Kaushik Ganguly | Soul Connection | Bengali Podcast | Episode 25

แชร์
ฝัง

ความคิดเห็น • 275

  • @GoutamKumarGhoshGhosh
    @GoutamKumarGhoshGhosh ปีที่แล้ว +17

    পালান এখনো দেখা হয়নি। অবশ্যই দেখবো। কৌশিক গাঙ্গুলি আমার খুব প্রিয় মানুষ।আলোচনা খুব ভালো লাগলো। ধন্যবাদ।

  • @papiyaguha5103
    @papiyaguha5103 11 หลายเดือนก่อน +7

    খুব মুগ্ধ হয়ে শুনলাম, আপনার এই অনুষ্ঠান কান আর মন দুটো কেই আনন্দ দেয়, Aparna Sen কে নিয়ে একটা অনুষ্ঠান শুনার ইচ্ছে রাখলাম।।।

  • @SarodMusicVentures
    @SarodMusicVentures ปีที่แล้ว +9

    Best Manush ❤❤❤❤ onek onek pronam ❤❤❤❤ we respect him a lot ❤❤❤❤

  • @chanchalmitra2362
    @chanchalmitra2362 ปีที่แล้ว +7

    আবারো একটা অসাধারন অভিজ্ঞতার সাক্ষী হলাম দাদা, অনেক অনেক অভিনন্দন আপনাকে।

  • @sunandasen5119
    @sunandasen5119 7 หลายเดือนก่อน +4

    যদিও বহুদিন পরে দেখলাম এবং শুনলাম। তবু ভালো তো ভালোই। এখন রাত দুটো । নিজের কিছু কাজ সঙ্গে নিয়ে বসে শুনলাম । মনে হোলো অন্তরাত্মা শুদ্ধ হয়ে গেল। কী অসাধারণ শিল্পবোধ এবং সহজ নির্লোভ মন। আমার একটা আক্ষেপ আজকাল হয় সেটা হোলো এমন সব পরিচালকদের তৈরি ছবি খুব কম হল পায়। আমার বাড়ির খুব কাছে আইনক্স হল তবু ভালো বাংলা ছবি প্রায় আসেই না। এলেও বুঝে ওঠার আগেই চলে যায় । যাইহোক মাননীয় কৌশিক গাঙ্গুলির জন্য অনেক অনেক শুভেচ্ছা। যদিও সাম্প্রতিককালে তৈরি ওনার সব ছবি দেখেছি। প্রতিটি ছবি সামাজিক, রাজনৈতিক বার্তা দিয়ে যায়। সে প্রত্যক্ষ বা পরোক্ষ যেভাবেই হোক না কেন।উনি সুস্থ থাকুন আর হৃদয় ছোঁয়া ছবি নিয়ে আসুন। সত্যি তো কোন বিশেষ সৃষ্টি সময় না পেলে যথার্থ হয়ে উঠত পারে না। আর একটা সৃষ্টি যদি অসংখ্য চোখ এবং কানে ধরা না দেয় তবে তা যে একজন স্রষ্টার কাছে কী ভীষণ বেদনার সে শুধু তিনিই অনুভব করতে পারেন। ভালো থাকুন এই চ্যানেলের সকলে। খুব কঠিন এই কাজগুলি যা শুনে দেখে মনে হয় কী আর এমন। অভিনন্দন ❤️❤️❤️❤️

  • @karuna_jasmine
    @karuna_jasmine ปีที่แล้ว +13

    এককথায় অসাধারণ লাগলো এই পর্ব, পরবর্তী কোনো পর্বে ''চূর্ণী গাঙ্গুলি'' দিদিকে আহ্বানের আবদার রহিলো । 🙏🏻

  • @debarghyachatterjee5612
    @debarghyachatterjee5612 ปีที่แล้ว +3

    Oshadharon interview. Sobai sunun. Onek kichu sikhben. Apni khub valo interviewer. Koushik babur proti sroddha r o khanik ta bere gelo

  • @ashimbarua4001
    @ashimbarua4001 11 หลายเดือนก่อน +5

    জীবন দর্শন আর সিনেমার দর্শন -- এই দুয়ের স্ল্যাষ, সংস্ল্যাষ,-- ব্যাশ দারুণ উপভোগ করলাম❤❤❤

  • @sudipasarkar1247
    @sudipasarkar1247 ปีที่แล้ว +4

    আমার দেখা সবচেয়ে বড় পরিচালক ও অভিনেতা।আপ্রান চেষ্টা করি ওনার পরিচালনায় সমস্ত মুভি হলে গিয়ে দেখতে।

  • @debjanidechoudhury661
    @debjanidechoudhury661 15 วันที่ผ่านมา

    বড়ো প্রিয় ও শ্রদ্ধার মানুষ, অভিনেতা ও পরিচালক... অনেক ধন্যবাদ ওনাকে আনার জন্য ❤️🙏

  • @aparajitachakraborty2874
    @aparajitachakraborty2874 4 หลายเดือนก่อน +2

    খুব ভালো লাগলো এই এপিসোড।।
    কৌশিক গাঙ্গুলি কে পরম শ্রদ্ধা জানাই।। সুস্থ থাকুন, আরও ভালো ভালো সিনেমা আমরা ওনার কাছে চাই।।
    ওনার কাছে একটি আবেদন করি, একটি ঐতিহাসিক ছবি যদি উনি আমাদের দেন।।
    সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর রাজসিঙহ উপন্যাস টি আশাকরি সকল বাঙ্গালীর আশাকরি প্রিয়।।এই আবেদন টি যদি ওনার কাছে পৌঁছানো সম্ভব নয়, ভালো লাগবে নিশ্চিত।।
    আপনার উপস্থাপনা দারুন লাগে।।।।।।

  • @kaushikchoudhury6062
    @kaushikchoudhury6062 9 หลายเดือนก่อน +1

    এই মানুষটি এতো সুন্দর করে কথা বলেন এবং ওনার ছবিতে এতো ভালো কথোপকথন থাকে আর ছবির variety of subject এর কথা সকলেই জানেন।
    আমার অন্যতম প্রিয় পরিচালক।
    ভীষন ভীষন ভালো লাগলো অনুষ্ঠানটা। অজস্র ধন্যবাদ ওনাকে আমন্ত্রণ জানানোর জন্য।

  • @rinab.5752
    @rinab.5752 21 วันที่ผ่านมา +1

    Khub Khub bhalo laglo, ashadharon!!

  • @ariyanmkherjee2624
    @ariyanmkherjee2624 ปีที่แล้ว +14

    একজন অভিনেতা হিসেবে মনে করি ওনার মত সৎ মানুষ সৎ ও গুণী অভিনেতা থেকে একজন সৎ ও গুণী পরিচালক হয়ে ওঠা টাই একটি দর্শন,একটি সম্পূর্ণ বৃত্ত... ভালো থাকুন স্যার... এমনই সৃষ্টির স্রষ্টা হয়ে বাঙালির যাপনে মননে বসত করুন...

    • @asifimranbabu3768
      @asifimranbabu3768 6 หลายเดือนก่อน

      কোথায় অভিনয় করেন?

    • @ariyanmkherjee2624
      @ariyanmkherjee2624 6 หลายเดือนก่อน

      @@asifimranbabu3768 সেটা জানার জন্যে কলকাতায় এসে থিয়েটার দেখতে হবে

    • @arunkumarbhattacharya9396
      @arunkumarbhattacharya9396 5 หลายเดือนก่อน

      এর কারণ হচ্ছে, রামকৃষ্ণ মিশনের সংস্কার। এখানকার লোকেরা একটু আলাদা ধরণের। সেটা সে যে ফিল্ডেই থাকুক না কেন। তাদের দেখলেই চেনা যায়। আবার মমতা ইউনিভার্সিটির লোকদের ও দেখলেই চেনা যায়।

  • @jayitakanjilal6726
    @jayitakanjilal6726 ปีที่แล้ว +3

    @Arunava Khashnobish আপনার সব পডকাস্ট আমার দারুন লাগে...আপনি অনুত্তমা ব্যানার্জীকে ডাকুন।

  • @moonshome8685
    @moonshome8685 ปีที่แล้ว +10

    One can be enriched by just listening to Kaushik Ganguly & Ambarish too. Both have an educated mind which reflects in their talks. Onek onek shambriddho holam ei duti podcast e . Kaushik babur kothagulo onuronon hoy bhitore, atotai impactful. He's a man of immense depth of knowledge. God bless 🙏

  • @anirbandas7050
    @anirbandas7050 ปีที่แล้ว +25

    U Can hear this man for hours,...no matter what happens, u just sink into Kaushik Sir's interview,....I wish I could meet him once in my life.....

    • @rathidasgupta8446
      @rathidasgupta8446 ปีที่แล้ว

      উনি ৩৩ মিনিটে একটা সিনেমার কথা বললেন যেটা কিনা সিলভার পিকক পেয়েছে। ওই সিনেমাটার নাম কী বললেন?

    • @dipanjanray4894
      @dipanjanray4894 11 หลายเดือนก่อน

      ​@@rathidasgupta8446 ছোটদের ছবি

    • @Monalisha4312
      @Monalisha4312 8 หลายเดือนก่อน

      ​@@rathidasgupta8446 chotoder chhobi

    • @Monalisha4312
      @Monalisha4312 8 หลายเดือนก่อน

      chhotoder chhobi

  • @somnaththakur5152
    @somnaththakur5152 ปีที่แล้ว +5

    দুজন অসামান্য চিত্র পরিচালক একসাথে। আজকে জীবন, সিনেমা, মানুষ, আবেগ ও আমার শহর নিয়ে যে ধরনের পঠন পাঠন উপহার পেলাম, তা কিছুটা আঁচ করেছিলাম কিন্তু দেখার পর তার চেয়ে অনেক বেশি কিছু নিয়েই শেষ করলাম। প্রত্যেকবারের মতন মুগ্ধ ও সমৃদ্ধ।

  • @pabloganguly6867
    @pabloganguly6867 ปีที่แล้ว +3

    দারুন লাগল, প্রশ্ন গুলো একেবারেই প্রশ্নের মত।
    এই মানুষ টার প্রতি শ্রদ্ধা কখনো কমবেনা।
    অরুনাভ দা যদি পারেন অনির্বান ভট্টাচার্যের সাথে একটা সাক্ষাৎকার করুন,অনুরোধ করলাম।❤

  • @chayanikakar8412
    @chayanikakar8412 ปีที่แล้ว +12

    He is a story teller ..it seems that cinema is only about love❤thank you soul connection

  • @hhnm7
    @hhnm7 ปีที่แล้ว +2

    অসাধারণ অসাধারণ অনুষ্ঠান।
    ওনি সহজ ভাবে গভীর কথা বলেন।

  • @koelabagchi9677
    @koelabagchi9677 10 หลายเดือนก่อน +1

    ধন্যবাদ কৌশিক বাবুকে এই প্ল্যাটফর্মে আনার জন্য, খুব প্রয়োজনীয় episode...

  • @aviksengupta1195
    @aviksengupta1195 ปีที่แล้ว +2

    Amar priyo porichalok o priyo ovineta... R Kaushik Ganguly moto manush amader bortoman shomoy nei bollei chole...❤❤❤❤

  • @kausikpats3629
    @kausikpats3629 5 หลายเดือนก่อน +1

    বলাই বাহুল্য এক‌টি অসাধারণ এপিসোড দেখলাম! আর ওনার মতো নমস্য ব্যক্তির সম্মন্ধে কি বা বলার আছে!! এতদিন যেভাবে সমৃদ্ধ করে এসেছেন চলতে থাকুক সেভাবেই! সুস্থ থাকুন ভালো থাকুন

  • @chandanmohanta1599
    @chandanmohanta1599 ปีที่แล้ว +1

    Prothomei onek bhalobasa Arunava da o Koushik da ke...💕💕 Emon sundar ekti anusthan upohar deoar jonnyo...... 👏👍

  • @tanmoychatterjee6837
    @tanmoychatterjee6837 29 วันที่ผ่านมา

    ভালো লাগছে soul connection podcast ....very good coverage

  • @gourabkumarsar
    @gourabkumarsar ปีที่แล้ว +6

    সমৃদ্ধ হলাম। অরুণাভ দা কে অনেক ধন্যবাদ এরকম podcast গুলোর জন্যে। কৌশিক বাবু কে কুর্নিশ এতো সুন্দর ভাবে নিজের মতামত গুলো প্রকাশ করার জন্যে।

    • @bsr11
      @bsr11 ปีที่แล้ว

      Besi fotor fotor koris na..noyto mar khabi

  • @dishamukherjee0902
    @dishamukherjee0902 17 วันที่ผ่านมา

    Khub Sundor ekta alochona. Bhishon Bhalo laglo. Onek kichu sikhte parlam.

  • @saurish1000
    @saurish1000 ปีที่แล้ว +2

    Beshi kichu bolar nei : Koushik da pronam neben, Soul connection, Hridoy aache aar thaakbe ! Oshadharon❤ thank you

  • @ashishchakraborty6984
    @ashishchakraborty6984 5 หลายเดือนก่อน +1

    খুব মন ভালো করা অনুষ্ঠান । আমাদের প্রিয় পরিচালক , অসম্ভব সুন্দর করে বললেন । প্রণাম ।

  • @dipankarsardar2972
    @dipankarsardar2972 ปีที่แล้ว +1

    1 hr kivabe kete gelo bujhlam na.. Mone holo okhane bose sunchi.. Darun ekta episode..

  • @bristimitra6130
    @bristimitra6130 ปีที่แล้ว +6

    অসাধারণ একজন পরিচালক। প্রত্যেক পর্ব গুলো থেকে সমৃদ্ধ হচ্ছি। 👍

  • @Gobindadas07
    @Gobindadas07 ปีที่แล้ว +3

    সত্যিই দারুণ ছিল সাক্ষাৎকারটা।অনেক না জানা কিছু জানতে পারলাম, বুঝতে পারলাম আর অবশ্যই শিখতে পারলাম।

  • @subirghosh5526
    @subirghosh5526 11 หลายเดือนก่อน +2

    একদম proper ডিরেক্টর এর interview.....

  • @CBGA457
    @CBGA457 ปีที่แล้ว +2

    Jae celibrity podcast a asuk na kno but this anchor stole my heart he is so gentleman 😍💖.......day by day he is my crush ❣️❣️

  • @kaberimondal8049
    @kaberimondal8049 6 หลายเดือนก่อน

    অনেক শ্রদ্ধা জানিয়ে কৌশিক মহাশয় এর মতন একজন দিকপাল ব্যক্তি কে একটি আবেদন জানাই , আপনার সৃষ্টি দিয়ে যদি বাঙালির চারিত্রিক ভিতে সম্মানবোধ এবং গঠনমূলক কাজ করার মানসিকতা তৈরি করে দিতে পারলে পুরো বাঙালি জাতি সত্যি অসাধারণ উন্নতি তে প্রতিষ্ঠিত হবে 🙏

    • @arunkumarbhattacharya9396
      @arunkumarbhattacharya9396 5 หลายเดือนก่อน

      অনুরোধ টা ঠিকই করলেন, কিন্তু বামপন্থায় (including TMC) সংস্কারিত ব্যক্তিকে কারুর বাবার সাধ্যি নেই যে তাকে চেঞ্জ করে। সেই কারণেই বাংলা আজ অবক্ষয়ের পথে।

  • @srabaneeghosh534
    @srabaneeghosh534 ปีที่แล้ว +4

    আজকের podcast টা অসম্ভব ভালো লেগেছে....সবগুলোই লাগে, তবে কৌশিক গঙ্গোপাধ্যায় অত্যন্ত পছন্দের ব্যক্তি, তাই আজকের ভালো লাগাটা একদম অন্যরকম 😊

  • @arkasamanta3696
    @arkasamanta3696 ปีที่แล้ว +4

    বারবার শোনার মতো একটি সাক্ষাৎকার এটি। বাংলা তথা সারা দেশেই শিল্পের জায়গা কমে আসছে মানুষ আরো শিল্পহীন হয়ে পড়ছে। সেই জায়গা থেকে এই video টি আমাদের জন্য উপহার।আদিত্য বিক্রম সেনগুপ্তের সাক্ষাৎকারের অপেক্ষায় রইলাম আশা করি অদূর ভবিষ্যতে অরুণাভ বাবু আমাদের জন্য এরকম একটা ব্যবস্থা করবেন।

  • @mondalsandip
    @mondalsandip ปีที่แล้ว +4

    Khub valo laglo prorekbar er moto.
    Anjan Dutta er sathe adda hok ebar ekdin.

  • @krishnabhattacharya7605
    @krishnabhattacharya7605 ปีที่แล้ว +2

    অসাধারণ। ওনার সম্বন্ধে কিছু বলার নেই। অনির্বানের ইন্টারভিউ দেখতে চাই।

  • @moudas6172
    @moudas6172 ปีที่แล้ว +1

    Koushik Sir, ei manushti osadharon 👌 onake je ki bhalo lage sunte aar dekhte je ki bolbo.. Oner sathe ekti scene e kaaj kora amar kache ekta sopno. Darun ekta interview, thank you so much ❤

  • @bhadrabasu3552
    @bhadrabasu3552 ปีที่แล้ว +3

    খুব ভালো লাগলো। পালান দেখেছি। অসম্ভব ভালো ছবি। আমি কৌশিকের অভিনয়ের ভক্ত। ❤

  • @shantabanerjee2415
    @shantabanerjee2415 3 หลายเดือนก่อน

    Kauskik Gangulir kathey eyii dhoner chhobi Kora ta is just' a piece of cake' unique creation .......prekkhagrihey amader just amazing experience hoy !!! Achha Nawab Nandini movie tar kii review ?

  • @sudiptapal2025
    @sudiptapal2025 ปีที่แล้ว +3

    দুর্দান্ত হচ্ছে পডকাস্ট গুলো। আমি ফলো করছি এই চ্যানেলটা। সৃজিত দা আর অনির্বাণ দা কে ডাকুন একবার।

  • @sologuitardeshchatterjee
    @sologuitardeshchatterjee ปีที่แล้ว +10

    অসাধারণ। আমার সবথেকে পছন্দের ডিরেক্টর এবং অভিনেতা। মমধ্যবিত্তের ব্যাংক ব্যালেন্স যে আত্মসম্মান এটা উনিই বলতে পারেন। ❤
    শংকর মুদিতে উনার অভিনয় সারা জীবন মনে থাকবে। অনেক ভালো থাকবেন।
    আর soul connection, আপনাদের প্রত্যেকটা এপিসোড অসাধারণ। ❤

    • @dipanwita_blogs
      @dipanwita_blogs ปีที่แล้ว

      মুগ্ধ হলাম, সমৃদ্ধ হলাম

  • @arunchowdhuri2220
    @arunchowdhuri2220 4 หลายเดือนก่อน

    মন ভরে সাক্ষাৎকার দেখলাম।
    কৌশিক গাঙ্গুলী প্রিয় পরিচালক। অভিনেতা।
    সবার মতোই।
    আগেও বুঝেছি, তাঁর তুল্য পরিচালক কালেভদ্রে আসেন।
    একটা সময় আসবে, কৌশিক গাঙ্গুলী উচ্চারিত হবে সত্যজিৎ, মৃণাল, ঋত্বিকের মতো।
    যেমনটি হতে পারে শ্রীজিতের নাম।
    যথেষ্ট ভালো সাক্ষাৎকার।
    নিংড়ে নেয়া হয়েছে কৌশিক গাঙ্গুলীর সঙ্গে কথা বলে।
    ব্রেভো। ব্রেভো। ব্রেভো।

  • @shirsasclassroom9452
    @shirsasclassroom9452 ปีที่แล้ว +1

    Ki je boli.....koushik babu ke dhakle r katha sunlei jibon er sob stress kete jete pare.....thanks a million ....

  • @85_SUMiT
    @85_SUMiT ปีที่แล้ว +2

    30:15 100% relatable ... asombhab vhalo laglo, thank you

  • @abeshchatterjee6954
    @abeshchatterjee6954 ปีที่แล้ว +4

    এক বিশ্ববরেণ্য অভিনেতা-পরিচালক ও অসম্ভব বড় মনের মানুষ যখন মিলেমিশে এক হয়ে যায়...খুব খুব ভাল লাগল...

  • @BikashPaul-ed2vv
    @BikashPaul-ed2vv ปีที่แล้ว +2

    খুব ভাল লাগল। সলিল চৌধুরী আজ বেঁচে নেই। সঞ্জয়কে নিয়ে একটি অনুষ্ঠান করুন

  • @darkphoenix1385
    @darkphoenix1385 ปีที่แล้ว +2

    ছোটদের ছবি আমার দেখা অন্যতম সেরা সিনেমা। একদম বুকে গিয়ে লেগেছিল! ❤

  • @rajadas5825
    @rajadas5825 7 หลายเดือนก่อน

    আমার প্রিয় পরিচালক এবং অভিনেতা কৌশিক গাঙ্গুলি র কাছে অনেক অনেক প্রত্যাশা, ওনাকে যেন ভারতের সব প্রান্তের মানুষ একনামে চিনতে পারেন এবং বিদেশেও।
    যদিও উনি নিজে তা চান না বলে শুনলাম বিশেষত মুম্বাইতে।

  • @kakalichakraborty254
    @kakalichakraborty254 7 หลายเดือนก่อน +1

    অসাধারণ অসাধারণ।

  • @mukherjeesmusing7409
    @mukherjeesmusing7409 ปีที่แล้ว +4

    Kaushik ganguly as a director and as an honest man is a rare specimen. His philosophy about middle class i.e atmasamman is truly said and the expression is the hall mark of mr. Ganguly. With best regards to him and sincere thanks to mr. Khasnabis for this beautiful presentation.

  • @tapasimohinta1488
    @tapasimohinta1488 ปีที่แล้ว +1

    অপূর্ব .......পালান দেখলাম তাও অপূর্ব 🙏🙏

  • @sourodeepsingha4731
    @sourodeepsingha4731 2 หลายเดือนก่อน

    27 mins to 33 mins. Just Lethal 🔥 Olpo kothae bastob take puro bujhea dilen. It has a deep inner meaning.

  • @shilpakastha2207
    @shilpakastha2207 9 หลายเดือนก่อน +2

    As if, listening to a storyteller 😊.. Protyek ta kothai atto excitement, energy!!

  • @esotericrhythms9696
    @esotericrhythms9696 ปีที่แล้ว +3

    Germany theke dekhchi. Eibhebe Kolkata and nijer root er sathe touch thakche. 😊
    Ritwick Chakraborty and Anirban bhattachrya keo dekhte chai

  • @rumimandira2853
    @rumimandira2853 6 หลายเดือนก่อน

    অসম্ভব সুন্দর একটা কথোপকথন শুনলাম।
    বলার ভাষা নেই। ওনার সিনেমার ভক্ত বরাবরই। মানুষ হিসেবেও ভক্ত হয়ে গেলাম।

  • @ratnadeepdutta1527
    @ratnadeepdutta1527 ปีที่แล้ว +2

    আহ একদম ঠিক বুঝেছে মানুষটা এখনকার generation কে। দারুন একটা বিশ্লেষন।।

  • @sohomchowdhury192
    @sohomchowdhury192 ปีที่แล้ว +1

    Khub sundor... Amazing interview!

  • @paranjoysarkar2495
    @paranjoysarkar2495 ปีที่แล้ว +6

    Srijit Mukherjee ke niye asun please.
    Ai episode ta ❤.

  • @404_notfound___
    @404_notfound___ ปีที่แล้ว +1

    ধন্যবাদ দাদা এতসুন্দর মানুষের সাথে এতো সুন্দর একটা পোডকাস্ট আয়োজন করার জন্য 😊❤

  • @subhajitchakraborty5995
    @subhajitchakraborty5995 ปีที่แล้ว +45

    এই format এর বেশিরভাগ podcast ই দেখি না তবে আজকে যেহেতু অতিথি হিসেবে কৌশিক গাঙ্গুলী র আগমন সেটা তো দেখতেই হবে। তবে আমার ব্যক্তিগত মতামত আপনাদের আগের format টাই ভালো ছিলো অনেকটা slow interview এর ধাঁচে!

    • @rationalindian7516
      @rationalindian7516 ปีที่แล้ว +4

      Format er ki bujhis re tui 😂😂😂 nengti

    • @subhajitchakraborty5995
      @subhajitchakraborty5995 ปีที่แล้ว

      @@rationalindian7516 তুই আয় বোঝা উদগাণ্ডু😂

  • @avataar13
    @avataar13 ปีที่แล้ว +3

    বেশ ভালো লাগছে আপনার podcast. আজকের পর্বটিও খুব সুন্দর। একদিন শ্রীলেখা মিত্র কে অতিথী হিসাবে আমন্ত্রণ জানাবার অনুরোধ রইলো।

  • @supurnasengupta4891
    @supurnasengupta4891 ปีที่แล้ว +3

    খুব শিক্ষিত একটা পডকাস্ট, অম্বরীশ এর সাক্ষাৎকার আমার খুব ভালো লাগছে

  • @sohinikundu5860
    @sohinikundu5860 ปีที่แล้ว +3

    কৌশিক বাবু ছবি করছেন মৃণাল সেনের জীবন দর্শন নিয়ে, আর আমি কৌশিক বাবুর জীবন দর্শনে মুগ্ধ...ওনাকে প্রণাম

    • @jayitadutta4606
      @jayitadutta4606 8 หลายเดือนก่อน

      একশ ভাগ সহমত

  • @biswarupghosh5701
    @biswarupghosh5701 4 หลายเดือนก่อน

    পরিচালক কৌশিক গাঙ্গুলীর থেকে অভিনেতা কৌশিক গাঙ্গুলী অনেক এগিয়ে। ওনাকে প্রথম দেখেছি বাঘ নখ টেলেফিল্ম এ। এবং তার পর থেকে ওনাকে দেখেই যাচ্ছি।

  • @subhamoydas3563
    @subhamoydas3563 ปีที่แล้ว +1

    Onek dhonyobad Kaushik Ganguly ke dakar jonyo ... Director Aditya Bikram ke ekbar dakle bhalo lagbe... onar moto director r jibon somporke jante parle valo lagbe...

  • @channe6448
    @channe6448 ปีที่แล้ว +1

    কৌশিক গাঙ্গুলী মশাইয়ের অভিনয়, এবং পরিচালনা সহজ বোধ্য। আমার ভীষণ প্রিয়। হয়তো সব ছবি ওনার দেখা হয়ে ওঠে না। কিন্তু যতটুকুই দেখেছি, আমি সন্তুষ্ট।

  • @smitasingha3322
    @smitasingha3322 ปีที่แล้ว +1

    Koushik babur cinema jerokom valo lage onar kotha gulo shunteo valo ek ek shomoy amader moner kothatai jeno bole den jeta bolte ami vasha khuje pai na ❤❤❤
    Khub
    valo thakben sir shushtho thakben ❤❤

  • @sucharitghosh821
    @sucharitghosh821 ปีที่แล้ว +4

    Rittick Chakraborty r Anjan Dutta k anar dabi thaklo..ami alomost valo interview gulor sob e dekhechi without skip..

  • @arpitamondal5054
    @arpitamondal5054 ปีที่แล้ว +1

    Ei episode tar jonno onk din wait korechhi

  • @avengersubha3443
    @avengersubha3443 ปีที่แล้ว +1

    Uff my favourite director. পুরো মাটির মানুষ❤

  • @priyatamadatta5332
    @priyatamadatta5332 ปีที่แล้ว +1

    Mon ta khushi hoigelo, thank you for tthis loving session

  • @nandini9873
    @nandini9873 ปีที่แล้ว +2

    Ei Podcast er jodi ektu English subtitles thakto , seta bairer o aneker kache anek values add korte parto ... it's just a suggestion 🎉 asadharon lage eto guni manusher eto clear vision gulo apnar ei podcast er madhyome jante pere 🙏

  • @gouravroy7476
    @gouravroy7476 ปีที่แล้ว +4

    A man full of talent and completely exceptionalist.

  • @doladairies
    @doladairies ปีที่แล้ว +1

    khub sundor podcast

  • @hasemali2201
    @hasemali2201 7 หลายเดือนก่อน

    Most talented person in Indian Cinema right now. I love his acting also DURDANTO.

  • @nivedita4322
    @nivedita4322 ปีที่แล้ว +1

    Shottyi!! Superlative performance by Anjan Dutt❤

  • @mahuyamukherjee370
    @mahuyamukherjee370 ปีที่แล้ว +1

    Absolutely loved it. Loved the simple communication of very complicated matters. Thank you.

  • @indradiproyghatak3913
    @indradiproyghatak3913 3 หลายเดือนก่อน

    An outstanding podcast she.❤

  • @ranjankhashnabish7647
    @ranjankhashnabish7647 ปีที่แล้ว

    Always love to see Kaushik Ganguly's cinema.

  • @organiccapsicum7135
    @organiccapsicum7135 8 หลายเดือนก่อน

    এই episode টা এতো কম সময়ের জন্য কেনো? কি যে ভালো লাগলো কি বলবো...বহমান নদীর মতো

  • @anirbansarkar3434
    @anirbansarkar3434 ปีที่แล้ว +1

    Khub bhalo ekta podcast shunlam thank you ❤

  • @promithchatterjee6487
    @promithchatterjee6487 ปีที่แล้ว +1

    Khub enjoy korlam episode ta❤

  • @thekolkatabazar
    @thekolkatabazar ปีที่แล้ว +2

    আজকে আর রাত জেগে দেখতে হলো না.. একদম সঠিক সময়ে নোটিফিকেশন টা চলে এসেছিল আর 1 ঘন্টার এপিসোড টা কিভাবে যে শেষ হয়ে গেল বোঝাই গেল না.. নোটিফিকেশন টা আসার পরে বাড়ি ফেরার তারাটা আরো বেশি হয়ে গেছিল কারণ আজকের পডকাস্ট এ কৌশিক গাঙ্গুলী স্যারকে দেখলাম তাই বাড়ি ফিরে এক মুহূর্ত দেরি না করে পডকাস্ট দেখা শেষ করলাম.. এরকম আরো আরো আরো আরো আরো আরো ভালো ভালো পডকাস্ট দেখার আবেদন রাখলাম.. শাশ্বত চট্টোপাধ্যায়ের পডকাস্ট হলে খুব ভালো লাগবে❤

  • @tarun959
    @tarun959 ปีที่แล้ว

    কৌশিক বাবুর বহু ছবি আমি আট দশ বার করে দেখি এবং খুব খুঁটিয়ে দেখি আর judge করি ۔۔۔উনি সত্যি আলাদা রকমের ছবি করেন এবং ভীষণ ভালো করেন যার ডিফারেন্ট অ্যাঙ্গেল গুলো ও নোটিশ করি কিন্তু ওনার "কামাল মালসাট " তিন চার বার চেষ্টা করেও শেষ করতে পারিনি l যাই হোক সবকিছু নিয়েই কৌশিক গাঙ্গুলী l ইন্টারভিউ টা ভীষণ ভালো লাগলো l

    • @uttiyadeb7583
      @uttiyadeb7583 ปีที่แล้ว +1

      কাঙাল মালশাট ওনার সিনেমা না। ওটা সুমন মুখোপাধ্যায়ের পরিচালিত।

  • @abmvlog9524
    @abmvlog9524 10 หลายเดือนก่อน +1

    Genius Koushik Ganguly sir... 😊

  • @subhasish17
    @subhasish17 ปีที่แล้ว +1

    Darun darun.... ❤❤❤
    Kub sundar interview
    Proti ta episode so smart.. so well maintained

  • @anitchakrabortyvlogs
    @anitchakrabortyvlogs ปีที่แล้ว +1

    Darun... Ei show Boom korbe ekdin ❤

  • @suryasanyal
    @suryasanyal ปีที่แล้ว +3

    full podcast ta darun cholche. just ektai kotha. prothom dike, audio te ekta noise asche mic theke. ota ektu next video te rectify kore neben . ami IEM e sunchi bole kaan e khub lagche

  • @Smile-el9no
    @Smile-el9no ปีที่แล้ว

    ছোটবেলার দিনগুলো , দাদু ঠাকুমার ভলোবাসা মন ছুঁয়ে গেল , মনে হল আমার কথাই বলছেন ।

  • @jayabanerjee103
    @jayabanerjee103 ปีที่แล้ว +1

    Thank you for the adda❤❤

  • @ITMonkSpeaks
    @ITMonkSpeaks ปีที่แล้ว +2

    Ki korechen dada .. kurnish apna der dujon kei .. ki podcast dekhalen .. ufff .. apnar best jinis jeta amar lage .. seta holo apnar proshno .. ekta o pre-decided noy .. course of the discussion e jemon mone hoche .. temon proshno korchen .. tai jonyo conversation er flow ta eto spontaneous thakche .. puro tai adda r chol e hoche ..

  • @sujatamullick9352
    @sujatamullick9352 ปีที่แล้ว

    Ei episode bar bar sonar moto ❤

  • @shyamalidas9136
    @shyamalidas9136 11 หลายเดือนก่อน +1

    Khub valo laglo dada

  • @srirupaganguly4227
    @srirupaganguly4227 8 หลายเดือนก่อน

    Apurbo laglo ei episode ta

  • @sayanhalder8591
    @sayanhalder8591 ปีที่แล้ว +2

    Best episode ever💜💜💜

  • @surajbiswastalks
    @surajbiswastalks 10 หลายเดือนก่อน +1

    khub valo laglo