Ami Niralay Bose with lyrics | আমি নিরালায় বসে | Manna Dey

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 434

  • @motionweb4181
    @motionweb4181 4 ปีที่แล้ว +252

    উফ!! কাঁদতে না চাইলেও চোখ দিয়ে জল বেড়িয়ে আসে। এরকম গান কেউ গায়, এমন করে এমন ভাবে গাওয়ার দরকার ছিল, বড্ড বেশী মায়া এ গানে।। মান্না দে ইতিহাসে দ্বিতীয় বার আর হবে না।

    • @PALLABMAHMOOD
      @PALLABMAHMOOD 4 ปีที่แล้ว +5

      শোনার আমন্ত্রণ
      th-cam.com/video/c3MWT8vgChk/w-d-xo.html

    • @soumensamanta7515
      @soumensamanta7515 3 ปีที่แล้ว +6

      Khub bhalo bolechen

    • @palashdas7999
      @palashdas7999 3 ปีที่แล้ว +7

      সত্যি অসাধারণ!! মান্না দে র গানগুলো ঘন্টার পর ঘন্টা শুনলেও কোনো অতৃপ্তি আসে না।

    • @somanandi8604
      @somanandi8604 2 ปีที่แล้ว +1

      😢💔🔥

    • @technoudyalogus4319
      @technoudyalogus4319 2 ปีที่แล้ว +3

      সত্যি বলেছেন।

  • @SujanDas-lv6bq
    @SujanDas-lv6bq 9 หลายเดือนก่อน +7

    স্মৃতির পাতার স্মারক।২০২৪ এ শুনছি।এর আগেও বহুবার শুনেছি এখন আমার বয়স ১৮

  • @pratapmondal145
    @pratapmondal145 2 ปีที่แล้ว +44

    "তুমি বিগত ব্যাথায় , এ ভাঙ্গা হৃদয়ে করেছো লীন"
    শ্রেষ্ঠত্ব বোধহয় একেই বলে😌❤️

    • @mdaminulislam2349
      @mdaminulislam2349 ปีที่แล้ว

      @

    • @nitaidutta59
      @nitaidutta59 6 หลายเดือนก่อน +1

      Right ❤

    • @mrinalchatterjee5922
      @mrinalchatterjee5922 6 หลายเดือนก่อน +2

      পুলক বাবুর লেখা, সুধু শিল্পীকে ধন্য ধন্য কোরলে হবে না, এই গানে যিনি অমুল্য ভাষার মনি মুক্তা দিয়ে অনন্য মালা গেঁথে দিয়েছেন তার কথা একটু মনে করি😊😊

    • @pratapmondal145
      @pratapmondal145 6 หลายเดือนก่อน

      @@mrinalchatterjee5922 Obossoi....

    • @JawharlalRoy-t5w
      @JawharlalRoy-t5w 2 หลายเดือนก่อน

      এই বিখ্যাত গানটি শ্রদ্ধেয় শ্যামল গুপ্তের লেখা, শ্রদ্ধেয় পুলকবাবুর নয়।

  • @mostofazaman5141
    @mostofazaman5141 3 ปีที่แล้ว +93

    মান্নাদে না থাকলে হয়তো গীতিকারের এই গান রচনা এতো সার্থক হতো না । মান্নাদের শ্রোতারা এতো বেদনার এতো স্বাদ পেতো না ।

    • @sudipsengupta6015
      @sudipsengupta6015 3 ปีที่แล้ว

      Bedonar sadh waw ki darun kotha ❤

    • @udaynarayanmandal2322
      @udaynarayanmandal2322 2 ปีที่แล้ว +1

      তাই তো এই বেদনার স্বাদ এত মধুর

    • @dewdrops5969
      @dewdrops5969 2 ปีที่แล้ว +3

      এত সুন্দর মন্তব্য খুবই কম দেখা যায়। ধন্যবাদ আপনাকে। গানটি আমার খুবই প্রিয়।

    • @sajedamahboob4762
      @sajedamahboob4762 2 ปีที่แล้ว

      ❤❤❤❤❤❤❤❤

    • @lekillerff612
      @lekillerff612 ปีที่แล้ว +1

      একদম ঠিক

  • @BiswajitMondal-yl2md
    @BiswajitMondal-yl2md 4 ปีที่แล้ว +108

    এই একটি মানুষ ,যিনি মনের অন্তরালে থাকা প্রতিটি যন্ত্রনা ময় কথা গুলির গানের মাধ্যমে বহিঃপ্রকাশ ঘটান.....

    • @নিশাচর-র৬ভ
      @নিশাচর-র৬ভ 4 ปีที่แล้ว +1

      Hmm

    • @somnathbanerjee2590
      @somnathbanerjee2590 3 ปีที่แล้ว +1

      সত্যি কথা

    • @somnathbanerjee2590
      @somnathbanerjee2590 3 ปีที่แล้ว

      সত্যি কথা

    • @palashdas7999
      @palashdas7999 3 ปีที่แล้ว +4

      সত্যি অসাধারণ!! মান্না দে র গানগুলো ঘন্টার পর ঘন্টা শুনলেও কোনো অতৃপ্তি আসে না।

    • @sudipsengupta6015
      @sudipsengupta6015 3 ปีที่แล้ว

      Right

  • @suprabhatdas128
    @suprabhatdas128 ปีที่แล้ว +13

    পৃথিবীতে শুধু আমি একা আর এই গান। ঈশ্বরের অনুপ্রেরণা ছাড়া এই সৃষ্টি সম্ভব নয়।

  • @sasankasekharadhikary5581
    @sasankasekharadhikary5581 3 ปีที่แล้ว +47

    এমন হৃদয় উজাড় করা সুরের মূর্ছনায় আমরা হারিয়ে যাই। বিশেষ করে এই গানটি যখনই শুনেছি তখনই মনটা এক অদ্ভুত আনন্দময় অনুভব ও আবেশে ভিজে গেছে। অনন্য প্রতিভার অধিকারী মান্না দে গানের জগতে যেন এক ঈশ্বর পুরুষ।

    • @dewdrops5969
      @dewdrops5969 2 ปีที่แล้ว +3

      সবটুকু কৃতিত্ব কিন্ত শিল্পী ও সুরকারকে দেয়া যাবে না। আপনার অনুভূতিশীল মন কিছুটা কৃতিত্বের দাবিদার। গানটি তো অনেকেই শুনছি , সবাই কি এমন অভিভূত হয়ে পড়ছি ? ভাল শ্রোতারাই তো এইসব কালজয়ী গানকে চিরজীবি করে রাখেন।

    • @udaynarayanmandal2322
      @udaynarayanmandal2322 ปีที่แล้ว +1

      ​@@dewdrops5969 একদম ঠিক। বড় সুন্দর বলেছেন 👍👍

  • @ratanpanda2322
    @ratanpanda2322 3 ปีที่แล้ว +35

    এতখানি বেদনা ঝরানো গান,শত বছর পেরিয়ে ও রক্ত ক্ষরণ করবে সবার হৃদয়ে।

  • @shabanaparvin3164
    @shabanaparvin3164 3 ปีที่แล้ว +41

    গানটা একেবারে হৃদয় ছুঁয়ে যায়।একা একা শুনলে গানটা বেশী ভালো লাগে।

  • @skmusicvideo4135
    @skmusicvideo4135 4 ปีที่แล้ว +42

    এক কথায় অসাধারণ।
    এমন সুর, এমন মিষ্টি কণ্ঠ
    এতো টেলেন্ট শিল্পী আর আসবে না এই পৃথিবীতে।
    আই মিস ইউ কাকা।

    • @debapriyasengupta4047
      @debapriyasengupta4047 3 ปีที่แล้ว +3

      Your several heart touching and rich comments in cultural arena such as memory lane music, recitation etc. proves your rich taste.

    • @abdatta8082
      @abdatta8082 ปีที่แล้ว +1

      অনেক ভালো গানের মধ্যে এটি সবচেয়ে প্রিয় গান।চোখে নিজে থেকেই জল এসে যায়।

  • @pranabkundu9524
    @pranabkundu9524 3 ปีที่แล้ว +53

    এতো অনুভূতি অন্য কোন গানে পাইনি ।
    বাংলা সঙ্গীতের অদ্বিতীয় শিল্পী ।
    জন্মদিনে শ্রদ্ধা ও প্রনাম ।

  • @tapanpaul1535
    @tapanpaul1535 3 ปีที่แล้ว +12

    অসম্ভব সুন্দর আর বেদনাভরা এই গান। Thanks for uploading...

  • @Different-Opinion
    @Different-Opinion 4 ปีที่แล้ว +66

    জীবনে সব চেয়ে এই গানটা বেশি বার শুনেছি। মান্না দে সঙ্গীতের ঈশ্বর।

    • @piyushkantighosh8934
      @piyushkantighosh8934 3 ปีที่แล้ว

      কথা এবং সুরকারের ও সমান অবদান আছে এটা আমরা সুরের মূর্ছনায় প্রায়শই ভুলে যাই।

    • @palashdas7999
      @palashdas7999 3 ปีที่แล้ว

      সত্যি অসাধারণ!! মান্না দে র গানগুলো ঘন্টার পর ঘন্টা শুনলেও কোনো অতৃপ্তি আসে না।

    • @dewdrops5969
      @dewdrops5969 3 ปีที่แล้ว

      @@piyushkantighosh8934 সঠিক কথা বলেছেন। গানের কথার কৃতিত্ব আমরা প্রায়ই গায়ক কে দিয়ে থাকি। আর সুর তো আছেই।

    • @indranilchatterjee2673
      @indranilchatterjee2673 2 ปีที่แล้ว +1

      @@piyushkantighosh8934 অবশ্যই! আর এই গানটির সুরকার মান্না দে নিজেই! গীতিকার আর এক দিকপাল প্রতিভা শ্যামল গুপ্ত।

  • @mdmuniruzzaman8097
    @mdmuniruzzaman8097 3 ปีที่แล้ว +24

    আমি যখন প্রকৃতির মাঝে একা থাকি , কেন জানিনা এই গানটির কথাগুলো আামার খুব বেশী মনে পড়ে । অনেক সুন্দর একটি গান । যে গান শুনলে মন ভালো হয়ে যায় ।

    • @dewdrops5969
      @dewdrops5969 2 ปีที่แล้ว +1

      প্রকৃতিপ্রেমীরা তো ইমোশনাল হবেনই।

  • @tulsimaiti6299
    @tulsimaiti6299 4 ปีที่แล้ว +88

    আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনাই কোরি, হে ঈশ্বর তুমি আমার জীবনটা নিয়ে এই মহান শিল্পী প্রানের শিল্পী মান্না বাবুকে আবার পৃথিবীতে ফিরিয়ে দাও কারন মান্না দে ছাড়া মান্না প্রেমি মানুষ গুলো বড়ই কাঁদছেগো । দাওনা ঈশ্বর ফিরিয়ে আমাদের হৃদয়ের মান্না বাবুকে ।

    • @aruproychoudhury1714
      @aruproychoudhury1714 4 ปีที่แล้ว +1

      মনের কথা

    • @BiswajitMondal-yl2md
      @BiswajitMondal-yl2md 4 ปีที่แล้ว +2

      তুমি সত্যিই আমার মতো মন্না বাবুর অন্ধ ভক্ত......

    • @sujoyaich4883
      @sujoyaich4883 3 ปีที่แล้ว +2

      আমিও আছি তোমার সাথি হবার জন্য।

    • @udaynarayanmandal2322
      @udaynarayanmandal2322 2 ปีที่แล้ว +1

      বড়োই সুন্দর বলেছেন। আহা.... 👍

    • @vipulde
      @vipulde 2 ปีที่แล้ว +3

      সত্যিই যদি তা সম্ভব হত তবে জানিনা সে লাইন কত দীর্ঘ হত

  • @chatterjeesoumen25
    @chatterjeesoumen25 3 ปีที่แล้ว +32

    অনবদ্য❤️
    এমন শিল্পী আর পাবেনা এ পৃথিবী🙏

  • @mdsaifulislam3599
    @mdsaifulislam3599 4 ปีที่แล้ว +53

    যখনই শুনি এই গান তখনই বিস্নৃত হই...নীত হই তোমার পানে হে সঙ্গীত সম্রাট!!

  • @triptibhattacharjee5293
    @triptibhattacharjee5293 10 หลายเดือนก่อน +2

    Gaan shune mon bhore galo.❤

  • @asimsarkar9388
    @asimsarkar9388 4 ปีที่แล้ว +23

    মান্না দে মানেই একটা যুগ ! একটা milestone

    • @sahebpal3210
      @sahebpal3210 ปีที่แล้ว

      একদম ঠিক বলেছেন ,মান্না দে মানেই একটা যুগ ,সেটা গানের মধ্য প্রকাশ পেয়েছেন তিনি ,

  • @vipulde
    @vipulde 2 ปีที่แล้ว +21

    আঘাতে আঘাতে হৃদয় কত শত টুকরো হলে কতটা রক্তক্ষরণ হলে কত সমুদ্র চোখের জলে কতটা যন্ত্রনায় বিদ্ধ হলে এরকম গান গাওয়া সম্ভব..... হে সঙ্গীতের ঈশ্বর, তোমাকে প্রণাম

  • @rahulkumarrahulkumar9748
    @rahulkumarrahulkumar9748 3 ปีที่แล้ว +5

    কমেন্ট পড়তে পড়তে দশ বার শুনলাম গানটা. আর এমনিতেই চোখ দিয়ে জল বেড়িয়ে আসলো. কি কথা আর সুরের মাঝে ফুটিয়ে তুলেছে.

  • @pankajroychowdhury3750
    @pankajroychowdhury3750 3 ปีที่แล้ว +9

    অসাধারন কণ্ঠশিল্পী। খুব ভালো লাগলো। এগিয়ে চলো।

  • @sanjibbhattacharyya8630
    @sanjibbhattacharyya8630 4 ปีที่แล้ว +18

    '.Our sweetest songs are those that tell of saddest thought '.এ গান কী শুধু বেদনার? আমি তো এ গানের মধ্যে অদ্ভুত এক সুখের অনুভূতি পাই। এ জন্যই মান্না দে মহান।

    • @kalyandasgupta5092
      @kalyandasgupta5092 3 ปีที่แล้ว

      Maa kali

    • @dewdrops5969
      @dewdrops5969 2 ปีที่แล้ว +2

      বিখ্যাত কবি পি বি শেলী র মূল্যবান উক্তি টি উদ্ধৃত করার জন্য ধন্যবাদ।

  • @utpaladhikary4297
    @utpaladhikary4297 2 ปีที่แล้ว +12

    কি আছে ভগবান আপনার কন্ঠে!!! 🥰🥰

  • @naim.alamgir
    @naim.alamgir 3 ปีที่แล้ว +12

    Simply superb, Manna Dey at his best, and listen carefully to the lyrics!! Wonderful! Heart touching!

  • @siuliray4008
    @siuliray4008 3 ปีที่แล้ว +12

    শৈশব থেকেই শুনে আসছি গান। এক কথায় অসাধারণ।

  • @badaldey5708
    @badaldey5708 3 ปีที่แล้ว +6

    কিংবদন্তি শিল্পী মান্না দে'র গাওয়া আমার সবচেয়ে প্রিয় গান।
    অসাধারণ অসাধারণ অসাধারণ সুন্দর।
    💞💞💞💞💞💞💞💞💞💞💞

  • @samirsanyal5827
    @samirsanyal5827 3 ปีที่แล้ว +8

    ভাবা যায় না গানের বানী র মোরে মোরে নব নব সৃজনশীলতা তেমনি সুরের নব নব রূপ উদ্ভাবন । এবং এমন অভিনব পেশকারির যোগ্য তা কেবল মান্না স্যার এর । সাষ্টাঙ্গে প্রনাম ।

  • @piyushkantighosh8934
    @piyushkantighosh8934 3 ปีที่แล้ว +32

    এই জন্যই বারে বারে বাঙালি হয়ে জন্মাতে চাই।

  • @nawshaduzzamankhan4630
    @nawshaduzzamankhan4630 6 หลายเดือนก่อน +1

    সত্যিই অসাধারণ। হৃদয় ছোঁয়া সুর সাগরে হারিয়ে গেলাম। একেবারেই অন্য রকম গায়কী। গানের প্রতিটি কথা সত্যি অসাধারণ।
    একজন মান্না দে হাজার বছরেও একজন জন্মায় না।

  • @jamilurkhan7335
    @jamilurkhan7335 4 ปีที่แล้ว +17

    কথা তো দারুন, সুর করা যে কঠিন কাজ তাও বোঝাযায়, আর গাওয়া যে আরও কঠিন ছিলো, সে আর বলতে ..
    তাঁদের দ্বারাই কেবল সম্ভব হয়েছে এই শক্ত কাজ, বাবা রে বাবা...

    • @sheikhmohammedziauddin7948
      @sheikhmohammedziauddin7948 4 ปีที่แล้ว +1

      মান্নাদার গান গাওয়া গানে এতপ্যচ

    • @MegaSpassky
      @MegaSpassky 4 วันที่ผ่านมา

      Lyricist Shyamal Gupta was husband of another great singer Gitashree Sandhya Mukhopadhaya.

  • @backupmon357
    @backupmon357 3 ปีที่แล้ว +12

    মনের কথা গুলো সব যেনো এখানে...!♥♥♥

  • @nikhilchakraborty5914
    @nikhilchakraborty5914 3 ปีที่แล้ว +18

    যখনি একা একা থেক্ছি সেই সময় গ্রামোফোনে এই গান টি বার বার মং দিয়ে শুনেছি❤❤❤❤

  • @g.mukherjee1103
    @g.mukherjee1103 3 ปีที่แล้ว +43

    সেই ছোট্ট বেলা থেকে শুনছি আজ বুড়োবেলাতেও তৃষ্ণা মেটে না ।

    • @SrijanShaw
      @SrijanShaw 2 ปีที่แล้ว

      Koto boyesh apnar??

    • @udaynarayanmandal2322
      @udaynarayanmandal2322 ปีที่แล้ว +1

      সত্যি তাই। সেই সত্তরের দশক থেকে আজ এই পরিনত বয়সেও সমান আবেদনশীল আমার কাছে। সশ্রদ্ধ প্রণাম জানাই এই প্রবাদপ্রতিম বরেন্য শিল্পী কে 🙏🙏🙏🙏

  • @dipakghosh2700
    @dipakghosh2700 6 หลายเดือนก่อน +2

    কী গান!অসাধারণ। সেই ছাত্র জীবন থেকে শুনছি। আজ আমি সত্তরে পৌঁছনোর পরেও গান টি আমার কাছে একই রকম আকর্ষনীয়।

  • @ranjitkumarroy5548
    @ranjitkumarroy5548 3 ปีที่แล้ว +6

    মনের মণিকোঠা থেকে যাবতীয় বেদনাগুলো নিংড়ে বের করতে পারে এমন অসাধারণ গান ।

  • @goutamsacharya1575
    @goutamsacharya1575 2 ปีที่แล้ว +2

    চিরদিন চিরকাল শিল্পীর এই বুকের ভেতর ঝড় তুলে দেওয়া গানের অনুভূতি কে কুর্নিশ।। তিনি ছিলেন এবং থাকবেন শেষ নিঃশ্বাস পর্যন্ত।। শত কোটি প্রণাম।।

  • @anjankumarsengupta9409
    @anjankumarsengupta9409 ปีที่แล้ว +2

    মান্না দের গান শোনার জন্যেই এই পৃথিবীতে বারবার জন্মানোর ইচ্ছে হয়!! আমি সেই ষাটের দশক থেকেই মান্না দেবাবুর গান শুনে পাগল হয়েছি!! জীবন বাজি রেখে অনুষ্ঠান ‌‌শুনেছি সেই নকশাল আমলে!!

  • @atanumaity8240
    @atanumaity8240 2 ปีที่แล้ว +3

    যতবার শুনি ততই তার সুখ স্মৃতি গুলো মনের মধ্যে ভীড় করে আসে। কিছুতেই পারিনা ভুলতে।।।

  • @rebachoudhury570
    @rebachoudhury570 หลายเดือนก่อน

    আমার প্রিয় শিল্পী মান্না দের কন্ঠে এই গানটি যে কতোবার শুনেছি গুনে শেষ করা যাবে না আর ততোবার শুধু কেঁদে ছি বুকটা ব্যাথায় টনটন করে উঠেছে আমার প্রিয় শিল্পী কে অনেক অনেক প্রনাম জানাই আপনাকে ধন্যবাদ গানটি শোনানোর জন্য,🙏🌹

  • @anjumanara1166
    @anjumanara1166 6 หลายเดือนก่อน

    অসাধারণ। বাইরে বয়স হলেই মনের বয়স হয় না।এ কথা আমি সবসময়ই বিশ্বাস করি আর বলিও। খুব ভালো লাগলো ভাই। আমিও অনুপ্রাণিত হলাম।❤

  • @arunkumarroy925
    @arunkumarroy925 4 ปีที่แล้ว +15

    জীবনে যে কতবার এ গান শুনেছি তা হিসেব করা ভার । অতুলনীয় ।

  • @ranamitra9261
    @ranamitra9261 2 ปีที่แล้ว +6

    It provokes the subtle mind of the melancholy feelings which really surfaces with this wonderful voice - this is really unparallel - a next level way of singing.

  • @rehanaparvin2314
    @rehanaparvin2314 4 ปีที่แล้ว +9

    আমার এ সব পুরাতন গান শুনতে খুবই ভাল লাগে । তৃপ্তি মেটে না। এনাদের গান কখনও পুরাতন হয় না।।

  • @somamaitra5919
    @somamaitra5919 7 หลายเดือนก่อน

    ঈশ্বর দত্ত গলা, শুনলে গায় কাঁটা দেয়। কি অসাধারণ গায়কী। আমাদের পরম সৌভাগ্য যে আমরা ওনার মতো একজন শিল্পীকে পেয়েছি। ওনাকে আমার শ্রদ্ধা ও শতকোটি প্রণাম জানাই।🙏🙏

  • @entertainmentdmukherjee4234
    @entertainmentdmukherjee4234 6 หลายเดือนก่อน

    ❤😢উফ্ কী দরদ এ গানে। চোখের টিসু শুকিয়ে গেলেও জল আসবেই!! কি দরকার ছিল এমন মায়াময় গানের, যা শুনলে কাঁদতে বাধ্য করবে।

  • @anibch1
    @anibch1 5 ปีที่แล้ว +11

    স্মরণীয় শিল্পী মান্না দের গাওয়া অন্যতম সেরা গান। বাংলা গানের মান কোথায় ছিল আর এখন কোথায় এই গান গুলো না শুনলে বোঝা যাবে না।

  • @sugatasengupta5617
    @sugatasengupta5617 2 ปีที่แล้ว +4

    Words are not enough to express my feelings for the pain and emotion this immortal composition conveys in solitude !

  • @surjendrabandyopadhyay9040
    @surjendrabandyopadhyay9040 3 ปีที่แล้ว +4

    স্মৃতি,এ কি অসাধারণ গান!!

  • @aminulkabir1864
    @aminulkabir1864 4 ปีที่แล้ว +18

    শৈশবে
    ফিরে যাই বার বার.......
    যে স্হৃতি শুধু কাঁদায়...

  • @chitrachatterjee996
    @chitrachatterjee996 4 หลายเดือนก่อน

    এই গানগুলো শুনলে অতীতের কথা মনে পরে যায়। আশান্ত মন শান্তিতে ভরে যায়। হৃদযে গেঁথে থাকবে আজীবন। ধন্যবাদ।

  • @alokkumarbhuna2753
    @alokkumarbhuna2753 2 ปีที่แล้ว +1

    অপূর্ব, খুব সুন্দর গান । এ গান কোন দিন পুরানো হবে না।

  • @rinadutta6012
    @rinadutta6012 ปีที่แล้ว

    এতো সুন্দর গানের কথা,সুর,গায়ক সব মিলিয়ে এক অপূর্ব সঙমিশ্রন শ্রদ্ধেয় মান্নাদে আমার অতি প্রিয় শিল্পী ওনার প্রতিটা গান আমার প্রিয় ওনাকে সশ্রদ্ধ প্রণাম জানাই

  • @anirbanchakraborty2470
    @anirbanchakraborty2470 11 หลายเดือนก่อน

    Manna Dey a singer can be one of world's all time greats. But Manna Dey as a music director is one of world's most underrated thing.

  • @GoutamKumarGhoshGhosh
    @GoutamKumarGhoshGhosh 3 ปีที่แล้ว +5

    অন্তরের কথা নিংড়ে বেড়িয়ে আসে । অমর শিল্পী লহ মোর প্রনাম ।

  • @pradipdatta9905
    @pradipdatta9905 6 ปีที่แล้ว +12

    Only 26,217 have views! This is just superb Manna Day, none can sing sad songs in this style.

  • @indirasinha2297
    @indirasinha2297 8 หลายเดือนก่อน

    কি যে মর্মস্পর্শী গান গাইলেন, অসাধারণ ।।🌱⚘️🌱

  • @chitrachatterjee996
    @chitrachatterjee996 4 หลายเดือนก่อน

    এই সুমধুর গানগুলো শুনলে মনের কষ্ট সব দূর হয়ে অনাবিল খুশিতে ভরে যায়। এই ভালো লাগার পিছনে যারা আছেন তাদেরকে অনেক ধন্যবাদ।

  • @aninditasingha2287
    @aninditasingha2287 ปีที่แล้ว +15

    আমি অনেকদিন থেকে আপনাদের চ্যানেল এ গান শুনি। লক্ষ্য করেছি, এই কালজয়ী হৃদয়স্পর্শী গান গুলির সাথে যেসব ছবি আপনারা ভিডিও তে দেন সেগুলো একদমই মানানসই নয়। এগুলি গানের মাধুর্যে আঘাত হানে। এগুলি একটু মাথায় রাখবেন

    • @Er.SouravSERly
      @Er.SouravSERly 2 หลายเดือนก่อน

      ekdom e ...ja khusi tai picturization 😢

    • @gobindadebnath5376
      @gobindadebnath5376 หลายเดือนก่อน

      আমি আপনার বক্তব্যের সাথে একমত।

  • @ProsanjitDas-z3q
    @ProsanjitDas-z3q 3 หลายเดือนก่อน

    অসাধারণ গলা আমাদের চিরদিন বেঁচে থাকবে মান্না দে

  • @Achine.2776
    @Achine.2776 4 ปีที่แล้ว +8

    চমৎকার একটি গান। গানের কথাগুলি খুবই অর্থ বহুল।

    • @PALLABMAHMOOD
      @PALLABMAHMOOD 4 ปีที่แล้ว +1

      শোনার আমন্ত্রণ
      th-cam.com/video/c3MWT8vgChk/w-d-xo.html

    • @rishavmitra5732
      @rishavmitra5732 3 ปีที่แล้ว +1

      Shyamal Gupta'r kotha

  • @mahinhasan9660
    @mahinhasan9660 3 ปีที่แล้ว +13

    বয়সটা কুড়ি!!!! 2022 এই জেনারেশনে এসে আমি এমন গান শুনছি😎
    নিজেকে অনেক দামি মনে হয়

    • @proproot
      @proproot 2 ปีที่แล้ว

      Amio ekhon 19+. 1 bochor holo purano gaan sunchi.

    • @vipulde
      @vipulde 2 ปีที่แล้ว +1

      কিছু গান কিছু শিল্পি কালোত্তীর্ণ, তারা সময়ের অনেক আগে আগে চলে আবার চলার পথে পেছনে পড়ে থাকা সবকিছুকেও নিয়ে চলে

  • @pranabsarkar8084
    @pranabsarkar8084 3 ปีที่แล้ว +8

    এমন একটি গভীর বেদনার কবিতার সঙ্গে ছবিগুলো যেনো চাঁদের উপর কালির ছিটা।

  • @utpalmukherjee9835
    @utpalmukherjee9835 3 ปีที่แล้ว +4

    সত্যিই নিরালায় anubhav o shonar জন্য এই গান।

  • @Nerab99
    @Nerab99 ปีที่แล้ว +1

    চোখের জল ধরে রাখতে পারছিনা । কান্না ছাড়া এই গানের কোনো উপমা নেই।

  • @ramdasbhattacharjee922
    @ramdasbhattacharjee922 2 หลายเดือนก่อน

    স্কুল জীবনে প্রথম শুনতাম।এখন পচাত্তর বছর বয়সেও শুনছি ,অপূর্ব

  • @Bm-fp7ye
    @Bm-fp7ye 3 ปีที่แล้ว +4

    মান্না দে এক এবং অদ্বিতীয় । এই শিল্পীর কোন বিকল্প নেই ।

  • @dr.bimalchandrakirtaniya1804
    @dr.bimalchandrakirtaniya1804 2 ปีที่แล้ว +1

    Really it gives me pain and nostalgic memory of my past days in Delhi and Chandigarh. Simla, Sundernagar, Manali and Kasauli Hills were my favorite places during summer and Durga puja.

  • @dewdrops5969
    @dewdrops5969 2 ปีที่แล้ว +1

    তরুণ বয়সে এইটাই ছিল আমার সবচেয়ে প্রিয় গান। কথা ও সুর অনন্য। কত শতবার যে শুনেছি তার ইয়ত্তা নেই। এখনও সুযোগ পেলেই শুনি , পুরোটাই শুনি এবং অভিনিবেশ সহকারে শুনি। আমার একজন নতুন গানপাগল বন্ধু আছেন। তিনিও বোধহয় শুনছেন। তার দু'ছত্র লেখা আশা করছি।

    • @anitabiswas6954
      @anitabiswas6954 2 ปีที่แล้ว +1

      আপনার বন্ধু ঠিক খুঁজে বের করেছে আপনাকে 👍👍😊

    • @dewdrops5969
      @dewdrops5969 2 ปีที่แล้ว +1

      @@anitabiswas6954 দু'ছত্র লেখা আশা করেছিলাম। একছত্র পেলাম। তাও হাজিরা টাইপের।

    • @anitabiswas6954
      @anitabiswas6954 2 ปีที่แล้ว +1

      @@dewdrops5969 অন্য জায়গায় অনেক লিখে ফেলেছি যে মনের কথা,,, তাই একটু সমঝে আর কি!!

    • @dewdrops5969
      @dewdrops5969 2 ปีที่แล้ว +1

      @@anitabiswas6954 ঠিক আছে। ব্যাখ্যা গ্রহণযোগ্য।

    • @anitabiswas6954
      @anitabiswas6954 2 ปีที่แล้ว

      @@dewdrops5969 কিন্তু আপনার মেয়ে কেমন আছে জানতে চেয়ে ছিলাম!!!আর একটা কথা আপনি বলেছেন এই অবস্থা তেও গান শুনছেন,,,,, আমি বলবো একদম ঠিক করেছেন,,,, হয়তো মাথার ভার কিছু টা হালকা হতে পারে,,,, হয়তো মন কিছুটা হলেও বর্তমান পরিস্থিতি ভুলে থাকতে পারবে,,,, তাই আপনি ভালো গান শুনুন,,,যাকরলে মন একটু ভালো থাকে তাই করুন,,,বাকি টা ঈশ্বরের ইচ্ছা 🙏🙏

  • @Sankar-rz9sw
    @Sankar-rz9sw ปีที่แล้ว

    Ami niraloy bosey .the song touches the heart..respect and greetings 🦋🦋❤️♥️

  • @milankantidebmilandeb6477
    @milankantidebmilandeb6477 2 ปีที่แล้ว

    অসাধারণ।হে মহান শিল্পী, তোমাকে লক্ষ ্ প্রণাম জানাই।

  • @SaikatPodder
    @SaikatPodder 3 ปีที่แล้ว +6

    এগুলো গান নয় এগুলো ভালোবাসা❤️

  • @shyamalkumarmajumdar6682
    @shyamalkumarmajumdar6682 ปีที่แล้ว +1

    শব্দ গুলো মনে হলো
    হৃদয়ের ঘরে হু হু করে বেদনা র সুর তোলে

  • @moksudahalim5596
    @moksudahalim5596 4 ปีที่แล้ว +4

    বুক ফেটে যায় !

  • @antarikshasamanta2809
    @antarikshasamanta2809 2 ปีที่แล้ว +1

    এই সুন্দরতম এবং পবিএতম গানটি যখন আমি শুনি তখন আমার হৃদয় বিদীর্ন হয়ে ওঠে এবং আমি সম্পূর্ণ বাক্যহারা হয়ে পড়ি এবং আমার অঝরো নয়নে বারি ঝরতে থাকে।

  • @pronatibanerjee3580
    @pronatibanerjee3580 ปีที่แล้ว

    আহা আহা মন ছুঁয়ে গেলো অনবদ্য

  • @sukantabiswas428
    @sukantabiswas428 ปีที่แล้ว +1

    আহা! আমার অসম্ভব প্রিয় গান

  • @malabikachatterjee6360
    @malabikachatterjee6360 4 ปีที่แล้ว +6

    স্মরণীয় শিল্পীর স্মরণীয় গান❤️❤️🙏🙏🙏🙏

  • @kazitareq9553
    @kazitareq9553 ปีที่แล้ว

    গান তো নয় যেনো ব্যর্থ প্রেমিক হৃদয়ের চাপা কান্না সুরে সুরে বেরিয়ে আসছে।

  • @sushantadas7501
    @sushantadas7501 ปีที่แล้ว +1

    এত গান নয় , জীবনের স্বরলীপি।

  • @tahminrasheed5397
    @tahminrasheed5397 4 ปีที่แล้ว +14

    A masterpiece of M.Dey. BR DULAL.

    • @PALLABMAHMOOD
      @PALLABMAHMOOD 4 ปีที่แล้ว

      শোনার আমন্ত্রণ রইলো
      th-cam.com/video/c3MWT8vgChk/w-d-xo.html

  • @supratimchackroborty4831
    @supratimchackroborty4831 ปีที่แล้ว

    I think this song is one of the best Bengali songs of Manna Dey as also one of the best Bengali songs.

  • @kaushikghosh1113
    @kaushikghosh1113 2 ปีที่แล้ว +1

    ভুলে যাওয়া, ভুলে থাকা গুলো বুকের মাঝে ধাক্কা দেয় যখন একা একা এই গানগুলো শুনি ।

  • @MichaelJerry8758
    @MichaelJerry8758 3 ปีที่แล้ว +6

    সংগীতের সর্বোচ্চতোরে গান গাও শিল্পী ❤️❤️

  • @SubhasisMukherjee-f5r
    @SubhasisMukherjee-f5r ปีที่แล้ว

    Immortal song.Nothing is more valuable than song in our life.

  • @santabanerjee1171
    @santabanerjee1171 ปีที่แล้ว

    Speechless 😭😭 pronam.janai.onake🙏🙏 Amar soubhagya hoyechilo..
    Onar samne bose gan sonar🎵 anek bochhor age.. chhoto bela thekei ami suntam ganta Radio te🎶💐🙏🎧💐🎵

  • @loyalgamer3125
    @loyalgamer3125 2 ปีที่แล้ว

    Ufff.... chokh e jol ese gelo

  • @prabirmukherjee9208
    @prabirmukherjee9208 4 หลายเดือนก่อน

    ,আজ আমার ৭৫ বছর বয়স আমি সেই ১৯৫৯ সালে ওনার এই গান শুনে তখন থেকেই একলব্য শিষ্য । আমি সব সময় গুরুদেব বলি।আমি রফি তালাত মুকেশ কিশোর সবাই এর গান শুনে নিয়েছি সবাই ভালো মুকেশ একটু কমজোরী কিন্ত তালাত রফি এরাও খুব শক্ত শালী আর কিশোর তো ঈশ্বর প্রদত্ত কন্ঠ হেমন্ত মুখোপাধ্যায় ও তাই কিন্ত এনার মত হৃদয় নিংড়ে মুচড়ে তার যন্ত্রণার মুখো মুখি করানো এ আর কারো ক্ষমতা ছিল না।কিছুটা রফি কিছুটা তালাত ছিল।তবে উনি এদের অনেক ওপরে। বেশী কি বলব এতো রফি নিজে বলে গেছে। দাদা জনতা আমার গান শুনতে আসে আর আমি তোমার গান শুনি

  • @humanityaboveall.3638
    @humanityaboveall.3638 2 ปีที่แล้ว

    Akmatra Manna Babu r pokkhei sambhab erokom gaan ke sarthak porinoto rup deya.Uni je sangeet er gurudeb.Pandit Ajoy Babu r priyo silpi tini.🙏🙏🙏♥️

  • @anjudas5743
    @anjudas5743 25 วันที่ผ่านมา

    বড়ো বেদনা-----!❤❤❤

  • @samirbanerjee1022
    @samirbanerjee1022 11 วันที่ผ่านมา

    গানটির এত দাদী গায়কী আমরা হয়তো
    মান্না দে ছাড়া পেতাম না।
    সত্যিই স্বর্ণযুগের গান বোধ হয় একেই
    বলা যায়।

  • @abmsalahuddinmukul9789
    @abmsalahuddinmukul9789 ปีที่แล้ว

    অসাধারণ একটি গান গেয়ে মান্না দে স্বরনীয় হয়ে আছেন কতবার যে গান টি শুনেছি জানিনা তবুও নতুন্ রয়ে গেছে আমরা এমন শিল্পী আর পাবো না?

  • @smartmedia5816
    @smartmedia5816 ปีที่แล้ว

    কি অসাধারণ কথার মালা, মনে গভীরে গেথে যায়

  • @goutambandyopadhyay4344
    @goutambandyopadhyay4344 ปีที่แล้ว +1

    গীতিকার শ্যামল গুপ্ত সুরকার- কন্ঠশিল্পী মান্না দে'র অবিস্মরণীয় সৃষ্টি।

  • @tamalmukherjee4346
    @tamalmukherjee4346 8 หลายเดือนก่อน

    অতুলনীয় ।

  • @saugatadasgupta3507
    @saugatadasgupta3507 2 ปีที่แล้ว +1

    অনেক সুন্দর গান......বুকে কস্ট নিয়ে শুনতে হবে

  • @bobbyroy5963
    @bobbyroy5963 4 ปีที่แล้ว +5

    Apurba Gaan !! Atulaniyo !!

  • @teernabasu5085
    @teernabasu5085 3 ปีที่แล้ว +8

    "Our sweetest songs are those that tell of saddest thought "

    • @dewdrops5969
      @dewdrops5969 3 ปีที่แล้ว +1

      এটা তো ইংরেজি কবি " পি বি শেলী" র লেখা।

    • @teernabasu5085
      @teernabasu5085 3 ปีที่แล้ว +1

      @@dewdrops5969 হ্যাঁ। এই গানের সুর ও হৃদয় নিংড়ানো কথাগুলো শুনে P. B. Shelly র। কবিতার লাইন কটা মনে পড়ল। এই কবিতাটি আমার খুব প্রিয়।

    • @dewdrops5969
      @dewdrops5969 3 ปีที่แล้ว

      @@teernabasu5085 হয়ত অবাক হবেন, মান্না দের এই গানটিই আমার সবচেয়ে প্রিয় গান। তবে পরবর্তী তে " যে ক্ষতি আমি নিয়ে ছিলাম মেনে " হঠাৎ করে খুব ভালো লাগতে শুরু করেছে।

    • @tribeniprasadbagchi7284
      @tribeniprasadbagchi7284 2 ปีที่แล้ว

      @@dewdrops5969 To a Skylark.

    • @dewdrops5969
      @dewdrops5969 2 ปีที่แล้ว +1

      @@tribeniprasadbagchi7284 Yes sir .This poem is a great work from P.B.S. I appreciate your choice.

  • @GoutamKumarGhoshGhosh
    @GoutamKumarGhoshGhosh 4 ปีที่แล้ว +7

    কোন দিন মান্না দে কে ভুলতে পারবো না।

  • @santumalik9257
    @santumalik9257 5 ปีที่แล้ว +15

    Love you manna Dey,,♥️♥️♥️