2008 e shule maybe radio te shunechhe, 2008 e released eita, huge hit chhilo, shob radio station e sharadin cholto. amar oikhane 1st shunte pawa, amio Class 8 ei portam. 2009 e VC te added hoy
চোখের কোনে দুই ফোটা জল এভাবেই যেন চলে আসে। তখন নবম শ্রেনিতে পড়ি যখন এই গানগুলোর এফএম ৮৮.৪ এ শুনতাম। ইস! কত দারুন অনুভুতি ছিল। কানে টেপ রেকর্ডারের হেডফোন, সামনে পড়ার টেবিলে। একদিকে অংক আর গ্রামার করতাম আর গান শুনতাম।।মোবাইল ফোন আর ইঊটিঊব তো চিন্তাতেও ছিল না। অনুভুতিগুলো ভোলার নয়।
আমার জন্ম আর্লি নাইন্টিজে, ২০০৮ সালে এসএসসির পরে কলেজের ফার্স্ট ইয়ারে থাকতে প্রথম মিনারের এই ক্লাসিক গান শুনি, এই গান এক যুগেরও বেশী সময় ধরে যখনই শুনি তখনি আমার কাছে টাইম মেশিনের মতো পুরনো স্মৃতিগুলো ফ্লাশব্যাক হয়ে আসে। এই গানের অদ্ভূত মাদকতার কারণে তীব্র স্মৃতিকাতর হয়ে পড়ি এখনো। হাসান, মাইলস আর ২০০৫ এর ক্ষনজন্মা ব্যান্ড স্টয়িকব্লিসের গান ছাড়াও মিনারের এই গান আজীবন স্মৃতির পাতায় স্মরনীয় হয়ে থাকবে। 😇😇
তোমাকে পেয়ে গেলে হয়তো এতো সুন্দর একটা গান শোনা হতো না প্রিয়। 😇 স্মৃতি রেখে গেলাম। 🙃 যূগ যূ ধরে মানুষ যখন এই গানটা শুনতে আসবে তখন কেউ like দিলে notification পেয়ে আমি আবারো শুনতে আসবো প্রিয় গানটা😊😊
আমার প্রেমের সুন্দর দিনগুলোর সাথে জড়িয়ে থাকা গান এইটি। এই গানটি শুনলেই সেই আগের দিনগুলোতে ফিরে যেতে ইচ্ছে করে। দীর্ঘ আট বছর প্রেমের পর,আজ আমার প্রেমের মানুষটির সাথে সংসারের প্রায় চার বছর। আলহামদুলিল্লাহ ❤️🧡❤️🧡❤️
আপনি কি বেবদ কোন জায়গায় কি কথা বলতো এটা আপনি জানেন না। হ্যাঁ আমি মানি নবী সুন্দর কিন্তু এটা কি এখানে বলার জায়গা। ভালো করে কথা বলা শিখুন কোথায় কি বলতে সেটা জানুন তারপর কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। এই আপনাদের মত লোকের জন্যই মানুষ নবীকে ভুলভাল বলে।
@@rupambiswas392 মহানবিকে যেখানেই যে ধরণের অপমানই করা হোক না কেন,একজন মুসলিম হিসেবে আমি তার উচিত জবাব সবসময় দিবো।এটা হাদিসের শিক্ষা।আমি এইসব মালাউনদের ধরার জন্যই গানের চ্যানেলের কমেন্টগুলো ভালো ভাবে খেয়াল করি।আপনার সেকুলারিজম ধারণা আপনার পিছনদিকে ঢুকিয়ে রাখুন,ওইসব গাড়লদের আমরা পাত্তা দেই না।
অদ্ভুদ রকমের আনন্দ গানটাতে! এতটা বছর ধরে শুনে আসতেছি তবুও যেন একটুও অধৈর্য বা কোনো রকম পুরাতন মনে হয় না! সেই প্রথমবার শোনার মতোই আনন্দ আর অন্য রকম একটা চিন্তা ❤
Amar khub khub priyo gan.... Amar lndia r kintu Minar tomake onek sradhya o valobasa.... Asadharan gan, sur taal lay mann juriye gelo. Thank you so much. I m a big fan of you, lots of love....
জুন ২৭,২০২৩, এ গানটির কখনো বয়স হয়নি আর হয়তো হবেও না, সেই স্কুল জীবনে অজান্তে শুরু করেছিলাম আজকে শিক্ষাজীবন শেষ করেও এর মায়া ছাড়্তে পারি নাই।আগে না বুঝে শুনতাম আর এখন বিভোর হয়ে শুনি। হে গান তুমি চিরযৌবনা, অশান্ত হৃদয়ে শান্তনা,মলিনতায় প্রশান্তি, প্রিয়তমার বিচ্ছেদের সঙ্গি, আমার থেকে আমাকে দিওনা কখনো তোমার ছুটি।
It's 2012, you're back from school, playing GTA while your mom is making you some snacks, maybe it's raining a little outside too and you're driving throughout the Vice city, vibing to this music, life was good :').
11-12 years before when i was in a Relationship, it was a regular song for me. now listening after 10 years later 2021. Alhamdulillah, I am successful in my relationship. Married in 2014. And Now Father of two Princess.....
বারবার শুধু ঢাকা এফ.এম. ৯০.৪ এ শুনতে চেতাম সেই সুন্দর লাগতো। মাঝে মাঝে মনে হয় যেন আসলেই হারিয়ে যাই ঘাস্ফুলের সাথে। মিনার বস, আপনি আসলেই গ্রেট। সুর,কথা,কন্ঠ ......অসাধারণ
শৈশবকালের জিটিএ ভাইস সিটিতে এই গানটার সাথে জড়িয়ে রয়েছে হাজারো দিনের আবেগ, হাজারো দিনের অনুভূতি। সব আবেগ শুধু চোখের পাতার স্মৃতির খাতায় লিপিবদ্ধ। ইস! যদি আবার অনুভূতির রসে মিশ্রিত সেই দিনগুলো ফিরে পেতাম!
এই গানটা তাঁর খুব প্রিয় ছিলো, আমি আগে তেমন গান শুনতাম না, সে আমাকে জোর করে গান শুনাতো, সেই থেকে আভাস হয়ে গেছে, এখন গান না শুনে থাকতে পারি না আমি, কিন্তু এই আভাস করিয়ে সে আজ নেই 😔,সে হয়তো মাঝে মাঝে এই গান শনো, কোনো একদিন আমার এই কমেন্ট তার সামনে যানে আশা করি 🙂আপনারা লাইক করলে আবারো শুনতে আসবে এই গান, যদি আপনাদের লাইক এর কারণে তাড়াতাড়ি তার সামনে গেলো🙂তুমি কখনো এইটা পাইলে পিলিজ একটা রিপ্লে দিয়ে যাবে, আমি আশায় থাকবো😔
এত সুন্দর সুন্দর লেখা সকলে রেখে গিয়েছে ❤।আমি মাত্র ক্লাস ten এ পড়ি নির্বাচনী পরীক্ষা চলছে। আমার গান শুনতে ভালো লাগে তাই রাত ২-৩টার সময় বসে সব গুলো গান শুনার চেষ্টা করি। হঠাৎ এই গানটা সামনে আসল। শুনলাম অনেক ভালো লেগেছে।
কত বার সারারাত ধরে এই গান টাই ও শুনাইতো।।।।। আজ সব এ স্মৃতি...... এটা শুধু গান না.... এটা মনের গভীরের আবেগ.... মিনার ভাইয়া... তোমার গান ছাড়া আর কারো গান শুনি না.....এত আবেগ just তোমার কন্ঠেইi❤️❤️❤️❤️
রেখে যাওয়া কমেন্ট গুলো একেকটা স্মৃতি একেকটা আবেগের, ফেলে আসা দিনের স্বাক্ষর। আমার তখন মোবাইল ছিলনা। 1500 টাকায় second hand mp3 player কিনে এগুলো উপভোগ করেছি। অভাব ছিল কিন্তু জীবনের স্বাদ ছিল যা আজও ভুলিনি।
২০২১সালে এসে গান টা শুনতে এসে একটা কথা মনে পড়লো ২০১৪সালে প্রথম গান শুনছিলাম বাসা থেকে রাগ করে ঢাকা চলে গিয়েছিলাম মহাখালী একটা বন্ধুর ম্যসে উঠছিলাম তখন প্রথম গান টা শুন ছিলাম এখনো মনে অাছে সারারাত গান টা সবাই শুনছিলাম লাভ উ মিনার 😍😍
এখনো মনে আছে ২০১০ সালে vice city গেম খেলার সময় গানটা প্রথমবার শুনসিলাম। প্রথমবার শুনেই যে কেউ গানটার মায়ায় পড়তে বাধ্য, যেমন ভাবে আমি নিজে পরসি। আজ ২০২১ সালের রাত ১১ টা বেজে ২১ মিনিট। হটাৎ করেই কেন যানি গানটার কথা মনে পড়লে সার্চ দিলাম🙂 এটাই ভালোবাসা🖤🥀
তখন সবেমাত্র ক্লাস সেভেনে পড়ি...নতুন নতুন স্বপ্ন চোখে মুখে ...রেডিও গুলোর তুমুল জনপ্রিয়তা...সেই পিচ্চি কালের একখান ছোট রেডিওখানায় ''রেডিও আমার'' এ প্রথম গানটা শোনা...তারপর থেকে শুনতেই আছি ... :>
সালটা ২০১৪, আজকের মতো বৃষ্টিসিক্ত একটা দিনে গানটা পেয়েছিলাম বন্ধুর থেকে, শুনেছি গানটা অনেক সেই বার্টন ফোনে গান শোনার দিন গুলো আসলেই অসাধারণ 💝 আজ ২০২১ ৬ই ডিসেম্বর বৃষ্টিসিক্ত দিমন সেই একই অনুভুতি শুধু ফোনটা স্মার্ট হয়ে গেছে
তুমি চাইলে বৃষ্টি, মেঘও ছিল রাজী অপেক্ষা সুদূর বর্ষনের, মাতাল হাওয়া বইছে, দূরে পাখি গাইছে গান বৃষ্টি তোমার আহবান।। সাদা রঙের স্বপ্ন গুলো দিল নাকো ছুটি তাইতো আমি বসে একা, ঘাসফুলেদের সাথে আমি একাই কথা বলি ঘাসফুল গুলো সব ছন্নছাড়া।। তুমি চাইলে জোছনা, স্বপ্নীল কোনো এক রাতে আকাশটা ঘিরে প্রার্থনা, চাঁদটা বলবে হেসে, জোছনা এলে শেষে জানিও তোমার অভ্যর্থনা।। সাদা রঙের স্বপ্ন গুলো দিল নাকো ছুটি তাইতো আমি বসে একা, ঘাসফুলেদের সাথে আমি একাই কথা বলি ঘাসফুল গুলো সব ছন্নছাড়া।।
আমরা ২ ভাই সেইম ক্লাস এ পরতাম। এই গানটা শুনতে শুনতে ভাইয়ারে এতো বিরক্ত করছিলাম ভাইয়া বিরক্ত হয়ে ফোন থেকে গান ডিলিট করে ফেলছিলো।। ভাইয়া প্রবাসে আছে ৩ বছর আমি আর্মিতে ভাইয়ার সাথে দেখা নাই আজকে ৩ বছর অথচ এই ভাইরে ১ ঘন্টা না দেখলে অস্থির লাগতো সারাদিন একসাথে এক ক্লাসে এক ফ্রেন্ড সার্কেল এ বড় হয়েছি।।। গান টা শুনলে ভাইয়ার কথা আরো বেশি মনে পরে আমার 💔
এই গান টায় যে কত স্রিতি জমে আছে.. আহা 😍😍 কি ছিলো দিন গুলো ঘর থেকে টাকা নিয়ে স্কুলে যাওয়ার নাম করে গেমস এর দোকানে গিয়ে ১০ টাকা দিয়ে GTA খেলতাম আর শুধু এই গানটি শুনটাম😍😍😍
সালটা ২০১৪ সবে মাত্র কলেজে ভর্তি হলাম, হোস্টেলে থাকতাম প্রতি বৃহস্পতিবার সাংস্কৃতিক সন্ধ্যা হতো এক বন্ধু এই গানটা গেয়েছিল, কী যে ভালো লেগেছিল এই সিঙ্গার থেকে ভালো গেয়েছিল🥀
Dekhun Minar er Hit Bangla Song আহারে :-
th-cam.com/video/1v8RZCjXX6w/w-d-xo.html
((((;((((((((((((((((((((((((((((((((
2022 er edier 2nd din shunsi bro
সত্যি খুব মিস করি দিনগুলো-মনে হলে বুকে ভিতর চিন চিন করে😭😭😭📝🎤🔈
সেই দিন কি আর ফিরে পাবো 😭💔
Bb💝
সালটা ছিল ২০০৮, তখন স্কুলে (৮ম) পড়ি । গানটা প্রথম শুনেছিলাম ভাইসিটি গেইম খেলতে গিয়ে। সেই তখন থেকে এখন পর্যন্ত ফেভারিট লিস্টে 😍
ভাই তখন ২০০৯ সাল ছিলো। আপনি যে ভাইস সিটিতে গান টা শুনছেন সেটা ৯ সালে রিলিজ হয়। তাই এটা গেম এ ২০০৮ সালে শুনা সম্ভব না।
vai gan ki 2008 e ber hoisilo?
J bhai
2008 e shule maybe radio te shunechhe, 2008 e released eita, huge hit chhilo, shob radio station e sharadin cholto. amar oikhane 1st shunte pawa, amio Class 8 ei portam. 2009 e VC te added hoy
৯ এ ছিলাম
চোখের কোনে দুই ফোটা জল এভাবেই যেন চলে আসে। তখন নবম শ্রেনিতে পড়ি যখন এই গানগুলোর এফএম ৮৮.৪ এ শুনতাম। ইস! কত দারুন অনুভুতি ছিল। কানে টেপ রেকর্ডারের হেডফোন, সামনে পড়ার টেবিলে। একদিকে অংক আর গ্রামার করতাম আর গান শুনতাম।।মোবাইল ফোন আর ইঊটিঊব তো চিন্তাতেও ছিল না। অনুভুতিগুলো ভোলার নয়।
Yeap
miss those days. 🙂
same here
Vai khop miss kore din golo
right bro😢😢
কমেন্টস পড়তে পড়তে গান শোনার অনুভূতি,,
হাজার ও সস্তা গানের ভিড়ে ভালোলাগার এই গানগুলো শুনতেই হৃদয় শীতল হয়ে যায়,কখনো পুরনো হবার নয়😊
মিনার,তাহসান❤❤
Alwasbehappy dont take frsten sales rember pm service and 7 birstsharty
good ❤
Ji,Thik bolsen 😊❤️
I love You
গান চালিয়ে কমেন্ট পড়া অভ্যাস আছে কার কার ??
Listening in 2025😢❤❤
মনে পড়ে যায় ২০০৮ , তখন উচ্চমাধ্যমিক ২য় বর্ষের ছাত্র । এই এলবামের নাম ছিলো ডানপিটে , আর তখন জীবন্টা ও ছিলো ডানপিটে । খুব মিস করি ঐ দিন গুলি :(
Mone korai dilen :)
thik :(
:(
Amaro 😉
sm 2you bro miss kore shai den golio
This amazing...lovely........
এক কথায় যারা মিনারের গান শুনে তারা ভালো মনের মানুষ,,,,
আহা! সেই ছোটবেলা।।।
না চিনতাম শিল্পীকে, না বুঝতাম কিছু।
তবুও হাজারো সৃতি জুড়িয়ে আছে। ❤️💝
Same
রেডিওতে শুনতাম
আমার বউসহ দুনিয়ার মানুষের জন্য আমার ভালোবাসা ১%, বাকি ৯৯%শুধুই আল্লাহর জন্য,ইনশাআল্লাহ★ চুড়ান্ত চুক্তি।
Vice city তে শোনা,সব ই এখন মেমোরি💖 সেইসব দিন ও আর ফিরে পাবোনা🙂
ami ekhono kheli
Bangla vice city te ase
But main ta te nai
@@masrafisakib7832 vai ami bangla vice city tai kheli
Amio Vice city te shunechi
সত্যিই
আমার জন্ম আর্লি নাইন্টিজে, ২০০৮ সালে এসএসসির পরে কলেজের ফার্স্ট ইয়ারে থাকতে প্রথম মিনারের এই ক্লাসিক গান শুনি, এই গান এক যুগেরও বেশী সময় ধরে যখনই শুনি তখনি আমার কাছে টাইম মেশিনের মতো পুরনো স্মৃতিগুলো ফ্লাশব্যাক হয়ে আসে। এই গানের অদ্ভূত মাদকতার কারণে তীব্র স্মৃতিকাতর হয়ে পড়ি এখনো। হাসান, মাইলস আর ২০০৫ এর ক্ষনজন্মা ব্যান্ড স্টয়িকব্লিসের গান ছাড়াও মিনারের এই গান আজীবন স্মৃতির পাতায় স্মরনীয় হয়ে থাকবে। 😇😇
Same 08 batch. Same feelings
বেশ রুচি সম্মত লোক আপনি বলাই যায় 😅
Same batch
২০২১ ,, কে কে এই masterpiece টা শুনছেন???? এটা শুধু গান নয় হাজারো মানুষের আবেগ।
আমি
Ami
Ami
07-03-2021
Meee
২০২৫ সালেও শোনছি❤
কিছু গান স্মৃতিকাতর করে তোলে, আবেগকে তাড়িত করে, এটা এমনই এক গান। ক্লাস এইটে থাকতে শুনতাম, কত কিছু মনে পড়ে যায়... Miss those days 😢❤
বাটন ফোন, ২জিবি মেমরি, নোকিয়ার হেডফোন, এইরকমের গানগুলি আর প্রথম ভালবাসার জীবনটাই ছিল রঙিন খামে মোরানো।
hm bro
একদম ঠিক কথা
খুব খুব মিস করি দিনগুলো😭😭
Bhai ar boilen na😔
Right bro
তোমাকে পেয়ে গেলে হয়তো এতো সুন্দর একটা গান শোনা হতো না প্রিয়। 😇 স্মৃতি রেখে গেলাম। 🙃 যূগ যূ ধরে মানুষ যখন এই গানটা শুনতে আসবে তখন কেউ like দিলে notification পেয়ে আমি আবারো শুনতে আসবো প্রিয় গানটা😊😊
Valo lagasa
Vai topur gan ar comment ar copy post.. marsan
vai like diya dichi
Like dice Apni abr song ta sunen, and amr jonno doya korben😊
Vai like diyechi😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
২৫ কেউ আছেন ❤
Nai
আমার প্রেমের সুন্দর দিনগুলোর সাথে জড়িয়ে থাকা গান এইটি। এই গানটি শুনলেই সেই আগের দিনগুলোতে ফিরে যেতে ইচ্ছে করে। দীর্ঘ আট বছর প্রেমের পর,আজ আমার প্রেমের মানুষটির সাথে সংসারের প্রায় চার বছর। আলহামদুলিল্লাহ ❤️🧡❤️🧡❤️
যখন মিনার ভাই কে চিনতাম না তখনই এই গানটা অনেক ফেভারিট 😍।
Amaro vai
thik
Same bro
Heavy akta song
same
গানটা প্রথম যখন রিলিজ হয় আমি তখন ক্লাস এইটে পড়ি। ডানপিটে সেই সময়টাতে কানে হেডফোন গুঁজে মত্ত থাকতাম এই গানে। গানটা শুনলেই সেইসব দিনের কথা মনে পড়ে যায়, অদ্ভূতরকম সুন্দর ছিলো সময়গুলো। কৈশরের আবেগকে ছাপিয়ে গেয়ে উঠতাম, 'তুমি চাইলে জোসনা, স্বপ্নিল কোন রাতে, আকাশটা ঘিরে প্রার্থনা। চাঁদটা বলবে হেসে, জোসনা এলে শেষে, জানিও তোমার অভ্যর্থনা!
Vai Ami o site pore
r ekhon kise poren??
Mon 6uye galo dosto😘
osadaron ekta gan jotobar soni totobar iche kore gola chere ganta gai
Naic
Days Change, Years Change, But the feelings of this song will remain the same 😇❤
Golden days, Golden Songs. "Old is always gold" Minar Forever" ❤
সেই FM রেডিওতে গান শুনার দিনগুলো...........
হাজার ইউটিউব আর স্পটিফাই ৩৬০বিট সাউন্ড সেই দিনগুলোর তুলনায় কিছুই না......
Aslei 🥰❤️
2008 এ FM এ শুনতাম class 7 এ থাকতে
12years crossed omg!
১দিন জীবন শেষ হয়ে যাবে
Omg.... Same... Oi shob diner kotha onek mone pore. Koto bochor hoye gelo FM ar shuna hoy na. 2007-2012, deshe FM radio r joss time chilo
@@fatinnoor2422 ha bro 🥰
একদম ঠিক, এফ এম এ শুনতাম যখন স্কুলে পড়তাম, সেই দিনগুলো চোখের পলকে চলে গেছে 😪😪
Hmm bro❤️❤️❤️
2022
২০২২ সালে কে কে শুনছেন এ masterpiece গানটা.।
হাজারো মানুষের আবেগে গানটা চিরকাল রয়ে যাবে।❤️❤️
@@Alisha-vl8er ganta kmn lage apnar Kase?🍀💚
@@Alisha-vl8er masterpiece eta🤍🤍
@@Alisha-vl8er Kise poren apni?😐
@@Alisha-vl8er ok🥲
@@SaidulIslam-pu9om 😊😊😊😊😊
যারা ২০২৪ সালে এসে গানটি শুনছেন, তারা সারা দিন।
আমি
Tor mar voday sara dei
আমি
😊 1:20
We love Minar songs
2025শে কেউ শুনছেন
চাঁদের চেয়ে ও সুন্দর ছিলেন আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (সঃ) 🥀💔💯
নুচ্চ বেটার নাম শুনে গান শোনার মন হারিয়ে ফেললাম
@@sisirsen7103 অন্য ধর্ম নিয়ে কুটুক্তি করে নিজের ধর্মের অশিক্ষার প্রমাণ দিবেন না।
@@sisirsen7103 মালাউনরা চিরকালই অশিক্ষিত আর জারজ সন্তান।
আপনি কি বেবদ
কোন জায়গায় কি কথা বলতো এটা আপনি জানেন না। হ্যাঁ আমি মানি নবী সুন্দর কিন্তু এটা কি এখানে বলার জায়গা। ভালো করে কথা বলা শিখুন কোথায় কি বলতে সেটা জানুন তারপর কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। এই আপনাদের মত লোকের জন্যই মানুষ নবীকে ভুলভাল বলে।
@@rupambiswas392 মহানবিকে যেখানেই যে ধরণের অপমানই করা হোক না কেন,একজন মুসলিম হিসেবে আমি তার উচিত জবাব সবসময় দিবো।এটা হাদিসের শিক্ষা।আমি এইসব মালাউনদের ধরার জন্যই গানের চ্যানেলের কমেন্টগুলো ভালো ভাবে খেয়াল করি।আপনার সেকুলারিজম ধারণা আপনার পিছনদিকে ঢুকিয়ে রাখুন,ওইসব গাড়লদের আমরা পাত্তা দেই না।
GTA bangla vice city শুনেছিলাম কিন্ত নাম জানতাম না।
অনেক খুজা খুজির পরে পেলাম। 😍😍
বড় ভাইয়ের মোবাইলে গানটা প্রথম শুনেছিলাম সম্ভবত তখন ২০১৫।।।।
আজ ২৫ এর সকালে উঠে গানটার কথা মনে পরে গেল।একসময়ের রাজা মিনার ♔
"সাদা রঙের স্বপ্ন গুলো দিলো না ছুটি তাইতো আমি বসে একা" 🙂
You nailed it minar bhai❤️
Onek agger gaan bro. Nailing in 2008
The white dreams did not give me a holiday, so I sat alone
Nice
অদ্ভুদ রকমের আনন্দ গানটাতে! এতটা বছর ধরে শুনে আসতেছি তবুও যেন একটুও অধৈর্য বা কোনো রকম পুরাতন মনে হয় না! সেই প্রথমবার শোনার মতোই আনন্দ আর অন্য রকম একটা চিন্তা ❤
কোন একদিন হঠাৎ মেঘাচ্ছন্ন আকাশের নিচে বসে শুনেছিলাম, তখন থেকে আজ পর্যন্ত প্রিয় গানের তালিকা থেকে বাদ দিতে পারিনি..🙂
💛
আজ বৃষ্টিতে আমিও শুনছি।।
আহ কি মধুর লাইন গুলো। হেডফোন লাগিয়ে শুনতে শুনতে নিজের অজান্তেই হারিয়ে যাই অচিন কোনো কল্পনার রাজ্যে। যখন সপ্তম শ্রেনিতে পড়ি তখন এই গানগুলোর এফএম ৮৮.৪ এ শুনতাম। ইস! কত দারুন অনুভুতি ছিল। কানে টেপ রেকর্ডারের হেডফোন, সামনে পড়ার টেবিলে। অনুভুতিগুলো ভুলার নয়। 😍😍😍
Amar khub khub priyo gan.... Amar lndia r kintu Minar tomake onek sradhya o valobasa.... Asadharan gan, sur taal lay mann juriye gelo. Thank you so much. I m a big fan of you, lots of love....
Tua Biswas Minar মানেই আবেগ
same
Same
Wb r kothay thako
Nice gan vai
হাজার ও সস্তা গানের ভিড়ে ভালোলাগার এই গানগুলো শুনতেই হৃদয় শীতল হয়ে যায়,কখনো পুরনো হবার নয়😊
মিনার,তাহসান❤❤এই গানটা শুনলেই অতীতের সব স্মৃতি মনে পরে যায়।
কেউ লাইক দিলে হয়তো আবার চলে আসবো গানটা শুনতে :)
বেঁচে থাকলে গানটা শুনে নিবেন আবারো।
জুন ২৭,২০২৩,
এ গানটির কখনো বয়স হয়নি আর হয়তো হবেও না, সেই স্কুল জীবনে অজান্তে শুরু করেছিলাম আজকে শিক্ষাজীবন শেষ করেও এর মায়া ছাড়্তে পারি নাই।আগে না বুঝে শুনতাম আর এখন বিভোর হয়ে শুনি। হে গান তুমি চিরযৌবনা, অশান্ত হৃদয়ে শান্তনা,মলিনতায় প্রশান্তি, প্রিয়তমার বিচ্ছেদের সঙ্গি, আমার থেকে আমাকে দিওনা কখনো তোমার ছুটি।
It's 2012, you're back from school, playing GTA while your mom is making you some snacks, maybe it's raining a little outside too and you're driving throughout the Vice city, vibing to this music, life was good :').
Life was soo beautiful that time
life was good :').
Memories
Dhaka Vice city?
2014😊
This song is composed by Tahsan 😍 and written by Minar 😍....what a collaboration!
11-12 years before when i was in a Relationship, it was a regular song for me. now listening after 10 years later 2021.
Alhamdulillah, I am successful in my relationship. Married in 2014. And Now Father of two Princess.....
ভাই,,,আপনি সাকসেস,,,,❤️❤️❤️
@@1minsilent86 jazakallah bhai
মাশ আল্লাহ,ইনশ আল্লাহ,আলহামদুলিল্লাহ
Alhamdulillah ❤️❤️❤️
Mashaallah
বারবার শুধু ঢাকা এফ.এম. ৯০.৪ এ শুনতে চেতাম
সেই সুন্দর লাগতো। মাঝে মাঝে মনে হয় যেন আসলেই হারিয়ে যাই ঘাস্ফুলের সাথে। মিনার বস, আপনি আসলেই গ্রেট। সুর,কথা,কন্ঠ ......অসাধারণ
হঠাৎ করেই এই গানটার কথা মনে পড়ল।
খুব মিস করি ফেলে আসা দিনগুলো😥😥😥
তখন ছিলো এফএম রেডিওর সময়। হোস্টেলে কত কষ্ট করে এফএম শুনতাম। মিস দৌজ ডেইজ❤️
Wow Sotti???????????
শৈশবকালের জিটিএ ভাইস সিটিতে এই গানটার সাথে জড়িয়ে রয়েছে হাজারো দিনের আবেগ, হাজারো দিনের অনুভূতি। সব আবেগ শুধু চোখের পাতার স্মৃতির খাতায় লিপিবদ্ধ। ইস! যদি আবার অনুভূতির রসে মিশ্রিত সেই দিনগুলো ফিরে পেতাম!
২৫ কে কে এই গানটা শুনতাছো😊 আমার মতো শুনলে একটা লাইক দিয়ে যেও আবার শুনতে আসবো🥰🥀☺️🌼
মিনারের এই ঠান্ডা গানগুলো শুনলে ঘরম ঘরম আবেগ সৃস্টি হয়। মিনারের ফ্যানগুলা কই সব হাত তুলো
এই গানটা তাঁর খুব প্রিয় ছিলো, আমি আগে তেমন গান শুনতাম না, সে আমাকে জোর করে গান শুনাতো, সেই থেকে আভাস হয়ে গেছে, এখন গান না শুনে থাকতে পারি না আমি, কিন্তু এই আভাস করিয়ে সে আজ নেই 😔,সে হয়তো মাঝে মাঝে এই গান শনো, কোনো একদিন আমার এই কমেন্ট তার সামনে যানে আশা করি 🙂আপনারা লাইক করলে আবারো শুনতে আসবে এই গান, যদি আপনাদের লাইক এর কারণে তাড়াতাড়ি তার সামনে গেলো🙂তুমি কখনো এইটা পাইলে পিলিজ একটা রিপ্লে দিয়ে যাবে, আমি আশায় থাকবো😔
এত সুন্দর সুন্দর লেখা সকলে রেখে গিয়েছে ❤।আমি মাত্র ক্লাস ten এ পড়ি নির্বাচনী পরীক্ষা চলছে। আমার গান শুনতে ভালো লাগে তাই রাত ২-৩টার সময় বসে সব গুলো গান শুনার চেষ্টা করি। হঠাৎ এই গানটা সামনে আসল। শুনলাম অনেক ভালো লেগেছে।
Believe me you have a great taste in music. Bless you bro.
জীবনের প্রথম মোবাইল, জীবনের প্রথম মেমোরি কার্ড, জীবনের প্রথম কম্পিউটার থেকে গান ভরা, জীবনের প্রথম ভালো লাগা গান।
সময় কাল - ২০০৮ 🙂
২৪ এ কেউ আছেন
Bro আরার আমার আজও প্রিয়❤❤
হ্যাঁ
হুম এখন শুনছি আবার❤
Yes
Same
আমি মনে করি,এই গানটা কখন মানুষ কাছ থেকে হারবে না ।আমি দশ বছর পরে এই গান টা শোনে চি ।প্রথমে গান টা শোনে যে অনুভূতি লাগছিলো আজ একই। অনুভূতি লাগছে ।
কত বার সারারাত ধরে এই গান টাই ও শুনাইতো।।।।।
আজ সব এ স্মৃতি......
এটা শুধু গান না....
এটা মনের গভীরের আবেগ....
মিনার ভাইয়া...
তোমার গান ছাড়া আর কারো গান শুনি না.....এত আবেগ just তোমার কন্ঠেইi❤️❤️❤️❤️
Osadharon song
@@mehedibappy6894 ekdom.....
আজও প্রিয়!
নিঝুম মধ্যরাতে বারান্দায় একাকি বসে মিনারের গান শোনার ফিলিংসটাই অন্নরকম🎶❤️🎵
vaiyaaaa onk jooosh....😍😍bar bar suni g
রেখে যাওয়া কমেন্ট গুলো একেকটা স্মৃতি একেকটা আবেগের, ফেলে আসা দিনের স্বাক্ষর। আমার তখন মোবাইল ছিলনা। 1500 টাকায় second hand mp3 player কিনে এগুলো উপভোগ করেছি। অভাব ছিল কিন্তু জীবনের স্বাদ ছিল যা আজও ভুলিনি।
প্রথম শুনি সেই ২০১০ এ। এফএম রেডিওতে।তখন আমি জীবনের প্রথম ফোন কিনেছিলাম। কথাগুলো এখনো মনে পড়ে। আহ সেই দিনগুলো আজ কোথায় হারিয়ে গেলো!😢
পুরান দিনের হাজারো স্মৃতির ফ্ল্যাশব্যাক ✌✌😍
right
MD Russell r8
Shai
Shau
২০২১সালে এসে গান টা শুনতে এসে একটা কথা মনে পড়লো
২০১৪সালে প্রথম গান শুনছিলাম বাসা থেকে রাগ করে ঢাকা চলে গিয়েছিলাম মহাখালী একটা বন্ধুর ম্যসে উঠছিলাম তখন প্রথম গান টা শুন ছিলাম এখনো মনে অাছে সারারাত গান টা সবাই শুনছিলাম
লাভ উ মিনার 😍😍
২০০৯এ যখন ক্লাস এইটে ছিলাম,বান্ধবীরা মিলে গাইতাম।
মিস করি সেই দিনগুলো ❤️❤️❤️
আমি ৯৬ সালে ক্লাস এইটে পড়তাম। তখনকার গানগুলোও এখন মিস করি। আর এই গানগুলোও।
হটাৎ গানটা শুনতে ইচ্ছা হয়।সবসময়ের প্রিয় একটা গান
এখনো মনে আছে ২০১০ সালে vice city গেম খেলার সময় গানটা প্রথমবার শুনসিলাম।
প্রথমবার শুনেই যে কেউ গানটার মায়ায় পড়তে বাধ্য, যেমন ভাবে আমি নিজে পরসি।
আজ ২০২১ সালের রাত ১১ টা বেজে ২১ মিনিট। হটাৎ করেই কেন যানি গানটার কথা মনে পড়লে সার্চ দিলাম🙂 এটাই ভালোবাসা🖤🥀
গানটার প্রতিটা লিরিক্স যেন এক এক জনের ছেলেবেলা ও জীবন.. 🥰🥰
এই গানটা ১ম শুনেছিলাম ভাইস সিটি গেমে, সালটা ছিল ২০১৮😍😍
২০২২ এ এসেও যেন গানটা টপ লিস্টে😇
যখন প্রথম এফ এম রেডিও আসলো তখন আমি গানগুলো শুনতাম। আহা কি দিনগুলো ফেলে এসেছি ❤❤❤
ছোটবেলায় GTA vice city খেলার সময় গানটা প্রথম শুনেছিলাম। অদ্ভুদ অনুভূতি।
অতীত যত খারাপ ই হোক না কেন সবাই অতীতেই ফিরে যেতে চায়
Right
Old days were really better than these passing days
#exactly
same bhai
Ji vhai sotte
তখন সবেমাত্র ক্লাস সেভেনে পড়ি...নতুন নতুন স্বপ্ন চোখে মুখে ...রেডিও গুলোর তুমুল জনপ্রিয়তা...সেই পিচ্চি কালের একখান ছোট রেডিওখানায় ''রেডিও আমার'' এ প্রথম গানটা শোনা...তারপর থেকে শুনতেই আছি ... :>
Amio 7
Same amio class 7 a portam smpurno gann ta mukhosto korcelam 😊😊😊
খুব ভাল হয়ছে ভাই গানটা i love you minar
@@villagegirl9056 akhon kon class e?
❤❤
নস্টালজিক হয়ে গেলাম তো!।
১ দিনের জন্য হলেও ফিরে পেতে চাই এই গান গুলোর সময়ের দিনগুলো কে....!
আমিও ফিরে পেতে চাই 🙄😒
আমিও
😞😞😞😒
Hmm
আমি ভেবেছিলাম আমার বুজি আবেগ বেসি।। এখন দেখি আমার মত অনক ভাই আছে।। হায়রে আগের দিন জদি ফেরত পেতাম।
Akhon somoi.... 3: 20 Am... 2024... November 10..... Akta segart hate gan ta suntece... Kov aka lagle gan ta sunte asi....😢
সালটা ২০১৪, আজকের মতো বৃষ্টিসিক্ত একটা দিনে গানটা পেয়েছিলাম বন্ধুর থেকে, শুনেছি গানটা অনেক সেই বার্টন ফোনে গান শোনার দিন গুলো আসলেই অসাধারণ 💝 আজ ২০২১ ৬ই ডিসেম্বর বৃষ্টিসিক্ত দিমন সেই একই অনুভুতি শুধু ফোনটা স্মার্ট হয়ে গেছে
ছোট বেলায় এই গানটা বাটন ফোনে শুনতাম।এখনো যেন এই গানের সাথে কত আবেগ জড়িয়ে আছে। খুব মিস করি সেই ছোট বেলার দিন গুলোকে।😥😥😥
Same to you
2020 e sunte ace. Joto sune Toto valo lage😘. Lyrics ♥️♥️
Right amaro khub vlo lagy ei song ta....mon ta khub chonchol hoye jay ei gan ta sunly
Obosesh. E ekjon pailam . Moner Moto mil🤭 Kothay jae haraiya Jai ai ganta sunle ta bole bujate parbo nh😔😞
@@kashmiriislamnaznine8474 from radio to mobile or tv....it is best ever
আজও গানটি প্রিয়!
গানটা ভবিষ্যতে না শুনলেও কমেন্ট টা স্বরণীয় হয়ে থাকবে🙂
Back in 2008..18 years old...first love..first permission to hold her hands...ahhh those sweet memories with this song ❤️
First love rakhte parsilen?
@@NotRyan. negative
❤❤
That music composition by tahsan 🙌 hats off man ❣️
2024 সালে গানটা রাত ২:১২ মিনিটে ২৯ ডিসেম্বর শুনছি আর আতীতের স্মৃতি মনে করছি কত সুন্দর ছিলো দিনগুলা,......
গান স্মৃতি মনে করিয়ে দেয়।
মনে হচ্ছে ১২ বছর আগে ফিরে গেছি।
স্পষ্ট মনে পরছে গান শুনার সময় যা যা ঘটেছিল সব।মনে হচ্ছে ২০০৮ এ ফিরে গেলাম।
রেডিওটুডে ৮৯.৬ প্রথম শুনেছিলাম সেই ২০০৮ সালে
সেই থেকে গানটি শুনে যাচ্ছি
2024 anyone?😊
Yep
Hmm
yes i m
Yea 😊
Still shuntesi😂
গানটা শুনলেই মনটা ভালো হয়ে যায়। সব বিষন্নতা চলে যায়। এরকম একটা গান উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।😊😊
২০০৮ এ রেডিও তে শোনা এক অন্যতম প্রিয় গান ছিল 😍 ছোটবেলার কথা মনে পড়ে যায়। ছিলাম ক্লাস ২ তে 😌
Awesome Video ♥
Hi
তুমি চাইলে বৃষ্টি, মেঘও ছিল রাজী
অপেক্ষা সুদূর বর্ষনের,
মাতাল হাওয়া বইছে, দূরে পাখি গাইছে গান
বৃষ্টি তোমার আহবান।।
সাদা রঙের স্বপ্ন গুলো দিল নাকো ছুটি
তাইতো আমি বসে একা,
ঘাসফুলেদের সাথে আমি একাই কথা বলি
ঘাসফুল গুলো সব ছন্নছাড়া।।
তুমি চাইলে জোছনা, স্বপ্নীল কোনো এক রাতে
আকাশটা ঘিরে প্রার্থনা,
চাঁদটা বলবে হেসে, জোছনা এলে শেষে
জানিও তোমার অভ্যর্থনা।।
সাদা রঙের স্বপ্ন গুলো দিল নাকো ছুটি
তাইতো আমি বসে একা,
ঘাসফুলেদের সাথে আমি একাই কথা বলি
ঘাসফুল গুলো সব ছন্নছাড়া।।
akash datta ok
Xoss vai
***শুধুই বর্ষনের
akash datta i
sei
আমরা ২ ভাই সেইম ক্লাস এ পরতাম। এই গানটা শুনতে শুনতে ভাইয়ারে এতো বিরক্ত করছিলাম ভাইয়া বিরক্ত হয়ে ফোন থেকে গান ডিলিট করে ফেলছিলো।। ভাইয়া প্রবাসে আছে ৩ বছর আমি আর্মিতে ভাইয়ার সাথে দেখা নাই আজকে ৩ বছর অথচ এই ভাইরে ১ ঘন্টা না দেখলে অস্থির লাগতো সারাদিন একসাথে এক ক্লাসে এক ফ্রেন্ড সার্কেল এ বড় হয়েছি।।। গান টা শুনলে ভাইয়ার কথা আরো বেশি মনে পরে আমার 💔
2020 ও শুনবো,
বাঁচবো যতোদিন শুনবো ততোদিন😍😍Love u boss✌
গান্টা সোনলে ২০০৮ সালে ফিরে যেতে মনেচায় 😭😭😭
Mark Orton thik bolso....agar kotha onk mone pore
sotty tai
😭😭😭😭আমার ও
Lalala la la..........
Eta ki 2008 er gan ???
চবি শাটলের নিয়মিত গান ছিল এটা!
মিসিং চবি শাটল ট্রেন!!!!
কত প্রিয় হতে পারলে, ২০২৪ এ এসে গান টি শুনছি। রেখে গেলাম এই স্মৃতি টুকু। 🥰
এই গান টায় যে কত স্রিতি জমে আছে.. আহা 😍😍 কি ছিলো দিন গুলো ঘর থেকে টাকা নিয়ে স্কুলে যাওয়ার নাম করে গেমস এর দোকানে গিয়ে ১০ টাকা দিয়ে GTA খেলতাম আর শুধু এই গানটি শুনটাম😍😍😍
😢😭😭💛💛
Gd
💥 Wonderful, Amazing song. Beautiful voice.I very Love👍Thanks Minar.What happiness!!! Continue like this!!! Friendly to you all💖!!!
Love From France💥
Gilbert Vittoz, tnx brother✌✌✌✌
good
@@khan2850 Thanks me too Zahir,sorry for the delay🌅
@@samixview9999 Yes very very good!!🌅
২০২২ এ এসেও গানটা শুনছি আর কানকে শান্তি দিচ্ছি 😇😍
Same 🥰🥰
ami o
amio
সবসময় নতুন লাগে
২০২৩ এ শুনতেছি।
❤️❤️ahaaa school life er memories 🥲Alhamdulillah je gaan gulo amr jonno gaito Tokhn se ekhn husband ❤️
ভার্সিটি লাইফটা মনে পড়ে যায় ♥♥
You are the best singer in Bangladesh !!!!!!!!! I am bangladeshi and i juste love your voice !!!!!!!!!!!😘
😘😘😘😘😘😘
😀
আমার কলিজাটা সম্পর্ক হওয়ার ৩ দিন পর প্রথম আমায় এই গানটা শুনিয়ে ছিলো। এই গানটা শুনলে তারে অনেক মিস করি ❤️❤️❤️
সময় টা ছিল ২০১২, আর এখন ২০২১
সালটা ২০১৪ সবে মাত্র কলেজে ভর্তি হলাম, হোস্টেলে থাকতাম প্রতি বৃহস্পতিবার সাংস্কৃতিক সন্ধ্যা হতো এক বন্ধু এই গানটা গেয়েছিল, কী যে ভালো লেগেছিল এই সিঙ্গার থেকে ভালো গেয়েছিল🥀
একবার শুনলে, বারবার শুনতে মন চায়🥰🥰🥰
৯ বছর ধরে শুনে আসছি গান টা,
কখনোই লিরিক্স গুলা পুরাতন মনে হয়নি😊
আজত থেকে প্রায় ১২ বছর আগের কথা...
কতযে স্মৃতি জরিয়ে আছে এই গানের সাথে...
বিশেষ করে স্কুল লাইফের সেন দিন গুলো😥😥