আসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমি আগে ভাবতাম এরা হক্কানী আলেম। কেননা এরা ভারতের বিরুদ্ধে কথা বলেছিল। এরা যে ভন্ড তার জানতাম না। ইলিয়াস আঙ্কেল আপনার মাধ্যমে জানতে পারলাম। দোয়া করি আল্লাহ আপনাকে যেন নেক হায়াত দান করে।
যে প্রিয় ভাই ইলিয়াস ভাই আপনার জন্য আজ একটা ভ্রান্ত ধারণার মধ্য থেকে বেরিয়ে আসতে পারলাম আপনাকে জানাই হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা আপনার কাজ অনেক ভালো লাগে
ইলিয়াস ভাই এসব ধর্ম ব্যাবসায়ীদের আসল মোখস উম্মোচন আপনি অভ্যাহত রাখুন যাতে মানুষ ওদের আসল রুপ চিনতে পারে আর নিজেদের সংশোধন করতে পারে - আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এমন তথ্য তুলে ধরার জন্য । আল্লাহ আপনাকে হেফাজত করুণ - আমিন
ইলিয়াশ ভাই এখানে বেশিরভাগ দর্শকই গবেষনা করবে না সে জানেন সেজন্য জাতীকে বিভ্রান্ত করা তার জন্য সহজ। হযরত মুহাম্মদ (সঃ) তার মেয়ের ব্যাপারে বলেছেন হে ফাতেমা তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কবরে গিয়ে আমি নবীর মেয়ে এ পরিচয় দিলে লাভ হবে না, এ হাদীসের ওয়াজ যে পীর সাহেব করেন সেটা হয়তো আপনি কোন দিন শোনেন নি, আর জাহাজ এখানে বাস্তব জাহাজ এর কথা বলা হয়নি মানুষকে বুঝানোর জন্য বলা হয়েছে, উলামায়ে কেরাম সুপারিশের ক্ষমতা পেলে কোন শ্রেনীর লোকদের সুপারিশ করতে পারে সেটা বলা হয়েছে, আর আমলগুলোকে কলাগাছ বা বয়ার সাথে তুলনা করেছেন "হজরত রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কেয়ামতের দিন তিন শ্রেণির লোক সুপারিশ করবেন। এক. নবী-রাসুলগণ, দুই. উলামায়ে কেরাম ও তিন. শহিদগণ। -মেশকাত শরিফ : ৫৩৭০" বাইং মাছের ওয়াজটাও একটা উদাহরন ছিলো, ওখানে বুঝানো হয়েছে" প্রথমেই আল্লাহর দিকে ফিরে আসেন তাহলে আরামে মৃত্যু হওয়ার আশা আছে তা নাহলে আজরাইঈল(আঃ) যেভাবে বদকারদের মৃত্যু দেয় সেভাবে হবে" গ্রামের মানুষদের বুঝাতে গিয়ে প্রথমেই পুকুরে জালে সব মাছ উঠলেও বাইং মাছ উঠতে চায় না পরে কিন্তু কোপ খেয়ে ঠিকই এক সময় ধরা খায় সেটা বলছেন। প্রত্যেকটা কাট ভিডিওই আমার কাছে অপপ্রচার মনে হয়েছে যা গবেষনা না করলে যে কোন সাধারন মানুষ মারাত্বক ভাবে বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা আছে, নির্বাচনের একদিন আগে এটা করা আপনার অন্তত ঠিক হয়নি, আল্লাহ আমাকে এবং আমার জাতীকে সিরাতল মুস্তাকিমের পথে চলে আল্লাহর রাজীখুশির উপর মৃত্যুদিন।
লিখেছেনঃ মুহাম্মদ শেখ সাদী খাঁন. চরমোনাইর দরবার এবং অন্যান্য দরবারের মাঝে পার্থক্যঃ চারদিকে লা*শহীন মাজার ও ভ*ন্ড-পীরদের আ*স্তানা এবং তাদের আনাগোনা বেশি থাকায় চরমোনাইর দরবার,পীর এবং মাজারকে অনেকেই অন্যান্য ভ*ন্ড-পীরদের দরবার ও তাদের পীর এবং তাদের মাজারের মতো মনে করে থাকে। বাংলাদেশে লা*শহীন স্থানকে রাতারাতি মাজার বানিয়ে মানুষের টাকা আদায় করে ব্যবসা করার কারণে,বিভিন্ন মাজারে আগরবাতি, মোমবাতি দেওয়া, টাকাপয়সা,গরু,ছাগল দিয়ে মান্নত করা ইত্যাদি অর্থাৎ চারদিকে এসবের বেস প্রচলন থাকার কারণে অনেকেই চরমোনাইর দরবারকে,মাজারকে সেসব ভ*ন্ডদের দরবার বা মাজারে মতো মনে করে বসে থাকে । এমনটা মনে করে অনেকেই চরমোনাইর বিরুধীতাও করে থাকে। ওঁরা আসল হাকিকত জানতে চেষ্টাও করেনা। অথচ বাস্তব চিত্র দেখুন_ অন্য সকল দরবার,পীর এবং মাজার থেকে চরমোনাইর দরবার,পীর এবং মাজার একেবারেই ভিন্ন। চরমোনাইর মাজারের সাথে উজানী দরবার শরিফের মিল রয়েছে। আরও বেশকিছু হক্কানী পীর-মাশায়েখদের দরবার সঠিকভাবে রয়েছে। এছাড়া আমার দেখায় অন্যান্য মাজারগুলোর অবস্থা সত্যিই দুঃখজনক।ভন্ডদের মাজার যেন একেকটা রাজা-বাদশাদের অট্টালিকা।অথচ ছবিতে আপনারা চরমোনাইর মরহুম পীর সাহেবদের মাজার দেখতে পাচ্ছেন।আশাকরি দৃষ্টিভঙ্গি বদলাবে ইন শা আল্লাহ। চরমোনাইর দরবার,পীর এবং মাজার নিয়ে অনেকের ধারণা ঠিক এরকম। যেমনঃ_____ অন্যান্য দরবারের পীরেরা টাকা নেয়? মাজারে টাকা ছিটিয়ে দিতে হয়? মোমবাতি আর আগড়বাতি ছাড়া যাওয়া যাবেনা। মাজারের সামনে সিজদাহ্ দিতে হয়। পীরের হাতে মোটা অংকের টাকা হাদিয়া দিতে হয়। গরু,ছাগল,মুরগী, ডিম ইত্যাদি দান/ মান্নত করতে হয় ইত্যাদি ইত্যাদি। অথচ চরমোনাইর দরবারে বাস্তবে তার কিছুই হয়না। অর্থাৎ সবই শূন্য এবং শূন্য। যার প্রমাণ সেখানে গেলে নিজ চোখে দেখতে পাবেন। চরমোনাইর দরবারে গেলে দেখবেন,মরহুম পীর সাহেবদের মাজারের সামনে গিয়ে মানুষ সি*জদাহ্ দেয় না। টাকাও ছিটিয়ে ফেলেনা।গরু/ছাগল মান্নত, আগড়বাঁতি/মোমবাতি ইত্যাদি দিতে হয়না। সেখানে ২৪ ঘন্টা,সিকুরেটি সহ বিভিন্ন সেচ্ছাসেবী ভাইয়েতা তদারকি করতে থাকে। যারা চরমোনাইর দরবারে যায়নি তারা না গেলে ওই-স্থানের মর্মতা হয়তো বুঝে আসবেনা। কেননা অভিজ্ঞতা ছাড়া জ্ঞানর্জন করা খুবই কঠিন। দূর থেকে ভ্রান্ত ধারণা কিংবা পথভ্রষ্ট শায়খদের অনুসরণ করাতে অনেকেই চরমোনাইকে দেখতে পারেনা। মূলত দোষ তাদের না , তাদের শায়খদের? যারা চরমোনাইর নামে অপপ্রচার করে তাদের কান ভারী করে মগজ ধোলাই করে রেখেছে। আজ একটা সংবাদে দেলাম। পু*কুরের কাছে যা চায় তাই নাকি পায়? নাউজুবিল্লাহ। সেখানে হাজার হাজার মানুষ দু*ধভর্তি ক*লসি নিয়ে পানিতে ফেলে দিচ্ছে। টাকা পানিতে ঢুবিয়ে দিচ্ছে। রুকু-সিজদাহ্ তো আছেই। আগরবাতি,মোমবাতির গোডাউন সেখানে। সবাই জমা করছে। আল্লাহ মাফ করুক। এগুলা নিয়ে কারো কোনো স্টেটাস নেই, লেখালেখি নেই। কিছুই নেই। অথচ হাজার হাজার মানুষ প্রতিদিন সেই পুকুর নামক দরবার শরীফে যাচ্ছে। তারা আমাদেরই ভাই বোন? অথচ আমরা ভ*ন্ডদের বিরুদ্ধে সোচ্চার না হয়ে হক্কানী দরবার,হক্কানী পীর মাশায়েখদের পিছনে লেগে আছি। আফসোস। অনুরোধ রইলো, চরমোনাইর দরবার,পীর এবং চরমোনাইর মরহুম পীর সাহেবদের মাজারের সাথে অন্যান্য দরবার,,পীর এবং মাজারের মতো ভাবার আগে একটিবার চরমোনাইর ফাল্গুন অথবা অগ্রহায়ণ'এর মাহফিল থেকে ঘুরে আসুন। নিজ চোখে দেখে আসুন। ইনশাআল্লাহ আপনার চোখ খুলে যাবে। আপনার চিন্তাভাবনাও পালটে যাবে ইন শা আল্লাহ। মনে রাখা উচিত, চরমোনাইয়ে মরহুম পীর সাহেবদের মাজার অন্যসব মাজারের মতো অট্টালিকা বিশেষ কিছু নির্মিত নেই। আট-দশটা সাধারণ মানুষের ক*বরের মতোই তাঁদের ক*বর। আর তাই চরমোনাইর মরহুম পীর সাহেবদের সমাধিস্থলকে কেউ মাজার বলেনা বরং ক*বর' ই বলে। আমি জাস্ট বুঝানোর স্বার্থে মাজার শব্দটি ব্যবহার করেছি। যেহেতু চারদিকে মাজার নিয়ে হৈচৈ আছে। [ বিঃদ্রঃ মাজার এর বাংলা অর্থ মাজার্ (বিশেষ্য) গুরুস্থানীয় সম্মানিত ব্যক্তির সমাধিস্থল,আল্লাহর ওলিদের সমাধি বা ক*বর; জিয়ারতের স্থান ইত্যাদি ] যাযাকুমুল্লাহ। ________ চরমোনাই Live TV 24 (যুক্তহোন).
সৌন্দর্যের অহংকার,ক্ষমতা,বড়ত্ব সব কিন্তু একদিন বেলা শেষে সূর্যের ন্যায় অস্ত চলে যাবে,শুধু ব্যক্তিত্ব রয়ে যাবে। বুদ্ধিমানরা ব্যাক্তিত্ব কে সুন্দর ও মর্যাদাবান করে তুলে।🖤
ইসলামে দল বা উপদল নিষেধ সম্পর্কে কুরআনের বিভিন্ন আয়াতে উল্লেখ আছে, যা দলবাজি এবং মতভেদকে ইসলামি ঐক্যের বিপরীতে রাখে। কুরআনে আল্লাহ স্পষ্টভাবে মুসলমানদের একতাবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন এবং দলবাজি বা উপদল করার ব্যাপারে কঠোরভাবে সতর্ক করেছেন। এর কয়েকটি প্রাসঙ্গিক আয়াত হলো: ১. সুরা আল-ইমরান (৩:১০৩): "আর তোমরা সবাই আল্লাহর রজ্জুকে সুদৃঢ়ভাবে ধারণ কর এবং বিভক্ত হয়ো না। আর তোমাদের প্রতি আল্লাহর নেয়ামতের কথা স্মরণ করো, যখন তোমরা ছিলে শত্রু, তারপর তিনি তোমাদের অন্তরকে একত্র করে দিয়েছেন। ফলে তোমরা তাঁর অনুগ্রহে পরস্পর ভাই ভাই হয়ে গেছ।" এই আয়াতটি স্পষ্টভাবে মুসলমানদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছে এবং বিভক্ত হওয়া থেকে বারণ করছে। ২. সুরা আন'আম (৬:১৫৯): "নিশ্চয়ই যারা নিজেদের দ্বীনকে খণ্ডিত করেছে এবং দল উপদলে বিভক্ত হয়েছে, তাদের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। তাদের ব্যাপার আল্লাহর কাছেই উত্থাপিত হবে। তারপর তিনি তাদের জানিয়ে দেবেন যা কিছু তারা করেছিল।" এই আয়াতে আল্লাহ স্পষ্টভাবে বলেছেন যে যারা দ্বীনকে খণ্ডিত করে বিভিন্ন উপদলে বিভক্ত হয়, তাদের সাথে আল্লাহর রাসূল (সা.)-এর কোনো সম্পর্ক নেই। ৩. সুরা রূম (৩০:৩১-৩২): "আল্লাহর দিকে ফিরে আসো, তাঁকে ভয় করো এবং সালাত কায়েম করো। আর মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না, যারা নিজেদের দ্বীনকে খণ্ড খণ্ড করেছে এবং উপদলে বিভক্ত হয়েছে, প্রত্যেক দলই তাদের নিজেদের সাথে থাকা মতাদর্শ নিয়ে আনন্দিত।" এখানে কুরআন স্পষ্টভাবে উপদলবাজি এবং বিভক্তিকে মুশরিকদের বৈশিষ্ট্য হিসেবে দেখিয়েছে। ৪. সুরা শুরা (৪২:১৩): "তিনি তোমাদের জন্য দ্বীনের যে নির্দেশ দিয়েছেন, তা হলঃ তোমরা দ্বীনের ব্যাপারে দলাদলি করো না।" এই আয়াতেও আল্লাহ দলাদলিকে নিষিদ্ধ করেছেন এবং ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন। দলবাজি ও মতভেদ নিয়ে হাদিস: রাসূলুল্লাহ (সা.) বলেছেন: "তোমরা জামাআতকে আঁকড়ে ধরো, এবং বিভক্তি থেকে বেঁচে থাকো। কারণ, শয়তান একক ব্যক্তির কাছাকাছি থাকে এবং দুজন থেকে দূরে থাকে।" (তিরমিজি) সংশ্লিষ্ট মতবাদের সংঘর্ষের ব্যাপার: ইসলাম মতে শিয়া ও সুন্নি, জামাত বা সিবিরের মত বিভিন্ন দল ও উপদল কুরআনের ঐক্যের আদর্শের সাথে সাংঘর্ষিক। কুরআনে স্পষ্টভাবে দলবাজি, উপদলবাজি এবং মতভেদ থেকে বিরত থাকার কথা বলা হয়েছে, কিন্তু বিভিন্ন রাজনৈতিক বা ধর্মীয় উপদলগুলো তাদের নিজস্ব মতাদর্শ প্রচার করে ইসলামের
@@IslamictvOS এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি,যে শিবিরের অমুক সদস্য বা কর্মী র/গ কেটেছে। আওয়ামী লীগের কিছু নেতারা মনগড়া অভিযোগ করে রাখছে নেট ঘাটলে কিছু অভিযোগ পেতে পারেন। স্পেসিফিক কোনো প্রমাণ নেই।
ইলিয়াস ভাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ আপনাকে নেক হায়াত বৃদ্ধি করে দিন। চরমোনাই পীর নিয়ে একটা ভিডিও বানানোর জন্য আমি কয়েকটা ভিডিওতে আপনাকে অনুরোধ করেছিলাম আলহামদুলিল্লাহ আপনি আমার কথা রেখেছেন।
ইলিয়াস ভাই আমার বাড়ি বরিশালে আপনি এই চরমোনাই বিরোধিতা আরো অনেকদিন আগে থেকেই করে আসছেন তখন আমি মনে করতাম ইলিয়াস ভাই এরকম ভালো পীরের ও সংগঠনের বিরোধিতা করছে একটু খারাপ লাগতো তবে এখন আর সেই খারাপ লাগে না কারণ আপনার বিরোধিতার যুক্তি কারণ অনেক আছে যেটা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে ধন্যবাদ ইলিয়াস ভাই
🤣😅 Follower of গরু-ছাগল মোল্লা ? এদেশের গরু-ছাগল মোল্লার রয়েছে সুনির্দিষ্ট ইতিহাস। নবী কান্নাকাটি করলেও এ ইতিহাস মুছে যাবার নয়। এদের কবরে শুয়ে থাকা ওস্তাদরা তাদের শিখিয়েছে, "কোরআন বোঝা এত সহজ নাকি ? কোরআন কঠিন। আমরা নবীর চেয়ে বেশি বুঝবো নাকি ? হাদিসে সব আছে। হাদিস পড়লেই হবে। আমাদের কাছে চলে আসবেন। (আমাদের দোকান খোলা আছে। আমাদের পেট....
আজ ১০বছর পর জামাত শিবিরের সমাবেশ করতে পেরেছে(আলহামদুলিল্লাহ) আমি ছোট ছিলাম ১২/১৪সালে আমি জামাত শিবিরের অনেক মিছিল চলে যেমাত মাদ্রাসা পালিয়ে আজ বড় হয়েছি কিন্তু সমাবেশকে অনেক মিস করেছি(দুবাই)
ইলিয়াশ ভাই এখানে বেশিরভাগ দর্শকই গবেষনা করবে না আপনি জানেন সেজন্য জাতীকে বিভ্রান্ত করা আপনার জন্য সহজ। হযরত মুহাম্মদ (সঃ) তার মেয়ের ব্যাপারে বলেছেন হে ফাতেমা তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কবরে গিয়ে আমি নবীর মেয়ে এ পরিচয় দিলে লাভ হবে না, এ হাদীসের ওয়াজ যে পীর সাহেব করেন সেটা হয়তো আপনি কোন দিন শোনেন নি, আর জাহাজ এখানে বাস্তব জাহাজ এর কথা বলা হয়নি মানুষকে বুঝানোর জন্য বলা হয়েছে, উলামায়ে কেরাম সুপারিশের ক্ষমতা পেলে কোন শ্রেনীর লোকদের সুপারিশ করতে পারে সেটা বলা হয়েছে, আর আমলগুলোকে কলাগাছ বা বয়ার সাথে তুলনা করেছেন "হজরত রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কেয়ামতের দিন তিন শ্রেণির লোক সুপারিশ করবেন। এক. নবী-রাসুলগণ, দুই. উলামায়ে কেরাম ও তিন. শহিদগণ। -মেশকাত শরিফ : ৫৩৭০" বাইং মাছের ওয়াজটাও একটা উদাহরন ছিলো, ওখানে বুঝানো হয়েছে" প্রথমেই আল্লাহর দিকে ফিরে আসেন তাহলে আরামে মৃত্যু হওয়ার আশা আছে তা নাহলে আজরাইঈল(আঃ) যেভাবে বদকারদের মৃত্যু দেয় সেভাবে হবে" গ্রামের মানুষদের বুঝাতে গিয়ে প্রথমেই পুকুরে জালে সব মাছ উঠলেও বাইং মাছ উঠতে চায় না পরে কিন্তু কোপ খেয়ে ঠিকই এক সময় ধরা খায় সেটা বলছেন। প্রত্যেকটা কাট ভিডিওই আমার কাছে অপপ্রচার মনে হয়েছে যা গবেষনা না করলে যে কোন সাধারন মানুষ মারাত্বক ভাবে বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা আছে, নির্বাচনের একদিন আগে এটা করা আপনার অন্তত ঠিক হয়নি, আল্লাহ আমাকে এবং আমার জাতীকে সিরাতল মুস্তাকিমের পথে চলে আল্লাহর রাজীখুশির উপর মৃত্যুদিন।
ভাই এরকম পর্দার আড়ালে যারা অন্যায় অবিচার এবং ধর্ম ব্যবসা করে তাদের মুখোশ খুলে দেয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আশা করি এইরকম ভিডিও প্রতিদিনই দিবেন❤
এদেশের গরু-ছাগল মোল্লার রয়েছে সুনির্দিষ্ট ইতিহাস। নবী কান্নাকাটি করলেও এ ইতিহাস মুছে যাবার নয়। এদের কবরে শুয়ে থাকা ওস্তাদরা তাদের শিখিয়েছে, "কোরআন বোঝা এত সহজ নাকি ? কোরআন কঠিন। আমরা নবীর চেয়ে বেশি বুঝবো নাকি ? হাদিসে সব আছে। হাদিস পড়লেই হবে। আমাদের কাছে চলে আসবেন। (আমাদের দোকান খোলা আছে। আমাদের পেট....
ওলামায়ে দেওবন্দ ও তার অনুসারীদের সমালোচনা করে কেউ ক্ষতি করতে পারেনি, বরং নিজেই ক্ষতিগ্রস্থ হবে, যেমন মৌ-দুধী সাহেব, তার নয়টা ছেলে একটিও তার দল করে না, জামায়াতীদের কোন নেতা তাদের সন্তানদের মাদ্রাসায় পড়ায় না, এটা হক্কানী আলেমদের সমালোচনার প্রতিদান।
@@sobujdewan2228 জঙ্গিবাদ ছড়ানোর জন্য সে জেলে গেছে, তাদের আকিদাহ হচ্ছে শহীদ হওয়ার জন্য ঘরে থেকে বের হয় কিন্তু অপর মুসলমান ভাইকে বোমা মেরে শহীদ করে ঘরে ফিরে। এরা ইসলামী দলকে যেন মানুষ ভোট না দেয় আর স্বশস্ত্র জেহাদের কথা বলে, অথচ কাফেরদের মোকাবেলায় এরা কোনদিনও জেহাদ করে না করবেও না, এদের জেহাদ শুধুই মুসলমানদের বিরুদ্ধে, কারন এরা ইহুদী ও খৃষ্টানদের থেকে ডলার গ্রহন করে রাজকীয়ভাবে পরিবার চালায়।
লিখেছেনঃ মুহাম্মদ শেখ সাদী খাঁন. চরমোনাইর দরবার এবং অন্যান্য দরবারের মাঝে পার্থক্যঃ চারদিকে লা*শহীন মাজার ও ভ*ন্ড-পীরদের আ*স্তানা এবং তাদের আনাগোনা বেশি থাকায় চরমোনাইর দরবার,পীর এবং মাজারকে অনেকেই অন্যান্য ভ*ন্ড-পীরদের দরবার ও তাদের পীর এবং তাদের মাজারের মতো মনে করে থাকে। বাংলাদেশে লা*শহীন স্থানকে রাতারাতি মাজার বানিয়ে মানুষের টাকা আদায় করে ব্যবসা করার কারণে,বিভিন্ন মাজারে আগরবাতি, মোমবাতি দেওয়া, টাকাপয়সা,গরু,ছাগল দিয়ে মান্নত করা ইত্যাদি অর্থাৎ চারদিকে এসবের বেস প্রচলন থাকার কারণে অনেকেই চরমোনাইর দরবারকে,মাজারকে সেসব ভ*ন্ডদের দরবার বা মাজারে মতো মনে করে বসে থাকে । এমনটা মনে করে অনেকেই চরমোনাইর বিরুধীতাও করে থাকে। ওঁরা আসল হাকিকত জানতে চেষ্টাও করেনা। অথচ বাস্তব চিত্র দেখুন_ অন্য সকল দরবার,পীর এবং মাজার থেকে চরমোনাইর দরবার,পীর এবং মাজার একেবারেই ভিন্ন। চরমোনাইর মাজারের সাথে উজানী দরবার শরিফের মিল রয়েছে। আরও বেশকিছু হক্কানী পীর-মাশায়েখদের দরবার সঠিকভাবে রয়েছে। এছাড়া আমার দেখায় অন্যান্য মাজারগুলোর অবস্থা সত্যিই দুঃখজনক।ভন্ডদের মাজার যেন একেকটা রাজা-বাদশাদের অট্টালিকা।অথচ ছবিতে আপনারা চরমোনাইর মরহুম পীর সাহেবদের মাজার দেখতে পাচ্ছেন।আশাকরি দৃষ্টিভঙ্গি বদলাবে ইন শা আল্লাহ। চরমোনাইর দরবার,পীর এবং মাজার নিয়ে অনেকের ধারণা ঠিক এরকম। যেমনঃ_____ অন্যান্য দরবারের পীরেরা টাকা নেয়? মাজারে টাকা ছিটিয়ে দিতে হয়? মোমবাতি আর আগড়বাতি ছাড়া যাওয়া যাবেনা। মাজারের সামনে সিজদাহ্ দিতে হয়। পীরের হাতে মোটা অংকের টাকা হাদিয়া দিতে হয়। গরু,ছাগল,মুরগী, ডিম ইত্যাদি দান/ মান্নত করতে হয় ইত্যাদি ইত্যাদি। অথচ চরমোনাইর দরবারে বাস্তবে তার কিছুই হয়না। অর্থাৎ সবই শূন্য এবং শূন্য। যার প্রমাণ সেখানে গেলে নিজ চোখে দেখতে পাবেন। চরমোনাইর দরবারে গেলে দেখবেন,মরহুম পীর সাহেবদের মাজারের সামনে গিয়ে মানুষ সি*জদাহ্ দেয় না। টাকাও ছিটিয়ে ফেলেনা।গরু/ছাগল মান্নত, আগড়বাঁতি/মোমবাতি ইত্যাদি দিতে হয়না। সেখানে ২৪ ঘন্টা,সিকুরেটি সহ বিভিন্ন সেচ্ছাসেবী ভাইয়েতা তদারকি করতে থাকে। যারা চরমোনাইর দরবারে যায়নি তারা না গেলে ওই-স্থানের মর্মতা হয়তো বুঝে আসবেনা। কেননা অভিজ্ঞতা ছাড়া জ্ঞানর্জন করা খুবই কঠিন। দূর থেকে ভ্রান্ত ধারণা কিংবা পথভ্রষ্ট শায়খদের অনুসরণ করাতে অনেকেই চরমোনাইকে দেখতে পারেনা। মূলত দোষ তাদের না , তাদের শায়খদের? যারা চরমোনাইর নামে অপপ্রচার করে তাদের কান ভারী করে মগজ ধোলাই করে রেখেছে। আজ একটা সংবাদে দেলাম। পু*কুরের কাছে যা চায় তাই নাকি পায়? নাউজুবিল্লাহ। সেখানে হাজার হাজার মানুষ দু*ধভর্তি ক*লসি নিয়ে পানিতে ফেলে দিচ্ছে। টাকা পানিতে ঢুবিয়ে দিচ্ছে। রুকু-সিজদাহ্ তো আছেই। আগরবাতি,মোমবাতির গোডাউন সেখানে। সবাই জমা করছে। আল্লাহ মাফ করুক। এগুলা নিয়ে কারো কোনো স্টেটাস নেই, লেখালেখি নেই। কিছুই নেই। অথচ হাজার হাজার মানুষ প্রতিদিন সেই পুকুর নামক দরবার শরীফে যাচ্ছে। তারা আমাদেরই ভাই বোন? অথচ আমরা ভ*ন্ডদের বিরুদ্ধে সোচ্চার না হয়ে হক্কানী দরবার,হক্কানী পীর মাশায়েখদের পিছনে লেগে আছি। আফসোস। অনুরোধ রইলো, চরমোনাইর দরবার,পীর এবং চরমোনাইর মরহুম পীর সাহেবদের মাজারের সাথে অন্যান্য দরবার,,পীর এবং মাজারের মতো ভাবার আগে একটিবার চরমোনাইর ফাল্গুন অথবা অগ্রহায়ণ'এর মাহফিল থেকে ঘুরে আসুন। নিজ চোখে দেখে আসুন। ইনশাআল্লাহ আপনার চোখ খুলে যাবে। আপনার চিন্তাভাবনাও পালটে যাবে ইন শা আল্লাহ। মনে রাখা উচিত, চরমোনাইয়ে মরহুম পীর সাহেবদের মাজার অন্যসব মাজারের মতো অট্টালিকা বিশেষ কিছু নির্মিত নেই। আট-দশটা সাধারণ মানুষের ক*বরের মতোই তাঁদের ক*বর। আর তাই চরমোনাইর মরহুম পীর সাহেবদের সমাধিস্থলকে কেউ মাজার বলেনা বরং ক*বর' ই বলে। আমি জাস্ট বুঝানোর স্বার্থে মাজার শব্দটি ব্যবহার করেছি। যেহেতু চারদিকে মাজার নিয়ে হৈচৈ আছে। [ বিঃদ্রঃ মাজার এর বাংলা অর্থ মাজার্ (বিশেষ্য) গুরুস্থানীয় সম্মানিত ব্যক্তির সমাধিস্থল,আল্লাহর ওলিদের সমাধি বা ক*বর; জিয়ারতের স্থান ইত্যাদি ] যাযাকুমুল্লাহ। ________ চরমোনাই Live TV 24 (যুক্তহোন).
@@medicalconceptbd8715 Follower of গরু-ছাগল মোল্লা ?😃😁😜😜 এদেশের গরু-ছাগল মোল্লার রয়েছে সুনির্দিষ্ট ইতিহাস। নবী কান্নাকাটি করলেও এ ইতিহাস মুছে যাবার নয়। এদের কবরে শুয়ে থাকা ওস্তাদরা তাদের শিখিয়েছে, "কোরআন বোঝা এত সহজ নাকি ? কোরআন কঠিন। আমরা নবীর চেয়ে বেশি বুঝবো নাকি ? হাদিসে সব আছে। হাদিস পড়লেই হবে। আমাদের কাছে চলে আসবেন। (আমাদের দোকান খোলা আছে। আমাদের পেট.... যে মোল্লার কবলে পড়েছে সেই সবচেয়ে হতভাগ্য। কেননা কেউ তাকে বাচাতে পারবে না এবং সে না মানুষ না পশু না ভূত - এমন কিম্ভূতকিমাকার অবস্থায় অন্যদেরও বিভ্রান্ত করবে। কেননা এরা কোরআন এর কোন জ্ঞান রাখে না। শুধু হাদিস মুখস্ত করে।
এদেশের গরু-ছাগল মোল্লার রয়েছে সুনির্দিষ্ট ইতিহাস। নবী কান্নাকাটি করলেও এ ইতিহাস মুছে যাবার নয়। এদের কবরে শুয়ে থাকা ওস্তাদরা তাদের শিখিয়েছে, "কোরআন বোঝা এত সহজ নাকি ? কোরআন কঠিন। আমরা নবীর চেয়ে বেশি বুঝবো নাকি ? হাদিসে সব আছে। হাদিস পড়লেই হবে। আমাদের কাছে চলে আসবেন। (আমাদের দোকান খোলা আছে। আমাদের পেট.... যে মোল্লার কবলে পড়েছে সেই সবচেয়ে হতভাগ্য। কেননা কেউ তাকে বাচাতে পারবে না এবং সে না মানুষ না পশু না ভূত - এমন কিম্ভূতকিমাকার অবস্থায় অন্যদেরও বিভ্রান্ত করবে। কেননা এরা কোরআন এর কোন জ্ঞান রাখে না। শুধু হাদিস মুখস্ত করে।
🤣😅 Follower of গরু-ছাগল মোল্লা ? এদেশের গরু-ছাগল মোল্লার রয়েছে সুনির্দিষ্ট ইতিহাস। নবী কান্নাকাটি করলেও এ ইতিহাস মুছে যাবার নয়। এদের কবরে শুয়ে থাকা ওস্তাদরা তাদের শিখিয়েছে, "কোরআন বোঝা এত সহজ নাকি ? কোরআন কঠিন। আমরা নবীর চেয়ে বেশি বুঝবো নাকি ? হাদিসে সব আছে। হাদিস পড়লেই হবে। আমাদের কাছে চলে আসবেন। (আমাদের দোকান খোলা আছে। আমাদের পেট...
@@joe_mama92 🤣😅 Follower of গরু-ছাগল মোল্লা ? এদেশের গরু-ছাগল মোল্লার রয়েছে সুনির্দিষ্ট ইতিহাস। নবী কান্নাকাটি করলেও এ ইতিহাস মুছে যাবার নয়। এদের কবরে শুয়ে থাকা ওস্তাদরা তাদের শিখিয়েছে, "কোরআন বোঝা এত সহজ নাকি ? কোরআন কঠিন। আমরা নবীর চেয়ে বেশি বুঝবো নাকি ? হাদিসে সব আছে। হাদিস পড়লেই হবে। আমাদের কাছে চলে আসবেন। (আমাদের দোকান খোলা আছে। আমাদের পেট...
অসংখ্য ধন্যবাদ, সত্যগুলো সুন্দরভাবে উপস্থাপনের জন্য, ধর্মব্যবসায়ীদের মুখোশ উন্মোচন করার জন্য। ইলিয়াস ভাই আল্লাহ আপনাকে মঙ্গল করুন।
ভাই আপনে সাংবাদিক না অন্দকারের একটুকরো প্রদীপ যা পুরো সমাজের চোখ'কে আলোকিত করেন। মন থেকে আপনার দির্ঘায়ু কামনা করি। 🥰🥰🥰
এই রকম ভিডিও অনেক আগে থেকেই খুজতেছিলাম আজকে পেলাম ধন্যবাদ ইলিয়াস ভাই সবসময় সত্যটা আমাদের সমানে তুলে ধরবেন
ইলিয়াছ হোছাইন ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে এই ভন্ডামীর ভন্ডামী তুলেধরার জন্য যাজাকাল্লাহ খায়ের।
আমি বরিশালের ছেলে হয়ে বলছি ইলিয়াস হোসেনের কথাগুলো সত্য চরমোনাই আসলে ধর্মব্যবসায়ী।
না রে ভাই এগোলা কি?😂😂😂
U r wrong
❤
পিনাকি দাদার মতো
এই ভিডিও টি
পূর্ন প্রচার করুন
ইলিয়াস ভাই ❤❤❤❤❤
এক মত
সহমত ❤🎉
সহ মত
একমত
রাইট
চরমোনাইয়ের আসল মুখোশ খুলে দেওয়ার জন্য ইলিয়াস ভাইকে ধন্যবাদ
হ ভাই
😅😅😂😂
হ ঠিক আছে 😂
অনেক অনেক ধন্যবাদ ইলিয়াস ভাই
ভন্ডামীর মুখুশ খোলার জন্য ইলিয়াস ভাইকে অভিনন্দন🌹🌹
ভাই যা করেছেন।
মাথায় নষ্ট।
আপনার প্রতি দোয়া থাকলো ভাই।
এভাবেই সঠিক কথা প্রচার করতে থাকুন।
U r wrong
শুকরিয়া আদায় করি ঐ রবের প্রতি যিনি ঘুম নামক মৃত্যু থেকে জাগিয়ে তুলছেন
আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ
Alhamdulillah
জাহাজ বাবা জিন্দাবাদ, বাইম মাছ জিন্দাবাদ
চরমোনাইয়ের আসল মুখোশ খুলে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
😁😁😁
😂😂😂
ধন্যবাদ মুখোশ খুলে দেওয়ার জন্য ❤🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩❤❤🇧🇩❤
আসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমি আগে ভাবতাম এরা হক্কানী আলেম। কেননা এরা ভারতের বিরুদ্ধে কথা বলেছিল। এরা যে ভন্ড তার জানতাম না। ইলিয়াস আঙ্কেল আপনার মাধ্যমে জানতে পারলাম। দোয়া করি আল্লাহ আপনাকে যেন নেক হায়াত দান করে।
যে প্রিয় ভাই ইলিয়াস ভাই আপনার জন্য আজ একটা ভ্রান্ত ধারণার মধ্য থেকে বেরিয়ে আসতে পারলাম আপনাকে জানাই হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা আপনার কাজ অনেক ভালো লাগে
জানিনা কেন তোমার ভিডিও এত ভালো লাগে সত্য কথা শুনতে
Karon se munafek
@@MdAbulkalamshah
ভন্ড পীরের থেকে ভালো আলহামদুলিল্লাহ
@@MdAbulkalamshahমুনাফিকের সংজ্ঞা কি??
ধন্যবাদ
যখন কথা বলে মিথ্যা বলে,আমানতের খিয়ানত করে,যখন ওয়াদা করে তখন তার খিলাফ করে। এবং কারও সাথে ঝগড়া করলে গালিগালাজ করে।@@NayemHossen-ot3tu
চরমোনাই এর ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ ইলিয়াস ভাই
ধন্যবাদ ইলিয়াস সাহেব হকের ড্রিলার জাহাজ পীরদের মুখোশ উন্মোচন করার জন্য।
দীর্ঘ ১০ বছর পরে জামায়াতের আজকের সমাবেশ দেখে কে কে খুশি হয়েছেন ❓❓❓
❤❤❤
Alhamdulillah
আল্লাহু আকবার
আলহামদুলিল্লাহ ❤❤❤
আমি মন থেকে খুব খুশি হলাম
অসংখ্য ধন্যবাদ, সত্যগুলো সুন্দরভাবে উপস্থাপনের জন্য, ধর্মব্যবসায়ীদের মুখোশ উন্মোচন করার জন্য !!
ইলিয়াস ভাইয়ের মাধ্যমে অনেক গোপন খবর শুনতে পাই!আপনার মতো সাংবাদিক হাজারে একজন হয়🔥
সহমত
ইলিয়াস আবার কোন ধোনের সাংবাদিক,,,ও তো একটা সুয়ারের বাচ্ছা মৌদুদির জারজ সন্তান
মিথ্যা সংবাদ বললে তো এরকম সাংবাদিক হাজারে একজন ই পাবেন😅😅
@@mawlanamukbulhusain8264 apni koren na mia.. Moke kno kaj kore deken... Asob faul koi teke ashe
@@mawlanamukbulhusain8264 Apni.. Joto taratari sombon pabna haspatale borti hon... Faul abal.
আলহামদুলিল্লাহ। ইলিয়াস ভাই অনেক ধন্যবাদ। আপনি এই মুনাফিকদের আসল রূপ জাতির কাছে তুলে ধরেছেন।
আল্লাহ সকল মুসলিম ভাইদের হেফাজত করুন
আমিন
বরিশালের সবাই জানে, চরমোনাই টাকা নেয় নাহ
তাদের কোনো দরবার শরীফ নাই
শুধু মাহফিল হয়
ইলিয়াস মিথ্যা গিবতকারী
Amin 🤲🤲🤲
৫ বছর আগেও এদের বিরুদ্ধে কিছু বললে কিছু মুর্খ সরাসরি কাফের বলতো। আজ দেখ মুর্খের দল। ভন্ডামি কাকে বলে। ইসলামে কখনোই পীর বলে কিছু নাই। এগুলো সব বানোয়াট।
@@trtanvir6929
স,
বাংলাদেশ জামায়াত ইসলাম ও ইসলামি ছাত্র শিবির জিন্দাবাদ ❤️❤️❤️❤️❤️
আমাদের লিডার তো একজনই মোহাম্মদ সাঃ❤
ভাই আমাদের নবী( صل اللله عليه وسلم) কোন লিডার নয়
চরমোনাই এর আসল মুখোশ খুলে দেওয়ার জন্য ধন্যবাদ
আমি চরমোনাই এর মেয়েব😩
পিনাকি দাদার মতো
এই ভিডিও টি
পূর্ন প্রচার করুন
ইলিয়াস ভাই
জামাতীরা অপপ্রচারে বিশ্বাসী।
😂😂
বাংলাদেশের নাম্বার ওয়ান সাংবাদিক ইলিয়াস হোসাইন লাভ ইউ বস❤❤❤
ব ল দ😂
@@shahadatjamilofficial3342 apni to akta bolod abal faul pagol.... Video r proman ditace tau vlo lage na lojja taka dorkar
বাংলাদেশ বরে গিয়েছে ছাগল দিবে 😂😂😂
বাংলাদেশের নাম্বার ওয়ান বদমাইশ
পিনাকি দাদার মতো
এই ভিডিও টি
পূর্ন প্রচার করুন
ইলিয়াস ভাই
কেয়ামতের আগে আলেমদের থেকে ফেৎনা বের হবে আর সেই ফেৎনায় আলেমরাই পতিত হবে,,,, (আল হাদিস)😢😢😢
চরমোনাই এর পিছনে যে এক গল্প রয়েছে তা বুঝতে বাকি থাকেনা তাদের বক্তদের দেখে।
চরমোনাই এর মুখুশ খুলে দেওয়ার জন্য ধন্যবাদ
Jamat ki agulo dekhcheni 😂😂😂
ইলিয়াস হোসাইন সব সময় সত্যির পক্ষে 💝
ভাই পুরাই লেংটা কইরা দিলেন ধন্যবাদ।
হাহা 😂
চরমোনাই সুবিধাবাদী দল
জাযাকুমুল্লাহ খায়ের ভাইকে ধন্যবাদ
Ekhon jamat oder sate jot korbe chi chi😂
ইলিয়াস ভাই এসব ধর্ম ব্যাবসায়ীদের আসল মোখস উম্মোচন আপনি অভ্যাহত রাখুন যাতে মানুষ ওদের আসল রুপ চিনতে পারে আর নিজেদের সংশোধন করতে পারে - আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এমন তথ্য তুলে ধরার জন্য । আল্লাহ আপনাকে হেফাজত করুণ - আমিন
সময় উপযোগী একটি প্রতিবেদন। ধন্যবাদ ভাই নির্বাচনের আগে এটা প্রচার করার জন্য
মিথ্যাবাদী
@@MdHasan-cs8slকে মিথ্যাবাদী আমরা সবই জানি।চরমোনাইয়ের কাজগুলা দেখতেছি কয়েকবছর ধইরাই।মানুষ যে দালাল বলে আমি তো ভুল পাই না এই কথায়
ইলিয়াশ ভাই এখানে বেশিরভাগ দর্শকই গবেষনা করবে না সে জানেন সেজন্য জাতীকে বিভ্রান্ত করা তার জন্য সহজ। হযরত মুহাম্মদ (সঃ) তার মেয়ের ব্যাপারে বলেছেন হে ফাতেমা তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কবরে গিয়ে আমি নবীর মেয়ে এ পরিচয় দিলে লাভ হবে না, এ হাদীসের ওয়াজ যে পীর সাহেব করেন সেটা হয়তো আপনি কোন দিন শোনেন নি, আর জাহাজ এখানে বাস্তব জাহাজ এর কথা বলা হয়নি মানুষকে বুঝানোর জন্য বলা হয়েছে, উলামায়ে কেরাম সুপারিশের ক্ষমতা পেলে কোন শ্রেনীর লোকদের সুপারিশ করতে পারে সেটা বলা হয়েছে, আর আমলগুলোকে কলাগাছ বা বয়ার সাথে তুলনা করেছেন "হজরত রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কেয়ামতের দিন তিন শ্রেণির লোক সুপারিশ করবেন। এক. নবী-রাসুলগণ, দুই. উলামায়ে কেরাম ও তিন. শহিদগণ। -মেশকাত শরিফ : ৫৩৭০" বাইং মাছের ওয়াজটাও একটা উদাহরন ছিলো, ওখানে বুঝানো হয়েছে" প্রথমেই আল্লাহর দিকে ফিরে আসেন তাহলে আরামে মৃত্যু হওয়ার আশা আছে তা নাহলে আজরাইঈল(আঃ) যেভাবে বদকারদের মৃত্যু দেয় সেভাবে হবে" গ্রামের মানুষদের বুঝাতে গিয়ে প্রথমেই পুকুরে জালে সব মাছ উঠলেও বাইং মাছ উঠতে চায় না পরে কিন্তু কোপ খেয়ে ঠিকই এক সময় ধরা খায় সেটা বলছেন। প্রত্যেকটা কাট ভিডিওই আমার কাছে অপপ্রচার মনে হয়েছে যা গবেষনা না করলে যে কোন সাধারন মানুষ মারাত্বক ভাবে বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা আছে, নির্বাচনের একদিন আগে এটা করা আপনার অন্তত ঠিক হয়নি, আল্লাহ আমাকে এবং আমার জাতীকে সিরাতল মুস্তাকিমের পথে চলে আল্লাহর রাজীখুশির উপর মৃত্যুদিন।
যখন নিজেদের পক্ষে যায় তখনই সময় উপযোগী
লিখেছেনঃ মুহাম্মদ শেখ সাদী খাঁন.
চরমোনাইর দরবার এবং অন্যান্য দরবারের মাঝে পার্থক্যঃ
চারদিকে লা*শহীন মাজার ও ভ*ন্ড-পীরদের আ*স্তানা এবং তাদের আনাগোনা বেশি থাকায় চরমোনাইর দরবার,পীর এবং মাজারকে অনেকেই অন্যান্য ভ*ন্ড-পীরদের দরবার ও তাদের পীর এবং তাদের মাজারের মতো মনে করে থাকে। বাংলাদেশে লা*শহীন স্থানকে রাতারাতি মাজার বানিয়ে মানুষের টাকা আদায় করে ব্যবসা করার কারণে,বিভিন্ন মাজারে আগরবাতি, মোমবাতি দেওয়া,
টাকাপয়সা,গরু,ছাগল দিয়ে মান্নত করা ইত্যাদি অর্থাৎ চারদিকে এসবের বেস প্রচলন থাকার কারণে অনেকেই চরমোনাইর দরবারকে,মাজারকে সেসব ভ*ন্ডদের দরবার বা মাজারে মতো মনে করে বসে থাকে । এমনটা মনে করে অনেকেই চরমোনাইর বিরুধীতাও করে থাকে।
ওঁরা আসল হাকিকত জানতে চেষ্টাও করেনা।
অথচ বাস্তব চিত্র দেখুন_
অন্য সকল দরবার,পীর এবং মাজার থেকে চরমোনাইর দরবার,পীর এবং মাজার একেবারেই ভিন্ন।
চরমোনাইর মাজারের সাথে উজানী দরবার শরিফের মিল রয়েছে। আরও বেশকিছু হক্কানী পীর-মাশায়েখদের দরবার সঠিকভাবে রয়েছে। এছাড়া আমার দেখায় অন্যান্য মাজারগুলোর অবস্থা সত্যিই দুঃখজনক।ভন্ডদের মাজার যেন একেকটা রাজা-বাদশাদের অট্টালিকা।অথচ ছবিতে আপনারা চরমোনাইর মরহুম পীর সাহেবদের মাজার দেখতে পাচ্ছেন।আশাকরি দৃষ্টিভঙ্গি বদলাবে ইন শা আল্লাহ।
চরমোনাইর দরবার,পীর এবং মাজার নিয়ে অনেকের ধারণা ঠিক এরকম। যেমনঃ_____
অন্যান্য দরবারের পীরেরা টাকা নেয়?
মাজারে টাকা ছিটিয়ে দিতে হয়?
মোমবাতি আর আগড়বাতি ছাড়া যাওয়া যাবেনা।
মাজারের সামনে সিজদাহ্ দিতে হয়।
পীরের হাতে মোটা অংকের টাকা হাদিয়া দিতে হয়।
গরু,ছাগল,মুরগী, ডিম ইত্যাদি দান/ মান্নত করতে হয় ইত্যাদি ইত্যাদি।
অথচ চরমোনাইর দরবারে বাস্তবে তার কিছুই হয়না।
অর্থাৎ সবই শূন্য এবং শূন্য। যার প্রমাণ সেখানে গেলে নিজ চোখে দেখতে পাবেন।
চরমোনাইর দরবারে গেলে দেখবেন,মরহুম পীর সাহেবদের মাজারের সামনে গিয়ে মানুষ সি*জদাহ্ দেয় না।
টাকাও ছিটিয়ে ফেলেনা।গরু/ছাগল মান্নত, আগড়বাঁতি/মোমবাতি ইত্যাদি দিতে হয়না। সেখানে ২৪ ঘন্টা,সিকুরেটি সহ বিভিন্ন সেচ্ছাসেবী ভাইয়েতা তদারকি করতে থাকে।
যারা চরমোনাইর দরবারে যায়নি তারা না গেলে ওই-স্থানের মর্মতা হয়তো বুঝে আসবেনা। কেননা অভিজ্ঞতা ছাড়া জ্ঞানর্জন করা খুবই কঠিন। দূর থেকে ভ্রান্ত ধারণা কিংবা পথভ্রষ্ট শায়খদের অনুসরণ করাতে অনেকেই চরমোনাইকে দেখতে পারেনা। মূলত দোষ তাদের না , তাদের শায়খদের?
যারা চরমোনাইর নামে অপপ্রচার করে তাদের কান ভারী করে মগজ ধোলাই করে রেখেছে।
আজ একটা সংবাদে দেলাম।
পু*কুরের কাছে যা চায় তাই নাকি পায়?
নাউজুবিল্লাহ। সেখানে হাজার হাজার মানুষ দু*ধভর্তি ক*লসি নিয়ে পানিতে ফেলে দিচ্ছে। টাকা পানিতে ঢুবিয়ে দিচ্ছে। রুকু-সিজদাহ্ তো আছেই। আগরবাতি,মোমবাতির গোডাউন সেখানে। সবাই জমা করছে। আল্লাহ মাফ করুক।
এগুলা নিয়ে কারো কোনো স্টেটাস নেই, লেখালেখি নেই। কিছুই নেই। অথচ হাজার হাজার মানুষ প্রতিদিন সেই পুকুর নামক দরবার শরীফে যাচ্ছে। তারা আমাদেরই ভাই বোন?
অথচ আমরা ভ*ন্ডদের বিরুদ্ধে সোচ্চার না হয়ে হক্কানী দরবার,হক্কানী পীর মাশায়েখদের পিছনে লেগে আছি।
আফসোস।
অনুরোধ রইলো, চরমোনাইর দরবার,পীর এবং চরমোনাইর মরহুম পীর সাহেবদের মাজারের সাথে অন্যান্য দরবার,,পীর এবং মাজারের মতো ভাবার আগে একটিবার চরমোনাইর ফাল্গুন অথবা অগ্রহায়ণ'এর মাহফিল থেকে ঘুরে আসুন।
নিজ চোখে দেখে আসুন।
ইনশাআল্লাহ আপনার চোখ খুলে যাবে।
আপনার চিন্তাভাবনাও পালটে যাবে ইন শা আল্লাহ।
মনে রাখা উচিত, চরমোনাইয়ে মরহুম পীর সাহেবদের মাজার অন্যসব মাজারের মতো অট্টালিকা বিশেষ কিছু নির্মিত নেই। আট-দশটা সাধারণ মানুষের ক*বরের মতোই তাঁদের ক*বর। আর তাই চরমোনাইর মরহুম পীর সাহেবদের সমাধিস্থলকে কেউ মাজার বলেনা বরং ক*বর' ই বলে। আমি জাস্ট বুঝানোর স্বার্থে মাজার শব্দটি ব্যবহার করেছি।
যেহেতু চারদিকে মাজার নিয়ে হৈচৈ আছে।
[ বিঃদ্রঃ মাজার এর বাংলা অর্থ
মাজার্ (বিশেষ্য) গুরুস্থানীয় সম্মানিত ব্যক্তির সমাধিস্থল,আল্লাহর ওলিদের সমাধি বা ক*বর; জিয়ারতের স্থান ইত্যাদি ]
যাযাকুমুল্লাহ।
________ চরমোনাই Live TV 24 (যুক্তহোন).
ভালো আছেন ইলিয়াস ভাই
ইসলামের জয় হবে
ইলিয়াস ভাই কে, আল্লাহ তায়ালা নেক হায়াত দান করুন
W
সত্যি,,,,ইলিয়াস ভাই চোখ খুলে দিলেন🥰
সৌন্দর্যের অহংকার,ক্ষমতা,বড়ত্ব সব কিন্তু একদিন বেলা শেষে সূর্যের ন্যায় অস্ত চলে যাবে,শুধু ব্যক্তিত্ব রয়ে যাবে।
বুদ্ধিমানরা ব্যাক্তিত্ব কে সুন্দর ও মর্যাদাবান করে তুলে।🖤
আহ্ আজকের জামায়তের সমাবেশে যদি মাওলানা মতিউর রহমান নিজামী, আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদী সাহেব যদি উপস্থিত থাকতো তাহলে কতই না সুন্দর লাগতো।
হে আল্লাহ আমাদের ধর্ম কে হেফাজত করো
❤
সাংবাদিক ইলিয়াস হোসেন বাংলাদেশের নক্ষত্র 🙏❣️
বাংলাদেশের গজল সাংবাদিক ইলিয়াস
@@mdnorulislam2378 ইলিয়াস তর মারে চুদছে নাকি
আগে ভালো মনে করতাম।সালা ইলিয়াস একটা মিথ্যা বাদী জারজ, ফাঁসেক।
মিথ্যাবাদী
@@MdHasan-cs8sl নিজের দলের লোক এইজন্য
প্রিয় ভাই, অনেক ধন্যবাদ আপনারা 🎉🎉
আপনি একটি জাতীয় দায়িত্ব পালন করেছেন।
আল্লামা মামুনুল হক আল্লামা সাইদি সহ সকল আলেমদের মুক্তি চাই
Tui ekta munafik ilias
Amio ek mot
Ader ke allah ar kase pataia dewar bebosta kora hok. 😂😂
Tor mak@@Freedom-xk8se
এখন@@Freedom-xk8se
আমি জামায়াত করিনা কিন্তু আজকে সমাবেশ করায় অনেক ভালো লেগেছে।
এক মাত্র ইসলামি রাজনৈতিক দল।বাংলাদেশ জামায়াতে ইসলামী। ❤️❤️
ইসলামে দল বা উপদল নিষেধ সম্পর্কে কুরআনের বিভিন্ন আয়াতে উল্লেখ আছে, যা দলবাজি এবং মতভেদকে ইসলামি ঐক্যের বিপরীতে রাখে। কুরআনে আল্লাহ স্পষ্টভাবে মুসলমানদের একতাবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন এবং দলবাজি বা উপদল করার ব্যাপারে কঠোরভাবে সতর্ক করেছেন। এর কয়েকটি প্রাসঙ্গিক আয়াত হলো:
১. সুরা আল-ইমরান (৩:১০৩):
"আর তোমরা সবাই আল্লাহর রজ্জুকে সুদৃঢ়ভাবে ধারণ কর এবং বিভক্ত হয়ো না। আর তোমাদের প্রতি আল্লাহর নেয়ামতের কথা স্মরণ করো, যখন তোমরা ছিলে শত্রু, তারপর তিনি তোমাদের অন্তরকে একত্র করে দিয়েছেন। ফলে তোমরা তাঁর অনুগ্রহে পরস্পর ভাই ভাই হয়ে গেছ।"
এই আয়াতটি স্পষ্টভাবে মুসলমানদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছে এবং বিভক্ত হওয়া থেকে বারণ করছে।
২. সুরা আন'আম (৬:১৫৯):
"নিশ্চয়ই যারা নিজেদের দ্বীনকে খণ্ডিত করেছে এবং দল উপদলে বিভক্ত হয়েছে, তাদের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। তাদের ব্যাপার আল্লাহর কাছেই উত্থাপিত হবে। তারপর তিনি তাদের জানিয়ে দেবেন যা কিছু তারা করেছিল।"
এই আয়াতে আল্লাহ স্পষ্টভাবে বলেছেন যে যারা দ্বীনকে খণ্ডিত করে বিভিন্ন উপদলে বিভক্ত হয়, তাদের সাথে আল্লাহর রাসূল (সা.)-এর কোনো সম্পর্ক নেই।
৩. সুরা রূম (৩০:৩১-৩২):
"আল্লাহর দিকে ফিরে আসো, তাঁকে ভয় করো এবং সালাত কায়েম করো। আর মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না, যারা নিজেদের দ্বীনকে খণ্ড খণ্ড করেছে এবং উপদলে বিভক্ত হয়েছে, প্রত্যেক দলই তাদের নিজেদের সাথে থাকা মতাদর্শ নিয়ে আনন্দিত।"
এখানে কুরআন স্পষ্টভাবে উপদলবাজি এবং বিভক্তিকে মুশরিকদের বৈশিষ্ট্য হিসেবে দেখিয়েছে।
৪. সুরা শুরা (৪২:১৩):
"তিনি তোমাদের জন্য দ্বীনের যে নির্দেশ দিয়েছেন, তা হলঃ তোমরা দ্বীনের ব্যাপারে দলাদলি করো না।"
এই আয়াতেও আল্লাহ দলাদলিকে নিষিদ্ধ করেছেন এবং ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন।
দলবাজি ও মতভেদ নিয়ে হাদিস:
রাসূলুল্লাহ (সা.) বলেছেন:
"তোমরা জামাআতকে আঁকড়ে ধরো, এবং বিভক্তি থেকে বেঁচে থাকো। কারণ, শয়তান একক ব্যক্তির কাছাকাছি থাকে এবং দুজন থেকে দূরে থাকে।" (তিরমিজি)
সংশ্লিষ্ট মতবাদের সংঘর্ষের ব্যাপার:
ইসলাম মতে শিয়া ও সুন্নি, জামাত বা সিবিরের মত বিভিন্ন দল ও উপদল কুরআনের ঐক্যের আদর্শের সাথে সাংঘর্ষিক। কুরআনে স্পষ্টভাবে দলবাজি, উপদলবাজি এবং মতভেদ থেকে বিরত থাকার কথা বলা হয়েছে, কিন্তু বিভিন্ন রাজনৈতিক বা ধর্মীয় উপদলগুলো তাদের নিজস্ব মতাদর্শ প্রচার করে ইসলামের
মিথ্যা কথা। বাংলাদেশে কোনো ইসলামিক দল নেই।
পিনাকি দাদার মতো
এই ভিডিও টি
পূর্ন প্রচার করুন
ইলিয়াস ভাই
জামাত শিবির মানুষের রক কঢে
😭😭
@@IslamictvOS এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি,যে শিবিরের অমুক সদস্য বা কর্মী র/গ কেটেছে। আওয়ামী লীগের কিছু নেতারা মনগড়া অভিযোগ করে রাখছে নেট ঘাটলে কিছু অভিযোগ পেতে পারেন। স্পেসিফিক কোনো প্রমাণ নেই।
ইলিয়াস ভাই এর,যে তথ্য সংগ্রহ করেন। একটা দেশের গোয়েন্দা ইউনিটের থেকে কম না। দোয়া করি সমব সময় সত্যর পথে থাকবেন।💚
সময় উপযোগী তথ্য ধন্যবাদ ইলিয়াস ভাই,,, অনেক দিন অপেক্ষায় ছিলাম আপনার সুন্দর উপস্থাপনের জন্য।
রুটি আর সরকার দুটোই উল্টানো দরকার!
রুটি না উল্টালে পুড়ে যায়, আর সরকার না উল্টালে দেশের জনগণ পুড়ে যায়।
❤
আগে নিজে পরিবর্তন হোন, নিজেদের জিন্দিগি তে সুন্নতের চর্চা নেই, তারা আবার ইসলাম কায়ম করবে।
সহমত
অসংখ্য ধন্যবাদ
100%raight
ধন্যবাদ জানাই ইলিয়াস ভাইকে। এদের ভণ্ডামির কারণে আমরা অনেক দিন যাবত ভুগছি😂😂😂😂😂
U r wrong
@@aponnusrat4603 😂😂😂😂
right🤣🤣🤣
ইসলামী ছাত্রসেনার একজন নগন্য কর্মী হিসেবে আপনার এই সত্য প্রচারের জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি
আমরা মুসলিম আমরা আল্লাহ ইবাদত বন্দেগি করবো, আমাদের নবী রাসূল দের অনুসরণ করবো,, কোনো পীর কে না আমি কোনো পীর কে বিশ্বাস করি না,
ALLAH HU AKBAR
Masha ALLAH
Jajak ALLAH khiron
তুমি ইসলামের কি বুঝ
না আমরা কেউ ইসলাম বুঝি না তোমরা ভন্ড পীর আর তার ভন্ড মুরিদরাই বুঝে@@siddikmorol2042
@@siddikmorol2042 Pity on you.
আমরা চাই জাতীয় নির্বাচন সুষ্ঠু হোক।
চুপ মূর্খ কোথাকার 😠, তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে ইনশাআল্লাহ
ইলিয়াস ভাই বাংলাদেশের মহান ও সত্যবাদী সাংবাদিক। ইলিয়াস ভাইয়ের অসংখ্য লাইফ দেখেছি কিন্তু মিথ্যার কোনপ্রকার ছিটেফোঁটা পায়নি।❤❤❤🎉🎉🎉
Ata mittha
এই চর্মরোগ সারা বাংলাদেশে ছরিয়ে গেছে ভাই,,অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই
ইলিয়াস ভাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ আপনাকে নেক হায়াত বৃদ্ধি করে দিন। চরমোনাই পীর নিয়ে একটা ভিডিও বানানোর জন্য আমি কয়েকটা ভিডিওতে আপনাকে অনুরোধ করেছিলাম আলহামদুলিল্লাহ আপনি আমার কথা রেখেছেন।
ইসলামের যদি কখনো কোন প্রকার ক্ষতি হয় তবে ভন্ড পীর আর ভন্ড আলেমদের কারনেই হবে।
absolutely right brother
নিঃসন্দেহে সত্যি বলেছেন।
ইলিয়াস ভাই আমার বাড়ি বরিশালে আপনি এই চরমোনাই বিরোধিতা আরো অনেকদিন আগে থেকেই করে আসছেন তখন আমি মনে করতাম ইলিয়াস ভাই এরকম ভালো পীরের ও সংগঠনের বিরোধিতা করছে একটু খারাপ লাগতো তবে এখন আর সেই খারাপ লাগে না কারণ আপনার বিরোধিতার যুক্তি কারণ অনেক আছে যেটা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে ধন্যবাদ ইলিয়াস ভাই
বিরুধিতা করে নাই । রেজু , ফজু , যে ভন্ড , মূর্খ , নামের পূর্বে মুফতি টাইটেল লাগায় মিথ্য তথ্য গুলো জাতীর বিবেকের কাছে তুলে ধরেছে ….
❤❤
কারণ তিনি জামায়াতি ইসলামের ডিলারশিপ @@MD.HabibullaHabib-et8gl
আপনি সামনে থেকে দেখছেন?
এইভাবে নাম বেচে আর কত দিন। চরমোনাইয়ের ভুল ধরতেই হবে নাইলে এরা আমাদের চেয়ে বড় দল হয়ে যাবে
ধন্যবাদ ইলিয়াস ভাই সময়পযোগী গোপন তথ্য ফাঁস করার জন্য।
❤❤❤❤
হে আল্লাহ্ সমস্ত ফেতনা ফ্যাসাদ থেকে আমাদের হেফাজত করুন।। আমিন
Chamra naaiiii
th-cam.com/video/mGD7m7A0il4/w-d-xo.html
এটা হল হক্কানী আলেম এটা কোন ফেতনা ফ্যাসাদ না তারা এই ভিডিও ছেড়েছে তারা ফেতনা-ফাসাদ তারা ইসলামের শত্রু দেশের শত্রু
কার কাছে কি কন মিয়া, আসমানে বসে আল্লাহইতো ইসলামের হোগা মারতেছে।
🤣😅 Follower of গরু-ছাগল মোল্লা ? এদেশের গরু-ছাগল মোল্লার রয়েছে সুনির্দিষ্ট ইতিহাস। নবী কান্নাকাটি করলেও এ ইতিহাস মুছে যাবার নয়। এদের কবরে শুয়ে থাকা ওস্তাদরা তাদের শিখিয়েছে, "কোরআন বোঝা এত সহজ নাকি ? কোরআন কঠিন। আমরা নবীর চেয়ে বেশি বুঝবো নাকি ? হাদিসে সব আছে। হাদিস পড়লেই হবে। আমাদের কাছে চলে আসবেন। (আমাদের দোকান খোলা আছে। আমাদের পেট....
সঠিক তথ্য গুলো জনগণের সামনে তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ।
ইলিয়াস ভাইকে ধন্যবাদ এগুলো তুলে ধরার জন্য।
আজ ১০বছর পর জামাত শিবিরের সমাবেশ করতে পেরেছে(আলহামদুলিল্লাহ) আমি ছোট ছিলাম ১২/১৪সালে আমি জামাত শিবিরের অনেক মিছিল চলে যেমাত মাদ্রাসা পালিয়ে আজ বড় হয়েছি কিন্তু সমাবেশকে অনেক মিস করেছি(দুবাই)
ইলিয়াস ভাই আপনার কথা শুনে অনেক সময় হাসলাম,থ্যাংক ইউ ভাই, উচিত কথা সবাই বলতে পারেনা।
মাশাআল্লাহ চমৎকার হয়েছে ইলিয়াস ভাই ❤
আল্লাহ সবাইকে হেফাজত করুক।
আরে ভাই তারা শুধু মাদ্রাসা ও এতিমখানার জন্য টাকা নেয়।
অন্য কোনো টাকা নেয় নাহ
আর তাদের কোনো দরবার শরীফ ও নেই
এই ইলিয়াস মিথ্যা অপবাদকারী
ভন্ড হুজুরদের কখনো হেদায়েত হবে না
একটা খারাপ লোক ভালো হতে পারে কিন্তু ভালো লোক তো খারাপ হতে পারে না আমি আর কি বলব বাকিটা আপনারা বুঝে না
আর এই জন্যই আমি কোন পীর মুরিদ পছন্দ করি না শুধুমাত্র পছন্দ করি আমাদের আল্লাহ আমাদের রাসুল হযরত মুহাম্মদ সাঃ
আমাদের বাংলাদেশের সবচেয়ে ভালো হুজুর হচ্ছে দেলোয়ার হোসেন সাঈদী আরো ভালো ভালো হুজুর আছে সবার নাম মনে নেই একজনকে দিয়ে বুঝালাম😊
ভাইয়া আপনার কন্ঠ শুনলে অনেক ভালো লাগে...!!
৬-৮ মাস আগের কথা এখন সব মিলে যাচ্ছে...!!
আশা করি বাকিগুলোও মিলে যাবে...!!
অনেক মানুষ সচেতন হবে
ইলিয়াস ভাই আপনাকে ধন্যবাদ চরমোনাই পীর সাহেব মুফতি ফয়জুল করিম সাহেবের মুখস উম্মচন করার জন্য 🎉
ইলিয়াস ভাই মানে সত্য ঘটনা ❤
আল্লাহ আপনি বাংলা দেশের মানুষ কে হেফাজত করুন 😢😢😢😢😢😢😢😢😢
Vanda Chaurmonai Awami dalal & enemy of Islam.
আমিন
ইলিয়াশ ভাই এখানে বেশিরভাগ দর্শকই গবেষনা করবে না আপনি জানেন সেজন্য জাতীকে বিভ্রান্ত করা আপনার জন্য সহজ। হযরত মুহাম্মদ (সঃ) তার মেয়ের ব্যাপারে বলেছেন হে ফাতেমা তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কবরে গিয়ে আমি নবীর মেয়ে এ পরিচয় দিলে লাভ হবে না, এ হাদীসের ওয়াজ যে পীর সাহেব করেন সেটা হয়তো আপনি কোন দিন শোনেন নি, আর জাহাজ এখানে বাস্তব জাহাজ এর কথা বলা হয়নি মানুষকে বুঝানোর জন্য বলা হয়েছে, উলামায়ে কেরাম সুপারিশের ক্ষমতা পেলে কোন শ্রেনীর লোকদের সুপারিশ করতে পারে সেটা বলা হয়েছে, আর আমলগুলোকে কলাগাছ বা বয়ার সাথে তুলনা করেছেন "হজরত রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কেয়ামতের দিন তিন শ্রেণির লোক সুপারিশ করবেন। এক. নবী-রাসুলগণ, দুই. উলামায়ে কেরাম ও তিন. শহিদগণ। -মেশকাত শরিফ : ৫৩৭০" বাইং মাছের ওয়াজটাও একটা উদাহরন ছিলো, ওখানে বুঝানো হয়েছে" প্রথমেই আল্লাহর দিকে ফিরে আসেন তাহলে আরামে মৃত্যু হওয়ার আশা আছে তা নাহলে আজরাইঈল(আঃ) যেভাবে বদকারদের মৃত্যু দেয় সেভাবে হবে" গ্রামের মানুষদের বুঝাতে গিয়ে প্রথমেই পুকুরে জালে সব মাছ উঠলেও বাইং মাছ উঠতে চায় না পরে কিন্তু কোপ খেয়ে ঠিকই এক সময় ধরা খায় সেটা বলছেন। প্রত্যেকটা কাট ভিডিওই আমার কাছে অপপ্রচার মনে হয়েছে যা গবেষনা না করলে যে কোন সাধারন মানুষ মারাত্বক ভাবে বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা আছে, নির্বাচনের একদিন আগে এটা করা আপনার অন্তত ঠিক হয়নি, আল্লাহ আমাকে এবং আমার জাতীকে সিরাতল মুস্তাকিমের পথে চলে আল্লাহর রাজীখুশির উপর মৃত্যুদিন।
Vai asob edit video dekhe kew kono alem ke gali dibana karon video post kora lok islam related gan tar akebarei kom akjon alemer tulonay
@@syedmahmud45 dalali bad diye valo hoye jan
63 বছরেও যিনি একটাও মিথ্যা কথা বলেননি তিনি হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
😂😂😂
৬৩ বছরে যে ৬৩ হাজার মাগী চুদেছে তার কি হবে?
একটা সত্য কথার উদাহরণ দেন তো যে সে এই কথাটা সত্য বলেছে
@@odience7467 what do you want to know?
@@TyrantNxT that's are you know tell that
গরিবের আল জাজিরা আমাদের ইলিয়াস ভাই।
সহমত
সহমত
আসলেই।
অনেক ভাল্লাগছে ভাই কথাটা।
সব ঠিক কথা।
হক পন্থি আলেম সায়েখ জসিমউদদীন রহমানী
💚💚💚💚💚
Ji
R8
❤ ধন্যবাদ ভাই এরকম একটা ভিডিও প্রচার করার জন্য
ভাই এরকম পর্দার আড়ালে যারা অন্যায় অবিচার এবং ধর্ম ব্যবসা করে তাদের মুখোশ খুলে দেয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আশা করি এইরকম ভিডিও প্রতিদিনই দিবেন❤
গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ..
বাংলাদেশ জামাতে ইসলামী একটি শান্তিপূর্ণ ইসলামী সংগঠন
এইটা আরেক জংগী সংগঠন
Jamat sibir batil dol
@@MdAbulkalamshahআল্লাহ পাক আপনাকে দ্বীনের পথে হেদায়েত দান করুন।
আল্লাহ তায়ালা সর্ব শক্তিমান,শেখ হাসিনার উন্নতি সন্ধা হলে মোমবাতি
ইলিয়াস ভাইকে আবারও জানাই অসংখ্য ধন্যবাদ ❤
ঠিক এইরকম ভিডিওর জন্যই অপেক্ষা করছিলাম ইলিয়াস ভাই,, আল্লাহ তোমাকে হেফাজত করুক,,, ইলিয়াস ভাই এর ভক্তরা সারা দাও
আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন আমিন
Amin
এদেশের গরু-ছাগল মোল্লার রয়েছে সুনির্দিষ্ট ইতিহাস। নবী কান্নাকাটি করলেও এ ইতিহাস মুছে যাবার নয়। এদের কবরে শুয়ে থাকা ওস্তাদরা তাদের শিখিয়েছে, "কোরআন বোঝা এত সহজ নাকি ? কোরআন কঠিন। আমরা নবীর চেয়ে বেশি বুঝবো নাকি ? হাদিসে সব আছে। হাদিস পড়লেই হবে। আমাদের কাছে চলে আসবেন। (আমাদের দোকান খোলা আছে। আমাদের পেট....
আজকে যদি জসিম উদ্দিন রাহমানি হুজুর মুক্তি থাকতেন তাহলে চরমোনাই পীরের ভন্ডামি সবার সামনে তুলে ধরতে,,,,,,, ,, ধন্যবাদ ইলিয়াস ভাইকে আপনার মাধ্যমেই জসিম উদ্দিন রাহমানি হুজুরকে চিনতে পেরেছি
ওলামায়ে দেওবন্দ ও তার অনুসারীদের সমালোচনা করে কেউ ক্ষতি করতে পারেনি, বরং নিজেই ক্ষতিগ্রস্থ হবে, যেমন মৌ-দুধী সাহেব, তার নয়টা ছেলে একটিও তার দল করে না, জামায়াতীদের কোন নেতা তাদের সন্তানদের মাদ্রাসায় পড়ায় না, এটা হক্কানী আলেমদের সমালোচনার প্রতিদান।
জি রাইট
মুফতি জসীমউদ্দিন রহমান একজন বরো মাপের আলেম। সে তো জেলে আছে।
@@sobujdewan2228 জঙ্গিবাদ ছড়ানোর জন্য সে জেলে গেছে, তাদের আকিদাহ হচ্ছে শহীদ হওয়ার জন্য ঘরে থেকে বের হয় কিন্তু অপর মুসলমান ভাইকে বোমা মেরে শহীদ করে ঘরে ফিরে। এরা ইসলামী দলকে যেন মানুষ ভোট না দেয় আর স্বশস্ত্র জেহাদের কথা বলে, অথচ কাফেরদের মোকাবেলায় এরা কোনদিনও জেহাদ করে না করবেও না, এদের জেহাদ শুধুই মুসলমানদের বিরুদ্ধে, কারন এরা ইহুদী ও খৃষ্টানদের থেকে ডলার গ্রহন করে রাজকীয়ভাবে পরিবার চালায়।
রাহমানি মুক্তি পেয়েছে
আপনার মতো সন্তান প্রত্যেকটা মায়ের গর্ভে আল্লাহ দান করুক
আমি সেই জন্য এই চরমোনাই পীর সাহেব কে বিশ্বাস করি না,,এরা হচ্ছে সুবিধা পাথী,,
বাস্তবতা কে তুলে ধরার জন্য হাজারো কোটি ধন্যবাদ ইলিয়াস ভাই কে
😂😂😂
মিথ্যাবাদী
@@MdHasan-cs8slসত্য অনেক কঠিন।ভিডিও তো সবগুলার কাটপিস দিলোই
চোরদের কাছে বাস্তবতাই হয়
@@MdHasan-cs8sl ভন্ড চর্ম্নাই
আল্লাহ তায়ালা সবাই কে বুজবার তাওফিক দান করুক আমিন
হে আল্লাহ আপনি আমাদের সমস্ত বিদাদ থেকে হেফাজত করুন।
জাযাকাল্লাহ খাইরান। আল্লাহ সুবহানাহু তায়ালা আমাদের বুঝে আমল করার তৌফিক দান করুন। 🕋🇧🇩✅✅✅
যত দিন আছি, জামাতের সাথে থাকবো ইনশাআল্লাহ।
Dhonnobad
😅😅😅😅
আলহামদুলিল্লাহ ভাল সিদ্ধান্ত কিন্তুক কুরআন সুন্নার আলোকে যতদিন থাকবে তত দিন
দোয়া ত এমন হওয়া উচিত যতদিন বাঁচব হকের সাথে থাকব
@@VLOGUEROMAR ‘Dhonnkbad’ কি?
আগে থেকে মনে হতো চরমোনাই একটা ভন্ড।আল্লাহ তায়ালা সবাই কে হেফাজতে রাখুক। আমিন
আমি কখনো এদের পছন্দ করি না
@@kurishasislamicvideo6771 তোর কপাল পুড়ছে তাই
@@medicalconceptbd8715 😀
লিখেছেনঃ মুহাম্মদ শেখ সাদী খাঁন.
চরমোনাইর দরবার এবং অন্যান্য দরবারের মাঝে পার্থক্যঃ
চারদিকে লা*শহীন মাজার ও ভ*ন্ড-পীরদের আ*স্তানা এবং তাদের আনাগোনা বেশি থাকায় চরমোনাইর দরবার,পীর এবং মাজারকে অনেকেই অন্যান্য ভ*ন্ড-পীরদের দরবার ও তাদের পীর এবং তাদের মাজারের মতো মনে করে থাকে। বাংলাদেশে লা*শহীন স্থানকে রাতারাতি মাজার বানিয়ে মানুষের টাকা আদায় করে ব্যবসা করার কারণে,বিভিন্ন মাজারে আগরবাতি, মোমবাতি দেওয়া,
টাকাপয়সা,গরু,ছাগল দিয়ে মান্নত করা ইত্যাদি অর্থাৎ চারদিকে এসবের বেস প্রচলন থাকার কারণে অনেকেই চরমোনাইর দরবারকে,মাজারকে সেসব ভ*ন্ডদের দরবার বা মাজারে মতো মনে করে বসে থাকে । এমনটা মনে করে অনেকেই চরমোনাইর বিরুধীতাও করে থাকে।
ওঁরা আসল হাকিকত জানতে চেষ্টাও করেনা।
অথচ বাস্তব চিত্র দেখুন_
অন্য সকল দরবার,পীর এবং মাজার থেকে চরমোনাইর দরবার,পীর এবং মাজার একেবারেই ভিন্ন।
চরমোনাইর মাজারের সাথে উজানী দরবার শরিফের মিল রয়েছে। আরও বেশকিছু হক্কানী পীর-মাশায়েখদের দরবার সঠিকভাবে রয়েছে। এছাড়া আমার দেখায় অন্যান্য মাজারগুলোর অবস্থা সত্যিই দুঃখজনক।ভন্ডদের মাজার যেন একেকটা রাজা-বাদশাদের অট্টালিকা।অথচ ছবিতে আপনারা চরমোনাইর মরহুম পীর সাহেবদের মাজার দেখতে পাচ্ছেন।আশাকরি দৃষ্টিভঙ্গি বদলাবে ইন শা আল্লাহ।
চরমোনাইর দরবার,পীর এবং মাজার নিয়ে অনেকের ধারণা ঠিক এরকম। যেমনঃ_____
অন্যান্য দরবারের পীরেরা টাকা নেয়?
মাজারে টাকা ছিটিয়ে দিতে হয়?
মোমবাতি আর আগড়বাতি ছাড়া যাওয়া যাবেনা।
মাজারের সামনে সিজদাহ্ দিতে হয়।
পীরের হাতে মোটা অংকের টাকা হাদিয়া দিতে হয়।
গরু,ছাগল,মুরগী, ডিম ইত্যাদি দান/ মান্নত করতে হয় ইত্যাদি ইত্যাদি।
অথচ চরমোনাইর দরবারে বাস্তবে তার কিছুই হয়না।
অর্থাৎ সবই শূন্য এবং শূন্য। যার প্রমাণ সেখানে গেলে নিজ চোখে দেখতে পাবেন।
চরমোনাইর দরবারে গেলে দেখবেন,মরহুম পীর সাহেবদের মাজারের সামনে গিয়ে মানুষ সি*জদাহ্ দেয় না।
টাকাও ছিটিয়ে ফেলেনা।গরু/ছাগল মান্নত, আগড়বাঁতি/মোমবাতি ইত্যাদি দিতে হয়না। সেখানে ২৪ ঘন্টা,সিকুরেটি সহ বিভিন্ন সেচ্ছাসেবী ভাইয়েতা তদারকি করতে থাকে।
যারা চরমোনাইর দরবারে যায়নি তারা না গেলে ওই-স্থানের মর্মতা হয়তো বুঝে আসবেনা। কেননা অভিজ্ঞতা ছাড়া জ্ঞানর্জন করা খুবই কঠিন। দূর থেকে ভ্রান্ত ধারণা কিংবা পথভ্রষ্ট শায়খদের অনুসরণ করাতে অনেকেই চরমোনাইকে দেখতে পারেনা। মূলত দোষ তাদের না , তাদের শায়খদের?
যারা চরমোনাইর নামে অপপ্রচার করে তাদের কান ভারী করে মগজ ধোলাই করে রেখেছে।
আজ একটা সংবাদে দেলাম।
পু*কুরের কাছে যা চায় তাই নাকি পায়?
নাউজুবিল্লাহ। সেখানে হাজার হাজার মানুষ দু*ধভর্তি ক*লসি নিয়ে পানিতে ফেলে দিচ্ছে। টাকা পানিতে ঢুবিয়ে দিচ্ছে। রুকু-সিজদাহ্ তো আছেই। আগরবাতি,মোমবাতির গোডাউন সেখানে। সবাই জমা করছে। আল্লাহ মাফ করুক।
এগুলা নিয়ে কারো কোনো স্টেটাস নেই, লেখালেখি নেই। কিছুই নেই। অথচ হাজার হাজার মানুষ প্রতিদিন সেই পুকুর নামক দরবার শরীফে যাচ্ছে। তারা আমাদেরই ভাই বোন?
অথচ আমরা ভ*ন্ডদের বিরুদ্ধে সোচ্চার না হয়ে হক্কানী দরবার,হক্কানী পীর মাশায়েখদের পিছনে লেগে আছি।
আফসোস।
অনুরোধ রইলো, চরমোনাইর দরবার,পীর এবং চরমোনাইর মরহুম পীর সাহেবদের মাজারের সাথে অন্যান্য দরবার,,পীর এবং মাজারের মতো ভাবার আগে একটিবার চরমোনাইর ফাল্গুন অথবা অগ্রহায়ণ'এর মাহফিল থেকে ঘুরে আসুন।
নিজ চোখে দেখে আসুন।
ইনশাআল্লাহ আপনার চোখ খুলে যাবে।
আপনার চিন্তাভাবনাও পালটে যাবে ইন শা আল্লাহ।
মনে রাখা উচিত, চরমোনাইয়ে মরহুম পীর সাহেবদের মাজার অন্যসব মাজারের মতো অট্টালিকা বিশেষ কিছু নির্মিত নেই। আট-দশটা সাধারণ মানুষের ক*বরের মতোই তাঁদের ক*বর। আর তাই চরমোনাইর মরহুম পীর সাহেবদের সমাধিস্থলকে কেউ মাজার বলেনা বরং ক*বর' ই বলে। আমি জাস্ট বুঝানোর স্বার্থে মাজার শব্দটি ব্যবহার করেছি।
যেহেতু চারদিকে মাজার নিয়ে হৈচৈ আছে।
[ বিঃদ্রঃ মাজার এর বাংলা অর্থ
মাজার্ (বিশেষ্য) গুরুস্থানীয় সম্মানিত ব্যক্তির সমাধিস্থল,আল্লাহর ওলিদের সমাধি বা ক*বর; জিয়ারতের স্থান ইত্যাদি ]
যাযাকুমুল্লাহ।
________ চরমোনাই Live TV 24 (যুক্তহোন).
@@medicalconceptbd8715 Follower of গরু-ছাগল মোল্লা ?😃😁😜😜 এদেশের গরু-ছাগল মোল্লার রয়েছে সুনির্দিষ্ট ইতিহাস। নবী কান্নাকাটি করলেও এ ইতিহাস মুছে যাবার নয়। এদের কবরে শুয়ে থাকা ওস্তাদরা তাদের শিখিয়েছে, "কোরআন বোঝা এত সহজ নাকি ? কোরআন কঠিন। আমরা নবীর চেয়ে বেশি বুঝবো নাকি ? হাদিসে সব আছে। হাদিস পড়লেই হবে। আমাদের কাছে চলে আসবেন। (আমাদের দোকান খোলা আছে। আমাদের পেট....
যে মোল্লার কবলে পড়েছে সেই সবচেয়ে হতভাগ্য। কেননা কেউ তাকে বাচাতে পারবে না এবং সে না মানুষ না পশু না ভূত - এমন কিম্ভূতকিমাকার অবস্থায় অন্যদেরও বিভ্রান্ত করবে। কেননা এরা কোরআন এর কোন জ্ঞান রাখে না। শুধু হাদিস মুখস্ত করে।
চরমোনাই হাদিস এবং কোরআন থেকে ওয়াজ করে না,,,,,তাদের পীরই সব,,,,আল্লাহ আমাদের হেদায়েত দান করুন
Apnar montobbo vul
ইলিয়াস ভাই আপনি আসলে একটা জিনিস ,স্যেলুট আপনাকে
চরমোনাই ভন্ড জানতাম কিন্তু এতটা ভন্ড জানতাম না।
আপনাকে ধন্যবাদ সঠিক তথ্য তুলে ধরার জন্য।
এদেশের গরু-ছাগল মোল্লার রয়েছে সুনির্দিষ্ট ইতিহাস। নবী কান্নাকাটি করলেও এ ইতিহাস মুছে যাবার নয়। এদের কবরে শুয়ে থাকা ওস্তাদরা তাদের শিখিয়েছে, "কোরআন বোঝা এত সহজ নাকি ? কোরআন কঠিন। আমরা নবীর চেয়ে বেশি বুঝবো নাকি ? হাদিসে সব আছে। হাদিস পড়লেই হবে। আমাদের কাছে চলে আসবেন। (আমাদের দোকান খোলা আছে। আমাদের পেট....
যে মোল্লার কবলে পড়েছে সেই সবচেয়ে হতভাগ্য। কেননা কেউ তাকে বাচাতে পারবে না এবং সে না মানুষ না পশু না ভূত - এমন কিম্ভূতকিমাকার অবস্থায় অন্যদেরও বিভ্রান্ত করবে। কেননা এরা কোরআন এর কোন জ্ঞান রাখে না। শুধু হাদিস মুখস্ত করে।
সহমত
বর্তমান যুগের সবচেয়ে বড় ফেতনা হলো এই চর্মনাই পিরসাপ।
Tik
Bibek nei apnar
*আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত রহমত ও হেফাজত করুন আমীন।*
ইলিয়াস আলী ভাইকে অনেক অনেক ধন্যবাদ এই ধরনের সত্য সংবাদ প্রচারের জন্য
হে আল্লাহ তুমি পবিত্র ইসলাম ধর্মকে হেফাজত করো।।🤲😭😭
Amin
Amin
Vai asob edit video dekhe kew kono alem ke gali dibana karon video post kora lok islam related gan tar akebarei kom akjon alemer tulonay
কার কাছে কি কন মিয়া, আসমানে বসে আল্লাহইতো ইসলামের হোগা মারতেছে।
Yes
আপনি দেশের সম্পদ,,,,আপনাকে হাজার সালাম❤️❤️❤️❤️
আল্লাহ তুমি ইসলামের শত্রুদের হেদায়েত দান করিও।
আর যারা ওলামাদের বিরুদ্ধে কাজ করে তাদেরকে শাস্তি দিও🔥
ইসলাম শেষ
হেদায়েত না। ধ্বংস করুক
🤣😅 Follower of গরু-ছাগল মোল্লা ? এদেশের গরু-ছাগল মোল্লার রয়েছে সুনির্দিষ্ট ইতিহাস। নবী কান্নাকাটি করলেও এ ইতিহাস মুছে যাবার নয়। এদের কবরে শুয়ে থাকা ওস্তাদরা তাদের শিখিয়েছে, "কোরআন বোঝা এত সহজ নাকি ? কোরআন কঠিন। আমরা নবীর চেয়ে বেশি বুঝবো নাকি ? হাদিসে সব আছে। হাদিস পড়লেই হবে। আমাদের কাছে চলে আসবেন। (আমাদের দোকান খোলা আছে। আমাদের পেট...
@@joe_mama92 🤣😅 Follower of গরু-ছাগল মোল্লা ? এদেশের গরু-ছাগল মোল্লার রয়েছে সুনির্দিষ্ট ইতিহাস। নবী কান্নাকাটি করলেও এ ইতিহাস মুছে যাবার নয়। এদের কবরে শুয়ে থাকা ওস্তাদরা তাদের শিখিয়েছে, "কোরআন বোঝা এত সহজ নাকি ? কোরআন কঠিন। আমরা নবীর চেয়ে বেশি বুঝবো নাকি ? হাদিসে সব আছে। হাদিস পড়লেই হবে। আমাদের কাছে চলে আসবেন। (আমাদের দোকান খোলা আছে। আমাদের পেট...
@@anonymoussoul3343kn Islam ki tor baper banano
ধন্যবাদ ভাই সঠিক তথ্য দিয়েছেন ❤
ইলিয়াছ ভাই অনেক ধন্যবাদ সত্যটা তুলে ধরার জন্য
এই প্রতিবেদন টা এখন দরকার ছিল।
এই ভাবে গুছিয়ে এদের ভন্ডামি তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ।
মরলে বুজবা বাবা কে ভন্ড আর কে কি😢😢😢😢
@@fatimakhatun4539হায়রে গাজা খোর😂। তোদের কবে বুদ্ধি হবে আল্লাহই ভালো জান 🤦
@@fatimakhatun4539 Ekhono bibek khullo na? Islam to eto hard na. Tao abar fake id
@@fatimakhatun4539🤣🤣😂
ইলিয়াস ভাই আপনি ওশাধন একটা লোক সত্য গুলি জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ