অসাধারণ একজন মানুষ সুনীল গঙ্গোপাধ্যায়। কী knowledge, yet so down to earth. এইটা হয়ত one of the only interviews যেখানে ঘোষ বাবু তার company র সামনে একেবারে ম্লান। সুনীলবাবুর একঘন্টা শুধু কথা শুনলে কত কিছু জানা যায়, কত কিছু শেখা যায়। শুধু শুনুন "so called" বাংলা রেনেসাঁ কে কীভাবে দেখেছেন সুনীল। A matter of regret, রবীনদ্রনাথ অথবা সত্যজিত বাবুর বাংলা ভাষায় এরকম ঝরঝরা সাক্ষাত্কার শোনার সৌভাগ্য হয়নি আমদের।
সত্যিই তাই। মন্ত্রমুগ্ধের মত শুনে যেতে ইচ্ছে করে বার বার। ইতিহাসকে চোখের সামনে এসে বসিয়ে দিচ্ছেন গল্পের ছলে। শুনলে অবাক হবেন, youtube আমাকে এই ভিডিওটা আপলোড করার অনুমতি দিচ্ছিল না। কারন, যারা ২০১০ এ এটা বানিয়েছিল স্টার টিভির জন্য, তারা নাকি ব্যাগড়া দিয়েছে। কত মুর্খ হলে তবে কেউ এটা আপলোড করতে বাধা দেয়। অনেক ঝামেলা করে অনুমতি জোগাড় করতে পেরেছি। এটা শুধু একটা চ্যাট শো নয়, এটা একটা শিক্ষামুলক অনুষ্ঠান। দুই বিদগ্ধ মানুষের কথোপকথন - দুজনেরই জ্ঞান অসীম। আমাদের প্রজন্ম এত তথ্য আগে কোনোদিন পায়নি। সেটা আপলোড না করতে পারাটাও একধরনের অশিক্ষা।
@@ghoshsarkar আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সাক্ষাত্কার প্রকাশ করার জন্য। আপনার মত মানুষের আজ খুব অভাব যারা, ভালো content এর জন্য এত লড়াই করতে পারে। চারিধারে কুশিক্ষার মাঝে , এমন একটি video দেখলে মনের একটা স্নান হয়ে যায়।
@@কদমফুল-ষ৫ছ উনি অন্য অতিথির বক্তব্যের মাঝে যখন ঢোকেন তখন তা সংশোধন মনে হয়। কিন্তু এক্ষেত্রে তা বাচলামোতে পর্যবসিত হয়েছে কারন, অতিথির জ্ঞান এবং পড়াশুনা সঞ্চালকের চেয়ে অনেক বেশী।
সুনীল গঙ্গোপাধ্যায়ের এবং সমরেশ মজুমদার এ দুজনের লেখাই আমাকে বাংলা সাহিত্যের প্রতি আকৃষ্ট করেছে...! আমি তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাই বিনম্র চিত্তে.....! জীবনকে দেখবার বর্নিল বাইনোকুলার তাঁদের লেখা.......! অনেক ধন্যবাদ আর ভালবাসা.....🇧🇩
There's an insta acc named rituparno.ghosh.. which is controlled by me..I have provided a link of 25 ghosh and company videos in the bio of this acc...and if you liked them do follow that acc🙏
১৯৯৯ সালে আমাদের ইস্কুলের পত্রিকা হারিৎ এর জন্য আমরা ৪ বন্ধু মিলে সুনীল বাবুর ম্যান্ডেভিলা গার্ডেনের ফ্ল্যাটে গেলাম। আমাদের ইস্কুলের নাম শুনেই বল্লেন আরে কফি হাইজ থেকে তো রোজই দেখতাম কেমন ক্লাস চলছে। এক লাইন লিখেও দিলেন সহপাঠী তো হতে পারি না, তাই সহমর্মী হলাম। আমরা যে বাংলায় বড় হয়েছি সেখানে সুনীল, শক্তি, সমরেশ বসু, সন্দীপন, সত্যজিৎ, মৃণাল, ঋত্বিক, বিকাশ ভট্টাচার্য, গনেশ পাইন, ঋতুপর্ণর অস্তিত্ব ছিল। ধর্মান্ধতা তখনো পশ্চিমবাংলায় প্রবেশ করে নি।
এঁরা আছেন বলেই নিজেকে বাঙালি বলতে গর্ববোধ হয়।তাঁদের শুনে ঋদ্ধ হলাম।একজন সমাজে নতুন দৃষ্টিভঙ্গির পরিচয় রেখে গেলেন।অপরজন বাংলা সাহিত্যকে অভিনব দিক দেখিয়ে গেলেন।🙏❤️
There's an insta acc named rituparno.ghosh.. which is controlled by me..I have provided a link of 25 ghosh and company videos in the bio of this acc...and if you liked them do follow that acc🙏
his enlightenment happens when he sees a stone idol of Hindu Goddess ? Not Child Rape of Mohammad or marrying 13 wives and calling himself Gods Choice ?
@@arjunghosh7861 tikhache onak to valo kaj korechen, kichu kaj to kharap hobai, Rabindranath er sob gan ki otota valo hoyechilo. Sobar creativity er ekta limit ache, Feluda, bomkesh er ses er diker golpo gulo sei standard er chilo na.
There's an insta acc named rituparno.ghosh.. which is controlled by me..I have provided a link of 25 ghosh and company videos in the bio of this acc...and if you liked them do follow that acc🙏
Somehow missed the information - Sura Ghosh Sarkar had to fight for this invaluable upload. The present age is so flooded with the techno-culture and nationalism that birth of another Sunil Gongopadyay may be delayed for a century even more. Many thanks from Bangladesh for the upload.
There's an insta acc named rituparno.ghosh.. which is controlled by me..I have provided a link of 25 ghosh and company videos in the bio of this acc...and if you liked them do follow that acc🙏
অসাধারণ অভিজ্ঞতা! জগতের দুই অসামান্য ব্যক্তিত্ব। পৃথিবীতে বাঙালি জাতির মধ্যে এমন প্রণম্য প্রতিভা যে কতো আছে! এমন গভীর পান্ডিত্য, এমন ক্ষুরধার দর্শন, এমন অনলস নিষ্ঠা, এমন অদম্য প্রাণশক্তি দুনিয়ার খুব কম জাতের মধ্যেই দেখা যায়। ধন্য আমি এই বাঙালি জীবন পেয়েছি, মায়ের মুখের ভাষায় এমন অতুলনীয় কীর্তি পড়তে পেরেছি। জয় বাংলা। জয় বাঙালি।
There's an insta acc named rituparno.ghosh.. which is controlled by me..I have provided a link of 25 ghosh and company videos in the bio of this acc...and if you liked them do follow that acc🙏
“Ekhane to modd khe bandhobi der songe ghureo ta shanti pai na” He gives a damn to his trollers and haters, legend and an open book, much love to sunil da
Sunil Ganguli is an uplifted character to revaluate the religion and heritage from a scientific point of view. He did'nt spare even the esteemed characters of the deity and society. . 25:51
Respect for both.what a lucid interview.so knowledgable, so informative.i wish i could get another part of this interview.writer sunil ganguli is not a person to b framed in 30/40 mnts interview.thanks for uploading this episode.
There's an insta acc named rituparno.ghosh.. which is controlled by me..I have provided a link of 25 ghosh and company videos in the bio of this acc...and if you liked them do follow that acc🙏
How do we get to see more of Ghosh and Company, all its episodes? These are exclusive interviews which are not only entertaining but also informative and educational. Only Rituporno could design something so beautiful as these. Ritu, miss you!
There's an insta acc named rituparno.ghosh.. which is controlled by me..I have provided a link of 20 ghosh and company videos in the bio of this acc...and if you liked them do follow that acc🙏
Sunil Gangopdhyay is the Mt. Everest of contemporary mainstream Bengali literature. Sei Somoy - good, at least, we have this story, a story through which we can relate to Bengali civilization of 18th century. Never knew how Iswar Ch Vidyasagar fought for social justice in British India, the contributions of Poet Michael M Dutt. Thanks for uploading this precious video. 🙏🙏🙏🙏 P.S.: We have one James Long Sarani on the southern fringes of Calcutta City.
কতবার যে শুনি তা বলে শেষ করতে পারব না! মনখারাপ হলে শুনি, মন ভালো থাকলে শুনি, দুপুরে শুনি, মাঝরাতে শুনি, কাজ করতে করতে শুনি, অবসরে শুনি... আর একটা অব্যক্ত ভাললাগায় মন ভ'রে উঠে! এপার বাংলা, ওপার বাংলার মধ্যিখানে এইসব মানুষেরা মায়ার সেতু রচনা করে দেন! সুনীল গঙ্গোপাধ্যায়ে ব্যক্তিত্বের সবকটি দিক প্রিয় নয় কিন্তু ওঁনার বাহুল্যবর্জিত বাচনভঙ্গি মুগ্ধ করে! বোঝাই যায় যা বলছেন, মন থেকে বলছেন। আর ঋতুপর্ণ ঘোষ! বাঙালির সৌভাগ্য ওঁকে পেয়ে এবং বাঙালির দুর্ভাগ্য ওঁকে হারিয়ে ফেলে! ঋতুপর্ণ পরবর্তী বাংলা সিনেমার (পশ্চিমবঙ্গ কেন্দ্রিক) যা অবস্থা! সবকটা মধ্যমেধার পরিচালক!
কাজের সূত্রে মাঝে মধ্যেই আমায় এখন বালিগঞ্জ মিলিটারি ক্যাম্প এর দিকে যেতে হয়.. পথে ত্রিপুরার রাজবাড়ী পরে, যদিও ওই জমিতে এখন প্রোমোটিং করে ফ্ল্যাট বাড়ি তৈরী হচ্ছে, তবে রাজবাড়ী টা এখনো আছে.. যতবার বাড়ি টা পেরিয়ে যাই, ক্ষনিকের জন্য হলেও সময় টা 'প্রথম আলো'য় থমকে যায়,.. ওই বুঝি জানালায় ভূমিসূতা দাঁড়িয়ে আছে.. !!
There's an insta acc named rituparno.ghosh.. which is controlled by me..I have provided a link of 25 ghosh and company videos in the bio of this acc...and if you liked them do follow that acc🙏
আমি সুনীলদার বহু গল্প এবম্ উপন্যাস মারাঠিতে অনুবাদ কোরেছী। জখন কোলকাতায় থাকতম ,তখন নেক্স লেনের প্রতিবেশী। ঘনিষ্ঠ বন্ধুত্ব। স্বাতীদির সাথেও।
Ashankyo dhonnobad apnar ei kajer jnno
ধন্যবাদ ,ভালো থাকবেন ।
Wonderful ❤❤❤
অসংখ্য ধন্যবাদ, খুব ভালো থাকবেন 🙏🏻
SZàZZzaaaààxx ç@mishukrahman6015
অসাধারণ সাক্ষাত্কার । প্রিয় লেখক সুনীল গঙ্গোপাধ্যায় । 'প্রথম আলো', 'সেই সময়', 'পূর্ব পশ্চিম ' পড়েই তো বেড়ে ওঠা । শত কোটি প্রণাম ।
কিছু বই কখনো পুরোনো হয় না
কথাগুলো, ঘটনাগুলো এমনভাবে বলে চলেছেন মনে হয় উনি যেন স্বচোক্ষে দেখেছেন.... কত গভীর পড়াশোনা থাকলে তবেই এরকমটা সম্ভব। অসাধারণ।❤️
কি অগাধ পাণ্ডিত্য সুনীল বাবুর... আর কি অসাধারণ উপস্থাপনা ঋতুর... ❤❤❤দুই বাঙালি রত্নর আলাপচারিতায় বঙ্গের রত্নভান্ডার আবার উন্মোচিত হলো.... ❤
If only we can get bengalees back.....Where have we lost them ,their sentiments.
ভাগ্যিস বাঙালি হয়ে জন্মেছি, তাই এই দুইজনের কীর্তির সাক্ষী হতে পারি।
@@explorer649 🤣🤣🤣
th-cam.com/video/KGGiK0T78b4/w-d-xo.html
@@explorer649 chotolok
বাঙালি হয়েছো, মানুষ হওনি।
তুমি সুন্দর।
অসাধারণ একজন মানুষ সুনীল গঙ্গোপাধ্যায়। কী knowledge, yet so down to earth. এইটা হয়ত one of the only interviews যেখানে ঘোষ বাবু তার company র সামনে একেবারে ম্লান। সুনীলবাবুর একঘন্টা শুধু কথা শুনলে কত কিছু জানা যায়, কত কিছু শেখা যায়। শুধু শুনুন "so called" বাংলা রেনেসাঁ কে কীভাবে দেখেছেন সুনীল। A matter of regret, রবীনদ্রনাথ অথবা সত্যজিত বাবুর বাংলা ভাষায় এরকম ঝরঝরা সাক্ষাত্কার শোনার সৌভাগ্য হয়নি আমদের।
সত্যিই তাই। মন্ত্রমুগ্ধের মত শুনে যেতে ইচ্ছে করে বার বার। ইতিহাসকে চোখের সামনে এসে বসিয়ে দিচ্ছেন গল্পের ছলে। শুনলে অবাক হবেন, youtube আমাকে এই ভিডিওটা আপলোড করার অনুমতি দিচ্ছিল না। কারন, যারা ২০১০ এ এটা বানিয়েছিল স্টার টিভির জন্য, তারা নাকি ব্যাগড়া দিয়েছে। কত মুর্খ হলে তবে কেউ এটা আপলোড করতে বাধা দেয়। অনেক ঝামেলা করে অনুমতি জোগাড় করতে পেরেছি। এটা শুধু একটা চ্যাট শো নয়, এটা একটা শিক্ষামুলক অনুষ্ঠান। দুই বিদগ্ধ মানুষের কথোপকথন - দুজনেরই জ্ঞান অসীম। আমাদের প্রজন্ম এত তথ্য আগে কোনোদিন পায়নি। সেটা আপলোড না করতে পারাটাও একধরনের অশিক্ষা।
@@ghoshsarkar আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সাক্ষাত্কার প্রকাশ করার জন্য। আপনার মত মানুষের আজ খুব অভাব যারা, ভালো content এর জন্য এত লড়াই করতে পারে। চারিধারে কুশিক্ষার মাঝে , এমন একটি video দেখলে মনের একটা স্নান হয়ে যায়।
ঘোষ বাবু র একটু বেশি কথা বলার বাতিক আছে মনে হয়।সুনীলদার কথার মাঝখানে বারবার ঢুকে পড়ছিল।খুব বিরক্ত হয়েছি।
@@কদমফুল-ষ৫ছ উনি অন্য অতিথির বক্তব্যের মাঝে যখন ঢোকেন তখন তা সংশোধন মনে হয়। কিন্তু এক্ষেত্রে তা বাচলামোতে পর্যবসিত হয়েছে কারন, অতিথির জ্ঞান এবং পড়াশুনা সঞ্চালকের চেয়ে অনেক বেশী।
@@ghoshsarkar dhonnobad apnake.
সুনীলদা বরাবরের মতই..অনবদ্য। ❤
বাংলাদেশ থেকে ভালোবাসা 🇧🇩
আপনাকেও অনেক ভালোবাসা। কলকাতা থেকে। ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন।
One of the best interview. Pleased to be bengali.
AAPNAAKEO ANEK BHALOBHASHA DILAM EI COMMENT ER MADHYOME BHALO THAKBEN DADA.KOLKATA THEKE!!!
সুনীল
তুলনাহীন
কি মজার ব্যাপার! দুজন বিদগ্ধ ব্যক্তি একটা অতি উচ্চ মানের আলোচনা করছেন, আর আমরা ফাঁকতালে তাঁদের অভিজ্ঞতাকে লুটে নিচ্ছি, সম্বৃদ্ধ হচ্ছি।
ধর্মের চেয়ে মানুষ বড় ❤️ ভালোবাসা দুই বাংলার প্রতি ❤️
দুই বাংলার এক হওয়ার স্বপ্ন দেখি এখনও ❤️ শ্রদ্ধা
আমাকে যদি কেউ একটা ইচ্ছে পূরণের কথা বলে,আমি অবশ্যই বলবো- আবার দুই বাংলা এককরে দিন!
@@কাওসারমুকুট ধন্যবাদ
তর মতন কুলাঙ্গার রাই বলে, ধর্ম থেকে মানুষ বড় । ইসলাম সবার আগে, কারন ইসলাম ই মানুষ হওয়ার শিক্ষা দেয়৷
দারুণ একটা ব্যাপার হতো--বাঙালী কতখানি শক্তিশালী ও উন্নত হতে পারতো
সুনীল গঙ্গোপাধ্যায়ের এবং সমরেশ মজুমদার এ দুজনের লেখাই আমাকে
বাংলা সাহিত্যের প্রতি আকৃষ্ট
করেছে...! আমি তাঁদের প্রতি কৃতজ্ঞতা
জানাই বিনম্র চিত্তে.....!
জীবনকে দেখবার বর্নিল বাইনোকুলার
তাঁদের লেখা.......!
অনেক ধন্যবাদ আর ভালবাসা.....🇧🇩
I'm speechless !! Sunil and Rituporno together !! I can't see the end.... that will make me cry 🙏🙏🙏
সত্যিই সংগ্রহ করে রাখার মতো একটা সাক্ষাৎকার,কতো তথ্য নিয়ে আলোচনা করে গেছিলেন ওনারা সেই ২০০৯ এ। কিন্তু আজ ও কতো আধুনিক আলোচনা, অনেক কিছু শেখার আছে।
There's an insta acc named rituparno.ghosh.. which is controlled by me..I have provided a link of 25 ghosh and company videos in the bio of this acc...and if you liked them do follow that acc🙏
What a spontaneous writer as well as a speaker Sunil Gangopadhyay was!
Nobody can match his this exception. ❤️🙏🏻
আজকে এমন একটি পোস্ট পেয়ে ধন্য মনে করছি আমি নিজেই।এই দুই প্রণম্য মানুষই আমার মনের এবং প্রাণের। এছাড়া নিজেকে সমৃদ্ধ করলাম।🙏🙏
দুজন প্রকৃত শিক্ষিত গুণী মানুষের এক অসাধারণ আলোচনা। শুধু ভালো লাগলো বলবো না, সমৃদ্ধ হলাম। খুব খুব খুব সুন্দর লাগলো।
কী অসাধারণ উপস্থাপক, কী সুন্দর বক্তা! জীবন ধন্য হলো।
১৯৯৯ সালে আমাদের ইস্কুলের পত্রিকা হারিৎ এর জন্য আমরা ৪ বন্ধু মিলে সুনীল বাবুর ম্যান্ডেভিলা গার্ডেনের ফ্ল্যাটে গেলাম। আমাদের ইস্কুলের নাম শুনেই বল্লেন আরে কফি হাইজ থেকে তো রোজই দেখতাম কেমন ক্লাস চলছে। এক লাইন লিখেও দিলেন সহপাঠী তো হতে পারি না, তাই সহমর্মী হলাম।
আমরা যে বাংলায় বড় হয়েছি সেখানে সুনীল, শক্তি, সমরেশ বসু, সন্দীপন, সত্যজিৎ, মৃণাল, ঋত্বিক, বিকাশ ভট্টাচার্য, গনেশ পাইন, ঋতুপর্ণর অস্তিত্ব ছিল। ধর্মান্ধতা তখনো পশ্চিমবাংলায় প্রবেশ করে নি।
চমৎকার, এত ভাল লাগল। এই মাপের বাঙালি মেধার সমাপ্তি ঘটেছে, এনারা গত হওয়ার সাথে সাথেই।
এঁরা আছেন বলেই নিজেকে বাঙালি বলতে গর্ববোধ হয়।তাঁদের শুনে ঋদ্ধ হলাম।একজন সমাজে নতুন দৃষ্টিভঙ্গির পরিচয় রেখে গেলেন।অপরজন বাংলা সাহিত্যকে অভিনব দিক দেখিয়ে গেলেন।🙏❤️
This is called an interview; here the interviewer knows how to do his job and how much polite he is throughout the program! Salute rituporno ghosh
মনে হচ্ছিল, আড্ডাটা আরও ঘণ্টা দুয়েক একটানা চললেও দেখে যেতাম। "Adda at the highest level..."
There's an insta acc named rituparno.ghosh.. which is controlled by me..I have provided a link of 25 ghosh and company videos in the bio of this acc...and if you liked them do follow that acc🙏
@@trishabiswas6529 Surely I will. So kind of you Ma'am. :)
ঠিক তাই
একদম
@@trishabiswas6529 can you please give the link in somewhere else?
Such an enlightened person...I am a great fan of Sunil Gangopadhyay's all literary works.
Madam all works,with due respect I can't cherish his last days works.from "kakababu o akti sada ghora"
his enlightenment happens when he sees a stone idol of Hindu Goddess ? Not Child Rape of Mohammad or marrying 13 wives and calling himself Gods Choice ?
@@arjunghosh7861 tikhache onak to valo kaj korechen, kichu kaj to kharap hobai, Rabindranath er sob gan ki otota valo hoyechilo. Sobar creativity er ekta limit ache, Feluda, bomkesh er ses er diker golpo gulo sei standard er chilo na.
I have watched the interview for three times and become enchanted evry times
There's an insta acc named rituparno.ghosh.. which is controlled by me..I have provided a link of 25 ghosh and company videos in the bio of this acc...and if you liked them do follow that acc🙏
অনবদ্য।
"সেই সময় " আমার চিরকালীন মুগ্ধতা।
This interview is absolutely incredible. ...A gold mine of information and history. ...
অনবদ্য! অনেক কিছু জানলাম!
A treasure trove of information and history. So spontaneous and unassuming....one of a kind interview/adda
Somehow missed the information - Sura Ghosh Sarkar had to fight for this invaluable upload. The present age is so flooded with the techno-culture and nationalism that birth of another Sunil Gongopadyay may be delayed for a century even more.
Many thanks from Bangladesh for the upload.
There's an insta acc named rituparno.ghosh.. which is controlled by me..I have provided a link of 25 ghosh and company videos in the bio of this acc...and if you liked them do follow that acc🙏
অসাধারণ অভিজ্ঞতা! জগতের দুই অসামান্য ব্যক্তিত্ব। পৃথিবীতে বাঙালি জাতির মধ্যে এমন প্রণম্য প্রতিভা যে কতো আছে! এমন গভীর পান্ডিত্য, এমন ক্ষুরধার দর্শন, এমন অনলস নিষ্ঠা, এমন অদম্য প্রাণশক্তি দুনিয়ার খুব কম জাতের মধ্যেই দেখা যায়। ধন্য আমি এই বাঙালি জীবন পেয়েছি, মায়ের মুখের ভাষায় এমন অতুলনীয় কীর্তি পড়তে পেরেছি। জয় বাংলা। জয় বাঙালি।
A matchless style of speaking. He draws pictures by words. I can easily ignore call of other works for listening to S Ganguly.
Free flowing history presented with highest level of articulation. ..this is true description of Late Sunil Gongopahdayay
সুরমা দেবী, খুবই আপ্লুত হলাম আপনি এই আলাপচারিতাটি সংগ্রহ করে, আপলোড করায়।
There's an insta acc named rituparno.ghosh.. which is controlled by me..I have provided a link of 25 ghosh and company videos in the bio of this acc...and if you liked them do follow that acc🙏
কী আড্ডা, মুগ্ধ হয়ে গেলাম। আজ আমি গর্বিত যে আমি বাঙালি। ছোটবেলায় কাকাবাবু পড়ে প্রথম চেনা সুনীলবাবুকে। উনি যেখানেই থাকুন, ভাল থাকুন। 🙏🙏🙏🙏🙏
এরকম সাক্ষাৎকার দেখতে পাওয়া টাও একটা অসাধারন অভিজ্ঞতা!
Sunil Gangopadyay and Rituporno ghosh together!!!!priceless moments..being the most popular contemporar writer he is so down to earth...
ল
আমি তো মনে করি সুনীল গঙ্গোপাধ্যায়ের নোবেল প্রাইজ পাওয়া উচিত ছিল।
অবশ্যই। সেই সময় বা প্রথম আলো আমার জীবন বোধ তৈরি করে দিয়েছে
মুগ্ধ। শ্রদ্ধা এই দুই গুণীর প্রতি। এত গভীর চিন্তাধারা এঁনাদের, অনবদ্য।
Baapre baap! Sunil babur mostishko to noi, jano dos ponerota gronthagarer songrohoshala. Namosyo manush 🙏
Exceptional presentation of Tagore by Sunilda. Unique.
“Ekhane to modd khe bandhobi der songe ghureo ta shanti pai na” He gives a damn to his trollers and haters, legend and an open book, much love to sunil da
Do note how Rituporno is asking questions as if he is a student...not showing off.
Very good observation. Ar janen toh, keu jodi insecure na hoy, tahole se onner theke shob somoy jantei chay
কি অসাধারণ, শুনে মন আত্মা শান্তিতে ভরে গেল।
Sunil Ganguli is an uplifted character to revaluate the religion and heritage from a scientific point of view. He did'nt spare even the esteemed characters of the deity and society.
. 25:51
Respect for both.what a lucid interview.so knowledgable, so informative.i wish i could get another part of this interview.writer sunil ganguli is not a person to b framed in 30/40 mnts interview.thanks for uploading this episode.
There's an insta acc named rituparno.ghosh.. which is controlled by me..I have provided a link of 25 ghosh and company videos in the bio of this acc...and if you liked them do follow that acc🙏
সুনীল বাবুর আসলে জ্ঞানের পরিধি কত বড় ছিলো এটা এই ক্লিপ টুকু দেখলে বোঝা যায়।
My favourite writer ✍️.
Two legends' priceless conversations.
কি ভালো যে লাগলো ভাষা নেই ❤ কি জ্ঞান সুনীল গঙ্গোপাধ্যায় এর মন ভোরে গ্যালো 🌹 সত্যি andaman এ 400+ বাঙালি রয়েছে লিস্ট এ 🙏 প্রণাম রইলো
Ekhan theke sekhar jeta achhe seta hochhe onar honesty .. And he writes everything from heart...
How do we get to see more of Ghosh and Company, all its episodes? These are exclusive interviews which are not only entertaining but also informative and educational. Only Rituporno could design something so beautiful as these. Ritu, miss you!
রাণুর সাথে পেরেম না পেনপ্যালশিপ?
Iiooo
There's an insta acc named rituparno.ghosh.. which is controlled by me..I have provided a link of 20 ghosh and company videos in the bio of this acc...and if you liked them do follow that acc🙏
@@trishabiswas6529 I'm unable to find the link can you kindly help me
অসাধারণ, সেই সময়, প্রথম আলো অনেক মহাপুরুষের জীবনে আলোকপাত করেছেন।
Ajker vlog shoot korte korte ei video dekhchi ❤️ now will re-read his Kolkata trilogy and review in tomorrow's vlog
Sotty ato taratari sesh hoegelo bole akkhep hocche..koto kichu j jana baki roe gelo amader ta bolar noe.. oshadharon akta interview..
Sunil Gangopdhyay is the Mt. Everest of contemporary mainstream Bengali literature. Sei Somoy - good, at least, we have this story, a story through which we can relate to Bengali civilization of 18th century. Never knew how Iswar Ch Vidyasagar fought for social justice in British India, the contributions of Poet Michael M Dutt. Thanks for uploading this precious video. 🙏🙏🙏🙏
P.S.: We have one James Long Sarani on the southern fringes of Calcutta City.
Oshadharon. Onek dhonyobad
কতবার যে শুনি তা বলে শেষ করতে পারব না! মনখারাপ হলে শুনি, মন ভালো থাকলে শুনি, দুপুরে শুনি, মাঝরাতে শুনি, কাজ করতে করতে শুনি, অবসরে শুনি... আর একটা অব্যক্ত ভাললাগায় মন ভ'রে উঠে!
এপার বাংলা, ওপার বাংলার মধ্যিখানে এইসব মানুষেরা মায়ার সেতু রচনা করে দেন!
সুনীল গঙ্গোপাধ্যায়ে ব্যক্তিত্বের সবকটি দিক প্রিয় নয় কিন্তু ওঁনার বাহুল্যবর্জিত বাচনভঙ্গি মুগ্ধ করে! বোঝাই যায় যা বলছেন, মন থেকে বলছেন।
আর ঋতুপর্ণ ঘোষ! বাঙালির সৌভাগ্য ওঁকে পেয়ে এবং বাঙালির দুর্ভাগ্য ওঁকে হারিয়ে ফেলে!
ঋতুপর্ণ পরবর্তী বাংলা সিনেমার (পশ্চিমবঙ্গ কেন্দ্রিক) যা অবস্থা! সবকটা মধ্যমেধার পরিচালক!
কাকাবাবু পড়ে সুনীল গঙ্গোপাধ্যায় এর একজন একনিষ্ঠ ভক্ত হয়ে উঠেছি......আমার কাছে সুনীল গঙ্গোপাধ্যায় বেস্ট কবি।
Sei somoy onar srestho sahityo
Thankyou for valuable interview
Sotti ekta jeno history class hoye gelo. School e history joto ta sikhechi, Sunil Ganguly’r Sei Somoy ba Prathom Alo theke tar dher gun sikechi.
Ufff!! A jano gyan er sagor.. Jar kono sesh nei.. Osadharon!
সুনীলদার "অর্ধেক জীবন" উপন্যাসের অনেককিছুই এই সাক্ষাৎকারে বলা হয়েছে।
সোনালী দুঃখ উপন্যাসটি বৃষ্টিভেজা রাতে প্রায় পড়ি----
শ্রদ্ধা 💐💐🌹🌹
Just here 4 sunil sir.. love from usa nri
A complete package of literary personality. Probably the last rep of this class.
Can’t agree more
অসাধারন। অনেকবার "করোনা" শব্দটি শোনা গেল (17:25)। বর্তমান সময়ে ঐ শব্দটিই কানে লাগল বেশি। :) :)
আমিও শোনার পর একটু থামিয়ে ভাবছি, তখনও কোরোনা? XD
ওটার মনে এখানে পোস্টমর্টেম
এটি 'করোনার'। আইনি পদ।
ঠিক বলেছেন !!! এর সঙ্গে করোনা ভাইরাসের কোন যোগাযোগ নেই।
মর্গে ফরেন্সিক মেডিসিনের বিশেষজ্ঞ ডাক্তার যিনি শব ব্যবচ্ছেদ করেন ম্রত্যুর কারন নির্ণয় করার জন্য তাকে করোনার বলা হয়।
Kotobar eta je dekhechi o shunechi. Eto bhalo lagey jotobar shuni
এই ভিডিও টা আমার জীবনের এক মূল্যবান সম্পদ। ধন্যবাদ ।।
ধন্যবাদ আপনাকে এইরকম একটি মনোজ্ঞ আলোচনা আপলোড করার জন্য। যদি সম্ভব হয়, সৌমিত্র চট্টোপাধ্যায় ঘোষ অ্যনড কম্পানি এপিসোড টি আপলোড করূন। বাধিত হব।
learned soo many things..grateful
Excilent কনভার্সেশন।
Adda is at it's highest level । Legendary 🙏
কোনো পরনিন্দা নেই কোনো পরচর্চা নাই মুখে মারিতং joghot নাই
Sadharon bhasa sadharon potobhumi theke dusprappo kichhu ber kore aner naam-ee holo sunil Gongopadhaya.Allah apner atma ke onek shanti daan korun-Sir.
Nikrishto Allah
Neech muhammad
Barbonita Fatema
সত্যিই অনবদ্য একটি আলোচনা, অপূর্ব সুন্দর, সমৃদ্ধ হলাম।
Onek kichu janlam. Dhyonobad
Ekhanei to bujha Jai bongo sahhiter upor bangalir valobasa jini lekhbar jonno America theke fira esacilan....salut sir
Asadharon interview.equipped
Two great legends
Both of them are gem of India!!!
sei chotobelae TV te dekhechilam.. ar aj pelam..👌
যতবারই শুনি গল্পকরাটা দারুণ লাগে.....
Shudhumatro ekti video theke j eto kichu jana jay , na dekhle biswas e hoto na. Bheeshon thanks
Apnader.
Sunil Gangopadhyaya ..what a legend!!
কাজের সূত্রে মাঝে মধ্যেই আমায় এখন বালিগঞ্জ মিলিটারি ক্যাম্প এর দিকে যেতে হয়.. পথে ত্রিপুরার রাজবাড়ী পরে, যদিও ওই জমিতে এখন প্রোমোটিং করে ফ্ল্যাট বাড়ি তৈরী হচ্ছে, তবে রাজবাড়ী টা এখনো আছে.. যতবার বাড়ি টা পেরিয়ে যাই, ক্ষনিকের জন্য হলেও সময় টা 'প্রথম আলো'য় থমকে যায়,.. ওই বুঝি জানালায় ভূমিসূতা দাঁড়িয়ে আছে.. !!
Dujaner akta jaygay darun 'mil ... dujane e prachando 'sahasi ' nijer nijer jaygay...
I remember my young life ( when I used
to read the books ( written by Sunil ganguly
আমাদের সুনীলদা ♥
Ghosh and company এর বাকি episode গুলি কি upload করতে পারবেন?
Sunil o Rituparno r ei aalochona otiba oisarjyapurna...na sunle khub miss kortam...
LOVE from Bangladesh
Thanks a lot for uploading this excellent interview of two outstanding personalities
There's an insta acc named rituparno.ghosh.. which is controlled by me..I have provided a link of 25 ghosh and company videos in the bio of this acc...and if you liked them do follow that acc🙏
দারুণ!! আরো কেন নেই???
Kno adda sesh holo aro cholte partoh🥰
Asadharon ,nijeke ,samridha korlam thanks.
প্রয়াত দুজন জীবন্ত হয়ে আছেন, খুব ভালো লাগলো।
He was such a genious
My favorite Bengali author
এই অনুষ্ঠান টি একটা অমূল্য সম্পদ।
সত্যি গায়ে কাঁটা দেয় ❤
Two legends
খুব ভালো লাগলো ।। অনেক কিছু জানলাম।।
Kakababu....... The best ever
I totally agree
Ek dom thik bolechhen Attayee.