সুনীল গঙ্গোপাধ্যায়: টিভি দেখা ও বই পড়া নিয়ে বিবিসিকে যা বলেছিলেন
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
- #poetry #poet #bangla #literature
বাংলা সাহিত্যের নন্দিত লেখক সুনীল গঙ্গোপাধ্যায় - পশ্চিম বাংলার পাশাপাশি বাংলাদেশেও সমান জনপ্রিয়।
উপন্যাসের পাশাপাশি ছোটগল্পকার এবং কবি হিসেবেও সমাদৃত ছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়।
সুনীল গঙ্গোপাধ্যায় তাঁর সাহিত্যে সহজ-সরল ভাষায় বর্ণনার মাধ্যমে পাঠকদের আকৃষ্ট করেছেন।
সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্ম বাংলাদেশের ফরিদপুরে ১৯৩৪ সালে। কিন্তু মাত্র চার বছর বয়সে তিনি কলকাতায় চলে যান। সুনীল গঙ্গোপাধ্যায় বিবিসি বাংলার মানসী বড়ুয়াকে সাক্ষাৎকার দিয়েছিলেন ২০০৯ সালে। বলেছিলেন টিভি দেখা, বই পড়া ও সাহিত্য নিয়ে তাঁর ভাবনার কথা। রেডিও আর্কাইভ থেকে সেই সাক্ষাৎকারের কিছু অংশ।
*******************************************
বিবিসি নিউজ বাংলার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম।
এখানে আপনি দেখতে পাবেন দেশ ও দেশের বাইরের সমসাময়িক গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে বস্তুনিষ্ঠ ও বিশ্লেষণধর্মী প্রতিবেদন, বিবিসি নিউজ বাংলার টিভি অনুষ্ঠান প্রবাহ, ক্লিক এবং বাংলাদেশ ট্রেন্ডিং-এর সকল পর্ব।
নিয়মিত ভিডিও আপডেট পেতে এবং অনুষ্ঠান দেখতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না!
আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন:
ওয়েবসাইট: www.bbc.co.uk/...
ফেসবুক: / bbcbengaliservice
টুইটার: / bbcbangla
#BBCBangla #BBCBanglaNews #বিবিসি #বিবিসিবাংলা #BBCNews
*******************************************
সুনীল তুলনাহীন, অদ্বিতীয়। বাংলাদেশের পাঠক তাঁকে ভালোবেসে হৃদয়ে স্থান দিয়েছে।
খুব রসিক মানুষ ছিলেন।
একসময় কলকাতা বইমেলায় ইউবিআই অডিটোরিয়ামে বিশেষ করে বুধসন্ধ্যার অনুষ্ঠানে ওনার কথা বা গল্প শোনার জন্য একবেলা ধৈর্য্য ধরে অপেক্ষা করতাম।
আজও বইমেলায় গেলে ওনার স্মৃতিমেদুর নীরব উপস্থিতি অনুভব করি!
💐🙏
সুনীল অনন্য সাধারণ প্রতিভাধর। নি:সন্দেহে ক্ষণজন্মা!
অনেক শ্রদ্ধা ও ভালোবাসা।
ধন্যবাদ বিবিসি কে।
কি সুন্দর গুছিয়ে কথা বলেন!!
আগে তাঁকে ভালো লেখক হিসেবে জানতাম, আজ আবিষ্কার করলাম ভালো বক্তা হিসেবে। ধন্যবাদ BBC Bangla কে পডকাস্ট-টি আপলোডের জন্য! সাক্ষাৎকারটি আরেকটু লম্বা হলে মন্দ হতো না। বেশ ভালোই লাগছিলো শুনতে।
দুই বাংলা মিলিয়ে সবথেকে প্রিয় লেখক ❤️❤️❤️
❤প্রিয় কবি, লেখক❤
❤❤ভালোবাসা❤❤
কী অসাধারণ উচ্চারণে কথা বললেন কবি!
আমার প্রিয় সাহিত্যিক 🙏
♥ভালোবাসা♥
সাহিত্যের দার্শনিকের শ্রেষঠ বই "ইতিহাসের সপণ ভঙ" অসাধারণ।। চমৎকার মানুষ।
পাঠকের চিঠি বা প্রতিক্রিয়া এক অসাধারণ ব্যাপার। কবি সুনীল গাঙ্গুলী চমৎকার গদ্যও লিখতেন। বিশেষ করে তার প্রবন্ধ ছিলো সুখপাঠ্য। ঝরঝরে। তাকে খুব মনে পরে।
3:01
বিবিসি বাংলার রেডিও সম্প্রচার বন্ধ হওয়ার কথা শোনে দম বন্ধ হওয়ার মতোপ্রায়, কারণ শোনা আর ডিজিটাল প্লাটফর্মে পড়ার মধ্যে তফাৎ টা যে কত ফারাক সেটা সকলের কাছে বড় প্রশ্ন ?
তখন টেলিভিশন এর মাধ্যমে কোথায় কি হচ্ছে তা দেখতে পেত,এখন স্যোসাল মিডিয়ার মাধ্যমে কার ঘরের ভিতর কি হচ্ছে তা ও দেখতে পাওয়া যাচ্ছে।
ধন্যবাদ বিবিসি
অসংখ্য ধন্যবাদ বিবিসি বাংলা
বিবিসি বাংলা আর রেডিওতে শোনা যাচ্ছে না
বেঁচে থাকা উচিত
আমাদের লেখায় দর্শন নেই, আমরা উপনিবেশিক দাসত্বের মধ্যে আছি,লেখক রা ও তাই।
সাবলীল প্রকাশভঙ্গী
🖤🖤🖤
NICE✌
বদরুদ্দীন উমর❤️❤️❤️❤️❤️
কবি নিজের কবিতার একটি স্ট্যাঞ্জা বাদ দিয়ে গেছেন।
একটাও রয়েল গুলি কিনতে পারিনি কোনদিন
লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা গেটের বাইরে দাড়িয়ে দেখেছি ভিতরে রাশ উৎসব....
কখনো পড়িনি,একদিন পড়বো হয়তো আপনাকেও!🖤
Covid 19 ar news cai....chine a ki obostha???
❤️❤️
😍😍😍❤️
সুনীল মাল ছিলেন
ইন্টারভিউটা কত সালে নেওয়া?