খরচ না করে ছাদ বাগানে ফল সবজি ও ফুলবাগান কিভাবে করবেন জেনে নিন সহজ পদ্ধতি।

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • #rooftop_farming #rooftop_garden_overview
    খরচ না করে ছাদে বাগান কিভাবে আমরা করব ফল সবজি ও ফুলবাগান তৈরি করতে জেনে নিন সহজ পদ্ধতি। আনি
    বাগান করতে প্রচুর পয়সা খরচ হয়ে যাচ্ছে না হলে নাকি ভালো বাগান করা সম্ভব নয়।
    কিন্তু আমরা যে রোজ দুপুর একটা নতুন ভিডিও গুলো আপনাদের সামনে নিয়ে আসি সেখানে বিভিন্ন মানুষ তাদের বাগান গুলি আমাদের সঙ্গে শেয়ার করে সেগুলি দেখে নতুন নতুন করে আমরা টিপস পায় কিছু জানতে শিখতে পারি।
    এবং আমরা এই সমস্ত টিপস গুলো নিয়ে নিজেদের মতন করে বাগান তৈরি করি। বাগানে খরচ কমাতে হবে এটা সব সময় আমরা বলে আসছি এবং সেই খরচ কম করে বাগান করতে গেলে প্রথমে আপনাদের বেছে নিতে হবে বাড়ির যত সবজি খোসা আছে সেই খোসাগুলোকে কাজে লাগাতে হবে জৈব সার তৈরি করতে হবে কম পয়সায় গোবর সার যোগাড় করতে হবে বাড়িতে মজুদ করতে হবে প্রচুর পরিমাণে গোবর সার তিন বস্তা চার বস্তা তাহলে দীর্ঘদিন পর্যন্ত সাথে যদি আপনি পুরনো গোবর সার যোগাড় করতে পারেন তাহলে খুব ভালো না হলে আপনাকে আগে থেকে কিনে তৈরি করতে হবে নিজের মতন করে গোবর সার।
    এছাড়া নিমকোল নিম তেল বা বাড়ির রান্নার হলুদের গুঁড়ো দিয়ে আপনাকে বিভিন্ন ধরনের ফাঙ্গাস ও কীট পতঙ্গ উপদ্রব গুলোকে কমাতে হবে।
    তবে এই জৈবভাবে বাগান করলে আপনি যেকোনো সময়ে বাড়ির সবজি তুলে খেতে পারবেন ফল তুলে খেতে পারবেন।
    নতুন করে সবকিছু শিখে নিন নতুন করে বাগান তৈরি করুন ভালো থাকুন সুস্থ থাকুন আর সব সময় আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন ভালো বাগান করতে আপনার এই চ্যানেল অনেক সাহায্য করবে।

ความคิดเห็น • 204