১৫ দিন ventilation এ থাকার পর জ্ঞান ফিরে এলে icu তে আমি নিকট আত্মীয় তাই দেখতে পারি ।আমাকে দেখার পর সুবীর আঙুলের ইশারায় কাছে ডাকছে ।আর "তোমাকে চাই"গানে ঠোঁট নড়ছে ।ডাক্তার বলেই দিয়েছিলেন কথা নাও বলতে পারে ।আগের দিন রাতে রুবির icu তে তাকে motivate করার জন্য এই গান টেপে হালকা করে বজানো হয়েছিল। আমি ১৫ দিন পর মুখে অমন গান শুনে ছেলেকে বললাম মনে হয় মাথা টা গেছে। তুই যা ।আমার ভয় করছে । আজ কবীর সুমনের জন্মদিন। শুভ জন্মদিন ভালো থাকুন আপনি।
কলেজ পাশ করবার পর সম্ভবতঃ প্রথম গানটা শুনি, বিশ্ববিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠানে সুমন চট্যোপাধ্যায়ের নিজের গলায় সামনা সামনি,তারপর দীর্ঘ 27 বছর পর আজও! চিরন্তন অনুভূতি!
কি লিখবো?স্যালুট বড় ভাই।৯০ এর দশক,আমি দেশের প্রতিরক্ষা বাহিনী থেকে এসে যখন নতুন উদ্যমে পুনরায় গ্রাজুয়েশন কমপ্লিট করবার অনুপ্রেরণা দিতে পাশে এসে হাতটি পরোক্ষভাবে ধরে,গান তো আমার অস্হী-মজ্জায়।প্রথম যখন সুমন ভাইয়ের এই গানটি শুনলাম,মনে হলো এ যেন আমারই গান।আর কি লিখা ঠিক হবে? না সে হারিয়ে যায়নি।আজ ২২ বছর ওর সঙ্গে আমার সংসার পাতার বয়স।দুই ছেলে আমাদের সংসারে।আজ আবার শুনে - - - !এই মাত্র এলো ও ওর নিজস্ব স্বপ্ন দিয়ে গড়া সাজঘড়(পার্লার) থেকে।স্যালুট ভাই আপনাকে।সৃষ্টিকর্তা আপনাকে আরও অনেক বছর বাঁচিয়ে রাখুন এই দোয়া রইল।বুলেট ৭১
sorry kintu tomake bolte ekhane cigarette ke bojhake cheyechhen. Uni akta interview te bolechhilen. Onar moto talented lok i erokom bhabte pare amra sobai bhabi eta bujhi kono manusher kotha bola hoyechhe.
কবীর সুমনের গাওয়া এইসব গান কখনো পুরাতন হবে না। এই গানটা যতবার শুনি ঠিক ততবারই নতুন মনে হয়। সারাজীবন ই এমন নতুন মনে হবে। আপনার প্রতি রইল শ্রদ্ধা ও অবিরাম ভালবাসা🥀
@@diyasen7471 অন্যের চরিত্র নিয়ে ওকালতি করার ডিগ্রী কোন ইউনিভার্সিটি থেকে নিলেন? এই ধরণের moral পুলিশ মার্কা ভুজুং ভাজুং UP, Bihar, রাজস্থান আর সৌদি আরবের মতো জায়গায় চলে, নকশালবাড়ির বিপ্লবের আগুনে রাঙা কলকাতা শহরে চলে না। শিল্পী কে তাঁর শিল্পের আঙ্গিকে বিচার করুন, সে কার সাথে কোথায় রাত কাটালো, কতো drink করে, কটা সিগারেট পোড়ায়, কোন পাড়ায় যায় তা তাঁর ব্যক্তিগত ব্যাপার, আপনি আমি কে নিজের লম্বা নাক টেনে তাঁর জীবন নিয়ে কাঠি করার? অবশ্য কলকাতা আর সে কলকাতা নেই যেখানে বিপ্লবের আর স্লোগানের আগুন দিল্লী কাঁপিয়ে দিতো, এখন রোগ সারাতে ওই UP, Bihar স্টাইলে গোমূত্র পার্টি হচ্ছে, পড়তো উত্তাল সত্তরের দশকে, সব আগুন খাওয়া ছাত্রের দল বুঝিয়ে দিতো কতো ধানে কতো চাল..
এ জন্মে আমি তোমাকে চাই,পরজন্মেও তোমাকে চাই,জন্ম -মৃত্যুর ওপারেও তোমাকে চাই।আপনাকে প্রতিবারই চাই।হয়তো আমি শুনবনা,কিন্তু আমার মতো ভক্ত শ্রোতা শুনবে এই মন্ত্রের মতো গান...🙏🙏🙏🙏
This is perhaps more universal, earthy and, yet, lilting than any lyric written in modern songwriting. If Dylan could be awarded a Nobel, Suman deserves it as well.
আজ কাল পরশু বা অন্য কোনো দিন, যেদিন বাংলা গানের topography লেখা হবে, সেই দিন এই গান এই সুর প্রথম সারিতে থাকবে। অদ্ভুত গান । অদ্ভুত সুর । অদ্ভুত সুন্দর ।
এই যে আমাদের মনের কথাগুলো এত সুন্দর করে বলে দেওয়ার জন্য এত যে ঋণ জমা হয়েছে ভালোবাসা ছাড়া আর কিছু দিয়েই তা শোধ করা সম্ভব নয়। এপার বাংলা থেকে ভালোবাসা নেবেন গুরু❤️
যে গানের সুরে প্রাক-যৌবনের সদ্য প্রেমে পড়া দিনগুলোতে ফিরে যাই, বারবার। "এ জীবন ভালোবেসে তোমাকে চাই" বলে উঠি অস্ফুটে, অসচেতন ভাবেই। এ গান প্রেমিক বাঙালির প্রাণ। তাই অমরত্ব পেয়েছে।।
I think thins song is a milestone in the history of Bangla songs. It bridges the old legends like Hemanta, Manna, Manabendra, Satinath, Lata, Sandhya, Asha and the new era singers like Kabir Sumon and post Sumon singers. Thanks to Sumon Kabir for his contribution for modern Bangla songs. Monirul Islam.
যতো বেশী শুনি ততো বেশী ভালো লাগে l উনিই পারেন এমন জিনিস নিয়ে গান তৈরী করতে যা শুনে মনে হয় কোনো মানুষের জন্য.....অথচ গায়ক নাকি ভেবেছেন সেই জিনিসকে যার জন্য সতর্কতা জারি করতে হয় l উনি বলেই এমন ভাবতে পেরেছেন....তাই হয়তো উনি অনন্য... আলাদা.....unique style.....
যদি এই গান আমার গাওয়া হত, সমস্ত গানে শুধুই তোমাকেই চেয়ে বসেছি। এই গান আমার গাওয়া না হলেও অনিশ্চয়ই সত্বেও তোমাকে চাই,!! অসংখ্য ধন্যবাদ মনের মত গান আমাদের উপহার দেওয়ার জন্যে।🙏🙏🙏
এই গান কখনও অতীত হয় না। এইসব গান চিরন্তন। আপনি সুস্থ হয়ে উঠুন। অমরত্বের প্রত্যাশা তো আছেই, তারসঙ্গে আপনাকে আবার গীটার হাতে ব্যারিটোন গলায় প্রেক্ষাগৃহে, প্রকাশ্য রাজপথে উদাত্ত কণ্ঠে দেখতে চাই। শতকোটি প্রণাম নেবেন সে অমর শিল্পী।💐💐💐🙏🙏🙏
When I die, if God gives me a choice between eternal life in the Elysium and listening to “Tomake Chai” one last time, I will be happy to choose the latter.
নমস্কার খুব খুবই সুন্দর খুব ভালো,,,,,,,,, যতবারই এই গানটা শুনি,,,,,,, ততবারই মনে হয় চিনি তোমাকে আমি তোমাকেই চাই,,,,,,,,,,, ড শর্মিষ্ঠা ঘোষ নিয়োগী ,,,,,, শুভম্ চরৈবেতী ,,,
@Soumadeep Chatterjee he himself said in a interview that he wrote this song about a cigarette.He was a chain smoker back then.People went crazy over his speech.You can't change facts with emotion.
@@rafiakhondoker1530 Recently in an interview with actress and director Aparna Sen he said he wrote this song about a woman he was madly in love with that time.
আমার "তোমাকে চাই" এর "তোমাকে" সারাটি জীবন তুমিই থাকবে, জানো? জানো না। কখনও জানবেও না। কক্ষনও না। চেয়ে মরি....এত চাই,এত চাই।একবার অন্তত চাইতে চাই তবুও।একবার,চাইতে,চাই।দূর থেকেই হোক, চাইতে চাই। তোমাকে চাই। তোমাকে চাই।তোমাকে চাই।
প্রথমত আমি তোমাকে চাই দ্বিতীয়ত আমি তোমাকে চাই তৃতীয়ত আমি তোমাকে চাই শেষ পর্যন্ত তোমাকে চাই নিঝুম অন্ধকারে তোমাকে চাই রাতভোর হলে আমি তোমাকে চাই সকালের কৈশরে তোমাকে চাই সন্ধ্যের অবকাশে তোমাকে চাই বৈশাখী ঝড়ে আমি তোমাকে চাই আষাঢ়ের মেঘে আমি তোমাকে চাই শ্রাবনে শ্রাবনে আমি তোমাকে চাই অকালবোধনে আমি তোমাকে চাই কবে কার কলকাতা শহরের পথে পুরানো নতুন মুখ ঘরে ইমারতে অগোন্তি মানুষের ক্লান্ত মিছিলে অচেনা ছুটির ছোয়া তুমি এনে দিলে নাগরিক ক্লান্তিতে তোমাকে চাই
বহুদিন আগে কোথাও শুনেছিলাম সুমন সিগারেট নিয়ে গানটা লিখেছিলেন। সত্য মিথ্যা জানিনা। কিন্তু এই তুমিটা আসলে কে তা না জানলেও, কাউকে না ভাবলেও গানটা সহস্রবার শোনা যায় কোনো কৌতুহল ছাড়াই।
এই গানটা শুনলেই খুব অদ্ভুত ভাবে নস্টালজিক হয়ে পড়ি! অথচ এই গানটা যে সময়ে তৈরি হয়েছিল, সেসময় আমার জন্মই হয়নি, তবুও কোনো এক কাল্পনিক অতীতের কথা ভেবে নস্টালজিক লাগে! ❤
Wonderful song, o after a long time listening nice bangla song live long. Luv to All bengali song listeners, stay safe. Once again luv to all music lovers. As I was listening And writing wonderful meaning.
১৫ দিন ventilation এ থাকার পর জ্ঞান ফিরে এলে icu তে আমি নিকট আত্মীয় তাই দেখতে পারি ।আমাকে দেখার পর সুবীর আঙুলের ইশারায় কাছে ডাকছে ।আর "তোমাকে চাই"গানে ঠোঁট নড়ছে ।ডাক্তার বলেই দিয়েছিলেন কথা নাও বলতে পারে ।আগের দিন রাতে রুবির icu তে তাকে motivate করার জন্য এই গান টেপে হালকা করে বজানো হয়েছিল।
আমি ১৫ দিন পর মুখে অমন গান শুনে ছেলেকে বললাম মনে হয় মাথা টা গেছে। তুই যা ।আমার ভয় করছে ।
আজ কবীর সুমনের জন্মদিন।
শুভ জন্মদিন
ভালো থাকুন আপনি।
প্রার্থনার মতো সুন্দর একটা গান!
তোগো জ্বালায় ফেসবুকে ঢুকা বন্ধ করে দিছি। ঠিকমত গান শুনা আর কমেন্ট ও পড়তে পারব না, বাটপার?!
@@md.fakharuddin4848 হুরর। গরু তাড়ানোর আওয়াজ।
@@kalyanbanerjee3490 ছাগল তাড়ানোর জন্য হলে আরো ভাল হত।
True words❤️
Ki baler comment korlen ???
আমার প্রথম প্রেম, বিচ্ছেদ থেকে পুনরায় প্রেমে পড়ার ভয় আনন্দের মিশ্র অনুভূতির পুরোটাই জুড়ে আছে এই গান। ভবিষ্যতে এই কমেন্ট দেখলে আবার মনে পড়বে সেই দিন।
Vai ai gan ta kono valobasar manush ar jonno noy ra
এই গান সিগারেটকে নিয়ে।
কলেজ পাশ করবার পর সম্ভবতঃ প্রথম গানটা শুনি, বিশ্ববিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠানে সুমন চট্যোপাধ্যায়ের নিজের গলায় সামনা সামনি,তারপর দীর্ঘ 27 বছর পর আজও! চিরন্তন অনুভূতি!
কি লিখবো?স্যালুট বড় ভাই।৯০ এর দশক,আমি দেশের প্রতিরক্ষা বাহিনী থেকে এসে যখন নতুন উদ্যমে পুনরায় গ্রাজুয়েশন কমপ্লিট করবার অনুপ্রেরণা দিতে পাশে এসে হাতটি পরোক্ষভাবে ধরে,গান তো আমার অস্হী-মজ্জায়।প্রথম যখন সুমন ভাইয়ের এই গানটি শুনলাম,মনে হলো এ যেন আমারই গান।আর কি লিখা ঠিক হবে? না সে হারিয়ে যায়নি।আজ ২২ বছর ওর সঙ্গে আমার সংসার পাতার বয়স।দুই ছেলে আমাদের সংসারে।আজ আবার শুনে - - - !এই মাত্র এলো ও ওর নিজস্ব স্বপ্ন দিয়ে গড়া সাজঘড়(পার্লার) থেকে।স্যালুট ভাই আপনাকে।সৃষ্টিকর্তা আপনাকে আরও অনেক বছর বাঁচিয়ে রাখুন এই দোয়া রইল।বুলেট ৭১
th-cam.com/video/zJs0VfWvISc/w-d-xo.html
রাত দিনের প্রতিটি মুহূর্তে তোমাকে চাই ।এ জীবন ভালোবেসে তোমাকে চাই ।শান্তি অশান্তিতে তোমাকে চাই ।এই বিভ্রান্তিতে, না বলা কথায় , লজ্জা দ্বিধা, বেদনার আর্তি তে তোমাকে চাই ।ভীষণ অসম্ভবে তোমাকে চাই । শ্রোতারা এই গান টা তে সবাই এতো emtionally comment করেছেন ।আমি সবাই কে like দিলাম।
বাংলার যুবকদের জাতীয় সংগীত।
লক্ষ কোটি যুবকের হৃদয়ের আর্তনাদ।
ধন্যবাদ আপনাকে, প্রেমের অমর বাণী রচনা করার জন্য।
সত্যিকারের একজন প্রতিভাবান ব্যক্তি। প্রথমত উনি জাত কবি, দ্বিতীয়ত জাত গায়ক, তৃতীয়ত উনি জাত সুরকার।
দাদা, উনি কি মুসলিম নাকি হিন্দু?
@@mduzzalmazumder6339 uni manush
@@mduzzalmazumder6339 রবীন্দ্রনাথ উনার ঈশ্বর
@@bismillahmobilezone5336
No Bob Dylan is his Idol. Tagore has nothing to do here.
Ekhon jaat ... 😂
আসলে এই তোমাকেটাকে সারাজীবন বুক পকেটে রাখতে চাই। দারুণ লিরিক আর গানটা সকল প্রজন্মের কাছে একটা মাস্টারপিস হয়ে থাকতে বাধ্য
যত বার শুনি একই মুগ্ধ তা থাকে ।সকালে সত্যি মনে হয় " এক কাপ চায়ে আমি তোমাকে চাই "। যাকে কাছে পাইনা।
Jemon Ganer katha, temni Sur sange Silpir Paribeshan. Excellent
sorry kintu tomake bolte ekhane cigarette ke bojhake cheyechhen. Uni akta interview te bolechhilen. Onar moto talented lok i erokom bhabte pare amra sobai bhabi eta bujhi kono manusher kotha bola hoyechhe.
@@sattwikghoshclass12section19 তোমাকে বলতে 'সিগারেট' বুঝানো হয়েছে এটা বাঙালির উর্বর মস্তিষ্কের কল্পনা যা নিয়ে সুমন নিজেই ক্ষুব্ধ।
@@hafezahmed2877 গোটা জীবন টাই তো পথ।আঁকা বাঁকা ।বন্ধুর।কখনও সমতল।
THIK TAI
কবীর সুমনের গাওয়া এইসব গান কখনো পুরাতন হবে না। এই গানটা যতবার শুনি ঠিক ততবারই নতুন মনে হয়। সারাজীবন ই এমন নতুন মনে হবে। আপনার প্রতি রইল শ্রদ্ধা ও অবিরাম ভালবাসা🥀
My most favorite song though l have cross ed Eighty S K Majumdar Thanks
R koto vabe bolbo ami tomake cai amar sob tuku binimoeao ami tomake cai tomake cai tomake cai tomakeai cai
প্রথমত আমি তোমাকে চাই,
দ্বিতীয়ত আমি তোমাকে চাই,
তৃতীয়ত আমি তোমাকে চাই,
শেষ পর্যন্ত তোমাকে চাই...
নিঝুম অন্ধকারে তোমাকে চাই,
রাত ভোর হলে আমি তোমাকে চাই,
সকালের কৈশোরে তোমাকে চাই,
সন্ধ্যের অবকাশে তোমাকে চাই...
বৈশাখী ঝড়ে আমি তোমাকে চাই,
আষাঢ়ের মেঘে আমি তোমাকে চাই,
শ্রাবণে শ্রাবণে আমি তোমাকে চাই,
অকাল বোধনে আমি তোমাকে চাই...
কবেকার কলকাতা শহরে পথে,
পূরনো নতুন মুখ ঘরে ইমারতে,
অগুন্তি মানুষের ক্লান্ত মিছিলে,
অচেনা ছুটির ছোয়া তুমি এনে দিলে,
নাগরিক ক্লান্তিতে তোমাকে চাই,
এক ফোটা শান্তিতে তোমাকে চাই,
বহুদূর হেটে এসে তোমাকে চাই,
এ জীবন ভালো বেসে তোমাকে চাই...
চৌরাস্তার মোড়ে পার্কে দোকানে,
শহরে গঞ্জে গ্রামে এখানে ওখানে,
স্টেশনটার মিনাস হাটে বন্দরে,
অচেনা ড্রয়িং রুমে চেনা অন্দরে...
বালিশ তোষক কাথা পুরনো চাদরে,
ঠান্ডা শীতের রাতে লেপের আদরে,
কড়িকাঠে চৌকাঠে মাদুরে পাপোষে,
হাসি রাগ অভিমান ঝগড়া আপোষে...
তোমাকে চাই, তোমাকে চাই,
তোমাকে চাই, তোমাকে চাই...
এক কাপ চায়ে আমি তোমাকে চাই,
ডাইনে ও বায়ে আমি তোমাকে চাই,
দেখা না দেখায় আমি তোমাকে চাই,
না বলা কথায় আমি তোমাকে চাই..
শীর্ষেন্দুর কোন নতুন নভেলে,
হঠাৎ পড়তে বসা আবোল তাবোলে,
অবোধ্য কবিতায় ঠুমড়ি খেয়ালে,
স্লোগানে স্লোগানে ঢাকা দেয়ালে দেয়ালে,
সলীল চৌধুরীর ফেলে আসা গানে,
চৌরাসিয়ার বাশি মুখরিত প্রাণে,
ভুলে যাওয়া হিমাংশু দত্তর সুরে,
সেই কবেকার অনুরোধের আসরে...
তোমাকে চাই, তোমাকে চাই,
তোমাকে চাই, তোমাকে চাই...
অনুরোধে মিনতিতে তোমাকে চাই,
বেদনার আর্তিতে তোমাকে চাই,
দাবি দাওয়া চাহিদায় তোমাকে চাই,
লজ্জ্বা দ্বিধায় আমি তোমাকে চাই...
অধিকার বুঝে নেওয়া প্রখর দাবীতে,
সারা রাত জেগে আঁকা লরাকু ছবিতে,
ছিপ ছিপে কবিতার ছন্দে ভাষায়,
গদ্যের যুক্তিতে বাঁচার আশায়...
শ্রেণীহীন সমাজে চির বাসনায়,
দিনবদলের ক্ষিদে ভরা চেতনায়,
দ্বিধা দন্দ্বের দিন ঘোচার স্বপ্নে,
সাম্যবাদের ডাক ঘুমে জাগরণে...
বিক্ষোভে বিপ্লবে তোমাকে চাই,
ভীষণ অসম্ভবে তোমাকে চাই,
শান্তি অশান্তিতে তোমাকে চাই,
এই বিভ্রান্তিতে তোমাকে চাই...
প্রথমত আমি তোমাকে চাই,
দ্বিতীয়ত আমি তোমাকে চাই,
তৃতীয়ত আমি তোমাকে চাই,
শেষ পর্যন্ত তোমাকে চাই...
শিল্পীঃ কবির সুমন ।
একটু বানান ভুল আছে... 🤔
শুধু চরিত্রহীনতায় তোমাকে চাইনা
আপনার চন্দ্রবিন্দুর সাথে একটু মান-অভিমান আছে মনে হয়! 😶😶
স্টেশন টার্মিনাস
দ্বন্দ্ব
লড়াকু
সমাজের
@@diyasen7471 অন্যের চরিত্র নিয়ে ওকালতি করার ডিগ্রী কোন ইউনিভার্সিটি থেকে নিলেন? এই ধরণের moral পুলিশ মার্কা ভুজুং ভাজুং UP, Bihar, রাজস্থান আর সৌদি আরবের মতো জায়গায় চলে, নকশালবাড়ির বিপ্লবের আগুনে রাঙা কলকাতা শহরে চলে না। শিল্পী কে তাঁর শিল্পের আঙ্গিকে বিচার করুন, সে কার সাথে কোথায় রাত কাটালো, কতো drink করে, কটা সিগারেট পোড়ায়, কোন পাড়ায় যায় তা তাঁর ব্যক্তিগত ব্যাপার, আপনি আমি কে নিজের লম্বা নাক টেনে তাঁর জীবন নিয়ে কাঠি করার? অবশ্য কলকাতা আর সে কলকাতা নেই যেখানে বিপ্লবের আর স্লোগানের আগুন দিল্লী কাঁপিয়ে দিতো, এখন রোগ সারাতে ওই UP, Bihar স্টাইলে গোমূত্র পার্টি হচ্ছে, পড়তো উত্তাল সত্তরের দশকে, সব আগুন খাওয়া ছাত্রের দল বুঝিয়ে দিতো কতো ধানে কতো চাল..
জ্ঞানমার্গের লোক প্রেমে পড়লে তার কপালে অশেষ দুঃখ থাকে! গানে গানে সুমন তোমাকে চুরি করে নিয়ে গেলে, বিপ্লবস্পন্দিত বুকে মনে হয় আমিই সুমন।আইসোলেশেনের অন্ধকারে তোমাকে চাই।এক কাপ হেমলকে তোমাকে চাই।লকডাউনহীন পৃথিবীতে তোমাকে চাই।কবি সন্ন্যাসের দ্বন্দ্বে তোমাকে চাই। বৈজ্ঞানিক ল্যাবে আমি তোমাকে চাই।একমুঠো চিতাভষ্মে তোমাকে চাই।কবরের মাটিতে জন্মানো তাজা ঘাসের শরীরে তোমাকে চাই।বাংলার নদী মাঠ ভাঁটফুলে তোমাকে চাই।সপ্তর্ষিমন্ডলেরর মহাজিজ্ঞাসায় তোমাকে চাই।
Bah!দারুণ ভাষা ।
কে ভাই?
Whatbbout Kolkata? Suman craved for that...........not you????!!!
ভালো লিখলেন
অসাধারণ লেখা
এমন লিরিক্স একটাই সৃষ্টি হয় ১০০ বছরে
সঠিক 👌
বেশ কিছু দিন পর আবার শুনলাম "তোমাকে চাই"। মনে হচ্ছে ছুটে চলে যায় কোলকাতা, সেই কলেজ স্ট্রীট, বৌবাজার, নন্দন.....।
প্রথম যখন গানটি শুনি; অবাক বিস্ময়ে উপভোগ করেছিলাম। বিস্ময়ের সে ঘোর আজও কাটেনি;একটুও বদলায়নি- ঠিক তেমনি আছে ...
❤️😇
th-cam.com/video/zJs0VfWvISc/w-d-xo.html
@@prodyutchowdhury943 এ গানটি শোনা হয়ে গেল আপনার সৌজন্যে। ধন্যবাদ জানাই। 💝
@@bhuiyansharifulislam4801 ধন্যবাদ... ❤️🙏🏻🙏🏻
এ জন্মে আমি তোমাকে চাই,পরজন্মেও তোমাকে চাই,জন্ম -মৃত্যুর ওপারেও তোমাকে চাই।আপনাকে প্রতিবারই চাই।হয়তো আমি শুনবনা,কিন্তু আমার মতো ভক্ত শ্রোতা শুনবে এই মন্ত্রের মতো গান...🙏🙏🙏🙏
আমার সবচেয়ে প্রিয় গান। " প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, তৃতীয়ত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত আমি তোমাকে চাই-------
এই গানটা আগে শুনলে ও, আজকের মত এমন ভালো লাগা কাজ করেনি।
হয়তো, আগে ভালো লাগার মানুষ ছিলোনা কিন্তু এখন আছে।
সে-ই ১৯৯৬ সাল থেকে আমার অতি পছন্দের তালিকায় রয়েছে এ-ই গানটি এতো বছর যাবৎ শুনার পরে-ও একই ভালো লাগা নিয়ে আজ ২৯-০৭-২০২১ তারিখে আবারও শুনলাম....!!
আপনার নামে একজন রবীন্দ্র সংগীত শিল্পী আছেন।আমার প্রিয় রবীন্দ্র সংগীত শিল্পী দের মধ্যে একজন। আপনার comment e like দিলাম ।
@@erd9566তিন বছর পর প্রিয় গানটি শুনতে এসে আপনার লেখাটি নজরে পড়লো, খুব ভালো লাগলো, খুব ভালো থাকবেন অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য ❤❤❤
গানটা শোনার অভিজ্ঞতা অনেকটা পুরনো প্রেমিকার সঙ্গে সাক্ষাতের মতো ❤️
বেঁচে থাকার জন্য ......বেঁচে থাকার গান .....ভালো থাকুন শিল্পী 🙏🙏
Heard it first in 1993 in Bangladesh and still listening on March 2021 in Sydney, Australia! This song just never gets old...... 👏🎼🎸🎹
Baap re Bayern Munich fan naki 😅
@@raunak509 🥰
কবীর সুমন আমি চিরদিনরাত আপনাকে চাই। যতদিন বেঁচে আছি আপনার গান শুনবো।
আহা কি চমৎকার
প্রথমও তো আমি তোমাকে চাই🖤
দ্বিতীয় তো আমি তোমাকে চাই🖤🖤
Kolkata......how lucky you are that a man like Suman has never wanted to miss you!!!!!! Love you Kolkata & Sumon sir, you as well.
গানের প্রতি কতখানি অনুরাগ থাকলে এমন মর্মস্পর্শী গান কন্ঠ থেকে উৎসাহিত হয় তার সাঙ্গীতিক সুরলা প্রমান কবীর সুমন।🙏
আহারে ,কতো শতোবার শুনেছি।শ্রদ্ধা জানাচ্ছি প্রিয় শিল্পীকে।
This is perhaps more universal, earthy and, yet, lilting than any lyric written in modern songwriting. If Dylan could be awarded a Nobel, Suman deserves it as well.
সুমন দা হয়তো একদিন সব মানুষের মতো বিদায় নেবেন পৃথিবী থেকে । কিন্তু তাঁর এ গান কখনো বিদায় নেবেনা । অমর সৃষ্টি হিসেবে বেঁচে থাকবে ।
অপূর্ব সব কথা।দেখা না দেখায় আমি তোমাকে চাই।না বলা কথায় আমি তোমাকে চাই।ভীষন অসম্ভবে আমি তোমাকে চাই👌👌❤️
আজ কাল পরশু বা অন্য কোনো দিন, যেদিন বাংলা গানের topography লেখা হবে, সেই দিন এই গান এই সুর প্রথম সারিতে থাকবে। অদ্ভুত গান । অদ্ভুত সুর । অদ্ভুত সুন্দর ।
এই যে আমাদের মনের কথাগুলো এত সুন্দর করে বলে দেওয়ার জন্য এত যে ঋণ জমা হয়েছে ভালোবাসা ছাড়া আর কিছু দিয়েই তা শোধ করা সম্ভব নয়। এপার বাংলা থেকে ভালোবাসা নেবেন গুরু❤️
এই গান পুরোনো হবার নয়। যত শুনছি আরো শুনতে ইচ্ছে হবে......😊
❤️😇🎶
th-cam.com/video/zJs0VfWvISc/w-d-xo.html
যে গানের সুরে প্রাক-যৌবনের সদ্য প্রেমে পড়া দিনগুলোতে ফিরে যাই, বারবার। "এ জীবন ভালোবেসে তোমাকে চাই" বলে উঠি অস্ফুটে, অসচেতন ভাবেই। এ গান প্রেমিক বাঙালির প্রাণ। তাই অমরত্ব পেয়েছে।।
সব গানের শেষে এই গান টা শুনতেই হয়। কেন জানি না মানসিক অবসাদ অনেকটা কেটে যায়। ডাক্তারের কাছে আর যেতে হয় না
google -------- faithfreedom chalenge
google ------ faithfreedom ali sina articles
google ------- internet archive ali sina debate
J kono gan e mon dia sune take upolobdhi korte parlei santi paoya jay mone..amar mone hoy
গানটার প্রেমে এখনো পড়ে আছি, এজন্য এখনো গানটা শুনতে চলে আসি। অসম্ভব সুন্দর ❤❤❤❤অসাধারণ গায়কী ❤❤❤
সঠিক পথে গেলে একজন অপূর্ব প্রতিভা ৷ কিন্তু বিপথগামী ৷
নব্বই দশকের গান, তখন আমাদের কলেজ লাইফ, আহা এই গানের সাথে কত স্মৃতি
রাত হলে আমি তোমাকে চাই!! শেষ পর্যন্ত আমি তোমাকে চাই!!! এত সুন্দর গান কি আর আসবে ❤️❤️❤️❤️❤️❤️
এই গান শুনলে জানিনা নিজেকে কেনো এত খুঁজে পাই , একদিন না শুনলে গানটা আমার হবে না এত কাছের❤️
I think thins song is a milestone in the history of Bangla songs. It bridges the old legends like Hemanta, Manna, Manabendra, Satinath, Lata, Sandhya, Asha and the new era singers like Kabir Sumon and post Sumon singers. Thanks to Sumon Kabir for his contribution for modern Bangla songs. Monirul Islam.
Thik বলেছেন।
যতো বেশী শুনি ততো বেশী ভালো লাগে l উনিই পারেন এমন জিনিস নিয়ে গান তৈরী করতে যা শুনে মনে হয় কোনো মানুষের জন্য.....অথচ গায়ক নাকি ভেবেছেন সেই জিনিসকে যার জন্য সতর্কতা জারি করতে হয় l উনি বলেই এমন ভাবতে পেরেছেন....তাই হয়তো উনি অনন্য...
আলাদা.....unique style.....
A true masterpiece bangla song 🖤
Lots of love from Bangladesh 🇧🇩
The best song I have ever heard. Salute to the remodeller of modern bengali songs. Never forgettable a singer.
This song will perhaps be evergreen upto the end of the world! 💥🖤
বাংলাদেশে এসে গেলেন,সামনে বসে শুনতে না পারার আক্ষেপ থাকবে গুরু।
আহা কালজয়ী সৃষ্টি,মন ছুয়ে যায়
একদম
One of my fav.. Its gave me the first feeling of love
❤️😇
th-cam.com/video/zJs0VfWvISc/w-d-xo.html
❤কতোবছর পর শুনলাম ❤💙💙একই আছে🤭পুরোন হল না...সাধারণ কথার মধ্যে থেকে অসাধারণ এক অনুভূতি😌😌😌চাইতে পারা এতো সুন্দর💙❤💙💜
ত্রিশ বছর হয়ে গেছে ঠিক
গানটির আবেদন সেই আগের মতোই।
গান নয়, এ যেন তোমারই সাক্ষাৎ অনুভবে । অন্যতম প্রিয় গান। ভালোবাসা প্রিয় শিল্পী।❤
যদি এই গান আমার গাওয়া হত, সমস্ত গানে শুধুই তোমাকেই চেয়ে বসেছি। এই গান আমার গাওয়া না হলেও অনিশ্চয়ই সত্বেও তোমাকে চাই,!!
অসংখ্য ধন্যবাদ মনের মত গান আমাদের উপহার দেওয়ার জন্যে।🙏🙏🙏
চিরকালীন হয়ে থাকবে এই অসাধারণ গানটি।
MAGICAL VOICE..
SO IS THE SONG..
আঠালো ভিজে ভালবাসা .....
Satti gan ta jatobarei suni mugdho hoye jai..ashonkho dhonnobad dada apnake..
যে গান বাংলা গানের মোড় ঘুরিয়ে দিয়েছিল
আমার খুব প্রিয় একটা গান। গানের গলা খুব সুন্দর। অপূর্ব লাগলো।
এই গান কখনও অতীত হয় না। এইসব গান চিরন্তন। আপনি সুস্থ হয়ে উঠুন। অমরত্বের প্রত্যাশা তো আছেই, তারসঙ্গে আপনাকে আবার গীটার হাতে ব্যারিটোন গলায় প্রেক্ষাগৃহে, প্রকাশ্য রাজপথে উদাত্ত কণ্ঠে দেখতে চাই। শতকোটি প্রণাম নেবেন সে অমর শিল্পী।💐💐💐🙏🙏🙏
জাত শিল্পী 💗💗💗
পুরোদস্তুর, আপাদমস্তক একজন
practical শিল্পী 💗
20 বছর যাবৎ শোনছি এই কবিতা স্বাদ মিটেনা।কোন দিন মিটবেও না।
When I die, if God gives me a choice between eternal life in the Elysium and listening to “Tomake Chai” one last time, I will be happy to choose the latter.
চমৎকার
Excellent. Like dilam
এইটা একটু বেশি হয়ে গেল। প্রথমত গড এক্সিস্ট করে কিনা, আর করলেও এইটা বেশি বেশি হয়ে যাচ্ছে।
সময় এগিয়ে যায়
কিন্তু ..........
তোমাকে চাওয়া টা স্থির হয়ে থেকে যায় 🥺
নমস্কার খুব খুবই সুন্দর খুব ভালো,,,,,,,,, যতবারই এই গানটা শুনি,,,,,,, ততবারই মনে হয় চিনি তোমাকে আমি তোমাকেই চাই,,,,,,,,,,,
ড শর্মিষ্ঠা ঘোষ নিয়োগী ,,,,,, শুভম্ চরৈবেতী ,,,
এই যূগের ছেলে হয়েও আমার রুচিবোধ এমন গানে রয়েছে।।নিজেকে বড্ড ভালো মনে হয়।।অরুচির সাগরে ডুবে যাইনি বলে
সকালের কৈশোরে আমি তোমাকে চাই
সন্ধের অবকাশে তোমাকে চাই,,,এ জীবন ভালোবেসে তোমাকে চাই,,,❤️❤️
অনবদ্য কথা অমর গান💐💐💐
এ জীবন ভালো বেসে তোমাকে চাই❤❤❤❤❤❤❤❤❤❤
তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই,,, শেষ পযন্ত আমি তোমাকে চাই.......
চাওয়া র কোনো শেষ নেই । তবু ও তোমাকে ভালোবাসি তোমাকে চাই ❤️❤️❤️🙏
Listening for the first time today. Amazing song.❤
❤
Sei 1992 theke sunchi ar sunei jachhi anontokal dhore
কতদিন থেকে শুনছি ঠিক বলতে পারবো না;❤ এখনও শুনছি। এ যেন চিরকালের চির পুরাতন।
নাগরিক ক্লান্তিতে তোমাকে চাই,
এক ফোটা শান্তিতে তোমাকে চাই,
বহুদূর হেটে এসে তোমাকে চাই,
এ জীবন ভালো বেসে তোমাকে চাই...
জীবনে ও মরনে তোমাকে চাই। শেষ জীবনেও আমি তোমাকে চাই!!!...
রোজ সকালে চায়ের সাথে সুমনের গান খাই, জিতেছি যতোটা বন্ধু হেরেছিও ততোটাই...
Osadharon ekta gaan ....❤
এই গান ও তৎসংলগ্ন তত্ত্ববোধিনী জীবনবোধের ভিত্তিপ্রস্তরে বিগত তিন দশকের বেঁচে থাকা কেন্দ্রিক যাবজ্জীবন কাটিয়ে দিলাম। গানটিকে প্রণাম।
2024 সে এসে ও শুনছি
এই গানটির মাধ্যমে সুমন দা নতুন ধারা প্রবর্তন করেছেন। উনি বাংলা গানে চির স্মরণীয় হয়ে থাকবেন।
One of the greatest song ever that was dedicated to our city of joy KOLKATA....
It was about a cigarette
@Soumadeep Chatterjee it would've been nice.
@Soumadeep Chatterjee he himself said in a interview that he wrote this song about a cigarette.He was a chain smoker back then.People went crazy over his speech.You can't change facts with emotion.
@@rafiakhondoker1530 Recently in an interview with actress and director Aparna Sen he said he wrote this song about a woman he was madly in love with that time.
আমার মনে হয় এটা এক কাপ চায়ের জন্য লেখা 😀
আবারও মুগ্ধ হলাম ।অতুলনীয় ।
শুধু মাত্র একটি সিগারেট নিয়ে এত সুন্দর গান হয় , ভাবতে ভাবতে আমি শেষ
প্রথমবার শুনছি "তোমাকে চাই"♥️
আমার "তোমাকে চাই" এর "তোমাকে" সারাটি জীবন তুমিই থাকবে, জানো?
জানো না।
কখনও জানবেও না। কক্ষনও না।
চেয়ে মরি....এত চাই,এত চাই।একবার অন্তত চাইতে চাই তবুও।একবার,চাইতে,চাই।দূর থেকেই হোক, চাইতে চাই। তোমাকে চাই। তোমাকে চাই।তোমাকে চাই।
নাগরিক ক্লান্তিতে তোমাকে চাই,
এক ফোটা শান্তিতে তোমাকে চাই,
বহুদূর হেটে এসে তোমাকে চাই,
এ জীবন ভালো বেসে তোমাকে চাই...
Nostalgia prevails always listening to these song🤗🤗
একজন কবির সুমন না থাকলে গানের প্রতি এতো মায়া জন্ম হতো না।
প্রথমত আমি তোমাকে চাই
দ্বিতীয়ত আমি তোমাকে চাই
তৃতীয়ত আমি তোমাকে চাই
শেষ পর্যন্ত তোমাকে চাই
নিঝুম অন্ধকারে তোমাকে চাই
রাতভোর হলে আমি তোমাকে চাই
সকালের কৈশরে তোমাকে চাই
সন্ধ্যের অবকাশে তোমাকে চাই
বৈশাখী ঝড়ে আমি তোমাকে চাই
আষাঢ়ের মেঘে আমি তোমাকে চাই
শ্রাবনে শ্রাবনে আমি তোমাকে চাই
অকালবোধনে আমি তোমাকে চাই
কবে কার কলকাতা শহরের পথে
পুরানো নতুন মুখ ঘরে ইমারতে
অগোন্তি মানুষের ক্লান্ত মিছিলে
অচেনা ছুটির ছোয়া তুমি এনে দিলে
নাগরিক ক্লান্তিতে তোমাকে চাই
..,....... ...........,
বহুদিন আগে কোথাও শুনেছিলাম সুমন সিগারেট নিয়ে গানটা লিখেছিলেন। সত্য মিথ্যা জানিনা।
কিন্তু এই তুমিটা আসলে কে তা না জানলেও, কাউকে না ভাবলেও গানটা সহস্রবার শোনা যায় কোনো কৌতুহল ছাড়াই।
এই গানটা শুনলেই খুব অদ্ভুত ভাবে নস্টালজিক হয়ে পড়ি! অথচ এই গানটা যে সময়ে তৈরি হয়েছিল, সেসময় আমার জন্মই হয়নি, তবুও কোনো এক কাল্পনিক অতীতের কথা ভেবে নস্টালজিক লাগে! ❤
এই গান জীবনে যতবার শোনেছি,মনে হয়েছে অতীতের কোন এক জীর্ন দিনের জয়ী জী যুদ্ধের কথা ও স্পৃহা ওউল্লাসের কথা।
কী অসাধারণ! কখনো পুরাতন হবে না।
এই গানটার কোনো তুলনা নেই --কি অপূর্ব মাদকতা একটা!
Simply speechless !
এই অসাধারণ গানটি কালজয়ী হয়ে চিরকালীন হয়ে থাকল। সত্যিই অপূর্ব।
না বলা কথায় আমি তোমাকে চাই..জাস্ট অসাধারণ
আবেগ ও ভালোবাসার এক অপরুপ সৃষ্টি❤️❤️
Wonderful song, o after a long time listening nice bangla song live long. Luv to All bengali song listeners, stay safe. Once again luv to all music lovers. As I was listening And writing wonderful meaning.
সব কিছুতেই অত্যন্ত ট্যলেন্টেড ছিলেন --কিন্তু অত্যন্ত দাম্ভিকতা তেই শেষ হয়েছে।
2021 Still Listening...01/01/2021
তোমাকে চাই❤️
Buk vora valobasha dea tomake cai sob kicu binimoeao ami tomake cai
এই গানটা শুনলে এখনও গায়ে কাঁটা দেয়,একটা সময়ের যুগান্তকারি গান।উনি কোথায় হারিয়ে গেলেন?
He is killed by nasty politics.
"ভীষণ অসম্ভবে তোমাকে চাই"