অসাধারণ দুজন জুটির গান।বাঙালি হয়ে এইজন্য আমি গর্ব করতে পারি।সারা ভারতে রাজ করা এই মানুষ আমার কলকাতার মানুষ।কিন্তু যেনো আরো আরো অনেক অনেক দিন এনাদের পেলে আরো অনেক বেশি পেতাম।বাঙালী যতদিন থাকবে ততদিন এইসব নস্টালজিক গান থেকে যাবে।
মান্না-পুলক জুটির সৃষ্ট গানগুলো শুনে অন্তরের পুলকে এত আপ্লুত যে কথা হারিয়ে নির্বাক হয়ে গেছি। গান সৃষ্টির অন্তরালের প্রেক্ষাপট বর্ণনা গানগুলোর আকর্ষণ আরও বাড়িয়ে তুলেছে। মান্না দে ও পুলক বন্দ্যোপাধ্যায়কে আভূমি প্রণাম ও আপনাদের অনেক ধন্যবাদ।
তুমি সুর, আমি কথা মিলে মিশে হই গান.... হ্যাঁ, এই অনুক্রম মেনেই যেন এঁদের জন্মদিন ও। প্রথম এল সুর (১লা মে, মান্না দে), তারপরই কথা (২রা মে, পুলক বন্দ্যোপাধ্যায়)। এই মেলবন্ধন আমৃত্যু ছিল। Example of a perfect and ideal duo......🙏
সেই পনেরো ষোল বছর বয়স থেকে আজ ও আমার জীবন পথের পাথেয়। প্রেমে পড়া, বিরহ সবই শেখা এনার গানে। কত কান্না কত সুখের স্মৃতি সে ভাষায় বোঝানো যাবে না। ধন্যবাদ আমার জীবন কাল কে এই সব মহান শিল্পীদের সান্নিধ্য লাভের জন্য।
আমার বয়স এখন ৫৪বছর। ছোট বেলা থেকে মান্না দের গান শুনতাম। গানের প্রেম থেকে বাস্তবের প্রেমে জড়িয়ে পড়লাম। এখন আমরা সুখী দম্পতি। তার কারণ হয়তো মান্না দে ও পুলক বন্দোপাধ্যায়। অমর গায়ক অমর গীতিকার। চিরদিন বাঙালী মনে রাখবেন আপনাদের।
I am Piyal Banerjee son of lyricist Pulak Bandopadhyay. Thank you SAREGAMA for this programme. Jara comments korechhen taderkeo antarik kritagnata janai.
Mr.Piyal babu, wonderful that u have given your recognition. I must save and like it. Sir, u r a lucky enough that u have been son of such a legend. I want to know about u. Pl write something about u in comments. Thanks.
Sir আমার প্রণাম নিবেন.. আপনার কমেন্ট পরে খুব আনন্দ পেলাম.....আমি পুরোনো দিনের বাংলা গান গুলো খুব ভালো বাসি...যেহেতু আমার শিক্ষা হিন্দি তে তাই বাংলা একটু পরিস্কার কম...আমি সত্যি খুব ভাগ্যবান যে আপনার কমেন্ট পড়ার সুযোক পেয়েছি
এইধরনের গল্পে ও গানের অনুষ্ঠান আমার খুব ভালো লাগে। কিংবদন্তি মানুষদের গল্প শুনতে সবসময় ভালো লাগে। আর এইসব বিখ্যাত গানের প্রেক্ষাপট জানতে পারলে তো কোন কথাই নেই। অসংখ্য ধন্যবাদ জানাই।
একেই বলে কালজয়ী গান , তাও আবার বিশ্বের বাঙলা সঙ্গীত জগতের দুই কিংবদন্তি জুটি এবং সুরকার সুধীন দাশগুপ্ত , নচিকেতা ঘোষ দের হৃদয় ছুঁয়ে যাওয়া অমর সৃষ্টি গুলি সেই কোন বাল্যকাল থেকেই যেভাবে মগ্ন হয়ে শুনতাম , এখনও at this age of 71 year,তার কোনও তারতম্য নেই । Literally, speechless and overwhelmingly mesmerized till today .
অসাধারন,জানিনা কেন মান্না দার গান ছোট বেলা অর্থাৎ যখন সবে গান শোনা শুরু করেছি তখন থেকেই আমার প্রিয়,আর পুলক বন্দ্যোপাধ্যায় আর মান্নাদার জুটি তো বিধাতার অনবদ্য সৃষ্টি এই টুকুই বলব।
ভারতীয় বাংলা গানের এই অবিস্মরণীয় জুটি অসাধারণ এক যুগলবন্দী কিংবদন্তি মান্না দে এবং কিংবদন্তি গীতিকার পুলক ব্যানার্জি। ভারতীয় বাংলা সঙ্গীতের এক অবিস্মরণীয় জুটি কিংবদন্তি শিল্পী মান্না দে ও কিংবদন্তি গীতিকার পুলক ব্যানার্জি এর অমর স্মৃতির প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধাঞ্জলি এবং শতকোটি প্রণাম।♥️🙏
We are blessed with two all time Bengali music Greats. We are grown up with Manna Dey's melodious voice and Pulak Babu's touchy words. These immortal songs are still popular and way ahead of the present day cacophonous songs.
মান্না দে চলে গেছেন কিন্তু তিনি আমাদের হ্র্দ্য় এ আমর হয়ে রয়েছেন। কজন মানুষ তার জীবন এরকম সার্থক ভাবে মানুষের জন্য উজার করে দিতে পারে? সার্থক তোমার জনম । তোমার কথা চিরকাল সবাই মনে রাখবে।
হৃত গৌরব ও ভগ্নপ্রায় ঐশ্বর্য সাব"জনীন করতে উপস্থাপকের সাবলীল উপস্থাপনা অনস্বীকার্য। গানগুলো নতুনত্ব পেয়েছে ও অধিকতর জনপ্রিয়তা লাভ করেছে জমকালো উপস্থাপনায়। ধন্যবাদ।
কি অনবদ্য সৃষ্টি যুগল।পুলক ব্যানার্জি মান্না দে ।ওনাদের গান শুনে বড় হয়েছি।এখন এই 76 বছরে বয়সেও ওনাদের গান শুনি আরাও একটা কথা মান্না দের ছায়া সঙ্গী ভেকা দা( রবিন গাঙ্গুলী) আমার দাদা।
সারেগামাপা weekend classics....অকুন্ঠ কৃতজ্ঞতা ও প্রশংসা পাঠালাম। এত আবেগের ভাষা জানা নেই। এই কিংবদন্তীদের নিয়ে এমন উদ্যোগ যেন বজায় থাকে। বড় হয়ে ওঠার সঙ্গে এনারা আষ্টে পৃষ্টে জড়িয়ে আছেন। এখনও এবং বাকী জীবনটুকুও এনাদের অবদানেই আমার মত আরো অনেক সঙ্গীতপ্রেমীদের বেঁচে থাকার রসদ জুগিয়ে যাবে। আগামী প্রজন্ম ও ঠিক ভাসবে এই আবেগে ! কারণ যা সুন্দর যা অন্তর কে স্পর্শ করে তা শাশ্বত অবিনস্বর এবং কালজয়ী! পুলিশের ছেলে কে আমার নমস্কার। তেমনি এই শিল্পীদের শত কোটি প্রণাম। Weekend Classics এরকম নিবেদন আরো চাই। বিশেষ করে কাহিনী গুলি আরো শ্রুতিমধুর করেছে এবং আগ্রহ, আকাঙ্খা বাড়িয়ে দিচ্ছে। প্রতীক্ষায় রইলাম।
অনুষ্ঠানটি এক কথায় অপূর্ব, অশ্রুতপূর্ব । খুব ভালো লাগে শুনতে । প্রতিটি গানের এরকম পটভূমি কজনই বা জানি বিশেষ করে গীতিকারদের এই অসাধারণ কীর্তি । শুধু একটি অনুরোধ ওই সময়ে যিনি তবলা সংগতে ছিলেন তার অন্তত নামটুকু যদি প্রকাশ করা হয়, খুব ভালো লাগবে । নমস্কার দেব বাবু । অসাধারণ উপস্থাপনা ।
Apnar বাবা ছিলেন ekjon Ishwar prerita geetikaar, ar Sradheya Manna De r সঙ্গে onar progarh বন্ধুত্ব প্রায় nostalgia te পরিণত hoyechey, apni bhalo thakben ভাই
আমরা ভাগ্যবান যে পুলক বন্দ্যোপাধ্যায়ের মতো কবি গীতিকার আমাদের বাংলায় জন্মেছিলেন। কি সব অসাধারণ সৃষ্টি করেছেন। আমাদের শৈশব কৈশোর যৌবন এনার সৃষ্টির জন্যই আরো অনেক সুন্দর হয়েছে।
সত্যি একজন প্রতিভাবান শিল্পী ছিলেন, উনার মৃত্যু টা মেনে নিতে পারিনি, আমি এমনিতেই মান্না বাবুর গানের একনিস্ঠ ভক্ত,এই দুই অমর শিল্পী একে অপরের পরিপূরক,শিল্পীদ্বয়ের চরনে শতকোটি প্রনাম,
আমার জন্ম সাল ১৯৭৬,আমি মান্না দের গান প্রথমশুনি১৯৮২ সালে।আর সেই থেকে সেইযে এগানের প্রেমে পড়লাম।আজও এগান মন্ত্রমুগ্ধের মত অবাক হয়ে শুনতে থাকি।হয়তো শুনতে থাকবো অনন্ত কাল,অনন্ত যুগ।শুনতেই থাকবো।
What words and an equally great voice to complement the feelings in every alphabet. Alas, the choice to listeners have degraded. Hail Pulok Banerjee and Manna Dey, an immortal partnership!!!
Chotobeller katha mane pore gelo radiote bividhabharati station e bajto barir sabai base suntam. Golden hits and golden time pass in my life. Hat's off saraegama.
আমি বাংলায় কমেন্ট করতে ভালো বাসি , প্রতিটা গান অসাধারণ ও কালেকশন অপূর্ব , এইসব মানুষরা জীবনের কত লড়াইয়ে মধ্যে দিয়ে প্রতিষ্ঠীত হয়ে আমাদের এইসব গান উপহার দিয়েছেন আশাকরি বাঙ্গালী মানুষ কনো দিন এইসব গান গুলো ভূলবে না ।
kauke choto na kore bolchi ,manna dey, pulak banerjee, sudin dasgupta era holen sangiter tin jon mahan rothi jader chara gaan bhabai jaina jodi bhol truti thake tobe marjona karben😌😌.
kauke choto na kore bolchi ,manna dey, pulak banerjee, sudin dasgupta era holen sangiter tin jon mahan rothi jader chara gaan bhabai jaina jodi bhol truti thake tobe marjona karben😌😌.
অসাধারণ শব্দ নির্বাচন করে গান রচনা এক ই সঙ্গে মানানস ই সুর সংযোজন গানগুলোকে চির স্মরণীয় করে রাখবে দশকের পর দশক।মান্না ও পুলকের এই যুগলবন্দী উপস্থাপনার নেপথ্য কাহিনীও সমান আকর্ষণীয় ও মনের মিউজিয়ামে রাখার মত।
যেমন অতুলনীয় গায়িকী মান্না দে মহাশয়ের তেমনি কথা ও সুর... সুরসম্রাট পুলক বন্দ্যোপাধ্যায় মহাশয়ের। বার বার শুনলেও মন ভরে না.... আবার শুনতে ইচ্ছা করে।
অসাধারণ সব গান সাথে গল্প গুলো জানতে পেরে খুব ভালো লাগলো । দুজন ভগবান তুল্য শিল্পীর জুটি ভারতীয় সংগীতের ভান্ডারকে সমৃদ্ধ করেছে এবং গর্বিত করেছে বাঙালী জাতিকে
সত্যি বলে বোঝানো যাবে না যে এই গানগুলি কতো টা হৃদয় ছুয়ে যায়। কতোটা নস্টালজিক করে দেয়। আপনাদের ধন্যবাদ এমন এক সুন্দর উপস্থাপনার জন্য। শুধু একটাই ইচ্ছা যে এই গানের সফর বন্ধ করবেন না।
Kotobar ei gaan gulo j sunechi ta hiseb kore bola jabena. E ek apurbo,asadharan sangeet er samahar. Aaj abar sune mone hochhe jibone jototuku ananda aaj o abashishto ache ei charam asahishnutar juge,ta bodh hoy eisob asadharan gaan gulor e jonno,r egulor shilpi,geetikar o surokar der jonnoi. Amar mugdhata jeno kichutei katena. Charam bastotar jibone eguloi amake banchiye rekheche. Amar ei shona jeno jiboner sesh din porjonto cholte thake,etai amar akankha.
Listen to the latest single "Moner Password" by Anupam Roy.
th-cam.com/video/VJftyTaCIio/w-d-xo.html
#monerpassword #anupamroy
কককঝজপকেেেেওওওপপপপপপপপওকপপপকপককঢডডডডডডররূ 😠😠😠মমমমম ম কমগ জ,নকনক,
টতট
A
Saa
Pulok Bondopadhya and Manna De juti ake anneyer poripurok:asadharan.
সোনার বাংলার সোনার সন্ধান নতুন প্রজন্মের কাছে গল্পের মাধ্যমে তুলে ধরা ও গান গুলোর প্রকৃত গল্প জানানোর জন্য সারেগামা weekend classics এর কাছে কৃতজ্ঞ।
অসাধারণ দুজন জুটির গান।বাঙালি হয়ে এইজন্য আমি গর্ব করতে পারি।সারা ভারতে রাজ করা এই মানুষ আমার কলকাতার মানুষ।কিন্তু যেনো আরো আরো অনেক অনেক দিন এনাদের পেলে আরো অনেক বেশি পেতাম।বাঙালী যতদিন থাকবে ততদিন এইসব নস্টালজিক গান থেকে যাবে।
মান্না-পুলক জুটির সৃষ্ট গানগুলো শুনে অন্তরের পুলকে এত আপ্লুত যে কথা হারিয়ে নির্বাক হয়ে গেছি। গান সৃষ্টির অন্তরালের প্রেক্ষাপট বর্ণনা গানগুলোর আকর্ষণ আরও বাড়িয়ে তুলেছে।
মান্না দে ও পুলক বন্দ্যোপাধ্যায়কে আভূমি প্রণাম ও আপনাদের অনেক ধন্যবাদ।
অপূব' সুন্দর সুন্দর মনজুড়ানো কালজয়ী গান।প্রিয় শিল্পী আর প্রিয় গীতিকার কে সশ্রদ্ধ প্রণাম।
তুমি সুর, আমি কথা
মিলে মিশে হই গান....
হ্যাঁ, এই অনুক্রম মেনেই যেন এঁদের জন্মদিন ও। প্রথম এল সুর (১লা মে, মান্না দে), তারপরই কথা (২রা মে, পুলক বন্দ্যোপাধ্যায়)।
এই মেলবন্ধন আমৃত্যু ছিল।
Example of a perfect and ideal duo......🙏
সেই পনেরো ষোল বছর বয়স থেকে আজ ও আমার জীবন পথের পাথেয়। প্রেমে পড়া, বিরহ সবই শেখা এনার গানে। কত কান্না কত সুখের স্মৃতি সে ভাষায় বোঝানো যাবে না। ধন্যবাদ আমার জীবন কাল কে এই সব মহান শিল্পীদের সান্নিধ্য লাভের জন্য।
আমার বয়স এখন ৫৪বছর। ছোট বেলা থেকে মান্না দের গান শুনতাম। গানের প্রেম থেকে বাস্তবের প্রেমে জড়িয়ে পড়লাম। এখন আমরা সুখী দম্পতি। তার কারণ হয়তো মান্না দে ও পুলক বন্দোপাধ্যায়। অমর গায়ক অমর গীতিকার। চিরদিন বাঙালী মনে রাখবেন আপনাদের।
Thanks for the comment I am getting proud full as a bengali
generation theke generation chole jabe gaan gulo theke jabe Amar hoye❤
I am Piyal Banerjee son of lyricist Pulak Bandopadhyay. Thank you SAREGAMA for this programme. Jara comments korechhen taderkeo antarik kritagnata janai.
Mr.Piyal babu, wonderful that u have given your recognition. I must save and like it. Sir, u r a lucky enough that u have been son of such a legend. I want to know about u. Pl write something about u in comments. Thanks.
@@tapans377 Thank you for your comments. Please send me your email id or phone number
👍
Sir আমার প্রণাম নিবেন.. আপনার কমেন্ট পরে খুব আনন্দ পেলাম.....আমি পুরোনো দিনের বাংলা গান গুলো খুব ভালো বাসি...যেহেতু আমার শিক্ষা হিন্দি তে তাই বাংলা একটু পরিস্কার কম...আমি সত্যি খুব ভাগ্যবান যে আপনার কমেন্ট পড়ার সুযোক পেয়েছি
@@sapnagobinda 🙏🙏🙏
এইধরনের গল্পে ও গানের অনুষ্ঠান আমার খুব ভালো লাগে। কিংবদন্তি মানুষদের গল্প শুনতে সবসময় ভালো লাগে। আর এইসব বিখ্যাত গানের প্রেক্ষাপট জানতে পারলে তো কোন কথাই নেই। অসংখ্য ধন্যবাদ জানাই।
একেই বলে কালজয়ী গান , তাও আবার বিশ্বের বাঙলা সঙ্গীত জগতের দুই কিংবদন্তি জুটি এবং সুরকার সুধীন দাশগুপ্ত , নচিকেতা ঘোষ দের হৃদয় ছুঁয়ে যাওয়া অমর সৃষ্টি গুলি সেই কোন বাল্যকাল থেকেই যেভাবে মগ্ন হয়ে শুনতাম , এখনও at this age of 71 year,তার কোনও তারতম্য নেই । Literally, speechless and overwhelmingly mesmerized till today .
অসাধারণ সব পছন্দের গানের ডালি দিয়ে সাজানো এই অনুষ্ঠান। ভাবিনি কখনও শুনতে পাবো। ধন্যবাদ আপলোড করার জন্য।
অসাধারন,জানিনা কেন মান্না দার গান ছোট বেলা অর্থাৎ যখন সবে গান শোনা শুরু করেছি তখন থেকেই আমার প্রিয়,আর পুলক বন্দ্যোপাধ্যায় আর মান্নাদার জুটি তো বিধাতার অনবদ্য সৃষ্টি এই টুকুই বলব।
We are immensely indebted to these great legends Pulak Bandopadhyay & Manna Dey for making our time more beautiful.
জীবনের অনেক স্মৃ তি জড়িয়ে আছে ওই গানগুলোর সঙ্গে।ভীষণ ভালো লাগলো।
উপস্হাপনা ও প্রযোজনা অসাধারণ।গানের প্রেক্ষাপটের সঙ্গে গানগুলি নির্বাচন খুব ভালো হয়েছে।অনেক কিছু জানলাম।
অসাধারণ। গানের প্রেক্ষাপট এর সঙ্গে গানগুলি খুব ভালো হয়েছে।
9
হাজার বার শুনলেও কখনো পুরনো হবেনা এই গান।মন প্রাণ ভরে গেলো
Thanks so many2 thanks for radio classics organization
@@moumitasaha688829:27
অপূর্ব জুটি আমাদের স্বর্ন যুগের এই দুই শ্রষ্টা। একজন কথায় আরেকজন সুরে ও সাধারণ মধুর রেয়াজী কন্ঠ।
অসাধারণ গান, অপূর্ব সৃষ্টি যেন সৃষ্টিকর্তা নিজ হাতেই সৃষ্টি করেছেন।
এমন হৃদয়স্পর্শী কথা, অপরূপ এই সুরসৃষ্টি আর সম্মোহনী মায়াবী কণ্ঠ- এ এখন স্বর্গীয় অনুভূতি! আর কি ফিরে আসবে কোনদিন!🙏
l
ভারতীয় বাংলা গানের এই অবিস্মরণীয় জুটি অসাধারণ এক যুগলবন্দী কিংবদন্তি মান্না দে এবং কিংবদন্তি গীতিকার পুলক ব্যানার্জি।
ভারতীয় বাংলা সঙ্গীতের এক অবিস্মরণীয় জুটি কিংবদন্তি শিল্পী মান্না দে ও কিংবদন্তি গীতিকার পুলক ব্যানার্জি এর অমর স্মৃতির প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধাঞ্জলি এবং শতকোটি প্রণাম।♥️🙏
এক কথায় অসাধারণ। শুধু মুগ্ধ হয়ে শোনা আর ভাষা হারিয়ে ফেলা।
অনবদ্য এই গান গুলো অমর সৃষ্টি। এ গান কোনদিন পুরোনো হবে না। আমরা গর্বিত, এই সমস্ত কিংবদন্তী শিল্পীদের আমরা নিজের চোখে দেখতে পেরেছি, পরশ পেয়েছি ।
We are blessed with two all time Bengali music Greats. We are grown up with Manna Dey's melodious voice and Pulak Babu's touchy words. These immortal songs are still popular and way ahead of the present day cacophonous songs.
Thank
TT
Manna Dey and Pulak Banerjee are reciprocal to one another. Thank Saregama for organizing these songs.
Valo
@@moumitasaha6888ki mi
এই সমস্ত গান মন প্রাণ কেড়ে নেই, নিজে যেন কোথায় হারিয়ে যায়।
Every song beautiful
তুলনাহয়না
মান্না দে চলে গেছেন কিন্তু তিনি আমাদের হ্র্দ্য় এ আমর হয়ে রয়েছেন। কজন মানুষ তার জীবন এরকম সার্থক ভাবে মানুষের জন্য উজার করে দিতে পারে? সার্থক তোমার জনম । তোমার কথা চিরকাল সবাই মনে রাখবে।
এমন সনামধন্য গীতিকার শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেঁচে নিলো l এটাই সব থেকে হতাশা জনক l
Jiboner hiseb ke kobe aar milate
Pereche?
PULOK BONDOPADHAY KE AAMAR PRONAM!
হৃত গৌরব ও ভগ্নপ্রায় ঐশ্বর্য সাব"জনীন করতে উপস্থাপকের সাবলীল উপস্থাপনা অনস্বীকার্য। গানগুলো নতুনত্ব পেয়েছে ও অধিকতর জনপ্রিয়তা লাভ করেছে জমকালো উপস্থাপনায়। ধন্যবাদ।
শ্রদ্বেয় মান্না দে, উনার বিকল্প উনি নিজেই। উনার গান শুনে আমি কেঁদেছি। গান যতই শুনি ততই শুনতে ইচ্ছে করে।
কি অনবদ্য সৃষ্টি যুগল।পুলক ব্যানার্জি মান্না দে ।ওনাদের গান শুনে বড় হয়েছি।এখন এই 76 বছরে বয়সেও ওনাদের গান শুনি আরাও একটা কথা মান্না দের ছায়া সঙ্গী ভেকা দা( রবিন গাঙ্গুলী) আমার দাদা।
এইরকম গীতিকার এই বাংলা মায়ের কোলে জন্ম নিয়ে বাঙালি জাতি কে এক উচ্চ সিংহাসনে বসিয়ে দিয়ে গেছেন৷ আমার প্রণাম নেবেন।
God gifted jewel of my country ...
Bengali songs Manush Je Aaj Aar Nei ko Manush Manush Je Aaj Aar Nei ko Manush Bengali songs
সারেগামাপা weekend classics....অকুন্ঠ কৃতজ্ঞতা ও প্রশংসা পাঠালাম। এত আবেগের ভাষা জানা নেই। এই কিংবদন্তীদের নিয়ে এমন উদ্যোগ যেন বজায় থাকে। বড় হয়ে ওঠার সঙ্গে এনারা আষ্টে পৃষ্টে জড়িয়ে আছেন। এখনও এবং বাকী জীবনটুকুও এনাদের অবদানেই আমার মত আরো অনেক সঙ্গীতপ্রেমীদের বেঁচে থাকার রসদ জুগিয়ে যাবে। আগামী প্রজন্ম ও ঠিক ভাসবে এই আবেগে ! কারণ যা সুন্দর যা অন্তর কে স্পর্শ করে তা শাশ্বত অবিনস্বর এবং কালজয়ী! পুলিশের ছেলে কে আমার নমস্কার। তেমনি এই শিল্পীদের শত কোটি প্রণাম। Weekend Classics এরকম নিবেদন আরো চাই। বিশেষ করে কাহিনী গুলি আরো শ্রুতিমধুর করেছে এবং আগ্রহ, আকাঙ্খা বাড়িয়ে দিচ্ছে। প্রতীক্ষায় রইলাম।
Great Pulak Babu has also composed befitting for the voice and technics of Manna De (Probodh Ch De). Great creation indeed!
চোখ জলে ভরে যায়।ভেতরের উপলব্ধির এই পরিণাম কেবলই আমার।এই ৬২ টা বসন্তের অন্তরে অন্তরে কেঁপে কেঁপে ওঠে এই আমার আত্মার গান।আমার উচ্ছল,উজ্জ্বল সময়ের এই গান।চোখ ভরে শুধুই প্রাপ্তি র জল।
বন্ধুত্ব কাকে বলে এদের জীবন চরিত্র জানা জরুরি।
এক অসাধারন জুটির সৃষ্টি, অসাধারন শিল্পকর্ম, বাঙালি র মন ভালো হওয়ার মতো।
খুব ভালো লাগলো: পছন্দ সই প্রতিটি গানগুলো শুনে শুনে বড় হয়েছি! তাই খুব আনন্দিত হলাম পুরোনো সকল স্মৃতি মনের মাঝে ভেসে ওঠে!
এরকম সনাম ধন্য দুটো মানুষকে জানাই আমার শতকোটি প্রনাম ।
My husband has memorized all these songs in his childhood . ..this songs are inspiration of life. ..
Very melody song.
@@rathindramaity9059 qwwwo. eq
অনুষ্ঠানটি এক কথায় অপূর্ব, অশ্রুতপূর্ব । খুব ভালো লাগে শুনতে । প্রতিটি গানের এরকম পটভূমি কজনই বা জানি বিশেষ করে গীতিকারদের এই অসাধারণ কীর্তি । শুধু একটি অনুরোধ ওই সময়ে যিনি তবলা সংগতে ছিলেন তার অন্তত নামটুকু যদি প্রকাশ করা হয়, খুব ভালো লাগবে । নমস্কার দেব বাবু । অসাধারণ উপস্থাপনা ।
Thanks a lot to Weekend Classics for such wonderful, presentation of invaluable treasure.
Excellent this pair manna day and pulok bondhopadhay salute
Apnar বাবা ছিলেন ekjon Ishwar prerita geetikaar, ar Sradheya Manna De r সঙ্গে onar progarh বন্ধুত্ব প্রায় nostalgia te পরিণত hoyechey, apni bhalo thakben ভাই
An excellent presentation of a duo filled with creative mindset. The songs have lierary value and highly melodious rendition by great Manna Da.
Incredible Duo of golden era of Bengali Songs
Vïmmmmmmmm
BBC bbb
BBC b
@@49bablu h9h9h-hhhh-hh9h99h9h9h9h9h9u9h9h-hh9u9u8u9u9u9uu9h9u9h9h9h-hhhh9h-h9h9g8g9g9g9g9g-ggg9g9g-g
আমরা ভাগ্যবান যে পুলক বন্দ্যোপাধ্যায়ের মতো কবি গীতিকার আমাদের বাংলায় জন্মেছিলেন। কি সব অসাধারণ সৃষ্টি করেছেন। আমাদের শৈশব কৈশোর যৌবন এনার সৃষ্টির জন্যই আরো অনেক সুন্দর হয়েছে।
Outstanding
Comment na diye thakte parlam na.Amazing.❤❤❤❤❤❤
অসাধারণ। অনবদ্য। A collection of evergreen songs... Can't help touching our heart.
সত্যি একজন প্রতিভাবান শিল্পী ছিলেন, উনার মৃত্যু টা মেনে নিতে পারিনি, আমি এমনিতেই মান্না বাবুর গানের একনিস্ঠ ভক্ত,এই দুই অমর শিল্পী একে অপরের পরিপূরক,শিল্পীদ্বয়ের চরনে শতকোটি প্রনাম,
আমার জন্ম সাল ১৯৭৬,আমি মান্না দের গান প্রথমশুনি১৯৮২ সালে।আর সেই থেকে সেইযে এগানের প্রেমে পড়লাম।আজও এগান মন্ত্রমুগ্ধের মত অবাক হয়ে শুনতে থাকি।হয়তো শুনতে থাকবো অনন্ত কাল,অনন্ত যুগ।শুনতেই থাকবো।
কত উন্মুক্ত ছিল প্রাণ ! কত খোলামেলা ছিল আকাশ! শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করি অমর গীতিকার পুলক বন্দোপাধ্যায় মহাশয়কে এবং কণ্ঠ সংগীত শিল্পী মান্না দে মহাশয়কে।
What words and an equally great voice to complement the feelings in every alphabet. Alas, the choice to listeners have degraded. Hail Pulok Banerjee and Manna Dey, an immortal partnership!!!
প্রতিটি গান হৃদয়ে আলোড়ন সৃষ্টি করে। মন্ত্রমুগ্ধের মতো শুধু শুনতেই ইচ্ছে করে!
আহা! যত শুনি শুনতেই ইচ্ছে করে।
Chotobeller katha mane pore gelo radiote bividhabharati station e bajto barir sabai base suntam. Golden hits and golden time pass in my life. Hat's off saraegama.
এই সব গান শুনলে ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায় এবং মনে কষ্ট হয়। তবু ও এই সব গান বারবার শুনতে ইচ্ছে করে।
Òòppòòò
অনবদ্য জুটি অসাধারন
Salute to two legends of indian music . Their combination should keep music flowing like a river for at least another 100 years.
বাংলা গানের জগতে অবিস্মরণীয় জুটি 🙏🙏
আমি বাংলায় কমেন্ট করতে ভালো বাসি , প্রতিটা গান অসাধারণ ও কালেকশন অপূর্ব , এইসব মানুষরা জীবনের কত লড়াইয়ে মধ্যে দিয়ে প্রতিষ্ঠীত হয়ে আমাদের এইসব গান উপহার দিয়েছেন আশাকরি বাঙ্গালী মানুষ কনো দিন এইসব গান গুলো ভূলবে না ।
Sir, Mr.Sudin Dasgupta's compositions are classic waves ,
unparalleled and
wonderful.
kauke choto na kore bolchi ,manna dey, pulak banerjee, sudin dasgupta era holen sangiter tin jon mahan rothi jader chara gaan bhabai jaina jodi bhol truti thake tobe marjona karben😌😌.
kauke choto na kore bolchi ,manna dey, pulak banerjee, sudin dasgupta era holen sangiter tin jon mahan rothi jader chara gaan bhabai jaina jodi bhol truti thake tobe marjona karben😌😌.
সঙ্গীত জগতের অন্যতম দুই নক্ষত্র অসংখ্য ধন্যবাদ সারেগামাপা ইউ টিউব চ্যানেল কে এই ধরনের একটা ভালো প্রোগ্রাম উপহার দেওয়ার জন্যে।
আহা হা কি সব গান। মন ভরে গেলো। আমার প্রিয় শিল্পী আর পুলকবাবুকে সশ্রদ্ধ প্রণাম।🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️🌹🌹🌹🌹🌹
Ki apurbo collection.Thank you sa re ga ma...saradin ta anondey bhorey jai
অসাধারণ সব গান । মন ভালো করে দেয় । এনারা অমর শিল্পী ।
আমরা গর্বিত, এই দুই বাঙ্গালী কিংবদন্তির জন্য। ধন্যবাদ সারেগামা রেডিও ক্লাসিক কে।
অসাধারণ শব্দ নির্বাচন করে গান রচনা এক ই সঙ্গে মানানস ই সুর সংযোজন গানগুলোকে চির স্মরণীয় করে রাখবে দশকের পর দশক।মান্না ও পুলকের এই যুগলবন্দী উপস্থাপনার নেপথ্য কাহিনীও সমান আকর্ষণীয় ও মনের মিউজিয়ামে রাখার মত।
একেবারে ঠিক আমার মনের কথা বললেন।
9
l
@@49bablu 333333
হপপ
যেমন অতুলনীয় গায়িকী মান্না দে মহাশয়ের তেমনি কথা ও সুর... সুরসম্রাট পুলক বন্দ্যোপাধ্যায় মহাশয়ের। বার বার শুনলেও মন ভরে না.... আবার শুনতে ইচ্ছা করে।
Eigulo sudhu gaan noi..bangla songeet er sompod ...💗
আসসালামু আলাইকুম ভাইয়াগণ, ঈদের চাঁদ দেখা যাওয়ার পর হালকা মেজাজের কিছু গান বেশ ভালো শুনতে।
অনবদ্য জুটি, শিল্পী ও সুরকারের প্রশংসার ভাষা নেই, অসাধারণ ❤️❤️❤️❤️❤️❤️👌🌹🌹🙏🙏
অসাধারণ একটা এপিসোড। মনের মণিকোঠায় থাকবে।
প্রনাম শ্রদ্ধেয় মান্না দে।
অসাধারণ সব গান সাথে গল্প গুলো জানতে পেরে খুব ভালো লাগলো । দুজন ভগবান তুল্য শিল্পীর জুটি ভারতীয় সংগীতের ভান্ডারকে সমৃদ্ধ করেছে এবং গর্বিত করেছে বাঙালী জাতিকে
Good
Abar jadi era fire ase tabe ki habe? Ajker prajanba ki sunbe ba tara ki bhabe nebe. Amar age 62years.
Hi
@@sanjibghosh9320 aaaaaaAaaaaaaaqaaaaaaqqqqqqqqqqqqqqQAqqq!qqqqQqQqQQ!!!``!``!!!!!qqqq!!!!qQqq!QQQq
চিরকালীন গান শুনে মন ভরে গেলো ।
ছাত্র জীবনে এই গান গুলো শুনতাম, এখনো শুনি। মনটা ভরে যায়। কালজয়ী গান। এই গান গুলো কখনো পুরাতন হবেনা।
El
খুব সুন্দর এই সব গান কোনোদিন পুরনো হই না
@@smarajitmukhopadhyay4330 and samir kr. Sarkar
Pulak Bandopadhyay .. unparalleled, outstanding, awasome..
আগামী হাজার বছর বেঁচে থাকুক, এই সব অমর সৃষ্টি প্রতিটি সঙ্গীত প্রিয় বাঙালির হৃদয়ের মণি কোঠায়..
সত্যি বলে বোঝানো যাবে না যে এই গানগুলি কতো টা হৃদয় ছুয়ে যায়। কতোটা নস্টালজিক করে দেয়। আপনাদের ধন্যবাদ এমন এক সুন্দর উপস্থাপনার জন্য। শুধু একটাই ইচ্ছা যে এই গানের সফর বন্ধ করবেন না।
Also a mokerje
Apurb
stick khota
Awsome songs & unique voice
+Bhaswati Gupta tulana hoi na
Unforgettable songs of Manna Dey reverberates my youth
শুধু চিরকালের কালজয়ী গানই নয় সব বয়সের কাছে সমান প্রিয়।আমি পঞ্চাশোর্ধ আমার মা আমি এবং আমার ছেলে সমান ভাবে ভালোবাসি এই গানগুলি
Ki apurbo! Kantho kalomer ki sundor melbondhon. Salute for legend.thanks a lot for S.B.
এই অনুষ্ঠান টি যদি আরও কিছু সময় চলতো!!!!এ যে শেষ হয়ে হইলো না শেষ।🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
I am trafficking and I will if I 9bo my hfsdlocvkouhg5
অনবদ্য ।
গীতিকার ও গাযকের জুটি
আমাদের দিয়েছেন তৃপ্ততা।
দুই তারকার ঝংকার অপরূপ সুরের টঙ্কার ! অসংখ্য ধন্যবাদ SARE GAMA ,এযে সঙ্গীত প্রেমীদের পরম পাওয়া !
Sikta Biswas ctvn
দুই কিংবদন্তি শিল্পী ও গীতিকার কে আমার সশ্রদ্ধ প্রণাম।
মনের দুঃখ ভুলিয়ে দেয় সেই মানুষ যে আর আমাদের মাঝে নেই।।।। আমাদের সবারই প্রিয়া এবং সেরা গায়ক ভারতের গর্ব মান্না দে। সত্যি অবিস্মরণীয়।
Mannadey gaan sathe pulak bandhyopadhyer lekha amake anondo debar jonno ashonkho dhonnobad. Bhalo thakhben.❤️👍🙏
সুর আর কথার যুগলবনদী
এসকল গানে পায়
তাইতো আমি সুযোগ পেলেই
এ গান শুনেই যাই।
Godgiftedsingerandwriter.Excelant.Thanyousaregama.
অসাধারণ সব গান শুনতে শুনতে মনে হয় আরো ও একবার শুনি,এক কথায় নশটালজিক করে দেয়
এই পৃথিবী যতো দিন থাকবে এই গান গুলো চিরো অমর হয়ে থাকবে
Mon bhalo Kora gaan
সত্যি তুমি ধন্য মান্না দে
Darun
আজকের এই অস্থির সময়ে চারিদিকের অসংখ্য খারাপ খবরে যখন মন অস্থির হয়ে ওঠে তখন এই গানগুলো হল মন ভালো করে দেওয়ার এক অব্যর্থ ঔষধ।
Animesh Chakraborty vu
এক দম ঠিক ।
সত্যিই ঠিক বলেছেন। মনে হয়ে আমি সেই যুগ ফিরে যাই।
বিধাতার কি অপূর্ব সৃষ্টি,
এই দুই সৃষ্টিকারকে একসাথে
সংগীত জগতে এনেছেন।
অপূর্ব মেলবন্ধন,দুজন মহান ব্যক্তিত্তকে আমার প্রণাম 🙏🙏
Esob gaan kono dino purono hobe na..😍😍
Excellent
বারে বারে মনে হয় এ গান গুলি হারিয়ে গেলে বাংলা সংস্কৃতির সীমাহীন আকাশ ও হারিয়ে যাবে।
Dhynya ami dhanya he, tomar gan sune je
pranam Manna da & Pulak da
ei sab amar ganer sristir majhe, koto asadharan prayas dujoner!!!!
অসাধারণ ।হৃদয় মন ছুঁয়ে যায় । আরও শুনতে চাই বার বার আরও পুরানো গান।
Wonderful song
ছোটোবেলার কথা মনে পরে যায় । সেই সময় এই গান গাইতে চেষ্টা করতাম ।ও: কি নস্টালজিয়া । মন মাতানো গান ।সত্যিই ।
পিয়াল... আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা.. ভালো থাকুন 🌹❤️
সত্যি মন ভোরে গেল অপূর্ব👌👌👌💐💐💐
Kotobar ei gaan gulo j sunechi ta hiseb kore bola jabena. E ek apurbo,asadharan sangeet er samahar. Aaj abar sune mone hochhe jibone jototuku ananda aaj o abashishto ache ei charam asahishnutar juge,ta bodh hoy eisob asadharan gaan gulor e jonno,r egulor shilpi,geetikar o surokar der jonnoi. Amar mugdhata jeno kichutei katena. Charam bastotar jibone eguloi amake banchiye rekheche. Amar ei shona jeno jiboner sesh din porjonto cholte thake,etai amar akankha.
এই সব গান শুনে আমাদের ছেলবেলার স্মৃতি মনের গভীরে এক অবিস্মরণীয় মুহূর্ত তৈরী করে।তখন মনে হয় আমরা কি হারিয়েছি তা কাউকে বলে বোঝানো যাবে না।
1AQQAQAQ1qqqqQQqQAAQqqqqqqAQ