For entire playlist of our Kumaon 2021 tour please click on the following link, for all other information look into the description: th-cam.com/play/PL67w8SUgzyztmKypQSJLTyqNNXzD8th2X.html
Dada puro series ta osadharon laglo just bole prokash kora jabena sob kichui monomugdhakor. Sudhu ekta jiggasa chilo nainitaler ei son jaiga gulo ghure dekhte kmn budget lagbe janale khub valo hoto.
শিবাজী বাবু আপনার বলার ভঙ্গির মধ্যে একটা জাদু আছে। খুব ভালো লাগে শুনতে। এই রুটটা আমি বছর পাঁচেক আগে ঘুরেছি কিন্ত এত নিখুঁত ভাবে দেখতে পারিনি। আপনার মাধ্যমে পুনরায় একবার ঝালাই করে নিলাম। অসংখ্য ধন্যবাদ।
অসাধারণ লাগলো এই কাটারমল সূর্য মন্দির আরো ভালো লাগলো আপনার অসাধারণ তথ্য পেলাম এই মন্দির নিয়ে দারুন লাগলো পুরো ভিডিও টি কোনারকের সূর্য মন্দির এ এই রকম একটা সুন্দর দৃশ্য দেখা যায় সেটা হচ্ছে সূর্য মন্দির এর কালো দরজায় সূর্য এর আলো পড়লে চার পহরে চারবার প্রতি ফলন হয়।এটা নিয়ে যদি আপনি একটু আলোকপাত করেন খুব ভালো হয় সুস্থ থাকবেন ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে।
আমরাও গিয়েছিলাম 2017 সালে কিন্তু কপাল খুব খারাপ ছিল। যেদিন থেকে গিয়েছিলাম সেদিন থেকে তিনদিন পুরো বৃষ্টি হয়েছে। আমরা কিছুই দেখতে পাইনি ঘরে বসে থাকতে হয়েছিল আমরা গান্ধী আশ্রমে উঠেছিলাম অপূর্ব ব্যবস্থা আতিত্যেয়থা। আপনার ভিডিও টা ভীষন ভীষন সুন্দর অপূর্ব লাগলো।
অনবদ্য শিবাজীদা।কথাটার দুটি অর্থে বললাম।শুরুতেই কৌশানি সুন্দরী।বয়ে চলেছে মালকোশের সুর মূর্চ্ছনা।রামগঙ্গার স্বচ্ছ পান্না সবুজ জলের সাথে আনন্দধারা আকাশে বাতাসে।চারিদিকে দেখো চাহি স্থাপত্যশৈলী।মন স্পর্শ করে চলেছে একের পর এক শিল্প।বৈজনাথ মন্দিরটি কেন বাকা,তা আমার তখন জানা হয়নি। জানতাম আপনি ঠিক জানবেন,তাই বলেছিলাম।ইতিহাসের পর ইতিহাস।ছোট ঝর্ণা টি হয়ত তেমন কিছু নয়।কিন্তু তার কল কল ধ্বনি আর শান্ত পথের আকর্ষণ কম নয়। যেমন সুন্দর প্রকৃতি স্থাপত্য, তেমন আপনার এডিটিং, বাচনভঙ্গি,মিউজিক। তাই শুরুতে বলেছি দ্ব্যর্থ রূপে অনবদ্য।😍👍👍👍👍👍
Osadharon tothyo sohojog e video ta ekkothai osadharon👌 Tuli diye anka sohor.. Mon bhore gelo.. Emon deshti kothao khuje pabe nako tumi❤️ Thank you Shibajida🙏 Bhalo thakben a, anande thakben..
Osadharon Osadharon Osadharon episode. Kaisanir Rudra deb temple er trek ta amaro korechilam ek pal garur sathe. Fatafati jaiga. Bageswar market ta woolen cloths er jonnyo bhison cheap. Khub bhalo laglo. Dhanyobad apnader.
প্রথমে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন প্রাকৃতিক দৃশ্য অতুলনীয় ভোলবার নয় যা সুন্দর জায়গা দেখলাম খুবই সুন্দর আহা আপনাকে কি আর বলবো আমাদের জন্য এতো সুন্দর জায়গা দেখানোর জন্য অপেক্ষায় রইলাম পরের পর্বের জন্য মা ঠাকুর আছেন এগিয়ে চলুন ওনাদের আশীর্বাদ সবসময় আপনাদের সাথে ওকে ভাই
Darun laglo as always. Aapnar narrate korar poddhoti aapnar videos gulo k exclusive kore tole. R o anek notun notun jaigai jan r aamader o aapnar video er maddhome ghuriye dekhan. Bhalo thakben and Merry Christmas in advance.
এতসব অত্যাশ্চর্য স্থাপত্য এত সুদূর অতীতে কি করে সম্ভব হলো, ভেবে অবাক হই। যেটা দেখি সেটাই নবম আশ্চর্য মনে হয়! একটির চেয়ে অন্যটির স্থাপত্য কলা আরো জটিল ও বিশাল মনে হয়।
Shibajibabu, onobodyo o asadharon sundor arekti upasthapana'r jonyo dhonyobaad, especially RUDRAHARI Temple, which I have not yet heard of let alone watching in YT or physically (ethereally beautiful location with pristine setting beside a hilly cascade) ! However, surprised you and Prithvijitbabu did not visit Salubrious Sitlakhet (with fantastic views from KMVN) or ever popular Ranikhet with nearby Golf Course, 🍎 orchards (my childhood reminiscence though is of bleeding nose in May-June 1990 due to pressure difference)
আপনার ভিডিও সত্যিই সুন্দর ও তথ্য সমৃদ্ধ, পরের বার ভুতের রাজার দেখা পেলে পাহাড়ের উপরে ওঠার বরটাও চেয়ে নেবেন, তাহলে সময়ের অভাবে যে সব টপ গুলো তে যেতে পারেন না সেগুলো তে যেতে পারবেন, আর আমরাও তার ভিডিও দেখতে পাবো, ভালো থাকবেন।
Really enjoyable and beautiful ❤️❤️❤️. Uttarakhand is really incredible. Sibaji sir, apnar presentation is.mind blowing. Uttarakhand jeno ses hoye o ses hoy na. Koto video dekhi tobu o jeno every day video gulo natun lage. Really asadharon.
Baah Baah Baah Daroooon laglo ❤️❤️ Osaaaadharon ❤️❤️ Jomjomat Koushani..Apuurbo Jayga..Oneeek kichhu dekhlam ebong jaanlam..Bageswar er view ta onoboddo..Kousani te thakar Jayga tao khub sundor..👌👌 Baijanath , Rudrahari Mind Blowing ki sundor jhorna boye cholechhe..mon bhalo hoye galo dekhe..❤️❤️❤️❤️ Katarmal Sun Temple theke View ta Marattok..👌👌🔥 Mandir tao fantastic ebong tar koto itihas..Tmar Bojhano tao ekdom perfect...👌👌❤️❤️ Nice one..❤️❤️❤️❤️❤️❤️❤️
নমস্কার শিবজীদা, কুমায়ুন পর্ব শেষ। দারুণ সুন্দর videography, অসাধারন বিবরণ, স্থান মাহাত্য, প্রাকৃতিক শোভা, সূর্যোদয়-সূর্যাস্ত, পাহাড়ি নদী-ঝর্না আর নন্দাদেবী-পঞ্চচুল্লির দর্শন মনে রাখার মতন। আবার এই রকম মনোরম দৃশ্য-বিবরণ আপনার চোখ দিয়ে দেখার আপেক্ষায় রইলাম। ভালো থাকবেন। 🙏🙏🌹🌹
Ai vlog ta ashadharan.Its really really awesome 👌 Mon pran chuey gechey.Shibaji da r prithwijit da apnara jei bhavey tour Koren r information share korchen darun lagey.Ekta grantha rachana hoyeige6e.Thanks Shivaji da r prithwijit da.Take care.God bless both of you.
For entire playlist of our Kumaon 2021 tour please click on the following link, for all other information look into the description:
th-cam.com/play/PL67w8SUgzyztmKypQSJLTyqNNXzD8th2X.html
Shibajida corbett gele na??
Oooww darun laglo dada,
Dada entire nainital koto budget porbe for 2person???
Dada puro series ta osadharon laglo just bole prokash kora jabena sob kichui monomugdhakor. Sudhu ekta jiggasa chilo nainitaler ei son jaiga gulo ghure dekhte kmn budget lagbe janale khub valo hoto.
owaooooooo excellent. কি সুন্দর জায়গায় গিয়েছগ প্রিয় বন্ধু কাকারা। দারুণ সুন্দর হয়েছে ভিডিও। owaooooooo excellent. 🙂🤗🤗🤗😊👌☺🤗🙂🌞🌞🌞🎇💞🇧🇩👌👌🇧🇩🇮🇳🇮🇳🇧🇩🇧🇩😎👦💝💝👍👍👍💝💝💗💗💗💗💝💝💝💚💛💜💕✨🙋👦👳👰👫💏👨👩👦💒📸🌿✨🙋🎆💖💙💚💛💜💕💝🎇👦👍🤗🙂😊☺👌
Amra chhilam anasakti jogasram ba gandhi ashram
I went to kausani in the Year 2000.after seen your Blog just recall my memories.
আপনার দৌলতে যত দেখছি তত বিস্মিত হচ্ছি।এত পুঙ্ক্ষানুপঙ্ক্ষ আপনার সব ভিডিও, মুগ্ধ না হয়ে উপায় নেই। চালিয়ে যান ... 👌👌👌
দারুন দারুন দারুন আপনার বিবরণ দেওয়ার কায়দাই আলাদা জাস্ট অসাম 👌👌👌👌👌👍👍👍👍😊অনেক নতুন তথ্য জানতে পারলাম 💖💓💖
অসাধারণ অভিজ্ঞতা আপনার সঙ্গে আমারাও ভাগ করে নিলাম
Apurba sundar .Apni eto sundar jayga dekhechhen ,apnar opor iswarer ashirbad achhe .
কৌশানী তে সূর্য দয় দেখা ভাগ্যের ব্যাপার দাদা।তোমার ভিডিও আমার মনের খিদে মেটায়। আমার প্রণাম নিও দাদা।
দিনে দিনে আপনাকে যেন নতুন করে দেখেছি। এরকম নতুন থাকুন, নতুন বছর আরো ভালো কাটুক 💐💐💐💐💐
শিবাজী বাবু আপনার বলার ভঙ্গির মধ্যে একটা জাদু আছে। খুব ভালো লাগে শুনতে। এই রুটটা আমি বছর পাঁচেক আগে ঘুরেছি কিন্ত এত নিখুঁত ভাবে দেখতে পারিনি। আপনার মাধ্যমে পুনরায় একবার ঝালাই করে নিলাম। অসংখ্য ধন্যবাদ।
অসাধারণ লাগলো এই কাটারমল সূর্য মন্দির আরো ভালো লাগলো আপনার অসাধারণ তথ্য পেলাম এই মন্দির নিয়ে দারুন লাগলো পুরো ভিডিও টি কোনারকের সূর্য মন্দির এ এই রকম একটা সুন্দর দৃশ্য দেখা যায় সেটা হচ্ছে সূর্য মন্দির এর কালো দরজায় সূর্য এর আলো পড়লে চার পহরে চারবার প্রতি ফলন হয়।এটা নিয়ে যদি আপনি একটু আলোকপাত করেন খুব ভালো হয় সুস্থ থাকবেন ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে।
এখানের রাস্তা, পরিবেশ, প্রকৃতি যেন পর্যটকদের আহ্বান করছে ।যেন তদেরই জন্য অপেক্ষা করছে ।
মাস দুয়েক আগে আপনার ট্রাভেল ভিডিও দেখা শুরু করি, প্রথমে বিক্ষিপ্ত ভাবে দেখলেও এখন পুরোপুরি আপনার ট্রাভেল ভিডিওর প্রেমে পরে গেছি।
প্রত্যেকটি জায়গা আমার ঘোরা, কিন্ত আপনার উপস্থাপনাতে নতুন লাগে। ধন্যবাদ
Moroke moroke informstion er sombhar eai epispde ti.Darun Laglo👍
Apurbo.... sudhu dekhchi.... kichu bolar bhasha nei.... prokriti ujar kore diyeche...
সত্যি আপনারা অতি প্রশংসনীয় একটা উদ্যোগ নিয়েছেন যা আমাদের খুব আনন্দ দিচ্ছে। ধন্যবাদ।
asadharon saraju r gomoti nodir sangom, apurbo kousanir prokriti, rudrahari mondirer jhorna, asadharon surjo mondir
Sibaji da sokal sokal tomar video dekle mon jotoi kharap thakuk , mon valo hoye jai.prithi dar gan to darun lage ❤❤
আমি আপনার গুনগ্রাহী , খুব ভালো লাগল এই সিরিজের সবকটি ভিডিও।অসম্ভব সুন্দর আপনার বলার ভঙ্গি । পরবর্তী ভিডিওর অপেক্ষা রইলাম ।
আমি নিজে গিয়েছি ও অনেক ইউ টিউব চ্যানেল এ দেখেছি কিন্তু আপনার ভিডিও তে সম্পূর্ণ অজানা তথ্য জানতে পারলাম।🙏🙏🙏
Khub sundor lage apnar vlog gulo
I went to bageswar, baijnath, kausani & other places in 2004 & 2006.
Darun jaiga.
অজানা তথ্য দিলেন কাটারমল সুরজমনদির ধন্যবাদ আপনাকে অড়শ্যৈ
২০০৯ সালের স্মৃতি তাজা হয়ে গেল ভিডিওটা দেখে।
Darun laglo ki sundor surjo mondir ta 😊....
1983 te giechilam khub valo laglo apnar vedio ta theke
Ak kothaye... ANOBODDYO series..!!!! 👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹🌹
আমরাও গিয়েছিলাম 2017 সালে কিন্তু কপাল খুব খারাপ ছিল। যেদিন থেকে গিয়েছিলাম সেদিন থেকে তিনদিন পুরো বৃষ্টি হয়েছে। আমরা কিছুই দেখতে পাইনি ঘরে বসে থাকতে হয়েছিল আমরা গান্ধী আশ্রমে উঠেছিলাম অপূর্ব ব্যবস্থা আতিত্যেয়থা। আপনার ভিডিও টা ভীষন ভীষন সুন্দর অপূর্ব লাগলো।
1 yr er poi ke niye purota ghurechilm amra.. dekhe ki valo lagchilo ❤️
😇😇❤️❤️
আমি 2008 geachilam but ami অসুস্থ হইয়া গেছিলাম তাই kousani দেখতে পারি নি upnar চোখে দেখলাম thanks to you
Koushsni te darun surjodoy dekhechilam khub choto balay.
শিবাজিদা আপনার ভিডিওগুলি অসম্ভব সুন্দর আর অনুপ্রেরণা দেয় প্রতিদিন ❤️❤️❤️ এই সিরিজটা আমরা সব্বাই খুব আনন্দ করে দেখছি 🥰🥰🥰 অসম্ভব ধন্যবাদ আপনাকে ❤️❤️
নিশ্চয়ই যাবেন আবার।অপেক্ষায় থাকব।
অনেক অনেক ভালবাসা।
অপূর্ব অসাধারণ ভিডিও
After a hectic day, your videos are like rays of a rising sun....
Exactly
অনবদ্য শিবাজীদা।কথাটার দুটি অর্থে বললাম।শুরুতেই কৌশানি সুন্দরী।বয়ে চলেছে মালকোশের সুর মূর্চ্ছনা।রামগঙ্গার স্বচ্ছ পান্না সবুজ জলের সাথে আনন্দধারা আকাশে বাতাসে।চারিদিকে দেখো চাহি স্থাপত্যশৈলী।মন স্পর্শ করে চলেছে একের পর এক শিল্প।বৈজনাথ মন্দিরটি কেন বাকা,তা আমার তখন জানা হয়নি। জানতাম আপনি ঠিক জানবেন,তাই বলেছিলাম।ইতিহাসের পর ইতিহাস।ছোট ঝর্ণা টি হয়ত তেমন কিছু নয়।কিন্তু তার কল কল ধ্বনি আর শান্ত পথের আকর্ষণ কম নয়। যেমন সুন্দর প্রকৃতি স্থাপত্য, তেমন আপনার এডিটিং, বাচনভঙ্গি,মিউজিক। তাই শুরুতে বলেছি দ্ব্যর্থ রূপে অনবদ্য।😍👍👍👍👍👍
Series ta ses..mon kharap hoye galo😔..khub anondo peyechi series ta dekhe..
Awesome Tour Vlog..khub valo lagey apnader ghurte jaoar video gulo dekhte.. 💝🙂
অসম্ভব সুন্দর লাগছে আপনার ভিডিও দেখে ধন্যবাদ
Apurbo sundor prokriti darun laglo DADA.
Apnar videor opekkhay thaki.eto sundor bhabe apni jaega gulo explore n explain koren apni jotartho I explorer sibaji.. 👍👍👍
Er porer episode hobe group tour darjeeling 😍😍😍😍
Dada apnar video gulo amar darun lage.
ধন্যবাদ ❤️❤️😊😊
Osadharon tothyo sohojog e video ta ekkothai osadharon👌 Tuli diye anka sohor.. Mon bhore gelo..
Emon deshti kothao khuje pabe nako tumi❤️ Thank you Shibajida🙏 Bhalo thakben a, anande thakben..
Shibajit da Darun, apnar video r notification elei bes lov lage 😃
I love your blog because you describe everything . One can visit blindly after watching your video ......
Khub bhalo lagche apnader vdo gulo, khub enjoy korchi ghare bose many many thanks to both of u.
সত্যি বলছি তোমার video সারাদিনের ক্লান্তি মেটানোর ওষুধ…
Love you dada 💚💚
Katarmal Sun Temple.... এই প্রথম দেখলাম.. কী সুন্দর.. আর জায়গাটা ও ততোধিক সুন্দর..!!!!
এই সিরিজটা ও দুর্দান্ত লাগলো।
যাহ্, কূমায়ন সিরিজ শেষ, মনটা খারাপ হয়ে গেলো, অসাধারণ👏✊👍
soti mon kharap hoye gelo 😔
চমৎকার ভাবে পরিবেশন করলেন যা আগে কেউ এভাবে দেখান নি আপনাকে thanks জানানোর ভাষা আমার জানা নেই
😇😇😇❤️❤️❤️
দারুণ ❤️❤️❤️ ১৩ টা এপিসোড ।
Osadharon Osadharon Osadharon episode. Kaisanir Rudra deb temple er trek ta amaro korechilam ek pal garur sathe. Fatafati jaiga. Bageswar market ta woolen cloths er jonnyo bhison cheap. Khub bhalo laglo. Dhanyobad apnader.
দাদা
আমাদের রুদ্রধারী ফলস্ নাম বলেছিলেন guide.
অপূর্ব trekking করেছিলাম,আমি আর আমার তিনি,
সারাজীবন মনে থাকবে
Lekhao royechhe Rudradhari sob jaygay amrao dekhlam. Khub anondo peyechhi ghure. Apnader video gulo sotti khub somriddho kore.
Ek kathai asadharon.......ami Kumayun gele apnar ai series abossoyee follow korbo......😊😊
প্রথমে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন প্রাকৃতিক দৃশ্য অতুলনীয় ভোলবার নয় যা সুন্দর জায়গা দেখলাম খুবই সুন্দর আহা আপনাকে কি আর বলবো আমাদের জন্য এতো সুন্দর জায়গা দেখানোর জন্য অপেক্ষায় রইলাম পরের পর্বের জন্য মা ঠাকুর আছেন এগিয়ে চলুন ওনাদের আশীর্বাদ সবসময় আপনাদের সাথে ওকে ভাই
অসাধারণ সুন্দর। আর আপনার পরিবেশনা আরো সুন্দর।
আপনার সিরিজ অপূর্ব সুন্দর ও তথ্য বহুল ।
প্লাস্টিক এর ব্যাপারটা দেখলেন খুব ভালো লাগলো।
সব মিলিয়ে দারুণ লাগল কুমায়ুন বেড়ানো । অনেক নতুন তথ্য পেলাম । ধন্যবাদ ।
কৌশানীর sun set এর দৃশ্য টাও দারুন কিন্তু।
খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন প্রত্যেকটা ভিডিওতে!মুগ্ধ হয়ে দেখছি আর শুনছি
আপনার এই সিরিজটা অসাধারণ লাগল, নিঃসন্দেহে আপনার অন্যতম সেরা।
ধন্যবাদ 😊😊😊
Just spellbound your photography & background score is like a Hollywood movies thanks a lot for yor narrative style. Thank you once again.
দাদা আপনার সুন্দর ভিডিও গুলো ঘন্টার পর ঘন্টা দেখলেও ক্লান্তি আসে না।
ভালো থাকবেন🙏😊
Darun laglo as always. Aapnar narrate korar poddhoti aapnar videos gulo k exclusive kore tole. R o anek notun notun jaigai jan r aamader o aapnar video er maddhome ghuriye dekhan. Bhalo thakben and Merry Christmas in advance.
এতসব অত্যাশ্চর্য স্থাপত্য এত সুদূর অতীতে কি করে সম্ভব হলো, ভেবে অবাক হই। যেটা দেখি সেটাই নবম আশ্চর্য মনে হয়! একটির চেয়ে অন্যটির স্থাপত্য কলা আরো জটিল ও বিশাল মনে হয়।
অসাধারণ লাগলো, নতুন কিছু দিন
Apni amader inspiration Shibaji Da..Vison sundor ekti informative video..Valo thakben..
সত্যি অসাধারণ হয়েছে ভিডিওগুলো, ভাষা হারিয়ে গেছে।
Khub sundor sibaji da.. darun video. Egia jan
অনবদ্য, খুব ভালো লাগলো দাদা।
অসম্ভব সুন্দর জায়গা গুলো দেখলে সত্যিই মন পাগল হয়ে যায়।ভাষায় প্রকাশ করা যায়না, অসংখ্য ধন্যবাদ আপনাকে।
অপূর্ব সুন্দর.. আপনার প্রত্যেক টি ভিডিও মন কে সতেজ করে দেয়.. 👌❤️
দাদা কুমাউন সিরিজগুলো অসাধারণ আর আপনাদের জুটি 💞💞💞💞👍
Sir just oshadharon!
Shibajibabu, onobodyo o asadharon sundor arekti upasthapana'r jonyo dhonyobaad, especially RUDRAHARI Temple, which I have not yet heard of let alone watching in YT or physically (ethereally beautiful location with pristine setting beside a hilly cascade) ! However, surprised you and Prithvijitbabu did not visit Salubrious Sitlakhet (with fantastic views from KMVN) or ever popular Ranikhet with nearby Golf Course, 🍎 orchards (my childhood reminiscence though is of bleeding nose in May-June 1990 due to pressure difference)
একটাই কথা "অসাধারণ "। পুরো সিরিজটাই দুর্দান্ত । তবে যেটা রুদ্রহরি বলে উল্লেখ করেছেন সেটা সম্ভবত রুদ্রধারী হবে ।
Apnar vedio amar beche thakar tonic
আপনার ভিডিও সত্যিই সুন্দর ও তথ্য সমৃদ্ধ,
পরের বার ভুতের রাজার দেখা পেলে পাহাড়ের উপরে ওঠার বরটাও চেয়ে নেবেন, তাহলে সময়ের অভাবে যে সব টপ গুলো তে
যেতে পারেন না সেগুলো তে যেতে পারবেন, আর আমরাও তার ভিডিও দেখতে পাবো,
ভালো থাকবেন।
Really enjoyable and beautiful ❤️❤️❤️. Uttarakhand is really incredible. Sibaji sir, apnar presentation is.mind blowing. Uttarakhand jeno ses hoye o ses hoy na. Koto video dekhi tobu o jeno every day video gulo natun lage. Really asadharon.
Apnar vlog darun lage. Anek kichu jana jay. R background music asadharon.
Unknown destination
Khub sundor video 👍👍♥️♥️
অসাধারণ সুন্দর লাগলো ভিডিও টি দাদা 🙏🙏🙏
(Pranab traveller's)
Beautiful background music.
😊😊😇😇❤️❤️
Baah Baah Baah Daroooon laglo ❤️❤️ Osaaaadharon ❤️❤️ Jomjomat Koushani..Apuurbo Jayga..Oneeek kichhu dekhlam ebong jaanlam..Bageswar er view ta onoboddo..Kousani te thakar Jayga tao khub sundor..👌👌 Baijanath , Rudrahari Mind Blowing ki sundor jhorna boye cholechhe..mon bhalo hoye galo dekhe..❤️❤️❤️❤️ Katarmal Sun Temple theke View ta Marattok..👌👌🔥 Mandir tao fantastic ebong tar koto itihas..Tmar Bojhano tao ekdom perfect...👌👌❤️❤️ Nice one..❤️❤️❤️❤️❤️❤️❤️
নমস্কার শিবজীদা, কুমায়ুন পর্ব শেষ। দারুণ সুন্দর videography, অসাধারন বিবরণ, স্থান মাহাত্য, প্রাকৃতিক শোভা, সূর্যোদয়-সূর্যাস্ত, পাহাড়ি নদী-ঝর্না আর নন্দাদেবী-পঞ্চচুল্লির দর্শন মনে রাখার মতন। আবার এই রকম মনোরম দৃশ্য-বিবরণ আপনার চোখ দিয়ে দেখার আপেক্ষায় রইলাম। ভালো থাকবেন। 🙏🙏🌹🌹
আরো একটার অপেক্ষায় রইলাম।
Apnar bachan bhangi asamvav sundar. Ami ekjan apnader subscriber. Apepkha kare thaki next video janya. Khub valo. Namaskar.
Thank you for sharing information on Sun temple . Sob miliye khub bhalo laglo. Will wait for the next one
হারিয়ে যাচ্ছিলাম সেই কাত্যায়নীদের
সময়ে,অপার্থিব এক অনুভূতি, অনেক ভাল লাগলো, বলে বুঝানোর মত নয়।অনেক
ভাল থাকুন।
Ai vlog ta ashadharan.Its really really awesome 👌 Mon pran chuey gechey.Shibaji da r prithwijit da apnara jei bhavey tour Koren r information share korchen darun lagey.Ekta grantha rachana hoyeige6e.Thanks Shivaji da r prithwijit da.Take care.God bless both of you.
খুব সুন্দর লাগলো ভিডিও টা দেখে
Baijnath theke আর একটু দূরেই আমি থাকি, মানে I'm posted here ,,that is Gwaldam।। Next time এলে অবশ্যই ঘুরে যাবেন
ধন্যবাদ
অনবদ্য ভিডিও...👌
ধন্যবাদ 🙏
Khub enjoy korlam Series ta!❤️
Apnar video dekhe okhane jate iccha korche
Rhododendron ফুলের গাছ মন ভরিয়ে দিয়েছিল।
Por por video darun bepar ❤️❤️