Sajal Roshan vs Enayetullah Abbasi vs Mokhtar Ahmad vs Shaikh Abdullah Debate on Nasiruddin Albani R

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 พ.ย. 2024

ความคิดเห็น • 1.3K

  • @MdSalim-yh7ow
    @MdSalim-yh7ow ปีที่แล้ว +120

    সবারই আলোচনা খুব সুন্দর এখানে আমার কিছু মতামত আছে
    ১. সজল সাহেব যা বললেন তা আমাদের বর্তমানের অন্দ হুজুরের কিছুই মানবেন না।
    ২. মোকতার আহমমদ কিছুই বললেন না শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে আলবানী সাহেবকে যে ভাবে হাইলেট করলেন মনে হয় তিনি কাছে থাকলে আপাদমস্তক চুম্বন করতেন।
    ৩,আববাসি হুজুরের কথা গুলো মারমুখী ছিল।
    ৪, আব্দুল্লাহ সাহেব একটা কথা বললেন যে হুজুর পাক সাঃ কে মক্কা থেকে বাহির করে দিয়ে ছিলেন এটা কোন সরসথেকে পেলেন আমার মাথায় আসে না।
    হুজুর পাক সাঃ তো মক্কা বিজয় করেছিলেন। আলবানী সাহেবকি মুদিনা ইউনিভার্সিটি বিজয় করে ছিলেন।

    • @Infozonebn
      @Infozonebn  ปีที่แล้ว +2

      R8

    • @md.yasirkamal3548
      @md.yasirkamal3548 ปีที่แล้ว +1

      আব্বাসী বরাবরই মারমুখী। উনি কোন সুন্নাহ ফলো করেন তাই জানতে ইচ্ছা করে। মানুষকে তুচ্ছ তাছসিললো করা তার স্বভাব। ফাটা কলসি বাজে বেশি।

    • @aworan833
      @aworan833 ปีที่แล้ว +5

      apni nijay agay Qur'an abong Hadither shotik gyan orjon koren, taholay apnar matai shob kisu bujay ashbay. bujesen ?

    • @aworan833
      @aworan833 ปีที่แล้ว +2

      "ondo hujur" kara ?

    • @aworan833
      @aworan833 ปีที่แล้ว +1

      evavay dalao vavay kono proman sara "ondo hujur" bolay nijer oggota abong murkhotar bohi-prokash korlen.

  • @MohammedNourhossain71
    @MohammedNourhossain71 ปีที่แล้ว +38

    ভাষায় বুঝা যায় কারা সঠিক আর কারা ভ্রান্ত আকিদার!একজন ভালো ও সঠিক আলেমের ভাষা হবে ভদ্র নম্র!

    • @Infozonebn
      @Infozonebn  ปีที่แล้ว +1

      😱😱😱

    • @sabbirhossen613
      @sabbirhossen613 4 หลายเดือนก่อน

      কুরআনের সাথে সাংঘর্ষিক একটা হাদিস দেখান। হাদিস অস্বীকার কারী কাফের। সে তো মুসলিমই না।তার সাথে আবার কথা কিসের। এটা এখান থেকে ৫০ বছর আগে নামগন্ধ ও ছিলো না।স পূর্ব থেকে ইসলামে কিছু বিষয়ে ইখতিলাফ আছে কিন্তু মৌলিক বিষয়গুলো একই। হাদিস মানা যাবে না এমন মতবাদ ইসলামে কখনো ছিলইনা যদি থাকতো তাহলে এর পূর্বসূরি একটা না একটা দল থাকতো।আর রাসুল সাঃ এর ভবিষ্যৎবাণী আছে যে এক সময় এমন একটা দল বের হবে। সুতরাং নতুন করে ইসলামে যা আসবে তা হলো ফিতনা।আর এই হাদিস অস্বীকার কারীরা নিঃসন্দেহে কাফের। তাদের সাথে ছেলে বা মেয়ে বিয়ে দেওয়াও জায়েজ নয়। এটা বুঝতে বড় পণ্ডিত হওয়ারও দরকার হবেনা।

    • @paperwork2439
      @paperwork2439 3 หลายเดือนก่อน

      to apnar roshan pir k follow korun. ingshallah tar sathei hashor hobe.

  • @imdadchowdhury6653
    @imdadchowdhury6653 ปีที่แล้ว +65

    সজল রোশান একজন চমৎকার বক্তা । অন্য যে কারো থেকে তার বক্তব্য শ্রোতাদের বেশি ভালো লাগবে । কিন্তু ভালো বক্তা হলেই সে সঠিক এটা যারা মনে করে তারা আসলে বোকার স্বর্গে বাস করে । কারণ এই সজল রোশান ইনিয়ে বিনিয়ে একটা মতাদর্শই প্রচার করে,আর তা হল হাদিস মানার দরকার নেই, কোরআন মানলেই চলবে । কিন্তু তার এই ধারণা শুধু ভুলই নয় , এটা সরাসরি ইসলামের মৌলিক বিশ্বাসের পরিপন্থী । কারণ কোরআন শরীফ বই আকারে পৃথিবীতে নাজিল হয় নাই। এটা আল্লাহ্‌ পাক তার রাসুলের কলবে ২৩ বৎসর ধরে ধাপে ধাপে নাজিল করেছেন । আর আমরা কোরআন শরীফের যাবতীয় শব্দ , যাবতীয় সূরা জানতে পেরেছি রাসুলের মুখ থেকে । মহান আল্লাহ্‌ তার রাসুলের উপর শুধু কোরআন শরীফ অবতীর্ণই করেন নি সেই সাথে তিনি জিব্রাইল ফেরেশতার মাধ্যমে সময়ে সময়ে কিভাবে এর আলোকে আমল করতে হবে তাও শিখিয়ে দিয়েছেন । তাই কোরআন শরীফের আলোকে আমল করতে হলে অবশ্যই আল্লাহ্‌র রাসুল কিভাবে আমল করতেন তা জানতে হবে এবং তিনি কি বিধি-নিষেধ আরোপ করেছেন তাও জানতে হবে । আর এগুলো অর্থাৎ রাসুলের সুন্নাহ সম্বন্ধে জানতে হলে সেগুলো যে পুস্তক সমূহে লিপিবদ্ধ করা হয়েছে সেই সব পুস্তকগুলো (যা হাদিস নামে পরিচিত) পড়তে এবং জানতে হবে। অর্থাৎ আপনি যদি নিজেকে একজন প্রকৃত মুসলমান হিসেবে গড়ে তুলতে চান তাহলে আপনাকে আল্লাহ্‌র কোরআন অনুযায়ী রাসুলের সুন্নাহ মোতাবেক আমল করতে হবে । এখানে একটা প্রশ্ন সজল রোশানরা করেন যে হাদিস গুলো কি রাসুলের সুন্নাহ মোতাবেক লিপিবদ্ধ হয়েছে কিনা ? এর উত্তরে নিচ্ছিতভাবে বলা যায় সহি সিত্তাহ হাদিস গুলোর ( বুখারি , মুসলিম, তিরমিজি, আবু দাউদ , ইবনে মাজাহ , নাসায়ি ) প্রায় ৯০% থেকে ৯৫ % বিশুদ্ধ বলে ইসলামিক বেশিরভাগ স্কলাররা মত দিয়েছেন । এছাড়া তাদের পূর্বে যে সব তাবেইন এবং তাবে-তাবেইন গণ বিভিন্ন মতবাদ বা মাজহাবের প্রচলন করেছেন ( ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালেক , ইমাম হাম্বলি ) সেগুলোও রাসুলের সুন্নাহ মোতাবেকই করা হয়েছিল । কারণ এগুলোর বেশিরভাগই রাসুল (সাঃ) ইন্তেকালের ১০০ থেকে ২০০ বৎসরের মধ্যেই করা হয়েছিল । আর তাই এগুলোর মধ্যে ভুলভ্রান্তি থাকার সম্ভবনা খুবই কম । বরং বর্তমান সময়ে এসে যারা হাদিসের নতুন নতুন তত্ত্ব দিচ্ছেন তাদেরই ভুল্ভ্রান্তি হওয়ার সমূহ সম্ভবনা রয়েছে । সেই হিসেবে নাসির উদ্দিন আল-বানির ব্যাখ্যায় ভুল্ভ্রান্তি থাকা খুবই স্বাভাবিক একটা বিষয় । পরিশেষে এইটুকুই বলবো , মাথা থাকলে তাতে ব্যাথা হতেই পারে তাই বলে মাথা কেটে ফেললে যেমন মানুষটির আর অস্তিত্ব থাকে না , ঠিক তেমনি হাদিস লিপিবদ্ধের ক্ষেত্রে কিছু ভুলত্রুটি থাকতেই পারে তাই বলে পুরো হাদিস বাদ দিয়ে শুধুমাত্র কোরআন শরীফ পড়ে নিজের মত করে বুঝে নিজের মত করে আমল করলে সেই মানুষটির আর মুসলিম পরিচয় থাকে না ।। আমি এই বিষয়ে বার বার সবাই কে এই জন্যই সতর্ক করছি কারণ আমরা সবসময় যারা খুব সুন্দর করে গুছিয়ে কথা বলে তাদের কথাবার্তায় মোহিত হয়ে তারা যা বলে তা অন্ধের মত বিশ্বাস করতে থাকি । আর এই অন্ধ বিশ্বাস আমাদেরকে বিপদ্গামি করবে আর আমরা ঈমান হারিয়ে দোযখের অন্ধকার প্রকোষ্ঠে নিপতিত হব । মহান আল্লাহ্‌ আমাদের সবাইকে জ্ঞান , বুদ্ধি, বিবেক এবং সঠিক বিশ্লেষণ করার ক্ষমতা দান করুক যাতে আমরা কেউ নিজের অক্ষমতার কারণে অন্যের কু -যুক্তির দ্বারা প্রভাবিত হয়ে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত না হই ......।। আমিন ।।

    • @Infozonebn
      @Infozonebn  ปีที่แล้ว +2

      চমৎকার বলেছেন।

    • @maknunnusur
      @maknunnusur 10 หลายเดือนก่อน +1

      আমীন

    • @monicazaman2104
      @monicazaman2104 10 หลายเดือนก่อน +1

      ❤❤❤❤❤❤❤❤

    • @joaherali4822
      @joaherali4822 10 หลายเดือนก่อน +1

      ভালো কথা।

    • @NurulIslam-or5hy
      @NurulIslam-or5hy 10 หลายเดือนก่อน

      বলদের বলদ বুখারীর বন্ধা। কয় কি?।

  • @rajibuddintoushar3646
    @rajibuddintoushar3646 8 หลายเดือนก่อน +8

    এরা ইসলামকে এমন পর্যায়ে নিয়ে গেছে,কোনটা সত্য আর কোনটা মিথ্যা বুঝা বড়ো মুশকিল হয়ে গেছে।আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝার রহমত দান করুক (আমিন)।

    • @touhidulislam5592
      @touhidulislam5592 7 หลายเดือนก่อน

      যারা সত্যমিথ্যা পার্থক্য করতে পারেনা তাদের জন্য বাড়াবাড়িতে যাওয়া হারাম।আর শেষ জমানায় ইমান টিকিয়ে রাখা আগুণের কয়লা হাতের তালুতে রাখলে যে কষ্ট, তারচেয়ে বেশি কষ্ট হবে।এটা রাসূল সঃ এর বাণী।জাযাকাল্লাহ

    • @aworan833
      @aworan833 4 หลายเดือนก่อน

      Deen Islam Islamer jaigai tik asay. apni nijay Qur'an abong Hadith poren

    • @aworan833
      @aworan833 4 หลายเดือนก่อน

      ASTAGFERULLAH, Islam tik asay, era Islam sere onno porjai cholay gese.

  • @sherajummonira6260
    @sherajummonira6260 ปีที่แล้ว +27

    ফাজায়েলে আমল অনুসরণ করার জন্য সতর্ক হওয়া উচিত

    • @fantuz2790
      @fantuz2790 3 หลายเดือนก่อน

      শায়েখে ইস্রাইল আহালে ইহুদি আলবানির অনুসারিদের ব্যপারে আরো সাবধান হওয়া উচিত!!

    • @mdkamrul-jl9bn
      @mdkamrul-jl9bn หลายเดือนก่อน

      আলবানি নিজে হাদীস তৈরী করেনি বোখারী মুসলিম ও চার মাজহাব থেকে অনন্যা ছহি হাদীস থেকে সংগ্রহ করে কোরানের অনুবাদ ও তাফসির এর সাথে মিল রেখে আলাদা করেছিল। শুধু মাত্র। আলবানি ঘড়ির মেকার ছিল কিন্ত কোরানের ২৫ জন নবীই ছিল ভেড়া ছাগলের রাখাল। তাহলে আমরা কি রাখালের অনুসরন করবো না। নাকি আলবানি বিরুধিদের ফাজায়েলে আমাল আর জাল হাদীস গুলি মানবো উওর দিবেন

  • @syedmohammednizamuddin4197
    @syedmohammednizamuddin4197 4 หลายเดือนก่อน +15

    দুবাইতে আমি 35 বছর। পাকিস্তানীর দোকানে চাকুরী করেছি। তিনি ছিলেন নামাজি। একদিন সে আমাকে একটি সত্য ঘটনা বর্নণা করল। গল্পটি হল, তার ভাই দীর্ঘ দিন আমেরিকাতে ছিল।একদিন এক মুসলিম বন্ধু তাকে বহুদূরে নিয়ে মাটির নীচে একটি মাদ্রাসায় নিয়ে গেল, সেখানে সব 20 থেকে 40/45 বছরের মুসলিম, সবাই কোরান হাদীছ পড়ছে। কিন্তু সেটা খৃষ্টান মিশনারীরা চালাচ্ছে। এখান থেকে কোরান হাদীছ শিখে মুসলমানদের বিভ্রান্ত করবে। তাকে সেখানে বর্তি হতে বলেছে। বিনিময়ে, বেতন থেকে 3/4 গুন বেশী দিবে এবং আমেরিকায় বাড়ি/গাড়ি দেবে। কিন্তু সে রাজি হয়নি।
    এসব খৃষ্টান ও ইহুদী মাদ্রাসায় লেখাপড়া করে বিশ্বের নামী-দামী মসজিদ মাদ্রাসায় চাকুরী করছে। এদের মুল কাজ মুসলমানদের ঈমান হরণ করা। আজ তারা সাকসেস হচ্ছে।।

    • @Infozonebn
      @Infozonebn  4 หลายเดือนก่อน

      Khub Darun Story

    • @sabbirhossen613
      @sabbirhossen613 4 หลายเดือนก่อน

      হাদিস অস্বীকার কারী কাফের। সে তো মুসলিমই না।তার সাথে আবার কথা কিসের। এটা এখান থেকে ৫০ বছর আগে নামগন্ধ ও ছিলো না।স পূর্ব থেকে ইসলামে কিছু বিষয়ে ইখতিলাফ আছে কিন্তু মৌলিক বিষয়গুলো একই। হাদিস মানা যাবে না এমন মতবাদ ইসলামে কখনো ছিলইনা যদি থাকতো তাহলে এর পূর্বসূরি একটা না একটা দল থাকতো।আর রাসুল সাঃ এর ভবিষ্যৎবাণী আছে যে এক সময় এমন একটা দল বের হবে। সুতরাং নতুন করে ইসলামে যা আসবে তা হলো ফিতনা।আর এই হাদিস অস্বীকার কারীরা নিঃসন্দেহে কাফের। তাদের সাথে ছেলে বা মেয়ে বিয়ে দেওয়াও জায়েজ নয়। এটা বুঝতে বড় পণ্ডিত হওয়ারও দরকার হবেনা।

  • @zhzhfurniture8181
    @zhzhfurniture8181 ปีที่แล้ว +42

    আল্ কুরআন দিয়ে জীবন গঠন করা মানুষের দরকার।

    • @aworan833
      @aworan833 4 หลายเดือนก่อน

      Qur'an er modde Prophet Muhammad Sallallahu alaihe wa sallam ke uttom adorsho keno bolese ?

    • @hossainmuhammadalfarid8184
      @hossainmuhammadalfarid8184 4 หลายเดือนก่อน

      আপনি কী শুধু আল কোরআন নিয়েই জীবন গঠন করবেন ?

    • @sabbirhossen613
      @sabbirhossen613 4 หลายเดือนก่อน

      কুরআনের সাথে সাংঘর্ষিক একটা হাদিস দেখান। হাদিস অস্বীকার কারী কাফের। সে তো মুসলিমই না।তার সাথে আবার কথা কিসের। এটা এখান থেকে ৫০ বছর আগে নামগন্ধ ও ছিলো না।স পূর্ব থেকে ইসলামে কিছু বিষয়ে ইখতিলাফ আছে কিন্তু মৌলিক বিষয়গুলো একই। হাদিস মানা যাবে না এমন মতবাদ ইসলামে কখনো ছিলইনা যদি থাকতো তাহলে এর পূর্বসূরি একটা না একটা দল থাকতো।আর রাসুল সাঃ এর ভবিষ্যৎবাণী আছে যে এক সময় এমন একটা দল বের হবে। সুতরাং নতুন করে ইসলামে যা আসবে তা হলো ফিতনা।আর এই হাদিস অস্বীকার কারীরা নিঃসন্দেহে কাফের। তাদের সাথে ছেলে বা মেয়ে বিয়ে দেওয়াও জায়েজ নয়। এটা বুঝতে বড় পণ্ডিত হওয়ারও দরকার হবেনা।

  • @zidanalhadi1162
    @zidanalhadi1162 ปีที่แล้ว +8

    কে কাকে বের করে দিলো সেটাও দেখার বিষয়
    উত্তম অনুত্তমকে বের করে দিলো নাকি
    অনুত্তম উত্তমকে বের করে দিলো অবশ্যই সেটা দেখতে হবে !!!!!
    এক যুক্তি আর এক পালায় সবাইকে মাপা যায় না !!!

  • @alasa007
    @alasa007 10 หลายเดือนก่อน +5

    নাসিরউদ্দিন আলবানী সম্পর্কে বলতে গেলে সজল ভাই ও একই রকম কারণ কারোরই প্রাতিষ্ঠানিক ভিত্তি নাই। সজল ভাই কথায় কথায় আলিয়া মাদ্রাসার উল্লেখ করেন। দয়া করে সজল ভাই এর প্রশংসায় পঞ্চমুখ ভাইগণ ঢাকা আলীয়ায় গিয়ে একটু সজল ভাই এর খোঁজ নেন। সব পরিষ্কার হয়ে যাবে। সজল ভাই মুসলিমদের একজনের সমালোচনা করতে গিয়ে আর একজনকে একজায়গায় ভালো বললেও আর একজায়গায় সমালোচনা করেন। তিনি আসলে সবার সমালোচক নিজের বাদে। অন্যদের ধর্মব্যাসায়ী বলেন অথচ এই সমালোচনা আর ইসলাম নিয়ে বিতর্কের মাধ্যমেই তার নিজের বইএর মার্কেটিং করেন। এই কাজটাকে কী বলে তা সজল ভাই এর প্রশংসাকারীরাই জবাব দেবেন।
    প্রয়োজনের খাতিরে সজল ভাই বলেন হাদীস মানি, আসলে মানেন না। সমস্যা নাই। তিনি কুরআন মানেন, কিন্তু তা সম্পূর্ণ নিজের ব্যাক্ষায়। যেটা ওনার কথা এবং বইগুলোতে স্পষ্ট। উনি নাসির উদ্দিন এর সমালোচনা করতে গিয়ে বললেন তাবলীগের নামাজ রোজা কী ভুল? অথচ তাবলীগের পদ্ধতিতে নামাজ উনি নিজেই স্বীকার করেন না। উনার নামাজ বিষয়ক পূর্বের ভিডিওতে এটা স্পষ্ট। ইয়াং ছেলেরা ইসলাম সম্বন্ধে খুব কম জ্ঞান থাকায় জানার জন্য এবং আলেমদের সাথে তর্ক করার জন্য উনার বই পড়ছে কিন্তু জানার চেয়ে আরও ধর্ম থেকে সরে যাচ্ছে। এক লাইব্রেরীয়ান আমাকে উনার বই কেনার ব্যাপারে উৎসাহ দিলেন, বললাম ভাই আপনি একটু পড়ে দেখেন। পরে উনি তার বই রাখাই বন্ধ করে দিলেন। সজল ভাই অনেক গুছিয়ে এবং সুন্দর ভাবে উপস্থাপন করেন ফলে অনেকেই ধোঁকা খায়। যাই হোক নাসির উদ্দিন আলবানী একজন আরবী ভাসী , নিজ ভাষায় হাদীসের বই গুলো পড়েছেন, গবেষণা করেছেন এবং বই লিখেছেন। বর্তমানে ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে একটা দীর্ঘ সময় যায় আরবী ভাষা শেখার পেছনে। এরপর প্রতিষ্ঠান ভেদে নির্ধারিত কিছু বই পড়ে শিক্ষা শেষ করে। আমি নাসিরউদ্দিন এবং সজল ভাই দুজন সম্পর্কে স্টাডি করেই মন্তব্য করলাম। সবশেষ কথা সবাই নিজেরা ইসলাম সম্পর্কে স্টাডি করুন। জানুন ,বোঝার চেষ্টা করুন। কারো সুন্দর কথায় ভুলেন না। কোরআন এর অনুবাদ পড়ুন, যদি কোন কারণে না মানেন তাও সিয়া ছিত্তার ছয়টি হাদীস গ্রন্থ পড়ুন। দুই একটা হাদীস পড়ে কোন একটি বই পড়ে সিদ্ধান্ত নেবেন না। আল্লাহ সবাইকে ক্ষমা করুন এবং হেফাযত করুন।

    • @dr.biswaspsychiatrist9590
      @dr.biswaspsychiatrist9590 4 หลายเดือนก่อน

      RòwsAN ĴEŴ

    • @delwarkhan1424
      @delwarkhan1424 3 หลายเดือนก่อน

      দয়া করে সরল সোজা মানুষ গুলোকে ভুলের মধেৎ না ফেলে সিয়াছিত্তা হাদিসের আলোকে মানুকে চলা ও আমলের ববস্হা করে দিন না হয়তো আপনাদের আল্লহ্ র কাছে ভুলের মাসুল দিতে হবে।

  • @golamzahirfaruque1510
    @golamzahirfaruque1510 9 หลายเดือนก่อน +3

    হাদীস ঃ বর্ণনা/কাহিনী/ঘটনা /Events
    ১ রসুল (স ঃ) এর হাদীস
    ২ আল্লাহর হাদীস

  • @liturakin
    @liturakin ปีที่แล้ว +20

    বিবেকের তারনায় আপনি রাস্তা হারিয়েছেন। আর যারা সমর্থন করছেন তাদের বলছি ইবাদতের ক্ষেত্রে কমোন বিষয় গুলো হাদিসের সাথে মিলেয়ে নিন । হাদিসের বই গুলো এখন বাংলায় হাতের নাগালে তাই বিভ্রান্ত হবার সুযোগ নাই। যুগ বদলেছে তাই আলেফ, বে, তে ,ছে, পড়ার দিন শেষ এখন পড়বেন আলিফ, বা, তা, ছা । আল্লাহ সবাইকে সঠিক বুঝার তৌফিক দিন।

    • @AbdulHannan-cb6rh
      @AbdulHannan-cb6rh 4 หลายเดือนก่อน

      ​​@Bismillah874
      ai ondho soytan!!! sajol Rosaner ondho onusari.!!
      Bukhari sorif chara r kono hadis grontho nai....?tui goru r tor mr.sajol rosan gorur baccha goru .. tora kokhonoy muslim hote parbi na....tora eahudi cristian der agent...

    • @sabbirhossen613
      @sabbirhossen613 4 หลายเดือนก่อน

      ​@Bismillah874 আপনি বলেন তো ভাই কুরআন প্রথম বই আকারে সংকলন করেন কে? বলতে পারলে আপনার কথার জবাব দেবো।

    • @sabbirhossen613
      @sabbirhossen613 4 หลายเดือนก่อน

      । হাদিস অস্বীকার কারী কাফের। সে তো মুসলিমই না।তার সাথে আবার কথা কিসের। এটা এখান থেকে ৫০ বছর আগে নামগন্ধ ও ছিলো না।স পূর্ব থেকে ইসলামে কিছু বিষয়ে ইখতিলাফ আছে কিন্তু মৌলিক বিষয়গুলো একই। হাদিস মানা যাবে না এমন মতবাদ ইসলামে কখনো ছিলইনা যদি থাকতো তাহলে এর পূর্বসূরি একটা না একটা দল থাকতো।আর রাসুল সাঃ এর ভবিষ্যৎবাণী আছে যে এক সময় এমন একটা দল বের হবে। সুতরাং নতুন করে ইসলামে যা আসবে তা হলো ফিতনা।আর এই হাদিস অস্বীকার কারীরা নিঃসন্দেহে কাফের। তাদের সাথে ছেলে বা মেয়ে বিয়ে দেওয়াও জায়েজ নয়। এটা বুঝতে বড় পণ্ডিত হওয়ারও দরকার হবেনা।

    • @shamsulkhan4542
      @shamsulkhan4542 4 หลายเดือนก่อน

      আহলে হাদিস সালাফি বিন ওহাবি ধর্মের প্রতিষ্ঠাতা এবং প্রধান ধর্মগুরু নাসিরুদ্দিন আলবানি সাহেব। সালাফি বিন ওহাবি ধর্মের অনুসারী রা নাসিরুদ্দিন আলবানির নির্দেশনা মোতাবেক ধর্মকর্ম পালন করে। আল্লাহর হাদিস পবিত্র কুরআন মাজিদ এর কথা শুনলে সালাফি বিন ওহাবি দের গায়ে আগুন জ্বলে। সালাফি বিন ওহাবি রা ইসলাম ধর্ম এবং মুসলমানদের পিছনে উঠেপড়ে লেগেছে। ইনশাআল্লাহ সালাফি বিন ওহাবি ধর্মের অনুসারী রা মুসলমানদের কোন ক্ষতি করতে পারবে না।

    • @sabbirhossen613
      @sabbirhossen613 4 หลายเดือนก่อน

      @@shamsulkhan4542 আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন।যদি কেউ স্ব জ্ঞানে রাসুল সাঃ এর কোন হাদিস অস্বীকার করে সে কাফের। সে মুসলিম দাবি করার কোন অধিকার রাখেনা।যারা শুধু কুরআন মানে তারা আসলে কুরআনের একটি আয়াতও মানে না।তারা কাফের ও জাহান্নামি। আর যারাসালাফি তারা নাসির উদ্দীন আলবানীকে অনুসরণ করে না বরং তার কুরআন হাদিসের ওপর যে গভীর গবেষণালব্ধ মতামত সেটাকে কুরআন হাদিসের সাথে মিলিয়ে তারপর মানার চেষ্টা করে। বোঝার চেষ্টা করলে ইনশাআল্লাহ আল্লাহ জ্ঞান দান করবেন।

  • @ShafiqulIslam-os7il
    @ShafiqulIslam-os7il ปีที่แล้ว +78

    লেবাস নয় জ্ঞান সব সময় জয়ী হয়।

    • @kazisarif9692
      @kazisarif9692 ปีที่แล้ว +5

      তাহলে তুমি ল্যাংটা জাননেওয়ালা হবে??

    • @hossainmonsur3018
      @hossainmonsur3018 ปีที่แล้ว +2

      ​@@MDMinhajMia-p3mআলেম কী জিনিস খায় না মাথায় দেয়?

    • @ইসলামেইহক
      @ইসলামেইহক ปีที่แล้ว

      লেবাস পরিচয় করে সে কোন দিকে ইংঙ্গীত করে, আর লেবাসের কথা কুরআনে আছে সুরা আরাফ, লেবাস তাকওয়া ওয়ালা হতে হবে মানে নবী সাঃ ও সাহাবিদের লেবাস, জ্ঞান তো সয়তানেরো ছিল

    • @king_hhh
      @king_hhh 10 หลายเดือนก่อน +1

      @@kazisarif9692 তোমাদের নিদির্ষ্ট লেবাসের বাইরেই ন্যাংটোর কথা মনে মড়ে কেন?

    • @miaasif1949
      @miaasif1949 10 หลายเดือนก่อน

      ভদ্রতা সুলভ যে কোন লেবাস বা পোশাক ইসলাম ধর্মের পোশাক, এই জন্য ধর্মের নামে কোন জাতীগত পোশাকে ইসলামের পোশাক বলে চালাইয়া দেওয়ার চেষ্টা করিয়েন না

  • @jk-qg1lg
    @jk-qg1lg 11 หลายเดือนก่อน +4

    সজল ভাই আপনি আল্লাহর অশেষ নিয়ামত

    • @mdjasim9232
      @mdjasim9232 11 หลายเดือนก่อน +1

      Petna.baj

  • @rashedulehsan2889
    @rashedulehsan2889 ปีที่แล้ว +29

    হে আল্লাহ।
    নাস্তিক ও মুশরিকদের হেদায়েত করুন

    • @md.lalmialal5898
      @md.lalmialal5898 11 หลายเดือนก่อน

      তুমি নিজেই তো নাস্তিক

    • @maslam6404
      @maslam6404 7 หลายเดือนก่อน

      আল্লাহ কি তোর চাকর তুই অর্ডার করিস? কিরে

    • @MijanurRahman-bj2wf
      @MijanurRahman-bj2wf 4 หลายเดือนก่อน +1

      @@maslam6404 কোনো,নাস্তিক এর,হেদায়েত নেই, আর,তুমি হেদায়েত করার জন্য দোয়া করার হুকুম কোথায়
      পেয়েছ

    • @maslam6404
      @maslam6404 4 หลายเดือนก่อน

      @@MijanurRahman-bj2wf আমি তো দোয়া করি নাই।।

    • @sabbirhossen613
      @sabbirhossen613 4 หลายเดือนก่อน

      হাদিস অস্বীকার কারী কাফের। সে তো মুসলিমই না।তার সাথে আবার কথা কিসের। এটা এখান থেকে ৫০ বছর আগে নামগন্ধ ও ছিলো না।স পূর্ব থেকে ইসলামে কিছু বিষয়ে ইখতিলাফ আছে কিন্তু মৌলিক বিষয়গুলো একই। হাদিস মানা যাবে না এমন মতবাদ ইসলামে কখনো ছিলইনা যদি থাকতো তাহলে এর পূর্বসূরি একটা না একটা দল থাকতো।আর রাসুল সাঃ এর ভবিষ্যৎবাণী আছে যে এক সময় এমন একটা দল বের হবে। সুতরাং নতুন করে ইসলামে যা আসবে তা হলো ফিতনা।আর এই হাদিস অস্বীকার কারীরা নিঃসন্দেহে কাফের। তাদের সাথে ছেলে বা মেয়ে বিয়ে দেওয়াও জায়েজ নয়। এটা বুঝতে বড় পণ্ডিত হওয়ারও দরকার হবেনা।

  • @shahedulislam6099
    @shahedulislam6099 9 หลายเดือนก่อน +6

    আমরা বিখ্যাত আলেমদের গালিগালাজ করি আর ভক্ত হলে আল্লাহর রাসুলের স্থানে জায়গা দেই।এর কোনটাই কাম্য নয়।
    ভুলের উর্দ্ধে কেউ নন।এরা সবাই দীনের জন্য অনেক কষ্ট করে হাদিস সংগ্রহ করেছেন।
    সবাইকে সম্মান করি,আব্বাসি হুজুর থেকে দূরে থাকি।

    • @sabbirhossen613
      @sabbirhossen613 4 หลายเดือนก่อน

      হাদিস অস্বীকার কারী কাফের। সে তো মুসলিমই না।তার সাথে আবার কথা কিসের। এটা এখান থেকে ৫০ বছর আগে নামগন্ধ ও ছিলো না।স পূর্ব থেকে ইসলামে কিছু বিষয়ে ইখতিলাফ আছে কিন্তু মৌলিক বিষয়গুলো একই। হাদিস মানা যাবে না এমন মতবাদ ইসলামে কখনো ছিলইনা যদি থাকতো তাহলে এর পূর্বসূরি একটা না একটা দল থাকতো।আর রাসুল সাঃ এর ভবিষ্যৎবাণী আছে যে এক সময় এমন একটা দল বের হবে। সুতরাং নতুন করে ইসলামে যা আসবে তা হলো ফিতনা।আর এই হাদিস অস্বীকার কারীরা নিঃসন্দেহে কাফের। তাদের সাথে ছেলে বা মেয়ে বিয়ে দেওয়াও জায়েজ নয়। এটা বুঝতে বড় পণ্ডিত হওয়ারও দরকার হবেনা।

  • @s.m.ashrafali2533
    @s.m.ashrafali2533 9 หลายเดือนก่อน +2

    আল্লামা আব্বাসী সাহেবের বক্তব্য সুস্পষ্ট।

    • @shaheenhossain7121
      @shaheenhossain7121 3 หลายเดือนก่อน

      @@s.m.ashrafali2533 আব্বাসী সাহেব একজন অহংকারী মানুষ।

  • @shirinakther1615
    @shirinakther1615 ปีที่แล้ว +33

    আলবানি কুন মাদ্রাসায় পড়েছে তা জাকির নায়েক কুন মাদ্রাসায় পড়েছে মাদ্রাসা আর লেবাসে আলেম হওয়া যায় না

    • @mdrezaulkarim5066
      @mdrezaulkarim5066 ปีที่แล้ว +3

      কে বলছে এটা না দেখে, কি বলছে সেটা দেখুন।🇮🇳

  • @azammahmood3951
    @azammahmood3951 ปีที่แล้ว +4

    ❤ Jazaak Allahu Khairan brother Sajal Rowsham.

    • @paperwork2439
      @paperwork2439 3 หลายเดือนก่อน

      allah jeno hashorer moydane apnk roshan er sathe rakhe.

  • @humayunkabir7878
    @humayunkabir7878 10 หลายเดือนก่อน +11

    নাসিরুদ্দিন আলবানি ফ্রান্সের মাটির তলার মাদ্রাসার ছাত্র থাকা অবস্থায় আব্বাসি হুজুর সেখানে শিক্ষকতা করতেন।
    সেই হিসাবে মাদ্রাসাটি এবং ছাত্র আলবানি কে চিনেন।

    • @fantuz2790
      @fantuz2790 3 หลายเดือนก่อน

      আলবানির মত ইহুদিদের দালাল তোদের বাপ, এর থেকে লজ্জার আর কি থাকতে পারে!!

    • @shamsulkhan4542
      @shamsulkhan4542 3 หลายเดือนก่อน +1

      @@humayunkabir7878 নাসিরুদ্দিন আলবানি হলেন আহলে হাদিস সালাফি বিন ওহাবি ধর্মের প্রতিষ্ঠাতা এবং প্রধান ধর্মগুরু। বর্তমানে উনার অনেক অনুসারী রয়েছে এই দেশে।ইদানীং অনেকেই ইসলাম ধর্ম ত্যাগ করে সালাফি বিন ওহাবি ধর্মে ধর্মান্তরিত হচ্ছেন। আব্বাসি মোল্লা নাসিরুদ্দিন আলবানির শিক্ষক হওয়ার প্রশ্নই ওঠে না।

  • @RoniBarua-r8v
    @RoniBarua-r8v 10 หลายเดือนก่อน +1

    এনায়েতুল্লা আব্বাসী একজন সোজাসুজি অহংকারী জাহিল!

  • @AbdulHamid-hj7qz
    @AbdulHamid-hj7qz ปีที่แล้ว +17

    Sajal Vhai Is A Right.

    • @Infozonebn
      @Infozonebn  ปีที่แล้ว

      আল্লাহ ভাল জানেন।

  • @sobujaronno8667
    @sobujaronno8667 8 หลายเดือนก่อน +1

    আব্বাসির মতো ডিজিটাল পির দের নিয়ে অনুসন্ধান করলে দেখা যেতে পারে সে নিজেই একজন ইহুদির এজেন্ট।

    • @mdrafiqulislam9698
      @mdrafiqulislam9698 8 หลายเดือนก่อน

      প্রমান দিন।পাইকারি লকব দিলে হবে না।

  • @BelalMolla-k7r
    @BelalMolla-k7r 8 หลายเดือนก่อน +16

    সজল স্যারের কথা এই সমস্ত সাহেবদের মগজে ঢুকবে না

    • @mishkaturrahman3329
      @mishkaturrahman3329 4 หลายเดือนก่อน

      তোমার মগজে ঢুকলে হবে

    • @sabbirhossen613
      @sabbirhossen613 4 หลายเดือนก่อน +1

      ইবলিশ ভর করলে যা হয় আপনার ও তাই হয়েছে 😂

    • @sabbirhossen613
      @sabbirhossen613 4 หลายเดือนก่อน

      হাদিস অস্বীকার কারী কাফের। সে তো মুসলিমই না।তার সাথে আবার কথা কিসের। এটা এখান থেকে ৫০ বছর আগে নামগন্ধ ও ছিলো না।স পূর্ব থেকে ইসলামে কিছু বিষয়ে ইখতিলাফ আছে কিন্তু মৌলিক বিষয়গুলো একই। হাদিস মানা যাবে না এমন মতবাদ ইসলামে কখনো ছিলইনা যদি থাকতো তাহলে এর পূর্বসূরি একটা না একটা দল থাকতো।আর রাসুল সাঃ এর ভবিষ্যৎবাণী আছে যে এক সময় এমন একটা দল বের হবে। সুতরাং নতুন করে ইসলামে যা আসবে তা হলো ফিতনা।আর এই হাদিস অস্বীকার কারীরা নিঃসন্দেহে কাফের। তাদের সাথে ছেলে বা মেয়ে বিয়ে দেওয়াও জায়েজ নয়। এটা বুঝতে বড় পণ্ডিত হওয়ারও দরকার হবেনা।

    • @fantuz2790
      @fantuz2790 3 หลายเดือนก่อน

      ​@@sabbirhossen613আলবানির দালাল ইহুদিদের এজেন্ট এর থেকে ভালো কি বলবে!!

  • @SmImran-z6h
    @SmImran-z6h 2 หลายเดือนก่อน +1

    সজল ভাইকে ধন্যবাদ পরিচিত গন্ডির বাইরে ভাবার জন্য ইসলাম মানে শান্তি

  • @golamzahirfaruque1510
    @golamzahirfaruque1510 9 หลายเดือนก่อน +1

    সুন্নাহ ঃ নিয়ম/Rules/নীতি
    ১ রসুল ( স)ঃ সুন্নাহ
    ২ আল্লাহর সুন্নাহ

  • @MdShafiqulIslam-mq8us
    @MdShafiqulIslam-mq8us 9 หลายเดือนก่อน +4

    হাদিসকে যদি আপনি কোরআনের ব্যাখ্যা বলেন - তাহলে যে বিষয়ে কথা বলছেন সে বিষয়ে প্রথমে কোরআনের আয়াতের উল্লেখ না করে কেন আপনি হাদিস দ্বারা বিষয়টি আলোচনা করছেন?
    আপনি কার ব্যাখ্যা করছেন - মূল কথা বাদ দিয়ে?
    হাদিস তো হল ব্যাখ্যা আর কোরআন হল মূল কথা।
    যদি আপনি কোন বিষয়ে মূল কথা অর্থ্যাৎ কোরআনের উল্লেখ (Reference) না করে হাদিস দিয়ে বিষয়টি বুঝাতে যান,
    তবে বেশীর ভাগ সম্ভাবনা যে, আপনি ইসলামের ভুল জ্ঞান, ভুল তথ্য, ভুল সংবাদ, ভুল মতবাদ প্রচার করছেন?
    এ সকল ভুল জ্ঞান তথ্য সংবাদ মতবাদ প্রচার করার পিছনে ৪ টি উদ্দেশ্য থাকতে পারে -
    ১) ইচ্ছাকৃত ইসলামের নামে বিভ্রান্তি সৃষ্টি করা
    ২) অল্প বিদ্যাধারী হয়েও ইসলাম সম্পর্কে অনেক জানলেওয়ালা হিসাবে নিজেকে জাহির করা।
    ৩) অনিচ্ছাকৃত তবে ইসলামের স্বরূপ না বোঝার কারণের ফল
    ৪) ইসলামের বিরুদ্ধে বিশ্ব ষড়যন্ত্রের শিকার আপনি - প্রত্যক্ষ বা পরোক্ষভাবে।
    কেন কোরআন বাদে হাদিসের উল্লেখ করে ইসলামের যে কোন বিষয়ে যে কোন আলোচনা করা উচিত নয় বা যারা করে তাদের বর্জন করা বয়কট করা অত্যন্ত জরুরী।
    আমি এখন মাত্র ১ টি উদাহরণ দিবো - ইমাম বোখারী (রহ:) তিনি ৫/৬ লক্ষ হাদিস জানতেন, তা হতে মাত্র সাড়ে সাত হাজার হাদিস তার গ্রন্থে সন্নিবেশিত করেছেন,
    তাহলে কি দাঁড়ালো - বাকী ৫ লক্ষ ৯২ হাজার ৫ শত হাদিসের ব্যাপারে তিনি নিশ্চিত ছিলেন না সেগুলোর সহিহ শুদ্ধতার ব্যাপারে;
    এটা শুধু কেবল ইমাম বোখারী (রহ:) এর ক্ষেত্রে হয়েছে এমন নয়, অন্য হাদিস বেত্তাদের ক্ষেত্রেও একই রকম অবস্থা..
    ইমাম বোখারী রহ: তিনি তাবে তাবে’ঈী যুগের মানুষ - সেই সময়ে হাদিসের নামে লক্ষ লক্ষ হাদিস ভূয়া হাদিস বিরাজমান ছিল;
    তাহলে কি তাদের ১১/১২ শত বৎসর পর, ইসলামের বিরুদ্ধে মহা ষড়যন্ত্র ও ধ্বংসযজ্ঞ কাল পর হাদিসের অবস্থান উন্নত হয়েছে? না আরো বেশী ষড়যন্ত্রের ফাঁদে পরেছে?
    তাই আলেম উলামাসহ সমস্ত মুসলিমদের সাবধান সতর্ক হওয়ার জন্য বিশেষ অনুরোধ করা যাচ্ছে যে, ইসলামের মূল উৎস কোরআন বাদ দিয়ে হাদিসের উল্লেখ করে ইসলামের কোন আলোচনা করা হতে বিরত থাকুন।
    এ ক্ষেত্রে মূল দর্শন কি হবে মুসলিমদের বিশেষ করে আলেম উলামাদের?
    কোরআন নাযিল হয়েছে ঘটনা প্রসঙ্গে - সে ঘটনায় হল নবীর সীরাত, তাই কোরআন হতে উল্লেখ করার সময় ঐ সময়ে নবীর সীরাত বলা মানে ঘটনাটি উল্লেখ করা মানে বাস্তব উদাহরণ পেশ করা।
    অসমাপ্ত, চলবে ইনশা আল্লাহ...
    শফিক জামিল
    ১/১৫/২৪ সোমবার অতি ভোর, নিই।

    • @MunnaHossain-cw7mu
      @MunnaHossain-cw7mu 9 หลายเดือนก่อน

      Vai Hadith e onek vul ache konta sothik seta janar jonno amader gobesona korte hobe apni jader name bollen tader o vul Hadith ache age ektu pore asun ar sojol Vai thik bolsen uni Hadith ke vul bolen nai uni bolsen je Hadith Quran er sathe mil be na se Hadith vul bujlen

    • @MunnaHossain-cw7mu
      @MunnaHossain-cw7mu 9 หลายเดือนก่อน

      Vai Tui age ektu pora suna Kore ay

  • @mirzahirmohammadkhan2326
    @mirzahirmohammadkhan2326 ปีที่แล้ว +1

    Sajal rowsan always contradictory ,I'll motivated individual. But his talking about nasiruddin Albany seems to be nearby TRUE

  • @md.sohaghossain3616
    @md.sohaghossain3616 ปีที่แล้ว +31

    জনাব রওশন আল্লহ আপনাকে হেদায়েত দিন,,,,

    • @mstfuljanbegum5750
      @mstfuljanbegum5750 ปีที่แล้ว +8

      ভাইকোমেনট কারী সজল কে হেদায়াত হওয়ার জন্য দোয়া না করে নিজের জন্যদোয়া করেন আর ভাবেন আমি কি।

    • @md.sohaghossain3616
      @md.sohaghossain3616 ปีที่แล้ว

      @@mstfuljanbegum5750 আপনার জন্যও দোয়া করি, যেনো আপনিও হেদায়েতের উপর থাকেন

    • @mstfuljanbegum5750
      @mstfuljanbegum5750 ปีที่แล้ว +5

      সরল পথের অনুসন্ধান করুন।নিজ ভাষায় কোরান বুঝতে শিক্ষুন।পথনির্দেশ পেয়ে যাবেন।

    • @md.sohaghossain3616
      @md.sohaghossain3616 ปีที่แล้ว

      @@mstfuljanbegum5750 ফযরের নামায পড়ছেন? পড়লে সুন্নত ২ রাকাত যে পড়ছেন তা কুরআন মাজিদের কোন সুরার কোন আয়াতে আছে, একটু জানাবেন দয়াকরে।

    • @mystory855
      @mystory855 ปีที่แล้ว +2

      Nije age bujhen Vai

  • @MonMon-yo5oj
    @MonMon-yo5oj ปีที่แล้ว +16

    হে আল্লাহ আমাদের সকল মুমিন মুসলমান ভাইদেকে সহি ভোঝ দান করুন । এবং সকল আলেমসমাজকে একই platforme আসার তৌফিক দান করুন আমিন আমিন আমিন

    • @MijanurRahman-bj2wf
      @MijanurRahman-bj2wf 4 หลายเดือนก่อน

      বর্তমান বিশ্বের আলেম,এক,কাতারে আসবেনা,কারণ তাঁরা হাম,জনতাকে
      বোঝাতে,পারে,কিন্তুু,দুঃখের বিষয়
      হলো,এক,আলেম আর,এক,আলেম
      কে,বোঝাইবার,সকখমতা,রাখেনি,
      আমার,কথা হইল হাম,জনতা,নয়,
      বরং,আলেমদেরকে,স্রুতা,বানিয়ে
      অন্য আলেমে,ওয়াজ,করার দরকার
      তাহলেই আবার,সত্য উদঘাটন হবে
      সব,আলেম হয়েছে জালেম,তারা
      শুধু দল,তৈরী করে,আর,এটাই হইলো
      তাদের হিংসা প্রতিহিংসা

  • @Kamal-v5e
    @Kamal-v5e 8 หลายเดือนก่อน +1

    Nasir uddin albani Soho tar aunu soron karira 100/ pothvurusto

  • @jahurulislam2498
    @jahurulislam2498 11 หลายเดือนก่อน +28

    তাহলে হাদিসের ফেতনা হতে ঈমান বাঁচিয়ে রাখা বড়ই কঠিন

    • @695mahdi
      @695mahdi 10 หลายเดือนก่อน +1

      Apni, kar kotha believe korlen? Sajol( Fitnahbaj)
      Iman dhongsho kari se

    • @fazlurrahman5058
      @fazlurrahman5058 10 หลายเดือนก่อน

      Shale khobis.

    • @হারাবোবলেএসেছি
      @হারাবোবলেএসেছি 10 หลายเดือนก่อน

      আপনারে কেউ ফেতনার মধ্যে বেঁধে রাখে নাই যে আপনি বাঁচতে পাচ্ছেন না,, আপনি নেংটা হয়া ঘোড়েন আপনার দিকে কেউ ফিরেও তাকাবে না

    • @mohammedsultan8229
      @mohammedsultan8229 10 หลายเดือนก่อน +1

      আপনার ঈমান থাকলেতো রক্ষা করবেন।

  • @HafezkariSahidulIslamShahid
    @HafezkariSahidulIslamShahid 8 หลายเดือนก่อน

    গরীব জন্য তার কি মূল্য নেই, নাসিরুদ্দিন আল বানী মুসলিমদের গর্ব ❤

  • @mdsohel-wr9dh
    @mdsohel-wr9dh ปีที่แล้ว +68

    সজল রোশন যতই চমৎকার বক্তব্য দেয় তার বক্তব্যের মূল বিষয় হচ্ছে সে কুরআন মানে হাদিস মানে না। ব্যাপারটি সাংঘাদিক গুরুতর এবং সে পরিত্যাজ্য।

    • @zahangiralam319
      @zahangiralam319 ปีที่แล้ว

      মিথ্যা বাদীরা চিরদিন মিথ্যাই বলবে। জনাব মোজাম্মেল হক সাহেব ও সজল রোশন দুজনেই হাদীস মানেন। অথচ তাদের নামে হাদিস না মানা মিথ্যা অপবাদ দেয়া হয়। এরা কি ধরনের মুসলমান আল্লাহ জানেন

    • @aworan833
      @aworan833 ปีที่แล้ว +5

      tik kotha bolesen

    • @MdAziz-qy8fb
      @MdAziz-qy8fb ปีที่แล้ว +5

      ঠিক বলেছেন

    • @aworan833
      @aworan833 ปีที่แล้ว +1

      shojol roshon ra oporay oporay Quraner proti mitta mohobbot dekhaia Rasuler Hadith oshikar koray Hadith ke Quran er bipokkhe dar koraia Islam abong Musolmander ke dhongsho korar kajay lipto.

    • @aworan833
      @aworan833 ปีที่แล้ว +5

      shojol roshon ra Qur'an er opor vor koray Rasuler Hadith dongsho kortese

  • @karimr-r6v
    @karimr-r6v 4 หลายเดือนก่อน +2

    হাদিস সংকলিত হয়েছিল বহু বহু
    বছর পরে। মনে রাখতে হবে, আল্লাহ পাক একমাত্র কুরআন সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন, অন্য গ্রন্থের নয় !?

    • @sabbirhossen613
      @sabbirhossen613 4 หลายเดือนก่อน

      হাদিস অস্বীকার কারী কাফের। সে তো মুসলিমই না।তার সাথে আবার কথা কিসের। এটা এখান থেকে ৫০ বছর আগে নামগন্ধ ও ছিলো না।স পূর্ব থেকে ইসলামে কিছু বিষয়ে ইখতিলাফ আছে কিন্তু মৌলিক বিষয়গুলো একই। হাদিস মানা যাবে না এমন মতবাদ ইসলামে কখনো ছিলইনা যদি থাকতো তাহলে এর পূর্বসূরি একটা না একটা দল থাকতো।আর রাসুল সাঃ এর ভবিষ্যৎবাণী আছে যে এক সময় এমন একটা দল বের হবে। সুতরাং নতুন করে ইসলামে যা আসবে তা হলো ফিতনা।আর এই হাদিস অস্বীকার কারীরা নিঃসন্দেহে কাফের। তাদের সাথে ছেলে বা মেয়ে বিয়ে দেওয়াও জায়েজ নয়। এটা বুঝতে বড় পণ্ডিত হওয়ারও দরকার হবেনা।

  • @sadisadimohammed4372
    @sadisadimohammed4372 ปีที่แล้ว +11

    এনায়েতউল্লাহ আব্বাসিকে আল্লাহ কবুল করুন। নারায়েআহলে রিসালাত।

    • @mehedi100k91
      @mehedi100k91 ปีที่แล้ว

      🖤

    • @ashrafulshah542
      @ashrafulshah542 ปีที่แล้ว

      মুফতী এনায়েতুল্লাহ আব্বসী সঠিক বলেছেন।

    • @shahidullah7349
      @shahidullah7349 4 หลายเดือนก่อน +2

      প্রকৃত মুসলমান সেই ব্যক্তি,যার মূখ ও হাতের অনিষ্ট হইতে অন্য মুসলমান নিরাপদ থাকে।(হাদিস)

    • @EttefaqTv
      @EttefaqTv 4 หลายเดือนก่อน +1

      হাঃ হাঃ হাঃ যে ব্যক্তি নিজেই নিজের নামের আগে ভূঁয়া ড্ক্টর উপাধী ব্যবহার করে সে আবার ভাল হয় কি করে???!!!!

  • @HamidurRahman-c1g
    @HamidurRahman-c1g 9 หลายเดือนก่อน +2

    একজন ইহুদী ভাল কোরান হাদীসের আলোচনা করতে পারে তাই বলে কি আমরা সাধারন মুসলমানরা ইহুদী আলেমকে অনুসরণ করতে পারি? অতএব ইলম অর্জনের ক্ষেত্রে মুসলমানদের ভেবে চিন্তে ইলম অর্জন করা উচিত।

    • @Sirajul151
      @Sirajul151 4 หลายเดือนก่อน

      অনুসরণ জ্ঞানীকে করতে হয় । আমরা মূর্খ আলেমকে অনুসরণ করি ।

    • @hossainmohammad2515
      @hossainmohammad2515 2 หลายเดือนก่อน

      আপনার মাথায় মগজ নাই ? থাকলে তা দিয়ে বুজে বুজে কুরান পড়েন , পথ পেয়ে যাবেন ।

  • @mehrajahmed4644
    @mehrajahmed4644 ปีที่แล้ว +34

    কোরআন নাযিল হয়েছে রাসুল সাঃ এর উপর। রাসুল সাঃ এর আনীত জীবন ব্যবস্থাই হাদীস। সেই হিসাবে কোরআনও হাদীস। সুতরাং হাদীস না মেনে কোরআন মানবেন, এটা একটা পরিপূর্ণ অজ্ঞতা ছাড়া আর কিছু না।

    • @hossainmohammad2515
      @hossainmohammad2515 ปีที่แล้ว +10

      আপনি কুরআনকে হাদিস বললেন ঠিক আছে আবার বললেন হাদিস না মানলে কুরআন মানা যাবেনা, আপনার মাথা ঠিক আছে তো?

    • @mehrajahmed4644
      @mehrajahmed4644 ปีที่แล้ว +1

      @@hossainmohammad2515 Amar matha thik ache to Bhai. Apni tension niyen na.

    • @aworan833
      @aworan833 ปีที่แล้ว +1

      @@mehrajahmed4644 apni tik kotha bolesen. Shojol Roshan ekhon bujlay hoy

    • @aworan833
      @aworan833 ปีที่แล้ว

      @@mehrajahmed4644 Apnar kotha shunay asha kori shojol Roshan abong tar ondo voktora shotik pothay ashbay.

    • @MohammadRafi-g2u
      @MohammadRafi-g2u ปีที่แล้ว +1

      হাদিস আর সুন্নাহ ২ জিনিস আর আহলেহাদিছ ও আহলুসসুননাহ ওয়াল জামাআহ ২ জিনিস

  • @_FathimAhnafuzzamanChowdhuryTo
    @_FathimAhnafuzzamanChowdhuryTo 2 หลายเดือนก่อน +1

    Nasir Uddin Alane IB Na Thameya Mododi PontiAra KAFAR 100% Ara Abdul Wahab Najdir Gusti Ara KAFAR Amin

  • @HelalUddin-n1n
    @HelalUddin-n1n 11 หลายเดือนก่อน +12

    এনায়ত উল্লাহ আববাসী টিক আছেন

  • @aktarhussain4012
    @aktarhussain4012 9 หลายเดือนก่อน +3

    শুধু বিশ্বরোড দিয়ে কী বাড়ি যেতে পারবেন?
    ছোট ছোট রাস্তা দিয়েও বাড়ি যেতে হয়।
    তাই মাজহাব ৪ টি।

  • @aworan833
    @aworan833 ปีที่แล้ว +4

    National poet of Bangladesh Kazi Nazrul Islam didn't have any formal education.

  • @muhammademan6598
    @muhammademan6598 4 หลายเดือนก่อน +1

    সজলের কথা শুনে সময় নষ্ট করার সময় নাই।

    • @hossainmohammad2515
      @hossainmohammad2515 2 หลายเดือนก่อน

      কিচ্ছা কাহিনী শুনার সমায় আছে তো ?

  • @mralom6911
    @mralom6911 ปีที่แล้ว +10

    শয়তান তো অনেক কিছু বলতে পারে ভাই

  • @mizanurrahaman7660
    @mizanurrahaman7660 ปีที่แล้ว +1

    Dowa kori Abdullah vai ar jonno

    • @Infozonebn
      @Infozonebn  ปีที่แล้ว

      Ameen

    • @fantuz2790
      @fantuz2790 3 หลายเดือนก่อน

      ​@@Infozonebnশায়েখে ইস্রাইল আহালে ইহুদি আলবানির অনুসারিদের উপর আল্লাহর লানত!!

  • @jdnndbjdjd9812
    @jdnndbjdjd9812 10 หลายเดือนก่อน +9

    সজল রোশনের গবেষণা ধর্মী আলোচনা আমরা বাঙ্গালী জাতির বুঝা কঠিন

    • @isratdipa25
      @isratdipa25 10 หลายเดือนก่อน +3

      গবেষণা করতে হলে আরবী ভাষা, আরবী ব্যাকারণ,আরবী সাহিত্য সংস্কৃতি জানা জরুরী,নইলে কুরআন হাদিস নিয়ে গবেষণা করা সম্ভব না।
      সজল সাহেব উল্টো পাল্টা মত প্রকাশ করেন।
      ২/৪টা যুক্তি ঠিক থাকলেই সব জানা হয়ে যায় না

    • @MunnaHossain-cw7mu
      @MunnaHossain-cw7mu 9 หลายเดือนก่อน

      @@isratdipa25 Vai tini Quran Hadith diye kotha bolen

    • @najmulhasan7941
      @najmulhasan7941 9 หลายเดือนก่อน +1

      @@MunnaHossain-cw7mu সে হাদিস মানে না আবার হাদিস দিয়ে কথা বলে হা হা

    • @MdHassan-ig6ye
      @MdHassan-ig6ye 9 หลายเดือนก่อน

      Apni ki Varotio? Varotrt bangla vasira bangali R Bangladesh er Bangla vasira Bangladeshi. Amader Jatiota Bangladeshi 🇧🇩 .

    • @agmunna6511
      @agmunna6511 8 หลายเดือนก่อน

      @@MunnaHossain-cw7mu তিনি নিজেই তো হাদিস মানেন না।অন্ধ অনুসারী হলে যা হয়

  • @AnwarHossain-io2tq
    @AnwarHossain-io2tq 8 หลายเดือนก่อน

    আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাই সালাম বলছেন আমাদের কাছে একটা জিনিস রেখে যাচ্ছি তা হচ্ছে আল্লাহর কুরআন। সজল রওশন ভাই বরাবর এই কুরআনের উপর আলোচনা করেন।আল্লাহ তায়ালা সজল রওশন ভাইয়ের জ্ঞানের মাধুর্যতা আরো বাড়িয়ে দিক যাতে করে বাংলাদেশ থেকে ধর্ম ব্যবসাটা কিছুটা হলেও কমে।

    • @AbdulHannan-cb6rh
      @AbdulHannan-cb6rh 8 หลายเดือนก่อน +1

      Mr Sojal Rosan o tar onusarigon sorasori iblish soytan..

    • @AnwarHossain-io2tq
      @AnwarHossain-io2tq 8 หลายเดือนก่อน

      @@AbdulHannan-cb6rh গণ্ডমূর্খ অন্তত পড়ালেখা করে দেখ ভেড়ার পালের মতো পিছনে পিছনে দৌরাস না।

  • @miaziglassthaihouse561
    @miaziglassthaihouse561 ปีที่แล้ว +22

    সজল সাহেব খুব ভাল আলোচনা করেছেন ধন্যবাদ

  • @mdarfanali9330
    @mdarfanali9330 2 วันที่ผ่านมา

    হাদীস যদি কুরআনের ব্যাখ্যা হয়, তাহলে তো হাদীস কুরআনের সাংঘর্ষিক হবে না।

  • @obaidulhaq
    @obaidulhaq 10 หลายเดือนก่อน +4

    সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের যার কাছে।
    অর্থাৎ আমরা যে যা নিয়ে থাকি।
    যে বিশ্বাস ও আমল নিয়ে জীবন যাপন করি।
    এক কথায় কোরআনের সেই কথাই মনে পড়ে যায়ঃ
    كل حزب بما لديهم فرحون.
    প্রত্যেকেই প্রত্যেক দল উপদল যার কাছে যা আছে সে তা নিয়েই সন্তুষ্ট।
    কুরআনের সেই আলোকে আমাদের প্রত্যেকের কাছে মনমতো ব্যক্তির বক্তব্যই ভালো লাগবে।
    এমনিতেই সারা দুনিয়াতে ইখতিলাফ ও মতভেদে ভরে গেছে।
    তাই আমি নতুন করে কিছু বলতে চাচ্ছিনা।
    তবে আল্লাহ তায়ালার কাছে দুয়া করিঃ
    আল্লাহ যেন আমাদের সকলকে হিদাইয়াত ও সঠিক পথ উন্মুক্ত করে দেনন।

    • @MdHassan-ig6ye
      @MdHassan-ig6ye 9 หลายเดือนก่อน

      Sothik poth kholay ache. Sothik vabe grohon korley holo.

  • @AnwarHossain-pf2ql
    @AnwarHossain-pf2ql ปีที่แล้ว +4

    ভাই কার কোন বক্তব্য কোথায় লাগাইছেন

  • @mdnaeemuddin2528
    @mdnaeemuddin2528 10 หลายเดือนก่อน +2

    মাশাআল্লাহ... আনেক সুন্দর আলোচনা... জাঝাকাল্লাহ খায়ের

  • @zamaluddin8899
    @zamaluddin8899 ปีที่แล้ว +6

    সালামুন আলাইকুম। সঠিক কিতাব নির্বাচন করে জ্ঞান অর্জন করতে হবে এমন একটা কথার বা তথ্যের উপর ইমান আনার পর আমল করতে হবে। যারা কুরআনের আয়াত বহির্ভূত বানানো কোন কিতাবের জ্ঞান অর্জন করে সেই কিতাব এর উপর ইমান এনে আমল করছেন তারা তো আল্লাহতায়ালার কিতাব অনুসারে আমল করছেন না। তারা ভ্রান্ত পথে আছেন।

    • @aworan833
      @aworan833 4 หลายเดือนก่อน

      Quraner opor mohobbot dekhaia Hadith oshikar koray shoytani agenda bastobaito koray Islam dongsher chesta korben na.

  • @imsadrs
    @imsadrs ปีที่แล้ว +7

    সজল সাহেব ভালো বলেছেন,

  • @AbdulRahman-b5r4m
    @AbdulRahman-b5r4m 4 หลายเดือนก่อน +1

    হক্কানি আলিম জারা তাদের কথা কখনো
    মিষ্টি হবেনা তিতা লাগবে
    জার কথা তিতা লাগবে বুজবে সেই হক্কানি আলিম
    কারন সত্য কখনো মিষ্টি হয়না

  • @mdrubelrana3191
    @mdrubelrana3191 ปีที่แล้ว +13

    Allah said in the Quran (Surah Al-Emran Ayata 31) - قُلۡ إِن كُنتُمۡ تُحِبُّونَ ٱللَّهَ فَٱتَّبِعُونِي يُحۡبِبۡكُمُ ٱللَّهُ وَيَغۡفِرۡ لَكُمۡ ذُنُوبَكُمۡۚ وَٱللَّهُ غَفُورٞ رَّحِيمٞ (Meaning: (O Messenger!) Tell people: ‘If you indeed love Allah, follow me, and Allah will love you and will forgive you your sins. Allah is All-Forgiving, All-Compassionate.’). I think this video th-cam.com/video/9WcRD_-ySvQ/w-d-xo.html) has a clear idea about why Hadith / Sunnah of Prophet (SW) is important and mandatory for us to follow Islam correctly that I see. Allah Sent Quran to Prophet (SW) to show us in practical to get clear idea about Islam. Prophet Muhammad (SW) showed / guide us according to Quran. Life of the Prophet Muhammad (SW) / Sunnah of Prophet (SW) is the Practical Quran! We never ignore HIS Sunnah ! Without Sunnah of Prophet (SW), we are incomplete, I believe.

    • @musfaquemusa1624
      @musfaquemusa1624 ปีที่แล้ว +2

      Curious to know, do you worship Prophet Muhammad?

    • @farjanahamid8257
      @farjanahamid8257 4 หลายเดือนก่อน

      আলহামদুলিল্লাহ,,,,, আপনার এতো সুন্দর একটি কমেনটের জন্য আপনাকে ধন্যবাদ,, জাযাকাল্লাহ খায়রান ফিদদুনয়া ওয়াল আ-খিরা

  • @belalhussainmd5996
    @belalhussainmd5996 3 หลายเดือนก่อน

    আসলে সুননাত ওয়াল জামাআত জিন্দাবাদ ❤

  • @nurulkhan5140
    @nurulkhan5140 ปีที่แล้ว +4

    So many people comment in this platform the Qur'an and Hadis we should follow can anyone give any ayat where it's written in the Qur'an l am giving one ayat of AL Quran sura AL anam ayat no 16 please read every one who are following Hadis. Assalamualaikum wa Rahmatullah.

  • @NishatIslam-eh8fg
    @NishatIslam-eh8fg 8 หลายเดือนก่อน

    সজল ভাই, একদমই সঠিক ইতিহাস তুলে ধরেছেন। নাসিরুদিদন আলবানির ।অথচ সেই সময়ের শতাব্দীর ভাষা পন্ডিত, নাশাসিবি র: এর বিরোধিতা করেছেন। নাসিরুদিদন আলবানির কোনো যোগ্যতা নেই। তিনিই নিজেই নকল এবং তার সমস্ত কাজো নকল।

  • @maahstarvlog6352
    @maahstarvlog6352 9 หลายเดือนก่อน +18

    নাসির উদ্দীন আলবানীর ব্যাপারে আব্বাসী হুজুরের বক্তব্য অশোভনীয়

    • @hemayetahmedkhan3031
      @hemayetahmedkhan3031 4 หลายเดือนก่อน

      আববাসী একটা বেয়াদব। আববাসী জ্ঞানী কিনতু এই জ্ঞান দারা সাধারণ মুসলিমগনকে বিভ্রান্ত করেন। পীর মাজারী,ধর্ম বেবসায়ী। এগুলোকে আলেম বলা যায় না।

  • @RabiulIslam-to7yp
    @RabiulIslam-to7yp 22 วันที่ผ่านมา

    Sojol vi allah apnake hafajot koruk lomba jibon dan koruk amin

  • @RahamatullaKhan-e1e
    @RahamatullaKhan-e1e 2 หลายเดือนก่อน

    রৌসন সাহেব ঠিক বলেছেন। আর আব্বাসী হুজুর ও সঠিক বলেছেন।

  • @aworan833
    @aworan833 ปีที่แล้ว +17

    MASHA-ALLAH. Sheikh Abdullah bin Abdur Razzak's speech was very informative.

    • @Infozonebn
      @Infozonebn  ปีที่แล้ว

      🤔

    • @mursalinsharif4367
      @mursalinsharif4367 ปีที่แล้ว

      রাজ্জাক সাহেবরা ইহুদিদের দালাল আমার এমন মনে হয়

  • @ayashhasan6916
    @ayashhasan6916 ปีที่แล้ว +1

    এই সজল রোশান লোকটাকে, আপনাদের মত আলেম ওলামারা কেন যে আমলে নিয়ে তার সাথে বাহাছে যান বুঝি না। আপনাদের শিক্ষার মাঝে হয় ত্রুটি আছে নয়তো আধ্যাত্মিকতার অভাব আছে। হাদিসের বিরুদ্ধে কথা বলার দুঃস্বাহস দেখায় আর আপনারা তার সাথে বিতর্ক করে তার গুরুত্ব /পাবলিসিটি করেন।

  • @safiqulislam6606
    @safiqulislam6606 10 หลายเดือนก่อน +7

    বক্তার বক্তব্যের মধ্যে মাধুর্য থাকাটা স্বাভাবিক।কিন্তু আব্বাসী বাবুর কথাবার্তার ধরন আতঙ্কজনক।

    • @Sirajul151
      @Sirajul151 4 หลายเดือนก่อน

      আব্বাসীর আসল নাম এনায়েতুল্লা ইবলিশী । মানুষে মানুষে কাটাকাটি কোরে মরবে আর এই ইবলিশ হেলিকপ্টার চড়ে বেড়াবে ।

  • @LimonMdlimon-fj8pm
    @LimonMdlimon-fj8pm 3 หลายเดือนก่อน +2

    সজল রোশান ভ্রান্ত পথে আছে

  • @MalekaKhatun-kt8up
    @MalekaKhatun-kt8up ปีที่แล้ว +3

    Shojol Bhai onek gayani. Allah take hafajot koriben

    • @sabbirhossen613
      @sabbirhossen613 4 หลายเดือนก่อน

      😂😂😂পাগল

    • @sabbirhossen613
      @sabbirhossen613 4 หลายเดือนก่อน

      হাদিস অস্বীকার কারী কাফের। সে তো মুসলিমই না।তার সাথে আবার কথা কিসের। এটা এখান থেকে ৫০ বছর আগে নামগন্ধ ও ছিলো না।স পূর্ব থেকে ইসলামে কিছু বিষয়ে ইখতিলাফ আছে কিন্তু মৌলিক বিষয়গুলো একই। হাদিস মানা যাবে না এমন মতবাদ ইসলামে কখনো ছিলইনা যদি থাকতো তাহলে এর পূর্বসূরি একটা না একটা দল থাকতো।আর রাসুল সাঃ এর ভবিষ্যৎবাণী আছে যে এক সময় এমন একটা দল বের হবে। সুতরাং নতুন করে ইসলামে যা আসবে তা হলো ফিতনা।আর এই হাদিস অস্বীকার কারীরা নিঃসন্দেহে কাফের। তাদের সাথে ছেলে বা মেয়ে বিয়ে দেওয়াও জায়েজ নয়। এটা বুঝতে বড় পণ্ডিত হওয়ারও দরকার হবেনা।

  • @shoaebhossain243
    @shoaebhossain243 ปีที่แล้ว +1

    চমৎকার বিশ্লেষণ

  • @TariqIslam-x5z
    @TariqIslam-x5z 4 หลายเดือนก่อน

    Albany ia a Biggest fitna. My Allah 🙏 save Muslim ummh from all fitna baz.

  • @md.tawhidurrahman9898
    @md.tawhidurrahman9898 ปีที่แล้ว +3

    আল্লাহ ইলম উঠিয়ে নিয়েছেন। আই বর্তমানে আর কোন আলেম অবশিষ্ট নাই।

    • @Infozonebn
      @Infozonebn  ปีที่แล้ว +1

      তাহলে যে কোন সময় কেয়ামত তাই না? আলেম ছাড়া মানুষ ধীরে ধীরে পথভ্রষ্ট হয়ে যাবে!

    • @aworan833
      @aworan833 ปีที่แล้ว

      apni tik asen to ? naki apnakeo kothaio otaia nia gese ? apni obo-shishto asen to ? 😅😂😃

    • @fantuz2790
      @fantuz2790 3 หลายเดือนก่อน

      ​@@Infozonebnআলেম যদি বাটপার হয় তাহলে না থাকাই উত্তম!!

  • @humayunkabir7878
    @humayunkabir7878 8 หลายเดือนก่อน

    আব্বাসী হুজুরের চেয়ে কেউ বেশী জানে তা তিনি মানতে পারেন না। উনার ধারনা উনিই সর্বশ্রেষ্ঠ আলেম। উনার উপদেশ কেউ নাই। 😮

  • @muniramumtahina3461
    @muniramumtahina3461 ปีที่แล้ว +4

    সজল রোশান নিঃসন্দেহে জ্ঞানী কিন্তু কিছু ক্ষেত্রে জ্ঞানপাপী। উনি মানুষকে বিভ্রান্ত করে অনেক গুনাহের ভাগীদার হচ্ছেন। উনার উচিৎ আল্লাহর কাছে বেশী বেশী সিরাতুল মুস্তাকিমের পথ পাওয়ার দোয়া করা। উনি সঠিক রাস্তা পাননি এখনও।

  • @RssFa-lf9su
    @RssFa-lf9su 4 หลายเดือนก่อน

    আলবানি(রহ:) ঘড়ি মেকানিক হয়েও কেমনে এতো বড় ঘবেষক হলেন-? নিশ্চয় আাল্লাহ কুদরত তাই তার সবকিছু আল্লাহ প্রদত্ত-!!!

    • @Infozonebn
      @Infozonebn  4 หลายเดือนก่อน

      সত্যি?

  • @rahemadina956
    @rahemadina956 ปีที่แล้ว +7

    আব্বাসী জিন্দাবাদ

  • @altafhossain263
    @altafhossain263 4 หลายเดือนก่อน +1

    বুঝলাম আপনার কথা কিন্তু নবীর সুন্নত জানতে ১০০ থেকে ২০০ বছর লাগলো কেন কেন এই ওই সময় লিপিবদ্ধ করা হলো না

  • @mdsaburmdsabur5358
    @mdsaburmdsabur5358 ปีที่แล้ว +11

    রসুন সাহেব আল্লাহ যেন আপনাকে হেদায়েত দান করুক

    • @sabbirhossen613
      @sabbirhossen613 4 หลายเดือนก่อน

      ঠিক বলেছেন ভাই

  • @আব্দুলবারিক-ড৩ঞ
    @আব্দুলবারিক-ড৩ঞ 8 หลายเดือนก่อน +1

    হায়রে কপাল পুরা মুসলমান ইমাম আবু হানিফা কে মানতে নারাজ যে ইমাম তাবিইন আল্লাহর নাবির সাহাবি কয়েকজন কে দেখেছেন আর হাদিস ও নিয়েছেন। আর গতকালকের আলবানি যার জন্ম ১৯১৪ মৃত্যু ১৯৯৯ তিনার মতবাদকে মাঠায় নিয়ে চলে কপাল পোরা মানুষ। যে কেও নুন্যতম ইলিমের জ্ঞান থাকে সে কখনো সালাফি মাযহাব অনুসরণ করেনা। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন আমীন

    • @BELALHOSSAIN-q9u
      @BELALHOSSAIN-q9u 4 หลายเดือนก่อน

      জন্ম দীয়া কোনো কথা নাই
      কার কথা কোরান হাদীসের সবচেয়ে কাছাকাছি তারটাই মানা উচিৎ

  • @aworan833
    @aworan833 ปีที่แล้ว +8

    we all need to be careful of people like Mozammel and Shajol Roshan and others who try and lead the people to astray

    • @Infozonebn
      @Infozonebn  ปีที่แล้ว +2

      InshaAllah

    • @zahangiralam319
      @zahangiralam319 ปีที่แล้ว

      মোজাম্মেল হক ও সজল রোশন এরা উভ ই

    • @aworan833
      @aworan833 ปีที่แล้ว +1

      @@zahangiralam319 ji, oder problem hosse ora Qur'an ke Allahr Rasul Sallallahu alaihe wa sallam thekeo ektu beshi bujay felese.

    • @aworan833
      @aworan833 ปีที่แล้ว +1

      @@zahangiralam319 Onara Prophet Sallallahu alaihe wa sallam thekeo Qur'an er proti beshi mohobbot prokash kortese.

    • @MunnaHossain-cw7mu
      @MunnaHossain-cw7mu 9 หลายเดือนก่อน +1

      ​@@aworan833Vai Tui ektu kotha kom bol tar kotha vul Hoye kont sothik seta bol na bolte na parle chup thak

  • @hassanjewel9288
    @hassanjewel9288 ปีที่แล้ว +20

    রাষ্ট্রিয় সহায়তায় কী হতে পারে তা সজল সাহেব ভালো বলেছেন।

    • @sabbirhossen613
      @sabbirhossen613 4 หลายเดือนก่อน

      । হাদিস অস্বীকার কারী কাফের। সে তো মুসলিমই না।তার সাথে আবার কথা কিসের। এটা এখান থেকে ৫০ বছর আগে নামগন্ধ ও ছিলো না।স পূর্ব থেকে ইসলামে কিছু বিষয়ে ইখতিলাফ আছে কিন্তু মৌলিক বিষয়গুলো একই। হাদিস মানা যাবে না এমন মতবাদ ইসলামে কখনো ছিলইনা যদি থাকতো তাহলে এর পূর্বসূরি একটা না একটা দল থাকতো।আর রাসুল সাঃ এর ভবিষ্যৎবাণী আছে যে এক সময় এমন একটা দল বের হবে। সুতরাং নতুন করে ইসলামে যা আসবে তা হলো ফিতনা।আর এই হাদিস অস্বীকার কারীরা নিঃসন্দেহে কাফের। তাদের সাথে ছেলে বা মেয়ে বিয়ে দেওয়াও জায়েজ নয়। এটা বুঝতে বড় পণ্ডিত হওয়ারও দরকার হবেনা।

  • @KobirhossenBokul
    @KobirhossenBokul 4 หลายเดือนก่อน

    সজল রোশন ভাই যা বলছেন কোরআন থেকে কথা বলেন নিশ্চয়ই ওনাদের আলোচনা খুব সুন্দর বর্তমান আলেম-ওলামাদের মত চিনলে কথা বলে না এখানেই তো তার ভদ্রতা বুঝা যায়

    • @Infozonebn
      @Infozonebn  4 หลายเดือนก่อน

      Vodrobeshi.....

  • @hfiiufgijchi9205
    @hfiiufgijchi9205 ปีที่แล้ว +13

    সব শেষে বুঝলাম সজল রওশন ভাই-ই সঠিক। তার কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চমৎকার।

    • @Infozonebn
      @Infozonebn  ปีที่แล้ว

      🤔

    • @mdmdshohag9722
      @mdmdshohag9722 9 หลายเดือนก่อน

      সহমত পোষণ করছি

  • @aworan833
    @aworan833 ปีที่แล้ว +9

    repairing watch isn't HARAM in Islam.

  • @mdamin5970
    @mdamin5970 3 หลายเดือนก่อน

    অসাধারণ বলেছেন।

  • @yasinkhan8038
    @yasinkhan8038 ปีที่แล้ว +16

    দোয়া এবং শুভকামনা রইল খুবই সুন্দর যুক্তিযুক্ত আলোচনার জন্য

    • @Infozonebn
      @Infozonebn  ปีที่แล้ว

      থ্যাংকস

  • @ভুবনটাকেদেখি
    @ভুবনটাকেদেখি 10 หลายเดือนก่อน

    মোখতারের মতো আবদুল্লাহ।
    এরা। ইসলামকে কলুষিত করতাছে।
    রশন একজন আলেম।

  • @monjurrashed9673
    @monjurrashed9673 ปีที่แล้ว +5

    Saudi dynasty is so similar to Omayyad dynasty. They are genetically hostile to Ahle Bait E Rasul (sm)

    • @Infozonebn
      @Infozonebn  ปีที่แล้ว

      Really?

    • @aworan833
      @aworan833 ปีที่แล้ว +1

      Please, mention specifically what they did.

    • @aworan833
      @aworan833 ปีที่แล้ว +1

      Please, explain what are you trying to mean by " (sm) " ? 😃😁😂

    • @aworan833
      @aworan833 ปีที่แล้ว +1

      For your information, "Abu Lahab" was also "Ahle Bait e Rasul Sallallahu alaihe wa sallam.
      Do you know Sura Lahab ? So is that means Allah Subhanau wa ta'la also hostile towards Ahle Bait ?
      ASTAGFERULLAH. NAUJUBILLAH

    • @monjurrashed9673
      @monjurrashed9673 ปีที่แล้ว

      @@aworan833 Please read from historical books about the evil deeds of Abdul Wahhab Nazdi & his followers in collaboration with British Empire. You will find narrative essay about the evil deeds of Wahhabi terrorists.

  • @munirshahab4423
    @munirshahab4423 4 หลายเดือนก่อน +1

    هو حائز على جائزة الملك فيصل العالمية في الدراسات الإسلامية.وأساتذته في العلم أبوه نفسه وصديق أبيه محمد سعيد البرهاني حيث درس عليه مراقي الفلاح في الفقه الحنفي. شذور الذهب في النحو .ومحمد بهجة البيطار في البلاغة.محمد راغب الطباخ في الحديث . نرجو الامتناع عن مثل هذه الأكاذيب و الخروطي يا عباسي حامي البدع و روشن.نسأل الله الهداية لنا ولجميع المسلمين.شاجول روشن ملحد،ومنكر الحديث.

  • @mohammadalislam7365
    @mohammadalislam7365 ปีที่แล้ว +10

    সজল রোশান সাহেব এর বক্তব্য সমর্থন করি।

    • @sabbirhossen613
      @sabbirhossen613 4 หลายเดือนก่อน

      হাদিস অস্বীকার কারী কাফের। মুসলিম নয়

    • @sabbirhossen613
      @sabbirhossen613 4 หลายเดือนก่อน

      হাদিস অস্বীকার কারী কাফের। সে তো মুসলিমই না।তার সাথে আবার কথা কিসের। এটা এখান থেকে ৫০ বছর আগে নামগন্ধ ও ছিলো না।স পূর্ব থেকে ইসলামে কিছু বিষয়ে ইখতিলাফ আছে কিন্তু মৌলিক বিষয়গুলো একই। হাদিস মানা যাবে না এমন মতবাদ ইসলামে কখনো ছিলইনা যদি থাকতো তাহলে এর পূর্বসূরি একটা না একটা দল থাকতো।আর রাসুল সাঃ এর ভবিষ্যৎবাণী আছে যে এক সময় এমন একটা দল বের হবে। সুতরাং নতুন করে ইসলামে যা আসবে তা হলো ফিতনা।আর এই হাদিস অস্বীকার কারীরা নিঃসন্দেহে কাফের। তাদের সাথে ছেলে বা মেয়ে বিয়ে দেওয়াও জায়েজ নয়। এটা বুঝতে বড় পণ্ডিত হওয়ারও দরকার হবেনা।

  • @mustofakamalrazvi1371
    @mustofakamalrazvi1371 3 หลายเดือนก่อน +1

    Marhaba Marhaba Marhaba Subahanallah 🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @md.sarifuddin1294
    @md.sarifuddin1294 ปีที่แล้ว +9

    শুধু কুরআন মেনে কখনই চলা যাবে না | কারণ কুরআনে সব নেই | নামাজ আছে , কিভাবে পড়তে হবে ---তা বলা নেই

    • @wazedali510
      @wazedali510 ปีที่แล้ว

      খানকির পোলা এখনই ভাগ এখান থেকে

    • @দেবদূত-ঘ৮ঢ
      @দেবদূত-ঘ৮ঢ ปีที่แล้ว +1

      ভাই আপনি কি কোরআন পড়েছেন
      ?
      যদি কোরআন পড়তেন তো কখনো এই কথা বলতেননা।
      কারণ হলো এই কথা বলার সাথে সাথে আপনি কোরআন অস্বীকার করলেন আর কোরআনের সাথে অন্য কিছু শরিক করলেন
      আর কোরআন আল্লাহর বাণী
      আপনি আল্লাহকেই অস্বীকার করলেন।
      আল্লাহ্ কোরআন কে পরিপূর্ণ সম্পূর্ণ
      বিশদভাবে বর্ণনা করা হয়েছে
      পরিস্কার ভাবে বর্ণনা করেছেন।
      এতে কোনো সন্দেহ নাই বলেছেন আল্লাহ্ আর আপনি আল্লাহর কথার বিরুদ্ধে গিয়ে বলছেন শুধুমাত্র কোরআন মানলে চলা যাবেনা।
      কোরআনে যা আছে তাই করতে হবে
      এর বেশি আপনাকে কে করতে বলেছে
      বুখারী গং?????
      আল্লাহ্ আমাদের সিলেবাস দিয়েছেন কোরআন কে
      কিন্তু আপনি যদি সিলেবাসের বাহিরে আমল করেন তো আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন।
      আল্লাহ্ বলেনেনি একবারও তোমরা বুখারী গংদের হাদীস অনুসরণ করবে।
      হাদীস কে আইন এবং শরিয়তের বিদান হিসাবে মেনে নিবে কোথাও আল্লাহ্ এই কথা বলেননি।
      কিসের ভিত্তিতে আপনি হাদীস মানবেন বলেন।
      কোরআন বলছে কোরআন সম্পূর্ণ বিস্তারিত এতে কোনো সন্দেহ নেই।
      তারপর আপনারা কেনো হাদীস মানবেন
      আল্লাহ্ বলেছেন
      হাদীস বর্ণনায় আমার চেয়ে সত্যিবাদি আর কে?
      আল্লাহ্ কোরআন কেও হাদীস বলেছেন
      সুতরাং কোরআন মানুন।
      সব আছে কোরআনে
      কোরআন মুসলিম উম্মাহ কে এক করে
      বুখারী গংদের হাদীস মুসলমানদের ভিবক্ত করেছে
      ধন্যবাদ

    • @painpain2239
      @painpain2239 11 หลายเดือนก่อน

      আপনার মত বলদ আমি আমার জীবনে দেখি নাই। আল্লাহ কোরআন ও রাসূলকে অনুসরণ করতে বলেছেন আর আপনি রাসুলের চাইতেও বেশি সবজান্তা সমসের মনে করেন নিজেকে। রাসুলের চাইতে আপনি কোরআন ভালো বুঝেন আল্লাহর রাসূল কোরআন বুঝতে পারেন নাই।

    • @hossainmohammad2515
      @hossainmohammad2515 2 หลายเดือนก่อน

      এক ইলায় চলবে না, বহু ইলা লাগবে তাইনা ?

  • @abutyob8612
    @abutyob8612 ปีที่แล้ว +7

    তুই কাটিং করে অন্যদের সংযুক্ত না করে
    সরাসরি ডিবেট কর।

  • @minhajsk44
    @minhajsk44 3 หลายเดือนก่อน

    কবি রবীন্দ্রনাথ ও নজরুল ইসলাম কোন বিশ্ববিদ্যালয়ে পড়া শোনা করে, এনায়েত সাহেব?

  • @mdrafiqulislam4870
    @mdrafiqulislam4870 ปีที่แล้ว +36

    আমি জনাব সজল রোশনকে অসংখ্য ধন্যবাদ জানাই, মাশাআল্লাহ তার জ্ঞানের গভীরতা অনেক, কিন্তু দেখতে সে রকম মনে হয় না, তার কথাগুলো খুব যুক্ত যুক্ত।

    • @fahadhossain7985
      @fahadhossain7985 ปีที่แล้ว +4

      Gan ase kinto valu kaze laganu osit

    • @aworan833
      @aworan833 ปีที่แล้ว +3

      ASTAGFERULLAH. NAUJUBILLAH
      edoroner shoytani gyan theke Mohan Almighty Allah Subhanau wa ta'lar kasay asroy prattona korsi.

    • @tabajtabaj6942
      @tabajtabaj6942 ปีที่แล้ว +4

      ঠিক অাপনাৱ মতই লোকেৱা দাজ্জালেৱ অনুসৱন কৱবে অাজ জাৱা সজলেৱ অনুসৱন কৱতাছেন

    • @aworan833
      @aworan833 ปีที่แล้ว +2

      Vai, shojol er gyaner ghovirota koto foot ? map disen ? ektu bolen amader- ke.

    • @aworan833
      @aworan833 ปีที่แล้ว

      Vai, Shajol er gyaner oto ghovirer modde namlay mara jabo-to.

  • @ShahidKhan-lj6bv
    @ShahidKhan-lj6bv ปีที่แล้ว +1

    ধন্যবাদ সজল হুজুর

    • @Infozonebn
      @Infozonebn  ปีที่แล้ว

      জী, থ্যাংকস

  • @aworan833
    @aworan833 9 หลายเดือนก่อน +4

    milad ar khotom poray taka newar theke ghori meramot onek valo.

    • @fantuz2790
      @fantuz2790 3 หลายเดือนก่อน

      শায়েখে ইস্রাইল, আহালে ইহুদি আলবানির অনুসারি হওয়ার জন্য লজ্জিত হওয়া উচিত!!

  • @md.kamalhossainbhuyia3828
    @md.kamalhossainbhuyia3828 8 หลายเดือนก่อน +1

    তাহলে তাকে নামের আগে কুখ্যাত বলা হয় কেন?

  • @mdnazrul1809
    @mdnazrul1809 ปีที่แล้ว +5

    চমৎকার আলোচনা।

  • @aworan833
    @aworan833 ปีที่แล้ว +3

    shojol mittha kotha keno bolen ? albani kothai bolese namaj roja hajj shob bedat. mittha bolar ekta shima asay.

  • @AkbarAli-il2im
    @AkbarAli-il2im 4 หลายเดือนก่อน

    এই উপমহাদেশে যেভাবে ইসলাম এসেছে, আমরা এই ধারণাটি অনুসরণ করব, তাহলে ফেতনায় পরব না। সজল সাহেব কে মুসলমান মন হল।

  • @funcomedy8931
    @funcomedy8931 ปีที่แล้ว +5

    বেটাভন্য আলেম দের ভিডিও পাসে না বসাইয়া ফেস দ্যা পিপলে আহো 😊

  • @selimff1794
    @selimff1794 10 หลายเดือนก่อน

    সজলেৰ বিপক্ষে 🎉যেগুল 1:02 কথা যায় সেগুল কথা এৰিয়ে চলে।