নাক-কান-গলা রোগ সম্পর্কে জেনে রাখুন। প্রফেসর ডাঃ বেলায়েত হোসেন সিদ্দিকী। মেডিনেট।

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024
  • বর্তমান শীতকালীন সময়ে কিংবা ঠান্ডাজনিত কারণে নাক কান গলা সমস্যা দেখা দেয়। কিন্তু ঠান্ডাজনিত সমস্যা ছাড়াও নাক-কান-গলার আরও অনেক জটিল অসুখ হতে পারে, সেগুলো সম্পর্কে আমরা খুব কমই জানি।
    আমাদের দেশে দেখা যায়, নাক, কান বা গলার কোনো সমস্যা হলে রোগীরা ই.এন.টি স্পেশালিস্টদের কাছে না গিয়ে মেডিসিন বা নিউরোমেডিসিন স্পেশালিস্টদের কাছে আগে যান। এর প্রধান একটি কারণ হচ্ছে নাক বা কানের সমস্যায় বেশির ভাগ ক্ষেত্রে মাথাব্যথা হয়। এভাবে অন্য চিকিৎসকের কাছে গেলে রোগীর ঠিকমতো ডায়াগনোসিস ও চিকিৎসা হয় না। তাই এসবের কোনো সমস্যা দেখা দিলে অবশ্যই নাক-কান-গলা রোগ বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে হবে।
    #prof_belayet #ear_nose_throat_disease #medinet #hospital #mirpur #dhaka #মেডিনেট #নাক_কান_গলা #বিশেষজ্ঞ

ความคิดเห็น • 84