Irsha || ঈর্ষা || Tahsan Khan || Kothopokothon || Bangla New Song || Official Lyrical Video

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
  • Song : Irsha (ঈর্ষা)
    Singer : Tahsan Khan
    Lyric & Tune : Tahsan Khan
    Album : Kothopokothon
    Language : Bangla
    Label : G Series
    For Mobile : Download RadioG and stream thousands of songs : ➤android.radiogb...
    Subscribe to our Exclusive TH-cam Channels and get the latest entertainment
    G Series Music : ➤psce.pw/LA9SD
    G Series Movies : ➤psce.pw/L7QH3
    G Series Drama : ➤psce.pw/KVKSW
    G Series Bangla Movie Song : ➤psce.pw/J34SM
    G Series World Music : ➤psce.pw/LL78R
    G Series Kids : ➤psce.pw/LNSGZ
    G Series Classics : ➤psce.pw/KHZR7
    G Series Funny Clips : ➤psce.pw/KQVZZ
    Newsg24 : ➤psce.pw/JUCSC
    Newsg Lifestyle : ➤psce.pw/LDEFU
    Get connected with us on Facebook : ➤psce.pw/LQETR
    Get connected with us on Instagram : ➤psce.pw/JM7YX
    Get connected with us on Twitter : ➤psce.pw/LTEWM
    Get the latest news from : ➤www.newsg24.com
    #Irsha_NewSong2020
    #TahsanKhan
    #TahsanNewSong2020
    #NewSong
    #BanglaSong
    #BanglaNewSong2020
    #GSeriesSongs
    #GSeriesMusic
    #ঈর্ষা
    #বাংলা_গান Agniveena, G Series, Hd, 4K, 2020,

ความคิดเห็น • 2.3K

  • @pollabahmed4144
    @pollabahmed4144 5 ปีที่แล้ว +392

    ইর্ষা,আলো,প্রেমতাল এই গানগুলো সত্যি ই অসাধারন...

  • @tasbidrahman3911
    @tasbidrahman3911 5 ปีที่แล้ว +1183

    আজ সত্যি সত্যি লিরিক্স এর সাথে তাহসান ভাই এর জীবনের মিল পাওয়া যাচ্ছে।

    • @tanzinanewaz6054
      @tanzinanewaz6054 5 ปีที่แล้ว +9

      Thik bolsen

    • @shahidistiak7435
      @shahidistiak7435 5 ปีที่แล้ว +49

      গানটা করাই হয়েছিলো তাহসান ভাইয়ের ১ম জিএফ চলে যাওয়ার পর।।।। তাই এতো মিল পাচ্ছেন।।। তার কিছুদিন পরেই মিথিলার আগমন।।।।

    • @mksazid1683
      @mksazid1683 5 ปีที่แล้ว +3

      Yes r8.

    • @shimahossain4155
      @shimahossain4155 4 ปีที่แล้ว +1

      😭😭😭😢😢😢😢

    • @tilmantejankauskaite2149
      @tilmantejankauskaite2149 4 ปีที่แล้ว

      Njm!!l?mmmm!! .. 🍓🍓🍓🍓🍓🍓. 🍓🍓🍓🍓🍒🍑🍒🍒🍒🍒🍒🍓🍓🍓🍐 🍐🍐. 🍐🍐🌰🌰🌰🌰🌰🌰🌰🌰🌰🌰🌰🌰🌰🌰🌰🌰🌰

  • @chottosajuthi9060
    @chottosajuthi9060 3 ปีที่แล้ว +297

    মানুষের গান তখনই বেশি ভালো লাগে যখন গানের লিরিক এর মাঝে নিজের জীবনের ঘটে যাওয়া কাহিনী খুঁজে পাই🙂জোশ কয়েক টা গান বারবার শুনতে ইচ্ছা হয় তার মধ্যে ঈর্ষা তো আছেই❤️

    • @mamonmir4178
      @mamonmir4178 2 ปีที่แล้ว

      Golpo ta sonaben.....

    • @rahatislam4716
      @rahatislam4716 2 ปีที่แล้ว

      Cheka khaisen sure..🤧🙂

    • @chottosajuthi9060
      @chottosajuthi9060 2 ปีที่แล้ว +2

      @@rahatislam4716 আমার এমনিতেই এসব গান শুনতে ভালো লাগে🙂আর তাহসান ভাই তো ছোটো বেলার ফেভারিট একজন।উনার সব গানই শুনি প্লাস নাটক ও দেখি।বাট আমি ব্যান্ড মিউজিক এর গান শুনি বেশি স্যাড গানের লিরিক্স অলওয়েজ এ জোশ লাগে আমার ছ্যাঁকা খাওয়ার দরকার পড়ে না🤣

    • @silentkiller1686
      @silentkiller1686 2 ปีที่แล้ว +1

      @@chottosajuthi9060 same here

    • @ashikurrahman7566
      @ashikurrahman7566 ปีที่แล้ว

      @@mamonmir4178 w

  • @abdullahtanvir3507
    @abdullahtanvir3507 2 ปีที่แล้ว +31

    ছ্যাকা তো দূরে থাক জীবনে প্রেম না করেও গানটা ভীষণ লেভেলের ভালো লাগে।
    অনূভুতিটা ভিন্ন মাত্রা যোগ করে জীবনে। মনে হয় জীবন থেকে কি একটা অতি মূল্যবান কিছু হারিয়ে ফেলেছি হয় তো...

  • @user-fi5sc2hy7r
    @user-fi5sc2hy7r 3 ปีที่แล้ว +12

    "তবুও এখোনো তুমি সত্য এখনও আমার জীবনে"।
    কি লিরিক্স রে ভাই!
    শুধু এই লাইন্টার জন্যি হাজার বার শুনেছি। নস্টালজিক ফিলিং।

    • @manikmia7977
      @manikmia7977 9 หลายเดือนก่อน

      Same..

    • @SharmeenTeacher
      @SharmeenTeacher 17 วันที่ผ่านมา

      কখন যে গানটা জীবনে প্রযোগ হয়ে গিয়েছিল! অসাধার😢 গানটা যেন তার জন্য 💘 হয়ে গিযেছিল। আলহামদুলিল্লাহ এখন আলো হয়ে আছি❤♥️💝

  • @ArkoAshfaque
    @ArkoAshfaque 5 ปีที่แล้ว +19

    অসাধারন গান, গলা আর গায়কী সেই স্কুল/কলেজের সময় থেকেই শুনে আসছি!
    তবে আজ সত্যি সত্যি লিরিক্স এর সাথে নিজের জীবনের মিল পাচ্ছি।
    একা, প্রেম, সংসার, ডিভোর্স... সবখানেই এই গান রয়েছে আমার জীবনে !!!

  • @fabihahosaainmuntaha8235
    @fabihahosaainmuntaha8235 6 ปีที่แล้ว +817

    এই গানটা কোনোদিনও হয়তো পুরনো হবেনা 😍😍

  • @mishonbarua2604
    @mishonbarua2604 2 ปีที่แล้ว +6

    জীবন থেকে নেয়া অনেক গান, কবিতা ও গল্প হয়েছে।
    এই গান তার একেবারেই উল্টো প্রতিফলন।
    তাহসানের জীবনে আবারও প্রাণখোলা হাসি ফিরে আসুক, এই শুভকামনা রইল।

  • @abhijitdasbiswas13
    @abhijitdasbiswas13 2 ปีที่แล้ว +4

    অসাধারণ তাহশান-দা। বাংলা গান কে এক অন্য উচ্চতায় পৌছে দেওয়ার জন্য।

    • @MdSaimon-hx2iy
      @MdSaimon-hx2iy 4 หลายเดือนก่อน

      Tahsan is best
      💯💯💯

  • @toponmahamud7812
    @toponmahamud7812 ปีที่แล้ว +3

    আহা! কি লিরিক!!
    ফিরে যায় সেই সোনালী অতিতে!

  • @ashikur.shovon
    @ashikur.shovon 5 ปีที่แล้ว +1789

    ফেসবুকে বেইলি রোডের ভিডিওটা ভাইরাল হওয়ার পর অনেকেই গানটার নাম জানতে চেয়েছে , তারপর এখানে এসেছে । বোঝাই যাচ্ছে জেনারেশন গ্যাপ কী একটা জিনিস ! অথচ আমাদের স্কুল বেলায় আমরা সিডি কিনে এসব গান শুনতাম এরপর এফএম রেডিওতে । এ গানগুলো দিয়েই আমরা তাহসানকে চিনেছিলাম । কিন্তু নাটকের তাহসানকে প্রথম চেনাটা তো সেই অফ বিটে !! শীতের রাতে বন্ধুদের সেভেন আপ চুরি- এসব মনে করিয়ে দেয় আমাদের ছেলেবেলার বড় ভাইদের কথা । সম্পর্কগুলো কত মধুর ছিল । আর এখন প্রজম্ম পাশের বাসার কাউকেই চিনেনা ........কিংবা তাহসানের সেই সাইকেল চালানো যে জন্য সে সময় সাইকেলটা ট্রেন্ড হয়ে যায় ।
    শৈশব তুমি শুধুই মুগ্ধতা, আমার কেনো চোখ ছলছল করছে লিখতে গিয়ে? কোনো ভাবেই কি সম্ভব না হারিয়ে যাওয়া ঐ সময়গুলো ফিরে পাওয়া?

    • @xenocide1000
      @xenocide1000 5 ปีที่แล้ว +32

      Kothopokothon album er 2nd track silo eta, uff ki shob din silo oigula

    • @sanimsaosan9849
      @sanimsaosan9849 5 ปีที่แล้ว +18

      off beat কি? আমার আপু ভাইয়া তাহসানের গান শুনতো দেখতাম, তখন কিছু বুঝতাম না

    • @ashikur.shovon
      @ashikur.shovon 5 ปีที่แล้ว +28

      @@sanimsaosan9849 অফ বিট তাহসানের প্রথম নাটক। তাহসান যখন ব্ল্যাক ব্যান্ডের ভোকাল ছিল ঐ ব্ল্যাক ব্যান্ডের সদস্যদের নিয়ে এই নাটক৷ ইউটিউভে সার্চ দিলেই পাবেন, দেখবেন।

    • @এ.এস.মল্লিক
      @এ.এস.মল্লিক 5 ปีที่แล้ว +3

      আমিও একই ভাবছি।

    • @masudalam3279
      @masudalam3279 5 ปีที่แล้ว +8

      সহমত।
      অনেক বছর আগে শুনেছি এই গান। এখনো আমার মোবাইলে গানটা আছে।

  • @md.shahinurrahman6576
    @md.shahinurrahman6576 2 ปีที่แล้ว +33

    "তোমার হাতে আজ অন্য কেউ" - এই লাইনটা হৃদয়ে আঘাত করে!! ভালো থাকুক তারা,আমাদের নিঃস্বার্থ ভালবাসা পায়ে মাড়িয়ে তাদের ভালবাসার কাছে গেছে যারা 💔🥀

    • @sharminsultanamaya3215
      @sharminsultanamaya3215 2 ปีที่แล้ว

      Hmmm

    • @ashrafulislamhridoy6425
      @ashrafulislamhridoy6425 ปีที่แล้ว

      ​@@sharminsultanamaya3215আপনারা মেয়েরা হুম ছাড়া কি বলতে বলেন তো...?

  • @sajibakon2715
    @sajibakon2715 5 ปีที่แล้ว +81

    মনে ‌পড়ে গেলো ‌সেই ২০০৮সালের কথা।
    কোন এক জোৎস্না রাতে নদীর পাড়ে ‌বসে গানটা শুনেছিলাম প্রথম বারের মত।
    তার পর থেকে গানটা মোবাইলে।✌️✌️

    • @AlAmin-dv9rm
      @AlAmin-dv9rm 3 ปีที่แล้ว

      ভাই
      2005 সালের দিকের গান এটা
      তখন থেকে এটা মোবাইলে মোবাইলে

    • @tonmoyghosh8820
      @tonmoyghosh8820 6 หลายเดือนก่อน +1

      ekhono ase?

    • @sajibakon2715
      @sajibakon2715 6 หลายเดือนก่อน

      @@tonmoyghosh8820 hm

  • @sharifbd1375
    @sharifbd1375 3 ปีที่แล้ว +2

    ওয়াও অসাধারণ গান তাহসান ভাইকে ধন্যবাদ লিরিক্স টা অনেক সুন্দর

  • @ratulraja9253
    @ratulraja9253 ปีที่แล้ว +5

    Tahsan ki janto ai gan tar nijer jiboner sathe mile jabe...Song is perfect for hearing.but not perfect when it happens in life....

  • @salmaaktertumpa710
    @salmaaktertumpa710 5 ปีที่แล้ว +23

    আহ্ স্কুল কলেজ লাইফের সেই অসাধারণ সব গান কত শুনতাম সিডি প্লেয়ারে।miss those days a lot😊

  • @Hasan-tf9qj
    @Hasan-tf9qj 5 ปีที่แล้ว +85

    গানটা শোনে খারাপ লাগছে!!!গানের কথা গুলোই আজ সত্যি হল!!!সত্যি মানুষের জীবনটা রহস্যে ঘেরা♦♦

  • @ShalikNodi
    @ShalikNodi 3 ปีที่แล้ว +7

    সত্যিই এই অসাধারণ সব গানগুলো থেকে আমরা বঞ্চিত ছিলাম।গত এক বছরে জীবনের সব কিছু ওলোট পালোট হয়ে গেছে।সব হারানোর মাঝেও নতুন করে যেন এ এক অদ্ভুত ফিরে পাওয়া।

  • @BonClayCha
    @BonClayCha 4 ปีที่แล้ว +138

    I bet Tahsan himself never imagined this song will be reflecting his emotions in the future. I am glad I grow up listening to this instead of "Babu Khaiso". I wish he gets all the happiness, which his song brings to people's life.

    • @sylviamahmood1523
      @sylviamahmood1523 2 ปีที่แล้ว +8

      I am also thinking the same. How true every word of this songs for him.. I understand that he might have a different perspective.. But as a fan of him, thinking about his life, the lyrics strike me so hard..

    • @smnasir796
      @smnasir796 2 ปีที่แล้ว +1

      Right

    • @khaledkibria2434
      @khaledkibria2434 2 ปีที่แล้ว

      absolutely

    • @siam69-e4p
      @siam69-e4p ปีที่แล้ว

      🫂❤️‍🔥

  • @mdshahinalom9387
    @mdshahinalom9387 2 ปีที่แล้ว +11

    আজও বৃষ্টি দেখি
    জ্বোসনা ভরা আকাশ দেখি
    খুব ভোরে ভোরের নিস্তব্ধতা উপলব্ধি করি
    শুধু "তুমি ছাড়া"

    • @pmlikhon1859
      @pmlikhon1859 2 ปีที่แล้ว

      আজও বৃষ্টি দেখি
      জ্যোৎস্না ভরা আকাশ দেখি
      খুব ভোরে ভোরের নিস্তব্ধতা উপলব্ধি করি
      শুধু "তুমি ছাড়া"

  • @efat7374
    @efat7374 2 ปีที่แล้ว +5

    -তাহসানের গান মানেই হাজারো অনুভূতির স্বল্প বেদনা 💔🥺

  • @shakilbabu7368
    @shakilbabu7368 4 ปีที่แล้ว +4

    কি গান রে ভাই। কতবার যে শুনেছি হিসেব নেই। 😍

  • @mahmud.ishtiaq9
    @mahmud.ishtiaq9 5 ปีที่แล้ว +47

    কি অদ্ভুত জীবন তাঁর গাওয়া গান তাঁর জীবনের সাথে মিলে গেছে।

  • @mahiduzzamansourav2134
    @mahiduzzamansourav2134 3 ปีที่แล้ว +1

    ভালোবাসা ব্যপারটা যে অনুভবের তা সাক্ষী হয়ে আছে তাহসানের এই গানগুলি। প্রথম প্রথম ফেইসবুক ব্যবহার করার সময়টাতে ওই প্রিয় মানুষ,উত্তরার কিছু প্রিয় জায়গা, চ্যাটিং আর হেডফোন কানে একসঙ্গে এই গানগুলি আজো জীবন্ত।সত্যি জীবনটা অনেক ছোট,কিন্তু সুন্দর...

  • @Khanraine
    @Khanraine 3 ปีที่แล้ว +45

    2004...i was in class 9...colour full feelings.....Days of Tahsan,Arnob,topu,warfaze,artcell,shironamhin,hasan,james,ayub bachu,miles,souls,renessa ....... FM radio..... uff.....Dreamy days that we spent. I am so lucky that i witnessed those days.

    • @sumitraihan531
      @sumitraihan531 ปีที่แล้ว +1

      Same here.

    • @bangladeshishereinmyheart7487
      @bangladeshishereinmyheart7487 ปีที่แล้ว +2

      Hi vai, I was in class 9 too when first watched the Video of this song on a TV screen. But the year was 2005.

  • @rakibullahrasel1541
    @rakibullahrasel1541 6 ปีที่แล้ว +65

    কালজয়ী গান,যেগুলা সর্বদা বেঁচে থাকে।😍

    • @abulbasharmohammadgolamrab8510
      @abulbasharmohammadgolamrab8510 4 ปีที่แล้ว

      Copied song

    • @MASTER-sj6zy
      @MASTER-sj6zy 3 ปีที่แล้ว

      @@abulbasharmohammadgolamrab8510 kon ganer?

    • @abulbasharmohammadgolamrab8510
      @abulbasharmohammadgolamrab8510 3 ปีที่แล้ว +1

      @@MASTER-sj6zy Numb song. Very famous song of Linkin park. From 1:18 minute copy started.

    • @nabilrizwannahian2729
      @nabilrizwannahian2729 3 ปีที่แล้ว

      @@abulbasharmohammadgolamrab8510 'আমার চোখের দিকে তাকিয়ে দেখ' থেকে টোনের স্টাইলটা মিলে যায়। কিন্তু কপি বলা যাবে না।

  • @roichijafor5933
    @roichijafor5933 2 ปีที่แล้ว +6

    ২০০৬ সালে প্রথম শুনছিলাম ঈর্ষা গানটি তখন থেকেই তাহাসানের ফ্যান ,এখন ও ঠিক একই রকম ভালো লাগে।

  • @mahmudalovely1699
    @mahmudalovely1699 5 ปีที่แล้ว +11

    আপনার গানের কথার মধ্যে হারিয়ে যাই কি বলব এককথা অসাধারন।

  • @priyankamajumder5467
    @priyankamajumder5467 2 ปีที่แล้ว

    Ufff sera anuvuti....ajj theke thaklo play list a♥️

  • @kazishorawardiahmed6852
    @kazishorawardiahmed6852 ปีที่แล้ว +1

    এই গানটা তাহসান ভাইয়ের জীবনে সত্যি হয়ে যাবে এটা বাবিনাই go ahead bro

  • @juwelrana800
    @juwelrana800 4 ปีที่แล้ว +13

    - প্রিয় জিনিস গুলো বোধহয় বেশিদিন থাকে না🙂
    - কোনো না কোনোভাবে হারিয়ে যায় ই..!💔🙂🌸

  • @mohammedabdulawalfarves922
    @mohammedabdulawalfarves922 6 ปีที่แล้ว +45

    হাতটা ধরতে পারিনা,কাছে টানতে পারি না
    তোমার হাতে আজ অন্য কেউ 😞😔

  • @fariaahmed6982
    @fariaahmed6982 3 ปีที่แล้ว +6

    তাহসান স্যারের এই গান আমার জীবনের সাথে মিলে যাবে কখনো ভাবী নাই।। তবে সত্যি অনেক হ্যাপি যেটাই ছিল ক্ষণিকের জন্য🙂💔।। চিরতরের জন্য যেটা তার অপেক্ষা করছি❤️

  • @nurayesmin5108
    @nurayesmin5108 2 หลายเดือนก่อน

    "জানি ফিরিয়ে নেবার কোনও কারণ নেই তোমার এই জীবনে,,, তবুও এখনও তুমি সত্য এখনও আমার জীবনে..."
    যেমন অসাধারণ গানের কথাগুলো হৃদয়স্পর্শী, তেমনি তাহসানের মায়াভরা কন্ঠস্বর। এই গান কোনদিনও পুরানো হবেনা। অনেক ভালোবাসি আপনাকে তাহসান❤️

  • @hmakramulhaque3451
    @hmakramulhaque3451 7 หลายเดือนก่อน +2

    আজ ২০ বছর পর মনে পড়ছে কত হাজার বার ইউনিভার্সিটি হলে এই গান গুলো শুনেছি।।।

  • @sumaiaorthy5825
    @sumaiaorthy5825 6 ปีที่แล้ว +7

    যতোবারই শুনি না কেন,মনে হচ্ছে নতুন করে শুনছি😍

  • @mohammadbiplob4391
    @mohammadbiplob4391 5 ปีที่แล้ว +50

    9-11-2019 গানটা বাস্তবতা পেয়েছে🙂

  • @aksofficial3545
    @aksofficial3545 5 ปีที่แล้ว +17

    সেই একটা গান।।।
    this my favourite song....
    and dadicated my gf....
    💜💜💜💜💜💜💜💜💜

    • @mdrubl3776
      @mdrubl3776 3 ปีที่แล้ว

      Tor abar gf o ase?🙄🙄🙄🙄

  • @Rofikul-2000.
    @Rofikul-2000. 2 ปีที่แล้ว

    সামনে তুমি দারিয়ে কারো হাত জরিয়ে
    হাত টা ধরতে পারি না কাছে টানতে পারি না।
    আহ কি লিরিক ❤️

  • @izhaanistiaq417
    @izhaanistiaq417 2 ปีที่แล้ว +1

    অসাধারণ একটা গান।কখনোই পুরনো হবে না।আমৃত্যু শুনতে চাই।

  • @imrulkayes2366
    @imrulkayes2366 5 ปีที่แล้ว +4

    যতবারই শুনি ততোবারই ভালোবাসার গভীরতা অনুভব করি❤

  • @shujjomukhi3654
    @shujjomukhi3654 4 ปีที่แล้ว +6

    The songs are very hearttouching of Tashan, every song of his and his voice is very nice 🥰❤️💕💕From London UK Bangladeshi , love you Tahshan

  • @md.sharif4342
    @md.sharif4342 5 ปีที่แล้ว +168

    আমি ২০০৭ এ প্রথম ছেকা খাইছি।
    তখন থেকা আমি এই গান শুনি।।সেই অনুভূতি। আমি প্রতিটা ছেকায় এই গান দিয়া কাম চালাই

    • @tanhatuba1237
      @tanhatuba1237 5 ปีที่แล้ว +2

      Hahaha moja paiche....

    • @md.sharif4342
      @md.sharif4342 5 ปีที่แล้ว

      @@tanhatuba1237 thnk u.. & my onuvuti is true

    • @tanhatuba1237
      @tanhatuba1237 5 ปีที่แล้ว +5

      Welcome.ses porjonto biye korechen naki ekhono cheka kheyei jacchen apni?

    • @esmanurpayel11
      @esmanurpayel11 5 ปีที่แล้ว +2

      😂😂

    • @mdimranshikh7441
      @mdimranshikh7441 5 ปีที่แล้ว +1

      😁😁😁😁🙆

  • @sukantabarua1652
    @sukantabarua1652 3 ปีที่แล้ว

    আহা গান!!
    cls 9 এ থাকতে প্রথম শুনেছিলাম ২০০৫ সালে।আমার scl frnd মাসহাব তাহসানের গান গেয়ে আমাদের শোনাতো সবসময়।ওর favt singer ছিল তাহসান।এই গানটা সহ তাহসানের তিনটা গান আমার খুব ভালো লাগে।

  • @raselkabir1286
    @raselkabir1286 3 ปีที่แล้ว

    অনেক খুঁজে গানটা পেলাম সত্যিই অসাধারণ। এসব গান ১০০ বছরে ও পুরানো হবে না।

  • @HayatMahamudNirzhar
    @HayatMahamudNirzhar 3 ปีที่แล้ว +4

    গানের লিরিক্স এর সাথে আমার ও আমার মত, দেশের প্রায় ৮০% ভাইয়ের জীবনের মিল আছে।।
    তাহসান ভাই'র জীবনের ক্ষেত্রে'ও লিরিক্স'টি এক ও অভিন্য।

  • @samsonislam5252
    @samsonislam5252 ปีที่แล้ว +6

    No one can beat Tahsan.... Forever.
    He is a singer of another level.. 🤍🤍

  • @জয়বাংলা-ট২ণ
    @জয়বাংলা-ট২ণ 4 ปีที่แล้ว +5

    সেই ছোট বেলা থেকেই অনেক প্রিয় এই গান,,,, 😍😍😍😍

  • @Sharifulislamsojib
    @Sharifulislamsojib 3 ปีที่แล้ว +1

    তাহসান ভাই এমনিতেও অনেক প্রিয় একজন মানুষ, প্রায়ই তার গান শুনতাম আমি
    কিন্তু গত কয়েক মাস ব্যস্ততার জন্য আর বাংলাদেশী গান শুনা হয়নি আজ রাত ১.৩০ এ হঠাৎ যেন কি হয়ে গেল বারবার তাহসান ভাইয়ের গানগুলো মুখে আসতাছে আর তাই গানতে শুনতে আসা আসলে তাহসান ভাইয়ের গানত সবসময়েই সেরা রাত ৩টা বা দুপুর ১টা নেই তাহসান ভাইয়ের গান সবসময়ই সেরা🥰

  • @sayonxten
    @sayonxten 3 ปีที่แล้ว

    লিরিক্স গুলো সত্যিই অসাধারণ,গানটা মন ছুয়ে নিয়েছে,প্রতিদিনই ৪/৫ বার করে শুনা হয়।

  • @zasiahossain
    @zasiahossain 2 ปีที่แล้ว +3

    "তোমার হাতে আজ অন্য কেও" আসলেই আমার সাথে মিলে গেল লাইন টা🥀

  • @kamrulislamsumon8487
    @kamrulislamsumon8487 2 ปีที่แล้ว +5

    কে জানতো গানটাই জীবনের সাথে মিশে যাবে😭😭😭

  • @saymaumme2086
    @saymaumme2086 2 ปีที่แล้ว +8

    সে আছে,
    জানি থাকবে,
    তবুও মাঝে মাঝে মনে হয় সে আমার নাহ...!

  • @mutahar_sami
    @mutahar_sami 4 ปีที่แล้ว +1

    ২২ ডিসেম্বর, ২০২০। ৮-৯ দিন, তারপর ২০২১; গানটির বয়স ষোলো-সতেরো বছর হতে চলল, তবুও আজও অপূর্ণতার পূর্ণতায় 'ঈর্ষা' এক প্রতীক.....আজীবন যেন এরকমই রয়ে যায়!! ২০৫০ সালে হয়ত আমাদের পরের জেনারেশনের বাঙালীরা জানবে, ২০০০-২০ এ বাংলা সংগীত মানেই ছিল আর্টসেল, ব্ল্যাক, শিরোনামহীন, ওয়ারফেজ আর তাহসান খান!!!!!!

  • @emonahmedmilon2156
    @emonahmedmilon2156 3 ปีที่แล้ว

    কি আর বলবো
    just Awesome🥰

  • @asfiyaakhi1329
    @asfiyaakhi1329 9 หลายเดือนก่อน +6

    তুমি বলেছিলে গানটা তোমার ভিষন প্রিয়। আজ তুমি আর আমি অনেক দূরে। এক হবোনা জেনেও তোমার সৃতি সরন করে গানটা শুনে যাই। ভালো থেকো যেখানেই থাকো।🤍

  • @suponkantisaha8978
    @suponkantisaha8978 4 ปีที่แล้ว +152

    দূরে তুমি দাঁড়িয়ে
    সাগরের জলে পা ভিজিয়ে
    কাছে যেতে পারি না
    বলতে আজ পারি না
    তুমি আমার এখনও
    সামনে তুমি দাঁড়িয়ে
    কারো হাত জড়িয়ে
    হাতটা ধরতে পারি না
    কাছে টানতে পারি না
    তোমার হাতে আজ অন্য কেউ
    সাগরের পাড়ে হাত ধরে দেখছো, সূর্যডোবা আমি নেই
    এখনও বৃষ্টি পড়ে তোমার মাঝে, সে বৃষ্টির ফোঁটা আমি নই
    জানালার পাশে দাঁড়িয়ে, তাকিয়ে আকাশে, সেখানে চাঁদটা নেই
    এখনও বৃষ্টি পড়ে, বৃষ্টিতে ভেজা আমার পাশে তুমি নেই
    সেই তুমি আজ আমার কাছে
    আমার স্মৃতি ফিরিয়ে দিতে
    আমি আজ কাঁদবো না
    হয়তো দু'এক ফোঁটা
    তবু বলবো না ভালোবাসি
    কোনো এক ছোট্ট মিথ্যা
    মুছে দিয়েছে সব আমার
    আমার দেওয়া ঘড়ির
    সময়গুলো মোছেনি
    তুমি রক্তাক্ত, আমি অপরাধী
    আমার চোখের দিকে তাকিয়ে দেখো, কাঁদছি আমি অসহায়
    তোমায় হারিয়ে জীবনটা আমার…

  • @SM-uc7fp
    @SM-uc7fp 4 ปีที่แล้ว +61

    still listening in November 23, 2020... 🥀
    edit : still in March 28, 2022 🥀

  • @afrozanasrin9266
    @afrozanasrin9266 3 ปีที่แล้ว +1

    হাজার প্রজন্ম জুড়ে থাকুক তাহসানের গান🥰

  • @MdIrfan-kg2hw
    @MdIrfan-kg2hw 2 ปีที่แล้ว +1

    এইটা গান নাকি অন্য কিছু উফ ❤️❤️❤️❤️❤️❤️👌👌👌👌👌

  • @esha_ruhi
    @esha_ruhi 3 หลายเดือนก่อน +4

    ২০২৪ এ এসেও কে কে শুনছেন? ❤

  • @anonymousdff
    @anonymousdff 5 ปีที่แล้ว +29

    This is really an outstanding song..I didn't know about this song..but after listening this song at fb,,it has touched my heart..I DON'T CARE

  • @tanvirfts3586
    @tanvirfts3586 7 ปีที่แล้ว +5

    love...u boss....tomar kontho shunatai..amar nesha...😍😍😍😍😍

  • @ovitalukdar6491
    @ovitalukdar6491 8 หลายเดือนก่อน +1

    আসলেই হারানোর বেদনা মৃত্যুর চেয়ে ভয়ংকর 💔

  • @jannatakter7837
    @jannatakter7837 2 ปีที่แล้ว

    Eii gaan ta jokhon first shunchilam tokhon kono kosto chilo na tobuo keno jani valo lagto....
    Ar akhn ganer pottek ta line jibon er sathe miley jae🙂 akhn o valo lagey..... Tahsan er gaan always priyo hoye thakbe🙂🥰

  • @nafsmun
    @nafsmun 5 ปีที่แล้ว +186

    একদিন এই বেইলি রোডে কত ভিজেছি রিক্সায়। আর আজ তুমি নেই এন্ড “আই ডোন্ট কেয়ার” 😊
    #SuperDad #Tahsan #Legend

  • @darkmoon6990
    @darkmoon6990 2 ปีที่แล้ว +7

    কোনো এক ছোট্ট মিথ্যা
    মুছে দিয়েছে সব আমার
    আমার দেওয়া ঘড়ির
    সময়গুলো মোছেনি
    তুমি রক্তাক্ত, আমি অপরাধী💔
    Valobasha 🖤

  • @marufahasin
    @marufahasin 4 ปีที่แล้ว +6

    We expect more such beautiful song from Tahsan ...

  • @screation579
    @screation579 3 ปีที่แล้ว +1

    FM radio তে প্রথম গানটা শুনছিলাম। গানটা শোনার জন্য FM radio নিয়ে বসে থাকতাম। তখন FM radio তে মাত্র কয়েকটা চ্যানেল ছিলো।

  • @billal0078
    @billal0078 3 ปีที่แล้ว +1

    আহা এই প্রথম তাহসানের কোন গান ভালো লাগলো একদম মনের মতো
    আর একটি আছে সেটা ( কেও না জানুক )

  • @monermanuesh
    @monermanuesh 2 ปีที่แล้ว +5

    - কার ভিতরে কেমন মানুষ লুকিয়ে আছে.!🙂
    - সেটা শুধু সময়'ই বলে দেয়.!💔

  • @oishyebaruaanita2430
    @oishyebaruaanita2430 6 ปีที่แล้ว +13

    Irsha ..just awsomeee song...

  • @dhakajourney7746
    @dhakajourney7746 7 ปีที่แล้ว +10

    gaanta khub valo lagsee tahsan bhaia,,,,

  • @KamrulIslam-vp2kp
    @KamrulIslam-vp2kp ปีที่แล้ว +1

    বাস্তবতার অপূর্ব সমন্বয় ★

  • @kobir0116
    @kobir0116 9 หลายเดือนก่อน

    এই গান টা হঠাত করে শুনতে পাই। জকন আমি কান্নার মাজে ছিলাম তখন। খুবি হতাশায় ছিলাম, কি করব জুবতে পারছিলাম না, অই মুহূর্তে গান টা শুনেছিলাম। তার পর আমি আর কখনো পিছনে পিরে তাকাই নি। ও ঠিকই এসে ছিল, গ্রহণ করিনি। thanks তাহাসান ভাইয়া।

  • @julhekabegum8145
    @julhekabegum8145 5 ปีที่แล้ว +80

    2020 ...
    Who listen this song
    like here.

  • @uzzalbiswas6250
    @uzzalbiswas6250 3 ปีที่แล้ว +3

    তাহসান ভাই প্রতি গান জীবন থেকে নেয়া

  • @rafiqulhasan7188
    @rafiqulhasan7188 5 ปีที่แล้ว +7

    ভিষন প্রিয় গান এবং তার ও..
    শুনলেই মনে হয় তার কথা( প্রিয় ফারু😍)

  • @Dipanwita6099
    @Dipanwita6099 ปีที่แล้ว +1

    জানালার পাশে দাঁড়িয়ে, তাকিয়ে আকাশে, সেখানে চাঁদটা নেই
    এখনও বৃষ্টি পড়ে, বৃষ্টিতে ভেজা আমার পাশে তুমি নেই❤️

  • @rabbanihossaintaseen3204
    @rabbanihossaintaseen3204 3 ปีที่แล้ว +1

    সত্যি লাইন গুলো বাস্তব❤️

  • @momg.w.sjkhobi8796
    @momg.w.sjkhobi8796 4 ปีที่แล้ว +4

    emotion er r nam Tahsan 💚💙or gaan j ekbar shunbe, r vulbena 💕💕

  • @hasansonchoy6799
    @hasansonchoy6799 2 ปีที่แล้ว +4

    আমার মনে হয় বর্তমান জেনারেশন ৯০ দশকের সেই সময়টার মতো ছ্যাঁকা খায় না।

  • @shahriarovy_torquemotorsbhola
    @shahriarovy_torquemotorsbhola ปีที่แล้ว +4

    ২০০৬ সাল
    শীতের ভোরে কানে হেডফোন দিয়ে এই গান শুনতে শুনতে প্রাইভেট পড়তে যাওয়া

  • @farzanajulie7495
    @farzanajulie7495 3 ปีที่แล้ว

    আহা তাহসান ভালবাসা নিবেন 💙😍

  • @papiyamukherjee3088
    @papiyamukherjee3088 3 ปีที่แล้ว

    বার বার শোনা যায়, খুব সুন্দর গেয়েছে তাহসান।❤️❤️❤️❤️

  • @meherunmahee
    @meherunmahee 3 ปีที่แล้ว +24

    Most favourite song!!💖I hear this masterpiece again and again and again but It never gets old

  • @sharminjahan2766
    @sharminjahan2766 ปีที่แล้ว +12

    One of the best songs ever to me! Amazing Lyrics and the touchy voice of Tahsan! Love and respect for him always!

  • @ishratrahman6733
    @ishratrahman6733 4 ปีที่แล้ว +18

    This not just a sad song for me It's a reflection of my life 🙂🙂🙂

  • @SumonCPal
    @SumonCPal 3 ปีที่แล้ว +1

    ছায়াছবি, গান অনেক সময় মনে হয় অলীক কল্পনা যার সাথে জীবনের কোন মিল নেই।
    এই গানটি শুনে এখন মনে হয় কোন না কোন জীবনের সাথে মিল হয়ে যায়।
    যেমন এখানে তাহসান ভাই ও তার জীবন।
    আরও অনেক জীবনের সাথে মিল অবশ্যই হয়তো আছে।

  • @tareqrahman17
    @tareqrahman17 ปีที่แล้ว

    প্রতিটা রিলিক এক একটা অনুভূতির প্রকাশ ❤

  • @nhshawon9616
    @nhshawon9616 2 ปีที่แล้ว +3

    আবারও সেই বেইলী রোডের কথা মনে পড়ে গেলো,, প্রেমিকার সাথে কত দিন চলা ফেরা, কত দুষ্টামি, ৩ বছরের ভালোবাসা,,,, কি ভাবে পারে মানুষ

  • @fahadadnanrumey7074
    @fahadadnanrumey7074 7 ปีที่แล้ว +695

    চরম লেভেলের ছ্যাকা খাওয়ার এক অনুভূতি পাওয়া যায়।

    • @lukmanahmed9672
      @lukmanahmed9672 7 ปีที่แล้ว +26

      comment of the year 😂

    • @fahadadnanrumey7074
      @fahadadnanrumey7074 7 ปีที่แล้ว +2

      হা হা হা ধন্যবাদ johnny thecloudy ভাই

    • @javedmelody2321
      @javedmelody2321 7 ปีที่แล้ว +3

      fahad adnan 😂😂😂

    • @SuperZoneTV
      @SuperZoneTV 7 ปีที่แล้ว +12

      Amar prothom cheka khawar shomoy gaan release hoi... r tarpor ami desher bairey.... he had quality back then..... one of my favorite song...

    • @fahadadnanrumey7074
      @fahadadnanrumey7074 7 ปีที่แล้ว +20

      SuperZoneTV
      সেরকম কোন ছ্যাকা খাইনি তবুও ভালোই লাগে, তাহসান নাম শুনলেই শান্তি।

  • @Believer305
    @Believer305 2 ปีที่แล้ว +3

    অপরিচিতাঃ তুমি রক্তাক্ত, আমি অপরাধী💔
    রোহিঙ্গাঃজানি ফিরিয়ে নেবার কোন কারণ নেই তোমার এই জীবনে
    তবুও এখনো তুমি সত্য এখনো আমার জীবনে💛

  • @FghgcGgggh-mq9wl
    @FghgcGgggh-mq9wl 10 หลายเดือนก่อน

    বাস্তবতাই সবচেয়ে বড় 💯❤️

  • @asmaakter4176
    @asmaakter4176 4 ปีที่แล้ว

    Khub valo loglo.💗💗💗

  • @murdhonno_koi
    @murdhonno_koi 4 ปีที่แล้ว +74

    -3 years later, If you're still watching this you're a legend.

  • @zaminulislam4954
    @zaminulislam4954 ปีที่แล้ว +4

    তোমায় ধরে রাখতে পারলে এতো সুন্দর গানটা বারবার শোনার মজা টা আর থাকতো না হয়তো। Dear! স্মৃতি রেখে গেলাম...... যুগ যুগ ধরে মানুষ যখন এই গান শুনতে আসবে কেউ লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আমি আবার তোমায় ভেবে গানটা শুনবো Dear...🖤

    • @habibislam5917
      @habibislam5917 8 หลายเดือนก่อน

      Son vai r ak bar

  • @lamiyaahsan6005
    @lamiyaahsan6005 4 ปีที่แล้ว +8

    Legendery song by a legend❤️

  • @zannatulferdoes3110
    @zannatulferdoes3110 4 ปีที่แล้ว

    Osomvob valobasha tahsan sir apnar jonno..❤️

  • @ambiencebd7191
    @ambiencebd7191 18 วันที่ผ่านมา +1

    এখন ২০২৫❤❤