Deepto Krishi/দীপ্ত কৃষি- ছাদবাগান নাকি মিনি পার্ক? জানতে হলে দেখতে হবে | খুলনা | deepto tv |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • Deepto Krishi is a roots-level show where the Deepto Krishi team travels all over the country gathering stories of people engaged in agriculture, livestock, fisheries, farming, etc. It is an intimate and informative show about people and how they are using the land to carve out living for themselves and their families.
    ******************************************************************
    Connect with Deepto TV: TH-cam: / deeptotv
    Facebook: / deeptokrishibd
    Instagram: / deepto.tv
    Twitter: / deeptotv
    Deepto TV address: 7/A/GA Tejgaon Industrial Area, Dhaka 1208.
    BANGLADESH ** COPYRIGHT WARNING **
    The copyright of this content is reserved solely by Kazi Media Limited. Unauthorized reproduction, redistribution, and/or re-upload of this copyrighted content is strictly prohibited and illegal. Legal action will be taken against those who violate the copyright of this content.
  • บันเทิง

ความคิดเห็น • 321

  • @riyajakon3966
    @riyajakon3966 4 ปีที่แล้ว +104

    সবচাইতে ভালো লাগলো বৌমা শাশুড়ির ভালোবাসা দেখে আলহামদুলিল্লাহ আশা করছি প্রতিটি ঘরে ঘরে বউ আর শাশুড়ির ভালোবাসা গড়ে উঠুক

    • @mdtopuahammedshiba1982
      @mdtopuahammedshiba1982 4 ปีที่แล้ว +2

      সত্যিই খালাম্মা আপনি অনেক ভাগ্যবান। মনে অনেক আশা ছিল বাবা নাই মা কে নিয়ে সাজানো সংসার টা করব কিন্তু দুর্ভাগ্য বউয়ের জন্য পারলাম না আমার বাড়ির শয়তান আমার বউ

    • @কবিজসিমউদ্দিন-থ৯ঞ
      @কবিজসিমউদ্দিন-থ৯ঞ 4 ปีที่แล้ว

      @@mdtopuahammedshiba1982 আল্লাহ্ ভরসা ভাই

    • @tonnenurjahanvlogz7872
      @tonnenurjahanvlogz7872 3 ปีที่แล้ว

      th-cam.com/video/le7HD3zmSjw/w-d-xo.html

    • @mdmotaleb3270
      @mdmotaleb3270 ปีที่แล้ว

      বউ শাশুড়ী এমন মিল যেই সংসারে । ফুল ফুলের মত সুন্দর ও সুখী হয়

  • @hussainmokbul6621
    @hussainmokbul6621 4 ปีที่แล้ว +9

    দিপ্ত কৃষিকে ধন্যবাদ জানাচ্ছি, আরেক বার দেখার সুযোগ করে দেয়ার জন্য, বিগত দেড় বছর আগে, শাইখ সিরাজ স্যার দেখিয়ে ছিলেন, ছাদ কৃষি অনুষ্ঠানে, পর্ব ১০৯, আমি দশ বার দেখেছি, সবার সুস্থতা কামনা করছি, আমি কুয়েত থেকে....... ভালো বাসা অবিরাম.....

  • @samirtariq9735
    @samirtariq9735 4 ปีที่แล้ว +175

    বৌ শাশুড়ি জিন্দাবাদ,সুখে থাকুক বারো মাস।

  • @naturalkiron7582
    @naturalkiron7582 4 ปีที่แล้ว +70

    যাদের মন সুন্দর তারা প্রাকৃতিক নিয়ে ভাবেন এবং এ ধরনের ছাদ বাগান করে থাকেন।

  • @m.m.zahidulislam5330
    @m.m.zahidulislam5330 4 ปีที่แล้ว +61

    মাশাল্লাহ শাশুড়ি ও ছেলের বউ কে দেখে মনে হচ্ছে নিজের মেয়ের মতই এমনটাই থাকা দরকার বউ শাশুড়ির মাঝে

  • @pareshdebnath4970
    @pareshdebnath4970 4 ปีที่แล้ว +2

    অসাধারণ সুন্দর উপস্থাপন! অসাধারণ ছাদ বাগানটাও!

  • @uttamray4876
    @uttamray4876 4 ปีที่แล้ว +2

    অসাধারণ অসাধারণ

  • @samirtariq9735
    @samirtariq9735 4 ปีที่แล้ว +42

    মনটা ছটফট করছে দেশে ছুটে যেতে, কিন্তু আল্লাহ ভাল জানে যেতে পারব কবে।

  • @masudparvez2770
    @masudparvez2770 4 ปีที่แล้ว +41

    বউ শাশুড়ি জিন্দাবাদ, ✊✊সুন্দর হোক সংসার 🤗🤗

  • @mdimranhossain6949
    @mdimranhossain6949 4 ปีที่แล้ว +1

    অনেক ভালো লাগলো. বাগান টা. এমন একটি বাগান আমিও করবো

  • @mamunhaider1505
    @mamunhaider1505 ปีที่แล้ว

    খুবই অসাধারণ ভিডিও ধন্যবাদ আপু

  • @azizulazizul7929
    @azizulazizul7929 4 ปีที่แล้ว +4

    আসসালামু আলাইকুম এনিন আপু কেমন আছেন । মাশাআল্লাহ । সাদ বাগানটা অনেক ভালো লাগলো সব কিছু তাজা খাওয়া যায় ?

  • @tasfiyaakhter2302
    @tasfiyaakhter2302 4 ปีที่แล้ว +5

    প্রশ্ন: ইসলামী হিজাবের যে বৈশিষ্ট্যগুলো থাকা অপরিহার্য সেগুলো কি কি? কারণ হিজাবের হরেক রকম মডেল রয়েছে। ডেনমার্কের নাগরিক আমার এক বান্ধবী আছে। যিনি কিছুদিন পূর্বে ইসলাম গ্রহণ করেছেন। (আলহামদু লিল্লাহ) ইসলাম গ্রহণ করে তিনি খুশি। তিনি হিজাব পরতে চান।
    আশা করছি, আপনি আমাদেরকে জানাবেন যে, ‘ হিজাব সর্বাঙ্গ-আচ্ছাদনকারী লম্বা পোশাক (জিলবাব) হওয়া আবশ্যক’ এ বিষয়টি কোথায় উদ্ধৃত আছে? তিনি আপনার জবাবের খুবই মুখাপেক্ষী।
    উত্তর
    আলহামদু লিল্লাহ।.
    আলহামদুলিল্লাহ।
    শাইখ আলবানী (রহঃ) বলেন:
    হিজাবের শর্তাবলি হচ্ছে:
    এক: সমস্ত শরীর ঢেকে রাখা; শুধু যে অংশটুকুর ব্যাপারে ব্যতিক্রম বিধান এসেছে সেইটুকু ছাড়া:
    এই শর্তটি আল্লাহ্‌ তাআলার এ বাণীতে রয়েছে: “হে নবী! আপনি আপনার স্ত্রীদেরকে, কন্যাদেরকে ও মুমিনদের নারীদেরকে বলুন, তারা যেন তাদের জিলবাব (সর্বাঙ্গ আচ্ছাদনকারী পোশাক) এর একটা অংশ নিজেদের উপর ঝুলিয়ে দেয় (যাতে করে গোটা দেহ ঢেকে যায় একটি চোখ বা দুইটি চোখ ছাড়া)। এতে করে তাদেরকে (স্বাধীন নারী হিসেবে) চেনা সহজতর হবে, ফলে তাদেরকে উত্যক্ত করা হবে না। আর আল্লাহ্‌ ক্ষমাশীল, পরম দয়ালু।”[সূরা আহযাব, আয়াত: ৫৯]
    প্রথম আয়াতে স্পষ্টভাবে সকল সাজ-সজ্জা (তথা সাজগোজের অঙ্গসমূহ) ঢেকে রাখা ও পর-পুরুষের সামনে সে সবের কোন কিছু প্রকাশ না-করা আবশ্যকীয় হওয়ার কথা উল্লেখ আছে। তবে, অনিচ্ছাকৃতভাবে যা প্রকাশ হয়ে পড়ে সেটার কারণে তারা গুনাহগার হবে না; যদি তারা অনতিবিলম্বে সেটা ঢেকে নেয়।
    ইবনে কাছির (রহঃ) তাঁর তাফসিরে বলেন:
    অর্থাৎ পর-পুরুষকে সাজ-সজ্জার কোন কিছু দেখাবে না। তবে, যা লুকিয়ে রাখা সম্ভবপর নয় সেটা ছাড়া। ইবনে মাসউদ বলেন: যেমন চাদর ও কাপড়-চোপড়। অর্থাৎ আরব নারীরা যে পদ্ধতিতে মাথা-বন্ধনী ব্যবহার করত; যা দিয়ে নারী তার পোশাককে ঢেকে রাখত। পোশাকের নীচ দিয়ে যে অংশটুকু প্রকাশ হয়ে পড়ে তাতে কোন অসুবিধা নেই। কেননা সেটা ঢেকে রাখা সম্ভবপর নয়।

  • @mdsatter3049
    @mdsatter3049 3 ปีที่แล้ว +5

    পতিটা ঘরে যদি বৌ শাশুড়ি এমন মিল থাকতো তাহলে আর শেষ বয়সে আসরোমে যাওয়া লাগতো না।

  • @aidipu85
    @aidipu85 4 ปีที่แล้ว

    সুন্দর থাকা একটি সুন্দর রাজ্যে বসবাস করার আনন্দের মতো **

  • @stitchanddresslearn3891
    @stitchanddresslearn3891 4 ปีที่แล้ว +1

    খুব ভাল লাগল।

  • @Uttamkumar-01
    @Uttamkumar-01 4 ปีที่แล้ว +1

    অনেক ভালো লাগলো।

  • @syedahmedkhanniloy3468
    @syedahmedkhanniloy3468 4 ปีที่แล้ว +9

    মারুফা মেম .... জাম্বুরা , চেরী , সফেদা , সহ বড় বড় গাছগুলির জন্য নূন্যতম মাটির গভীরতা কতটুকুন দিতে হবে. আর ..কলমি , ফুই , মূলা , বেগুন , টমেটো ও বেন্ডির জন্য সর্ব নিন্ম আর সর্বোচ্চ মাটির গভীরতা কতটুকুন হবে . প্লিজ প্লিজ জানান.

  • @Sultana2337
    @Sultana2337 3 ปีที่แล้ว

    Wow nice Sharing thanks

  • @জাহিদুলহকলিটন
    @জাহিদুলহকলিটন 4 ปีที่แล้ว +1

    চমৎকার ছাদ বাগান।

  • @panchugiri5742
    @panchugiri5742 2 ปีที่แล้ว

    Love from India...jambura is a good name.....

  • @mdnadimhossen4116
    @mdnadimhossen4116 ปีที่แล้ว +4

    এরকম লহ্মী বউ থাকলে সে ঘরে শান্তি আর উন্নতি❤❤❤

  • @alamgirmondal6568
    @alamgirmondal6568 4 ปีที่แล้ว

    খুবই ভালো লেগেছে

  • @maneswarbarman2832
    @maneswarbarman2832 3 ปีที่แล้ว

    সত্যি ভালো লাগলো

  • @ahsanullahsaifulhtandmotiv7769
    @ahsanullahsaifulhtandmotiv7769 4 ปีที่แล้ว +1

    এত সুন্দর ছাদ বাগান

  • @desibabsa5707
    @desibabsa5707 4 ปีที่แล้ว

    আপনার ভিডিওটি শিক্ষনীয় এবং তথ্যবহুল ছিলো।আমরাও চেষ্টা করছি আমাদের চ্যানেলটি তে শিক্ষামূলক এবংতথ্যবহুল কিছু বিষয় তুলে ধরার জন্য। আপনার চ্যানেল টি সাবস্ক্রাইব করে রাখলাম।

  • @ziaurrahaman1142
    @ziaurrahaman1142 4 ปีที่แล้ว

    অসাধারন উদ্বেগ অনেক ধন্যবাদ আপু

  • @rushamoni6514
    @rushamoni6514 4 ปีที่แล้ว

    Sotti khub vlo

  • @pujamistry762
    @pujamistry762 3 ปีที่แล้ว

    Darun

  • @kaziminhazulhoque7817
    @kaziminhazulhoque7817 4 ปีที่แล้ว +6

    দীপ্ত কৃষি কে কুমিল্লা সরকারি খামারে নিমন্ত্রণ। কুমিল্লা সরকারি খামার নানুয়া দিঘির দক্ষিণ নবাব বাড়ি চৌমুহনী।
    ধন্যবাদ

  • @abirahmed7527
    @abirahmed7527 4 ปีที่แล้ว +4

    আল্লাহ দিলে,, লকডাউন কাটলে আশা করি আপনি ১বছর পর বা সামনে কুরবানি র পর আমার বাগানে আপনি আসতে বাধ্য হবেন। কারন আমি এই ২মাস হলো ছাদ বাগান তৈরির কাজ শুরু করেছি। গাংনী, মেহেরপুর।
    fb:রঙিন আবির।

  • @mdmosaraof5935
    @mdmosaraof5935 2 ปีที่แล้ว

    মাশাআল্লাহ

  • @abdurmia4843
    @abdurmia4843 4 ปีที่แล้ว +1

    Nice tour....

  • @nazmunnahar5848
    @nazmunnahar5848 2 ปีที่แล้ว +3

    সবাইকে আমার সালাম সবাইকে নামাজের দাওয়াত রইল আমিন

  • @nurmohammadbablu9330
    @nurmohammadbablu9330 3 ปีที่แล้ว

    মাশাল্লাহ 💖

  • @masudlaxmipur5852
    @masudlaxmipur5852 4 ปีที่แล้ว +10

    এটা হচ্ছে আমার দেখা সবচাইতে সুন্দর ছাদ বাগন
    জদি সময়পাই তাহলে নিজে গিয়ে দেখে আসবো

  • @Md-kq1mf
    @Md-kq1mf 4 ปีที่แล้ว +9

    কথা বলার শরু হবে সালাম দিয়ে,তার পর অন্য কথা হবে

  • @motiorrahman3458
    @motiorrahman3458 4 ปีที่แล้ว +5

    এর আগে সাইখ সিরাজের উপস্থাপনায় দেখেছি
    আবার দেখলাম।আমার ইচ্ছা আপনার ছাদ
    কৃষি আমি নিজে এসে দেখতে চাই,কারন
    খুব ভাল একটা ফ্যামিলি তাই ...

  • @IsmailHossain-mg6ll
    @IsmailHossain-mg6ll 4 ปีที่แล้ว +6

    এমন বৌ শাশুরি আমাদের সমাজে পাওয়া অনেক অসম্ভব।

  • @habibanasser7947
    @habibanasser7947 ปีที่แล้ว

    MashaAllah

  • @shammitanjina6332
    @shammitanjina6332 4 ปีที่แล้ว +10

    আল্লাহ অনেক দিয়েছেন কিন্তু একবারও আলহামদুলিল্লাহ বলেননি, 🙄

  • @HakimRashidNaogaon
    @HakimRashidNaogaon 4 ปีที่แล้ว +1

    ভালো লেগেছে

  • @payelpayel8723
    @payelpayel8723 4 ปีที่แล้ว +4

    মাটি কি সরাসরি ছাদের উপর রাখা আছে নাকি নিচে আলাদা ডালাই করা আছে।ছাদ ঢেম হবে না সরাসরি রাখলে?

    • @dadasgoppo4148
      @dadasgoppo4148 2 ปีที่แล้ว

      নিচে পলিথিন দিয়ে উপরে ঢালাই দিতে হবে।

  • @fatemashockinvlogs
    @fatemashockinvlogs 4 ปีที่แล้ว

    Nice video kub bala laglo bondu holam asha kori afne o pashe takben bondu hoye, mitta bolbo na ,

  • @Hossan-mk4sg
    @Hossan-mk4sg 3 ปีที่แล้ว +1

    মনেই হয় না যে বউ শ্বাশুড়ি, মনে হয় মা আর মেয়ে, চেহারা দেখতে একই রকম,
    দোয়া রইলো আপনাদের জন্য, বাংলার প্রতিটি ঘরে ঘরে যেনো এই রকম বউ শ্বাশুড়ির সম্পর্ক ভালো হয়।
    🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @salahuddin5986
    @salahuddin5986 3 ปีที่แล้ว +4

    ধন্যবাদ বউ শাশুড়িকে বসে না থেকে নিজেদের চাহিদা মত চাষ করে খাওয়ার জন্যে। এই রকম যদি সবাই হত তাহলে ঘরে অশান্তি হত না।

  • @salina3777
    @salina3777 2 ปีที่แล้ว

    nice

  • @mainulislammoin6756
    @mainulislammoin6756 4 ปีที่แล้ว

    Khub vlo laglo

  • @styloxadel553
    @styloxadel553 4 ปีที่แล้ว +2

    মনে অনেক অনেক আনন্দ লাগলো।
    আমিও এটাই করার জন্য উতসাহ বাড়লো।
    আমিও করবো ইনশাআল্লাহ,
    আন্টির মতো তো আর পারবো না।
    তমে সেইম আন্টির মতো করেই করার চেষ্টা করবো,,,
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤Thank you so much apnader💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝

  • @md.mahbobulhoq5776
    @md.mahbobulhoq5776 4 ปีที่แล้ว +2

    খুবই ভাল লাগ্লো দেখে; এমন সুন্দর বাগান এবং বউ শাশুড়ির অসাধারণ সুন্দর সম্পর্ক। ইতিপূর্বে (প্রায় বছর পূর্বে হবে) শাইখ সিরাজ সাহেবও এই বাগানটি দেখিয়েছিলেন। তখন এত গাছ-গাছালি, এত সুন্দর খামার ছিলনা। এখন বেশ পরিপূর্ণ । দীপ্ত টিভিকে ধন্যবাদ- এটিকে আমদের সামনে তুলে ধরার জন্য । তবে ছোট্ট একটি সমালোচনা করতে চাই, যদি (দীপ্ত) কিছু মনে না করেন। ভিডিও ধারন, বা চিত্র গ্রহনে আরো মুন্সিয়ানার পরিচয় দিলে ভাল হতো। কথা কম বলে, আরো বেশি করে বাগান্টিকে লং ও শর্ট ডিস্টেন্সে দেখালে বেশি ভাল লাগতো। প্রয়োজনে ড্রোন শর্ট নেয়া যেত- এই আর কি----। আবারও ধন্যবাদ দীপ্ত টিভিকে।

  • @ibrahimkhalil7820
    @ibrahimkhalil7820 4 ปีที่แล้ว

    Very nice

  • @ftjhdnc7256
    @ftjhdnc7256 4 ปีที่แล้ว +1

    মাসাললাহ বলে বুজানো জাবেনা এতো বালো লাগলো আমি সৌদি প্রবাসী

  • @khalidsaifullha906
    @khalidsaifullha906 4 ปีที่แล้ว +4

    আগে এই ছাদ নিয়ে হৃদয়ে মাটি ও মানুষ মানুষে প্রতিবেদন দেখেছি তার বড় ছেলে কেমেরার সামনে আসতে চায়না

  • @anarulislam7835
    @anarulislam7835 4 ปีที่แล้ว

    সুন্দর মানসিকতার মানুষ,,

  • @rokibakand9132
    @rokibakand9132 4 ปีที่แล้ว +1

    Wow

  • @mouliskitchen4588
    @mouliskitchen4588 4 ปีที่แล้ว +3

    খুবি ভালো লাগলো আপু আপনার ছাদ বাগান দেখে, আরও ভালো লাগলো বউ শাশুড়ির মেসিং জামা পড়েন শুনে।

  • @thebeautifullifeinalqurana8933
    @thebeautifullifeinalqurana8933 2 ปีที่แล้ว

    Nice

  • @mohammadm6899
    @mohammadm6899 4 ปีที่แล้ว

    Very nice

  • @akterhussain9532
    @akterhussain9532 4 ปีที่แล้ว +7

    আল্লাহ তুমি আমাদের সবাইকে হেদায়েত দান করো। সবাইকে এই করোনার ভয়ে হলেও ইসলামের ছায়াতলে আসার নসীব করেন।কারন উনারা এত ভালো থেকেও আলহামদুলিল্লাহ বলতে পারলেন না।অথচ আলহামদুলিল্লাহ বললে রাব্বুল আলামিন কত খুশী হন।ছাদ বাগানের প্রোগ্রাম দেখে ভালোই লাগছে।

  • @mkaminmulla
    @mkaminmulla 4 ปีที่แล้ว +5

    অনেক সুন্দর একটা ভিডিও এবং ভালো 🌳 💯

  • @shohelrana161
    @shohelrana161 4 ปีที่แล้ว

    আসাধারন

  • @nasrinscookingworld6492
    @nasrinscookingworld6492 3 ปีที่แล้ว +2

    কত স্কয়ার ফিট ছাদটা, অনেক সুন্দর হয়েছে বাগানটা।

  • @ilmaakter3435
    @ilmaakter3435 4 ปีที่แล้ว

    Wow😵💕💕💕💕💕😍

  • @moynamoyna6068
    @moynamoyna6068 4 ปีที่แล้ว +8

    দারুন বউ আর সাশুরি মনে হয়,না মনে হয় মা মেয়ে আমার খুভ ভালো লাগলো গাছ গুলো দেখে

  • @sanjibghosh343
    @sanjibghosh343 4 ปีที่แล้ว +9

    O ho nice garden. Today's I totally happy. I loved Bangladeshi garden and learnt

  • @mdrafaz1018
    @mdrafaz1018 2 ปีที่แล้ว +1

    নিজের থেকে তো মনে হয় কখনো এমন করে করতে পারবোনা তারপর ও যদি কারো চাঁদ বাগানে কাজ করতে পারতাম

  • @mariamqibtia8817
    @mariamqibtia8817 4 ปีที่แล้ว +3

    খুব সুন্দর । আমার একটা প্রশ্ন গ্রীষ্মকালে প্রখর রোদে আনাজের গাছে ক্ষতি হয় না?
    আমার ছাদে করেছি, একটু প্রবলেম হচ্ছে

    • @thatsnobody616
      @thatsnobody616 3 ปีที่แล้ว

      Apu matir opore khor diye dheke diyen.tahole kichu hobena

  • @abdullanoman3201
    @abdullanoman3201 4 ปีที่แล้ว +2

    জানতে চাচ্ছি এই ছাদের স্কয়ার ফিট কত হবে।

  • @taslimaakter1943
    @taslimaakter1943 3 ปีที่แล้ว +1

    এই ছাদের ভিডিও অাগে একবার দেখেছি শাইখ সিরাজ স্যার এর প্রতিবেদনে

    • @munirulislam4583
      @munirulislam4583 3 ปีที่แล้ว

      আমিও দেখেছি 😀

  • @nusratimroj6550
    @nusratimroj6550 4 ปีที่แล้ว +2

    আমার এলাকায় এটা। এভাবে দেখে আর ও ভালো লাগলো।

  • @morshedalom2878
    @morshedalom2878 4 ปีที่แล้ว

    মাশাল্লাহ

  • @surajitbarua3031
    @surajitbarua3031 4 ปีที่แล้ว +2

    বৌ শাশুড়ির চেহারারও অনেক মিল আছে।

  • @sirajulislam283
    @sirajulislam283 3 ปีที่แล้ว +1

    যারা সাফল্য হন তদেরটা প্রচার করেন আপনারা ,কিন্তু কারো সাফল্যের সহায়ক কি কখনো হয়েছেন? বা হতেচান?

  • @HumayunKabir-mr9gt
    @HumayunKabir-mr9gt 4 ปีที่แล้ว +1

    বউ শাশুড়ির সাথে প্রথম মিল দেখলেন, মানে বউ শাশুড়ির সাথে কি তাহলে সবসময়ই অমিল! আপনার বেলায়ও কি তাই?

  • @mdarzu1812
    @mdarzu1812 3 ปีที่แล้ว +1

    আসলে দিপ্ত কৃষি একটা খুব সুন্দর মিডিয়া

  • @samirtariq9735
    @samirtariq9735 4 ปีที่แล้ว +4

    মাশাআল্লাহ খুব ভাল লাগল,

  • @এসিরিপেয়ারিং
    @এসিরিপেয়ারিং 4 ปีที่แล้ว +3

    বাসা টা কতটুকু জমির উপর?

  • @arifhossain3723
    @arifhossain3723 4 ปีที่แล้ว +1

    ছাদের মাপটা বললেন নি। মানে ছাদের আয়াতন কত স্কয়ার ফিট?

  • @jubairofficial
    @jubairofficial 4 ปีที่แล้ว +1

    এই ছাদ বাগান দেখার পর সাবস্ক্রাইব না করে থাকতে পারলাম না

  • @s.channel1152
    @s.channel1152 2 ปีที่แล้ว

    আপনি ওনাকে জিজ্ঞেস করলেন ভাল আছেন।ওনি অনেক ভাল কিন্তু ডিম খেয়ে
    ভাল আছেন কিন্তু এই ডিম গুলো কে দিয়েছেন মহান আল্লাহ্তাওলা কিন্তু উনি
    একবারও তার নাম নিলেন না।।
    ওনি জদি বলতো আলহামদুলিল্লাহ
    এবং আল্লাহর সুকরিয়া আদায় করতো
    তা হলে অনেক ভাল লাগত।।।

  • @saju_bari
    @saju_bari 4 ปีที่แล้ว +1

    জঙ্গলে কি রাসায়নিক সার দেয়া হয় ?? তবুও কেন গাছগুলো সতেজ থাকে ??

  • @omorsunny4751
    @omorsunny4751 4 ปีที่แล้ว +2

    আমার কিছু পরামর্শ দর কার

  • @shirinscollection1622
    @shirinscollection1622 4 ปีที่แล้ว +1

    মাশাআললাহ ! খুব সুনদর বাগান ।আমি প্রকৃতিকে অনেক ভালোবাসি ।

  • @robinahmed5750
    @robinahmed5750 4 ปีที่แล้ว +1

    সালাম দেওয়ার জন্য ধন্যবাদ অপু🌱🌱🌱

  • @nipubiswas6497
    @nipubiswas6497 3 ปีที่แล้ว +1

    𝒌𝒉𝒖𝒃 𝒔𝒖𝒏𝒅𝒐𝒓 𝒍𝒂𝒈𝒔𝒂

  • @grandprim2129
    @grandprim2129 4 ปีที่แล้ว +2

    মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব বালো লাগলো

  • @fjsumi9130
    @fjsumi9130 3 ปีที่แล้ว

    আমি ছাদে একটা হাউজ করতে চাই মাছ চাষের জন কিভাবে করলে ছাদের কোন সমস্যা হবে না একটু জানাবেন প্লিজ

  • @talhabintouhid6646
    @talhabintouhid6646 2 ปีที่แล้ว

    চাদে মাছ ছাষ করলে কি ছাদের সমস্যা হবে

  • @JahidHasan-ls5ox
    @JahidHasan-ls5ox 3 ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম আপু তালগাছ লাগাননেই

  • @chatterjeebest
    @chatterjeebest 4 ปีที่แล้ว +1

    Singi macher jonno ki khabar den??

  • @AbuSayeed-tm6iz
    @AbuSayeed-tm6iz 4 ปีที่แล้ว +1

    অনেক সুন্দর প্রতিবেদন হয়েছে এলিনা আপু

  • @samsherhasmi9723
    @samsherhasmi9723 4 ปีที่แล้ว +1

    Aim India se aapki video bahut achha lagta hai

  • @mummasclasswithtanvi9431
    @mummasclasswithtanvi9431 3 ปีที่แล้ว

    এটি কত স্কোয়ার ফিটের ছাদ জানানো যেতে পারে কি?

  • @sagorvai9690
    @sagorvai9690 3 ปีที่แล้ว

    বউ শাশুড়ী জিন্দাবাদ বউও সুন্দর তেমনি শাশুড়ী ও

  • @mamunahmmod6827
    @mamunahmmod6827 3 ปีที่แล้ว

    আলহামদুলিল্লাহ আমার অল্পজায়গা তারপরেও কিছবাগানকরেছি আল্লাহপাক আরবেবত্থা করেদিলে আরকরব ইংশাআল্লহ দুয়াকরবেন।

  • @arunnakshatra1003
    @arunnakshatra1003 4 ปีที่แล้ว

    জয় মা দূর্গা,, মা মেয়ে থেকেও বেশি ঘনিষ্ঠ মনে হচ্ছে,, দুই বান্ধবী।

  • @projonmoakattor-1784
    @projonmoakattor-1784 4 ปีที่แล้ว

    বেলবাজিয়ে বন্ধুহয়ে পাশে আছি, আশাকরছি পাশে পাবো।

  • @sahariagmaing2077
    @sahariagmaing2077 3 ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম কেমন আছেন মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর ছাদ বাগান 👍 খুব ভালো লাগলো

  • @sajjadkhandker
    @sajjadkhandker 2 ปีที่แล้ว

    শুধুমাত্র কথার ছড়াছড়ি, বাগান আরও বেশি দেখানো উচিত ছিল।

  • @s.a.Tawhid
    @s.a.Tawhid 11 หลายเดือนก่อน

    To future me.
    17:21 measurements.