Sondhya Namilo Shyam || সন্ধ্যা নামিল শ্যাম || Tuhiner Gaan || Tuhin Kanti Das X Sohan Ali

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ม.ค. 2025
  • 'তুহিন কান্তি দাসের' প্রথম একক অ্যালবামের Title Song "সন্ধ্যা নামিল শ্যাম"
    Song - Sondhya Namilo Shyam
    Lyrics, Composition & Vocal - Tuhin Kanti Das
    Music Arrangement, Programming, Mix & Master - Sohan Ali
    Flute & Mandolin - Munshi Jewel
    Guitar, Dubki, Baya, Mandira, Daf, Piano - Sohan Ali
    A Jonaki Opera House Productions Music Video Film.
    Visual Director: Syeda Nilima Dola
    DOP: Shohan Nur
    Artist: Rafah Nanziba Torsha & Khalid Mahmud Saad
    Producer: MD. Rakibul Hasan
    Creative Producer: Rajat Tanmay
    Chief Assistant Director: Refat khan Anik
    Edit: Imamul Baker Apollo
    Colour: Pranjal Shirange (India)
    Line Producer: Shovon Kumar Dey
    Location: Aniket & Shuvo
    Wardrobe Sponsored By Jatra & Jatra Mela
    Lyrics::
    মনেরো ময়ূর নাচে
    ঘোর বরষায়
    ঘন মেঘ দূর আকাশে
    উড়ে উড়ে যায়
    মনেরো ভ্রমরা বনে
    গুনগুন গায়
    সন্ধ্যা নামিল শ্যাম
    তোমারো আশায়...
    ফুল বনে বন
    পাখির গানে
    প্রজাপতি উড়ে যায়
    কুঞ্জবনে
    বসন্ত বাতাস এই
    ফাগুনও বেলায়
    সন্ধ্যা নামিল শ্যাম
    তোমারো আশায়...
    সন্ধ্যা তারার ফুলে
    সাজায়েছি ঘর
    গায়ে জড়ায়ে কাম
    রাঙানো বাসর
    কাজলে মাখানো আঁখি
    জলে ভেসে যায়
    সন্ধ্যা নামিল শ্যাম
    তোমারো আশায়...
    Special Thanks: Rajib Paul, Imtenaan Mohammad Jaquie, Rawshan Kabir Bipul, Jahid Jogot, Tareq Hussain, Himadri Bapon, Debashis Das, Yeasir Arafat Rubel, Raju Shohojia, Baki Billah, Amal Akash, Charu Pintu, Shimul Kumbhakar, Mursalina Anika, Jakaria Sheikh, Shahnewaz Islam, Camalia Shoshi, Monisha Wahid, Rayhan Sohel.
    Sondhya Namilo Shyam | সন্ধ্যা নামিল শ্যাম | Tuhiner Gaan | Tuhin Kanti Das X Sohan Ali | New Bangla Song 2024 | Official Music Video
    ©Tuhiner Gaan 2024

ความคิดเห็น • 354

  • @gaanpokafolk
    @gaanpokafolk 8 หลายเดือนก่อน +69

    "সন্ধ্যা নামিলো শ্যাম তোমার আশায়" এমন সুন্দর অনুভূতির লিরিক খুব কমই আছে বাংলা গানে। তুহিন কান্তি দাস দারুণ এক প্রেমময় অনুভূতি এনে দিয়েছেন এই গানে। অসাধারণ সুর গায়কি, সংগীতায়োজন আর লিরিকে উপমার চমৎকার প্রয়োগ গানটাকে নতুন মাত্রায় পৌঁছে দিয়েছে। ধন্যবাদ তুহিন কান্তি দাস এবং সংশ্লিষ্ট সবাইকে এই সুন্দর গান পরিবেশনের জন্য।

    • @tuhinergaan
      @tuhinergaan  8 หลายเดือนก่อน +7

      ভালবাসি গানপোকা🌿🌼

    • @sourovroy9353
      @sourovroy9353 8 หลายเดือนก่อน +1

    • @skshagorray3961
      @skshagorray3961 8 หลายเดือนก่อน +1

      ❤❤❤

  • @mdalifahmedali2575
    @mdalifahmedali2575 8 หลายเดือนก่อน +81

    আমি শিউর দিয়ে বলতে পারি ইউটিউব আপনাকে এই গানটা সাজেস্ট করেনি,😊আপনি এই গানটাকে সার্চ দিয়ে শুনছেন এবং মনের তৃষ্ণাটা তৃপ্তি সহকারে মিটাছেন একদম গভীর থেকে অনুভব করে।😌🥀

    • @tuhinergaan
      @tuhinergaan  8 หลายเดือนก่อน +4

      🌿🌼

    • @Bidhan2002
      @Bidhan2002 8 หลายเดือนก่อน +3

      আমাকে ২ঘন্টা পরেই সাজেস্ট করেছিল 😂

    • @monjualom6175
      @monjualom6175 8 หลายเดือนก่อน +1

      Hmmm

    • @bubai2405
      @bubai2405 8 หลายเดือนก่อน +3

      আমি জানি না কিভাবে এবং কেন পৃথিবীর সবচেয়ে ভিন্ন গানগুলো আমার সাজেশনে চলে আসে, এরকম গান গুলো শুনে মনে হয় আমি সামান্য কৃপালু হয়েউঠি মনে হয় গানখানা শুধু আমার জন্য রেখেনি।

    • @JackyTalukdar
      @JackyTalukdar 8 หลายเดือนก่อน

      hum

  • @kakonghosh1102
    @kakonghosh1102 8 หลายเดือนก่อน +21

    মনেরো ময়ূর নাচে
    ঘোর বরষায়
    ঘন মেঘ দূর আকাশে
    উড়ে উড়ে যায়
    মনেরো ভ্রমরা বনে
    গুনগুন গায়
    সন্ধ্যা নামিল শ্যাম
    তোমারো আশায়...
    ফুল বনে বন
    পাখির গানে
    প্রজাপতি উড়ে যায়
    কুঞ্জবনে
    বসন্ত বাতাস এই
    ফাগুনও বেলায়
    সন্ধ্যা নামিল শ্যাম
    তোমারো আশায়...
    সন্ধ্যা তারার ফুলে
    সাজায়েছি ঘর
    গায়ে জড়ায়ে কাম রাঙানো বাসর
    কাজলে মাখানো আঁখি
    জলে ভেসে যায়
    সন্ধ্যা নামিল শ্যাম
    তোমারো আশায়...

  • @prodyutgolder6890
    @prodyutgolder6890 7 หลายเดือนก่อน +6

    হাজারো বাঙালির হৃদয় ছুঁয়ে যাক এই গান। এই গানের সুরে মেতে উঠুক দেশ দেশান্তরের সকল বাংলা গানের স্রোতা।

  • @PonkojShil-uz3yf
    @PonkojShil-uz3yf 8 หลายเดือนก่อน +10

    ফেসবুকে নিউজ দেখে আসলাম গান শুনতে। আহা দারুণ লিরিক, সুর, কম্পোজিশন 🥰🥰🥰
    তুহিন দাদা আমাদের সুনামগঞ্জ জেলার মানুষ । ভালবাসা রইল নিরন্তর 🥰🥰🙏

    • @tuhinergaan
      @tuhinergaan  8 หลายเดือนก่อน

      🌿🌻

  • @utsob767
    @utsob767 8 หลายเดือนก่อน +4

    অসাধারণ 🩶
    অনেক অপেক্ষার পর অবশেষে 🩶
    ধন্যবাদ তুহিন কান্তি দাস দাদা 🩶

  • @MonirulIslam1989
    @MonirulIslam1989 8 หลายเดือนก่อน +8

    একদিন মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে কোটি মানুষের কাছে পৌছবে এই গান। দারুন আয়োজন তুহিন ও তার টিম।

    • @tuhinergaan
      @tuhinergaan  8 หลายเดือนก่อน

      ভালবাসা মনির ভাই 🌿🌻

  • @admiralgeneralmaradin2085
    @admiralgeneralmaradin2085 8 หลายเดือนก่อน +6

    ২০১৭ তে চারুকলার আড্ডায় প্রথম শুনেছিলাম তুহিন'দার গলায়! অসাধারণ একজন গায়ক ও মানুষ। আমি দাদার দীর্ঘায়ু কামনা করছি ❤

    • @tuhinergaan
      @tuhinergaan  2 หลายเดือนก่อน

      @@admiralgeneralmaradin2085 ভালবাসা🌿🌻

  • @sakibrahman344
    @sakibrahman344 8 หลายเดือนก่อน +4

    গানটি অনবদ্য হয়েছে। একবার শুনলে বারবার শুনতে ইচ্ছে করে। বেশ দীর্ঘ সময় ধরে এর রেশ রয়ে যাবে। অনেক শুভকামনা।

  • @sagorsikder1939
    @sagorsikder1939 7 หลายเดือนก่อน +3

    ইউটিউব লাভ রিএক্ট রাখেনি তাই ওটা কমেন্টে দিয়ে গেলাম। অসাধারণ। 💚❤️

  • @alabidanik7453
    @alabidanik7453 8 หลายเดือนก่อน

    অসাধারণ। অসাধারণ। অসাধারণ৷ এটি এমনই একটা পরিবেশনা যে গানটি একবার শুনেই ভালো লেগে গেল। ' কৃষ্ণপক্ষ' ব্যান্ডের গানের মাধ্যমে তুহিন কান্তি দাস দাদার ভক্ত। বিশেষ করে 'চান্দের গাড়ি' গানটা সবসময় মুখে মুখে থাকে। টিমের সকলের জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো।

  • @FaisalBinAsik
    @FaisalBinAsik 5 วันที่ผ่านมา

    কী অসাধারণ❤️ ছোট ভাই জাহিদ পাঠাল গানটা। ইউটিউব এত ভাল গান কেন সাজেস্ট করে নি??

  • @jakariasheikh3089
    @jakariasheikh3089 8 หลายเดือนก่อน +7

    কাজলে মাখানো আঁখি জলে ভেসে যায়,,,
    সন্ধ্যা নামিল শ্যাম তোমার আসায়।
    অসাধারণ 👏
    অনেক অনেক শুভকামনা দাদা

    • @tuhinergaan
      @tuhinergaan  2 หลายเดือนก่อน

      @@jakariasheikh3089 এই গান প্রকাশে তোর ইফোর্ট মনে থাকবে আজীবন৷ ভালবাসা নিস জ্যাক❤️🌿

  • @apubala-e5u
    @apubala-e5u 8 หลายเดือนก่อน +5

    কাজলে মাখানো আঁখি জলে ভেসে যায়,,, সন্ধ্যা নামিল শ্যাম তোমার আসায়।
    ❤❤❤❤

  • @iftekharreza90
    @iftekharreza90 8 หลายเดือนก่อน +4

    যেমনি গান তেমনি ভিডিও। দারুণ দারুণ... 👏👏👏

  • @shakilhasan8537
    @shakilhasan8537 8 หลายเดือนก่อน +1

    অনুভূতিগুলো শব্দের মালায় দারুন গাথা। দরদভরা কন্ঠে সন্ধ্যা নামিলো শ্যাম.....

  • @jpbd4080
    @jpbd4080 8 หลายเดือนก่อน +2

    এত সুন্দর গান আগে শুনেছি বলে মনে পড়ে না
    আশা রাখি
    এই শিল্পি দিয়ে এমন কিছু গান করেন
    বিশেষ করে আমি অপেক্ষায় রইলাম পরবর্তী গান শোনার জন্য ❤❤❤

    • @tuhinergaan
      @tuhinergaan  8 หลายเดือนก่อน

      ধন্যবাদ ❤️

  • @anuronondu
    @anuronondu 8 หลายเดือนก่อน +1

    অসাধারণ সৃষ্টি। তুহিন ভাই আর সোহান ভাইয়ের দারুণ এক কম্বিনেশন। কতোবার যে শুনলাম! অনেক অনেক কৃতজ্ঞতা ভাই এমন দারুণ এক গানের জন্য❤️

  • @acoustic204
    @acoustic204 8 หลายเดือนก่อน +1

    অবিশ্বাস্য! অনবদ্য!!
    কি সুন্দর লিরিক্স !! সাথে হৃদয়স্পর্শী সুর❤!
    আর সিনামাটোগ্রাফি ওহ হো!! জাস্ট 👌👌

  • @atalbhowmik4227
    @atalbhowmik4227 8 หลายเดือนก่อน +3

    এরকম স্নিগ্ধ গান অনেক দিন শুনি নাই।
    Great job!

    • @tuhinergaan
      @tuhinergaan  2 หลายเดือนก่อน

      @@atalbhowmik4227 ভালবাসা অটল❤️🌿

  • @SumanRoy-rm3ng
    @SumanRoy-rm3ng 7 หลายเดือนก่อน +5

    যখন সময় পাই তখনই আপনার গান শুনি খুবই ভালো লাগে।

  • @allthebest8308
    @allthebest8308 8 หลายเดือนก่อน +3

    গান টা রিলিজ দেওয়ার সময় সেই সন্ধায় আমি উপস্থিত ছিলাম।
    অবশেষে গান টা পেয়ে ভালোই লাগলো। 🖤🫂

  • @mrafi.tom01
    @mrafi.tom01 8 หลายเดือนก่อน +2

    সন্ধ্যা নামিলো শ্যাম তোমারি আশায়,🇧🇩❤️what an emotion

  • @joybaral3680
    @joybaral3680 8 หลายเดือนก่อน

    এত সুন্দর লিরিক বলার মত না! যত শুনি ততই শুনতে মন চায়। গত ২ দিন যাবৎ শুনতেছি,তারপরও মন ভরেনা। আরো এমন গান উপহার দেন,এই আশা করি। শুভকামনা ও ভালোবাসা।

    • @tuhinergaan
      @tuhinergaan  8 หลายเดือนก่อน

      ভালবাসা 🌿

  • @SurmaSarker-j9z
    @SurmaSarker-j9z 8 หลายเดือนก่อน +1

    অসাধারণ হয়েছে।শুভকামনা রইল সুনামগঞ্জের ভবিষ্যত রত্ন🥰

  • @MoriamSarker-uq1sq
    @MoriamSarker-uq1sq 7 หลายเดือนก่อน +2

    আমি গানটা প্রথম শুনেছি আমার বয়ফ্রেন্ডের কাছে থেকে❤️তখন থেকে গানটা অনেক ভালো লাগে😻😻বিশেষ করে এই লাইনটা "সন্ধ্যা নামিলো শ্যাম তোমারো আশায়" 🦋

  • @sohelpervez4518
    @sohelpervez4518 8 หลายเดือนก่อน +2

    খুবই সুন্দর একটা গান...গতকাল থেকে অনেকবার শুনেছি...

  • @tanvirrayanofficial
    @tanvirrayanofficial 8 หลายเดือนก่อน

    এত এত বার শুনেছি গানটা। মনে হয় অনেক দিন পর একটা শ্রুতিমধুর গান শুনলাম। লিরিক্স, সুর, মিউজিক কম্পোজিশন; সবমিলিয়ে দারুন এক অভিব্যক্তি। তুহিন দা, ভালোবাসা তোলা রইলো। সাক্ষাতে একটা চা-চক্রের আহবান।
    আর এত সুন্দর মিউজিক ভিডীওর জন্য দোলাপা সহ টিমের বাকি সবাইকে সাধুবাদ। ভালোবাসা

    • @tuhinergaan
      @tuhinergaan  8 หลายเดือนก่อน

      অবশ্যই চায়ের কাপে আড্ডা জমবে গান-গল্পে🌼

  • @maruf_kabir
    @maruf_kabir 8 หลายเดือนก่อน +1

    কথা+সুর+দরদী কন্ঠ=অসাধারণ

  • @mdalifahmedali2575
    @mdalifahmedali2575 8 หลายเดือนก่อน +3

    প্রতিদিনই এক #ভালোবাসার নামক নগরীর মানুষদের মন ভাঙ্গে,😢তখন তারা নিজেকে এতোটাই একা অনুভব করে যে,"এই সকল গানের মাঝেই যেন ভুলে যায় অতীতকে,আর ফিরে পায় আবার নতুন করে নিজেকে"ধন্যবাদ ওই সকল শিল্পীদের যারা নিজেদের মন ভাঙ্গার গল্পগুলো বিলীন করে দেয় এরকম গানের মাধ্যমে।🥀😌

    • @tuhinergaan
      @tuhinergaan  8 หลายเดือนก่อน +1

      🎵🌻🌿

  • @nepalmondal5181
    @nepalmondal5181 7 หลายเดือนก่อน +2

    লিরিক্স-ভালোবাসা,আবেগ,অনুভূতি সংমিশ্রণ। ❤❤
    কাউকে পরম যত্নে ভালবাসলে এমন একটা সুন্দর লিরিক্স উপহার দেওয়া যায়❤
    গানটা শুনতে-শুনতে নিজেকে কোথায় যেন হারিয়ে ফেলি❤

  • @uthsadas8450
    @uthsadas8450 8 หลายเดือนก่อน +1

    অতিশীঘ্রই লিস্টে চলে আসতাছেন ভাই , ভালোবাসা রইলো❣️

  • @juimonydas4587
    @juimonydas4587 8 หลายเดือนก่อน +1

    কী মিষ্টি! কৈশোরের প্রেমের মতো।

    • @tuhinergaan
      @tuhinergaan  8 หลายเดือนก่อน

      ধন্যবাদ🌿

  • @monsurrahman3647
    @monsurrahman3647 8 หลายเดือนก่อน +1

    লিরিক্স এবং ভয়েজ দুইটাই অসাধারণ। প্রতিদিন একবার হলেও গানটা শুনি। যত শুনি ততই ভালো লাগে। শুভকামনা রইলো ভাই, ভবিষ্যতে এরকম গান আরো চাই।
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @tuhinergaan
      @tuhinergaan  8 หลายเดือนก่อน

      ধন্যবাদ। 🌿

  • @shimulbardhan336
    @shimulbardhan336 8 หลายเดือนก่อน

    সন্ধ্যা নামিল শ্যাম তোমারও আশায়, কি কথা রে মন জুড়িয়ে যায়।

  • @NazmulHudaNimu
    @NazmulHudaNimu 8 หลายเดือนก่อน

    "সন্ধ্যা নামিল শ্যাম, তোমার ও আশায়"
    পুরো গানটা একটানা ৩ বার শুনলাম।
    কি সুন্দর কথা, কত চমৎকার সুর, অনবদ্য গায়কী!
    নিঃসন্দেহে এসময়ের গুণী ও জনপ্রিয় একজন গীতিকার, সুরকার ও শিল্পী হচ্ছেন তুহিন কান্তি দাস দাদা। ওনার সঙ্গে সরাসরি সময় কাটানোর সুযোগ হয়েছিল, মানুষ হিসেবেও তিনি সাধারণের মধ্যে অসাধারন একজন।
    দাদার রচিত "চলে আমার চান্দের গাড়ি" বা এমনও বসন্তে বন্ধু আইলো না" গানটা অধিকাংশের পছন্দের গান।
    আর আমাদের উত্তরবঙ্গের গর্ব সোহন আলী ভাইয়ের কম্পোজিশন অনেক অনেক ভালো ছিল।
    শুভকামনা রইলো ❤️

    • @tuhinergaan
      @tuhinergaan  8 หลายเดือนก่อน

      🌻🌿

  • @RifatHasan-sb4cl
    @RifatHasan-sb4cl 7 หลายเดือนก่อน +6

    সত্যি বলতে আমি ফেসবুক থেকে শুনছি।একন ইউটিউবে শুনলাম প্রায় ২০ বার,,যত শুনি ততই ভালো লাগে।কিন্তু দূঃখজনক বিষয় হলো এতসুন্দর গানের ভিউ এত কম।আসলে বাঙালিরা গান চেনে না 😢।

  • @zillurrahmanshohag
    @zillurrahmanshohag 8 หลายเดือนก่อน +2

    অপূর্ব ! ❤
    মনের প্রশান্তি!
    এমন গান আরো আসুক। শুভকামনা ❤️

    • @tuhinergaan
      @tuhinergaan  8 หลายเดือนก่อน

      চেষ্টা করবো সোহাগ ভাই। ভালবাসা নিয়েন❤️

  • @mdforhadbabu-ko7gy
    @mdforhadbabu-ko7gy 6 หลายเดือนก่อน +1

    প্রতিদিন ৬-৮ বার এই গান টি শুনার জন্যই ইউটিউব এ আসি 🫶

  • @srabanisharma2460
    @srabanisharma2460 หลายเดือนก่อน

    শুভকামনা।এইভাবেই গানটাকে ভালোবেসে ধরে রেখো। তোমার সকল স্বপ্ন পূর্ণ হোক💟........শ্রাবণ......

  • @md.muhsinunrahmanutsob4308
    @md.muhsinunrahmanutsob4308 8 หลายเดือนก่อน +3

    খুব পছন্দের একটা গান🌼🩶
    অসাধারণ 🩶

  • @trisantale
    @trisantale 8 หลายเดือนก่อน +1

    দারুন হয়েছে দাদা । নিয়মিত গান শুনতে চাই।

  • @shazzadhosenshetu2679
    @shazzadhosenshetu2679 8 หลายเดือนก่อน

    অসাধারণ লিরিক এবং গায়কী। সাথে মিউজিক টাও সুন্দর। ❤️

  • @mbarimon3570
    @mbarimon3570 8 หลายเดือนก่อน +3

    বাহ এতো সুন্দর ❤️❤️❤️

  • @tahiyatzayansmom
    @tahiyatzayansmom 8 หลายเดือนก่อน +3

    গানটা এতটা হৃদয়স্পর্শী যে বার বার শুনতে ইচ্ছে হয়

    • @maashik887
      @maashik887 7 หลายเดือนก่อน

      হ্যাঁ একদম ❤

  • @tusharanur
    @tusharanur 8 หลายเดือนก่อน

    অসাধারণ লাগলো। বহুবার শুনছি আর গুন গুন গাইছি।

  • @TashdidIbrahimshopnil-B
    @TashdidIbrahimshopnil-B 8 หลายเดือนก่อน

    মুগ্ধ হয়ে শুনলাম, সত্যি চমৎকার লিরিক, চমৎকার গায়কী ❤

  • @Mouchowdhury914
    @Mouchowdhury914 3 หลายเดือนก่อน

    কাজলে মাখানো আঁখি জলে ভেসে যায়,,,সন্ধ্যা নামিলো শ্যাম তোমারো আশায়।
    🥹

  • @polashkhanmp6163
    @polashkhanmp6163 8 หลายเดือนก่อน +5

    গান টা ৭০ বার শুনা আমি❤❤

  • @sabujdewan1177
    @sabujdewan1177 8 หลายเดือนก่อน +2

    এতো সুন্দর গানও হয়💚

  • @meizanur-ht
    @meizanur-ht 8 หลายเดือนก่อน +1

    এত সুন্দর একটা গান, এত ছোট একটা চ্যানেলে আপলোড করেছেন, আপনাদের হিম্মত আছে অভিনন্দন এগিয়ে যান।

    • @tuhinergaan
      @tuhinergaan  8 หลายเดือนก่อน

      আপনাদের ভালবাসার উপর আমার শতভাগ আস্থা আছে। আমি জানতাম ভাল কিছু করলে আপনারা গ্রহণ করবেনই৷ ধন্যবাদ🌼

  • @prosenjitsarkar9683
    @prosenjitsarkar9683 8 หลายเดือนก่อน

    অনেক সুন্দর হয়েছে দাদা, ভালোবাসা।

  • @ProNoy115
    @ProNoy115 8 หลายเดือนก่อน +1

    Gram banglar soundhorjo fute tolar jonne dhonnobad,gan tao osadharon❤😊

  • @armankhan5000
    @armankhan5000 8 หลายเดือนก่อน

    ভিন্ন কিছু হলো!
    ভালো লাগলো!
    শুভ কামনা রইলো!

  • @abakash9802
    @abakash9802 8 หลายเดือนก่อน +1

    গানটা যতবার শুনি ততবার আলাদা একটা Feeling কাজে করতেছে🥰

  • @miloncollection273
    @miloncollection273 7 หลายเดือนก่อน +1

    বার বার শুনতে মন চায়! 🌺

  • @nazmulsrabon4218
    @nazmulsrabon4218 8 หลายเดือนก่อน +1

    জাস্ট দারুণ হইছে ❤❤❤

  • @AbuSayed-zc8tg
    @AbuSayed-zc8tg 7 หลายเดือนก่อน

    সন্ধ্যায় বেলায় সন্ধ্যার নামিলো শ্যাম তোমারো আশায় গানটি খুব ভালো লাগল

  • @farhanarif8353
    @farhanarif8353 8 หลายเดือนก่อน +2

    কি গাইলেন ভাই এটা 🔥সকাল থেকে কেবল এটাই শুনতেছি ❤

  • @MdShamsujjoha-ie4bl
    @MdShamsujjoha-ie4bl 8 หลายเดือนก่อน +1

    ওহহো কি অমায়িক সুন্দর 🥰

  • @MdAhadadnan-r1q
    @MdAhadadnan-r1q 7 หลายเดือนก่อน +1

    অসাধারণ একটা গান 😊

  • @AlmasAli-xp4yq
    @AlmasAli-xp4yq 8 หลายเดือนก่อน

    সন্ধ্যা নামিল শ্যাম তোমার আশায়❤❤
    অসাধারণ।।
    ৭০ তম কমেন্ট করে গেলাম🎉🎉

  • @ShahidulIslamPappuOfficial
    @ShahidulIslamPappuOfficial 8 หลายเดือนก่อน

    বাহ্, একটা ভালো গান শুনলাম। গানটাই ভালো।

  • @sulaimansust
    @sulaimansust 8 หลายเดือนก่อน

    খুবই সুন্দর । শুভকামনা আপনাদের জন্য । ভবিষ্যতে আর এমন অনেক গান আসবে আশা করি :)

  • @anupom4.0
    @anupom4.0 8 หลายเดือนก่อน

    Joss akta gan hoise tuhin dada ❤❤ aro agiye jaw ashirbat roilo 🥰

  • @LitanChandraRoy-vf8st
    @LitanChandraRoy-vf8st 8 หลายเดือนก่อน +1

    দারুণ হয়েছে।

  • @prkk6279
    @prkk6279 8 หลายเดือนก่อน +1

    এই তিন দিনে আমি হাজার বারের বেশি শুনেছি, গানটি শুনে, প্রাক্তন এর কথা মনে পরে গেল, সন্ধা নামিল চন্দ্র বিন্দু তোমারি আশায়

  • @mou1079
    @mou1079 5 หลายเดือนก่อน +1

    ২ মাস আগেও শুনছি এখনো শুনি কোনো দিনও খারাপ লাগেনি ❤🎉

  • @plabonadhikari6322
    @plabonadhikari6322 8 หลายเดือนก่อน

    অনেক দিন পর একটি সুন্দর বাংলা গান শুনতে পেলাম❤❤❤। অনেক সুন্দর হয়েছে।❤❤

    • @tuhinergaan
      @tuhinergaan  8 หลายเดือนก่อน +1

      🌿❤️

  • @hmhabib3610
    @hmhabib3610 8 หลายเดือนก่อน +3

    আহা🥰🥰❤❤

  • @ShiponAhmed-BD
    @ShiponAhmed-BD 8 หลายเดือนก่อน

    কাজলে মাখানো আঁখি জলে ভেসে যায়,,, সন্ধ্যা নামিল শ্যাম তোমার আসায়।

  • @ssmedia3981
    @ssmedia3981 8 หลายเดือนก่อน

    গানটি অলরেডি ৩০ বার শুনেছি দাদা, বার বার শুনতে ইচ্ছে করে।
    সত্যি অসাধারণ ❤❤❤

  • @MoynulHaque-f9q
    @MoynulHaque-f9q 8 หลายเดือนก่อน

    অসাধারণ গান +ভিডিও গুলো একদম ন্যাচারাল ভালো লেগেছে আশা করি সবার ভালো লাগবে

  • @AsifHimadri
    @AsifHimadri 8 หลายเดือนก่อน +1

    Soothing tone, Dear Tuhin Da'! You did an amazing job. Keep singing. I believe you have a lot of potential in the singing career, and I truly admire you.

    • @tuhinergaan
      @tuhinergaan  8 หลายเดือนก่อน +1

      Thank you, I will

  • @provashshil3306
    @provashshil3306 6 หลายเดือนก่อน

    অসাধারন একটা গান ভালো হয়েছে

  • @MDSOYROV-ub5gt
    @MDSOYROV-ub5gt 8 หลายเดือนก่อน

    মন টা ভরে গেল ❤তুহিন ভাই অসাধারণ

  • @SabbirHossain-c3y
    @SabbirHossain-c3y 6 หลายเดือนก่อน

    অবশ্যই রুচিশীল একটা গান ❤❤

  • @jewelbarman8622
    @jewelbarman8622 8 หลายเดือนก่อน

    তুহিন দা, আপনার এই গানটা রিলিজ হওয়ার পর অসংখ্যবার শুনেছি। সুন্দর গেয়েছেন।

    • @tuhinergaan
      @tuhinergaan  8 หลายเดือนก่อน

      জুয়েল ভালবাসা নিস

  • @pkd168
    @pkd168 8 หลายเดือนก่อน +1

    যতো শুনি ততোই ভালো লাগে❤গানের কথাগুলো কতো মাধুর্য ভরা🥰

  • @ShahriarRafi-qt1mi
    @ShahriarRafi-qt1mi 7 หลายเดือนก่อน +1

    এমন সুন্দর অনুভূতির লিরিক বাংলা গানে খুঁজে পাওয়া কষ্টের। এই গান পাড়া-মহল্লায়, মানুষের মুখে মুখে, প্রতিটি দোকানের স্পিকারে ছড়িয়ে দেওয়ার দায়িত্বটা আমাদের, শ্রোতাদের। এই গান ছড়িয়ে দিতে না পারলে সেটা এই লিরিকের অপমান করা হবে।

    • @tuhinergaan
      @tuhinergaan  7 หลายเดือนก่อน +3

      একদিন নিশ্চয়ই আপনার প্রত্যাশার জায়গায় যাবে এই গান। গানের নিজের ক্ষমতা থাকলে সেটা কেউ আটকাইতে পারে না। ভালবাসা আপনাকে। 🌼

  • @ssmedia3981
    @ssmedia3981 8 หลายเดือนก่อน

    দাদা আপনার গানের ভক্ত হয়ে গেলাম। অসাধারণ ভালো লাগার একটা গান
    ❤আমাদের গর্ব তুহিন দা 🥰

  • @zihadbbu5623
    @zihadbbu5623 7 หลายเดือนก่อน

    এই সব গানগুলো ভাইরাল না হওয়ায় ভালো, আমি মনে করি!!
    এটা বিশেষ এক ধরনের মানুষদের জন্য,,,

  • @JK-FRUIT7
    @JK-FRUIT7 8 หลายเดือนก่อน

    সন্ধ্যা নামিল শ্যাম তোমারও আশায়❤️

  • @TareqAnwar-nh8np
    @TareqAnwar-nh8np 8 หลายเดือนก่อน +1

    অনবদ্য❤❣️

  • @hasibsardar8136
    @hasibsardar8136 8 หลายเดือนก่อน

    কি শুনলাম ভাই অসাধারণ

  • @md.joynalabedinjk1969
    @md.joynalabedinjk1969 8 หลายเดือนก่อน +1

    অনবদ্য হয়েছে গানটা।🖤💔🥀

  • @rakibulhasanshovon3567
    @rakibulhasanshovon3567 8 หลายเดือนก่อน

    বাহ! সুন্দর তোহ❤

  • @GopalDas-c7v
    @GopalDas-c7v 8 หลายเดือนก่อน

    Khub sundor gan mon chhuye jabar moto ❤❤❤❤

  • @sanjitshilkabbo
    @sanjitshilkabbo 8 หลายเดือนก่อน

    প্রজাপতি উড়ে যায় কোন যৌবনে 🌼🌼

  • @ranjuahamed3563
    @ranjuahamed3563 8 หลายเดือนก่อน +1

    জাস্ট অসাধারণ।
    কিছু কিছু গান ভিও কম হওয়াটা ভালো।

  • @bhobokhepa1371
    @bhobokhepa1371 8 หลายเดือนก่อน

    অনেক অনেক সুন্দর হয়েছে। ❤

  • @MdRiaz-k6n
    @MdRiaz-k6n 8 หลายเดือนก่อน

    এক কথায় অসাধারণ 💙💙

  • @syedzaahid007
    @syedzaahid007 8 หลายเดือนก่อน

    অসাধারণ গান ♪ তিন দিনে ৩০ বার শুনে ফেলছি❤

  • @sabujcreation1174
    @sabujcreation1174 8 หลายเดือนก่อน

    Sai hoica kanti dada❤

  • @সাবুইসলাম-য৭ঘ
    @সাবুইসলাম-য৭ঘ 8 หลายเดือนก่อน

    Onk sundor gan upohar dlo tnq

  • @NaEeMHaSaN-ed4hf
    @NaEeMHaSaN-ed4hf 8 หลายเดือนก่อน +2

    আজ সারাদিন শুধু এই গানটাই শুনতাছি 🥰🥰

  • @HusamAhmed-u4h
    @HusamAhmed-u4h 5 หลายเดือนก่อน

    সন্ধা নামিলো শ্যাম তোমার ও আশায় 🥰🥰

  • @shorupkumar1693
    @shorupkumar1693 8 หลายเดือนก่อน

    আহ্ 🥰
    কী দারুন গাইলেন👌

  • @MuhammadRashid-wz6nl
    @MuhammadRashid-wz6nl 8 หลายเดือนก่อน

    গানটা শুনে মন শীতল হয়ে যায়।।

  • @mdsohelrana9449
    @mdsohelrana9449 6 หลายเดือนก่อน

    আমার জীবন থেকে নেওয়া গান টা। 😊