আপনার বাবার মৃত্যুর খবর মনকে ভারাক্রান্ত করে রেখেছিলো। তবুও অসংখ্য দর্শকদের বিনোদনের জন্য আপনার এই প্রয়াস স্মরণীয় হয়ে থাকবে। ভিডিওটি এই কঠিন সময়ে এডিটিং হওয়া সত্ত্বেও চমৎকার। যেন আপনার সফরসঙ্গী হয়ে গিয়েছিলাম নিজের অজান্তেই। ট্রেনের কিছু টেকনিকাল তথ্য আপনার কাছ থেকে জানলাম যা খুব মনোগ্রাহী।ভালো থাকবেন। সাবধানে থাকবেন।
কাকাবাবুর আত্মার চিরশান্তি কামনা করি । দাদা আপনার ব্লগ দেখে মনে হলো এটাই প্রিমিয়াম ট্রেনের প্রিমিয়াম ব্লগ। বেশি কিছু লিখতে পারছিনা কেন কি বাবা চলে যাবার কষ্ট কতটা হয় আমি জানি এটা লিখতে গিয়ে আমার চোখেও জল চলে আসছে সাবধানে থাকবেন দাদা সুস্থ থাকবেন।
আপনার আগের সব ভিডিও গুলোর মতোই এই ভিডিও টাও যথেষ্ট ভালো, বিনোদনমূলক। বন্দে ভারত ট্রেন সম্বন্ধে অনেক কিছু জানতে পারলাম , ভবিষ্যতে এই ট্রেনে চড়ার ইচ্ছে রইলো। তবে এই সবের মাঝে আপনার বাবার পরলোক গমনের কথা শুনে মন ভারাক্রান্ত হয়ে গেলো। আপনার বাবার বিদেহী আত্মার চির শান্তি কামনা করি। আপনিও ও বাড়ির সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
পিতৃ বিয়োগের পর দিনই যে আমাদের জন্য এডিটিং করে ব্লগ টা দিলেন তার জন্য অবাক হলাম,অনেক ধন্যবাদ।আপনার বাবার আত্মার শান্তি কামনা করি।আপনিও ভাল থাকুন।পরবর্তী ব্লগ একটু দেরি হতে ই পারে।আমরা ততদিন অপেক্ষায় থাকবো।
বেশ ভালো লাগলো নব-প্রচলিত দ্রুতগামী বন্দে ভারত এক্সপ্রেসে ভ্রমণের দৃশ্য। ট্রেন সম্পর্কে আপনার ইন্টারপ্রিটেশন শুনলাম। আপনার পিতৃবিয়োগের দুঃখজনক ঘটনার কথা অবগত হয়ে খুব খারাপ লাগলো। আমরা আপনার সাথে সমব্যথী এবং তৎসত্বেও আপনাকে এই বিবরণী দিতে দেখে বাহবা না দিয়ে পারছি না। আপনার ভিডিও করার স্পিরিট দেখে আমি বারংবার চমকিত হয়েছি এবং এখন এক্ষেত্রে পুণরায় সেটি প্রতীয়মান হলো। সুস্থ থাকুন,ভালো থাকুন। 👍♥👍
এর আগে কমেন্টে বলেছি, আবারও বলছি, আপনার গলার ভয়েস যেমন সুন্দর আপনি তেমন খুব সুন্দর গুছিয়ে বলেন, আমি মনোজ দেয় কে দেখে ইউটিউবে এসেছি আর আপনাকে follow করি, কিভাবে বলেন, গল্প গুলো... আপনার সাথে দেখা করার ইচ্ছা জানলাম... নতুন বছরের শুভেচ্ছা নেবেন।
West Bengal sob TH-cam dar ak satha dakha kub kub valo lagche....🥰🥰🥰,gurta-firta, explorer Shivaji ar travel with Kaushik a chara aro onk r vlog gulo ami roj daki asa korbo apnra West Bengal a aro agiya niya jaben ar tar satha sobai ka Happy New year ar nutun bochorar suru ta ato ta happy korar jonno onk onk thank you sobai ka🥰❤️🙏
Onek din comment korte parchi na. Kintu goto kaler video te apnar pitri biyog er khabor peye khub kharap laglo.Kintu apnar kajer prati dedication dekhe obak holam. Hats off to you.
আপনার সাথে " বন্দে ভারতে " প্রথম দিনে প্রথম যাত্রায় দেখা হয়েছিল । খুব ভালো লেগেছিল আপনার সুন্দর উচ্চারণ , বাচনভঙ্গি । তারপর ধীরে ধীরে বাড়িতে এসে দেখলাম আপনার ব্লগ গুলো । ভ্রমণের ব্লগ এমনিতেই আমার খুব ভালো লাগে। পেয়ে গেলাম নতুন ভ্রমণের ব্লগ । সাথে সাথেই ঘুরে নিলাম অনেক না দেখা জায়গা । আর এই নতুন ব্লগে এক ঝলক পেয়ে গেলাম নিজেকে । তাই আরো ভালো লাগলো । খুব ভালো লাগলো নতুন ব্লগ । আপনার পিতৃ বিয়োগের খবর পেলাম। ওনার আত্মার চির শান্তি কামনা করি ।
সেদিন আপনার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো । এর পরের ভিডিওটা থাকছে বন্দে ভারতের খাওয়া দাওয়া নিয়ে । সেদিনকে দাদার ইন্টারভিউ পেয়ে যাবেন। আর আমার বন্দে ভারতে আপনি তো আছেনিই । তবে সেদিনকে আমি খুব টেনশনে ছিলাম । কিন্তু সত্যি কথা বলতে কি বন্দে ভারতের পরিবেশ আমাকে কিছুটা হলেও টেনশন মুক্ত করেছিল । ভালো থাকবেন সঙ্গে থাকবেন। আপনার চ্যানেলের শ্রীবৃদ্ধি কামনা করি ।
@@GhurteFirte এখন বুঝতে পারছি আপনার টেনশনের কারণ । আপনি যে কি কঠিণ পরিস্থিতির মধ্যে ব্লগটা শুট করেছেন এবং আপলোড করেছেন , just ভাবা যায় না । অনেক কিছু শেখার আছে আপনার থেকে । যাই হক মনকে শান্ত রাখুন । ভালো থাকুন । আরো ভালো ভালো ব্লগ দেখার অপেক্ষায় রইলাম।
Khub valo laglo sir video ta dekhe... Ai train te bapare ja sune chilam ter thkeo onk ta besi sundor r comfortable laglo... Ai video ta dekhar por ai train e jatrar iccha ta aro bere gelo. Khub valo laglo ei train te bepare eto kichu jene
দাদা এমন ভিডিও আরও চায় কিন্তূ। কৌশিক দার সঙ্গে দেখা করার মুহূর্ত টা দারুন ছিল। সিমলা মানালি আর একবার হোক দাদা। অসাধারণ লেগেছিল কালকা মেল এর ভিডিও😍 Love from howrah😍
@@GhurteFirte aro ekta prosno...sadharonoto j kono type er AC coach e journey r seshe compartment staff er ekta tips chawar rewaz aache...seta bodh kori ekhane nai
প্রিয় দাদাভাই, আজ আর তোমার উদ্দেশ্যে বলবোনা যে, আশাকরি তোমরা সবাই অত্যন্ত কুশলেই আছো কারণ, যতই তোমাকে সান্তনার ভাষা বলিনা কেন, আমি জানি, শারীরিক ভাবে ঠিক থাকলেও, মানষিক ভাবে তুমি ঠিক নেই। যাইহোক, তার মাঝেও, এই নতুন বছরের একরাশ শুভেচ্ছা ও অনেক অনেক আন্তরিক শুভকামনা রইল, তোমাদের সকলের জন্য। ভিডিওর ভালো মন্দ নিয়ে নতুন করে বলার কিছু নেই তবে, সবকিছুর মধ্যেই ভালো মন্দ থাকে, বন্দে ভারতও তার ব্যতিক্রম যে নয়, কিছু কিছু ক্ষেত্রে, সেই নমুনাই দিয়েছে, ব্যস্। অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো এবং সর্বদা হাস্যময় থাকো, না হলে, জ্যাঠামশাই কষ্ট পাবেন আর তুমি নিশ্চয়ই সেটা চাইবে না। ইতি, বাসব ভট্টাচার্য
আমি যেদিন বন্দে ভারত চেপেছি তার পরের দিন বাবা মারা গেছেন । সেদিন তাও বাড়িতে খুব টেনশন ছিল । কিন্তু বাবা বলতেন Movement is life but stagnancy is death সেটাই অনুসরণ করার চেষ্টা করেছি মাত্র .
Kl koushik dar vlog a apnake dkhe brir sbai hoichoi kre utlo je apner vd pbo aj Bari howrah sune oi akei bpr ..amr bri o how apner kthy bri? Sera sera travel volger🥰
ভালোমন্দ মেশানো বন্দে ভারত। যতটা আশা ছিল, দেখছিনা। মজার কথা, আমরা বিনা খরচে, বিনা মেহনতে (মানে ভোর রাতে ওঠো, তৈরি হও ইত্যাদি) কেমন অভিজ্ঞতা সমৃদ্ধ হচ্ছি আপনাদের মত ব্লগার দের বিভিন্ন ভিডিও দেখে দেখে। আপনাদের সব্বাই কে অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ।
বেশ লাগলো ভিডিও টা। তবে ওই 5.55 র জায়গায় আর একটু দেরী তে ছাড়লে আমাদের মতো যাত্রীদের সুবিধে হতো। কারণ দমদম থেকে ট্রেন ধরতে গেলে এতো ভোরে গাড়ী পাওয়া মুশকিল। সেইজন্যে দার্জিলিং বা সিকিম যাওয়ার জন্য দার্জিলিং মেইল ই ভালো।
দাদা আপনি শুনেছেন দু- দুবার এই ট্রেনে পাথর ছুঁড়ে আক্রমণ করেছে দুধের গরু । 😢 । বাংলার প্রথম এত সুন্দর বিলাসবহুল ট্রেন এর উপর আক্রমণ করা কি ঠিক ? । আপনার ব্লগটা খুব সুন্দর ছিল, যত ভিডিওটা দেখছিলাম ততই মনে পড়ছিল খবরে দেখা ওই চিত্রগুলো ।
আপনার বাবার মৃত্যুর খবর মনকে ভারাক্রান্ত করে রেখেছিলো। তবুও অসংখ্য দর্শকদের বিনোদনের জন্য আপনার এই প্রয়াস স্মরণীয় হয়ে থাকবে। ভিডিওটি এই কঠিন সময়ে এডিটিং হওয়া সত্ত্বেও চমৎকার। যেন আপনার সফরসঙ্গী হয়ে গিয়েছিলাম নিজের অজান্তেই। ট্রেনের কিছু টেকনিকাল তথ্য আপনার কাছ থেকে জানলাম যা খুব মনোগ্রাহী।ভালো থাকবেন। সাবধানে থাকবেন।
আপনার এই অনুভূতিকে আমি শ্রদ্ধা করি
p
আমিও
কৌশিক দার ভিডিওতে কৌশিকদার সঙ্গে দেখা হওয়া মূহূর্তটা সবচেয়ে ভালো লেগেছিল।
একদম
কৌশিক কে দেখলেই আমার গায়ে কাঁটা দেয়। ভারত মাতার বীর সন্তান কৌশিক🔥
সুন্দরভাবে সফরের বিবরণ দিলেন। ধন্যবাদ।
কাকাবাবুর আত্মার চিরশান্তি কামনা করি । দাদা আপনার ব্লগ দেখে মনে হলো এটাই প্রিমিয়াম ট্রেনের প্রিমিয়াম ব্লগ। বেশি কিছু লিখতে পারছিনা কেন কি বাবা চলে যাবার কষ্ট কতটা হয় আমি জানি এটা লিখতে গিয়ে আমার চোখেও জল চলে আসছে সাবধানে থাকবেন দাদা সুস্থ থাকবেন।
আপনারা সঙ্গে আছেন.... এতেই অনেকটা মানসিক শান্তি পাওয়া যায়
শিবাজী দা, অভিব্রত দা, কৌশিক দার ব্লগ দেখার পর আপনার ব্লগ দেখছি সৌমেন্দু দা। গতকাল বন্দে ভারতের জানলার কাঁচ ভাঙার ঘটনার তীব্র নিন্দা জানাই। (from Belgharia, kol-56)
ব্যাপারটা সত্যিই নিন্দনীয়
@@GhurteFirte একেবারেই। চরম লজ্জাজনক ও নিন্দনীয় ঘটনা। ছিঃ ছিঃ!! এ কোন রাজ্যে বাস করছি আমরা?
Aaj aabar venge chhe pathor chhurechhe aabar Njp te.
এই কঠিন সময়েও আজ আপনি যা করলেন তার জন্য স্যালুট জানাই। বাকি ভিডিও ভালো লেগেছে। ভালো থাকবেন দাদা ❤️🙏
শারীরিক কারণে এসিতে যাতায়াত করতে হয় কিন্তু জানলা দিয়ে চা নেওয়াটাকে বড় মিস করি।সুন্দর পরিবেশনা।
কৌশিকবাবু ,আপনার বন্দে ভারত এ ভ্রমণ ও তার বিবরণ খুব ভালো লাগলো |অসংখ্য ধন্যবাদ |
সবাই মিলে চেষ্টা করেছি আর কি
আপনার সুন্দর বাংলা বলার বাচনভঙ্গি এবং প্রেজেন্টেশন অসাধারণ! আপনার ভিডিও প্রায়শই দেখা হয়। আমি বাংলাদেশ থেকে দেখছি। আপনার জন্য হার্দিক শুভকামনা।
বাংলাদেশ যবার খুব ইচ্ছা আছে । সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ
আপনার আগের সব ভিডিও গুলোর মতোই এই ভিডিও টাও যথেষ্ট ভালো, বিনোদনমূলক। বন্দে ভারত ট্রেন সম্বন্ধে অনেক কিছু জানতে পারলাম , ভবিষ্যতে এই ট্রেনে চড়ার ইচ্ছে রইলো। তবে এই সবের মাঝে আপনার বাবার পরলোক গমনের কথা শুনে মন ভারাক্রান্ত হয়ে গেলো। আপনার বাবার বিদেহী আত্মার চির শান্তি কামনা করি। আপনিও ও বাড়ির সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
পাশে থাকার জন্যে অনেক ভালোবাসা রইল
দাদা শেষ পযর্ন্ত আপনি ও বন্দে ভারত চললেন। খুব ভালো লাগলো। 🙋♂️
Wow amazing video sharing 👌❤️ darun laglo 👍🥰
খুব সুন্দর ঘুরলাম আপনার সঙ্গে বন্দেভারত 🇮🇳এক্সপ্রেস ট্রেনে। 👌👏❤👍😊🙏🙏🙏🙏
Sundor..oti sundor..khub valo laglo
অসাধারণ সুন্দর লাগলো ভিডিও টি ❤️❤️❤️ বন্দে মাতরম্।
দুর্দান্ত উপস্থাপনা . আপনার Voice Over টা অসাধারন
Thanks
অনেক কমপ্লেইন তুলে ধরা হয়েছে
দারুণ লাগলো।একদম নতুন অভিগ্যতা।একদিনেই দক্ষিণ থেকে উত্তর আর উত্তর থেকে দক্ষিণ।ভালো থাকুন সুস্হ থাকুন।
পিতৃ বিয়োগের পর দিনই যে আমাদের জন্য এডিটিং করে ব্লগ টা দিলেন তার জন্য অবাক হলাম,অনেক ধন্যবাদ।আপনার বাবার আত্মার শান্তি কামনা করি।আপনিও ভাল থাকুন।পরবর্তী ব্লগ একটু দেরি হতে ই পারে।আমরা ততদিন অপেক্ষায় থাকবো।
জীবন এরকম ভাবেই চলে ... এই আর কি
বেশ ভালো লাগলো নব-প্রচলিত দ্রুতগামী বন্দে ভারত এক্সপ্রেসে ভ্রমণের দৃশ্য। ট্রেন সম্পর্কে আপনার ইন্টারপ্রিটেশন শুনলাম। আপনার পিতৃবিয়োগের দুঃখজনক ঘটনার কথা অবগত হয়ে খুব খারাপ লাগলো। আমরা আপনার সাথে সমব্যথী এবং তৎসত্বেও আপনাকে এই বিবরণী দিতে দেখে বাহবা না দিয়ে পারছি না। আপনার ভিডিও করার স্পিরিট দেখে আমি বারংবার চমকিত হয়েছি এবং এখন এক্ষেত্রে পুণরায় সেটি প্রতীয়মান হলো। সুস্থ থাকুন,ভালো থাকুন। 👍♥👍
আপনার কমেন্ট সবসময় আমাকে নতুন করে অক্সিজেন দেয়
এর আগে কমেন্টে বলেছি, আবারও বলছি, আপনার গলার ভয়েস যেমন সুন্দর আপনি তেমন খুব সুন্দর গুছিয়ে বলেন, আমি মনোজ দেয় কে দেখে ইউটিউবে এসেছি আর আপনাকে follow করি, কিভাবে বলেন, গল্প গুলো... আপনার সাথে দেখা করার ইচ্ছা জানলাম... নতুন বছরের শুভেচ্ছা নেবেন।
গল্প দাদুর আসর ... হা ... হা
West Bengal sob TH-cam dar ak satha dakha kub kub valo lagche....🥰🥰🥰,gurta-firta, explorer Shivaji ar travel with Kaushik a chara aro onk r vlog gulo ami roj daki asa korbo apnra West Bengal a aro agiya niya jaben ar tar satha sobai ka Happy New year ar nutun bochorar suru ta ato ta happy korar jonno onk onk thank you sobai ka🥰❤️🙏
দু -একজন ছাড়া প্রায় সবাই ছিল ।
@@GhurteFirte ha 😊
Onek din comment korte parchi na. Kintu goto kaler video te apnar pitri biyog er khabor peye khub kharap laglo.Kintu apnar kajer prati dedication dekhe obak holam. Hats off to you.
আপনার সাথে " বন্দে ভারতে " প্রথম দিনে প্রথম যাত্রায় দেখা হয়েছিল । খুব ভালো লেগেছিল আপনার সুন্দর উচ্চারণ , বাচনভঙ্গি । তারপর ধীরে ধীরে বাড়িতে এসে দেখলাম আপনার ব্লগ গুলো । ভ্রমণের ব্লগ এমনিতেই আমার খুব ভালো লাগে। পেয়ে গেলাম নতুন ভ্রমণের ব্লগ । সাথে সাথেই ঘুরে নিলাম অনেক না দেখা জায়গা । আর এই নতুন ব্লগে এক ঝলক পেয়ে গেলাম নিজেকে । তাই আরো ভালো লাগলো । খুব ভালো লাগলো নতুন ব্লগ । আপনার পিতৃ বিয়োগের খবর পেলাম। ওনার আত্মার চির শান্তি কামনা করি ।
সেদিন আপনার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো । এর পরের ভিডিওটা থাকছে বন্দে ভারতের খাওয়া দাওয়া নিয়ে । সেদিনকে দাদার ইন্টারভিউ পেয়ে যাবেন। আর আমার বন্দে ভারতে আপনি তো আছেনিই । তবে সেদিনকে আমি খুব টেনশনে ছিলাম । কিন্তু সত্যি কথা বলতে কি বন্দে ভারতের পরিবেশ আমাকে কিছুটা হলেও টেনশন মুক্ত করেছিল । ভালো থাকবেন সঙ্গে থাকবেন। আপনার চ্যানেলের শ্রীবৃদ্ধি কামনা করি ।
@@GhurteFirte এখন বুঝতে পারছি আপনার টেনশনের কারণ । আপনি যে কি কঠিণ পরিস্থিতির মধ্যে ব্লগটা শুট করেছেন এবং আপলোড করেছেন , just ভাবা যায় না । অনেক কিছু শেখার আছে আপনার থেকে । যাই হক মনকে শান্ত রাখুন । ভালো থাকুন । আরো ভালো ভালো ব্লগ দেখার অপেক্ষায় রইলাম।
Very nice presentation! Absolutely clean and rubbish free talking! Congratulations🎉🎊🎁🎁🎉
What a comment
দাদা আপনি ভালো থাকবেন। আপনার বাবার আত্তার শান্তি কামনা করি।
Khub valo laglo sir video ta dekhe... Ai train te bapare ja sune chilam ter thkeo onk ta besi sundor r comfortable laglo... Ai video ta dekhar por ai train e jatrar iccha ta aro bere gelo. Khub valo laglo ei train te bepare eto kichu jene
আমার মনে হয় খুবই ভালো লাগবে
সমস্ত ইউটুবারদের ভিডিও দেখার পর আপনার অপেক্ষাতেই ছিলাম ❤🥀
আসলে একটা ব্যক্তিগত কারণ এর জন্য ভিডিওটা দিতে বেশ দেরি হল
Wait korchilam aapnar Bande Bharat vlog er....Thank you dada
আপনার পিতার চীরো শান্তি কামনা করি।
Vande Bharat Up and Down covered in same vlog. Background music ta durdanto. Darun laglo, bhalo thakben
মনের মত হলো কি!
@@GhurteFirte Bar bar ek kothai bole aschi, sei konthoswar, apurbo, osadharon. Hyderabad theke onek bhalobasha roilo. Kichu diner modhhe asche Secunderabad - Visakhapatnam Vande Bharat. Bhagye jodi thake amader bari ashar roilo sadar amontron.
@@siddharthasil6919n ভাগ্যে থাকলে হবে
Khub sundor hoyeche video ta nice 👍
খুব ভালো লাগলো দাদা। বছরের প্রথম দিন টা সবাই এক সাথে খুব মজা করেই কাটিয়েছিলাম। আমার ভাগ্য ভালো থাকলে আবার কোন দিন দেখা হবে তোমাদের সাথে। ভালো থেকো❤️❤️
সত্যিই সেটা ছিল আমার জীবনের এক স্মরণীয় দিন । আপনার কথাও আমার মনে থাকবে । ভালো থাকবেন ।
@@GhurteFirte 🙏
Happy New year dada,,, কাকুর আত্মার শান্তি কামনা করি
Awesome...very nice 👌 👍
Khub bhalo laglo dada 👍
এত খারাপ সময়ের মধ্যে ,তোমার ভিডিও আসবে ভাবতে পারিনী ♥️♥️
দাদা তোমার বাবার আত্মার চিরশান্তি কামনা করি🙏
ঘুরতে ফিরতে ভাই কে জানাই হ্যাপি নিউ ইয়ার।খুব ভালো থাকবেন পরিবারের সবাই কে সঙ্গে নিয়ে।ধন্যবাদ ।
আপনাকেও শুভ নববর্ষের শুভেচ্ছা জানালাম
আপনার সাথে আনন্দ করে সফর করলাম।
1st view and 1st comment and 1st like
Super
ভালো লাগলো দাদা ধন্যবাদ আপনাকে ❤️❤️❤️❤️❤️❤️
So beautifull vlog 👌👌👌
খুব ভালো লাগলো ,দেখা হয়ে গেল
আফটার লং টাইম দাদা, ভিডিও টা চলে এলো, ওয়েট করে ছিলাম, happy new year 💗
তোমার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো
খুব সুন্দর লাগলো দাদা
Darun sundar saumendu babu.kintu jara uttarbanga barate jaben tader janno ei train noi ferata hote pare ei train e
Eta amr baktigato mat
ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারতেন আমিও ওই একই কথাই বলেছি
vlog bhalo hoeche 👍 dukkho korben na 🙏 sobaikei chole jete habe . sobai amra line e achi . keo ektu age jabe keo ektu pore . dhonnobad 🙏 bhalo thakben 🙏
Happy New year to you and your family
Nice video
Happy new year
Dada Apnake R apnar poribar K janai Happy new year..khub valo thakben..ai vabei amader jonno video deben.Love u dada
তোমার জন্য রইল আমার ভালোবাসা
Very unbiased review of Vande Bharat train unlike many others for whom food is everything like beggers connectivity is secondary
দাদা এমন ভিডিও আরও চায় কিন্তূ।
কৌশিক দার সঙ্গে দেখা করার মুহূর্ত টা দারুন ছিল।
সিমলা মানালি আর একবার হোক দাদা।
অসাধারণ লেগেছিল কালকা মেল এর ভিডিও😍
Love from howrah😍
নিশ্চই হবে
Darun surprise aapnar theke ei episode ta..train bhalo...kintu mis-management er jonno bhul picture gelo general passenger der modhye..gate bandho howar indicator ki sudhu bhitor dike ache?? nirbhejal vande bharat sudhu aapni dekhalen..good episode
Good Question .... তবে announcement টা ট্রেনের ভিতর আর বাইরেও হচ্ছে ।
@@GhurteFirte aro ekta prosno...sadharonoto j kono type er AC coach e journey r seshe compartment staff er ekta tips chawar rewaz aache...seta bodh kori ekhane nai
@@DebjitOnWheels আছে
প্রিয় দাদাভাই,
আজ আর তোমার উদ্দেশ্যে বলবোনা যে, আশাকরি তোমরা সবাই অত্যন্ত কুশলেই আছো কারণ, যতই তোমাকে সান্তনার ভাষা বলিনা কেন, আমি জানি, শারীরিক ভাবে ঠিক থাকলেও, মানষিক ভাবে তুমি ঠিক নেই।
যাইহোক, তার মাঝেও, এই নতুন বছরের একরাশ শুভেচ্ছা ও অনেক অনেক আন্তরিক শুভকামনা রইল, তোমাদের সকলের জন্য।
ভিডিওর ভালো মন্দ নিয়ে নতুন করে বলার কিছু নেই তবে, সবকিছুর মধ্যেই ভালো মন্দ থাকে, বন্দে ভারতও তার ব্যতিক্রম যে নয়, কিছু কিছু ক্ষেত্রে, সেই নমুনাই দিয়েছে, ব্যস্।
অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো এবং সর্বদা হাস্যময় থাকো, না হলে, জ্যাঠামশাই কষ্ট পাবেন আর তুমি নিশ্চয়ই সেটা চাইবে না।
ইতি,
বাসব ভট্টাচার্য
একমত
মোটামুটি ভালই লাগলো
চেষ্টা করলাম
আপনার ভিডিও গুলো সত্যি খুব খুব ভালো হয় bt সবসময় time মত দেখা হয়তো হয়ে ওঠে না সময়ে র অভাবে
ভালো থাকবেন বন্ধু
Happy New Year, aro besi Vande Bharat in future e cholbe atai kammo
Happy New year dada.
Happy new year
Very impressive 👏👌👍
Thanks a lot 😊
Somu satti ki tomar baba amritoloke chole gachen?Tao tumi eshecho .tomar moner jorke selute..khub bhalo laglo tomar sathe notun traine chore ..bhalo theko susto theko.thakur tomar mon Santo korun ..tomar mukher hasi akhhunno thakuk
আমি যেদিন বন্দে ভারত চেপেছি তার পরের দিন বাবা মারা গেছেন । সেদিন তাও বাড়িতে খুব টেনশন ছিল । কিন্তু বাবা বলতেন Movement is life but stagnancy is death সেটাই অনুসরণ করার চেষ্টা করেছি মাত্র .
sundar train jatra
God bless you sir ji
আপনার ভিডিও আমার খুব সুন্দর লাগে ভেরি নাইস এগিয়ে যান পাশে আছি
Kl koushik dar vlog a apnake dkhe brir sbai hoichoi kre utlo je apner vd pbo aj Bari howrah sune oi akei bpr ..amr bri o how apner kthy bri? Sera sera travel volger🥰
Ramrajatala
@@GhurteFirte bha amra kalibbur bzr .akta meet up krun dda
HAPPY NEW YEAR DADA.
Happy new year
Happy New year 🎉🎉 vande bharat express a first journey 😀 ❤️ 🙏
Same to you
darun i am from Dhaka
Happy New year 2023
Happy New Year r hyean Train 18 er jonno new year is extra special :-)
Happy new year
ভালোমন্দ মেশানো বন্দে ভারত। যতটা আশা ছিল, দেখছিনা। মজার কথা, আমরা বিনা খরচে, বিনা মেহনতে (মানে ভোর রাতে ওঠো, তৈরি হও ইত্যাদি) কেমন অভিজ্ঞতা সমৃদ্ধ হচ্ছি আপনাদের মত ব্লগার দের বিভিন্ন ভিডিও দেখে দেখে। আপনাদের সব্বাই কে অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ।
Thanks for watching
বেশ লাগলো ভিডিও টা। তবে ওই 5.55 র জায়গায় আর একটু দেরী তে ছাড়লে আমাদের মতো যাত্রীদের সুবিধে হতো। কারণ দমদম থেকে ট্রেন ধরতে গেলে এতো ভোরে গাড়ী পাওয়া মুশকিল। সেইজন্যে দার্জিলিং বা সিকিম যাওয়ার জন্য দার্জিলিং মেইল ই ভালো।
আমার এটাই মত
Happy New Year🙏🙏🙏🙏
Happy new year
কৌশিক ভাই এর সাথে দেখা হয়েছিল তো ভাই আর এই ট্রেনে প্রচুর ব্লাগার ছিল তো ।যাই হোক ভালোই লাগলো
Happy New Year.
Happy new year!
Aponake dhonyobad
এতজন travel blogerকে এক সাথে পাওয়া এটা new year এৱ সবথেকে বড় উপহাৱ
এটা একটা দারুণ কথা বলেছেন
Dada ota Integral coach factory hobe
এ বাবা integrated বলে দিয়েছি ...আসলে আমি personally একটু ঘেঁটে ছিলাম সেদিন । Thanks for your correction
@@GhurteFirte na na eta hoi.
Tomar baba nei. Tar moddheo tumi je video upload korecho.
Etai onek.
Good news and good job
Not Integrated Coach Factory as mentioned in the narration it would be Integral Coach Factory situated in Perambur Thank you
Thanks for your valuable feedback
স্যার কৈলাস মন্দির এর ফুল ভিডিও নিয়ে আসুন আপনার এই চ্যানেল।
টয়লেট বা ল্যাট্রিন এ ও কী ক্যামেরা আছে
হা হা
দাদা আপনি শুনেছেন দু- দুবার এই ট্রেনে পাথর ছুঁড়ে আক্রমণ করেছে দুধের গরু । 😢 । বাংলার প্রথম এত সুন্দর বিলাসবহুল ট্রেন এর উপর আক্রমণ করা কি ঠিক ? । আপনার ব্লগটা খুব সুন্দর ছিল, যত ভিডিওটা দেখছিলাম ততই মনে পড়ছিল খবরে দেখা ওই চিত্রগুলো ।
শুনেছি .... খুবই নিন্দনীয়
Chair car e etokhon boste asobidha hoi ni?
সব জেনেই তো টিকিট কাটা ... তাই না । অসুবিধা যে একদম হয় না সেটা বলা যাবে না । তবে ঠিক আছে
দাদা আপনার বাবার আত্মার শান্তি কামনা করি...♥️♥️,, আর ভিডিও টা খুব ভালো লাগলো দাদা...♥️♥️♥️♥️♥️
Sliding door 🚪 নিজেরা কি খুলতে পারব ,? না driver cabin থেকে control করা হয় ,?? জানা দরকার ছিল।
Controlled from Driver cabin
Complen gulo Kali ghater didi ke janan
Go to njp by any night train and come back by VB u will avoid night journey and reach home same day
Nice video and OP video
কৌশিক দা আমি জানতে চাই এই ট্রেনে কি কোনো "গার্ড " আছে বা গার্ডের কোনো প্রয়োজন আছে কি?
Ami Soumendu
Oshadarob
Dada amar theke ekta review niyechhilen. Kindly ota porer video te add korben. Public review er opor o ekta clip chai.
আসবে
Happy New year
Happy new year 2023
অসাধারণ ।
জয় হিন্দ্।🇮🇳
Thank you bro
Welcome
Dada besi kichu aasa korte hole,nijeder manosikota aage chenge korte hobe
HAPPY NEW YEAR 🎆💐 2023
Happy new year 🎇🎈
দাদা টয়লেটে ফুকফাক তো হবেই নাকি !
No chance
Happy newyear
Happy new year
Super video
Thanks
Apnar namta akhono jante parlam na je🧡🧡🌹🌹👍👍🙏🙏nam ta bolun pls
Soumendu Bhattacharya
@@GhurteFirte Thank you, Happy new year 2023✌✌