Jakhan Keu Amake Pagol Bale with lyrics | Manna Dey | Live At Salt Lake Stadium

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 1.1K

  • @saregamabengali
    @saregamabengali  ปีที่แล้ว +90

    আহা কি আনন্দ! অন্তরা মিত্রের কণ্ঠে খুঁজে পাবেন চিরসবুজ এই গানের এক নতুন স্বাদ। আপনি হারিয়ে যাবেন সুরের জাদুকরীতে.
    th-cam.com/video/IO2w0F7OD-w/w-d-xo.html

    • @wanderlust1432
      @wanderlust1432 2 หลายเดือนก่อน +3

      Ami Suni ar amar moton anek young chele meye akhono sone ei oshadharon compositions.

    • @susantasarkar6282
      @susantasarkar6282 หลายเดือนก่อน

      Qpppppp1250 ❤

  • @payelchakraborty9150
    @payelchakraborty9150 9 หลายเดือนก่อน +96

    এভাবেও ভালোবাসা-র বহিঃপ্রকাশ করতে পারে কোনো পুরুষ!!!!!!
    ধন্যবাদ পুলক বাবু, মান্না বাবু।

    • @surojitbanik5203
      @surojitbanik5203 4 หลายเดือนก่อน +3

      একদম..এনাদের থেকে শেখা উচিত ভালবাসার বহিঃপ্রকাশ

  • @sumonamondal9483
    @sumonamondal9483 9 หลายเดือนก่อน +18

    আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাঙালি হয়ে গর্ব হয় এই মনে করে যে কতো বিখ্যাত গায়ক গায়িকা কতো গীতিকার আমাদের এই বাংলা ভাষাকে আরো সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছে। এই গানটি তারই একটি উদাহরণ। যেমন সুন্দর গানের লেখনী তেমনই সুন্দর কণ্ঠস্বর। গর্বিত আমরা বাঙালি।

    • @debasishroy5831
      @debasishroy5831 7 หลายเดือนก่อน

      Eakdom thik kotha bolecho I love this song khub sundor Lage gan ta amr ❤❤

  • @dipankarbanerjee943
    @dipankarbanerjee943 3 ปีที่แล้ว +337

    আমার দাদু শুনেছেন, আমি শুনেছি, আমার নাতি নাতনী শুনবে এই কালজয়ী গানগুলো।❤️❤️🙏🙏

    • @taponbiswas4048
      @taponbiswas4048 3 ปีที่แล้ว +12

      আপনার বাবা শুনেননি দাদো

    • @souravhalder948
      @souravhalder948 2 ปีที่แล้ว

      @@taponbiswas4048 🤣🤣🤣🤣

    • @pradipbhattacharjee9847
      @pradipbhattacharjee9847 2 ปีที่แล้ว

      @@souravhalder948 .

    • @priy_o
      @priy_o 2 ปีที่แล้ว +5

      @@taponbiswas4048 ওনার বাবা আর ওনার ছেলে শুনেন না 😂😂😂

    • @bijoybijoy7679
      @bijoybijoy7679 2 ปีที่แล้ว

      Tomar baba soneni 😕

  • @drkbala2009
    @drkbala2009 2 ปีที่แล้ว +236

    যখন প্রথম শুনি এই গান তখন আমার বয়স ১১ বা ১২ বছর, ক্লাস এর এক কিশোরীকে মনে মনে ভালো বাসতে শুরু করেছি, আজ ৫৫ বছরে , এখনো তাকে একইরকম ভালোবাসি

  • @niloymnchakraborty
    @niloymnchakraborty 2 ปีที่แล้ว +130

    ধন্য হে তুমি মান্না দে, ধন্য হে তুমি পুলক বন্দ্যোপাধ্যায়..♥️
    ধন্য আমি ধন্য হে শ্রোতা তোমার জন্য যে.. 💚

    • @bishwajitroyrudro9436
      @bishwajitroyrudro9436 2 ปีที่แล้ว +4

      ধন্য পণ্ডিত রাধাকান্ত নন্দী

    • @prakashsamaddar7666
      @prakashsamaddar7666 ปีที่แล้ว +3

      Darun coment

    • @pkratanMusic
      @pkratanMusic 2 หลายเดือนก่อน

      Dhonyo e gaan shune je..

    • @pkratanMusic
      @pkratanMusic 2 หลายเดือนก่อน

      Ki juti chilo ei teen jonkar.... chomotkar...

  • @debabratasumitbiswas9427
    @debabratasumitbiswas9427 3 ปีที่แล้ว +899

    সাত মিনিটের নেশা করলাম।

    • @gamingwithrick3303
      @gamingwithrick3303 3 ปีที่แล้ว +6

      😌

    • @debarpanain6316
      @debarpanain6316 3 ปีที่แล้ว +2

      What kind of 'নেশা'? I bear no ill will.

    • @kaudiwala1079
      @kaudiwala1079 3 ปีที่แล้ว +11

      ❤️❤️❤️

    • @krishnenduroy1506
      @krishnenduroy1506 2 ปีที่แล้ว +13

      Absolutely correct

    • @MrSidhutube
      @MrSidhutube 2 ปีที่แล้ว +40

      চলুন আবার 7 মিনিটের নেশা করি একসাথে, এই তো আসল সুধা পান।।।🙏🙏🙏🙏

  • @songlove2014
    @songlove2014 ปีที่แล้ว +24

    শ্রদ্ধয়ে মান্না দে ও গানটা যিনি লিখেছেন সেই কালজয়ী পুলক বন্দ্যোপাধ্যায়, স্যালুট!👍.. সত্যি ওনাদের মতো লেজেন্ট ছাড়া এসব গানের সৃষ্টি সত্যি অসম্ভভ🙏🙏🙏🙏

    • @hamidkhane5901
      @hamidkhane5901 11 หลายเดือนก่อน +1

      মান্না দা না মান্না দে

    • @kushalkumardutta672
      @kushalkumardutta672 3 หลายเดือนก่อน

      ​@@hamidkhane5901 uni manna dey e likachan😅

  • @manikbhattacharya6374
    @manikbhattacharya6374 2 ปีที่แล้ว +25

    অপূর্ব অপুর্ব। কিছু সময়ের জন্য বাকরুদ্ধ।
    গানের মধ্যে না ঢুকলে, অনুভূতি টা বোঝা যাবে না।
    যেমন লেখা, তেমনই সুর, আর শিল্পীর তো তুলনাই নেই।

  • @baharesubhadra-pukki3022
    @baharesubhadra-pukki3022 3 ปีที่แล้ว +167

    অসাধারণ, মান্না দার কণ্ঠে এই গান বার বার শুনলে ও কোনদিন পুরানো হবে না।সেলাম মান্না দা।🙏🙏🙏🙏🙏

    • @ashokchakraborty3171
      @ashokchakraborty3171 2 ปีที่แล้ว +2

      Asadharan
      ❤️ মান্না বাবুর ভগবান দত্ত গলা।

    • @sabitachakraborty3511
      @sabitachakraborty3511 2 ปีที่แล้ว +1

      @@ashokchakraborty3171 s a

    • @musicalshirsak598
      @musicalshirsak598 2 ปีที่แล้ว +1

      🙏🙏🙏🙏

    • @SaifulAhmedChoudhury
      @SaifulAhmedChoudhury ปีที่แล้ว

      @@ashokchakraborty3171 1

    • @sirsendughoshal6255
      @sirsendughoshal6255 ปีที่แล้ว

      শুধু চোখ বন্ধ করে শোনা, কোনো উত্তর নয় । লাজবাব ।

  • @mdfaroque217
    @mdfaroque217 2 ปีที่แล้ว +73

    অন্তরের কথা যেন বলে গেছেন মহান শিল্পী, বিনম্র শ্রদ্ধা!

  • @debabratamajumder3910
    @debabratamajumder3910 3 ปีที่แล้ว +54

    অ সা ধা র ণ !! অ সা ধা র ণ !!
    প্রাণ জুড়ানো গান। ভীষন ভীষন ভালো লাগলো। যিনি , পোস্ট করেছেন তাকেও ধন্যবাদ , এতো সুন্দর একটা গান শোনানোর জন্য।

  • @sumitmallick7951
    @sumitmallick7951 3 ปีที่แล้ว +23

    এটা এমন একটা গান যা দিনরাত চললেও পুরানো মনে হবে না। সর্বদা নতুনের মতো আকর্ষিত করবে।❤️❤️🙏🙏

  • @sukdebbiswas1156
    @sukdebbiswas1156 3 ปีที่แล้ว +73

    2050 সালের পরেও এই সকল গান স্বমহিমায় থাকবে

  • @kuhelibhattacharya2434
    @kuhelibhattacharya2434 3 ปีที่แล้ว +68

    14th February 2021 sunchi Manna day er ei hridoy joy kora gaan ti. Er theke baro valentine gift r ki kichu hote pare? 💙💙💙💙

  • @bilasden9078
    @bilasden9078 3 ปีที่แล้ว +88

    "যখন চোখ ভেসে যায় চোখের জলে....." আবেগের সঙ্গে মিশে গেছে।

  • @Shalishuka369
    @Shalishuka369 2 ปีที่แล้ว +11

    আমার বাবা শ্রীপ্রবোধচন্দ্র দে-এর এক অন্ধ ভক্ত ছিলেন। উনি ওনার কলেজ জীবন থেকে প্রায় 1988 থেকে 2009 অবধি মান্না দে র কোনো
    লাইভ function, miss করেননি। আজও মান্না দে কে ছাড়া উনি কিছু ভাবতেই পারেন না। মান্না দে আর কপিল দেব ওনার দুই চোখের দুই মণি..
    আর সৌভাগ্যবশত আমিও ছেলেবেলা থেকেই মান্না বাবুর আরো এক অন্ধ ভক্ত হয়ে উঠেছি।
    আর এই গান টির সমন্ধে যত বলব কম হবে। পুরুষের ভালোবাসার ইমোশান যে কেমন হয় তা এই গানে সরাসরি তুলে ধরা হয়েছে। আর ওই লাইন..." তুমি যখন আমায় ফকির বলো, রসের অতলে যে তলাই আমি.." আহা নিজের অনুভূতি খুঁজে পাই।

  • @sushantadas6493
    @sushantadas6493 3 ปีที่แล้ว +46

    শ্রদ্ধেয় পুলক বন্দ্যোপাধ্যায় ও মান্না দে বাংলা সঙ্গীত জগত অন্তরঙ্গ বন্ধু ছিলেন । যেমনি সঙ্গীত লেখা তেমনি সুর সংযোগ তেমনি গলার কাজে সুন্দর সঙ্গীত সৃষ্টি ।

  • @RahulKumar-bx2nc
    @RahulKumar-bx2nc 3 ปีที่แล้ว +88

    সেই ছোট বেলা থেকেই গানটা শুনে আসছি. কিন্তু কোনোদিন বিরক্তি হই নাই আজ পর্যন্ত. যত শুনি ততই নতুন লাগে.

    • @mandirasur508
      @mandirasur508 2 ปีที่แล้ว

      অসাধারণ গান।কোনদিন পুরোনো হবেনা

  • @b.r.8081
    @b.r.8081 3 ปีที่แล้ว +27

    মন-প্রান জুড়িয়ে যায় এসব গানশুনে।এই অমর প্রতিভা যেন আবার আবারও ফিরে আসে।

  • @MoloyGanguli-x4q
    @MoloyGanguli-x4q ปีที่แล้ว +3

    আহা কি মাধুর্যে ভরা,,❤❤❤যখন প্রেম পরিপক্কতা পায় সেই প্রেমিক যুগলের মধ্যে একটি বিশেষ অনুভূতি সৃষ্টি হয়েছে,,একজন পরিপক্ক প্রেমিক বা প্রেমিকা এর মানে বুঝতে পারবেন,,এটা যার তার বোঝার ক্ষমতা নেই ✍️✍️✍️

  • @koushikmukherjee9465
    @koushikmukherjee9465 3 ปีที่แล้ว +8

    ছোটবেলায় পাড়ার দূর্গাপূজোর কথা মনে পড়ে যায়। তখন পূজোয় এইসব কালজয়ী গান পাবলিশ হত আর চলত বছরের পর বছর, অম্লানভাবে।
    আজও শুনছি একইভাবে। 🙏

  • @ankitajana7196
    @ankitajana7196 3 ปีที่แล้ว +137

    প্রজন্মের পর প্রজন্ম আসবে কিন্তু এই গানগুলো কখনো কোনদিন পুরোনো হবেনা। ❤🥰

  • @prabirchatterjee8434
    @prabirchatterjee8434 หลายเดือนก่อน +2

    Myriads of respect to this greatest and the most versatile Bengali singer particularly of Bengali modern songs. The long list of his top-class immortal songs are the testimony of this great voice and once-in-a-millenium talent. Nobody are even close to his numerous famous tragedy songs. This is without disrespecting to other greats also. Thanks to his millions of followers also all over the world, many of whom understand the intricacies of the non-classical and light-classical music.

  • @prakashpalit1599
    @prakashpalit1599 3 ปีที่แล้ว +5

    এই গানটি নিঃসন্দেহে একটি কালজয়ী গান। গানের লিরিক্স ও সুর অনবদ্য। গানটির মধ্যে একটা সাংঘাতিক রোমান্টিক ড্রামা আছে যা গানটিকে ভীষণভাবে মনগ্রাহী করে তুলেছে। সুর, কথা, ড্রামা সবকিছু ছাপিয়ে মহান শিল্পী মান্না দের হৃদয়গ্রাহী গায়কী।
    সবকিছু মিলিয়ে গানটি সবধরনের শ্রোতার মনে সবসময় একটা মিষ্টি মধুর অনুভুতি সৃষ্টি করে যার মাধ্যমে প্রেমের সুন্দর অনুভূতি শ্রোতা কতখানি রোমান্টিক তা বুঝতে সক্ষম হয়।

  • @shirinsultana8688
    @shirinsultana8688 4 ปีที่แล้ว +90

    এসব গান কখনো পুরোনো হয় না, বুক নিংড়ে বেরিয়ে আসে কষ্টগুলো।

    • @manaskhatua8108
      @manaskhatua8108 4 ปีที่แล้ว +2

      ❤️

    • @sahirahamedh8359
      @sahirahamedh8359 3 ปีที่แล้ว +1

      হি

    • @muhammadabrarfaisal1545
      @muhammadabrarfaisal1545 3 ปีที่แล้ว +1

      এসব ফালতু গান

    • @op_dev_yt4
      @op_dev_yt4 3 ปีที่แล้ว +1

      @@muhammadabrarfaisal1545 Apni holen akti bustard, Bustard mane bojhen, Nonsense, Rascal, Tai erokom bolchen Gaan Ki bojhen, Na Sei tuku noy?

    • @op_dev_yt4
      @op_dev_yt4 3 ปีที่แล้ว +1

      Thik bolechem

  • @mdsarifreza7001
    @mdsarifreza7001 ปีที่แล้ว +5

    এইসব গান আমাদের বাংলা সঙ্গীত জগতের সম্পদ ।।খুব গর্ব অনুভব করি বাঙ্গালী হিসেবে।

  • @cbshowrob5230
    @cbshowrob5230 2 ปีที่แล้ว +7

    ৬ মিনিট ৫৮ সেকেন্ড....
    যেনও কোথায় হারিয়ে গিয়েছিলাম। এমন অসাধারণ গান কেবল মান্না দের কন্ঠেই মানানসই।

  • @amirkumarbhunia661
    @amirkumarbhunia661 3 ปีที่แล้ว +33

    আমার অন্যতম প্রিয় গান। মান্না বাবুর এই গানটি প্রথম যেদিন শুনি, তখন 'মাতাল' কথাটা ঠিক বুঝতে পারিনি! এখন ২ পেগ বেশি খেলে এই গানটি শুনে শান্তি পাই।

  • @anupbiswas240
    @anupbiswas240 3 ปีที่แล้ว +13

    এমন একটা গানে একটা শব্দ লেখা হয়ে থাকুক পরবতী প্রজন্মের জন্য " অসাধারণ গান "

  • @Madhushreekar95
    @Madhushreekar95 2 ปีที่แล้ว +16

    কিন্তু খুব দুঃখের বিষয় যে আজকালকার ছেলেমেয়েরা এই সকল গান ও শিল্পীদের মুখে ও অন্তরে একেবারেই ঠাঁই নেই , যদি এখনকার কোন শিল্পী ( যিনি আগের শিল্পীর চেয়ে বহুগুনের নিম্ন স্তরের ) হঠাৎ করে সেই সব গান অনেকটা নিজেদের মত গায় তখন সেই গান শুনে একেবারে আত্মহারা হয়ে যায় , যেমন হেমন্ত বাবু ও লতার duet কালজয়ি গান "দে দোল দোল তোল পাল তোল " গানটা ইদানিং অরিজিৎ গাওয়াতে যেমন হয়েছে ৷ মধুর স্বাদ ছেড়ে গুড়ের স্বাদে আত্মতৃপ্তি I

    • @prakashsamaddar7666
      @prakashsamaddar7666 ปีที่แล้ว +1

      Ora je kano kore gan gulo buji na..Amar akebarei valo Lage na..apnar coment ta thik but amio akta young chale...

    • @anwayadhikary7263
      @anwayadhikary7263 ปีที่แล้ว +1

      Ekdom 100% agreed

    • @nourinnigar6299
      @nourinnigar6299 7 หลายเดือนก่อน +2

      প্রত্যেকের ক্ষেত্রে সবসবসময় সেটা হয় না...এই generation এর বহু ছেলেমেয়ে রয়েছে যারা এখনো এনাদের মতন শিল্পীদের শ্রদ্ধা করে। আমিও তাঁদের মধ্যেই পড়ি 😊😊

    • @sharmilaguha2300
      @sharmilaguha2300 6 หลายเดือนก่อน

      সারা। জীবন। সারা জীবন ধরে শুধু এই একজন মানুষের গান শুনে কাটিয়ে দিলাম। আর কাউকে ঐ জায়গায় বসাতে পারলাম না।🙏🙏🙏

    • @nilamhore4018
      @nilamhore4018 4 หลายเดือนก่อน

      ​@@sharmilaguha2300 বসাতে চাইলেও পারবেন না।। কারন মান্না দে'র মতো কালজয়ী সঙ্গীত শিল্পী ইহকালে আর দু'জন কেউ নেই।। তবে ওনার ছাত্রী কবিতা কৃষ্ণমূর্তির গানও আমার খুব ভালো লাগে।। ❤

  • @SIMIYAN2008
    @SIMIYAN2008 2 ปีที่แล้ว +10

    অসাধারণ অনন্য চমৎকার অনবদ্য এক কথায় মান্না দে'র অন্যতম সেরা গান এবং সেরা গানের কথা... বাহ্!

  • @ramenroy9588
    @ramenroy9588 ปีที่แล้ว +1

    Ahhhhaaa ki advut nesha dharie diye gelen apni. Abar phire asun ei bangla tei. 🙏 🙏 🙏 🙏

  • @SIMIYAN2008
    @SIMIYAN2008 2 ปีที่แล้ว +11

    গভীর উপলব্ধী... গহীন অনুভব...!
    কথা,সুর,গায়কী সেরা!

  • @anitasaha4023
    @anitasaha4023 9 หลายเดือนก่อน +1

    ohhh ki tan ki sur, ki tal, ki balance, pure natural voice no autotune, hats of manna dey matal tomar jonno hai....

  • @kamalahmed4008
    @kamalahmed4008 2 ปีที่แล้ว +24

    কিছু গান কখনো পুরোনো হবেনা, গেথে থাকবে মানুষের কোমল হ্রদয়ে☺️

  • @mondiramondal6484
    @mondiramondal6484 2 หลายเดือนก่อน +1

    কেনো জানি না আমি এই জেনারেশন এর মেয়ে হয়ে ও শ্রদ্ধেয় মান্না দে মহাশয়ের গানের এমন পাগল ভক্ত হলাম। আমার বর্তমান বয়স 21 বছর , আমি তখন ক্লাস 9 এ পরি কিংবা তার আরও আগে থেকেই আমি ওনার গান খুব ভালোবাসি। আর এখন 2024 এ দাঁড়িয়ে ও ওনার গান না শুনলে যেন হৃদয়ের পিপাসাই মেটেনা।

  • @lalongeti
    @lalongeti 3 ปีที่แล้ว +7

    প্রতি রাতে ঘুমানোর ২-৩ বার শুনি,শান্তি লাগে বেশ😍😍😍

  • @smritikonaroy7774
    @smritikonaroy7774 3 ปีที่แล้ว +43

    আহা! হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি আসে!❤️❤️❤️❤️

    • @SIMIYAN2008
      @SIMIYAN2008 2 ปีที่แล้ว +1

      গানের কথা গায়কী অনুভব করে... জীবনে ভালোবাসতে বারবার মন চায়!

  • @amarmonerjagot
    @amarmonerjagot 3 ปีที่แล้ว +8

    হারানো দিনের গান না শুনলে আমার দিন কাটে না এই গান গুলোতে একটা ভালোবাসার টান লুকিয়ে আছে ❤️❤️❤️

  • @bharadwajsom
    @bharadwajsom 3 ปีที่แล้ว +50

    "রসের অতলে যে তলাই আমি... " ধন্য আমি ধন্য হে বাঙালী বলে

  • @asifmashud705
    @asifmashud705 3 ปีที่แล้ว +63

    আহা! প্রান জুড়িয়ে যায় শুনলে!
    হে পাগল 🥰🥰

  • @arupdas6310
    @arupdas6310 3 ปีที่แล้ว +64

    অমর কন্ঠস্বর। মান্না'দের প্রতি রইল শ্রদ্ধাঞ্জলি।

  • @bhajanghosh7727
    @bhajanghosh7727 3 ปีที่แล้ว +8

    অসাধারণ গান বোঝানোর ভাষা হারিয়ে ফেলে আমিও পাগল হয়ে গেছি!!!!!!!!!!!!! !!!!!!

  • @jimutsarkar72
    @jimutsarkar72 3 ปีที่แล้ว +6

    Universal truth totally agreed a evergreen mood changers song. আমাকে তো মাঝে মাঝেই কুততা ও বলে আমার নাকি কুখ্যাতি আছে তবুও মনে স্বপ্ন নিয়ে বেঁচে থাকতে চাই ।🙏🙏🙏

  • @suparnabiswas1649
    @suparnabiswas1649 3 ปีที่แล้ว +4

    আমার সত্যি ভাগ্যবান। মান্না দে র মতো শিল্পী আমাদের রাজ্যে জন্ম গ্রহণ করেছেন।

  • @MdRafiqulislam-bh4vz
    @MdRafiqulislam-bh4vz 2 ปีที่แล้ว +8

    আমি নেশা করিনি জীবনে
    কিন্তু এ গানটা শুনলে আমায় নেশায় ধরে।

  • @kousikmukherjee2093
    @kousikmukherjee2093 3 ปีที่แล้ว +8

    ছোটো বেলায় মা বাবা দাদা দিদি দের সঙ্গে কালচিনি চা বাগানের স্টাফ ক্লাব এ জলসা শুনতে যেতাম, অসীম গাঙ্গুলি মহাশয় এর কণ্ঠে এই অমর শিল্পির গানগুলি শুনতাম। খুব, খুব ভালো লাগার সময় ছিলো সেটা।

  • @ratanmalik4314
    @ratanmalik4314 3 ปีที่แล้ว +102

    0:52 0:54 0:57 0:58 I am really proud of being a Bengali because the other different peoples of India do know West Bengal by your 1:02 name, Manna Dey. Sir, I am taking my hat off to you for signing some excellent sentimental songs which bring tears to my eyes when I listen to them on TH-cam.
    Ratan Malik living at Shyamnagar, North 24 Parganas, West Bengal, India.

    • @debanjanghosh7683
      @debanjanghosh7683 2 ปีที่แล้ว

      গর্ববোধ করেন বলেই বোধ হয় বাঙালি হয়ে বাংলা বলতে লজ্জা করে!

    • @dhananjoybhattacherya2555
      @dhananjoybhattacherya2555 ปีที่แล้ว +2

      I am also a partner of your same feelings. I am biased about Manna Dey & Manabendra Mukherjee.

    • @santanumalik5639
      @santanumalik5639 ปีที่แล้ว +2

      Sir i agree.
      santanu malik west mednipure.

    • @ratanmalik4314
      @ratanmalik4314 9 หลายเดือนก่อน

      ​@@santanumalik5639Mr Malik , I do thank you for liking the song.

  • @sudipakhan2750
    @sudipakhan2750 หลายเดือนก่อน +1

    অভুতপূর্ব কালজয়ী এই গান পুলকবাবু আর মান্নাবাবুকে চিরস্মরণীয় করে রেখেছে। ❤❤❤🙏🙏

  • @rddas5342
    @rddas5342 3 ปีที่แล้ว +83

    R K Das
    মান্না দে আমাদের বাংলার গর্ব , আর বোধহয় ওনার মতো ক্লাসিক্যাল গায়ক আমাদের দেশে জম্ম নেবে না।
    🙏🙏🙏

    • @song-jz5xb
      @song-jz5xb 3 ปีที่แล้ว

      right

    • @arnabdas6914
      @arnabdas6914 3 ปีที่แล้ว

      Manna dey i classical music banglai procholito korechilen

    • @udaynarayanmandal2322
      @udaynarayanmandal2322 2 ปีที่แล้ว

      অবশ্যই 👌👌

    • @mdsumonshikh2072
      @mdsumonshikh2072 2 ปีที่แล้ว

      ঠিক

    • @kunalhalder6211
      @kunalhalder6211 2 ปีที่แล้ว

      1. Bhalobasha holo bipanna ek dabi.
      2. Sagar gabhir hote pare.
      3. Bhabteo bhalo lage.
      Please hear these songs ♥️❤️♥️
      🌺🌺🌺🌺🌺

  • @niladriroy2797
    @niladriroy2797 3 ปีที่แล้ว +62

    সরস্বতীর বরপুত্র 🙏

  • @ffgamermamagi7190
    @ffgamermamagi7190 3 ปีที่แล้ว +14

    🙏
    পুরনো দিনের গান হলেও, চিরজীবন নতুন হয়েই থাকবে।
    এরকম অসাধারণ গান গাওয়া, বাস্তবে কোনো, singer এর পক্ষ্যে সম্ভব নয়।

  • @ashisroy8679
    @ashisroy8679 3 ปีที่แล้ว +21

    মান্নাবাবু,আমার আন্তরিক আবেদন, আর একবার ফিরে আসুন ।আমার উত্তরপুরুষদের আপনার গান শোনাতে হবে যে ।না না আমার আঙুল দিয়ে দেখিয়ে শোনাবো যে ।

  • @nachiketamandalhindu453
    @nachiketamandalhindu453 3 ปีที่แล้ว +5

    চোখ ভেসে যায় চোখের জলে, উফফফফ্ এই লাইনটা বুকের ভিতর এসে সজোরে ধাক্কা দেয়। পুলক বাবু আবার জন্ম নিয়ে আসুন না হলে ভাষার এমন রস আস্বাদন থেকে বঞ্চিত হবেন আমার মত কিছু গান পাগল মানুষ।🙏🙏

    • @saheliroy6047
      @saheliroy6047 3 ปีที่แล้ว

      Sotti kotha 😔😌

    • @banalatamakur9797
      @banalatamakur9797 3 ปีที่แล้ว

      সঙ্গে মান্না বাবু ও যেনো আসেন না হলে লেখা গুলো পাগল করবেনা ❤️❤️❤️

  • @diptitia6
    @diptitia6 9 หลายเดือนก่อน +1

    আমার সোনাই শুনিয়েছিলো আমায় এই গানটা প্রথমবার । ❤

  • @sagorhalder
    @sagorhalder 3 ปีที่แล้ว +112

    কতবার কিছু লিখতে গিয়েও আবার রিমুভ করে নুতন কিছু লিখতে চাইলাম,,,, গুনী কি ভাষায় মনের ভাব প্রকাশ করবো খুজে পেলাম না।

    • @shyamalghosh1753
      @shyamalghosh1753 3 ปีที่แล้ว

      00

    • @barundas9475
      @barundas9475 3 ปีที่แล้ว +1

      🙏🙏🎁

    • @kamalghosh6854
      @kamalghosh6854 3 ปีที่แล้ว

      Gyyyyyyyygyyyyyyygyyyyyygyyyygygygyyyyyyyyyygygyyyyyyyyyyyygygnhjjhhjhhhhggyhyygyyyhyyyyyyyyoyyyyhkhhhhmghyyyjyjyyyhhhhgyyhgyyuyyhyhuhyyyyyyyhyjyyjgyghyyyhuuuuyhghhhhjjjhhhhkhhhhhhhhhhjjjn

    • @bammondal2797
      @bammondal2797 3 ปีที่แล้ว

      @@shyamalghosh1753 7

    • @ujjwalbose6901
      @ujjwalbose6901 3 ปีที่แล้ว

      আমিও কোনও ভাষা খুঁজে পাচ্ছি না

  • @ratanmalik4314
    @ratanmalik4314 2 ปีที่แล้ว +3

    This song sung by Manna Dey really intoxicated me for about seven minutes. This is one of the sentimental songs sung by Manna Dey.
    Ratan Malik from Shyamnagar, North 24 Parganas, West Bengal, India.

  • @JannatunAysha
    @JannatunAysha 2 หลายเดือนก่อน

    সত্যি অসাধারণ আমি এতদিন জানতামই না এইগুলোর ব্যাপারে নিশাদ ধন্যবাদ আমাকে এই গানগুলি শোনানোর জন্য 😊

  • @bonubd1379
    @bonubd1379 3 ปีที่แล้ว +5

    Dhonna ami dhonna je ........tomar jonna je!! Aaha just mind blowing!!

  • @বহুদর্শন
    @বহুদর্শন 2 ปีที่แล้ว +1

    যুগযুগান্তর রয়ে যাবে এমন গান, কিছু জ্ঞান ও প্রেম পাগলেরাই এমন গান খুঁজে খুঁজে শুনে।

  • @hosnebegum7573
    @hosnebegum7573 ปีที่แล้ว +3

    Best Singer ever. Listened to his music so many times since childhood when in Dhaka. I had opportunity to attend his concert in New York. RIP. Love from USA.

  • @soumenhazari8029
    @soumenhazari8029 3 ปีที่แล้ว +3

    আহা আহা আহা😌😌😌 উফফফফফ😌😌😌😌
    সুন্দর সুন্দর ❤️।
    গুরুদেব 🙏

  • @mehedialhasan2588
    @mehedialhasan2588 4 ปีที่แล้ว +55

    গানের তুলনা একমাত্র গান
    চুপচাপ হয়ে গেলাম
    আবার হেসে লজ্জা পেয়ে চুপচাপ হব

    • @kumarsawon4421
      @kumarsawon4421 3 ปีที่แล้ว +1

      Darun comment bhai... Love for this comment from West Bengal

    • @sayansamanta5347
      @sayansamanta5347 3 ปีที่แล้ว +1

      Best comment I have ever seen .........

    • @badalbadalmondal889
      @badalbadalmondal889 3 ปีที่แล้ว +1

      Radshews

    • @Nemo.57
      @Nemo.57 3 ปีที่แล้ว +1

      একদম সঠিক মন্তব্য করেছেন …

    • @ajithdebnath983
      @ajithdebnath983 3 ปีที่แล้ว

      সুন্দর বলেছেন, ধন্যবাদ 😊

  • @debasismondal2607
    @debasismondal2607 ปีที่แล้ว +2

    এই বলিষ্ঠ মহান শিল্পী মান্না দে কে বিশ্লেষণ করার ক্ষমতা আমার নাই উনার এই গান শুনে আমি নিজেই পাগল হয়ে যাচ্ছি ধন্যবাদ জানাই

  • @priy_o
    @priy_o 2 ปีที่แล้ว +3

    সেই ছোট বলার কথা মনে পড়ে গেলো, যখন আমার বয়স ৬ বছর তখন বাবা এই গান শুনতো বাবাকে বলতাম, বাবা তুমি কি গান শোনো এগুলো কোনো গান হলো? বাবা বলতেন, মা তুই যখন বড় হবি ঠিক তখন ই বুঝবি এগুলো শুধু গান ই না বাস্তবতা দিয়ে ঘেরা। আজ আমার বয়স ২০ বছর। এই গানের মর্মটা এখন কিছুটা হলেও উপলব্ধি করতে পারি।

  • @mithunahammed176
    @mithunahammed176 2 ปีที่แล้ว +1

    এ গানের কথা গুলো হলো সত্যি কারের ভালোবাসার ফিলিং থেকে এসেছে।ভালোবাসা কাকে বলে এই গানের মধ্যে তা ফুটে উঠেছে।

  • @bablubaidya3499
    @bablubaidya3499 5 ปีที่แล้ว +153

    যখন কেউ আমাকে পাগল বলে
    অমর রহে মান্না দে 🙏

    • @avijitnaskar9485
      @avijitnaskar9485 3 ปีที่แล้ว +4

      11

    • @op_dev_yt4
      @op_dev_yt4 3 ปีที่แล้ว +1

      Aboshoyi

    • @SumanDas-ex8pd
      @SumanDas-ex8pd 3 ปีที่แล้ว +1

      @@op_dev_yt4
      Llll
      Pp
      D
      ur .
      tt

    • @gopapaul3137
      @gopapaul3137 3 ปีที่แล้ว

      @@op_dev_yt4 ঙঙঙঙঙঙঙঙঙঙঙঙঙঙঙ

    • @gopapaul3137
      @gopapaul3137 3 ปีที่แล้ว

      @@avijitnaskar9485 ঙঙঙঙঙঙঙঙঙঙঙঙঙঙঙঙঙ

  • @aniruddhagayen6935
    @aniruddhagayen6935 3 ปีที่แล้ว +5

    মন প্রান জুরিয়ে যায় এই গানটি র মধ্যে। যা জীবন কাহিনী জরিয়ে রয়ে গেছে।

  • @moumitaroy7121
    @moumitaroy7121 3 ปีที่แล้ว +9

    ধন্য আমি ধন্য হে ,
    অমর রহে মান্না দে 😌🙏।

  • @avijitsen9000
    @avijitsen9000 ปีที่แล้ว +1

    কমেন্টগুলো পড়তে কি যে ভালো লাগে।আসলে মনে হয় আমি একা নয়,আমার মতো মনের কত মানুষ আছে,যাদের সাথে আমার এইভাবে মতের মনের মিল।যারা কমেন্ট করেন তাদের ধন্যবাদ।মান্না দে অসাধারণ।

  • @souravsengupta7468
    @souravsengupta7468 2 ปีที่แล้ว +4

    "এই অনন্য গায়কী-তে পাগল হওয়া সাজে বঈকি..." ❤️❤️❤️

  • @antaradatta3429
    @antaradatta3429 9 หลายเดือนก่อน +1

    Such beautiful lyrics ❤

  • @ramranjanganguly8581
    @ramranjanganguly8581 3 ปีที่แล้ว +5

    ধন্য মান্না-পুলকবাবুর জুটি। পাগলা হয়ে গেলাম।

  • @pathorbagan8931
    @pathorbagan8931 2 ปีที่แล้ว

    Ganta first jokhon shuni tokhon Agartala India chilam.... Onek touching ekta gaan... Love from Bangladesh....

  • @pabitrahalder5645
    @pabitrahalder5645 3 ปีที่แล้ว +8

    Others will come and go but Manna Dey is permanent

  • @sekhc2604
    @sekhc2604 3 ปีที่แล้ว +4

    Mon vore gelo.....ki darun lekha....❤️
    Chirojibon apni thakben gan hoye

  • @op_dev_yt4
    @op_dev_yt4 3 ปีที่แล้ว +3

    এই অতুলনীয় গান জীবনে পুরনো হবে না। আহা "যখন তুমি আমায় মাতাল বলো, ধন্য যে হয় সে মাতলামি"! এই অক্লান্ত প্রচেষ্টা সার্থক! আহা যেমন গান তেমন গায়কী!

  • @NanditaRaniDasNandita
    @NanditaRaniDasNandita 3 หลายเดือนก่อน +1

    যারা এখনো এসব গান শুনেন,তারা নি: সন্দেহ খুব ভালো মনের মানুষ

    • @chandrabhattacharjee
      @chandrabhattacharjee 2 หลายเดือนก่อน

      Ekhon shunlam gaanti😊.Bangladesh theke🇧🇩.
      Tahole ami valo moner manush?

  • @parthamondal7192
    @parthamondal7192 3 ปีที่แล้ว +16

    ধন‍্য আমি ধন‍্য হে পাগল তোমার জন‍্য হে_
    সমস্ত পাগল প্রেমিক /প্রেমিকার জন‍্য কমেন্ট রেখে গেলাম

  • @prabirkumarroy4691
    @prabirkumarroy4691 3 ปีที่แล้ว +6

    No comment .only ambassador of ma Swaraswati .kind regards to great singer .

  • @shyamalkumarrong6764
    @shyamalkumarrong6764 3 ปีที่แล้ว +10

    সুখে-দুখে চিরসাথী অনন্য অনবদ্য শিল্পীর অমর কণ্ঠের চিরদিনের গান।

  • @anandabanerjee9175
    @anandabanerjee9175 2 ปีที่แล้ว +1

    অসাধারণ গান গাইতেন আমার মা। 50 বা 60 দশেকের গান বাদ দিয়ে মায়ের অতি প্রিয় গান এটি। মা বলতেন যেমন কথা তেমন সুর তেমন গেয়েছেন মান্না দে। মা তুমি আজ আর নেই, এ গান শুনলে তোমাকে দেখতে পাই। একদিন তোমার দেশে আমিও যাবো। আমাকে চিনতে পারবে তো।

  • @lovelybala1192
    @lovelybala1192 2 ปีที่แล้ว +15

    The art we are blissed with his charming voice, the everlasting ecstasy I FEEL INSIDE. I AM HIGHLY CONTENTED.

  • @sournimachakraborty677
    @sournimachakraborty677 10 ชั่วโมงที่ผ่านมา

    ধন্য আমি ধন্য হে,
    শ্রোতা তোমার জন্য যে🙏
    মান্না দে একজনই 🙏🙏

  • @daliaganguly8896
    @daliaganguly8896 3 ปีที่แล้ว +5

    Apnader moton kichu manus amader songit Jogote esechilen bole maje maje mone hoi beche thakata somvob holo... pronam 🙏

  • @rimondal4471
    @rimondal4471 7 หลายเดือนก่อน +1

    যখন আমার প্রেমিককে প্রথম পাগল বলে ডেকেছিলাম তখন সে এই গানটাই গেয়ে উঠেছিল।আজ তার থেকে দূরত্বের কষ্ট সহ্য করতে না পেরে যখন আমি পাগল হয়ে যাই ,তখন কেউ আমার কানে কানে বলে,"পাগলী"......

    • @prasenjitghosh9660
      @prasenjitghosh9660 6 หลายเดือนก่อน

      আপনার এই দুরত্বের কারণ আর ধরন জানি না। কিন্তু শুধু এটুকু জানি দুরত্ব প্রেমকে আরও গভীর করে।

  • @architpattanayak7240
    @architpattanayak7240 3 ปีที่แล้ว +7

    Ahhhaaaa mind glowing
    Sotti e gaane ki je ache
    Barbar shuni

  • @ashiqueiqbal1580
    @ashiqueiqbal1580 ปีที่แล้ว +2

    ছোটবেলায় মা বলতেন, বড় হলে বুঝবি এইগুলো কি গান।। এখন বুঝি, চোখের জলে। কথা, সুর....আহ কি কস্ট কি কস্ট...

  • @sahelihajra698
    @sahelihajra698 2 ปีที่แล้ว +3

    আহা!!!! হৃদয়ে এক অদ্ভুত অনুভূতি❤❤❤❤❤❤❤❤

  • @SekhabdulAlim-y4g
    @SekhabdulAlim-y4g 11 หลายเดือนก่อน

    এই সকল গান কখনও পুরাতন হতে পারে না
    কারন এত সুন্দর কথা এত সুন্দর সুর এত সুন্দর শিল্পী
    ❤❤❤

  • @sangitachakraborty880
    @sangitachakraborty880 2 ปีที่แล้ว +5

    Inspite of being from this new generation....these old classicals hits me on another level....bow down to the legendary artist manna Dey.....my fellows call me backdated 😅 because teenagers like me can't connect with this kind of classical songs nowadays....

  • @Rajdeeppaul-b4g
    @Rajdeeppaul-b4g 3 ปีที่แล้ว +8

    Outstanding 😭manna dey is manna dey !!

  • @dipanjangupta632
    @dipanjangupta632 ปีที่แล้ว

    বাংলা ভাষার অন্যতম কঠিন কম্পোজিশন ...
    মান্না দে র কাছে যদিও cakewalk 🔥❤️🔥❤️

  • @dipankardey8048
    @dipankardey8048 3 ปีที่แล้ว +115

    আমি গর্বিত আমি বাঙালি। আপনার নামে বাংলা কে চেনে।

  • @shimuldas1055
    @shimuldas1055 2 ปีที่แล้ว +1

    আপনার ইউটিউবে এই গানটা সরাসরি আসে নাই, নিশ্চিত আপনি সার্চ দিয়ে বের করছেন❤️

  • @amrikdas6420
    @amrikdas6420 3 ปีที่แล้ว +8

    কি অপূর্ব গান, বারবার শুনি।

  • @rkmraharas_exclusive1641
    @rkmraharas_exclusive1641 3 ปีที่แล้ว

    Satti...ganer to tulona nai...Pulok babur lekhoni r mojai alada...r roilo Radhakanta Ji r tabla...ufff...tablar jowari Ki...sudhu vabi jibone kokhono onar moto tabla te sangot korte parbo kina..😍😍😍😍😍

  • @sujoysdairy9930
    @sujoysdairy9930 3 ปีที่แล้ว +11

    বাংলা গান যতদিন থাকবে, মান্না দে অমর থাকবেন। কিন্তু গানের ভিডিও তে ভিন দেশী মুখ কেন? বাংলায় ভালোবাসা র মুহুর্ত র অভাব আছে?

  • @ranakhan7071
    @ranakhan7071 ปีที่แล้ว

    BAH প্রান্ত জুড়িয়ে গেলো.... ই গান গুলার কোন মরন হবেনা