NJP to Guwahati 12424 Dibrugarh Town Rajdhani Express 2AC | Train vlog | Explorer Shibaji

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ก.พ. 2023
  • #rajdhaniexpress #2ac #newjalpaiguri #guwahati #explorershibaji
    12424 Rajdhani Express journey details from NJP to Guwahati in AC 2 tier.
    ------------------------------------------------------------------------------------------------------------------
    Join this channel to get access to perks:
    / @explorershibaji
    -------------------------------------------------------------------------------------------------------------------
    If you like my work, you may consider donating, your donation will be used to upgrade my gadgets and also to meet the travel expenses. Thank you so much!
    UPI ID : shibaji.paul@oksbi
    Buy me a Coffee
    www.buymeacoffee.com/explorer...
    PayPal: paypal.me/explorershibaji
    For any query: shibaji.explorer@gmail.com
    ------------------------------------------------------------------------------------------------------------------
    Instagram: bit.ly/explorer_shibaji (Preferable)
    Facebook: bit.ly/explorershibajiFB
    Facebook group: bit.ly/bhromon_helpline
    -------------------------------------------------------------------------------------------------------------------
    Music from Epidemic Sound, get one month free using the following referral link:
    www.epidemicsound.com/referra...
    -------------------------------------------------------------------------------------------------------------------
    My Action Camera1: amzn.to/3q34S8R
    My Action Camera2: amzn.to/37KUDiK
    My DSLR: amzn.to/2J6lV8V
    My lens: amzn.to/2G20XHf
    Gorilla Pod: amzn.to/35FjH7Y
    Tripod: amzn.to/31LkTpz
    amzn.to/3kx3LuJ
    Mic 1: amzn.to/34vNrVG
    Mic 2: amzn.to/2TtBg5m
    Mic 3: amzn.to/35Ab3b3
    Mic 4: amzn.to/3osoB0R
    External drive SSD: amzn.to/3ml4Oyo
    Memory Card for GoPro: amzn.to/3e0sYLL
    Memory Card for DSLR: amzn.to/34wIgVG
    My Laptop for editing: amzn.to/2G1egYm
    Ring Light: amzn.to/2J6mi3j
    My backpack 1: amzn.to/3muLuz3
    My backpack 2: amzn.to/2Tuu5do
    My sunglass: amzn.to/3os3vj7
    Earbuds: amzn.to/3mnTtxK
    Coffee I always prefer: amzn.to/3mjOQoi

ความคิดเห็น • 825

  • @suvromallick9142
    @suvromallick9142 ปีที่แล้ว +112

    বাংলাদেশের চট্টগ্রামে থাকি। নিয়মিত আপনাদের ভিডিও দেখি। আপনার গলাটা সুন্দর। তবে আপনার ভিডিওতে আসল কারিজুরি কিন্তু সেই চিরকুমার পৃথিজ্বিতের।

    • @jayantasaha3702
      @jayantasaha3702 ปีที่แล้ว +2

      Bhalo, from burdwan

    • @tnglotech
      @tnglotech ปีที่แล้ว +6

      Yes, পৃথিজিৎ দা একটা স্তম্ভ। এক্সপ্লারার শিবাজী চ্যানেলের। গলার ভয়েস টা বুকের ভেতরে লাগে। ওনাকে যদি ভালো লাগে, উনার চেনেলে ভিসিট করুন, অসাধারণ গান শুনতে পাবেন। দারুন অনুভূতি হবে। Thank u

    • @jitelecom9062
      @jitelecom9062 ปีที่แล้ว +3

      Same as...চট্টগ্রাম থেকে সব এপিসোড শুরু থেকে শেষ পর্যন্ত দেখি।

    • @explorerarnav
      @explorerarnav ปีที่แล้ว

      😍😍

    • @alokdas5786
      @alokdas5786 ปีที่แล้ว +2

      Aaj kintu sei iconic dialog ta sunte pelamna ami shibaji.....

  • @payelmuhari4192
    @payelmuhari4192 ปีที่แล้ว +5

    Welcome to Assam শিবাজি দা এবং পৃথ্বীজিত দা। নিউ ময়নাগুড়িতে আমার দাদুর বাড়ী (আমার মার মামাবাড়ি) আছে গো শিবাজি দা। চাকরি সূত্রে গরমের বন্ধে প্রতিবার আমরা নর্থ বেঙ্গল গেলে ময়নাগুড়ি ঘুরে আসি তাছাড়াও মালবাজার আমার নিজের মামাবাড়ি ,মাসীর বাড়ী আছে এবং শিলিগুড়ি, জলপাইগুড়ি তেও আমার মাসীর বাড়ী আছে । প্রতি বছরই আমরা একবার যাই সপরিবারে নর্থবেঙ্গল। যাই হউক তোমাদের বাকি ব্লগগুলোর মত এই ব্লগ টাও খুব খুব ভালো হবে। Lots of 💕 n best wishes from Karimganj (Assam).

  • @subhadipmuk
    @subhadipmuk ปีที่แล้ว +21

    আপনাদের video র notification এলেই মন ভরে ওঠে আনন্দে। Video যতো বড়ই হোক, কিছু রায় আসে না। Level of আনন্দ এক ই থাকে।

    • @prabirde2148
      @prabirde2148 ปีที่แล้ว

      আমার জন্ম তিনসুকিয়া। তাই খুব মজা লাগে এই ধরনের ভিডিও দেখতে। অনেক সৃতি মনে পড়ে। বহু বার না না ভাবে এই রুটে যাতায়াত করেছি অনেক কষ্ট করে।

  • @sandhikanjilal
    @sandhikanjilal ปีที่แล้ว +9

    আমি শিবাজী দা, পৃথ্বিজীৎ দা, বাবলু দাকে ঐ নতুন ইয়েলবং এর আবিষ্কর্তা হিসাবে মান্যতা দিয়ে বাংলার পর্যটন মানচিত্রে এক নতুন দিগন্ত উন্মোচিত হল।।।। শত সহস্র প্রনাম আপনাদের। গরুমারা নেস্ট এ এবার যাচ্ছি আমরা।

  • @Ashim204
    @Ashim204 ปีที่แล้ว +57

    একটা সত্যিই কথা বলতে চাই , অনেকের ট্রাভেল vlog দেখি কিন্তু , highly 14 minutes এর দেখতেই বিরক্ত লাগে , but আপনারা এত্ত সুন্দর travel series গুলো দেন 27 minutes কি 1 hour এর হলেও দেখতে ভালো লাগে , please এটাই constant করতে থাকেন ,lots of love ❤️ from Uttar Dinajpur 🌟

    • @saleheentv8742
      @saleheentv8742 ปีที่แล้ว +5

      হ্যা আমিও বুজি না অন্য ভিডিও গুলা 15 মিনিট দেখতে গেলেই বিরক্ত লাগে কিন্তু শিবাজীর ভিডিও 1 ঘণ্টা হলেও দেখা যায়

    • @foysalratul
      @foysalratul ปีที่แล้ว

      Ekdom shotto kotha bolsen, amio kheyal kori ni je video er length koto boro! Purotai dekhe nei.

  • @rajarshinaha8850
    @rajarshinaha8850 ปีที่แล้ว +8

    Loved the video.
    তিনটা জিনিষ ভীষণ ভালো লাগে..
    1) আপনার বলার ধরণ..মনে হয় আমরা আপনার সাথেই travel করছি
    2)অনেক দায়িত্ব পালন করেছেন/ করবেন এবার একটু নিজের জন্য বাঁচুন
    3)৫০ বছর বয়সের সংজ্ঞা পাল্টে দেব

  • @mainakdutta7136
    @mainakdutta7136 ปีที่แล้ว +2

    "কেডা নাসা বাজায় কেডা " পৃথ্বীজিত দা এরকম মাঝে মাঝে দিতে থাকবেন খুব Enjoy করি আপনার এই ছোট ছোট দু এক লাইনের ধামাকা গুলো

  • @doctordash02
    @doctordash02 ปีที่แล้ว +3

    কোচবিহার এর পক্ষ থেকে আপনাদের জন্য রইল অনেক অনেক ভালোোবাসা। আপনার প্রায় প্রতিটি ভিডিও ই আমি দেখেছি। আপনার কাছে একটা ছোট অনুরোধ অবশ্যই কোচবিহার এ আসবেন এবং আসার আগেই আমাদের কোচবিহারবাসীদের একবার হলেও জানাবেন। আপনার সন্মুখ সাক্ষাৎ এর অপেক্ষায় থাকবো।
    ইতি- আপনার অনুরাগী এক কোচবিহারবাসী🙏❤

  • @tnglotech
    @tnglotech ปีที่แล้ว +5

    বাবলু দা এখন তো আর বাবুল দা নেই, পাহাড় মানেই বাবলু দা, আর নলেজ, ভয়েস, ব্যবহার, সবকিছু দিয়ে বাবলু দা সবার পছন্দের একজন মানুষ। তাই স্পেশাল ভাবে বাবলু দা কে একটা ধণ্যবাদ জানাই। ♥️। টুর টা দাদা চমৎকার হলো, ট্রেনে বাড়ি ফেরা মানেই আমাদের ও আবার মন খারাপ হয়ে যায়। তবে জলপাইগুড়ি টুরের আশায়..... থাকলাম ♥️

  • @tapanbangali6186
    @tapanbangali6186 ปีที่แล้ว +4

    বাংলাদেশ থেকে - অসাধারণ রুচি এবং লেভেল অফ থিঙ্কিং , ধারা বর্ণনা , বলার ধরণ , শব্দ চয়ন , সাইট চয়েস,ইত্যাদি সব-সব একটা ভালো লাগার অনুরণন তৈরি করে । মি, শিবাজি এবং মি, পৃত্থিজিত চমৎকার যুগলবন্দী ! কিপ ইট আপ ব্রাদার .........

  • @krishnabhattacharya6995
    @krishnabhattacharya6995 ปีที่แล้ว +4

    আপনার সব ভিডিও আমি দেখি, খুব আনন্দ পাই, আপনি অসাধারণ এবিষয়ে কোনো কথা হবে না।

  • @subhachakraborty9955
    @subhachakraborty9955 ปีที่แล้ว +3

    Net টা just on করলাম আর আপনার Video এর Notification চলে এলো।। সারা দিনের ক্লান্তি চলে গেলো। আপনার প্রতিবেশী - ব্যারাকপুর থেকে অনেক ভালোবাসা রইলো❤️

  • @sagniksankarbhattacharya969
    @sagniksankarbhattacharya969 ปีที่แล้ว +4

    Dada...apni Coochbehar niye onek tothho share korlen...khub valo laglo...ami coochbehar thekei bolchi...Coochbehar niye video dekhar opekhhay thaklam...

  • @rashunag7244
    @rashunag7244 ปีที่แล้ว +7

    আমি বেশ কিছুদিন থেকে আপনাদের বর্ধিত পরিবারের সদস্য। কোচবিহারের কথা বলছিলেন , ভালোই লাগছিল কারণ আমি যে কোচবিহারেই থাকি। কোনোদিন কোচবিহার কে নিয়ে কোনো ভ্লগ বানানোর চিন্তা ভাবনা হলে নিশ্চয়ই বলবেন যথাসাদ্ধ সাহায্য করবার চেষ্টা করবো -যদি সে সুযোগ দেন। আপনারা ভালো থাকবেন। হয়তো ভবিষ্যতে কোনো একদিন দেখা হবে।

  • @tapasidan
    @tapasidan ปีที่แล้ว +9

    প্রথ্বীজিৎ বাবুর কথা শুনে হাসতে হাসতে শেষ।😁
    ট্রেনের ভিডিও দেখলেই মন টা কেমন ঘুরতে যাই ঘুরতে যাই করে

  • @randomthoughts4691
    @randomthoughts4691 ปีที่แล้ว +3

    West bengal er jara shibaji dar video dekhe tader mone hoy ar general knowledge pora lage na. Such informative videos. Love from Bangladesh❤❤

  • @chanchalmukherjee5500
    @chanchalmukherjee5500 ปีที่แล้ว +2

    মেকাপ আর ব্রেক আপ...... অসাধারণ

  • @shibanighosh1160
    @shibanighosh1160 ปีที่แล้ว +4

    জলপাইগুড়ির ভিডিও জন্য অপেক্ষায় রইলাম।

  • @sibuslg01
    @sibuslg01 ปีที่แล้ว +15

    পৃথ্বিজিত কাকু আমাদেরকে একটা আলাদা রকমের অনুভূতি দেয় 🥰

  • @sujoyroy813
    @sujoyroy813 ปีที่แล้ว +4

    একটা অত‍্যন্ত সুন্দর পরিবেশন। একটা অতি সাধারণ ট্রেন যাত্রা কতটা ভালো ভাবে তুলে ধরা যায়, দেখিয়ে দিলেন আবার!

  • @sumitamyentertainmentchannel24
    @sumitamyentertainmentchannel24 ปีที่แล้ว +2

    কখন যে মেকআপ কখন যে ব্রেকআপ 😄, অসাধারণ ফাটাফাটি

  • @maladasgupta2247
    @maladasgupta2247 ปีที่แล้ว +7

    আপনাদের শুধুই train journey র ভিডিও দেখেও আপ্লুত হয়ে যাই .... মনে হয় আমিই যাচ্ছি সব দেখতে দেখতে !!! .... ভালো থাকবেন ধন্যবাদ 🙏

  • @liluhalder3799
    @liluhalder3799 ปีที่แล้ว +2

    দাদা আপনার ভিডিওটি দেখে খুব আনন্দ পাই।পৃথ্বিদার কোন কথাই নেই উনি রসিক মানুষ, ভালো মানুষ।

  • @sauravchakraborty1215
    @sauravchakraborty1215 ปีที่แล้ว +4

    Ekbar Dibrugarh eo ashun. ✨

  • @sarmisthapal7558
    @sarmisthapal7558 ปีที่แล้ว +4

    Apner vlog baro hole amader darun anondo hoy♥️♥️♥️

  • @koushikghosh5118
    @koushikghosh5118 ปีที่แล้ว +4

    আমি কোচবিহারের ছেলে কিন্তু জলপাইগুড়ি তে জন্ম, এখন মালদায় থাকি, খুব ভালো লাগছে আপনাদের ভ্রমণ, একটাও ভিডিও বাদ দেই না, চালিয়ে যান আর হ্যা, পৃথ্বিজীৎ দা র একটা কথা এই ভিডিওর শেষে পেলাম না" আমরা সব জায়গায় ঘুরে ঘুরে ভিডিও দিচ্ছি এই চ্যানেলে "

  • @tathagatadasgupta
    @tathagatadasgupta ปีที่แล้ว +13

    রাজধানী এক্সপ্রেস এ যাত্রা সব সময়ই ভাল লাগে - তা স্বল্প পরিসরেরই হোক বা দীর্ঘ পরিসরেরই হোক। এবারে আশা ছিল যে শিবাজী বাবু আর পৃথ্বী বাবুর ভারত সেরা দৌড় আর একবার দেখতে পাবো কিন্তু তা হল না - নির্ধারিত সময় ওনারা ট্রেনে চড়লেন । আমার এক কলিগ ছিলেন তার সম্বন্ধে এক তথ্য চালু ছিল যে ভারতবর্ষের সব বিমানবন্দরেই তার নাম উচ্চারিত হয়েছে । প্রায় দৌড়ে ট্রেন ধরার মতন তিনি নাকি বিমানে উঠতেন ।
    অবশ্য সেদিন দেরী হবার যথেষ্ঠ কারণ ছিল । আজ তা না থাকতে নিরুপদ্রব ভাবে যাত্রা শুরু হল । গন্তব্য স্থল গৌহাটি । এবারের যাত্রা খুবই সুন্দর ছিল বিশেষত প্রতৃতিক দৃশ ছিল অনবদ্য । তা ছাড়া দিনের বেলায় রেল ভ্রমণের আনন্দই আলাদা । সব মিলিয়ে নিরুপদ্রবে গৌহাটি পৌঁছনো গেল দেরী বাদ দিয়ে।
    মেক আপ ও ব্রেক আপ এর তাত্ত্বিক আলোচনা অসাধারণ ছিল।
    শ্রী সুবোধ কুমার চক্রবর্তী রম্যানি বীক্ষ গ্রন্থ্যের কামরূপ পর্বে লিখেছেন - অসম দেশের লোকেদের কাছে কখনো আশীর্বাদ নেবে না । কারণ ওখানকার লোকেরা "স" কে "হ" বলে । তাই আশীর্বাদ চাইলে "শতায়ু ভব" র জায়গায় "হতাযু ভব" বলবে ।
    অবশ্য "স" কে "হ" বলা শুধু মাত্র আসাম এর মধ্যে সীমিত নাই । অনেক বাঙালরা স কে হ বলেন - আমি নিজে আমার এক পিসিমাকে হ বলতে শুনেছি । তাই শিবাজী বাবু ও পৃথ্বী বাবুর কাছে প্রশ্ন যে ওনারা কোন বয়জোষ্ঠ অসমীয়া ভদ্রলোক বা মহিলার থেকে আশীর্বাদ নিয়েছিলেন কিনা - নিলে তার প্রতিক্রিয়া কি ছিল ?
    এর উত্তরের জন্য পরের পর্বের আগ্রহে থাকব ।

    • @mithusur8072
      @mithusur8072 ปีที่แล้ว +6

      অসাধারণ লেখা । শিবাজী দা র ভিডিও র মতোই আপনার comment র ও অপেক্ষায় থাকি। খুব এনজয় করি আপনার কমেন্ট গুলো

  • @sabyasachisarkar2299
    @sabyasachisarkar2299 ปีที่แล้ว +3

    আপনার সব ভিডিও আমি দেখি, specially রাজধানী দুরন্ত শতাব্দীর journey vlog গুলো দেখে ভীষণ ভালো লেগেছে, বাংলাদেশ ভিডিও গুলো অসাধারন হয়েছে, একদম মন ছুঁয়ে গেছে,কতবার যে পুরনো ভিডিও গুলো বারবার চালিয়ে চালিয়ে দেখি তার হিসাব নেই। আপনাদের দুজনের জুটির কোন জবাব নেই, বিশেষ করে পৃথ্বীদার 'বিশুদ্ধ চ্যাংড়ামো' আর তার সাথে উনার সাহিত্যের প্রতি রসবোধ দেখে সত্যিই মুগ্ধ হতে হয়। আপনাদের এই NJP- GHY Rajdhani Express এর vlog টাও খুব ভালো লেগেছে। আপনারা দুজন মিলে এত explore করছেন,এত সুন্দর সব অভিজ্ঞতা দিয়ে আমাদের মুগ্ধ করছেন যে আপনাদের কাছে আমাদের মত লক্ষ লক্ষ দর্শকদের demand কিন্তু বেড়ে যাচ্ছে। এই blog টা আমার কাছে আরো বেশি ইন্টারেস্টিং তার কারণ আমি ফালাকাটা ব্লকে দীর্ঘ ৭বছর চাকরি করেছি তাই ফালাকাটা সংলগ্ন ও কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই শহর গুলোর সঙ্গে আমি বেশ ভালোভাবেই পরিচিত। তাই Northeast এর যে কোন train journey blog এ ফালাকাটা স্টেশন এর নামটুকু অন্তত দেখতে পেলে বা আপনাদের মুখে নামটা শুনলেই ভালো লাগে। যাইহোক আর বেশি কিছু লিখে comment টা দীর্ঘায়িত করব না, নাহলে পড়তে পড়তে আপনারা বিরক্ত হয়ে যাবেন। সবশেষে একটু ছোট্ট সংশোধন সেটা হল লাস্ট যে নদী পেরিয়ে ফালাকাটা স্টেশন আসে তার নাম মুজনাই (Mujnai) আর তার আগের ছোট্ট নদী টা যেটার নাম আপনি বলেছেন 'অগ্ৰভাসা' সেটা অগ্ৰভাসা নয়, ওটার নাম 'আংরাভাসা' । আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর এভাবেই নতুন নতুন অভিজ্ঞতা দিয়ে আমাদের আনন্দ দিতে থাকুন।

  • @lipikadas4142
    @lipikadas4142 ปีที่แล้ว +2

    পৃথ্বীজিতদার মেকআপ ও ব্রেক আপ অসাধারণ।

  • @sabitadutta3177
    @sabitadutta3177 ปีที่แล้ว +2

    Khub valo laglo ai vidiota porertar jonno opekhhay roilam

  • @niranjanhaldarveena
    @niranjanhaldarveena ปีที่แล้ว +3

    খুব খারাপ লাগছে পৃথিজিত বাবুর বাজানোর আঙ্গুল টা ইনজুরি হওয়ায়।
    ভিডিওটা বেশ ভাল লাগল।

  • @tasnovahossain5389
    @tasnovahossain5389 ปีที่แล้ว +3

    আমি বাংলাদেশ থেকে দেখছি। দাদা অসাধারণ বরাবরের মত।

  • @debabratachakraborty3519
    @debabratachakraborty3519 ปีที่แล้ว +2

    I m in Guwahati. I m a regular viewer of ur blog. Pls don't hesitate to ask anything. Welcome to ASSAM.

  • @donabanerjee2599
    @donabanerjee2599 ปีที่แล้ว +3

    Shibaji & Prithijeet, bhison sundor video upohar dilen.water canian trek.Eto adventure lukie ache amader bangla te...seta tomader moto bondhu ra ache bolei and Bablu Da'r moto manush achen bole jante parlam. onek onek suvecha riolo...

  • @ushashreenandinandi948
    @ushashreenandinandi948 ปีที่แล้ว +3

    ভিডিও টা খুব ভালো লাগলো দারুণ সুন্দর লাগল।

  • @SuperSoumyabasu
    @SuperSoumyabasu ปีที่แล้ว +2

    Shibjai da r osadharon briefing, and prithwi Da r majhe majhe osadharon input. Ei karonei explorer shibaji is best ,best , best..

  • @kuhelighosh7240
    @kuhelighosh7240 ปีที่แล้ว +2

    দেরিতে episode দেখলাম, কিন্তু যথারিথি তোমাদের দেখলে ভালো লাগে। এগিয়ে যাও।

  • @anuradhaghosh800
    @anuradhaghosh800 ปีที่แล้ว +4

    খুব ভালো লাগলো উত্তরবঙ্গ থেকে ট্রেন সফর..পরের ভিডিওর অপেক্ষায় রইলাম..খুব আনন্দ করুন আর আমাদের সঙ্গে ভাগ করে নিন..

  • @monianupam1395
    @monianupam1395 ปีที่แล้ว +1

    প্রায় প্রতিটি এপিসোড দেখা হয়। ভালো লাগে, মুগ্ধ হই প্রতিবারই। এবারও তাই। অকৃত্রিম বন্ধুত্বের এক চমৎকার উদাহরণ - শিবাজি এন্ড পৃত্থীজিৎ। এককথায় অনবদ্য দুজনের রসায়ন।

  • @asoksaha8652
    @asoksaha8652 ปีที่แล้ว +3

    apnar sob video ami dekhi....khub sundor vabe apni sob kichu explain Koran....apnar tour gulo o dekhlam..ogulo o khub sundor...ami o akbar apnar sathe tour e jete chai...kashmir jodi apni pujor somai jan tahole ami r amr poribar obossoi jete chai apnar sathe....apnar uttor er asha te thaklam

  • @litanbaul334
    @litanbaul334 ปีที่แล้ว +4

    আপনার ভ্রমণের স্থানগুলির ঐতিহাসিক বিশ্লেসন সত্যিই অসাধারন। আপনি এবং পৃথ্বীজিৎ বাবু এই জুটির মধ্যে নিষ্পাপ সরলতা প্রকাশ পায়। খুব ভালো লাগলো। ধন্যবাদ।
    Acma Litan Kumar Baul

  • @sontuball
    @sontuball ปีที่แล้ว +2

    Onek valo laglo Dada.
    Mone holo Jano nijei journey ta korlam.
    🤗Onek Dhonyobad amon akta video dewar jonno.

  • @swapnabasu7447
    @swapnabasu7447 ปีที่แล้ว +12

    Prithijit bhai has a terrific sense of humor

  • @manjushreebhattacharjee2942
    @manjushreebhattacharjee2942 ปีที่แล้ว +2

    দুই দাদামণিকেই প্রণাম জানাই। শিবাজী দা আপনার ভিডিও র সত্যি ই কোন তুলনা নেই। বিহার সিরিজ করুন, অনেক ভালো ,ভালো জায়গা আছে বিহারে।অনেক শুভেচ্ছারইল।👌👌👌👌👍👍👍👍🌻🌻🌻🌻🌻🌻

  • @sayantanpal4861
    @sayantanpal4861 ปีที่แล้ว +3

    Jekono length er video hok amra dekhbo....1 hr er video holeo dekhbo....no tension Shibaji Da.....Amra a6i tomar pase......Tumi chaliye jao......Your videos are awesome......😘😘😘😘👌👌👌👌🥰🥰🥰🥰

  • @sukumarsamanta5739
    @sukumarsamanta5739 ปีที่แล้ว +1

    Tobolji k aaj heavy young lagche. Romantic romantic vab kintu tehai marte charlo na. Valo laglo. Thanks.

  • @arunchakraborty2632
    @arunchakraborty2632 ปีที่แล้ว +2

    জলপাইগুড়ি আমার প্রথম ভালোবাসা। কারণ ওখানে জিলা স্কুলে আমার প্রথম চাকরি করতে যাওয়া সাঁইত্রিশ বছর আগে। তাই ভিডিওর অপেক্ষায় রইলাম।

  • @farookbokhtiar8920
    @farookbokhtiar8920 ปีที่แล้ว +2

    দারুন উপভোগ্য। মাস দুই আগে শিলং থেকে গৌহাটি গিয়েছিলাম। দারুন এক অভিজ্ঞতা।

  • @bananeemukherjee5850
    @bananeemukherjee5850 ปีที่แล้ว +4

    শিবাজী ভাই... আমি ভাই ই বললাম। কারন আমি এখন ষাটোর্ধ মহিলা। সত্যি কথা বলতে কি তোমার ভিডিও র জন্য হাঁ করে তাকিয়ে থাকি। 1970 তে আমি গৌহাটি গিয়েছিলাম। স্মৃতি খুব ই মলিন হয়ে গেছে। তাই তোমার ভিডিও দেখে মন চাঙ্গা করার অপেক্ষায় রইলাম।।

    • @ratnabalibose6055
      @ratnabalibose6055 2 หลายเดือนก่อน

      èxçèĺèñt ŕèpŕèseñtiòn

  • @historymystery1234
    @historymystery1234 ปีที่แล้ว +5

    জলপাইগুড়ি আসলে, পাশের কোচবিহার কেনো বাদ যাবে দাদা, আমাদেরও কথা দিতে হবে।
    আমাদের দাবী মানতে হবে
    দুই বন্ধুকে কোচবিহারে আসতে হবে।
    কালজানি নদীর উপর দিয়েই আমাকে স্কুলে যেতে হয়। আপনারা একবার আসুন কালজানি নদীর ওপর আপনাদের নিয়ে নৌকা বিহারের সাক্ষী থাকবো।

  • @subhashpurkait7310
    @subhashpurkait7310 ปีที่แล้ว +3

    Love from Diamond Harbour

  • @sdgupta3818
    @sdgupta3818 ปีที่แล้ว +6

    ইয়েলবং সফর দুর্দান্ত, ৩৪ বছর ধরে ট্রেকিং করি, কেউ করলে আরও উৎসাহিত হই, একটা advice - আপনার ভিডিও অনেক অবাঙালি বন্ধুদের share করলেও তারা ইংরেজি subtitles না থাকার জন্য একটু বুঝতে অসুবিধা হয়, যদি সংযোজন করতে পারেন 🙏🏻

  • @DeepakMishra-vv5yc
    @DeepakMishra-vv5yc ปีที่แล้ว +1

    P j er dialogue delivery 👌 apratim..daaaaarunn.

  • @pradipbhattacharjee.5823
    @pradipbhattacharjee.5823 ปีที่แล้ว +2

    অসাধারণ বললেও কম বলা হলো।উপস্থাপনার জুড়ি মেলা ভার।অসাধারণ।

  • @sangitadas2230
    @sangitadas2230 ปีที่แล้ว +2

    খুব ভালো লাগলো কুচবিহার টু গৌহাটি আমার খুব ভালো লাগার জায়গা, আমার মামা বাড়ি , মেয়ের পড়াশোনা র জন্য অনেক দিন যাওয়া হয় নি।

  • @pranatibhaduri9240
    @pranatibhaduri9240 ปีที่แล้ว +6

    রাইস এর মধ্যে জীরের ছিটা অসাধারণ

  • @dipankarchakraborty1914
    @dipankarchakraborty1914 ปีที่แล้ว +2

    Video ta valo hoyeche.Apnader video gulo khub valo lage.Sob theke besi valo lage apnar voice and editing.valo thakben,valo valo video post korben,amra dekhbo r enjoy korbo. Thank you ❤️❤️❤️

  • @Abdurrahman-yc4we
    @Abdurrahman-yc4we ปีที่แล้ว +6

    বংশধর হিসাবে আপনিও কিন্তু বাংলাদেশী। আর আমি বাংলাদেশী হিসেবে আপনার প্রত্যেকটা ভিডিও দেখি। এবং আপনার ভিডিও এর জন্য ওয়েট করি। যদিও আপনি একবার বাংলাদেশে আসছিলেন ,তখন আমি অসুস্থ ছিলাম তাই আপনার সঙ্গে দেখা করতে পারি নাই। এরপরে কখনো যদি বাংলাদেশ আসেন অবশ্যই আমি আপনার সাথে দেখা করব । ভিডিও যত বড়ই হোক কোন সমস্যা নাই

    • @explorershibaji
      @explorershibaji  ปีที่แล้ว +1

      নিশ্চয়ই দেখা হবে

    • @travelwithnil.6634
      @travelwithnil.6634 ปีที่แล้ว

      উনি বা ওনার সাথী কখন ই বা়ংলাদেশী নন , আপনি ভুল বলছেন , ওনারা পূর্ববঙ্গীয় ।
      দেশভাগের আগে 1947 ছিলো পূর্ববঙ্গ পরে পূর্ব পাকিস্তান , আর 1971 থেকে বাংলাদেশ ।
      আমিও তাই।

  • @sahebdey7210
    @sahebdey7210 ปีที่แล้ว +1

    দারুণ লাগলো। জানেন..শুনলে হয়ত হাসবেন.. প্রতিদিন সকালে ট্রেড মিল করতে করতে আপনাদের ভিডিও গুলো দেখি । আর কখন সময় চলে যায়.. বুঝতেই পারি না । বিভোর হয়ে দেখি আপনার ভিডিও । অন্য কিছুই দেখতে ভালো লাগে না । Just অনবদ্য 👌🌿

  • @tamaltasan9625
    @tamaltasan9625 ปีที่แล้ว +4

    Like you so much. Like your Presantation. Like your every vlog so much.

  • @soumyadipporel6284
    @soumyadipporel6284 ปีที่แล้ว +6

    নাসিকা গর্জন, বাঘের গর্জনের থেকেও বেশি😂
    Btw ট্রেন জার্নি চমৎকার লাগে দেখতে❤️

  • @safiulmortoja4989
    @safiulmortoja4989 ปีที่แล้ว +3

    মেডিকেলের প্যারাদায়ক পড়াশোনা ফাঁকে এমন সব ট্রাভেল ভিডিও সত্যি মাইন্ড ফ্রেস করে দেয়।
    ধন্যবাদ❤️🇧🇩

  • @snehashishchakraborty3642
    @snehashishchakraborty3642 ปีที่แล้ว +3

    শিবাজী দা আর পৃথ্বীজিৎ দা কে একসাথে দেখলে ভীষণ ভীষণ ভালো লাগে... বন্ধুত্ব যে কত পবিত্র ও মহৎ একটা সম্পর্ক সেটা বার বার বোঝা যায়... খুব ভালো থাকুন আপনারা দুজনে...

  • @rinabarkakoty6292
    @rinabarkakoty6292 ปีที่แล้ว +4

    Welcome to Assam. I hope you have a great time exploring Assam.

  • @Subhankar_Odu
    @Subhankar_Odu ปีที่แล้ว +24

    I am from Kokrajhar.. happy to see you in my hometown. Take 1 month time & travel many beautiful places of Assam (including Kokrajhar) which are less explored on TH-cam. You will definitely enjoy the trip 😊

    • @BPEB768
      @BPEB768 ปีที่แล้ว +1

      Plz tell me about Kokrajhar!!! Sightseeing???

    • @Subhankar_Odu
      @Subhankar_Odu ปีที่แล้ว +1

      @@BPEB768 Saralpara, Chakrashila wildlife sanctuary, Nakkati hill are some of the top sightseeings near Kokrajhar. Where are you from??

    • @BPEB768
      @BPEB768 ปีที่แล้ว +1

      @@Subhankar_Odu I am from Kolkata...Do u have any other social media platforms where I can talk in details

    • @Subhankar_Odu
      @Subhankar_Odu ปีที่แล้ว

      @@BPEB768 yes sure I m on insta with the same id as TH-cam

    • @Subhankar_Odu
      @Subhankar_Odu ปีที่แล้ว

      @@BPEB768 I want to share my profile but youtube is deleting my comment whenever I try to share.. trying once again it is subhankar_ odu

  • @Travel_With_Us017
    @Travel_With_Us017 ปีที่แล้ว +2

    Pritwijit dadar humor r Shivajidar hasi... Deadly combination...

  • @loveon143
    @loveon143 ปีที่แล้ว +2

    খুবই সুন্দর লাগলো ট্রেন জার্নি ভিডিও 👌👌👌👌👍👍👍👍💓💖💓

  • @anirbanbanerjee7849
    @anirbanbanerjee7849 ปีที่แล้ว +3

    Wish Prithwijit da a quick recovery...its refreshing to see an avid book lover like him.

  • @agnesg9259
    @agnesg9259 ปีที่แล้ว +6

    Thank you Shibaji and Prithwi for taking us along with your journeys for which I cannot thank you two enough 🙏🙏
    I was just awestruck with your previous video....trekking experience .
    Be safe too and enjoy every bit of life....

  • @bhaskar7473
    @bhaskar7473 ปีที่แล้ว +2

    দিন দিন তোমাদের দুজনের দুষ্টুমি বেড়ে যাচ্ছে, বেশ ভালই লাগে।

  • @bomkeshyt887
    @bomkeshyt887 ปีที่แล้ว +2

    Darun bapar apnader ai jonei aro valo laga soti ta sobar satha tule dhoren. Guwahati name tai sune6i jani na okhane ki a6a. apni sob jaygay dakhan ato valo kore sa kahne na giao jaowar onuvuti ta pai... Love dada protita journey eivabei sofol vabe hok ....love you... Pithijit sir k please aktu porer video te gan gaite bolun amr poribar sunte khub valobase...

  • @aninditadeb855
    @aninditadeb855 ปีที่แล้ว +1

    Nobinra njoy kare,eguli,makeup,brkup nd again wake up👌👌

  • @itssayantika962
    @itssayantika962 ปีที่แล้ว +3

    Bahh😃..... Khub sundor

  • @durlovghosh9309
    @durlovghosh9309 ปีที่แล้ว +2

    Darun journey, waiting for next vedio

  • @parthasarathibiswas3158
    @parthasarathibiswas3158 ปีที่แล้ว +3

    বিনা খরচে আপনাদের মাধ্যমে ঘরে বসেই এতো সুন্দর ভাবে বেরিয়েই নিচ্ছি তার জন্য ধন্যবাদ 👍👍

  • @bipulnandi8917
    @bipulnandi8917 ปีที่แล้ว +3

    দাদা আপনার ভিডিও গুলো প্রত্যকটা খুব মন দিয়ে দেখি। দারুন উপভোগ করি।

  • @sangitamukherjee413
    @sangitamukherjee413 ปีที่แล้ว +2

    প্রত্যেক মুহূর্ত enjoy korlam ,,,, আবার অপেক্ষা👍👍👍👍

  • @murarimohansingh7695
    @murarimohansingh7695 ปีที่แล้ว +2

    আপনার ভিডিও অপেক্ষায় থাকি। আপনাদের অসাধারণ পরিবেশন। সব জায়গায়র ভিডিও দেখে অনেক কিছু জানতে পেরেছি।ধন্যবাদ নেবেন।

  • @avikmajumder7034
    @avikmajumder7034 ปีที่แล้ว +3

    গুয়াহাটি, কাজিরাঙা, শিলং গেছিলাম ২০১৬ সালের জুন মাসে সপরিবারে। তবে রেলে নয়, বিমানে কলকাতা থেকে গুয়াহাটি। (from Nimta, kol -49)

  • @ranabirmahajan2779
    @ranabirmahajan2779 ปีที่แล้ว +1

    স্বাগতম

  • @Anubad_Chakraborty08
    @Anubad_Chakraborty08 ปีที่แล้ว +3

    তোমরা যে ভাবে সব জিনিস কভার করো, সত্যি অনবদ্য ❤️

  • @vaskarmajumder9775
    @vaskarmajumder9775 ปีที่แล้ว +2

    খুব ক্লান্ত দেখাচ্ছে আপনাদের দুজনকেই ....
    ভালো থাকবেন আপনারা ❤️

  • @towardsnorth4197
    @towardsnorth4197 ปีที่แล้ว +2

    🌼From Jalpaiguri

  • @abblogger9230
    @abblogger9230 ปีที่แล้ว +8

    HAPPY JOURNEY ❤️

  • @subrotodasroy8739
    @subrotodasroy8739 ปีที่แล้ว +2

    Nice, sange achi. Valo thakben.

  • @mrnonsenseju
    @mrnonsenseju ปีที่แล้ว +3

    North east tour er jonno onekdin opekkhai chilam dada. Thank you.

  • @soumenbanerjee4460
    @soumenbanerjee4460 ปีที่แล้ว +4

    Onobodho ❤️

  • @aniruddhaghosh6307
    @aniruddhaghosh6307 ปีที่แล้ว +2

    Shibaji dar ei train journey gulo jeno r o bhalo lage ar sathe prithi dar comments alada e 😎😂 opekhhay thaklam Guwahati r episode er jonno

  • @travel54217
    @travel54217 ปีที่แล้ว +3

    Abar 1kta sundor video dada🙏🙏

  • @moumitamondal8963
    @moumitamondal8963 ปีที่แล้ว +2

    Ami jpg te thaki. Darun laglo

  • @sifat3160
    @sifat3160 ปีที่แล้ว +4

    দাদা আপনার ভিডিও টা অসাধারণ ধন্যবাদ দাদা।

  • @biswajitdas5110
    @biswajitdas5110 ปีที่แล้ว +1

    পৃথ্বীজিত দার কথাগুলো শুনতে অসাধারণ লাগে। বিশেষ করে যে সুন্দর ও সাবলীল ভাষায় কঠিন ভাবে ইন্ডিয়ান রেলওয়ের খাবার ও পরিষেবাগুলোকে তুলোধনা করে...তা অনবদ্য

  • @therunningpedals
    @therunningpedals ปีที่แล้ว +2

    আফসোস হলো বটেই, আপনাকে যখন ভিডিও টিতে কোচবিহার রেলওয়ে স্টেশনে নামতে দেখলাম। তবে পরক্ষণেই তা আর রইলো না যখন আপনার মুখে শুনলাম যে আপনি কোচবিহার নিয়ে একটি ভিডিও আমাদের উপহার দেবেন। তবে হ্যাঁ, আপনার একজন অনুরাগী হিসেবে একটা অনুরোধ থাকবে, আপনি যদি একবারও কোচবিহার ভ্রমণে আসেন, তবে আসার আগেই আমাদের কোচবিহারবাসী দের একবার জানাবেন। আপনার সাথে সাক্ষাতের একটি সুযোগ আমরা সকলেই চাই।
    আর আপনার জন্য রইলো কোচবিহারের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা।❤️
    ইতি - The Running Pedals

  • @Sahidha
    @Sahidha ปีที่แล้ว

    Darun...Sibaji da ..tomake jotoi dekhchi obak hochhi...just awesome

  • @PARTHOROY-pf2zg
    @PARTHOROY-pf2zg ปีที่แล้ว +1

    I had been to Guwahati and other places of Assam state for long time. Nostalgic feeling. Your travel description rewinds my inner feeling.

  • @biswajitgoswami2310
    @biswajitgoswami2310 ปีที่แล้ว +3

    আমাৱ অনুৱোধে আপনি নদী গুলোৱ নাম দেখাচছেন দেখে আনন্দ পেলাম

  • @supriyobatabyal6652
    @supriyobatabyal6652 ปีที่แล้ว +1

    Brnona👌। যে কারণে খুব ভালো লাগে। অনেক শুভেচ্ছা।

  • @snapped9089
    @snapped9089 ปีที่แล้ว +2

    Darun laglo ... apnar train er video boarbao e onnyorokom hoye thake .

  • @kaushikdatta827
    @kaushikdatta827 ปีที่แล้ว +1

    Ur describing about the places makes ur channel more interesting...and sense of humor both of u is just fatafati..waiting for next exciting episode to come..until then stay Safe and healthy..👍

  • @dibborana
    @dibborana ปีที่แล้ว +1

    New Maynaguri Station টা দেখে পুরনো Nostalgia তে ফিরে পেলাম. প্রত্যেক summer vacation এ আমাদের ঠিকানা ছিল আমার মামাবাড়ী... আজও গেলে একবার স্টেশন টা ঘুরে আসি. আগের সেই নিচু আর অপেক্ষাকৃত কম সমৃদ্ধ station এর মজাটা নেই. কিন্তু অনেক স্মৃতি জড়িয়ে আছে ছোট বেলার. আপনাকে ধন্যবাদ.