অসাধারণ লাগলো মুন্সিয়ারি পর্ব । শাপমোচন নৃত্যনাট্য টি তে অরুনেস্বর কমলিকাকে বলেছিলেন মর্তের অভিশাপে স্বর্গের করুণা যখন নামে তখনই তো সুন্দরের আবির্ভাব । মুন্সিয়ারি র পঞ্চ চুল্লি দেখে আমি অনিন্দ্য বাবুর সাথে একমত হিমালায় কে দেব ভূমি আখ্যা দেওয়া । অসাধারণ রূপের পঞ্চ চুল্লি তার মহিমা দেখিয়ে আমাদের মহিমান্বিত করে দিলেন । প্রতিটি মুহূর্ত অসাধারণ দক্ষতায় চিত্রায়ন করেছেন অনিন্দ্য বাবু ও বৌদি । খুব আনন্দ পেলাম এই প্রতিবেদন দেখে ।
অপূর্ব অপূর্ব লাগলো দাদা, এই মুন্সিয়ারির ভিডিও টি, আমার ২০১৩ তে যাওয়া, বুদ্ধপূর্ণিমার রাতে দেখছিলাম পঞ্চচূলির নয়নাভিরাম সৌন্দর্য, ভ্রমণ পত্রিকায় আমার মুন্সিয়ারি নিয়ে লেখা আছে, আপনার ভিডিও তে আবার নতুন রুপে তাকে পেয়ে স্বর্গীয় সুখ অনুভব করলাম, মেসের কুন্ড, থামরী কুন্ড, এবং খালিয়াটপ খুব সুন্দর, তবে বেশ কষ্টকর চড়াই ভাঙতে হয় ঠিকই, ২০১৬ আমি আবার যাই মুন্সিয়ারি ছোট দুটো গ্রামে দারকোট মদকোটে, ওখানের স্থানীয় মানুষরা খরগোশের লোম থেকে উল বানিয়ে শীতবস্ত্র বিক্রি করে, যা সরস মার্কেটে ও পাওয়া যায়। দারুন লাগলো আপনার অনবদ্য বর্ণনা আর উপস্থাপনা। ভালো থাকবেন
প্রকৃতি আর পুরাণের এক অসামান্য মেল বন্ধন এই পঞ্চচুল্লি। সূর্যাস্তের সময় সত্যিই যেনো আগুন লেগেছে তার চূড়ায়। ভীষণ ভালো লাগলো মুন্সিয়ারি। যাওয়ার ইচ্ছে টা আরো তীব্র হোলো।
নৈনিতাল অসম্ভব সুন্দর জায়গা,মুন্সিয়ারি ও দারুন জায়গা পঞ্চোচুল্লির নয়নাভিরাম দৃশ্য ভোলার নয় কিনতু পাহাড়ী পথে বড় বেশি u tarn আছে যার জন্য খুব শরীরে অস্বস্তি হয় সেই টুকু বাদ দিলে নৈনিতাল ভ্রমণ করে আনন্দ পাওয়া যায়
অসাধারণ। ২০১২ সালের অক্টোবর মাসে লক্ষীপূজোর দুইদিন আমি সপরিবারে মুন্সীয়ারিতে ছিলাম KMVN গেষ্ট হাউসে। পূর্ণিমার সন্ধ্যায় পঞ্চচুল্লীর মাথায় চাদ ওঠার দৃশ্য সারাজীবন মনে থাকবে। দাদার ব্লগ দেখে আবার একবার যাবার ইচ্ছে টা প্রবল হয়ে উঠল। আর দাদার ব্লগ অতুলনীয়। স্মৃতি হারাদের ও সব মনে পড়ে যাবে এইরকম সুন্দর ব্লগ দেখলে।
অপূর্ব লাগল মুন্সীয়ারী ভ্রমনের ভিডিওটি। সত্যিই অসামান্য প্রাকৃতিক সৌন্দর্য। হিমালয়কে দেবতাদের বাসস্থান বলা হয় কারণ এই স্থানে স্বর্গ মর্তের ভেদাভেদ নেই।.মনে হয় সব মিলেমিশে একাকার হয়ে গেছে। আপনাদের অসাধারণ উপস্থাপনা আমাদের এই উপলব্ধির সামনে নিয়ে আসে। আমাদের ও এই দেব ভূমি দর্শন করার সৌভাগ্য হয়। খুব ভাল থাকবেন দুজনেই।
অসাধারণ অপূর্ব সুন্দর। মন ভরে গেছে আমাদের পঞ্চচুল্লী দেখে। Pandey lodge এর glass room এ ছিলাম তিন দিন শুধু পঞ্চচুল্লী দেখার জন্য। আবার ও যাওয়ার ইচ্ছা আছে। আপনার ভিডিও দেখে মনের সাধ মিটিয়ে নিলাম।
এক কথায় অসাধারণ। ভারতের অনেক জায়গা আমার দেখা, আবার না দেখাও অনেক জায়গার মধ্যে রাণীক্ষেত আলমোড়া এই রকম একটি। আপনার ভিডিওটি এই জায়গায় বেড়ানোর জন্য অনেক উপকারে আসবে। ধন্যবাদ।
আমার অন্যতম প্রিয় জায়গা এই মুন্সিয়ারী। আর সত্যিই, নন্দাদেবী মন্দির চত্বর থেকে পঞ্চচূল্লীর সৌন্দর্য অসাধারন। আমরা দেখেছিলাম বিকেলের দিকে। ফলত, সোনার রঙে চারিদিক উদ্ভাসিত হয়ে উঠেছিল।
অসাধারণ লাগলো মুন্সিয়ারি পর্ব । শাপমোচন নৃত্যনাট্য টি তে অরুনেস্বর কমলিকাকে বলেছিলেন মর্তের অভিশাপে স্বর্গের করুণা যখন নামে তখনই তো সুন্দরের আবির্ভাব । মুন্সিয়ারি র পঞ্চ চুল্লি দেখে আমি অনিন্দ্য বাবুর সাথে একমত হিমালায় কে দেব ভূমি আখ্যা দেওয়া । অসাধারণ রূপের পঞ্চ চুল্লি তার মহিমা দেখিয়ে আমাদের মহিমান্বিত করে দিলেন । প্রতিটি মুহূর্ত অসাধারণ দক্ষতায় চিত্রায়ন করেছেন অনিন্দ্য বাবু ও বৌদি । খুব আনন্দ পেলাম এই প্রতিবেদন দেখে ।
পঞ্চচুল্লী দর্শনের প্রকৃত অনুধাবন যেন আপনার এই লেখায় নতুন করে খুঁজে পেলাম । অসংখ্য ধন্যবাদ আপনাকে 🙏
যারা এই এলাকায় tracking করতে আসেন তারা Nanda দেবীর পুজো দিয়ে tracking শুরু করেন
Apnader chokh diye dekhe mon bhore gelo
Apnar bolar saili khoob sundar
Darun darun
Khub bhalo laglo dada 💗
Superb, Osadharon laglo.
অপূর্ব অপূর্ব লাগলো দাদা, এই মুন্সিয়ারির ভিডিও টি, আমার ২০১৩ তে যাওয়া, বুদ্ধপূর্ণিমার রাতে দেখছিলাম পঞ্চচূলির নয়নাভিরাম সৌন্দর্য, ভ্রমণ পত্রিকায় আমার মুন্সিয়ারি নিয়ে লেখা আছে, আপনার ভিডিও তে আবার নতুন রুপে তাকে পেয়ে স্বর্গীয় সুখ অনুভব করলাম, মেসের কুন্ড, থামরী কুন্ড, এবং খালিয়াটপ খুব সুন্দর, তবে বেশ কষ্টকর চড়াই ভাঙতে হয় ঠিকই, ২০১৬ আমি আবার যাই মুন্সিয়ারি ছোট দুটো গ্রামে দারকোট মদকোটে, ওখানের স্থানীয় মানুষরা খরগোশের লোম থেকে উল বানিয়ে শীতবস্ত্র বিক্রি করে, যা সরস মার্কেটে ও পাওয়া যায়।
দারুন লাগলো আপনার অনবদ্য বর্ণনা আর উপস্থাপনা।
ভালো থাকবেন
অসংখ্য ধন্যবাদ আপনাকে 🙏
Dadabhai darun dekhlam bhalo thakben
পঞ্চ চুল্লি দেখার অপেক্ষায় ছিলাম।দেখে মন ভরে গেছে। অপূর্ব সুন্দর । যা ভাষায় প্রকাশ করা কঠিন।
দারুণ, যতবার দেখি ভালো লাগে
প্রকৃতি আর পুরাণের এক অসামান্য মেল বন্ধন এই পঞ্চচুল্লি। সূর্যাস্তের সময় সত্যিই যেনো আগুন লেগেছে তার চূড়ায়। ভীষণ ভালো লাগলো মুন্সিয়ারি। যাওয়ার ইচ্ছে টা আরো তীব্র হোলো।
Uttarakhand er pratiti jaiga tourist spot along debvoomi 👍 panchochulli assdharan 👍
Munsiyari vlog ta darun laglo ! 💯👍😍😍 Panchachuli peaks er sunset views asadharan !! 🤩🤩
অত্যন্ত পরিমার্জিত ভাষায় প্রতিটা ব্লগ, ঢাকা বাংলাদেশ থেকে,
নৈনিতাল অসম্ভব সুন্দর জায়গা,মুন্সিয়ারি ও দারুন জায়গা পঞ্চোচুল্লির নয়নাভিরাম দৃশ্য ভোলার নয় কিনতু পাহাড়ী পথে বড় বেশি u tarn আছে যার জন্য খুব শরীরে অস্বস্তি হয় সেই টুকু বাদ দিলে নৈনিতাল ভ্রমণ করে আনন্দ পাওয়া যায়
Apurvo presentation....mone hoche ekhun ee chole jai.👏👏👏👏
🥰🥰
অপূর্ব অপূর্ব লাগলো এই ভিডিও টি।যেন মনে হচ্ছে স্বর্গ রাজ্যে চলে এসেছি। পঞ্চচুল্লী দেখে মুগ্ধ হয়ে গেলাম 👌💕।
Khub sundar. Chokh ferano jai na. Khub bhalo laglo.
পঞ্চচুল্লি দর্শনের পর মনটা সতিই ভালো হয়ে গেলো । ধন্যবাদ অনিন্দ্য বাবু ♥️
Pancho chullir soundarjo apurbo anobaddo ..abar dekhe khub bhalo laglo..anek chobi tulechi...happy birthday..sun rise amra video korechi. Darun darun
খুব সুন্দর একটি ভিডিও দেখলাম 👌 দারুন লাগলো 👍❤
কি অপূর্ব। যেতে তো পারবো না। আপনাদের vlog গুলোই আমার কাছে দুধের স্বাদ ঘোলে মিটছে।
অসাধারণ। ২০১২ সালের অক্টোবর মাসে লক্ষীপূজোর দুইদিন আমি সপরিবারে মুন্সীয়ারিতে ছিলাম KMVN গেষ্ট হাউসে। পূর্ণিমার সন্ধ্যায় পঞ্চচুল্লীর মাথায় চাদ ওঠার দৃশ্য সারাজীবন মনে থাকবে। দাদার ব্লগ দেখে আবার একবার যাবার ইচ্ছে টা প্রবল হয়ে উঠল। আর দাদার ব্লগ অতুলনীয়। স্মৃতি হারাদের ও সব মনে পড়ে যাবে এইরকম সুন্দর ব্লগ দেখলে।
অসংখ্য ধন্যবাদ আপনাকে 🙏
অসাধারণ লাগল মুন্সিয়ারী পর্বের ভিডিওটি… প্রথমেই দাদাভাইয়ের অনবদ্য উপস্থাপনায় মন ভরে গেল… অনাবিল স্বর্গীয় অনুভবে মন প্রাণ ভরে যায় মুন্সিয়ারীর পাহাড়ী যাত্রাপথ আর নীল আকাশে শ্বেতশুভ্র পঞ্চচুল্লির দর্শনে❤… দাদাভাই ঠিকই বলেছেন সত্যিই হিমালয় দেবভূমি🙏
আমরা মুন্সিয়ারী গিয়েছিলাম ২০১০ সালের ২২শে ডিসেম্বর… দাদাভাইয়ের অনবদ্য উপস্থাপনায় সেই স্মৃতি আবার তাজা হয়ে উঠল … এক পঞ্চচুল্লি দেখার জন্য বারবার মুন্সিয়ারী যাওয়া যায় বা দাদাভাইয়ের এই ভিডিওটি দেখা যায়… অসাধারণ রূপ পঞ্চচুল্লির… সূর্যোদয়ে শান্ত সমাহিত রূপ, সারাদিনে নীল আকাশে তার ধ্যানমগ্ন শ্বেতশুভ্র রূপ আর সূর্যাস্তে পাগল করা আগুন রূপ…চাঁদের আলোয় যেন স্বর্গীয় সুষমার ভরে ওঠে পঞ্চচুল্লি সহ গোটা মুন্সিয়ারী গ্রাম❤ অসম্ভব সুন্দর মুন্সিয়ারী আর পঞ্চচুল্লির রূপ তুলে ধরেছেন দাদাভাই…❤
নন্দাদেবী মন্দির, কালামুনি টপ, বিরথি ফলস, ট্রাইবাল মিউজিয়াম,
সরস মার্কেট, মহেশ্বর কুন্ড, খলিয়া টপের ইনফরমেশন….অপূর্ব সুন্দর উপস্থাপনের মাধ্যমে তুলে ধরেছেন দাদাভাই… ❤
ট্রাইবাল মিউজিয়াম দেখার সময় ওখানকার ইতিহাসও জানলাম দাদাভাইয়ের উপস্থাপনায়…❤
অসাধারণ চিত্রায়ণ ও পরিবেশনায় অপূর্ব এই ভিডিওটির জন্য দাদাভাই ও বৌদির জন্য রইল শুভেচ্ছা ও ভালোবাসা❤ ভালো থাকবেন আপনারা❤
আপনার এত সুন্দর বিশ্লেষণের জন্য অসংখ্য ধন্যবাদ 🌹
Goutam Roy. খুবই ভালো লাগলো.
Oshadharon laglo 👏👏👏 office e lunch khete khete ei porbo ti dekhlam
Amrao chilm Bala paradise e. . Darun presentation.. Khub valo laglo...amra thamri kund tracking korechilm r snow payechilm..
Khub valo laglo video ta❤❤
অপূর্ব লাগল মুন্সীয়ারী ভ্রমনের ভিডিওটি। সত্যিই অসামান্য প্রাকৃতিক সৌন্দর্য। হিমালয়কে দেবতাদের বাসস্থান বলা হয় কারণ এই স্থানে স্বর্গ মর্তের ভেদাভেদ নেই।.মনে হয় সব মিলেমিশে একাকার হয়ে গেছে। আপনাদের অসাধারণ উপস্থাপনা আমাদের এই উপলব্ধির সামনে নিয়ে আসে। আমাদের ও এই দেব ভূমি দর্শন করার সৌভাগ্য হয়। খুব ভাল থাকবেন দুজনেই।
অসংখ্য ধন্যবাদ আপনাকে 🙏 সঙ্গে থাকবেন 😍
Darun 👌 apnar video dakhea monepore gelo...ameder ghora...amra o ae rokom weather peyechi...osadharon
দারুন লাগলো। 👌👌👌
অসাধারণ অপূর্ব সুন্দর। মন ভরে গেছে আমাদের পঞ্চচুল্লী দেখে। Pandey lodge এর glass room এ ছিলাম তিন দিন শুধু পঞ্চচুল্লী দেখার জন্য। আবার ও যাওয়ার ইচ্ছা আছে। আপনার ভিডিও দেখে মনের সাধ মিটিয়ে নিলাম।
Wondering video of Panchachully. Tks
Apnar vloger protiti video apurbo.oti antorik,khub sundor nature ke tule dhoren.asadharon.
Thank you 🙏
এক কথায় অসাধারণ। ভারতের অনেক জায়গা আমার দেখা, আবার না দেখাও অনেক জায়গার মধ্যে রাণীক্ষেত আলমোড়া এই রকম একটি। আপনার ভিডিওটি এই জায়গায় বেড়ানোর জন্য অনেক উপকারে আসবে। ধন্যবাদ।
Khooob valo laglo...ekbar nischai jabo...👌👌👌👌👌
আপনার প্রতিটা video র উপস্থাপনা দারুণ লাগে
আমরা অনেক আগেইগিয়েছিলাম আবারনতুন করেভাললাগল
আহা দুর্দান্ত ভিডিও। পঞ্চচুল্লি যে অসাধারণ!! ভিডিও টা আগে মিস করে গেছিলাম। মনটা ভরে গেল।
অনেক ধন্যবাদ 🙏
Beautiful, asadharon hoyeche ei episode ta ..panchochulli apnader video te dekhe mon juriye gelo... chaliye jan...
ঘোরা জায়গা।তবু আপনার ভ্রমণ কুমায়ুন আবার দেখলাম , খুব ভাল লাগল। ধন্যবাদ।
নৈসর্গিক splendour. বরাবরের মত অনবদ্য ভাষ্য বিবরণ। আর background score টা তো iconic.
ধন্যবাদ 🙏
অনেক ধন্যবাদ 😍
Khub sundor laglo 😊
অপূর্ব লাগলো, সত্যিই অসাধারণ পঞ্চোচুল্লি,, মন ভরে গেল সঙ্গে আপনাদের উপস্থাপনায় আরও অনেক বেশী আকর্ষণীয় হয়ে উঠল...
Aninda da apurba dekhlam munsiari.dekhe chokh sarthak holo
Panchhaculi asadharan sundar.apnake anek dhannyabad.
So beautiful Anindya Da 🥰🥰🥰🥰🥰🌹🌹🌹🌹🌹
খুব ভালো লাগলো মুন্সিয়ারি পর্ব খুব ভালো লাগলো । আপনাদের উত্তরবঙ্গের হোমস্টের পর্বগুলো আমি এখন দেখছি , ভালো লাগছে । এরমধ্যে মুন্সিয়ারি পর্বটা পেলাম । মন ভালো হয়ে গেল ।
অসংখ্য ধন্যবাদ 🙏
Apurba & Asadharon Khub Bhalo Laglo jio dada jio darun video Thank you
Asadharan presentation khub bhalo laglo apnader video ta 🎉❤😊
অনেক ধন্যবাদ 🙏
এক কথায় অনবদ্য, অসাধারণ ভিডিও আরো ভালো লাগে আপনাদের প্রেজেন্টেশন। ❤
আমার ভীষণ প্রিয় জায়গা। খুব খুব ভালো লাগলো ভিডিও টা দাদা ও বুবুদি।❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
মনে হলো যেনো আমি ই ঘুরছি খুব ভালো লাগলো ,দারুণ হয়েছে ভিডিও টা
Osadharon video👍👍👍
সবসময় ই আপনার ভিডিও ভালো লাগে। এবারেও অসাধারণ লাগলো। হিমালয়ের সৌন্দর্য, আপনার ধারাভাষ্য এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক সব মিলিয়ে অনবদ্য। অনেক শুভেচ্ছা রইল।
অসংখ্য ধন্যবাদ আপনাকে 🙏
What a beautiful place ! Thank you for sharing this
Awesome,
ভীষণ ভীষণ ভালো লাগলো
আপনাদের জন্য দর্শন করতে পারলাম। অনেক ধন্যবাদ।
darun jayga, darun vlog........panchachuli r color transition during sunset sotti osadharon lage
Fatafati,,gola laglo...
Khùb sundor laglo.
Darun sundor panch-chulli. Uncle, aunti Tomra je samai uttarakhand ghurte giyechhile sei samai amra asam, meghalaya giyechhilam ghurte.anektai deri kore dekhlam vediota.
Asadharon asadharon.khub khub valo laglo video ta.Chokh juriye galo.❤❤
Ki sundor munsiari...ponchochulli dekhe mugdho hoe gelam
Bhison bhison bhalo laglo.Pancho chulli dekhe mon bhore galo. Sotti Himalaya r view apurbo. Sotti a ak Debobhumi.Munshiari konodin jete parbo na...kintu apnar vedio te dekha hoye galo.R Birthi Falls o khub sundor. Bhalo thakben.
Thank you 😊
Khub Sundor❤
Khub valo laglo
দারুণ দারুণ দারুণ মুন্সীয়ারী যেতেই হবে লোভনীয় জায়গা thanku অনিন্দ্য ও বুবু ❤
Ohhh munsiary osadharon. Ageodekhechitai aj abr dekhlam👍👍
Khub khub sundor Mone hochhe ponchochulli Jano hathchuni diye dakche Apurbo
Darun laglo... Dada amra kaushani te krishna mount view hotel-e chilam.. Anasakti asram-r pasei..... R baki Munsiyari, Chaukari, r mukteshwar sob jaygay kmvn chilam... Tinte jaygatei khub sundor, parishkar well maintain, r darun view.... Kaushani te apni jemon dekhalen serokom paini ekhane.... Khubi bhalo legechilo, serokom service.... Khub valo experience chilo...
Darun laglo ajker vlogta
আমার অন্যতম প্রিয় জায়গা এই মুন্সিয়ারী। আর সত্যিই, নন্দাদেবী মন্দির চত্বর থেকে পঞ্চচূল্লীর সৌন্দর্য অসাধারন। আমরা দেখেছিলাম বিকেলের দিকে। ফলত, সোনার রঙে চারিদিক উদ্ভাসিত হয়ে উঠেছিল।
সত্যি অসাধারণ
Darun enjoy korlam
Darun sundoor vedio.deklam &janlam dada
Ki asadharon deklam amar khub pochonder akta destination ai panchachulli khub bhalo laglo❤❤❤❤❤
Thank you 🙏
Darun laglo.Nainital to khub sundor hill station tar sathe apnar upostapona aro sundor.
আমি রেগুলার দেখার চেষ্টা করি। খুব ভালো লাগে অনিন্দ্য দার ভিডিও।
দারুন লাগলো দাদা। আমরা 2006এ গিয়েছিলাম। অপূর্ব ধন্যবাদ
Ashadharon ❤❤
ভালো লাগলো, আপনার ডিস্ক্রিপশনটা সুন্দর। আমিও চেষ্টা করছি পারল3 দেখবেন।
Khub khub sundar
পঞ্চচুল্লী অসাধারণ🙏🙏🙏🙏🙏
অপূর্ব। মনে হল স্বর্গরাজ্য দেখলাম
darun laglo
Panchachuly তে sunset অসাধারণ লাগলো, আপনার মাধ্যমে এই মানস ভ্রমণ ভালই চালিয়ে যাচ্ছি আপনাকে জানাই অশেষ ধন্যবাদ।
ধন্যবাদ 😍
ASAMBAV SUNDOR LAGLO
MUNSIYARI , PANCHA CHULLY, BIRTHI FALLAS
ETC.
KONO KOTHA HOBE NA.
MANY MANY THANKS
ANINDYA DA AND OTHERS.
BHALO THAKBEN SOKOLEY.
Thank you so much 🌹
Khub Sundor.
অসাধারণ ভিডিও , অনিন্দবাবু আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে
Another beautiful presentation. Bhalo thakben.
আজ থেকে প্রায় বছর দশেক আগে আমরা গিয়ে ছিলাম। অনেক কিছু স্মৃতি মনে পড়ে গেল ধন্যবাদ।
❤❤❤❤❤❤❤ অনবদ্য । Uncle
Khub bhalo laglo dada
Apurbo sundor munsiary darun laglo.
অসাধারণ লাগলো ❤
খুব সুন্দর। যেতে তো পারব না। আপনাদেরvlog এর মাধ্যমে ই প্রাকৃতিক দৃশ্য দেখি।
Excellent . দারুন
দারুন লাগলো
অসাধারণ আমি next part জন্য wait করে থাকি।
এই সিরিজের সব ভিডিওগুলি চ্যানেলে চলে এসেছে । এর পরে আরও দুটো ভিডিও আছে । সেগুলো দেখতে পারেন ।
অসাধারণ ফটোগ্রাফি, তার সাথে ধারাভাষ্য।মানসভ্রমনে তৃপ্ত হলাম।
অনেক ধন্যবাদ 🙏
দারুন, আমরা ছিলাম পান্ডে লজে।
16:30 আমি শুধু মন্ত্রমুগ্ধ হয়ে দেখছিলাম। ❤❤❤
বিরথী ফলস এর ভিডিওগ্রাফী খুব ভালো লাগলো।
Thank you 😊