নাক কান গলার সমস্যা | ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসক | Sanjeev Mohanty | amader doctor | indian doctor |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024
  • SUBSCRIBE Our Channel For New Videos ► / amaderdoctor
    প্রশ্ন : নাক কান গলার কী ধরনের সমস্যা হয়? উপসর্গগুলো ঠিক কীভাবে আসে?
    উত্তর : একটি শিশু যখন পৃথিবীতে আসে, একদম নবজাতক, কিংবা ছোট বাচ্চা, এই ক্ষেত্রে আপনি দেখতে পারেন, তার শ্বাসের রাস্তাটা ঠিক রয়েছে কি না, তার কোনো শ্বাসের কষ্ট হচ্ছে কি না। আমরা প্রথমে যেটা করতে পারি, তার নাকের সামনে হাত ধরে বা ম্যাটালিক কিছু ধরে বুঝতে পারি, কোনো বাষ্প পাওয়া যাচ্ছে কি না। কোয়ানাল অ্যাট্রেসিয়া বলে একটি বিষয় রয়েছে। নাসারন্ধ্রের পেছন দিকটা ব্লক থাকে। এ রকম হলে সে জন্মগত একটি ব্লক নিয়ে পৃথিবীতে আসতে পারে। এত ছোট শিশু তো আর তার সমস্যার কথা বলতে পারে না।
    অনেকেই ঘরে বসে বের করার চেষ্টা করেন। আমি বিশেষভাবে অনুরোধ করব, এগুলো করবেন না। নাকের একটি ফরেন বডি হঠাৎ করে কিন্তু শ্বাস তন্ত্রে চলে যেতে পারে। তখন কিন্তু সামান্য একটি জিনিস থেকে অনেক বড় বিপদ ঘটতে পারে। মৃত্যুর ঝুঁকিও রয়েছে।
    অনেক সময় বাচ্চারা পয়সা খেয়ে ফেলে। যদি দেখা যায় কোনো বাচ্চার খুব শ্বাসকষ্ট হচ্ছে, সে নীল হয়ে যাচ্ছে, এই ক্ষেত্রে একদম দ্রুত তাকে কোনো হাসপাতালে নিয়ে যেতে হবে। এই ক্ষেত্রে আমি বলব, ঢাকায় যারা রয়েছেন, ঢাকা মেডিকেলে ইএনটি ইমার্জেন্সি ২৪ ঘণ্টা খোলা থাকে, সেখানে নিয়ে যেতে পারেন। আরো অনেক হাসপাতালেও এই সেবাটা পাওয়া যায়।
    এরপর ধরুন, আরেকটু বড় হয় যখন বাচ্চাটা, বাচ্চাটা হয়তো মুখ হা করে শ্বাস নেয়। এসব বাচ্চারা ঘুমের মধ্যে খুবই অস্থিরতা করে। নাক ডাকে প্রচুর। এ সমস্ত ক্ষেত্রে অবশ্যই আপনাকে একজন নাক কান গলা বিশেষজ্ঞের কাছে নিয়ে যেতে হবে। এডিনয়েডের বৃদ্ধির কারণে এটি হয়।
    গলা ব্যথা নিয়েতো সবাই জানে। গলাব্যথা মানে টনসিল। নাকের আরেকটি উপসর্গ আমরা গুরুত্ব দিয়ে বিবেচনা করি। এটি হলো নাকে রক্ত যাওয়া। এখন রক্ত কিন্তু এমনিও চলে আসে। এই সমস্যার ৮০ ভাগ কারণই কিন্তু অজানা। এটি কিন্তু ক্ষতিকর নয়। তবে এই রোগের শেষ কোথায়? এর চিকিৎসা, প্রথমে হলো নাকটা চেপে ধরে থাকতে হয় এবং একটি কোল্ড কমপ্রেশন বা ঠান্ডা স্যাঁক দিতে হবে। এরপর আপনি চিকিৎসার জন্য বা অন্য কোথাও নিয়ে গেলেন।
    বাচ্চাদের নখগুলো কিন্তু অনেক তীক্ষ্ম থাকে। তারা অনেক সময় নাক খুঁটে। সেখান থেকে সুতার মতো যে রক্তনালি সেগুলো ছিঁড়ে যেতে পারে। এগুলো ছিঁড়ে গেলেও কিন্তু রক্তক্ষরণ হয়। ঠাণ্ডা থেকেও হতে পারে। কারো যদি নাকের হাড় বাঁকা থাকে, এর থেকেও হতে পারে। সাইনোসাইটিসের কারণে হতে পারে।
    যদি কোনো বয়োসন্ধি শিশু, বিশেষ করে ছেলে শিশু, এ রকম কোনো বাচ্চার যদি নাক দিয়ে রক্ত আসে হঠাৎ করে, কোনো কারণ ছাড়া, একে আপনাকে অন্যভাবে নিতে হবে। কারণ, নেজোফেরিংজাল এনজিও ফাইব্রোমা বলে এক ধরনের টিউমার রয়েছে, যেটি বয়োসন্ধি ছেলেদের হয়। এই রোগটি কিন্তু নির্ণয় করা খুব জরুরি। একে বিনাইন বলা হয়, তবে এটি ম্যালিগনেন্টের চেয়ে বেশি। কারণ, এখানে প্রচুর রক্তক্ষরণ হয়। এই অস্ত্রোপচারটাও কিন্তু চ্যালেঞ্জিং।
    প্রশ্ন : নাক দিয়ে রক্ত বের হওয়ার আগ পর্যন্ত কি এটি বোঝার উপায় নেই?
    উত্তর : না, কোনো লক্ষণ প্রকাশ না করলে তো আপনি বুঝতে পারবেন না। নাক দিয়ে রক্ত পড়াটা এর একটি অন্যতম প্রধান লক্ষণ। এটি নির্ণয় করাটা খুব কঠিন নয়।
    আরো একটি বিষয় কী জানেন, লিউকোমিয়ার কারণেও কিন্তু নাক কান গলার এই রক্তক্ষরণের প্রবণতা দেখা দেয়। এরপর যদি আরেকটু বড় হয়, নেজাল অবসট্রাকশন বলি আমরা। নাকটা বন্ধ হয়ে থাকে।
    আমাদের দেশে একটি কথা খুব প্রচলিত। সেটি হলো, ‘আমার নাকে পলিপ হয়েছে’। এই ক্ষেত্রে কিছু অপচিকিৎসা আমাদের দেশে হয়। তারা পলিপের চিকিৎসা দিতে গিয়ে বিভিন্ন ধরনের এসিড দিয়ে নাকটা আরো বেশি বন্ধ করে দেয়। হঠাৎ করে হয়তো তার মনে হয় খুব ভালো হয়ে গেছে। কিন্তু পরে হয়তো আমরা দেখি, নাকের পেছন দিকে জোরা লেগে গেছে। আরো কষ্টকর বিষয় হলো, তার হয়তো পলিপ বলে কিছু নেই-ই।
    আমাদের নাকে কিছু বিষয় রয়েছে, এগুলোকে মাংসের বৃদ্ধি বলি আমরা। এগুলো হয়তো অ্যালার্জির কারণে বৃদ্ধি পায়। কারো হয়তো এমনিতেই রয়েছে। কেউ বারবার করে হয়তো নাক আয়নায় দেখে দেখে, শুনে শুনে ভাবছে তার পলিপ হয়েছে। এখন আসলে পলিপ খুবই কম হয়। ওষুধের সহজলভ্যতার কারণে, চিকিৎসার বিস্মৃতির কারণে যেই অ্যালার্জির অবস্থা হয়ে পলিপ হওয়াটা, এটা আসলে খুব বেশি হয় না। আবার অনেকেই ছোট বাচ্চাদেরও বলে তারও পলিপ হয়েছে।
    এরপর আরেকটি বিষয় হলো মাইগ্রেন। মাইগ্রেনের প্রচুর রোগীতো আমাদের নাক কান গলার চিকিৎসকদের দেখতে হয়। এই ব্যথাটা সাধারণত দেখা যায় মেয়েদের বেশি হয়। প্রজনন বয়সে ব্যথাটা বেশি হয়। এই ব্যথাটা আসার আগে বুঝতে পারে যে ব্যথাটা আমার আসছে। যার হয়েছে,সে নিজে বুঝতে পারে। সাধারণত এই ব্যথাটা এক দিকে হয়। গ্রামে বলে, ‘আধকপালি হইছে।’ অর্ধেক কপালে ব্যথা হয়।
    আর নাক কান গলার আরেকটি সমস্যা হলো স্বরভঙ্গ। সাধারণত যারা গলার ব্যবহার বেশি করে কাজ করেন, রাজনীতিবিদ, শিক্ষক- আবার যেই মায়ের বেশি সন্তান, খুব দুষ্টু, তাদের গলা এত বেশি অপব্যবহার করা হয় যে এদের স্বরভঙ্গ হয়। কোনো স্বরভঙ্গ যদি বেশি দিন থাকে, তিন সপ্তাহের বেশি থাকে, এর সঙ্গে তার কোনো ইতিহাস থাকে,উনি ধূমপায়ী, উনি হয়তো জর্দা দিয়ে পান খান, তার হয়তো কোনো রাসায়নিক পদার্থের কাছে যাওয়ার ইতিহাস রয়েছে, সেসব ক্ষেত্রে স্বরভঙ্গ হলে অবশ্যই খেয়াল করা দরকার। এখানে কিন্তু শ্বাস প্রণালির যে ক্যানসার, দেখা যায়, শ্বাসকষ্টটা প্রকোপ হয়ে গেল।
    সাধারণ স্বরভঙ্গের ক্ষেত্রে কিন্তু চিকিৎসাটা খুবই সহজ। একটি হলো স্বরের বিশ্রাম।
    #নাককানগলারসমস্যা
    #SanjeevMohanty
    #amaderdoctor
    #indiandoctor
    #doctor
    ---------------------------------------------------------------------
    All Rights Reserved By Amader Doctor.
    Also, Find us
    Email Address: amaderdr@gmail.com
    Facebook: / amaderdoctortips
    Twitter: / amaderdoctor
    Instagram: / amaderdr
    Pinterest: / amaderdr
    Address: 330/7, TV road, East Rampura, Dhaka 1219

ความคิดเห็น • 22

  • @jhumadas7499
    @jhumadas7499 ปีที่แล้ว +1

    Dr Sanjeev Mohanty sir bhogoban amader kache .amra bhogoban dekhi ni kintu uni bhogoban tullo amader kache.amar chele k onak boro boro Dr dekhiyechi kintu kono result pai ni, kintu sir surgery korar por amar chele onak valo ache .amra rini sir er kache.sir er moto dr amader society te kub dorkar.

    • @prosenjitsarkarprosenjitsa2058
      @prosenjitsarkarprosenjitsa2058 ปีที่แล้ว

      আপনার ছেলের কি হয়ছিল প্লিজ যদি একটু বলতেন

  • @shantoraj2
    @shantoraj2 10 หลายเดือนก่อน +1

    Sir apni kon hospital a job koren place place bolben sir

  • @abulbasherbaschu8203
    @abulbasherbaschu8203 10 หลายเดือนก่อน +1

    স্যার আপনাকে চেন্নাই কোথায় পাওয়া য়াবে জানাবেন প্লিজ

  • @minaxmipaul6599
    @minaxmipaul6599 2 ปีที่แล้ว +1

    স্যার আমার মায়ের দুই মাস হলো ছানি অপারেশন হয়েছে।
    গলার দুই মাস যাবৎ ব্যাথা হচ্ছে।বয়স ৬৭

  • @memorysystem1474
    @memorysystem1474 2 ปีที่แล้ว +1

    হ্যালো স্যার আমি আপনার ভিডিও দেখেছি৷আপনি খুবই গুরত্বপূর্ণ কথা বলেন৷আমি একটানা ৫ দিনের মত মুখে আলু আর মধু মিশিয়ে প্রলেপ দিয়েছিলাম,তারপর থেকে আমার মুখটা কিছুকিছু পোড়ায় , মুখের মাংসের ভিতরের ও ত্বকের দগ্ধ ভাব দূর করতে কোন ঔষধ বা খাবার বা কোন কিছু করণীয় যদি থাকে ,তাহলে দয়াকরে রিপ্লাই দেন৷আমার বয়স ২৪৷

  • @xiniyayt
    @xiniyayt หลายเดือนก่อน

    ওনি ইন্ডিয়া কোন হসপিটালে বসে

  • @haydermollick5874
    @haydermollick5874 ปีที่แล้ว

    গলায় টনসিল আছে আমার বাচ্চার,, ভালো ডাক্তার কোথায় আছেন একটু জানাবেন প্লিজ

  • @YeadAli-oc1yk
    @YeadAli-oc1yk 5 หลายเดือนก่อน

    চেন্নাই কোথায়

  • @Mahadihasan-y1f
    @Mahadihasan-y1f ปีที่แล้ว

    Amar babyr boyos 2year 11montha problemta hochce se akhono somporno kotha Bolte parena kintu amnite se ma baba nana mama mum amma aigola Bolte pare kinto problem ta hochce Jodi or pani khete ihchce hoy sodo mum aitoko bole, bat khawar khide lagle sodo bat bole, se aivabe bole na je ma bat daw mam daw nana jabo Baba jabo aivabe pora kotha bolte pare na akhon ki korle amr babyr Jonno Valo hoibo

  • @ahmodshek-bn4ei
    @ahmodshek-bn4ei ปีที่แล้ว

    ঠিকানা দেওয়া যাবে কোন জায়গায়

  • @jamalahmed-t3p
    @jamalahmed-t3p 3 หลายเดือนก่อน

    স্যার আমার মেয়ে তিন বছরের নাকে পলিপ আপনার চেম্বার কোথায় আমার মেয়েকে চিকিৎসা করাতে চাই এর আগে ডক্টর জাহিক স্যারকে দেখাইছি তিনি একমাস ঔসধ ও তিন মাস momeson mometasone,furoate nasal sprayদিছেন,আগে ছিল নাকের দুই পাশে দুইটা এখন হয়েছে দুই পাশে চারটি কানেও পুঁজ পরে আগে ছিলনা কি করব বলবেন প্লিজ স্যার

    • @AmaderDoctor
      @AmaderDoctor  3 หลายเดือนก่อน

      ভাইয়া উনি ভারতীয় ডাক্তার। উনি বাংলাদেশে বসেন না।

    • @jamalahmed-t3p
      @jamalahmed-t3p 3 หลายเดือนก่อน

      @@AmaderDoctor টিক আছে ভাইয়া

    • @HamidulRahaman-i1i
      @HamidulRahaman-i1i 12 วันที่ผ่านมา

      ​@@AmaderDoctor kotai bari? Hospital kothai

  • @YeadAli-oc1yk
    @YeadAli-oc1yk 5 หลายเดือนก่อน

    যোগা যোগ করে দিন

  • @অনিকসৱমাফিৱিফাইয়াৱ
    @অনিকসৱমাফিৱিফাইয়াৱ 10 หลายเดือนก่อน +2

    ডাক্তার বাবু আমার খুব গলার সমস্যা আমি কি মৱে যাবো বলুন আপনার নাম্বার টা😂দিণ না তাহলে বলতে পারি 🙏

    • @AmaderDoctor
      @AmaderDoctor  10 หลายเดือนก่อน

      ভাই উনি ইন্ডিয়ান ভাক্তার।। ভালো কোন ডাক্তার দেখান।।

  • @nazrulsarkar1728
    @nazrulsarkar1728 ปีที่แล้ว +1

    ডাক্তারবাবু কথা বললে গলা ব্যথা করে ৷কখনো কখনো মনে হয় গলার ভিতরটা জ্বলেযাচ্ছে ৷ CMC Vellore বলেছে muscle Tension Dysphonia.এই রোগের কি কোন চিকিৎসা আছে ?

    • @rubeltalukder2299
      @rubeltalukder2299 ปีที่แล้ว

      কোন ওষুধ দেয় নাই?

  • @bapidutta6941
    @bapidutta6941 2 ปีที่แล้ว +3

    কোথায় থাকেন ফোন নাম্বারটি দিন