @bijoymozumder4064
      @bijoymozumder4064 3 ปีที่แล้ว +2

      Amio opekkhay cilam

    • @sb.sarkar
      @sb.sarkar 3 ปีที่แล้ว +4

      আমার প্রিয় সুমন ভাই, আমিও অপেক্ষায় ছিলাম।
      ইন্ডিয়া থেকে----🇮🇳

    • @princesikder9758
      @princesikder9758 3 ปีที่แล้ว +1

      @@bijoymozumder4064
      ধন্যবাদ ভাই

  • @moniruddin8469
    @moniruddin8469 3 ปีที่แล้ว +3

    সালাউদ্দীন সুমন ভাই, আমি আপনার মতই একজন ভ্রমন পিপাসু এবং পূরাতন ঐতিহ্য দেখার চরম আকাঙ্খা ভিতরে নাড়া দেয়। গত 11ই জুন গিয়েছিলাম আদমদীঘি মাটির তৈরী দোতলা বাড়ি দেখতে সেটাও আপনার ভিডিও দেখে উদ্বুদ্ধ হয়ে। মনে করছি গোলা দেখতেও যাব। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুমন ভাই।

  • @aprime650
    @aprime650 3 ปีที่แล้ว +13

    দাদা তোমার ভিডিও অপেক্ষায় থাকি, অনেকদিন পরে পেলাম।। From India 🇮🇳🇮🇳🇮🇳

  • @শিক্ষারদিশারী-ল৩হ
    @শিক্ষারদিশারী-ল৩হ 3 ปีที่แล้ว +20

    সুমনদা আমি পশ্চিমবঙ্গ থেকে বলছি আপনাদের বাংলাদেশে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর পৈতৃক বাড়ি নিয়ে একটা ভিডিও বানাবেন প্লিজ । পশ্চিমবঙ্গের মানুষের দেখার খুব ইচ্ছে।।

  • @sharminsumisrecipe3392
    @sharminsumisrecipe3392 3 ปีที่แล้ว +5

    গ্রাম বাংলার মায়াভরা সবুজ প্রকৃতি , ফসলের মাঠ , ঘরবাড়ি, জলধারা আমার বেশ ভালো লাগে। বাংলাদেশের এই সৌন্দর্যের বাণী বিশ্বমাঝে ছড়িয়ে দেয়ার জন্য উপস্থাপক সাহেবকে অনেক অনেক ধন্যবাদ।

  • @dabugupta6264
    @dabugupta6264 3 ปีที่แล้ว +15

    দাদা অনেক কিছু
    পুরনো দিনের জিনিস
    দেখতে পাচ্ছি তোমার
    ভি ডিও তে
    চালিয়ে জাও দাদা
    অনেক অনেক শুভেচ্ছা
    রইলো তোমার জন্য

  • @muhammadjoshim7149
    @muhammadjoshim7149 3 ปีที่แล้ว +6

    আমি খুবই গর্বিত কেননা,,, রাজশাহীর তানোর থানার বাসিন্দা আমি। আপনার ভিডিওটি অসম্ভব রকমের ভালো লেগেছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে

  • @rashedahmed1349
    @rashedahmed1349 3 ปีที่แล้ว +17

    আমি কোনদিন ধানের গোলা দেখিনি, এই ভিডিও দেখে দেখতে পেলাম ধানের গোলা আসলে দেখতে কেমন হয়। ধন্যবাদ ❗ সালাউদ্দিন সুমন ভাই।

  • @makhidutta9009
    @makhidutta9009 3 ปีที่แล้ว +4

    গ্রামবাংলার অপরূপ সৌন্দর্য দেখে চোখটা জুড়িয়ে গেলো।❤️❤️ আমার মায়ের মামাবাড়ি বাংলাদেশ এর বগুড়া তে। ।। মায়ের কাছে গ্রাম বাংলার গল্পঃ শুনেছি খুব দারুন লাগতো।। আজ সেটা ভিডিও তে দেখে খুব আনন্দ প্রাপ্তি হলো।। ধন্যবাদ।।

  • @gourichokroborty4291
    @gourichokroborty4291 3 ปีที่แล้ว +2

    I am from Kolkata. We have lost our favourite bengali culture. Bangladesh is my favourite for bengali culture. My birth place.at Kolkata. Very nice enjoyable and outstanding video presented you. Thank you very much. Good Night

  • @artbytarannum4895
    @artbytarannum4895 3 ปีที่แล้ว +123

    হযরত ইউসুফ (আঃ) এর ফসল সংরক্ষন প্রক্রিয়া এই রকমই ছিল। যাহা কোরআনের সুরা ইউসুফে বর্ণিত আছে।

    • @uttamghosh8402
      @uttamghosh8402 3 ปีที่แล้ว +5

      কোরানে করোনার শুধু নেই ।

    • @Rohit_Biswas1
      @Rohit_Biswas1 3 ปีที่แล้ว +1

      kaha se aate hain logg😁

    • @avikde7502
      @avikde7502 3 ปีที่แล้ว +1

      Ameen

    • @parthabhowmik4806
      @parthabhowmik4806 3 ปีที่แล้ว

      @@uttamghosh8402 একদম সঠিক বলেছেন স্যার

    • @nooruddin773
      @nooruddin773 3 ปีที่แล้ว +5

      @@uttamghosh8402 oita gitay khojen

  • @Sanjayvillageartist
    @Sanjayvillageartist 3 ปีที่แล้ว +1

    এই রকম বাংলার ঐতিহ্য দেখে আমার মন ছুঁয়ে গেল
    আরো ও দেখতে চাই এই রকম ভিডিও
    Thanks dada , Love from West Bengal purulia district

  • @hasinakhan6424
    @hasinakhan6424 3 ปีที่แล้ว +1

    অপূর্ব, ধন্যবাদ সালাহউদ্দিন সুমন ভাই এমন অনিন্দসুন্দর স্হাপনা দেখানোর জন্য।

  • @akashhazra5135
    @akashhazra5135 3 ปีที่แล้ว +6

    👍❤️ India থেকে দেখছি । গ্রাম্য পরিবেশে মাটির বাড়ি আলাদা সৌন্দর্য ❤️

  • @sujonkhan5914
    @sujonkhan5914 3 ปีที่แล้ว +13

    ভাই হৃদয়ের অন্তস্থল থেকে আপনার জন্য দোয়া রইল কারণ আপনার জন্যই বাংলাদেশের অজানা নানান ঐতিহ্য আজ জানতে পারছি

  • @empressvideos8305
    @empressvideos8305 3 ปีที่แล้ว +3

    Dada ami.. India theke bolchi.....
    Tomar sob video dekhi ami...
    Kub valo lage... Thank you Dada...
    Aerokom video dekhanor jono

  • @sagorakib8781
    @sagorakib8781 3 ปีที่แล้ว +2

    পাকা রাস্তার পাশে কাচা পাকা ধান ক্ষেত মন joriye গেলো, সুন্দর এক টা বিষয় কে তুলে ধরেছেন, অনেক ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে

  • @wadudwahid2271
    @wadudwahid2271 3 ปีที่แล้ว +2

    অনেক অনেক ধন্যবাদ আপনাকে,,, গ্রাম বাংলার ঐতিহ্য গুলো তুলে ধরার জন্য,, ভালো থাকবেন ভাইয়া,,,

  • @oneyearstranger
    @oneyearstranger 3 ปีที่แล้ว +2

    সকল‌ই হারিয়ে যায়, বৃথা অপচয়ী পৃথিবীতে...
    আপনার ভিডিওগুলো বড় ভাল, সুমনদা। ভাল থাকবেন।

  • @dolonmukhopadhyay8994
    @dolonmukhopadhyay8994 3 ปีที่แล้ว +4

    অসাধারণ একটি বিষয় তুলে ধরলেন... কুর্নিশ আপনাকে।
    আরও এমন বিষয় নিয়ে আগামীদিনে জানার আগ্রহ রইল...

  • @assamantaamal
    @assamantaamal 3 ปีที่แล้ว +4

    Puratan gram Bangalar oitijjo dekhalen - khub bhalo laaglo bhai. Sudur Nasik a theke kolponar chokhe pouchhe gichilam sei gram Bangalai apnar sathe!

  • @talukdershaheb9510
    @talukdershaheb9510 3 ปีที่แล้ว +3

    আপনার ভিডিও দেখি কারন গ্রাম বাংলার চিত্র ধারন করেন তাই খুবই ভাল লাগে গ্রাম বাংলা….

  • @pmukherjee2509
    @pmukherjee2509 3 ปีที่แล้ว +1

    আমি পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগণা জেলায় বাস করি । আপনার ভিডিওটা মনযোগ সহকারে দেখলাম । রাজশাহী জেলার যে ধানের গোলাগুলি দেখতে পেলাম সবই চারকোনা আয়তাকার বিশিষ্ট। কিন্তু আমাদের এখানে গোলাকৃতি গোলাই বেশি , চারকোনা ও আছে তবে কম । এখনো অনেক বাড়িতে আছে । তথ‍্যস্বরূপ জানালাম । ভালো থাকবেন ।

  • @Mdtarek-hg6yc
    @Mdtarek-hg6yc 3 ปีที่แล้ว +3

    সালাহউদ্দিন সুমন ভাইয়ের আদিকালের পুরাতন বাড়ি ঘরের ভিডিও আমার খুব ভালো লাগে

  • @avijitadhikari2900
    @avijitadhikari2900 3 ปีที่แล้ว +9

    আপনার সঙ্গে সঙ্গে গ্রামে গ্রামে ঘুরতে ইচ্ছা করে ;👌আপনার ধারাভাষ্য অতীব সুন্দর

  • @tstapas7527
    @tstapas7527 3 ปีที่แล้ว +15

    কে কে দাদার ভিডিওর জন্য অপেক্ষায় থাকেন!!

  • @ajizurnew267
    @ajizurnew267 3 ปีที่แล้ว +4

    ভাই আপনাকে বলার মতো ভাষা নেই। আপনার ভিডিওগুলো দেখে আমি মুগ্ধ, ভাই আপনার পাশে আমি সব সময় আছি।।।।। আমি আসাম গুৱাহাটী থেকে বলছি।।।। (I love❤ you vai)

  • @mdkhokhun5789
    @mdkhokhun5789 3 ปีที่แล้ว +45

    ভাই আমার খুব ইচ্ছে করে দু একটা যায়গায় আপনার সাথে ঘুরতে,কিন্তু কি ভাবে সম্ভব বলবেন?

    • @Billal007bd
      @Billal007bd 3 ปีที่แล้ว +2

      আপনার সঙ্গে আমি এক মত

    • @nasiruddin-pz3pm
      @nasiruddin-pz3pm 3 ปีที่แล้ว +1

      মনের কথা বল‌লেন ভাই

  • @themaskaraltd9235
    @themaskaraltd9235 3 ปีที่แล้ว +1

    বাংলাদেশের ঐতিহ্য হারিয়ে যাচ্ছে অনেক কিছুই আপনার ভিডিওর মাধ্যমে দেখতে চাই আরো অনেক ভিডিও, যা দেখি নতুন প্রজন্ম অনেক কিছু শিখতে পারবে এবং পুরনো কে জানতে পারবে

  • @rupasil7379
    @rupasil7379 3 ปีที่แล้ว

    ভীষণ ভীষণ ভালো লাগল কারন এরকম ধানের গোলা আগে কখনো দেখিনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আরো অনেক কিছু দেখার অপেক্ষায় রইলাম

  • @santumondal7132
    @santumondal7132 3 ปีที่แล้ว +3

    সুমন ভাইয়ের ভিডিও দেখতে আমাদের খুব ভালো লাগে, From India.

  • @raiaanchowdhury3238
    @raiaanchowdhury3238 3 ปีที่แล้ว +2

    আপনি ভাগ্যবান নিজ চোখে দেখে আসছেন ... আমরাও ভাগ্যবান আপনার মাধ্যমে দেখতে পেরেছি...।

  • @MrBibeks
    @MrBibeks 3 ปีที่แล้ว +8

    ~ ভাই তোমার মতো করে স্বপ্ন দেখা শুরু করলাম।
    জানি নাহ কতো দূর যেতে পারবো। সবার জন্য অনেক অনেক ভালবাসা রইল 💖💖💝🥰😘😍

  • @afnanasmin7453
    @afnanasmin7453 3 ปีที่แล้ว +1

    গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরার জন্য ধন্যবাদ সালাউদ্দিন সুমন ভাই। শুভ কামনা করছি।

  • @amralokkhichana6431
    @amralokkhichana6431 3 ปีที่แล้ว +3

    অপেক্ষায় ছিলাম কবে নতুন ভিডিও আসবে খুব ভালো লাগলো সুমন দা ভারতবর্ষের পশ্চিমবঙ্গ থেকে বলছি অসাধারণ লাগলো আর সাথে আপনার সু মধুর কণ্ঠ ও সুন্দর উপস্থাপনা ভালো থাকবেন দাদা

  • @Rezwanul_Haque_Bin_Shafiqul.
    @Rezwanul_Haque_Bin_Shafiqul. 3 ปีที่แล้ว +15

    আপনার ভিডিও গুলো খুব ভালো লাগে, আপনার নতুন ভিডিওর জন্য অপেক্ষায় ছিলাম,
    দোয়া রইলো আপনার জন্য,
    নতুন ইউটিউব চ্যানাল খোলেছি সফল হতে পারি দোয়া করবেন,

  • @mustafiamin650
    @mustafiamin650 3 ปีที่แล้ว +1

    আপনার বিষয়ভিত্তিক সহজ সরল গ্রামীণ কনটেন্ট খুব ভালো লাগে,,,,শুভ কামনা।

  • @MrSISPUP
    @MrSISPUP 3 ปีที่แล้ว +1

    বাংলাদেশের হাতে গোনা যে ক'জনের ভিডিও ভালো লাগে তার মধ্যে আপনি অন্যতম । শুভকামনা রইলো ।

  • @asifsharafat5029
    @asifsharafat5029 3 ปีที่แล้ว +2

    Dhaner gola ei prothom dekhlam,Banglar oitijjo.Osonkho dhonnobad Sumon bhai k.

  • @s.m8749
    @s.m8749 3 ปีที่แล้ว +1

    একমাত্র আপনার কাছ থেকে দেখতে পারি বাংলাদেশের সুন্দর সুন্দর নিদর্শন।

  • @sahapinki5601
    @sahapinki5601 3 ปีที่แล้ว +3

    Ami first time dekhlam....Thankuu Suman😍😍

  • @PRINCE-fq3bq
    @PRINCE-fq3bq 3 ปีที่แล้ว +3

    আমাদের গ্রামে এ রকম প্রচুর ধানের গোলা আছে এখনো আমরা Use করি 🙋🙋🙋 Love From Raipur

  • @mdnazrulislamwall9112
    @mdnazrulislamwall9112 3 ปีที่แล้ว +3

    অসংখ্য ধন্যবাদ আপনাকে, কাতার থেকে নিয়মিত আপনার ভিডিও দেখি।

  • @rokensiadam2469
    @rokensiadam2469 3 ปีที่แล้ว +38

    প্রথম কমেন্ট 🥰🥰
    ( ভিডিও ছাড়ার মাত্র ৮ সেকেন্ডে করেছি😍)
    কে কে ভাইয়ের ভিডিওর জন্য অপেক্ষায় থাকেন??

    • @jibonakhanei8828
      @jibonakhanei8828 3 ปีที่แล้ว +3

      আমি

    • @rokensiadam2469
      @rokensiadam2469 3 ปีที่แล้ว +1

      @@jibonakhanei8828 তাই নাকি??

    • @SalahuddinSumon
      @SalahuddinSumon  3 ปีที่แล้ว +6

      Thx 💕

    • @jibonakhanei8828
      @jibonakhanei8828 3 ปีที่แล้ว +3

      @@SalahuddinSumon সুমন ভাই আমি আপনার বিশাল বড় ফ্যান। ভিডিওর অপেক্ষায় ছিলাম

    • @rokensiadam2469
      @rokensiadam2469 3 ปีที่แล้ว +3

      @@SalahuddinSumon ওয়েলকাম ভাই😍

  • @freebackgroundmusic100
    @freebackgroundmusic100 3 ปีที่แล้ว +3

    গ্রাম বাংলার অপরূপ দৃশ্য বার বার আমার মুগ্ধ করে।😱🌻🌾বিশেষ করে আজকে দেখানো ধানের গোলা।😱 অনেক বার নাম শুনেছি কিন্তু কখনো দেখিনি আজকে আপনার ভিডিওর মারফতে সকল কৌতূহলের অবসান ঘটল।☑️👌❤️আবারও ধন্যবাদ এত সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য। ❤️❤️

  • @mdabdulbarikha8533
    @mdabdulbarikha8533 3 ปีที่แล้ว +9

    হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী মাটির দ্বারা তৈরী জমিদারবাড়ি ও তাদের ব্যবহারিক ধানের গোলা সংরক্ষণে এলাকাবাসী এগিয়ে আসা উচিৎ 👍

  • @swdRanaP
    @swdRanaP 3 ปีที่แล้ว +1

    গোলাকৃতির গোলা আমাদের এলাকায় আছে (কলারোয়া, সাতক্ষীরা) 😊 সেগুলো বাঁশের তৈরি, টিন দিয়ে ছেয়ে রাখা। ঐ গোলা গুলোর মতোই আমাদের এখানে গোলা গুলোও মাটি থেকে কিছুটা উপরে রাখা হয়। ছোটবেলায় দেখেছি ওই গোলা গুলোর গায়ে নানান নকশা করা থাকতো এবং প্রতিটা বাঁশের cota কে ঘিরে শক্ত একধরনের সুতা দিয়ে বাঁধা থাকে। গোলা বলতে আমি কেবল এই গোল গোলটি কে ই বুঝতাম, কিন্তু আজ এই ভিডিওটির মাধ্যমে নতুন ধরনের গোলা দেখলাম। ধন্যবাদ সুমন ভাই❤️

  • @rasadulislam5188
    @rasadulislam5188 3 ปีที่แล้ว +1

    সালাউদ্দিন ভাই আমি আপনার সকল ভিডিও খুবই উপভোগ করি। তার কারন বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ইতিহাস সকল কিছূুই খুবই প্রানবন্ত্য উপস্থাপনা ও পরিবেশনা করে থাকেন নিখুতভাবে। আমি একটি ভিডিও দেখার পর অপেক্ষায় থাকি আপনার পরবতী ভিডিও কখন দেখতে পাব। আমি মনে করি আমাদের বতমান প্রজন্ম বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ইতিহাস সম্বন্ধে আরো অনেক বেশি শিখতে পারবে ও জানতে পারবে। এ সকল ভিডিও করতে আপনাকে অনেক পরিশ্রম করতে হয় কিন্তু আপনার পরিশ্রম বৃথা নয় এটি সত্য। আপনার সুস্থতা কমনা করছি আপনি এগিয়ে যান, মোঃ রাশেদুল ইসলাম, রাজশাহী

  • @Juboraz3
    @Juboraz3 3 ปีที่แล้ว +1

    আসসালামু আলাইকুম। ভাই আপনাকে আমার পক্ষ হতে এবং যুবরাজ নেটওয়ার্কের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। ভাই আমরা খুবই খুশি অত্যন্ত খুশি। কারণ আপনার মাধ্যমে আমাদের এই বাংলাদেশ মাতৃভূমিকে সবাই চিনতে ও জানতে পারছে। আমি দোয়া করি আপনি এগিয়ে যান। আর কিছু না পারি আপনার চ্যানেলের জন্য মন থেকে উন্নতি দোয়া কামনা করছি l ভালো থাকবেন আপনি।

  • @সময়োপযোগী
    @সময়োপযোগী 3 ปีที่แล้ว +1

    জায়গা টা অসাধারণ.. বাংলার এই প্রকৃতি আমার আত্মার সাথে যুক্ত ❤️❤️

  • @rebekasultana6786
    @rebekasultana6786 3 ปีที่แล้ว +1

    সুমন ভাইয়ের ভিডিওগুলো দেখলে কোথায় যেন হারিয়ে যাই। অনেক ধন্যবাদ

  • @abubakar.siddiquesarkar7025
    @abubakar.siddiquesarkar7025 3 ปีที่แล้ว +1

    সুমনের ভিডিও দেখার অপেক্ষায় অনেকের মতো আমিও থাকি।তানোর বেড়াতে গিয়েছিলাম বিশ বছর আগে গোলা ঘর দেখার সুযোগ হয় নাই।

  • @bapanray1639
    @bapanray1639 3 ปีที่แล้ว +3

    Love From TRIPURA(India)🇮🇳❤️🇮🇳

  • @bablumaji2211
    @bablumaji2211 3 ปีที่แล้ว +4

    দাদা আপনার ভিডিও খুব ভালো লাগে, তার থেকে আরো ভালো লাগে আপনার কথা বলার ভঙ্গিমা।

  • @AmiMostafavlog
    @AmiMostafavlog 3 ปีที่แล้ว +10

    সত্যি কথা বলতো দাদা তোমার ভিডিও একদম অসাধারণ ❤❤

  • @আরাফাত-ব৬ঙ
    @আরাফাত-ব৬ঙ 3 ปีที่แล้ว +2

    অনেক সুন্দর ভিডিও আমি জিবনে প্রথমে
    গোলা প্রথম দেখলাম

  • @sharminshewly890
    @sharminshewly890 3 ปีที่แล้ว +2

    সুমন ভাই,আপনাকে অনেক ধন্যবাদ ,চিরায়িত বাংলার ঐতিজ্জ্ব তুলে ধবার জন্য,আপনি দীর্ঘজীবী হউন,আমিন।

  • @msislambrotheresfurniture2649
    @msislambrotheresfurniture2649 3 ปีที่แล้ว

    সুমন ভাইর কাছে ক্রিতজ্ঞ এতো সুন্দর পুরাতন অতিহ্য ভিডিও দেখানোর জন্য...সুন্দর হোক আপনার আগামির পথ চলা.....দোয়া রইলো

  • @rahmedm129
    @rahmedm129 3 ปีที่แล้ว +1

    মন জুরিয়ে গেলো সুমন ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে এতো সুন্দর ভিডিও আমাদের উপহার দেয়ার জন্য।
    সত্যি বলতে আমাদের গ্রামের বাসায় ও একটি মাটির বাড়িছিলো এই ভিডিও দেখে খুব মনে পরে গেলো ☹️

  • @TechnicalSubrataIND
    @TechnicalSubrataIND 3 ปีที่แล้ว +6

    Khub sundor laglo 🥰🥰
    Love From India 💝💝

  • @shuvojitghosh9474
    @shuvojitghosh9474 3 ปีที่แล้ว +2

    from india love you lots

  • @susmitamaji6918
    @susmitamaji6918 3 ปีที่แล้ว +1

    Aa ha ki apurbo ,apnar VDO er madhyome koto ki j dekha hoy ,sotti monomugdhokar .Apnar smriddhi ebong susthota kamona kori .Bharat theke bolchi 🙏🙏🙏🙏

  • @MonowarHussainOfficial
    @MonowarHussainOfficial 3 ปีที่แล้ว +3

    Watching from Assam India 🇮🇳

  • @ابفلزل
    @ابفلزل 3 ปีที่แล้ว +1

    ভাই আপনার মাধ‍্যমে বাংলার ঐতিহ্য কে দেখতে পারছি জানতে পারছি প্রবাসে থেকে ধন্যবাদ প্রিও সুমন ভাই।

  • @RiyaUSA
    @RiyaUSA 3 ปีที่แล้ว

    আপনার ভিডিও দেখতে ভীষণ ভালো লাগে

  • @touhidtushar4794
    @touhidtushar4794 3 ปีที่แล้ว +1

    সালাউদ্দিন সুমন ভাই মানেই ভিন্ন আঙ্গিকের বিনোদন।
    গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যগুলোকে তুলে আনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই।❤️❤️❤️

  • @sumonabahoni460
    @sumonabahoni460 2 ปีที่แล้ว

    সুমন ভাই আপনার ভিডিও যত দেখি তত মুগদ্ধ হয়ে যাই,অনেক অনেক ভালো লাগে আপনার ভিডিও।

  • @DKumar-zb5zm
    @DKumar-zb5zm 3 ปีที่แล้ว +4

    Suman dada apnake Bangladesh er Prime minister kora uchit ... 🙏 Love from Odisha , India

  • @altaslimmahabub9806
    @altaslimmahabub9806 3 ปีที่แล้ว +1

    আমার প্রানের গ্ৰাম চৌরখৈর 🥰 ধন্যবাদ ভাই 🥰এত সুন্দর করে উপস্থাপন করার জন্য ‌।

  • @DHTravellingInfo
    @DHTravellingInfo 3 ปีที่แล้ว

    ভাই অসাধারণ। আপনি ই সেরা। বাংলার সেরা ইউটিউবার ♥️♥️♥️
    উপস্থাপন এত সুন্দর 👌
    অনেক কিছু শিখলাম ভাই 👍

  • @dipankarbiswas2411
    @dipankarbiswas2411 2 ปีที่แล้ว +1

    বাংলাদেশ এত সুন্দর , এত সুন্দর, এত সুন্দর।

  • @rohossermajheamra3497
    @rohossermajheamra3497 3 ปีที่แล้ว +2

    দাদা ,আপনার কথা বলার ধরণ আপনার দেখানো ভিডিও গুলোর চেও বেশি আমাকে মুগ্ধ করে ।

  • @RayhanVlogsOfficial
    @RayhanVlogsOfficial 3 ปีที่แล้ว +2

    দ্রুত মিলিয়ন হয়ে যাক
    এই কামনা সব সময়।

  • @prashantadas9304
    @prashantadas9304 3 ปีที่แล้ว +1

    Khub valo lage apnar video guli...
    Tripura,India theke

  • @kolkatafarming2941
    @kolkatafarming2941 2 ปีที่แล้ว

    অনেক অনেক ধন্যবাদ
    মন মুগ্ধ হয়ে যায় এমন ভিডিও দেখে।❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @PravatDalai
    @PravatDalai 3 ปีที่แล้ว +1

    নমস্কার দাদা আমি ভারত থেকে লিখছি আমি একজন ভারতীয় বাংগালী। আপনার সমস্ত ভিডিও গুলি আমি মনযোগ সহকারে দেখি। আপনার উপস্থাপনার দরুন ভিডিও গুলি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। আমার অনেক দিনের ইচ্ছা ওপার বাংলা যাওয়ার এবং ওপার বাংলার ভাইদের সাথে মিশতে গল্প করতে। আর চলন বিল টা দেখার খুব ইচ্ছে। আপনি কি এই বিষয়ে আমায় কেনো সাহায্য করতে পারেন? আমার ইচ্ছে আপনার সাথে গিয়ে ওই চলন বিল দেখি। পরিশেষে গুরু জেমসের গাওয়া ও প্রিন্স মাহমুদের লেখা গান উদ্ধৃত করে বলি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জন্ম দিয়েছো তুমি মাগো তাই তোমায় ভালোবাসি।

  • @Kamrulhasan99999
    @Kamrulhasan99999 2 ปีที่แล้ว +1

    খুব ভালো লাগে আপনার ভিডিও গ্রাম বাংলা পুরাতন দিন গুলো

  • @banipandey2023
    @banipandey2023 3 ปีที่แล้ว +1

    Donyabad sumon tomr madayama anekitehaser sakki holam.tomr video r j bansir sur ki apurbo asadern .

  • @voiceofamirali8982
    @voiceofamirali8982 3 ปีที่แล้ว +1

    মাশাআল্লাহ ভাইজান💖💖💖আপনার স্পষ্ট ভাষা সহ আপনার ভিডিও গুলো অনেক ভাল লাগে।🥰

  • @golamrabbi1633
    @golamrabbi1633 3 ปีที่แล้ว

    ভিডিও দেখতে মন চাইলে সুমন ভাইয়ের ভিডিও দেখি। আমার মনের মত ভিডিওগুলো। অনেক ভালোবাসা রইলো ভাইজান💙💙💙💙💙

  • @emonkhan9032
    @emonkhan9032 3 ปีที่แล้ว +2

    অপেক্ষার পর প্রিয় সুমনভাই এর কল্যানে শেকড়ের স্বাদ পেলাম,
    ধন্যবাদ সুমনভাই, ♥

  • @md.hasibuddin3809
    @md.hasibuddin3809 3 ปีที่แล้ว

    সুমন ভাই খুব ভাল লাগল আপনি আমার নিজের জেলার জায়গা গুলো নিয়ে সুন্দর সুন্দর ভিডিও বানাচ্ছেন। নিজেও এত কিছুই জানতাম না। আমি পরিবারসহ ঢাকাতে থাকলেও আমার গ্রাম তানোর থানার কোয়েল গ্রামে। নামের মতই গ্রামটিও সুন্দর। আমার নিজের নানা বাড়িতেও ধানের গোলা আছে। কথিত আছে এই গ্রাম এক সময় শহর ছিল তখন এর নাম ছিল কলিপুর শহর। গ্রামে একজন খুব ধনাঢ্য ব্যাক্তি ছিল বহরাম শাহ নামের। কোনো এক অজানা কারনে এটি শহর থেকে গ্রামে পরিনত হয়েছে। দাওয়াত রইল ভাই

  • @nishatshakib9932
    @nishatshakib9932 3 ปีที่แล้ว

    আপনার মাধ্যমে প্রথম দেখলাম ধানের গোলা‌ অনেক ধন্যবাদ ❤ ভালোবাসা ভাইজান

  • @twinsworld24
    @twinsworld24 3 ปีที่แล้ว +3

    Dada ami india thake.sob video apnar follow kori. Akta request chilo jodi borisal er bagda gram e giye video koren khub valo hoi. Ota amar mamar pitribhumi.boyes jonito karone amar mama okhane jete parena.kintu gramer bortoman rum dekhte pan jodi akhon uni khub khusi hoben.request rakhle khub khusi hobo .dhonnobad

  • @lalmondol8550
    @lalmondol8550 3 ปีที่แล้ว +1

    আসসালামুয়ালাইকুম কেমন আছেন সুমন ভাই আমি পশ্চিমবাংলা থেকে বলছি অনেকদিন আপনার ভিডিওর অপেক্ষায় ছিলাম

  • @jhumurbala9857
    @jhumurbala9857 2 ปีที่แล้ว

    জমিদাররা মাটির বাড়িতে থাকতেন এটা জেনে খুব ভালো লাগলো। দারুণ ভিডিও আমাদের মাঝে শেয়ার করেছেন ভাই।
    মন ভালো হয়ে যায় আপনার ভিডিও গুলো দেখলে। ভিডিও গুলো দেখলে মনে হয় আমি বুঝি বাংলাদেশে আছি। 🙂
    এগিয়ে যান ভাই,আর মানুষকে ঘরে বসেই এত সুন্দর সুন্দর ভিডিও উপহার দেন। ইশ্বর আপনাকে সব সময় সুস্থ রাখুন এটাই কাম্য।

  • @saifulhasan241
    @saifulhasan241 3 ปีที่แล้ว +1

    অনেক অনেক ভালো লাগলো
    মাশাহ্ আল্লাহ
    আলহামদুলিল্লাহ

  • @yousufishere448
    @yousufishere448 3 ปีที่แล้ว +3

    অর্থের টানে আমরা গ্রামীণ মানুষ শহরে এসেছি। অথচ আমাদের মাটিতে কতো সোনা-রুপা রেখে এসেছি। শহরে অর্থের লোভ এর মাশুল একদিন আমাদের দিতে হবে।

  • @ripponmazumder3087
    @ripponmazumder3087 3 ปีที่แล้ว +2

    Bhi india teke deksi apnar sob koti video amar balo lage ❤️😘

  • @theshorts8000
    @theshorts8000 3 ปีที่แล้ว +4

    ভাই আপনার ভিডিও অনেক ভাল লাগে
    সাউদী আরব থেকে আমি সীহাম মোহাম্মদ ...

  • @mdnoyon1585
    @mdnoyon1585 2 ปีที่แล้ว +1

    Onek onek donnobad salah uddin vi amadar dakhanor jonno

  • @bidyutbiswas6548
    @bidyutbiswas6548 3 ปีที่แล้ว +1

    সুমন ভাই তোমার গ্রামের ভিডিও গুলো অসাধারণ লাগে

  • @NirapodVlog
    @NirapodVlog 3 ปีที่แล้ว +1

    অসাধারণ ভাইয়া
    আপনার ভিডিও যতো দেখি ততোই অনুপ্রানীত হই,
    ভালোবাসা অবিরাম ❤️❤️💖💖💖