অসাধারণ,অভূতপূর্ব অভিনয়..মেহজাবিন মানে সবসময় একটা আলাদা আশা,প্রত্যাশা থাকে,কিন্তু এই অভিনয় যেন সমস্ত আশা প্রত্যাশাকে ছাড়িয়ে চলে গেছে...দিন দিন মেহজাবিন এর অভিনয় যেন মাথার মুকুটে একটা করে পালক জুড়ে দিচ্ছে....সবাই খুব ভালো অভিনয় উপহার দিয়েছেন...বছরের শুরুতে এই রকম একটা নাটক উপহার দেওয়ার জন্যে অসংখ্য ধন্যবাদ জানাই পরিচালক ভিকি জাহেদ সাহেবকে..দিন দিন বাংলাদেশের নাটকের এই ভাবে উন্নতি হোক..বাংলাদেশ নাটক জিন্দাবাদ..Love From India Kolkata ❤️💖
মেহেজাবীন হচ্ছে পানির মতো, তাকে যে পাত্রেই রাখা হয় সেই পাত্রেরই আকার ধারণ করে, কি নিখুঁত অভিনয়, সাথে তৌসিফ মাহবুবের অভিনয় ও প্রশংসার দাবীদার, Hats off to Vicky Zahed for this story 💜
তৌসিফের ম্যাচিউরড অভিনয়,এতো সুন্দরভাবে সংলাপ বলা,এতো সুন্দরভাবে গল্প বলা সত্যিই প্রশংসনীয়।তার ভয়েসটাও বেশ লাগলো..। আর মেহজাবীন এতো চমৎকারভাবে এই চ্যালেঞ্জিং একটা চরিত্র ধারণ করে দেখালো,প্রশংসার ভাষা নেই।
চোখের পানি ধরে রাখতে পারিনি।বলার ভাষা হারিয়ে ফেলেছি। এমন অনন্য প্রতিভা শুধুমাত্র মেহেজাবিন আপুই দেখাতে পারে। এটা কোন নাটক নয় যেন এক বাস্তবতার প্রতিচ্ছবি😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
মেহজাবিনের অভিনয় যত দেখছি, মুগ্ধ হয়ে যাচ্ছি।Such a Versatile actress she is ! যে কোন চরিত্রে কি অসাধারণ অভিনয় করে। নাটকটি দেখে সত্যি অনেক কান্না করেছি,, বুকটা ফেটে যাচ্ছিল,😢 সত্যি মেহজাবিন আপুর তুলনা হয় না,, একদম নিখুঁত ভাবে সুন্দর দুর্দান্ত অভিনয় তোমার,, আমার জীবনের সবথেকে বেস্ট নাটক হচ্ছে " বড় ছেলে" আর "কাজলের দিনরাত্রি" অনেক সুন্দর হয়েছে শেষ টা ছিল অনেক কষ্টের। এই নাটকটা দেখে সত্যিই মেহজাবিন আপু এটা প্রমাণ যে তুমি অন্যান্য অভিনেত্রীর থেকে অনেকটা এগিয়ে। ভালো থাকবেন আপু সব সময়।🥰🥰🥰.
অনেকদিন পরে একটা নাটক দেখলাম যেটা কিনা চোখে পানি আনতে বাধ্য করলো ! স্পেশাল চাইল্ডদের প্রতি মায়া ভালোবাসা এই নাটক দেখে আরো দ্বিগুণ বেড়ে গেলো ! মেহেজাবীন আবারো প্রমাণ করলেন যে আপনি একজন শ্রেষ্ঠ অভিনেত্রী ! হেটস অফ
আমার ভাই এর বাচ্চাটাও এক্সিডেন্টে মাথায় আঘাত পেয়ে কমায় ছিল। পরে ব্রেইনে অপারেশন হয়।। অনেক যুদ্ধের পর ও আজ সুস্হ হলেও কাজলের মতন শারীরিক ভাবে বড় হলেও মানসিকভাবে ছোট একটা শিশু। ওকে আমি অনেক ভালবাসি।নাটকের কাজলকে যেমন ভালবেসে ফেলেছি। কি অসাধারণ অভিনয় করেছে মেহজাবিন।। ভিকি জাহিদ বর্তমান সময়ে আমার প্রিয় একজন নাট্যকার।। তার প্রত্যেকটি নাটকের কাহিনী অসাধারণ হয়।। এই নাটকটিও অসাধারণ, আমার ভাই এর বাচ্চার জীবনের সাথে মিল থাকাতে আরও বেশী ভাল লেগেছে।।আমাদের দেশের মানুষ বিশেষ শিশুদের প্রতি নিষ্ঠুর আচরন করে। নাটকটি দেখে আশা করব, সবাই না হোক, কিছু মানুষের মানসিকতার পরিবর্তন ঘটবে।।
নাটকটি দেখে সত্যি অনেক কান্না করছি,,বুকটা ফেটে যাচ্ছিলো, 🥺😭😭 সত্যি মেহেজাবিন আপুর তুলনা হয় না,, একদম নিখুঁত ভাবে অভিনয় আপু অনেক সুন্দর দুর্দান্তো অভিনয় তোমার,, আমার জীবনে সব থেকে বেস্ট নাটক হচ্ছে কাজলের দিনরাত্রি,,, অনেক সুন্দর হয়েছে শেষটা ছিলো অনেক কষ্ট দায়ক অনেক কান্না করছি, 😭এই নাটক টা দেখে সত্যি আপু তোমার তুলনা হয় না তুমি সব থেকে বেস্ট,❤🥰
শেষের ১০ মিনিট চোখ থেকে পানি বেরিয়ে গেল।। মেহজাবীন চৌধুরী দেখিয়ে দিলেন এভবেও অভিনয় করা যায়,কি আশ্চর্য করা অভিনয়!! তিনি আমাদের দেশের গর্ব।। ভিকি জাহেদ কে ধন্যবাদ এই রকম কাজ উপহার দেওয়ার জন্য।।💕
বহুদিন পর এতো কাঁদলাম।কি বলবো,এমন অভিনয় আর এতো সুন্দর রচনা মনে দাগ কেটে গেলো।বহুবছর পর্যন্ত এই কাহিনী মনে থাকবে।এই নাটকের সাথে যারা যারা যুক্ত সকলকে জানাই কুর্নিশ।এরকম আরো ভালো ভালো কাজ করুন আপনারা।আর মেহেজাবিন দি আপনাকে অনেক ভালোবাসা❤️❤️ বাংলাদেশের নাটকের প্রতি এক রাশ শুভেচ্ছা - ভারতবর্ষ এর বোলপুর(শান্তিনিকেতন) থেকে
ভিকি জাহেদ মানেই অন্য কিছু।। ✨ আর মেহেজাবীন আপু তো চরিত্রগুলোর মধ্যে প্রাণ সঞ্চার করেন। মনেই হয়নি এটা কোনো ১ ঘন্টার নাটক।এত্তো সুন্দর।১০/১০ ✨🫡তৌসিফ মাহবুবের ভয়েস ডেলিভারি একটা আলাদা লেভেলে নিয়ে গেছে নাটকটাকে✨ সবমিলিয়ে ২৩ সালের বেস্ট একটা নাটক❤️(চোখে পানি চলে আসছে একদম।এত্তোটা সুন্দর ❤️)
নাটকটি দেখে চোখের পানিকে আটকিয়ে রাখতে পারিনি। মেহজাবিনের অভিনয় দেখে মনে ই হয় নি সে অভিনয় করছে। এতো সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এইখানেই শিল্পীর সার্থকতা। এই নাটকটি যারা দেখবে তাদের চোখে পানি আসতে বাধ্য। ধন্যবাদ ভিকি জাহিদ সবসময়ের মতো এবার ও এতো সুন্দর একটি নাটক উপহার দেয়ার জন্য।
প্রেম ভালোবাসা ছাড়াও যে অতিসাধারণ অভিনয় করে সবাইকে চমকে দেওয়া যায়, সেটা *মেহজাবিন* আবারও নিজেই প্রমাণ করে দিলো। 😍👌🏻 তার অভিনয় আকাশচুম্বী ছিলো এই নাটকটিতে। 💥 অবশ্যই আমি বলতে বাধ্য সে এই নাটকের জন্য চলতি বছরের সেরা পুরস্কার জেতার যোগ্যতা রাখে। 😇
অনুভূতি প্রকাশ করার মতো ভাষা নেই। এতটাই হৃদয়স্পর্শী একটা কাহিনি। এতটা নিখুঁত অভিনয় কি করে হয়?এতটাই বাস্তব চিত্র, সমাজের নোংরা দিকটা এত নিপুণ ভাবে তুলে ধরা হয়েছে।এ নাটকের জন্য সকল প্রশংসার বাক্য ফিকে লাগছে।
প্রথমত ভয়েসে 'তৌসিফ মাহবুব'-এ মুগ্ধ হলাম! বছরের শুরুতেই ভালো কাজ করেছেন এবং দিন দিন তার গল্প বাছাই ও অভিনয় মুগ্ধতা ছড়িয়েই যাচ্ছে!🥰 তৌসিফের সাবলীল অভিনয় শেষ পর্যন্ত চোখে পানি এনে দিল, তার অভিনয় দেখে মুগ্ধ হয়েছি! গল্প বাছাইয়ে সচেতনতা এবং সুন্দর অভিনয়ের ধারাবাহিকতা বজায় থাকুক এটাই চাওয়া!❤️
বাংলাদেশের নাটক জগতের এক অসাধারণ আলোর জ্যোতিস্ক মেহজাবিন আপু। মেহজাবিন আপু আমার একজন সব থেকে প্রিয় অভিনেত্রী। আমি সবসময়ই তার এই অসাধারণ প্রতিভাপূর্ণ নাটকগুলোর আশায় পথ চেয়ে অধীর আগ্রহে আপেক্ষিক হয়ে থাকি।আজ মনে হচ্ছে আমার সব অপেক্ষার অবসান ঘটলো। অনুভূতির সাগরে পরিপূর্ণ এই নাটক আজ আমার হৃদয় ছুঁয়েছে।আমি যেন আজ আমাকেই অনুভব করছি।কখনো ভোলার নয়।ভুলবো না এই দিনরাত্রিকে আর ভুলবো না কাজলের ওই অসীম পরিপূর্ণ পল্লববিশিষ্ট চোখ দুটিকে। আজ মুখের কোনো ভাষা পাচ্ছি না কাজলের দিনরাত্রিকে ব্যাখ্যা করতে। অনেক অনেক...... ধন্যবাদ এই চলচিত্রের সকলকে যারা এমন একটি নাটক উপহার দিয়েছেন যা ভাষা প্রকাশ করতে না পারা এক সুন্দর চরিত্র। যে চরিত্রকে শুধুই অনুভব করা যায়। যাকে হৃদয় গচ্ছিত করা যায়।
🥺 শেষটা কিছু নির্মম বাস্তবতা ফুটিয়ে তুলেছে।🙂 অসুস্থ মানুষ নিজের পরিবারের কাছেও অসহায়। মেহেজাবিন আপুর অভিনয় কি সাবলীল 💜 আর আরেকটা জিনিসও ফুটে উঠেছে ভালোবাসা সুন্দর, পবিত্র। সব ভালোবাসাতে স্বার্থ থাকেনা।🌸🥀
সৎ মা কখনও নিজের মা হতে পারেনা। শুরুতে মায়া দেখালেও, শেষে নিজের আসল পরিচয়টা তুলে ধরেছে। নিজের মা হলে এমনটা কখনওই করতো না। যাই হোক,, নাটক হলেও বাস্তবটাই এমন। সুন্দর লাগলো এই নাটক❤️❤️
@@nerovmohin4082 akdom e tai... R ai rokhom akjon mental patient k step mother hoa sotteo koto jotno kore rekhechillen... Nahole onek a to nijer may o jodi mental patient hoy tahole boja mone kore
আচ্ছা এখানের রেখার কি দুষ মেয়েরা নিজেদের ইজত রখা করবেনা।নাকি নারি শুশিত পুরুষের কাছে নিজেকে বিলিয়ে দিতো।মেয়েদের সরবনাস করে মেরে ফেলে এইটাই আমাদের সমাজ।আর যখন নিজিকে বাঁচানোর জন্য কিছু করে যেটা আইনের চোখে অপরাধ বা বা👏👏👏
"না আমি ভুল বলেছিলাম। কাজল অপমান বোঝে, কাজল ভালবাসা বোঝে। কাজল মানুষের স্পর্শ বোঝে ৷ কোন স্পর্শে ওর জন্য ভালবাসা লেগে আছে আর কোন স্পর্শে লালসা,কাজল সেটা বুঝতে পারে।” মেহজাবিন এর আরো একটি নতুন challenging একটি চরিত্র ❤ যা তিনি নিখুঁত ভাবে ফুটিয়ে তুলেছেন ❤দেখতেও ছোটো বাচ্চার মতোই লাগছে 😇cute 😍আসলে মেহজাবিন বাংলাদেশী perfectionist অভিনেত্রী 🌸বাংলাদেশ এর কমার্সিয়াল সিনেমা ইন্ডাস্ট্রির তুলনায় নাটক ইন্ডাস্ট্রি হাজার গুন সম্মৃদ্ধ সেটা আবার প্রমাণিত হলো ❤❤
একটা নাটক এত সুন্দর হয় কিভাবে🥺🖤 মেহজাবিন আপুর অভিনয় দুর্দান্ত ছিল মনে হয় নি এটা অভিনয় ছিল, শেষটা অনেক কষ্টের ছিল কান্না করে দিয়েছিলাম😔 আমার দেখা সেরা নাটকগুলির মধ্যে একটি"কাজলের দিনরাত্রি "🖤
নাটকটা এতদিন শুধু শুনেই এসেছি, আজকে দেখলাম। আহারে কাজলরে! এই নাটক নিঃসন্দেহে মেহজাবিনের ক্যারিয়ারের সেরা কয়েকটা নাটকের একটা। যারা মেহজাবিনের সমালোচনা করে কিংবা তাকে পছন্দ করে না, তাদের একবার হলেও এই নাটকটা দেখা উচিত বলে আমি মনে করি।
এটা কোন নাটক না,এটা পুরোটা একটা বাস্তবতার প্রতিচ্ছবি। মেহজাবিনের এ যাবৎকালের সেরা কোন অভিনয়। আমি মুগ্ধ😍😍 আগামী ১০বছরের ভিতর এই অভিনেত্রীর হাতে অস্কার উঠবে।মিলিয়ে নিয়েন।
সত্যি মন ছুয়ে গেল। আমার ছোট ভাই ও এমন আমি জানি এমন বাচ্চাদের নিয়ে মা বাবাকে কত ঝামেলা পোহাতে হয়। কিন্তু ওর মুখটা দেখলেই আমরা সব যন্ত্রনা ভুলে যাই। সবাই দোয়া করবেন আমার ভাইটাকে যেন আল্লাহ সুস্থ করে দেয়।
চোখের পানি আটকিয়ে না রাখার মতো একটি নাটক,প্রেম ভালোবাসা ছাড়াও কিছু নাটক দেখলে এমনিতেই অঝরে কান্না আসে 🥲, মেহজাবিন আপু এবং তৌসিফ ভাইয়া অভিনয়ের মাধ্যমে সেটা প্রমান করে দেখিয়েছে ❤️🩹🥀
Whaaaaaaat a Acting!!!!!!!!!!! What a Expression!!! What a Scription!!! What a Direction!!! What a Sequence!!! & What a Ending!!! Totally This Drama It's a package for us from Mehazabien & Tawsif Mahabub. Just Mind Blowing & Amazing Drama. Best Actress Award 2023 Goes to Mehazabein for Kajoler Din Ratri.💯💯 মেহু আপুর অভিনয় তো সবসময়ই সেরা, বড় ছেলে নাটকের পর মনে হচ্ছে এই আরেকটা নাটক দেখলাম যেটা দেখে নাটকের তৃপ্তি মিটে গেছে,কি ছিলোওওওওও এটা!!!!! ৮বছর বয়সী বাচ্চা সেজে সেই বয়স অনুযায়ী অভিনয় ফুটিয়ে তোলা আবার মানসিক ভাবে অসুস্থ সেই অভিনয়'টাও ফুটিয়ে তোলা মুখের কথা নাহ!!একমাত্র মেহুর দ্বারা'ই সম্ভব❤️ প্রত্যেকটা সিকুয়েন্স দেখেছি কোনো স্কিপ করিনি!!কি অসাধারণ অভিনয় ছিলো প্রত্যেকের!!কি নিখুঁত অভিনয়, আহা!! বাংলা চলচ্চিত্রের মত বাংলা নাটক ইন্ডাস্ট্রি ও অনেকটা বিলুপ্তের মত হয়ে যাচ্ছে দিনদিন! আগে পরিবারসহ নাটক দেখতাম কিন্তু বর্তমানে তা সম্ভব হচ্ছেনা,এত কুরুচিপূর্ণ নাটকের মাঝে এত্ত সুন্দর একটা নাটক আমাদের মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ জানাতে চাই Vicky Zahed ডিরেক্টর কে! Samia Authoi আপুর অভিনয় টাও অনেক সুন্দর ছিলো,এক বোনের জন্য এক বোনের সে'কি মায়া আহা,একদম বাস্তব লেগেছে!Tawsif ভাইয়ের এক্সপ্রেশন আর Angry Mood গুলো অসম্ভব সুন্দর হইছে! সবমিলিয়ে Best Drama in 2023. Thank's a lot all Co-Artist for different Presentation.
"কাজল" কি সুন্দর একটি মিষ্টি মেয়ে। তার প্রতিটি কথা হৃদয় স্পর্শ করে।😊 নতুন করে আর বলতে হবে না। "ভিকি জাহেদ" তার প্রতিটা নির্মাণই প্রশংসার দাবিদার। এটাও তার ব্যতিক্রম নয়।👍 গল্পের শেষে গিয়ে কাজলের একেবারে নিশ্চুপ হয়ে যাওয়ার মুহূর্তে। মনের অজান্তেই চোখের পানি গড়িয়ে গেল।😢
নাটকটি দেখে চোখে পানি চলে আসছে 🥺🥺। মেহজাবিন এর অভিনয় টা সত্যি অসাধারণ। তৌসিফ ও অসাধারণ অভিনয় করেছে। বাংলাদেশের নাটক গুলো সত্যি অসাধারণ। নাটকের পরিচালক ভিকি জাহেদ একজন জিনিয়াস ❤️❤️
১:০৭ মিনিট নাটকে চোখটা অন্য কোনদিকে সরে যায়নি হা করে থাকিয়ে স্তব্ধ হয়ে দেখলাম কখন যে চোখের কোণে পানি এসে পড়লো বুঝতেই পারলাম না।মনে হচ্ছিলো বাস্তব জীবনের কোন ঘটনা আমার সামনে ঘটে যাচ্ছে।।। মেহজাবিন তার জীবনের সেরা অভিনয়টা করে ফেলছে এই নাটকে
অনেকদিন পর স্কিপ না করে কোনো নাটক দেখলাম....... নাটকের সংলাপ গুলো এতু শ্রুতিমধুর ছিল যে অনুভূতিকে জানান দেই এবং অনুভব করায় যে কোনো বহমান সরোবর এর পাশে বসে আছি!!
আমার হাজব্যান্ড নাটকটি দেখে আমাকে দিয়ে বলেছিল জান নাটকটি দেখো সত্যি তোমার কান্না আসবে ও নাকি অনেক কান্না করছিল নাটকটা দেখে... আমার চোখে এখন পানি জমে আছে ..মেহজাবিনের অভিনয় দিন দিন আরো ভালো হচ্ছে আর তৌসিফ মাহবুবের ভয়েসে বলা কথাগুলো হৃদয়ের কথা বলার মত...❤❤❤
মেহজাবিনের অভিনয় নিয়ে যতই বলি কম হবে, কি দারুণ অভিনয় যেন চরিত্রের মধ্যে পুরোপুরি ঢুকে গেছে ❤️❤️মেহেজাবিন হচ্ছে পানির মতো, তাকে যে পাত্রেই রাখা হয় সেই পাত্রেই আকার ধারণ করে😍😍কি নিখুঁত অভিনয় 👑👑Hats off to Vicky Zahed for this story💜💙😍❤️👌💯
এই পৃথিবীতে সৃষ্টিকর্তা যে কখন, কাকে, কীভাবে প্রেরণ করে একমাএ তিনিই ভালো যানে 😌। একজন মানুষ যখন পৃথিবীতে সুন্দরভাবে এসে বিচরন করে তখন সবাই তাকে মেনে নেয়; পছন্দ করে কিন্তু যখন কোনো কারনে যখন সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে তখন তার চেয়ে অসহায় মানুষ আমার মতে নিজের দিকে বিচার করলে আর কেউ নেই🥺😰। সবাই তাকে অবহেলা করে, অপমান করে, অত্যাচার করে সবকিছু বোঝা সর্তেও। ঠিক এরকমই বাস্তব প্রতিফলন ঘটেছে এই নাটকে। অসংখ্য ধন্যবাদ জানাই মেহেজাবিন আপুর এই দুঃসময়ে পরিবারকে এতো নিবিড়ভাবে যত্নের সাথে পাশে থাকার জন্য। একদম চিরন্তন সত্যি কথা হলো, পৃথিবীতে নিজের মা-বাবা-ভাই-বোন, অর্থাৎ পরিবার ছাড়া কেউ আপন না সবাই আপনার ভালো সময় পাশে থাকবে, কিন্তু দুঃখের সময় আপনাকে পরিচয় দিতেও তাদের লজ্জা হয় 😖😫। হম, এটাই সত্যি।
রেখার মা কাজলের সৎ মা ছিলো।যদিও তিনি কাজল আর রেখাকে সমান ভালোবাসতেন,কিন্তু নিজের আসল রূপটা ঠিকই দেখিয়ে দিলেন।পৃথিবীতে আসলে সবাই স্বার্থপর।নিজের মা হলে এমনটা কখনো করতে পারতেন না। এজন্যই হয়তো বলা হয়,"মায়ের মতো আপন দুনিয়াতে আর কেউ নেই,তবে সেটা একমাত্র নিজের গর্ভধারিণী মা" ❤️❤️❤️
Accha sobai bar bar sot ma ar kotha ta botechen..... Jodi nijer ma hoto tahole unar ki kora uchit chilo .....?????? Rekha k police ar hate dhoriyye dito.....?????????????????????????
মেহুর অভিনয়ের মুগ্ধতা তো অনেক আগেই ছড়িয়ে গেছে দেশ থেকে দেশান্তরে🫶🫶 কিন্তু কাজলের দিনরাত্রীতে ৮ বছরের শিশুসূলভ যে অভিনয় তিনি করেছেন তা সত্যিই অনবদ্য, অতুলনীয়। একটি বারের জন্যও মনে হয় নি ২২/২৩ বছরের একজন মেয়ে এমন শিশুসূলভ আচারণ করছে। মেহুর নাটক মানেই সুপার টুপার হিট🔥🔥 বর্তমান জেনারেশনে বাংলাদেশের নাট্য জগৎ এর রাণী একমাত্র মেহজাবিন চৌধুরী👑❤️❤️ আশা করি এবছর টাতে আরও অনেক অনেক ইউনিক চরিত্র আমাদের উপহার দেবে আপু🙏 আগামীর জন্য শুভকামনা রইল👍👍🫶🫶
তৌসিফ-মেহজাবিন দু'জনেরই পারফরম্যান্স ছিলো অসাধারণ। 😍 নির্মাতা *ভিকি জাহেদ* মানেই বাস্তবিক কিছু, বরাবরের মতো তিনি সেরা। বছরের শুরুতেই তার নির্মান সফল। ❤️🥀
২০২৩ সালে প্রথম দেখা নাটক এটি আমার। প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ ধরে রাখার মতো অভিনয় ছিলো সকলের। শেষ ১০ মিনিট চোখের পানি অনবরত ঝরেছিলো, কেঁদেছি!! মনে হচ্ছে যেনো সত্যি কোনো এক কাজলের লক্ষী বাচ্চা হওয়ার চেষ্টা শেষ পর্যন্ত হলো না😭 ধন্যবাদ ভিকি জাহেদ কে নতুন বছরে এই উপহার দেওয়ার জন্য। আরো ভালো কাজ এর অপেক্ষায় রইলাম 🥰
নাটক টা নিয়ে যে কি বলবো বুঝতে পারছিনা। আমার ভাই টা এমন অসুস্থ ছিলো এভনরমাল। আমরা বুঝি কষ্ট টা কেমন ১২ বছর ধরে সেই নিখোঁজ। ওর কথা খুব মনে পরে গেল 😭😭আর মেহজাবিন আপুর অভিনয় কি বলবো এক কথায় অসাধারণ
এই বছরের প্রথম কান্না মেহজাবিন কাঁদাইলো।আমি কোনদিন কোন নাটকের নিচে গিয়ে কমেন্ট করি নাই আজকে করতে বাধ্য হলাম।মেহেজাবিন ওর অভিনয় জীবনে সার্থক যে নাকি তার অভিনয়ে অন্যের সত্যিকারের চোখের পানি ফেলতে পারে। তৌসিফ তার গল্প বলায় অসাধারন ছিলো এইটা বলতেই হবে।এই প্রথম তৌসিফ কে ভাল্লাগলো,ওর থেকে এই পার্ট টা ভালো আর কেউ পারতো না। তবে কাজলের দিন রাত্রি এইভাবে শেষ না হয়ে শুভ্রর ভালোবাসা দিয়েও তো শেষ করা যেতো। চাইলেই তৃপ্তির হাসি দিয়ে শেষ টা শেষ হতে পারতো।
নতুন বছর 2023 সালের প্রথম নাটক "কাজলের দিনরাত্রি" দিয়ে শুরু করলাম,,,,, আর সবার কমেন্ট পড়ে পড়ে নাটক টা শেষ করলাম অসম্ভব সুন্দর একটা নাটক ছিলো,,,,, লাস্টে এসে যে টুইস্ট রিভিল হলো পুরাই মাথা নষ্ট ,,,,,ভিকি জাহিদ থেকে নতুন বছরের হিসেবে এইটুকু পাওনা ছিল,,,, আর পুনর্জন্ম সিরিজের পুনর্জন্ম অন্তিম পর্বের জন্য কে কে অপেক্ষা করতেছো?
এক অসাধারণ ব্যাক্তিতের অধিকারী মেহু ।এতো নিখুঁত অভিনয় যা ভাষায় প্রকাশ করার মতো নয়। প্রতিটা চরিত্র এতো সুন্দর করে ফুটিয়ে তোলে বার বার জাতীয় পুরস্কার পাওয়ার যোগ্য 💙💙
এ যেনো এক অনন্য মেহজাবীন, নিজেকে ভেংগে চুড়ে কিভাবে সব অভিনয়ের সাথে মিশে যেতে হয় তা একমাত্র মেহজাবীনই জানে, কি অসাধারণ অভিনয় করছে মেহজাবীন, দেখে গা শিউরে উঠলো,, মেহজাবীনের অভিনয় সম্পর্কে যতই বলি কম হয়ে যাবে, আর ভিকি জায়েদ মানেই তো অন্যরকম কিছু, ধন্যবাদ ভিকি জায়েদ সহ নাটকের সকল টিম মেম্বার কে,,
কথা গুলো আবোল তাবোল, হাসি টা তার পাগল পাগল 😊 কাজল জানে না বাতাসের ভাজে তার প্রলাপ, কাজলের হাতে শোভা পায় না রক্তগোলাপ 😥 অসাধারণ মেহু আপু 👌👌শেষের সিনটা চোখে পানি চলে আসছিল 😭
অসাধারণ,অভূতপূর্ব অভিনয়..মেহজাবিন মানে সবসময় একটা আলাদা আশা,প্রত্যাশা থাকে,কিন্তু এই অভিনয় যেন সমস্ত আশা প্রত্যাশাকে ছাড়িয়ে চলে গেছে...দিন দিন মেহজাবিন এর অভিনয় যেন মাথার মুকুটে একটা করে পালক জুড়ে দিচ্ছে....সবাই খুব ভালো অভিনয় উপহার দিয়েছেন...বছরের শুরুতে এই রকম একটা নাটক উপহার দেওয়ার জন্যে অসংখ্য ধন্যবাদ জানাই পরিচালক ভিকি জাহেদ সাহেবকে..দিন দিন বাংলাদেশের নাটকের এই ভাবে উন্নতি হোক..বাংলাদেশ নাটক জিন্দাবাদ..Love From India Kolkata ❤️💖
ধন্যবাদ। পরবর্তী নাটকগুলো মিস না করতে সাবস্ক্রাইব করুন Deepto Natok চ্যানেলটি।
সবাইকে অসংখ্য ধন্যবাদ এতো সাপোর্ট দেওয়ার জন্য 🥰
নাটকটি কেমন লেগেছে জানাবেন?
Nice
Amio oi post ta dekhe aslam
ঠিক বলেছেন।
মেহেজাবীন হচ্ছে পানির মতো, তাকে যে পাত্রেই রাখা হয় সেই পাত্রেরই আকার ধারণ করে, কি নিখুঁত অভিনয়, সাথে তৌসিফ মাহবুবের অভিনয় ও প্রশংসার দাবীদার, Hats off to Vicky Zahed for this story 💜
একটা বারও মনে হয় নি এটা নাটক, পুরোটাই মনে হলো যেন বাস্তবে ঘটছে।
এতো নিখুত অভিনয় কিভাবে সম্ভব!!
সেরা অভিনেত্রী মেহেরজাবিন এই নাটকই তার প্রমান❤️
তৌসিফের ম্যাচিউরড অভিনয়,এতো সুন্দরভাবে সংলাপ বলা,এতো সুন্দরভাবে গল্প বলা সত্যিই প্রশংসনীয়।তার ভয়েসটাও বেশ লাগলো..।
আর মেহজাবীন এতো চমৎকারভাবে এই চ্যালেঞ্জিং একটা চরিত্র ধারণ করে দেখালো,প্রশংসার ভাষা নেই।
সত্যিটা এভাবে চাপা রয়ে গেল। দ্বিতীয় পার্ট এনে সত্যিটা সবার সামনে আনলে একটু শান্তি লাগতো। কাজলের মৃত্যু দেখে কখন যে চোখ থেকে পানি বেয়ে পড়ছে বুঝিনি 😢😢💔
Sohomot❤
আমার মনে হয় যারা যারা নাটকটি সম্পূর্ণ দেখেছে বেশির ভাগ ই চোখের পানি ধরে রাখতে পারেনি। সত্যিই মেহেজাবিন আপুর নাটক গুলো অসম্ভব সুন্দর। 💗
Hm 😢
Hmm
হুমম
চোখের পানি ধরে রাখতে পারিনি।বলার ভাষা হারিয়ে ফেলেছি। এমন অনন্য প্রতিভা শুধুমাত্র মেহেজাবিন আপুই দেখাতে পারে। এটা কোন নাটক নয় যেন এক বাস্তবতার প্রতিচ্ছবি😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
*আসলে সত্যিই মেহজাবীন এক পিছ বাংলাদেশে* *কিভাবে সম্ভব এরকম ৮ বছর মেয়ের অভিনয় করতে😯?* *এই নাটক টি সত্যি জাতীয় টিভি নাটক পুরস্কার পাওয়ার যোগ্য *
মেহজাবিনের অভিনয় যত দেখছি, মুগ্ধ হয়ে যাচ্ছি।Such a Versatile actress she is ! যে কোন চরিত্রে কি অসাধারণ অভিনয় করে। নাটকটি দেখে সত্যি অনেক কান্না করেছি,, বুকটা ফেটে যাচ্ছিল,😢 সত্যি মেহজাবিন আপুর তুলনা হয় না,, একদম নিখুঁত ভাবে সুন্দর দুর্দান্ত অভিনয় তোমার,, আমার জীবনের সবথেকে বেস্ট নাটক হচ্ছে " বড় ছেলে" আর "কাজলের দিনরাত্রি" অনেক সুন্দর হয়েছে শেষ টা ছিল অনেক কষ্টের। এই নাটকটা দেখে সত্যিই মেহজাবিন আপু এটা প্রমাণ যে তুমি অন্যান্য অভিনেত্রীর থেকে অনেকটা এগিয়ে। ভালো থাকবেন আপু সব সময়।🥰🥰🥰.
আমি বাকরুদ্ধ।।অসাধারণ কে ও ছাড়িয়ে গেছে কখন যে চোখের কোনে জল চলে আসছে বুঝতেই পারিনি।।। এ গল্পে আমি মেহজাবিন কে খুজে পাইনি কাজলতেই মুগ্ধ ছিলাম।।
অনেকদিন পরে একটা নাটক দেখলাম যেটা কিনা চোখে পানি আনতে বাধ্য করলো ! স্পেশাল চাইল্ডদের প্রতি মায়া ভালোবাসা এই নাটক দেখে আরো দ্বিগুণ বেড়ে গেলো ! মেহেজাবীন আবারো প্রমাণ করলেন যে আপনি একজন শ্রেষ্ঠ অভিনেত্রী ! হেটস অফ
আমার বোন আছে এমন🥺
ভুলজন্ম, জন্মদাগ, তৃতীয়জন... এই নাটকগুলো দেখেন, একইরকম ভাবে পারবেন না কান্না সামলাতে...
মেহজাবিনের অভিনয় যত দেখছি, মুগ্ধ হয়ে যাচ্ছি। Such a versatile actress she is!
যে কোনও চরিত্রে কি অসাধারণ অভিনয় করে।
❤️❤️❤️
আমার ভাই এর বাচ্চাটাও এক্সিডেন্টে মাথায় আঘাত পেয়ে কমায় ছিল। পরে ব্রেইনে অপারেশন হয়।। অনেক যুদ্ধের পর ও আজ সুস্হ হলেও কাজলের মতন শারীরিক ভাবে বড় হলেও মানসিকভাবে ছোট একটা শিশু। ওকে আমি অনেক ভালবাসি।নাটকের কাজলকে যেমন ভালবেসে ফেলেছি। কি অসাধারণ অভিনয় করেছে মেহজাবিন।। ভিকি জাহিদ বর্তমান সময়ে আমার প্রিয় একজন নাট্যকার।। তার প্রত্যেকটি নাটকের কাহিনী অসাধারণ হয়।। এই নাটকটিও অসাধারণ, আমার ভাই এর বাচ্চার জীবনের সাথে মিল থাকাতে আরও বেশী ভাল লেগেছে।।আমাদের দেশের মানুষ বিশেষ শিশুদের প্রতি নিষ্ঠুর আচরন করে। নাটকটি দেখে আশা করব, সবাই না হোক, কিছু মানুষের মানসিকতার পরিবর্তন ঘটবে।।
আফরান নিশো ছাড়াও যে নাটক বেস্ট হতে পারে সেটি প্রমাণ করলো তৌসিফ মাহবুব, আর মেহজাবিন তো অলওয়েজ কুইন ♥️
Ata amio natok dekhar smy vabchi kintu Afran nisho thakle aro vlo lgto
2023 সালের দেখা প্রথম নাটক। মেহজাবিনের অভিনয় বরাবরই প্রশংসনীয়। ধন্যবাদ পরিচালক ভিকি জাহেদ স্যার বছরের শুরুতেই এমন চমৎকার নাটক উপহার দেয়ার জন্য
নাটকটি দেখে সত্যি অনেক কান্না করছি,,বুকটা ফেটে যাচ্ছিলো, 🥺😭😭 সত্যি মেহেজাবিন আপুর তুলনা হয় না,, একদম নিখুঁত ভাবে অভিনয় আপু অনেক সুন্দর দুর্দান্তো অভিনয় তোমার,, আমার জীবনে সব থেকে বেস্ট নাটক হচ্ছে কাজলের দিনরাত্রি,,, অনেক সুন্দর হয়েছে শেষটা ছিলো অনেক কষ্ট দায়ক অনেক কান্না করছি, 😭এই নাটক টা দেখে সত্যি আপু তোমার তুলনা হয় না তুমি সব থেকে বেস্ট,❤🥰
Ami kanna o korci...vhoy o paiteci...karon ami nijey akn o choto...onek kico bujhi tarpor o vhoy hocche...ar onek beshi kanna korci😭😭😭😭
নাটক টা দেখে খুব কান্না আসছে, আল্লাহ পাক এ রকম অসুস্থ সব বাচ্চাদের সহায় হোন। আর ওদের প্রতি আশেপাশের মানুষদের মনটাকে একটু পরিবর্তন করে দিন।
আমি আমার চোখের পানি আর ধরে রাখতে পারলাম না,
Allah💚❤️❤️❤️🕋🕋💚💚💚💚
Allah💚❤️❤️❤️🕋🕋💚💚💚💚
Amin💚🕋❤️💚🕋❤️💚🕋❤️💚🕋❤️💚
I love 💕💕💕 you allah💚❤️❤️❤️🕋🕋🕋💚💚💚💚💚
কাজলের দিনরাত্রি নাটকটিতে মেহজাবিন আবারো বুঝিয়ে দিলো যে তিনিই দেশসেরা অলরাউন্ডার অভিনেত্রী 🥰🥰
শেষের ১০ মিনিট চোখ থেকে পানি বেরিয়ে গেল।। মেহজাবীন চৌধুরী দেখিয়ে দিলেন এভবেও অভিনয় করা যায়,কি আশ্চর্য করা অভিনয়!! তিনি আমাদের দেশের গর্ব।। ভিকি জাহেদ কে ধন্যবাদ এই রকম কাজ উপহার দেওয়ার জন্য।।💕
সত্যিই এক বারও চোখের জল পড়া থামে নি ওই দশ মিনিট
Ami khub kedesi natok ta dekhe, sathe amr 6 year er meyeo kedese
বহুদিন পর এতো কাঁদলাম।কি বলবো,এমন অভিনয় আর এতো সুন্দর রচনা মনে দাগ কেটে গেলো।বহুবছর পর্যন্ত এই কাহিনী মনে থাকবে।এই নাটকের সাথে যারা যারা যুক্ত সকলকে জানাই কুর্নিশ।এরকম আরো ভালো ভালো কাজ করুন আপনারা।আর মেহেজাবিন দি আপনাকে অনেক ভালোবাসা❤️❤️
বাংলাদেশের নাটকের প্রতি এক রাশ শুভেচ্ছা - ভারতবর্ষ এর বোলপুর(শান্তিনিকেতন) থেকে
ভিকি জাহেদ মানেই অন্য কিছু।। ✨
আর মেহেজাবীন আপু তো চরিত্রগুলোর মধ্যে প্রাণ সঞ্চার করেন। মনেই হয়নি এটা কোনো ১ ঘন্টার নাটক।এত্তো সুন্দর।১০/১০ ✨🫡তৌসিফ মাহবুবের ভয়েস ডেলিভারি একটা আলাদা লেভেলে নিয়ে গেছে নাটকটাকে✨
সবমিলিয়ে ২৩ সালের বেস্ট একটা নাটক❤️(চোখে পানি চলে আসছে একদম।এত্তোটা সুন্দর ❤️)
ashadharon hoyeche mehjabin apu r tousif vaiya obhinoy
kanna attke rakhte parlam na 😭😭😭❤️❤️❤️
নাটকটি আবার ও প্রমান করছে নিজের মা অন্যের মা আলাদা 🥲😴😴😔😔😌😌
Thik bolsen
নাটকটি দেখে চোখের পানিকে আটকিয়ে রাখতে পারিনি। মেহজাবিনের অভিনয় দেখে মনে ই হয় নি সে অভিনয় করছে। এতো সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এইখানেই শিল্পীর সার্থকতা। এই নাটকটি যারা দেখবে তাদের চোখে পানি আসতে বাধ্য। ধন্যবাদ ভিকি জাহিদ সবসময়ের মতো এবার ও এতো সুন্দর একটি নাটক উপহার দেয়ার জন্য।
হৃদয় ছুঁয়ে যাওয়া মুহূর্ত। একবারও মনে হয়নি মেহজাবিন কে দেখছি। কাজলের চরিত্রটা এত দারুন ফুটে তুলেছে যা সত্যিই প্রশংসনীয়।
প্রেম ভালোবাসা ছাড়াও যে অতিসাধারণ অভিনয় করে সবাইকে চমকে দেওয়া যায়, সেটা *মেহজাবিন* আবারও নিজেই প্রমাণ করে দিলো। 😍👌🏻
তার অভিনয় আকাশচুম্বী ছিলো এই নাটকটিতে। 💥
অবশ্যই আমি বলতে বাধ্য সে এই নাটকের জন্য চলতি বছরের সেরা পুরস্কার জেতার যোগ্যতা রাখে। 😇
অনুভূতি প্রকাশ করার মতো ভাষা নেই। এতটাই হৃদয়স্পর্শী একটা কাহিনি। এতটা নিখুঁত অভিনয় কি করে হয়?এতটাই বাস্তব চিত্র, সমাজের নোংরা দিকটা এত নিপুণ ভাবে তুলে ধরা হয়েছে।এ নাটকের জন্য সকল প্রশংসার বাক্য ফিকে লাগছে।
চিরকাল আজ এর পর এইটা মেহজাবীন আপুর দ্বিতীয় সেরা নাটক, চোখের পানি ধরে রাখতে পারি নাই। ধন্যবাদ ভিকি জাহেদ ভাইয়াকে এত সুন্দর কাজ উপহার দেয়ার জন্য।
Hm
Prothom shera natok konti??
@@elmaakter7217 চিরকাল আজ
প্রথমত ভয়েসে 'তৌসিফ মাহবুব'-এ মুগ্ধ হলাম!
বছরের শুরুতেই ভালো কাজ করেছেন এবং দিন দিন তার গল্প বাছাই ও অভিনয় মুগ্ধতা ছড়িয়েই যাচ্ছে!🥰 তৌসিফের সাবলীল অভিনয় শেষ পর্যন্ত চোখে পানি এনে দিল, তার অভিনয় দেখে মুগ্ধ হয়েছি!
গল্প বাছাইয়ে সচেতনতা এবং সুন্দর অভিনয়ের ধারাবাহিকতা বজায় থাকুক এটাই চাওয়া!❤️
বাংলাদেশের নাটক জগতের এক অসাধারণ আলোর জ্যোতিস্ক মেহজাবিন আপু। মেহজাবিন আপু আমার একজন সব থেকে প্রিয় অভিনেত্রী। আমি সবসময়ই তার এই অসাধারণ প্রতিভাপূর্ণ নাটকগুলোর আশায় পথ চেয়ে অধীর আগ্রহে আপেক্ষিক হয়ে থাকি।আজ মনে হচ্ছে আমার সব অপেক্ষার অবসান ঘটলো। অনুভূতির সাগরে পরিপূর্ণ এই নাটক আজ আমার হৃদয় ছুঁয়েছে।আমি যেন আজ আমাকেই অনুভব করছি।কখনো ভোলার নয়।ভুলবো না এই দিনরাত্রিকে আর ভুলবো না কাজলের ওই অসীম পরিপূর্ণ পল্লববিশিষ্ট চোখ দুটিকে। আজ মুখের কোনো ভাষা পাচ্ছি না কাজলের দিনরাত্রিকে ব্যাখ্যা করতে। অনেক অনেক...... ধন্যবাদ এই চলচিত্রের সকলকে যারা এমন একটি নাটক উপহার দিয়েছেন যা ভাষা প্রকাশ করতে না পারা এক সুন্দর চরিত্র। যে চরিত্রকে শুধুই অনুভব করা যায়। যাকে হৃদয় গচ্ছিত করা যায়।
everybody is talking about Mehzabin
but there was another story teller who made us cry that is Tawsif.
Perfect acting from this man!
Absolutely,.. His voice brought a life to this drama..& climax was best i cried literally
Agree❤
I agree 💯 he is the best one in Bangladesh 🙏🙏🙏🙏
🥺 শেষটা কিছু নির্মম বাস্তবতা ফুটিয়ে তুলেছে।🙂 অসুস্থ মানুষ নিজের পরিবারের কাছেও অসহায়।
মেহেজাবিন আপুর অভিনয় কি সাবলীল 💜
আর আরেকটা জিনিসও ফুটে উঠেছে ভালোবাসা সুন্দর, পবিত্র। সব ভালোবাসাতে স্বার্থ থাকেনা।🌸🥀
একদুম আমার কথাটা বলেছেন 💝
সহমত
মেহেজাবিন মানে যেন এক তরল পদার্থ যে পাত্রে অবস্থান করে তার আকার ধারণা করে।বাংলাদেশের একজন অসাধারণ অভিনেত্রী 💝💖
Gesture
সৎ মা কখনও নিজের মা হতে পারেনা।
শুরুতে মায়া দেখালেও, শেষে নিজের আসল পরিচয়টা তুলে ধরেছে।
নিজের মা হলে এমনটা কখনওই করতো না।
যাই হোক,,
নাটক হলেও বাস্তবটাই এমন।
সুন্দর লাগলো এই নাটক❤️❤️
এখানে তার করার কিছুই ছিল না। কারণ উনি যেইটা মনে করছিলো আসলে সেইটা ঘটেনি
@@nerovmohin4082 akdom e tai... R ai rokhom akjon mental patient k step mother hoa sotteo koto jotno kore rekhechillen... Nahole onek a to nijer may o jodi mental patient hoy tahole boja mone kore
@@missmystery1706 রেখাকে বাঁচাতে গিয়েই তো ও পাগল হলো
আচ্ছা এখানের রেখার কি দুষ মেয়েরা নিজেদের ইজত রখা করবেনা।নাকি নারি শুশিত পুরুষের কাছে নিজেকে বিলিয়ে দিতো।মেয়েদের সরবনাস করে মেরে ফেলে এইটাই আমাদের সমাজ।আর যখন নিজিকে বাঁচানোর জন্য কিছু করে যেটা আইনের চোখে অপরাধ বা বা👏👏👏
"না আমি ভুল বলেছিলাম। কাজল অপমান বোঝে, কাজল ভালবাসা বোঝে। কাজল মানুষের স্পর্শ বোঝে ৷ কোন স্পর্শে ওর জন্য ভালবাসা লেগে আছে আর কোন স্পর্শে লালসা,কাজল সেটা বুঝতে পারে।”
মেহজাবিন এর আরো একটি নতুন challenging একটি চরিত্র ❤ যা তিনি নিখুঁত ভাবে ফুটিয়ে তুলেছেন ❤দেখতেও ছোটো বাচ্চার মতোই লাগছে 😇cute 😍আসলে মেহজাবিন বাংলাদেশী perfectionist অভিনেত্রী 🌸বাংলাদেশ এর কমার্সিয়াল সিনেমা ইন্ডাস্ট্রির তুলনায় নাটক ইন্ডাস্ট্রি হাজার গুন সম্মৃদ্ধ সেটা আবার প্রমাণিত হলো ❤❤
শুরুতে ভাবিনি শেষটা এত কষ্টের হবে , সত্যিই কাদিয়ে দিলে মেহজাবিন। এমন চ্যালেঞ্জিং অভিনয় একমাত্র মেহজাবিন কে দিয়েই সম্ভব ❤️
নাটকটা দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না,অসাধারণ অভিনয়। মেহজাবিন মানেই সেরা কিছু ❤️
কি হয়ে চোখের
অসাধারন লাগল ❤❤👍
আমারও কান্না চলে আসছে।অনেকখন কান্না করছি
চোখের পানি ধরে রাখতে পারছিলাম না।😥😥😥😥😥
নিজেকে কাজলের জায়গাতে অনুভব করেছি।
আমার মতো কার কার এমন হয়েছে?😥😥😥
🙋♀️
Sotti chokher pani gulo dore rakhte pari nai onek kanna asce
Amar o arokom hoyese
প্রতিটি মানুষের এ নাটক টা দেখা প্রয়োজন যেন আশেপাশের কাজলের মতো বাচ্চাদের দেখলে খারাপ আচরণ না করে। কাজলের মতো বাচ্চাদের বুঝতে পারে ❤️
অসাধারণ
একটা নাটক এত সুন্দর হয় কিভাবে🥺🖤
মেহজাবিন আপুর অভিনয় দুর্দান্ত ছিল মনে হয় নি এটা অভিনয় ছিল, শেষটা অনেক কষ্টের ছিল কান্না করে দিয়েছিলাম😔
আমার দেখা সেরা নাটকগুলির মধ্যে একটি"কাজলের দিনরাত্রি "🖤
Tik chuker jol k samlanu jay ni
Ami o khub kadsi😥😥
Amio
নাটকটা এতদিন শুধু শুনেই এসেছি, আজকে দেখলাম।
আহারে কাজলরে!
এই নাটক নিঃসন্দেহে মেহজাবিনের ক্যারিয়ারের সেরা কয়েকটা নাটকের একটা।
যারা মেহজাবিনের সমালোচনা করে কিংবা তাকে পছন্দ করে না, তাদের একবার হলেও এই নাটকটা দেখা উচিত বলে আমি মনে করি।
মেহজাবিনের অভিনয় নিয়ে যতই বলি কম হবে,,কি দারুণ অভিনয় যেন চরিত্রের মধ্যে পুরোপুরি ঢুকে গেছে ❤❤
এটা কোন নাটক না,এটা পুরোটা একটা বাস্তবতার প্রতিচ্ছবি।
মেহজাবিনের এ যাবৎকালের সেরা কোন অভিনয়।
আমি মুগ্ধ😍😍
আগামী ১০বছরের ভিতর এই অভিনেত্রীর হাতে অস্কার উঠবে।মিলিয়ে নিয়েন।
হাস্যকর
সিরিয়াসলি ব্রো😆😆😆😆
অভিনয় সুন্দর,, শুধু সুন্দর না অসাধারণ অভিনয় করে তাই বলে অস্কার 😆😆😆
gadahar baccha oscar ki bujhos ?
Bangladesh er kono Naiok Naikar hat e Oscar utbe na especially ei generation e
চোখের পানি ধরে রাখার উপায় নেই,,,,
এতো সুন্দর অভিনয়,, একেবারে প্রানবন্ত
মনোমুগ্ধকর,,
সত্যি মন ছুয়ে গেল। আমার ছোট ভাই ও এমন আমি জানি এমন বাচ্চাদের নিয়ে মা বাবাকে কত ঝামেলা পোহাতে হয়। কিন্তু ওর মুখটা দেখলেই আমরা সব যন্ত্রনা ভুলে যাই। সবাই দোয়া করবেন আমার ভাইটাকে যেন আল্লাহ সুস্থ করে দেয়।
নিজের অজান্তে কখন যে কান্না করে ফেলছি টের ও পাইনি🥲 হৃদয়স্পর্শী একটা নাটক❤️
চোখের পানি আটকিয়ে না রাখার মতো একটি নাটক,প্রেম ভালোবাসা ছাড়াও কিছু নাটক দেখলে এমনিতেই অঝরে কান্না আসে 🥲, মেহজাবিন আপু এবং তৌসিফ ভাইয়া অভিনয়ের মাধ্যমে সেটা প্রমান করে দেখিয়েছে ❤️🩹🥀
It’s going to be a deepest social massage. This rule is Very welly played by Mehjabeen.
Whaaaaaaat a Acting!!!!!!!!!!!
What a Expression!!!
What a Scription!!!
What a Direction!!!
What a Sequence!!!
& What a Ending!!!
Totally This Drama It's a package for us from Mehazabien & Tawsif Mahabub.
Just Mind Blowing & Amazing Drama.
Best Actress Award 2023 Goes to Mehazabein for Kajoler Din Ratri.💯💯
মেহু আপুর অভিনয় তো সবসময়ই সেরা,
বড় ছেলে নাটকের পর মনে হচ্ছে এই আরেকটা নাটক দেখলাম যেটা দেখে নাটকের তৃপ্তি মিটে গেছে,কি ছিলোওওওওও এটা!!!!!
৮বছর বয়সী বাচ্চা সেজে সেই বয়স অনুযায়ী অভিনয় ফুটিয়ে তোলা আবার মানসিক ভাবে অসুস্থ সেই অভিনয়'টাও ফুটিয়ে তোলা মুখের কথা নাহ!!একমাত্র মেহুর দ্বারা'ই সম্ভব❤️
প্রত্যেকটা সিকুয়েন্স দেখেছি কোনো স্কিপ করিনি!!কি অসাধারণ অভিনয় ছিলো প্রত্যেকের!!কি নিখুঁত অভিনয়, আহা!!
বাংলা চলচ্চিত্রের মত বাংলা নাটক ইন্ডাস্ট্রি ও অনেকটা বিলুপ্তের মত হয়ে যাচ্ছে দিনদিন!
আগে পরিবারসহ নাটক দেখতাম কিন্তু বর্তমানে তা সম্ভব হচ্ছেনা,এত কুরুচিপূর্ণ নাটকের মাঝে এত্ত সুন্দর একটা নাটক আমাদের মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ জানাতে চাই Vicky Zahed ডিরেক্টর কে!
Samia Authoi আপুর অভিনয় টাও অনেক সুন্দর ছিলো,এক বোনের জন্য এক বোনের সে'কি মায়া আহা,একদম বাস্তব লেগেছে!Tawsif ভাইয়ের এক্সপ্রেশন আর Angry Mood গুলো অসম্ভব সুন্দর হইছে!
সবমিলিয়ে Best Drama in 2023.
Thank's a lot all Co-Artist for different Presentation.
"কাজল" কি সুন্দর একটি মিষ্টি মেয়ে। তার প্রতিটি কথা হৃদয় স্পর্শ করে।😊
নতুন করে আর বলতে হবে না। "ভিকি জাহেদ" তার প্রতিটা নির্মাণই প্রশংসার দাবিদার। এটাও তার ব্যতিক্রম নয়।👍
গল্পের শেষে গিয়ে কাজলের একেবারে নিশ্চুপ হয়ে যাওয়ার মুহূর্তে। মনের অজান্তেই চোখের পানি গড়িয়ে গেল।😢
নাটকটি দেখে চোখে পানি চলে আসছে 🥺🥺।
মেহজাবিন এর অভিনয় টা সত্যি অসাধারণ।
তৌসিফ ও অসাধারণ অভিনয় করেছে।
বাংলাদেশের নাটক গুলো সত্যি অসাধারণ।
নাটকের পরিচালক ভিকি জাহেদ একজন জিনিয়াস ❤️❤️
১:০৭ মিনিট নাটকে চোখটা অন্য কোনদিকে সরে যায়নি হা করে থাকিয়ে স্তব্ধ হয়ে দেখলাম কখন যে চোখের কোণে পানি এসে পড়লো বুঝতেই পারলাম না।মনে হচ্ছিলো বাস্তব জীবনের কোন ঘটনা আমার সামনে ঘটে যাচ্ছে।।। মেহজাবিন তার জীবনের সেরা অভিনয়টা করে ফেলছে এই নাটকে
কি বলবো, যা বলবো কম হয়ে যাবে।এই নাটকে মেহজাবিন ছাড়া কেউ এই কাজলের অভিনয় করতে পারতো না।অসাধারণ একটি নাটক। মেহজাবিনের সবচেয়ে সেরা নাটক এটি।💞💗💗💞💗💗💞💞
❤
অনেকদিন পর স্কিপ না করে কোনো নাটক দেখলাম....... নাটকের সংলাপ গুলো এতু শ্রুতিমধুর ছিল যে অনুভূতিকে জানান দেই এবং অনুভব করায় যে কোনো বহমান সরোবর এর পাশে বসে আছি!!
ভারত থেকে বলছি।অসামান্য অসম্ভব সুন্দর গল্প, অভিনয় ,আর পরিচালক ।সকলকে ধন্যবাদ। বিশেষভাবে মেহেজাবিন , কোথাও কোনো খামতি দেখলাম না। খুব সুন্দর পরিচালনা।
ওপার বাংলার সর্বকালের সর্বশ্রেষ্ঠ অভিনেত্রী মেহজাবিন চৌধুরী...❤️🌻
কে ওপার বাংলার, মেহজাবিন, ওপার বাংলা কাকে বলে জানেন, না জানলে জেনে নিন ওপার বাংলা মানে কলকাতা
অার মেহজাবিন বাংলাদেশের মেয়ে
আমার দেখা সেরা নাটক,,,, বড় ছেলে,,, তারপর কাজলের দিনরাত্রি। আপনাকে বাধ্যতামূলক কাদঁতে হবে যদি এই দুইটা নাটক দেখেন 😢😢 লাভ ইউ মেহজাবিন চৌধুরী
আমার হাজব্যান্ড নাটকটি দেখে আমাকে দিয়ে বলেছিল জান নাটকটি দেখো সত্যি তোমার কান্না আসবে ও নাকি অনেক কান্না করছিল নাটকটা দেখে... আমার চোখে এখন পানি জমে আছে ..মেহজাবিনের অভিনয় দিন দিন আরো ভালো হচ্ছে আর তৌসিফ মাহবুবের ভয়েসে বলা কথাগুলো হৃদয়ের কথা বলার মত...❤❤❤
একটা সুন্দর গল্প শুধু একজন সত্যিকারের গুনি অভিনয় শিল্পীর দ্বারাই ফুটিয়ে তোলা সম্ভব ---- ধন্যবাদ পরিচালক ভিকি জাহেদ সাহেব ও প্রিয় মেহজাবিন আপুকে।
নাটকটি দেখার পর যে জিনিসটা প্রথমেই মাথায় আসলো তা হলো "ভালোবাসা সুন্দর, স্বচ্ছ, সজীব "।
এ যাবত কালের মেহজাবীনের সেরা নাটক চোখে পানি আটকিয়ে রাখা যায়নি
যাকে যেখানে মানাই....... মেহজাবীন একমাত্র নায়কা যাকে সব কিছুতে মানিয়ে নিতে পারে 🥰
আমার দেখা বেস্ট নাটক❣️আমি চোখের পানি ধরে রাখতে পারলাম 😭😭😭
ধন্যবাদ। পরবর্তী নাটকগুলো মিস না করতে সাবস্ক্রাইব করুন Deepto Natok চ্যানেলটি।
Tnx
😘
Lol
তৌসিফ ও মেহজাবিনের অসাধারণ অভিনয়
কি সুন্দর বাচ্চাদের মত অভিনয় এটা একমাত্র মেহেরজাবিন কে দিয়ে সম্ভব হলো,,অসাধারণ অভিনয় করেছে
ধন্যবাদ। পরবর্তী নাটকগুলো মিস না করতে সাবস্ক্রাইব করুন Deepto Natok চ্যানেলটি।
কার কার আজান শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়............. আলহামদুলিল্লাহ
এ আপনি কি আবাল? এই সব নাটক বা ভিডিও তে ইসলামিক কমেন্ট করেন কেন? আবাল কোথা কার ।
@@tanyabiswas401 😂😂
@@tanyabiswas401 r toke dekhle bomi pai
আমি অসুস্থ, ওষুধ খেয়ে ঘুমাই, আযান, ওয়াজ, মার্কেটিং announcement, গান মাইক এ বাজালে কষ্ট হয়, অসুস্থ মানুষকে কস্ট দেওয়া আল্লাহ্ সহ্য করবে না
@@qrahman1 আপনি একা অসুস্থ পৃথিবীর সবাই তো আর অসুস্থ হয় নাই
মেহজাবিনের অভিনয় নিয়ে যতই বলি কম হবে, কি দারুণ অভিনয় যেন চরিত্রের মধ্যে পুরোপুরি ঢুকে গেছে ❤️❤️মেহেজাবিন হচ্ছে পানির মতো, তাকে যে পাত্রেই রাখা হয় সেই পাত্রেই আকার ধারণ করে😍😍কি নিখুঁত অভিনয় 👑👑Hats off to Vicky Zahed for this story💜💙😍❤️👌💯
এই পৃথিবীতে সৃষ্টিকর্তা যে কখন, কাকে, কীভাবে প্রেরণ করে একমাএ তিনিই ভালো যানে 😌। একজন মানুষ যখন পৃথিবীতে সুন্দরভাবে এসে বিচরন করে তখন সবাই তাকে মেনে নেয়; পছন্দ করে কিন্তু যখন কোনো কারনে যখন সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে তখন তার চেয়ে অসহায় মানুষ আমার মতে নিজের দিকে বিচার করলে আর কেউ নেই🥺😰। সবাই তাকে অবহেলা করে, অপমান করে, অত্যাচার করে সবকিছু বোঝা সর্তেও। ঠিক এরকমই বাস্তব প্রতিফলন ঘটেছে এই নাটকে। অসংখ্য ধন্যবাদ জানাই মেহেজাবিন আপুর এই দুঃসময়ে পরিবারকে এতো নিবিড়ভাবে যত্নের সাথে পাশে থাকার জন্য। একদম চিরন্তন সত্যি কথা হলো, পৃথিবীতে নিজের মা-বাবা-ভাই-বোন, অর্থাৎ পরিবার ছাড়া কেউ আপন না সবাই আপনার ভালো সময় পাশে থাকবে, কিন্তু দুঃখের সময় আপনাকে পরিচয় দিতেও তাদের লজ্জা হয় 😖😫। হম, এটাই সত্যি।
রেখার মা কাজলের সৎ মা ছিলো।যদিও তিনি কাজল আর রেখাকে সমান ভালোবাসতেন,কিন্তু নিজের আসল রূপটা ঠিকই দেখিয়ে দিলেন।পৃথিবীতে আসলে সবাই স্বার্থপর।নিজের মা হলে এমনটা কখনো করতে পারতেন না।
এজন্যই হয়তো বলা হয়,"মায়ের মতো আপন দুনিয়াতে আর কেউ নেই,তবে সেটা একমাত্র নিজের গর্ভধারিণী মা" ❤️❤️❤️
Accha sobai bar bar sot ma ar kotha ta botechen..... Jodi nijer ma hoto tahole unar ki kora uchit chilo .....??????
Rekha k police ar hate dhoriyye dito.....?????????????????????????
নাটকটা দেখে খুব কান্না আসছে,অনেকদিন পর একটা নাটক দেখলাম যেটা কিনা চোখে পানি আনতে বাধ্য করলো ...শেষের ১০ মিনিট চোখ থেকে পানি বেরিয়ে গেলো ।
হুম
Hate step mother & sister.hate step mother.hate step mother
প্রেম ভালোবাসা ছাড়াও যে বেষ্ট নাটক করা যায়, এটা মেহেজাবিন এর নাটক না দেখলে বুঝা যায় না🙂
Hmm
অন্যরকম অনুভূতি, চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়া অশ্রু, নিস্পাপ ভালবাসা সব মিলিয়ে নাট্য সংশ্লিষ্ট সকলকে স্যালুট জানাই।
মেহু কে দিয়েই এ নাটকের অভিনয় সম্ভব, ও ঠিক যেন মিশে যায় চরিত্রের মধ্যে। আর ভিকি জাহেদের নাটক মানেই অসাধারণ। চোখ বন্ধ করেই দেখা যায় 💜
মেহজাবিন মানেই দূর্দান্ত অভিনয় এবং নতুনত্ব, বাংলা নাটকের রানী বলে কথা👑🙂
Love You Soo Much Mehu💛
এই জন্যে মেহেজাবিন অনন্য, যার অভিনয় মুগ্ধতা ছড়ায় সবসময়
কি বলবো আমি মুগ্ধ মেহেজাবিন এর অভিনয় দেখে আসলেই নাটকটা অনেক সুন্দর 🫶🫶
২০২৩ সালের সেরা নাটক,, সেরা পুরস্কার মেহজাবিন কে না দিলে অন্যায় হবে, আহ আমাদের দেশের নাটক কতো শিক্ষনীয়, মেহজাবিন জাত অভিনেত্রী 👌
কাজলের দিনরাত্রি মেহজাবিনের অভিনয় সত্যি অসাধারণ, নাটকটি মেরিল-প্রথম আলো পুরষ্কার পাওয়ার যোগ্য।
নাটকটা দেখে মনে হচ্ছিল এটা যেন কোন নাটক না আমাদের সমাজের কঠিন বাস্তবতা নিজের চোখের পানি ধরে রাখতে পারলাম না ❣️❣️❣️
পুরো নাটকের মধ্যে একটা জিনিস উপলব্ধি করতে পারলাম যে, সৎ মা যতই ভালো হোক না কেন জীবনের একটা পর্যায়ে এসে সে তার আসল রূপ দেখিয়ে দিবে।
ওনার চিন্তা ভাবনা ঠিকই আছে। আপণ মেয়ে হলেও মানুষ এটাই করতো।আপনি বোকা তাই বুঝতে পারেন নাই
❤️❤️❤️❤️❤️
হুম
চিরন্তন সত্য কথা
Tobe amar mone hoy ekhetre kono "apon maa" oo same kaaj e korto
দারুণ একটা নাটক, অশ্লীলতা ব্যবহার না করেও নাটককে সুপারহিট করা যায়, বাংলা নাটকের সুদিন চিরকাল প্রবাহমান থাক।
অসাধারণ, অবিনয় মেহজাবিন চৌধুরী। 🌼
এত সুন্দর আর নিঁখুত অভিনয় ছিলো বলার বাহিরে।
এক কথায় অসাধারণ।
চোখে পানি আনার মত।
বেস্ট ক্যারেক্টর ছিলো কাজল
চোখে পানি এসে গেলো
মেহেজাবিনের অভিনয় মনটা ছুয়ে গেলো সত্যি কি অদ্ভুত এই দুনিয়া বাস্তবতার সাথে অবিকল মিলে গেলো
বাংলা নাটকের পাশে থাকার জন্য সবাইকে
অসংখ্য ধন্যবাদ ❤️❤️
ভালোবাসা অবিরাম প্রিয় বন্ধুরা
আপনার নাটকটি অসাধারণ হয়েছে
মেহু তুমি আমার প্রথম ক্রাশ...
❣️❣️❣️
You are just great actress apu. Love you so much❤❤❤❤
I LOVE YOU WITH ALL MY HEART , YOU WILL GO FAR FAR...BEYOND ,INSHAALLAH🥰🥰🥰💖💖💖💖
মেহুর অভিনয়ের মুগ্ধতা তো অনেক আগেই ছড়িয়ে গেছে দেশ থেকে দেশান্তরে🫶🫶 কিন্তু কাজলের দিনরাত্রীতে ৮ বছরের শিশুসূলভ যে অভিনয় তিনি করেছেন তা সত্যিই অনবদ্য, অতুলনীয়। একটি বারের জন্যও মনে হয় নি ২২/২৩ বছরের একজন মেয়ে এমন শিশুসূলভ আচারণ করছে। মেহুর নাটক মানেই সুপার টুপার হিট🔥🔥 বর্তমান জেনারেশনে বাংলাদেশের নাট্য জগৎ এর রাণী একমাত্র মেহজাবিন চৌধুরী👑❤️❤️ আশা করি এবছর টাতে আরও অনেক অনেক ইউনিক চরিত্র আমাদের উপহার দেবে আপু🙏 আগামীর জন্য শুভকামনা রইল👍👍🫶🫶
একমাত্র মেহজাবিন এর দ্বারা ই সম্ভব এমন ক্রিটিকাল ক্যরেক্টারে এক্ট করা
সত্যি ই ২০২৩ বছরের শুরুতেই অসাধারণ উপহার দিলেন নির্মাতা ভিকী জাহেদ ভাই 💙
তৌসিফ-মেহজাবিন দু'জনেরই পারফরম্যান্স ছিলো অসাধারণ। 😍
নির্মাতা *ভিকি জাহেদ* মানেই বাস্তবিক কিছু, বরাবরের মতো তিনি সেরা। বছরের শুরুতেই তার নির্মান সফল। ❤️🥀
২০২৩ সালে প্রথম দেখা নাটক এটি আমার। প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ ধরে রাখার মতো অভিনয় ছিলো সকলের। শেষ ১০ মিনিট চোখের পানি অনবরত ঝরেছিলো, কেঁদেছি!!
মনে হচ্ছে যেনো সত্যি কোনো এক কাজলের লক্ষী বাচ্চা হওয়ার চেষ্টা শেষ পর্যন্ত হলো না😭
ধন্যবাদ ভিকি জাহেদ কে নতুন বছরে এই উপহার দেওয়ার জন্য। আরো ভালো কাজ এর অপেক্ষায় রইলাম 🥰
মেহজাবিন মানে বরাবরই নিখুঁত অভিনয়👌 শেষ পর্যন্ত চোখের পানি দরে রাখতে পারলাম না!♥️
🥰🥰🥰
এতদিন সস্তা বিনোদনে মগ্ন ছিল... নষ্টামি আর অশ্লীল শব্দোচ্চারণের ছাড়া যে সুন্দর নাটক করা যায় তার একমাত্র উদাহরণ ভিকি জাহিদ ভাই❤️❤️❤️❤️
নষ্টামি র কি দেখলেন ঐ নাটকে, ফালতু
@@lakcinakhnam5324 ভাই কথা বুঝে সুনে বলিয়েন
হুম ভাই সত্যি ❣️
All tnx
@@lakcinakhnam5324 anabadya abhinoy mehzzabein er anek2asirwad raila
মেহজাবিন মানে হৃদয় স্পর্শি অভিনয় ❤
নাটক টা নিয়ে যে কি বলবো বুঝতে পারছিনা। আমার ভাই টা এমন অসুস্থ ছিলো এভনরমাল। আমরা বুঝি কষ্ট টা কেমন ১২ বছর ধরে সেই নিখোঁজ। ওর কথা খুব মনে পরে গেল 😭😭আর মেহজাবিন আপুর অভিনয় কি বলবো এক কথায় অসাধারণ
এধরণের মানুষকে খুব চোখে চোখে রাখতে হয় 😔
বিশেষ বাচ্চাদের পরিবারের বাস্তব চিত্র তুলে ধরার জন্য পরিচালক কে ধন্যবাদ
এই বছরের প্রথম কান্না মেহজাবিন কাঁদাইলো।আমি কোনদিন কোন নাটকের নিচে গিয়ে কমেন্ট করি নাই আজকে করতে বাধ্য হলাম।মেহেজাবিন ওর অভিনয় জীবনে সার্থক যে নাকি তার অভিনয়ে অন্যের সত্যিকারের চোখের পানি ফেলতে পারে। তৌসিফ তার গল্প বলায় অসাধারন ছিলো এইটা বলতেই হবে।এই প্রথম তৌসিফ কে ভাল্লাগলো,ওর থেকে এই পার্ট টা ভালো আর কেউ পারতো না।
তবে কাজলের দিন রাত্রি এইভাবে শেষ না হয়ে শুভ্রর ভালোবাসা দিয়েও তো শেষ করা যেতো। চাইলেই তৃপ্তির হাসি দিয়ে শেষ টা শেষ হতে পারতো।
চোখের পানি মুছতে মুছতে আর নাটক শেষ করলাম,প্রতিটা লোক তাদের অভিনয়ের সর্বোচ্চটা ডেলে দিয়েছেন, মেহজাবিন আপুর তো বরাবরই চমক নিয়ে আসেন।
নতুন বছর 2023 সালের প্রথম নাটক "কাজলের দিনরাত্রি" দিয়ে শুরু করলাম,,,,, আর সবার কমেন্ট পড়ে পড়ে নাটক টা শেষ করলাম অসম্ভব সুন্দর একটা নাটক ছিলো,,,,, লাস্টে এসে যে টুইস্ট রিভিল হলো পুরাই মাথা নষ্ট ,,,,,ভিকি জাহিদ থেকে নতুন বছরের হিসেবে এইটুকু পাওনা ছিল,,,, আর পুনর্জন্ম সিরিজের পুনর্জন্ম অন্তিম পর্বের জন্য কে কে অপেক্ষা করতেছো?
Ontim already dekhsi u tube a ache
@@shamim8614 পুনর্জন্ম অন্তিম পর্বের শুটিং ই শুরু হলো না আর সে নাকি পুনর্জন্ম অন্তিম পর্ব দেখছে,,,,ব্যাপারটা খুবই হাস্যকর।
চোখের পানি আটকে রাখতে পারিনি। কেঁদেছি, ভীষণ কেঁদেছি। শেষ ৩০ মিনিট একটানা কেঁদেছি। আগে কখনও ভাবতে পারিনি, এত সময় ধরে একটানা কাঁদা যায়।😭😭😭😭😭
কার কার মেহজাবীন আপুর অভিনয় ভালো লাগে লাইক দিয়ে জানান!🤍💙
এক অসাধারণ ব্যাক্তিতের অধিকারী মেহু ।এতো নিখুঁত অভিনয় যা ভাষায় প্রকাশ করার মতো নয়। প্রতিটা চরিত্র এতো সুন্দর করে ফুটিয়ে তোলে বার বার জাতীয় পুরস্কার পাওয়ার যোগ্য 💙💙
এ যেনো এক অনন্য মেহজাবীন, নিজেকে ভেংগে চুড়ে কিভাবে সব অভিনয়ের সাথে মিশে যেতে হয় তা একমাত্র মেহজাবীনই জানে, কি অসাধারণ অভিনয় করছে মেহজাবীন, দেখে গা শিউরে উঠলো,, মেহজাবীনের অভিনয় সম্পর্কে যতই বলি কম হয়ে যাবে, আর ভিকি জায়েদ মানেই তো অন্যরকম কিছু, ধন্যবাদ ভিকি জায়েদ সহ নাটকের সকল টিম মেম্বার কে,,
এদের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত অভিনয় কাকে বলে
এই সর্ব প্রথম মনে হয় বাংলা নাটক দেখে এতো বেশি ইমোশনাল হয়েগেছি 😭
কথা গুলো আবোল তাবোল,
হাসি টা তার পাগল পাগল 😊
কাজল জানে না বাতাসের ভাজে তার প্রলাপ, কাজলের হাতে শোভা পায় না রক্তগোলাপ 😥
অসাধারণ মেহু আপু 👌👌শেষের সিনটা চোখে পানি চলে আসছিল 😭
কবির লেখা যত কবিতা......
জিবনের যুদ্ধে হাপিয়ে গেলে মনে হয়,যদি এমন হতে পারতাম।
যদি আপন মানুষের ধোকা গুলো আর কখনও বুঝতেই না পারতাম।
এই নাটকটা বাংলাদেশের সিনেমাকেও হার মানায়। কি অসাধারণ! কিছু বলার নেই। যা বলবো তাই কম হয়ে যাবে।।
মেহজাবিন সত্যি অভিনয় জগতের সবচেয়ে সেরা একজন অভিনেত্রী।। সকল চরিত্র সুন্দর করে ফুটিয়ে তোলে।।।অসাধারণ ছিল।।।