20 Thousand Leagues Under the Sea By Jules Verne | Deep | Mir | Anujoy |Rounak
ฝัง
- เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
- Mirvana presents
Goppo Mir er Thek Episode 102 - Jules Verne’s ’20 Thousand Leagues Under the Sea'
Directed by - Mir Afsar Ali
Content Head: Godhuli Sharma
Adaptation: Pousali Samanta
Music Direction, Sound Design: Pradyut Chatterjea
Assistant Sound Designer: Aagniva Deb
Publicity Design & Motion Graphics: Join The Dots
Digital Marketing: Jtd Advertising
Key Mentor: Anindita Chatterjee
Strategy Consultant: Altamash Hamid (Alto)
Executive Producer: Saurav Bhattacharya
Recording Studio: Studio Mirvana
Sound Recordist: Aagniva Deb & Matin Ahamed
Music Label: Mirvana Entertainment Pvt Ltd
Business Head (Mirvana Entertainment Pvt Ltd): Dr. Soma Bhattacharjee
Special Thanks: Dev Sahitya Kutir
Ocarina, Hulusi - Soumyajyoti Ghosh
Starring
Pierre Aronnax (Narrator) - Deep
Ned Land - Anujoy Chattopadhyay
Conseil - Rounak Chakraborty
Secretary - Rajeev Chatterjee
Farragut - Debarjo Banerjee
Captain - Kingshook Barrman Gublu
Baker - Debdas Ghosh
Chorus - Debdas Ghosh, Rounak Chakraborty & Mir Afsar Ali
Captain Nemo - Mir Afsar Ali
#গপ্পোমীরেরঠেক #GoppoMirerThek #100NOTOUT #TwentyThousandLeaguesUnderTheSea #julesverne #audiostory
আজ আবার যেন সেই পুরোনো দিনে ফিরে গেলাম। সত্যিই তাহলে করণ অর্জুন ফিরলো শেষমেশ। GMT ❤
Akdom right 👍👍😇
❤❤
DADA TOMAR CHANNEL GOLPO GULO VALO ARO SARATCHANDRA CHAI,,,,
Akdom...❤
আপনাদের চ্যানেলে গল্পের কিছুটা পরিবর্তন আনুন প্লিজ
Mir আর Deep এর গল্প পড়া lullaby এর মত। শিশু ঘুমিয়ে পড়ে আর শ্রোতা শুনতে (২) হারিয়ে যায়। ১৯৫৪ সালে Walt Disney এই গল্পের লেখক Jules Verne কে fitting tribute জানিয়েছিলেন সেই সময়ের এক অদ্ভুত Technicolor cinema বানিয়ে আর ২০২৪-এ মীর সেই fitting tribute লেখককে দিয়েছেন গল্পটা এত অদ্ভুত সুন্দরভাবে পড়ে আর পড়িয়ে। I am sure many of us are reliving our technicolor childhood listening to Twenty Thousand LEAGUES Under The Sea.
সত্যিই দীপ দার আওয়াজ...!
গায়ে কাঁটা দিয়ে উঠছে
দীপ - এই মানুষটা যে গল্প ই পড়ুক, শোনার আনন্দ সহস্র গুণ বেড়ে যায়
আমার মীরের ক্ষেত্রে হয় এরকম
@sabyasachibir4291 , 👍👍
@@sabyasachibir4291 দুজন এই খুব খুবেই ভালো কিন্তু দীপ দার টা একদন যেন গল্পের মধ্যে নিজেকে fill করি
Mir aro valo
Ekdom ❤
আমার মনে হচ্ছে আমি যেন মিরচি বাংলাকে শুনছি। সেই পুরনো কথাটা আবার বলুন না গল্প পাঠে দীপ! গল্পের সুত্রধার আমি মির। তাছাড়া আমার মনে হল আমি। যেন পুরনো দিনে ফিরে গিয়েছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ মির দা😊😊
এই তো, বহু অপেক্ষার অবসান.. দীপ বাবুর কন্ঠদান.. ufffff মীর আফসার আলীর পরিবেশনায়.. দীপ বাবুর কন্ঠস্বর এর উত্তেজনায় .. সামুদ্রিক গপ্পো খানা আজ ভীষণ চনমনে.. ওদিকে মীর এর দুর্ধর্ষ কন্ঠখানা জীবন্ত গনগনে.. আজকের আনন্দ যেন ধরে রাখতে পারছি না.. দীপ কে শুনছি গপ্পো পাঠের মাধ্যমে ঠিকই.. কিন্তু মনে হচ্ছে ওঁর উদাত্ত কন্ঠ খানা কর্ণইন্দ্রিয় বিহ্বল করে দিচ্ছে.. 🎉❤🎉hat's off মীর আফসার আলী এবং দীপ বাবু.. 🙏💞🙏🥰🥰🥰🌿🌿🌿
মোহতরমা, ভাল ভাল গল্প শোনাই আমাদের উদ্দেশ্য । দয়াকরে ওদিকের গল্পোগুলোও শুনবেন ।
I love you bhouji
@@osimakhatun310 love you ❤
দীপ দার কন্ঠে সত্যিই এক আলাদা নেশা আছে যেন ঘুম পাড়ানো ঠাকুমার মতো মাদকতা ❤❤❤
মীর দীপ জুটি যুগ যুগ জিও ❤❤❤
Agree
❤❤❤
Deep-Mir together ... A dream we all cherished & now it has come true❤❤
ফাইনালি দ্বীপ দা 😍 আবার সেই শিহরণ জাগানো ভয়েস ❤
দীপ, দ্বীপ নয়। 😊
Island da
ভাই, আগে সেই ভয়েসের অধিকারীর নামটা সঠিক লিখুন দয়া করে।🤦♀️
@@bapparocks84না, আইল্যান্ড বা দ্বীপ নয় । দীপ : দীপাঞ্জন ঘোষ ।
গল্পপাঠে দীপদা ❤❤❤
প্রধান চরিত্র ক্যাপ্টেন নিমোর ভূমিকায় মীরদা ❤❤❤
বড়দিনের আগেই এত বড় উপহার দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ 🙏❤🙏
গল্পটা একটানা শুনে শেষ করলাম....কি অসাধারণ অনবদ্য অভিনয়! দীপদা আর মীরদাকে আমার কুর্নিশ!! যেন মনে হলো আমিও পৌঁছে গেছি সেই আটলান্টিসের অতলে.... দীপদার গল্পপাঠ মন ছুঁয়ে গেছে, আর মীরদা! দস্যু জাহাজ দেখে সেই আর্ত-চিৎকার কিংবা আপনজনের ছবির নিচে আর্তকান্নায় ভেঙে পড়া প্রমাণ করে, মীরদা আপনি কতো বড় মাপের অভিনেতা....প্রণাম। শ্রদ্ধা সব অভিনেতাকে।
ওহ হো,, কী ভয়ঙ্কর আবেগী কন্ঠস্বর দীপ বাবুর.. আজ গপ্পো শুনতে শুনতে কোথায় যেন হারিয়ে যাচ্ছি.. দীপ বাবুর নিশ্বাস প্রশ্বাস, যেন হৃদয়ের গভীরে প্রবেশ করে যাচ্ছে.. সত্যি, এমন সমুদ্র সৈকত এর গপ্পো মীর আর দীপ ছাড়া মনোরঞ্জন হতোনা.. এই যুগল কন্ঠস্বর ঐশ্বরিক শক্তি.. তাইতো ওঁদের প্রতি অজস্র শ্রোতাদের এত ভক্তি.. কিন্তু এত কষ্ট হচ্ছে কেন.. জাহাজ এর দুর্ঘটনার কথা শুনে দীপ এর কন্ঠে.. 😊😊🥰😊😊🙏⭐🙏⭐🙏🌹🌹😢😢😢🎉🎉🎉
Apnar lekhani o khub bhalo
দীপ দাদা কে দেখলে মনে হয় না.. ওই মানুষ টার ভিতরে মধুর মতো গলার স্বর লুকিয়ে আছে 😊.. দীপ দাদা যে কোনও বই পড়ুক মন দিয়ে শুনতে ইচ্ছে করে 😊.. এতোটাই সুন্দর/ অসাধারণ ❤
😂😂 হ্যাঁ দেখতে বাংলা সিনেমার দুশমনের মতো। কিন্তু আমাদের কাছে নায়ক
যতই সবাই SS vs GMT করে যাক না কেন, দীপদা ফিরে এসেছেন, ওদিকে শরদিন্দু ঐতিহাসিক হচ্ছে, দুটোই জমে ক্ষীর। আর সপ্তাহান্তে দুটো জমজমাট গল্প, একজন সাহিত্যপ্রেমী হিসেবে আর কি চাই 🤩🤩🥳
একদম ঠিক । একেবারে গল্প-প্রেমিকের মনের কথা !
Akdom, sotti, amra bhalo golpo sunte pelei holo❤😂
আমার গায়ে কাঁটা দেওয়া আবার ফিরে এলো.....দুই মানিক জোড় এক ফ্রেমে অসাধারণ.... কতো দিন অপেক্ষা করেছি।thank you...... আর অনেক ভালোবাসা রইলো❤❤❤❤❤
I love you
Vouji
এই দুর্ধর্ষ কাহিনী দ্বীপ দা ও মির দা ছাড়া অসম্ভব ছিল।।।। অসাধারন বললেও হয়তো কম বলা হবে।।।সেই পুরোনো দিন গুলো যেন আবার ফিরে পেলাম।।। কাল থেকে দুবার শোনা হোয়া গেছে গল্পও টা।।।
Ektu chatukarita, tosamod charun, ar koto tel deben
@RealKhan342
tate apnar ki moshai !! apni j golper kichui bojhen na seta khub valo kre bujhe gelam... Akhane ami noi amar moto r o onekei aki kotha boleche.....
@@debolinapramanik8430 love you ❤
@RealKhan342 r you mad !!
This Duo is the Greatest Ever Was, The Greatest Ever Is , The Greatest Ever Will be. Simply Magnificent.❤️
"Twenty Thousand Leagues Under the Sea".... আজকের এই উপস্থাপনা আমাকে নির্বাক করে দিয়েছে....ছোটবেলায় পড়া রোমাঞ্চকর অ্যডভেঞ্চার, পরে ছবিতে দেখা অতুলনীয় ফিকশন, সব যেন মনের মধ্যে আলোড়ন তুললো অনেক অনেক দিন পর.... অনবদ্য, অসাধারণ এই গল্পপাঠ,, এ তো শুধু গল্পপাঠ নয়, এ যেন এক অভূতপূর্ব অভিনয় সম্মৃদ্ধ শ্রুতি-চিত্র...!
দীপ দার গল্পপাঠ কতশত পুরোনো স্মৃতি কে যে উস্কে দিলো..!! সেই স্বর্ণ কন্ঠের ওঠানামা... সেই মেদূর রোম্যান্স, সেই সাবলীল অথচ দৃঢ় বাকপটুতা...!!!আজকের গল্পের স্বাদ ই বদলে দিলেন দীপ দা,, সুস্বাদু খাদ্য কে যেন করে তুললেন পরম সুস্বাদু!!!!! 👌👌👌
আর, মীর দা অভিনীত ক্যাপ্টেন নিমো!!! বাস্তবিকই নিমো হয়ে উঠেছেন মীর দা...👌👌👌
তাঁকে সাবমেরিন এর মধ্যে দৃপ্ত ভঙ্গিতে ঘোরাফেরা করতে চাক্ষুষ দেখতে পাচ্ছিলাম যেন..!!! অসাধারণ!!👌
এছাড়া অনুজয় চট্টোপাধ্যায় ও অত্যন্ত ভালো..👌
এই কাহিনী গপ্পো মীরের ঠেকের মাইলস্টোন...💐
মীর দা ,দীপ দার অনবদ্য 'করণ-অর্জুন' জুটির কাছে প্রত্যাশা বেড়ে গেল আমাদের..❤️😊
Keu jano compare na kore....2 channel kei appreciate kora uchit....sunday suspense amader chotobala goreche....ar goppo mir er thek sei golpo gulo jegulo hoito pora e hoto na.....segulo ato sundor bhabe protisthapona korche... er cheye besi ki chai.....school sesh kore college aa dhokar moton❤
Khub shotti kotha
উত্তম সদা চলে অধমের সাথে
মধ্যম তিনি যিনি চলেন তফাতে...
We should n't compare... Just enjoy stories like we all have all best writers and platforms ❤ ss, gopper thek..any so many 😍
জুল ভার্নের এই উপন্যাসটা পড়েছিলাম বেশ কিছু বছর আগে।
সেই তখন থেকেই ক্যাপ্টেন নিমো'কে ভালোবেসে ফেলেছিলাম কেমন। পাহড়প্রেমী আমার সেই ভালোবাসাটা জন্মেছিল সমুদ্রের প্রতিও।
তারপর হঠাৎ যখন শুনলাম/দেখলাম যে ঠেকে এবার দীপ আসছে, মনটা আনন্দে নেচে উঠেছিল আর সত্যি বলতে কি এই দিনটার অপেক্ষাতে আমার মতন অনেকেই অপেক্ষা করেছিলেন, আমি জানি। আবার সেই পুরোনো সানডে সাসপেন্স ফিরে আসছে ভেবে এত্তটা খুশি হয়েছিলাম যা লিখে বোঝানোর নয়।
তারপর যখন এই "টুয়েন্টি থাউজ্যান্ড লিগস্ আন্ডার দ্য সি" আসছে দেখলাম, সত্যিকারের মনে হল এবার স্বর্গ পাবো কানের কাছে।
তারপর, আজ অফিস থেকে ফেরবার পথে শাটলে বসে একটানা পুরো গল্পটা শুনে ফেললাম এবং আড়াই ঘন্টার রাস্তা কেমন যেন একটা ঘোর লাগা অবস্থায় কেটে গেল আমার। সেই ঘোর যদিও এই কমেন্ট'টা লেখার সময়তেও রয়েছে এবং কবে কখন এই ঘোর অবস্থা কাটবে আমি জানি না। আর সত্যি বলতে কি, এই ঘোরটা কাটুক সেটাও আমি চাই না।
মীর, দীপ আর ঠেকের সমস্ত ম্যাজিশিয়ানদের মন থেকে কুর্ণিশ জানালাম এই উপহারটার জন্যে।
উপন্যাসটার শেষটায় ক্যাপ্টেন নিমো'র সাথে আমিও কেঁদে ফেলেছিলাম আজ।
থ্যাঙ্ক ইউ!!! থ্যাঙ্ক ইউ সো মাচ, টিম!!! টেক লাভ!!!
এই গল্পটা আগে আমিও পড়েছি।।আমার feelings টাও কিছুটা আপনারই মতো 😊
@@trishitahowly9671 শুনে ভালো লাগলো। সত্যিই এই ধরনের গল্পগুলো আছে বলেই হয়ত (আমার মতন) অনেকে সারাদিনের ব্যস্তবাগীশ দিনের পর একটু মনের শান্তির রসদ পান।
@@trishitahowly9671 শুনে খুব ভালো লাগলো। সত্যিই এই গল্পটার যেন কোনো তুলনা নেই। অসাধারণ বললেও খুবই কম বলা হয়ে যাবে। রহস্যের আবহে মোড়া যেন একটা সত্যি রূপকথা। যতবার পড়ি বা শুনি ততবারই নতুন। আপনারও ফিলিংসটা এমন জেনে সত্যিই খুবই ভালো লাগলো। ভালো থাকবেন। :)
আর দুই ঘন্টা পর এমন একখানা গপ্পো শুনবো.. উফ, তার উপর মীর+দীপ এর অমৃত কন্ঠস্বর.. ভেবেই শরীর শিউরে উঠছে আনন্দে.. অপেক্ষাটাও যেন সমুদ্রের তরঙ্গ বেয়ে ফেনায় ফেনায় মাখামাখি হয়ে আছে..🎉❤🎉🙏💞🙏🥰
মোহতরমা, একেই বোধহয় বলে 'মণি-কাঞ্চন' যোগাযোগ ! এবারে নিশ্চয়ই শার্লক ও ডঃ ওয়াট্সন এবং ব্যোমকেশ ও অজিতকেও একসঙ্গে পাব । আহা কি আনন্দ আকাশে বাতাসে !
দিদি ভাই অন্য কোথাও ফেনা উঠছে না তো?
@subhasishbatabyal2918 কে তোর দিদি ভাই..???? রা-বি-শ
দীপ দা এবং মীর দাকে একসাথে পেলাম অনেক দিন পর, খুব ভালো লাগলো শুনতে, সেই পুরোনো দিন আবার ফিরে পেলাম। দীপ দার গল্প পাঠের থেকে ভালো কিছু আর কি হতে পারে।❤❤❤
দীপদার ন্যারেশান উফফ পুরো চোখের সামনে দেখছি ❤
আজকের গল্পের নাম দেখেই উত্তেজিত হতে বাধ্য হলাম। স্কুল জীবনে পড়া গল্প আজ আবার ফিরে এসেছে। ফিরে পেলাম সেই একই উত্তেজনা রোমাঞ্চ। ধন্যবাদ দীপ চোখের সামনে সমস্ত ঘটনা ফুটিয়ে তোলার জন্য। ক্যাপ্টেন নিমোর যন্ত্রণা কাঠিন্য, মীর কিছু বলার নাই। শেষে ধন্যবাদ দিই গল্প মীরের ঠেকের সমস্ত টীম মেম্বার কে এই অসাধারণ উপস্থাপনার জন্য।
Sotti e osadharon 👏
কোন কথা হবেনা বস ---- ক্যাপ্টেন ও দীপদা মানে এ এক আলাদা অনুভূতি ।
এ এক অন্য ভালোলাগা, বাঙালির আবেগের এক অনবদ্য যুগলবন্দী , ধন্যবাদ আপামর বাঙালির খুব আদরের চিরপরিচিত " করণ ও অর্জুন"....! ❣️❣️❣️
Narrator Deep is back ❤
2ghonta j ki romancho vabe katlo. Bole bijhano jabena... Fire gechilm sei adim juge jano amio juddho kore firlam... Uff deep er voiceover and mir da as nemo.... Osadharon onoboddo❤ dhonnobad GMT
Yes! Yes! Yes!!!! Deep as a narrator is more than magnificent. Narration of a story is a difficult art altogether and certainly takes the listening experience in different level .❤❤. Playing a narrator's part is the most difficult job among other characters. Do you agree???🙏
সেই চাঁদের পাহাড় দিয়ে সানডে সাসপেন্স শোনা শুরু৷ এরপর থেকে প্রায় প্রতিটা গল্পই শোনা হয়েছে। মাঝে মীর চলে যাওয়ায় কষ্ট হয়েছিলো, আজ আবার যেন পূর্ণতা পেলো।
Love from 🇧🇩
অবশেষে দীপ ও মীর যুগলবন্ধি এক সাথে ❤️💥
দীপ কে দ্বীপে পাঠানো যাবে না। দীপ হয়ে জ্বলতে দিতে হবে গল্প থেকে গল্পে।😊
@@kakalichoudhurykakalichoud7317সত্যি, এরা স্কুল পাশ করে বেরল কী করে 😂
সোমক ও তো আছে ঠেক এ তাই না ?
@@BlackSakura33spelling mistake hotei pare...tai bole apni eivabe bolte paren na oboshoi...valo korei bolte parten...eita Theke ki proved hoy apni ojat murkho..valo kore kotha bolte janen na...apni mone hoy school eo jan nai..gele to ei behaved ta teacher sikkha dito...
@@BlackSakura33 ভুল সবার হয়। সেটা তাকে আক্রমণের বিষয় না হলেই ভালো লাগে।😊
এত ভালো লাগলো শুনে যে কি বলবো!!!!! অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন, কি অদ্ভুত ঘোরের মধ্যে রয়েছি এখনো, পাঁচ মিনিট আগেই শোনা শেষ করেছি, কানে এখনো বাজছে অর্গান টা যেন!!!!!
চোখের সামনে দেখতে পাচ্ছি রীতিমতো সিনেমার মতো। অসাধারণ একটি পরিবেশনা। মীরদা আর দীপদা অসংখ্য ভালোবাসা নিও। এত সুন্দর গল্প উপহার দেওয়ার জন্য ধন্যবাদ। ক্যাপ্টেন নিমো আমার খুব প্রিয় একটি চরিত্র।
😮😮😮
History repeats again ❤❤❤ thank you captain and deep sir ❤❤❤😊
আজ rounak আর অনুজয় কে ভীষণ ছটফটে ও চনমনে লাগছে শুনতে.. আসলে দীপ বাবুর সান্নিধ্যে থেকে, ওঁরাও মানে নেড আর কনসিল খুব উত্তেজিত.. 👏👍👏 এদিকে ক্যাপ্টেন মীর আফসার আলী ও আজ, গপ্পো পরিবেশনায় যেন নির্ভীক নিশ্চিন্ত.. 🔥🔥🙏💐🙏👍🌹🌹👍
🗣️Deep Ghosh , Mir , ANIRBAN , Somak , Anujoy + Rownak , Deep Basu , Soumen , Godhuli & some others will be legends in this sector......✨🌌
👥Their talent is not measurable .... 🙏
*GoppoMir er thek* is one kind of blessing for us as well as Sunday suspense .
💌💌💌
Best wish for GoppoMir 💖💝
Koto jug pore abar shei purono sunday suspense shonar feeling holo, sheta thik bojhate parbona. Thank you Mir da and Deep da
আহা! কি শুনলাম।যেনো এক অন্য জগতে চলে গিয়েছিলাম। আহা মীর দা,আর দীপ দা কি অসাধারণ। ঈশ্বর আপনাদের ভালো রাখুক।
পুরনো দিনে মতো আবার ফিরে পেলাম, আবার অ্যাডভেঞ্চার story, nice 🎉
মনে আছে মা বাবার হাত ধরে Children Film Festival এ গিয়ে Nandan-II তে সিনেমাটা দেখার সুযোগ হয়েছিল।
পুরোনো স্মৃতিটা আজ আবার চাঙ্গা হয়ে উঠলো। ধন্যবাদ গপ্পো মীর এর ঠেক।
যাই হোক, আজ অনেকদিন পর দুই রত্নকে একসঙ্গে শুনতে পাবো।
In fact, MIR + DEEP = PARADISE
অপূর্ব, অনবদ্য, যে কোনো বিশেষণ ই কম পড়বে। এতদিনে মীর এর ঠেক সম্পূর্ণ হল। এরকমই আরও কিছু শোনার অপেক্ষায় রইলাম।
আজ খুব আনন্দ ,আবার পুরানো দিন ফিরে এসেছে। মির আর দীপদার জুটি পেয়ে আমার খুব আনন্দিত। এবার গল্প গুলো just জমে যাবে। ❤❤❤❤
Darun Darun 👏 👏 👏 thank you
Deep da thank you captain ❤❤❤❤
ভয়েজ শুনে
প্রোফেসর শঙ্কু দার
কথা মনে পড়ে গেলো 🎉🎉
ধন্যবাদ মীর দা
Finally Deep and Mir again together. Mind-blowing 😍❤️
দ্বীপ গুরুর আগমন, শুভেচ্ছার স্বাগতম ❤️🔥
Ufff 😌❤ গল্প তো নয় যেন স্বর্গীয় স্বাদ 😍 দীপ দা যে গল্পতে থাকে তাও আবার নিজেই পাঠ করে,, গায়ে কাঁটা দিচ্ছিলো শুনতে শুনতে 😌 Sunday suspense এর vibes পেলাম ❤❤
কত দিন যে অপেক্ষা করে ছিলাম এটার জন্য !!!!!! । ধন্যবাদ গপ্পো মির
সেই পুরনো দিনের মতো সবাই কে ফিরে পেয়ে কি যে ভালো লাগছে কি বলবো!!!!! অবশেষে হারাধনের ছেলেরা আবার একত্রিত হচ্ছে ❤️❤️❤️
আমি এখন কাজিরাংগা জঙ্গলের মধ্যে দিয়ে বাস যাত্রা করছি। আর তার সাথে "মীর - দীপ " জুটির উপস্থাপনা...। অসাধারণ লাগছে।❤❤❤❤❤❤
Congrats thats a different experiemce
অনেক দিন আগে অন্য একটি চ্যানেলে এই গল্পটা শুনছিলাম। তাদের presentation ও খুবই ভালো ছিল। কিন্তু গল্পের উপস্থাপনা এবং এনভায়রনমেন্টাল মিউজিক আবার শুনতে বাধ্য করলো, কারণটা দ্বীপ বাবু এবং মীর বাবু অবশ্যই।
th-cam.com/video/gImFPbjVqPg/w-d-xo.htmlsi=lGFr5XtFql-KBn4G
Ki sundar golpo ta ar deep da tomar golpo path amader sei ager jug e firiye niye jay Thank you Mir Sir❤and Deep Da❤❤
I visited this novel at pandemic for the very first time and till then it is one of my favorite novel, thanks to its explorational theme. Really very happy that team GMT has gifted this amazing story in our own language💚💚💖💖💚💚
দারুন,এই দ্বৈরথকে আবার শুনতে পেলাম।Welcome Back together।
Ebar Mir da, "দত্তা " শুনতে চাই।
মনে হলো গল্প শুনতে শুনতে জলের নিচেই চলে গেছি। এতো অসাধারণ পরিবেশনা। স্যার মীর এবং স্যার দীপ আরো অনেক অনেক অনেক গল্প চাই।
Uff. Sei voice. Sei juti. Sei moja. Sab kichu peye mon ta vore galo.
তিনটে episode মীর দীপের ভারী চমৎকার "adda" শুনে ও দেখে মনটা প্রত্যাশায় পূর্ণ ছিল। কিন্ত আসল গল্পটা ( যা চিরকালীন শ্রেষ্ঠ অনায়াসেই বলা যায়) যেন সেরকম জমলো না। তবে এই duo কখনোই শ্রোতাদের আজ পর্যন্ত নিরাশ করে নি। অতএব !!!
এই মানুষটার কণ্ঠস্বরে যে কি আছে জানি না বিগত অনেক মাস আমি গপ্পো মীরের ঠেকে গল্প শোনা বন্ধ করে দিয়েছিলাম কিন্তু এই মানুষটার আসার পরেই আমার আবার এই ঠেকে গল্প শোনার ইচ্ছে ফিরে আসে। ধন্যবাদ মীর। বিশেষ ধন্যবাদ দীপ কে মন টা আবার ভালো করে তুলে দেওয়ার জন্য।
দীপ দা ❤
কি অসাধারণ presentation,,, এক টানা মাতালের মতো বিভর হয়ে শুনলাম,,,, যেন আমিও ওই জাহাজের যাত্রী, Love you মীর দা ❤
Narrator DEEP just goated 😬😎
লেখকের লেখনিকে কুর্নিশ জানাই। খুব ভালো লাগলো গল্পটা শুনে। ধন্যবাদ এতো সুন্দর একটা গল্প উপহার দেওয়ার জন্য।
Like an energy drink❤❤,,thank u team to fullfill our ইচ্ছা 😊😊,,& cheers ☕ for this bonding Mir+Deep = 💥❤
Choto belar sreti fire aslo , onek dhonyobad Tek er shakol kola kusholi der ❤❤❤
সেরা। দীপ আলাদাই মাত্রা যোগ করে দিয়েছে। চিরকালীন এক গল্পের অপূর্ব পরিবেশনা। দীপকে ছাড়া অসম্পূর্ণ থাকতো। শুরু থেকে শেষ পর্যন্ত বেঁধে রাখার কাজটি প্রদ্যুৎ বাবুর অসাধারণ আবহসঙ্গীত চমৎকার করেছে। গোটা টিমকে সেলাম।
এটা আমি স্বপ্নে ও ভাবিনি দীপ দা কে এখানে শুনবো খুব ভালো লাগলো ❤
Narrated by Deep Da... ❤ Just Mind-blowing... 👌
ekta sotti kotha bol6i dada... tomar mato galpo pore sonanor obhiggota aar karor nei... You're the Best... 🤘
Mir or theke valo
Plz last ER Kotha ta na
as a voice over character... Mir Da is Best...
but as a story narrator... no-one can beat Deep Da...
this is the real fact, which everyone knows... @@bigthinker0
etao bolun je eta apnar sompurno bactigoto motamot...karon oneker kache mir is best...deep is second favourite...tai mirchi charle thek e prothom din e jure6ilam...
আসাধারণ,,আসাধারণ ,মনে হয় আমি ওই সমুদ্রের ভিতর আছি,,এত ভালো একটা গল্প শুনলাম ,,ধন্যবাদ, মীর দা ,,🙏🏻
দীপের গলায় শুনছি গায়ের জেনো কাটা দিচ্ছে । খুব ভালো লাগছে দীপের গলায় শুনতে । খুব ভালো গল্পটা ।
আবহ সঙ্গীত অপূর্ব 👌👌👌
বিশ্ব সাহিত্যের অসাধারণ উপন্যাস পাঠ করার জন্য অনেক ধন্যবাদ। 🎉
লেখক গল্প লেখে আর মীরদা সেই গল্পটাকে চোখের সামনে দেখায় গল্প বলে 🎉❤ salute mirda🤗🫡
অসাধারণ ❤
প্রায় দুদিন ধরে কাজের মাঝে এটা শুনছিলাম। শেষটা একদম আত্তা কাপিয়ে দেবার মত। মনে হচ্ছিল নিজে যেনো ওই জাহাজে গিয়ে পড়েছি। পুরো সমুদ্রকে নিজের চোখের সামনে দেখতে পাচ্ছিলাম যেনো।
অসাধারণ মীর দা আর দীপ দা ❤
ছোটবেলার সেই সুন্দর কল্পনার জগতে অবগাহন করে উঠে মনে হলো , আমার বয়সী যারা এই উপাখ্যানটি শুনলেন তারা সবাই দু হাত তুলে আপনাদের সবাইকে আশীর্বাদ করবেন, এমন অপূর্ব এক স্মৃতিচারণ সম্ভব করবার জন্য , নিজের বয়েসটাই তো ভুলে গেছিলাম অনেকটা সময়ের জন্য , কি অভিনয় , কি আবহ ….কোন উচ্চতায় যে বাঁধলেন নিজেদেরকে , কুর্নিশ জানাই ।
দুর্ধর্ষ। যাই বলবো কম পড়বে। "সমুদ্রের মতোই মহান তিনি।" বাকিদের জানিনা কিন্তু ক্যাপ্টেন নেমো কে শ্রোতাদের ও মনে থাকবে। অসাধারণ ❤ fabulus
কত যে আনন্দ হচ্ছে কিভাবে বোঝাবো ? দীপ মীর জুটি বাংলা গল্প পাঠের জীবন্ত কিংবদন্তি বলেই মনে করি , আপনাদের পুরো টিম কে জানাই আন্তরিক অভিনন্দন!!
Mir da ebong Deep da juti ke swagoto janai ❤❤❤🎉🎉🎉 khub khub bhalo lglo. Onek subhechha roilo.
Mone hochche apni mukh diye hagen? Isn't it??
King of narration. DEEP. ❤
অনেক বছর আগে জুল ভার্ন কালেকশন শেষ করেছি, আজ আবার পুরোনো স্মৃতি তাজা হয়ে গেল।
Koto din por mir-deep ke ek sathe golpe sunlam... Mir-deep jodi zindabaad❤❤❤❤
ছোটবেলার স্মৃতি আবার সবুজ হলো। সবাই ভীষন ভালো, Anujoy ❤❤
Ahhh shanti ❤ 😌 Dip da Tumi jekhane amra sekhane 🙏
কি যে ভালো লাগলো বলে বোঝানো যাবে না,, সেই পুরানো স্মৃতি উস্কে দিয়েছে আজকের এই উপস্থাপনা,, আরো বহুদূর এগিয়ে যাক আপনাদের এই প্রচেষ্টা,, আর টিকে থাকুক এই team,,
Dip thank you for joining hand with Mir again... Abar bengali audio er 2 legends ke eksathe pabo..
Thank you Mir to bringing Dip into Goppo Mir er thek... darun uposthapona... Superb Laglo...
এই লাইন টা "আপনার দুর্লভ সঙ্গ আমি এত সহজে ছেড়ে দেবো, আপনি ভাবলেন কি করে?" মীর দা, আমরা জানতাম আপনি এত সহজে দীপদা কে ছেড়ে দেবেন না। খুবই ভালো লাগছে আপনাদের দু'জনকে আবার একসাথে পেয়ে। ❤️
লাইনটা ভালো লক্ষ্য করেছেন 👏
আমার সবচেয়ে পছন্দের ৩ জন মানুষ আজ একসাথে " মীরদা, দ্বীপদা, অনুজয় " ❤❤❤। সত্যি ভাবতেও পারিনি এই ইচ্ছে টা এতো তারতারি পূরণ হবে। আর গল্প টা দারুন লাগলো শুনতে।
উপস্থাপনা নিয়ে কিছু বলার নেই, সেটা চিরকালের মতই অসাধারণ।
শুধু আমার একটা ছোট অভিযোগ আছে। গল্পের শুরুতে Pierre Aronnax কিন্তু ওটিকে সাধারণ "তিমি" ভাবেননি, যেমনটা এখানে বলা হল। মূল উপন্যাসে ওই "জলজন্তু"র সাথে ধাক্কা লাগার ফলে জাহাজের খোলে ত্রিভুজাকৃতি গর্ত হয়ে গিয়েছিল। সেইজন্য Aronnax অনুমান করেছিলেন, প্রাণীটি একটি অতিকায় Narwhal। আর Narwhal এর বাংলা ঠিক "তিমি" বলে চালানো যায় না, কারণ ঐটি একমাত্র তিমির প্রজাতি যার একটি লম্বা তলোয়ারের মত দাঁত রয়েছে, যেটি জাহাজের পেট ফুটো করে দিত বলে উপন্যাসে অনুমান করেছিলেন Aronnax। অনুবাদেও নামটা Narwhal রাখলেই ভালো হত।
ও আর কাহিনীর শেষের ঐ সামুদ্রিক ঘূর্ণিপাকের নাম "মেলস্ট্রম (maelstrom)", হেলস্টর্ম (hailstorm) নয়। Hailstorm কথার অর্থ শিলাঝড়।
অনুবাদকের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি, অনুবাদকের সামুদ্রিক প্রাণী সম্পর্কে ধারণা কিঞ্চিৎ কম। একাধিক বাহুযুক্ত প্রাণীগুলো Calamari, অর্থাৎ স্কুইড, অথচ ওগুলোকে মাঝে মাঝে অক্টোপাস বলা হচ্ছে কেন জানিনা। দুটো আলাদা প্রাণী।
Best storytelling, great sound design did justice to the story. Hats off to you, the team of jewels.
যাই হোক after many times আমরা শুনতে চলেছি মির ও দীপ দার একত্রে গল্পপাঠ 😊😊
I am so excited
Ami vabini stti Deep sir k abar sunbo... Khb valo lagche thank you GOPPO MIR R THEK... ❤
আজ একেবারে জমে ক্ষীর গপ্পো মীরের ঠেক, দুর্দান্ত মীর আর দীপ ❤❤❤❤
সেই স্কুলে পড়ার সময়ে বাবা দেব সাহিত্য কুটির থেকে এই বইটা এনে দিয়েছিল। এর সাথে ভিক্টর হুগোর the hunchback of notre dame, Charles Dickens এর david Copperfield, the tale of two cities, Oliver twist ও ছিলো। তখন বই পড়ার এত নেশা ছিল যে শুধু পড়া বাদ দিয়ে এইসব পড়েই ক্ষান্ত হতাম না, রাতে সবাই শুয়ে পড়লে টর্চ জ্বালিয়েও পড়তাম। আর মা যদি টের পেতো তো বলতো " চোখ দুটো যাবে এবার" 😅😅
আমাদের সেই 'আর নাগাল না পাওয়া ছোটবেলা '❤
সত্যি আমাকেও বলতো চোখ দুটো যাবে এবার 🥺🥺 আর আসেনা সেসব দিন কোথায় যেনো চাপা পড়ে হারিয়ে গেছে 🥺
@arinfarhat4557 আমরাই বোধহয় দিন গুলোকে চাপা দিয়ে এগিয়ে গেছি জীবনের ইঁদুর দৌড়ে। তবুও এখনো চেষ্টা করি বই পড়ার অভ্যাস টা বজায় রাখতে। ভালো থাকুন।
@@arpitamukherjee5444apni ki english medium theke parashona korechen ?
You're lucky that you've got such a father.
❤❤❤❤❤ সেই বিখ্যাত জুটি আবার একসঙ্গে।😊😊
Phire elo sei golden voice...............sune khub valo laglo
Aj team Goppo Mir er thek k sudhu dhonnobadh dile seta jhothestho hobe na.. Jug jug Jio Deep and Mir juti ❤❤
❤❤❤ আমি সত্যিই ভাবতে পারছি না দীপ-মীর আবার একসাথে
অনেক শুভেচ্ছা 🎉🎉🎉
এভাবেই এগিয়ে যাক "গপ্পো মীরের ঠেক"
Without deep da story explained is nothing....❤
There is also a Piller
Opekkhar obosaan. Oboseshe deep dar konthe kan jurolo ❤️❤️
Two goat of Indian rj is back together again history rewrite again golden era come again 🥺🗿🎧
I read this book during my childhood! Amazing storytelling ♥️
Finalyyyyyy..... Mere karan arjun aa gayeee ❤❤❤❤❤
দীপ - এই মানুষটা যে গল্প ই পড়ুক, শোনার আনন্দ সহস্র গুণ বেড়ে যায়
এখনও আচ্ছন্ন হয়ে আছি। বিশ্বাস হচ্ছেনা যে গল্পটা শেষ হয়ে গেল। কিশোর বয়সের সেই অদ্ভুত রোমাঞ্চ ফের ফিরে পেলাম। ধন্যবাদ মীর ও দীপ। আমাদেরকে গল্পের ঘোরে এমন ভাবেই জড়িয়ে রাখবেন।