এটা মানুষই পারে | আসির আরমান | Eta Manush E Pare | Aseer Arman

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ม.ค. 2025

ความคิดเห็น • 1.2K

  • @AshesBangladesh
    @AshesBangladesh 4 ปีที่แล้ว +839

    Respect !

  • @auroraepiphany9703
    @auroraepiphany9703 4 ปีที่แล้ว +440

    আমি কিভাবে মিস করলাম এই শিল্পী কে এতদিন ধরে! কি অদ্ভুত সুন্দর কন্ঠ, গানের কথা আর গায়কী! বিশালতায় মুগ্ধতা❤️

    • @tamannaislam9291
      @tamannaislam9291 4 ปีที่แล้ว +19

      Shobgulo gan shunben plz...
      Ettow oshadharon!! ❤
      Juboti chader raat amar fvrt... concert e gan shune vaiar ganer preme porechilam...

    • @AseerArman
      @AseerArman  4 ปีที่แล้ว +146

      আশা রাখি বন্ধু হয়ে পাশে পাব গান শোনাবার বেলায়। ভালোবাসা রইলো

    • @auroraepiphany9703
      @auroraepiphany9703 4 ปีที่แล้ว +9

      @@AseerArman অবশ্যই! You deserve to be recognised 😊

    • @auroraepiphany9703
      @auroraepiphany9703 4 ปีที่แล้ว +5

      @@tamannaislam9291 Sure. Thanks for your suggestion😊

    • @biswajitroysiliguri
      @biswajitroysiliguri 4 ปีที่แล้ว +3

      @@AseerArman অসম্ভব সুন্দর কথা আর গায়কী। অন্তরের শ্রদ্ধা ও শুভেচ্ছা রইলো।

  • @sahelichakraborty5494
    @sahelichakraborty5494 4 ปีที่แล้ว +425

    আপনার দ্বারাই সম্ভব, কতো অদ্ভুত সুন্দর ভাবে সব ঘৃণা উগরে দিলেন, তাতেও মায়া, তাতেও নেশা ... শব্দ আর সুরের জাদুকর আপনি❤️🌻

  • @shoheldashere
    @shoheldashere 4 ปีที่แล้ว +203

    মনে হচ্ছে ৯০দশকের গানে ডুবে গিয়ে মান্না দে'র গান শুনছি।
    আহা শব্দের যাদুকর তুমি! ❤️
    মাচ রেসপেক্ট 🙏

    • @saju3791
      @saju3791 4 ปีที่แล้ว +1

      আমিও মান্না দের ফিল পেয়েছি

    • @makingenglishfun6830
      @makingenglishfun6830 3 หลายเดือนก่อน

      সত্যিই যাদুকর।

  • @mahaswetachatterjee2521
    @mahaswetachatterjee2521 4 ปีที่แล้ว +13

    মান ও হুশ সম্পন্ন শিল্পী মানুষ আপনি। এভাবেই কত শত বোবা কান্নার কাহিনি বুনে দিলেন আপনি, স্বতঃস্ফূর্ত ভঙ্গিতে। মন হারিয়ে গেলো। এভাবেই গান গেয়ে যান সন্মাননীয়।

  • @ndnmanna1203
    @ndnmanna1203 ปีที่แล้ว +6

    মা জীবনের কঠিন বাস্তবতা উঠে এসেছে এই গানটিতে। উঠে এসেছে পুরুষ তান্ত্রিক সমাজের চরম কষাঘাত। অসাধারণ হয়েছে।

  • @bobybiswas9627
    @bobybiswas9627 4 ปีที่แล้ว +70

    জীবনে প্রথমবারের মত এ বাংলার কারো গান শুনে মনে হলো তাকে হৃদয়ের সবটুকু ভালবাসা নিংড়ে দিলেও অল্প হবে।
    তবুও আমার ভালবাসা নেবেন❤

  • @nabilmahmud3305
    @nabilmahmud3305 4 ปีที่แล้ว +27

    শিক্ষিত মানুষের উপহার গুলাও সুন্দর হয়।।কি সুন্দর শব্দ চয়ন।❤️ অনেক শুভকামনা ভাইয়া ❤️

  • @Dhruboshondhi
    @Dhruboshondhi 4 ปีที่แล้ว +21

    ছোট্ট একটা গানের লিরিকেও যে কি অসাধারণ সাহিত্য লুকিয়ে থাকতে পারে তা আসির আরমান নতুন করে দেখাচ্ছেন। আমি বাকরুদ্ধ! এ জয়যাত্রা অব্যাহত থাকুক, আমরা একদিন অবশ্যই বলতে পারবো "আমরা বেঁচে ছিলাম আসিরের সময়ে"

  • @zobaidatonni8444
    @zobaidatonni8444 3 ปีที่แล้ว +15

    এতদিন শুধু আপনার "একা বাঁচতে শেখো প্রিয়" গানটার ভক্ত ছিলাম। আজ আপনার ইউটিউব চ্যানেলে এসে গানগুলো শুনে আপনার কন্ঠ, সুর, গানের কথাগুলো সবকিছুর ভক্ত হয়ে গেলাম❣️
    আলহামদুলিল্লাহ,
    আপনার ভালো হোক, আল্লাহ আপনাকে সফলতা দান করুক। ইনশাআল্লাহ অনেক বড় হবেন আপনি।

  • @kazikamruzzaman8033
    @kazikamruzzaman8033 4 ปีที่แล้ว +35

    টুনির শরীরে থাকে সৃষ্টিফুলের রেণু!!
    তুমিই সত্য জ্ঞান প্রাপ্ত হয়েছো ভাই! জয়গুরু!! 🙏

  • @atikabintaasif5856
    @atikabintaasif5856 4 ปีที่แล้ว +96

    প্রিয় গায়কের চেনা সুরে হাজার বছরের বোবা প্রতিবাদ....গায়ক,আপনাকে ধন্যবাদ।

  • @samir6542
    @samir6542 4 ปีที่แล้ว +22

    কমেন্টটা রেখে গেলাম। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে দেখবে আমার এমন গান অথবা শব্দ স্রোত শুনতাম।❤️

  • @omarsharif6297
    @omarsharif6297 4 ปีที่แล้ว +3

    আমি বলি আপনি পারেন।বাংলা গানের অন্যরকম ছোঁয়া।
    এটা আপনিই পারেন ভাই...।
    ভালোবাসা অবিরাম ভাই।

  • @rahelaakter8169
    @rahelaakter8169 2 ปีที่แล้ว +3

    এতো অসাধারণ সুন্দর লিরিক্স কেউ কিভাবে লিখে!😱
    বার বার শুনতে ইচ্ছে করে, নেশা লাগে🥹

  • @mushfiqurrahmanalif5593
    @mushfiqurrahmanalif5593 4 ปีที่แล้ว +9

    ভাই তোমার গানগুলো অস্থির হয়, আমার সবচেয়ে প্রিয় হল “একা”। দয়া করে চালিয়ে যাও, তুমি আল্লাহর রহমতে অনেক প্রতিভাশালী।

  • @MdHanif-bl4ly
    @MdHanif-bl4ly 4 ปีที่แล้ว +28

    ভাই আপনি গুণি❤আমি এমনি একজন গায়ককে মনে জাইগা দিতে চেয়েছিলাম, যে সমাজের চলমান সুখ দুঃখ অবিচার মিছে মায়া ঘৃণা আর ভালবাসাকে কাগজে লিখে সুরেতে ফুটিয়ে তুলতে পারে। বিনিময়ে দোয়া আর ভালবাসা ছাড়া কিছুই দেওয়ার নেই আমার। ❤

  • @shoponrahman5475
    @shoponrahman5475 2 ปีที่แล้ว +1

    চোখের জল ধরে রাখতে পারলাম না ,এইভাবে সংগীতকে বিবেকের হাতিয়ার বানিয়ে সমাজের ব্যাধি এই পশুত্ববোধের দিকে আঙ্গুল তুলে দেখিয়ে দিলেন --ভাই শ্রদ্ধা আর ভালোবাসা নিবেন

  • @ayashrahman2419
    @ayashrahman2419 4 ปีที่แล้ว +11

    কতো সুন্দর লিরিক্স। কি ম্যাচিউর রাইটিং। অসাধারন লিরিক্স, অসাধারন সুর, অসাধারন আপনার কন্ঠ। শুনেও শান্তি। 🖤

  • @crickout
    @crickout 3 ปีที่แล้ว +2

    আপনার একজন পাগল ভক্ত আমি। ভালোবাসা নিবেন স্যার। আল্লাহ সুস্থ রাখুক আপনাকে।

  • @paradiseofsaak360
    @paradiseofsaak360 3 ปีที่แล้ว +17

    অদ্ভুত শান্তি পাই আপনার গান গুলোতে!🌸
    কি যে শান্তি! সত্যিই অসাধারণ!🖤

  • @bawjanitv
    @bawjanitv 4 ปีที่แล้ว +3

    সংক্ষেপে দীর্ঘ প্রতিবাদ...হে গুণী শিল্পী তোমাকে শত কোটি সালাম...

  • @srabonsarker1360
    @srabonsarker1360 4 ปีที่แล้ว +173

    এটা মানুষই পারে ভাই, মানুষই পারে
    ফুসলিয়ে বুকে ডেকে ভাগাড়ে ছোড়ে
    দিতে গিয়ে প্রেম মায়া, উনুনে পুড়েছে হাত
    গল্প কবিতা মরে বইয়ের ভাজে
    হারিয়ে প্রিয় গান, তারপর অপমান
    রাত হলে পুঁতে ফেলে ঘৃণার গোড়ে
    এটা মানুষই পারে
    কত শত লক্ষ যোনী
    সৃষ্টি করেছে সব সব মুনি ঋষি বিজ্ঞানী
    মানুষের পাড়ায় তাকে 'মা' বলে ডাকে জানি
    কারোর প্রেমিকা, বোন কারোর ছোট্ট 'টুনি'
    টুনির শরীরে ছিল সৃষ্টিফুলের রেণু
    মাংস গন্ধ পাওয়া শুয়োর নতজানু
    ফুসলিয়ে, পা বাড়ালে ইতরটা ছেঁকে ধরে
    স্বপ্নের রঙে রাঙা চুড়ি রুনুঝুনু
    শ্রমের ঘাম জমে মাটির ব্যাংকে
    ভাসে একটু ভালো থাকার স্বপ্নসাগর
    সব দেনা বুকে নিয়ে, সব চাওয়া বেচে দিয়ে
    ন্যায্যদামে চাইতো একটু আদর
    হিসেবী দাগের খাতা, তেল নুন চাল আটা
    বেহিসেবী আঁচড়ে ফুলের দেহ
    স্নানের শাওয়ার তাকে ভেজায় অশ্রুজলে
    সাবানের ঘ্রাণ যেন দিচ্ছে স্নেহ

  • @tanzirrifat8425
    @tanzirrifat8425 4 ปีที่แล้ว +16

    কি কথা গানের। 😍😍
    অপেক্ষা আর এমনি এমনি মানুষ করে না ভাই। এগিয়ে যান।

  • @archieese9176
    @archieese9176 3 ปีที่แล้ว +3

    এমন Lyricism আর rhythm আজকাল দেখা যায়না। সব মিলে আপনি একজন genius.

  • @RakibsCSE
    @RakibsCSE 4 ปีที่แล้ว +16

    অনেক আগেই বলেছিলাম আপনি নক্ষত্র... সৃষ্টিকর্তা।
    ভালোবাসা ভারত থেকে...

  • @subashishkundu2719
    @subashishkundu2719 3 ปีที่แล้ว +5

    ভাইয়া 💖
    চোখের জল ধরে রাখতে পারলাম না।
    অদ্ভুত সুন্দর গান করেন আপনি।

  • @masum59897
    @masum59897 4 ปีที่แล้ว +4

    সবটা ঘৃণা,ঘৃণ্য প্রাণে সহজাত প্রাণের, যোনীর কষ্ট ভেদে ভূমিষ্ট মানুষই পারে যোনী নিয়ে বিশ্রিভাবে খেলতে। সত্যি তো এটা মানুষই পারে।

  • @anisurrahmansaiman2997
    @anisurrahmansaiman2997 4 ปีที่แล้ว +3

    কথা গুলো এত্ত সুন্দর করে কিভাবে গোছাতে পারে মানুষ। আমার খুব প্রিয় একজন মানুষ ভাই আপনি।
    আপনার কথার প্রেমে পড়েছিলাম "একা বেঁচে থাকতে শেখ থেকে"।
    বেঁচে থেকো হাজার বছর ধরে।

  • @bappyahmed410
    @bappyahmed410 4 ปีที่แล้ว +6

    আহ্..
    নিখুঁত শান্ত লিরিক্স টা যে রক্ত সঞ্চলন কতটা বাড়িয়ে দেয়..
    ভালবাসা নিবেন ভাই..❤

  • @shaheenalam1306
    @shaheenalam1306 4 ปีที่แล้ว +4

    "এটা মানুষই পারে",, সত্যিই অসাধারণ।। এত সুন্দর করেও প্রতীবাদী ভাষা ছুড়ে দেওয়া যায়!!!!আমি বাকরুদ্ধ 😐

  • @iftekharreza90
    @iftekharreza90 4 ปีที่แล้ว +3

    প্রতিবাদের আসল ভাষা। salute......

  • @SahinShariyar
    @SahinShariyar 4 ปีที่แล้ว +3

    আর এইসব গান "আসির আরমান'ই" পারে।
    অসাধারণ লিরিক্স আর সুরের যোগসূত্রে আরো একটি দারুণ গান। একদিন আমাদের সমাজ পাল্টে যাবে সেই আশায়। ভালো থাকুন 💜

  • @rabbaninoman
    @rabbaninoman 4 ปีที่แล้ว +2

    ভাইজান, সবাই এমন ঐশ্বরিক সৃজনশক্তি পায় না। খুব ভালো লাগে এটা ভেবে যে আপনার মতো একজন ব্যক্তিকে নিজের আত্মার অংশ মনে করি। সাবস্ক্রাইবে কি হলো না গেলো দেখবেন না, গান থামাবেন না। আপনার পাগল কিছু ভক্ত অধীর আগ্রহে অপেক্ষা করি। প্রতিভাটাকে যত্ন করে রাখবেন কারণ বাংলাদেশে প্রতিভা চুরি হয়ে যায় নাহয় চাপা পড়ে যায়। অনেক অনেক ভালোবাসা ভাই।

  • @sudipmondal6295
    @sudipmondal6295 4 ปีที่แล้ว +8

    চোখের কোণায় এক ফোটা অশ্রু জমলো। পুরো গানে ডুবে গিয়েছিলাম ❤️❤️❤️। প্রণাম নেবেন স্যার ❤️, আমি আপনার চরম ভক্ত।

  • @MdNaim-lj9my
    @MdNaim-lj9my 9 หลายเดือนก่อน +1

    এই গানটি প্রথম যখন আমার এক শুভাকাঙ্ক্ষী আমাকে শোনায়, তারপর আমি টানা ৪ বার শুনেছিলাম গানটি, এবং এখন ও শুনি। তবে, আমার সেই শুভাকাঙ্ক্ষীর সাথে সময়ের ব্যবধানে দুরত্ব বাড়লেও সম্পর্কের দুরত্ব আমার কাছে মোটেও কমেনি। 💞💞

  • @shahirkhan6344
    @shahirkhan6344 3 ปีที่แล้ว +5

    এত গভীর সৃষ্টি কিভাবে হতে পারে?
    এতো গভীর ভাব এত সহজে চরণে আনতে কিভাবে পারে মানুষ?
    ||শ্রদ্ধা||

  • @rukaiyaruku5799
    @rukaiyaruku5799 ปีที่แล้ว +1

    শেষ এক বছর আগে এই গানটা শুনেছিলাম। প্রচুর শুনতাম একসময় এই গানটা। তারপর আমার জীবনে একজন আসলো। সাথে সাথে জীবনের গানগুলোও বদলে গেলো। আমার সত্যিই মনে ছিলো না এই গানটার কথা। আজ বছর ঘুরতেই সে ছেড়ে চলে গেলো। কিন্তু গানটা ঠিকই রয়ে গেছে। আজ বছরখানেক পর আবার সামনে আসলো গানটা। কেমন অনুভূতি প্রকাশ করবো আমি বুঝতে পারছি না। যেই অবস্থা থেকে সে আমাকে বের করে এনেছিল তার চেয়েও কয়েক শত গুণ খারাপ অবস্থায় ফেলে গেছে আমাকে।

  • @RumanaTithi
    @RumanaTithi 4 ปีที่แล้ว +21

    So amazingly written. Speechless. Looking forward to seeing more creations like this. Hats off.

  • @nihan7973
    @nihan7973 4 ปีที่แล้ว +31

    কোন লাইনটা বাদ দিবো তাই ভাবি।
    প্রত্যেকটা লাইন,প্রত্যেকটা অক্ষর।
    আসলেই,এটা মানুষই পারে।
    #Respect

  • @NanditaSaha
    @NanditaSaha 3 ปีที่แล้ว +3

    ক্ষোভ প্রকাশ ও এত সুন্দর!!🌸

  • @aminulislamswapan4500
    @aminulislamswapan4500 4 ปีที่แล้ว +11

    এত সুন্দর করেও প্রতীবাদী ভাষা ছুড়ে দেওয়া যায়!!!!আমি বাকরুদ্ধ

  • @arpitakarmakar8681
    @arpitakarmakar8681 4 ปีที่แล้ว +15

    আমার কাছে প্রথমসারির শিল্পীদের মধ্যে আসীর দা একজন 🖤🌻

  • @kibriacckl8250
    @kibriacckl8250 4 ปีที่แล้ว +1

    শব্দের মালা এত সুন্দর করে গাঁথতে এখন অনেকেই দেখা যাই না , অসাধারণ । এই শহরে আমরা একদিন একাই বাঁচতে শিখে যাবো।

  • @mrsky3436
    @mrsky3436 4 ปีที่แล้ว +3

    আপনার এই গান দেখা মানুষ গুলো! মানুষ হোক,মানুষ হয়ে বাঁচুক.... সম্মান আপনার প্রতি..💙

  • @sajalsayed7875
    @sajalsayed7875 4 ปีที่แล้ว +2

    ভাই স্যালুট, আপনি যে গান গাইছেন মানুষও এই সুন্দর গাইতে পারে,প্রতিবাদ করতে পারে! আবারো স্যালুট!

  • @mdmohsin8765
    @mdmohsin8765 4 ปีที่แล้ว +6

    আহা ভাই কি সব কথা!
    কলিজা ছিড়ে যায় একদম!
    ভালোবাসা নিবেন ভাই❤

  • @nusrat7124
    @nusrat7124 4 ปีที่แล้ว +25

    টানা ১মাস শুনে ফেললাম ....♥️♥️

  • @aseersahedofficial7437
    @aseersahedofficial7437 4 ปีที่แล้ว +77

    বেলা শুনেছো!
    আসির আরমান ভাইয়ার নতুন গান এসেছে!❤

  • @fahamidaazadfariha8069
    @fahamidaazadfariha8069 ปีที่แล้ว +1

    একজন মানুষ কতটা মন থেকে সুন্দর হলে এতো মায়া নিয়ে এরকম গান গায়তে পারে। মন খারাপ হলেই আমি আসিরের গানগুলো শুনতে আসি❤❤

  • @ramimahmed4802
    @ramimahmed4802 4 ปีที่แล้ว +5

    আপনি নিজেও জানেননা আপনার গানের কন্ঠ কতটা ভালো, আমার কতটা প্রিয়। থাক সব জানার দরকার নাই বেশি জানলে দুরে ঠেলে দিবেন আপনার গান থেকে। কষ্ট হলেও বছরে ৩\৪ টা গান আপ দিয়েন। আমার গভীর বিশ্বাস আপনি একদিন অনেক বড় হবেন, অনেক।
    অনেক অনেক দোয়া রইলো আপনার জন্য।

  • @MdRafi-fb6cg
    @MdRafi-fb6cg 4 ปีที่แล้ว +1

    ভালোবাসা অবিরাম আসীর ভাই

  • @tasnimulislamsoumik5084
    @tasnimulislamsoumik5084 4 ปีที่แล้ว +16

    ❤❤
    এই সময়ের সবথেকে অর্থবহ গান

  • @saliimahmed.928
    @saliimahmed.928 7 หลายเดือนก่อน +1

    আমাদেরও একজন কবির সুমন আসছে! অসাধারণ সব শব্দের গাঁথুনি!

  • @mdmizanbepari6131
    @mdmizanbepari6131 ปีที่แล้ว +3

    পৃথিবীর শ্রেষ্ঠ মানুবিক গান।

  • @AshikAhmed-cu4ev
    @AshikAhmed-cu4ev 4 ปีที่แล้ว +1

    অন্যরকম এক মায়ার মোড়কে আবৃত সবগুলো গান।প্রায় বছরখানেক আগের কথা,একটা গানের খুব মোহে পরেছিলাম,গানের প্রতিটা শব্দ আর সুরের মোহে।একের জায়গায় এখন সংখ্যাটা চৌদ্দ।এই গানেরা,গানের সুর,সুরকার আসির আরমান ভাই বেঁচে থাকুক অনেকবছর।আর আমাদের ছড়িয়ে যাক এমন অনেক ভালোবাসা।নয়,দশ,এগারো,বারো থেকে শত-শত,হাজার-হাজার বিদ্রোহ,কল্যাণ,অভিমান,ভালোবাসার নতুন সুরে নতুন কথা আসুক🖤।

  • @nusratmitu6377
    @nusratmitu6377 4 ปีที่แล้ว +3

    সময় উপযোগী, অর্থবহ কথা। আপনার গান কখনো একবার শুনলে হয়না,একসাথে কয়েকবার শুনতে হয়।💙

  • @sufiraihan665
    @sufiraihan665 4 ปีที่แล้ว +1

    বারবার শুনতে মন চাই। শুনতে শুনতে কেমন একটা ঘোর লেগে যায়।
    ভালোবাসা নিবেন আসির আরমান। বাংলা গানকে আপনারাই বাচিয়ে রাখেন।

  • @অকালকুষ্মান্ড-ধ৭ঙ
    @অকালকুষ্মান্ড-ধ৭ঙ 4 ปีที่แล้ว +11

    ভাই তুই অন্যকিছু রে, একেবারেই অন্যকিছু 🖤

  • @humayunkabirjihad3039
    @humayunkabirjihad3039 4 ปีที่แล้ว +1

    আপনার লিখা এবং সুর দুটাই অসাধারণ ❤️ আপনার জন্যে অনেক দোয়া ও ভালোবাসা ❤️

  • @bibhastarafdar7886
    @bibhastarafdar7886 4 ปีที่แล้ว +18

    প্রণাম শিক্ষক 🖤
    এভাবে দেখতে সাহায্য করায় ☺️

  • @buttonfairaccessories6284
    @buttonfairaccessories6284 ปีที่แล้ว

    এক প্লেট কাচ্চিতে ও এতোটা তৃপ্তি নেই।যতোটা তৃপ্তি পেলাম এই গানটাতে।
    ধন্যবাদ❤🎉

  • @mehedihasanshohan2725
    @mehedihasanshohan2725 4 ปีที่แล้ว +13

    What a lyrics bhai!! You can't even imagine how many times I've listened it!! It reflects the distress felt by a rape victim.. Every time I listen this, I get goosebumps..

  • @rafiam6284
    @rafiam6284 3 ปีที่แล้ว

    সত্যিই অসাধারণ এক প্রতিবাদ সমাজের মুখে ছুড়ে দিলেন,,,,

  • @memergamer312
    @memergamer312 4 ปีที่แล้ว +15

    একদিন আসির ভাইকেও বাংলাদেশ চিনবে। শায়ানের পর আপনি, সামনে হয়তো আরো আসবে। বাংলাদেশের জীবনমুখী গানের ভবিষ্যৎ উজ্জ্বল। 💙

    • @AseerArman
      @AseerArman  4 ปีที่แล้ว +9

      আশা রাখি বন্ধু হয়ে পাশে পাবো গান শোনাবার বেলায়

  • @mahidihasanarman6728
    @mahidihasanarman6728 3 ปีที่แล้ว +2

    আমি আজকে আপনাকে ছিনি, এক কথায় অসাধারণ, নতুন নতুন গানের অপেক্ষায় ❤️

  • @atikolislam3110
    @atikolislam3110 4 ปีที่แล้ว +9

    ভাই ভালবেসে ফেলেছি আপনাকে.......❤️

  • @abdullahalnowshad7176
    @abdullahalnowshad7176 3 ปีที่แล้ว +1

    ভাইরে ভাই এটা কি লিরিক্স রে ❤️❤️
    Respect🖤❤️

  • @shourovpal2168
    @shourovpal2168 4 ปีที่แล้ว +3

    ভাই আপনার সৃষ্টি আমার ঠিক হৃদয়ে স্পর্শ করলো।ভালোবাসা নিবেন ভাই আপনি বহুত দূর যাবে।এগিয়ে যায় আপনি অসম্ভব প্রতিভাবান।আপনার লিরিক্স এর অন্যরকম একটা স্বাদ আছে যা এখন কারও গানে পাওয়া যায় না।আপনার কন্ঠটা অসাধারন❤️❤️

  • @shahinreza8656
    @shahinreza8656 11 หลายเดือนก่อน

    ❤কী মারাত্মক গায়কি! অসাধারণ গলা, শ্রদ্ধা জানাই।।

  • @anirbanghosh8209
    @anirbanghosh8209 4 ปีที่แล้ว +3

    গায়ে কাঁটা দিয়ে উঠলো, ধন্যবাদ আসির আরমান সাহেব

  • @mirzaabrardaiyan1584
    @mirzaabrardaiyan1584 2 ปีที่แล้ว

    আপনার চিন্তার ধরণ, দৃষ্টিভঙ্গী খুব সুন্দর, সাবলীল। জীবনকে এভাবে দেখার মাঝেই নিহিত রয়েছে অনবদ্য আত্মার শান্তি, মনের তৃপ্তি, নিয়ন্ত্রণহীনতার মুক্তি

  • @mohammadshahriaramin7031
    @mohammadshahriaramin7031 4 ปีที่แล้ว +5

    Only 7.4k? Wtf
    This gem deserve 100 billion views

  • @SSSamir1122
    @SSSamir1122 ปีที่แล้ว +1

    দু'দিন পর আবার এলাম, অবশ্য ডাউনলোড করে নিয়ে কতবার শুনেছি ঠিক জানা নেই!
    আসির আরমান আপনি একজন জীবন্ত কিংবদন্তী ❤

  • @lokmanarman166
    @lokmanarman166 4 ปีที่แล้ว +2

    সত্যিই অসাধারণ.. কথা ও সুর..
    আমি গান টা অনেক বার শুনছি আরো বহুবার শুনলেও গান টা র প্রতি বিরক্ত বোধ আসবে না।

    • @AseerArman
      @AseerArman  4 ปีที่แล้ว

      আশা রাখি বন্ধু হয়ে পাশে পাবো গান শোনাবার বেলায়

    • @lokmanarman166
      @lokmanarman166 4 ปีที่แล้ว

      আপনার এক বেচে থাকতে শিখো প্রিয় গান টা ও কিন্তু দারুণ ভাবে ফুটিয়ে তুলছেন....গান টা শুনলে আমার অতীত কে নাড়া দেয়.পুরো গান টা শুনলে কান্না দরে রাখতে পারি না!...

  • @abeedmaruf2509
    @abeedmaruf2509 4 ปีที่แล้ว +1

    কথাগুলো কতটা অসাধারণ!
    এভাবেও ঘৃণা উগড়ানো যায়!!

  • @mijanahmed7348
    @mijanahmed7348 4 ปีที่แล้ว +5

    জাস্ট অস্তির লিরিক্স ✌️অনেক বার শুনলাম ভাই❤️ ১ মিলিয়ন হবে দেইখেন ✌️
    8-28-2020 রেখে গেলাম

    • @ontemirza773
      @ontemirza773 4 ปีที่แล้ว +1

      Amazing lyrics 🥰

  • @skmarket4195
    @skmarket4195 3 ปีที่แล้ว

    হায় হায় ভাই এটা কি গান শুনলাম ভাই 🥰ভালোবাসা রইলো অবিরাম

  • @imtiazhasandurjoy7664
    @imtiazhasandurjoy7664 4 ปีที่แล้ว +3

    কত শত বার শুনে ফেললাম
    আপনার তুলনা শুধু আপনি 💞

  • @fiferoz4776
    @fiferoz4776 4 ปีที่แล้ว

    অসম্ভব সুন্দর অবতারণা মনে হচ্ছে কণ্ঠটা আস্তে করে ছেড়ে দিসে।

  • @masudfarhan5095
    @masudfarhan5095 4 ปีที่แล้ว +3

    নভেম্বর ৩০,২০২০
    আজ থেকে ৫০বছর পর যখন নতুন প্রজন্ম এসে এই গান শুনবে আর ভাববে কিসের সাক্ষী ছিলাম আমরা!!
    ভালবাসা রইল ভাই ❤💘💘

  • @tasinislam4156
    @tasinislam4156 4 ปีที่แล้ว +1

    ভাই, আপনার জন্য অনেক ভালোবাসা। আপনার সৃষ্টিগুলো একটু অন্যরকম💜

  • @fahimsarkerrifat4139
    @fahimsarkerrifat4139 4 ปีที่แล้ว +13

    আপনার আরও একটি গান যুক্ত হলো অডিও লিস্টে।
    ভাই আপনি একটা ভালবাসা।❤💯

  • @foodofbenefits9066
    @foodofbenefits9066 3 ปีที่แล้ว

    ভাই তোমার গানটা শুনলে আমার মনে খুব শান্তি পাই। কারনে তোমার এইগানটায় সেইসব মানুষের প্রতি ধিক্কার আছে যারা প্রতিনিয়ত মানুষকে ঠকায়। তোমাকে একজন সমব্যথী মনেহয়। দূরে আছ, তবুও তোমার গান যেন একটা আস্থা, একটা আশ্রয়। ভালবাসা নিও

  • @shakilrabbi9070
    @shakilrabbi9070 4 ปีที่แล้ว +3

    Too much underrated bhai :'). Your voice, lyrics deserve a lot

  • @redowansaikat7335
    @redowansaikat7335 2 ปีที่แล้ว +2

    একটাই ইচ্ছে ভাইয়া এখন আপনার সাথে বসে গানগুলো শুনতে চাই 🥺
    এতো সুন্দর গানের কথাগুলো কোথায় যেনো হারিয়ে যাই🖤

  • @armanscreations6447
    @armanscreations6447 4 ปีที่แล้ว +4

    বুকের ভিতরটা নাড়াচাড়া দিয়ে ওঠে 💓💫
    এটা মানুষই পারে 😌💓
    অসীম ভালোবাসা রেখে গেলাম 🥰

  • @sreesumon6470
    @sreesumon6470 4 ปีที่แล้ว +1

    এতো সুন্দর ভাবে গান গাইতে পারে কেউ, আপনার গান না শুনলে হয়তো জানতেই পারতাম না ভাইয়া❤️

  • @mama1minute362
    @mama1minute362 4 ปีที่แล้ว +4

    আহ!!ভাই ❤

  • @ankitdebnath5002
    @ankitdebnath5002 3 ปีที่แล้ว

    Apnar kontho Majestic.. Manush ke sommohon krar khomota rakhe, eto shanti kono gaan sune pawa somvob! Ami eto din kno sunini apnar gan..

  • @md.mominulislam4189
    @md.mominulislam4189 4 ปีที่แล้ว +3

    এমন লিরিক আর এমন আবেগ নিয়ে গাওয়া গানের কোনো ভিউ নাই ব্যাপারটা আসলেই কষ্টের যে আমাদের রুচির এতোটা পরিবতন :)

    • @taherahmed1860
      @taherahmed1860 4 ปีที่แล้ว

      Vai re banglar adim projatir pranira ekhn samz vai er gan shune, ora lyrics ta je ki setao buje na taile tara ei ganer mormo kemon kore buzbe vai?😞

  • @srdurjoy3978
    @srdurjoy3978 2 ปีที่แล้ว +2

    মানুষের পাড়ায় তাকে মা বলে ডাকে জানি
    কারো প্রেমিকা বোন, কারো ছোট্ট টুনি।
    ৩ টা শব্দই বড় আপন অনেক ভালোবাসা
    রইলো এই প্রিয় শিল্পীর মায়ের বোনের প্রতি
    ভালোবাসা দেখে ❤️❤️❤️

  • @kamrulislammrafi4339
    @kamrulislammrafi4339 4 ปีที่แล้ว +3

    কত টা ভালবাসে আপনার মাঝে জড়িয়ে আছে তা কাগজে কলমে বা টাইপ করে বুঝানো যাবে না❤️

  • @jibonmahmud9697
    @jibonmahmud9697 4 ปีที่แล้ว

    একটা মানুষ কিভাবে এতো নিখুঁত ভাবে প্রতিটি লাইনে প্রতিটি সুরে একটা মানুষ কে ভাবিয়ে তুলে।
    আপনার গান গুলো একেকটা গল্পের চেয়েও ভয়াবহ ভাবে আমাদের মনের ভিতরে বাসা বেদে যাচ্ছে প্রতিনিয়ত।

  • @musabbirhossain5917
    @musabbirhossain5917 4 ปีที่แล้ว +4

    Just Discovered this masterclass! love your lyrics, compositions...

  • @ab-durrahmansourav852
    @ab-durrahmansourav852 3 ปีที่แล้ว +1

    অসাধারণ 🌼🌼🌼

  • @Americarchotogolpo
    @Americarchotogolpo 4 ปีที่แล้ว +6

    সিডির যুগ হলে এই একটা গান দিয়াই উনি বিখ্যাত হয়ে যাইতেন। কি দারুন গান..

  • @truthseeker4733
    @truthseeker4733 4 ปีที่แล้ว

    Vai.....🤐🤐🤐🤐🤐🤐🤐🤐
    Etodin kno apnar gan shunini....
    Just incredible....😯😯😯😯

  • @aowladhossaintuhin9119
    @aowladhossaintuhin9119 4 ปีที่แล้ว +7

    দাদা অবাক করা গান❤💝❤❤💞💓💟

  • @sanyatahamed2044
    @sanyatahamed2044 4 ปีที่แล้ว

    আসির ভাই আপনি ছাড়া এটা সম্ভব ই না। অসাধারণ একটা গান। আর মিষ্টি সুর