রকমারি শাকসবজিতে ভরা লুৎফুন্নাহারের ছাদকৃষি | পর্ব ১৯৯ | Rooftop Farming | Shykh Seraj | Channel i |
ฝัง
- เผยแพร่เมื่อ 28 พ.ย. 2024
- রকমারি শাকসবজিতে ভরা লুৎফুন্নাহারের ছাদকৃষি
সম্পূর্ণ ভিডিও- • রকমারি শাকসবজিতে ভরা ল...
========================
নগরের যান্ত্রিক ও সীমাবদ্ধ জীবনে ছাদকৃষি দিতে পারে মুক্তির আনন্দ। এই বিশ্বাস ঢাকা সেনানিবাস এলাকার ছাদকৃষি উদ্যোক্তা লুৎফুন্নাহারের। মাত্র দুই বছরের প্রয়াসে সমৃদ্ধ এক ছাদকৃষি গড়ে তুলেছেন তিনি।
খুব উঁচু ভবন নয় বটে, তারপরও মাটি থেকে তিনতলা সমান উঁচুতে ফল ফসলের এমন বৈচিত্র একসময় চিন্তাও করা যায়নি। এখন ছাদকৃষি আয়োজনে এমন সমৃদ্ধ কৃষিক্ষেত্র রচনা করছেন অনেকেই। এই ছাদকৃষি উদ্যোক্তা লুৎফুন্নাহার বলছেন, তার কাজ ও পরিকল্পনাগুলো ভিন্নতর।
বীজ থেকে গাছের অংকুরোদগমটাকেই বেশি উপভোগ করেন লুৎফুন্নাহার। তাই বিভিন্ন গাছের চারা তৈরি করেন নিজেই। পাশাপাশি গুছিয়ে নিয়েছেন বছরব্যাপী শস্যাবর্তনের চিন্তাও। এই উদ্যোক্তা বলছেন, তার ছাদকৃষি বিষয়ক জানাবোঝার সূত্র টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যম।
Facebook: / shykhseraj
TH-cam: / shykhseraj
Twitter: / shykhseraj
Instagram: / shykhseraj
Linkedin: / shykhseraj
#SSERAJ #ছাদকৃষি #RooftopFarming