মাসুদ কামাল ভাই এর মত এভাবে আর কেউ পাহাড়িদের নিয়ে বিশ্লেষণ করেনি। খুব খুব ভাল লাগল। পাহাড়িরা বাংলাদেশী তবে কালচারালি তারা স্বতন্ত্র তাদের মত। আমাদের উচিৎ পাহাড়িদের তাদের মত থাকতে দেওয়া।
@@ajalal4134 এই যুক্তি কোথায় পান ভাই? এক দেশ হলেই সবাইকে একই হতে হবে? তা না হলে বিচ্ছিন্নতাবাদী? এটা ঠিক মোদির মত হয়ে গেল না? যে ভারতে মুসলিম থাকতে পারবেনা, থাকবে শুধু থাকবে হিন্দু। আসল ঝামেলা কোথায় জানেন? মানুষকে নিজের মত শান্তিতে থাকতে দেওয়া হয়না। নিজের মত শান্তিতে থাকতে পারলে মানুষ কেন বিদ্রোহী হবে? জানা থাকলে উত্তর দিবেন।
সালামুআলাইকুম মাসুদ কামাল ভাই আপনি অনেক বুদ্ধিমান মানুষ আমার এই মেসেজটা যেন আপনার কাছে পৌঁছে হাজার হাজার বছরের আমাদের একটা স্বাধীন বাংলাদেশের যে বিষয়টা সবে মাথায় নিয়ে থাকা উচিত
সাংবাদিক মাসুদ কামাল ভাইকে ধন্যবাদ, পাহাড়ী বাংগালীদের নিয়ে তথ্য সমৃদ্ধ বিশ্লেষনের জন্যে। তবে কিছু২ খেত্রে সংগত কারনেই আমি আমার অভিগ্যতা শেয়ার করছি। ১/ কখনই কোন বাংগালী বা আর্মি তাদের কৃস্টি কালচারের উপর হস্তখেপ করে নাই। বরং পাহাড়ীরাই যেখানেই জনবসতি বৃদ্ধি পেয়েছে, সেখান থেকে দুরে কোন নির্জন পাহাড় বা তার পাদদেশে আশ্রয় নিয়েছে। জন্মগতভাবেই তারা নির্জনতায় বিস্বাষী। ২/ ওখানকার পাহাড়ী সমাজপতি বা কারবারীরা খুবই চালাক এবং যখনই কোন পাগাড়ী নির্জন দুরত্বে চলে যেত, তখনই স্হানীয় পাহাড়ী নেতা বা কারবারী কৌশলে একটি কাগজে কিংবা অন্যকোন মাধ্যমে দস্তখত নিয়ে ঐ পাগাড়ীদের দখলকৃত জমি সামান্য কিছু টাকার বিনিময়ে কিনে নিয়ে বেশী টাকায় বাংগালীদের কাছে বিক্রী করতো। ওরা নুতন জায়্গায় চাষবাস করে খেত। ৩/ পাহাড়ীদের মধ্যে একটি সসস্ত্র ৩য় পক্খ তৈরী হয়েছে, তারা সাধারন পাহাড়ীদেরকে সবসময় ভয়ভিতি দেখিয়ে দমিয়ে রাখে। ৪/ ইতোমধ্যে পাহাড়ে ম্যাসিভ উন্নয়ন হয়েছে। জীবন মান ও জমিজমার দাম বৃদ্ধি পেয়েছে। এই সুযোগে ঐ ৩য় পক্খ কৌশলে বাংগালীদের নিয়ে জমি দখলের ব্লেমগেম খেলছে। জমি দখল করছে, ইত্যাদী বলছে। ৫/ পাহাড়ে চিটাগাং নোয়াখালী এবং অনেক আগে থেকেই বার্মা থেকে আগত বাংগালীরা বসবাস করে আসছিল। ফলে পাহাড়ীরা বিভিন্নভাবে তাদেরকে অত্যচা করতো। ফলে সংগত কারনেই তারা এবং সরকার পাহাড়ী বাংগালী একটি সমতা রক্খার্থে বিভিন্ন অনগ্রসর জেলা থেকে বাংগালীদেরকে নিয়ে সম্ভবতঃ ৪ একর করে পাহাড়ী জমি বন্দোবস্ত দেয়। ৬/ পাহাড়ীরা নয়, বরং বাংগালীরাই প্রশাসন বা পাহাড়ী সংগঠন দাড়া নির্যাতনের স্বীকার হয়েছে। তবে এখন আর সেই বৈষম্য নেই। পাগাড়ী বাংগালীরা তাদের নিজেদের কৃস্টিকালচারকে অক্খুন্ন রেখে মিলেমিশে বসবাস করছে। তবে বিভিন্ন গোস্ঠি দন্ধে তারা আবিস্ঠ এবং এখেত্রে কোন বহিঃশক্তির হাত থাকতে পারে বলে মনে হয়। ধন্যবাদ, ২৬।৯।২৪
অবিলম্বে পাহাড়ি সশস্ত্র গোষ্ঠী ইউপিডিএফ এবং জেএসএস কে নিষিদ্ধ ঘোষণা করা হোক । পাহাড়ের সকল অবৈধ অস্ত্র উদ্ধার করে অস্ত্রধারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক , তবেই পার্বত্য এলাকার পাহাড়ি এবং বাঙ্গালীদের মধ্যে ভাতৃত্ব বজায় থাকবে ।
bhai ami akjn banglai, chottogram thaki.... jinishta positively nen.... apnar hoyto kono kharap uddesso nai,bt bangali ra giye paharider theke jor jobordosti kore, loan er trap e fele mainly pahar gula kine fele.... agulo jate na hoy ajnnoi ai rule.... & apnar jodi 2012/2014 sal er age ai 3 chittagong hill track e jomi thake tahole apni kinte parben..... ar desh e ato jayga thakte apnar okhanei keno kinte hobe!!!
ভাই কয়েকটি যুক্তি দিই মাইন করবেন না, আপনাদের মুসলিম পুরুষ লোক থাকলে আমাদের পাহাড়ি মেয়েরা নিরাপদ বোধ করে না, কারণ বাঙালী মুসলমানরা সুযোগ পেলে যখন তখন নারী ধর্ষন করে, শিশু ধর্ষন করে , এবং কি মেরে ও ফেলে। আর বাঙ্গালী মুসলিমদের কাছে জমি বিক্রি করলে পরে একটু একটু করে পুরা জমিটা দখলে নেওয়ার চেষ্টা করে , তার পরে কিছু একটা সামপ্রদায়িক ঘটনা হলে পাহাড়ি আদিবাসীদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়, 😢😢😢 আর পাহাড়ি আদিবাসীরা যদি কোন শহরে বাঙালী মুসলমানের পাশে জাগা জমি কিনে বাড়ি তৈরি করে থাকে, পাহাড়ি আদিবাসী পুরুষ রা আপনাদের নারী ধর্ষন করে দেবে না, আপনাদের বা প্রতিবেশি জাগা দখল করার চেষ্টা করবে না। এটাই হলো পার্থক্য। আশা করি বুঝতে পারছেন। আরো অনেক কিছু বিষয় আছে ।
আপনি বললেন চাকমা সহ অন্যান্ন পাহাড়িরা বেচে থাকার সংগ্রাম করে।আমি চ্যালেন্জ করছি বাংঙ্গালি বেদে সম্প্রদায় এবং সুন্দরবনের উপকূলীয় অন্চলের মানুষ ওদের থেকেও কয়েকগুন বেশি লড়াই সংগ্রাম করে বেচে থাকার।
শান্তিচুক্তি বাতিল করা উচিত। এটা একটা বৈষম্যযুক্ত চুক্তি। চুক্তি অনুযায়ী পাহাড়িদের গোটা দেশটাতেই তাদের অধিকার আছে, কিন্তু আমাদের কোন অধিকার নাই পাহাড়ের জমি কেনার। এটা কি বৈষম্য নয়! সরকারি চাকুরীতে তারা কোটা নিবে, কিন্তু সরকারি সেনাবাহিনী পাহাড়ে থাকুক তা চায় না!
ভাড়াটিয়াদেরকে বলে দাও এটা আমার চার পুরুষের জন্মস্থান। আদিবাসী কে আর কে ভাড়াটিয়া তা ইতিহাস খুব ভালো করেই জানে। দ্য গ্রেটার বাংলা যখন ছিল তখন পর্যন্ত আমার চট্টগ্রামের নাম ছিল ইসলামাবাদ যখন শাহীবাংলা হল তখনও নাম ছিল ইসলামাবাদ যখন ব্রিটিশরা এলো তখন ও নাম ছিল ইসলামাবাদ যখন ভারত হল তখন চাটগাঁ। যখন পাকিস্তান হল তখন হলো chittagong আর যখন হলো বাংলাদেশ চট্টগ্রাম। তাদেরকে জিজ্ঞেস করো তাদের আদি বাস কোথায় কোথায় ছিল। তাদের পূর্বপুরুষ তারা কোথা থেকে এলো। কোন খান থেকে সেই তারা বলল যে তারা আদিবাসী। তারা কি পারবে দিতে তাদের পূর্বের দুই পুরুষের পরিচয়?
খ্রিষ্ট পূর্ব বারো হাজার বছর আগের প্রাগ জ্যোতিষপুর সভ্যতার ইতিহাস জানেন আপনি? দুই পুরুষের নাম বলতে পারবে না এটা কি ধরণের কথা? বর্তমান সময়ের ছেলে মেয়েদের একটাই সমস্যা, এরা বুঝে কম চিল্লায় বেশি।
সব চেয়ে বড়ো কথা আমরা diversity কে respect করতে পারিনা | নিজের দোষ চোখে দেখি না | অন্যের দোষ খুঁজি | নিজের বিচার করি না | অন্যের বেলায় ধর্ম আদালত বসিয়ে থাকি
উনি কিছু উচিত কথা বলেছেন যা অনেকের কাছে খারাপ লাগবে,, আজ পর্যন্ত তারা কোন বড ধরনের দুর্নিতিতে জডায়নি, তারা সমতলে অন্য কোন শহরে মারামারি করেনাই, তারা নাম করা কোন ব্যবসায়ী হতে পারেনি,, তাদের কিছু সরকারি অফিসার আছে দুর্নিতিতে আমাদের মত জডায়নি, তারা প্রবাসে আমাদের মত আসতে পারেনাই,, তাদের জীবনপথ আমাদের চাইতে অনেক খারাপ,, বলতে গেলে অনেক কিছু তবুও তাদেরকে আমরা বাংগালিরা অনেক খারাপ বলি,, মিডিয়া তাদেরকে খারাপ প্রচার করে,, অস্বিত্ব রক্ষাকারী সে নিজের কাছে ভালো,, সারা বছর শুনে আসলাম শিবির খুব খারাপ এখন দেখি শিবির নায়ক,, মিডিয়া সব কিছুই পারে
@@MdbelayetHossen-z3i সরকার তাদের সংস্কৃতি, ভাষা, জীবনযাত্রা, সর্বোপরি অস্তিত্বে আঘাত হানবে, আর তারা বসে বসে, আঙ্গুল চুষবে? সেটার বিরোধীতা করলেই তারা খারাপ, বিচ্ছিন্নতাবাদী, তাই তো?
বাংলাদেশ রাষ্ট্র, জুম্মল্যান্ড নয়। এর বাইরে চিন্তা ভাবনা করলে ১৬০০ ও ১৭০০ শতকের তৎকালীন মিয়ানমারের আরাকান রাজ্যে ফিরে যেতে হবে। বাঙালি, গারো, সাঁওতাল, চাকমা, মারমা, বর্ম, রাখাইন সব জাতিসত্তার জাতীয় পরিচয় বাংলাদেশী এবং বাংলাদেশের নাগরিক। 🇧🇩 🇧🇩
মাসুদ সাহেব, আপনি কি রাংগামাটিতে ছিলেন? আপনি কি রাঙ্গামাটির সম্পর্কে প্রকৃত অবস্থা জেনে বলছেন না, না জেনে বলছে? আমার মনে হয় আলোচনায় আসতে হলে আপনাকে আরো বেশি পড়াশোনা করে আসা উচিত।
Ji ami rangamati sadar e thaki, bangali. Bolen uni ki bhul ta bollen.... Bangali ra ja korse eder sathe.... akno je bangali dekhle marte ashe na ajnno lakh lakh sukria
@@tuminol7426 কে বলসে মারতে আসে না? হৃদয়ের মাংস খাওয়ার ঘটনা ভুলে গেলেন? এক হাতে কখনও তালি বাজে না। পাহাড়িদের মধ্যেও রাজনীতি আছে এবং তাদের মধ্যেও যেমন মুক্তিযোদ্ধা ছিল, তেমনই রাজাকারও ছিল। নিঃসন্দেহে পাহাড়িরা ভুক্তভোগী কিন্ত অধিকার আদায় করার জন্য এটা জানা জরুরী, যে অধিকার কাকে বলে। পাহাড়িরা সেনাদের সহ্য করতে পারে না কিন্ত আমার বাবাও একজন সেনা ছিল আর তিনি কক্সবাজার ও চট্টগ্রামেও ছিলেন। আমিও একসময় চট্টগ্রামে ছিলাম। আমার মামাও চট্টগ্রামের বহদ্দারহাটে থাকে। আপনি পাহাড়িদের পক্ষ নিতেই পারেন, কিন্ত বামপন্থীদের মত বাড়ায় বলবেন না। পাহাড়িদের অবস্থা খারাপ হয়েছে এনজিও এর আড়ালে থাকা কিছু সিন্ডিকেটের জন্য আর ভারত মদদ এবং ব্রিটিশদের ষড়যন্ত্র। বামপন্থীরা আগে থেকেই এসবের সাথে জড়িত। তাই বাড়ায় বলতে আসবেন না।
মাসুদ কামাল ভাই আপনার কাছ আমার প্রশ্ন......,? পাহাড়িদে কাছে এত সশস্ত্র বাহিনীর কেন। কোকি চীন রাষ্ট্র গঠন করতে চায় কেন। এত এত সংগঠন সশস্ত্র বাহিনীর কেন। যদি এগুলি বন্ধ করতে না পারেন। সেনাবাহিনীর কথা কেন বলেছেন । আপনাদের মত কিছু মানুষের জন্য রাষ্ট্র প্রতি ষড়যন্ত্র করতে পারে।
Bangladesh er kachei 71 e arms ken. Sadhin desh pakistan theke alada hoite chailen kn? Ans paben. Ora urdu ke Bangladesh er national language korte chaisilo. Amraw pahari der bangali banate chassi
যে কথাগুলো বলছে প্রত্যেকটা কথাগুলো মূল্যবান আমি সম্মান করেন আপনি আমাকে সম্মান দিবেন এটা বাস্তব কারণ আদিবাসীদের কে বাংলাদেশ সরকার ভালো চোখে দেখে না অনেকে বলে ভালো হয়ে যাও আগে ভালো হবে কিভাবে ভালো তো থাকতে দিল না অন্যান্য দেশের ছোট ছোট জনগোষ্ঠীরদে আরো উত্তর অধিকার দেয় বিষয় নিয়ে খোঁজ-খবর নিয়ে দেখো
এক জন ভালো সাংবাদিক হতে হলে প্রথমে এক জন ভদ্র মানুষ হতে হয়।আর এই শিক্ষাটা সাধারণত পরিবার থেকে আসে।জনাব মাসুদ কামাল যে ভাষা ব্যবহার করলেন তাতে তিনি তার পরিবার ছোট করলেন।
আমার মতে পার্বত্য চট্টগ্রামে যেসব যায়গায় বাঙালি বসতি বেশি ওইখানে বাঙালিদের বসানো হোক আর পাহাড়িের পাহাড়ি এলাকায়। নিজের সংস্কৃতি লোকের সাথে মিশতে পারলে তার চেয়ে আনন্দের আর কিছু থাকে না পাহাড়িরা বাঙালিদের সংস্কৃতিতে মিশতে পারতেছেনা তাই এই রকম পরিস্থিতি।
দেখলাম অনেকেই অনেক মন্তব্য করেছেন মাসুদ কামাল সাহেবের টেবিল টক নিয়ে। আমার কেন যেন মনে হয় মাসুদ কামাল এনিয়ে বিনিয়ে না বলে, খোলাখুলি বলতে পারতেন ভাই এতো টানাটানির দরকার নাই ওদের কে আলাদা করে দেওয়া হউক। আমি বলব ভাই বেশি ভালো ভালো না।
মাসুদ সাহেব আপনি ময়মনসিং থেকে পার্বত্য অঞ্চলের কিছুই বুঝেন না। পার্বত্য অঞ্চলে বসবাস করে অভিজ্ঞতা নিতে হবে কি বলা উচিত কি করা উচিত। আমি মনে করি টকশো এর সময়টা নষ্ট করলে।
মাসুদ কামাল স্যারের বক্তব্য হয়ে গেল, আমাদের চিরচেনা কিছু ধর্মীয় বক্তার মত। প্রশ্ন যাই হোক, সংশ্লিষ্ট বিষয়ে কিছু জানা না থাকলেও উত্তর তাকে দিতেই হবে। না হলে আবার পাবলিক মনে করবে যে সে কিছুই জানে না।
বাংলাদেশে বসবাস করতে হলে নিজেকে বাঙালি হিসেবে মানতে হবে এর বাইরে অন্য কিছু নয়। বাংলাদেশকে ভালবাসতে হবে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা যাবেনা, বাংলাদেশকে দ্বিখন্ডিত করার কর্মকাণ্ড বা কল্পনাও করা যাবেনা।
বাংলাদেশের কোন অংশ কোন সন্ত্রাসী সংগঠনের সাথে চুক্তি করবে না। চট্টগ্রামের প্রত্যেকটা অংশ 18 লক্ষ শহীদের বিনিময়ে। যদি প্রয়োজন হয় শুধু চট্টগ্রামের জন্য আরো এক লক্ষ নতুন সৈনিক বাড়ানো হবে কোন চুক্তি হবে না
ওনারা বাঙালি না ওনারা বাংলাদেশী। যেমন ভারতে পাঞ্জাবি আছে আবার বাঙালি আছে ভিন্ন সংস্কৃতি তবে ভারতীয়। ওনারা আদিবাসী নয়। আদিবাসী হলো হিন্দু ও কিছু পরে বৌদ্ধরা। চিন্তা করেন ১ কেজি লবণ কিনতে যদি পারমিশন নিতে হয়। কত কষ্ট। ওনাদের উচিত হবে কুংফু সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলা। সবাই ভাই ভাই। সমতলে আপনারা থাকবেন, আবার পাহাড়েও বাঙালি থাকবেন।
মাসুদ কামাল ভাই এর মত এভাবে আর কেউ পাহাড়িদের নিয়ে বিশ্লেষণ করেনি।
খুব খুব ভাল লাগল।
পাহাড়িরা বাংলাদেশী তবে কালচারালি তারা স্বতন্ত্র তাদের মত।
আমাদের উচিৎ পাহাড়িদের তাদের মত থাকতে দেওয়া।
তাদের কে কেউ বাধা দেই নাই মাসুদ কামাল সাহেব এক সপ্তাহ পরিচয় গোপন করে সেখানে থাকেন বুঋতে পারবেন
উপজাতিরা বাংলাদেশী না হয়ে আদিবাসী হতে চায় কেন? প্রশ্ন করেছেন কখনো?
করেন নাই, কারণ আপনি জানেন না আদিবাসী দাবির পেছনে কী ষড়যন্ত্র লুকানো আছে!
এছাড়া তারা দেশে এক আইন ও একই রকম অধিকার চাইতে পারতো কিন্তু তাও তারা চায় না। তারা চায় আদিবাসী স্বীকৃতি। কিন্তু কেন?
এর কারণ হচ্ছে-
আদিবাসী স্বীকৃতি আদায় করতে পারলে পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে তারা আরেকটা নতুন রাষ্ট্র তৈরি করার সুযোগ পাবে (জাতিসংঘের ২০০৭ সালের ঘোষণা অনুযায়ী)। হ্যাঁ এটাই তাদের মনের ভেতর লুকানো আসল উদ্দেশ্য। এজন্যই তারা আদিবাসী স্বীকৃতি চায়। এর বাইরে আর কোন উদ্দেশ্য নাই। দেশি-বিদেশি অনেকেই এখানে জড়িত।
অথচ নৃতত্ত্ব ও ইতিহাস বলছে, পার্বত্য চট্টগ্রামের উপজাতিরা বাংলাদেশে অভিবাসী হয়ে এসেছিল ঠিক রোহিঙ্গাদের মতো এবং ফিলিস্তিনের বুকে ইজরাইলীদের মতো আজ থেকে প্রায় একশ দুইশ বছর আগে। অথচ আজ সেইসব অভিবাসীরা ই স রা ই লি দের মত বাংলাদেশের আদিবাসী দাবী করে বসছে। কী আশ্চর্য! তাই না! বাংলাদেশের আদিবাসী তো আমরা বাঙালিরাই।
যাইহোক, এই সময়ে দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীদের উস্কানিতে উপজাতিরা এই দাবি নিয়ে হাজির হচ্ছে, আর পাহাড়ে উদ্দেশ্যমূলকভাবে অশান্তি তৈরি করছে, সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আর উপজাতিরা নির্যাতিত নিপীড়িত এরকম নানান বানোয়াট ছবি ভিডিওর গুজব অনলাইনে ছড়াচ্ছে!
কাজেই, আদিবাসী দাবি করা রাষ্ট্রদ্রোহিতা।
এর বিরুদ্ধে প্রত্যেকটা বাংলাদেশীকে অবশ্যই সরব হতে হবে। নইলে ভবিষ্যতে পাসপোর্ট নিয়ে পার্বত্য চট্টগ্রামে যেতে হবে।‼️
©️ সাইফুল ইসলাম
উপজাতিরা বাংলাদেশী না হয়ে আদিবাসী হতে চায় কেন? প্রশ্ন করেছেন কখনো?
করেন নাই, কারণ আপনি জানেন না আদিবাসী দাবির পেছনে কী ষড়যন্ত্র লুকানো আছে!
এছাড়া তারা দেশে এক আইন ও একই রকম অধিকার চাইতে পারতো কিন্তু তাও তারা চায় না। তারা চায় আদিবাসী স্বীকৃতি। কিন্তু কেন?
এর কারণ হচ্ছে-
আদিবাসী স্বীকৃতি আদায় করতে পারলে পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে তারা আরেকটা নতুন রাষ্ট্র তৈরি করার সুযোগ পাবে (জাতিসংঘের ২০০৭ সালের ঘোষণা অনুযায়ী)। হ্যাঁ এটাই তাদের মনের ভেতর লুকানো আসল উদ্দেশ্য। এজন্যই তারা আদিবাসী স্বীকৃতি চায়। এর বাইরে আর কোন উদ্দেশ্য নাই। দেশি-বিদেশি অনেকেই এখানে জড়িত।
অথচ নৃতত্ত্ব ও ইতিহাস বলছে, পার্বত্য চট্টগ্রামের উপজাতিরা বাংলাদেশে অভিবাসী হয়ে এসেছিল ঠিক রোহিঙ্গাদের মতো এবং ফিলিস্তিনের বুকে ইজরাইলীদের মতো আজ থেকে প্রায় একশ দুইশ বছর আগে। অথচ আজ সেইসব অভিবাসীরা ই স রা ই লি দের মত বাংলাদেশের আদিবাসী দাবী করে বসছে। কী আশ্চর্য! তাই না! বাংলাদেশের আদিবাসী তো আমরা বাঙালিরাই।
যাইহোক, এই সময়ে দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীদের উস্কানিতে উপজাতিরা এই দাবি নিয়ে হাজির হচ্ছে, আর পাহাড়ে উদ্দেশ্যমূলকভাবে অশান্তি তৈরি করছে, সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আর উপজাতিরা নির্যাতিত নিপীড়িত এরকম নানান বানোয়াট ছবি ভিডিওর গুজব অনলাইনে ছড়াচ্ছে!
কাজেই, আদিবাসী দাবি করা রাষ্ট্রদ্রোহিতা।
এর বিরুদ্ধে প্রত্যেকটা বাংলাদেশীকে অবশ্যই সরব হতে হবে। নইলে ভবিষ্যতে পাসপোর্ট নিয়ে পার্বত্য চট্টগ্রামে যেতে হবে।‼️
©️ সাইফুল ইসলাম
Tahole pahar sadin kore dao
@@ajalal4134 এই যুক্তি কোথায় পান ভাই? এক দেশ হলেই সবাইকে একই হতে হবে? তা না হলে বিচ্ছিন্নতাবাদী? এটা ঠিক মোদির মত হয়ে গেল না? যে ভারতে মুসলিম থাকতে পারবেনা, থাকবে শুধু থাকবে হিন্দু। আসল ঝামেলা কোথায় জানেন? মানুষকে নিজের মত শান্তিতে থাকতে দেওয়া হয়না। নিজের মত শান্তিতে থাকতে পারলে মানুষ কেন বিদ্রোহী হবে? জানা থাকলে উত্তর দিবেন।
খুব সঠিক কথা বলেছেন। সহমত।
উপজাতিরা বাংলাদেশী না হয়ে আদিবাসী হতে চায় কেন? প্রশ্ন করেছেন কখনো?
করেন নাই, কারণ আপনি জানেন না আদিবাসী দাবির পেছনে কী ষড়যন্ত্র লুকানো আছে!
এছাড়া তারা দেশে এক আইন ও একই রকম অধিকার চাইতে পারতো কিন্তু তাও তারা চায় না। তারা চায় আদিবাসী স্বীকৃতি। কিন্তু কেন?
এর কারণ হচ্ছে-
আদিবাসী স্বীকৃতি আদায় করতে পারলে পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে তারা আরেকটা নতুন রাষ্ট্র তৈরি করার সুযোগ পাবে (জাতিসংঘের ২০০৭ সালের ঘোষণা অনুযায়ী)। হ্যাঁ এটাই তাদের মনের ভেতর লুকানো আসল উদ্দেশ্য। এজন্যই তারা আদিবাসী স্বীকৃতি চায়। এর বাইরে আর কোন উদ্দেশ্য নাই। দেশি-বিদেশি অনেকেই এখানে জড়িত।
অথচ নৃতত্ত্ব ও ইতিহাস বলছে, পার্বত্য চট্টগ্রামের উপজাতিরা বাংলাদেশে অভিবাসী হয়ে এসেছিল ঠিক রোহিঙ্গাদের মতো এবং ফিলিস্তিনের বুকে ইজরাইলীদের মতো আজ থেকে প্রায় একশ দুইশ বছর আগে। অথচ আজ সেইসব অভিবাসীরা ই স রা ই লি দের মত বাংলাদেশের আদিবাসী দাবী করে বসছে। কী আশ্চর্য! তাই না! বাংলাদেশের আদিবাসী তো আমরা বাঙালিরাই।
যাইহোক, এই সময়ে দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীদের উস্কানিতে উপজাতিরা এই দাবি নিয়ে হাজির হচ্ছে, আর পাহাড়ে উদ্দেশ্যমূলকভাবে অশান্তি তৈরি করছে, সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আর উপজাতিরা নির্যাতিত নিপীড়িত এরকম নানান বানোয়াট ছবি ভিডিওর গুজব অনলাইনে ছড়াচ্ছে!
কাজেই, আদিবাসী দাবি করা রাষ্ট্রদ্রোহিতা।
এর বিরুদ্ধে প্রত্যেকটা বাংলাদেশীকে অবশ্যই সরব হতে হবে। নইলে ভবিষ্যতে পাসপোর্ট নিয়ে পার্বত্য চট্টগ্রামে যেতে হবে।‼️
©️ সাইফুল ইসলাম
চমৎকার বক্তব্য!
চমৎকার ও ন্যায় বিচার বক্তব্য প্রকাশ করেছেন,১০০%.সাপোর্ট,
সালামুআলাইকুম মাসুদ কামাল ভাই আপনি অনেক বুদ্ধিমান মানুষ আমার এই মেসেজটা যেন আপনার কাছে পৌঁছে হাজার হাজার বছরের আমাদের একটা স্বাধীন বাংলাদেশের যে বিষয়টা সবে মাথায় নিয়ে থাকা উচিত
Sundor kotha barta dhonnobad sir
পাহাড়ি আদিবাসীদের মনের কষ্ট বুঝার জন্য আপনাকে ধন্যবাদ মাসুদ স্যার।
ধন্যবাদ, সত্যটা তুলে ধরার জন্য ❤
যেকোনো কিছু ভালোবাসা দিয়ে আদায় করা যায় ❤❤❤❤
অনেক সুন্দর আলোচনা
চমৎকার বক্তব্য!
উপজাতিরা বাংলাদেশী না হয়ে আদিবাসী হতে চায় কেন? প্রশ্ন করেছেন কখনো?
করেন নাই, কারণ আপনি জানেন না আদিবাসী দাবির পেছনে কী ষড়যন্ত্র লুকানো আছে!
এছাড়া তারা দেশে এক আইন ও একই রকম অধিকার চাইতে পারতো কিন্তু তাও তারা চায় না। তারা চায় আদিবাসী স্বীকৃতি। কিন্তু কেন?
এর কারণ হচ্ছে-
আদিবাসী স্বীকৃতি আদায় করতে পারলে পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে তারা আরেকটা নতুন রাষ্ট্র তৈরি করার সুযোগ পাবে (জাতিসংঘের ২০০৭ সালের ঘোষণা অনুযায়ী)। হ্যাঁ এটাই তাদের মনের ভেতর লুকানো আসল উদ্দেশ্য। এজন্যই তারা আদিবাসী স্বীকৃতি চায়। এর বাইরে আর কোন উদ্দেশ্য নাই। দেশি-বিদেশি অনেকেই এখানে জড়িত।
অথচ নৃতত্ত্ব ও ইতিহাস বলছে, পার্বত্য চট্টগ্রামের উপজাতিরা বাংলাদেশে অভিবাসী হয়ে এসেছিল ঠিক রোহিঙ্গাদের মতো এবং ফিলিস্তিনের বুকে ইজরাইলীদের মতো আজ থেকে প্রায় একশ দুইশ বছর আগে। অথচ আজ সেইসব অভিবাসীরা ই স রা ই লি দের মত বাংলাদেশের আদিবাসী দাবী করে বসছে। কী আশ্চর্য! তাই না! বাংলাদেশের আদিবাসী তো আমরা বাঙালিরাই।
যাইহোক, এই সময়ে দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীদের উস্কানিতে উপজাতিরা এই দাবি নিয়ে হাজির হচ্ছে, আর পাহাড়ে উদ্দেশ্যমূলকভাবে অশান্তি তৈরি করছে, সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আর উপজাতিরা নির্যাতিত নিপীড়িত এরকম নানান বানোয়াট ছবি ভিডিওর গুজব অনলাইনে ছড়াচ্ছে!
কাজেই, আদিবাসী দাবি করা রাষ্ট্রদ্রোহিতা।
এর বিরুদ্ধে প্রত্যেকটা বাংলাদেশীকে অবশ্যই সরব হতে হবে। নইলে ভবিষ্যতে পাসপোর্ট নিয়ে পার্বত্য চট্টগ্রামে যেতে হবে।‼️
©️ সাইফুল ইসলাম
জানলাম ও উপকৃত হলাম। মাসুদ কামালকে শুভেচ্ছা। ধন্যবাদ।
Quite : পাহাড়িদের বিচার করতে হবে, আইন দিয়ে নয়, শক্তি দিয়ে নয়, কিন্তু অন্তর দিয়ে ❤❤❤❤❤
মাসুদ কামাল ভাই এর কথাগুলো সঠিক । এরা মাতৃতান্ত্রিক সমাজ এ সমাজে নারীরাই প্রধান ভূমিকা পালন করেন তাদের কৃষ্টি কালচার ভিন্ন ।
সত্যি আপনার চিন্তা ভাবনা অনেক উচ্চতর পর্যায়ে।
উপজাতিরা বাংলাদেশী না হয়ে আদিবাসী হতে চায় কেন? প্রশ্ন করেছেন কখনো?
করেন নাই, কারণ আপনি জানেন না আদিবাসী দাবির পেছনে কী ষড়যন্ত্র লুকানো আছে!
এছাড়া তারা দেশে এক আইন ও একই রকম অধিকার চাইতে পারতো কিন্তু তাও তারা চায় না। তারা চায় আদিবাসী স্বীকৃতি। কিন্তু কেন?
এর কারণ হচ্ছে-
আদিবাসী স্বীকৃতি আদায় করতে পারলে পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে তারা আরেকটা নতুন রাষ্ট্র তৈরি করার সুযোগ পাবে (জাতিসংঘের ২০০৭ সালের ঘোষণা অনুযায়ী)। হ্যাঁ এটাই তাদের মনের ভেতর লুকানো আসল উদ্দেশ্য। এজন্যই তারা আদিবাসী স্বীকৃতি চায়। এর বাইরে আর কোন উদ্দেশ্য নাই। দেশি-বিদেশি অনেকেই এখানে জড়িত।
অথচ নৃতত্ত্ব ও ইতিহাস বলছে, পার্বত্য চট্টগ্রামের উপজাতিরা বাংলাদেশে অভিবাসী হয়ে এসেছিল ঠিক রোহিঙ্গাদের মতো এবং ফিলিস্তিনের বুকে ইজরাইলীদের মতো আজ থেকে প্রায় একশ দুইশ বছর আগে। অথচ আজ সেইসব অভিবাসীরা ই স রা ই লি দের মত বাংলাদেশের আদিবাসী দাবী করে বসছে। কী আশ্চর্য! তাই না! বাংলাদেশের আদিবাসী তো আমরা বাঙালিরাই।
যাইহোক, এই সময়ে দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীদের উস্কানিতে উপজাতিরা এই দাবি নিয়ে হাজির হচ্ছে, আর পাহাড়ে উদ্দেশ্যমূলকভাবে অশান্তি তৈরি করছে, সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আর উপজাতিরা নির্যাতিত নিপীড়িত এরকম নানান বানোয়াট ছবি ভিডিওর গুজব অনলাইনে ছড়াচ্ছে!
কাজেই, আদিবাসী দাবি করা রাষ্ট্রদ্রোহিতা।
এর বিরুদ্ধে প্রত্যেকটা বাংলাদেশীকে অবশ্যই সরব হতে হবে। নইলে ভবিষ্যতে পাসপোর্ট নিয়ে পার্বত্য চট্টগ্রামে যেতে হবে।‼️
©️ সাইফুল ইসলাম
আপনাদের জানার জন্য বলছি, গারো আদিবাসী বাদে অন্য আদিবাসি ছেলেরা কিন্তু সামাজিক ভাবে ঘরে বউ নিয়ে আসে।
সুন্দর পর্যালোচনা।
ওনার কথাগুলোর মতো আমরা বাঙালিরা কেউ ভাবিনা।
ওনার কথা তো ভুল।বাঙালিরা ভাববে কেন।
সুন্দর আলোচনা সঠিক আলোচনা ❤️❤️
সাংবাদিক মাসুদ কামাল ভাইকে ধন্যবাদ, পাহাড়ী বাংগালীদের নিয়ে তথ্য সমৃদ্ধ বিশ্লেষনের জন্যে। তবে কিছু২ খেত্রে সংগত কারনেই আমি আমার অভিগ্যতা শেয়ার করছি।
১/ কখনই কোন বাংগালী বা আর্মি তাদের কৃস্টি কালচারের উপর হস্তখেপ করে নাই। বরং পাহাড়ীরাই যেখানেই জনবসতি বৃদ্ধি পেয়েছে, সেখান থেকে দুরে কোন নির্জন পাহাড় বা তার পাদদেশে আশ্রয় নিয়েছে। জন্মগতভাবেই তারা নির্জনতায় বিস্বাষী।
২/ ওখানকার পাহাড়ী সমাজপতি বা কারবারীরা খুবই চালাক এবং যখনই কোন পাগাড়ী নির্জন দুরত্বে চলে যেত, তখনই স্হানীয় পাহাড়ী নেতা বা কারবারী কৌশলে একটি কাগজে কিংবা অন্যকোন মাধ্যমে দস্তখত নিয়ে ঐ পাগাড়ীদের দখলকৃত জমি সামান্য কিছু টাকার বিনিময়ে কিনে নিয়ে বেশী টাকায় বাংগালীদের কাছে বিক্রী করতো। ওরা নুতন জায়্গায় চাষবাস করে খেত।
৩/ পাহাড়ীদের মধ্যে একটি সসস্ত্র ৩য় পক্খ তৈরী হয়েছে, তারা সাধারন পাহাড়ীদেরকে সবসময় ভয়ভিতি দেখিয়ে দমিয়ে রাখে।
৪/ ইতোমধ্যে পাহাড়ে ম্যাসিভ উন্নয়ন হয়েছে। জীবন মান ও জমিজমার দাম বৃদ্ধি পেয়েছে। এই সুযোগে ঐ ৩য় পক্খ কৌশলে বাংগালীদের নিয়ে জমি দখলের ব্লেমগেম খেলছে। জমি দখল করছে, ইত্যাদী বলছে।
৫/ পাহাড়ে চিটাগাং নোয়াখালী এবং অনেক আগে থেকেই বার্মা থেকে আগত বাংগালীরা বসবাস করে আসছিল। ফলে পাহাড়ীরা বিভিন্নভাবে তাদেরকে অত্যচা করতো। ফলে সংগত কারনেই তারা এবং সরকার পাহাড়ী বাংগালী একটি সমতা রক্খার্থে বিভিন্ন অনগ্রসর জেলা থেকে বাংগালীদেরকে নিয়ে সম্ভবতঃ ৪ একর করে পাহাড়ী জমি বন্দোবস্ত দেয়।
৬/ পাহাড়ীরা নয়, বরং বাংগালীরাই প্রশাসন বা পাহাড়ী সংগঠন দাড়া নির্যাতনের স্বীকার হয়েছে। তবে এখন আর সেই বৈষম্য নেই। পাগাড়ী বাংগালীরা তাদের নিজেদের কৃস্টিকালচারকে অক্খুন্ন রেখে মিলেমিশে বসবাস করছে।
তবে বিভিন্ন গোস্ঠি দন্ধে তারা আবিস্ঠ এবং এখেত্রে কোন বহিঃশক্তির হাত থাকতে পারে বলে মনে হয়। ধন্যবাদ, ২৬।৯।২৪
Respect sir..eto sindor totto deyar jonno donnobad..🙏
সঠিক ধারণা আপনার
Really appreciated having deep understanding and keeping respect towards diverse community & society 🙏🙏🙏
Respect for u sir
অবিলম্বে পাহাড়ি সশস্ত্র গোষ্ঠী ইউপিডিএফ এবং জেএসএস কে নিষিদ্ধ ঘোষণা করা হোক । পাহাড়ের সকল অবৈধ অস্ত্র উদ্ধার করে অস্ত্রধারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক , তবেই পার্বত্য এলাকার পাহাড়ি এবং বাঙ্গালীদের মধ্যে ভাতৃত্ব বজায় থাকবে ।
Upni ki janen ei uncholik dol gula army toiri kore diye gese..sudu updf Jss nam sunle ki hoi gobir ei giye bujar chesta koren
Wow ei kotha agge kemne army chinta korlo na. Apni ekhoni prodhan upodeshta hoye jaan
অবৈধভাবে বসবাসরত সেটেলারদের তুলে নাও বাছা,,, স্থানীয় বাঙ্গালী থাকলে কারোর অসুবিধা নাই।
Sosostro ghosthi barano hok. Bangali dar bair kore dewa hok 3 hill tracts area thaka tobei shanto hba
সঠিক কথা বলার জন্য ধন্যবাদ ❤❤❤
Tnq sir❤❤❤
সন্তুলারমা ঢাকা,চট্টগ্রামের জমি ক্রয় করতে পারেন ।আমি রাংমাটি জমি ক্রয় করতে পারব না ।
bhai ami akjn banglai, chottogram thaki.... jinishta positively nen.... apnar hoyto kono kharap uddesso nai,bt bangali ra giye paharider theke jor jobordosti kore, loan er trap e fele mainly pahar gula kine fele....
agulo jate na hoy ajnnoi ai rule....
& apnar jodi 2012/2014 sal er age ai 3 chittagong hill track e jomi thake tahole apni kinte parben.....
ar desh e ato jayga thakte apnar okhanei keno kinte hobe!!!
তোকে কে বলেছে ক্রয় করতে পারবেন না,,,চক্তি অনুযায়ী ক্রয় করতে হবে।
এযাবৎ কি কেউ ক্রয় করেনি,,,। অবইধ্যভাবে দখল করাকে ওনারা প্রতিবাদ করে।
Thanks dada
ভাই কয়েকটি যুক্তি দিই মাইন করবেন না, আপনাদের মুসলিম পুরুষ লোক থাকলে আমাদের পাহাড়ি মেয়েরা নিরাপদ বোধ করে না, কারণ বাঙালী মুসলমানরা সুযোগ পেলে যখন তখন নারী ধর্ষন করে, শিশু ধর্ষন করে , এবং কি মেরে ও ফেলে। আর বাঙ্গালী মুসলিমদের কাছে জমি বিক্রি করলে পরে একটু একটু করে পুরা জমিটা দখলে নেওয়ার চেষ্টা করে , তার পরে কিছু একটা সামপ্রদায়িক ঘটনা হলে পাহাড়ি আদিবাসীদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়, 😢😢😢 আর পাহাড়ি আদিবাসীরা যদি কোন শহরে বাঙালী মুসলমানের পাশে জাগা জমি কিনে বাড়ি তৈরি করে থাকে, পাহাড়ি আদিবাসী পুরুষ রা আপনাদের নারী ধর্ষন করে দেবে না, আপনাদের বা প্রতিবেশি জাগা দখল করার চেষ্টা করবে না। এটাই হলো পার্থক্য। আশা করি বুঝতে পারছেন। আরো অনেক কিছু বিষয় আছে ।
@@tuminol7426উপজাতিরা বাংলাদেশী না হয়ে আদিবাসী হতে চায় কেন? প্রশ্ন করেছেন কখনো?
করেন নাই, কারণ আপনি জানেন না আদিবাসী দাবির পেছনে কী ষড়যন্ত্র লুকানো আছে!
এছাড়া তারা দেশে এক আইন ও একই রকম অধিকার চাইতে পারতো কিন্তু তাও তারা চায় না। তারা চায় আদিবাসী স্বীকৃতি। কিন্তু কেন?
এর কারণ হচ্ছে-
আদিবাসী স্বীকৃতি আদায় করতে পারলে পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে তারা আরেকটা নতুন রাষ্ট্র তৈরি করার সুযোগ পাবে (জাতিসংঘের ২০০৭ সালের ঘোষণা অনুযায়ী)। হ্যাঁ এটাই তাদের মনের ভেতর লুকানো আসল উদ্দেশ্য। এজন্যই তারা আদিবাসী স্বীকৃতি চায়। এর বাইরে আর কোন উদ্দেশ্য নাই। দেশি-বিদেশি অনেকেই এখানে জড়িত।
অথচ নৃতত্ত্ব ও ইতিহাস বলছে, পার্বত্য চট্টগ্রামের উপজাতিরা বাংলাদেশে অভিবাসী হয়ে এসেছিল ঠিক রোহিঙ্গাদের মতো এবং ফিলিস্তিনের বুকে ইজরাইলীদের মতো আজ থেকে প্রায় একশ দুইশ বছর আগে। অথচ আজ সেইসব অভিবাসীরা ই স রা ই লি দের মত বাংলাদেশের আদিবাসী দাবী করে বসছে। কী আশ্চর্য! তাই না! বাংলাদেশের আদিবাসী তো আমরা বাঙালিরাই।
যাইহোক, এই সময়ে দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীদের উস্কানিতে উপজাতিরা এই দাবি নিয়ে হাজির হচ্ছে, আর পাহাড়ে উদ্দেশ্যমূলকভাবে অশান্তি তৈরি করছে, সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আর উপজাতিরা নির্যাতিত নিপীড়িত এরকম নানান বানোয়াট ছবি ভিডিওর গুজব অনলাইনে ছড়াচ্ছে!
কাজেই, আদিবাসী দাবি করা রাষ্ট্রদ্রোহিতা।
এর বিরুদ্ধে প্রত্যেকটা বাংলাদেশীকে অবশ্যই সরব হতে হবে। নইলে ভবিষ্যতে পাসপোর্ট নিয়ে পার্বত্য চট্টগ্রামে যেতে হবে।‼️
©️ সাইফুল ইসলাম
ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবর্তে জনজাতি বা নৃজাতিগোষ্ঠি বলা যেতে পারে।
জাতি হিসেবে স্বীকৃতি দিলেই সবচেয়ে সহজ হয়ে যায়।
ধন্যবাদ স্যার আদিবাসীদের কথা বলার জন্য
এক দেশ এক আইন
যে বুঝে সে বুঝিয়ে বলতে পারে এবং কথা গুলো শুনতে ও ভালো লাগে
ধন্যবাদ স্যার আমাদের বাড়ি কিশোরগঞ্জ। কিন্তু আমরা পার্বত্য জেলায় থাকি।
Anek anek donnobad pahiri der niye kota bolar jonno
স্যার কে সেলুট জানাই 💖🇧🇩💖
Right. Very Informative
আজকে তোই আপনাকে ধন্যবাদ দিচ্ছি।
ধন্যবাদ মাসুদ কামাল।
সঠিক বলেছেন স্যার
স্যার সঠিক তথ্যই তুলে ধরেছেন
উড়ে এসে জুড়ে বসেছে আমাদের পাহাড়ে। উপজাতি কখনো আদিবাসী হয় না
Thank you sir..
ধন্যবাদ মাসুদ কামাল ভাই।
আপনি বললেন চাকমা সহ অন্যান্ন পাহাড়িরা বেচে থাকার সংগ্রাম করে।আমি চ্যালেন্জ করছি বাংঙ্গালি বেদে সম্প্রদায় এবং সুন্দরবনের উপকূলীয় অন্চলের মানুষ ওদের থেকেও কয়েকগুন বেশি লড়াই সংগ্রাম করে বেচে থাকার।
Salute ❤
আপনার কথার সাথে অমত আছে। সেনা ক্যাম্প উঠানো উচিত হবে না।
সুন্দর বিশ্লেষণ
In India nobody from plains can purchase land in hill area , from J & K to North east rule is same.
370 was already abolished. Then why India does not terminate 371 article of it's constitution.
monipure, mijorame ki korece?
Onek donnobad apnake bogoban apnake monggol koruk apni amar babar boyosi onek sotto khota bolechen❤
বিনম্র শ্রদ্ধা স্যার।
রাষ্ট্র কেন গোটা বিশ্বের টিকিয়ে উচিত ক্ষুদ্র জনগোষ্ঠীর
শান্তিচুক্তি বাতিল করা উচিত। এটা একটা বৈষম্যযুক্ত চুক্তি। চুক্তি অনুযায়ী পাহাড়িদের গোটা দেশটাতেই তাদের অধিকার আছে, কিন্তু আমাদের কোন অধিকার নাই পাহাড়ের জমি কেনার। এটা কি বৈষম্য নয়! সরকারি চাকুরীতে তারা কোটা নিবে, কিন্তু সরকারি সেনাবাহিনী পাহাড়ে থাকুক তা চায় না!
ভাড়াটিয়াদেরকে বলে দাও এটা আমার চার পুরুষের জন্মস্থান।
আদিবাসী কে আর কে ভাড়াটিয়া তা ইতিহাস খুব ভালো করেই জানে।
দ্য গ্রেটার বাংলা যখন ছিল তখন পর্যন্ত আমার চট্টগ্রামের নাম ছিল ইসলামাবাদ যখন শাহীবাংলা হল তখনও নাম ছিল ইসলামাবাদ যখন ব্রিটিশরা এলো তখন ও নাম ছিল ইসলামাবাদ যখন ভারত হল তখন চাটগাঁ। যখন পাকিস্তান হল তখন হলো chittagong
আর যখন হলো বাংলাদেশ চট্টগ্রাম।
তাদেরকে জিজ্ঞেস করো তাদের আদি বাস কোথায় কোথায় ছিল।
তাদের পূর্বপুরুষ তারা কোথা থেকে এলো।
কোন খান থেকে সেই তারা বলল যে তারা আদিবাসী।
তারা কি পারবে দিতে তাদের পূর্বের দুই পুরুষের পরিচয়?
খ্রিষ্ট পূর্ব বারো হাজার বছর আগের প্রাগ জ্যোতিষপুর সভ্যতার ইতিহাস জানেন আপনি? দুই পুরুষের নাম বলতে পারবে না এটা কি ধরণের কথা? বর্তমান সময়ের ছেলে মেয়েদের একটাই সমস্যা, এরা বুঝে কম চিল্লায় বেশি।
এই ইতিহাস কোন বইতে লেখা আছে?
ঠিক বলছেন
ইতিহাস সব গল্প
সঠিক কথা ❤
একদম রাইট কথা বলেছেন
উপজাতিরা বাংলাদেশী না হয়ে আদিবাসী হতে চায় কেন? প্রশ্ন করেছেন কখনো?
করেন নাই, কারণ আপনি জানেন না আদিবাসী দাবির পেছনে কী ষড়যন্ত্র লুকানো আছে!
এছাড়া তারা দেশে এক আইন ও একই রকম অধিকার চাইতে পারতো কিন্তু তাও তারা চায় না। তারা চায় আদিবাসী স্বীকৃতি। কিন্তু কেন?
এর কারণ হচ্ছে-
আদিবাসী স্বীকৃতি আদায় করতে পারলে পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে তারা আরেকটা নতুন রাষ্ট্র তৈরি করার সুযোগ পাবে (জাতিসংঘের ২০০৭ সালের ঘোষণা অনুযায়ী)। হ্যাঁ এটাই তাদের মনের ভেতর লুকানো আসল উদ্দেশ্য। এজন্যই তারা আদিবাসী স্বীকৃতি চায়। এর বাইরে আর কোন উদ্দেশ্য নাই। দেশি-বিদেশি অনেকেই এখানে জড়িত।
অথচ নৃতত্ত্ব ও ইতিহাস বলছে, পার্বত্য চট্টগ্রামের উপজাতিরা বাংলাদেশে অভিবাসী হয়ে এসেছিল ঠিক রোহিঙ্গাদের মতো এবং ফিলিস্তিনের বুকে ইজরাইলীদের মতো আজ থেকে প্রায় একশ দুইশ বছর আগে। অথচ আজ সেইসব অভিবাসীরা ই স রা ই লি দের মত বাংলাদেশের আদিবাসী দাবী করে বসছে। কী আশ্চর্য! তাই না! বাংলাদেশের আদিবাসী তো আমরা বাঙালিরাই।
যাইহোক, এই সময়ে দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীদের উস্কানিতে উপজাতিরা এই দাবি নিয়ে হাজির হচ্ছে, আর পাহাড়ে উদ্দেশ্যমূলকভাবে অশান্তি তৈরি করছে, সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আর উপজাতিরা নির্যাতিত নিপীড়িত এরকম নানান বানোয়াট ছবি ভিডিওর গুজব অনলাইনে ছড়াচ্ছে!
কাজেই, আদিবাসী দাবি করা রাষ্ট্রদ্রোহিতা।
এর বিরুদ্ধে প্রত্যেকটা বাংলাদেশীকে অবশ্যই সরব হতে হবে। নইলে ভবিষ্যতে পাসপোর্ট নিয়ে পার্বত্য চট্টগ্রামে যেতে হবে।‼️
©️ সাইফুল ইসলাম
সাংবাদিক মাসুদ কামাল আপনি ভালো মানুষ, তারপরও আমি বলতেছি পাহাড়ি, যে কত খারাপ পাহাড়ের লোকগুলো যে কত খারাপ ওইখানে না যাওয়া পর্যন্ত বুঝতে পারবেন না
সব চেয়ে বড়ো কথা আমরা diversity কে respect করতে পারিনা | নিজের দোষ চোখে দেখি না | অন্যের দোষ খুঁজি | নিজের বিচার করি না | অন্যের বেলায় ধর্ম আদালত বসিয়ে থাকি
উনি কিছু উচিত কথা বলেছেন যা অনেকের কাছে খারাপ লাগবে,, আজ পর্যন্ত তারা কোন বড ধরনের দুর্নিতিতে জডায়নি, তারা সমতলে অন্য কোন শহরে মারামারি করেনাই, তারা নাম করা কোন ব্যবসায়ী হতে পারেনি,, তাদের কিছু সরকারি অফিসার আছে দুর্নিতিতে আমাদের মত জডায়নি, তারা প্রবাসে আমাদের মত আসতে পারেনাই,, তাদের জীবনপথ আমাদের চাইতে অনেক খারাপ,, বলতে গেলে অনেক কিছু তবুও তাদেরকে আমরা বাংগালিরা অনেক খারাপ বলি,, মিডিয়া তাদেরকে খারাপ প্রচার করে,, অস্বিত্ব রক্ষাকারী সে নিজের কাছে ভালো,, সারা বছর শুনে আসলাম শিবির খুব খারাপ এখন দেখি শিবির নায়ক,, মিডিয়া সব কিছুই পারে
ওরা কি পরিমাণ সহজ সরল ওখানে যারা বসবাস করে তারাই ভালো বলতে পারবে
@@MdbelayetHossen-z3i সরকার তাদের সংস্কৃতি, ভাষা, জীবনযাত্রা, সর্বোপরি অস্তিত্বে আঘাত হানবে, আর তারা বসে বসে, আঙ্গুল চুষবে? সেটার বিরোধীতা করলেই তারা খারাপ, বিচ্ছিন্নতাবাদী, তাই তো?
ora সন্ত্রাস আর চাদা বাজি আর বহু সেনা ও মানুষ খুন করে।
Thank you masud kamal
মাসুদ কামাল ভাই যথার্থই বলেছেন।
love for Mr. Masud Kamal
আপনি একমাত্র স্বীকার করলেন যে ওরা বাঙালী নয়।
আগে পাহাড় সম্পর্কে জানুন, তার পরে টক শো করেন। নিন্দিত হবেন না।
বাংলাদেশ রাষ্ট্র, জুম্মল্যান্ড নয়। এর বাইরে চিন্তা ভাবনা করলে ১৬০০ ও ১৭০০ শতকের তৎকালীন মিয়ানমারের আরাকান রাজ্যে ফিরে যেতে হবে। বাঙালি, গারো, সাঁওতাল, চাকমা, মারমা, বর্ম, রাখাইন সব জাতিসত্তার জাতীয় পরিচয় বাংলাদেশী এবং বাংলাদেশের নাগরিক। 🇧🇩 🇧🇩
মাসুদ সাহেব, আপনি কি রাংগামাটিতে ছিলেন? আপনি কি রাঙ্গামাটির সম্পর্কে প্রকৃত অবস্থা জেনে বলছেন না, না জেনে বলছে? আমার মনে হয় আলোচনায় আসতে হলে আপনাকে আরো বেশি পড়াশোনা করে আসা উচিত।
আপনি রাঙামাটি কি করেন?
Ji ami rangamati sadar e thaki, bangali. Bolen uni ki bhul ta bollen....
Bangali ra ja korse eder sathe.... akno je bangali dekhle marte ashe na ajnno lakh lakh sukria
পাহাড়ে রোহিঙ্গাদের পুনর্বাসন করা জরুরি।
উপজাতিরা বাংলাদেশী না হয়ে আদিবাসী হতে চায় কেন? প্রশ্ন করেছেন কখনো?
করেন নাই, কারণ আপনি জানেন না আদিবাসী দাবির পেছনে কী ষড়যন্ত্র লুকানো আছে!
এছাড়া তারা দেশে এক আইন ও একই রকম অধিকার চাইতে পারতো কিন্তু তাও তারা চায় না। তারা চায় আদিবাসী স্বীকৃতি। কিন্তু কেন?
এর কারণ হচ্ছে-
আদিবাসী স্বীকৃতি আদায় করতে পারলে পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে তারা আরেকটা নতুন রাষ্ট্র তৈরি করার সুযোগ পাবে (জাতিসংঘের ২০০৭ সালের ঘোষণা অনুযায়ী)। হ্যাঁ এটাই তাদের মনের ভেতর লুকানো আসল উদ্দেশ্য। এজন্যই তারা আদিবাসী স্বীকৃতি চায়। এর বাইরে আর কোন উদ্দেশ্য নাই। দেশি-বিদেশি অনেকেই এখানে জড়িত।
অথচ নৃতত্ত্ব ও ইতিহাস বলছে, পার্বত্য চট্টগ্রামের উপজাতিরা বাংলাদেশে অভিবাসী হয়ে এসেছিল ঠিক রোহিঙ্গাদের মতো এবং ফিলিস্তিনের বুকে ইজরাইলীদের মতো আজ থেকে প্রায় একশ দুইশ বছর আগে। অথচ আজ সেইসব অভিবাসীরা ই স রা ই লি দের মত বাংলাদেশের আদিবাসী দাবী করে বসছে। কী আশ্চর্য! তাই না! বাংলাদেশের আদিবাসী তো আমরা বাঙালিরাই।
যাইহোক, এই সময়ে দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীদের উস্কানিতে উপজাতিরা এই দাবি নিয়ে হাজির হচ্ছে, আর পাহাড়ে উদ্দেশ্যমূলকভাবে অশান্তি তৈরি করছে, সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আর উপজাতিরা নির্যাতিত নিপীড়িত এরকম নানান বানোয়াট ছবি ভিডিওর গুজব অনলাইনে ছড়াচ্ছে!
কাজেই, আদিবাসী দাবি করা রাষ্ট্রদ্রোহিতা।
এর বিরুদ্ধে প্রত্যেকটা বাংলাদেশীকে অবশ্যই সরব হতে হবে। নইলে ভবিষ্যতে পাসপোর্ট নিয়ে পার্বত্য চট্টগ্রামে যেতে হবে।‼️
©️ সাইফুল ইসলাম
@@tuminol7426 কে বলসে মারতে আসে না? হৃদয়ের মাংস খাওয়ার ঘটনা ভুলে গেলেন?
এক হাতে কখনও তালি বাজে না।
পাহাড়িদের মধ্যেও রাজনীতি আছে এবং তাদের মধ্যেও যেমন মুক্তিযোদ্ধা ছিল, তেমনই রাজাকারও ছিল।
নিঃসন্দেহে পাহাড়িরা ভুক্তভোগী কিন্ত অধিকার আদায় করার জন্য এটা জানা জরুরী, যে অধিকার কাকে বলে।
পাহাড়িরা সেনাদের সহ্য করতে পারে না কিন্ত আমার বাবাও একজন সেনা ছিল আর তিনি কক্সবাজার ও চট্টগ্রামেও ছিলেন। আমিও একসময় চট্টগ্রামে ছিলাম। আমার মামাও চট্টগ্রামের বহদ্দারহাটে থাকে।
আপনি পাহাড়িদের পক্ষ নিতেই পারেন, কিন্ত বামপন্থীদের মত বাড়ায় বলবেন না। পাহাড়িদের অবস্থা খারাপ হয়েছে এনজিও এর আড়ালে থাকা কিছু সিন্ডিকেটের জন্য আর ভারত মদদ এবং ব্রিটিশদের ষড়যন্ত্র। বামপন্থীরা আগে থেকেই এসবের সাথে জড়িত।
তাই বাড়ায় বলতে আসবেন না।
জনাব মাসুদ কামাল, পুরোটাই বাংলাদেশ নয় কি?
মাসুদ কামাল ভাই আপনার কাছ আমার প্রশ্ন......,? পাহাড়িদে কাছে এত সশস্ত্র বাহিনীর কেন। কোকি চীন রাষ্ট্র গঠন করতে চায় কেন। এত এত সংগঠন সশস্ত্র বাহিনীর কেন। যদি এগুলি বন্ধ করতে না পারেন। সেনাবাহিনীর কথা কেন বলেছেন । আপনাদের মত কিছু মানুষের জন্য রাষ্ট্র প্রতি ষড়যন্ত্র করতে পারে।
Bangladesh er kachei 71 e arms ken. Sadhin desh pakistan theke alada hoite chailen kn? Ans paben. Ora urdu ke Bangladesh er national language korte chaisilo. Amraw pahari der bangali banate chassi
@@Azrael0044💚🙏
তারা কি অস্ত্র ত্যাগ করেছে?
❤
যে কথাগুলো বলছে প্রত্যেকটা কথাগুলো মূল্যবান আমি সম্মান করেন আপনি আমাকে সম্মান দিবেন এটা বাস্তব কারণ আদিবাসীদের কে বাংলাদেশ সরকার ভালো চোখে দেখে না অনেকে বলে ভালো হয়ে যাও আগে ভালো হবে কিভাবে ভালো তো থাকতে দিল না অন্যান্য দেশের ছোট ছোট জনগোষ্ঠীরদে আরো উত্তর অধিকার দেয় বিষয় নিয়ে খোঁজ-খবর নিয়ে দেখো
আমরা দেশের মানুষ চাই সেনাবাহিনী পাহাড়ে থাকবে
আলোচনায় আসতে হলে আপনাকে আরো বেশি পড়াশোনা করে আসা উচিত।
এক জন ভালো সাংবাদিক হতে হলে প্রথমে এক জন ভদ্র মানুষ হতে হয়।আর এই শিক্ষাটা সাধারণত পরিবার থেকে আসে।জনাব মাসুদ কামাল যে ভাষা ব্যবহার করলেন তাতে তিনি তার পরিবার ছোট করলেন।
মুর্খের অভাব নাই দেশে
আমার মতে পার্বত্য চট্টগ্রামে যেসব যায়গায় বাঙালি বসতি বেশি ওইখানে বাঙালিদের বসানো হোক আর পাহাড়িের পাহাড়ি এলাকায়। নিজের সংস্কৃতি লোকের সাথে মিশতে পারলে তার চেয়ে আনন্দের আর কিছু থাকে না পাহাড়িরা বাঙালিদের সংস্কৃতিতে মিশতে পারতেছেনা তাই এই রকম পরিস্থিতি।
দেখলাম অনেকেই অনেক মন্তব্য করেছেন মাসুদ কামাল সাহেবের টেবিল টক নিয়ে। আমার কেন যেন মনে হয় মাসুদ কামাল এনিয়ে বিনিয়ে না বলে, খোলাখুলি বলতে পারতেন ভাই এতো টানাটানির দরকার নাই ওদের কে আলাদা করে দেওয়া হউক। আমি বলব ভাই বেশি ভালো ভালো না।
পার্বত্য এলাকায় পুলিশকে শক্তিশালী ও কার্যকর করে সেনা ক্যাম্প উঠিয়ে নিয়ে শান্তিপূর্ণ সহ অবস্থান নিশ্চিত করা উচিত। আর এর কোন বিকল্পও নেই।
মাসুদ সাহেব আপনি ময়মনসিং থেকে পার্বত্য অঞ্চলের কিছুই বুঝেন না।
পার্বত্য অঞ্চলে বসবাস করে অভিজ্ঞতা নিতে হবে কি বলা উচিত কি করা উচিত।
আমি মনে করি টকশো এর সময়টা নষ্ট করলে।
মাসুদ কামাল স্যারের বক্তব্য হয়ে গেল, আমাদের চিরচেনা কিছু ধর্মীয় বক্তার মত। প্রশ্ন যাই হোক, সংশ্লিষ্ট বিষয়ে কিছু জানা না থাকলেও উত্তর তাকে দিতেই হবে। না হলে আবার পাবলিক মনে করবে যে সে কিছুই জানে না।
Masud kamal sir k salute.Abslutely right balesen.
কামাল সাহেব,, আমি কিন্তু বিয়ে করে শ্বশুর বাড়িতে থাকে নি,,, শখে বসে সব কিছু বলা উচিত না
মাসুদ কামাল সাহেবের আরো অনেক পড়াশোনা করতে হবে পাহার নিয়ে।
আপনার কথায় আমি একমত নই।
বাংলাদেশে বসবাস করতে হলে নিজেকে বাঙালি হিসেবে মানতে হবে এর বাইরে অন্য কিছু নয়। বাংলাদেশকে ভালবাসতে হবে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা যাবেনা, বাংলাদেশকে দ্বিখন্ডিত করার কর্মকাণ্ড বা কল্পনাও করা যাবেনা।
Tui tw murko tui tripua chakma hoye ja bokasoda
শুধু পাহাড়ি কেন!সমতলের ভূমিপুত্রদের বা নিম্নবর্ণের সংখ্যালঘুদের জীবন যাপন বা রীতি যেভাবে দূর্বিষহ করে দেওয়া হচ্ছে!
বাংলাদেশের কোন অংশ কোন সন্ত্রাসী সংগঠনের সাথে চুক্তি করবে না। চট্টগ্রামের প্রত্যেকটা অংশ 18 লক্ষ শহীদের বিনিময়ে। যদি প্রয়োজন হয় শুধু চট্টগ্রামের জন্য আরো এক লক্ষ নতুন সৈনিক বাড়ানো হবে কোন চুক্তি হবে না
পাহাড় থেকে সেনা ক্যাম সরানোত দূরে কথা আরো ছাওনি বাড়াতে হবে বাড়াতে হবে
ওনারা বাঙালি না ওনারা বাংলাদেশী। যেমন ভারতে পাঞ্জাবি আছে আবার বাঙালি আছে ভিন্ন সংস্কৃতি তবে ভারতীয়। ওনারা আদিবাসী নয়। আদিবাসী হলো হিন্দু ও কিছু পরে বৌদ্ধরা। চিন্তা করেন ১ কেজি লবণ কিনতে যদি পারমিশন নিতে হয়। কত কষ্ট। ওনাদের উচিত হবে কুংফু সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলা। সবাই ভাই ভাই। সমতলে আপনারা থাকবেন, আবার পাহাড়েও বাঙালি থাকবেন।
জ্ঞানী মানুষের জ্ঞানী কথা
টকশো বুদ্ধিজীবি এবং বাস্তব বুদ্ধিজীবী এখনো হতে পারেনি
ঐ একই আওয়ামী লীগের এরকম বুদ্ধিজীবী ছিলো মোরগা কবির
এদেরও নিজের মতো করে বাচার অধিকার আছে। তাদের মধ্যে বাংগালী থাকার বা ঢোকার অধিকার থাকার কথা না।
আপনার যে উপস্থাপিকা সেই মহিলা নিজেই মনে হয় জানে না যে পাহাড়ে রাজনৈতিক কি,শান্তিচুক্তি কি
মাসুদ কামাল ভাই বাংলাদেশ বাংলাদেশি আপনি যেভাবে বুঝেন না কেন ওদেরকে তো আর স্বায়ত্তশাসন দেওয়া যাবে না।
Kamal vai k updesta hesebe dakte chai...
নতুন টাউট
আপনার এই বক্তিতাগুলো দেশ ভাগ করতে সহযোগিতা করছে,যা আপনি নিজেও বুঝতে পারছেন না।
TrueGPT তে সব সার্চ দিলে পেয়ে যাবেন
আদিবাসী কারা
সেটেলার বাঙালি কারা,,,,???✅
Think like masuda kamal sir
সেনাবাহিনীর মুল ক্যাম্প গোপালগঞ্জে করা দরকার
তাদেরকে জিজ্ঞেস করো তাদের আদি বাস কোথায় কোথায় ছিল।
তাদের পূর্বপুরুষ তারা কোথা থেকে এলো।
কোন খান থেকে সেই তারা বলল যে তারা আদিবাসী।
স্যার বিনয়ের সাথে বলি এখানের বিষয় না জেনে কথা বলা ঠিক না
মাসুদ কামাল সাহেব দালালি কম করেন ইন্ডিয়ার কাছ থেকে কত টাকা খাইছেন
😂😂