ভীষণ নস্টালজিক... সব ভালোবাসা পূর্ণতা পায় না তার মানে এটা নয় যে সেটা ফুরিয়ে গেছে। যে যেখানে আছে সেখানে থেকেই ভালোবাসতে পারে। অনেক কথা, সাক্ষাৎ না হলেও অনুভূতিটা থেকে যায়... "কথা ছিল হেঁটে যাবো ছায়াপথ" --- কী অপূর্ব!❤
দোতলার বারান্দা... রাত 1:32... চারিদিক মৃদু জ্যোৎস্না মাখানো... সামান্য দূরে কয়েকটা বাড়ির বাইরে আলো জ্বলছে... দুই আঙুলের ফাঁকে গোঁজা জ্বলন্ত সিগারেট... প্রাক্তনের স্মৃতি, আর এই গানের সেই লাইন - "কথা ছিল হেটে যাবো ছায়াপথ" !!
Koto gulo prakton parntikar niye khas khobor hy canadiyan ameriyan gele feel aar vlo hy plan khat bose cha khawa rate janla diye mukh bariye Chad dekhte giye pecha chole asha tarpor hatir ghare chepe kohinur hire pete giye jail hynjai
Ei comments ta dekhe mone holo amar sahore katto PRAKTAN r bhir .....eke oporer pas dia hete jai....kakhon o hayto chuye Jai....Sabai eka...nijer mato kore....
This film does a great job capturing the aesthetic essence of the late 2000s' Kolkata. Will keep falling back to this film every now and then to inject a bit of nostalgia into the veins :' )
গানটার লিরিকগুলা হৃদয়ের খুব গভীরে লুকানো ব্যাথাগুলোকে অনুভব করায়🖤🖤 একটা গান, কিছু লিরিক এতো স্ট্রং হয় কেমনে মাথায় আসেনা। হয়তো শ্রেয়া ঘোষালের গাওয়া বলে আরো গভীরভাবে স্পর্শ করেছে হৃদয়টাকে এই গানটা❤️❤️
@@doctorschamber7129 valobasa diyesi tai ekhon obohela pachsi, tini amr husband, pawar asa na korei valobese gesi & valobasi tai tar mental torture tolerate kore jachsi.
যাকে আমি ভালোবাসলাম তাকে কাছে পাইনি! আর যাকে কাছে পেয়েছি তাকে ভালোবাসতে পারিনি। সবকিছু যেনো কেমন অগোছালো হয়ে গেলো। Compromise and adjustment ওই টাই মনে হয় জীবনের সত্য।
Jake cheyechen take peleo compromise and adjustment korte hoto.. adjustment, compromise chara duto manush eksathe kokhono thakte pare na.. problem tokhon hoy jokhon compromise unidirectional hoy..erokom situation e western society structure khub open and suitable...dujone ek chad er tolay na theke alada hoye jay mutual respect niye
No it isn't. I would never be able to be with someone who is exactly like me or gas a similar personality. Life would be so boaring. For us to express and understand, the other person should be willing to listen and understand us. If I could understand my partner without putting any effort, it would be like going through a routine. What is life without effort? Hardwork? I try to keep myself in her shoes, and I suddenly see the world from a very different perspective. Its wonderful. All you need is a little empathy
@@svrt5832 dumbest comment bruh !!!!.... you think living with someone of same nature means life is boring ; yeah that is in your dumb opinion ; dumb view ; dumb mindset ... in real life it is absolutely not ...
Definitely one of the best bengali movie ever made! Beautiful cinematography and composition, brilliant performance by Radhika Apte, Rahul Bose, Aparna Sen...everything has a soul in this movie! The chemistry and the conversations between Paro Di and Brinda, Abhik and Ranjan da felt so real! Such a masterpiece!!
তোমাকে পেয়ে গেলে হয়তো এতো সুন্দর একটা গান শোনা হতো না প্রিয় । স্মৃতি রেখে গেলাম । যূগ যূগ ধরে মানুষ যখন এই গানটি শুনতে আসবে তখন কেউ like দিলে notification পেয়ে আমিও আবার শুনতে আসবো প্রিয় এই গানটা।
আহা কি অদ্ভুত স্নিগ্ধতা গানটার প্রতিটা লাইনে ।। মনের ক্ষতগুলো যেন এক নিমিষেই সারিয়ে দেয় 💙..... ছোট্টবেলা থেকে গানটার জন্য মনে আলাদাই জায়গা রয়েছে💕।।যাক😌 সব পছন্দের জিনিস হারিয়ে যায় না🥰
তখন সঙ্গীত বাংলায় এই গানটা প্রায় সময়ে দেখাতো, কিন্তু এখন আর দেখতে পাওয়া যায় না খুব একটা....💯 ভীষণ under-rated গান এটা ✨ একলা ঘরে + কানে হেডফোন + অন্ধকার ঘর = অনুভূতি 👌💫 "কথা ছিলো হেঁটে যাবো ছায়াপথ".......এই লাইনটা 🖤🥀🤞
I don't know...somehow this movie...the songs... make me fall in love with my city over and over again...such a masterpiece.. long drives...and the numbers played on your dash stereo... nostalgia...❤
একটা সময়ে এই সব সিনেমা গুলো দেখে আর গান গুলো শুনে মনে হতো সত্যি কি সম্পর্ক গুলো এত কঠিন এত complicated !! না বাবা এর থেকে তো বিয়ে না করাই ভালো। কিন্তু আজ বিয়ের 6 বছর পর বলতে পারি, না এতটাও complicated নয় , বরং খুব মিষ্টি এই সম্পর্ক যদি পাসে একটা ভালো মানুষ থাকে।।😄😄😍
সিনেমা অনবদ্য আর গানটাও দারুণ ❤️😇..... খুব ছোটো ছোটো অনুভূতি নিয়ে কথা বলা হয়েছে, খুব ভালো জিনিস তবে এই ব্যস্ত জীবনে সম্পর্ক নিয়ে এতো গভীর ভাবে আমরা কেউই ভাবিনা মানে হয়তো ভেবে ওঠা হয়না। তবে এই ধরণের কথাবার্তা বা আলোচনা গুলো কোথাও গিয়ে হয়তো সম্পর্ক ভাঙাগড়া বা বিচ্ছেদের মানসিকতা বাড়িয়ে দিচ্ছে না তো? অল্প কিছু মান অভিমানের পরিণতি যদি বিচ্ছেদ হয় তাহলে সেটা ভাবার বিষয়।
What a beautiful soul stirring 💗 song. I am Bengali but the tune makes me feel so happy, I can't express it in words. One of my favourite songs from all times.
কিরে মাম্মাম এই সিনেমা টা মনে আছে একসাথে দেখছিলাম, আজ ডিসম্বের 8 রাত 2 অনেক গুলো কমেন্ট রেখে যাচ্ছি তোর জন্য, যদি অনেক দিন পর শুনিস গান গুলো অনেক বছর পর, জানি না সেদিন এক সাথে থাকবো কিনা। তবে যাই হোক কথা দিলাম হেঁটে যাব ছায়াপথ, মাম্মাম।
আমি বারবার আঘাত পাবো , কষ্ট পাবো , একা লাগবে , আনন্দ অনুভব করবো , সবার সামনে একমুখ হাসবো তবু কেউ বুঝবেই না এই অচিরে থাকা ঘোমটা টানা একবুক কষ্ট আর বারবার এই গান শুনতে ছুটে চলে আসবো আবারো।
These songs belong to modern cinema with newness in its rhythm as well as contemporary theme in contrast to classic melodrama. I love them and the best of all the wordings of the song.... they are so new and classic in same way.
American love stories are over hyped, I believe Bengali culture and it's story line is immensely rich. Be it old 70's or the modern era, the story telling, music is blissful.
মনের মানুষ আর ঘরের মানুষ দুটো আলাদা থাকলেই সুন্দর। মনের মানুষ একটা সময় হারিয়ে যায়, থেকে যায় শুধু স্মৃতি। যা থেকে একটু একটু টুকরো টুকরো ভালোবাসার গন্ধ ছড়ায় আজীবন। ❤ বেঁচে থাকুক সবার ভালবাসা গুলো ❤
Some people have too much negative thinking and qualities. And they always unlike those kind of mature and beautiful compositions without knowing and feeling in that
This song will be unforgettable because everything is so pristine about it, whether it's the composition or the lyrics or the voice of Shreya Ghoshal, she won national award for this song.
Bengal Actors are brilliant than many bollywood actors...Uttam kumar Uttpal D Chabi biswas Pahari S Zahar roy Bhano b Robi ghosh Shoumitra Shabyaschi Victor banerjee Bishawjit Ranjit Mallick Prasanjit Suchitra sen aparna sen Indrani shupryia madhubi Sandha Rituporna ..
কিছু কিছু গান নিজের মধ্যে অনেকটা সময় আটকে রাখে । একবার শোনো আর পুরো ফ্ল্যাশব্যাকে চলে যাও। Period 📽️ এর মত peroid মিউজিক বোধয় 😅। এই গানটি সেরকম একটি হৃদয়ে গেঁথে যাওয়া গান। কোথায় সেই সময় , কোথায় সেই CCD , সেই স্নিগ্ধতায় ভরা সুর ।
গানটার মধ্যে কেমন একটা মনখারাপ করা ভালোলাগা আছে ...
ভালবাসা পূর্ণতা পাওয়ার থেকে এই বেশ ভাল চিরকালীন অসমাপ্ত মন কেমন করা টান
Thik
A trick : you can watch movies at flixzone. Been using it for watching lots of of movies during the lockdown.
@Ronin Gordon Definitely, I've been watching on Flixzone} for months myself :D
ঠিকই
ভীষণ নস্টালজিক... সব ভালোবাসা পূর্ণতা পায় না তার মানে এটা নয় যে সেটা ফুরিয়ে গেছে। যে যেখানে আছে সেখানে থেকেই ভালোবাসতে পারে। অনেক কথা, সাক্ষাৎ না হলেও অনুভূতিটা থেকে যায়... "কথা ছিল হেঁটে যাবো ছায়াপথ" --- কী অপূর্ব!❤
@@Shreenjan07 Tai bujhi? Mone hoy kothao ektu bhul hochhe.🙂 Eki namer dujon manush thaktei pare.
@@sohinisen3042 Nah nah. th-cam.com/video/7KA-atOMvHY/w-d-xo.htmlfeature=shared I was the one who commented on your comment. My name's Shreenjan 🤣
@@sohinisen3042Kintu hridoy to sei ekta manush tar jonnoi to sei manush ta kei mean kore bolche bujlen
"কথা ছিলো, হেঁটে যাবো, ছায়াপথ"
লাইনটা বেশীরভাগ সবাই অনুভব করতে পারে ❤️❤️
দোতলার বারান্দা... রাত 1:32... চারিদিক মৃদু জ্যোৎস্না মাখানো... সামান্য দূরে কয়েকটা বাড়ির বাইরে আলো জ্বলছে... দুই আঙুলের ফাঁকে গোঁজা জ্বলন্ত সিগারেট... প্রাক্তনের স্মৃতি, আর এই গানের সেই লাইন - "কথা ছিল হেটে যাবো ছায়াপথ" !!
❤️❤️❤️👏👍
ami feel korchi akhon, sudhu cigarette ta nai
Koto gulo prakton parntikar niye khas khobor hy canadiyan ameriyan gele feel aar vlo hy plan khat bose cha khawa rate janla diye mukh bariye Chad dekhte giye pecha chole asha tarpor hatir ghare chepe kohinur hire pete giye jail hynjai
Except cigarette...all are too good...
Ei comments ta dekhe mone holo amar sahore katto PRAKTAN r bhir .....eke oporer pas dia hete jai....kakhon o hayto chuye Jai....Sabai eka...nijer mato kore....
This film does a great job capturing the aesthetic essence of the late 2000s' Kolkata. Will keep falling back to this film every now and then to inject a bit of nostalgia into the veins :' )
Eta bhalo dhorecho boss
গানটার লিরিকগুলা হৃদয়ের খুব গভীরে লুকানো ব্যাথাগুলোকে অনুভব করায়🖤🖤
একটা গান, কিছু লিরিক এতো স্ট্রং হয় কেমনে মাথায় আসেনা। হয়তো শ্রেয়া ঘোষালের গাওয়া বলে আরো গভীরভাবে স্পর্শ করেছে হৃদয়টাকে এই গানটা❤️❤️
আসলেই ভালোবাসা এক জিনিস ঘর করা আরেক জিনিস ❤️....যাকে ভালোবাসি তার সাথে ঘর করতে গেলে ভালোবাসাটা কখন যেন চলে যায়🙃
যার সাথে ঘর করতে হচ্ছে তিনি ভালোবাসেন না; জানিনা শেষ পর্যন্ত সংসারটা করতে পারবো কিনা!
@@miskatjahan4578valobasa pawar age.. valobasa diyei dekhen age.. amra sudhu chai keo age valobasuk tarpor valobasbo.. valobasa to amn lenden korar jjnis na
@@doctorschamber7129 valobasa diyesi tai ekhon obohela pachsi, tini amr husband, pawar asa na korei valobese gesi & valobasi tai tar mental torture tolerate kore jachsi.
Rabinath Tagore said that Jake vlobasho take kokono biye korona....
আসলেই ভালোবাসা এক জিনিস ঘর করা আরেক জিনিস। যাকে ভালোবাসি তার সাথে ঘর করতে গেলে মনে হয় ভালোবাসাটা আর থাকে না।
ভালোবাসা তো সেখানেই সার্থক যেখানে তার অনুপস্থিতি একটা মন খারাপ এর বিষন্ন পরিবেশ এ আনন্দের স্বাদ দেয়।
তোমার ক্ষেত্রে এইরকম ঘটেছে নাকি???
মন ছুয়ে গেল আপনার কথাটা।
সারাদিন এ কোন কাজ না থাকলেও যারা এই রাত হলে এই গান শুনছে তারা অনেক ভালো থাকার মুখোশ পরে আছে বিশ্বাস করি
একদম ঠিক বলেছেন
খুব সুন্দর লেখা
যাকে আমি ভালোবাসলাম তাকে কাছে পাইনি! আর যাকে কাছে পেয়েছি তাকে ভালোবাসতে পারিনি। সবকিছু যেনো কেমন অগোছালো হয়ে গেলো। Compromise and adjustment ওই টাই মনে হয় জীবনের সত্য।
Relatable
Eai hoi...
Jake peyechhen taake chheredin. Uni better deserve koren apnar cheye
Jake cheyechen take peleo compromise and adjustment korte hoto.. adjustment, compromise chara duto manush eksathe kokhono thakte pare na.. problem tokhon hoy jokhon compromise unidirectional hoy..erokom situation e western society structure khub open and suitable...dujone ek chad er tolay na theke alada hoye jay mutual respect niye
Ai comment ta dekhle apnar boi apnake kelabe
It's very true for two people who have different personalities. They can't ever express each other and remain alone.
No it isn't. I would never be able to be with someone who is exactly like me or gas a similar personality. Life would be so boaring. For us to express and understand, the other person should be willing to listen and understand us. If I could understand my partner without putting any effort, it would be like going through a routine. What is life without effort? Hardwork? I try to keep myself in her shoes, and I suddenly see the world from a very different perspective. Its wonderful. All you need is a little empathy
@@svrt5832 dumbest comment bruh !!!!.... you think living with someone of same nature means life is boring ; yeah that is in your dumb opinion ; dumb view ; dumb mindset ... in real life it is absolutely not ...
@@svrt5832 I agree 💯
People who experience it understand even better.😢
@@svrt5832absolutely right
কি অদ্ভূত এক ধরণের অনুভুতি তৈরী করায় এই গানটা ✨❤️, শুনতে শুনতে চোখে জল ও আসে, আবার এমন নস্টালজিয়া তৈরী করে না বেঁচে থাকার জন্যে অপরিহার্য 🙂❤️
❤️❤️❤️
" খাঁচা থেকে বেরিয়ে এসেছে পাখি, কিন্তু পায়ে আছে এক টুকরো শিকল। নড়তে চড়তে সেটা বাজে। "
Apurbo...
অত্যন্ত দুঃখের বিষয় যে এই অপূর্ব সিনেমাটি ott তে নেই বা HD তে নেই
Definitely one of the best bengali movie ever made! Beautiful cinematography and composition, brilliant performance by Radhika Apte, Rahul Bose, Aparna Sen...everything has a soul in this movie! The chemistry and the conversations between Paro Di and Brinda, Abhik and Ranjan da felt so real! Such a masterpiece!!
Really
❤️❤️❤️👏👍
তোমাকে পেয়ে গেলে হয়তো এতো সুন্দর একটা গান শোনা হতো না প্রিয় । স্মৃতি রেখে গেলাম । যূগ যূগ ধরে মানুষ যখন এই গানটি শুনতে আসবে তখন কেউ like দিলে notification পেয়ে আমিও আবার শুনতে আসবো প্রিয় এই গানটা।
গানটার মধ্যে প্রিয়জনকে হারানোর একটা ছোঁয়া রয়েছে.......💯😌
"কথা ছিলো হেঁটে যাবো ছায়াপথ"...... এই লাইনটা সেরা 👌🖤💫
একটা গানের এতো সুন্দর পিকচারাইজেশন হতে পারে ভাবা যায়না। সত্যি , নতুনত্ব আছে।
আহা কি অদ্ভুত স্নিগ্ধতা গানটার প্রতিটা লাইনে ।। মনের ক্ষতগুলো যেন এক নিমিষেই সারিয়ে দেয় 💙..... ছোট্টবেলা থেকে গানটার জন্য মনে আলাদাই জায়গা রয়েছে💕।।যাক😌 সব পছন্দের জিনিস হারিয়ে যায় না🥰
ভালোবাসার মানুষটাকে ভালোবেসেই জীবন কেটে যায়। তার সাথে ঘর করা বেশির ভাগ মানুষের কপালে থাকে না। শুধু মনের কোণে ভালোবাসা থেকে যায়
True... certain things are difficult to put into words
Extraordinary composition by Shantanu Moitra!! Obviously elegant voices of Shreya Ghosal and Babool Supriyo did the magic!!
indeed!
absolutely
Where is Chandril Bhattacharya and Anindya Chattopadhay?
ভীষণ সুন্দর।need, knowing,understanding, adjustments.কথা ছিল হেটে যাব ছায়পথ এই লাইটাই এই গানটাকে অন্য মাত্রায় নিয়ে গেছে 💞
তখন সঙ্গীত বাংলায় এই গানটা প্রায় সময়ে দেখাতো, কিন্তু এখন আর দেখতে পাওয়া যায় না খুব একটা....💯
ভীষণ under-rated গান এটা ✨
একলা ঘরে + কানে হেডফোন + অন্ধকার ঘর = অনুভূতি 👌💫
"কথা ছিলো হেঁটে যাবো ছায়াপথ".......এই লাইনটা 🖤🥀🤞
ছোটবেলা থেকে এই গানটার প্রতি আলাদাই অনুভূতি💘 😍
At the bitter end
Salt and liquid blend
From the corner of my eye
All the miles wrecked
Every broken step
Always searching always blind.....
Don't know about the modern day relationships.....lovely song......and yes.....every relationship in this world needs a breathing space for sure.....
Proud to Indian Bengali!! and Cheers to Aparna Sen!
I don't know...somehow this movie...the songs... make me fall in love with my city over and over again...such a masterpiece..
long drives...and the numbers played on your dash stereo...
nostalgia...❤
গানটার মধ্যে অদ্ভুত একটা রয়েছে জানিনা সেটা কি? বারবার মনে পড়ে সেই পুরনো স্মৃতি।
Akta dukhoho ache...khub subtle, bujhte pari na thik, tai barbar khujte asi.
Puro cinema tai osadharon, bhalo lagar jonno sudhu ektu bhalo moner manush hote hobe r sotontro chinta. Fan since 2009.
Aaj o ache gopon.... 😄
একটা সময়ে এই সব সিনেমা গুলো দেখে আর গান গুলো শুনে মনে হতো সত্যি কি সম্পর্ক গুলো এত কঠিন এত complicated !! না বাবা এর থেকে তো বিয়ে না করাই ভালো। কিন্তু আজ বিয়ের 6 বছর পর বলতে পারি, না এতটাও complicated নয় , বরং খুব মিষ্টি এই সম্পর্ক যদি পাসে একটা ভালো মানুষ থাকে।।😄😄😍
গানটা মনটা খারপ করে দিলেও কোথাও যেন একটা ভালোলাগা উকি দিয়ে যায়।
আহা কি অদ্ভুত স্নিগ্ধতা গানটার প্রতিটা লাইনে
This line is beautiful... tomader modhye obhiman jome pahar hoye geche....
অভিমানের পাহাড় ডিঙোনো সত্যিই খুব কঠিন 🖤✨️....গানটা....❤️
খুব বড় কথা বলেছেন।
সিনেমা অনবদ্য আর গানটাও দারুণ ❤️😇..... খুব ছোটো ছোটো অনুভূতি নিয়ে কথা বলা হয়েছে, খুব ভালো জিনিস তবে এই ব্যস্ত জীবনে সম্পর্ক নিয়ে এতো গভীর ভাবে আমরা কেউই ভাবিনা মানে হয়তো ভেবে ওঠা হয়না। তবে এই ধরণের কথাবার্তা বা আলোচনা গুলো কোথাও গিয়ে হয়তো সম্পর্ক ভাঙাগড়া বা বিচ্ছেদের মানসিকতা বাড়িয়ে দিচ্ছে না তো? অল্প কিছু মান অভিমানের পরিণতি যদি বিচ্ছেদ হয় তাহলে সেটা ভাবার বিষয়।
miss you Kolkata from Christchurch, New Zealand !!! Kolkata ami firey asbo !!!
Oooo.... Kolkata is too good...
পেরেছ ফিরতে? আমি 2015 থেকে, আর বোধহয় হবে না ফেরা।
~টরন্টো থেকে।
Fire asun....kolkata apner oppekhay@@abs3704
What a beautiful soul stirring 💗 song. I am Bengali but the tune makes me feel so happy, I can't express it in words. One of my favourite songs from all times.
Reminding the very inner self that we often forget..
Koto din holo gaanta sunchi.... Jiboner vlolaga r monkharap er sangi hoye utheche moner ojantei... 💚💚
one of my favorite songs and a great screen sequence
প্রিয় মানুষ এর সাথে বৃষ্টির দিনে হাতে হাত
আর এই গান ❤🌼
😂😂😂😂
কিরে মাম্মাম এই সিনেমা টা মনে আছে একসাথে দেখছিলাম, আজ ডিসম্বের 8 রাত 2 অনেক গুলো কমেন্ট রেখে যাচ্ছি তোর জন্য, যদি অনেক দিন পর শুনিস গান গুলো অনেক বছর পর, জানি না সেদিন এক সাথে থাকবো কিনা। তবে যাই হোক
কথা দিলাম হেঁটে যাব ছায়াপথ, মাম্মাম।
আমি বারবার আঘাত পাবো , কষ্ট পাবো , একা লাগবে , আনন্দ অনুভব করবো , সবার সামনে একমুখ হাসবো তবু কেউ বুঝবেই না এই অচিরে থাকা ঘোমটা টানা একবুক কষ্ট আর বারবার এই গান শুনতে ছুটে চলে আসবো আবারো।
এরকমই এক লুকোনো অনুভূতি নিয়ে... আমিও আজ গানটা শুনতে এসেছি😌
this type of sweetness in both music and films just have vanished
গানটা যে কি পরিমাণ প্রিয় তা কয়েকটা শব্দতে বোঝানো যাবে না..........!!!
গানটির মধ্যে এক নিস্তব্ধ ভালোবাসা রয়েছে তারও খুব পছন্দের গান ছিল
Kichu kichu gaan konodin purono hoyena ❤️ Aj o suni , khub pochonder .
কি যেনো আছে গানটাতে, একটা আবেগ, যেন একটা টান,
একটা না শেষ হওয়া ভালবাসা।
সব থেকে মিষ্টি ভাষা আমার বাংলা ভাষা ❤।।। গানের লাইন গুলো যেনো একদম হৃদয় ছুঁয়ে যায় ❤
Beautiful composition.My favourite actors both Aparna Sen and Rahul Bose.
One of the best compositions of Santanu Maitra.
আজও আছে গোপন, ফেরারী মন।।
Monisankar Singharoy
darun laglo bangla Gann ta r ....
Monisankar Singharoy johplj
Dilip Kumar Mahato bihopk
Monisankar Singharoy pankaj udas
These songs belong to modern cinema with newness in its rhythm as well as contemporary theme in contrast to classic melodrama. I love them and the best of all the wordings of the song.... they are so new and classic in same way.
সত্যি চরম গান টা,,,যত বার শুনি আরও শুনতে ইচ্ছে হয়।
right
Nandita Roy
2024 November a sunchi... sei onekdin drore, aj o valo lage
গানটার মধ্যে প্রিয়জনকে হারানোর একটা ছোঁয়া রয়েছে.......💯😌
My most favourite song. specially thanks to Santuno Moitra for excellent arrangement. Dhaka, Bangladesh.
chomotkar video beautifully presented by Manishankar ! Ferari monn ! Kokhon je telephone ta beje galo.....Chhaya pathh hNata holo na...👍
Khub bhalo lage gaan ta ekhono khub priyo ❤, priyo ganer talikaye eta ekhono sposhto❤
listening to this after a long time. Kolkata city, love from Delhi
:)
Missing those days of relaxed drink and lazing with friends in Kolkata. Such view and ambiance. Now miles away...shit!
কথা ছিল হেঁটে যাব ছায়াপথ... ❤️✨
2009 to 2023 still this song is feel like heaven.. kono din purono hobe na amar kache ❤❤❤
Ei gaanta sunle amr mone hy kothao jano dure chole jai...kintu obosoi tmr sathe...😍😍😍😍😍
I don't know how many times I've listened this song.....this is one of my fav bengali song. & shreya as usual u rockz 😍😘
RAUNAK JAHAN movie name??
asish bose Antaheen
Today one more time please.
American love stories are over hyped, I believe Bengali culture and it's story line is immensely rich. Be it old 70's or the modern era, the story telling, music is blissful.
Not all
Seriously ami first time song ta sunlam.....darun lglo
এই গানটি এবং সে। এক জীবনের অন্যতম সুন্দর মুহূর্ত।
গানের কথা গুলো এতো ভালো লাগে যে মন ছুঁয়ে যায়। খুবই সুন্দর একটা গান।
what a song and cinematography!!! it's really awosame!!
মানুষ তার স্মৃতি মধ্যেই বাঁচে।
এসব গান ❤️❤️ ২৪ শে এসে কেন শুনলাম ❤️❤️
মনের মানুষ আর ঘরের মানুষ দুটো আলাদা থাকলেই সুন্দর। মনের মানুষ একটা সময় হারিয়ে যায়, থেকে যায় শুধু স্মৃতি। যা থেকে একটু একটু টুকরো টুকরো ভালোবাসার গন্ধ ছড়ায় আজীবন। ❤ বেঁচে থাকুক সবার ভালবাসা গুলো ❤
Awesome song.. Ishq sachcha wahi jisko milti nehin manzilein..
যখন একা থাকি তখনই গান টা শুনি।খুব ভাল লাগে।
Some people have too much negative thinking and qualities. And they always unlike those kind of mature and beautiful compositions without knowing and feeling in that
Uff.. somethings can never b old... Love d movie... Love d song..
সত্যি গানটা অসাধারণ। বার বার শুনতে ইচ্ছা করে।
হয়তো তার সাথে দেখা হয়নি , তবু তার জন্য একটা মনখারাপ রাখা আছে গানটার মধ্যে দিয়ে।
অন্তহীন অপেক্ষা, অন্তহীন ভালবাসা। ❤❤
This song will be unforgettable because everything is so pristine about it, whether it's the composition or the lyrics or the voice of Shreya Ghoshal, she won national award for this song.
Beautiful song!Love from Maharashtra ❤❤
গান টার মধ্যে অদ্ভুদ ক্ষমতা আছে একটা
one of the most fevarite song in bengali son, grate compos by mr.santany maitra. such a lovely heart touching... babul da nice voice.
মিস্টি একটা গান❤️ ভিষণ প্রিয় একটা মুভি❤️
খুব ই ভালো লাগলো, দরুন মজা পেলাম ধন্যবাদ অবিরাম।
OSADHARON Situation. Antoheen ENDLESS Dream. ❤Baarr Baarr Dekhaarr Matto Movie.
khub valo laglo. Bengali song.. touching
Aparna Sen is always beautiful and my always favourite
Really heart touching song.I like this movie & all songs.The best lyrics of the songs.
T.S. Biswas to
This song is really addicting :)
A master piece ❤❤
I do not know who are those people who disliked this classic
Bengal Actors are brilliant than many bollywood actors...Uttam kumar Uttpal D Chabi biswas Pahari S Zahar roy Bhano b Robi ghosh Shoumitra Shabyaschi Victor banerjee Bishawjit Ranjit Mallick Prasanjit
Suchitra sen aparna sen Indrani shupryia madhubi Sandha Rituporna ..
এই গানটার কোনো তুলনা হয়না ❤❤❤
Awesome song,feeling refreshing after listening it !
আজও আছে গোপন,ফেরারী মন।
পুঁটি E E.
😍.
২৮ সেপ্টেম্বর ২০২০।।
কিছু কিছু গান নিজের মধ্যে অনেকটা সময় আটকে রাখে । একবার শোনো আর পুরো ফ্ল্যাশব্যাকে চলে যাও। Period 📽️ এর মত peroid মিউজিক বোধয় 😅। এই গানটি সেরকম একটি হৃদয়ে গেঁথে যাওয়া গান। কোথায় সেই সময় , কোথায় সেই CCD , সেই স্নিগ্ধতায় ভরা সুর ।
জীবনে সবকিছুই আপেক্ষিক। কোন কিছুকে উপলব্ধি করার আগেই যদি ভালো খারাপের সংজ্ঞার ছাঁচে তাকে মূল্যায়ণ করি তবে ভুলের সম্ভাবনা অবশ্যম্ভাবি।
Today I discovered some different vibes and this is a type of not too emotional romantic song which everyone who understands always like.
যখনই শুনি ..বড় ভাল লাগে।❤❤❤