@@Deadpool-hv8rm না ভাই, হয়তো আমি হিন্দী'তে ভিডিও বানাই কিন্ত আমারও ছোটবেলা কেটেছে শুকতারা পড়ে । আরও অনেকে শুকতারা'র পাঠক-পাঠিকা'র মতো আমিও নিজের স্মৃতিচারণ করে কমেন্ট'টা লিখেছি
@@thefuturerobo apni thik ee bolechen. Golpo ta sonar somoy amr chena chena lagchilo. Tokhn ami comment section ee ese apnar comment ta pore mone korte parlm.. 😊
এই গল্পে যে Multipurpose School এর বিবরণ দেওয়া আছে তা অধিকাংশই Alipore Multipurpose এর সাথে মেলে। আর আমি যখন ছাত্রী ছিলাম তখন শুনেছিলাম প্রাথমিক বিভাগের বিল্ডিংটা নাকি হেস্টিংস সাহেবের থাকার জায়গা ছিল। আর ওই মাঠের পাতাহীন গাছটি ও ছিল এবং ঘোড়ার পায়ের শব্দ নাকি ওখানের অনেকেই শুনেছেন। এই ঘটনার কথা News channel ও দেখানো হয়েছিল। আর সর্বপরি গল্প পাঠটি অসাধারণ হয়েছে। ❤❤❤❤
Exactly....ami o oi school er student chhilam. Puro amader school er e bornona. Sei gymnasium, ghorano lohar shiri, washroom er bathtub. School life er katha mone pore gelo.
@@pinakihealthcare7089 ami class 1 to 10 oi school e porechhi, ei sob bhuture golpo gulo sobai bolto, ami nije kokhono kichchhu bujhini, but oi bhuture golpo gulo shunte valo lagto, Tobe oto purono school building ekta kemon kemon byapar lagto
@@anupdutta9137 bah ami ki comment korbo na korbo ebar apnar theke sikhte hobe 🤣🤣🤣 R GMT er Perspective e jokhon comment korchi tokhon obviously Mir er Kothai bolbo Deep dar kotha bolte gele SS e bolbo Ekhane noy
@@mousumisaha9267 ami apnakey shikhatey aschi na...kintu jokhon artist ar kotha hocche tokhon seta universal...toh apni seta akhaney balun ba SS a jeta universal sotto seta sob jaygay boltey hoy
গোটা পৃথিবীটাই তো পিশাচে ভরে যাচ্ছে এর মধ্যে আমরা কি বেঁচে থাকতে পারবো এটাই ভাবছি গল্প শুনতে শুনতে। সত্যি মীর স্যার এর ঠেকে কোথায় যে হারিয়ে যাই নিজেই বুঝতে পারিনা । অদ্ভুত উত্তেজনায় ভরা এক অপূর্ব উপস্হাপনা। অনেক অনেক ধন্যবাদ মীর স্যার এর ঠেক কে ❤️🙏❤️
আপনি ঠিকই বলেছেন , মনে হয় কল্পনাই বাস্তব আর বাস্তব - ই কল্পনা । আর সত্যিই গল্প শুনলে এক রকম আলাদাই অনুভূতির সৃষ্টি হয় !!! ধন্যবাদ জানাই মীর দা আর ওনার টিমকে 🎉 !!!
Sei khas khobor theke Mir da ke dekhchi...tokhon bhabteo parini tomar madhyome ato gulo vocal shades amra pabo. Koto bhabe nije ke nurture koreche manushta, ato improvisation... Ei level er perfection... Hardwork, dedication ar talent na thakle hoyna. Mir Afsar Ali is undoubtedly a real CAPTAIN. ❤
শুকতারা তে পড়েছিলাম এবার সেটা শুনবো ক্যাপ্টেনের ঠেকে, একটু আগেই ঝড় বৃষ্টি হয়ে গেলো পরিবেশের সাথে গল্পটা পুরো জমে গেলো এই চাঁদের হাটের প্রজেক্ট যে একটা জাদু সৃষ্টি করবে আমাদের কানে সেটা বলার অপেক্ষা রাখে না, অনেক ভালোবাসা নিও ক্যাপ্টেন তুমি জাদুকর তুমি আমাদের ভালোবাসা ভালোলাগার একজন ❤❤❤❤
আমি বাংলাদেশে থাকি। এসব গল্প পড়ার সুযোগ হয়নি তবে মীর দা ও আপনাদের সবার জন্য শুনতে পেলাম। এজন্যই গপ্পো মীরের ঠেক আমার অনেক অনেক ভালো লাগে। মীর দা ও সব্বাইকে অনেক অনেক ধন্যবাদ। ❤❤❤❤❤
ব্রাম স্টোকার এর "কাউন্ট ড্রাকুলা" এবং ফ্রেজা ওয়ারিংটন এর 'দ্য রিটার্নস অফ ড্রাকুলা" এই দুই ভ্যাম্পায়ার স্পেশাল গল্প যারা পড়ে কিংবা শুনে ফেলেছেন তাদের এই গল্প মন ছুঁয়ে না গেলেও ভীষণ ভালো লাগবে। তার মূল কারণ গল্পের উপস্থাপনা এবং প্রত্যেকের দক্ষ অভিনয়।
গল্পে ড্রাকুলা বা vampire এর থেকেও যেটা বেশি আছে সেটা হল বাংলা মিডিয়াম মেয়েদের স্কুলের পরিবেশ বন্ধুত্ব। এটা twilight saga থেকে ও বেশি ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আমার ছোট বেলার কথা মনে পড়ে গেল
@@akanxaaadas9261অবশ্যই তাই। কিন্তু_ 1 কাউন্ট ড্রাকুলা। 2 দ্য রিটার্নস অফ ড্রাকুলা। গল্প দুটি ভ্যাম্পায়ার স্পেশালিটি জন্য যতটা না তার চেয়ে বেশি জীবন বাজি রেখে একে অপরের প্রতি প্রগাঢ় বন্ধুত্ব দায়িত্বশীলতা ও গভীর ভালোবাসার জন্যই সারা বিশ্বে বিখ্যাত হয়ে আছে। দ্য রিটার্নস অফ ড্রাকুলা গল্পে স্বামী ও সন্তানের জন্য একদিকে মীনার আত্মত্যাগ চারিত্রিক দৃঢ্রতা অন্যদিকে সেই মীনার প্রতি ভ্যাম্পায়ার ড্রাকুলার আন্তরিক ভালোবাসার প্রতিদানে তারও তার সন্তানকে বাঁচিয়ে শেষ পর্যন্ত নিজেই নিজেকে ধ্বংস করা মনে গভীর ছাপ রেখে যায় সে তুলনায় এই গল্পের কাহিনী কিছুই না। আমি মনে করি এই গল্পের কাহিনী ওই পটভূমিতেও আরো হৃদয় স্পর্শী হতে পারতো। আমার মতে এই কাহিনীতে অনেক কিছু মিসিং তথা ফাঁকি আছে। সত্যি বলতে আমাদের মীর দার ডিরেকশন পরিবেশনা আর সর্বোপরি প্রত্যেকের দুরন্ত অভিনয় একটা সাধারণ কাহিনী কেউ জাস্ট অসাধারণ করে তুলেছে। স্পেশাল থ্যাংকস টু আওয়ার গপ্পো মীরের ঠেক।
গল্পটা প্রথম শুকতারার পাতায় পড়েছিলাম ছোটবেলায়। খুব মনে ধরেছিলো গল্পটি, সেই থেকে এটা যত্ন করে মনের মণিকোঠায় সাজিয়ে রেখেছি। এত বছর পরে আবার গপ্পো মীরের ঠেকের উপস্থাপনায় যখন গল্পটা শুনছি তখন গল্পের সাথে সাথে ছোটবেলার বহু স্মৃতিও মনে পরে যাচ্ছে। ধন্যবাদ মীর দা তোমায় আর তোমার গোটা টিমকে। 😊❤
@@DIE_WITH_SMILE Na, other than the Pisach entity itself, ar onno kono link nei. Basically Pisach ta jerom akta body theke onno body te transferred hocche shei body and tar surroundings wise storyr plot build kora hoyeche.
Ei golpo ta anek bochor aage shuktara r onek kota shonkha juriye prokashito hoyechilo. Ami khub choto chilam. Baba golpo ta pore proti ta shonkhar episode amake puro puri bolten. 10 bochor holo baba nei. Ei golpo tar madhyom e baba r kichu smriti mone pore gelo. Thank You so much for this story!!! Thank you immensely!!!!! ❤❤❤❤
অসাধারণ ভালো হয়েছে ভয়ের গল্পটা। দারুন একটা রহস্য ঘেরা ঘোরের মধ্যে গল্পটা শুনছিলাম। গল্পে পিশাচের সাথে সাহসী মেয়েদের লড়াই করাটা ঠিক আমাদের বাস্তবে এখনের সময়ের দুর্নীতি করা সরকারের সাথে সৎ সাহস রাখা সাধারণ মানুষদের লড়াইটা যেনো দেখতে পাচ্ছিলাম। বিশ্বাস রাখি যে পিশাচের গল্পটার মতো আমাদের সমাজের বাস্তবের পিশাচগুলোরও একদিন শেষ হবে। অপূর্ব হয়েছে তুমি পিশাচ গল্পটা। ❤️🌹👌👌👌👌👌
বর্তমান সময়ে মনুষ্যত্বহীন,মনুষ্য বেশধারী রক্তপিপাসু "পিশাচ"গুলির নিধন হবেই এটি আমার দৃঢ় বিশ্বাস।। এই আঘাতের ব্যথাটুকু নিলেম নিজের বুকে।। কালীর খড়গ ছাড়া কি কলি-ডোর কাটে? অতি প্রাসঙ্গিক "তুমি পিশাচ"গল্পটি। ধন্যবাদ ক্যাপ্টেন।।❤️🙏🏻
সত্যিই কি এরা শাস্তি পাবে আমার তো মনে হয় না।যে ভারতবর্ষকে যে বাঙালি রক্ত দিয়ে স্বাধীন করলো।যাদের রক্তের গন্ধ এখনো ভারতবর্ষের মাটি থেকে পাওয়া যায়।যে,হাজার হাজার নয়,লক্ষ লক্ষভারতবাসীর রক্তে ভারতের স্বাধীনতা সেই ভারতবর্ষে সেই বাংলায়,একটি মেয়ে ধর্ষিতা হয়ে খুন হলো।আজ দেড় মাস অতিক্রান্ত হতে চলল।অথচ এখনো সে,তার বিচার পেল না।হায় আমার ভারতবর্ষ হায় আমার জন্মভূমি,হায় আমার মাতৃভূমি।আজ তোমার সন্তানরাই তোমাকে রঞ্জিত করছে।
পিশাচ এর দুটো গল্পই শুনলাম, ভয়ের থেকে অনেকবেশী interesting লাগে যে কিভাবে পিশাচগুলোর বিনাশ হবে সেটা শোনা ❤❤...বেশ ভালো লাগলো.... আর Mir দার গলার আওয়াজ এর তো কোনো তুলনাই নেই ❤❤
Mir sir satti apnar golay magic ache.... Anek sroddha roilo 🙏🙏🙏 Anuska r charecter to bhaloi power thaka sotteo kintu, Sompi r normal manush hoyeo ki asadharon manoshik drirota ar uposthit budhi..... Khub bhalo presentation.... Thanks to all of you akta bar o mone hoyni 3 hrs dhore golpo sunchi......
পিশাচ পর্ব শুরু হলো ,,এরপর সব কটা পর্ব ই শোনার অপেক্ষায় রইলাম । গপ্পো মীরের ঠেক আমাদের প্রায় সব আশা ই পূর্ন করে দিচ্ছে ,, ,, thanks to মীরের ঠেক ❤❤ ভীষণ ভালো লাগছে ❤
Golpo ta sune golpotar seser ghotonata kichu ta Wednesday season 1 er last seen er kotha mone pore galo, akhane Wednesday holo Anushka aka Ditipriya.. Excellent Mir Sir & Team thak you for another gem 💎🙏🎉💐
গল্পটা আজগুবি হলেও তোমার গলায় একেবারে জীবন্ত হয়ে উঠেছে , তোমার বলা প্রতিটা শব্দ অনেক মনযোগ দিয়ে শুনলাম , ঘড়িতে যতটাই বাজুক তোমার গল্প একবার শুরু হলে শেষ না করে ঘুমোতে পারিনা , তা যতই শরীর খারাপ থাকুক আমার , কি অসম্ভব ভালোবাসা আর টান তোমার গল্পের প্রতি বলে বোঝাতে পারবো না, আরএখানেই বুঝি তোমার সার্থকতা মীর দা.......অনেক অনেক ভালোবাসা নিও ❤
অনেক বছর আগে শুকতারা তে এই ধারাবাহিক উপন্যাস টা পড়েছিলাম। অনেক গুলো সংখ্যা মাঝখানে বাদ যাওয়ায় আধখ্যাচড়া ভাবে এটি শেষ করি। কিন্তু এখন নতুন করে গপ্পো মীরের থেকে পুরোটা শুনতে পেরে অসাধারণ অভিজ্ঞতা হল❤❤
Amar bhishon priyo akti golpo "Tumi Pishach"....chhotobelay 'Shuktara'te 1st time dharabahik bhabe peyechhilam. Thank you 'Mir da and team' for this great audio experience!
Darun laglo golpo ta. Pishach er hasi ta sune to buker rokto jol hoye galo. Baap re ki shanghatik golpo shonale tomra. Hat's off to goppo mir er thek❤❤❤
অনীশ দেবের 'আমি পিশাচ' এর মত 'তুমি পিশাচ' ও দারুণ লাগলো 👌👌👌 গল্পগুলো তে একটা টানটান উত্তেজনা র সঙ্গে, 'নেগেটিভিটি' থেকে 'পজিটিভিটি' র দিকে উত্তোরণের একটা ইঙ্গিত রয়েছে.... মানবিকতার উত্তোরণের ফলে, সাহস আর প্রতিবাদ যেন আমাদের সমাজটাকেও পিশাচ মুক্ত করে, সুস্থতার 'পজিটিভিটি' র দিকে নিয়ে যায়, সর্বান্তকরণে সেই কামনাই করি.... এই গল্পে নারীবাহিনীর পারফরম্যান্স অসাধারণ..👌 মীরদা যথারীতি কথক হিসেবে অনবদ্য, (পিশাচের অভিনয়েও)😊😊...👌 সাউন্ড এফেক্ট তো দিন দিন আরো ভালো, আরো উন্নত হচ্ছে!!!!👍👍👍 সবমিলিয়ে তুমি পিশাচ শনিবারের রাতটা জমিয়ে দিলো....❤️
যারা জানেন না,তাদের জানিয়ে দেই যে,তথাগত বাবু মানে তারাদাস বন্দ্যোপাধ্যায় যিনি ছেলে,, উনি জানিয়েছেন ,এই বছর এর মধ্যেই একটা নতুন তারানাথ এর গল্প লিখে মীর দার হাতে তুলে দেবেন❤️
Ei golpo ta ami porechilam ekta magazine e. Setar naam o bhule giyechilam. Sesh odhyay ta pora hoyni.. tarpor theke pray 10+ years dhore ami ei golpota khujechi... Thank you for this...❤❤ Hariye jawa nostalgia khuje pelam 🥺🥺🥺
ছোটবেলায় এই গল্পটা আমি " শুক তারা " বইতে পড়েছিলাম ✨ তখন লেখাটা পার্ট পার্ট করে প্রকাশিত হতো। কিছু পার্ট তখন পড়া হয়ে ওঠেনি। পরে পড়ার জন্য অনেকবার গল্পটা খুঁজেছি কিন্তু পাইনি। Thank you মীরদা এই গল্পটা পাঠ করার জন্য 🍀
This pisach series is like 80s Hollywood vampire or ghost type movies. It is very much similar to stranger things of Netflix as well. Very thrilling and entertaining.
This pisash stories aren't that scary...n that's the best part...ekhane golpo 2to te voy er cheye besi nostalgia ache, school life onek gulo bandhu, ak ak jon ak akrokom, prem, sir mam...thik bojhate parchi na bit I'm pretty sure amra sobai golpo sunte sunte nijeder bangla medium school golu kei imagine korechi.
Osadaronn golpo akta❤😊 Mir dar voice ee je kono golpoi jno Jibonto hoye otte☺😌 Darun lagloo puro dil khus hoye galo ❤😊 Love❤❤ from Dimple Antara❤❤❤❤❤😊😊
যারা Dracula শুনেছেন ( Sunday suspense) , the vampire diaries দেখেছেন ( Netflix) , বা the returns of Dracula পড়েছেন তাদের এই গল্পঃ টি দারুন লাগবে । আগে আমরা দ্বীপ দার কন্ঠে " Dracula" শুনেছি আজ মির দার গলায় আবার সেই feel টা পেলাম ❤
The starting narration 🔥🔥🔥🔥🔥 Captain তুমি ফাটিয়ে দিলে ❤❤❤❤❤, অনীশ দেব এর "আমি পিশাচ" এর পর "তুমি পিশাচ"-- ভালোই বোঝা যাচ্ছে যে এটা রেকর্ড ব্রেকিং হবে 🙌🙌, hat's off to all the team members and obviously you মীরদা গল্পটার teaser পাওয়ার সঙ্গে সঙ্গে একটা আলাদা excitement কাজ করছিল শুরু হওয়ার পর আরও বেড়ে গেল ❤❤❤❤❤❤
'আমি পিশাচ' এবং 'তুমি পিশাচ' দুটিতেই আমরা দেখেছি পিশাচ যে মানুষের দেহে প্রবেশ করে সে যদি অন্য মানুষকে কামড়ায় তাহলে সে ও পিশাচে পরিণত হয়। যেমনটা রবিনা ম্যাম হয়েছিলেন। তাহলে তো ইলিনারও পিশাচ হয়ে যাওয়ার কথা। 💀 BTW দুটি গল্পই দারুণ ছিল ❤
না না, দুটো ভাবে কামড় দেওয়ার কথা বলেছিল রনিতা ম্যাম । এক ভাবে কামড় দিলে পিশাচ এ পরিনত করা যায় ,আর এক ভাবে কামড় দিলে শুধু রক্ত পান করে মেরে ফেলা যায়। তাই এলিনাকে ঔ পিশাচ মেরে ফেলতে চেষ্টা করেছে তাই ও পিশাচ হয়নি
গল্পটা আমি এখনও শুনিনি। আর শুনবো না ভাবছি, সবার কমেন্ট পড়েই তো আমার ভয় করছে। আমি এমনিতেই ভূত, পিশাচ এই সবের গল্পতে খুব ভয় পায়। তবে অনেক ভয়ে ভয়ে "ইন্দ্রজালের মায়া" গল্পটা শুনে ছিলাম। আমার মতো ভীতূ মানুষ দের জন্য মাঝে মাঝে স্বাদ বদল করতে অন্যান্য গল্প দিলে ভালোই হয়।
Sunday Suspense er "Count Dracula" golpo tir somoy Mir da jodi Mirchi songe jukto thakto then "Dracula" er Voice tai, I think most probably Mir da ke diyei korano hoto Instead of Deep da ((Kono Sondeho nei Deep da just fatiye diyechhe as Dracula)).... And Deep da ke tokhon Jonathan er character ta diye dito hoito..... Mir as Dracula and Deep as Jonathan darun jomto.... ..... Eta bollam Karon SS er Maximum golpo gulir main Villain er Role/Voice Mir da ke diyei korano hoto 😅😅
অনীশ দেবের পিশাচ সিরিজের প্রথম দুটো গল্প "আমি পিশাচ" ও "তুমি পিশাচ" ঠেকে হল। আশা করি বাকি গল্প পিশাচ প্রহর ১,২,৩ আর পিশাচের রাত গল্পগুলিও খুব তাড়াতাড়ি গপ্পোমীরের ঠেকে শুনতে পাবো 😊
পিশাচ প্রহর গল্পগুলো একটু complicated... তবে পিশাচের রাত দারুণ, Audio version এর জন্য একদম perfect যাকে বলে
@@nilayandutta5728complicated Mane adult oriented or technicality er dik diye?
Ami bhabchi je ar hobe na pishach kintu ami live chat e likhe chilam Sherlock Holmes er porer livestream e ....op prediction 😮😅😊
Pishacher raat just osadharon. Pujabarshiki suktara te porechhilam
@@nilayandutta5728Kno dada? Complicated ki sense a??
"পিশাচ রা তাহলে অভিনয় টা ভালো ই পারে" এই লাইনের মর্ম আজকে আমরা সবাই বুঝতে পারছি 👏👌লেখক কে অনেক অনেক বাহবা এই রকম দুটি রূপক কাহিনী লিখার জন্য😊।
Chari Dike Setai Dekchi
অনেকদিন আগে মাসিক শুকতারা'তে পড়েছিলাম এই ধারাবাহিক উপন্যাসটি ৷ তখন সবগুলো সংখ্যা কিনতে পারিনি, একবছর পর সেই অসমাপ্ত উপন্যাসটি শুনতে শুনতে কত ছোটবেলার স্মৃতি মনের পর্দায় ভেসে উঠছে... শোনার মাঝখানে থামিয়ে কমেন্ট'টা লিখছি, মীদ্দা'সহ গপ্পো মীরের ঠেক টীম'কে অসংখ্য ধন্যবাদ 😊
ওমনি একজনের কমেন্ট ঝেড়ে দিলেন 😢😅
@@Deadpool-hv8rm না ভাই, হয়তো আমি হিন্দী'তে ভিডিও বানাই কিন্ত আমারও ছোটবেলা কেটেছে শুকতারা পড়ে । আরও অনেকে শুকতারা'র পাঠক-পাঠিকা'র মতো আমিও নিজের স্মৃতিচারণ করে কমেন্ট'টা লিখেছি
@@thefuturerobo apni thik ee bolechen. Golpo ta sonar somoy amr chena chena lagchilo. Tokhn ami comment section ee ese apnar comment ta pore mone korte parlm.. 😊
Ha amar o khub chena lagchilo
এই গল্পে যে Multipurpose School এর বিবরণ দেওয়া আছে তা অধিকাংশই Alipore Multipurpose এর সাথে মেলে। আর আমি যখন ছাত্রী ছিলাম তখন শুনেছিলাম প্রাথমিক বিভাগের বিল্ডিংটা নাকি হেস্টিংস সাহেবের থাকার জায়গা ছিল। আর ওই মাঠের পাতাহীন গাছটি ও ছিল এবং ঘোড়ার পায়ের শব্দ নাকি ওখানের অনেকেই শুনেছেন। এই ঘটনার কথা News channel ও দেখানো হয়েছিল। আর সর্বপরি গল্প পাঠটি অসাধারণ হয়েছে। ❤❤❤❤
Hi... apnar sathe kichu kotha bolte chai... please response korbn...
Exactly....ami o oi school er student chhilam. Puro amader school er e bornona. Sei gymnasium, ghorano lohar shiri, washroom er bathtub. School life er katha mone pore gelo.
Bhuth chilo apnader school e?
আমিও ওই স্কুল এর স্টুডেন্ট তাই জানি সবটা ওখানকার বর্ণনা
@@pinakihealthcare7089 ami class 1 to 10 oi school e porechhi, ei sob bhuture golpo gulo sobai bolto, ami nije kokhono kichchhu bujhini, but oi bhuture golpo gulo shunte valo lagto, Tobe oto purono school building ekta kemon kemon byapar lagto
If Storytelling is a Art
Then The Name of The Artist is Mir Afsar Ali ❤
Indeed ❤
Then one of the artist hobey...karon you can't ignore dip da...se goppo mirer thek a tumi comment koro na keno
@@anupdutta9137 bah ami ki comment korbo na korbo ebar apnar theke sikhte hobe 🤣🤣🤣
R GMT er Perspective e jokhon comment korchi tokhon obviously Mir er Kothai bolbo Deep dar kotha bolte gele SS e bolbo Ekhane noy
@@mousumisaha9267 ami apnakey shikhatey aschi na...kintu jokhon artist ar kotha hocche tokhon seta universal...toh apni seta akhaney balun ba SS a jeta universal sotto seta sob jaygay boltey hoy
@@anupdutta9137 Deep Mir eke opor er poripurok kono doubt nei but bollam to ami GMT er perspective bolchi tai Mir dar nam nilam sudhu
গোটা পৃথিবীটাই তো পিশাচে ভরে যাচ্ছে এর মধ্যে আমরা কি বেঁচে থাকতে পারবো এটাই ভাবছি গল্প শুনতে শুনতে। সত্যি মীর স্যার এর ঠেকে কোথায় যে হারিয়ে যাই নিজেই বুঝতে পারিনা । অদ্ভুত উত্তেজনায় ভরা এক অপূর্ব উপস্হাপনা। অনেক অনেক ধন্যবাদ মীর স্যার এর ঠেক কে ❤️🙏❤️
আপনি ঠিকই বলেছেন , মনে হয় কল্পনাই বাস্তব আর বাস্তব - ই কল্পনা ।
আর সত্যিই গল্প শুনলে এক রকম আলাদাই অনুভূতির সৃষ্টি হয় !!! ধন্যবাদ জানাই মীর দা আর ওনার টিমকে 🎉 !!!
মীরের গলায় ব্যোমকেশ শোনার মতো শান্তি আমি আর কোনো গল্প পাইনা, একটাই অনুরোধ দাদা ব্যোমকেশ চাই 😊❤
@@gouravkayal4650 আমি একটা জিনিস ভেবে পাচ্ছি না মীর দা ব্যোমকেশ আর কেনো আনছে না ??
Akdom
Sotty chai
আমিও
Byomkesh er rights ananda er kache ache ... and Ananda er theke copyright kena khub problematic @@Soumyadip_2k4
ইলিনা রবিনা সজনি অনুস্কা কাকলি শম্পি ইত্যাদি ইত্যাদি ম্যাম ছাত্রী মিলেমিশে যেন একটি adventure সংসার.. awesome 👍.. এদিকে ভৌতিক হাসাহাসি শুনে, শরীরে শিহরণ খেলে গেলো.. 😮😮😮 সত্যি ভয়ংকর মিউজিক, আর মীর এর কন্ঠে ভয় পাওয়াটা যেন দূর্দান্ত আকর্ষনীয়.. এটাই তো গপ্পো'র আলাদা চমক..👍👍🌹 "এরা কারা", সত্যি এরা কারা ওই ভয়ংকর তিনটি মুখ..!?? 😮😮 এধরণের গপ্পো পাঠ, মীর আফসার আলী ছাড়া কারোর পক্ষে সম্ভব নয়.. hat's off মীর.. 🙏🌿🙏🌿🙏🔥🔥🔥🔥😘😘😘
সত্যিই পিশাচের হাসি শুনে শিহরণ লেগে যায়।
সেরা... সেরা... সেরা....
অতুলনীয় গল্পটা... Horror, mystery, thriller, Friendship, vampire, পিশাচ কিনা নেই... দারুন লাগলো.. মন ভরে গেল... 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️...আর GMT এর পরিবেশনা তো অসাধারণ... এটা নিয়ে আলাদা কিছু বলার নেই ❤❤❤❤❤❤
Sei khas khobor theke Mir da ke dekhchi...tokhon bhabteo parini tomar madhyome ato gulo vocal shades amra pabo. Koto bhabe nije ke nurture koreche manushta, ato improvisation... Ei level er perfection... Hardwork, dedication ar talent na thakle hoyna.
Mir Afsar Ali is undoubtedly a real
CAPTAIN. ❤
শুকতারা তে পড়েছিলাম এবার সেটা শুনবো ক্যাপ্টেনের ঠেকে, একটু আগেই ঝড় বৃষ্টি হয়ে গেলো পরিবেশের সাথে গল্পটা পুরো জমে গেলো এই চাঁদের হাটের প্রজেক্ট যে একটা জাদু সৃষ্টি করবে আমাদের কানে সেটা বলার অপেক্ষা রাখে না, অনেক ভালোবাসা নিও ক্যাপ্টেন তুমি জাদুকর তুমি আমাদের ভালোবাসা ভালোলাগার একজন ❤❤❤❤
আমি বাংলাদেশে থাকি। এসব গল্প পড়ার সুযোগ হয়নি তবে মীর দা ও আপনাদের সবার জন্য শুনতে পেলাম। এজন্যই গপ্পো মীরের ঠেক আমার অনেক অনেক ভালো লাগে। মীর দা ও সব্বাইকে অনেক অনেক ধন্যবাদ। ❤❤❤❤❤
Bangladesh akhn obosta kmn fd
বাংলাদেশে এখন কি ধরণের সাহিত্য রচনা হচ্ছে ?
Urdu@@iceberg789
ছোটোবেলায় যখন গল্পটা পড়েছিলাম, তখন নেশার মত ঘোর লেগে গেছিল। আজ এতগুলো বছর পর আবার সেই ঘোর লাগল। অসংখ্য ধন্যবাদ আপনাকে মীর মহাশয়। ❤
ব্রাম স্টোকার এর "কাউন্ট ড্রাকুলা" এবং ফ্রেজা ওয়ারিংটন এর 'দ্য রিটার্নস অফ ড্রাকুলা" এই দুই ভ্যাম্পায়ার স্পেশাল গল্প যারা পড়ে কিংবা শুনে ফেলেছেন তাদের এই গল্প মন ছুঁয়ে না গেলেও ভীষণ ভালো লাগবে। তার মূল কারণ গল্পের উপস্থাপনা এবং প্রত্যেকের দক্ষ অভিনয়।
You are 👍 right
কাউন্ট ড্রাকুলা just ❤❤, but এটাও সুন্দর। উপস্থাপনা দারুন।
গল্পে ড্রাকুলা বা vampire এর থেকেও যেটা বেশি আছে সেটা হল বাংলা মিডিয়াম মেয়েদের স্কুলের পরিবেশ বন্ধুত্ব। এটা twilight saga থেকে ও বেশি ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আমার ছোট বেলার কথা মনে পড়ে গেল
@@akanxaaadas9261অবশ্যই তাই।
কিন্তু_
1 কাউন্ট ড্রাকুলা।
2 দ্য রিটার্নস অফ ড্রাকুলা।
গল্প দুটি ভ্যাম্পায়ার স্পেশালিটি জন্য যতটা না তার চেয়ে বেশি জীবন বাজি রেখে একে অপরের প্রতি প্রগাঢ় বন্ধুত্ব দায়িত্বশীলতা ও গভীর ভালোবাসার জন্যই সারা বিশ্বে বিখ্যাত হয়ে আছে।
দ্য রিটার্নস অফ ড্রাকুলা গল্পে স্বামী ও সন্তানের জন্য একদিকে মীনার আত্মত্যাগ চারিত্রিক দৃঢ্রতা অন্যদিকে সেই মীনার প্রতি ভ্যাম্পায়ার ড্রাকুলার আন্তরিক ভালোবাসার প্রতিদানে তারও তার সন্তানকে বাঁচিয়ে শেষ পর্যন্ত নিজেই নিজেকে ধ্বংস করা মনে গভীর ছাপ রেখে যায়
সে তুলনায় এই গল্পের কাহিনী কিছুই না। আমি মনে করি এই গল্পের কাহিনী ওই পটভূমিতেও আরো হৃদয় স্পর্শী হতে পারতো। আমার মতে এই কাহিনীতে অনেক কিছু মিসিং তথা ফাঁকি আছে।
সত্যি বলতে আমাদের মীর দার ডিরেকশন পরিবেশনা আর সর্বোপরি প্রত্যেকের দুরন্ত অভিনয় একটা সাধারণ কাহিনী কেউ জাস্ট অসাধারণ করে তুলেছে।
স্পেশাল থ্যাংকস টু আওয়ার গপ্পো মীরের ঠেক।
আমি পিশাচ দেখিনি কিন্তু পিশাচিনী দেখেছি যেটা কালিঘাটে থাকে।
😂
😂
😂
😅
🤣🤣🤣🤣🤣
ক্লাস ৬ কি ৭ e যখন পড়তাম তখন শুকতারা তে বেরিয়েছিল। এতদিন পরে পুরোনো কথা মনে পড়ে বেশ ভালো লাগলো
গল্পটা প্রথম শুকতারার পাতায় পড়েছিলাম ছোটবেলায়। খুব মনে ধরেছিলো গল্পটি, সেই থেকে এটা যত্ন করে মনের মণিকোঠায় সাজিয়ে রেখেছি। এত বছর পরে আবার গপ্পো মীরের ঠেকের উপস্থাপনায় যখন গল্পটা শুনছি তখন গল্পের সাথে সাথে ছোটবেলার বহু স্মৃতিও মনে পরে যাচ্ছে। ধন্যবাদ মীর দা তোমায় আর তোমার গোটা টিমকে। 😊❤
first story tar songe onno golpo gulor link nei?
@@DIE_WITH_SMILE Na, other than the Pisach entity itself, ar onno kono link nei. Basically Pisach ta jerom akta body theke onno body te transferred hocche shei body and tar surroundings wise storyr plot build kora hoyeche.
Asadharon. Gappo ta sunte sunte mon a holo anuska amar pase bose a a6e. Sotti mir asadharon, ami jeno bastob ki6u anuvab korlam❤❤❤
আমি পিশাচের পর তুমি পিশাচ....
Just জমে যাবে আর পিশাচের গলাটা Just দারুণ🤩
Same history
Ei golpo ta anek bochor aage shuktara r onek kota shonkha juriye prokashito hoyechilo. Ami khub choto chilam. Baba golpo ta pore proti ta shonkhar episode amake puro puri bolten. 10 bochor holo baba nei. Ei golpo tar madhyom e baba r kichu smriti mone pore gelo. Thank You so much for this story!!! Thank you immensely!!!!! ❤❤❤❤
অসাধারণ ভালো হয়েছে ভয়ের গল্পটা। দারুন একটা রহস্য ঘেরা ঘোরের মধ্যে গল্পটা শুনছিলাম। গল্পে পিশাচের সাথে সাহসী মেয়েদের লড়াই করাটা ঠিক আমাদের বাস্তবে এখনের সময়ের দুর্নীতি করা সরকারের সাথে সৎ সাহস রাখা সাধারণ মানুষদের লড়াইটা যেনো দেখতে পাচ্ছিলাম। বিশ্বাস রাখি যে পিশাচের গল্পটার মতো আমাদের সমাজের বাস্তবের পিশাচগুলোরও একদিন শেষ হবে। অপূর্ব হয়েছে তুমি পিশাচ গল্পটা। ❤️🌹👌👌👌👌👌
বর্তমান সময়ে মনুষ্যত্বহীন,মনুষ্য বেশধারী রক্তপিপাসু "পিশাচ"গুলির নিধন হবেই এটি আমার দৃঢ় বিশ্বাস।। এই আঘাতের ব্যথাটুকু নিলেম নিজের বুকে।। কালীর খড়গ ছাড়া কি কলি-ডোর কাটে? অতি প্রাসঙ্গিক "তুমি পিশাচ"গল্পটি। ধন্যবাদ ক্যাপ্টেন।।❤️🙏🏻
সত্যিই কি এরা শাস্তি পাবে আমার তো মনে হয় না।যে ভারতবর্ষকে যে বাঙালি রক্ত দিয়ে স্বাধীন করলো।যাদের রক্তের গন্ধ এখনো ভারতবর্ষের মাটি থেকে পাওয়া যায়।যে,হাজার হাজার নয়,লক্ষ লক্ষভারতবাসীর রক্তে ভারতের স্বাধীনতা সেই ভারতবর্ষে সেই বাংলায়,একটি মেয়ে ধর্ষিতা হয়ে খুন হলো।আজ দেড় মাস অতিক্রান্ত হতে চলল।অথচ এখনো সে,তার বিচার পেল না।হায় আমার ভারতবর্ষ হায় আমার জন্মভূমি,হায় আমার মাতৃভূমি।আজ তোমার সন্তানরাই তোমাকে রঞ্জিত করছে।
Aro nirdosh chele mara porbe pisach meyeder hate. Pisach bhai baba ra onner niriho cheleke marbe pisach female member der diye.
Na pisach ra amader ses kore debe..then krishna kalki hye asbe ..ebong sob soytan ke ses korbe...gitay lekha a6e
পিশাচ এর দুটো গল্পই শুনলাম, ভয়ের থেকে অনেকবেশী interesting লাগে যে কিভাবে পিশাচগুলোর বিনাশ হবে সেটা শোনা ❤❤...বেশ ভালো লাগলো.... আর Mir দার গলার আওয়াজ এর তো কোনো তুলনাই নেই ❤❤
Mir sir satti apnar golay magic ache.... Anek sroddha roilo 🙏🙏🙏 Anuska r charecter to bhaloi power thaka sotteo kintu, Sompi r normal manush hoyeo ki asadharon manoshik drirota ar uposthit budhi..... Khub bhalo presentation.... Thanks to all of you akta bar o mone hoyni 3 hrs dhore golpo sunchi......
পিশাচ পর্ব শুরু হলো ,,এরপর সব কটা পর্ব ই শোনার অপেক্ষায় রইলাম । গপ্পো মীরের ঠেক আমাদের প্রায় সব আশা ই পূর্ন করে দিচ্ছে ,, ,, thanks to মীরের ঠেক ❤❤
ভীষণ ভালো লাগছে ❤
Mirchi তে দীপ sir আর GMT তে মীর sir দুজনেই Dracula আর Dracula হিসেবে দুজনেই iconic 😅 দুজনেই খুব ভালো অভিনয় করেছেন Dracula চরিত্রে ❤
ড্রাকুলা নয়ে বলুন vampire
@@Shikkhito-Chhotolokbangali ra oneke e vampire r dracula k synonymous mone korea
❤❤❤❤❤❤
ঠেকে একে একে অনেকেই আসছে সবাই অসাধারণ তবে আমি পুরোনো অগ্নি❤ গোধূলি জুটির অপেক্ষায় আছি জানিনা কবে সেই আশা পূরণ হবে😊😊
Golpo ta sune golpotar seser ghotonata kichu ta Wednesday season 1 er last seen er kotha mone pore galo, akhane Wednesday holo Anushka aka Ditipriya.. Excellent Mir Sir & Team thak you for another gem 💎🙏🎉💐
Thanks to গপ্পো মীরের ঠেক ❤
ভীষণ ভালো লাগছে ❤
গল্পটা আজগুবি হলেও তোমার গলায় একেবারে জীবন্ত হয়ে উঠেছে , তোমার বলা প্রতিটা শব্দ অনেক মনযোগ দিয়ে শুনলাম , ঘড়িতে যতটাই বাজুক তোমার গল্প একবার শুরু হলে শেষ না করে ঘুমোতে পারিনা , তা যতই শরীর খারাপ থাকুক আমার , কি অসম্ভব ভালোবাসা আর টান তোমার গল্পের প্রতি বলে বোঝাতে পারবো না, আরএখানেই বুঝি তোমার সার্থকতা মীর দা.......অনেক অনেক ভালোবাসা নিও ❤
Anis deb ke jana ache?
Kub sundor golpo ta. Ata sune twilight ar kotha mone pore gelo❤️
অনীশ দেবের "আমি পিশাচ" ও "তুমি পিশাচ" এই গল্প দুটো শুনে আমি বাকরুদ্ধ হয়ে গেছি, অসাধারণ উপস্থাপনার জন্য গল্পটা জীবন্ত হয়ে উঠেছে।
গল্প দুটোই শিশুতোষ, এগুলো এই চ্যানেলের অডিয়েন্সের জন্য নয়।
বাইরে বৃষ্টির সাথে গল্পের পরিবেশ পুরো মিলে গিয়েছে।❤
এখনো পর্যন্ত এই চ্যানেল এর সব গল্পই শোনা হয়ে গেছে, কিন্তু আমার personal opinion , এই গল্প পাঠ এখনো অবধি সব থেকে শ্রেষ্ঠ গল্প পাঠ।❤
অনেক বছর আগে শুকতারা তে এই ধারাবাহিক উপন্যাস টা পড়েছিলাম। অনেক গুলো সংখ্যা মাঝখানে বাদ যাওয়ায় আধখ্যাচড়া ভাবে এটি শেষ করি। কিন্তু এখন নতুন করে গপ্পো মীরের থেকে পুরোটা শুনতে পেরে অসাধারণ অভিজ্ঞতা হল❤❤
Amar bhishon priyo akti golpo "Tumi Pishach"....chhotobelay 'Shuktara'te 1st time dharabahik bhabe peyechhilam. Thank you 'Mir da and team' for this great audio experience!
ফাইনালি এই গল্পটা পুরোটা জানবো। যখন ক্লাস সিক্সে পড়ি তখন শুকতারা ম্যাগাজিনে ধারাবাহিক ভাবে বেরুতো । সবটুকু পড়তে পাড়িনি এখন শুনবো। 🎉🎉🎉🎉
অনেকদিন পরে যেন একটা গল্পঃ শুনলাম যেটার মধ্যে বন্ধুত্ব, ভয়, এডভেঞ্চার সব কিছু আছে ।Thank you mir da
অসাধারণ, রাতে শুনলাম, ভয় আর তৃপ্তি মিলে মিশে একাকার।।। Just দারুন।
ছোট বেলায় শুকতারায় ধারাবাহিক ভাবে পড়তাম। অপেক্ষা করতাম কবে পরের মাসে শুকতারা হাতে পাব।আর আজ GMT এর এই উপহার। Thanks to GMT ❤
Darun laglo golpo ta. Pishach er hasi ta sune to buker rokto jol hoye galo. Baap re ki shanghatik golpo shonale tomra. Hat's off to goppo mir er thek❤❤❤
Marvelous intro.
Voice টা শুনে ঘাড়ের রোম খাড়া হয়ে গেছে আর এই গরমে ও শিরদাঁড়া বেয়ে একটা শীহরণ এর স্রোত বয়ে গিয়েছে।
অনীশ দেবের 'আমি পিশাচ' এর মত 'তুমি পিশাচ' ও দারুণ লাগলো 👌👌👌 গল্পগুলো তে একটা টানটান উত্তেজনা র সঙ্গে, 'নেগেটিভিটি' থেকে 'পজিটিভিটি' র দিকে উত্তোরণের একটা ইঙ্গিত রয়েছে....
মানবিকতার উত্তোরণের ফলে, সাহস আর প্রতিবাদ যেন আমাদের সমাজটাকেও পিশাচ মুক্ত করে, সুস্থতার 'পজিটিভিটি' র দিকে নিয়ে যায়, সর্বান্তকরণে সেই কামনাই করি....
এই গল্পে নারীবাহিনীর পারফরম্যান্স অসাধারণ..👌
মীরদা যথারীতি কথক হিসেবে অনবদ্য, (পিশাচের অভিনয়েও)😊😊...👌
সাউন্ড এফেক্ট তো দিন দিন আরো ভালো, আরো উন্নত হচ্ছে!!!!👍👍👍
সবমিলিয়ে তুমি পিশাচ শনিবারের রাতটা জমিয়ে দিলো....❤️
যারা জানেন না,তাদের জানিয়ে দেই যে,তথাগত বাবু মানে তারাদাস বন্দ্যোপাধ্যায় যিনি ছেলে,, উনি জানিয়েছেন ,এই বছর এর মধ্যেই একটা নতুন তারানাথ এর গল্প লিখে মীর দার হাতে তুলে দেবেন❤️
তাই !!😊
❤❤❤❤❤❤
Yay❤❤
তথাগত বাবু কি এর আগে তারানাথ তান্ত্রিকের গল্প লিখেছেন?
না এটাই প্রথম??
@@bashabjalui2024না,এটাই প্রথম,কিন্তু আমরা আশা করছি যে ,উনি ভালো কিছু লিখবেন😅
Golpo cholche songe bisti o..... Ohh aladha onubhuti......😩❤️
Kothay?
This story have 3 parts
First 1:45 hrs only hase creation
Next 1 hour full thrilling
Last 15min icing on the cake
এই গল্প টা শুকতারা তে দিয়েছিল । খুব ভালো লেগেছিল গল্পটা। ❤❤
Ufff!! Anushkar preme pore gelam ❤
Khub bhalo laglo, asadharon presantation❤❤❤.
Papia di ekjon asadharon voice artist.Ei golpe negative choritre onar acting bhison valo lageche amar.
Papia di etotai versatile artist j sob choritre onak bhison vabe mania jai.
Shuktara te golpo tar jonno koto oppekkha kortam..... Ufff nostalgic... Thank you so much Mir da for this lovely presentation ❤
Pisach sune vablam mind ta ektu onno test dite hobe....tai DEBDAS sunlam.....ami speechless💔💔 ek ekta uposthapona GMT er sottiye anoboddo
দ্বিতীয় পর্বের জন্য তৃষ্ণা বেড়ে গেল রক্তের তৃষ্ণার মতন❤❤❤
শুরুতেই গায়ে কাঁটা দিয়ে উঠলো…….বাকি টুকু প্রচন্ড ভয়ে ভয়ে শুনছি🪴
Pishach is trending in goppo Mir er thek nowadays. ❤❤ with love
Ei golpo ta ami porechilam ekta magazine e. Setar naam o bhule giyechilam. Sesh odhyay ta pora hoyni.. tarpor theke pray 10+ years dhore ami ei golpota khujechi... Thank you for this...❤❤ Hariye jawa nostalgia khuje pelam 🥺🥺🥺
Ato sundor bhabe golpo ta bola hoyeche je ami kaj golpo ti imagine korte lege gechi. Sotti golpo ta amar khub bhalo legeche ❤❤❤
Mir sir তোমার Shekhar Home এর অভিনয় কিন্তূ দারুন হয়েছে এক কথায় অসাধারণ ❤❤ এই রকম অভিনয় করে জান ভালোবাসা রইলো
Shekhar Home কি বস্তু ?
@@dipalidas56akta webseries jio cinema te ache
Shekhar ektu kom Khao.😂
😂😂😂😂😂😂😂
@@dipalidas56web series
ছোটবেলায় এই গল্পটা আমি " শুক তারা " বইতে পড়েছিলাম ✨ তখন লেখাটা পার্ট পার্ট করে প্রকাশিত হতো। কিছু পার্ট তখন পড়া হয়ে ওঠেনি। পরে পড়ার জন্য অনেকবার গল্পটা খুঁজেছি কিন্তু পাইনি। Thank you মীরদা এই গল্পটা পাঠ করার জন্য 🍀
As the unforgettable story, as unbelievable presentation of Mr. Mir. everything is Peerless.
Uff osamanno chilo... protita moment puro real feel hochilo , ga kata diye uthchilo ....thank u so much mir da .
This pisach series is like 80s Hollywood vampire or ghost type movies. It is very much similar to stranger things of Netflix as well. Very thrilling and entertaining.
Ashadharon ❤❤✨✨🖤🖤🔥🔥
Mir afsar Ali , your voice, your story narration is a kind of healing therapy for unstable mind and brain
❤❤❤❤❤❤দারুন দারুন কোনো কথা হবে না । লাভ ইউ মীর দা ।।♥️♥️♥️♥️♥️♥️
This pisash stories aren't that scary...n that's the best part...ekhane golpo 2to te voy er cheye besi nostalgia ache, school life onek gulo bandhu, ak ak jon ak akrokom, prem, sir mam...thik bojhate parchi na bit I'm pretty sure amra sobai golpo sunte sunte nijeder bangla medium school golu kei imagine korechi.
সহমত
@@Snigdha19roy Snigdha Tmr School life e ki kono Boyfriend chhilo??
@@abidhossain2023আমিনার বয়ফ্রেন্ড মূর্খ মোহাম্মদ ছিল সেটা জানতাম।
বাংলা মিডিয়াম স্কুলে পড়েও পুরোপুরি বাংলায় কথা বলতে পারছেন না,এটাই আধুনিক হওয়ার দুঃখ
@@abidhossain2023simps everywhere 😂😂😂😂😂
রনিতা ম্যাম এর পিশাচ এর ভুমিকা য় ভয়েস শুনলাম তা অবিশ্বাস্য রকম ভয়ঙ্কর ছিল ।তার ভক্ত হয়ে গেলাম । ঈশ্বর প্রদত্ত এই ভয়েস ❤।
Osadaronn golpo akta❤😊
Mir dar voice ee je kono golpoi jno Jibonto hoye otte☺😌
Darun lagloo puro dil khus hoye galo ❤😊
Love❤❤ from Dimple Antara❤❤❤❤❤😊😊
Ashadharon presentation ❤️❤️❤️❤️❤️erokm e galpo chai
অপেক্ষার অবসান 😍
Osadharon ekta golpo sunlam ❤❤❤
যারা Dracula শুনেছেন ( Sunday suspense) , the vampire diaries দেখেছেন ( Netflix) , বা the returns of Dracula পড়েছেন তাদের এই গল্পঃ টি দারুন লাগবে ।
আগে আমরা দ্বীপ দার কন্ঠে " Dracula" শুনেছি আজ মির দার গলায় আবার সেই feel টা পেলাম ❤
Ki je valo laglo golpota bole bojhete parbo na, darun darun❤
বাইরে বৃষ্টি হয়ে গেল। তেলেভাজা খেয়ে গল্প শুনতে বসলাম।
এক কথায় অসাধারণ...❤গায়ে কাঁটা দেওয়ার মতো একটা গল্প।🙌💗
Hi sunita
কালীঘাটের টালির ঘরের জানালা দিয়ে পিশাচ ঠুকেছে 😢আজ আমরা মর্মাহত 😢
😂😂😂
😂
😂😂
😂😂😂
Hahaha.. exactly
Ki darun❤ 'আমি পিশাচ' এর মতিনি রোমাঞ্চকর 🔥 আনুষ্কা বেশি আকর্ষণ করেছে❤
Goppo mir দিন দিন আনেক এগিয়ে যাচ্ছে আর গল্প শুনতে খুব সুন্দর লাগছে
ভাষা নেই যে কি বলবো। অসাধারণ
The starting narration 🔥🔥🔥🔥🔥
Captain তুমি ফাটিয়ে দিলে ❤❤❤❤❤, অনীশ দেব এর "আমি পিশাচ" এর পর "তুমি পিশাচ"-- ভালোই বোঝা যাচ্ছে যে এটা রেকর্ড ব্রেকিং হবে 🙌🙌, hat's off to all the team members and obviously you মীরদা
গল্পটার teaser পাওয়ার সঙ্গে সঙ্গে একটা আলাদা excitement কাজ করছিল শুরু হওয়ার পর আরও বেড়ে গেল ❤❤❤❤❤❤
Khub sundor golpo ta ❤ r voy😱😨❤
মনে হচ্ছে যেন অনেক বছর আগে এই গল্পটা "শুকতারা" তে পড়েছিলাম
Yes
শিরদাঁড়ায় ঠাণ্ডা শিহরণ খেলে যায় এমন গল্পঃ শুনে ,fully thriller and enjoyment , entertainment😮😮
Story-telling is an Art,,& MIR sir is the Artist❤🎉 Asadharon....Apurbo....Anobodya...💐🙏🏻😊
Ey golpotao ager pisacher golpotar motoi osadharon. Borong eta ager tar cheye aro besi ga chomchome ar bhoyanok ❤❤❤❤ Darun chilo Golpota ❤❤❤❤
একেরপর এক ধামাকা অফার চলছে। মীর ভাই তাহলে নকশিকাঁথার মাঠ শুরু করা যাক।
'আমি পিশাচ' এবং 'তুমি পিশাচ' দুটিতেই আমরা দেখেছি পিশাচ যে মানুষের দেহে প্রবেশ করে সে যদি অন্য মানুষকে কামড়ায় তাহলে সে ও পিশাচে পরিণত হয়। যেমনটা রবিনা ম্যাম হয়েছিলেন।
তাহলে তো ইলিনারও পিশাচ হয়ে যাওয়ার কথা। 💀
BTW দুটি গল্পই দারুণ ছিল ❤
না না, দুটো ভাবে কামড় দেওয়ার কথা বলেছিল রনিতা ম্যাম । এক ভাবে কামড় দিলে পিশাচ এ পরিনত করা যায় ,আর এক ভাবে কামড় দিলে শুধু রক্ত পান করে মেরে ফেলা যায়। তাই এলিনাকে ঔ পিশাচ মেরে ফেলতে চেষ্টা করেছে তাই ও পিশাচ হয়নি
Akhon weather er ste ei golpo ta just apt hyeche...🎉🎉🎉❤❤❤ shuktaray pora cholobelay ..ei golpo tai anish deb best golpo amar mote
মীর দা তুমি আর তোমার গল্প অসাধারন ❤
উফ্, কী ভয়ঙ্কর উত্তেজনাপূর্ণ পরিবেশনা! তুমি পিশাচ, আমি পিশাচ এর থেকেও বেশি ভালো লেগেছে! ❤❤
We want justice We want justice 😢😢
আমি বাংলার শিক্ষিকা গল্পে বাংলা ক্লাসের উল্লেখ থাকায় নিজেকে একাত্ম করতে পারছি গল্পটি বেশ ভালো ধন্যবাদ gmt ❤
শুকতারা.... school library ❤ memories
Golpo gulo same type er ....tabe mir da ...sotti tmi darun❤❤❤osadharon uposthapona..
গল্পটা আমি এখনও শুনিনি। আর শুনবো না ভাবছি, সবার কমেন্ট পড়েই তো আমার ভয় করছে। আমি এমনিতেই ভূত, পিশাচ এই সবের গল্পতে খুব ভয় পায়। তবে অনেক ভয়ে ভয়ে "ইন্দ্রজালের মায়া" গল্পটা শুনে ছিলাম। আমার মতো ভীতূ মানুষ দের জন্য মাঝে মাঝে স্বাদ বদল করতে অন্যান্য গল্প দিলে ভালোই হয়।
Onno story to day sadh bodol ar jonno horror story diyacha
Sune nite paro .joto na bhoy er tar cheye beshi misti school belar bondhutter.. nostalgia ache..😊
Aapni basically nyaka, shunben na toh comment korchen keno...oteo bite niye hobe???
@@debasishdebnath7844😂😂😂😂😂
নতুন করে বলার কিছু নেই। রাত জেগে শুনলাম। ❤❤❤❤❤❤
পিশাচ হিসেবে মীরের গলাটা সত্যিই ভয়াবহ লাগছে! গা ছম ছম করছে!
পোষ্টারের জন্য যতটা আশাহত হয়েছিলাম শুরুটা শুনে ততটাই ভালো লাগছে!
Sunday Suspense er "Count Dracula" golpo tir somoy Mir da jodi Mirchi songe jukto thakto then "Dracula" er Voice tai, I think most probably Mir da ke diyei korano hoto Instead of Deep da ((Kono Sondeho nei Deep da just fatiye diyechhe as Dracula)).... And Deep da ke tokhon Jonathan er character ta diye dito hoito..... Mir as Dracula and Deep as Jonathan darun jomto....
..... Eta bollam Karon SS er Maximum golpo gulir main Villain er Role/Voice Mir da ke diyei korano hoto 😅😅
দারুণ লাগলো, চোখের সামনেই যেনো সব দেখতে পেলাম 😊
Khub valo laglo golpo ta osadharon 😊
কারা কারা এটা বহু আগে শুকতারা তে ধারাবাহিক ভাবে পড়েছো!!!
Golpota সত্যি খুব ভালো লাগলো❤❤❤❤❤❤❤❤❤❤❤❤