ডিপসিলিন্ডার টিউবওয়েল সার্ভিসিং পর্ব (১) | Dipcylindar tube oill servicing part (1)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ย. 2024

ความคิดเห็น • 19

  • @SujitMandal-ny8ue
    @SujitMandal-ny8ue 4 หลายเดือนก่อน

    Thanks ❤

  • @HasanAli-qv9ez
    @HasanAli-qv9ez 3 ปีที่แล้ว

    Good

  • @joydebmondol1152
    @joydebmondol1152 ปีที่แล้ว

    ভাইয়া, আমার টিউবওয়েল ১০২০ ফুট গভীর, জনস্বাস্থ্যের প্রকৌশল অধিদপ্তর থেকে পেয়েছি আমি এই টিউবওয়েলটি, এর পর আমি টিউবওয়েল এ মটর সেট করি ভিতরে ৩/৪" পাইপ ৪০ ফিট দিয়ে। এর পর আমার টিউবওয়েলটি স্বাভাবিক এর চেয়ে ৪" উচু হয়ে যায়। এখন টিউবওয়েলটি চাপতে অনেকটা কষ্ট হয়, বাচ্চারা, + বৃদ্ধরা টিউবওয়েলটি চাপতে কষ্ট হয়+ পর্যাপ্ত পানি আসতেছে না। ইয়াং বয়সের লোকজন দুই হাত দিয়ে চাপলে তখন পর্যাপ্ত পানি পাওয়া যায়।
    এখন স্বাভাবিক ভাবে চেপে(ছোট বড় সব বয়সের লোকে) পর্যাপ্ত পানি যাতে পেতে পারি সেক্ষেত্রে করনীয় কি??

    • @OhabMedia
      @OhabMedia  ปีที่แล้ว +1

      প্রথমত টিউবওয়েল স্বাভাবিক মাপে থাকলে চাপতে সুবিধা হয়। আপনার ওয়াটার লেভেল কত আছে সেটা তো আমি বুঝতে পারছি না তবে ওয়াটার লেভেল দেখে ঠিকমতো সিলিন্ডার এবং পাইপ ঝুলালে নরম হতে পারে। এবং সিলিন্ডার সেটিং বাকেট সেটিং ঠিক না হলেও টিউবয়েল শক্ত হতে পারে।

    • @joydebmondol1152
      @joydebmondol1152 ปีที่แล้ว

      @@OhabMedia ভাইয়া, ওয়াটার লেভেলটা কিভাবে মাপা যাবে?
      আর রিসেন্ট টিউবওয়েলের বাকেটটি ফেটে যায়, তার পর আমি বাজার থেকে ৩০/- দিয়ে একটি বাকেট এনে লাগিয়ে দেই। এর পর থেকে এটা আরো বেশি শক্ত হয়ে গেছে।
      সর্বোপরি আমি ধারনা করেছি যে এখন গ্রীষ্মকাল+ বৃষ্টি একেবারেই নাই, হয়তো পানির স্তর নিচে নেমে গেছে তাই এমনটা হচ্ছে। বর্ষাকালে হয়তো ঠিক হবে যাবে।😔
      নাকি বাকেটটি আবার পরিবর্তন করে দেখবো?

  • @MehediHasan-tc5ej
    @MehediHasan-tc5ej 2 ปีที่แล้ว

    Vai ai kle motor seting kra jaici

  • @mohammadlalushekh
    @mohammadlalushekh ปีที่แล้ว

    ভাই এই টি বল আমাদের ছিল কিন্তু একটা সমস্যার কারণে খুলে ফেলা হয়েছিল আবার পুনরায় আবার স্থাপন করা যাবে জানাবেন প্লিজ

    • @OhabMedia
      @OhabMedia  ปีที่แล้ว

      অবশ্যই পুনরায় স্থাপন করা যাবে।

    • @mdaulyahad3905
      @mdaulyahad3905 9 หลายเดือนก่อน

      ভাই এই সিলিন্ডার কিনতে কোথায় পাব

  • @mdaulyahad3905
    @mdaulyahad3905 9 หลายเดือนก่อน

    ভাই এই সিলিন্ডার কোথায় পাব।

    • @OhabMedia
      @OhabMedia  9 หลายเดือนก่อน

      টিউবওয়ে পার্টস যে সব দোকানে বিক্রি হয় পাবেন তবে অঞ্চল ভেদে না পেতেও পারেন। রাজশাহীতে টিউবয়েলের যে কোন দোকানেই পাওয়া যায়।

  • @MASUDRANA-ps9hx
    @MASUDRANA-ps9hx 2 ปีที่แล้ว

    এই টিউবওয়েল সাথে মটর সেট করা যাবে কি?

    • @OhabMedia
      @OhabMedia  2 ปีที่แล้ว

      ৩" অথবা ৪" পাইপ যদি ৮৫ ফুটের বেশী থাকে তাহলে মোটর হবে। সে ক্ষেত্রে টিউবওয়েল থাকবে না ধন্যবাদ।

  • @md.rakibulislam1310
    @md.rakibulislam1310 2 ปีที่แล้ว

    এক ইঞ্চি পাইপ ভেঙ্গে পড়ে গেছে তো কোন উপায় আছে

    • @OhabMedia
      @OhabMedia  2 ปีที่แล้ว +1

      উপায় তো আছে ভাইয়া কিন্তু দুঃখিত এই কথাগুলো আপনাকে আমি বলে বোঝাতে পারছি না তবে সামনে আমি সম্পর্কিত ভিডিও দেবার চেষ্টা করব আশা করছি আমার চ্যানেলের সঙ্গে থাকবেন দেখতে পাবেন আর যেহেতু জটিল সমস্যা এখন আপনার তাহলে অবশ্যই একজন টেকনিশিয়ান দেখে দেখাবেন তবে ভেঙে যাওয়া পাইপ তোলা যায়

  • @mohamedkorshed6223
    @mohamedkorshed6223 2 ปีที่แล้ว

    ভাই আপনার অথবা মিস্তিরির মোবাইল নাম্বারটা দিবেন প্লিজ ভাই। আমি একটা বড় সমস্যায় আছি

    • @OhabMedia
      @OhabMedia  2 ปีที่แล้ว

      আপনার জেলার নাম জানাবেন

    • @mohamedkorshed6223
      @mohamedkorshed6223 2 ปีที่แล้ว

      @@OhabMedia কুমিল্লায়

  • @olidhasan4317
    @olidhasan4317 2 ปีที่แล้ว

    মেস্তরি নামবার দেন