আমরা নভেম্বরের শেষে পুরো কুমায়ুন ঘুরে এসেছি। কৌশানীতে কেএমভিএন এর কটেজেই ছিলাম। আপনার ভ্লগ দেখে স্মৃতি তাজা হয়ে উঠলো। সবচেয়ে ভালো লাগল লক্ষ্মণজীকে দেখে। পুরো ট্রিপে উনিই আমাদের সারথী ছিলেন। খুবই ভালো মানুষ।
আঠারো বছর আগে গান্ধী আশ্রমে তিনদিন ছিলাম। প্রবোধ কুমার সান্যাল এর লেখা দেবতাত্মা হিমালয় পড়ে গান্ধী আশ্রমে থাকার ইচ্ছা ছিল। মন ভরে গেছিল। ওই চা বাগানে বসে চা খেয়েছিলাম। অবশ্য মুন্সিয়ারী যায়নি। আগামী বছর যাবার ইচ্ছা। আপনার এই ভিডিও আমার খুবই কাজে লাগলো। 👌👌👌
আমি প্রথম যখন কৌশানি চা খাই, অভিভূত হয়ে গিয়েছিলাম। খুব সুন্দর একটা হালকা গোলাপের গন্ধ ছিল, এবং স্বাদে দার্জিলিংয়ের চেয়ে কোনও অংশে কম নয়। এরপর স্থানীয় দোকানে খুঁজেও পাইনি। আমার সিকিমের টেমির চাও খুব পছন্দ করি।
অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য। অসাধারণ ফোটোগ্রাফী। তার সংগে অনবদ্য উপস্থাপনা দুজনের। বহুদিন আগে গান্ধী আশ্রমে থাকার স্মৃতি মনে এল। সত্যিই এখান থেকে পর্বত শৃজ্ঞগুলি দর্শন এখনও মনকে টানে। বৈজনাথ মন্দির দেখা হয়নি। আপনাদের সংগে এই মন্দির দর্শন ও বিভিন্ন পৌরানিক তথ্য জানার সুযোগ হল। খুব ভাল লাগল। অনেক ধন্যবাদ জানাই। খুব ভাল থাকবেন দুজন।
আমরা 2022 এর গরমকালে এই জায়গাগুলি ঘুরে এসেছি। সবচেয়ে সেরা লেগেছে মুন্সিয়ারি ওখান থেকে সমস্ত পিক গুলি খুব ভালো দেখা যায়। আমরা সব জায়গাতে kmvn এর গেস্ট হাউস গুলিতেই ছিলাম। পাতাল ভুবনেশ্বরে যাবেন খুব ভালো লাগবে।❤
🎶 track? It’s *Hauz Khas* by *Banaras Baba & Kolkata Kid* - and yes we are THRILLED to be your trusted provider. th-cam.com/video/VElwp1KhY9U/w-d-xo.html // Epidemic Sound
Another mind blowing video with enchanting views 🎉 khubh shundor lagche each and every place has their significance our history and culture is so rich... 👌 👍 eagerly waiting for next video 😊 take care and best wishes 🎉
।।।। ।। ।।পাহাড়ি শহরের পথে ঘুরে বেড়াতে দারুন ভালো লাগে কৌশানি এক কথায অসাধারণ লাগলো অনাশকতি দারুন মন ভালো রাখার জায়গা ওখানে দুদনডবসে থাকলে যাবতীয় চিন্তা ভাবনা থেকে দুরে থাকা যায় বৈজনাথ মন্দির ও খুব সুন্দর সবাই তো আমরা সব জায়াগায় যেতে পারিনা আপনাদের মাধ্যমে আমি অনেক জায়গায় ঘুরে নিলাম আমার ও বেড়ানোর ঝুলি বেশ বড় ।ধন্যবাদ ।
হে প্রকৃতি তোমার অনুপম রূপের ডালি সাজিয়ে তুমি বসে আছ । যে ইচ্ছে তুলে নেবে এই সৌন্দর্য, তুলে রেখে দেবে স্মৃতির মণিকোঠায় । প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার সাহায্য আমাদের যে সব ব্যাক্তি করে চলেছেন অনিন্দ্য বাবু তাদে অন্যতম । অসাধারণ চিত্রগ্রহণ এর মাধ্যমে কৌশানির অপূর্ব রূপ আমাদের কাছে এলো । এত সুন্দর স্থান পরম সুন্দর ভাবে তুলে ধে ধরেছেন তিনি । আজকের এই প্রতিবেদন তাই অসামান্য । মুন্সিয়ারি র অপেক্ষায় রইলাম ।
কৌশানি…. আমার ভীষণ পছন্দের জায়গা… দু’বার গিয়েছি, ছিলাম কে এম ভি এন-এ… ❤ ঢেউ খেলানো পাহাড়ের ঘুম ভাঙিয়ে সূর্যোদয় দুর্দান্ত লাগল… কৌশানির ইতিহাস,পাইন গাছের সারি, কোশি নদী আর অনাসক্তি আশ্রম থেকে দেখা ত্রিশূল, নন্দাঘুন্টি, চৌখাম্বাসহ বরফাবৃত হিমালয়ান রেঞ্জ যা ১৮০ ডিগ্রী বিস্তারে … উফ্! ভোলার নয়… দারুণ সুন্দর ভিডিও হয়েছে গান্ধী আশ্রমের❤ চা বাগানটিও ভালো লাগল…❤খুব সুন্দর হয়েছে বৌদির স্কার্ফটি…পকেট ওয়ালা❤ বৈজনাথ মন্দির, গোমতী নদী, মন্দিরের স্থাপত্য ও ইতিহাস অসাধারণ উপস্থাপন করেছেন দাদাভাই… আপনার ভিডিওর এটাই বিশাল পাওয়া যা দেখে ও শুনে সমৃদ্ধ হই… চেনা জায়গা আরও নতুন ভাবে চিনতে সাহায্য করে… অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল দাদাভাই ও বৌদির জন্য এত সুন্দর একটি ভিডিও উপহার দেওয়ার জন্য❤
Nice 👍 beautiful Anindya Da 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Thank you. You brought back old memories for me. My Father was posted here when I was 6 years old, now I am a senior citizen 😊
অপূর্ব.... ঘোরা জায়গা গুলো মনে হচ্ছে আবারও গেলাম
আমরা নভেম্বরের শেষে পুরো কুমায়ুন ঘুরে এসেছি। কৌশানীতে কেএমভিএন এর কটেজেই ছিলাম। আপনার ভ্লগ দেখে স্মৃতি তাজা হয়ে উঠলো। সবচেয়ে ভালো লাগল লক্ষ্মণজীকে দেখে। পুরো ট্রিপে উনিই আমাদের সারথী ছিলেন। খুবই ভালো মানুষ।
বাঃ দারুণ ব্যাপার তো !! সত্যিই লক্ষণজী দারুণ একজন মানুষ 🌹❤️
Kaushanir sun set sotti asadharan.
So much detailing...khub sundor kaushani...ekhono dekha hoyni...dekhi kobey jetey pari...
প্রকৃতি অপূর্ব সুন্দর।
খুব ভালো লাগলো। দারুন। অনিন্দ্য বাবুর এই হাসির কোন জবাব নেই। অসাধারণ।
Darun laglo ei video ta,eto sundor prakritik drishya mon bhore gelo.
Khub sundor.....apnader video dakhea nijeder purono ghorar koth mone poregelo
Khub bhalo laglo, sklei susth Thakur thanks all
খুব ভাল লাগল,অপেক্ষায় রইলাম পরবর্তী পর্বের জন্য
আঠারো বছর আগে গান্ধী আশ্রমে তিনদিন ছিলাম। প্রবোধ কুমার সান্যাল এর লেখা দেবতাত্মা হিমালয় পড়ে গান্ধী আশ্রমে থাকার ইচ্ছা ছিল। মন ভরে গেছিল। ওই চা বাগানে বসে চা খেয়েছিলাম। অবশ্য মুন্সিয়ারী যায়নি। আগামী বছর যাবার ইচ্ছা। আপনার এই ভিডিও আমার খুবই কাজে লাগলো। 👌👌👌
অনেক ধন্যবাদ 🙏
কৌশানীতে গান্ধী আশ্রমে ছিলাম। ওনাদের view point দেখার মত।
Booking ki vabe hoy gandhi ashram e
শান্ত, নিস্তব্ধ, সুন্দর।
একেবারে মুগ্ধ হয়ে দেখলাম।🌟🌟🌟🌟🌟
Kumayon series durdanto lagche.
আমি প্রথম যখন কৌশানি চা খাই, অভিভূত হয়ে গিয়েছিলাম। খুব সুন্দর একটা হালকা গোলাপের গন্ধ ছিল, এবং স্বাদে দার্জিলিংয়ের চেয়ে কোনও অংশে কম নয়। এরপর স্থানীয় দোকানে খুঁজেও পাইনি। আমার সিকিমের টেমির চাও খুব পছন্দ করি।
Khub bhalo pine ghera Kausanj.Chokh r mon bhore galo.Apnar uposhapona r songe prokriti jano mile mise ak hoye jai.Bhalo thakben.
নতুন করে কিছু বলার নেই, প্রত্যেকটি vidieo অসম্ভব ভালো।
দারুণ দাদা। আমিও গিয়েছিলাম মার্চ এর শেষে। কৌসানির গান্ধি-আশ্রম তো অপূর্ব!
কর্মসূত্রে উত্তরাখন্ড এ থাকার জন্য এই ভিডিও গুলো আমার কাছে খুব তাৎপর্যপূর্ণ ।
And your video quality plus narration is wonderful.
Mountain peaks are just fabulous the entire green views are awesome and the way you describe is too good and very informative also.
Beautiful Kousani
Photography Daruun
আপনাদের সাথে আমি ও কুমায়ুন ঘুরছি। আপনাদের অনেক ধন্যবাদ।
অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য। অসাধারণ ফোটোগ্রাফী। তার সংগে অনবদ্য উপস্থাপনা দুজনের। বহুদিন আগে গান্ধী আশ্রমে থাকার স্মৃতি মনে এল। সত্যিই এখান থেকে পর্বত শৃজ্ঞগুলি দর্শন এখনও মনকে টানে। বৈজনাথ মন্দির দেখা হয়নি। আপনাদের সংগে এই মন্দির দর্শন ও বিভিন্ন পৌরানিক তথ্য জানার সুযোগ হল। খুব ভাল লাগল। অনেক ধন্যবাদ জানাই। খুব ভাল থাকবেন দুজন।
অনেক ধন্যবাদ আপনাকে 🙏
Darun lagche
Asadharan apurbo. Khub bhalo laglo
Sunrise ta darun laglo ..
শিব পার্বতীর বিবাহ স্থলটি দেখার অপেক্ষায় ছিলাম। অনেক অনেক বছর আগে কৌশানী দেখেছি। খুব সুন্দর লেগেছিল তখন। এখনও লাগল আপনার ক্যামেরার মধ্যে দিয়ে।
Thank you 😊
Darun laglo😊
খুব সুন্দর
খুব সুন্দর করে বর্ণনা করেছেন।
Khub bhalo lagche. Porer porbo er opekkha te roilam
দু চোখ ভরে দেখলাম,মন ভরে গেল। অপূর্ব প্রকৃতি বার বার ছুটে যেতে প্রাণ চায়।❤ বুবু ম্যাডাম আপনার কোট এর সঙ্গে স্কার্ফ খুব সুন্দর লাগছিল ❤
Thank you 😊
Darun laglo.....Amar priyo ...
Vlog ta khub darun laglo
দুর্দান্ত। দারুন উপস্থাপন❤
ভীষণ ভালো লাগলো ।👌
খুব ভাল লাগলো ❤❤
khub sundor laglo.........
Khub valo laglo ❤❤❤
Khub bhalo laglo dadabhai boudi ❤❤
Khun sundor presentation
খুব খুব ভাল লাগল কৌশানী কে। সুন্দরী যাকে বলে। তার সঙ্গে রাগ এর সঙ্গত অসাধারণ।
দারুণ দারুণ ভালো লাগলো দাদা ভিডিও টা 🙏🙏
আমরা 2022 এর গরমকালে এই জায়গাগুলি ঘুরে এসেছি। সবচেয়ে সেরা লেগেছে মুন্সিয়ারি ওখান থেকে সমস্ত পিক গুলি খুব ভালো দেখা যায়। আমরা সব জায়গাতে kmvn এর গেস্ট হাউস গুলিতেই ছিলাম। পাতাল ভুবনেশ্বরে যাবেন খুব ভালো লাগবে।❤
আচ্ছা মার্চ বা এপ্রিলে গেলে কি ভালো ভিউ পাবো,চূড়া গুলো তে কি বরফ থাকবে
অপূর্ব দৃশ্য। মন ভরে গেল।
Scenic beauty of RANIKHET nd KAUSHANI is like picture perfect.
Khub bhalo laglo VDO
Sathe sathe purano smriti romonthan korlam. 🙏
Asadharon❤❤❤❤
Khub sundor kono kata habe na bose
দারুণ লাগলো তোমার ভিডিওটা ।কৌশানীর অসাধারণ সৌন্দর্য উপভোগ করলাম জীবন ধন্য হয়ে গেলো ।পরের পর্বের অপেক্ষায় রইলাম। ভালো থেকো সুস্থ থেকো ।
অনেক ধন্যবাদ 🙏
খুব ভালো লাগল।
খুব সুন্দর laglo
অপূর্ব সুন্দর হিমালয় পর্বতের দৃশ্য। আপনার উপস্থাপনা ও খুব সুন্দর
এত ভালো লাগে আপনার ভিডিও যে কি বলব। খুব ভালো থাকবেন আপনারা ❤
অসাধারণ উপহার এই এলাকার কথা বইতে পড়েছিলাম আপনি দেখালেন
Khub valo laglo.Apurvo ❤
Just awesome ❤❤
খুব সুন্দর লাগলো
Khub bhalo laglo dada
Nice Video
ভালো লাগছে । সুন্দর
Awesome!!
Apnar uposthapona eto sundor je manash bhroman Sarthak hoye Jai.Thanks a lot to both of you.
Thank you ❤️
খুব তথ্যমূলক ভিডিও । বেড়াতে যেতে গেলে এইরকম গাইডেন্স দরকার হয়। আমার ঐ অঞ্চলে যাবার ইচ্ছা অনেকদিনের। এই ভিডিওটায় সাহায্য হবে । ধন্যবাদ।
অসাধারণ 👌 খুব ভালো লাগলো 👍❤
Kub valo laglo dada darun
Khub Khub valolage uncle apnader video. uposthapona ta Onoboddyo❤❤❤❤
সুন্দর লাগলো।
Durdanto laglo.
Bhalo lagche,22 years age kausani geyechilam,Gandhi asram e chilam,purono smriti romanthan holo
Excellent natural views. Enjoyed this vlog very well. Stay well. Thank you. From Cooch Behar town.
Thank you 🙏
আরেকটা ছোটো গল্প। অথবা উপন্যাসের আরেকটি অধ্যায়। বেশ ভালো।❤❤❤
🙏🙏
Osadharon laglo, purano smriti kichu kichu ferot aschilo..
অনেক ধন্যবাদ 😍
Tomake o Kakima ke Osonkhyo Dhonyobaad Anindya Kaku eto Apurbo video ti er jonye!!!
Short and crisp and excellent presentation!!! ❤️❤️❤️
Thank you 😊
Onobodyo Sunrise
🎶 track? It’s *Hauz Khas* by *Banaras Baba & Kolkata Kid* - and yes we are THRILLED to be your trusted provider.
th-cam.com/video/VElwp1KhY9U/w-d-xo.html
// Epidemic Sound
সিরিজ নিয়ে বলার ভাষা নেই,তবে যেটা আমার ভালো লাগে সেটা অনবদ্য ডিটেলিং আপনার। খুবই সমবৃদ্ধ হই।
Apurbo
Beautiful place dada. All the very best
Songe sob somoy achi bhalo laglo
Prakritir aporoop drishyo dekhe chokh juriye gelo !!!! Durdanto video..👌👌👌
❤❤
Thank you 🥰
Khoob sundor lagche
Amra kousani Anashakti Ashrame a chilam. APONAR SATHE AMI EKMOT. This is the best place in Kousani. The Sunset is beautiful here.
Exactly 👍
Beautiful.
আহা স্বর্গের কাছাকাছি।তার সাথে যোগ রাগ । বুবুদি কি energetic
Thank you 🥰
Absolutely loving this Koushani series. But if you want to see leaning temple, please visit Sambalpur's Huma temple.
Another mind blowing video with enchanting views 🎉 khubh shundor lagche each and every place has their significance our history and culture is so rich... 👌 👍 eagerly waiting for next video 😊 take care and best wishes 🎉
Thank you so much 🌹
Nice episode
।।।।
।।
।।পাহাড়ি শহরের পথে ঘুরে বেড়াতে দারুন ভালো লাগে কৌশানি এক কথায অসাধারণ লাগলো অনাশকতি দারুন মন ভালো রাখার জায়গা ওখানে দুদনডবসে থাকলে যাবতীয় চিন্তা ভাবনা থেকে দুরে থাকা যায় বৈজনাথ মন্দির ও খুব সুন্দর সবাই তো আমরা সব জায়াগায় যেতে পারিনা আপনাদের মাধ্যমে আমি অনেক জায়গায় ঘুরে নিলাম আমার ও বেড়ানোর ঝুলি বেশ বড় ।ধন্যবাদ ।
অনেক ধন্যবাদ 🙏
হে প্রকৃতি তোমার অনুপম রূপের ডালি সাজিয়ে তুমি বসে আছ । যে ইচ্ছে তুলে নেবে এই সৌন্দর্য, তুলে রেখে দেবে স্মৃতির মণিকোঠায় । প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার সাহায্য আমাদের যে সব ব্যাক্তি করে চলেছেন অনিন্দ্য বাবু তাদে অন্যতম । অসাধারণ চিত্রগ্রহণ এর মাধ্যমে কৌশানির অপূর্ব রূপ আমাদের কাছে এলো । এত সুন্দর স্থান পরম সুন্দর ভাবে তুলে ধে ধরেছেন তিনি । আজকের এই প্রতিবেদন তাই অসামান্য । মুন্সিয়ারি র অপেক্ষায় রইলাম ।
অসংখ্য ধন্যবাদ জানাই 🙏 ভালো থাকবেন 🌹
Khub soondor location gulo Sir. Videography is simply superb here also 🙏🙏🙏
কৌশানি…. আমার ভীষণ পছন্দের জায়গা… দু’বার গিয়েছি, ছিলাম কে এম ভি এন-এ… ❤
ঢেউ খেলানো পাহাড়ের ঘুম ভাঙিয়ে সূর্যোদয় দুর্দান্ত লাগল… কৌশানির ইতিহাস,পাইন গাছের সারি, কোশি নদী আর অনাসক্তি আশ্রম থেকে দেখা ত্রিশূল, নন্দাঘুন্টি, চৌখাম্বাসহ বরফাবৃত হিমালয়ান রেঞ্জ যা ১৮০ ডিগ্রী বিস্তারে … উফ্! ভোলার নয়… দারুণ সুন্দর ভিডিও হয়েছে গান্ধী আশ্রমের❤ চা বাগানটিও ভালো লাগল…❤খুব সুন্দর হয়েছে বৌদির স্কার্ফটি…পকেট ওয়ালা❤
বৈজনাথ মন্দির, গোমতী নদী, মন্দিরের স্থাপত্য ও ইতিহাস অসাধারণ উপস্থাপন করেছেন দাদাভাই… আপনার ভিডিওর এটাই বিশাল পাওয়া যা দেখে ও শুনে সমৃদ্ধ হই… চেনা জায়গা আরও নতুন ভাবে চিনতে সাহায্য করে… অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল দাদাভাই ও বৌদির জন্য এত সুন্দর একটি ভিডিও উপহার দেওয়ার জন্য❤
Thank you so much 🌹 এইভাবেই সঙ্গে থাকবেন ও উৎসাহিত করবেন ❤️
খুব ভাল লাগছে
Soo beautiful ❤❤❤❤
Just mind blowing in one word. 😅😅😅