AC ভলভো বাস এ শিলিগুড়ি থেকে কলকাতা | Siliguri Kolkata AC Volvo Bus Journey -- Real Experience

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 เม.ย. 2022
  • #siliguri #kolkata #busjourney #volvo #shyamoli
    Siliguri to Kolkata Distance - 582 km
    Ticket - 1380 person in AC Volvo bus, dynamic fare.
    Ticket could be purchased from RED BUS app or Shyamoli Bus app
    Time: 12 hours (Approx)
    ------------------------------------------------------------------------------------------------------------------
    Join this channel to get access to perks:
    / @explorershibaji
    -------------------------------------------------------------------------------------------------------------------
    If you like my work, you may consider donating, your donation will be used to upgrade my gadgets and also to meet the travel expenses. Thank you so much!
    UPI ID : shibaji.paul@oksbi
    Buy me a Coffee
    www.buymeacoffee.com/explorer...
    PayPal: paypal.me/explorershibaji
    For any query: shibaji.explorer@gmail.com
    ------------------------------------------------------------------------------------------------------------------
    Instagram: bit.ly/explorer_shibaji (Preferable)
    Facebook: bit.ly/explorershibajiFB
    Facebook group: bit.ly/bhromon_helpline
    -------------------------------------------------------------------------------------------------------------------
    Music from Epidemic Sound, get one month free using the following referral link:
    www.epidemicsound.com/referra...
    -------------------------------------------------------------------------------------------------------------------
    My Action Camera1: amzn.to/3q34S8R
    My Action Camera2: amzn.to/37KUDiK
    My DSLR: amzn.to/2J6lV8V
    My lens: amzn.to/2G20XHf
    Gorilla Pod: amzn.to/35FjH7Y
    Tripod: amzn.to/31LkTpz
    amzn.to/3kx3LuJ
    Mic 1: amzn.to/34vNrVG
    Mic 2: amzn.to/2TtBg5m
    Mic 3: amzn.to/35Ab3b3
    Mic 4: amzn.to/3osoB0R
    External drive SSD: amzn.to/3ml4Oyo
    Memory Card for GoPro: amzn.to/3e0sYLL
    Memory Card for DSLR: amzn.to/34wIgVG
    My Laptop for editing: amzn.to/2G1egYm
    Ring Light: amzn.to/2J6mi3j
    My backpack 1: amzn.to/3muLuz3
    My backpack 2: amzn.to/2Tuu5do
    My sunglass: amzn.to/3os3vj7
    Earbuds: amzn.to/3mnTtxK
    Coffee I always prefer: amzn.to/3mjOQoi

ความคิดเห็น • 525

  • @stepstojoy
    @stepstojoy 2 ปีที่แล้ว +9

    শেষে একটা ছোট্ট বাইট দরকার ছিল,
    "আমি শিবাজী, আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি, তবে নিতান্ত বাধ্য না হলে আর ওভারনাইট বাসে চড়ছি না"।

  • @patralikadeb5000
    @patralikadeb5000 2 ปีที่แล้ว +8

    রাতের বাস জার্নির একটা অভিজ্ঞতা হলো। সব কিছুর অভিজ্ঞতা থাকা ভালো😊

  • @arnabchanda5340
    @arnabchanda5340 2 ปีที่แล้ว +6

    শিলিগুড়ি থেকে আপনাদের বাস journey টা খুব উপভোগ করলাম।
    যেকোনো journey তে একটা experience হয় সেটা sportingly নিতে হবে তাহলে traveling করার মজাটা পাওয়া যায়।

  • @amitdebnath4952
    @amitdebnath4952 2 ปีที่แล้ว +2

    হ্যালো দাদা, আমি অমিত দেবনাথ
    নদীয়ার হরিণঘাটা থেকে বলছি, আপনার প্রত্যেকটা ভিডিও আমি দেখি, প্রাকৃতিক দৃশ্য সঙ্গে আপনার উপস্থাপনা আমাকে মুগ্ধ করে.... আগামী দিনে আমরা আরো নতুন নতুন ভিডিও দেখতে পাই সে আশা আপনার কাছে রাখি.... ঈশ্বরের কাছে আপনার সুস্থতা কামনা করি....

    • @amitdebnath4952
      @amitdebnath4952 2 ปีที่แล้ว

      দাদা ভিডিওটা দেখে আরেকটা কমেন্ট করতে ইচ্ছে হলো, কৃষ্ণনগরের বিখ্যাত সরপুরিয়া বা সরভাজা "অধরের" যেটা টাউনে অবস্থিত....

  • @mousumiganguly500
    @mousumiganguly500 2 ปีที่แล้ว +2

    ekdam thik. bus atokhhan basay thaka vison kastokar. will wait for next vlog 👋

  • @MyTravelp
    @MyTravelp 2 ปีที่แล้ว +30

    শিলিগুড়িরএই সব ভিডিও দেখলেই পাহাড়ে যেতে ইচ্ছে করে। 😊😊😊

    • @souravchakraborty9484
      @souravchakraborty9484 2 ปีที่แล้ว +1

      Most welcome our Siliguri

    • @MyTravelp
      @MyTravelp 2 ปีที่แล้ว

      @@souravchakraborty9484 আমার খুব পছন্দের জায়গা দাদা। ওখানে গেলে মনটা ভালো হয়ে যায়। আর ফেরার সময় মনটা খুব খারাপ লাগে। এটা একটা বিশেষ অনুভূতি। 🙏

    • @souravchakraborty9484
      @souravchakraborty9484 2 ปีที่แล้ว +1

      @@MyTravelp Siliguri sohor k khub valo lage apnar eta sune khub valo laglo.... Sudhui hill hoi dooars o beranor jonno khub valo jaiga.... Okhane geleo mon ta valo hoye jai

    • @MyTravelp
      @MyTravelp 2 ปีที่แล้ว +1

      @@souravchakraborty9484 Thik ❤️❤️❤️

    • @souravchakraborty9484
      @souravchakraborty9484 2 ปีที่แล้ว

      @@MyTravelp 🙏🙏

  • @somnathghosal5310
    @somnathghosal5310 2 ปีที่แล้ว +68

    বেঁচে থাকুক ভারতীয় রেল 🙏
    বাসে দূরের জার্নি মানেই বেশ কষ্টসাধ্য ব্যাপার 🙏

    • @bikashghosh2145
      @bikashghosh2145 2 ปีที่แล้ว +11

      Ki bolben ami proti mashe du bar kolkata to siliguri and then siliguri to kolkata bus travel kori. Volvo bus gulo khub save...... amar valo lage

    • @bakulhalder3869
      @bakulhalder3869 2 ปีที่แล้ว +4

      @@bikashghosh2145আমার শিলিগুড়ি পোস্টিং ছিল ১৯৯৮সালে। প্রত্যেক শনিবার বাসে কলকাতা এসে আবার রবিবারের রাতে ফিরে যেতাম। বালুরঘাট পোস্টিং এর সময়েও একই ভাবে বাসে সাপ্তাহিক যাতায়াত করেছি। বড় সুখের দিন ছিল।

    • @subhrasarkar1146
      @subhrasarkar1146 2 ปีที่แล้ว +1

      ঠিকই বলেছেন,অনেকের পক্ষেই এটা বেশ কষ্টকর।

    • @RATANDAS-jb5t
      @RATANDAS-jb5t 2 ปีที่แล้ว

      Yes

    • @krishnapadabairagi2928
      @krishnapadabairagi2928 2 ปีที่แล้ว

      শিলিগুড়ি থেকে সড়ক পথে কৃষ্ণনগর যাব ভাবছিলাম কিন্তু ভিডিও দেখে আপনাদের অভিজ্ঞতা শুনে সে সাহস হল না।নিতান্ত বিপদে পরলেই বাসে যাব1

  • @pritamsinha3423
    @pritamsinha3423 2 ปีที่แล้ว +4

    অসাধারণ শিবাজীদা, বাস জার্নিটা খুব enjoy করলাম। আপনাদের বাস এর মজাটা অনিকেতের সঙ্গে খুব ভালো লাগলো। এবার শিবাজীদা একটা long tour চাই best preference নেপাল♥️ খুব ভালো থাকবেন🙏

  • @manindrakumarchakrabarty7336
    @manindrakumarchakrabarty7336 2 ปีที่แล้ว +7

    ভালো লাগলো। ড্রাইভার বদল বিষয়টি খুব ভালো। টুরিষ্ট বাসে অনেক ঘুরেছি। একজন ড্রাইভার ভাই সকাল থেকে পরদিন সকাল অব্দি বাস চালাতে দেখেছি। গাড়ীতে সবাই ঘুমায় আর জেগে থাকে ড্রাইভার ও তার হেলপার গাড়ী চালু রাখার জন্য। আমার কাছে খুব অমানবিক মনে হয়েছে। দুজন ড্রাইভার রাখা উচিৎ দুর পাল্লায় চলার জন্য। একজন বিশ্রাম নিতে পারে।

  • @spcreations7362
    @spcreations7362 2 ปีที่แล้ว +1

    অভিজ্ঞতা শেয়ার করাটাও একটা কলা। এক্ষেত্রে তুমি অসাধারণ। সাথে পৃথ্বীজিত ও অনিকেত দা থাকলে তো কথাই নেই।

  • @lakshmikantabasu1051
    @lakshmikantabasu1051 2 ปีที่แล้ว +4

    অনেক ধন্যবাদ শিবাজী দা।
    শিলিগুড়ি থেকে কোলকাতা বাসে বসে আসার যে যন্ত্রণাদায়ক সফর সেটা দেখিয়ে আমাদের উপকারই করলেন।
    এবার যদি কোনওদিন সুযোগ হয় তাহলে কোনও লাক্সারী স্লীপার কোচ বাসের সফরের অভিজ্ঞতা আমাদের সাথে ভাগ করে নেবেন।
    আপনার বানানো সমস্ত ভিডিওই খুব খুব খুব ভাল হয়। এমন আরও ভিডিও আমাদের দেখাতে থাকুন।
    আপনার শরীর ও মন দুটোই খুব ভাল থাকুক এই কামনা করি।
    নমস্কার জানালাম।

  • @sujatamazumder3247
    @sujatamazumder3247 2 ปีที่แล้ว +2

    সত্যি বাসে সারারাত জেগে বসে থাকা বেশ ক্লান্তিকর যদিও অনেকে ভালোভাবেই ঘুমিয়ে নেয়। অনিকেত আর আমি এক পাড়াতে থাকি তাই এই ভিডিও টা আরো এনজয় করলাম 👍

  • @TonatunisDiary
    @TonatunisDiary 2 ปีที่แล้ว +1

    Thank u so much dada specially ei episod tar jnno .... Volvo amr onk pochonder... India te ese amn long akta journey korar khub iccha volvo... Bangladesh volvo longest route alrdy cvr kore felesi... Darun laglo 😍😍😍

  • @subhasisghatak5124
    @subhasisghatak5124 2 ปีที่แล้ว +1

    Thank you for sharing yr this experience. বাস জার্নির এক্সপেরিয়েন্স টা আমার জানার খুব দরকার ছিল. Thank u once again.

  • @debasishdas3743
    @debasishdas3743 2 ปีที่แล้ว +4

    আমি ২০০৯-e এসপ্লানেড থেকে শিলিগুড়ি গেছিলাম বাসে। তবে সেটা এসি ছিলনা। কিন্তু লেগ স্পেস ভালই ছিল, আর রাতে জার্নি করাতে গরম একদম লাগেনি। আসলে আপনি ফেরার সময় এসেছেন বলে হয়ত কষ্টটা বেশি লেগেছে, যাওয়ার সময় হলে ঘোরার উত্তেজনায় কষ্টও কম লাগে।
    ভাল থাকবেন 🙏

  • @bananichakraborty5818
    @bananichakraborty5818 2 ปีที่แล้ว +2

    Anekdin por ,bus journey long tour e dekhlm, valoi but free vabe train e arame jaowa jai 👌💓💓👍 vlog gulo darun lagche ,jodio every vlog is also excellent 👌👌👍💞

  • @prakashsarkar458
    @prakashsarkar458 2 ปีที่แล้ว +10

    পার্থক্যটা দেখুন অন্য রাজ্যের হাইওয়ে কি রকম আর পশ্চিমবঙ্গের হাইওয়ের কি অবস্থা 🙄🙄🙄🙄।

    • @sayandas8302
      @sayandas8302 ปีที่แล้ว +3

      Sohomot highway to kendro sorkar er odhin tai paschim bongo bonchito

  • @shantanuchakravarty8648
    @shantanuchakravarty8648 2 ปีที่แล้ว +1

    একদমই ঠিক কথা । লাস্ট preference বাস। আর রাস্তার ওই জ্যাম , এক ভয়াবহ আকার নিয়েছে। তবুও এত ক্লান্তি নিয়েও যে vlog করছেন তা সত্যিই প্রশংনীয়।
    সাথে আছি।
    🙏

  • @thedoorenterprise877
    @thedoorenterprise877 2 ปีที่แล้ว +1

    Shibaji da onek din por aye kotha ta sunlam... chowmin satea dilam...
    Always eagerly waiting for your video dada..

  • @skfariduddin5483
    @skfariduddin5483 2 ปีที่แล้ว +1

    ওহ্ কি দারুণ লাগলো দাদা,শিলিগুড়ি আমি প্রায় Volvo Bus এ যাই কাজের জন্য,আপনি যাচ্ছেন দেখে খুব ভালো লাগলো ।

  • @subratadas6654
    @subratadas6654 2 ปีที่แล้ว +2

    Bus journey র advice টা খুব কাজে লাগবে। ভালো থাকবেন। ❣❣

  • @prasenjitbanerjee3523
    @prasenjitbanerjee3523 2 ปีที่แล้ว +1

    খুব সুন্দর উপস্থাপনা, পৃথ্বীজিৎবাবুর নির্ভেজাল হিউমার খুবই উপভোগ‍্য

  • @saroarmondal3198
    @saroarmondal3198 2 ปีที่แล้ว

    আপনার বর্ণনা সম্পর্কে তো নতুন করে বলার কিছু নেই । তবে আপনার এই উদ্দম দেখে ক্লান্ত শরীর, মনও চাঙ্গা হয়ে উঠবে বেরিয়ে পরার জন্য। 👍👍

  • @koustavsadhukhan7073
    @koustavsadhukhan7073 ปีที่แล้ว

    Dada ek kothai Oshadharon laglo series ta.... Presentation ta apnar ato sundor bole bojhano jabe na

  • @jadhav_world683
    @jadhav_world683 2 ปีที่แล้ว +10

    দাদা বাংলাদেশে এই একই শ্যামলী পরিবহনের ভলবো বাসগুলো অনেক বেশি বড় হয় এবং সিটগুলো আরও অনেক বেশি চওড়া হয়। বাংলাদেশে ভলবোর বাসগুলো সরাসরি সুইডেন থেকে জাহাজে করে আসে। কিন্তু ভারতে ভলবো বাসের পার্টস গুলো আসে বিদেশ থেকে তারপর এখানে সেগুলো এসেম্বল করা হয়। এই কারণে বাংলাদেশের ভলবো বাসগুলোতে পা রাখা অনেক কম্ফর্টবেল।।।

    • @somenathchakraborty4137
      @somenathchakraborty4137 2 ปีที่แล้ว

      চার জনের ভাত রান্নাতে দামী চাল রোজ খাওয়া যায়। কিন্তু যখন 400 জনের জন্য রান্না হয় তখন value for money র কথাই চিন্তায় আসে।

    • @bivashthakur9199
      @bivashthakur9199 2 ปีที่แล้ว +1

      yes bcz india has factories to assemble and manufacture, Bangladesh doesn't

  • @shampachatterjee09
    @shampachatterjee09 2 ปีที่แล้ว

    অসাধারণ ভিডিও,।।। আমার তো এই ভিডিও টা দেখে খুব যেতে ইচ্ছে করছে।।। 😊👍

  • @narayansarkar9267
    @narayansarkar9267 2 ปีที่แล้ว +1

    আপনার সমস্ত ভিডিও দেখি খুব ই ভাল লাগে , আপনার কথা বলার ভঙ্গিমা ও উপস্থাপনা খুবই সুন্দর দাদা

  • @utsavbhattacharya281
    @utsavbhattacharya281 2 ปีที่แล้ว +3

    Well i am spotted in this video at the waiting area in Siliguri....
    Loved your video..
    If you remember me, I was going back home after doing sandakphu-phalut trek....loved to talk with you..this was my first interaction with a famous TH-camr..❤️

  • @hrishavsengupta44
    @hrishavsengupta44 2 ปีที่แล้ว +1

    Darun laglo video ta 💗💗

  • @dibakarkundu7762
    @dibakarkundu7762 2 ปีที่แล้ว +2

    Ei episode ta khub bhalo hoyechee , it’s different

  • @HasanHasan-on7iq
    @HasanHasan-on7iq 2 ปีที่แล้ว +1

    Khub bhalo laglo. Apnar sob video guloi mon die dekhi. Shyamali Paribahan er sleeper ta comparatively better than seater service. Ami last year travel korechhi.

  • @sayakdas7699
    @sayakdas7699 2 ปีที่แล้ว +2

    Bus er theke train e jawa ta better pre planned thakle atleast 2nd AC te same bhara te onk comfortably jawa jaye.

  • @shampaganguly2816
    @shampaganguly2816 2 ปีที่แล้ว +1

    Great information and video as usual great. Keep on. I travel with you

  • @parthanandyster
    @parthanandyster 2 ปีที่แล้ว

    Apnar uposthapona khub e shundor. Apnar sathe alap korar ichhe roye gelo, karon ami khub ghurte bhalobashi, apnar guidance pawa ta khub proyojonio

  • @animeshpal3473
    @animeshpal3473 2 ปีที่แล้ว +1

    একদম সত্যি বাসের থেকে ট্রেন জার্নি বেশি ভালো , খুব সুন্দর লাগলো

  • @sayaksc3590
    @sayaksc3590 2 ปีที่แล้ว +1

    Baah Shibaji Da Daroon laglo Vlog ta ❤️❤️ Osaadharon ❤️❤️ Bus Journey ta dekhe bhisoon bhalo laglo..👌 sotti ekta aladai obhigyota..Bus e kore Journey Oneekbar gechhi..Shyamoli Poribahan e toh gechhi tachhara Greenline , Jai Dada , Royal Cruiser e koreo..Eta thik je ato ghonta bose thakte hoy je haatu dhore jaay..Aniket & Prithwijit da thakle jomjomat hoy..❤️❤️ Train sob theke amaro same motamot..Nice one..❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @manishachakraborty2290
    @manishachakraborty2290 2 ปีที่แล้ว +1

    Bahlo laglo...ekta onno rokom experience 😀😀👍👍

  • @prosenjitdasgupta6632
    @prosenjitdasgupta6632 2 ปีที่แล้ว

    Apnader video gulo sobar diye onno rokom.... khub valo lage ❤️❤️❤️❤️

  • @sharanyachowdhury7712
    @sharanyachowdhury7712 2 ปีที่แล้ว +1

    চালিয়ে যাও অনিকেত ভাই আমিও তোমার সাথে akmot

  • @aparajitwhoisriju8649
    @aparajitwhoisriju8649 2 ปีที่แล้ว +1

    recently delhi to manali gechilam bus e, sei bus gulo er theke besi comfortable, tao last er dike mone hochilo je nebe hete hete jai. :D

  • @cyberabhi2004
    @cyberabhi2004 2 ปีที่แล้ว

    শিবাজী দার dooars এর ভিডিও এর রাস্তা দেখে ভাবলাম গাড়ি নিয়ে কলকাতা থেকে চালিয়ে গিয়ে চালসা, গরুমারা, জলদাপারা ড্রাইভ করবো, এই দেখে সব enthusiasm ঝরে গেলো।

  • @aritraghosh6121
    @aritraghosh6121 2 ปีที่แล้ว +1

    অসাধারণ দাদা। গোয়া সিরিজ টা যেটা বাকি এবার দিন। অপেক্ষায় আছি।😊

  • @anjanroy5923
    @anjanroy5923 2 ปีที่แล้ว +1

    Really informative blog. Appreciate the efforts made in making it .

  • @rajibbhattacharjee6427
    @rajibbhattacharjee6427 2 ปีที่แล้ว +2

    The best transport is train. Fast reliable and most importantly comfortable.

  • @babai603
    @babai603 2 ปีที่แล้ว +3

    Sibajida
    Shyamoli paribahan r sleeper coach o ache,ami Ankbar kolkata- malda korechi,khubi comfortable,Akbar try kore dekhte paro,but Bose 8-10 hrs travel kora raat e easy noy, that's true....!

  • @sanjuktabagchi2404
    @sanjuktabagchi2404 2 ปีที่แล้ว +1

    শিলিগুড়ি র ভিডিও দেখলেই পাহাড়ে যেতে ইচ্ছে করে খুব দাদা।

  • @snh376
    @snh376 2 ปีที่แล้ว +3

    আমার মনে হয়, হাই ওয়ে complete হলে কলকাতা, শিলিগুড়ি journey খুব ভালো হবে বাসে.. রেল এর মৌরসীপাট্টা তাহলে কমবে।

  • @urmeemodakbanik4388
    @urmeemodakbanik4388 2 ปีที่แล้ว +1

    শিবাজি দা তোমার ভিডিও গুলো দেখতে খুব ভালো লাগে, তার মধ্যে বড় কথা হল তোমার কোন অহংকার নেই এত বড় ইউটিউবার হয়েও, অনেকের তো একটু নাম করলে অহংকারের মাটিতে পা পড়ে না । তুমি সব সময় এমনই থেকো, আগরতলা থেকে, একবার আমাদের ত্রিপুরা আগরতলায় ঘুরে যেও 🙏🙏

  • @sandipanchakraborty2430
    @sandipanchakraborty2430 2 ปีที่แล้ว +1

    জীবনে সব ধরনের অভিজ্ঞতা থাকা ভালো। ভিডিও ভালো লাগলো।

  • @sikhadutta3446
    @sikhadutta3446 2 ปีที่แล้ว

    apnar story narrating and presentation khub bhalo laglo .. many many good wishes for you and preetijit.. waiting for more to view ..

  • @kousikmukherjee1392
    @kousikmukherjee1392 2 ปีที่แล้ว +3

    Train cancel হবার কারণে ২ বার night bus journey করেছিলাম। একবার আপনার মত upto Madhyamgram । আর একবার Mumbai To Goa . Both were very tiring journey, দায়ে না পড়লে কেউ করে না।

  • @anitaroychowdhury2267
    @anitaroychowdhury2267 2 ปีที่แล้ว

    Anno rokom vedio ....bes bhalo laglo .
    Take care.

  • @arghadipbagchi9421
    @arghadipbagchi9421 2 ปีที่แล้ว +1

    Great Video as always!

  • @subhajitsengupta9895
    @subhajitsengupta9895 2 ปีที่แล้ว +1

    Akdom thik bolechen dada, amio siliguri take Kolkata prai jatayat kori train is far more comfortable then bus.

  • @kalipadajagaddeb3829
    @kalipadajagaddeb3829 2 ปีที่แล้ว +7

    Dear Shivaji,you are quite popular. Please highlight through your videos the necessity of hygienic toilets and waiting room facilities in bus stands, particularly ladies suffer for these reasons. May be it will be a private public partnership.

  • @sampamaitra3361
    @sampamaitra3361 2 ปีที่แล้ว +4

    আমি শিবাজী শুনতে না পেয়ে ই বুঝলাম
    যাত্রা শুখকর ছিল না। ভাল থাকুন , সুস্থ
    থাকুন।

  • @susmitaroy1885
    @susmitaroy1885 2 ปีที่แล้ว

    Ekdom porishkar kore kotha bolen...khub bhalo laglo...apnader shonge tour.e jabar icche prokash korlam..mon theke bangali tai...eibhabe shaboleel bhabhe bangla video korben..

  • @somd25
    @somd25 2 ปีที่แล้ว +2

    i travelled many times and i do feel comfotable with Shyamoli paribahan

  • @SumanDas-zj7nl
    @SumanDas-zj7nl 2 ปีที่แล้ว +1

    অসংখ্য ভালোবাসা প্রিয় Shibaji da......ভালো থাকবেন সকলে এই প্রার্থনা করি!!🙏🌹👍🌷

  • @mrt2988
    @mrt2988 2 ปีที่แล้ว

    Ei team taa jst darun kono kotha hobe na jst annyo level

  • @budhadityadasbabu9711
    @budhadityadasbabu9711 2 ปีที่แล้ว +1

    Thik bolechen dada 10-12 hrs & above bus journey sotti kostokor. Amio 2019 greeline sofor korechi. Train e best 👍

  • @pinkiupadhyay3767
    @pinkiupadhyay3767 2 ปีที่แล้ว

    Dada title kintu heavy chilo amar mone moto Hati Uthlo Bus 😀😀😀😀👌👌👌👌

  • @TRAVELLERARUP
    @TRAVELLERARUP 2 ปีที่แล้ว +1

    Darun laglo Shibaji da 👌👌❤️❤️

  • @snehasishghoshal257
    @snehasishghoshal257 2 ปีที่แล้ว +2

    আপনার থেকে ভালো vlog বানাতে কোনো বাঙালি ইউটিউবার পারেনি। carry on

  • @arnabguha7680
    @arnabguha7680 2 ปีที่แล้ว +1

    Keep rocking & blogging Shibaji

  • @DebBhattacharjee
    @DebBhattacharjee 2 ปีที่แล้ว +14

    আমার মনে হয়, লং রুটের সব বাস সেমি স্লিপার হওয়া উচিত, যেমন Delhi Manali বাস সার্ভিস all bus semi sleeper 🙏

    • @aritrabanerjee645
      @aritrabanerjee645 2 ปีที่แล้ว

      Bengal e bus j cholche thelte hochena tatei onek.

  • @sukhendas2371
    @sukhendas2371 2 ปีที่แล้ว

    এই ভিডিও তে man of the match অনিকেত দা 🏆🏆🏆

  • @CONFUSEDGallery
    @CONFUSEDGallery 2 ปีที่แล้ว

    Darun😍😍😍😍😍

  • @jhumapal3871
    @jhumapal3871 2 ปีที่แล้ว

    Aj pthom comments, khub valo laglo

  • @bappakundu4667
    @bappakundu4667 2 ปีที่แล้ว

    Khub valo laglo video 📹

  • @sdatta3657
    @sdatta3657 2 ปีที่แล้ว +1

    বাসজার্নিটা সেরকম সুখকর হয় নি, তবে আপনাদের লেগপুলিং/ঠাট্ঠা-ইয়ার্কি খুব ভালো লাগছিলো

  • @ashokbanerjee1491
    @ashokbanerjee1491 2 ปีที่แล้ว +3

    ভালো লাগলো । তবে সারারাত বাস জার্নি খুব কষ্টকর ।

  • @SurajitChakrabortytravelblog
    @SurajitChakrabortytravelblog 2 ปีที่แล้ว +2

    Dada awesome presentation ❤️❤️❤️

  • @johirhasanporosh9029
    @johirhasanporosh9029 2 ปีที่แล้ว

    ভিডিওর ফাকে ফাকে তিন দাদার মজার মজার কথা কিছু দুষ্টুমু খুবই ভালো লাগে

  • @ajoyride_kheyali
    @ajoyride_kheyali 2 ปีที่แล้ว +1

    Dada, Madhyamgram e amar Bari.. ishh apnar saathe Jodi kokhono dekha hoi, koto anondo paabo ami 😊🙏

  • @chitramitra6153
    @chitramitra6153 2 ปีที่แล้ว

    Darun sunder video hoyeche bus journey r

  • @tiasazzz
    @tiasazzz 2 ปีที่แล้ว +1

    শ্যামলী র মারাত্ত্বক ভাড়া , ইন্ডিয়ান রেল বেঁচে থাক বাবা 🙏দাদা কলকাতার রুটি 4 টাকা, বর্ধমান আসানসোল এ 5 টাকার রুটি খাই , প্লেন তড়কা 50 টাকা প্লেট বর্ধমান এবং আসানসোল এ , জায়গাটার খাবার এর দাম খুব ই বেশি , 10 টাকার রুটি এই প্রথম শুনছি

  • @momentswithsubhapriyabhatt253
    @momentswithsubhapriyabhatt253 2 ปีที่แล้ว

    Bhalo laglo apnader journey. Beshi majar chhilo apnader 3 janer eke oporer pechhone lagata. Eta bus journey bhishan kastokar.

  • @suvojitchakrabortyunofficial
    @suvojitchakrabortyunofficial 2 ปีที่แล้ว +16

    Dada Ami Shyamoli, Royal Cruiser, Poulami, Greenline try korechi. Sob kotar moddhey Ami always Greenline prefer kori, last time 13.4.22 e Greenline e uthechilm sobar last depart korechilo, but prottek bar er moto Esplaned sobar 1st entry niyeche. Tai amr mot e Greenline ❤️.

    • @bidishadas2994
      @bidishadas2994 2 ปีที่แล้ว

      হ্যাঁ, শুনেছি শ্যামলীর থেকে এরা ভালো।

    • @sagniksarkar4703
      @sagniksarkar4703 2 ปีที่แล้ว

      Loknath e ekbar travel korben parle....Best comfort and punctual....

    • @suvojitchakrabortyunofficial
      @suvojitchakrabortyunofficial 2 ปีที่แล้ว

      @@bidishadas2994 ami total 3 bar try korechi Greenline r prottek bar ontime amy Esplaned drop koreche even sobar 1st

    • @suvojitchakrabortyunofficial
      @suvojitchakrabortyunofficial 2 ปีที่แล้ว

      @@sagniksarkar4703 try kore dekhbo

    • @mitalibasu3605
      @mitalibasu3605 2 ปีที่แล้ว

      Aniket Babu thik bolechen, rastay berole i khete hbe

  • @AtanuTrainJourney
    @AtanuTrainJourney 2 ปีที่แล้ว

    খুব সুন্দর লাগলো স্যার।

  • @subhradutta5073
    @subhradutta5073 2 ปีที่แล้ว

    Thanku this video awsam

  • @ajoyride_kheyali
    @ajoyride_kheyali 2 ปีที่แล้ว

    Tomar Gangtok series 2022 ta kaal raat jege complete korlam, khub moja laglo 😊

  • @kalloldasgupta8458
    @kalloldasgupta8458 ปีที่แล้ว

    ekdam thik katha shibaji da.khub kasto hai

  • @sanchayanghosh9497
    @sanchayanghosh9497 2 ปีที่แล้ว

    একদমই ঠিক।
    অাগে প্রায় শিলিগুড়ি যেতে হতো।
    বিশেষ করে, ডালখোলার জ্যাম.........

  • @ujjolroy7851
    @ujjolroy7851 2 ปีที่แล้ว +3

    আমাদের বাংলাদেশেও শ্যামলী পরিবহন নামে বাস সার্ভিস রয়েছে। দাদা বাংলাদেশে ঘুরতে আসুন।

    • @saikatshow3075
      @saikatshow3075 2 ปีที่แล้ว +2

      দাদা এই শ্যামলী ঐ শ্যামলী একই

    • @ujjolroy7851
      @ujjolroy7851 2 ปีที่แล้ว

      @@saikatshow3075 ধন্যবাদ দাদা। এটা জানতাম না।

  • @anuproy8093
    @anuproy8093 2 ปีที่แล้ว +2

    Long live Indian Railways.

  • @sarbajitbasu
    @sarbajitbasu 2 ปีที่แล้ว +1

    Goto March a Puri geachhilam Shyamoli Paribahan a..10 ghontar Journey ta kichhuta troublesome mone hoechhe..tobe Train always the best..

  • @sonamleodenkarthak496
    @sonamleodenkarthak496 10 หลายเดือนก่อน

    These type of video surely help new tourists who wish to visits new places, informative & knowledgeable.

  • @basharchowdhury5513
    @basharchowdhury5513 2 ปีที่แล้ว

    ভালো লাগলো দাদা

  • @letstalk90
    @letstalk90 2 ปีที่แล้ว +1

    Ami r amar wife amader first trip Kolkata - Siliguri - Kolkata korechilam 2019 dec e shyamoli tei. First e valo lage kintu raat joto Bare kosto Toto bare... Ghar er obostha khub kharap hoye jay. Tai r bus e noy 🙏

  • @farukmd2423
    @farukmd2423 2 ปีที่แล้ว

    চৎমকার লেগেছে দাদা vlog টা
    bangladesh

  • @prasenjitdailyvlogs8025
    @prasenjitdailyvlogs8025 2 ปีที่แล้ว +1

    শেষের ইম্প্রেশন দারুন।
    বাস জার্নি আর করবোনা।

  • @mitalinath614
    @mitalinath614 2 ปีที่แล้ว

    Khub Valo Laglo, Anek Kichu Shikhlam, Amar Chelero Kalimpongye Hotel Ache, Anek Anek Dur Egiye Jao Dhakuria Mitalidi, Dhakuria

  • @parvejislam9216
    @parvejislam9216 2 ปีที่แล้ว +5

    ভাই বাংলাদেশে যদি কোন দিন আসেন তাহলে অবশ্যই বাংলাদেশের বাস গুলো তে ভ্রমণ করবেন, হানিফ, এনা,আর শ্যামলী তে

  • @arkasarkar1210
    @arkasarkar1210 2 ปีที่แล้ว

    Prithijit da sera..solid uttar den

  • @JohnnyExplorerIndia
    @JohnnyExplorerIndia 2 ปีที่แล้ว

    এই ধাবায় 12মে নেমেছিলাম শিলিগুড়ি থেকে কলকাতা ,লোকনাথ ট্রাভেল এর ভোলবো বাসে, খাবার খুব ভালো কিন্তূ,🚰 পরিসেবা জঘন্য ,খাবারের জল টাও দেয়নি । টাকা দিয়ে ভিখারির মতো খাবার খেতে হলো ।
    এর চেয়েও ভালো রেস্তোরাঁ ছিল,আছে । ধন্যবাদ সুন্দর একটি ভিডিও দেখানোর জন্য ,শুভেচ্ছা নেবেন ।

  • @sayantandatta6300
    @sayantandatta6300 2 ปีที่แล้ว +9

    The way u narrate is so natural and spontaneous that makes to feel boarding the ride virtually. U r blessed with this flair. Its a bliss to watch & explore u.

    • @pratapchowdhury4898
      @pratapchowdhury4898 2 ปีที่แล้ว

      Totally agree. Shivaji Da has this unique quality

  • @surajitroy3622
    @surajitroy3622 2 ปีที่แล้ว +1

    2019 e Kolkata to Siliguri try korechilam Shyamoli Paribahan e , but experience khub bhalo noi. Ha, upnar moto train na peye bus e gechilam. Otai first and last...r noi 🙏.
    Ladies der sotti khub ashubidha.

  • @surojitranjit4228
    @surojitranjit4228 2 ปีที่แล้ว +1

    Darun journey Dada

  • @Prilosophy
    @Prilosophy 2 ปีที่แล้ว +1

    খুব ভালো লাগল সব সময়ের মতো, কিন্তু হাঁটুর অবস্থা সত্যিই খুব খারাপ হয়ে যায়।