Thank you so much sir... আমি ভীষণ ভাবে কৃতজ্ঞ যে আপনার মত একজন বড় মাপের মানুষ এবং শিল্পী ,আমার মত একটা মেয়ের গান শুনেছেন , তারপর আবার মন্তব্য ও করেছেন।। 🙇🙇🙇 আমি কখনো ভাবিনি এটা আমার সাথে ঘটবে। আমার প্রণাম নেবেন স্যার🙏🙏। সুস্থ থাকবেন🙇🙇🙇
এতো অসাধারণ গায়কী, এমন ভাব সবার মধ্যে থাকে না। তোমার মধ্যে শ্রেয়া ঘোষালের মতোই প্রতিভা আছে, কেন পিছিয়ে আছো। ওঠো এগিয়ে এসো, তোমার প্রতিভা এভাবে নষ্ট কোরো না।
Aditi, তোমার কন্ঠের গান শুনলেই আমার মাঝে একটি দৈব বা স্বর্গীয় অনুভুতির সৃষ্টি হয়। শুধু তাই নয়, তোমার এত সুন্দর গলার গান শোনবার জন্যে পৃথিবীতে আরও কিছু বেশীদিন বেঁচে থাকবার ইচ্ছা করে।
একটা কথা শুনেছিলাম ----- " মুকুট পরা সহজ, কিন্তু সেটাকে মাথায় দীর্ঘদিন পরে থাকাটাই অনেক বেশী কঠিন । " আজকের এই প্রশংসায় না ভেসে এই মধুর কণ্ঠটাকে ঘষামাজা যেন বজায় থাকে । এটুকুই বলতে চেয়েছিলাম । বড় সুন্দর হয়েছে গানটা । সেই কবেকার গান !!!!! আজও অন্তর ছুঁয়ে আছে ।
কতবার যে গানটি শুনেছি! যতবার শুনি মন ভরে যায়। তোমাকে জিবাংলা সারেগামাপার ফাইনালে কেন যে দেখলাম না, জানি না। ঈশ্বর তোমাকে আরও বড় আসরে অধিষ্ঠিত করুক। গৌরাঙ্গ দেবনাথ দিনাজপুর, বাংলাদেশ
সম্পর্ক টা শুধু ৮ বছরের ছিল না। ছিল আরো অনেক বেশি কিছু। কখনো ভাবিনি আমাকে এভাবে একা ফেলে তুমি চলে যাবে অন্য কারো হাত ধরে। কিন্তু আমার বিশ্বাসকে মিথ্যা করে তুমি চলে গিয়েছ। মেনে না নিয়েও মেনে নিতে বাধ্য করেছ। যে ক্ষত দিয়ে গেলে তা কিন্তু কখনোই পূরন হবে না, এ ক্ষত নিয়েই আমাকে আমৃত্যু বেঁচে থাকতে হবে । যার কাছেই থেকো ভালো থেকো সুখী হও। Anu
@@tanmoymodak535 আপনি কি অদিতির সাথে বৈবাহিক সম্পর্কের কথা তুলে ধরেছেন? অর্থাৎ আপনাদের দুইজনার প্রেম বিবাহ পর্য্যন্ত না যাওয়ার ফলে প্রেমের পূর্ণতা প্রাপ্তি ঘটে নি। এটাই বলতে চাইছেন কী? খোলা মনের প্রশ্নের জবাব খোলা মনে দেবেন। প্রীতি ও শুভেচ্ছা জানবেন।
এই গায়কী সেই গায়কী যাতে,"" বিশ্ব চরাচর লুপ্ত হয়ে যায়,জীবন যৌবন গৃাসে""। এত ভালো গেয়ো না তো।ভালো লাগার আবিসটতা আর অবসাদে অসুস্থ হয়ে যাবো। Too good to be true.
দিদি তোমার কন্ঠে সব গান ই একটা অন্য মাত্রা পায়। যা তোমার একান্তই নিজস্ব। আমার একটা গানের অনুরোধ রইল তোমার কাছে। সেটা হলো দূরে আকাশ সামিয়ানা। আশা করি এই গানটি শোনাবে।দিদি তুমি ত তোমার নিজের পছন্দের গান শোনাও খুব ভালো লাগে, আশা করি আমার পছন্দের গান টাও শোনাবে। তোমার গলায় ভীষন ভালো লাগবে।
অদিতি____ প্রাণোচ্ছ্বাসের সঙ্গে একাত্মতাবোধের ঐকান্তিকতায় তুমি গাওয়া প্রতিটি গানের আমি সত্যিকারে অভিভূত,বলার ভাষা পাওয়া যাচ্ছে না। এই গানে সুর ও ছন্দ এক বিশেষ মাত্রা প্রদান করে অন্যভাবে প্রানবন্ত করে তুলেছো। কি মধুর সুর,কি মিষ্টি , আগমন- আরোহণ.....ওহ !!!! কি বলবো!!!! তুমি অনেক বড়ো শিল্পী হবে,,,,,"দেশে আবার একটি মেলোডি Queen পাবে "। সলিল চৌধুরীর সারের গান গুলি পারলে গাইও। কতো বার যে শুনলাম তোমার গান গুলি, হিসাব নেই, মনে হয় বার বার শুনি। তোমার জন্যে অনেক অনেক অনেক দুয়া রইলো। এগিয়ে যাও............
জানিনা আপনার গাওয়া এই গানটি আশা জি শুনেছেন কিনা? তবে এইটুকু বলতে পারি আশা জি আপনার গাওয়া গানটি শোনার পর যদি আপনাকে সামনে পেতেন তাহলে বুকে জড়িয়ে নিয়ে খুব আশীর্বাদ করতেন. এ ব্যাপারে আমি 100 ভাগ নিশ্চিত। আর একটা কথা বলি, মান্না দে'র যেকোনো গান সেটা ওনার কণ্ঠের হোক বা ওনার সুরারোপিত হোক, সেটা গাইবার মতো শিল্পী আজকের দিনে বিরল। আপনি সেই দুঃসাহস দেখিয়েছেন, সেটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।
প্রতিটি গানই শ্রুতিমধুর রুচিসম্মত যতই শুনছি ততই শুনতে ইচ্ছে হচ্ছে। একটা গান শুনতে এসে অনেক গুলো গান শুনলাম। ২০২১,২৩ জুন জামালপুর জেলা থেকে। আমার মতো যারা গান শুনছেন আর কমেন্ট পড়ছেন প্লিজ লাইক দেন।
Aditi did just awesome. ...Nice try. ...GOD BLESS YOU DIDI. .....puro no diner pujo r gaan gulo sob mone pore gelo. ..Asa ji rr ekta OSADHARON gaan....Manna Dey rr asadharon sur. ...
@@aditichakraborty5978 অদিতি , ২০১৫ সনের ৩০ মে তারিখের আনন্দ বাজার পত্রিকায় রাঘব চট্টোপাধ্যায়ের একটি সাক্ষাৎকার ছিল , গোগলে সার্চ করে পড়ে নাও। পড়লে তাঁর সংস্কৃতি বিষয়ক দৃষ্টিভঙ্গি কেমন তা বুঝতে পারবে। পড়া উচিত । গান মূর্খের উপদেশ হলেও শুনবে কিন্তু মা।
মনে হল আপনিই ছোট ই আমার তাই দাদা হিসাবেই বলছি, গায়কি বা কন্ঠ বিচার করার ধৃষ্টতা নেই, কিন্তু আপনার যেটা আছে দেখছি সেটা হল সুরস্রষ্টা দের কাজের উপর অপরিসীম শ্রদ্ধা, যেকোন সাধনার সামনে আগে বিনীত হতে হয়, তাহলেই দেবী সরস্বতী দ্বার খুলে দেন, আপনার গান শুনে মনে হয় সেই হৃদয় নিংড়ানো শ্রদ্ধা এবং নিরহংকার ভাবটি আছে, এটাই আপনাকে কোন একটা জায়গায় নিয়ে যাবে ঠিক আমার বিশ্বাস। আপনি এই প্রজন্মের হয়েও এই প্রজন্মকে চোখে আঙ্গুল দিয়ে দেখালেন যে গানের আধুনিকিকরণ কতটা করা উচিত। ঈশ্বর মঙ্গল করুণ আপনার বোন।
অনিল কুমার রায়। (পার্থ প্রতিমের বাবা।) সংগীত মানব জীবনে এক প্রেমময় প্রসংগ । এর সুর- তাল-লয় -লিরিক ভিন্ন ভিন্ন বিষয়। এক এক জন এক এক বিষয়ে মন্তব্য করে তা সমৃদ্ধ করে থাকেন । ১৯৬৩ সালে স্বনামধন্য গীতিকার প্রায়াত পুলক বন্দপাধ্যায় কর্তৃক রচিত কালজয়ী সংগীত, শিল্পি মান্নাদের সুরে, আশা ভোসলের কণ্ঠে গীত সংগীতটি নতুন করে আবার গাইলেন এ যুগের অসাধারণ শিল্পি অদিতি চক্রবর্তী। সংগীত বিষয়ে অনভিজ্ঞ আমি এক জন সংগীত প্রেমীক মাত্র। শিল্পি অদিতি চক্রবর্তী কণ্ঠে গীত সংগীতটি আমি কতবার শুনেছি তা বলতে পারব না। তবে ষাট উর্দ্ধ বয়োসী বাংলাদেশী মানুষ আমি জীবনে আর কোন গান এতবার আমি শুনিনি। এই শিল্পীর প্রতিভার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা ও শুভকামনা ।'দেবলোক থেকে আসা মা অদিতির সুর সুধা পান করে ' যেন আমি মরতে পারি।
এটাও খুব ভালো গেয়েছো...একটা শুধু বলি প্রথম অন্তরা র শেষ এ যখন তুমি গাইছ বলো আমি কোথায় রইগো ...এই রই গো র ওপর সুক্ষ একটা কাজ আছে যা আশাজী দারুন ভাবে করেছেন ...সেটা একটু খেয়াল koro... other than that তুমি কিছু জায়গা নিজের মতো ইম্প্রভাইস করেছো যা বেশ ভালো হয়েছে! আমি রিয়ালিটি শো এর বিচারক দের মতো বললাম😁 কিন্তু ...মান্না দের সুর এ আজ অব্দি যারা ই গেয়েছেন তাদের কেউ ই আশাজী র মতো সুবিচার করতে পারেন নি ওনার সুর কে...!! খুব ভালো হয়েছে! Keep it up!!
এইমাত্র তোমার কন্ঠে লতা মঙ্গেশকরের গাওয়া "বাশী কেন গায় " শুনে যারপর নাই অভিভূত , আর এখন সেই একই রকমভাবে আশা ভোঁসলের এই গানটি তোমার কন্ঠে শুনে একই অনুভূতি হলো । অসাধারণ অনবদ্য এত সাবলীল , আর ভাষা খুঁজে পাচ্ছি না ভালো লাগা প্রকাশ করার মত । Hats off ❤❤
তোমার গলা ভালো কিন্তু এই সব পুরোনো গান গুলো যারা গেয়েছেন তারা অসম্ভব ফিলিংস দিয়ে গেয়েছেন তাই সেই অনুভূতি না দিলে গান গুলো শুধুই গাওয়া হয়, কিন্তু মন ছোঁয় না।আর এই সব সুর গুলোতে যে সূক্ষ্ম কাজ আছে সে গুলো কে পরিবর্তন করে দিলে নিজের মতো করে গাইলে ঠিকঠাক বলা যায় কিন্তু অপূর্ব বলা যায় না।
ভারী চমৎকার গেয়েছেন ..এক অভাবনীয় অপূর্ব সুন্দর কন্ঠ আপনার ..সুর সাধনায় আছে দাপট ..পারেননা শিল্পী সত্তার সাথে একজন সুরকার হয়ে উঠতে ..আমাদের নতুন যুগের কর্ণধার
একদম Natural Voice... এতো সাবলীল ও অনায়াস প্রয়াসে এতো সুন্দর গান - সত্যি মা সরস্বতীর আশীর্বাদ ছাড়া সম্ভব নয়। আপনার গান শুনলে শরীর ও মনের ক্লান্তির দূর হয়ে যায়। কিছু দিনের জন্য হলেও আপনাকে SUPPORT করার ইচ্ছে থাকলো- এই সম্মান আপনার প্রাপ্য। সাধনা করে এই জায়গায় পৌঁছেছেন। আজীবন এই সাধনা বজায় রাখুন। তন্ময় ভট্টাচার্য ও পরিবার। 🌷🌷💐💐
যে সঙ্গীত সাধনায় তুমি মগ্ন রয়েছো তা ভগবানের আশীর্বাদে আরও গভীরে পৌছক। কিছু বলার নেই বহুদিন বাদে স্বর্নযুগের শিল্পীকে দেখতে পাচ্ছি। অনেক ভালবাসার -আদর -শ্রদ্ধা জানাই। 🌷🎉
Ato mishti gola tomar . I feel really nostalgic when I hear this song.Aditi apu tumi koto ta bhalo gao tumi nije o Janona. Apurbo 🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤unlimited love for you.
❤❤❤❤❤❤❤❤❤❤ আমার প্রিয় দিদি মনি অপূর্ব কলার কণ্ঠ কি সুন্দর সুর মনটা ভরে যায় দিদি তোমার গানটি শুনলে দোয়া করি ভালো থেকো আজীবন পৃথিবীর সর্বোচ্চ শিখরে অল দ্য বেস্ট আল্লাহাফেজ
জীবনে অনেক গান শুনেছি তারপরও আপনার গান প্রথম শুনেই বিশেষণ করার সাহস পাচ্ছি না। নিখুঁত উচ্চারণ আর খোদা প্রদত্ত সুরেলা কন্ঠস্বর সত্যিই চিত্তাকর্ষক এক অব্যাক্ত বিষয় যা অনুভব করা যায় কিন্ত বুঝানো ভীষন কঠিন। বাংলা সংস্কৃতিতে এক নক্ষত্র হয়ে থাকুন সেটাই কাম্য।
Excellent Aditi. Go ahead. Best wishes
Thank you so much sir... আমি ভীষণ ভাবে কৃতজ্ঞ যে আপনার মত একজন বড় মাপের মানুষ এবং শিল্পী ,আমার মত একটা মেয়ের গান শুনেছেন , তারপর আবার মন্তব্য ও করেছেন।। 🙇🙇🙇 আমি কখনো ভাবিনি এটা আমার সাথে ঘটবে। আমার প্রণাম নেবেন স্যার🙏🙏। সুস্থ থাকবেন🙇🙇🙇
❤❤
❤❤
Ohhoo kya baat...❤️❤️❤️❤️❤️❤️
@@aditichakraborty5978 দিদি আপনি আশির্বাদ পেয়ে গেছেন,,,😇😇
পিছনে না তাকিয়ে সামনে এগিয়ে যেতে থাকুন পিছনে তাকানোর একদম সময় নেই ❤️❤️অনেক অনেক ভালোবাসা,,ফেইসবুকে পোস্ট টা দেখে চলে আসলাম 😇😇🙏🙏
এতো অসাধারণ গায়কী, এমন ভাব সবার মধ্যে থাকে না।
তোমার মধ্যে শ্রেয়া ঘোষালের মতোই প্রতিভা আছে, কেন পিছিয়ে আছো। ওঠো এগিয়ে এসো, তোমার প্রতিভা এভাবে নষ্ট কোরো না।
Aditi, তোমার কন্ঠের গান শুনলেই আমার মাঝে একটি দৈব বা স্বর্গীয় অনুভুতির সৃষ্টি হয়। শুধু তাই নয়, তোমার এত সুন্দর গলার গান শোনবার জন্যে পৃথিবীতে আরও কিছু বেশীদিন বেঁচে থাকবার ইচ্ছা করে।
নতুন বোতলে পুরানো সুরা, তবে স্বাদে, সৌরভে এক কথায় চমৎকার।
Ufff apnar comment ta seraaa lagloo❤️❤️❤️❤️
Seriously ...khub sundor comment
অনেক অনেক ধন্যবাদ 🙏🙏🙏..comment টা আমার গানের থেকেও ভাল....😀😀😀
Sundor coment...
Darun comment
আমি বাংলাদেশ থেকে তোমার একজন অন্ধ ভক্ত তোমার গান শুনলে মনের সমস্ত দুঃখ দুর হয়ে যায়।
একটা কথা শুনেছিলাম ----- " মুকুট পরা সহজ, কিন্তু সেটাকে মাথায় দীর্ঘদিন পরে থাকাটাই অনেক বেশী কঠিন । " আজকের এই প্রশংসায় না ভেসে এই মধুর কণ্ঠটাকে ঘষামাজা যেন বজায় থাকে । এটুকুই বলতে চেয়েছিলাম । বড় সুন্দর হয়েছে গানটা । সেই কবেকার গান !!!!! আজও অন্তর ছুঁয়ে আছে ।
Ashal kathata chhilo. “ Mukut para Soja kintu Chhra Kothin”
কতবার যে গানটি শুনেছি! যতবার শুনি মন ভরে যায়। তোমাকে জিবাংলা সারেগামাপার ফাইনালে কেন যে দেখলাম না, জানি না। ঈশ্বর তোমাকে আরও বড় আসরে অধিষ্ঠিত করুক।
গৌরাঙ্গ দেবনাথ
দিনাজপুর, বাংলাদেশ
ঈশ্বর এমন অসাধারণ কণ্ঠ খুব কম মানুষকে দিয়ে থাকেন।
কি অসাধারণ গায়কী, ছোট ছোট হরকত কি নিখুঁত আর কি অবলীলায় গাইলেন, আহা, মন ভরে গেল.... ভালো থাকবেন
অসাধারণ পরিবেশন। গানটি শুনে অতীতের দিনে ফিরে গেলাম। সিনেমায় প্লেব্যাক সিঙ্গার হিসাবে ডাক পাওয়া উচিত। করোনা আবহ কেটে গেলে নিশ্চয় একদিন সেই সংবাদ পাবো।
দিতি দিদির প্রত্যেকটা গান আমার কাছে প্রিয়। যেমন কন্ঠ তেমনি সুর ও ছন্দ। আমি আপনার একজন ভক্ত বাংলাদেশ থেকে। 🖐️এনামুল হক তালুকদার 📣📣📣
সম্পর্ক টা শুধু ৮ বছরের ছিল না। ছিল আরো অনেক বেশি কিছু। কখনো ভাবিনি আমাকে এভাবে একা ফেলে তুমি চলে যাবে অন্য কারো হাত ধরে। কিন্তু আমার বিশ্বাসকে মিথ্যা করে তুমি চলে গিয়েছ। মেনে না নিয়েও মেনে নিতে বাধ্য করেছ। যে ক্ষত দিয়ে গেলে তা কিন্তু কখনোই পূরন হবে না, এ ক্ষত নিয়েই আমাকে আমৃত্যু বেঁচে থাকতে হবে । যার কাছেই থেকো ভালো থেকো সুখী হও। Anu
❤❤❤🎉🎉🎉😮😮😮❤❤❤
@@tanmoymodak535 আপনি কি অদিতির সাথে বৈবাহিক সম্পর্কের কথা তুলে ধরেছেন? অর্থাৎ আপনাদের দুইজনার প্রেম বিবাহ পর্য্যন্ত না যাওয়ার ফলে প্রেমের পূর্ণতা প্রাপ্তি ঘটে নি। এটাই বলতে চাইছেন কী? খোলা মনের প্রশ্নের জবাব খোলা মনে দেবেন। প্রীতি ও শুভেচ্ছা জানবেন।
খুবই মিষ্টি কন্ঠ আপনার। এতো দরদী কন্ঠ। আপনার গাওয়া যেকোন গানই বারবার শুনি।
এই পুরোনো গানগুলো কে তুমি যথাযথ মর্যাদা দিচ্ছ ☺
স্বর্ণযুগের এই গানগুলো তোমার মত প্রতিভা কে পেয়ে আজ পুনরুজ্জীবিত হয়ে উঠছে 😊
মা তোর গান শুনে আমি মনে মনে শিল্পী হয়ে উঠি।
Wife এর সাথে ঝগড়া করার পর শুনছি।।
মন ভালো হয়ে গেল।। ঝগড়া মিটে গেল 😍
wow
কতো বার যে গানটি শুনলাম তবুও মন ভরেনা।কি কন্ঠ আমাদের প্রজন্মের লতা জি।অনেক অনেক ভালোবাসা তোমার জন্য।
অসাধারণ..প্রতিবারের মতো এবারও নতুন করে মুদ্ধ হলাম আপনার স্নিগ্ধ কণ্ঠে। 🥰❤😌
🖤💛🧡
@@kowshikbhowmik9874 aqqqqaaqqqaaqqaaqqaqqqaqqqqqqaqqqqaqqaqqqqqqaaaqqaaqq
@@kowshikbhowmik9874 333333333333
@@kowshikbhowmik9874 3
@@kowshikbhowmik9874 3🦍🦍🦘🦘🦘🦘🦘🦜🦜🦜🦜🦜🦜🐚🐚🐚🦖🐚🐿️🐿️🐿️🐿️🐿️
এই গায়কী সেই গায়কী যাতে,"" বিশ্ব চরাচর লুপ্ত হয়ে যায়,জীবন যৌবন গৃাসে""। এত ভালো গেয়ো না তো।ভালো লাগার আবিসটতা আর অবসাদে অসুস্থ হয়ে যাবো। Too good to be true.
দিদি তোমার কন্ঠে সব গান ই একটা অন্য মাত্রা পায়। যা তোমার একান্তই নিজস্ব। আমার একটা গানের অনুরোধ রইল তোমার কাছে। সেটা হলো দূরে আকাশ সামিয়ানা। আশা করি এই গানটি শোনাবে।দিদি তুমি ত তোমার নিজের পছন্দের গান শোনাও খুব ভালো লাগে, আশা করি আমার পছন্দের গান টাও শোনাবে। তোমার গলায় ভীষন ভালো লাগবে।
অদিতি____
প্রাণোচ্ছ্বাসের সঙ্গে একাত্মতাবোধের ঐকান্তিকতায় তুমি গাওয়া প্রতিটি গানের আমি সত্যিকারে অভিভূত,বলার ভাষা পাওয়া যাচ্ছে না। এই গানে সুর ও ছন্দ এক বিশেষ মাত্রা প্রদান করে অন্যভাবে প্রানবন্ত করে তুলেছো। কি মধুর সুর,কি মিষ্টি , আগমন- আরোহণ.....ওহ !!!! কি বলবো!!!! তুমি অনেক বড়ো শিল্পী হবে,,,,,"দেশে আবার একটি মেলোডি Queen পাবে "। সলিল চৌধুরীর সারের গান গুলি পারলে গাইও। কতো বার যে শুনলাম তোমার গান গুলি, হিসাব নেই, মনে হয় বার বার শুনি। তোমার জন্যে অনেক অনেক অনেক দুয়া রইলো। এগিয়ে যাও............
দিদি আমি বাংলাদেশ থেকে বলছি আপনার গান শুনতে খুব ভালো লাগে
অপূর্ব! অনন্যা তোমার জাদু!! এমনই আরও অনেক অনেক মিষ্টি সুরের মূর্ছনায় ভাসিয়ে নিয়ে যাও....
অসাধারণ দরদ দিয়ে তুমি গানটি গেয়েছো,তোমার কন্ঠে জাদু আছে,
যতবার শুনি ততবারই শূন্য মন পূর্ণ হয়ে যায়। কিন্তু খাতা, পেন সব মজুত থাকলেও তোমাকে পাবো কোথায় যে একটা সই নিয়ে আনন্দে বাড়ী ফিরে আসবো???
দিদি তোমার কাছে এই গানটি শুনে মনটা শান্ত হয়ে গেল ।
খুব ভালো শুধু নয়, অসম্ভব ভালো। গানের জগতে আরও নতুন গান চাই।
জানিনা আপনার গাওয়া এই গানটি আশা জি শুনেছেন কিনা? তবে এইটুকু বলতে পারি আশা জি আপনার গাওয়া গানটি শোনার পর যদি আপনাকে সামনে পেতেন তাহলে বুকে জড়িয়ে নিয়ে খুব আশীর্বাদ করতেন. এ ব্যাপারে আমি 100 ভাগ নিশ্চিত। আর একটা কথা বলি, মান্না দে'র যেকোনো গান সেটা ওনার কণ্ঠের হোক বা ওনার সুরারোপিত হোক, সেটা গাইবার মতো শিল্পী আজকের দিনে বিরল। আপনি সেই দুঃসাহস দেখিয়েছেন, সেটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।
আপনি এতো সুন্দর করে বললেন....অনেক অনেক ধন্যবাদ...আমি সত্যিই ধন্য ও কৃতজ্ঞ..🙏🙏🙏🙏
Khub sunddor voice ❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ভাষা নাই কিছু বলার।শুধুই ভালবাসি জাস্ট
❤❤❤❤❤❤❤❤❤❤❤@@aditichakraborty5978
Bas singar❤🎉
আমি এইরকম Clarity এই রকম মধুরতা খুব কম শিল্পীর কাছেই পেয়েছি .....গায়িকা ম্যাডাম তোমায় স্যালুট 🙏🙏
অদিতির গানটা original এর থেকেও ভাল লেগেছ। আমি বহুবার শুনেছি।
যতবারই শুনি মনে হয় আবারও শুনি,অনেক ভালো লাগে,এমনি করেই তোমার গান শুনতে চাই, রোকশানা,বাংলাদেশ।
aha, chamatkar .... ki sundar misti konthe akdom sabolil bhabe jano atyanta sahaje amon akti gaan ja itimodhye Asha ji mato boro shilpi geye janapyiyo hoyechen, seti akebare jano nijer moto kore Aditi ki je sundar geyeche ta abashyoi bahoba prashangsa pabar jogyo. Khub bhalo, mon bhore jai Aditir gan shune ... anek shubhechchha roilo 😊💖👌
Didi Tomer gola khub sundor protita gan e khub valo lage Amer🥰💓
দারুন একটা গান যতোই শুনি মুগ্ধ হয়ে যায়
কন্ঠস্বর ও দারুণ ❤️
প্রতিটি গানই শ্রুতিমধুর রুচিসম্মত যতই শুনছি ততই শুনতে ইচ্ছে হচ্ছে। একটা গান শুনতে এসে অনেক গুলো গান শুনলাম। ২০২১,২৩ জুন জামালপুর জেলা থেকে। আমার মতো যারা গান শুনছেন আর কমেন্ট পড়ছেন প্লিজ লাইক দেন।
অসাধারণ কণ্ঠ সর আপনার সরস্বতী দেবী র আশীর্বাদ ধন্যা এগিয়ে যান❤❤❤❤❤❤
Very very good Singing......
এই মুহূর্তে ধারেকাছে কেউ নেই . The best . This is the actual essence of Aditi Chakraborty .
তোমার মিষ্টি মধুর আবেগাপ্লুত কণ্ঠে র গান শুনতে ভালো লাগে।
Aditi did just awesome. ...Nice try. ...GOD BLESS YOU DIDI. .....puro no diner pujo r gaan gulo sob mone pore gelo. ..Asa ji rr ekta OSADHARON gaan....Manna Dey rr asadharon sur. ...
তোমার এই অসাধারণ গানের ভিউ সংখ্যা এইমাত্র দুই লক্ষ ছাড়িয়ে যাচ্ছে । এ অতিক্রম উপলক্ষে তোমাকে সস্নেহ অভিনন্দন ও আশীর্বাদ জানাই ।
আপনার মত করে আমিও এতো খেয়াল রাখি না...আপনাকে সত্যিই প্রণাম...🙏🙏🙏😊😊😊😊😊
@@aditichakraborty5978 তোমার মা তোমার যে পরিমান খবর রাখেন সেই পরিমান খবর তুমি অনেক সময় নিজের সম্পর্কে রাখনা --- সেটা কিন্তু আসল সত্য !
@@aditichakraborty5978 অদিতি , ২০১৫ সনের ৩০ মে তারিখের আনন্দ বাজার পত্রিকায় রাঘব চট্টোপাধ্যায়ের একটি সাক্ষাৎকার ছিল , গোগলে সার্চ করে পড়ে নাও। পড়লে তাঁর সংস্কৃতি বিষয়ক দৃষ্টিভঙ্গি কেমন তা বুঝতে পারবে। পড়া উচিত । গান মূর্খের উপদেশ হলেও শুনবে কিন্তু মা।
সত্য মানে? ধ্রুব সত্য ।।
আপনি যে কি বলেন কি বলব?....নিশ্চয়ই পড়ব ।।
অসাধারণ, স্রেফ অসাধারণ। বাংলা গানের অতীতটাই বর্তমান। Period.
মনে হল আপনিই ছোট ই আমার তাই দাদা হিসাবেই বলছি, গায়কি বা কন্ঠ বিচার করার ধৃষ্টতা নেই, কিন্তু আপনার যেটা আছে দেখছি সেটা হল সুরস্রষ্টা দের কাজের উপর অপরিসীম শ্রদ্ধা, যেকোন সাধনার সামনে আগে বিনীত হতে হয়, তাহলেই দেবী সরস্বতী দ্বার খুলে দেন, আপনার গান শুনে মনে হয় সেই হৃদয় নিংড়ানো শ্রদ্ধা এবং নিরহংকার ভাবটি আছে, এটাই আপনাকে কোন একটা জায়গায় নিয়ে যাবে ঠিক আমার বিশ্বাস। আপনি এই প্রজন্মের হয়েও এই প্রজন্মকে চোখে আঙ্গুল দিয়ে দেখালেন যে গানের আধুনিকিকরণ কতটা করা উচিত।
ঈশ্বর মঙ্গল করুণ আপনার বোন।
Ki sundor katha gan tar
Ki sundor gayoki go tomar.
God bless you.
Keep singing .🥰🥰🥰
মান্না দের সুরে আশা ভোঁসলের এই গানটি তুমি এতো সুন্দর করে গাইতে পারো আমি ভাবিনি
খুব সুন্দর যেমন কন্ঠ তেমনি গানের ছন্দ।এক কথায় মনের মতো শিল্পী অদিতি আপু।
এই গানটা আমি 1000 বার এর ও বেশী বার শুনেছি ❤❤❤❤❤❤
আমি সত্যি ই খুব কৃতজ্ঞ এবং ঋণী আপনাদের কাছে , আমার গান কে এতটা ভালোবাসা ও সম্মান দেওয়ার জন্য।🙏🙏
@@aditichakraborty5978 ⭐
এইরকম বাংলা গানের উন্মাদনা আগে কখনো অনুভব করিনি। শুনতেই থাকি। এই সমস্ত গান মাকে গাইতে শুনেছি। থাকলে আজ কি আনন্দই না পেতো। অমৃত পান করছি যেনো ।
খুব 🌹👌🌹খুব 🌹👌🌹খুব👌🌹 সুন্দর🌹👌🌹 সুর🌹👌🌹 দারুণ 🌹👌🌹গলা 🌹👌👌🌹
অনিল কুমার রায়। (পার্থ প্রতিমের বাবা।)
সংগীত মানব জীবনে এক প্রেমময় প্রসংগ । এর সুর- তাল-লয় -লিরিক ভিন্ন ভিন্ন বিষয়। এক এক জন এক এক বিষয়ে মন্তব্য করে তা সমৃদ্ধ করে থাকেন । ১৯৬৩ সালে স্বনামধন্য গীতিকার প্রায়াত পুলক বন্দপাধ্যায় কর্তৃক রচিত কালজয়ী সংগীত, শিল্পি মান্নাদের সুরে, আশা ভোসলের কণ্ঠে গীত সংগীতটি নতুন করে আবার গাইলেন এ যুগের অসাধারণ শিল্পি অদিতি চক্রবর্তী। সংগীত বিষয়ে অনভিজ্ঞ আমি এক জন সংগীত প্রেমীক মাত্র। শিল্পি অদিতি চক্রবর্তী কণ্ঠে গীত সংগীতটি আমি কতবার শুনেছি তা বলতে পারব না। তবে ষাট উর্দ্ধ বয়োসী বাংলাদেশী মানুষ আমি জীবনে আর কোন গান এতবার আমি শুনিনি। এই শিল্পীর প্রতিভার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা ও শুভকামনা ।'দেবলোক থেকে আসা মা অদিতির সুর সুধা পান করে ' যেন আমি মরতে পারি।
গানটির কথা ও সুরের মূর্ছনায় মনকে রাঙ্গিয়ে তোলে চমৎকার কন্ঠের মানুষটি কে অনেক অনেক ভালোবাসা জানাই।
বাঃ। আশাজির গানটার মর্যাদা রেখেছো।
একেবারে অন্তরমহলে পৌঁছে গেল এ গান, অভিনন্দন ভালোবাসা অভিনন্দন।
দিদিভাই , আপনি কি চিনি আর মধু একসাথে মিশিয়ে খান ? এতো মিষ্টি গলা হয় কিভাবে ? চমৎকার !!!
আরে কি যে বলো না দাদা কেন গাইবে না। দিদি ভাই যে আমাদের বাঙ্গালী বোন।
অপূর্ব গানের গলা...খুব ভালো লাগলো ..God bless you...
এটাও খুব ভালো গেয়েছো...একটা শুধু বলি প্রথম অন্তরা র শেষ এ যখন তুমি গাইছ বলো আমি কোথায় রইগো ...এই রই গো র ওপর সুক্ষ একটা কাজ আছে যা আশাজী দারুন ভাবে করেছেন ...সেটা একটু খেয়াল koro... other than that তুমি কিছু জায়গা নিজের মতো ইম্প্রভাইস করেছো যা বেশ ভালো হয়েছে! আমি রিয়ালিটি শো এর বিচারক দের মতো বললাম😁 কিন্তু ...মান্না দের সুর এ আজ অব্দি যারা ই গেয়েছেন তাদের কেউ ই আশাজী র মতো সুবিচার করতে পারেন নি ওনার সুর কে...!! খুব ভালো হয়েছে! Keep it up!!
খুব ভালো লাগলো । আশাজির কেয়েকটি লাইন তোমার নিজের মত
করে গেয়ে ছ । তবুও একটু নজর দিও। Otherwise o.k.
Darun laglo amar
Mool
Khub valo legeche.Sweet voice.❤️❤️
"যদি সে হার নিয়ে কন্ঠে পর" এখানে আশাজ্বী নিজের মত করে "তুমি সে হার নিয়ে কন্ঠে পর" গেয়েছেন। পুলক বন্দোপাধ্যায় সম্ভবত "যদি" লিখেছিলেন
আমি প্রতিদিনই এই গান টা শুনি। এক অদ্ভুত আনন্দ অনুভব করি। খুব সুন্দর।
Dhulokona dekhe ke ke ei Ganta sunte esecho like koro
Ami😅
এতো সার্প গলা আগে শুনেছি বলে মনে নেই! প্রতিটি কথা ও প্রতিটি বাঁক স্পষ্ট।
তুমি দেখতে আমার বড় মেয়েটির মতো,তোমার চাহনি, তোমার অবয়ব.......
আর আমি তোমার গানের ভক্ত।
তোমাকে "মা" বলেই ডাকছি।ভালো থেকো মা।
Tumi veson spl 💕💕💕 maa kali roya6 asirbad
এইমাত্র তোমার কন্ঠে লতা মঙ্গেশকরের গাওয়া "বাশী কেন গায় " শুনে যারপর নাই অভিভূত , আর এখন সেই একই রকমভাবে আশা ভোঁসলের এই গানটি তোমার কন্ঠে শুনে একই অনুভূতি হলো । অসাধারণ অনবদ্য এত সাবলীল , আর ভাষা খুঁজে পাচ্ছি না ভালো লাগা প্রকাশ করার মত । Hats off ❤❤
পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা গানটির মুল সম্পদ। এত মর্মস্পর্শী কথা যিনি লেখেন তাঁর বোধহয় আত্মহত্যা করা ছাড়া উপায় থাকে না।
প্রতিদিন দুপুরটা অদিতি তোমার জন্য,তোমার গানের জন্য।এতো মিষ্টি মধুর স্বরে পুরোনো গানগুলো বারবার শুনতে ইচ্ছে করে।আরো অনেক গান শুনতে চাই অদিতি তোমার কাছে।তোমার দিদি অপেক্ষায় থাকবে নতুন নতুন গান শোনার জন্য।খুব ভালো থেকো তুমি।শুভ দীপাবলীর শুভেচছা তোমাকে ও তোমার পরিবারের সবাইকে।
অদিতি আমি তোমার অন্ধ ভক্ত। তোমার গান না শুনলে আমার ভালো লাগে না।
Vishon Sundar geyecho. Apurbo
তোমার গলা ভালো কিন্তু এই সব পুরোনো গান গুলো যারা গেয়েছেন তারা অসম্ভব ফিলিংস দিয়ে গেয়েছেন তাই সেই অনুভূতি না দিলে গান গুলো শুধুই গাওয়া হয়, কিন্তু মন ছোঁয় না।আর এই সব সুর গুলোতে যে সূক্ষ্ম কাজ আছে সে গুলো কে পরিবর্তন করে দিলে নিজের মতো করে গাইলে ঠিকঠাক বলা যায় কিন্তু অপূর্ব বলা যায় না।
অসাধারণ। দ্ব্যর্থহীন প্রতিভা। ঈশ্বর কল্যাণ করুন। শুভেচ্ছা অন্তহীন।
Eta amar khub priyo gaan. Apnar fresh voice e notun kore valo laglo...
বার বার শুনেও সাধ মেটেনা। কি অপূর্ব মিষ্টি করে গানটি গেয়েছো তুমি।
বড়ো Nostalgic করে দিলে গো ! তুমি যেমন মিষ্টি তেমনি মিষ্টি মধুর কণ্ঠ | এরকমই আরও অনেক অনেক গান শুনিয়ে মন ভরিয়ে দাও সকলের | উজ্জ্বল হোক তোমার ভবিষ্যৎ সঙ্গীতজীবন ❤
খুবই দরদী এবং মিষ্টি গলা। অসাধারণ গেয়েছ 👌👌
প্রতিদিনই নতুন । তোমার কন্ঠে হৃদয় তন্ত্রীর ধুলোপড়া তারগুলো জীবন পায়!
ভারী চমৎকার গেয়েছেন ..এক অভাবনীয় অপূর্ব সুন্দর কন্ঠ আপনার ..সুর সাধনায় আছে দাপট ..পারেননা শিল্পী সত্তার সাথে একজন সুরকার হয়ে উঠতে ..আমাদের নতুন যুগের কর্ণধার
অসাধারণ গায়কি। Excellent!!
Osadharon kontho radhakrishner upor kichu sunte ichhe roilo... Asa kori sunte pabo..... God bless u.
Excellent, চোখে জল এসে গেল, এতো ভালো লাগলো।
"বলো !
আমি কোথায় রই গো,,,,! "
কোথায় পেলে এমন পাগল করা সুর ???
একদম Natural Voice...
এতো সাবলীল ও অনায়াস প্রয়াসে এতো সুন্দর গান - সত্যি মা সরস্বতীর আশীর্বাদ ছাড়া সম্ভব নয়। আপনার গান শুনলে শরীর ও মনের ক্লান্তির দূর হয়ে যায়।
কিছু দিনের জন্য হলেও আপনাকে SUPPORT করার ইচ্ছে থাকলো- এই সম্মান আপনার প্রাপ্য।
সাধনা করে এই জায়গায় পৌঁছেছেন। আজীবন এই সাধনা বজায় রাখুন।
তন্ময় ভট্টাচার্য ও পরিবার।
🌷🌷💐💐
অনেক অনেক বার শুনলাম, ব্যাকরণ বুঝি না শুনতে ভীষন ভাল লাগে
আমি এই গান গুলো প্রথম শুনলাম অনেক ভালো লাগলো।
যে সঙ্গীত সাধনায় তুমি মগ্ন রয়েছো তা ভগবানের আশীর্বাদে আরও গভীরে পৌছক। কিছু বলার নেই বহুদিন বাদে স্বর্নযুগের শিল্পীকে দেখতে পাচ্ছি। অনেক ভালবাসার -আদর -শ্রদ্ধা জানাই। 🌷🎉
বেঁচে থাকো হাজার বছর। বাংলা আধুনিক গান হারিয়ে যাচ্ছিলো, ঠিক সে মুহূর্তেই তোমাদের আবির্ভাব । অন্বেষা শ্রেয়া অদিতি
অসাধারণ প্রতিভা,তুমি দীর্ঘ জীবি হও
এক কথায়..... অসাধারণ...
খুবই মিষ্টি গলা। মন ভরে গেল।
বিউটিফুল অসাধারণ এত সুন্দর, আপনার সুরে এটা শুনতে মধুর লাগছে।।।।।।
aha ki daroon rendition, sweet voice, pagol kora expression. God bless
অপূর্ব কন্ঠস্বর। আর একবার মোহিত হোলাম।
তোমার গান যে কি শান্তি দেয়,সে কাউকে বোঝাতে পারি না।কতবার যে শুনলাম..
চমৎকার মুগ্ধ হয়ে শুনছিলাম
অপূর্ব গলা মন ভরে যাচ্ছে এতদিন কোথায় ছিলে ভাই
Ato mishti gola tomar . I feel really nostalgic when I hear this song.Aditi apu tumi koto ta bhalo gao tumi nije o Janona. Apurbo 🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤unlimited love for you.
অদিতি তোমার কণ্ঠে পুরানো গান গুলো মন প্রাণ ছুঁয়ে যাচ্ছে,খুব খুব ভালো লাগছে।
❤❤❤❤❤❤❤❤❤❤ আমার প্রিয় দিদি মনি অপূর্ব কলার কণ্ঠ কি সুন্দর সুর মনটা ভরে যায় দিদি তোমার গানটি শুনলে দোয়া করি ভালো থেকো আজীবন পৃথিবীর সর্বোচ্চ শিখরে অল দ্য বেস্ট আল্লাহাফেজ
জীবনে অনেক গান শুনেছি তারপরও আপনার গান প্রথম শুনেই বিশেষণ করার সাহস পাচ্ছি না। নিখুঁত উচ্চারণ আর খোদা প্রদত্ত সুরেলা কন্ঠস্বর সত্যিই চিত্তাকর্ষক এক অব্যাক্ত বিষয় যা অনুভব করা যায় কিন্ত বুঝানো ভীষন কঠিন। বাংলা সংস্কৃতিতে এক নক্ষত্র হয়ে থাকুন সেটাই কাম্য।
কত সাবলীল । কি সুন্দর মধুঝরা কণ্ঠ
এক কথায় অসাধারণ l এতো কঠিন গান, এমন সাবলীল ভাবে গাইতে পারার ক্ষমতা সত্যিই বিরল l গানের ভাবও অনবদ্য ভাবে প্রকাশ পেয়েছে
অনেক অনেক ধন্যবাদ আপনাকে।🙏🙏🙏 খুব ভালো থাকবেন 😊😊😊😊
কিংবদন্তি শিল্পী আশা ভোসলের গাওয়া গানটি আপনার কন্ঠে অপূর্ব মিষ্টি লাগলো। শুভকামনা রইল।
Fabulous voice texture.. sweet and very pleasing to the ears..excellent singing madam