Jatismar with lyrics | Kabir Suman

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น • 848

  • @moniruzzamandipu7129
    @moniruzzamandipu7129 9 หลายเดือนก่อน +35

    "তারই করুণায় ভিখারিনী তুমি হয়েছিলে একা একা, আমিও কাঙাল হলাম আরেক কাঙালের পেতে দেখা" আগামী কয়েক হাজার বছরে এমন লিরিকঃ লেখার সাধ্যি মনে হয় না আর কোনো শিল্পীর হবে!
    কুর্নিশ সুমন দা🌼

  • @sandipanchakraborty2430
    @sandipanchakraborty2430 3 ปีที่แล้ว +381

    মাঝে মাঝে এই মহান শিল্পী কে অস্বীকার করতে ইচ্ছে করে(হয়তো তাঁর রাজনৈতিক ও ব্যাক্তিগত জীবনের জন্য),কিন্তু এই সৃষ্টির জন্য শ্রদ্ধায় এমনিতেইমাথা নত হয়ে যায়।

    • @lilabiswas9084
      @lilabiswas9084 3 ปีที่แล้ว +19

      এই গানটা শুনলেই একটা আলাদা অনুভুতি হয়।যা ভাষায় বর্ননা করা যায় না

    • @ishitadutta4882
      @ishitadutta4882 3 ปีที่แล้ว +1

      @@lilabiswas9084 WAa

    • @jayantakrghosh
      @jayantakrghosh ปีที่แล้ว +9

      মনের কথা বললেন দাদা।❤

    • @indranilchakraborty325
      @indranilchakraborty325 ปีที่แล้ว +19

      ওনার শিল্পী সত্বা কে আলাদা করে দেখুন 😊

    • @rafiulhasan7500
      @rafiulhasan7500 ปีที่แล้ว +26

      ব্যক্তিগত জীবন কারো সৃষ্টির সাথে সম্পৃক্ত নয়। আর সবাই মানুষ, ভালো-খারাপ, শক্তি-দূর্বলতা নিয়েই মানুষ।

  • @subhasisbhattacharya3721
    @subhasisbhattacharya3721 4 ปีที่แล้ว +518

    এই অবিশ্বাস্য লাইনগুলি যিনি লিখতে পারেন তাঁর ধর্ম,রাজনীতি,ব্যক্তিগত জীবন চুলোয় যাক।
    শুধু কথাগুলি গান হয়ে আমার জীবনে বেঁচে থাক।

    • @suchoritadas9693
      @suchoritadas9693 3 ปีที่แล้ว +19

      Suchintito, sundor montobyo ti like na kore parlam na, akdom amar moner kotha likhechhen

    • @amulyajena6956
      @amulyajena6956 3 ปีที่แล้ว +33

      আধুনিক বাংলার সেরা প্রতিভা?হয়তো ১০০ বছর পর সঠিক মূল্যায়ন হবে। সময়ের থেকে অনেক এগিয়ে।

    • @rakeshguha9783
      @rakeshguha9783 3 ปีที่แล้ว +3

      হ্যাঁ

    • @muhammadjafor8482
      @muhammadjafor8482 3 ปีที่แล้ว

      @@suchoritadas9693 Hi!

    • @shohelchowdhury205
      @shohelchowdhury205 3 ปีที่แล้ว +2

      Great dada

  • @Nilufary11
    @Nilufary11 4 ปีที่แล้ว +341

    যতোবার তুমি জননী হয়েছো,
    ততোবার অামি পিতা।
    কতো সন্তান জ্বালালো প্রেয়সী,
    তোমার অামার চিতা।❤❤❤

  • @themetaenigma
    @themetaenigma 4 ปีที่แล้ว +521

    অমরত্বের প্রত্যাশা নেই, নেই কোনো দাবি দাওয়া
    এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকেই চাওয়া
    মুহূর্ত যায় জন্মের মতো, অন্ধ জাতিস্মর
    গত জন্মের ভুলে যাওয়া স্মৃতি বিস্মৃত অক্ষর
    ছেঁড়া তাল পাতা পুঁথির পাতায় নি:স্বাস ফেলে হাওয়া
    এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকেই চাওয়া
    কালকেউটের ফনায় নাচছে লখিন্দরের স্মৃতি
    বেহুলা কখনো বিধবা হয় না, এটা বাংলার রীতি
    ভেসে যায় ভেলা এবেলা ওবেলা একই শবদেহ নিয়ে
    আগেও মরেছি আবার মরব প্রেমের দিব্যি দিয়ে
    জন্মেছি আমি আগেও অনেক মরেছি তোমারি কোলে
    মুক্তি পাই নি শুধু তোমাকেই আবার দেখব বলে
    বার বার ফিরে এসেছি আমরা এই পৃথিবীর টানে
    কখনো গাঙ্গর, কখনো কোপাই, কপোতাক্ষর গানে
    গাঙ্গর হয়েছে কখনো কাবেরী কখনো বা মিসিসিপি
    কখনো রাইন কখনো কঙ্গো নদীদের স্বরলিপি
    স্বরলিপি আমি আগেও লিখিনি, এখনো লিখি না তাই
    মুখে মুখে ঘেরা মানুষের ভীড়ে শুধু তোমাকেই চাই
    তোমাকে চেয়েছি ছিলাম যখন অনেক জন্ম আগে
    তথাগততার নি:সঙ্গতা দিনের অস্তরাগে
    তাঁরই করুনায় ভিখারিনী তুমি হয়েছিলে একা একা
    আমিও কাঙ্গাল হলাম আর এক কাঙালের থেকে দেখা
    নতজানু হয়ে ছিলাম তখনো, এখনো যেমন আছি
    মাধুকরী হও নয়নমোহিনী স্বপ্নের কাছাকাছি
    ঠোঁটে ঠোঁট রেখে ব্যারিকেড করো প্রেমের পদ্যটাই
    বিদ্রোহ আর চুমুর দিব্যি শুধু তোমাকেই চাই
    আমার স্বপ্নে বিভোর হয়ে জন্মেছ বহুবার
    আমি ই ছিলাম তোমার কামনা বিদ্রোহ চিত্কার
    দুঃখ পেয়েছ যতবার, জেনো আমায় পেয়েছ তুমি
    আমি ই তোমার পুরুষ আমি তোমার জন্মভূমি
    যতবার তুমি জননী হয়েছ ততবার আমি পিতা
    কত সন্তান জ্বালালো প্রেয়সী তোমার আমার চিতা
    বার বার আসি আমরা দুজন বার বার ফিরে চাই
    আবার আসব আবার বলব শুধু তোমাকেই চাই

    • @erd9566
      @erd9566 4 ปีที่แล้ว +9

      Like dilam. Kotha lekhar jonno

    • @goutamsaha7439
      @goutamsaha7439 3 ปีที่แล้ว +14

      ওই লাইনেটা হবে --
      মুখে মুখে ফেরা মানুষের গানে শুধু তোমাকেই চাই

    • @avishekdutta3253
      @avishekdutta3253 3 ปีที่แล้ว +4

      Last er ager line er শেষে hobe jai, chai er জায়গায়. 🙏

    • @faisalahmed8454
      @faisalahmed8454 3 ปีที่แล้ว +1

      ধন্যবাদ

    • @ajoynath6921
      @ajoynath6921 3 ปีที่แล้ว +5

      এটা কবীর বাউলের পক্ষেই লেখা সম্ভব???

  • @kingdomofjoy7726
    @kingdomofjoy7726 ปีที่แล้ว +61

    এই কথামালা ৪ মিনিট দৈর্ঘ্যের গান হতে পারেনা, এটা গানের মহাকাব্য।
    প্রতিটা শব্দ এক একটি কাব্য, যতবার তুমি জননী হয়েছো ততবার আমি পিতা, কত সন্তান জ্বালালো প্রিয়সী তোমার আমার চিতা।
    এমন গান শোনার জন্য হলেও আমি বাঙালী হয়েই জন্মাতে চাই বারবার।

  • @sajibbairagi341
    @sajibbairagi341 2 ปีที่แล้ว +25

    আহা রে!
    কি দারুন প্রকাশ।
    অন্তর আত্মার কথা এইভাবে এই মানুষ টা প্রকাশ করল কিভাবে?
    জাতীয় পুরস্কার তো এই গানের পাওয়ার কথা ছিল।
    এটা নিশ্চয়ই পুরস্কারের উর্ধ্বে।

  • @onlywaste1061
    @onlywaste1061 2 ปีที่แล้ว +26

    প্লাটনিক লাভ কতখানি তীব্র, কি রকমের অবিনশ্বর তার সবচেয়ে শ্রেষ্ঠ অনুধাবন হচ্ছে এই গানটা। প্রেমহীন প্রত্যেক প্রেমিক মনের বুকে সুতীব্র হাহাকার জাগাতে এই গানই যথেষ্ঠ।

    • @MaxWilson-mr3td
      @MaxWilson-mr3td 9 หลายเดือนก่อน

      Aj jodi Plato beche thakten..?? Jodi ai gaan ti sunten..???

  • @durjoyde1521
    @durjoyde1521 11 หลายเดือนก่อน +13

    এক অসাধারণ কন্ঠস্বরের অধিকারী এই শিল্পী। ভালো মন্দ মিলিয়ে এই মানুষটি কিন্তু সত্যি নমস্ব।

  • @shreyosheehalder3741
    @shreyosheehalder3741 ปีที่แล้ว +22

    বাংলার এই অহংকারগুলো কেন যে সবাই উপলব্ধি করে না! উফফ! গায়ে কাঁটা দিয়ে গেল। কোন ধন্যবাদই যথেষ্ট নয় আপনার জন্য Kobir Suman sir.

  • @Reevision0403
    @Reevision0403 ปีที่แล้ว +29

    "ঠোঁটে ঠোঁট রেখে ব্যারিকেড করো প্রেমের পদ্যটাই...
    বিদ্রোহ আর চুমুর দিব্যি শুধু তোমাকেই চাই।"
    ❤️

  • @qumrulamin5434
    @qumrulamin5434 2 ปีที่แล้ว +53

    কি গানের কথা রে বাবা । বাংলা গান কে এক নতুন উচ্চতায় নিয়ে গেলেন । নিজে উঠলেন এক অসাধারণ উচ্ছতায় । কবির সুমন চির কালের । জয় হোক ।

  • @jonakbippi
    @jonakbippi 2 ปีที่แล้ว +40

    বহু হাজার বার শুনলেও এই গান পুরোনো হয়না... এই অসাধারণ সৃষ্টির সাথে কোথায় যেন ভাবের মিল পাই বিমল করের অপূর্ব উপন্যাস 'স্থাবর' এর

    • @debjitbiswas2050
      @debjitbiswas2050 ปีที่แล้ว +2

      Aro besi mil khuje paben bibhutibhusan bandopadhyay er lekha " দেবযান" porle..by the way..sthabor..bimal kar er lekha noi..bonoful er lekha

    • @MaxWilson-mr3td
      @MaxWilson-mr3td 9 หลายเดือนก่อน

      Yes.. Bibhuti Bhushan Bondapadhya r DEBJAN. Sei Puspo ar Jotin er golpo..🌌🌌🌌

  • @mahbubsiddiqee343
    @mahbubsiddiqee343 4 ปีที่แล้ว +219

    হাজার বছরে এমন একটা গান তৈরি হয় কি না সন্দেহ আছে!

    • @suchoritadas9693
      @suchoritadas9693 3 ปีที่แล้ว +4

      Akdom thik kotha... montobyo ti khub bhalo laglo

    • @swapankumardey2076
      @swapankumardey2076 3 ปีที่แล้ว

      হাজার বছরেও নয়।

    • @Socutebd
      @Socutebd 3 ปีที่แล้ว

      right

    • @subodhdas4197
      @subodhdas4197 11 หลายเดือนก่อน

      Sondehor kono obokasoi nei

    • @riponhrishi9946
      @riponhrishi9946 4 หลายเดือนก่อน

      নিঃসন্দেহে দাদা।

  • @shibanisamanta5587
    @shibanisamanta5587 2 ปีที่แล้ว +16

    এতো ট্যালেনটেড হয় যে মানুষ টি,যাঁর থেকে এমন সৃষ্টি তৈরী হয় তিনি কিভাবে হারিয়ে গেলেন ভাবলেও অবাক লাগে।

  • @miltonroy5286
    @miltonroy5286 3 ปีที่แล้ว +26

    কাল-কেউটের ফনায় নাচছে লখিন্দরের স্মৃতি
    বেহুলা কখনো বিধবা হয় না এটা বাংলার রীতি

  • @emenglish171
    @emenglish171 2 ปีที่แล้ว +50

    কি দারুণ শব্দচয়ন! সত্যি আমরা শ্রোতারা মুগ্ধ। যত দিন পৃথিবী থাকবে ততদিন এই গান থাকবে।

  • @goutamsaha7439
    @goutamsaha7439 3 ปีที่แล้ว +54

    সুমন নিজেও হয়তো আর নিজেকে অতিক্ৰম করতে পারবেন না| প্রতি প্রজন্ম যেন একজন সুমন পায়|

    • @SouravDas-mk6pz
      @SouravDas-mk6pz ปีที่แล้ว

      বাঃ খুব সুন্দর বললেন

  • @talesofipsita
    @talesofipsita 3 ปีที่แล้ว +37

    "জন্মেছি আমি আগেও অনেক মরেছি তোমারই কোলে,
    মুক্তি পাইনি শুধু তোমাকে আবার দেখবো বলে" 🥀

  • @proshantkarmaker2203
    @proshantkarmaker2203 4 ปีที่แล้ว +47

    এ জীবনে যত বাংলা গান শুনেছি সেরা তালিকায় এটা দ্বিতীয় অবস্থানে রেখেছি। লা জবাব।

    • @subhadippaul.9905
      @subhadippaul.9905 4 ปีที่แล้ว +2

      Prothom e konta rekhechen sir.

    • @TheBengalian
      @TheBengalian 4 ปีที่แล้ว +1

      দাদা প্রথমে কোন টা রেখেছেন ??

    • @mrrajughosh9558
      @mrrajughosh9558 4 ปีที่แล้ว +2

      দাদা 20 বছর পর শুনলাম গান টা অসাধারণ একটি গান

    • @debdasdigar5265
      @debdasdigar5265 9 หลายเดือนก่อน +1

      প্রথম কোনটা?

  • @moshiur0000
    @moshiur0000 4 ปีที่แล้ว +156

    অমরত্বের প্রত্যাশা নেই নেই কোন দাবী দাওয়া
    এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকে চাওয়া।
    মুহূর্ত যায় জন্মের মতো অন্ধ জাতিস্মর
    গত জন্মের ভুলে যাওয়া স্মৃতি বিস্মৃত অক্ষর
    ছেঁড়া তাল পাতা পুঁথির পাতায় নিঃশ্বাস ফেলে হাওয়া
    এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকেই চাওয়া।
    কাল-কেউটের ফনায় নাচছে লখিন্দরের স্মৃতি
    বেহুলা কখনো বিধবা হয় না এটা বাংলার রীতি
    ভেসে যায় ভেলা এবেলা ওবেলা একই শবদেহ নিয়ে
    আগেও মরেছি আবার মরবো প্রেমের দিব্যি দিয়ে।
    জন্মেছি আমি আগেও অনেক মরেছি তোমারই কোলে
    মুক্তি পাইনি শুধু তোমাকে আবার দেখবো বলে
    বার বার ফিরে এসেছি আমরা এই পৃথিবীর টানে
    কখনো গাঙর কখনো কোপাই কপোতাক্ষর গানে।
    গাঙর হয়েছে কখনো কাবেরী কখনো বা মিসিসিপি
    কখনো রাইন কখনো কঙ্গো নদীদের স্বরলিপি
    স্বরলিপি আমি আগেও লিখিনি এখনও লিখিনা তাই
    মুখে মুখে ফেরা মানুষের গানে শুধু তোমাকেই চাই।
    তোমাকে চেয়েছি ছিলাম যখন অনেক জন্ম আগে
    তথাগত তার নিঃসঙ্গতা দিলেন অস্তরাগে
    তারই করুনায় ভিখারিনী তুমি হয়েছিলে একা একা
    আমিও কাঙাল হলাম আরেক কাঙালের পেতে দেখা।
    নতজানু হয়ে ছিলাম তখন এখনো যেমন আছি
    মাধুকরী হও নয়নমোহিনী স্বপ্নের কাছাকাছি
    ঠোঁটে ঠোঁট রেখে ব্যারিকেড কর প্রেমের পদ্যটাই
    বিদ্রোহ আর চুমুর দিব্যি শুধু তোমাকেই চাই।
    আমার স্বপ্নে বিভোর হয়েই জন্মেছ বহুবার
    আমি ছিলাম তোমার কামনা বিদ্রোহ চিৎকার
    দুঃখ পেয়েছ যতবার জেনো আমায় দিয়েছো তুমি
    আমি তোমার পুরুষ আমি তোমার জন্মভূমি।
    যতবার তুমি জননী হয়েছ ততবার আমি পিতা
    কতো সন্তান জ্বালালো প্রেয়সী তোমার আমার চিতা
    বার বার আসি আমরা দুজন বার বার ফিরে যাই
    আবার আসবো আবার বলবো শুধু তোমাকেই চাই।

    • @mathclass1564
      @mathclass1564 4 ปีที่แล้ว +3

      Emn gaan sumon er pokhkhei lekha somvab

    • @kallolmukherjee955
      @kallolmukherjee955 4 ปีที่แล้ว +1

      Sumon apni mone hoy ei rokom r 1ta lekhar dorkar nei , Jebone r kono mullyabodh ache ki?

    • @muhammadjafor8482
      @muhammadjafor8482 3 ปีที่แล้ว

      ❤️❤️❤️

  • @MDAYMULHASAN
    @MDAYMULHASAN ปีที่แล้ว +37

    সেই কলেজ জীবন ২০০১ সালে ময়মনসিংহের নাসিরাবাদ কলেজ হোস্টেলে প্রথম শুনা এই অবিনশ্বর গান । গানশুনতে যে ব্যাকরণ বই লাগে সেটা এই গান না শুনলে জানতাম না । জাতিস্মর শব্দের অর্থই জানতাম না । বাংলা ব্যাকরণ বই বললো জাতিস্মর মানে যে পূর্বজন্মের কথা স্মরণ করতে পারে । গাঙর অর্থ বড় নদী । এই মহাকাব্যিক গানের সূম্পর্ণ ভাবার্থ আমি এখনো জানি না । কেউ ব্যাখ্যা করলে কৃথার্থ হইবো। এই গানটি আনমনে কথায় যেন নিয়ে যায় আমারে । এটিকে গান না বলে সাধনা সংগীত বা ধ্যান সংগীত বলা ভালো । ________________ অ্যাডভোকেট আয়মুল হাসান সুমন - জুন ২৭, ২০২৩ খৃ: ।

    • @royalkumar2246
      @royalkumar2246 8 หลายเดือนก่อน

      এই গানটিতে অতীত বর্তমান ও ভবিষ্যতে শৈশব কৈশোর যৌবন ও বার্ধক্য এবং প্রেম দর্শন বিচ্ছেদ ও বিরহের যন্ত্রণা কিংবা ভালোলাগ সব বিরাজমান।

    • @riponhrishi9946
      @riponhrishi9946 4 หลายเดือนก่อน

      দাদা, অসাধারণ মন্তব্য।

    • @saberasultana5029
      @saberasultana5029 2 หลายเดือนก่อน +1

      অসাধারণ বললেন

  • @shamsherrussel5143
    @shamsherrussel5143 2 วันที่ผ่านมา

    পরম করুণাময় যখন কারো উপর আশীর্বাদের হাত রাখেন কেবলমাত্র তখনই এমন অসাধারণ লিরিকস, অসাধারণ সুর, গায়কী সৃষ্টি করা সম্ভব। বাকি সব বাদ দিলেও শুধুমাত্র এই এক কারণেই আপনি অমরত্ব লাভ করেছেন। ভালোবাসা ❤❤

  • @kamalbasu6955
    @kamalbasu6955 3 ปีที่แล้ว +46

    কোনও বিশেষণই যথেষ্ট নয় এই গানের জন্য। শুধু ভাবি এইরকম সৃষ্টি উনি করলেন কীভাবে!!!! কবীর সুমন আপনাকে আমার সশ্রদ্ধ প্রণাম 🙏🙏

  • @tumkyahijanogebabu3768
    @tumkyahijanogebabu3768 4 ปีที่แล้ว +36

    আমার শোনা সুমন চাটুজ্জের প্রথম গান এটা ,আমার শোনা প্রিয় বাংলা গান এটাই।
    মানুষটাকে খারাপ ভাবতাম , আজ বুঝলাম যে মানুষটা এরকম গান লিখতে পারে আর যাই হোক খারাপ নয়💓💓

    • @sudiptaid
      @sudiptaid 2 หลายเดือนก่อน

      aro anek kichu sunun

  • @AbdulBari-lu6yz
    @AbdulBari-lu6yz 3 ปีที่แล้ว +69

    কোথায় ছিলাম এমন একটা গান থেকে বঞ্চিত হয়ে। অনেক অনেক সুন্দর একটা গান উপহার দেওয়ার জন্য সুমন দাদাকে ধন্যবাদ ❤️

  • @jobaerahmed7071
    @jobaerahmed7071 4 ปีที่แล้ว +43

    এটা গান না। এটা একটা জীবনবোধ। এত সুন্দর একটা গান লিখতে পারলে বা গাইতে পারলে এই নশ্বর জীবনে আর কিছু চাওয়ার থাকে না।

  • @tilakkumarpuilya6350
    @tilakkumarpuilya6350 4 ปีที่แล้ว +32

    এই গান শুনে হৃদয় ভোরে উঠে, মুমুর্ষু মানুষ তার আয়ু ফিরে পায় । এই গানের নোটেশন টিউটোরিয়াল ক্লাসে দিন দয়া করে আমি শিখতে চাই । অসাধারণ গান ।

  • @jayantapathak4604
    @jayantapathak4604 4 ปีที่แล้ว +30

    এ গান শুনেছি প্রকাশ হতেই। সময়ের দাবিই তো
    এই সৃষ্টি করে। কতটা অভিমুখী হলে,তবে সুমন
    হতে পারেন দিশাপথিক।
    গান টি শুনে, বিভূতিভূষণের "দেবযান" উপন্যাস
    সারা দেয়। সর্বাথে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই, স্রষ্টা, শিল্পী, কলাকুশলী ও প্রচারকদের।
    নিজের মতো করে জীবন ও যাপন সহজ নয়।
    যা সুমনের সহজাত। ভালো থেকো বন্ধু।

    • @DulalChMaity-te6vy
      @DulalChMaity-te6vy 2 ปีที่แล้ว +2

      অসাধারণ।অনেক বড় মাপের মন,মেধা।অন‍্যসব কিছু তুচছ।গানের ভাষা,সাহিত‍্য চিরনতন জীবন বোধ।কবি সুমন তুমি অমর হয়ে থাকবে।

    • @martinfisher8200
      @martinfisher8200 ปีที่แล้ว +1

      Thik bolechhen dada... Bibhuti bhuson er DEBJAN er kotha mone porlo..❤❤

  • @krishnendudas6092
    @krishnendudas6092 3 ปีที่แล้ว +66

    আমি একটা অপদার্থ,,,, এতো কাছের গান, এত্তো বুকের গান,,,,এতো দিন পর শুনছি 🙏🙏🙏🙏🙏🙏

    • @Socutebd
      @Socutebd 3 ปีที่แล้ว

      Love you

    • @greenbd1275
      @greenbd1275 2 ปีที่แล้ว +5

      আমরা আসলেই অপদার্থ আমাদের ধারনাতেই ছিল না বাংলা গানের মধ্যে যে এত সুন্দর গান থাকে

  • @ApurbaPaul
    @ApurbaPaul 3 ปีที่แล้ว +11

    গানটা প্রথম শুনি জাতিস্মর সিনেমাতে, তারপর অনেক খুঁজেছি অফিসিয়াল ভার্সন। প্রথমে অবাক হয়েছিলাম যে জাতিস্মর সিনেমার সব গান গুলো থাকলেও এই গানটা এখনো নাই, তারপর জানলাম যে এটা অনেক আগের লেখা গান। তা সত্ত্বেও অফিসিয়াল ভার্সন অনেকবার খুঁজেছি, উনফিসিয়াল ভার্সন পেলেও শুনতে মন হতো না। এর মাঝে কবে যে অফিসিয়াল ভার্সন টা আপলোড করা হয়েছে খেয়ালই করিনি, যাইহোক, অফিসিয়াল ভার্সন আপলোড করার জন্য ধন্যবাদ।

    • @sauvikpaul3823
      @sauvikpaul3823 3 ปีที่แล้ว +2

      আমিও খুজছিলাম এই অসামান্য সৃষ্টি।

  • @Imamulkhan73
    @Imamulkhan73 3 ปีที่แล้ว +52

    প্রেম, বিদ্রোহ, প্রতিবাদ তিনটি একসাথে. আহা!
    মৃত্যুহীন গান 💜

  • @shibanisamanta5587
    @shibanisamanta5587 3 ปีที่แล้ว +10

    এই গানটি প্রায়
    প্রতিদিন ই শুনি।এই গান উনি ছাড়া কেউ পারবেন না।গানের কথা👌👌👌।যুগে যুগে হয়তো একটা এই রকম গান স্মৃষ্টি হয় কিনা জানি না।কি ভরাট গলা👌👌এই গান এক অন্য অনুভূতি তৈরী করে।ভালো থাকবেন গায়ক।

  • @kamruzzamanrahat3511
    @kamruzzamanrahat3511 3 ปีที่แล้ว +58

    আমি গর্বিত বাংগালী, কারন আমার একজন কবীর সুমন আছে।

  • @ashishrahman4955
    @ashishrahman4955 3 ปีที่แล้ว +9

    প্রেম, বিদ্রোহ, প্রতিবাদ তিনটি একসাথে. আহা!
    মৃত্যুহীন গান

  • @rhsumon507
    @rhsumon507 3 ปีที่แล้ว +182

    সর্বকালের সেরা ৫ বাংলা গানের ১টা আজীবন থাকবে। 🧡

    • @Socutebd
      @Socutebd 3 ปีที่แล้ว

      Right

    • @Adwitiyasantra
      @Adwitiyasantra 2 ปีที่แล้ว +6

      Baki 4 te ki janar icche roilo

    • @avishekchaudhuri9321
      @avishekchaudhuri9321 ปีที่แล้ว

      ​@@Adwitiyasantraআমার কাছে "প্রথম সবকিছু" আরেকটা

    • @sayan_tan
      @sayan_tan ปีที่แล้ว +2

      ​@@Adwitiyasantra1. Mon re krishi kaj jano na. 2. Kotoi rongo dekhi duniyay. 3. O alor pothojatri. 4. Dhono dhanye pushpe bhora.

  • @mainulbappe8724
    @mainulbappe8724 2 ปีที่แล้ว +4

    আহা.. কি দারুন কথামালা!
    যেনো হাজার বছরের প্রতিটি প্রেমিক মনের গুপ্ত হাহাকারের কথা গুলো যেনো.. সুমন তার ঈশ্বরের দানে প্রাপ্ত দূর্লভ ও মহান সৃষ্টিশীল ক্ষমতার মাধ্যমে কোটি কোটি ভক্ত শ্রোতার মধ্যে ছড়িয়ে দিতে পেরেছেন। 👌👍😍❤️❤️
    ধন্যবাদ ও কৃতজ্ঞতা সুমন কবীর কে.. এমন চির স্মরনীয় দারুন সৃষ্টির মাধ্যমে....!!! 🌹🌹❤️❤️

  • @moazzamkhan8404
    @moazzamkhan8404 ปีที่แล้ว +5

    বাংলা গানের এক দিকপাল। অনবদ্য সৃস্টি অসাধারণ সৃস্টি । শ্রদ্ধা শ্রদ্ধা কবির সুমন

  • @SubhaDiary
    @SubhaDiary 2 ปีที่แล้ว +3

    এক কালজয়ী প্রেমের গান। যার প্রকাশ আর কোনও শব্দে সম্ভবপর নয়। প্রণাম কবীর সুমন!!

  • @tusharimran6312
    @tusharimran6312 10 หลายเดือนก่อน +4

    যতবার তুমি জননী হয়েছ ততবার আমি পিতা
    কত সন্তান জ্বালালো প্রেয়সী তোমার আমার চিতা
    বার বার আসি আমরা দুজন বার বার ফিরে চাই
    আবার আসব আবার বলব শুধু তোমাকেই চাই 💙💙

  • @moynamusic872
    @moynamusic872 วันที่ผ่านมา

    এত সুন্দর কথার গান, বাংলা ভাষায় আর নাই। প্রিয় শিল্পীর জন্য শ্রদ্ধা ও ভালবাসা রইল।

  • @দিশারীআইকেয়ারলক্ষ্মীপুর

    স্মৃতির পাতায় মন্তব্য রেখে গেলাম।পরিচিতরা এসে দেখবে গানগুলো আমাদেরও কত প্রিয় ছিলো।
    I left a comment on the memory page. Acquaintances will come and see how much the songs were dear to us.

  • @sumaiyaroshni7527
    @sumaiyaroshni7527 4 ปีที่แล้ว +30

    বার বার আসি আমরা দুজন বার বার ফিরে যাই ,যতবার এই গান টা শুনি ততোবার এর প্রেম নতুন করে পড়ি।I love the song ❤

  • @goutamduttabaduria8869
    @goutamduttabaduria8869 3 ปีที่แล้ว +12

    অপূর্ব গান , হাজার বার শুনলেও বিরক্ত বোধ করবো না ۔۔۔ ধন্যবাদ সুমন দা কে

  • @mr.soumarya3544
    @mr.soumarya3544 2 ปีที่แล้ว +4

    হাজার বছরেও কেউ এত ভালো লিখতে পারবেনা।
    আপনি সত্যিই ঈশ্বরপুত্র

  • @সাবিনাইয়াসমিন-ফ৮জ

    ১৯৯৯ সালে আমার ভাইয়ের কাছ থেকে জন্মদিনের গিফট হিসেবে 'দোসর' নামে একটা অডিও ক্যাসেট পেয়েছিলাম। সেখানে চমৎকার কিছু গান ছিলো। যার মধ্যে এই গানটাও ছিলো। তখন থেকেই আমার খুব প্রিয় একটি গান জাতিস্মর।

  • @parnachatterjee2538
    @parnachatterjee2538 3 ปีที่แล้ว +5

    শুধুই কবিতা হয়েই বেঁচে থাকবে। কি লেখা ! জীবন্ত কিংবদন্তী।

  • @abdulmannan8993
    @abdulmannan8993 3 ปีที่แล้ว +6

    বাংলা সঙ্গীতের এক অনন্য প্রখর প্রতিভা।
    সালাম, হাজার সালাম ও স্যালুট সুমন কবীরের জন্য।

  • @targetwbcs637
    @targetwbcs637 2 ปีที่แล้ว +14

    অসাধারণ একটা সৃষ্টি l যে সৃষ্টির কেবল শুরু আছে, কোন শেষ নেই!🙏

  • @sarmadora5482
    @sarmadora5482 ปีที่แล้ว +1

    এতো ভালো গান..! যদি না শুনতে পেতাম সবটাই বৃথা হত 🙏 অসাধারণ পরিবেশন অন্তর থেকে মুগ্ধ করেছে প্রতিটি ছন্দ ❤❤

  • @TomarSchool
    @TomarSchool 2 ปีที่แล้ว +35

    কবির সুমনকে মনে রাখতে এই একটা গানই যথেষ্ট। সারাজীবন মনে থাকবে। বিনম্র শ্রদ্ধা ❤️❤️

  • @kritiofficial2
    @kritiofficial2 3 ปีที่แล้ว +4

    এমন অবিশ্বাস্য কথার মালা দিয়ে গান সাজানো শুধুমাত্র কবীর সুমনের দ্বারাই সম্ভব।

  • @rahuldutta86
    @rahuldutta86 3 ปีที่แล้ว +55

    This is not a song, this is the total jest of Bengali Literature. to understand every word of this song, one must be familiar with various bengali folk literature. This is an epic, as equal to the creations of Rabindra Nath Tagore.

    • @MohorMom
      @MohorMom 3 ปีที่แล้ว +3

      Totally agree with you..
      But Sorry ekta chhotto correction kore neben, please please kichu mone korben na.. Correction ta kore Nile amar comment ta uriye dite pari ..
      Jest is ভাঁড়। হঠাৎ চমকে উঠলাম যে বাকী কমেন্টটা ইতিবাচক তবু ভাড়ামো বলছেন কেন?
      আপনি যেটা বলতে চেয়েছেন সেটা GIST. Please change Kore nin spelling ta..

  • @ahammedomershorif1303
    @ahammedomershorif1303 2 ปีที่แล้ว +7

    পুরোনো হবার নয়। সেই ২০০৬ থেকে শুনছি। গানটাও যেন জাতিস্মর হয়ে ফিরে ফিরে আসে... ❤️

  • @pkbandopadhyaya8763
    @pkbandopadhyaya8763 2 ปีที่แล้ว +2

    যতবার শুনি মেটেনা যে স্বাদ যায়না পূরণে চলে , জনমে জনমে জাতিস্বর হবো আবার শুনবো বলে ।।

  • @afmatiquzzaman2594
    @afmatiquzzaman2594 4 หลายเดือนก่อน

    হাজারবার শুনলেও আবার শুনতে মন চায়,আহ্ কি সুর, কি কথা! এই একটা গানের জন্যই অমর হয়ে থাকবেন সুমন চট্টোপাধ্যায়, প্রিয় কবীর সুমন।

  • @neo8843
    @neo8843 2 ปีที่แล้ว +1

    গত ৫০ বছরের মধ্যে সেরার সেরা।। কোন তুলনায় যাচ্ছি না। এই গান টি সুমন কে অমর করে দিয়েছে। অবিস্মরণীয় অবদান।।

    • @dipanjangupta632
      @dipanjangupta632 2 ปีที่แล้ว

      সেরার সেরা ??? নচিকেতার বৃদ্ধাশ্রম এর ধারেকাছেও নয় এটা

    • @Shohan-vr2db
      @Shohan-vr2db ปีที่แล้ว +1

      ​@@dipanjangupta632 বৃদ্ধাশ্রম গানটা এই গানের একটি লাইনেরও ধারের কাছে নেই।

  • @mdsanaullah2520
    @mdsanaullah2520 3 ปีที่แล้ว +23

    ধন্যবাদ জানাই কাবীর সুমন স্যার কে, এমন একটা গান উপহার দেওয়ার জন্য, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত এর পর শুধু আপনার লেখা গান গুলোই হৃদয় শুয়ে যায় ❤❤❤

  • @riponhrishi9946
    @riponhrishi9946 4 หลายเดือนก่อน +1

    এই গানটা আমার এক সহপাঠী আমাকে দিয়েছে। প্রথম বার শুনেই মনোমুগ্ধ হয়ে গেলাম। এমনও গান হতে পারে! এক গানের মধ্যেই মানব জীবনের সম্পূর্ন চিত্র ফুটিয়ে তুলেছে।

  • @smnasirbd1971
    @smnasirbd1971 2 ปีที่แล้ว

    তোমার অমরত্বের প্রত্যাশা নেই ঠিক, তবে এই গান তোমাকে অমরত্ব দিবে....!
    পৃথিবীতে যতদিন ভালবাসা থাকবে তুমি বেঁচে থাকবে হে দার্শনিক শিল্পী ।
    আহা পৃথিবীর সব প্রেমিকের চাওয়া বলে দিলে এই মোহনীয় কথাগুলোর মাধ্যমে...!
    ভাবা যায় কী নেই এই গানে?
    যেন সারাজীবনের কমপ্লিট প্যাকেজ!
    দেশ, প্রেম, ইতিহাস, সাহিত্য,পৃথিবী, পরজন্মের আশা, জাতিস্মর....!

  • @bedouin8487
    @bedouin8487 2 ปีที่แล้ว +132

    এটি কোন গান নয়, এটি একটি মহাকাব্য। ❤️❤️

  • @choton2007
    @choton2007 3 ปีที่แล้ว +4

    Cinema(jatiswar) ta sesh hobar por ei gan ta.
    Ahh cinema ta bhalo laglo kintu gaan ta jeno book bhoriye dilo.
    Suman sir ke dhonnobad emon ek ta gaan upohar debar jonno🙏🙏🙏

  • @SagarPal-jk9ws
    @SagarPal-jk9ws ปีที่แล้ว +1

    এটি একটি জীবনবোধের কাব্য। বাংলা গানের ইতিহাসে এমন গান হাজার বছরে দু'একটা পাওয়া যায়।

  • @nasimaassistantdirector3547
    @nasimaassistantdirector3547 3 ปีที่แล้ว +12

    বলার ভাষা নেই। সব ভাষা সব এই গান দখল করে নিয়েছে। আমি শুধু তোমাকেই চাই।

  • @saikathalder5480
    @saikathalder5480 3 ปีที่แล้ว +16

    রাজনৈতিক প্রেক্ষাপট বাদ দিয়ে কবীর সুমনের প্রতিভা টা এখানে বড় করে দেখা হোক।

  • @rasendrakumardasworker9726
    @rasendrakumardasworker9726 4 ปีที่แล้ว +16

    আমি গানপাগল এক লোক। সব ধরনের গানই আমার পছন্দ। তারপরও আমার বিশেষ পছন্দের বিশেষ কয়েকটি গানের মধ্যে আমার প্রিয় গান এটি।

  • @signbd6426
    @signbd6426 หลายเดือนก่อน

    অমরত্বের প্রত্যাশা নেই, নেই কোনো দাবি দাওয়া
    এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকেই চাওয়া ।
    এই দুই লাইন বেস্ট...

  • @mafizarrahaman3062
    @mafizarrahaman3062 3 ปีที่แล้ว +2

    যত শুনি ততই মুগ্ধ হয়ে যাই।অসাধারণ কথা যা কেবল কবির সুমনের পক্ষেই লেখা সম্ভব।

  • @mralamin8582
    @mralamin8582 7 หลายเดือนก่อน +1

    আহা !! দেহ, মন জুড়িয়ে যায়। কি মোহনীয় সুর আর কথা...

  • @sridamkar2402
    @sridamkar2402 10 หลายเดือนก่อน +1

    অসাধারণ শব্দ চয়ন ও গানের সৃষ্টি যা প্রকাশ করার মত ভাষা আমার কাছে নেই। তাই কবি...প্রনাম 🎧 🙏

  • @baniknipa4818
    @baniknipa4818 3 ปีที่แล้ว +8

    সত্যি এমন গানের কথা আর দরদে গলায় গান শুধু সুমন দাদার পক্ষেই সম্ভব

  • @reflection6495
    @reflection6495 2 ปีที่แล้ว +1

    Jotobar suni totobar mone hoi aro suni. সুমন বাবু পক্ষে এই সৃষ্টি samvab. গায়ে কাঁটা দিয়ে ওঠে.. গান আর কন্ঠ কানে আসলে.

  • @sonalisharma358
    @sonalisharma358 3 ปีที่แล้ว +2

    " তোমাতে ডুবে যেতে পারলে ওহে মতিবিল অমরত্ব চাইবো না!" ----- এমনই মনে হয় যত শুনি এমন গান। এগুলো ঠিক গান নয় ,এগুলো নিজেকে খোঁজা, অন্বেষণ করা নিজের গল্পে নিজেকে।❣️

  • @BokulMondol-f1e
    @BokulMondol-f1e 3 หลายเดือนก่อน +1

    যতবার তুমি জননী হয়েছ ততবার আমি পিতা কত সন্তান জ্বালালো প্রিয়সি তোমার আমার চিতা,
    বারবার আসি আমরা দুজনে বারবার ফিরে যাই আবার আসবো আবার বলবো শুধু তোমাকেই চাই....!!!

  • @shahalam0197
    @shahalam0197 3 ปีที่แล้ว

    অনেক বছর ধরে গানটা আমার প্রতিদিন সঙ্গী।জানিনা আর কোন গান এরকম আছে কিনা যেটা এতদিন শোনার পরেও তার আবেদন কমবে না বরং বাড়বে।কবীর সুমনকে তাই অন্যকোন পরিচয়ে চেনার কোন আগ্রহ নেই আমার। এরকম একটা গানের স্রষ্টা তিনি এর থেকে বড় পরিচয় আর হতে পারেনা।অমর সৃষ্টি অমর স্রষ্টা।

  • @danialaron5065
    @danialaron5065 ปีที่แล้ว +6

    সত্যিই ক্ষ্যাপা হতে প্রতিভা লাগে। তোমার এ ক্ষ্যাপামি থাকুক অনন্তকাল।

  • @erd9566
    @erd9566 4 ปีที่แล้ว +23

    কথা,সুর আর কন্ঠস্বরের টানে বারবার শুনি গানটা ।

  • @riponalbert6577
    @riponalbert6577 9 หลายเดือนก่อน +2

    জীবনে মরণে দেশপ্রেমের এক অনবদ্য কালজয়ী গান 🙏🏼

  • @erd9566
    @erd9566 4 ปีที่แล้ว +16

    অসাধারণ কথা ।সুন্দর সুর ।আর কন্ঠ স্বর কী অপূর্ব

  • @mamunnuhash726
    @mamunnuhash726 หลายเดือนก่อน

    এই অনবদ্য সৃষ্টির প্রতি এত আসক্তি আসবে কখনো দ্বিতীয়বার ভাবি নি❤️

  • @habibsultan400
    @habibsultan400 9 หลายเดือนก่อน

    বাংলা গান এর ভিন্ন ধারার প্রবর্তক সুমন, ননচিকেতা, অঞ্জন ও মাহমুদুজ্জান বাবুর জন্য বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।

  • @sejutyislam5233
    @sejutyislam5233 4 ปีที่แล้ว +37

    এত সুন্দর লিরিক্স। বার বার শুনলেও মন ভরে না ❤️

  • @asifakbarsinger
    @asifakbarsinger 2 ปีที่แล้ว +11

    আহা ।
    আমাদের কবির সুমন।

  • @NarmadaMithun
    @NarmadaMithun 6 หลายเดือนก่อน +2

    কী সুন্দর, কী জীবন্ত, কী শক্তিমান, অসাধারণ, অতুলনীয়।

  • @hridoyroy4858
    @hridoyroy4858 ปีที่แล้ว +2

    যতবার শুনি ততবারই নিজে নিজেও ঠোঁট মেলাচ্ছি আর কেন জানি এক অজানা কারনে দুচোখ বেয়ে অশ্রু নামছে। কারনটা খুঁজে পাচ্ছি না......

  • @SKZAMAN-j3r
    @SKZAMAN-j3r หลายเดือนก่อน

    প্রেমিকার কখনো বয়স বাড়ে না এটা প্রেমের নীতি তুমি আমাকে ছেড়ে আজ অনেক দূর অন্য কোন ঘরের ঘরনি তারপরও যতবার তুমি জননী হবে ততবার আমিই পিতা,,,

  • @shahroopjalal908
    @shahroopjalal908 3 ปีที่แล้ว +4

    গানের থিম: জন্মান্তরবাদ। বিষয়টি প্রমাণিত নয় যদিও ; তবু ভীষণ সুন্দর কথাগুলো। বিশ্বাস করতে ইচ্ছে করে। আমি তোমাকে আগেও চিনতাম! ভালো বাসতাম তোমায়! সে 'কোন্ দূর জনমের কোন স্মৃতিবিস্মৃতিছায়ে।' আহা!

  • @Apu_Hasan
    @Apu_Hasan 2 ปีที่แล้ว

    উফ এই একটা গান সারাজীবন পাগল করে রাখলো! মাথায় বসে গেছে এই কথা, এই সুর, এই গান। সুমন দা আপনি গ্রেটের চাইতেও বেশি কিছু ❤️

  • @junayetrashelgaji6905
    @junayetrashelgaji6905 4 ปีที่แล้ว +19

    এই গান ডিলান ফিলানের পক্ষেও লেখা সম্ভব নয়। একজনই পারেন এমন কিছু লিখতে, কবীর সুমন! স্যালুট।

    • @drishtisen6492
      @drishtisen6492 4 ปีที่แล้ว +3

      সহমত...!!! শুধু লেখা নয়, এই মাপের আবেগময় অথচ দৃঢ় উচ্চারণ কবীর সুমন ছাড়া সম্ভব না |

    • @loveyouphysicsabhijitsanya8066
      @loveyouphysicsabhijitsanya8066 3 ปีที่แล้ว +3

      এটি একটি অসাধারণ গান। কিন্তু ডিলান কিন্তু এমনি এমনি নোবেল পুরস্কার পাননি। এই সব অতলামী ছেড়ে মানুষকে সন্মান করতে শিখুন। ডিলান এর লেখা পড়ুন। তারপর মন্তব্য করবেন।

    • @drishtisen6492
      @drishtisen6492 3 ปีที่แล้ว +4

      @@loveyouphysicsabhijitsanya8066 বব ডিলান নোবেল পুরস্কার পেয়েছেন সাহিত্যে | আমি যতদূর জানি ইংলিশ ভাষায় লেখা/অনুবাদ না হলে সাহিত্যে নোবেল পাওয়া যায় না (আমি ভুল-ও হতে পারি ) |

    • @gourangamaji2017
      @gourangamaji2017 3 ปีที่แล้ว

      2nd rabindranath tagore

    • @suvadeepbanerjee1863
      @suvadeepbanerjee1863 2 ปีที่แล้ว +1

      @@gourangamaji2017 Please do not compare anyone to Tagore. There is only one Rabindranath in this planet and such a creation takes place in thousands of years.

  • @debashischatterjee9921
    @debashischatterjee9921 10 หลายเดือนก่อน +1

    কোনো প্রশংসার ভাষাইআপনার জন্য যথেষ্ট নয় 👍👍

  • @nazirulislamjoy2422
    @nazirulislamjoy2422 3 ปีที่แล้ว +6

    এই গান যতবার শুনি ততবার আমার ভিতরটা আসীম শুন্যতায় ভরে যায়।এমন গান জীবনে আর কখনো শুনিনি।

  • @jagannathsarker9299
    @jagannathsarker9299 3 ปีที่แล้ว +18

    এমন গান একটা লিখে জীবনপাত করা যায়।

  • @mursalinshah75
    @mursalinshah75 4 ปีที่แล้ว +12

    অসাধারণ একটি গান ।মন ছুঁয়ে যায় ।কবির সুমন আপনাকে অনেক ধন্যবাদ ।

  • @wahhab91
    @wahhab91 3 ปีที่แล้ว +21

    I often get goosebumps when I listen to it. I believe no one has the power to compose such a spellbinding lyric.

  • @aninditamukherjee43
    @aninditamukherjee43 3 ปีที่แล้ว

    "Abar asbo abar bolbo sudhu tomakei chai "...apnar gan er sad r onno keo kokhono j ditei parbena...apni apni e theke jaben ❤️

  • @HiPatral
    @HiPatral 3 ปีที่แล้ว

    গানের কথা যখন সুর তাল লয় সবকিছু ছাপিয়ে যায়....এমন গান শুধু কথার জন্যেই হাজার বার শোনা যায়......যতবার ই শুনি ততবারই গায়ে কাঁটা দিয়ে ওঠে

  • @mitabhattacharya7479
    @mitabhattacharya7479 5 หลายเดือนก่อน +1

    ...... মুক্তি পাইনি, শুধু তোমাকেই আবার দেখবো বলে,,,
    কোন নশ্বর মানুষ একথা কিভাবে লিখলেন!!!!!! 💞💞💞💞💞🥺🥺🥺🥺

  • @arpitabhattacharyya5240
    @arpitabhattacharyya5240 2 ปีที่แล้ว +1

    প্রতিবার এই গানটি শুনি আর দুচোখ জলে ভেসে যায়। যে কবি এমনভাবে মনকে ছুঁয়ে যেতে পারেন, তিনি ধন্য, তিনি সার্থক, তিনি অমর অবিনশ্বর।

  • @aponbiswas2024
    @aponbiswas2024 3 ปีที่แล้ว +3

    আমি যে কতোবার শুনি এটা,,, তবুও মন ভরেনা,,, আমি চাইনা মন ভরুক আমি প্রতিদিন শুনতে চাই এটা।।।অমর গান

  • @monymony3662
    @monymony3662 3 ปีที่แล้ว

    Omorotter prottasar ki’e ba proyojon, jini amon jibon gatha likhte paren tini omor na hoye ki paren! Osssadharon!!!