বাংলাদেশের একমাত্র পাম তেল কারখানা !! যা মালয়েশিয়াকেও টক্কর দিবে Palm Processing plant in Bangladesh

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2022
  • পৃথিবীর ৪২টি দেশে পাম অয়েল চাষ হয়। মোট উৎপাদিত পামের মধ্যে ৪৪% মালয়েশিয়ায় উৎপাদিত হয়। দেশটি সম্পর্কে বলা হয়ে থাকে যে,‘সবুজ গাছের তরল সোনা বা পাম অয়েল পাল্টে দিয়েছে মালয়েশিয়াকে। কৃষিবিদদের মতে বাংলাদেশ ট্রপিক্যাল জলবায়ু অঞ্চলের অন্তর্গত যা পাম চাষের উপযোগী।
    পামচাষের গুরুত্ব:
    পাম গাছের বৈজ্ঞানিক নাম এলিইস গিনিসিস। গাছটি প্রায় ৫হাজার বছর পূর্বে পশ্চিম আফ্রিকায়, সিয়েরা লিওয়ন, সেনেগাল, গিনি, গামবিয়া, নাইজেরিয়া, মালয়েশিয়া প্রভৃতি দেশে চাষ হয়ে আসছে। বিশ্বায়নে এই যুগে এর চাষ পৃথিবীর বিভিন্ন দেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। পাম গাছ রোপনে ৩-৪ বছরের মধ্যে ফল দেওয়া শুরু করে। মালয়েশিয়ার একটি কাদি থেকে বছরে যেখানে ৪০-৬০ কেজি পর্যন্ত পাম ফল পাওয়া যায় সেখানে বাংলাদেশে উৎপাদিত প্রতি কাদি থেকে ৭০-৮০ কেজি পর্যন্ত ফল পাওয়া যায়। উৎপাদনের মাত্রায় মালয়েশিয়া থেকে এগিয়ে বাংলাদেশ। খাগড়ছড়ি, মানিকছড়ি, টাঙ্গাইল ও মেহেপুর সহ দেশের বিভিন্ন অঞ্চলে চাষ হয় পাম, সব মিলিয়ে প্রায় ১৫০ টির মত পাম বাগান রয়েছে।
    আজকের ভিডিওতে জানাবো কি ভাবে পাম থেকে তেল উৎপাদনের মাত্রার ক্ষেত্রেও মালয়েশিয়ার চেয়ে এগিয়ে বাংলাদেশ, এবং বাংলাদেশের একমাত্র পাম অয়েল উৎপাদন কারখানার বিস্তারিত।
    LICENSE CERTIFICATE: Envato Elements Item
    =================================================
    This license certificate documents a license to use the item listed below
    on a non-exclusive, commercial, worldwide and revokable basis, for
    one Single Use for this Registered Project.
    Item Title: Majestic
    Item URL: elements.envato.com/majestic-...
    Item ID: GAK574E
    Author Username: SilverHoof
    Licensee: Md Razib Farazi
    Registered Project Name: Palm Plant in bangladesh
    License Date: January 16th, 2022
    Item License Code: U4KPZM6JV8

ความคิดเห็น • 921

  • @hafezabdullah
    @hafezabdullah 2 ปีที่แล้ว +279

    এটা একটা অশাধারণ একটা কাজ হয়েছে, আমি এই আশাতেই ছিলাম যে কবে বাংলাদেশে পাম অয়েলের মেশিন বসবে,,খবরটি শুনে খুবই ভালো লাগলো,সেইজন্য এই চ্যানেলটিকে ধন্যবাদ দেই।

    • @borkotullah5041
      @borkotullah5041 2 ปีที่แล้ว +1

      অভিনন্দন উ

    • @dipankarsaha9172
      @dipankarsaha9172 2 ปีที่แล้ว +1

      আপনার মতো ছাগল ভাবতে পারে,😄😄

    • @hafezabdullah
      @hafezabdullah 2 ปีที่แล้ว +13

      @@dipankarsaha9172
      তোমার মতো মুর্খ বুঝবে কি এই প্লান্টের মুল্য,,,? এই পাম থেকে তেল বের করার জন্য, যখন পাম চাষি ও কৃষকরা কারখানা না থাকার কারনে, পাম থেকে ফল পেয়েও দিশেহারা হয়ে তা বিক্রি বা তেল বানাতে পারছিলনা,, এবং ঝিনাইদহের অনেক পাম চাষি পাম গাছ কেটে ফেলে দিচ্ছিলো,,তখন এরকম একটি পাম তেল ভাংগানোর মেশিন স্থাপন হওয়াতে, কতো মানুষের ক্ষতি পুরন থেকে যে বেচে গেছে, তা কি বোঝার বয়স হয়েছে তোমার ,,?

    • @mdmahmudsharif2005
      @mdmahmudsharif2005 2 ปีที่แล้ว +6

      @@dipankarsaha9172 আল্লাহ্ পাকের লানত তোর উপর ☝🤲

    • @ayubali-wg7ip
      @ayubali-wg7ip 2 ปีที่แล้ว

      োThe time and and put them and.

  • @camelia6505
    @camelia6505 2 ปีที่แล้ว +126

    আলহামদুলিল্লাহ!!! বাংলাদেশের যেকোনো সফলতার গল্প আমার চোখে খুশির জোয়ার এনে দেয়! আশাবাদী - আমাদের দেশের তরুণদের হাত ধরে দেশ ইতিবাচকভাবে বদলে যাবেই ইনশাআল্লাহ। বাংলাদেশ হয়ে উঠবে পৃথিবীর সেরা দেশগুলোর একটি ☺️☺️☺️🇧🇩🇧🇩🇧🇩🇧🇩😊😊😊

    • @BioscopeEntertainment
      @BioscopeEntertainment  2 ปีที่แล้ว

      ধন্যবাদ আপনাকে

    • @mdkajol6560
      @mdkajol6560 2 ปีที่แล้ว

      @@BioscopeEntertainment আমি গাছ কিনতে পারব কেমন আর পানি পেলে কি মরে যায়ে গাছ

    • @samul8308
      @samul8308 2 ปีที่แล้ว

      ❤️

    • @mohammadnaim111
      @mohammadnaim111 ปีที่แล้ว

      @@mdkajol6560 না । পানিতে ডুবে গেলেও মরে না

  • @user-vd3cs5yh8s
    @user-vd3cs5yh8s 2 ปีที่แล้ว +73

    পৃথিবীর সবচেয়ে দামী মানুষ একজন ঈমানদার কৃষক।

  • @md.mahmudulhassan4320
    @md.mahmudulhassan4320 2 ปีที่แล้ว +36

    আগে জানতাম না শতকরা ১০ভাগ দেশীয় ভাবে পাম উৎপাদন হয়
    ধন‍্যবাদ পাম উদ‍্যোক্তাদের

  • @mahmudulhasanmasud5264
    @mahmudulhasanmasud5264 2 ปีที่แล้ว +45

    মাশাআল্লাহ ওদের হাত ধরেই এগিয়ে যাবে পাম ওয়েলের বাংলাদেশ। ছড়িয়ে যাক সারা বাংলাদেশ। শুভকামনা ওদের জন্য। আপনার সুন্দর উপস্থাপনার জন্যও আপনাকে ধন্যবাদ।

  • @ahmedbasonsaleh
    @ahmedbasonsaleh 2 ปีที่แล้ว +105

    মালোয়েশিয়া যেসব দেশ থেকে প্রযুক্তি সংগ্রহ করেছে তাদের প্রকৌশলীদের সহযোগিতা নিয়ে আরো এগিয়ে যান।

  • @mdbillalhosen8550
    @mdbillalhosen8550 2 ปีที่แล้ว +31

    মাশাল্লাহ! তরুণদের হাত ধরেই এগিয়ে যাবে ভবিষ্যৎ বাংলাদেশ।

  • @shiponmiah1162
    @shiponmiah1162 2 ปีที่แล้ว +104

    আমাদের দেশের কৃষকদের আরও বেশি করে পাম চাষ করা উচিত।

    • @user-mj6fp9oj2j
      @user-mj6fp9oj2j 2 ปีที่แล้ว

      কেউ বুঝেনা

    • @habibrahman2601
      @habibrahman2601 2 ปีที่แล้ว +1

      রাইট

    • @nodikotha7313
      @nodikotha7313 2 ปีที่แล้ว +2

      জায়গা কই? ধান,পিয়াজ গম মাছ চাষ না করলে তো একেকটার অভাব দেখা দেয়।

    • @user-mj6fp9oj2j
      @user-mj6fp9oj2j 2 ปีที่แล้ว +1

      @@nodikotha7313 পার্বত্যান্চলে অনেক জাগা খালী আছে

    • @MHSaadi-nk8jo
      @MHSaadi-nk8jo 2 ปีที่แล้ว +1

      No way

  • @rimonvideo9853
    @rimonvideo9853 2 ปีที่แล้ว +10

    আলহামদুলিল্লাহ খুবি ভাবতাম এই গুলো নিয়ে,যে মালায়শিয়া আছি,কতো পাম গাছ,আমাদের দেশে যদি পামের চাষ করতো কতইনা ভালো হত,অনেক উন্নত হতো দেশ,শুনে খুবি খুশি হোলাম যে আমাদের বাংলাদেশে ও পাম বাগান আছে আলহামদুলিল্লাহ

  • @ahmmedimtiaz2481
    @ahmmedimtiaz2481 2 ปีที่แล้ว +11

    এই কারখানা সঙ্গে যুক্ত সকলের জন্য দোয়া রইল।

  • @jubaerhossain1122
    @jubaerhossain1122 2 ปีที่แล้ว +20

    এটা নিশ্চিত পাম তেল সাস্থের জন্যে ভালো বিশেষ করে সয়াবিন থেকে অতএব পাম চায বাংলা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ফসল🍀🍀🍀

    • @BioscopeEntertainment
      @BioscopeEntertainment  2 ปีที่แล้ว

      ধন্যবাদ আপনাকে

    • @shampadislam7488
      @shampadislam7488 2 ปีที่แล้ว +1

      Hm sobai mile taile palm gach lagan

    • @ahnafkhan9480
      @ahnafkhan9480 2 ปีที่แล้ว

      আপনি সরিষা তৈল খান বিদেশী তৈল না খাই।

  • @alaminmia4492
    @alaminmia4492 2 ปีที่แล้ว +17

    মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো লাগলো দারুণ খবর

  • @JasimUddin-kg2jv
    @JasimUddin-kg2jv 2 ปีที่แล้ว +10

    ধন্যবাদ বাইসকোপকে
    এবং দোয়া ও শুভকামনা রইলো পাম তৈল কোম্পানির জন্য

  • @atikurrahmananam6107
    @atikurrahmananam6107 ปีที่แล้ว +4

    আলহামদুলিল্লাহ্ ভিডিও দেখে ভাল লাগল,উনাদের উচিৎ সরকারি ভূমি লিজ নিয়ে বড় বড় বাগান করে দেশের চাহিদা পূরণ করা.দোয়া রইল উদ্যোগতা ভাইদের প্রতি আল্লাহ্ পাক উনাদের সাহায্য করুন.আমীন

  • @mdborat8474
    @mdborat8474 2 ปีที่แล้ว +4

    চলু সাবাই মিলে বাংলাদেশ গড়ি৷ সুন্দর রাখি পরিবেশ। এগিয়ে যাক আমার সোনার বাংলাদেশ।

  • @mohammaddelowar1119
    @mohammaddelowar1119 2 ปีที่แล้ว +5

    অনেক অনেক ধন্যবাদ ভালবাসা রহিলো ।
    আলহামদুলিললাহ নিজ দেশের ভেতরে একটা অসাধারণ কারখানা পাশাপাশি অগনিত মানুষের কর্মসংস্থান হবে।
    আমাদের দেশ টাকে আল্লাহ সর্বোচ্চ উর্বর দেশ হিসেবে দান করেছেন।
    আসুন যার যার অবস্থান থেকে নিজ দেশ কে এগিয়ে নিয়ে যেতে হবে।
    ধন্যবাদ

    • @mdSahin-wk4uh
      @mdSahin-wk4uh 2 ปีที่แล้ว

      আমি ভয় ম মা মব মা বলল বক গম বা ভট ভট ভট ভট ভট মভমম বক ভ ব্যয় ভট ভট ব্যয় ব মোঃ ম ভয় ভয় ব্যয় ম ভট ব্যয় বক বক ব্যয় ভট ভট ব্যয় ভট ভট ভট ব্যয় ব্যয় মম ব্যয় ব ভট ভট ব্যয় ব্যয় ম রব মম ব্যয় ম রব ম ভট ভট মভমম ব্যয় ম ভয় ব ভট ম ভয় মম ব্যয় মম ম ভয় মম ভট ভট ভট মম ব্যয় ব্যয় মম মট মম ম রব ম ভয় ব্যয় ঠ ব্যয় ম ভট মম ম ব্যয় ব ভয় ম ভয় ঠ কি মম ম ভট মম মম মম মম মম ব্যয় ভট মম মম ভট মম ভট ব্যয় বক মম ঠড ভয় ব্যয় মম মম ভট ভট ভট ভট ভট ম ভয় ভয় ব্যয় মগ ভট ম ভট ব্যয় বক ম ভট ঋঋঋ

  • @billalbillal3021
    @billalbillal3021 2 ปีที่แล้ว +5

    মাশআল্লাহ ভিডিও দেখে অনেক আনন্দ পেলাম একেই বলে যে সোনার বাংলার মাটি সোনার চেয়ে দামি যেই ভাই এমন একটি ব্যবস্থা করে ছেন আল্লাহ যে তাকে আরো অনেক দুরে এগিয়ে নিয়ে জান তার মনের স্বপ্ন গুলো যে পুর্ন করে দেন

  • @SajjMultimedia
    @SajjMultimedia 2 ปีที่แล้ว +5

    তরুণদের হাত ধরেই এগিয়ে যাবে ভবিষ্যৎ বাংলাদেশ।👍👍

  • @NusratJahan-um7fc
    @NusratJahan-um7fc 2 ปีที่แล้ว +2

    আলহামদুলিল্লাহ, এটা বড়ই খুশির খবর! আমাদের দেশের জন্য এটা খুবই প্রয়োজন ছিলো। এগিয়ে যাও টাইগার! দেখিয়ে দাও, বাহির থেকে কোন সোয়াবিন তেল আমদানি করতে হবে না ইনশাআল্লাহ! আল্লাহাফেজ। এন,আমিন, বাংলাদেশ।

  • @mahbubhasansiddiquee2976
    @mahbubhasansiddiquee2976 2 ปีที่แล้ว +2

    দেশের পাম তেল কারখানার সচিত্র প্রতিবেদন দেখালে পাম তেল চাষি এবং পাম তেল চাষে আগ্রহী ব্যক্তিরা উপকৃত হতো। সুতরাং দেশের প্রথম পাম তেল কারখানাটির বিস্তারিত প্রতিবেদন দেখানোর জন্য অনুরোধ করা হলো।

    • @BioscopeEntertainment
      @BioscopeEntertainment  2 ปีที่แล้ว

      তাদের সাথে যোগাযোগের চেষ্টা চলছে-যোগাযোগ হলেই আমরা পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন তৈরি করব

  • @mithunahmed7859
    @mithunahmed7859 2 ปีที่แล้ว +9

    আসসালামু আলাইকুম ভাই মালয়েশিয়া পামওয়েল বাগান এবং কারখানা সম্বন্ধে আইডি আছে আজব মানুষ ৎ তবে বাংলাদেশে উৎপাদন করতে পারলে আলহামদুলিল্লাহ

  • @ratanislam7463
    @ratanislam7463 2 ปีที่แล้ว +18

    আমার ২০১৪-১৫ সালের পরিশ্রম এখন কাজে লাগতেছে দেখে ভালো লাগলো।।

    • @sagornaziat5709
      @sagornaziat5709 2 ปีที่แล้ว

      আপনি কি কারকাখায় স্থাপনে কাজ করেছেন

    • @user-um1mp2ds3x
      @user-um1mp2ds3x 2 ปีที่แล้ว

      আপনি কি করেছেন?

  • @ashoghureasi
    @ashoghureasi 2 ปีที่แล้ว +15

    মাশাআল্লাহ খুবই অসাধারণ একটি ভিডিও।

    • @BioscopeEntertainment
      @BioscopeEntertainment  2 ปีที่แล้ว

      ধন্যবাদ আপনাকে

    • @mdismailhossain5561
      @mdismailhossain5561 ปีที่แล้ว

      @@BioscopeEntertainment ভাই আমি প্রচুর পরিমানে পাম ফল দিতে পারি।আপনি আমাকে সহায়তা করতে পারবেন কি

  • @projectnature1990
    @projectnature1990 2 ปีที่แล้ว +6

    খুব ভালো কাজ। অশেষ ধন্যবাদ জড়িত সবাইকে

    • @BioscopeEntertainment
      @BioscopeEntertainment  2 ปีที่แล้ว

      আপনাকেও ধন্যবাদ

    • @shimulallvideo9023
      @shimulallvideo9023 2 ปีที่แล้ว

      ভাই আমার বাসা মেহেরপুর বিসিক শিল্পনগরী হতে ১০ মিনিট এর রাস্থা পায়ে হেঁটে, কিন্তু অবাক করার ব্যাপার সেখানে পাম্প তেলের কোন কারখানা নাই সব ভুয়া নিউজ।

  • @bapibangla3510
    @bapibangla3510 2 ปีที่แล้ว +13

    এই সময়ের প্রেক্ষিতে ভোজ্য তেলের স্বনির্ভরতা বাড়াতে এই ধরণের আরও ফ্যাক্টরি করা দরকার

  • @biplobkhan232
    @biplobkhan232 2 ปีที่แล้ว +5

    শুনে ভালো লাগলো।

  • @sheikhkabir1
    @sheikhkabir1 2 ปีที่แล้ว +1

    আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বারকাতু আশা করি আপনারা ভালো আছেন আপনার ভিডিওটি দেখে খুব খুশি হলাম আপনাকে অন্তরের গভীরে স্থল থেকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুখে থাকবেন দোয়া করি
    যে সমস্ত যুবক ভাইয়েরা এই কাজের সাথে জড়িত আছেন তাদেরকে সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বাংলাদেশকে নিয়ে যান অগ্রগতির দিকে ধন্যবাদ

  • @amaderkotha8155
    @amaderkotha8155 2 ปีที่แล้ว +4

    চ্যানেলটিকে ধন্যবাদ বাংলাদেশের সাফল্য নিয়ে আলোচনা করা হয়েছে আরো এগিয়ে যাও

    • @dipankarsaha9172
      @dipankarsaha9172 2 ปีที่แล้ว +1

      আপনার মতো ছাগল, অভিননন্দন দিতে পারে,আসলে সব ভূয়া

  • @lifeisbusy9715
    @lifeisbusy9715 2 ปีที่แล้ว +14

    পাম অয়েল কারখানা হলে আমাদের জনগণের কোন অসুবিধা হবে না, যেমনটি হয়নি গ্যাসের খনি থাকার পরেও।

  • @ruhulaminamin1879
    @ruhulaminamin1879 2 ปีที่แล้ว +5

    Ma sa allah sune khub valo laglo vaia apnar protibedon khub sundor

  • @jobairahmad
    @jobairahmad 2 ปีที่แล้ว +2

    সহযোগিতা আর পরামর্শ পেলে পাম গাছ প্রজেক্টের উদ্যোগ নিতাম।

  • @fgghfhvh9144
    @fgghfhvh9144 2 ปีที่แล้ว +1

    আলহামদুলিল্লাহ এ আসাই ছিলাম খবর সুনে খুব খুশি হলাম ধন্যবাদ আপনাকে

  • @uniquecollection9645
    @uniquecollection9645 2 ปีที่แล้ว +3

    ভাল একটা প্রতিবেদন।ধন্যবাদ।

  • @mamunrashid3537
    @mamunrashid3537 2 ปีที่แล้ว +3

    আপনারা এগিয়ে যান পুরো বাংলাদেশ আছে আপনাদের সাথে।

    • @dipankarsaha9172
      @dipankarsaha9172 2 ปีที่แล้ว +1

      হই,ভাওতাবাজি নেউজ তৈরি কইরা,আমগো বাংলাদেশের মানুষ বলদা দেশি মুরগি বানাইয়া জান 😁😁

    • @sayedkanak2922
      @sayedkanak2922 2 ปีที่แล้ว

      @@dipankarsaha9172 কিরে রেনডী তোর চুলকায়।

  • @ABUBAKKAR-lk8ch
    @ABUBAKKAR-lk8ch 2 ปีที่แล้ว +2

    চট্রগ্রামে অনেক জাইগা পড়ে আছে জেমন রাঙ্গামাটি বান্দার বন খাগরাছরি পাহাড়ি অনেক জায়গা পড়ে আছে সেখানে ও তো পাম চাষ করতে পাড়ে

  • @m.r.m2288
    @m.r.m2288 2 ปีที่แล้ว

    এই অদম্য মানুষিক শক্তি বদলে দিবে বাংলাদেশ কে এটাই এগিয়ে যাওয়া বাংলাদেশ।

  • @AmanEyes
    @AmanEyes 2 ปีที่แล้ว +16

    ভুল:- বিশ্বের সবচেয়ে বেশি পামঅয়েল উৎপাদিত হয় মালয়েশিয়ায়।
    ঠিক:- বিশ্বের সবচেয়ে বেশি পামঅয়েল উৎপাদিত হয় ইন্দোনেশিয়ায়।

    • @ArfanMusicBD
      @ArfanMusicBD 2 ปีที่แล้ว +1

      প্রমাণ দিন

  • @Zahidhossainsikderzahid
    @Zahidhossainsikderzahid 2 ปีที่แล้ว +4

    আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ।

    • @rajuahmed9152
      @rajuahmed9152 2 ปีที่แล้ว

      আমার এখানে গাছ আছে দশ বারোটি ফল ধরে, ফলগুলো কি কোন ব্যবস্থা করা যায়

  • @user-rl8sw9gy3g
    @user-rl8sw9gy3g 3 หลายเดือนก่อน

    ❤ আলহামদুলা ❤ এগিয়ে যাবে ইনশাল্লাহ ❤❤

  • @ismailhossain5222
    @ismailhossain5222 2 ปีที่แล้ว +1

    এগিয়ে যাক আমার সোনার বাংলা ✊✊✊🇧🇩🇧🇩🇧🇩🇧🇩

  • @nahidhasan406
    @nahidhasan406 2 ปีที่แล้ว +5

    মেহেরপুর জেলার কোথায় এই পাম ওয়েল মিলটা?

  • @msimamun8185
    @msimamun8185 2 ปีที่แล้ว +10

    দেশে উৎপাদিত তেল কোন ব্র্যান্ডে বাজারে আসছে তা জানলে সকলেই সাদরে গ্রহণ করবে। তাই এই তথ্য নিয়ে একটি এপিসোড তৈরি করলে ভালো হয়।

    • @BioscopeEntertainment
      @BioscopeEntertainment  2 ปีที่แล้ว +3

      চেষ্টা করব ইনশাআল্লাহ

  • @High-techElectricals147
    @High-techElectricals147 2 ปีที่แล้ว +1

    অসাধারণ কন্ঠ,
    এগিয়ে যান, দূর থেকে দূরে।

  • @merajpress8362
    @merajpress8362 4 หลายเดือนก่อน

    আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে তথ্যটি জেনে আশা করি সামনে আরও উন্নয়নের ভালো ভালো তথ্য পাব

  • @paulhossain172
    @paulhossain172 2 ปีที่แล้ว +40

    রাষ্ট্র কোন ভাল কাজে সহযোগিতা করে, এর নজির খুবই কম।

    • @md.moinulhasansadik8981
      @md.moinulhasansadik8981 2 ปีที่แล้ว +1

      বাংলা মুভির মতো ঝামেলা শেষ পুলিশ এসে হাজির।

    • @sabbirahmed736
      @sabbirahmed736 ปีที่แล้ว

      @@md.moinulhasansadik8981 😁😁😂

  • @mihdmihd5747
    @mihdmihd5747 2 ปีที่แล้ว +5

    ভালো উদ্যোগ। দেশের বড়বড় শিল্পগ্রুপও এধরনের প্লান্ট স্থাপন করলে ভালো হয়

  • @salimmulla341
    @salimmulla341 2 ปีที่แล้ว +2

    মাশাআল্লাহ খুব ভালো উদ্যোগ আল্লাহ্ আপনাদেরকে হায়াত দারাজ করুক

  • @badshamia2705
    @badshamia2705 3 หลายเดือนก่อน

    মাশাআল্লাহ আল্লাহ কবুল করেন আমীন

  • @user-ig6rm9nc3l
    @user-ig6rm9nc3l 2 ปีที่แล้ว +4

    Nice

  • @user-rr7ev4dl9v
    @user-rr7ev4dl9v 2 ปีที่แล้ว +4

    মালেশিয়ার রাস্তা ঘাটে যতো পাম গাছ আছে পুরো বাংলাদেশে সেই পরিমাণ গাছ নেই।

  • @AbdulAhad-nt9vw
    @AbdulAhad-nt9vw 2 ปีที่แล้ว +2

    ২১-০১-২১
    বাংলাদেশে পাম চাষ হয় আজকেই প্রথম জানলাম।
    শুনে ভালোই লাগলো👌👌👌

  • @mohammedhossain7511
    @mohammedhossain7511 2 ปีที่แล้ว +1

    Thanks respect and salute for showing this important views and news, Alhamdulillah it's a great and happy news for our country's and the peoples

  • @mdmahi5661
    @mdmahi5661 2 ปีที่แล้ว +22

    বিশ্বাস করেন ভাই অনেক গর্ভ হয় এই সব তথ্য শুনলে

    • @BioscopeEntertainment
      @BioscopeEntertainment  2 ปีที่แล้ว +1

      এটাই দেশ প্রেম !!

    • @Kamal-nc6wy
      @Kamal-nc6wy 4 หลายเดือนก่อน

      গর্ভবতী হয়ে পড়েন না।

  • @abashar3502
    @abashar3502 2 ปีที่แล้ว +4

    👍💥অভিনন্দন, শুভাশিষ, শুভেচ্ছা ও শুভকামনা রইল। 💥✌️

  • @mdjahangiralam6529
    @mdjahangiralam6529 2 ปีที่แล้ว

    শুভকামনা বাংলাদেশ 🇧🇩🇧🇩✌️

  • @idrisseraj5241
    @idrisseraj5241 2 ปีที่แล้ว +2

    অসাধারণ, সুন্দর উপস্থাপনা,আশাজাগানিয়া

  • @rubelakon2884
    @rubelakon2884 2 ปีที่แล้ว +4

    মাশাল্লাহ ♥️♥️♥️

  • @dr.moazzemhossainkhan3482
    @dr.moazzemhossainkhan3482 2 ปีที่แล้ว +10

    If properly cultivated our country will not need to import oil

  • @brishtibilash83
    @brishtibilash83 2 ปีที่แล้ว +2

    মাশা-আল্লাহ

  • @mdhasansahahasansaha2177
    @mdhasansahahasansaha2177 2 ปีที่แล้ว +2

    Yes good Bangladesh 🇧🇩

  • @fatematujzohara8756
    @fatematujzohara8756 2 ปีที่แล้ว +5

    আমাদের উচিত পাম তেলের উপর নির্ভর হওয়া🥰

    • @BioscopeEntertainment
      @BioscopeEntertainment  2 ปีที่แล้ว

      ধন্যবাদ আপনাকে

    • @trishnadas8823
      @trishnadas8823 4 หลายเดือนก่อน

      নম্বর দিন ডিলার নিব

  • @afrozakhanom5393
    @afrozakhanom5393 2 ปีที่แล้ว +3

    আমাদের অনেক বড়বড় পাম বাগান ধ্বংস করা হয়েছে।তিনটা পাম বাগান ছিলো। শুধু মাত্র কারখানার অভাবে।

    • @dipankarsaha9172
      @dipankarsaha9172 2 ปีที่แล้ว +1

      তোরে কেডা কইছে রে বলদা?তোর কি চাচা আব্বার সেই বাগান ছিলো?

    • @afrozakhanom5393
      @afrozakhanom5393 2 ปีที่แล้ว

      ওই অসভ্য অনেক কিছু বলার ইচ্ছে ছিলো কিন্তু তোর মত ছেলেকে বললে পবিত্র মুখটাই নষ্ট হবে,,,এতটুকুই বললাম মানুষকে সম্মান করতে শিখ

  • @ajourneyoflife7779
    @ajourneyoflife7779 2 หลายเดือนก่อน

    অসংখ্য ধন্যবাদ।

  • @NurAManik
    @NurAManik 2 ปีที่แล้ว

    দারুণ যুগোপযোগী উদ্যোগ।

  • @newexpertsworld8741
    @newexpertsworld8741 2 ปีที่แล้ว +3

    পাম কারখানা স্হাপনে সরকারের এগিয়ে আসা উচিৎ।

  • @asadrana8046
    @asadrana8046 2 ปีที่แล้ว +5

    কৃষকদের বাশ দেয়ার পরিকল্পনা। অনেকবছর আগে সরকারিভাবে অনেক টাকা নষ্ট করা হয়েছিল এই পাম চাষের জন্য।

    • @nasiruddintofail1651
      @nasiruddintofail1651 2 ปีที่แล้ว

      ঠিক কথা বলেছেন। আমাদের সরকার চোদা দেওয়া ছাড়া আর কিছু জানেনা। শুধু জানে কৃষকদেরকে কিভাবে বাঁস দিতে হয়।

  • @mdabdurrahman9446
    @mdabdurrahman9446 2 ปีที่แล้ว +1

    দোয়া করি আল্লাহ সুবানুওয়াতাআলা আপনাদের এই মহা উদ্যোক কে কবুল করুন আমিন ছুম্মা আমিন।

  • @sayedahmed9543
    @sayedahmed9543 2 ปีที่แล้ว

    জাযাকাল্লাহ আল্লাহ পাক আপনাদের কবুল করুন

  • @NazrulIslam-en4wy
    @NazrulIslam-en4wy 2 ปีที่แล้ว +3

    মালয়েশিয়ার পাম গাছ সম্বন্ধে তোমার কোন আইডিয়া আছে

    • @dipankarsaha9172
      @dipankarsaha9172 2 ปีที่แล้ว

      কিছুই নেই ভাই,সব ভূয়া নিউজ

  • @user-rl7cx3mh7n
    @user-rl7cx3mh7n 2 ปีที่แล้ว +3

    তাদের সাথে যোগাযোগের জন্য দরকার মোবাইল নাম্বারটা ৷ আমি পাম ফল নিয়ে গবেষণা করছি৷ আমার পাম বাগান আছে

    • @msimamun8185
      @msimamun8185 2 ปีที่แล้ว +1

      ও ঠিকানায় যোগাযোগ করে দেখতে পারেন।

  • @bulbulchowdhurychowdhury3159
    @bulbulchowdhurychowdhury3159 2 ปีที่แล้ว +1

    পাম তেল দেশে উৎপাদন হচ্ছে জেনে খুব ভালো লাগলো এবং পুলকিত হলাম।। আপনার সুন্দর উপাস্হপনায় ভিডিওটি দেখতে আরো বেশী ভালো লেগেছে।
    শুভ কামনা থাকলো... 💯🌹

  • @md.abdullahalnaim107
    @md.abdullahalnaim107 2 ปีที่แล้ว +1

    আলহামদুলিল্লাহ। এটা ভালো লাগলো।

  • @digitalverson7198
    @digitalverson7198 2 ปีที่แล้ว +4

    সারাদেশ এর চাষিরা কি ফল পাবে?

  • @mosharafhossain7187
    @mosharafhossain7187 2 ปีที่แล้ว +4

    পাম চাষ ও তেল উৎপাদন হচ্ছে ব্যক্তি মালিকানায় স্থাপিত কোম্পানিতে। আর কিনা ১২,০০০/- কোটি টাকার তেল আমদানি পরিবর্তে সরকারি উদ্যোগে যদি কারখানা স্থাপন করা হতো তবে বাংলাদেশর লাভ হতো। বুঝিনা আমদানি করে পরনির্ভরশীল অক্ষম জাতির পরিচয় আর কত দিন বইতে হবে। সরকারি বাজেটর অর্থ কোথায় যায়। দেশে সস্তা লেবার থাকতেও বাংলাদেশ অন্যের ভর দিয়ে চলে। সরকার শুধু বাপের নাম ফুটানো নিয়ে ব্যস্ত

  • @md.shofiq6837
    @md.shofiq6837 2 ปีที่แล้ว

    আমি মেহেরপুর এর বাসিন্দা হিসেবে খুবি আনন্দিত। এমন একটা সংবাদ শুনে।

  • @binoydatta910
    @binoydatta910 2 ปีที่แล้ว

    R o video sai ei somonde. Thank you

  • @mdazizur.rohman8314
    @mdazizur.rohman8314 2 ปีที่แล้ว +4

    কৃষিকে গুরুত্ব না দিয়ে বিদেশ টাকা খরচ করে তেল আমদানি করার কোনো মানে নেই:দেশে যে পরিমাণ তেল আছে তার ওপর আরও যত্ন শীল হলেই আমাদের তেলের চাহিদা কমবে বলে আমি মনে করি🏝🏝🏝

  • @arafsabil8446
    @arafsabil8446 2 ปีที่แล้ว

    সুন্দর প্রতিবেদন। দেখে ভাল লাগছে।

  • @enamulcraft8942
    @enamulcraft8942 10 หลายเดือนก่อน

    Excellent. May Almighty bless you.

  • @BikashKumar-xq3hc
    @BikashKumar-xq3hc 2 ปีที่แล้ว

    ভিডিওটা অনেক ভালো লাগলো। আপনার চ্যানেলকে অনেক অনেক ধন্যবাদ।

  • @alvebd-ni3fz
    @alvebd-ni3fz 2 ปีที่แล้ว

    আলহামদুলিল্লাহ এগিয়ে যাক লাল সবুজের বাংলাদেশ

  • @AbdulAhad-em9bb
    @AbdulAhad-em9bb 2 ปีที่แล้ว

    ধন্যবাদ আপনাকে এই নিউজ দেয়ায়

  • @azizmina3911
    @azizmina3911 2 ปีที่แล้ว

    অনেক ভাল এগিয়ে জান

  • @SohelRana-zi3gm
    @SohelRana-zi3gm 2 ปีที่แล้ว

    ধন্যবাদ যুবক ভাই দের

  • @ronivai0682
    @ronivai0682 2 ปีที่แล้ว +1

    এগিয়ে যাউক বাংলাদেশ দোয়া রইল ❤️

  • @mohammedhossain7511
    @mohammedhossain7511 2 ปีที่แล้ว +2

    Thanks respect and salute for showing this important and happy news and information, Alhamdulillah it's a great and happy news for the country and the peoples. All the best.

  • @vistimeg3517
    @vistimeg3517 2 ปีที่แล้ว

    অনেক বড় সুখবর বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের জন্য এগিয়ে যাও বাংলাদেশ জয় বাংলা জয় ডিজিটাল বাংলাদেশ

  • @azmirjannat3578
    @azmirjannat3578 2 ปีที่แล้ว

    ধন্যবাদ জানাই আপনাকে

  • @shohagalammia3064
    @shohagalammia3064 2 ปีที่แล้ว

    ইনশাআল্লাহ্ এভাবেই দেশ এগিয়ে যাবে ৷

  • @motinkhan9545
    @motinkhan9545 ปีที่แล้ว

    ভালো লাগলো ধন্যবাদ

  • @ferdousrohman4618
    @ferdousrohman4618 4 หลายเดือนก่อน

    তাই। মাশাল্লাহ।

  • @mostafakamal5324
    @mostafakamal5324 2 ปีที่แล้ว

    Agia jak amader des Ilove Bangladesh 🇧🇩 from Oman

  • @khokonmiah3979
    @khokonmiah3979 ปีที่แล้ว

    মাশাআললাহ ছবিটা দেখতে খুবই সুন্দর হয়েছে ভালো লেগেছে এমন ভিডিও আরো চাঁই

  • @imranhossen624
    @imranhossen624 2 ปีที่แล้ว +1

    কিছুটা হলেও আশার আলো ফুটেছে বাংলাদেশে।
    যশোর থেকে।

  • @maruf0296
    @maruf0296 2 ปีที่แล้ว

    আলহামদুলিল্লাহ খুবই ভাল লাগলো আমার দেশ এগিয়ে জাক এই দোয়া করি।

  • @mdyasinhabib2821
    @mdyasinhabib2821 2 ปีที่แล้ว

    আলহামদুলিল্লাহ ভালো উদ্যোগ।

  • @fishingandtravel863
    @fishingandtravel863 หลายเดือนก่อน

    ধন্যবাদ

  • @sistersartgameclub6443
    @sistersartgameclub6443 2 ปีที่แล้ว

    Wonderful!! Love from Canada

  • @mollikyousufimtiaz2584
    @mollikyousufimtiaz2584 2 ปีที่แล้ว

    মাসাল্লাহ, কি অসাধারণ খবর। উৎপাদনমুখি হলে দেশ এগিয়ে যাবে।

  • @robinadhikary3193
    @robinadhikary3193 ปีที่แล้ว

    ধন্যবাদ ভিডিও দেওয়ার জন্য