Interview টা দেখা শেষ করেই comment করছি। কিছু লিখতে ইচ্ছে করছে কিন্তু বিষয় টা নিয়ে বুঁদ হয়ে থাকতেও আরো বেশি ইচ্ছে করছে। শেষে গান টি শুনে এতো respect জাগলো যে সেই ভালো লাগা থেকেই লিখে ফেললাম । ধন্যবাদ আপনাকে আপনার podcast গুলোর জন্য ।ধন্যবাদ নিজেকে । নিজেকে enriched করা শিখছি আপনার প্রোগ্রাম এর মাধ্যমে।
আমি যখন রেডিও তে নাটক শুনতাম .... চরিত্রদের কিন্তু দেখতে পাচ্ছি না,তবুও অভিনয় শুনে কখনও কান্না পাছে,আবার কখনও ভয়ে শিহরিত হচ্ছি... এই দিনও দেখেছি .... তবুও টিভি কে বোকা বাক্স আখ্যা দিই না.... তোমাদের আলোচনা শুনে অনেকটা সমৃদ্ধ হলাম.... আমি এখন 73.... অনেক কিছুর সঙ্গে মানিয়ে নিতে শিখছি... হ্যা, বই পড়া খুব খুব কমে গিয়েছে.... নতুন বইয়ের গন্ধ এখনও আমার খুব ভালো লাগে.....
অম্বরীষ যে বললেন আপনি একা একা ভাবতে পছন্দ করেন।এটা আমার খুব ভালো লাগলো। ভাবনার ওপর আপনার মনের বিশ্ববিদ্যালয়ে আপনি পি এইচ ডি করেন আপনার উচ্চতর ভাবনার নব দিগন্ত উন্মোচিত হবে আপনার কাজের জন্য। শুভেচ্ছা ও শুভকামনা ও সাধুবাদ জানাই। ভালো থাকবেন।🎉🎉🎉🎉
অম্বরীশ ভট্টাচার্যের অসাধারণ গানের গলা । আমি গানটি শুনে কিছুক্ষণ কোনও কথা বলতে পারিনি। উনি গানের জগতেও প্রচুর নাম করবেন আমার বিশ্বাস। আর উনি এত অকপটে নিজের মনের ভাব প্রকাশ করলেন যে এই সাক্ষাৎকারটি একটি অন্য মাত্রায় পৌঁছে গেল।
আমি বয়সে অনেক ছোটো (17) । সত্যি বলছি এই অস্থির পরিস্হিতির মধ্যেও খুব ভালো লাগলো আপনাদের কথোপকথন । একটাই অনুরোধ করবো একটা নারী চরিত্র represent করলে খুশি হবো যেহেতু আমি একজন মেয়ে । তাহলে একটু সাহস পাই । কারণ যতই বলি আমরা স্বাধীন কিন্তু সম্পূর্ণ স্বাধীন নই বলে আমি মনে করি এখনো পুরুষ স্বাসিত ....... আজও আমাদের স্বনির্ভর হতে গেলে পিতার সাহায্য নিতে হয় কিনা ..... সুতরাং অনুরোধ রইলো কাকু/uncle .....
অম্বরীশ ভট্টাচার্য আমার অন্যতম প্রিয় একজন মানুষ। কেবল অভিনেতা নন, মানুষ। এই পডকাস্টটার জন্য অসংখ্য ভালোবাসা... এমন মননশীল আলোচনা, অভিজ্ঞতার কথার জন্য সোশ্যাল মিডিয়ায় আসা।... ❤️
এতো প্রাসঙ্গিক কথাগুলো যে মনে হয় সব মানুষ যদি শুনতো তাহলে বোধয় খানিকটা আশার আলো মিলতো। মোবাইলের ছোঁয়া মানুষের চিন্তা চেতনা ধ্বংস করে দিয়েছে। এই শো খুব খুব জরুরী। অনেক ভালোবাসা ❤❤❤❤
শেষের গান টায় গায়ে কাঁটা দিয়ে উঠলো। সত্যি মনে হলো আমরা ওই সময় দাঁড়িয়ে শুনছি গান টা। কি জীবন্ত গলা অম্বরিশ বাবুর। অপূর্ব একটা শিক্ষামূলক সাক্ষাৎকার এর সাক্ষী হয়ে রইলাম ❤
এত ভালো সাক্ষাৎকার শুনলাম, মনটা এক রাশ ভালো লাগায় আচ্ছন্ন হলো। আসলে এই রকম খোলামেলা মানুষ কে দেখলেই খুব ভালো লাগে। অম্বরীশ দার জীবনদর্শন মুগ্ধ করার মতো। অরুণাভ বাবু আপনাকে অশেষ কৃতজ্ঞতা জানাই। মানুষের ভিতরের অন্তরনিহিত সত্য গুলোকে তুলে আনছেন ,যা বহু মানুষের মনে নিশ্চিত ভাবেই গভীর ছাপ ফেলবে।
আপনাকে অনেক কিছুই বলার থাকে যা এইভাবে তো আর বলা যায় না, তাই যেটা না বললেই নয় সেটি হল "এই অস্থির ব্যস্ততার মাঝেও ১ ঘণ্টা ২৮ মিনিটের অনুষ্ঠানটা বিশেষ করে আমার কাছে কম লাগলো,.. আর একটু বেশি হলেও বোধ হয় বেশ ভালোই লাগতো " যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা রইলো..🙏🏻❤ আর অম্বরিশ বাবু যা বললেন তার উপর আর কিছু বলার থাকে বলে আমার মনে হয় না..., Really unbelievable...🔥🙏🏻
অসাধারণ পডকাস্ট। অম্বরীশবাবু অত্যন্ত ভালো অভিনেতা তা তো সবাই জানে, উনি যে একজন সুবক্তা তা জানা ছিল না। প্রতিটি বাক্য এত মনোযোগ দিয়ে আগে বোধহয় শুনিনি। আর শেষের গানটা এত বেশি সুন্দর। শুধু গান নয়, সেই গানের আগে দৃশ্যপটের বর্ণনা, যে বর্ণনাটা না থাকলে গানটার আবেদন ক্ষুণ্ণ হয়ে যেত। অনবদ্য।
অসাধারণ এক সাক্ষাৎকার শুনলাম ও ঋদ্ধ হলাম। শিল্পী অম্বরিশকে তার শৈল্পিক গুণে আগে থেকেই চিনতাম আজ মানুষ অম্বরিশকে কাছ থেকে জানলাম । তার বাগ্মিতাকে শ্রদ্ধা জানাই।আর একটা কথা না বললেই নয় সঞ্চালক অতুলনীয় । এতো সুন্দর করে তিনি বুদ্ধিদীপ্ত প্রশ্ন করেছেন তাতে তাঁর প্রতি ও অনেক শ্রদ্ধা রইল। এই চ্যানেলের জন্য শুভেচ্ছা রইলো 🙏🙏
মন , বিশ্লেষণ, বোধ, মানুষ , নিজে ----- এই সমস্ত শব্দ গুলো র নিজস্ব একটা মানে আছে আর আছে ওজন । অম্বরীশ বাবুর সমস্ত ব্যাক্তিত্ব ই এই সুরে বাধা। একজন চমৎকার মানুষ। আপনাদের দুজনকেই আন্তরিক ধন্যবাদ । ❤🙏❤
খুব ভালো লাগলো যেখানে অম্বরিশ দাদা বললেন তার একা থাকতে দারুন লাগে, আমার একটা জিনিস বরাবর ই মনে হয় যে পাঁচ জনের সাথে মিশে প্রচুর বিষয় জানা যায় আর একা থাকলে সেই সমস্ত বিষয় উপলব্ধি করা যায় ...দিন শেষে নিজেকে সময় দেওয়া আমার মনে হয় খুব জরুরি যেখানে বিভিন্ন বিষয় আমরা উপলব্ধি করার অবকাশ পাই...
নিজের ভিতরে নিজে শান্তি তে থাকা টা এক্কেবারে নিজের মনের উপর নির্ভর করে, এই সহজ ব্যাপার টা বলা বেশ সহজ, কিন্তু নিজের জীবনে যাপন করাটা বেশ শক্ত। আপনি করতে পারছেন যেনে খুবই ভালো লাগলো।
Thank dada ae prio manus ti ke invite kore anar janno, anek kichu janlam khub valo laglo. Onake jei character diye prothom chinechi seta holo Raja goja. Tokhon to class 6 a portam amar dida amai bolten goja holo amar dada karon ami onar moton golu molu chilam, Khub khusi hotam katha ta sune. Uni amar kache Goja da roye gechen. Goja dada tumi jadi ae comment ta pore ja hok reply diyo tahole vison khusi hobo. Ar amar dida onake amar dada bolechilen karon amar nijer dada onar moton e sundor chilo amar jonmer aagei mara jai accident a tai. Valo thakben dada. Ae tumio valo theko goja dada. Love from Paschim Medinipur
দাদা,আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি podcast দর্শকদের উপহার দেওয়ার জন্য,আমি একজন বাংলাদেশী,সুদর আমেরিকাতে বসে অনুষ্ঠানটি উপভোগ করছি thank you so much! আমরা দর্শকরা এরকমই নতুন নতুন কোন গুণী ব্যক্তিকে আপনার অনুষ্ঠান দেখতে চাই! অনেক শুভকামনা থাকলো!
Ambarish dar golae gaan ta shune khub choto belae Babar golae ei gaan ta shonar kotha mone pore gelo... Thank you so much Ambarish da.. And thank you Arunava da eirokom ekta show amader kache anar jonno...❤❤
অরুনাভ দাদা অম্বরিশ দাদার এই পডকাস্ট টা শুনতে-শুনতে সকাল ছটা বাজতে চলল... এত শান্ত আর এত সুন্দর একটা পডকাস্ট আমাদের ইউটিউব এ অনেক আগেই দরকার ছিল হয়তো.. আর আপনি এত সুন্দরভাবে এত গুছিয়ে এটা তুলে ধরছেন জাস্ট অনবদ্য.. আর সব থেকে বড় কথা বাংলা ভাষার উপর জ্ঞান ও দক্ষতা বেড়ে যাচ্ছে.. এরকমও আরো অনেক এপিসোডের আশায় থাকলাম..
Bes koto gulo episode por por dekhe fellam.. neshar moto lage.. darun laglo...sikkhito holam.. nijer mon k sikkhito korar jonno ei channel r sob episode gulo dekha sobar uchit❤❤..
M regular viewer ........Priceless time with ambrish da........amader moner onek mil ache.......Arunavo da .......request u to pls continue dis type f podcast ......
এত সুন্দর একটা এপিসোড! সাহিত্যের সাথে কল্পনার যে কথাটা অম্বরীশদা বললেন, তার সাথে পুরোপুরি একমত। এরকম অন্তর থেকে তুলে আনা কথাসমগ্র দিয়ে পডকাস্ট এপিসোড আরো চাই!
Lovely.. i am a Marwadi born and brought up in Kolkata.. I always love authentic conversations with people with heart and conversant with their emotions. Listened to the full podcast. Keep up the heart to heart. Looking forward to more 👍🙏
এতদিন কোথায় ছিলে সোল কানেকশন , লজাওয়াব পডকাস্ট। অম্বরিশ ভালো অভিনেতা, মানুষও। নবেন্দু চ্যাটার্জীর ইন্টারভিউ নিতে গিয়ে অবনী বাবুর সঙ্গে আলাপ হয়েছিল। পরে জানলাম উনি অম্বরিশের বাবা। পডকাস্ট ভালো চিন্তার সলতে উসকে দেয়। a
একদম, যেমন আমি প্রকৃতির কোলে গিয়ে ছবি তোলা বন্ধ করলাম, খুব কম তুলতাম, সেটাও বন্ধ করলাম, সত্যি তো, কটা ছবি দেখি, দুচোখ ভরে দেখার সাথে কোনো তুলনা নেই, ধন্যবাদ অম্বরিশ
আপনি দারুন Angker. আপনার এই অনুষ্ঠান খুব ভালো লাগলো। অম্বরিশ বাবুর আমি Fan. উনি অপূর্ব অভিনয় করেন। খুব স্বাভাবিক অভিনয় করেন। আমার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
খুব খুব ভালো লাগলো ভাই। অমবরীশ ভট্টাচার্য কে আমার খুব ভালো লাগে। কারণ ওনার কথা বার্তা যতক্ষণ বলুন না কেন আমি মন দিয়ে শোনার চেষ্টা করেছি।। যেনো মনে হয় উনি আমার ভাই বা আমার পরিবারের একজন সদস্য।। ওনাকে আমার কখনো পর মনে হয় না, জানিনা কেন। অভিনয় তো অবশ্যই ভালো লাগে।। একটি বার ওনাকে কাছে গিয়ে দেখার ইচ্ছা আছে।। আপনার এই সাক্ষাৎকার টি দেখতে পেয়ে ভালো লাগলো।। ওনাকে আমার এতো ভালো লাগার কথা মনে হয় এজন্য যে, ওনার কথাগুলো তে কখনো কোনো অহংকার ঝরে পড়ে না।।।। ঠাকুর ওনার সর্বাঙ্গীন মঙ্গল করুন।। আমি আরও জানতে চাই ও শুনতে চাই।। উনি সর্বদা নিজেকে খুব সাধারণ একজন মানুষ মনে করেন, এটা ও আমার ভালো লাগার আরও একটি কারণ।। ওনার কাছে আমার এইটুকু আবেদন উনি যেনো চিরদিন এই ভাবেই থাকেন।। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।
আমিও basically একজন loner, আমি ভীষন ভাবে enriched হৈ, এই program টা দেখে.... অম্বরীশের সম্পর্কে এই ধরনের imaginetion-ই আমার ছিলনা। ভীষন ভালো লাগলো অনুষ্ঠানটা।
অম্বরিশ একজন অসাধারণ অভিনেতা ও চমতকার মানুষ।❤❤❤ প্রত্যেকটি আড্ডায় আমি অম্বরিশ কে শুনেছি এবং শুনি,তার অভিনয় গুণ পুরনো বাঙলা লেজেন্ড দের কথা মনে পড়িয়ে দেয়। নিজের সম্বন্ধে তার ধারণা এতো স্পষ্ট ভাষায় বলতে পারে , বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরীর কথা মনে পড়ে যায়। নিখাদ সত্য কথা বলতে দম লাগে ভাই। ❤ আপনাকে অনেক অনেক ভালোবাসি মানুষ হিসাবে আর অভিনেতা হিসাবে তো বটেই ❤ অশিক্ষিত সমালোচোক দের মুখে ছাই চাপা দিয়ে আরও বহু দিন আপনি অভিনয় করে যান আমদের জন্য । অভিনন্দন 🎉❤🎉❤ ভালোবাসা অবিরাম
Ashadharon podcast..... hyto joto ta valo laglo Totota bolte parchina vasay.... Kintu moner doloner anuronon e onno mon ke janan dear ek anonno madhyam ble mne hy.... Tai Asa kri erkm podcast aro sunte pabo... Onek suvecha apnake.....
Ambarish অসাধারণ, as usual.... খুব ভালো লাগলো পুরো আলোচনার topic.... খালি, গায়ক অম্বরীশকে আরও একটু বেশী পেলে ভালো লাগত। আমার মনে হয়, ও গায়ক হিসেবে ভীষণই unexplored & underrated। overall, পুরো অনুষ্ঠানটি খুবই সুন্দর।
দুজনেই ভীষণ প্রিয়। অরুনাভ দা, তোমার শান্ত, নম্র, মার্জিত ভঙ্গিতে কথোপকথন খুব পছন্দের। অনেকেই অবান্তর প্রশ্ন করেন। তোমার প্রশ্নগুলো সবসময় এমন উত্তর খোঁজে যেগুলো জানলে আমরা সমৃদ্ধ হই। খুব আন্তরিক ও নিজের বলে মনে হয় তোমাকে ও তোমার টিমকে। অম্বরীশ দা কে ছোট থেকে দেখছি টিভি তে। এমন সরল বিনয়ী মানুষ। ওনার কথা শুনলে মনে হয় এই দৌড়ঝাপ ওলা জীবনে একটু থেমে বিশ্রাম নেওয়া বড় দরকার। প্রত্যেক টা এপিসোড এমন ভাবেই উপভোগ করি। শেষের গানটি নিয়ে কিছু বলার নেই।
আপনার দুটি অনুষ্ঠানেরই আমি শ্রোতা। বিশ্বাস করুন, অম্বরীশের এই episode খুব একটা আশা নিয়ে শুনতে শুরু করিনি। অথচ শুরু থেকে শেষ অবধি যে বোধের পরিচয় উনি দিলেন, তাকে কুর্নিশ জানাই। আর শ্রদ্ধেয় মান্না দের পর এই গান এত ভালো, এত সাবলীল কারো গলায় শুনিনি।
এমন একজন সঞ্চালক, যিনি কিনা আক্রমণে অতিথিকে জর্জরিত না করে, বরং তার জন্য একটা অভয়ারণ্য তৈরি করছেন। আর সেই অভয়ারণ্যে শ্রোতারাও যেন একনিষ্ঠ হয়ে আড্ডাটায় সপ্রতিভ হয়ে অংশ নিচ্ছেন। ধন্যবাদ, অরুণাভদা!
হারিয়ে যাওয়া বোধ হয় একেই বলে। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর নিখাদ আড্ডা উপহার দেওয়ার জন্য। এরকম অনুষ্ঠান সত্যি আজকের সময়ে আরো বেশি বেশি দরকার। অরুণাভ আপনার উপস্থাপনা অসাধারণ।সব মিলিয়ে পুরো অনুষ্ঠানের মধ্যে সেই হারিয়ে যাওয়া বাঙালিয়ানা টা খুঁজে পাই । নিখাদ আড্ডা যে কতটা আনন্দময় ও উপভোগ্য হয়, এই podcast তার উদাহরণ। আর podcast র নাম এর থেকে ভালো কিছু হতে পারত না। "Soul Connection" is the most suitable name. এভাবেই চলতে থাকুক আরো অনেক অনেক বছর ধরে। বাঙালির আড্ডা বেছে থাকুক Soul Connection র হাত ধরে। অভিনন্দন
ভীষণ ভাবে relate করলাম, specifically ঐ জায়গাটা, আমি একজন loner, সত্যি তো সারাক্ষন যে ফোনের দিকে তাকিয়ে আছে তার সাথে কি কথা বলবো? আর ওই মোবাইলে টাইগার হিল দেখার ব্যাপারটা.. আমারও ভারী অদ্ভুত লাগে!
এতো সম্বৃদ্ধ আলোচনা এ যাবত কালে আর শুনেছি বলে মনে হচ্ছে না। সাধুবাদ জানাই নির্মাতাকে। বিভিন্ন বিষয়ে কত খানি জ্ঞান থাকলে তবেই এমন আলোচনা এত গভীরে চালিয়ে নিয়ে যাওয়া যায় তা কল্পনা করে সত্যি অবাক হচ্ছি। জ্ঞান, পডাশোনা ও তীর অনুধাবন ক্ষমতার তীক্ষ্নতা অনুভব করলাম ভীষন ভাবে। অনুপ্রানিত হলাম । আরো শোনার অপেক্ষায় রইলাম
Interview টা দেখা শেষ করেই comment করছি। কিছু লিখতে ইচ্ছে করছে কিন্তু বিষয় টা নিয়ে বুঁদ হয়ে থাকতেও আরো বেশি ইচ্ছে করছে। শেষে গান টি শুনে এতো respect জাগলো যে সেই ভালো লাগা থেকেই লিখে ফেললাম । ধন্যবাদ আপনাকে আপনার podcast গুলোর জন্য ।ধন্যবাদ নিজেকে । নিজেকে enriched করা শিখছি আপনার প্রোগ্রাম এর মাধ্যমে।
আমি যখন রেডিও তে নাটক শুনতাম .... চরিত্রদের কিন্তু দেখতে পাচ্ছি না,তবুও অভিনয় শুনে কখনও কান্না পাছে,আবার কখনও ভয়ে শিহরিত হচ্ছি... এই দিনও দেখেছি .... তবুও টিভি কে বোকা বাক্স আখ্যা দিই না.... তোমাদের আলোচনা শুনে অনেকটা সমৃদ্ধ হলাম.... আমি এখন 73.... অনেক কিছুর সঙ্গে মানিয়ে নিতে শিখছি... হ্যা, বই পড়া খুব খুব কমে গিয়েছে.... নতুন বইয়ের গন্ধ এখনও আমার খুব ভালো লাগে.....
স্বচ্ছ, স্পষ্টবাক, সৎ এবং ঝরঝরে এই মানুষ অম্বরীশকেই আমার ভীষণ ভালো লাগে। ওনার অভিনয় খুব সামান্য দেখলেও ভালো লেগেছে।
অম্বরীষ যে বললেন আপনি একা একা ভাবতে পছন্দ করেন।এটা আমার খুব ভালো লাগলো। ভাবনার ওপর আপনার মনের বিশ্ববিদ্যালয়ে আপনি পি এইচ ডি করেন আপনার উচ্চতর ভাবনার নব দিগন্ত উন্মোচিত হবে আপনার কাজের জন্য। শুভেচ্ছা ও শুভকামনা ও সাধুবাদ জানাই। ভালো থাকবেন।🎉🎉🎉🎉
অম্বরীশ আমার অত্যন্ত পছন্দের একজন অভিনেতা। জাত অভিনেতার যে ওয়ান প্যাকই যথেষ্ট, সিক্স প্যাকের দরকার হয়না তার অন্যতম প্রমান হলো অম্বরীশ।
অম্বরীশ ভট্টাচার্যের অসাধারণ গানের গলা । আমি গানটি শুনে কিছুক্ষণ কোনও কথা বলতে পারিনি। উনি গানের জগতেও প্রচুর নাম করবেন আমার বিশ্বাস।
আর উনি এত অকপটে নিজের মনের ভাব প্রকাশ করলেন যে এই সাক্ষাৎকারটি একটি অন্য মাত্রায় পৌঁছে গেল।
আমি বয়সে অনেক ছোটো (17) । সত্যি বলছি এই অস্থির পরিস্হিতির মধ্যেও খুব ভালো লাগলো আপনাদের কথোপকথন । একটাই অনুরোধ করবো একটা নারী চরিত্র represent করলে খুশি হবো যেহেতু আমি একজন মেয়ে । তাহলে একটু সাহস পাই । কারণ যতই বলি আমরা স্বাধীন কিন্তু সম্পূর্ণ স্বাধীন নই বলে আমি মনে করি এখনো পুরুষ স্বাসিত ....... আজও আমাদের স্বনির্ভর হতে গেলে পিতার সাহায্য নিতে হয় কিনা ..... সুতরাং অনুরোধ রইলো কাকু/uncle .....
খুব ভালো উদ্যোগ। এই আলোচনা র মাধ্যমে আমরা যারা শিখতে ভালো বাসি, তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ অবদান।
অম্বরীশ ভট্টাচার্য আমার অন্যতম প্রিয় একজন মানুষ। কেবল অভিনেতা নন, মানুষ। এই পডকাস্টটার জন্য অসংখ্য ভালোবাসা... এমন মননশীল আলোচনা, অভিজ্ঞতার কথার জন্য সোশ্যাল মিডিয়ায় আসা।... ❤️
এতো প্রাসঙ্গিক কথাগুলো যে মনে হয় সব মানুষ যদি শুনতো তাহলে বোধয় খানিকটা আশার আলো মিলতো। মোবাইলের ছোঁয়া মানুষের চিন্তা চেতনা ধ্বংস করে দিয়েছে। এই শো খুব খুব জরুরী। অনেক ভালোবাসা ❤❤❤❤
ei video ta dekhe amaro ei kothatai prothom mone holo .. ar shei "manusgulo" r modhye amio ekjon
শেষের গান টায় গায়ে কাঁটা দিয়ে উঠলো। সত্যি মনে হলো আমরা ওই সময় দাঁড়িয়ে শুনছি গান টা। কি জীবন্ত গলা অম্বরিশ বাবুর। অপূর্ব একটা শিক্ষামূলক সাক্ষাৎকার এর সাক্ষী হয়ে রইলাম ❤
এত ভালো সাক্ষাৎকার শুনলাম, মনটা এক রাশ ভালো লাগায় আচ্ছন্ন হলো। আসলে এই রকম খোলামেলা মানুষ কে দেখলেই খুব ভালো লাগে। অম্বরীশ দার জীবনদর্শন মুগ্ধ করার মতো। অরুণাভ বাবু আপনাকে অশেষ কৃতজ্ঞতা জানাই। মানুষের ভিতরের অন্তরনিহিত সত্য গুলোকে তুলে আনছেন ,যা বহু মানুষের মনে নিশ্চিত ভাবেই গভীর ছাপ ফেলবে।
অনেক ধন্যবাদ। ❤️❤️😌😌
উনি যে সত্যিই অন্তর থেকে শিক্ষিত কথা শুনলেই বোঝা যায়।কি সুন্দর করে বিশ্লেষণ করলেন অজিত চরিত্রটা।
আপনাকে অনেক কিছুই বলার থাকে যা এইভাবে তো আর বলা যায় না, তাই যেটা না বললেই নয় সেটি হল "এই অস্থির ব্যস্ততার মাঝেও ১ ঘণ্টা ২৮ মিনিটের অনুষ্ঠানটা বিশেষ করে আমার কাছে কম লাগলো,.. আর একটু বেশি হলেও বোধ হয় বেশ ভালোই লাগতো " যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা রইলো..🙏🏻❤
আর অম্বরিশ বাবু যা বললেন তার উপর আর কিছু বলার থাকে বলে আমার মনে হয় না..., Really unbelievable...🔥🙏🏻
অবশ্যই! এই ধরনের অনুষ্ঠান অনেক অনেক বেশী প্রয়োজনীয় (!)
শাশ্বত চট্টোপাধ্যায় এর সঙ্গে এরকম আড্ডা হলে দারুন হবে। অনেক কিছু শুভেন্দু চ্যাটার্জী সম্পর্কে জানতে পারবো।
Mon bhore galo❤
অসাধারণ পডকাস্ট। অম্বরীশবাবু অত্যন্ত ভালো অভিনেতা তা তো সবাই জানে, উনি যে একজন সুবক্তা তা জানা ছিল না। প্রতিটি বাক্য এত মনোযোগ দিয়ে আগে বোধহয় শুনিনি। আর শেষের গানটা এত বেশি সুন্দর। শুধু গান নয়, সেই গানের আগে দৃশ্যপটের বর্ণনা, যে বর্ণনাটা না থাকলে গানটার আবেদন ক্ষুণ্ণ হয়ে যেত। অনবদ্য।
অসাধারণ এক সাক্ষাৎকার শুনলাম ও ঋদ্ধ হলাম। শিল্পী অম্বরিশকে তার শৈল্পিক গুণে আগে থেকেই চিনতাম আজ মানুষ অম্বরিশকে কাছ থেকে জানলাম । তার বাগ্মিতাকে শ্রদ্ধা জানাই।আর একটা কথা না বললেই নয় সঞ্চালক অতুলনীয় । এতো সুন্দর করে তিনি বুদ্ধিদীপ্ত প্রশ্ন করেছেন তাতে তাঁর প্রতি ও অনেক শ্রদ্ধা রইল। এই চ্যানেলের জন্য শুভেচ্ছা রইলো 🙏🙏
আমার খুব প্রিয় পডকাস্ট অনুষ্ঠান। অসাধারণ বললে হয়ত কিছুই বলা হয় না।
আপনার পডকাস্ট গুলো একদম অন্যরকম।খুব ঋদ্ধ হই বারবার। ধন্যবাদ
Osadharon legeche Ambarish ke nia sakhatkar ta . Ambarish ar gan & sakhatkar duto milia sunte chai.
অরুণাভ বাবুর এই প্রয়াস কে সাধুবাদ জানাই। এরকম সুন্দর, স্বাভাবিক, শান্ত আলোচনা অনেকদিন শুনিনি। পরের পর্বের জন্য অপেক্ষায় রইলাম।
Thank you so much! 🙏🙏❤❤
মন , বিশ্লেষণ, বোধ, মানুষ , নিজে ----- এই সমস্ত শব্দ গুলো র নিজস্ব একটা মানে আছে আর আছে ওজন । অম্বরীশ বাবুর সমস্ত ব্যাক্তিত্ব ই এই সুরে বাধা। একজন চমৎকার মানুষ।
আপনাদের দুজনকেই আন্তরিক ধন্যবাদ । ❤🙏❤
Ambarish is an embodiment of a priceless time capsule ❤️ Onar kothaye chotobelar shei Kolkata Kay ki darun bhabey phirey pelam oshombhob warmth niye..
ki asombhob bhalo akta interview dekhlam. Ambarish sir er kotha shunle mone hoe koto diner chena. ki sundar explanation.
খুব ভালো লাগলো যেখানে অম্বরিশ দাদা বললেন তার একা থাকতে দারুন লাগে, আমার একটা জিনিস বরাবর ই মনে হয় যে পাঁচ জনের সাথে মিশে প্রচুর বিষয় জানা যায় আর একা থাকলে সেই সমস্ত বিষয় উপলব্ধি করা যায় ...দিন শেষে নিজেকে সময় দেওয়া আমার মনে হয় খুব জরুরি যেখানে বিভিন্ন বিষয় আমরা উপলব্ধি করার অবকাশ পাই...
খুব ভালো লাগলো । ভাবনাটা ,যোগাযোগ করার ইচ্ছে রইলো ।
এতো ভালো লাগলো।অনেক কিছু মিলে গেল নিজের চিন্তা সাথে।
একা থাকতে ভীষণ ভালো লাগে।অনেক পেলাম
নিজের ভিতরে নিজে শান্তি তে থাকা টা এক্কেবারে নিজের মনের উপর নির্ভর করে, এই সহজ ব্যাপার টা বলা বেশ সহজ, কিন্তু নিজের জীবনে যাপন করাটা বেশ শক্ত।
আপনি করতে পারছেন যেনে খুবই ভালো লাগলো।
ভীষণ ভালো লাগলো। অম্বরিশ আমার খুব প্রিয় অভিনেতা। আমার ওর সাথে কথা বলতে পারলে খুব ভালো লাগবে। আমি মনে হয় ওর মায়ের বয়সী হবো
Thank dada ae prio manus ti ke invite kore anar janno, anek kichu janlam khub valo laglo. Onake jei character diye prothom chinechi seta holo Raja goja. Tokhon to class 6 a portam amar dida amai bolten goja holo amar dada karon ami onar moton golu molu chilam, Khub khusi hotam katha ta sune. Uni amar kache Goja da roye gechen. Goja dada tumi jadi ae comment ta pore ja hok reply diyo tahole vison khusi hobo. Ar amar dida onake amar dada bolechilen karon amar nijer dada onar moton e sundor chilo amar jonmer aagei mara jai accident a tai. Valo thakben dada. Ae tumio valo theko goja dada. Love from Paschim Medinipur
দাদা,আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি podcast দর্শকদের উপহার দেওয়ার জন্য,আমি একজন বাংলাদেশী,সুদর আমেরিকাতে বসে অনুষ্ঠানটি উপভোগ করছি thank you so much!
আমরা দর্শকরা এরকমই নতুন নতুন কোন গুণী ব্যক্তিকে আপনার অনুষ্ঠান দেখতে চাই!
অনেক শুভকামনা থাকলো!
Bhison bhalo laglo Ambarish dar oi kotha ta..manush aj ar karor sathe kotha bole na..sarakhon mobile niye pore thake..
Satti ajkal keu noi pore na..keu karor sathe kotha bole na..
Khub khub bhalo laglo..
অম্বরীশ বাবু নিজেই একটি প্রতিষ্ঠান। আমি নিজেই ওনার ভীষণ ভক্ত।।অসাধারণ এই আসাবক্তব্যখুব খু ভালো লাগলো।খুব খুব ভালো থাকুন।
Ei podcast ta shotti khub valo hoyeche. Anirban Bhattacharya r podcast ta shune eta shunte elam. Ki sundor alochona
অসাধারন আড্ডা মনের ভাব সাগরে ডুবে গেলাম নমস্কার
Ambarish dar golae gaan ta shune khub choto belae Babar golae ei gaan ta shonar kotha mone pore gelo... Thank you so much Ambarish da.. And thank you Arunava da eirokom ekta show amader kache anar jonno...❤❤
অনেক ধন্যবাদ!
🙏🙏❤
ভীষণ ভালো লাগলো। অস্থির সময়ে এই আলোচনা অনেক শান্ত করে মনকে।আশার আলো পেলাম।
Sachha ..sabalil ..baktabya ..bhalo laglo..perfectly educated personality
অরুনাভ দাদা অম্বরিশ দাদার এই পডকাস্ট টা শুনতে-শুনতে সকাল ছটা বাজতে চলল... এত শান্ত আর এত সুন্দর একটা পডকাস্ট আমাদের ইউটিউব এ অনেক আগেই দরকার ছিল হয়তো.. আর আপনি এত সুন্দরভাবে এত গুছিয়ে এটা তুলে ধরছেন জাস্ট অনবদ্য.. আর সব থেকে বড় কথা বাংলা ভাষার উপর জ্ঞান ও দক্ষতা বেড়ে যাচ্ছে.. এরকমও আরো অনেক এপিসোডের আশায় থাকলাম..
দাদা পুরো আলোচনা শুনলাম। খুব ভাল লাগল। এইরকম পরবর্তী ভিডিও অপেক্ষা করব।
অনেক ধন্যবাদ! ❤️❤️🙏🏼🙏🏼
অসাধারণ একটা কথোপকথনের অনুষ্ঠান শুনলাম। অবশ্যই সমৃদ্ধ হলাম। অনেক ধন্যবাদ আপনাকে অম্বরীশ বাবু কে ডাকার জন্য। শেষে অনবদ্য গান টি শুনে রোমাঞ্চিত হলাম।
Manushtike thik jatota pachondo kortam onar acting er jonno, aj valobashlam manush hisebe. Podcast is a blessing in today's life.
Bes koto gulo episode por por dekhe fellam.. neshar moto lage.. darun laglo...sikkhito holam.. nijer mon k sikkhito korar jonno ei channel r sob episode gulo dekha sobar uchit❤❤..
একদম মনের কথা বললেন "এত কথা কেন ?"
সাক্ষাতকার টা ভীষণ ভালো লাগলো...... Ambarish আপনি অনেক দূর যাবেন এ বিষয় কোন সন্দেহ নেই........
M regular viewer ........Priceless time with ambrish da........amader moner onek mil ache.......Arunavo da .......request u to pls continue dis type f podcast ......
এত সুন্দর একটা এপিসোড! সাহিত্যের সাথে কল্পনার যে কথাটা অম্বরীশদা বললেন, তার সাথে পুরোপুরি একমত। এরকম অন্তর থেকে তুলে আনা কথাসমগ্র দিয়ে পডকাস্ট এপিসোড আরো চাই!
Thank you so much! Keep listening to the Soul connection podcast!
অসাধারণ একটি সাক্ষাৎকার শুনলাম । খুব ভালো লাগলো।
Amr gaan ta suney eto mon vorey gelo,bar bar,bar bar korey sudhu gaantai suney gelm,ufff ki sanghatik,ei dhoroner jatra r gaan amra r psina
Amborish gan shune Mone vore galo.ae gan Manna Dey r pore tomer golae shunlam.osadharan.
Darun interview. 2 janei asadharon.
এরকম ভালো সময় খুব কম আসে!অসাধারণ মানুষ দ্বয়!খুব ভাল গান শুনলাম!অসাধারণ প্রতিভা!
Lovely.. i am a Marwadi born and brought up in Kolkata.. I always love authentic conversations with people with heart and conversant with their emotions. Listened to the full podcast. Keep up the heart to heart. Looking forward to more 👍🙏
Thank you so much! 😌😌
❤khoob bhalo ganer gala ravinoe
onoboddyo ruchishil eki episode...eirokom aro chai....best wishes to Soul Connection
অসাধারণ লাগল, কোনও ভনিতা নেই, গতানুগতিক প্রশ্ন নেই। ঋদ্ধ হলাম। সঙ্গে subscribe ও করলাম।
Thank you so much! 🙏🙏❤
নিছক আড্ডা নয়, দুই মননশীল মানুষের জীবনবোধ ও পর্যবেক্ষন। সমৃদ্ধ হলাম আমরা শ্রোতারা।
অনেক ধন্যবাদ! আপনাদের ভালো লাগাই আমাদের সার্থকতা 🙏🙏❤❤
এতদিন কোথায় ছিলে সোল কানেকশন , লজাওয়াব পডকাস্ট।
অম্বরিশ ভালো অভিনেতা, মানুষও। নবেন্দু চ্যাটার্জীর ইন্টারভিউ নিতে গিয়ে অবনী বাবুর সঙ্গে আলাপ হয়েছিল। পরে জানলাম উনি অম্বরিশের বাবা। পডকাস্ট ভালো চিন্তার সলতে উসকে দেয়।
a
Ekdom
এটা যে কী অপরিসীম ভালো একটা আলাপচারিতা হলো!!
নিজেকে গুছিয়ে নেওয়ার অনেক কিছু পাওয়া গেল।❤🙏🏽
এরম podcast আনতে থাকুন। পুরোটাই মন দিয়ে শুনেছি কারণ খুব mesmerizing লাগছিল শুনতে। পরবর্তী episode এর অপেক্ষায় রইলাম। ❤
Thank you so much! 🙏🏼❤️
@@Sondeshtv kindly invite legendary Amit kumar son of iconic kishore kumar he is last link of golden age music
Ei programe ta darun laglo.
মুগ্ধতা তৈরীর জন্য ধন্যবাদ।
একদম, যেমন আমি প্রকৃতির কোলে গিয়ে ছবি তোলা বন্ধ করলাম, খুব কম তুলতাম, সেটাও বন্ধ করলাম, সত্যি তো, কটা ছবি দেখি, দুচোখ ভরে দেখার সাথে কোনো তুলনা নেই, ধন্যবাদ অম্বরিশ
আপনি দারুন Angker. আপনার এই অনুষ্ঠান খুব ভালো লাগলো। অম্বরিশ বাবুর আমি Fan. উনি অপূর্ব অভিনয় করেন। খুব স্বাভাবিক অভিনয় করেন। আমার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
ভীষন পছন্দের একজন অভিনেতা, খুব খুব ভালো লাগে ওনাকে
খুব খুব ভালো লাগলো ভাই।
অমবরীশ ভট্টাচার্য কে আমার খুব ভালো লাগে। কারণ ওনার কথা বার্তা যতক্ষণ বলুন না কেন আমি মন দিয়ে শোনার চেষ্টা করেছি।। যেনো মনে হয় উনি আমার ভাই বা আমার পরিবারের একজন সদস্য।।
ওনাকে আমার কখনো পর মনে হয় না, জানিনা কেন।
অভিনয় তো অবশ্যই ভালো লাগে।।
একটি বার ওনাকে কাছে গিয়ে দেখার ইচ্ছা আছে।।
আপনার এই সাক্ষাৎকার টি দেখতে পেয়ে ভালো লাগলো।।
ওনাকে আমার এতো ভালো লাগার কথা মনে হয় এজন্য যে,
ওনার কথাগুলো তে কখনো কোনো অহংকার ঝরে পড়ে না।।।। ঠাকুর ওনার সর্বাঙ্গীন মঙ্গল করুন।।
আমি আরও জানতে চাই ও শুনতে চাই।।
উনি সর্বদা নিজেকে খুব সাধারণ একজন মানুষ মনে করেন, এটা ও আমার ভালো লাগার আরও একটি কারণ।।
ওনার কাছে আমার এইটুকু আবেদন উনি যেনো চিরদিন এই ভাবেই থাকেন।।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকবেন।
অনেক দিন অপেক্ষার পর এক মন ভরাট করা ও ভাবনাকে সমৃদ্ধ করা অনুষ্ঠান। ভাষায় প্রকাশিত করা সম্ভব নয়।দুজনকেই ধন্যবাদ। আরও শুনতে চাই, জানতে চাই ❤
Khub bhalo laaglo,ki saboleel dristibhongi,gaan ta pran chhuyen gyalo,anek shubhechha thaklo!!
আমিও basically একজন loner, আমি ভীষন ভাবে enriched হৈ, এই program টা দেখে....
অম্বরীশের সম্পর্কে এই ধরনের imaginetion-ই আমার ছিলনা।
ভীষন ভালো লাগলো অনুষ্ঠানটা।
আজ প্রথম এই চ্যানেলটি খুঁজে পেলাম হঠাৎ, দেখলাম, কি যে ভাল লাগলো বলে বোঝানো যাবেনা। অসংখ্য ধন্যবাদ।
Darun darun aadda shunlam Ambarish Bhattacharya Hats off.
Shesher gaan ta just icing on the cake. Ambarish babu eto bhalo gaan koren jana chilona, sadhu sadhu..
অসাধারণ বিশ্লেষণ, দারুণ লাগলো।
ভীষন ভীষন পছন্দের একজন অভিনেতা। খুব ভালো লাগে ওনাকে
অম্বরিশ একজন অসাধারণ অভিনেতা ও চমতকার মানুষ।❤❤❤ প্রত্যেকটি আড্ডায় আমি অম্বরিশ কে শুনেছি এবং শুনি,তার অভিনয় গুণ পুরনো বাঙলা লেজেন্ড দের কথা মনে পড়িয়ে দেয়।
নিজের সম্বন্ধে তার ধারণা এতো স্পষ্ট ভাষায় বলতে পারে , বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরীর কথা মনে পড়ে যায়। নিখাদ সত্য কথা বলতে দম লাগে ভাই। ❤
আপনাকে অনেক অনেক ভালোবাসি মানুষ হিসাবে আর অভিনেতা হিসাবে তো বটেই ❤
অশিক্ষিত সমালোচোক দের মুখে ছাই চাপা দিয়ে আরও বহু দিন আপনি অভিনয় করে যান আমদের জন্য । অভিনন্দন 🎉❤🎉❤ ভালোবাসা অবিরাম
ভীষণ ভালো লাগলো পুরো আলোচনা।। অম্বরিশ আমার খুব প্রিয় শিল্পী।গান তো অসাধারণ গায় ❤
সত্যি খুব ভাল লাগলো
অনন্য সব জীবনদর্শন---সমৃদ্ধ হচ্ছে মন---ধন্য ধন্য তুমি--podcast SOUL connection🙏
Ashadharon podcast.....
hyto joto ta valo laglo Totota bolte parchina vasay.... Kintu moner doloner anuronon e onno mon ke janan dear ek anonno madhyam ble mne hy....
Tai Asa kri erkm podcast aro sunte pabo...
Onek suvecha apnake.....
Ambarish অসাধারণ, as usual.... খুব ভালো লাগলো পুরো আলোচনার topic....
খালি, গায়ক অম্বরীশকে আরও একটু বেশী পেলে ভালো লাগত। আমার মনে হয়, ও গায়ক হিসেবে ভীষণই unexplored & underrated। overall, পুরো অনুষ্ঠানটি খুবই সুন্দর।
Amboriser ai sahaj saralkotha khub valo laglo.aro ai rakam dekhte chai. Ami ak75 years old lady.anek asirbad nio.
Asadhanor ekti byaktityo. Eto sundor sabalil upasthapana... samaj samporke . Erokom manush sob rokom vabe motivate kore. Khub valo thakben. Khub iccha thaklo kokhono Jodi apnar sathe samne samne dekha hoi.
অম্বরীশের এই সাবলীলতা ওর অসাধারণত্ব। আমার পছন্দের এক অভিনেতা
অনাবিল আড্ডার উচ্ছ্বল বর্হিপ্রকাশ ❤️🙏
Khub khub bhalo laglo. Emon aro bhalo podcast ashuk.
Khub Bhalo ekta interview. Omborish babur somporke notun kichhu disha pelam, ekjon hingse korar mato manush. Thanks a lot
অসাধারণ লাগলো ۔۔এভাবেই চালিয়েযান ۔۔অম্বরীষ আমার একজন প্রিয় অভিনেতা ۔۔۔
দুজনেই ভীষণ প্রিয়। অরুনাভ দা, তোমার শান্ত, নম্র, মার্জিত ভঙ্গিতে কথোপকথন খুব পছন্দের। অনেকেই অবান্তর প্রশ্ন করেন। তোমার প্রশ্নগুলো সবসময় এমন উত্তর খোঁজে যেগুলো জানলে আমরা সমৃদ্ধ হই। খুব আন্তরিক ও নিজের বলে মনে হয় তোমাকে ও তোমার টিমকে। অম্বরীশ দা কে ছোট থেকে দেখছি টিভি তে। এমন সরল বিনয়ী মানুষ। ওনার কথা শুনলে মনে হয় এই দৌড়ঝাপ ওলা জীবনে একটু থেমে বিশ্রাম নেওয়া বড় দরকার। প্রত্যেক টা এপিসোড এমন ভাবেই উপভোগ করি। শেষের গানটি নিয়ে কিছু বলার নেই।
অনেক ধন্যবাদ, খুব ভালো লাগলো কমেন্টটা পড়ে। 🙏🙏❤
@@Sondeshtv thank you so much dada
আমেরিকায় বসে শুনলাম।অসাধারণ।
Aaj shunlaam....khub bhalo laaglo...amader chotobelar goromer chutir somoy Boi porar nesha ta amader time er relish korar moto chilo..episode ta khub relate korte paarlamm....khub bhalo..
Darun laglo podcast ta...khub pochonder manush ini..darun golpo gulo laglo....Ambarish ❤❤
Osadharon , mone hochhe cholte thakuk
Apurva episode, Ambarish bhi tomar chinta -bhana ta khubi sundar laglo, ar tomar gaan montake bhoriye dilo, tomar gasn abarsunte chi. Tomader onek dhonnyobad.
আপনার দুটি অনুষ্ঠানেরই আমি শ্রোতা। বিশ্বাস করুন, অম্বরীশের এই episode খুব একটা আশা নিয়ে শুনতে শুরু করিনি। অথচ শুরু থেকে শেষ অবধি যে বোধের পরিচয় উনি দিলেন, তাকে কুর্নিশ জানাই। আর শ্রদ্ধেয় মান্না দের পর এই গান এত ভালো, এত সাবলীল কারো গলায় শুনিনি।
খুব ভালো লাগলো। আরো শুনতে চাই
এমন একজন সঞ্চালক, যিনি কিনা আক্রমণে অতিথিকে জর্জরিত না করে, বরং তার জন্য একটা অভয়ারণ্য তৈরি করছেন। আর সেই অভয়ারণ্যে শ্রোতারাও যেন একনিষ্ঠ হয়ে আড্ডাটায় সপ্রতিভ হয়ে অংশ নিচ্ছেন।
ধন্যবাদ, অরুণাভদা!
হারিয়ে যাওয়া বোধ হয় একেই বলে। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর নিখাদ আড্ডা উপহার দেওয়ার জন্য। এরকম অনুষ্ঠান সত্যি আজকের সময়ে আরো বেশি বেশি দরকার। অরুণাভ আপনার উপস্থাপনা অসাধারণ।সব মিলিয়ে পুরো অনুষ্ঠানের মধ্যে সেই হারিয়ে যাওয়া বাঙালিয়ানা টা খুঁজে পাই । নিখাদ আড্ডা যে কতটা আনন্দময় ও উপভোগ্য হয়, এই podcast তার উদাহরণ। আর podcast র নাম এর থেকে ভালো কিছু হতে পারত না। "Soul Connection" is the most suitable name.
এভাবেই চলতে থাকুক আরো অনেক অনেক বছর ধরে। বাঙালির আড্ডা বেছে থাকুক Soul Connection র হাত ধরে। অভিনন্দন
ভীষণ ভাবে relate করলাম, specifically ঐ জায়গাটা, আমি একজন loner, সত্যি তো সারাক্ষন যে ফোনের দিকে তাকিয়ে আছে তার সাথে কি কথা বলবো? আর ওই মোবাইলে টাইগার হিল দেখার ব্যাপারটা.. আমারও ভারী অদ্ভুত লাগে!
এতো সম্বৃদ্ধ আলোচনা এ যাবত কালে আর শুনেছি বলে মনে হচ্ছে না। সাধুবাদ জানাই নির্মাতাকে। বিভিন্ন বিষয়ে কত খানি জ্ঞান থাকলে তবেই এমন আলোচনা এত গভীরে চালিয়ে নিয়ে যাওয়া যায় তা কল্পনা করে সত্যি অবাক হচ্ছি। জ্ঞান, পডাশোনা ও তীর অনুধাবন ক্ষমতার তীক্ষ্নতা অনুভব করলাম ভীষন ভাবে। অনুপ্রানিত হলাম । আরো শোনার অপেক্ষায় রইলাম
অনেক ধন্যবাদ আপনাকে। এরকম কমেন্ট সত্যি দারুণ আনন্দ দেয়। সঙ্গে থাকবেন। ❤❤
Odbhut bhaabe mon kharap ebong bhalo eksathe hocche. Thank you.
Khub sundor lagche sunte.. kolkata nie sunte sunte mone hoche jeno duto manush kolkata nie premalap korche.. ekjon tilotomma premik hisebe ki je opurbo lagche shunte ki bolbo.. ❤❤
Podcast টা দেখে খুব ভালো লাগলো।
Amar apnar ei podcast darun lage. Regular dekhi ei bideshe bose. Chalie jaan. Amra achi❤
Ei manush tar opekhay chilam mone mone ! Jibon ke khub sohoj vabe dekhate sekhay prottek ta Katha ! Sunte Suru korei comment korlam ! ❤️