তোমার আর বৌদির এই যুগলবন্দি ❤ অসাধারণ লাগে দাদা , ভিডিওর মাত্রা অন্য লেভেলে নিয়ে যায় , খুব ভালো লাগলো ভিডিও টা, আমি কোনোদিন বন্দে ভারত উঠিনি, এইবার হাওড়া - পুরী বন্দে ভারত এ প্রথম দিন চলে আসো , দেখা হয়ে যাবে ❤ থাম্বনেইল এ তোমাদের দুজনের মুখের হাসি টা দেখলে মন ভরে যায়, দারুন থাম্বনেইল 🥰
অসাধারণ উপ্সথাপনা। মাস চারেক বাদে পরিসেবা বোঝার জন্য এই অসামান্য প্রতিবেদন খুবই গুরুত্বপূর্ণ। আনিন্দ্য বাবুর পরিবেশনার মধ্যে মাদকতা আছে তা অনেক আগে একবার আমি উল্লেখ করেছিলাম। আজ আবার তা প্রমান হল। পরের প্রতিবেদনের জন্য অপেক্ষা করে রইলাম।
অনিন্দ্য বাবু আপনার উপস্থাপনা সত্যি প্রসংশনীয়। অনেক দিন পর বাংলায় এলেন.... সিকিম এর offbit দেখার প্রতীক্ষায় থাকলাম...একটা জিনিষ লক্ষ্য করলাম আপনার ক্যামেরা টা উন্নতমানের ছবি,অসাধারণ , আপনাদের আমার শুভেচ্ছা রইলো। ভালো এনজয় করুন।Happy Journey......❤
Correct observation. I also had the same experience abt that.. As a bonafied passenger amar rights achey vocal houer regarding service nd attention. Always bolben, else future e jara jaben tara kemon kore janben. Thank you. Aamra abar jabo 8th January 2024.. Valo thakun😊😊
তাবাকোশির র বর্তমান রেপুটেশন একটু খারাপের দিকে । আমাকে অনেকেই ওই হোমস্টে নিয়ে কমপ্লেন করেছে। একটু খোঁজখবর নিয়ে যাবেন । ওদের সাথে ফোনে কথা বলে নেবেন । যাতে ঘর ভালো করে পরিষ্কার রাখে । তবে চিন্তার কিছু নেই । আমিও ওদেরকে ফোন করে এই সমস্যাগুলো জানিয়েছি, আশা করি ওরা ব্যবস্থা নেবে ।
ভাবছিলাম কবে আপনাদের চোখ দিয়ে বন্দে ভারত দেখবো.... সুবিধা অসুবিধা বেশ সুস্পষ্ট ও স্বাভাবিক লাগলো.... আমি আপনাদের সাথে একদম একমত যে ট্রেন পরিষ্কার রাখার দায়িত্ব আমাদেরও আছে। মানুষের সচেতনতার অভাবে একটা সুন্দর ভ্রমণ অস্বস্তিকর হয়ে যায়। তবে over all' বেশ ভালো লাগলো।
ওস্তাদের মার শেষ রাতে। প্রবাদটি মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। তবে, হাওড়া এনজেপি শতাব্দী এক্সপ্রেসে ভ্রমণের কাহিনিটা আরও প্রাণবন্ত ছিল, যার জন্য বেশ কয়েকবার দেখা হয়ে গেছে।
আমার দেখা এই ট্রেনের এখনও পর্যন্ত সবচেয়ে ভাল ব্লগ আর coverage, একদম মনের কথা গুলো প্রতিফলিত হয়েছে। বাইরের ভিডিও গুলোও অসাধারন সুন্দর তুলেছেন। একদম ঠিক কথা, সত্যি এই ট্রেনে জার্নি করা মানে শুধু খেতে উঠা না। আপনার ব্লগ গতানুগতিক একই টাইপের ব্লগ থেকে বেরিয়ে এসে অন্য একটা মাত্রা পেয়েছে। আপনার বাকি ব্লগগুলোও আমি দেখব। আপনারা ভাল থাকবেন।🙏🙏
Darun laglo ajke journey ta dekhte. Sikkim er vlog tar janyo khub excited Dada.. Sikkim motamuti anektai ghora hoyegeche..ei bar apnar vlog ta dekhar por nishoi valo notun jaygar sandhan pabo. 👍
নমস্কার আমি নবারুণ, অনেকদিনের অপেক্ষার অবসান, অবশেষে আপনার বন্দে ভারত ভিডিওটি এলো। খুব ভালো লাগলো বন্দেভারতে আপনাকে দেখে এবং একই সাথে যাত্রাপথে মালদা স্টেশনে আমার সাথে আপনার আলাপ হবার ছোট্ট পরিচিতিটা তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ। 😊 খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন তার সাথে অনেক নতুন নতুন ঘুরতে যাবার ভিডিও এনে আমাদের উপহার দিতে থাকুন। নমস্কার এবং অনেক অনেক ভালোবাসা নেবেন।❤🙏 দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে।।।
খুব সুন্দর এবং অত্যন্ত গুরত্বপূর্ণ একটা ভিডিও, প্রথম শুরু হওয়ার ঝা চকচকে ট্রেন এর ভিডিওর থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং জরুরি আপনাদের এই ভিডিওটা, খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন এখনকার অবস্থা Vande Bharat এর। সিকিম সিরিজের অপেক্ষায় থাকলাম।
অসাধারণ উপ্সথাপনা।আপনার সব ভ্লগ আমি ভালবেসে দেখি। এটাও এনজয় করেছি। আপনারা পরিবেশনার মধ্যে মাদকতা আছে তা অনেক আগে একবার আমি উল্লেখ করেছিলাম। আজ আবার তা প্রমান হল। আপনাদের আমার শুভেচ্ছা রইলো। ভালো এনজয় করুন।Happy Journey......❤ প্রতিবেদনের জন্য অপেক্ষা করে রইলাম।
ekdom Thik bolechen ... kichu traveller er mentality holo taka diechi means ja khusi korbo... amar bari chara sob nongra thakuk does not matter ... degree thaklei je sikkhito howa jai na tar best example era
দাদা আমি অনেক ট্রেন জার্নি ব্লক দেখেছি কিন্তু আপনার মত এত সুন্দর ভাবে দেখায় না আপনার কথা বলার প্রসেস খুবী সুন্দর আমি তাবরেজ হোসেন পুরুলিয়া জেলা থেকে আপনাকে জানাই আন্তরিক অভিনন্দন
অসাধারণ উপস্থাপনা। আপনাদের চিন্তাভাবনার সাথে আমাদের চিন্তাভাবনার এত মিল, তাই আপনার ভিডিওগুলি দেখতে খুব ভাল লাগে। আপনারা যা যা বলেছেন তাকে সম্পূর্ণ সমর্থন করি। খুব ভাল থাকবেন।
Ami onek beranor vlog dekhi sotti bolte ki apnader dujoner modhe j antorikota dekhi seta tonno video te pai nah .r pai beranor nuton nuton thikana.Dhonnobad ato sundor jayga dekhanor jonno .Bhalo thakben sustho thakben 🌹🌹
এক্সপ্লোরার শিবাজী দার Vlog থেকে আপনার Vlog এর সন্ধান পেয়ে এই প্রথম আপনার বন্দেভারত এর সফর মধ্যে দিয়ে আপনার vlog দেখা শুরু করলাম।খুবই ভালো লাগলো আপনাদের উপস্থাপনা। বিশেষ করে অনিন্দ দার tonal quality ও সুন্দর উপস্থাপনার জন্য।❤
The biggest problem in AC trains in India is in winter there is no heater arrangement. So IR must declare it's freezer not AC. I hv travelled to Delhi several times in AC 2 tier ,even during May June after 2 am u start shivering even with a blanket on the upper berth.
দাদা 100 k যাতে তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য যা যা ভিডিও করার আরো দারুণ দারুণ ভিডিও ভিডিও সপ্তাহে 4 টে করে দিন কারন। দাদা তোমার ভিডিও প্রেমে পড়ে গেছি। আমি চাই বাংলার ইউটিউবের জগতে তুমি ও সেরার সেরা শিরোপা পাও
Vande Bharat chaloo hober por sob blogger der reshareshi dekhtey peyechilam, onek biroktikor legechilo. Kintu etodin por aapnar blog dekhte besh bhalo laglo mone holo kichu alada dekhlam.
Aaj prothombar aapnader blog dekhlaam . Khub bhalo laglo…. Everything well described everything… khub nijer moto kore sob informations diyechen…. Aami aaj theke aapnader notun subscriber from BBSR 😊
Presentation matters even if the content is shown by many others! Your presentation is very nice! The 5:55 AM is very inconvenient for many! So, I will catch VB from Shantiniketan. The overhead luggage space issue can easily be adjusted by using some space a little before or after. Food is great! The aesthetics and technology, amenities such as newspapers, full time attendants, continuous cleaning, brail signage, …simply Wow! Truly, these features surpass many international trains. Fortunately, I’ve experienced super fast European and American trains such as Euroraii DB, SNCF, ICE, Amtrak etc. VB toilet looks bigger and better! Yes, Better!! Getting on or off a running train is extremely dangerous! So automatic door feature is for safety. The train makes me extremely PROUD and the passengers ( the irresponsible ones ) make me utterly disgusted! Finally, we all should feel proud of VB and maintain it!
Anindya babu "having money does not equate with having & displaying civic sense with one and all ( sharing common space) "...sadly the second part reflects more on a nation, trash & squalor problem exists in all big cities of the world SFO/NYC ..just that some countries like Singapore are completely on the other end of spectrum when it comes to cleanliness and they impose fine for public nuisance enforced
দারুন লাগলো ভিডিও টা। এই train এ চড়ার আগ্রহ জন্মালো। অনিন্দ্য ভাই, প্রথম প্রথম আপনার ভিডিও গুলোতে আপনার মিসেস এর কথা কিছু শুনতে পেতাম না। যা বলার আপনি ই বলতেন। এখন বেশ কথা বলছেন উনি। বেশ মজা করতে করতে দুজনে মিলে train Bhromon bhromon করেন আপনারা , খুব ভাল লাগে দেখতে। দরজার বাইরে পাহাড়া দেওয়া, ঠিক সময়ে আপনি train এ উঠতে পারলেন কিনা এটা বেশ মজার। পরের ভিডিও র জন্য অপেক্ষা য় আছি। কোলকাতার বেহালা, সরসুনা থেকে।
Howrah NJP Vande Bharat e luggage r problem ta amio face korechi. Boro heavy luggage thakle overhead rack uthano impossible. IR should make some design changes to fix this issue
Ekhon toh NJP Vande Bharat Express r services onek bhalo hoiche prothom din e ami baaki jaara e travel koreche sobaar er mone hoiche services aar management khub e baaje chilo vande bharat r onupaat e kintu train taa prochondo punctual❤❤
Excellent vlog. You gave a truly good picture, Down to earth. And correct practical problems. Even for people living in Kolkata, its too early in winters.
@@AnindyasTravelogue ha dada bes mojar manus apnara dujon. Apnader dujoner presentation experience sotti i khub valo lage. Onek boro hok apnader channel eta i chai
সুন্দর জার্নি ভিডিও দেখে খুব ভালো লাগল অনিন্দবাবু এমনিতেই আপনি দেখতে খুব সুন্দর মিষ্টি হাসি আর খুবই আকর্ষনীয় আপনার বাচনভঙ্গি আজকে যেন আপনাদের দুজনকেই আরো আকর্ষণীয় মনে হলো। বাথরুম নিয়ে যা যা বললেন একেবারেই ঠিক বলেছেন যাত্রীদের যতদিন মানসিকতার পরিবর্তন না হবে ততদিন ট্রেনের টয়লেট পরিস্কার থাকা সম্ভব হবেনা।
এই সিরিজের অন্যান্য পর্বগুলির ভিডিও লিঙ্ক - th-cam.com/play/PLKA_QKcJDDQgM4zBQIoGrIF2dUJaQgQuD.html
আমার মনে হয়, গতি পথের উল্টো দিকে বসা টাও একটা অসুবিধা।
দারুণ লাগল ভাই। ভালো থাকুন।
আপনারা অনেক ভালো। আজ প্রথম আপনাদের এই পর্বটাা দেখলাম। খুবই পজিটিভ মেন্টালিটির মানুষ আপনারা। সঙ্গে আছি, সঙ্গেই থাকবো। শুভকামনা বাংলাদেশ থেকে।
অসংখ্য ধন্যবাদ আপনাকে 😍 সঙ্গে থাকবেন ।
Sir,
"আগে গেলে বাঘে খায়, পরে গেলে সোনা পায় " স্কুল জীবনের ফিরবার পথে এই মূল্যবান প্রবাদ তা আপনাদের জন্য একদম perfect ❤
তোমার আর বৌদির এই যুগলবন্দি ❤ অসাধারণ লাগে দাদা , ভিডিওর মাত্রা অন্য লেভেলে নিয়ে যায় , খুব ভালো লাগলো ভিডিও টা, আমি কোনোদিন বন্দে ভারত উঠিনি, এইবার হাওড়া - পুরী বন্দে ভারত এ প্রথম দিন চলে আসো , দেখা হয়ে যাবে ❤
থাম্বনেইল এ তোমাদের দুজনের মুখের হাসি টা দেখলে মন ভরে যায়, দারুন থাম্বনেইল 🥰
তোমার লেখাটা দারুণ লাগলো । তবে প্রথম দিনেই পুরী বন্দেভারতে হয়তো যাওয়া হবে না । সৈকতের সাথে কথা বলো । একসাথে একটা কোথাও হয়ে যাক 😄
অসাধারণ উপ্সথাপনা। মাস চারেক বাদে পরিসেবা বোঝার জন্য এই অসামান্য প্রতিবেদন খুবই গুরুত্বপূর্ণ। আনিন্দ্য বাবুর পরিবেশনার মধ্যে মাদকতা আছে তা অনেক আগে একবার আমি উল্লেখ করেছিলাম। আজ আবার তা প্রমান হল। পরের প্রতিবেদনের জন্য অপেক্ষা করে রইলাম।
আপনার মতামত আমার কাছেও খুবই গুরুত্বপূর্ণ 😍🌹
একদম সত্যি কথা... আমরা যতদিন না পর্যন্ত নিজেরা রেলকে নিজের ঘরের মত না ভেবে অপরিচ্ছন্ন করে রাখব, ততদিন আমরা অন্যান্য দেশের থেকে পিছিয়ে থাকব।
অনিন্দ্য বাবু
আপনার উপস্থাপনা সত্যি প্রসংশনীয়। অনেক দিন পর বাংলায় এলেন....
সিকিম এর offbit দেখার প্রতীক্ষায়
থাকলাম...একটা জিনিষ লক্ষ্য করলাম আপনার ক্যামেরা টা উন্নতমানের ছবি,অসাধারণ , আপনাদের আমার শুভেচ্ছা
রইলো। ভালো এনজয় করুন।Happy Journey......❤
অসংখ্য ধন্যবাদ আপনাকে 🙏 সঙ্গে থাকবেন ।
Correct observation.
I also had the same experience abt that..
As a bonafied passenger amar rights achey vocal houer regarding service nd attention.
Always bolben, else future e jara jaben tara kemon kore janben.
Thank you.
Aamra abar jabo 8th January 2024..
Valo thakun😊😊
ভীষন ভালো লাগে আপনার উপস্থাপনা,,আপনার হাসি ও!!Carry on!!!আমাদের ও মানস ভ্রমণ হয়ে যাচ্ছে!!
অনেক ধন্যবাদ 🙏
আপনার ভিডিও দেখে টাবাকোষি র sonekhari homestay book করলাম,,,পুজোর ছুটি তে।।তবে,,দুঃখের বিষয় tree house টি পেলম না,,booked already।
তাবাকোশির র বর্তমান রেপুটেশন একটু খারাপের দিকে । আমাকে অনেকেই ওই হোমস্টে নিয়ে কমপ্লেন করেছে। একটু খোঁজখবর নিয়ে যাবেন । ওদের সাথে ফোনে কথা বলে নেবেন । যাতে ঘর ভালো করে পরিষ্কার রাখে । তবে চিন্তার কিছু নেই । আমিও ওদেরকে ফোন করে এই সমস্যাগুলো জানিয়েছি, আশা করি ওরা ব্যবস্থা নেবে ।
আপনার বন্দেভারত রিভিউ মন দিয়ে দেখলাম। আপনার সব ভ্লগ আমি ভালবেসে দেখি। এটাও এনজয় করেছি। কয়েকদিন আবার আপনাদের সঙ্গে কাটাবো তাই ভেবে ভালো লাগছে। ❤❤❤
আপনাদের সাহচর্যে আমিও উৎসাহিত হই । ভালো থাকবেন 😍🌹
ভাবছিলাম কবে আপনাদের চোখ দিয়ে বন্দে ভারত দেখবো.... সুবিধা অসুবিধা বেশ সুস্পষ্ট ও স্বাভাবিক লাগলো.... আমি আপনাদের সাথে একদম একমত যে ট্রেন পরিষ্কার রাখার দায়িত্ব আমাদেরও আছে। মানুষের সচেতনতার অভাবে একটা সুন্দর ভ্রমণ অস্বস্তিকর হয়ে যায়। তবে over all' বেশ ভালো লাগলো।
অনেক ধন্যবাদ আপনাকে 🙏 ভালো থাকবেন।
ওস্তাদের মার শেষ রাতে। প্রবাদটি মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। তবে, হাওড়া এনজেপি শতাব্দী এক্সপ্রেসে ভ্রমণের কাহিনিটা আরও প্রাণবন্ত ছিল, যার জন্য বেশ কয়েকবার দেখা হয়ে গেছে।
Thank you so much 🙏
আমার দেখা এই ট্রেনের এখনও পর্যন্ত সবচেয়ে ভাল ব্লগ আর coverage, একদম মনের কথা গুলো প্রতিফলিত হয়েছে। বাইরের ভিডিও গুলোও অসাধারন সুন্দর তুলেছেন। একদম ঠিক কথা, সত্যি এই ট্রেনে জার্নি করা মানে শুধু খেতে উঠা না। আপনার ব্লগ গতানুগতিক একই টাইপের ব্লগ থেকে বেরিয়ে এসে অন্য একটা মাত্রা পেয়েছে। আপনার বাকি ব্লগগুলোও আমি দেখব। আপনারা ভাল থাকবেন।🙏🙏
অসংখ্য ধন্যবাদ আপনাকে 🙏 আমার অন্যান্য ভিডিওগুলিও দেখবেন ও মতামত জানাবেন 🌹
অপেক্ষার অবসান আনন্দ যাত্রা শুরু ❤️
খুব ভালো লাগলো বন্দে ভারতে সফর। অনেক কিছু জানতে পারলাম ভালো মন্দ সব মিশিয়ে।
As usual apnar narration oshadharon. Thank you Dada for this excellent vlog.
Darun laglo ajke journey ta dekhte.
Sikkim er vlog tar janyo khub excited Dada.. Sikkim motamuti anektai ghora hoyegeche..ei bar apnar vlog ta dekhar por nishoi valo notun jaygar sandhan pabo. 👍
খুব ভালো লাগলো দাদা আপনার এই ব্লগটা। আমরা আগামী 23 অক্টোবর বন্দে ভারত এ যাচ্ছি। ভালো থাকবেন
apurbo train jatra, durdanto Bande Bharat
আপনার কথা গুলো একদম সঠিক খুব সুন্দর করে বলেছেন ।
Khub enjoy korlam video ta. Porer video jonne opekhae roilam.😊
সত্যিই এটা খুব ভালো বলেছেন ম্যাডাম....প্রথম দিন সব পরিষেবা ভালোই থাকে। আমারও একই বক্তব্য....
22301 vande bharat express sundar train,sudar journey dekhiyachen.
আপনাদের গল্প বলার ধরনটা যেনো ঘরে বসে কাছের কোনো মানুষের সাথ এ কথা বলার মত । ভালো লাগলো।
ধন্যবাদ দাদা তালিত কে আপনার ব্লগে দেখানোর জন্য। আসলে আমার গ্রাম তালিত। এই তালিত বিখ্যাত রেলওয়ে লেভেল ক্রসিংয়ে যানজটের জন্য।
ভালো থাকবেন।
Charmash pore gelen tai sothik review pelam.khub bhalo rail vlog hoeche.
নমস্কার আমি নবারুণ,
অনেকদিনের অপেক্ষার অবসান, অবশেষে আপনার বন্দে ভারত ভিডিওটি এলো।
খুব ভালো লাগলো বন্দেভারতে আপনাকে দেখে এবং একই সাথে যাত্রাপথে মালদা স্টেশনে আমার সাথে আপনার আলাপ হবার ছোট্ট পরিচিতিটা তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ। 😊
খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন তার সাথে অনেক নতুন নতুন ঘুরতে যাবার ভিডিও এনে আমাদের উপহার দিতে থাকুন।
নমস্কার এবং অনেক অনেক ভালোবাসা নেবেন।❤🙏
দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে।।।
খুব ভালো লাগলো । ভালো থেকো ♥️
আপনার ব্লগ অন্যদের থেকে আলাদা তাই অপেক্ষায় ছিলাম। ধন্যবাদ দাদা। সঙ্গে রইলাম। পুরোটা দেখি।
অনেক ধন্যবাদ 🙏 সঙ্গে থাকবেন ।
I like it. Happy journey to sikkim. Waiting for your next video. Thanks❤❤.
Thanks❤❤
খুব ভালো লাগল । অপেক্ষায় রইলাম ।
Prothom sesh thake pojonto dakhlam obosoi valo laglo ❤️😍
অনেক ধন্যবাদ 🙏
Darun Darun.
Anindya da, puri bande bharat 1st day journey ta parle korun... ♥️
অসাধারণ একটি ভিডিও দেখলাম😊❤
খুব সুন্দর এবং অত্যন্ত গুরত্বপূর্ণ একটা ভিডিও, প্রথম শুরু হওয়ার ঝা চকচকে ট্রেন এর ভিডিওর থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং জরুরি আপনাদের এই ভিডিওটা, খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন এখনকার অবস্থা Vande Bharat এর।
সিকিম সিরিজের অপেক্ষায় থাকলাম।
অনেক ধন্যবাদ আপনাকে 🙏 সঙ্গে থাকবেন।
আপনাকে অনেক ধন্যবাদ এতো সুন্দর একটা যাত্রা তুলে ধরার জন্য। অসংখ্য ধন্যবাদ।
Exactly first highlighted by you. I travelled on 9 April I observed people fighting for that.
অসাধারণ উপ্সথাপনা।আপনার সব ভ্লগ আমি ভালবেসে দেখি। এটাও এনজয় করেছি। আপনারা পরিবেশনার মধ্যে মাদকতা আছে তা অনেক আগে একবার আমি উল্লেখ করেছিলাম। আজ আবার তা প্রমান হল। আপনাদের আমার শুভেচ্ছা
রইলো। ভালো এনজয় করুন।Happy Journey......❤ প্রতিবেদনের জন্য অপেক্ষা করে রইলাম।
ভিডিওগুলি ভালো লাগার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ 🙏 ভালো থাকবেন। সঙ্গে থাকবেন 😍
Khub valo lagloo.. Ei vlog ti dekhe.. Valo thakben..
ekdom Thik bolechen ... kichu traveller er mentality holo taka diechi means ja khusi korbo... amar bari chara sob nongra thakuk does not matter ... degree thaklei je sikkhito howa jai na tar best example era
দাদা আমি অনেক ট্রেন জার্নি ব্লক দেখেছি কিন্তু আপনার মত এত সুন্দর ভাবে দেখায় না আপনার কথা বলার প্রসেস খুবী সুন্দর আমি তাবরেজ হোসেন পুরুলিয়া জেলা থেকে আপনাকে জানাই আন্তরিক অভিনন্দন
অসংখ্য ধন্যবাদ ❤️
অসাধারণ উপস্থাপনা। আপনাদের চিন্তাভাবনার সাথে আমাদের চিন্তাভাবনার এত মিল, তাই আপনার ভিডিওগুলি দেখতে খুব ভাল লাগে। আপনারা যা যা বলেছেন তাকে সম্পূর্ণ সমর্থন করি। খুব ভাল থাকবেন।
অসংখ্য ধন্যবাদ আপনাকে 🙏
খুব ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ আপনাদের 🌟🌟
Khub valo laglo......Apnader vdo khub valo lage.....Bubu ma'am khub valo manus.....onar katha gulo vison valo lage.....😊😊
অনেক ধন্যবাদ আপনাকে 🤗😍🌹
Darun, sunndor apnar bornona,eta beast bandebharat video laglo amar kahe👍
Thank you 😍
খুব সুন্দর খুব সুন্দর উপস্থাপনা আপনার আর ম্যাডামের মন ভুলানো হাসির সঙ্গে উপস্থাপনা খুব সুন্দর লাগলো...
Thank you 🙏
দাদার সঙ্গে বুবু বৈউদীর উপস্থাপন খুব ভালো লাগলো ধন্যবাদ.... From Rajshahi Bangladesh
অনেক ধন্যবাদ আপনাকে 😍
খুব ভালো লাগলো। দাদা আপনার উপস্থাপনা খুব সরল ও পরিষ্কার। 🙏
Ami onek beranor vlog dekhi sotti bolte ki apnader dujoner modhe j antorikota dekhi seta tonno video te pai nah .r pai beranor nuton nuton thikana.Dhonnobad ato sundor jayga dekhanor jonno .Bhalo thakben sustho thakben 🌹🌹
অনেক ধন্যবাদ আপনাকে । সঙ্গে থাকবেন 😍
Khub bhalo laglo vlogta dada.. Apnar uposthapona sotiee asadharon,
Bhalo laglo video ta..
Amio just amar channel e vande bharat e first time travel r experience ta share korlam..
It was really awesome👍❤
"The Statesman" dekhlam bohuu juug por!🙂 Vlog ta daruun hoechhe.
আমি তো sir আপনার প্রতিটা ব্লগ দেখি, সব সময় নতুন শেখা হয়।আর আপনাদের যুগল অতি সুন্দর আর মার্জিত।🕊️🥰🕊️
Thank you 🌹
আপনার ও আপনার স্ত্রীর উপস্থাপনা অসাধারণ লাগে! তার সাথে আপনার ব্লগ গুলো এক কথায় সব ব্লগের থেকে আলাদা!
অসংখ্য ধন্যবাদ আপনাকে 😍 সঙ্গে থাকবেন ।
Dar un uposthapona..... Apnader dujonkei asesh dhanybad...... Bhalo o sustho thaben.... Sari video coverage chai....... All the 💯best.
Thank you 😍
bah !!! thumbnail ta darun 😙👌👌👌👍😙 jemon apnader hansi mukh tamoni sundor oi vande bharat train sab kichui jeno চক্ চক্ korche 😙👌😁
Editing খুব সুন্দর, বিশেষভাবে music টা
Khub bhalo information Dada.. Amar darkar chilo Sasurbari jabo Siliguri...Anek Dhonyobad. 🙏🍀👍🙏
ধন্যবাদ 🙏
সত্যি দাদা খুব সুন্দর উপস্থাপনা আপনার খুবই ভালো লাগে আপনার ভিডিও
এক্সপ্লোরার শিবাজী দার Vlog থেকে আপনার Vlog এর সন্ধান পেয়ে এই প্রথম আপনার বন্দেভারত এর সফর মধ্যে দিয়ে আপনার vlog দেখা শুরু করলাম।খুবই ভালো লাগলো আপনাদের উপস্থাপনা। বিশেষ করে অনিন্দ দার tonal quality ও সুন্দর উপস্থাপনার জন্য।❤
অসংখ্য ধন্যবাদ আপনাকে 😍 অন্যান্য ভিডিওগুলিও দেখবেন ও মতামত জানাবেন 🌹
Really appreciable. Khubi bhalo laglo
Sikkim r link ta pathaben.
আপনার ভিডিও গুলো দেখতে খুব ভালো লাগে। আর আপনার কথা বলার স্টাইলটা খুব সুন্দর। পরের ভিডিওর জন্য অপেক্ষায় থাকলাম
🙏🙏
As usual excellent vlog worth watching Thank you
The biggest problem in AC trains in India is in winter there is no heater arrangement. So IR must declare it's freezer not AC. I hv travelled to Delhi several times in AC 2 tier ,even during May June after 2 am u start shivering even with a blanket on the upper berth.
Osadharon Uposthapona🎉🎉 keep it up aninda da & boudi
Thank you 😍
Bhalo laglo! Besh pranobonto bornona
Khub sundar presentation Dada r Boudi.👍
অনেক ধন্যবাদ 🙏
অনেক দিন পর একটা সুন্দর বাংলা vlog দেখলাম ❤
অনেক ধন্যবাদ 🙏 সঙ্গে থাকবেন 😍
1st dekhlam . Akebare sobar theke alada vlog. Darun laglo. Fan hoye gelam
অনেক ধন্যবাদ আপনাকে 😍 আমার অন্যান্য ভিডিওগুলিও দেখবেন ও মতামত জানাবেন 🌹
Presentation awsome. Better than others. Awaiting to get the next experience
Oi suyor er bacha .
দাদা 100 k যাতে তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য যা যা ভিডিও করার আরো দারুণ দারুণ ভিডিও ভিডিও সপ্তাহে 4 টে করে দিন কারন। দাদা তোমার ভিডিও প্রেমে পড়ে গেছি। আমি চাই বাংলার ইউটিউবের জগতে তুমি ও সেরার সেরা শিরোপা পাও
Thank you 😍
Vande Bharat chaloo hober por sob blogger der reshareshi dekhtey peyechilam, onek biroktikor legechilo. Kintu etodin por aapnar blog dekhte besh bhalo laglo mone holo kichu alada dekhlam.
অনেক ধন্যবাদ 🙏
Very good information about luggage space.....thank you.
Always welcome
ভীষন ভালো লাগলো। আপনার বাচন ভঙ্গিমা চমৎকার।
বন্দে ভারতের ভিডিও খুব ভাল লাগলো, সিকিমের ভিডিও আসার অপেক্ষাতে থাকলাম ।
ভালো থাকবেন 😍
Aaj prothombar aapnader blog dekhlaam . Khub bhalo laglo…. Everything well described everything… khub nijer moto kore sob informations diyechen…. Aami aaj theke aapnader notun subscriber from BBSR 😊
অসংখ্য ধন্যবাদ আপনাকে 😍 এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলিও দেখে কেমন লাগলো জানাবেন 🌹
Presentation matters even if the content is shown by many others! Your presentation is very nice! The 5:55 AM is very inconvenient for many! So, I will catch VB from Shantiniketan. The overhead luggage space issue can easily be adjusted by using some space a little before or after. Food is great! The aesthetics and technology, amenities such as newspapers, full time attendants, continuous cleaning, brail signage, …simply Wow! Truly, these features surpass many international trains. Fortunately, I’ve experienced super fast European and American trains such as Euroraii DB, SNCF, ICE, Amtrak etc. VB toilet looks bigger and better! Yes, Better!! Getting on or off a running train is extremely dangerous! So automatic door feature is for safety. The train makes me extremely PROUD and the passengers ( the irresponsible ones ) make me utterly disgusted! Finally, we all should feel proud of VB and maintain it!
Thanks for your detailed feedback 😍
Anindya babu "having money does not equate with having & displaying civic sense with one and all ( sharing common space) "...sadly the second part reflects more on a nation, trash & squalor problem exists in all big cities of the world SFO/NYC ..just that some countries like Singapore are completely on the other end of spectrum when it comes to cleanliness and they impose fine for public nuisance enforced
❤ যদিও এখনো বন্দেভারতে ওঠা হয়ে ওঠে নি, কিন্ত আপনার মাধ্যমে চাপা হয়ে গেল, খুব ই উপভোগ্য হয়েছে।
ধন্যবাদ 🙏
পারফেক্ট যুগলবন্দী
দারুন লাগলো ভিডিও টা। এই train এ চড়ার আগ্রহ জন্মালো। অনিন্দ্য ভাই, প্রথম প্রথম আপনার ভিডিও গুলোতে আপনার মিসেস এর কথা কিছু শুনতে পেতাম না। যা বলার আপনি ই বলতেন। এখন বেশ কথা বলছেন উনি। বেশ মজা করতে করতে দুজনে মিলে train Bhromon bhromon করেন আপনারা , খুব ভাল লাগে দেখতে। দরজার বাইরে পাহাড়া দেওয়া, ঠিক সময়ে আপনি train এ উঠতে পারলেন কিনা এটা বেশ মজার। পরের ভিডিও র জন্য অপেক্ষা য় আছি। কোলকাতার বেহালা, সরসুনা থেকে।
আপনার লেখাটি পড়ে আমাদের খুব ভালো লাগলো । অনেক ধন্যবাদ 🙏 সঙ্গে থাকবেন 😍
Howrah NJP Vande Bharat e luggage r problem ta amio face korechi. Boro heavy luggage thakle overhead rack uthano impossible. IR should make some design changes to fix this issue
Impressive representation. Watching your Vlog first time. Best Wishes
Khub sundor uposthapona apnader
Thank you 😊
খুব ভালো লাগল, দাদা
Ekhon toh NJP Vande Bharat Express r services onek bhalo hoiche prothom din e ami baaki jaara e travel koreche sobaar er mone hoiche services aar management khub e baaje chilo vande bharat r onupaat e kintu train taa prochondo punctual❤❤
আপনার অভিজ্ঞতা জেনে খুব ভালো লাগলো ❤️
Darun laglo
এখনকার জনগণের পয়সা আছে। General knowledge নেই। শিক্ষা দীক্ষা র কোনো বালাই নেই। এরা দেশ কে ভালোবাসে না। আপনাদের অনেক ধন্যবাদ।
Khub sundor video ta ❤️
Apni r boudivai eksathe golpo kore jevabe amader dekhan sob kichu bhison i valo lage..homely feelings ❤️Take care ❤️
Thank you so much 😍
Bhalo laglo amader sealdah thayke train dhora khub sohoj 🙏🏻
একদম ঠিক 👍
এই ব্লগে আপনাদের কন্যাকে দেখতে পেলে পরিপূর্ণ হতো।অনেক তথ্য পেলাম। শুভেচ্ছা নিরন্তর।
কন্যা এর পরের সিরিজে থাকবে ♥️
Sikkim ❤ er jonno eagerly awaiting
Excellent presentations
Welcome to Bharat that is India 🇮🇳
Anindya Babu Excellent presentation . Seen 6/7 video of 1st run from Howrah. But your presentation is Best for me. Thanks & Regards.
Thank you 🙏
Bhalo laglo vlog ta. Madam ekdam thik bolechhen. Manusher sachentantar bhishan abhab. Amder manushikatar paribartan na hole kono kichhui maintain kora sambhav noy. Bhalo thakben.
Excellent vlog. You gave a truly good picture, Down to earth. And correct practical problems. Even for people living in Kolkata, its too early in winters.
Thank you ❤️
I completely agree with you two. It is too early for folks from suburbs. They should change the timing to 7AM and increase the speed to compensate
Excellent presentation Anindya da r Madam apnara dujonei bes mojar. Valo laglo
😀😀
@@AnindyasTravelogue ha dada bes mojar manus apnara dujon. Apnader dujoner presentation experience sotti i khub valo lage. Onek boro hok apnader channel eta i chai
সুন্দর জার্নি ভিডিও দেখে খুব ভালো লাগল অনিন্দবাবু এমনিতেই আপনি দেখতে খুব সুন্দর মিষ্টি হাসি আর খুবই আকর্ষনীয় আপনার বাচনভঙ্গি আজকে যেন আপনাদের দুজনকেই আরো আকর্ষণীয় মনে হলো। বাথরুম নিয়ে যা যা বললেন একেবারেই ঠিক বলেছেন যাত্রীদের যতদিন মানসিকতার পরিবর্তন না হবে ততদিন ট্রেনের টয়লেট পরিস্কার থাকা সম্ভব হবেনা।
আপনার মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ 🙏 ভালো থাকবেন 🌹
Khub valo laglo dada vande Bharat e video ta.. ❤❤❤