অমরজীবন গল্পটা মনে পড়ে গেল। তখনও চোখের জল ধরে রাখা যায়নি, আজও রাখা গেল না। মীর আপনাকে ধন্যবাদ জানাব না। আপনি যে ভাবে তারানাথ থেকে শুরু করে অবলীলায় তান্ত্রিক চরিত্র ফুটিয়ে তুলেছেন, তা মহামায়ার আশীর্বাদ ছাড়া সম্ভব নয়। আর যারা শুনছেন, আশা করি তাঁরাও জানেন এর কোনটাই মিথ্যা নয়। সৎ এবং প্রকৃত সাধনা যে কোনও সাধারণ মানুষকে অসাধারণ উচ্চতায় পৌঁছে দিতে পারে। প্রয়োজন শুধু নির্লোভ এবং একাগ্র চিত্ত। ভাল থাকবেন 🙏
আমি একজন ভাগ্যবতী যে এতো দারুন উপস্থাপনা আমি বিনা ব্যায়ে ভোগ করছি। মীরদা দয়া করে আমাদের কথা ভেবে আপনি এটি সাবস্ক্রিপশন এর অন্তর্ভুক্ত করবেন না। অনেক অনেক ভালবাসা আপনাদের। কতটা অক্লান্ত পরিশ্রমের ফল এটা তার কোনো ধারণা আমাদের নেই। আপনারা এইভাবেই এগিয়ে চলুন আমরা আপনাদের পাশে আছি ভবিষ্যতেও থাকবো। ধন্যবাদ ❤
অসাধারণ। দেবী বজ্র তারার আবির্ভাব, লখাই কে আশীর্বাদ আর পিশাচ বাহিনীর ধুলিস্যাৎ। এর থেকে এটাই বোঝা যায় যে মায়ের ভালোবাসা তার সন্তানের জন্য এক অব্যার্থ রক্ষাকবচ, কোনো মহাভয়ের শক্তি নেই তা খন্ডন করে সন্তানের ক্ষতি করে। "যার মা নেই তার জগতজননী আছেন।" সবচেয়ে বড় তন্ত্র হলো ভালোবাসা।। অতুলনীয় উপস্থাপনা, তন্ত্রের অসীম , নিগূঢ় বিশ্লেষণ সব মিলিয়ে ভীষন চিত্তাকর্ষক ও রোমহর্ষক। ধন্যবাদ টিম গপ্পো মীরের ঠেক।
শেষের ২০ মিনিট পুরো গায়ে কাঁটা দিচ্ছিল... অসাধারণ গল্প পাঠ। আগমবাগিস চরিত্রে সুদীপ বাবুকে কি যে ভালো লাগে !!!! বিশেষ করে উনি যখন মন্ত্র পাঠ করেন তা ওনার কন্ঠে অসাধারণ লাগে। দারুন সুন্দর একটা গল্প। ❤️
সত্যিই just speechless! এবারে ভয়টা কম পেলাম বরং গায়ে কাঁটা দিল, চোখে জল এল, নিজের অজান্তেই দুটো হাত জড়ো হয়ে কপালে উঠে এল। আর মনের মধ্যে ভিড় করে এল জগৎ মাতা মহামায়ার প্রতি একরাশ ভক্তি। লেখকের ভাবনার সার্থকতা আর realistic presentation এ মুগ্ধ হয়ে গেলাম। Hats off team 'Goppo Mir er Thek' 🫡 তোমাদের দ্বারাই সম্ভব boss❤
Mir da, তোমার নিলাম্বরের খিদে, গল্পঃ টা শুনে খুব কেঁদেছিলাম, আর আজ এই গল্পে ভক্তি, ভয়, রোমাঞ্চ, আর তার sathe তোমার ভয়েস, কিছু বলার ভাষা নেই। খুব ভালো লাগলো বললেও কম বলা বলা হবে❤❤
Best Series = Agambagish ❤ Best Story = Drolomar Khorgo 🎉 Best Writer = Avik Sarkar 😊 Best Narrator = Deep Basu ❤ Best Director = Mir Afsar Ali 🎉 Best Platform = Goppo Mir er Thek 😊 (Totally Personal Opinion)
@@Abutalhaislam-bb2nl I am listener of Sunday suspence from the starting. And after hearing many years and many stories I must say deep is nothing in front of Mir . Recently few years deep started narrating more . And I think who says deep is better than Mir they are surely new listener and lockdown kid.😊
তারানাথ তান্ত্রিকের যেমন আলাদা একটা ফ্যানবেশ আছে, সেরকমই বা তার চেয়ে বড় ফ্যানবেশ তৈরি হতে চলেছে কৃষ্ণানন্দ আগম্বাগিস এর 🙏, আরো একটি মাস্টারপিস এর জন্য ধন্যবাদ মির দা । আর গোধূলি দি র কথা কি বা বলি.. 🙏 ধন্যবাদ অভিক সরকার... মাত্র 2-3 টি গল্প শুনেই আপনার একনিষ্ঠ ভক্ত হয়ে গেছি.. 🙏
অসাধারণ গল্প।মন ভরে গেছে শুনে।কি দুর্দান্ত উপস্থাপনা।লখাই এর মা ডাক আর দেবীর তাকে আশীর্বাদ করার দৃশ্য টা চোখে জল এনে দেয়।ধন্যবাদ team goppo mir er thek কে। ধন্যবাদ জানাই লেখক অভিক সরকার কে।Hats off
কি যে অসম্ভব ভালো লেগেছে আমি সেটা কোনো ভাষা দিয়ে ব্যক্ত করতে পারবোনা লখাই এর বজ্র তারা মা কে "মা" বলে ডাকার অনুভূতি টা বলে বোঝানো যাবে না,শুধু অজান্তে চোখ ছলছল করে উঠেছে❤️❤️
মেলাবেন তিনি মেলাবেন - তন্ত্র, ভালবাসা, জাদু, বুড়ো বাচ্চা, হিন্দু, বৌদ্ধ । উপমহাদেশের সেরা folklore লেখা হচ্ছে, পাশ্চাত্য একদিন রিসার্চ করতে আসবে। তখন আমরা বলব হ্যাঁ আমরা সাক্ষী ছিলাম ।।
"ভালোবাসা হল সবচেয়ে বড় তন্ত্র,সবচেয়ে বড় জাদু" - কৃষ্ণানন্দ আগমবাগীশ এই লাইনটা সত্যি বলছি পুরো মনে গিয়ে হিট করে ❤❤❤ আজ গপ্পোমীরের ঠেকের কল্যাণে আবার এই লাইনটা শুনব আর শুনব প্রিয় লেখক অভীক সরকারের দুর্ধর্ষ "আগমবাগীশ" সিরিজের নতুন কাহিনী "দ্রোলমার খড়্গ" 🔥🔥🔥
সত্যি অসাধারণ........... মা জগতজননী কারো অমঙ্গল হতে দিতে পারেন না, কখনও না। অভীক বাবু কে অসংখ্য ধন্যবাদ তার লেখনী বাংলা সাহিত্যকে এভাবেই সমৃদ্ধ করুক। আর শেষে যেটা না বললে পাপ হবে, "মীর স্যার এন্ড টিম যুগ যুগ জিও"
Sorry to say but I couldn’t finish it!! I didn’t have the patience. Avik Sakrak has a pattern. After listening to 3/4 of his stories, it’s predictable.
"ভালবাসা হলো সবচেয়ে বড় তন্ত্র , সবচেয়ে বড় জাদু " .....this line is emotionnnn....😢😢 I am blessed to listen this types of stories .....the thrilling part is 😭😭❤️❤️
অভিক সরকার মানেই রহস্য মানেই জাদু 🥰🥰🥰🥰 লখাই এর কথা গুলো 🥺🥺 কি দূর্দান্ত সাহসী ছেলে ❤❤ আর সর্ব মঙ্গলার উপর দেবী দ্রোলমার আবির্ভাব টা যেন চোখের উপর ফুটে উঠেছিলো। অসাধারণ বললেও খুব কম হবে । এ উপস্থাপন মনে রবে । আর সেই বিখ্যাত লাইন -"ভালোবাসা'ই সবচেয়ে বড় তন্ত্র, সবচেয়ে বড় জাদু" ।।
চোখের জল ধরে রাখতে পারলাম না। এতো সুন্দর উপস্থাপনা, প্রাণ ভরে উপভোগ করলাম।প্রত্যেকটি চরিত্রকে যেন সামনে থেকে প্রত্যক্ষ করছিলাম। জীবন্ত হয়ে ধরা দিয়েছিল একের পর এক ঘটনা গুলো। ধন্যবাদ মীরকে, ধন্যবাদ অভীক বাবুকে, ধন্যবাদ সকল কলাকুশলীদের❤
উফফ্ ! অসাধারণ ভাষায় প্রকাশ করার ক্ষমতা নেই 😢.. মায়ের আবির্ভাব গায়ে কাঁটা দিয়ে উঠল 🙏🌸 ... লখাইয়ের "মা" ডাকে অজান্তেই চোখ থেকে জল গড়িয়ে পড়লো । @goppomirerthek অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে সবটা উপস্থাপনা করার জন্য 🙏
' দ্রোলমার খড়্গ ' শুনে আমি এক কথায় মুগ্ধ অভিভূত হয়ে গেছি......এ এক এমন অপার্থিব কাহিনী... তার সঙ্গে এই অনবদ্য উপস্থাপনা..! সত্যিই চমৎকৃত করে দিয়েছে....!❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ শুনতে শুনতে মনে হচ্ছিল একের পর এক রূদ্ধশ্বাস দৃশ্য দেখতে দেখতে এক অসামান্য ছায়াছবি দেখলাম যেন মোহগ্রস্ত হয়ে.....অপূর্ব... অপূর্ব... অনবদ্য!!👌👌 যত প্রশংসাই করি কম পড়বে মনে হয়.... বারবার চোখ ছাপিয়ে অশ্রু নেমেছে... অন্তর পরিপূর্ণ হয়ে গেছে এক অপার্থিব অনুভূতি তে....! এই কাহিনী গপ্পো মীরের ঠেকের সেরা উপস্থাপনা....👌👌 দিন দিন এই টিমের উৎকর্ষতা বাড়ছে, অনেক যত্নে অনেক প্রচেষ্টায় এমন উৎকর্ষতা প্রাপ্তি হয়..... প্রত্যেকের অভিনয়, সাউন্ড এফেক্ট, নেপথ্য যন্ত্র সঙ্গীতের ব্যবহার সব কিছুই এক কথায় অসাধারণ...👌👌👌 লেখক অভীক সরকার কে অনেক অনেক শ্রদ্ধা...🙏🙏 আর গপ্পো মীরের ঠেক কে অন্তরের গভীরতম ভালবাসা জানাই....💐💐💐
এই কৃষ্ণানন্দ আগামবাগীশ সত্যি বড় সাধক ছিলেন.. এনার কথা মায়ের মুখে শুনেছিলাম ছোট বেলায়.. শুনেছি উনি নাকি কালীপুজোর প্রথম উপাসক.., আমি নবদ্বীপ বাসী হয়ে নিজেকে অনেক ধন্য মনে করি 👏 অনেক গর্ব হয় ... হরে কৃষ্ণ 👏
উনি দক্ষিণা কালীর মূর্তির স্রষ্টা, মায়ের গুহ্য রূপ অপ্রকাশিত ও গৃহীদের জন্য নয় । কৃষ্ণানন্দ আগমবাগীশ এক সুন্দর গল্প সৃষ্টি করেন শিবের বুকের ওপর রাগী মায়ের পা তুলে দাঁড়ানো এবং জিভ বার করে লজ্জায় স্তব্ধ হওয়া , আদপে তা নয় মায়ের পায়ের নিচে শব শিব নয়
@@SoumyadeepDas-jp6tb হ্যাঁ । তবে আমার জানার ইচ্ছা এনার পূর্বে মায়ের পূজা করতেন যারা তারা কি করে করতেন কষ্টি পাথরে মায়ের অবয়ব যেগুলো পাওয়াযায় সেকি এনার আগের না পরের এগুলো একটু জানতে হবে।
মধুসুন্দরী দেবীর দেখা কি পাবো না,তারানাথ? 😒 অভীক সরকার মানেই টানটান উত্তেজনা, একদম দিল শান্ত,দিলের খোরাক পূর্ণ হয় গপ্পো মীরের ঠেকেই। ধন্যবাদ ফ্রম ঢাকা ❤️
নক্ষত্র জাগা রাত্রে ঘুম ভাঙলে, আজও মনে হয়, বিশ্বভুবনে অজস্র মানুষ রয়েছে বটে, তবে মায়া-মমতা পূর্ণ স্নিগ্ধ কোমল মন খুব অল্প সংখ্যক আছে। সহানুভূতি, একটু আন্তরিকতা যেখানে পরিত্যক্ত হচ্ছে,সেখানে সাহিত্য আশীর্বাদের ন্যায় নেমে আসুক। অসংখ্য ধন্যবাদ ক্যাপ্টেন।। ❤🙏🏻
জয়তু মীর আফসার আলী এন্ড টিম , ধন্য ধন্য তোমাদের প্রচেষ্টা, এই সুবৃহৎ কর্মকাণ্ড কে এভাবে ধরাধামে আনার জন্য, মা এর আশীষ তোমাদের সবার উপর পরুক, অভীক দা প্রণাম তোমার লেখনী তে, শত বৎসর পরেও থেকে যাবে এই সাধনা, জয় মা জয় মা জয় মা
Ami literally kede felechi mir da.... oshadharon akta uposthapona" jokhon lokai bollo maa" ufff that line.....voice artist lokai er gola je diache take janai onek onek valobasa...and hats off to the whole team mir da.... R avik sir ke nia kono kotha to hobey na....tini ja srishti korchen ta omor hoa thakbe😭😭😭❤❤❤
ভোগ এর শোনা এই গল্প টা অসাধারন বললেও কম। শুরু থেকে শেষ পর্যন্ত গোটা কাহিনী যেন কল্পনায় দেখতে পাচ্ছিলাম। ধন্যবাদ অভিক বাবু, ধন্যবাদ ক্যাপ্টেন ও তাঁর টিমকে, এতো সুন্দর একটা গল্প উপহার দেওয়ার জন্য
অসাধারণ । অভীক সরকারের পরবর্তী গল্পের অপেক্ষায় রইলাম । আর সুদীপ বাবুর কন্ঠে কৃষ্ণানন্দ আগমবাগীশ এক কথায় অভূতপূর্ব । এই চরিত্রে উনি ছাড়া দ্বিতীয় কাউকে ভাবা যায় না । ধন্যবাদ গপ্পো মীর । সারা দিনের কাজের চাপ r tension ক্ষনিকের জন্য সব উধাও হয়ে যায় ।
এত সুন্দর গল্পে মন জুড়িয়ে যায়....রাজনীতির রং মেখে বাংলা সিরিয়াল, সিনেমা বা ওয়েব সিরিজ গুলো বড্ড বাজে,ফালতু,হাস্যকর।আর অভিনয় বলার মত নয়। সেখানে এই ভাবে গল্প শুনলে মনে হয় চোখ বুজে সিনেমা দেখছি। অনেক you tube চ্যানেল গল্প শোনায়। মীর দা তাদের মধ্যে 1 no. এই সব গল্প ওয়েব সিরিজ বা সিনেমা তে আসেনা,কারণ রাজনীতি। ধন্যবাদ গপ্পো মীর এর ঠেক ❤❤❤❤❤❤
শোনো ভাইয়া আমি মানছি গল্প মিলে ঠেক সব থেকে বড়। খুব দারুন দারুন গল্প পাওয়া যায় এখানে। কিন্তু তুমি সিনেমা ওয়েব সিরিজ না দেখে বিবেচনা না করাটাই সব থেকে ভালো
@soumikkoley659 ভাইয়া আমি ওয়েব সিরিজ দেখি,কিন্তু কিন্তু কিন্তু হৈচৈ ওয়েব এ কত এরকম ভালো সিরিজ করা যেতো,কিন্তু হয় না,আর সিনেমা😁😁 সব নকল আর রিমেক, বাংলার লেখকরা যেসব গল্প লিখে গেছে সেই নিয়ে সিনেমা করলে সাউথ মুভি হার মানবে।সেটা এরা করে না,কারণ তাতে এদের রাইটার কে পয়সা দিতে হবে যে,সেটা মঞ্জুর নয়🫠,অভিনয়গুলো তো খুব সহজ।
@soumikkoley659 আরো বলছি,ভাব একটা চ্যানেল এর কত ওয়েব সিরিজ ভালো হয়,একেন বাবু যেমন হিট ,পর্নো শর্বরী হিট,এরকম হাতে গুণে ৪/৫ টা পাবে। সিনেমা? তাও বাংলা? বল তো কবে বাংলায় একটা ভালো ভূতের মুভি হয়েছে? আরে তারানাথ তান্ত্রিক নিয়ে mx প্লেয়ার একটা সিরিজ বার করেছিল,যেটা আরো ভালো ভাবে present করা যেতো,হিট কিন্তু তারপর বন্ধ। তাই এসব আমরা জানি🙏
এই গল্পটা শুনে পথের পাঁচালী গল্পের কথা মনে পড়ে গেলো কী সুন্দর গ্রামবাংলার মনোরম প্রকৃতির সুমধুর প্রেক্ষাপটের ছোঁয়া গল্পের মধ্যে ফুটে উঠেছে তা বলার অবকাশ থাকে না আর সেই ভোগ গল্পের মতো পৈশাচিক বিভৎসতা এখনও মনে পড়লে শরীরে কাঁটা দেয়🫣😱😰 সত্যিই গপ্পো শোনার এক আশ্চর্য রকমের নেশা লেগে গিয়েছে❤❤❤❤❤ ধন্যবাদ ক্যাপ্টেন মীর এত সুন্দর উপহার দেওয়ার জন্য❤❤❤❤
Onek din por ato valo golpo sonanor jonne dhonyobad Mir da. Golpo sunte sunte 'Bhog' er katha mone porchilo. Aveek Sarkar er lekha golpo te onno romancho thake eta sotti.
"দ্রোলমার খড়্গ" এই গল্পটি অভীক সরকারের সদ্য প্রকাশিত "ডাইনিবুড়ি ও অন্যান্য" বই থেকে নেওয়া হয়েছে 😊 বইটা আমি এখনো সংগ্রহ করে পড়ে উঠতে পারিনি কিন্তু যতজনের রিভিউ দেখেছি সবার একটাই দাবী "আগমবাগীশ" সিরিজের এখনো পর্যন্ত শ্রেষ্ঠ কাহিনী এটিই ❤❤❤ গপ্পোমীরের জন্য পড়ার আগেই শুনতে পাবো আজ আশা করি শীঘ্রই বইটাও পড়তে পাবো 😊
অভিক স্যারের গল্প অদ্বিতীয়,যত লম্বা গল্প তত আনন্দ,আমরা একটা সেই দিনের হারিয়ে যাওয়া সাহিত্যিক পেলাম।ধন্যবাদ সানডে সাসপেন্সের সমস্ত শিল্পীদের,এত সুন্দর গল্প কে কথা দেবার জন্য
অসাধারণ!! অভীক সরকার আমার অন্যতম প্রিয় লেখক। উনার সব গল্পই আমার সংগ্রহে আছে। আর মীর দাকে যাই বলি কম পড়বে। সেরা লাগলো লখাই -এর গলাটি। এধরণের গল্পের অপেক্ষায় থাকলাম, যেখানে অভীক সরকারের কলমে তন্ত্র সম্রাট কৃষ্ণনন্দ আগমবাগীশ আবার বলবেন - "ভালোবাসাই হলো সবচেয়ে বড়ো তন্ত্র, সবচেয়ে বড়ো জাদু।" ❤❤❤
আমাদের এইখানে একটা মাঠ আছে সেই মাঠকে আমরা বাঘার মাঠ বলে জানি, শশ্মানে কালী পূজা হয়🙏🏼,আর গল্পে মাঠের নাম শুনে গল্পের প্রতি ভালোবাসাটা আরো তীব্র হয়ে গেল ❤❤❤❤
1. Magic Starts with the Voice of Mir da as Sarder ❤❤..... 2. Nari soktir theke ar boro kono sokti hoy na seta ei golper proman. ❤ 3. Sob miliye 10/10🎉
অসাধারণ অভূতপূর্ব ❤❤। যেন একটা চলচ্চিত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিবেশন করা হলো। লেখকের আগের গল্পগুলো তো শুনেছিলাম। ভোগ গল্পটা এখনও শুনলে গায়ে কাঁটা দেয়। কিন্তু এই গল্পটিও লেখকের এক অনবদ্য সৃষ্টি হয়ে থাকবে। এত সুন্দর সাবলীল ভাবে প্রতিটি দৃশ্য উনি বর্ণনা করেছেন যে চোখের সামনে ছবিগুলো ভেসে উঠতে কোন অসুবিধা হয়না। সুদীপ স্যার ও জাটিয়া মশাইয়ের অভিনয় গল্পে আলাদা মাত্রা যোগ করেছে। তবে সব থেকে উল্লেখযোগ্য রাজীব স্যারের অভিনয়। কি অসামান্য বাচনভঙ্গি! ওনাকে অনেক কুর্নিশ। আর সব শেষে ক্যাপ্টেন, তুমি একজন আদর্শ লিডার, যে নিজে লড়াই করে অন্যদের লড়াইয়ে সাহস জোগায়। তোমার মত এত অসাধারণ অভিনয় ক্ষমতা ঠেকের ক্যাপ্টেন বলেই হয়তো বাকিরা এত সুন্দর করে আমাদের এক একটা গল্প পরিবেশন করছে। আজ অনেকদিন পরে তোমায় মনের মতো একটা চরিত্রে পেলাম। এই চরিত্র তোমার থেকে ভালো আর কেউ করতে পারতো না। অনেক অনেক ভালোবাসা তোমার আর ঠেকের সবার জন্য। তোমাদের কঠিন পরিশ্রম সত্যি সার্থক।।❤❤❤
বাংলা সাহিত্যের ইতিহাসে মীরদা ও গোধূলী আর বাকী সবাই এর অবদান স্বর্ণাক্ষারে লেখা থাকবে। ভীষণ ভীড় ভিডিও রিলের তাড়া সরিয়ে বিশুদ্ধ নিখাদ বাংলা ভাষায় যে গল্প বাঙালির ঘরে ঘরে পৌঁছে দিয়েছে এর জন্য শতকোটি নমস্কার। বেঁচে থাক বাংলা ভাষা এই ভাবেই হাজার হাজার কোটি আলোক বর্ষ পরেও। ভালো থেকো মীরদা আর বাকী সবাই। গোধূলীর জন্য সন্ধ্যার স্নিগ্ধতা মাখা নির্মম নির্মোহ একরাশ ভালোলাগা। 😇😇😇
@@g_14_animeshdutta40 বয়স অল্প তোমার।প্রতি মুহূর্তে পারসেক বেগে সব কিছু হাস্যকর বলে উড়িয়ে দেওয়ার শখ বা অভ্যাস, সব জায়গায় প্রকাশ না করলেও চলে। লাইনটার অর্থ এই রকম বলা হয়েছে - আজ থেকে পৃথিবী হাজার হাজার কোটি আলোকবর্ষ পথ অতিক্রম করার পরেও যেন একই ভাবে সমান মুগ্ধতা নিয়ে পথ চলে বাংলা ভাষা। ভাষা নদীর মতন। যে পথ অতিক্রম করে সময়ের সারণি ধরে। তার সময়কাল আলোচনা না করে তা দূরত্বের সাথে তুলনা করা হয়েছে । পথ না চলে একটা জায়গায় আবদ্ধ থাকলে, সময় বেড়ে চলে কিন্তু ভাষার বিকাশ হয় না। যাই হোক তোমার ক্ষুদ্র চেতনার স্বল্প বিকাশ না ঘটাই ভালো। না হলে হপকিনস পরিসীমায় তোমাকে রেখে আসতে হবে খিল্লি ওড়ানোর জন্য ।
এই কৃষ্ণানন্দ আগমবাগীশ একজন সত্যিকারের সাধক ছিলেন, বাঙলার প্রথম তান্ত্রিক উনি.. প্রথম কালী মূর্তির প্রচলন করেন উনি.. নবদ্বীপের মানুষ ছিলেন 🙏 তারানাথ তান্ত্রিকের পরে ইনি হলেন আমার best fictional তান্ত্রিক ❤ জয় মা 🌸🙏
আসলে বাংলাতে কালীপুজো শ্মশান এই হতো, ইনি প্রথম সেই কালী কে গৃহে নিয়ে আসেন । "বৃহৎ তন্ত্রসার" নামে ওনার লেখা একটা বই ও আছে, তাই বাস্তব এর ওই চরিত্র এর উপরে ভিত্তি করে Abhik Sarkar এঁকে বানিয়েছেন@@rajanyaraichakrabortyrai2d280
অভিক স্যারের গল্প গুলো Just অসাধারণ লাগে। প্রতি টা গল্পের Plot গুলো খুব ই Unique , ওনার গল্প শোনার পর থেকে দশমহবিদ্যা সম্পর্কে কৌতূহল দিন দিন বেড়েই চলেছে ❤ আপনারা ও কি একমত 😊
এত বড় গল্প, একাগ্রতার সঙ্গে কবে শেষ শুনেছি মনে পড়ে না। যত climax er dikey গল্পটা এগিয়েছে, এমন ঘন ঘন 'goosebumps,' আগে কোনো গল্পের ক্ষেত্রে অনুভব করিনি। Goppo Mir er ঠেক আমাদের শ্রেষ্ঠ সম্পদ। ❤
You r awesome Mir da....thank you so much to you and Sudip da and your whole team.....r special thanks to Avik Sarkar amon sob osadharon golpo rochona korbar jonno ....asa kori tini amon golpo .....amon rochona bare bare korben r amra r o beshi kichu jante parbo ....Thank 😊again 😊😊😊❤❤❤❤❤❤❤
অভিক মহাশয়ের বেশ কয়েকটি গল্প শুনেছি। কিন্তু, "ভোগ" গল্পের মত ওরকম অনুভূতি অন্য কোনোটিতে হয়নি। বাকি গুলো "ভোগ" এর মত না হলেও, সে গুলোও শ্রবণ ইন্দ্রিয় কে আকৃষ্ট করবার জন্যে যথেষ্ঠ। ধন্যবাদ।।
@@SupriyaBhowmick-jw7jo বইটি আমার কাছে নেই, তবে যেহেতু অভিক সরকারের লেখা বই, নিশ্চই পড়ব। আপনার কাছে যদি বইটির সফট কপির কোনো লিংক থাকে এখানে শেয়ার করতে পারেন। বইটি সাজেস্ট করার জন্যে ধ্যবাদ।।
Daruuuun daruuun lekha r daruuun upasthapana ekdom jeno chokher samne ghotona gulo por por dekhte parchi.. Avik Sarkar er best lekha mone hoy etai.. thank you eto sundor vabe present korar jonno. Apnar pokhhei somvob Mir ❤
অনেক দিন পর আবার একটা ভালো গল্প শুনলাম। সেই pasangmara শুনে যেমন দুদিন ঘোরের মধ্যে ছিলাম, এটাতে ও থাকব। অনেকদিন পর খুবই শান্তি পেলাম গল্প শুনে।ধন্যবাদ মীর ও তোমাদের টিম কে।
Medical er preparation er somoy goppo mir er thek er goppo gulo e amay anondo dito sara din porar por golpo sonar anondo ta i alada.Thanks mir da and team goopo mir ❤❤
Narration, Voice acting, Direction, Background score, Cover design...all are god level as expected but the story...I believe " MAA TARA' herself resides in the writer...may " MAA " bless all the people behind this outstanding presentation...and lastly thanks to Mr. Avik Sarkar...you are truly blessed.
তিন ঘণ্টা কোথা দিয়ে কেটে গেলো বুঝতেও পারলাম না। পুরোটাই যেন মোহাবিষ্ট হয়ে ছিলাম। কারোর কথা আর নতুন করে বলার নেই। অসাধারণ উপস্থাপনা। আবার বলি " মহারাজা মীর তোমারে সেলাম "🙏
Akhono obdhi kauriburir mandir & panchamundir ashram valo legeche sobcheye but ei Drolma-r Kharga sune mone hoche amar gaye kanta diye uthlo. Thank you Mir da & Godhuli di thank you so much emon 1ta golpo theke sonanor jonno. Lots of love from Murshidabad.
পুরো ৩ ঘন্টা মাথাটা পুরোই আউলা ঝাউলা করে দিছে,😵💫,,,শুনলাম কানে হেডফোন দিয়ে ভয়েস রিডিওতে,, কিন্তু মনে হচ্ছিলো পুরো চোখের সামনে দেখছি,,,, Mirchi Bangla 💚 শেষের খন্ড টানা ৩ দফা শুনলাম,,যতবার শুনলাম মনে হচ্ছিলো কোথাও বাকি রয়ে গেছে আবার শুনতে হবে আবার শুনতে হবে😍 সত্যিই অভিক সরকারের লোখার কোন তুলোনাই নেই,, সাথে mir ভাইয়ের টিমের মত টিম আমি আর ২য় টা দেখিনি,,সবার প্রতিভা অসাধারণ 💚
অসাধারণ অসাধারণ অসাধারণ একটা গল্প... অভীক সরকারের লেখা যতই শুনছি ততই লেখকের প্রতি ভালোবাসা বেড়ে যাচ্ছে... লেখক আবার মন কেড়ে নিলেন... গল্পটা মনে বাসা করে নিলো... 🫶🏻🫶🏻🫶🏻🫶🏻🫶🏻🫶🏻🫶🏻🫶🏻🫶🏻🫶🏻🫶🏻🫶🏻 মা তাঁরার আবির্ভাব... ছোট্ট লখাই এর মা তাঁরাকে মা বলে ডাকা চোখে জল এনে দিল.. তারপর সর্বমঙ্গলার দেবী দ্রোলমার রুপে শয়তান পিশাচ তান্ত্রিকের মুন্ড কাটা ..... উফফফফফ!!!! অসাধারণ..... সবশেষে কৃষ্ণানন্দ আগমবাগীশ এর উক্তি- পৃথিবীর সবচেয়ে বড় তন্ত্র হল ভালোবাসা... মনটা কেরে নিল... 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻 ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
O my goddness,আমার ২৮ বছর বয়সে এটা মনে হয় সেরা গল্প, জাস্ট অসাধারণ, প্রতি মুহূর্তে রোমাঞ্চকর, শরীরের রন্ধ্রে রন্ধ্রে রোমাঞ্চকতা কাজ করেছে,আর শেষের দিকেতো কোন তুলনা হয় না এতোটাই আমি মোহিত হয়ে গিয়েছিলাম যে যে শরীর কেঁপে কেঁপে উঠেছে আর সাথে চোখে জল। জয় মা আদ্যশক্তি পরমা প্রকৃতি,তারা🙏
যখন সর্বমঙ্গলার মধ্যে মা আবির্ভূত হলেন , সেই মুহূর্তটি সত্যিই অলৌকিক ..... এবং অত্যন্ত নিপুণ ভাবে সেটিকে তুলে ধরা হয়েছে,....আর লখাই এর মত নিষ্পাপ এবং শিশুসুলভ মন ই পারে, মা এর সত্যিকারের আশীর্বাদ পেতে।
দুর্দান্ত হয়েছে অসংখ্য ধন্যবাদ এইরকম সুন্দর গল্প উপহার দেবার জন্য ❤❤❤ শশীশেখরের বুকে পা রাখার জায়গাটায় তো আপনা হতেই নমস্কার চলে এল আমার খুব সুন্দর লাগল ❤❤❤
মীরদা এই সপ্তাহে মনে হল যেন চোখে না দেখেও একটা মুভি দেখলাম। সবকিছুই যেন চোখের সামনে ঘটছিল। সত্যিই খুব অসাধারণ লাগলো। Love you মীরদা এবং ধন্যবাদ🙏💕 গপ্পো মীরের ঠেকের সবাইকে , Love you all❤❤❤❤❤❤❤❤❤❤
Avik Sarkar mahashoyer aro beshi kore lekha uchit, bortomane ei genre e uni e sera.. Atmosphere and voy dutoi create korte paren, and thanks to Mir Sir and his team from my heart..
অসাধারণ মীর দা ❤❤এই দীর্ঘ কাহিনী তে যখনই মনে হচ্ছিল অশুভ শক্তি বোধহয় জিতে গেল, তখনই ভাবছিলাম এই সময় যদি "অমরজীবন" এসে পড়তো, তাহলে ঠিক আমাদের বিপদ থেকে উদ্ধার করতো।
"একমাত্র ভালবাসাই সবথেকে বড় তন্ত্র, সবথেকে বড় যাদু ", কৃষ্ণানন্দ আগমবাগীশ মহাশয়ের এই উক্তিটি যখনই শুনি চোখে জল এসে যায় 😢❤❤❤
তিনি আসছেন,, তিনি আসছেন,,কৃষ্ণানন্দ আগামবাগীশ আসছেন,, আর আসছে তাঁর সেই বিখ্যাত লাইন, "ভালোবাসা হলো সবচেয়ে বড় তন্ত্র,সবচেয়ে বড় জাদু"❤
Thik... valobasa e holo sobcheye boro tantra...
VERY TRUE...Love is always above all, The biggest magic.
l
Attention span কমার জন্য গল্প পড়ার শোনার অভ্যাস চলে গেছে! অনেক দিন পর এমন লেখা ধরে রাখলো পুরো সময় ! দারুণ লেখা ! দারুণ উপস্থাপনা ! ❤
Omggggg!!!!
Sir , it's you!!!!!!
Apnio tahole GMT er sodoshyo holen
Bhog and Sodh Mirchi bangla te shunben
Dada🥹🥹tumio golpo suncho
স্যার আপনার ক্লাস এইমাত্র শেষ করেই আমি গল্প শুনতে এসে কমেন্টটা দেখতে পেলাম।।
Sir 😮😮😮😮 apnio
Dadabhai apni o golpo sonen.
অমরজীবন গল্পটা মনে পড়ে গেল। তখনও চোখের জল ধরে রাখা যায়নি, আজও রাখা গেল না। মীর আপনাকে ধন্যবাদ জানাব না। আপনি যে ভাবে তারানাথ থেকে শুরু করে অবলীলায় তান্ত্রিক চরিত্র ফুটিয়ে তুলেছেন, তা মহামায়ার আশীর্বাদ ছাড়া সম্ভব নয়। আর যারা শুনছেন, আশা করি তাঁরাও জানেন এর কোনটাই মিথ্যা নয়। সৎ এবং প্রকৃত সাধনা যে কোনও সাধারণ মানুষকে অসাধারণ উচ্চতায় পৌঁছে দিতে পারে। প্রয়োজন শুধু নির্লোভ এবং একাগ্র চিত্ত। ভাল থাকবেন 🙏
আমি একজন ভাগ্যবতী যে এতো দারুন উপস্থাপনা আমি বিনা ব্যায়ে ভোগ করছি। মীরদা দয়া করে আমাদের কথা ভেবে আপনি এটি সাবস্ক্রিপশন এর অন্তর্ভুক্ত করবেন না। অনেক অনেক ভালবাসা আপনাদের। কতটা অক্লান্ত পরিশ্রমের ফল এটা তার কোনো ধারণা আমাদের নেই। আপনারা এইভাবেই এগিয়ে চলুন আমরা আপনাদের পাশে আছি ভবিষ্যতেও থাকবো। ধন্যবাদ ❤
Agbarani kotha
Exactly @@fhw3
Tomar poisa beshi hoye geche 😂
আমার তো "মা" নেই। লখাই যখন জগৎজননীকে "মা" বলে ডাকলো। চোখের কোন দিয়ে টপ টপ করে জল পড়তে শুরু করেছে, হাউ মাউ করে কেঁদে ফেলেছি।
ধন্যবাদ মীরের ঠেককে❤
😢😢
😮 cheerup
😢
মিথ্যা কীভাবে বলতে হয় আপনাদের থেকে শিখতে হয়। 😂😂
@subhambanerjee8796 রাগ করবেন না দাদা, ওটা স্ব স্ব ব্যাপার। ভালো থাকবেন ❤️
অসাধারণ। দেবী বজ্র তারার আবির্ভাব, লখাই কে আশীর্বাদ আর পিশাচ বাহিনীর ধুলিস্যাৎ। এর থেকে এটাই বোঝা যায় যে মায়ের ভালোবাসা তার সন্তানের জন্য এক অব্যার্থ রক্ষাকবচ, কোনো মহাভয়ের শক্তি নেই তা খন্ডন করে সন্তানের ক্ষতি করে। "যার মা নেই তার জগতজননী আছেন।" সবচেয়ে বড় তন্ত্র হলো ভালোবাসা।। অতুলনীয় উপস্থাপনা, তন্ত্রের অসীম , নিগূঢ় বিশ্লেষণ সব মিলিয়ে ভীষন চিত্তাকর্ষক ও রোমহর্ষক। ধন্যবাদ টিম গপ্পো মীরের ঠেক।
সবচেয়ে সেরা feedback, এই লেখার সাথে গভীরভাবে সহমত জানাচ্ছি। ❤❤
@@SomaIslam-br8fb ধন্যবাদ আপনাকেও।।🙏❤️
না শুনলে মিস করবেন
জয় মা তারা
জয় মা জগৎ জননী তারা
❤❤❤
Uuzz@@SomaIslam-br8fb
শেষের ২০ মিনিট পুরো গায়ে কাঁটা দিচ্ছিল... অসাধারণ গল্প পাঠ। আগমবাগিস চরিত্রে সুদীপ বাবুকে কি যে ভালো লাগে !!!! বিশেষ করে উনি যখন মন্ত্র পাঠ করেন তা ওনার কন্ঠে অসাধারণ লাগে। দারুন সুন্দর একটা গল্প। ❤️
@@LinaSaha-rx7vc 1000% correct
Onar santo dhir golatao besh 😊
@@moumitasamanta6974 haa
আগ ম বাগীশ মহাশয় নিশ্চয় মায়ের আশীর্বাদ ধন্য ছিলেন
সত্যিই just speechless! এবারে ভয়টা কম পেলাম বরং গায়ে কাঁটা দিল, চোখে জল এল, নিজের অজান্তেই দুটো হাত জড়ো হয়ে কপালে উঠে এল। আর মনের মধ্যে ভিড় করে এল জগৎ মাতা মহামায়ার প্রতি একরাশ ভক্তি। লেখকের ভাবনার সার্থকতা আর realistic presentation এ মুগ্ধ হয়ে গেলাম। Hats off team 'Goppo Mir er Thek' 🫡 তোমাদের দ্বারাই সম্ভব boss❤
Mir da, তোমার নিলাম্বরের খিদে, গল্পঃ টা শুনে খুব কেঁদেছিলাম, আর আজ এই গল্পে ভক্তি, ভয়, রোমাঞ্চ, আর তার sathe তোমার ভয়েস, কিছু বলার ভাষা নেই। খুব ভালো লাগলো বললেও কম বলা বলা হবে❤❤
Uff !!কি অসাধারণ....সর্বমঙ্গলার শশীশেখর এর বুকের ওপর পা রাখার দৃশ্যটি কল্পনা করলে সত্যি গায়ে কাঁটা দিয়ে ওঠে ।❤❤❤❤
এটা শুধু কল্পনা করেই শরীরের সমস্ত রোম দাঁড়িয়ে গিয়েছিল।
এর পর এক অদ্ভুত ভক্তি ,
মা তারা ও মা কালী এর প্রতি বেড়ে উঠেছে আমার
একদম সত্যি , কি অসাধারন
আমার সত্যিই মনে হয়েছিল যেন চোখের সামনে দেখতে পেলাম ঐ দৃশ্য । Goosebumps inducing!!!
Best Series = Agambagish ❤
Best Story = Drolomar Khorgo 🎉
Best Writer = Avik Sarkar 😊
Best Narrator = Deep Basu ❤
Best Director = Mir Afsar Ali 🎉
Best Platform = Goppo Mir er Thek 😊
(Totally Personal Opinion)
No .... Best narrator only one G. O. A. T 🐐 Mirchi DEEP ✔️😈👑
Mirchi
@@Abutalhaislam-bb2nl Mir Afsar Ali is the best narrator and character roles artist
@@sabyasachibir4291 no bro deep is literally underrated voice artist I ever seen 🌎👑
@@Abutalhaislam-bb2nl I am listener of Sunday suspence from the starting. And after hearing many years and many stories I must say deep is nothing in front of Mir . Recently few years deep started narrating more . And I think who says deep is better than Mir they are surely new listener and lockdown kid.😊
তারানাথ তান্ত্রিকের যেমন আলাদা একটা ফ্যানবেশ আছে, সেরকমই বা তার চেয়ে বড় ফ্যানবেশ তৈরি হতে চলেছে কৃষ্ণানন্দ আগম্বাগিস এর 🙏, আরো একটি মাস্টারপিস এর জন্য ধন্যবাদ মির দা । আর গোধূলি দি র কথা কি বা বলি.. 🙏 ধন্যবাদ অভিক সরকার... মাত্র 2-3 টি গল্প শুনেই আপনার একনিষ্ঠ ভক্ত হয়ে গেছি.. 🙏
Taranath tantrik e amar jiban ja eikhne thik agambagish tai, jar boyosh kokhno sesh hoina.
কৃষ্ণানন্দ আগামবাগিশ একজন উচ্চমানের সাধক ছিলেন তাই এটা কোনো কাল্পনিক চরিত্র না। গল্পে বিবরণ খুব পরিচিতজন করে তুলেছে আগামবাগিশ কে। 🙏
Krishnananda Agambagish r ki ki golpo ache bolben kindly?
@RhythmicHorizon2005 অভিক বাবুর বেশিরভাগ গল্পেই উনি থাকেন, যেমন ভোগ , কাউড়ি বুড়ির মন্দির,
1)Bhog, Sodh(Sunday Suspense e hoye geche)
2)Ebong Inquisition(Thriller land cover koreche)
3)Roktofolok
Ei charte golpoi niyei hocche Ebong inquisition boi ta. Tar muddhye roktofolok kono youtube channel cover koreche kina janina)
4) PretJokkho
Bakita pore bolchi.
@@RhythmicHorizon2005
অসাধারণ গল্প।মন ভরে গেছে শুনে।কি দুর্দান্ত উপস্থাপনা।লখাই এর মা ডাক আর দেবীর তাকে আশীর্বাদ করার দৃশ্য টা চোখে জল এনে দেয়।ধন্যবাদ team goppo mir er thek কে। ধন্যবাদ জানাই লেখক অভিক সরকার কে।Hats off
কি যে অসম্ভব ভালো লেগেছে আমি সেটা কোনো ভাষা দিয়ে ব্যক্ত করতে পারবোনা
লখাই এর বজ্র তারা মা কে "মা" বলে ডাকার অনুভূতি টা বলে বোঝানো যাবে না,শুধু অজান্তে চোখ ছলছল করে উঠেছে❤️❤️
মেলাবেন তিনি মেলাবেন - তন্ত্র, ভালবাসা, জাদু, বুড়ো বাচ্চা, হিন্দু, বৌদ্ধ । উপমহাদেশের সেরা folklore লেখা হচ্ছে, পাশ্চাত্য একদিন রিসার্চ করতে আসবে। তখন আমরা বলব হ্যাঁ আমরা সাক্ষী ছিলাম ।।
আমি 'ম' বলি না 'ক' বলি😂 মনে আছে?
Q
@@sknadimsalman3643 অবশ্যই ☺️
ভাগ 😂
@@sknadimsalman3643 mane?
"ভালোবাসা হল সবচেয়ে বড় তন্ত্র,সবচেয়ে বড় জাদু"
- কৃষ্ণানন্দ আগমবাগীশ
এই লাইনটা সত্যি বলছি পুরো মনে গিয়ে হিট করে ❤❤❤
আজ গপ্পোমীরের ঠেকের কল্যাণে আবার এই লাইনটা শুনব আর শুনব প্রিয় লেখক অভীক সরকারের দুর্ধর্ষ "আগমবাগীশ" সিরিজের নতুন কাহিনী "দ্রোলমার খড়্গ" 🔥🔥🔥
Kalkai Santipurar Agomesawari pujo dakha aslm ga kata Diya uthe...
Sudip sir k vlo maniye6e agambagish er character e❤❤
Hmmm
সত্যি অসাধারণ........... মা জগতজননী কারো অমঙ্গল হতে দিতে পারেন না, কখনও না।
অভীক বাবু কে অসংখ্য ধন্যবাদ তার লেখনী বাংলা সাহিত্যকে এভাবেই সমৃদ্ধ করুক।
আর শেষে যেটা না বললে পাপ হবে,
"মীর স্যার এন্ড টিম যুগ যুগ জিও"
Sorry to say but I couldn’t finish it!! I didn’t have the patience. Avik Sakrak has a pattern. After listening to 3/4 of his stories, it’s predictable.
"ভালবাসা হলো সবচেয়ে বড় তন্ত্র , সবচেয়ে বড় জাদু " .....this line is emotionnnn....😢😢 I am blessed to listen this types of stories .....the thrilling part is 😭😭❤️❤️
অভিক সরকার মানেই রহস্য মানেই জাদু 🥰🥰🥰🥰 লখাই এর কথা গুলো 🥺🥺 কি দূর্দান্ত সাহসী ছেলে ❤❤ আর সর্ব মঙ্গলার উপর দেবী দ্রোলমার আবির্ভাব টা যেন চোখের উপর ফুটে উঠেছিলো। অসাধারণ বললেও খুব কম হবে । এ উপস্থাপন মনে রবে । আর সেই বিখ্যাত লাইন -"ভালোবাসা'ই সবচেয়ে বড় তন্ত্র, সবচেয়ে বড় জাদু" ।।
অভীক বাবুর লেখা ভোগ গল্পটির কথা মাথায় এলে এখনো রাতের ঘুম উড়ে যায় 😭❤️
একদমই তাই
Ak dom
আমার শোনা এক রোমহর্ষক গল্পঃ ছিল 😢
Akdome thik vog golpo tii boroi voyankar sunali oo voice ta ga taa Cham Cham bapar
Akdom thik
সেই নয়টা থেকে এই রাত দুটো পর্যন্ত গল্পটি শুনলাম তন্ময় হয়ে, পুরোটা ঘোরের মধ্যে,
সেরা অভিনয় মীর দার, তান্ত্রিকের গলা কাটার পর, কাটা মুণ্ডের যন্ত্রণাক্লিস্ট অভিব্যাক্তি, এই কারণেই মীর দা সর্ব কালের সেরা, সেটা আবারও একবার বুঝলাম,❤❤
same Bro 9 take 2 projonto❤
লখাই যখন জগজ্জননীকে "মা" বলে ডেকে উঠলো - সেই মুহূর্তটা! ❤
@@sucharitadas6567 ঐ মুহূর্ত টা চোখে জল এনে দিলো.....
আর যখন জগজ্জননী ভোলানাথের বুকের উপর পা তুলে দাঁড়ালেন, সেই দৃশ্যটা চোখের উপর ভেসে উঠলো, চোখে জল এনে দিলো!🙏
@@susmitamitra8274 একদমই
@@sucharitadas6567 অসাধারণ মুহূর্ত। চোখে জল আসবেই।
চোখের জল ধরে রাখতে পারলাম না। এতো সুন্দর উপস্থাপনা, প্রাণ ভরে উপভোগ করলাম।প্রত্যেকটি চরিত্রকে যেন সামনে থেকে প্রত্যক্ষ করছিলাম। জীবন্ত হয়ে ধরা দিয়েছিল একের পর এক ঘটনা গুলো।
ধন্যবাদ মীরকে, ধন্যবাদ অভীক বাবুকে, ধন্যবাদ সকল কলাকুশলীদের❤
উফফ্ ! অসাধারণ ভাষায় প্রকাশ করার ক্ষমতা নেই 😢..
মায়ের আবির্ভাব গায়ে কাঁটা দিয়ে উঠল 🙏🌸 ...
লখাইয়ের "মা" ডাকে অজান্তেই চোখ থেকে জল গড়িয়ে পড়লো ।
@goppomirerthek অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে সবটা উপস্থাপনা করার জন্য 🙏
Kobita
এটাকি
@@SrimantaBhunya-df3oq tomake ami nutun dak name dilam (kobita)
' দ্রোলমার খড়্গ ' শুনে আমি এক কথায় মুগ্ধ অভিভূত হয়ে গেছি......এ এক এমন অপার্থিব কাহিনী... তার সঙ্গে এই অনবদ্য উপস্থাপনা..! সত্যিই চমৎকৃত করে দিয়েছে....!❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
শুনতে শুনতে মনে হচ্ছিল একের পর এক রূদ্ধশ্বাস দৃশ্য দেখতে দেখতে এক অসামান্য ছায়াছবি দেখলাম যেন মোহগ্রস্ত হয়ে.....অপূর্ব... অপূর্ব... অনবদ্য!!👌👌
যত প্রশংসাই করি কম পড়বে মনে হয়.... বারবার চোখ ছাপিয়ে অশ্রু নেমেছে... অন্তর পরিপূর্ণ হয়ে গেছে এক অপার্থিব অনুভূতি তে....!
এই কাহিনী গপ্পো মীরের ঠেকের সেরা উপস্থাপনা....👌👌 দিন দিন এই টিমের উৎকর্ষতা বাড়ছে, অনেক যত্নে অনেক প্রচেষ্টায় এমন উৎকর্ষতা প্রাপ্তি হয়.....
প্রত্যেকের অভিনয়, সাউন্ড এফেক্ট, নেপথ্য যন্ত্র সঙ্গীতের ব্যবহার সব কিছুই এক কথায় অসাধারণ...👌👌👌
লেখক অভীক সরকার কে অনেক অনেক শ্রদ্ধা...🙏🙏
আর গপ্পো মীরের ঠেক কে অন্তরের গভীরতম ভালবাসা জানাই....💐💐💐
সব চেয়ে সেরা feedback, এই লেখার সাথে গভীরভাবে সহমত জানাচ্ছি।
আমি মুগ্ধ!
@@SomaIslam-br8fb অনেক অনেক ধন্যবাদ...
Agree 💯
অসাধারণ ! অসাধারণ উপস্থাপনা ! মনে হলো চোখের সামনে ঘটে যেতে দেখলাম। মীরভাই, তুমি নিজে যেমন তুলনাহীন তেমনি তোমার পুরো টিম!
salute 🙏
Kobita
Divided by channels, united by মীরদা। গল্পের শুরুতেই “পাসাং মারা“ vibe পেলাম। তার মানে অসাধারণ হতে চলেছে ।
ছোট্ট লখাই যখন দেবী বজ্রতারা কে "মা" বলেডাকলো, চোখ জল চলে এলো❤❤
রাত ৩ টায় শুনছি, প্রতিটি শব্দ গায়ে কাটা দিচ্ছে,রাতের নিস্তব্দতায় যেন চারিদিকে চরিত্রগুলো উপলব্ধি করতে পারছি। টান টান উত্তেজনা উফ!!! এক কথায় অসাধারণ 🖤
এই কৃষ্ণানন্দ আগামবাগীশ সত্যি বড় সাধক ছিলেন.. এনার কথা মায়ের মুখে শুনেছিলাম ছোট বেলায়.. শুনেছি উনি নাকি কালীপুজোর প্রথম উপাসক.., আমি নবদ্বীপ বাসী হয়ে নিজেকে অনেক ধন্য মনে করি 👏 অনেক গর্ব হয় ... হরে কৃষ্ণ 👏
Kali pujor prothom upasok na uni mayermurti gorechilen ar tontro mote pujor (agam o nigam) marg ta prososto korechilen
উনি দক্ষিণা কালীর মূর্তির স্রষ্টা, মায়ের গুহ্য রূপ অপ্রকাশিত ও গৃহীদের জন্য নয় । কৃষ্ণানন্দ আগমবাগীশ এক সুন্দর গল্প সৃষ্টি করেন শিবের বুকের ওপর রাগী মায়ের পা তুলে দাঁড়ানো এবং জিভ বার করে লজ্জায় স্তব্ধ হওয়া , আদপে তা নয় মায়ের পায়ের নিচে শব শিব নয়
আমাদের বাড়িতে যে কালী বিগ্রহ তে সারা বঙ্গে পুজো হয় সেই বিগ্রহের সৃষ্টিকর্তা উনিই
@@SoumyadeepDas-jp6tb হ্যাঁ । তবে আমার জানার ইচ্ছা এনার পূর্বে মায়ের পূজা করতেন যারা তারা কি করে করতেন কষ্টি পাথরে মায়ের অবয়ব যেগুলো পাওয়াযায় সেকি এনার আগের না পরের এগুলো একটু জানতে হবে।
ফালতু কথা
মধুসুন্দরী দেবীর দেখা কি পাবো না,তারানাথ? 😒
অভীক সরকার মানেই টানটান উত্তেজনা, একদম দিল শান্ত,দিলের খোরাক পূর্ণ হয় গপ্পো মীরের ঠেকেই।
ধন্যবাদ ফ্রম ঢাকা ❤️
Taranath r professor shanku to sob ses hoye geche.
নক্ষত্র জাগা রাত্রে ঘুম ভাঙলে, আজও মনে হয়, বিশ্বভুবনে অজস্র মানুষ রয়েছে বটে, তবে মায়া-মমতা পূর্ণ স্নিগ্ধ কোমল মন খুব অল্প সংখ্যক আছে। সহানুভূতি, একটু আন্তরিকতা যেখানে পরিত্যক্ত হচ্ছে,সেখানে সাহিত্য আশীর্বাদের ন্যায় নেমে আসুক। অসংখ্য ধন্যবাদ ক্যাপ্টেন।। ❤🙏🏻
❤
জয়তু মীর আফসার আলী এন্ড টিম , ধন্য ধন্য তোমাদের প্রচেষ্টা, এই সুবৃহৎ কর্মকাণ্ড কে এভাবে ধরাধামে আনার জন্য, মা এর আশীষ তোমাদের সবার উপর পরুক, অভীক দা প্রণাম তোমার লেখনী তে, শত বৎসর পরেও থেকে যাবে এই সাধনা, জয় মা জয় মা জয় মা
Ami literally kede felechi mir da.... oshadharon akta uposthapona" jokhon lokai bollo maa" ufff that line.....voice artist lokai er gola je diache take janai onek onek valobasa...and hats off to the whole team mir da....
R avik sir ke nia kono kotha to hobey na....tini ja srishti korchen ta omor hoa thakbe😭😭😭❤❤❤
" ভালোবাসাই হলো সবচেয়ে বড়ো তন্ত্র, সবচেয়ে বড়ো জাদু ".......
সেই ভালোবাসাই নিজেদের কাজের মাধ্যমে সমাজে ছড়িয়ে দিচ্ছে " গপ্পো মীরের ঠেক "।
ভোগ এর শোনা এই গল্প টা অসাধারন বললেও কম। শুরু থেকে শেষ পর্যন্ত গোটা কাহিনী যেন কল্পনায় দেখতে পাচ্ছিলাম। ধন্যবাদ অভিক বাবু, ধন্যবাদ ক্যাপ্টেন ও তাঁর টিমকে, এতো সুন্দর একটা গল্প উপহার দেওয়ার জন্য
গল্পটা পুরো শুনলাম শেষের টুকু গায়ে কাঁটা এবং চোখে জল এসে গেল। মায়ের কতো দয়া কল্পনা করা যায় না
অসাধারণ । অভীক সরকারের পরবর্তী গল্পের অপেক্ষায় রইলাম । আর সুদীপ বাবুর কন্ঠে কৃষ্ণানন্দ আগমবাগীশ এক কথায় অভূতপূর্ব । এই চরিত্রে উনি ছাড়া দ্বিতীয় কাউকে ভাবা যায় না । ধন্যবাদ গপ্পো মীর । সারা দিনের কাজের চাপ r tension ক্ষনিকের জন্য সব উধাও হয়ে যায় ।
অসাধারণ, অবিশ্বাস্য, অভূতপূর্ব সাড়া গায়ের লোমকূপ গুলো দাঁড়িয়ে আছে মন্ত্রমুগ্ধের মতন শুনে গেলাম মায়ের অপরূপ লীলার কথা❤।
এত সুন্দর গল্পে মন জুড়িয়ে যায়....রাজনীতির রং মেখে বাংলা সিরিয়াল, সিনেমা বা ওয়েব সিরিজ গুলো বড্ড বাজে,ফালতু,হাস্যকর।আর অভিনয় বলার মত নয়। সেখানে এই ভাবে গল্প শুনলে মনে হয় চোখ বুজে সিনেমা দেখছি। অনেক you tube চ্যানেল গল্প শোনায়। মীর দা তাদের মধ্যে 1 no. এই সব গল্প ওয়েব সিরিজ বা সিনেমা তে আসেনা,কারণ রাজনীতি।
ধন্যবাদ গপ্পো মীর এর ঠেক ❤❤❤❤❤❤
একদম আমার মনের কথা বললেন, অনেক দিন হলো এই সব আমি একেবারেই দেখা বন্ধ করে দিয়েছি। ডকুমেন্টারি, অডিও স্টোরি আর পুরোনো কিছু classic ই শেষ সম্বল।
না এলেই ভালো,, নীরেন ভাদুড়ীর তো মেরে দিয়েছে পুরো
শোনো ভাইয়া আমি মানছি গল্প মিলে ঠেক সব থেকে বড়। খুব দারুন দারুন গল্প পাওয়া যায় এখানে। কিন্তু তুমি সিনেমা ওয়েব সিরিজ না দেখে বিবেচনা না করাটাই সব থেকে ভালো
@soumikkoley659 ভাইয়া আমি ওয়েব সিরিজ দেখি,কিন্তু কিন্তু কিন্তু হৈচৈ ওয়েব এ কত এরকম ভালো সিরিজ করা যেতো,কিন্তু হয় না,আর সিনেমা😁😁 সব নকল আর রিমেক, বাংলার লেখকরা যেসব গল্প লিখে গেছে সেই নিয়ে সিনেমা করলে সাউথ মুভি হার মানবে।সেটা এরা করে না,কারণ তাতে এদের রাইটার কে পয়সা দিতে হবে যে,সেটা মঞ্জুর নয়🫠,অভিনয়গুলো তো খুব সহজ।
@soumikkoley659 আরো বলছি,ভাব একটা চ্যানেল এর কত ওয়েব সিরিজ ভালো হয়,একেন বাবু যেমন হিট ,পর্নো শর্বরী হিট,এরকম হাতে গুণে ৪/৫ টা পাবে।
সিনেমা? তাও বাংলা? বল তো কবে বাংলায় একটা ভালো ভূতের মুভি হয়েছে? আরে তারানাথ তান্ত্রিক নিয়ে mx প্লেয়ার একটা সিরিজ বার করেছিল,যেটা আরো ভালো ভাবে present করা যেতো,হিট কিন্তু তারপর বন্ধ। তাই এসব আমরা জানি🙏
বিষয় যখন তন্ত্র vs তন্ত্র …. গল্পঃ তখন তুঙ্গে …. 🙏🏻 অভিক সরকার দারুন boss …. Thanks to Mir Da and পুরো ঠেক বাসীকে ❤ …. এরকম গল্পঃ পুরো একটা মাইলস্টোন
@@imondemon hi
Kobita
এই গল্পটা শুনে পথের পাঁচালী গল্পের কথা মনে পড়ে গেলো কী সুন্দর গ্রামবাংলার মনোরম প্রকৃতির সুমধুর প্রেক্ষাপটের ছোঁয়া গল্পের মধ্যে ফুটে উঠেছে তা বলার অবকাশ থাকে না আর সেই ভোগ গল্পের মতো পৈশাচিক বিভৎসতা এখনও মনে পড়লে শরীরে কাঁটা দেয়🫣😱😰 সত্যিই গপ্পো শোনার এক আশ্চর্য রকমের নেশা লেগে গিয়েছে❤❤❤❤❤ ধন্যবাদ ক্যাপ্টেন মীর এত সুন্দর উপহার দেওয়ার জন্য❤❤❤❤
রাত 9টাই শুনতে বসেছিলাম ভাবছিলাম 1 ঘন্টা শুনে ঘুমিয়ে পড়ব ।। তারপর পুরো গল্প টা শুনিয়ে ছারলে মীর দা❤❤
দেবদর্শনের পর এত বড়ো গল্প শুনলাম ।। ❤❤❤❤
Onek din por ato valo golpo sonanor jonne dhonyobad Mir da. Golpo sunte sunte 'Bhog' er katha mone porchilo. Aveek Sarkar er lekha golpo te onno romancho thake eta sotti.
৫ বছরের ছোট্ট লখাই যখন দেবী বজ্রতারা কে "মা" বলে ডাকলো, চোখে জল চলে এলো...!!
Thts the beauty of avik sarkar♥️♥️
Same 🥰
"দ্রোলমার খড়্গ" এই গল্পটি অভীক সরকারের সদ্য প্রকাশিত "ডাইনিবুড়ি ও অন্যান্য" বই থেকে নেওয়া হয়েছে 😊 বইটা আমি এখনো সংগ্রহ করে পড়ে উঠতে পারিনি কিন্তু যতজনের রিভিউ দেখেছি সবার একটাই দাবী "আগমবাগীশ" সিরিজের এখনো পর্যন্ত শ্রেষ্ঠ কাহিনী এটিই ❤❤❤
গপ্পোমীরের জন্য পড়ার আগেই শুনতে পাবো আজ আশা করি শীঘ্রই বইটাও পড়তে পাবো 😊
না ইনকুইজিশন সেরার সেরা গল্পঃ আগমবাগীশ সিরিজের।
থ্রিলারল্যান্ড চ্যানেলে পাবেন।
@bhappystaypositive শুনেছি বেশ ভালো লেগেছে 😊
❤❤❤❤❤❤❤
Agambagish series te aar ki ki royeche?
অভিক স্যারের গল্প অদ্বিতীয়,যত লম্বা গল্প তত আনন্দ,আমরা একটা সেই দিনের হারিয়ে যাওয়া সাহিত্যিক পেলাম।ধন্যবাদ সানডে সাসপেন্সের সমস্ত শিল্পীদের,এত সুন্দর গল্প কে কথা দেবার জন্য
এটা তো সানডে সাসপেন্ড নয়, গপ্পো মিরের ঠেক।
অসাধারণ!! অভীক সরকার আমার অন্যতম প্রিয় লেখক। উনার সব গল্পই আমার সংগ্রহে আছে। আর মীর দাকে যাই বলি কম পড়বে।
সেরা লাগলো লখাই -এর গলাটি।
এধরণের গল্পের অপেক্ষায় থাকলাম, যেখানে অভীক সরকারের কলমে তন্ত্র সম্রাট কৃষ্ণনন্দ আগমবাগীশ আবার বলবেন - "ভালোবাসাই হলো সবচেয়ে বড়ো তন্ত্র, সবচেয়ে বড়ো জাদু।"
❤❤❤
❤❤❤এই চ্যানেলে অনেক দিন পর এমন একটি অসাধারণ গপ্পো শুনলাম ❤ আহা মনে অনন্তর ভক্তির আবির্ভাব ঘটে গেলো 🙏🏻❤❤❤
শুনতে শুনতে চোখে জল এসে যাচ্ছিলো❤❤
Maa ke thik evabei chai 😢😢😢🙏🙏🙏 ja kichu kharap tumi dhongsho koro, protita narir mddhe diye tumi esho maa. Ki je bhalo lglo mukhe prokash korte parchi na. Chokh diye jol porche. Goppo mir asadharan, apurbo, onek onek onek subhokamona roilo ❤❤❤❤❤❤❤❤
আমাদের এইখানে একটা মাঠ আছে সেই মাঠকে আমরা বাঘার মাঠ বলে জানি, শশ্মানে কালী পূজা হয়🙏🏼,আর গল্পে মাঠের নাম শুনে গল্পের প্রতি ভালোবাসাটা আরো তীব্র হয়ে গেল ❤❤❤❤
কোথায় বাড়ি?
1:02:53 কতো সহজভাবে ভক্তিযোগ আর জ্ঞানযোগ বুঝিয়ে দিলেন লেখক... সত্যিই অসাধারণ...
এত ভালো গল্প , গায়ে কাঁটা দিচ্ছে , লখাইয়ের গলা টা খুব মিষ্টি আদুরে ,মা ডাক , খুব খুব সুন্দর গল্প ❤❤ ধন্যবাদ চ্যানেলকে , ধন্যবাদ গপ্পো মিরের ঠেক এত সুন্দর গল্প উপহার দেওয়ার জন্য
কিচ্ছু বলার ভাষা নেই .....just pure goosebumps..... Ufffff ki sunlam....avik sarkar a legendary writter....
1. Magic Starts with the Voice of Mir da as Sarder ❤❤.....
2. Nari soktir theke ar boro kono sokti hoy na seta ei golper proman. ❤
3. Sob miliye 10/10🎉
অসাধারণ.. গল্প শেষে লখাই এর জন্য অজান্তেই দু-ফোঁটা জল আমার চোখ দিয়েও গড়িয়ে পড়ল।।
অসাধারণ অভূতপূর্ব ❤❤। যেন একটা চলচ্চিত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিবেশন করা হলো। লেখকের আগের গল্পগুলো তো শুনেছিলাম। ভোগ গল্পটা এখনও শুনলে গায়ে কাঁটা দেয়। কিন্তু এই গল্পটিও লেখকের এক অনবদ্য সৃষ্টি হয়ে থাকবে। এত সুন্দর সাবলীল ভাবে প্রতিটি দৃশ্য উনি বর্ণনা করেছেন যে চোখের সামনে ছবিগুলো ভেসে উঠতে কোন অসুবিধা হয়না। সুদীপ স্যার ও জাটিয়া মশাইয়ের অভিনয় গল্পে আলাদা মাত্রা যোগ করেছে। তবে সব থেকে উল্লেখযোগ্য রাজীব স্যারের অভিনয়। কি অসামান্য বাচনভঙ্গি! ওনাকে অনেক কুর্নিশ। আর সব শেষে ক্যাপ্টেন, তুমি একজন আদর্শ লিডার, যে নিজে লড়াই করে অন্যদের লড়াইয়ে সাহস জোগায়। তোমার মত এত অসাধারণ অভিনয় ক্ষমতা ঠেকের ক্যাপ্টেন বলেই হয়তো বাকিরা এত সুন্দর করে আমাদের এক একটা গল্প পরিবেশন করছে। আজ অনেকদিন পরে তোমায় মনের মতো একটা চরিত্রে পেলাম। এই চরিত্র তোমার থেকে ভালো আর কেউ করতে পারতো না। অনেক অনেক ভালোবাসা তোমার আর ঠেকের সবার জন্য। তোমাদের কঠিন পরিশ্রম সত্যি সার্থক।।❤❤❤
Khub tension hocchilo kaal raat theke , Aaj ses er kotha gulo sune , mon ta onek halka hoyeche , sotti golpo ta khub khub khub valo legeche ❤❤🥹🥹🥹🥹
uffff৷ অসাধারণ 😮😮😮❤❤❤❤ মানে কাউরিবুড়ি,ভোগ এটা অভিক সরকার রক,,আর যারা যারা কন্ঠ দিয়েছে তারা ত অনব্য😢😮😮😮,,মাশাআল্লাহ
বাংলা সাহিত্যের ইতিহাসে মীরদা ও গোধূলী আর বাকী সবাই এর অবদান স্বর্ণাক্ষারে লেখা থাকবে। ভীষণ ভীড় ভিডিও রিলের তাড়া সরিয়ে বিশুদ্ধ নিখাদ বাংলা ভাষায় যে গল্প বাঙালির ঘরে ঘরে পৌঁছে দিয়েছে এর জন্য শতকোটি নমস্কার। বেঁচে থাক বাংলা ভাষা এই ভাবেই হাজার হাজার কোটি আলোক বর্ষ পরেও। ভালো থেকো মীরদা আর বাকী সবাই। গোধূলীর জন্য সন্ধ্যার স্নিগ্ধতা মাখা নির্মম নির্মোহ একরাশ ভালোলাগা। 😇😇😇
আমি এটাই ভাবছিলাম।
আলোকবর্ষ টা খুব সম্ভবত দৈর্ঘ্যের একক!💀
@@g_14_animeshdutta40 বয়স অল্প তোমার।প্রতি মুহূর্তে পারসেক বেগে সব কিছু হাস্যকর বলে উড়িয়ে দেওয়ার শখ বা অভ্যাস, সব জায়গায় প্রকাশ না করলেও চলে।
লাইনটার অর্থ এই রকম বলা হয়েছে - আজ থেকে পৃথিবী হাজার হাজার কোটি আলোকবর্ষ পথ অতিক্রম করার পরেও যেন একই ভাবে সমান মুগ্ধতা নিয়ে পথ চলে বাংলা ভাষা। ভাষা নদীর মতন। যে পথ অতিক্রম করে সময়ের সারণি ধরে। তার সময়কাল আলোচনা না করে তা দূরত্বের সাথে তুলনা করা হয়েছে । পথ না চলে একটা জায়গায় আবদ্ধ থাকলে, সময় বেড়ে চলে কিন্তু ভাষার বিকাশ হয় না।
যাই হোক তোমার ক্ষুদ্র চেতনার স্বল্প বিকাশ না ঘটাই ভালো। না হলে হপকিনস পরিসীমায় তোমাকে রেখে আসতে হবে খিল্লি ওড়ানোর জন্য ।
😂😂😂😂😂😂😂😂😂
এই কৃষ্ণানন্দ আগমবাগীশ একজন সত্যিকারের সাধক ছিলেন, বাঙলার প্রথম তান্ত্রিক উনি.. প্রথম কালী মূর্তির প্রচলন করেন উনি.. নবদ্বীপের মানুষ ছিলেন 🙏
তারানাথ তান্ত্রিকের পরে ইনি হলেন আমার best fictional তান্ত্রিক ❤ জয় মা 🌸🙏
উনি কি বাস্তবে ছিলেন নাকি fiction character ? একটু clear করবেন প্লিজ.
আসলে বাংলাতে কালীপুজো শ্মশান এই হতো, ইনি প্রথম সেই কালী কে গৃহে নিয়ে আসেন । "বৃহৎ তন্ত্রসার" নামে ওনার লেখা একটা বই ও আছে, তাই বাস্তব এর ওই চরিত্র এর উপরে ভিত্তি করে Abhik Sarkar এঁকে বানিয়েছেন@@rajanyaraichakrabortyrai2d280
@@rajanyaraichakrabortyrai2d280
Fictionalised representation of a historical character.
@swapanzameen6302 OK. Thank you.
Prothom tantrik na. Kintu first famous tini
সন্নিগ্ধর ভয়েসটা খুব সুন্দর😍💓। যেমন গল্প ঠিক তেমনই উপস্থাপনা ❤❤। অসাধারণ, অনবদ্য।
পরবর্তীতে এরকমই সুন্দর সুন্দর গল্পের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ মীর দা 🙏🏻
এসব বড় দামী উপহার। মা সরস্বতী কারুর গলায় বসেছেন, কারুর কলমে। এমনই চলুক। অনন্ত পথ ধরে। জয় মা❤
এখনো শুনিনি গল্পঃ টা এবার শুনতে শুরু করবো একেই ভুতের গল্পঃ তাও আবার তিন ঘণ্টার উপরে মীর দা তুমি তো আজ পুরো ফাটিয়ে দিয়েছ ❤😊😍।
হ্যাঁ
লাল
শোধৃ😊 ঋধৃশশশশৃঋধৃঋঋশ।শৃললৃধোশশশৃঋলৃ
Onekdin por.. Eto nikhut ekta golpo sunlam❤❤
শুনেই দেখুন পাগল করে গল্প 🤩 just fatafati
"যার মা নেই তার স্বয়ং জগন্মাতা আছেন" গল্পের অন্যতম সেরা লাইন ❤❤❤
The sound effects and the instrumentals are amazing and worth praising
এককথায় অসাধারণ, অনবদ্য। কি অপূর্ব রচনা, কি অতুলনীয় উপস্থাপনা, কি অসামান্য অভিনয়, অব্যক্ত অভিজ্ঞতা। যুগ যুগ ধরে বেঁচে থাকুক গপ্পো মিরের ঠেক।
অভিক স্যারের গল্প গুলো Just অসাধারণ লাগে। প্রতি টা গল্পের Plot গুলো খুব ই Unique , ওনার গল্প শোনার পর থেকে দশমহবিদ্যা সম্পর্কে কৌতূহল দিন দিন বেড়েই চলেছে ❤ আপনারা ও কি একমত 😊
Avik Sarker story bole search korechilam , dekhlam Mir da 6 ghonta agei ai golpota upload koreche , rat jome khir ❤️🔥
এত বড় গল্প, একাগ্রতার সঙ্গে কবে শেষ শুনেছি মনে পড়ে না। যত climax er dikey গল্পটা এগিয়েছে,
এমন ঘন ঘন 'goosebumps,' আগে কোনো গল্পের ক্ষেত্রে অনুভব করিনি। Goppo Mir er ঠেক আমাদের শ্রেষ্ঠ সম্পদ। ❤
You r awesome Mir da....thank you so much to you and Sudip da and your whole team.....r special thanks to Avik Sarkar amon sob osadharon golpo rochona korbar jonno ....asa kori tini amon golpo .....amon rochona bare bare korben r amra r o beshi kichu jante parbo ....Thank 😊again 😊😊😊❤❤❤❤❤❤❤
3.09.37 এই মুহুর্তে সব যেন সত্যি করেই থেমে গেল... উফফফ .. অভিক বাবু কি অসাধারণ... আর জিএমটি কে কি বলবো !!!!!❤❤❤❤❤❤
ওটাকি
অভিক মহাশয়ের বেশ কয়েকটি গল্প শুনেছি। কিন্তু, "ভোগ" গল্পের মত ওরকম অনুভূতি অন্য কোনোটিতে হয়নি। বাকি গুলো "ভোগ" এর মত না হলেও, সে গুলোও শ্রবণ ইন্দ্রিয় কে আকৃষ্ট করবার জন্যে যথেষ্ঠ।
ধন্যবাদ।।
Ebong incuijision boi ta pore dekhun
@@SupriyaBhowmick-jw7jo otar audio-story Thriller Land channel e ache .
Darun presentation oder . Shune dekhte paren.
@@SupriyaBhowmick-jw7jo বইটি আমার কাছে নেই, তবে যেহেতু অভিক সরকারের লেখা বই, নিশ্চই পড়ব।
আপনার কাছে যদি বইটির সফট কপির কোনো লিংক থাকে এখানে শেয়ার করতে পারেন।
বইটি সাজেস্ট করার জন্যে ধ্যবাদ।।
Inquisition
Golpo khali sunle hobe? Porte hobe
গল্পটা শুনলাম। বেশ ভালো শিহরণ জাগানো গল্প। সবচেয়ে ভালো লাগলো লখাই-এর মুখে "মা" ডাকটা। গায়ের লোম দাঁড়িয়ে গেলো।
Daruuuun daruuun lekha r daruuun upasthapana ekdom jeno chokher samne ghotona gulo por por dekhte parchi.. Avik Sarkar er best lekha mone hoy etai.. thank you eto sundor vabe present korar jonno. Apnar pokhhei somvob Mir ❤
অনেক দিন পর আবার একটা ভালো গল্প শুনলাম। সেই pasangmara শুনে যেমন দুদিন ঘোরের মধ্যে ছিলাম, এটাতে ও থাকব। অনেকদিন পর খুবই শান্তি পেলাম গল্প শুনে।ধন্যবাদ মীর ও তোমাদের টিম কে।
Medical er preparation er somoy goppo mir er thek er goppo gulo e amay anondo dito sara din porar por golpo sonar anondo ta i alada.Thanks mir da and team goopo mir ❤❤
Narration, Voice acting, Direction, Background score, Cover design...all are god level as expected but the story...I believe " MAA TARA' herself resides in the writer...may " MAA " bless all the people behind this outstanding presentation...and lastly thanks to Mr. Avik Sarkar...you are truly blessed.
লখাই যখন "মা" বলে উঠলো বুকের ভিতরটা কিরকম যেন করে উঠল.... আর অজান্তেই চোখে জল চলে এল ❤
তিন ঘণ্টা কোথা দিয়ে কেটে গেলো বুঝতেও পারলাম না। পুরোটাই যেন মোহাবিষ্ট হয়ে ছিলাম। কারোর কথা আর নতুন করে বলার নেই। অসাধারণ উপস্থাপনা। আবার বলি " মহারাজা মীর তোমারে সেলাম "🙏
অপূর্ব অনুভূতি! লেখক তার অসাধারণ প্রতিভা আরও একবার প্রমাণ করলেন।
taradash bondopaddhay er por ei somoy sob theke osadharon tantrik golpo lekhok Avik sarkar
Akhono obdhi kauriburir mandir & panchamundir ashram valo legeche sobcheye but ei Drolma-r Kharga sune mone hoche amar gaye kanta diye uthlo.
Thank you Mir da & Godhuli di thank you so much emon 1ta golpo theke sonanor jonno.
Lots of love from Murshidabad.
পুরো ৩ ঘন্টা মাথাটা পুরোই আউলা ঝাউলা করে দিছে,😵💫,,,শুনলাম কানে হেডফোন দিয়ে ভয়েস রিডিওতে,, কিন্তু মনে হচ্ছিলো পুরো চোখের সামনে দেখছি,,,, Mirchi Bangla 💚 শেষের খন্ড টানা ৩ দফা শুনলাম,,যতবার শুনলাম মনে হচ্ছিলো কোথাও বাকি রয়ে গেছে আবার শুনতে হবে আবার শুনতে হবে😍 সত্যিই অভিক সরকারের লোখার কোন তুলোনাই নেই,, সাথে mir ভাইয়ের টিমের মত টিম আমি আর ২য় টা দেখিনি,,সবার প্রতিভা অসাধারণ 💚
🧡🧡
Mirchi Bangla না বলুন গপ্পো মীর এর ঠেক
অসাধারণ অসাধারণ অসাধারণ একটা গল্প... অভীক সরকারের লেখা যতই শুনছি ততই লেখকের প্রতি ভালোবাসা বেড়ে যাচ্ছে... লেখক আবার মন কেড়ে নিলেন... গল্পটা মনে বাসা করে নিলো...
🫶🏻🫶🏻🫶🏻🫶🏻🫶🏻🫶🏻🫶🏻🫶🏻🫶🏻🫶🏻🫶🏻🫶🏻
মা তাঁরার আবির্ভাব...
ছোট্ট লখাই এর মা তাঁরাকে মা বলে ডাকা চোখে জল এনে দিল..
তারপর সর্বমঙ্গলার দেবী দ্রোলমার রুপে শয়তান পিশাচ তান্ত্রিকের মুন্ড কাটা .....
উফফফফফ!!!! অসাধারণ.....
সবশেষে কৃষ্ণানন্দ আগমবাগীশ এর উক্তি- পৃথিবীর সবচেয়ে বড় তন্ত্র হল ভালোবাসা... মনটা কেরে নিল...
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
আহা!
মন প্রাণ জুড়িয়ে গেল। ❤😊
ধন্যবাদ গপ্পো মির 🫠
দেবী "দ্রোল' ‘মা’-র কাছে সাগ্রহে..আশীর্বাদ নিয়েই আজ না হয় গল্পের কালো অন্ধকারময় অতীতের দৃশ্য উন্মোচন করা হোক ? Jio - "™Goppo Mir-"Sir'-er Thek" & "Sir' Obviously ❤ .
মা বজ্রতারার আগমন যেনো চোখের সামনে ফুটে উঠলো... আর লখাই "মা" বলে ডেকে উঠতেই চোখের কোনায় জল ভরে গেলো... 🥹🥹🩵
03:04:23 মা !! Ufff ❤❤
O my goddness,আমার ২৮ বছর বয়সে এটা মনে হয় সেরা গল্প, জাস্ট অসাধারণ, প্রতি মুহূর্তে রোমাঞ্চকর, শরীরের রন্ধ্রে রন্ধ্রে রোমাঞ্চকতা কাজ করেছে,আর শেষের দিকেতো কোন তুলনা হয় না এতোটাই আমি মোহিত হয়ে গিয়েছিলাম যে যে শরীর কেঁপে কেঁপে উঠেছে আর সাথে চোখে জল। জয় মা আদ্যশক্তি পরমা প্রকৃতি,তারা🙏
মীর দা এই গল্পটা তুমি এবং তোমার পুরো টিম,,, পুরো ফাটিয়ে দিয়েছো, আর লকায়ের চরিত্র অসাধারণ ❤🎉🎉🎉
যখন সর্বমঙ্গলার মধ্যে মা আবির্ভূত হলেন , সেই মুহূর্তটি সত্যিই অলৌকিক ..... এবং অত্যন্ত নিপুণ ভাবে সেটিকে তুলে ধরা হয়েছে,....আর লখাই এর মত নিষ্পাপ এবং শিশুসুলভ মন ই পারে, মা এর সত্যিকারের আশীর্বাদ পেতে।
উফফফ... মায়ের আগমন এর সময় গায়ে কাটা দিয়ে দিলো।।।। অসাধারণ উপস্থাপন।।।❤🙏
দুর্দান্ত হয়েছে অসংখ্য ধন্যবাদ এইরকম সুন্দর গল্প উপহার দেবার জন্য ❤❤❤
শশীশেখরের বুকে পা রাখার জায়গাটায় তো আপনা হতেই নমস্কার চলে এল আমার খুব সুন্দর লাগল ❤❤❤
লখাই এর অমন মা ডাক শুনে মন টা ভরে গেল। কর্মসূত্রে বাইরে থাকতে হয়, কতদিন ওই ভাবে মা বলে ডাকতে পারিনি...
মীরদা এই সপ্তাহে মনে হল যেন চোখে না দেখেও একটা মুভি দেখলাম। সবকিছুই যেন চোখের সামনে ঘটছিল। সত্যিই খুব অসাধারণ লাগলো। Love you মীরদা এবং ধন্যবাদ🙏💕 গপ্পো মীরের ঠেকের সবাইকে , Love you all❤❤❤❤❤❤❤❤❤❤
Avik Sarkar mahashoyer aro beshi kore lekha uchit, bortomane ei genre e uni e sera.. Atmosphere and voy dutoi create korte paren, and thanks to Mir Sir and his team from my heart..
অস্ফুটে শুধু একবার বলল মা। অসাধারণ, ভাষা নেই।
অসাধারণ মীর দা ❤❤এই দীর্ঘ কাহিনী তে যখনই মনে হচ্ছিল অশুভ শক্তি বোধহয় জিতে গেল, তখনই ভাবছিলাম এই সময় যদি "অমরজীবন" এসে পড়তো, তাহলে ঠিক আমাদের বিপদ থেকে উদ্ধার করতো।