Emotion, সম্পর্ক নিয়ে এতো সুন্দর কাহিনী খুব কমই দেখেছি। প্রায় পুরো সিনেমাটাই একটা বাড়ির মধ্যে এত সুন্দর ভাবে ফুটিয়ে তুলতে খুব কম নির্মাতারাই পারেন। অসাধারণ।
ছেলেবেলায় দেখেছিলাম, কিছুই বুঝিনি তেমন...আজ অনেকটা বুঝলাম বা হয়তো অনেকটা বোঝা বাকি রয়ে গেল। সামান্য কিছুই হয়তো বুঝলাম। তবে যেটুকু বুঝলাম তাতেই অসাধারণ লাগলো। ছবিতে দেবশ্রী রায় যেন অপর্ণা সেনকেও ছাপিয়ে গিয়েছিল। প্রসেনজিৎ দেবশ্রী জুটি হয়তো আরও অনেক দারুণ ছবি উপহার দিতে পারতো... আর ঋতুপর্ণ ঘোষ মনে হয় নারীদের চেয়েও নারীসত্তাকে বেশি অনুভব করতেন। নাহলে এই ছবি বানাতে পারতেন না। ভিতরে একজন নারী ছিল বলেই হয়তো...
@@hospitalityvibe1854 মাতৃত্ব ত্যাগ এইসব ভুলভাল ট্যাগ দিয়ে একজনের মনুষ্যত্ব, ইন্ডিভিডুয়ালিটি নষ্ট করে দেয় আমাদের সমাজ.. সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে সেটা করতে বারণ করা হয়েছে এখানে 🤣🤣 আর সেই পুরুষতান্ত্রিক বস্তাপচা চিন্তাভাবনা সিনেমাটা দেখেও ভুল মানেটাই বের করলেন। দারুণ৷
এই সিনেমাটা আমাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখেছে যতবার দেখি মনে হয় এটা সিনেমা নাকি আমার জীবন ? জানি না কিভাবে এতো মিল থাকতে পারে এই সিনেমার সাথে। আমার বাবা মারা যান ২৩শে এপ্রিল যিনি ছিলেন পেশায় ডাক্তার। হ্যাঁ এপ্রিল মাস আবার ডাক্তার আশ্চর্য না? মারাও গিয়েছিলেন ঠিক যেমন ভাবে সিনেমা তে দেখানো হয়েছে আর শেষ সময় বাবার পাশে ছিলাম আমি ঠিক ছোট্ট অদিতির মতন। ঋতুপর্ণ ঘোষ এর সিনেমা এইটুকু বললেই হবে! আমি পাগল দেখার জন্য। ওনার সব সিনেমা আমার দেখা বাবা থাকাকালীন বহুবার আমি এই সিনেমাটা খুঁজেছিলান কিন্তু কোথাও পাইনি জানি না ভাগ্য কিনা হটাৎ করে বাবা চলে যাবার পর যখন স্বাভাবিক জীবনে ফিরতে লড়াই করছি হটাৎ করে এক বন্ধু আমাকে এই সিনেমাটা দেয়, আমরা দুজনেই রুতুপর্ণ ঘোষ এর সিনেমার বিশাল বড়ো ভক্ত, আগে যত সিনেমা দেখেছি কোনোদিন মনে হয়নি যে সিনেমার প্লট কি হতে পারে আগে একটু সার্চ করে জেনে নিই , কারণ জানতাম সিনেমাটা ভালো হবেই সে যাই স্টোরি হোক তাই স্বাভাবিক ভাবেই এই সিনেমার ক্ষেতেও ব্যতিক্রম হয়নি। কিন্তু যখন দেখলাম আমি জানি না কি বলবো? কি বলা উচিত? মনে আছে "বাবা" ছাড়া মুখ দিয়ে কিছু বেরোয়নি। জীবনে হয়তো বহু সিনেমা দেখেছি দেখবোও কিন্তু এতটা বেশি রিলেট হয়তো কোনো সিনেমার সাথে করতে পারবো না।। কুর্নিশ জানাই রুতুপর্ণ ঘোষ কে 🙏🏾
19th April 2024 ei movie ta upload kora holo ki darun idea... Rintuporno Ghosh was ahed of the time... Uni ajo benche thakle amra aro erom masterpiece er sakkhi thaktam... Rest in love❤
U tube e koto khujechi ei cinema ti aj pelam ,khushi te bhore galo mon ta ,chotobalay ma ar ami je koto bar dekhechi ,,aj abar o dekhchi ,aro onek bar dekhbo ,,kono tulona hobe na ei abhinoy er ,,kurnish janai ami porichalak ar abhinetri der 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Baba! Etodin por movieta dilen? Maa meyer relationship ke eto sundor kore tule dhora jay vabtei para jayna ashole rituparno rabindra premi chilen tai rabinndranath er moto narider moner gobhirota ke khub bujhten aaj 25 se boishakh sobai ke janai 25se boishakh er suvechha oo obhinondon....
এই মুখ্যমন্ত্রীর সকল আচরণ দুর্বিনিত ও অশিক্ষিতের মতো।অবাক লাগে সারা বিশ্বের মানুষের মণিকোঠায় যাঁর শিক্ষা পদ্ধতি,সেই মিশনের অসম্মান করার অনুমতি উনি কোথা থেকে পেয়েছেন। অত্যন্ত স্পর্ধা।
Great great great congratulations opornasen debosri roy biswojit also others all chitra sen jobabney acting romantic nutonotyo bastob rup Mone rekhapath kore congratulations afternoon
Why are max mothers like this.....? Dislike the girls their sons fall in love....?? So so cruel. Only because those mothers bore sons they believe their sons are their possessions, asset, at the same time very selfish & jealous..... Will this ever change.......?????
Emotion, সম্পর্ক নিয়ে এতো সুন্দর কাহিনী খুব কমই দেখেছি। প্রায় পুরো সিনেমাটাই একটা বাড়ির মধ্যে এত সুন্দর ভাবে ফুটিয়ে তুলতে খুব কম নির্মাতারাই পারেন। অসাধারণ।
ঋতুপর্ণ ঘোষ ১৯ এ এপ্রিলে যেভাবে সম্পর্ক গুলি কে দেখিয়েছে এত বছর পর এরম সিনেমার কাহিনী এখন পর্যন্ত পাই নি । 2024 এ এসেও এই সিনেমা টা এভার গ্রীণ
অভিমান চায় আদর, স্নেহ, ভালোবাসা আর উপস্থিতি। কোমলতায় কাছে এলে সকল অভিমানের অবসান হয়।
ভালো লাগলো ভীষণ ❤❤
ছেলেবেলায় দেখেছিলাম, কিছুই বুঝিনি তেমন...আজ অনেকটা বুঝলাম বা হয়তো অনেকটা বোঝা বাকি রয়ে গেল। সামান্য কিছুই হয়তো বুঝলাম। তবে যেটুকু বুঝলাম তাতেই অসাধারণ লাগলো। ছবিতে দেবশ্রী রায় যেন অপর্ণা সেনকেও ছাপিয়ে গিয়েছিল। প্রসেনজিৎ দেবশ্রী জুটি হয়তো আরও অনেক দারুণ ছবি উপহার দিতে পারতো...
আর ঋতুপর্ণ ঘোষ মনে হয় নারীদের চেয়েও নারীসত্তাকে বেশি অনুভব করতেন। নাহলে এই ছবি বানাতে পারতেন না। ভিতরে একজন নারী ছিল বলেই হয়তো...
মায়ের চরিত্র অসাধারণ। মায়েরা শুধু ত্যাগ করে যাবে। তাহলে ই তিনি খুব ভালো মা।তা না করলেই খুব খারাপ মা।কি বাজে মানসিকতা এইসব মানুষের।
ত্যাগ না করলে সংসার করার কোন দরকার থাকে না ।
Kyano janina... Ei prosenjit ke amar akdom bhalo lagey na
এটাই তো স্বাভাবিক যদি ত্যাগ না করতেই পারেন তাহলে মাতৃত্বের দরকার কি?
@@biplobchy7759 🤪😛😝 ei bujhlen!!!
@@hospitalityvibe1854 মাতৃত্ব ত্যাগ এইসব ভুলভাল ট্যাগ দিয়ে একজনের মনুষ্যত্ব, ইন্ডিভিডুয়ালিটি নষ্ট করে দেয় আমাদের সমাজ.. সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে সেটা করতে বারণ করা হয়েছে এখানে 🤣🤣 আর সেই পুরুষতান্ত্রিক বস্তাপচা চিন্তাভাবনা সিনেমাটা দেখেও ভুল মানেটাই বের করলেন। দারুণ৷
অপূর্ব কাহিনীচিত্র। ৩০ বছর আগের সিনেমা। সম্পর্কের কী অসাধারণ বিশ্লেষণ!!! আজকাল এই ধরনের সিনেমা খুব কম হয়।
Satti
এই সিনেমাটা আমাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখেছে যতবার দেখি মনে হয় এটা সিনেমা নাকি আমার জীবন ? জানি না কিভাবে এতো মিল থাকতে পারে এই সিনেমার সাথে। আমার বাবা মারা যান ২৩শে এপ্রিল যিনি ছিলেন পেশায় ডাক্তার। হ্যাঁ এপ্রিল মাস আবার ডাক্তার আশ্চর্য না? মারাও গিয়েছিলেন ঠিক যেমন ভাবে সিনেমা তে দেখানো হয়েছে আর শেষ সময় বাবার পাশে ছিলাম আমি ঠিক ছোট্ট অদিতির মতন।
ঋতুপর্ণ ঘোষ এর সিনেমা এইটুকু বললেই হবে! আমি পাগল দেখার জন্য। ওনার সব সিনেমা আমার দেখা বাবা থাকাকালীন বহুবার আমি এই সিনেমাটা খুঁজেছিলান কিন্তু কোথাও পাইনি জানি না ভাগ্য কিনা হটাৎ করে বাবা চলে যাবার পর যখন স্বাভাবিক জীবনে ফিরতে লড়াই করছি হটাৎ করে এক বন্ধু আমাকে এই সিনেমাটা দেয়, আমরা দুজনেই রুতুপর্ণ ঘোষ এর সিনেমার বিশাল বড়ো ভক্ত, আগে যত সিনেমা দেখেছি কোনোদিন মনে হয়নি যে সিনেমার প্লট কি হতে পারে আগে একটু সার্চ করে জেনে নিই , কারণ জানতাম সিনেমাটা ভালো হবেই সে যাই স্টোরি হোক তাই স্বাভাবিক ভাবেই এই সিনেমার ক্ষেতেও ব্যতিক্রম হয়নি। কিন্তু যখন দেখলাম আমি জানি না কি বলবো? কি বলা উচিত? মনে আছে "বাবা" ছাড়া মুখ দিয়ে কিছু বেরোয়নি। জীবনে হয়তো বহু সিনেমা দেখেছি দেখবোও কিন্তু এতটা বেশি রিলেট হয়তো কোনো সিনেমার সাথে করতে পারবো না।।
কুর্নিশ জানাই রুতুপর্ণ ঘোষ কে 🙏🏾
Prosenjit was fully red flag with debashree in this movie🚩😂
And in real life too😂
@@Iampritibarman Right 🚩😆
In her real life also 😂
19th April 2024 ei movie ta upload kora holo ki darun idea... Rintuporno Ghosh was ahed of the time... Uni ajo benche thakle amra aro erom masterpiece er sakkhi thaktam... Rest in love❤
So true
অসাধারণ মুভি
সেই সময় এতো যুগপযোগী মুভি
ভাবায় যায় না❤❤❤❤❤
মা,মেয়ের সাথে আমারও কান্না চলে এসেছে। just অসাধারণ
শুধু ওনারাই কাঁদলেন না, আমিও কেঁদেছি-- কামাল- ঢাকা, বাংলাদেশ।
জীবন টা সুন্দর যদি কথা বলা হয়,কথার মাধ্যমেই সব মান অভিমান ঠিক হয়।
Bhalobashar kono vasha katha nei
True!
অসাধারণ একটি সিনেমা। দেবশ্রী এবং অপর্ণা দু'জনের অভিনয় খুব ভালো হয়েছে।
ভালো লাগলো ঋতুপর্ণ ঘোষের প্রথম কোনো সিনেমা দেখলাম ❤
অসাধারণ সিনেমা। চোখের বালিও দেখতে চাই।
U tube e koto khujechi ei cinema ti aj pelam ,khushi te bhore galo mon ta ,chotobalay ma ar ami je koto bar dekhechi ,,aj abar o dekhchi ,aro onek bar dekhbo ,,kono tulona hobe na ei abhinoy er ,,kurnish janai ami porichalak ar abhinetri der 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
অসাধারণ, আমাদের নৃত্যশিল্পীদের সত্যিই সংসার করতে নেই।
নাচ,গুরু,শিষ্য এসব নিয়েই জীবন পার করা উচিৎ।
এত দিন পরে এমন একটা সিনেমা দেখলাম,,,,,, মিস করছি অনেক আগেই দেখার কথা ছিলো।
বাস্তবের মতোই সিনেমাতেও প্রসেনজিৎ দেবশ্রীকে ধোঁকা দিলেন 😊
উল্টা মনে হয় ডিভোর্স এর পর নাকি প্রসেনজিৎ একদম দেবদাস হয়ে গিয়েছিলেন
@@Rehnuma-r1bসেটা হয়েছিল দেবশ্রী রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছিলেন বলে।
Hmmm ..very true... Bumba da ke akdom pochhondo noy@@swapnabiswas987
সেরা কমেন্ট 😂
আজ এই নিয়ে আমার দুবার মুভিটা দেখা হল, এক অন্যরকম ভালো লাগা কাজ করছে নিজের ভিতর
One of the finest creations of Bangla Cinema.
যতবার দেখি ততবারই ভালো লাগে,অসাধারণ
👍
উনিশে এপ্রিল আমার জন্ম দিন।
যাক আমার জন্ম দিনের তারিখ নিয়ে একটা ছবি ও রয়েছে
আজ প্রথম দেখলাম মুভি টা অনেক সুন্দর ভেতর টা নাড়া দিয়ে উঠলো
♥️✨
১৯শে এপ্রিলেই সিনেমাট দেখলাম,কি অদ্ভুত মিল।
Ekta bhalo ghatona deklam. Dujonar e acting khub bhalo laglo. Faith & Love essential in life, any kind of ego destroys.
Khub e sundor..
Dabasree Roy and Aparna Sen looking so good❤❤❤😊😊
This movie will never get old ! Way ahead of the time . Can watch this movie million times.
মনে হলো হঠাৎ করে শেষ হয়ে গেল।
এত চমৎকার ছবিও হয়?
মনে হলো যেন " শেষ হইযাও হইলোনা শেষ"..
Bohu bochor wait korechi movie tar jonno.thnku
Superb Story , superb acting !!!
46:40...idiotic side of Aditi's character. Never sacrifice your own identity for a relationship.
যতবার দেখি মন ছুঁয়ে যায় ❤
The movie that brought back the educated Bengali back in movie halls🎉
Ak kothay Oshadharon.... ❤ Erokom akta masterpiece Ritu Da r thekei asha kora jay 😊
এই মিঠুর মধ্যে যেন নিজেকে দেখতে পেলাম।আর সেই ১৯ এ এপ্রিল। 😒
Thanks movie ta upload korar jonno
Aamr khub khub pochonder chobi ❤ thankyou
চাঁদের বাড়ী মুভি টি দেওয়ার অনুরোধ রইলো 😊
মানুষ টা আজ নেই, তাঁর অসাধারণ কাজ গুলো রয়ে যাবে..
বহুদিনের অপেক্ষার অবসান।
প্রথমবারের মতো দেখছি।
দেখি অনুভূতি কি দাঁড়ায়।
কিছু বলা'র নেই!!
ভাষাহীন মন্ত্রমুগ্ধতা!!
অনেকটা শূন্যস্থান আজ তোমায় ঘিরে, শ্রদ্ধেয় ঋতুপর্ণ ঘোষ...🙏🏻🙏🏻
Favourite since childhood ❤❤❤❤
এক অন্যতম ভালোলাগা সিনেমা। বারবার দেখার ইচ্ছা হয়
" Memories in March " টা দেবেন প্লিজ ।
ছোটবেলা থেকে মুভিটা দেখছি বারবার দেখতে ইচ্ছে করে
Wow what a lovely performance ❤ unbelievable
Thanks for uploading
Full movie ta onak den pora palam thank you dada tomar chanala Lal darja movie ta upload koro please🙏🙏🙏
Prasenjit n Debasree era 2joner juti darun..Aparna Sen darun👌👌
অসাধারণ❤❤
Unishe April,❤❤. One of my favorite films. Watching again in 19th April, 2024.
Baba! Etodin por movieta dilen? Maa meyer relationship ke eto sundor kore tule dhora jay vabtei para jayna ashole rituparno rabindra premi chilen tai rabinndranath er moto narider moner gobhirota ke khub bujhten aaj 25 se boishakh sobai ke janai 25se boishakh er suvechha oo obhinondon....
I love this movie ❤
Love always to this type of movies
অনেক অনেক ভালোবাসি ঋতুদা 🦋
এই মুখ্যমন্ত্রীর সকল আচরণ দুর্বিনিত ও অশিক্ষিতের মতো।অবাক লাগে সারা বিশ্বের মানুষের মণিকোঠায় যাঁর শিক্ষা পদ্ধতি,সেই মিশনের অসম্মান করার অনুমতি উনি কোথা থেকে পেয়েছেন। অত্যন্ত স্পর্ধা।
❤aporbo cinema khela cinema ta please upload korar request roilo
অসাধারণ সিনেমা
Aj mother's day, movie ta dekhe আমার data weast hoi ni💖
অসাধারন
অসাধারণ অসাধারণ !
1.27 its kokona at background
Osadharon ekta movie ❤️
Excellence of ultra feminism in a *timeless frame*
*The meaning for BEING*
😊👌
অসাধারণ চিত্রনাট্য।
Ashadharon cenema
Great great great congratulations opornasen debosri roy biswojit also others all chitra sen jobabney acting romantic nutonotyo bastob rup Mone rekhapath kore congratulations afternoon
অসাধারণ
সবার অসাধারণ অভিনয় 🫶🙏
"বাকিটা ব্যক্তিগত " মুভিটা আপলোড করবেন প্লিজ
দয়া করে তরুন মজুমদারের চাঁদের বাড়ি এবং বুদ্ধদেব দাশগুপ্তের লাল দরজা আপলোড করবেন।। অনেক খুঁজে ও পাচ্ছি না।প্লিজ🙂🙂🙃
What a ironic movie fully fascinated
Atlast ....just love this movie ❤❤
❤অসাধারণ
Plz suggest bengali movies dubbed in hindi.....90s....era
I thought this was much better than it actually is
শেষ হয়েও হইল না শেষ
Super
Please upload "Memories in March" movie
সব চরিএ কাল্পনিক মুভিটা দিবেন প্লিজ
Outstanding. Congratulations
ঋতুপর্ণ ঘোষের সমস্ত ছবি চাই।❤❤❤
19 April 2024
Heart touching movie
English subtitles please
ঋতুপর্ণ ঘোষ! কেন যে এত তাড়াতাড়ি চলে গেলেন!বড্ড আফসোস হয়!
So cute 🥰❤
Ki sundor couple chilo p+d dujon. Keno je vanglo!
Why are max mothers like this.....? Dislike the girls their sons fall in love....?? So so cruel. Only because those mothers bore sons they believe their sons are their possessions, asset, at the same time very selfish & jealous.....
Will this ever change.......?????
No
I see this movie one time of every month ❤❤❤❤
Any subtitle videos available
সৌমিত্র চেটার্জীর 'তুমি ও তুমি' টা দেখা যাবে
কেউ কি খেয়াল করেছেন এখানে কংকনা সেনও আছেন🙂
@@totilaga 1.23 theke matro koyek second er jonno dekha gese
Ami koresi
Please, Sonar Kella upload korun....
Darun movie.
Fav movie 😢