Warfaze - Maya (Lyric Video)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ม.ค. 2025

ความคิดเห็น • 1K

  • @ahsanshuvo5026
    @ahsanshuvo5026 ปีที่แล้ว +105

    এই সেই চিরচেনা ওয়ারফেজ। সেই সুর, সেই লিরিক, সেই ৯০ এর আবহ।আহা!
    ধন্যবাদ ওয়ারফেজ। ❤

  • @emonritchil5936
    @emonritchil5936 10 หลายเดือนก่อน +21

    মায়া এই গানটা ৫:১১ সেকেন্ড থেকে পলাশ ভাই যে যত্ন করে উচ্চ স্কেলে গেয়েছেন তার মহত্ত্ব হৃদয়ভেদ করে চলে যায়...love you warfaze!!💖💖💖

  • @sabujmd4089
    @sabujmd4089 ปีที่แล้ว +42

    একটা মানুষ কখনোই জানবেনা,
    তাকে ঠিক কতটা চাওয়া হয়েছিল "🖤🌼

  • @Imrandx75
    @Imrandx75 ปีที่แล้ว +30

    ওয়ারফেজ ফিরে আসুক, পুরনো ভাইবে। শৈশবের প্রথম প্রেম হারিয়ে না যাক.....

  • @saikatsarkar8936
    @saikatsarkar8936 11 หลายเดือนก่อน +40

    মানুষ যখন স্ট্যান্ডার্ড হবে, তখন গান মিলিয়ন ছুঁবে ❤️

    • @emonritchil5936
      @emonritchil5936 10 หลายเดือนก่อน +1

      Maya ai ganta ami 200+ sunechi akhono suni amar moto 100 srota thaklei jothesto milion view hote!!!

  • @lastpage1918
    @lastpage1918 ปีที่แล้ว +17

    মনে হচ্ছে আমার জীবন তুলে ধরা হয়েছে...আমার মুখ থেকে প্রলয় বেগে বের হয়ে আসা প্রত্যেকটা কথাই যেন গানের লিরিক...
    ভালোবাসায় এবং প্রেমে বরাবরই ব্যর্থ আমার সুর ও সংসার যেন এই গানের মধ্য দিয়ে ফুটে উটেছে...

  • @SnapLearnBD
    @SnapLearnBD ปีที่แล้ว +10

    মিলিয়ন মিলিয়ন ভিউ হবে একদিন, দেখে নিও ক্ষত হৃদয় এর মানুষগুলোর ভালোবাসার অপর নাম হবে ওরারফেজ এর মায়া ❤🤘

  • @Maria_Khan228
    @Maria_Khan228 ปีที่แล้ว +27

    সেই শুরুর ওয়ারফেজ'কে আবার ফিরে পেলাম
    এটাই ওয়ারফেজ✊
    পলাশ ভাই🔥

  • @mehedihasankhondokar5029
    @mehedihasankhondokar5029 ปีที่แล้ว +621

    এসব গান শুনে & বুঝে তারাই যারা নূন্যতম বিদ্যা সম্পূর্ণ! কোনো অসুস্থ পরিবেশের মানুষ এই গান হজম করতে পারবে না & আমরা চাইও না তারা শুনুক! ধন্যবাদ ওয়ারফেজ ধন্যবাদ পলাশ নুর ভাই! গানটা হৃদয়ে গাথা থাকবে!

    •  ปีที่แล้ว +165

      আপনি যেহেতু সুস্থ ও বিদ্যাসম্পন্ন তাই আপনার উচিত অন্যদের রুচিকেও সম্মান দেয়া। একজনকে বড় করতে গিয়ে অন্যকে ছোট করা কোনো ভাবে সুস্থ সমাজ আর শিক্ষার লক্ষণ হতে পারেনা।

    • @suhaschakma4571
      @suhaschakma4571 ปีที่แล้ว +2

      অতি কুল সাজতে গিয়ে নিজেকে বেকুব প্রমান করে দিলেন৷

    • @AnirbanSarkarDurjoy
      @AnirbanSarkarDurjoy ปีที่แล้ว +9

      খুবই সুন্দর উত্তর দিয়েছেন

    • @zobairkobir1682
      @zobairkobir1682 ปีที่แล้ว +1

      Great Unique compliment.

    • @jahidhasan3954
      @jahidhasan3954 ปีที่แล้ว

      ❤❤

  • @mahinshahriar9147
    @mahinshahriar9147 ปีที่แล้ว +7

    ভালোবাসার ইনডাইরেক্ট ডেফিনেশন এই গানের লিরিক্স....
    যারা এই ধরনের গান শুনতে আসে, তাদের আলাদা একটা সত্তা আছে,
    যে সত্তাকে তৃপ্তি দেওয়ার জন্য তারা নিজেকে এখানে নিয়ে আসে.....
    এমন হাজার হাজার আত্মাকে তৃপ্তি দেওয়ার ব্যান্ড গুলোর মধ্যে ওয়ারফেজ অন্যতম...
    অবিরাম ভালোবাসা ওয়ারফেজের জন্য...

  • @musicbynaush
    @musicbynaush ปีที่แล้ว +39

    সোলো টার পর থেকে গান টা যে কোন লেভেলে পৌছায়।...!! I have been listening to it every day for a couple of weeks and I have not been moved by a song THIS much since Meghdol's E Hawa. This is a masterclass in composition and arrangement. I feel sad, I feel happy, I feel hurt, I feel empowered, I feel regret, then again I feel liberated. Warfaze after all these years, still showing us how a song should be written, and Soumen and Kamal Bhai - you guys are magicians! Kamal Bhai's chords and solos should be compulsory study material in every BD music school. Enough cannot be said about Palash's vocal delivery! I am so so deeply moved. Thanks man!

    • @surovrahman3817
      @surovrahman3817 ปีที่แล้ว

      You can't underestimate another art including E-Hawa. Although your emotion can muster all about this. It's your go to emphasis, it's an art at first.

    • @musicbynaush
      @musicbynaush ปีที่แล้ว

      @@surovrahman3817 all I meant was songs don't stick as much as Hawa and Maya did. I think that's a very personal experience that I am allowed to state?

    • @RupokKadir
      @RupokKadir 7 หลายเดือนก่อน +1

      Beautiful comment! I felt quite same!

  • @muntakimrafi3031
    @muntakimrafi3031 ปีที่แล้ว +88

    Warfaze is not only a Band but also a lot of emotion

    • @monepore8826
      @monepore8826 ปีที่แล้ว

      th-cam.com/video/hv332Tt_Pjc/w-d-xo.html

  • @rcshair8042
    @rcshair8042 ปีที่แล้ว +18

    5:32 Goosebumps.
    Thank Warfaze ❤

  • @adityatoton1840
    @adityatoton1840 ปีที่แล้ว +18

    kine shuna warfaze fan amra🥺🥺
    onkdin paid version shunlam...eibar nahoy youtube ei hok🤟🤟
    Warfaze~Forever

  • @alaminmiajee5454
    @alaminmiajee5454 ปีที่แล้ว +10

    পুরো গান শোনার দরকার নেই।প্রথম ৪০ সেকেন্ড বাঁশির সুর শুনে আবার মনে করিয়ে দেয় Band ওয়ারফেজের কথা।আহা কি অসাধারণ লিরিক আর ফলাাশ ভাইয়ের বাঁশির কম্বিনেশন

  • @sohagmahmud2631
    @sohagmahmud2631 11 หลายเดือนก่อน +6

    প্রচন্ড মাথাব্যথা, গানটা যেন টাফনিলের মতো কাজ করলো!!
    ভালোবাসার ওয়ারফেজ❤️

  • @imamulhasansomir4541
    @imamulhasansomir4541 ปีที่แล้ว +7

    এই গানটা শোনার জন্যে এত এত আগ্রহ নিয়ে অপেক্ষায় ছিলাম, যেটা আমিই জানি। প্রতিবার স্পটিফাই আর ইউটিউবে সার্চ করে দেখতাম, কিন্তু এই দুই জায়গায় পেতাম না।
    পলাশ ভাই আসলেই ওয়ারফেজের সাথে নিজেকে মেলে ধরতে সক্ষম, একমাত্র উনিই যোগ্য। লং লীভ ওয়ারফেজ 💗🤘🏾🌻

  • @Mr.Farhan-v3r
    @Mr.Farhan-v3r ปีที่แล้ว +10

    সব ভুলে গিয়ে আবার হারাতে চাই 🖤
    তোমার হাতটা ধরে এই নীল জোছনায়🌸
    Warfaze 🖤🙏🇦🇪🇧🇩🫶

  • @faukotha2000
    @faukotha2000 ปีที่แล้ว +4

    কিছু গান বোঝার জন্য একটা নির্দিষ্ট বয়স লাগে, একটা নির্দিষ্ট বুদ্ধি ও অনুভব করার চিন্তাভাবনা লাগে। যে এগুলা গভীরভাবে অনুভব করতে পারে তার কাছে গানগুলো শুধু ভালো না অসম্ভব ভালো লাগবে।
    বেঁচে থাকুক Warfaze এভাবে হাজারো বছর❤
    ❤️❤️❤️

  • @abirchandrashil
    @abirchandrashil ปีที่แล้ว +5

    Ki oshadharun lyrics, composition, solo, vocal & video . only MIGHTY warfaze can do it.....
    hats off..

  • @PeterGriffin42000
    @PeterGriffin42000 ปีที่แล้ว +10

    আহা কি লিরিক্স,কি সুর!!
    এরই নাম হয়তো "ওয়ারফেজ"
    সেই ২০০৮ সালে "ধুপছায়া" শুনে প্রেমে পড়েছিলাম...আজও নতুন❤️
    -ডিসেম্বর ৬,২০২৩

  • @MdMehediHasan-bf6pm
    @MdMehediHasan-bf6pm ปีที่แล้ว +10

    পলাশ নুর ভাই
    আপনার কন্ঠে একটা মায়া আছে
    তাইতো তো বারবার আপনার ভোকালের মায়ায় আটকে যাই
    এই যেন সেই পুরানো ওয়ারফেজ কে পেলাম
    যুগের পর যুগ চলে যাবে ওয়ারফেজ হারাবেনা এটাই ওয়ারফেজ এর বিশেষত্ব
    Really warfaze forever ❤

    • @arafat8636
      @arafat8636 6 หลายเดือนก่อน

      একদম ভাই, আমি এত দিনে এই গান শুনছি, আর সবাইকে বলেছি এই গান এর নাম এর মত এক মায়ায় জড়িয়ে গেছি.. বিশেষ করে রাতে এই গান আরো মায়া তৈরী করে.. চোখ করে অশ্রুসিক্ত.. এই মাঝ বয়সে এসে আমি সেই যুবক বয়সের মায়া অনুভব করি..

  • @muhammadtowhid4333
    @muhammadtowhid4333 ปีที่แล้ว +16

    ৪৫ বার শুনেও য্যানো মন ভরে নাহ্। এ্যাতো ভালো ক্যান। রেটিং ১০ এর মধ্যে ৯.৫ ❤❤

  • @maishakabir1526
    @maishakabir1526 9 หลายเดือนก่อน +2

    ওয়ার্ফেজের কোনো ওপেন ফান্ডিং বেবস্থা খোলা হোক, আমরা ওয়ারফেজের ফ্যানরা ব্যান্ডের অগ্রযাত্রার জন্য ফান্ড গিফট করতে চাই।
    অর্থের অভাবে এত ক্রিয়েটভ কোনো ব্যান্ড হারিয়ে যাক আমরা চাই না
    ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @dibyendurbangla_gaan4311
    @dibyendurbangla_gaan4311 ปีที่แล้ว +8

    পুরনো ওয়ারফেইজ কে খুজে পেলাম। কলকাতা থেকে অফুরান ভালোবাসা❤

  • @naeemahsan914
    @naeemahsan914 ปีที่แล้ว +12

    Brought back the vibes of typical Warfaze. Ahhh Agun!🖤🔥

  • @shamimhaider3054
    @shamimhaider3054 ปีที่แล้ว +5

    সবার জন্য এই গান না, এদের শ্রোতা একটু আলাদা। polash noor ❤❤❤❤

  • @emonhasan366
    @emonhasan366 ปีที่แล้ว +1

    আমি ওয়ারফেজ ফ্যান হয়েও ওয়ারফেজ এর এই মায়া গান টা শোনা হয় নাই আগে কখনো। তারপর গত কিছুদিন আগে Heavy Metal T-shirt মিরপুর থেকে একটা টি-শার্ট কিনতে গিয়ে ওয়ারফেজ এর মায়া টি-শার্ট টি ভালো লাগে তারপর ইউটিউব এ সার্চ করে যখন গান টা শুনলাম। অবিশ্বাস্য আমার কি যেন হয়ে গেলো এখন মনে হয় ওয়ারফেজ এর এই গান টা অন্য সবগুলো থেকে একটু হলেও সেরা🌸

  • @mohammadmostakimalam8547
    @mohammadmostakimalam8547 ปีที่แล้ว +5

    Yes It's warfaze.
    They've created this song only for elegant listener.
    You are one of them.

  • @1-minslomo129
    @1-minslomo129 ปีที่แล้ว +2

    ধন্যবাদ এভাবে লেগাসি ধরে রাখার জন্য
    নামের সাথে সেই ৩০ বছর আগের ফিল সেইম ই আছে
    তবে কিছু কথা মিজান ভাই অনি ভাই এদের খুব মিস করি জানিনা কার কি ভুল ছিল
    তিবে মিজান ভাই কে মিস করি
    তাছাড়া অনি ভাই আর কমল ভাই এর ভালোবাসা একই থাকবে আজীবন এটাই জানি
    আমি সেই ১৫ বছর বয়স থেকেই ওয়ারফেইজ আর্টসেল এসব বেন্ড শুনা ধরেছিলাম ২০১৪-১৫ সালের দিকে স্কুলে বড় ভাইদের দেখতাম mp3 mp4 নিয়ে আসতো আমিও নিয়েছিলাম এক কালো mp4 স্কুল এর অনেক স্রিতি মনে নেই তবে এসব ছোট ছোট মুহুর্ত মনে আছে
    -রাঙ্গামাটি

  • @mehedihassan4689
    @mehedihassan4689 ปีที่แล้ว +5

    Just awesome song
    Warfaze ❣
    Palash Vai great vocal❣

  • @Naim_Khan_00
    @Naim_Khan_00 ปีที่แล้ว +2

    Warfaze is warfaze....

  • @arifnbd
    @arifnbd ปีที่แล้ว +18

    Is it the best song Warfaze just produced? Oh my God!!!! I am so glad that Palash made a gigantic song for Warfaze... he mixed his own ingredient, yet it sounds like a prodigy Warfaze!!!! It is not an easy job to make a vast Warfaze song, and we can sense Palash's touch on it!!!!
    Amazing
    Forever Warfaze!

  • @skmeraz2472
    @skmeraz2472 ปีที่แล้ว +1

    Bass player took it to another level

  • @cyrus2737-o2q
    @cyrus2737-o2q ปีที่แล้ว +6

    অসাধারণ! এরকম গান শুধুমাত্র ওয়ারফেজের পক্ষেই সম্ভব।। ❤️

    • @monepore8826
      @monepore8826 ปีที่แล้ว

      th-cam.com/video/hv332Tt_Pjc/w-d-xo.html

  • @chhotanroybarman264
    @chhotanroybarman264 8 หลายเดือนก่อน +2

    এই রকম টাইপ এর গান সবার সোনার আর বোঝার ক্ষমতা থাকে না ❤️
    ধন্যবাদ পলাশ ভাই এবং ওয়ারফেইজ এই সকল বান্ড সদস্য দের 🙏
    Love from INDIA ❤️

  • @mdalifahmedali2575
    @mdalifahmedali2575 ปีที่แล้ว +53

    আমি শিউর দিয়ে বলতে পারি ইউটিউব আপনাকে এই গানটা সাজেস্ট করেনি,😊আপনি এই গানটাকে সার্চ দিয়ে শুনছেন এবং মনের তৃষ্ণাটা তৃপ্তি সহকারে মিটাছেন একদম গভীর থেকে অনুভব করে।😌🥀

  • @SowmenHasda08
    @SowmenHasda08 ปีที่แล้ว +2

    তুমি আমি দুজনে
    চলো আরেকবার হারায় - Joss একটা লাইন ❤❤
    বেঁচে থাকুক Warfaze আজীবন

  • @bijoypaul5915
    @bijoypaul5915 7 หลายเดือนก่อน +3

    Warfaze তার চিরাচরিত রূপ ধরে রেখেছে।❤❤❤

  • @rr1eie
    @rr1eie 7 หลายเดือนก่อน +1

    দিন তুমি সাক্ষী ও আমায় ভালোবাসতো কিন্তু
    সময়ের ব্যবধানে ও হারিয়ে গেছে 🍁

  • @juniorboy2800
    @juniorboy2800 ปีที่แล้ว +190

    স্মৃতি রেগে গেলাম,কেউ শুনতে এসে লাইক দিলে যেন আবার শুনতে পারি।

    • @monepore8826
      @monepore8826 ปีที่แล้ว

      th-cam.com/video/hv332Tt_Pjc/w-d-xo.html

    • @mahbuburrahman18
      @mahbuburrahman18 ปีที่แล้ว +2

      স্মৃতি রা রেগে গেলো কেন ভাই?

    • @subroapurba392
      @subroapurba392 9 หลายเดือนก่อน +1

      পুর্বাচলে ৩০০ফিটের সেই গতিপথ বদলাতে ধমকে যাই এই ওয়ারফেজের মায়ায়, হারাই আবার হারাই 💦, বারবার হারাই🖤🌸

    • @rumanmiah6444
      @rumanmiah6444 9 หลายเดือนก่อน

      if you listen this. just react it

  • @Lucifer-10n
    @Lucifer-10n 5 หลายเดือนก่อน +2

    Warfaze is my blood ❤

  • @rahulhussain1191
    @rahulhussain1191 ปีที่แล้ว +16

    Warfaze is a piece of art ❤️

  • @Aongthowaigoy
    @Aongthowaigoy 5 หลายเดือนก่อน +2

    গানটার নাম শুধু মায়া নয়, এই গানের সুর আমাকে মায়া করে ফেলেছে।। ❤🎉🎉🎉❤

  • @mainulislam6470
    @mainulislam6470 ปีที่แล้ว +69

    অনেক আগেই গান অ্যাপে শুনে ফেলেছি ব্যান্ডটা যেহেতু ওয়ারফেজ তাই ইউটিউবেও শুনতে আসলাম ❤

    • @oggyadoi
      @oggyadoi ปีที่แล้ว +1

      ekta kabil tui

    • @jdas5968
      @jdas5968 ปีที่แล้ว

      Vai ki app?

    • @MehediHasan-nq8eq
      @MehediHasan-nq8eq ปีที่แล้ว

      ​@@jdas5968gann app nam

    • @warexff
      @warexff ปีที่แล้ว

      App name bolo th 🥹

    • @mainulislam6470
      @mainulislam6470 ปีที่แล้ว

      ​@@warexffgaan app

  • @ahmedsadman8412
    @ahmedsadman8412 14 วันที่ผ่านมา

    জীবনে প্রথম যেদিন কক্সবাজার হয়ে সেন্ট মার্টিন যাই সেদিনই গানটা গান এপে টাকা দিয়ে কিনে বাসে বসে বসে শুনে শুনে গিয়েছলাম৷ পরে সেন্ট মার্টিন সুঘন্ধা বিচে মাঝরাতে শুয়ে শুয়ে সমুদ্রের গর্জনের সাথে শুনেছিলাম জানিনা একটানা কতবার!!
    অদ্ভুত অনুভূতি৷ কখনো ভুলার নয়৷ ওয়ারফেজ ফরেভার🤘🖤

  • @akibjamanfahim3721
    @akibjamanfahim3721 ปีที่แล้ว +5

    What a lyrics, what a song!!! Thanks Warfaze for another masterpiece.❤️
    Warfaze Forever❤️

  • @syedmaynulhasanmilke667
    @syedmaynulhasanmilke667 ปีที่แล้ว +2

    পলাশ অবশেষে ওয়াফেইজকে ধারন করেছে।Excellent

  • @zobairkobir1682
    @zobairkobir1682 ปีที่แล้ว +17

    Magnificent iconic music.
    It never gets old & it would be in my legendary list always..♥
    Thank you warfaze.🎉

  • @electrovailab
    @electrovailab 7 หลายเดือนก่อน +2

    সেই সুর, সেই লিরিক, সেই ৯০ এর আবহ।আহা!

  • @shihab-khan
    @shihab-khan ปีที่แล้ว +6

    আহহ পলাশ নুর ভাই এখন বেশ পরিপক্ব যেন মিজান ভাইকে ফিরে পেলাম ❤

    • @kaziasib829
      @kaziasib829 8 หลายเดือนก่อน +1

      পলাশ ঠিক আছে কিন্তু মিজানের সথে তুলনা চলেনা

  • @munaim090
    @munaim090 ปีที่แล้ว +1

    This is why i love warfaze a lot.what a song & what a vocalist polash noor bhai is!!!!
    Pure masterpiece

  • @rizwnurrahadmohan3160
    @rizwnurrahadmohan3160 ปีที่แล้ว +4

    আরও কয়েক প্রজন্ম শুনতেই থাকবে এমন গান।❤️

  • @snowynokrek6516
    @snowynokrek6516 ปีที่แล้ว +2

    কাঁদতে ভুলে গেছি।।।
    চিৎকার দিয়ে কাঁদতে ইচ্ছে করে😭😭
    কষ্টে যার জীবন ভরা, তার আবার কিসের কষ্ট। সব ভুলে এই আমার সান্ত্বনা।। 😭😭😭😭

  • @rabbirahad4185
    @rabbirahad4185 ปีที่แล้ว +14

    Another new song added into my playlist ❤️

  • @FashionCHORKAFashion
    @FashionCHORKAFashion 3 หลายเดือนก่อน

    আমিও সব হারিয়ে ফেললাম
    মা,বাবা,পরিবার। ধন্যবাদ আমার প্রিয় এই ব্যন্ড দলকে, দাদা আপনাদের গান গুলো হয়তো প্রেরনা দেয় নিজেকে।

  • @ShayonkantoRoy
    @ShayonkantoRoy ปีที่แล้ว +3

    Shera ❤️

  • @MdAbuNaimNizami
    @MdAbuNaimNizami หลายเดือนก่อน +1

    ❤ lyrics

  • @forPeace10
    @forPeace10 ปีที่แล้ว +12

    My Favourite band never let me down.Always on the top❤❤🎉
    Very Raw vocal
    Salute for the bring the warfaze vibe again
    Aha!!🎉❤

  • @shanjibshom9486
    @shanjibshom9486 ปีที่แล้ว

    বাহ্
    দারুণ।
    অনবদ্য।। বালাম,মিজান নুর…...
    যেন সপ্তসুর।।

  • @farhanlabibmahi07
    @farhanlabibmahi07 ปีที่แล้ว +6

    Nature intro,a lot of thanks Warfaze!❤️

  • @randomgmr1185
    @randomgmr1185 ปีที่แล้ว +1

    আমার বয়স যখন ১০ ১১ ছিলো তখন এসব ব্যান্ডের গান শুনলে মনে হতো কি সব ভান্ডারি গান মানুষ শুনে। কিন্তু এখন বুঝতে পারতেছি আসলে এগুলো কি🥺 1:11

  • @christarthington8391
    @christarthington8391 ปีที่แล้ว +3

    ওয়ারফেইজ ব্যান্ডের গানের প্রতি আলাদা টান কেন কোন কিছুই বুঝে উঠতে পারতেছিনা। এই ব্যান্ডের গান যত পুরোনো গানই হোক না কেন,যখনই শুনি তখনই লিরিকের কল্পনায় হারিয়ে যায়।"তুমি আমি মিলে আবার হারাই"।অনেক অনেক ভাল থাকুক না পাওয়ার ভালবাসাটি❤

    • @mirajulislam8626
      @mirajulislam8626 ปีที่แล้ว

      চলে গিয়ে যেন তাকে প্রতি টা স্টেপে খুজে পাই

  • @siamhasan433
    @siamhasan433 ปีที่แล้ว +1

    এইসকল গানের মান সারা জীবন উন্নত ই থাকবে😅

  • @rukonuzzaman5704
    @rukonuzzaman5704 ปีที่แล้ว +9

    আমার প্রেম তো Warfaze এর সাথে আমাকে কি ভাবে কষ্ট দিবে

  • @mahjabinmajumder2181
    @mahjabinmajumder2181 3 หลายเดือนก่อน +1

    কেউ একজন বললো,এই গানটা শুনে আসো।আমি শুনতে আসলাম, বুজি সে ভালোবাসে আমাকে।কিন্তু আমি ভালোবাসি অন্য কাউকে। কিভাবে বুজাবো তাকে এই সমীকরণ, যে কেউ কাউকে পাবো না।💔

  • @beastcreation9529
    @beastcreation9529 ปีที่แล้ว +3

    সুন্দর একটা রাত, সুন্দর একটা গান সাথে সুন্দর কিছু স্মৃতি। ❣

  • @RudraChakrabortyfavsong
    @RudraChakrabortyfavsong ปีที่แล้ว +1

    Song tar jonno wait kortesilam!!

  • @vlogbuzz5348
    @vlogbuzz5348 ปีที่แล้ว +9

    Giving goosebumps. Thats the level ❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @mdshadikalmunna770
    @mdshadikalmunna770 ปีที่แล้ว +2

    এই গানের ভিউ কম দেখে মোটেও হতাশ হবেন না।
    এইসব গান সবার জন্য না। এই গান কিছু পার্টিকুলার লিসেনারদের জন্য। এই যেমন ধরেন আপনি গানটা শুনতে আসছেন। আপনার মিউজিক টেস্ট এর প্রশংসা করতেই হয়। আর হ্যা এগুলা গান কিন্তু রিকমান্ড হয়ে সবার সামনে যায় না খুঁজে নিয়ে শুনতে হয়।😅

  • @minomehedi6770
    @minomehedi6770 ปีที่แล้ว +9

    গানটা যতবার শুনি ততবারই শরীরের লোম গুলো কাটা দিয়ে উঠে🖤🙏

    • @monepore8826
      @monepore8826 ปีที่แล้ว

      th-cam.com/video/hv332Tt_Pjc/w-d-xo.html

  • @arafat8636
    @arafat8636 6 หลายเดือนก่อน +2

    দেশের এত মায়াবী সুন্দর গান থাকতে আমরা দোকানে, রেস্টুরেন্টে বাজাই হিন্দি গান.. আর শুনি হিন্দি গান.. অথচ আমাদের দেশে কত সুন্দর সুন্দর গান আছে... আমরা আসলে আমাদের নিজেদের ই সম্মান করি না, যোগ্যদের সম্মান দিতে জানি না, দেশকে ভালোবাসি না😢

  • @itsnj6550
    @itsnj6550 ปีที่แล้ว +5

    the iconic sound of Warfaze.A big thumbs up WARFAZE

  • @rejuan_ahmmedrizvi6547
    @rejuan_ahmmedrizvi6547 11 หลายเดือนก่อน +1

    অসাধারণ অনুভুতি অসুস্থ সমাজে, অসুস্থ বিনদন এর মাঝে এক অনন্ন গান ❤

  • @sayem8104
    @sayem8104 ปีที่แล้ว +32

    After a long time we got some flavor of typical warfaze ❤️
    Keep shining 💥

  • @antor2411
    @antor2411 ปีที่แล้ว +2

    The last "আবার হারাই" part is totally heart winning❤❤

  • @sumitraihan531
    @sumitraihan531 ปีที่แล้ว +24

    Only warfaze can post a 10 month old song with lyrics and make it sound much better! Great visuals. ❤️

  • @rahulhawlader84
    @rahulhawlader84 ปีที่แล้ว +1

    সেই ১৯ থেকেই ভিতর টা জ্বলছে নিজেকে কতবার সাজাতে চাইলাম কই পারলাম প্রতিটা মূহুর্তে তাকেই যেনো চাই লুকিয়ে লুকিয়ে দেখি তবে সে জানে না।
    আল্লাহর কাছে একটাই চাওয়া মরার আগে হলেও যেনো একটা বার দেখা পাই🥲
    আর অনুভূতি গুলো ভাগ করে নিয়েছি এই গানগুলোর লাইনে লাইনে।

  • @mohammadmoniruzzaman2449
    @mohammadmoniruzzaman2449 ปีที่แล้ว +3

    Another amazing creation..!! ❤❤🎉🎉

  • @DAVILDONABiR
    @DAVILDONABiR 5 หลายเดือนก่อน +1

    আবার হারানো কখনো সম্ভব না. তবে নেসা করে মায়ার জগতে ঘুরা সম্ভব. আহারে মায়ারে...... 🫠

  • @the_angrycupcake_
    @the_angrycupcake_ ปีที่แล้ว +5

    অন্ধকার রুম, লাউডস্পিকারে ওয়ারফেজের গান আর চোখভর্তি ঘুম তবু প্রিয় ব্যান্ড ওয়ারফেজের গান শুনতে চলে আসলাম। ঘুম না হওয়া অব্দি অনবরত বাজতে থাকুক মায়া❤
    ২৮ জুন রাত ২টা বেজে ১৩ মিনিট, ২০২৩ সাল

    • @radowanahmmed6536
      @radowanahmmed6536 ปีที่แล้ว

      ৩ জুন ২০২৩ সময় রাত ২.৪৯ শুনছি।

  • @imtiaz7405
    @imtiaz7405 11 วันที่ผ่านมา

    সব ভুলে গিয়ে আবার হারাতে চাই।
    ওয়ারফেজ মানেই মাস্টারপিস।

  • @sabbirahamed9745
    @sabbirahamed9745 ปีที่แล้ว +9

    পলাশ নুর ভাই ইস অন ফায়ার 😌🔥🤘feels like Sanjay vai 😌🥺 ওয়ারফাজে সঞ্জয় ভাই কে খুব মিস করি 🥺🖤🔥

    • @jessepinkman6152
      @jessepinkman6152 ปีที่แล้ว

      feels like sanjay bhai kmne bhai?

    • @yousufkhan2706
      @yousufkhan2706 ปีที่แล้ว

      😢

    • @sabbirahamed9745
      @sabbirahamed9745 ปีที่แล้ว

      @@jessepinkman6152 কারণ গান টা শুনে সঞ্জায় ভাই এর ভোকাল টা খুব মনে পড়ে গেছে ভাই 🙃🖤

  • @ashiq_ishq
    @ashiq_ishq ปีที่แล้ว +1

    Thik ager motoi ache warfaze❤.valobasha roilo 🖤

  • @arifrahman5180
    @arifrahman5180 ปีที่แล้ว +3

    এই গানটা স্পেশাল কারন প্রথম লাইভ ভার্সন টা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে করেছিল।

  • @justinmahim7815
    @justinmahim7815 ปีที่แล้ว +2

    ইউটিউবে রিলিজের চার৷ পাঁচ নাস আগে শুনেছি। পলাশ নুরের কন্ঠে দারুন লেগেছে।

  • @redqueen6247
    @redqueen6247 ปีที่แล้ว +7

    Ibrahim Ahmed Kamal Bhai is the Guitar God🔥🔥⛓️⛓️

  • @meherabahmed9924
    @meherabahmed9924 ปีที่แล้ว +2

    Ki vison shundor😢❤

  • @suhelchakma2920
    @suhelchakma2920 ปีที่แล้ว +4

    তুমি একটা আসলে মায়াবিনী ওয়ারফেজ 💚
    যত তোমার গান শুনি তত বারই নিজেকে শত কষ্টের মাঝেও তোমার গানে ডুব দিই❤
    ১ জুলাই ২০২৩
    সুহেল চাকমা😇

    • @monepore8826
      @monepore8826 ปีที่แล้ว

      th-cam.com/video/hv332Tt_Pjc/w-d-xo.html

  • @farhanahmednayem7250
    @farhanahmednayem7250 ปีที่แล้ว +2

    Love you warfaze abr o eto shundor akta gan upohar dear jonno🖤🖤🌸

  • @mushfiqurrahmananas9920
    @mushfiqurrahmananas9920 11 หลายเดือนก่อน +8

    আমি একটা ব্যাপার খেয়াল করসি। যারা আমার মত সঞ্জয় এর সময় থেকে ওয়ারফেজ শুনে বড়ো হইসে তারা পলাশ আসায় খুশি হইসে। পলাশের একটা আলাদা নিজস্বতা আছে কিন্তু সঞ্জয়ের একটা ভাইব আছে ওর মধ্যে। পলাশ যখন ডিরক্সটারে পারফর্ম করসিলো রেডিওএক্টিভের সাথে তখনই প্রেডিক্ট করসিলাম এই ছেলে একদিন ওয়ারফেজে গান গাবে। তবে যারা মিজান শুনে ওয়ারফেজ চিনসে এরাই শুধু মিজান মিজান করে। এরা আবার এক ধাপ আগায়ে সঞ্জয়ের সাথেও মিজানের তুলনা করে।

    • @mdsaaduddin5663
      @mdsaaduddin5663 7 หลายเดือนก่อน

      যথাযথ বলেছেন ভাই💚

  • @pritamde4175
    @pritamde4175 ปีที่แล้ว +1

    Warfaze er gaan sunlei jano apna apni chokh bhi he jay love from kolkata

  • @rafsanhossain5093
    @rafsanhossain5093 ปีที่แล้ว +7

    Another masterpiece 🖤
    Warfare forever

  • @saimonbd3668
    @saimonbd3668 ปีที่แล้ว +1

    গভীর 🖤

  • @aatalghor8096
    @aatalghor8096 ปีที่แล้ว +5

    Most versatile band in Bangladesh 🇧🇩

  • @maishakabir1526
    @maishakabir1526 9 หลายเดือนก่อน

    ইন্ট্রো মিউজিকটা প্রাণ পুরা ঠান্ডা করে দেয়!আর "তুমি আমি দুজনায় চলো আবার হারাই" এই পার্ট টা এতো সুন্দর লাগে!!!
    দীর্ঘজীবী হোক ওয়ার্ফেজ। শীঘ্রই ওপেন ফান্ডিং এর বেবস্থা করেন, ব্যান্ডের অগ্রযাত্রার জন্য ফান্ড দিতে চাই

  • @FahimAhmed-Remian
    @FahimAhmed-Remian ปีที่แล้ว +5

    Another masterpiece, as always 🖤✨

  • @KAZIBORHAN-d8w
    @KAZIBORHAN-d8w 8 หลายเดือนก่อน +2

    ❤😮 লাভ ইউ ওয়ারফেইজ😮😮
    স্মৃতির পাতা থেকে

  • @ArifulIslamBSME
    @ArifulIslamBSME ปีที่แล้ว +8

    প্রথম যে ভোকাল গান করেছে তার টাই সেরা হয় এটাই স্বাভাবিক, নতুন নতুন গান চাই পলাশ নূরের কণ্ঠে।

  • @sabbirahamed9745
    @sabbirahamed9745 ปีที่แล้ว

    Warfaze মানে নতুনত্ব বেশ কয়েকটি প্ৰজন্ম পেরিয়ে গেলো। সবই পুরাতন হচ্ছে মানুষ বুড়ো হচ্ছে কিন্তু একটা জিনিস দিন দিন আরো যুবকের মতো তাজা হচ্ছে সেটি আমাদের এই প্রানের ওয়ারফেইজ'