বাংলাদেশ মেরিন একাডেমীতে যখন ক্যাডেট ছিলাম, প্রথম দিকের সেই দুঃসহ ক্যাডেট লাইফে সব ব্যাচমেটদের সাথে এই গানটা গাওয়া ছিল এসকেপ রুটের মত! আজকে যখন গ্র্যাজুয়েট করে সত্যিকার অর্থেই কখনো প্রশান্ত মহাসাগর কখনো বা ভারত মহাসাগরে ভাসি, মাঝে মধ্যে গভীর রাতে এই গানটা ক্যাডেট লাইফের সেই স্মৃতিগুলো একদম বুকের গভীর থেকে আঁচড়ে আঁচড়ে তুলে ফেলে। বেশিই সুন্দর। ধন্যবাদ বহুব্রীহি ❤
আজ প্রায় ১০ বছরেরও বেশি সময় পর গানটা শোনা হল। প্রথম শুনেছিলাম বাবার ক্যাসেট চালিত রেডিওতে। বাবা তখন জেলে ছিল। বাবা পানিতে জাল ফেলার সময় এই গানটা শোনত। বাবা আজ আর বেঁচে নেই। গান্টা শুনে বাবার সাথে মাছ ধরার সেই স্মৃতিটুকো হৃদয়ে যেন ভেংগে চুরে উঠল। আসলে এমন আবেগগুলো প্রকাশ করা কঠিন। ধন্যবাদ বহুব্রীহি পুরনো সেই গান গুলোকে নতুন রুপ দেয়ার জন্য
আমার বেস্ট ফ্রেন্ড আমাকে একদিন এই গানটা অনেক রাতে গিটার বাজিয়ে শুনিয়েছিল। ওই দিন আমার মন খারাপ ছিল কিন্তু ও জানতো না। ওই দিন গানটা শুনিয়ে না জেনেই ও আমার মন ভালো করে দিয়েছিল। গান টা শুনে হঠাৎ ওর কথা অনেক মনে পড়ছে🥹। তাই কমেন্ট টা করলাম,কেউ যখন আমার কমেন্ট এ লাইক দিবে তখন যাতে শত ব্যস্ততার মাঝে থাকলেও গান টা শুনতে পারি।আর এই স্মৃতি টা মনে করতে পারি ❤️❤️
আমরা যারা জাহাজী, এই গান টাকে আমাদের জাতীয় সংগীত মনেহয়। এই গান আমাদের মন খারাপে, বিষন্নতায়, একাকিত্বের একমাত্র সঙ্গী। এমন সৃষ্টির পেছনের কারিগরদের অন্তরের অন্তস্থল থেকে বুকভরা ভালবাসা জানাই। শুভকামনা অবিরত... By the way...Thanks for 2.7k like 🥰
পশ্চিমবঙ্গ থেকে বলছি,কি অপূর্ব সুন্দর শব্দচয়নে এবং পরিবেশের ভারসাম্যে শিল্পী অন্তরের কথা ব্যক্ত করেছেন তা ভাষায় প্রকাশ করতে পারবো না।বাংলা ভাষা ও সাহিত্য চর্চার কোনো বিকল্প নেই।অসম্ভব সুন্দর একটি লিরিক।এরকম আরও উপহার চাই।সালাম ও শুভেচ্ছা রইল
গানটা পাওয়ার পর থেকে কম করে ৩০ থেকে ৪০ বার শুনেছি। বিস্বাস করুন প্রতিবারই একই রকম গায়ে কাঁটা দিয়েছে। আমি কাঁটা তারের ওপারে থাকা বাংলাদেশি গানের এক চরম ভক্ত। এরকম আরো গান চাই।
Its good to know that you enjoy this music. Emon gaan ashole r o ase. All you need to do is just google. Recently ashole world er culture and music er shathe connected howa onek easier compared to the previous times. Cause we are living in a a world of social media and world wide web. You can search for the band songs of bangladesh. As for individual singers Minar, tahsan, habib, hridoy khan, arnob they are kind of the new generation stars and musicians. And this particular song is basically an old bangladeshi movie song, which is reenacted by this band. Which reminds me you can also search for old bangla movie songs from the 70-80's. I am too lazy to type the names actually, that's why generic suggestion diye dilam :p
গানটা চোখ বন্ধ করে শুনলে মনে হবে যেন শ্রোতাও নীল দরিয়ার সামনেই দাঁড়িয়ে তার প্রিয় মানুষকে দেখার অপেক্ষায়। অসাধারণ!! বহুব্রীহিকে অশেষ ধন্যবাদ। শুভ কামনা রইলো।
English translation : I'm a migrant. Sailing boat at home and abroad. I drop the anchor at the market places. I drop the anchor at the market places. Port-to-port. I have an anchor in my mind, alas It's at the home of shareng. O Blue Sea ... leave me, oh leave me. A captive bird of my heart,alas It weeps and weeps. O blue sea.. Leaving the dear ones far away I'm dying here restlessly . Leaving the dear ones far away I'm dying here restlessly . This endless agony . This endless agony . From heart to heart. my so longing bride, alas I wonder what's she's doing. Oh the sailor of sampan. Take me to the shore. A captive bird of my heart,alas It weeps and weeps. Taking this road I don't know how far I've gone. My bride is home alone. She's staring the road waiting.
২০০৮ সালের কথা স্কুল শেষ করে বাসায় ফিরার পথে একটা স্টুডিওতে প্রথম শুনেছিলাম, তার পর আমার বড় ভাইএর থেকে গানটা শুনি, সেই তখন থেকে আজ পর্যন্ত গানটা শুনে যাচ্ছি, সময় পেলেই শুনি কমেন্ট করে গেলাম হয়তো আজ থেকে আরো ১৫ বছর পর এই গানটা কোনো এক কারনে শুনতে আসবো, তখন যদি জীবিত থাকি কমেন্টটি দেখতে পারবো
গানটা যখন শুনতেসিলাম, কানে গুনগুন শব্দ ভেসে আসলো।পজ(Pause). করে গুনগুন শব্দ খেয়াল করলাম দেখি শব্দটা রান্নাঘর থেকেই আসছে, আম্মা গানটা গুনগুন করে গাওয়া শুরু করসিলো😍😍😍।
vai apnar cmnt e je jae boluk amr kase valo lagsee cause aegula age kar onk femous gan akhn kar manush aeshob bujhee na apnar ammuro thik e valo lagsee gan ta
জার্মানি থেকে গানটা যখনই শুনি❤️... মনের মধে এক অসাধারন অনুভুতি জেগে উঠে... সুখের নাকি দুখের বুঝে উঠে পারি না... দেশ থেকে এত দূরে থেকে মনে পরে যায় কত স্মৃতি❤️ অসাধারন সুর আর কথার এই গানটার প্রতি পূর্ণ বিচার করে গানটার কভার করার জন্য ধন্যবাদ বহুব্রীহি ❤️ সন্ধি ভাই ।। হাজার বছরের অমর হয়ে থাক এই গান
ছোটো বেলার প্রিয় গানটা খুব করে মনে পরছিলো, তাই সার্চ দিলাম, তারপর কভার সং টা শুনে আর অরিজিনালটা মনে ধরে নাই, গত এক বছর ধরে শুনেই যাচ্ছি, বুকের কোথায় জানি ধক করে ঊঠে প্রতিটাবার, বিশেষ করে যখন কোনো লং ওয়েতে ট্যুরে যাওয়ার সময় শুনা হয় 💙
@@nibirbiswas6078 kichu kichu gaan drums er proyojon hoi na, Gaan Banglar ta excess drums use korse r uccharon beshi shadhu hoise. Ei gaan ta te Bohubrihi ekdon perfect mix korse.
আমি গণিতের ছাত্র।আমার আগামীকাল Numerical Analysis পরীক্ষা। ৪ টা থেকে পড়তেছিলাম। পড়তে পড়তে মাথাটা জাস্ট ধরে গেছিলো।পরে ইউটিউব এ ঢুকলাম।আর এখানে এই গানটা পেলাম।তারপর ভিউ করলাম।এত্তো সুন্দর গানটা আমার মন একদম ফ্রেস করে দিয়েছে। একদম মনের মত। সকাল টা একদম ফ্রেশনেস💕💕💕💕অসংখ্য ভালোবাসা আপনাদের জন্য।
আমরা চার বন্ধু আরেফিন, নাইম,মেহেদী আর আমি গিয়েছিলাম সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওরে আমরা একটা ট্যাম্পু ভাড়া করি রাতে হাওরে থাকার জন্য । গভীর সাথে যখন পৃথিবী ঘুমন্ত ছিলো আমরা গলার সাথে গলা মিলিয়ে গানটা গেয়েছিলাম। আমাদের প্রিয় একটি গান আর আজ যখন এই গানটা শুনছি পুরনো স্মৃতি গুলো ভিতরটা চুরমার করে দেয়। অনেক বেশি সুন্দর গানটা অনেক বেশি। ধন্যবাদ বহুব্রীহি 🖤💛💜💙
জীবনের প্রতিটি বাঁকে বাঁকে কত মানুষের সাথেই তো দেখা হলো। তার মতো আর পেলাম কই! প্রিয় মানুষটাকে যারা পেয়েছে তাদের তো হীরেবাঁধানো কপাল আর যারা পায় না তাদের এই জীবনটা কেটে যাবে প্রিয় প্রেমিকার স্মৃতির কফিন বইতে বইতে। নীরব মধ্যরাতের শব্দহীন আর্তনাদ করা মানুষগুলোর জন্যই এই গানগুলো। কাদঁতে কাদঁতে ঘুমিয়ে পড়া মানুষগুলো ভালথাকুক।
কলকাতা থেকে বলছি..এককথায় অনবদ্য! আপনাদের অনুপ্রেরণায় আমাদের পথ চলা সুন্দর হয়। কোনোদিন আমাদের গানগুলি শুনেও জানাবেন সেই গানের রাস্তায় কখনো দেখা হয়ে যাবে কিনা!
গান তো নয় মনে হয় আত্মার হাহাকার😞 গানটা শুনলেই অনুভূতি গুলো নাড়া দিয়ে উঠে😕 প্রজন্মের পর প্রজন্ম আসবে কিন্তু এ গান কখনো পুরনো হবে না। আমার পরে প্রজন্ম এসে ও গান টা শুনবে, এ গানে মগ্ন হবে, এ গানে নিজেকে হারিয়ে ফেলবে। 😍😍
গঙ্গার পাড়,জোৎস্নার চাঁদ আর পুরোনো সেই চামেলি গাছের তলায় বসে থাকা পুরোনো আমি,হাতে জ্বলন্ত সিগারেট, বুকে সহস্র না বলা কথা,আক্ষেপ।বুক পকেটে সেই পুরোনো স্মৃতি। সবই আছে নেই শুধু... তুমি..! ভালো থেকো অপর প্রান্তে।❤️
নীল দরিয়া গানটা এতদিন পছন্দের লিস্টে ছিলো| এই প্রথম, গানটা ভালো লাগে এবং হৃদয় ছুয়ে যায়| ভিডিও কনসেপ্ট অসাধারণ| প্রতিদিন কমপক্ষে ৩-৪ বার গানটা দেখি এবং শুনি| HD তে প্রতিবার দেখার মত MB থাকে না বলে শেষে ডাউনলোড করে নিলাম| 🙂🙂 বহুব্রীহির জন্য শুভকামনা রইলো|||
খুব পছন্দের একটা গান 🙂 যখন পুলিশের ট্রেনিং সেন্টারে ছিলাম, সারাদিন শত কষ্টের পরে যখন রাত হতো। ব্যাচমেটরা মিলে এই গানটাই গাইতাম। রাতের অন্ধকারে কষ্টগুলো যেন কোথায় হারিয়ে যেত। গানটা শুনলেই বড্ড বেশি কষ্ট হয় এখন 😔
হইয়া আমি দেশান্তরী - being a peregrin bargeman.. দেশ-বিদেশে ভিড়াই তরী রে - I cast my pinnace anchor in remote parts of the world.. নোঙর ফেলি ঘাটে ঘাটে - from wharf to wharf I berth (x2) বন্দরে বন্দরে - from quay to quay আমার মনের নোঙর পইড়া আছে হায়রে সারেঙ বাড়ির ঘরে - my canoodling grapnel is found to be forlorn now at cubicle of bosun's abode.. ওরে নীল দরিয়া - hollo ! the abyssal mazarine sea !.. আমায় দেরে দে ছাড়িয়া - dispense me with bon voyage !.. বন্দী হইয়া মনোয়া পাখি, হায়রে কান্দে রইয়া রইয়া - now my heart of volition just suffuse lachrymation fitfully, being immured.. ওরে নীল দরিয়া - hollo! the cerulean sea ! কাছের মানুষ দুরে থুইয়া - to be off from the closest and tender ones.. মরি আমি ধড়-ফড়াইয়া রে - i become atrabilious by flouncing (×2) দারুন জ্বালা দিবানিশি - there goes awful perturbation unremittingly.. অন্তরে অন্তরে - in my mind.. আমার এত সাধের মন বধূয়া হায় রে , কি জানি কি করে - how my inamorata bride does in absentia of me just evokes in my mind..!! ওরে সাম্পানের নাইয়া - like my gondolia.. আমায় দেরে দে ভিড়াইয়া - please let me regress to my family .. বন্দী হইয়া মনোয়া পাখি, হায়রে কান্দে রইয়া রইয়া - now my heart of volition just suffuse lachrymation fitfully, being immured.. এই না পথ ধইরা , আমি কত না গেছি চইলা - many a times, in chimera I've turned up to my home traveling hundreds of miles.. একলা ঘরে মন মন বধূয়া, আমার রইছে পন্থ চাইয়া - my inamorata wife sitting lonesome awaits me fervently... ওরে নীল দরিয়া - hollo ! the abyssal mazarine sea !.. আমায় দেরে দে ছাড়িয়া - dispense me with bon voyage !..
tired of hearing same logic in almost every song just to get some likes I think !!.... This song is already touched a lots of hearts see the comments.. But quality song never become a viral but exists decade to decade..
এই গান টা যত বার শুনি নদীর ঢেউ এর মতো বুকের ভিতর টা ও উথাল পাথাল করে ওঠে....এত সুন্দর লিরিক্স আর এত মন ভালো করা সুর যে মনে হয় বার বার শুনি... অপূর্ব ভাইয়ার গলায় এই গান টা শুনতে খুব ভালো লাগে।
সত্যি বলতে জীবন টা ঠিক একই রকম জীবন টা যায়গায় যায়গায় লোঙর ফেলে সমুদ্রের জীবনের আগ্রহ টা আমার চীরকাল থাকবে, অনেক ধন্যবাদ বহুব্রীহি 🖤 জানি তোমরা রিপ্লাই দেবেনা তাও আমার অন্তর থেকে তোমাদের জন্য ভলোবাসা
বাংলাদেশ মেরিন একাডেমির একাডেমি লাইফে যখন বাড়ির কথা অনেক বেশি মনে পরে তখন ব্যাচমেটদের সাথে নিয়া গাওয়া সবচেয়ে আবেগী গান।প্রতিটা লাইন যেনো আবেগের বহিঃপ্রকাশ
বরিশাল বিভাগের বরগুনা জেলার আমতলী উপজেলা থেকে যুক্ত হলাম। অসম্ভব সুন্দর কন্ঠ আজ ২৬/০৫/২৩ ভোলা জেলায় বোরহান উদ্দিন উপজেলায় কর্মরত আছি। বাংলাদেশ আনসার বাহিনীতে। তবে গানটি শুনছি বহুবছর থেকে।
গানটা কলিজা টেনে নেয় 😞 পরবর্তী প্রজন্ম এরকম লিরিক্স আর এরকম সংগীত তৈরি করতে পারবে না, তখন শুনে যেও নতুনেরা আমরা পুরনোদের জন্য যে কত কলজে কাঁপানো গান এগুলো
Listen to our latest song: "নিখোঁজ হয়েছি আমি"
th-cam.com/video/0omUrgAMcgQ/w-d-xo.htmlsi=vwvP6AC0A7GV25FP
😂
বাংলাদেশ মেরিন একাডেমীতে যখন ক্যাডেট ছিলাম, প্রথম দিকের সেই দুঃসহ ক্যাডেট লাইফে সব ব্যাচমেটদের সাথে এই গানটা গাওয়া ছিল এসকেপ রুটের মত! আজকে যখন গ্র্যাজুয়েট করে সত্যিকার অর্থেই কখনো প্রশান্ত মহাসাগর কখনো বা ভারত মহাসাগরে ভাসি, মাঝে মধ্যে গভীর রাতে এই গানটা ক্যাডেট লাইফের সেই স্মৃতিগুলো একদম বুকের গভীর থেকে আঁচড়ে আঁচড়ে তুলে ফেলে।
বেশিই সুন্দর। ধন্যবাদ বহুব্রীহি ❤
ভালোবাসা রইল💚
sotti ki ty
চিনচিন ব্যাথার অপর নাম বোধয় এই গানটা
T
তোমাকে খুব মনে পরে
আজ প্রায় ১০ বছরেরও বেশি সময় পর গানটা শোনা হল।
প্রথম শুনেছিলাম বাবার ক্যাসেট চালিত রেডিওতে।
বাবা তখন জেলে ছিল।
বাবা পানিতে জাল ফেলার সময় এই গানটা শোনত।
বাবা আজ আর বেঁচে নেই।
গান্টা শুনে বাবার সাথে মাছ ধরার সেই স্মৃতিটুকো হৃদয়ে যেন ভেংগে চুরে উঠল।
আসলে এমন আবেগগুলো প্রকাশ করা কঠিন।
ধন্যবাদ বহুব্রীহি পুরনো সেই গান গুলোকে নতুন রুপ দেয়ার জন্য
Bro, baba maa der শিক্ষিত hobar dorkar hoyna, tara alway amader best teacher.
They are always GREAT.
@@chinmoymondal4438 sotto
@@sams_3d_stuff দারুণ
Nice
i can feel your pain
এই অশ্লীলতার যুগে যে ব্যক্তি এখানো এইসব গান পছন্দ করেন, আমি মনে করি তাদের রুচি এখানো অক্ষত আছে ।💞💞
আমি সবে বাচ্চা মানুষ। বয়স মাত্র ১৯, আমি ছোটো কাল থেকেই এই রকম গান পছন্দ করি+ বাংলা ব্যান্ড গান। এই যুগের সব বাচা কিন্তু অশ্লীল না ভাইয়া😊
apnar mone korai tader ki?
@@mahmudreefat4436 onk kichui jay ashe.
@@mahmudreefat4436 😡😳😓😓
Right....
আমার বেস্ট ফ্রেন্ড আমাকে একদিন এই গানটা অনেক রাতে গিটার বাজিয়ে শুনিয়েছিল। ওই দিন আমার মন খারাপ ছিল কিন্তু ও জানতো না। ওই দিন গানটা শুনিয়ে না জেনেই ও আমার মন ভালো করে দিয়েছিল। গান টা শুনে হঠাৎ ওর কথা অনেক মনে পড়ছে🥹। তাই কমেন্ট টা করলাম,কেউ যখন আমার কমেন্ট এ লাইক দিবে তখন যাতে শত ব্যস্ততার মাঝে থাকলেও গান টা শুনতে পারি।আর এই স্মৃতি টা মনে করতে পারি ❤️❤️
arekbar sunon taile gaan taa
সে কী ছেলে ছিল নাকী মেয়ে।
দিলাম মনে করাইয়া! 😊
❤
বাংলাদেশের কি ট্যালেন্ট ...চোখে জল এসে গেল ....
ভালোবাসা কলকাতা থেকে।
Tnx from Bangladesh
Thanks brother 💚
সবখানেই ট্যালেন্ট আছে 😊
Dada..asholye valo music ta...
@@BohubrihiTheBand তা কি আর বলতে
Thanx... From Bangladesh
কমেন্ট রেখে গেলাম...
অনেকদিন পরে যখন আমরা থাকবো না,
আমাদের পরিচিত কেউ হয়তো দেখবে,
আমাদেরও খুব পছন্দের ছিল এই অসাধারণ গানটা।❤️🥰
The most underrated comment
আমরা যারা জাহাজী, এই গান টাকে আমাদের জাতীয় সংগীত মনেহয়। এই গান আমাদের মন খারাপে, বিষন্নতায়, একাকিত্বের একমাত্র সঙ্গী। এমন সৃষ্টির পেছনের কারিগরদের অন্তরের অন্তস্থল থেকে বুকভরা ভালবাসা জানাই। শুভকামনা অবিরত...
By the way...Thanks for 2.7k like 🥰
ভালোবাসা রইল💚
শুভ্র আবীর ...
👍
Jara probashi tader kaseo like a jatio songgit
সত্যি
এটা শুধু একটা গান নয় , হাজার হাজার মানুষের জীবনের নানান অনুভূতি জড়িত এই গানে । পশ্চিমবঙ্গ থেকে বলছি ।❤️
Bangladesh theke bhalobasha roilo
❤❤❤❤❤
So many thanks bro❤🥰
@@tareqsachchha 🥰🥰🥰🥰🥰
পশ্চিমবঙ্গ থেকে বলছি,কি অপূর্ব সুন্দর শব্দচয়নে এবং পরিবেশের ভারসাম্যে শিল্পী অন্তরের কথা ব্যক্ত করেছেন তা ভাষায় প্রকাশ করতে পারবো না।বাংলা ভাষা ও সাহিত্য চর্চার কোনো বিকল্প নেই।অসম্ভব সুন্দর একটি লিরিক।এরকম আরও উপহার চাই।সালাম ও শুভেচ্ছা রইল
thanks
এইটা কোনো নতুন গান না। বহু বছর আগের গান, বহুব্রীহি কভার করেছে শুধু।
আসল গানটা শুনে দেখবেন সেটা আরো সুন্দর। এটা তো এক যুগ পর কভার করা।
eta onek purono gaan , eta cover shudhu
Walaikumassalam🥰😇
মারাত্মক! অসম্ভব সুন্দর, নির্জন সাগর পাড়ে রাত ৩ঃ৩০ এ শুনছি, সময়টা যদি এখানেই থমকে যেতো, যদি গানটা শেষ না হতো.....
ীদহহসদহশজরুজশ্সুূ্চহগশতোতচ্সূ
🤣🤣🤣😂😂😂😂😭😭😭গতলতগগআআলবোত
মানে আপনি সেচ্ছায় সাগরের পাড়ে গিয়ে গান শুনছেন "ওরে নীল দরিয়া, আমায় দে রে দে ছাড়িয়া" 😂
পাগলাচোদা
May your hopes be fulfilled.
"কাছের মানুষ দূরে থুইয়া
মরি আমি ধড়ফড়াইয়া"
বেস্ট লাইন🥰🥰
💜💜💜💜👌👌👌👌
দয়া করে নীল দরিয়া এই গানটি শুনে দেখুন। th-cam.com/video/WpHAH7voPSg/w-d-xo.html
Yes..
☺️☺️☺️☺️
"কাছের মানুষ দূরে থুইয়া
মরি আমি ধড়ফড়াইয়া"
ট্রাভেলারদের জাতীয় সঙ্গীত এটা,কলকাতা থেকে অনেক ভালোবাসা রইলো....❤
গানটা শুনতে ছিলাম, বাবা পাশে ছিল, বললো সাউন্ডটা বাড়িয়ে দে! গানের সাথে মুখ মিলালো আর শেষে বললো কণ্ঠটাতো সুন্দর ছেলেটার। গানটা ভালোই গেয়েছে❤
তোমার বাবার জন্য ভালোবাসা 💚
Sat I gents kuv sundar
My herat tuch
Same 2 u bro😙
Wow
গানটা পাওয়ার পর থেকে কম করে ৩০ থেকে ৪০ বার শুনেছি। বিস্বাস করুন প্রতিবারই একই রকম গায়ে কাঁটা দিয়েছে। আমি কাঁটা তারের ওপারে থাকা বাংলাদেশি গানের এক চরম ভক্ত। এরকম আরো গান চাই।
ভালোবাসা রইল💚
Anindya Bhandari same obstha bro
Oshadharon song
how are u
Anindya Bhandari balo laglo bi apnar comments ta
Its good to know that you enjoy this music. Emon gaan ashole r o ase. All you need to do is just google. Recently ashole world er culture and music er shathe connected howa onek easier compared to the previous times. Cause we are living in a a world of social media and world wide web. You can search for the band songs of bangladesh. As for individual singers Minar, tahsan, habib, hridoy khan, arnob they are kind of the new generation stars and musicians. And this particular song is basically an old bangladeshi movie song, which is reenacted by this band. Which reminds me you can also search for old bangla movie songs from the 70-80's. I am too lazy to type the names actually, that's why generic suggestion diye dilam :p
গানটা চোখ বন্ধ করে শুনলে মনে হবে যেন শ্রোতাও নীল দরিয়ার সামনেই দাঁড়িয়ে তার প্রিয় মানুষকে দেখার অপেক্ষায়।
অসাধারণ!!
বহুব্রীহিকে অশেষ ধন্যবাদ। শুভ কামনা রইলো।
কাছের মানুষ দূরে থুইয়া...
মরি আমি ধড়পড়াইয়া, রে
কাছের মানুষ দূরে থুইয়া...
মরি আমি ধড়পড়াইয়া, রে
দারুণ জ্বালা দিবানিশি
দারুণ জ্বালা দিবানিশি
অন্তরে-অন্তরে
আমার এত সাধের মন বঁধুয়া, হায় রে
কি জানি! কি করে
আমার এত সাধের মন বঁধুয়া, হায় রে
কি জানি! কি করে
ও রে সাম্পানের নাইয়া
আমায় দে রে, দে ভিড়াইয়া
ও রে সাম্পানের নাইয়া
আমায় দে রে, দে ভিড়াইয়া
বন্দী হইয়া মনোয়া পাখি, হায় রে
কান্দে রইয়া রইয়া
বন্দী হইয়া মনোয়া পাখি, হায় রে
কান্দে রইয়া রইয়া
হইয়া আমি দেশান্তরী...
দেশ বিদেশে ভিড়াই তরী, রে
হইয়া আমি দেশান্তরী...
দেশ বিদেশে ভিড়াই তরী, রে
নোঙর ফেলি হাটে ঘাটে
নোঙর ফেলি হাটে ঘাটে
বন্দরে-বন্দরে
আমার মনের নোঙর পইড়া রইছে, হায় রে
সারেং বাড়ির ঘরে
আমার মনের নোঙর পইড়া রইছে, হায়রে
সারেং বাড়ির ঘরে
এই না পথ ধরিয়া...
আমি কত যে গেছি চলিয়া
এই না পথ ধরিয়া...
আমি কত যে গেছি চলিয়া
একলা ঘরে মন বঁধুয়া আমার
রইছে পথ চাইয়া
একলা ঘরে মন বঁধুয়া আমার
রইছে পথ চাইয়া
ওরে নীল দরিয়া...
আমায় দে রে, দে ছাড়িয়া
ওরে নীল দরিয়া...
আমায় দে রে, দে ছাড়িয়া
বন্দী হইয়া মনোয়া পাখি, হায় রে
কান্দে রইয়া রইয়া
বন্দী হইয়া মনোয়া পাখি, হায় রে
কান্দে রইয়া রইয়া
বন্দী হইয়া মনোয়া পাখি, হায় রে
কান্দে রইয়া রইয়া
❤
যতবার শুনি ততবার বুক ফেটে কান্না আসে। এখনো একই অবস্থা।🙂
'' কাছের মানুষ দূরে থুইয়া, মরি আমি ধর ফড়াইয়া"
😑😑😑
এতো কান্দন ভালো না..... আল্লাহ-নবীজি (সা.) এর জন্য কাঁদেন, দুনিয়াও পাবেন, আখেরাতও পাবেন.... ইনশাআল্লাহ...
💚
@@greenlife5668 কোন হাদিসে লেখা যে স্বামীর জন্য কান্না করা যাবে না??
@@mitulis_diary এখানে স্বামীর জন্য কাঁদবেন,, তার জন্য তো কিছু বলিনি।।।??
নৌবাহিনীর সেই পিছনের দিন গুল মনে করানর জন্য আপনাকে ধন্যবাদ।।। সাগরে ভেসে বেড়ানর সেই ফেলে আসা ৮ বছর 😍😍😍😥😥😥😥😥
😢😭😭
Awesome creating content.
#Eaglelyricalmusic
@Eagle Lyrical Music
Asolei khub valo lage gaan ta, by the way, amar boro vaiyer namo Bappy Datta😀😀
Same time
sotto tai
English translation :
I'm a migrant.
Sailing boat at home and abroad.
I drop the anchor at the market places.
I drop the anchor at the market places.
Port-to-port.
I have an anchor in my mind, alas
It's at the home of shareng.
O Blue Sea ...
leave me, oh leave me.
A captive bird of my heart,alas
It weeps and weeps.
O blue sea..
Leaving the dear ones far away
I'm dying here restlessly .
Leaving the dear ones far away
I'm dying here restlessly .
This endless agony .
This endless agony .
From heart to heart.
my so longing bride, alas
I wonder what's she's doing.
Oh the sailor of sampan.
Take me to the shore.
A captive bird of my heart,alas
It weeps and weeps.
Taking this road
I don't know how far I've gone.
My bride is home alone.
She's staring the road waiting.
Thanks🥰🥰
Tnx
Thanks, from a world-music fan :D
Thanks a lot
7hi.
২০০৮ সালের কথা স্কুল শেষ করে বাসায় ফিরার পথে একটা স্টুডিওতে প্রথম শুনেছিলাম, তার পর আমার বড় ভাইএর থেকে গানটা শুনি, সেই তখন থেকে আজ পর্যন্ত গানটা শুনে যাচ্ছি, সময় পেলেই শুনি
কমেন্ট করে গেলাম হয়তো আজ থেকে আরো ১৫ বছর পর এই গানটা কোনো এক কারনে শুনতে আসবো, তখন যদি জীবিত থাকি কমেন্টটি দেখতে পারবো
💚
গানটা যখন শুনতেসিলাম, কানে গুনগুন শব্দ ভেসে আসলো।পজ(Pause). করে গুনগুন শব্দ খেয়াল করলাম দেখি শব্দটা রান্নাঘর থেকেই আসছে, আম্মা গানটা গুনগুন করে গাওয়া শুরু করসিলো😍😍😍।
same
How fascinating!
ধুর মিয়া...😆
@@ebrahim3127???
vai apnar cmnt e je jae boluk amr kase valo lagsee
cause aegula age kar onk femous gan akhn kar manush aeshob bujhee na
apnar ammuro thik e valo lagsee gan ta
গানটা যতবার শুনি, বুকের ভেতরটা কেমন করে ওঠে। ভারতের উত্তরবঙ্গ থেকে ভালোবাসা রইলো।
This is link of english version of ORE NIL DORIA.Head phone diee shunle valo hoi th-cam.com/video/zxAtXaJGy0o/w-d-xo.html
Ami indian
Ami Dokkhin Bongo.
জলপাইগুড়ির ময়নাগুড়ি থেকে
আমিও
আপনাকেও ভালোবাসা অবিরাম ❤️❤️🥀
এই গানটা প্রথম আমি মিরাক্কেল এ শুনছিলাম, যখন আমই ক্লাস ৫ এ ছিলাম।তারপর থেকেই এইটা আমার প্রিয় গান গুলোর মধ্যে একটা হয়ে গেছে।
Love from India 💓💓
এই সুর তো অন্য জগত রচনা করে, যে জগতে মানুষগুলোর প্রতি অন্তত থেকে ভালোবাসা থাকবে।|। সহমত ভাই! 🧡🖤
জার্মানি থেকে গানটা যখনই শুনি❤️... মনের মধে এক অসাধারন অনুভুতি জেগে উঠে... সুখের নাকি দুখের বুঝে উঠে পারি না... দেশ থেকে এত দূরে থেকে মনে পরে যায় কত স্মৃতি❤️ অসাধারন সুর আর কথার এই গানটার প্রতি পূর্ণ বিচার করে গানটার কভার করার জন্য ধন্যবাদ বহুব্রীহি ❤️ সন্ধি ভাই ।। হাজার বছরের অমর হয়ে থাক এই গান
ছোটো বেলার প্রিয় গানটা খুব করে মনে পরছিলো, তাই সার্চ দিলাম, তারপর কভার সং টা শুনে আর অরিজিনালটা মনে ধরে নাই,
গত এক বছর ধরে শুনেই যাচ্ছি, বুকের কোথায় জানি ধক করে ঊঠে প্রতিটাবার,
বিশেষ করে যখন কোনো লং ওয়েতে ট্যুরে যাওয়ার সময় শুনা হয় 💙
Take love dear and stay safe 💚
গান বাংলারটা শুনার জন্য অনুরোধে রইল।আশা করি হতাশ হবেন নাহ 💙
Ekdom thik
Ame o
@@nibirbiswas6078 kichu kichu gaan drums er proyojon hoi na, Gaan Banglar ta excess drums use korse r uccharon beshi shadhu hoise. Ei gaan ta te Bohubrihi ekdon perfect mix korse.
অনেক দিন পর আমার আম্মু কোনো গান শুনে ঠোঁট মিলালো। জিজ্ঞেস করেছিলাম -: ভাল্লাগে নাই?
আম্মু হ্যাঁ সূচক মাথা নাড়ালো🌸seriously man you are outstanding ❤️
O my god same goes to my mother 😄❤️
@@sharikatasnim3081 aha🌸😂
sayed khairul alam মজা পাইলাম
ভালোবাসা রইল💚
@@BohubrihiTheBand ❤️❤️
অনেক ভিডিও দেখেছি, এটা সেরা, কি ক্যামেরা কাজ, অসাধারণ গায়কী, সবে মিলে টপনচ। মনে হল জলের পাশেই বসে আছি।
নমস্কার জানাই।
আমি গণিতের ছাত্র।আমার আগামীকাল Numerical Analysis পরীক্ষা। ৪ টা থেকে পড়তেছিলাম। পড়তে পড়তে মাথাটা জাস্ট ধরে গেছিলো।পরে ইউটিউব এ ঢুকলাম।আর এখানে এই গানটা পেলাম।তারপর ভিউ করলাম।এত্তো সুন্দর গানটা আমার মন একদম ফ্রেস করে দিয়েছে। একদম মনের মত। সকাল টা একদম ফ্রেশনেস💕💕💕💕অসংখ্য ভালোবাসা আপনাদের জন্য।
ভালোবাসা তোমার জন্যও💚
শুভ কামনা রইল😊
Vai xm ta kmn Holo? :p
@@anwarhosain9719 ভাই অনেক ভালো হয়েছে। I expect A+
এতো ভালো লাগছে । অস্হির , মন খারাপ থাকলে হেডফোন লাগিয়ে একবার শুনুন হারিয়ে যাবেন।।। ওয়াও
Hmm
আমরা চার বন্ধু আরেফিন, নাইম,মেহেদী আর আমি গিয়েছিলাম সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওরে আমরা একটা ট্যাম্পু ভাড়া করি রাতে হাওরে থাকার জন্য ।
গভীর সাথে যখন পৃথিবী ঘুমন্ত ছিলো আমরা গলার সাথে গলা মিলিয়ে গানটা গেয়েছিলাম।
আমাদের প্রিয় একটি গান
আর আজ যখন এই গানটা শুনছি পুরনো স্মৃতি গুলো ভিতরটা চুরমার করে দেয়।
অনেক বেশি সুন্দর গানটা অনেক বেশি।
ধন্যবাদ বহুব্রীহি 🖤💛💜💙
Hmm
আমার আব্বা ২০০৯ এর দিকে দেখতাম রেডিওতে গানটি শুনতো। আমি কয়েকবার শুনার পর আমার অলটাইম ফেভারিট লিস্টে সবার উপরে থাকবে গান খানা
আমরা এখন নীল আকাশের বিচে বসে শুনছি, হালকা ঠান্ডা, সামনে ধান ক্ষেত, অসাধারণ এক কথায় অসাধারণ।
আমাদের শিকড়ের গানগুলো সংরক্ষণের অভাবে হারিয়ে যাচ্ছে। বহুব্রীহির সেখান থেকে ফিরিয়ে আনার চেষ্টায় মুগ্ধ। অসাধারণ গেয়েছেন।
Thanks brother 💚
ধন্যবাদ 😃
আমাদের দেশের গান এর সৌন্দর্যতা এখনকার ছেলে মেয়েদের কাছে বেশি করে প্রচার করতে হবে। আর এই অসম্ভব সুন্দর গানের জন্য শিল্পীকে হাজারো লক্ষ ধন্যবাদ।
জীবনের প্রতিটি বাঁকে বাঁকে কত মানুষের সাথেই তো দেখা হলো। তার মতো আর পেলাম কই! প্রিয় মানুষটাকে যারা পেয়েছে তাদের তো হীরেবাঁধানো কপাল আর যারা পায় না তাদের এই জীবনটা কেটে যাবে প্রিয় প্রেমিকার স্মৃতির কফিন বইতে বইতে। নীরব মধ্যরাতের শব্দহীন আর্তনাদ করা মানুষগুলোর জন্যই এই গানগুলো। কাদঁতে কাদঁতে ঘুমিয়ে পড়া মানুষগুলো ভালথাকুক।
কলকাতা থেকে বলছি..এককথায় অনবদ্য! আপনাদের অনুপ্রেরণায় আমাদের পথ চলা সুন্দর হয়। কোনোদিন আমাদের গানগুলি শুনেও জানাবেন সেই গানের রাস্তায় কখনো দেখা হয়ে যাবে কিনা!
ভালোবাসা আর শুভ কামনা রইল💚
দেখা হবে একদিন হয়ত।
Nic
ভাল লাগ্লো
ধন্যবাদ দাদা
Amazing shotti ☺️ 🇧🇩🇮🇳
বাঙালী জাতি হিসাবে অনেক গর্ববোধ করি। এ গান গুলো শুনে। গায়ের লোম দারিয়ে যায়। পৃথিবীতে অনেক দিন বাচতে ইচ্ছা করে এ গান গুলোর মধ্যে
❝কাছের মানুষ দূরে থুইয়া
মরি আমি ধরফড়াইয়া...❞
কি সুন্দর বহিঃপ্রকাশ আবেগ এর। ❤️🥀
সেরা একটা গান। 🖤
❤️❤️
রাত ১২:৫২ যখনই মন খারাপ হয় তখনই এই গানটা শুনি। সেই তাহার মাঝে যেন ফিরে যায়।
Hi❤❤🎉🎉
কিছু গান কোনো দিনও পুরোনো হবে না।
যুগ কে যুগ জেগে থাকবে রুচিশীল মানুষের হৃদয়ে। 💝
গান তো নয় মনে হয় আত্মার হাহাকার😞 গানটা শুনলেই অনুভূতি গুলো নাড়া দিয়ে উঠে😕
প্রজন্মের পর প্রজন্ম আসবে কিন্তু এ গান কখনো পুরনো হবে না। আমার পরে প্রজন্ম এসে ও গান টা শুনবে, এ গানে মগ্ন হবে, এ গানে নিজেকে হারিয়ে ফেলবে। 😍😍
Right via
ঠিক বলেছেন ভাই
Right!!
শিলিগুড়ি থেকে বলছি, অসাধারণ কন্ঠ,তার সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক💗
স্মৃতি রেখে গেলাম,, যুগ যুগ ধরে মানুষ যখন এই গানটি শুনতে আসবে,, তখন কেউ লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আমিও আবার শুনতে আসবো প্রিয় এই গানটি 07/04/2024ইং
💔💔😶
Ami o aj shunlam,ato valo lage kno?
Take love brother 💚🌸
আমাদের নতুন গান রিলিজ হয়েছে, শুনে জানাবেন কেমন লেগেছে। 😊
Like dile notification ase na comment korle asbe😂😂😂
মন ছুয়ে যাওয়া একটা গান। অনেক ভালোবাসা । 💓💓 from 🇮🇳
গঙ্গার পাড়,জোৎস্নার চাঁদ আর পুরোনো সেই চামেলি গাছের তলায় বসে থাকা পুরোনো আমি,হাতে জ্বলন্ত সিগারেট, বুকে সহস্র না বলা কথা,আক্ষেপ।বুক পকেটে সেই পুরোনো স্মৃতি।
সবই আছে নেই শুধু...
তুমি..!
ভালো থেকো অপর প্রান্তে।❤️
Tomrao bhalo theko- ebong daoat roilo Bangladesh dekhte
মন ভোলানো,অনবদ্য গান । বাকরুদ্ধ হয়ে গেলাম । বাংলাদেশের আমার ভাই দের প্রতি রইলো অনেক অনেক শুভেচ্ছা ও ভালবাসা । লাভ ফ্রম ইন্ডিয়া ।
Thanks brother🎉🎉
সারাদিনের রুটিনের কিছু সময় এই গানটা শুনার জন্য বরাদ্দ করে রেখেছি। 💖💔
ধন্যবাদ বহুব্রীহি... ❤️💖
নীল দরিয়া গানটা এতদিন পছন্দের লিস্টে ছিলো| এই প্রথম, গানটা ভালো লাগে এবং হৃদয় ছুয়ে যায়| ভিডিও কনসেপ্ট অসাধারণ| প্রতিদিন কমপক্ষে ৩-৪ বার গানটা দেখি এবং শুনি| HD তে প্রতিবার দেখার মত MB থাকে না বলে শেষে ডাউনলোড করে নিলাম| 🙂🙂
বহুব্রীহির জন্য শুভকামনা রইলো|||
গানটা বেঁচে থাকুক হাজার বছর! 🤘
ধন্যবাদ বহুব্রীহি ❤
Vai gan ta bohubrihi er nah
সত্যি বলতে কি অরিজনাল টা ছাড়া আমার আর কারো কাভার ভালো লাগত না।
এইটা ভালো লেগেছে। খুইব ভালো লেগেছে
মানুষ প্রেমে পড়লে গান শুনে।
আর বিচ্ছেদ হলে গানের অর্থ বুঝে😢😢😢😢
বাহ্❤
আমাদের নতুন গান রিলিজ হয়েছে, শুনে জানাবেন কেমন লেগেছে 😊
খুব পছন্দের একটা গান 🙂
যখন পুলিশের ট্রেনিং সেন্টারে ছিলাম, সারাদিন শত কষ্টের পরে যখন রাত হতো। ব্যাচমেটরা মিলে এই গানটাই গাইতাম। রাতের অন্ধকারে কষ্টগুলো যেন কোথায় হারিয়ে যেত।
গানটা শুনলেই বড্ড বেশি কষ্ট হয় এখন 😔
লঞ্চে বসে আছি রাত ১২, আর এই গান শুনবোনা এটা কি হয়। ❤❤❤❤
Bari ki Madaripur naki.....??😁😁
Perfect 😊
na chandpur
Same to you bro
@@imranforazi3966 na chandpur
ইউটিউবে এসে যখন পর্নোগ্রাফি খুজে না পায়, তখন মানুষ এসব গান ডিসলাইক দেয়।
Akdom sotti kotha bolsen👍
😂😂
🙂🙂
কাছের মানুশ দুরে থুইয়া মরি আমি দরফলায়া
exactly
কত সহস্র প্রহর যেন কেটে গেলো তাকে বিহীন! 😢
চোখ বুঝলে মাঝে মাঝে আচমকা তার সান্নিধ্য যেন কুঁড়ে কুঁড়ে হাতছানি দেয়।
যাকুক যেখানেই, আত্মার অভয়ারণ্যে তৃপ্তি নিয়ে ভালো থাকুক❤
শুনার আগেই লাইক দিলাম 😍😍😍
জানি জোশ হবে 😘
❤️ বহুব্রীহি ❤️
ভালোবাসা 💚
জীবনের সাথে যখন গানের লিরিক্স মিলে যায় তখন সেটি প্রিয় গান হয়ে যায়, যেমন এই গানটি❤
Hmm🖤
দয়া করে নীল দরিয়া এই গানটি শুনে দেখুন। th-cam.com/video/WpHAH7voPSg/w-d-xo.html
Hmm
নির্জন একটি গ্রামে রাত ১ টায় ভয়ংকর একটি জায়গায় বসে একা একা গানটি শুনছি 'মনে নেই কোনো ভয়' নেই কোনো সংকোচ"আছে শুধুই প্রিয় মানুষকে গিরে হাজারো স্বপ্ন!💚
সাথে একটু সজবি এবং পছন্দ এর মানুষের কষ্ট কথা 😂
খুবই পছন্দের গান, মনটা ভালো না থাকলে প্রায় সময় শুনি,তাই টাইম লাইনে রেখে দিলাম, ২০২০...সৌদি আরব।
ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া
বন্দি হইয়া মনোয়া পাখি হায়রে
কান্দে রইয়া রইয়া
ওরে নীল দরিয়া
কাছের মানুষ দূরে থুইয়া
মরি আমি ধর ফড়াইয়া রে
দারুণ জ্বালা দিবানিশি
দারুণ জ্বালা দিবানিশি
অন্তরে অন্তরে
আমার এতো সাধের মন বধুয়া হায় রে
কি জানি কি করে
ওরে সাম্পানের নাইয়া
আমায় দে রে দে ভিড়ায়া
হইয়া আমি দ্যাশান্তরী
দ্যাশ বিদ্যাশে ভিড়ায় তরী রে
নোঙ্গর ফেলি ঘাটে ঘাটে বন্দরে বন্দরে
আমার মনের নোঙ্গর পইড়া আছে হায় রে সারেং বাড়ির ঘরে
এই না পথ ধইরা আমি কত যে গেছি চইলা
একলা ঘরে মন বধুয়া আমার রইছে পন্থ চাইয়া
ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া
বন্দি হইয়া মনোয়া পাখি হায়রে
কান্দে রইয়া রইয়া
ওরে নীল দরিয়া
কাছের মানুষ দূরে থুইয়া
মরি আমি ধর ফড়াইয়া রে
দারুণ জ্বালা দিবানিশি
দারুণ জ্বালা দিবানিশি
অন্তরে অন্তরে
আমার এতো সাধের মন বধুয়া হায় রে
কি জানি কি করে
ওরে সাম্পানের নাইয়া
আমায় দে রে দে ভিড়ায়া
হইয়া আমি দ্যাশান্তরী
দ্যাশ বিদ্যাশে ভিড়ায় তরী রে
নোঙ্গর ফেলি ঘাটে ঘাটে বন্দরে বন্দরে
আমার মনের নোঙ্গর পইড়া আছে হায় রে সারেং বাড়ির ঘরে
এই না পথ ধইরা আমি কত যে গেছি চইলা
একলা ঘরে মন বধুয়া আমার রইছে পন্থ চাইয়া
✌👍👍❤
@@jebatasnia1948 !?
@@shawonkhan9263Sorry.It happend unknowingly.
@@jebatasnia1948 it's okay Dear
@@arishaakthermonni3247
হইয়া আমি দেশান্তরী - being a peregrin bargeman..
দেশ-বিদেশে ভিড়াই তরী রে - I cast my pinnace anchor in remote parts of the world..
নোঙর ফেলি ঘাটে ঘাটে - from wharf to wharf I berth (x2)
বন্দরে বন্দরে - from quay to quay
আমার মনের নোঙর পইড়া আছে হায়রে সারেঙ বাড়ির ঘরে - my canoodling grapnel is found to be forlorn now at cubicle of bosun's abode..
ওরে নীল দরিয়া - hollo ! the abyssal mazarine sea !..
আমায় দেরে দে ছাড়িয়া - dispense me with bon voyage !..
বন্দী হইয়া মনোয়া পাখি, হায়রে কান্দে রইয়া রইয়া - now my heart of volition just suffuse lachrymation fitfully, being immured..
ওরে নীল দরিয়া - hollo! the cerulean sea !
কাছের মানুষ দুরে থুইয়া - to be off from the closest and tender ones..
মরি আমি ধড়-ফড়াইয়া রে - i become atrabilious by flouncing (×2)
দারুন জ্বালা দিবানিশি - there goes awful perturbation unremittingly..
অন্তরে অন্তরে - in my mind..
আমার এত সাধের মন বধূয়া
হায় রে , কি জানি কি করে - how my inamorata bride does in absentia of me just evokes in my mind..!!
ওরে সাম্পানের নাইয়া - like my gondolia..
আমায় দেরে দে ভিড়াইয়া - please let me regress to my family ..
বন্দী হইয়া মনোয়া পাখি, হায়রে কান্দে রইয়া রইয়া - now my heart of volition just suffuse lachrymation fitfully, being immured..
এই না পথ ধইরা
, আমি কত না গেছি চইলা - many a times, in chimera I've turned up to my home traveling hundreds of miles..
একলা ঘরে মন মন বধূয়া, আমার রইছে পন্থ চাইয়া - my inamorata wife sitting lonesome awaits me fervently...
ওরে নীল দরিয়া - hollo ! the abyssal mazarine sea !..
আমায় দেরে দে ছাড়িয়া - dispense me with bon voyage !..
Outstanding vai
What a vocabulary museum😅
Nice
Very good one !
Great
এমন করে গাইলে,যে কোন মানুষ ই তার কাছের মানুষটাকে একবারের জন্যে হলেও মিস করবে....♥♥
💚
কোনো গানের তুলনা হয়না এই গানটার সাথে।সত্যিই বাংলাদেশ,বাংলার মানুষ,বাংলার গান অসম্ভব সুন্দর।💙🌸
না চাইলেও চোখে জল এসে গেল। অনেক ধন্যবাদ বহুব্রীহি
ভালোবাসা রইলো এই নাবিকের পক্ষ থেকে...
প্রত্যেক নাবিকের মনের ভাব প্রকাশ হয় এই গানে ❤️
Right ❤❤
আমরা যারা সবাইকে ছেড়ে প্রবাসে একা একা থাকি এই গান গুলো আমাদের মনে শান্তি এনে দেয় ধন্যবাদ (বহুব্রীহি)
সকল প্রবাসিদের সালাম জানাই
@@sumaiyaislam2419from the bottom of our heart
তোমাকে পেয়ে গেলে হয়তো এত সুন্দর গানটা শুনা হতো না.. 😊❤️🩹কমেন্টে রেখে গেলাম ১০ কি ২০ বছর পর কেউ আবার লাইক দিলে গানটা দেখতে আসবো.. 🤍❤️🩹
@@mahidul3d hmm vai love you.😊🤍
লাইক দিলাম শুনলে জানাবেন
লাইক দিলাম শুনলে জানাবেন
Don’t worry bro, everything will be all right 😊
joker🤡🤡
এই প্রথম ইউটিউবে কোনো গানে লাইক দিলাম।
লাভ ইউ ম্যান ❤
ভালোবাসা নিও💚
@@BohubrihiTheBand 😍😍
same to u
Very Beautiful song and singer's voice is very Soothing .. Love this Song 😊 😊
Love From India 🇮🇳 🇮🇳
listen origianal track please
কমেন্ট রেখে গেলাম।
যখন আমি থাকবো না আমার পরিচিত কেউ হয়তো দেখবে,গানটি আমার ও পছন্দের ছিলো। ঠিক তাদের মত।
Amer priyo song
Apni kothay jaben???
@@tajkerarahman8425 এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাবো যখন তখন
@@kb-video prithibir maya tag kore kothay jaben??????????
Onek sundr
ধন্যবাদ বহুব্রীহি কে।এত সুন্দর একটা গান উপহার দেওয়ার জন্য 😍😍
❤
গানের গলায় কি ভীষণ আদর!!! এই গানটা একবার শুনলে বারবার বুকে কেমন একটা করে উঠে, জীবনে কি জানি নেই, কিন্তু সব আছে 🙃
অাহা.....গানটা এতো বেশি সুন্দর কেন? কী জানি একটা টান অাছে গানটার মধ্যে, শুনলেই হারিয়ে যাই।❣️❣️
gan ta suny tripti mity nahhhhh
কাছের মানুষ দূরে থুইয়া
মরি আমি ধরফরাইয়া
এ দু'লাইন আমাকে অতীতে নিয়ে যায়।
ভালো থাকুক সবার প্রিয় মানুষ গুলো❤CAA❤❤❤❤
ইউটিউব এ যতবারই আসি ততবারই গানটি শুনতে থাকি।কলিজায় নাড়া দেওয়ার মতো একটা গান।
ধন্যবাদ বহুব্রীহি 😍😍
আব্দুল জব্বারের গানের সেই সারেং বাড়ির বউটা কি এখনো ফেরার পথের দিকে তাকিয়ে অপেক্ষা করছে !!
#নীল_দরিয়া ❤️
হয়ত 😊
ভাই মুগ্ধ হয়ে গেলাম,,,,! গানটা শুনে হারিয়ে যাওয়া সেই ভালোবাসার মানুষটাকে মনে করে কলিজাটাকে প্রশান্তি দেই 😍
আগামী প্রজন্ম এই গানগুলো শুনবে আর বলবে এতো সুন্দর গান গাইতো আমাদের দেশের শিল্পীরা।
বাংলা গানের রাজা বলা যায়।এ গান জীবনের কথা বলে। বিশেষ করে প্রবাসীদের জন্য আবেগপ্রবণ গান।
প্রতিটা মুহুর্ত শরীরে কাটা দিয়ে উঠছে গানটা শোনার সময়!
খুবই সুন্দর❤
গানটা শুনলে মনে হয়ে,সাগরের গভীর জলের মাঝে হারিয়ে যাচ্ছি, অসাধারন একটা গান,মনের গভীরে সুরটা বেজে উঠে
A message to the future generations.
Don't let this song die 💙🤍
এইসব গান ভাইরাল হয় না,, ভাইরাল হয় অপরাধী গান,,,মণ ছুঁয়ে দিলো গানটা😍😍😍
ভাও সবাই ত এক নায়ের মাঝি না,,,কারো বাড়ির জন্য আবেগ আসে,,কারো বা মাইয়ার জন্য আবেগ আসে,,,,
tired of hearing same logic in almost every song just to get some likes I think !!.... This song is already touched a lots of hearts see the comments.. But quality song never become a viral but exists decade to decade..
এই গান টা যত বার শুনি নদীর ঢেউ এর মতো বুকের ভিতর টা ও উথাল পাথাল করে ওঠে....এত সুন্দর লিরিক্স আর এত মন ভালো করা সুর যে মনে হয় বার বার শুনি... অপূর্ব ভাইয়ার গলায় এই গান টা শুনতে খুব ভালো লাগে।
অনেক কাছের মানুষ এই গান টা গেয়ে শুনিয়েছিলেন... তার ভাঙ্গা ভাঙ্গা কন্ঠে...
মানুষ টা আজ অন্য কারো কিন্তু স্মৃতি গুলো শুধুই আমার...
Ahare abeg
বাংলাদেশ মেরিন একাডেমি এসেই যেন এই গানটার প্রেমে পড়ে গেছি। যখন কোনো গান তার জীবনের সাথে মিলে যায় তখন সেটিই হয়ে যাই তার প্রিয় গান।
মন খারাপ ছিল গানটা শুনে মন আর খারাপ থাকতে পারলো না! কি যেন একটা আছে এর মধ্যে! অসাধারণ এক কথায়। ❤
ভালোবাসা তোমার জন্য💚
কারো মন ভালো করতে পারলে আর কিছু চাই না আমাদের 💚😊
এই গান টা যদি English এ translate করা হত।তাহলে বিদেশিরা বুঝত যে আমরা কত ভালবাসা দিয়ে গান গাই 💙💙💙💙💙💙💙💙💙💙
Lovely ekta kotha bolso 😍😍🥰🥰
Apni tick balachan👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍✅✅👌✅✅👌👍
ভাষার অনুবাদ করা যায়, ভাবের না। এই গানটা যতটা না ভাষার তারচে বেশী ভাবের.
True. But I think the tune itself has a feeling😍 which can transfer from one heart to another.♥️
Right vaiya
ও রে নীল দরিয়া
আমায় দে রে দে ছাড়িয়া...
ও রে নীল দরিয়া
আমায় দে রে দে ছাড়িয়া...
বন্দী হইয়া মনোয়া পাখি হায়রে
কান্দে রইয়া রইয়া...
বন্দী হইয়া মনোয়া পাখি হায়রে
কান্দে রইয়া রইয়া...
কাছের মানুষ দূরে থুইয়া
মরি আমি ধড়পড়াইয়া রে...
কাছের মানুষ দূরে থুইয়া
মরি আমি ধড়পড়াইয়া রে...
দারুণ জ্বালা দিবানিশি
দারুণ জ্বালা দিবানিশি
অন্তরে অন্তরে...
আমার এত সাধের মন বধুয়া হায়রে
কি জানি কি করে...
আমার এত সাধের মন বধুয়া হায়রে
কি জানি কি করে...
ওরে সাম্পানের নাইয়া
আমায় দে রে দে ভিড়াইয়া...
ওরে সাম্পানের নাইয়া
আমায় দে রে দে ভিড়াইয়া...
বন্দী হইয়া মনোয়া পাখি হায়রে
কান্দে রইয়া রইয়া...
বন্দী হইয়া মনোয়া পাখি হায়রে
কান্দে রইয়া রইয়া...
হইয়া আমি দেশান্তরী
দেশ বিদেশে ভিড়াই তরী রে...
হইয়া আমি দেশান্তরী
দেশ বিদেশে ভিড়াই তরী রে...
নঙর ফেলি হাটে ঘাটে
নঙর ফেলি হাটে ঘাটে
বন্দরে বন্দরে...
আমার মনের…
💚
@@BohubrihiTheBand 😍😍😍
I am happy
nice song
অনেক ভালো
এসব গান কখনও পুরাতন হবে না ❤️
Hmmm
সত্যি বলতে জীবন টা ঠিক একই রকম
জীবন টা যায়গায় যায়গায় লোঙর ফেলে
সমুদ্রের জীবনের আগ্রহ টা আমার চীরকাল থাকবে,
অনেক ধন্যবাদ
বহুব্রীহি 🖤
জানি তোমরা রিপ্লাই দেবেনা
তাও আমার অন্তর থেকে তোমাদের জন্য ভলোবাসা
ভালোবাসা রইল আপনার জন্যও 💚
ডুবে গিয়েছিলাম একবারে। ভিডিও কনসেপ্ট টা এতো ভাল্লাছে। গান টা এতো ভালো গেয়েছে,সাউন্ড এতো পার্ফেক্ট লাগ্লো,ইশ! খুব ই ভালো হয়েছে। গুড লাক ♥
Thanks dear💚
khub valo. apnak tnq
hmm
অবহেলিত sad video পেতে subscribe করুন,,
@@BohubrihiTheBand 😍🇧🇩
বেঁচে থাকুক বাংলা গান!!❤️❤️
বাংলাদেশ থেকে 🇧🇩🇧🇩
mehadi Hasan বহুব্রীহি বাংলাদেশিই
এইসব গান গুলাই সবসময় এভারগ্রিন হয়ে থাকবে আজীবন ❤️❤️
আহা,,,,এই গানের সৌন্দর্য বর্ননার জন্য কোন ভাষা খুঁজে পেলাম না🖤
যারা দেশের জন্য সমুদ্র সীমায় কাজ করে তাদের মনে এই গান টা অন্য রকম এক অনুভূতি জাগায় ❤❤❤
বাংলাদেশ মেরিন একাডেমির একাডেমি লাইফে যখন বাড়ির কথা অনেক বেশি মনে পরে তখন ব্যাচমেটদের সাথে নিয়া গাওয়া সবচেয়ে আবেগী গান।প্রতিটা লাইন যেনো আবেগের বহিঃপ্রকাশ
বরিশাল বিভাগের বরগুনা জেলার আমতলী উপজেলা থেকে যুক্ত হলাম। অসম্ভব সুন্দর কন্ঠ আজ ২৬/০৫/২৩ ভোলা জেলায় বোরহান উদ্দিন উপজেলায় কর্মরত আছি। বাংলাদেশ আনসার বাহিনীতে। তবে গানটি শুনছি বহুবছর থেকে।
ভিডিও কনসেপ্টটা অসাধারণ , গলাও দারুণ। এই গানটার অনেকগুলা ভিডিও দেখলাম , এইটা বেস্ট !
গানটা কলিজা টেনে নেয় 😞
পরবর্তী প্রজন্ম এরকম লিরিক্স আর এরকম সংগীত তৈরি করতে পারবে না,
তখন শুনে যেও নতুনেরা
আমরা পুরনোদের জন্য যে কত কলজে কাঁপানো গান এগুলো