পৃথিবী ঘুরছে বুঝি না কেন? ছিটকে পড়ি না কেন? | Why we don’t feel the Earth’s rotation | Think Bangla

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • পৃথিবী যে ঘুরছে তা আমরা বুঝি না কেন- এই প্রচণ্ড বেগের ফলে আমাদের কি পৃথিবী থেকে ছিটকে পড়ে যাওয়ার কথা নয়? পৃথিবী তার পৃষ্ঠের সব কিছুকে পৃথিবীর কেন্দ্রের দিকে টেনে ধরে রেখেছে মাধ্যাকর্ষণ বল দিয়ে - এই কারনেই কি আমরা বুঝতে পারছি না পৃথিবীর গতি? আজকের থিংক ভিডিওতে আমরা এই ব্যাপারটা নিয়েই বিশদ আলোচনা করেছি জ্যোতির্বিদ ডঃ দীপেন ভট্টাচার্যের সাথে।
    [ স্ক্রিপ্ট ও সম্পর্কিত নিবন্ধ: thinkschool.or... ]
    -----
    Music:
    elements.envat...
    -----
    We're a charity that makes videos on science, history, and culture in many languages.
    Support our work by becoming a patron on Patreon: / thinkcharity
    ------
    Subscribe to our channels:
    / thinkbangla
    / thinkenglishvideos
    Facebook:
    / thinkbangla
    / thinkenglishvideos
    Website:
    www.thinkschoo...
    www.thinkschoo...
    Contact us:
    questions@thinkschool.org
    #thinkbangla #থিংকবাংলা #Earthrotation

ความคิดเห็น • 1K

  • @tarunray1955
    @tarunray1955 3 ปีที่แล้ว +96

    বাংলায় এতসুন্দর বৈজ্ঞানিক বিষয়ে আলোচনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

  • @hossainrobi3827
    @hossainrobi3827 3 ปีที่แล้ว +278

    বাংলাদেশেও এ ধরনের চ্যানেল রয়েছে ভাবাই যায় না!
    অসংখ্য ধন্যবাদ আপনাকে ম্যাডাম

    • @nazmulkarim5180
      @nazmulkarim5180 3 ปีที่แล้ว +12

      অদূর ভবিষ্যতে বাংলাদেশ যে অনেক দূর এগিয়ে যাবে এই চ্যানলটাই তার প্রকৃষ্ট প্রমাণ।

    • @tapankumarghosh9272
      @tapankumarghosh9272 3 ปีที่แล้ว +3

      @@nazmulkarim5180 wish you all the best বাংলাদেশ

    • @mofazzelmorol7306
      @mofazzelmorol7306 2 ปีที่แล้ว +2

      এই চ্যানেলের ইংরেজি আর হিন্দি ব্রান্চও রয়েছে

    • @kanchansarker5698
      @kanchansarker5698 2 ปีที่แล้ว +1

      আসলেই

    • @skriyajul6932
      @skriyajul6932 ปีที่แล้ว

      বাংলাদেশে বিশাল বড় বড় শিক্ষিত মানুষ রয়েছেন,, আবার গোবর পোকা মানুষের ও অভাব নেই বাংলাদেশে।

  • @spacetimebd
    @spacetimebd 2 ปีที่แล้ว +7

    পিঁপড়াকে ফুটবলের চেয়ে বড় কিছুর পিঠে তুলে ফুটবলটাকে ঘুরালে পিঁপড়ার কি টের পাওয়ার কথা? আমরা তো পৃথিবীর আয়তনের তুলনায় পিঁপড়ার চেয়েও ছোট।

  • @amioroyom4606
    @amioroyom4606 3 ปีที่แล้ว +40

    প্রশ্ন ছিল মনে, আজ অজানা কিছু জেনে, মনটা গেথে নিলো, সত্যিই আমার অনেক ভালো লাগলো...

  • @mdshahin-rg7zr
    @mdshahin-rg7zr 3 ปีที่แล้ว +11

    সময় কাকে বলে? সময় এর সাথে গতি বা মহাবিশ্বর কি সম্পর্ক?.... সময় বা Time নিয়ে একটি ভিডিও তৈরি করুন

  • @nuddin2704
    @nuddin2704 3 ปีที่แล้ว +39

    সত্যিই এতদিন জানাই ছিলো না, বাংলাদেশ এর কেউ একজন চায়েন্স নিয়ে এমন অসাধারন তথ্য নির্ভর চ্যানেলটি সাবলিলভাবে বিশুদ্ধ বাংলায় পরিচালনা করছেন।
    ....... বিরামহীন শুভ কামনা ✌️

    • @nodikotha7313
      @nodikotha7313 3 ปีที่แล้ว +1

      সায়েন্স।

    • @mdrafiqul2898
      @mdrafiqul2898 2 ปีที่แล้ว

      সায়েন্স 🤣😂

  • @salehmusa5991
    @salehmusa5991 3 ปีที่แล้ว +34

    এক কথায় চমৎকার, অতি সহজে বোধগম্য করে উপস্থাপন করা হয়েছে।

  • @afrideishlam4274
    @afrideishlam4274 3 ปีที่แล้ว +38

    এই সব কিছু সৃষ্টি কারার পিছনে এক মহান সত্তার হাত রয়েছে তিনি হচ্ছেন আল্লাহ তায়ালা

    • @allbd777
      @allbd777 2 ปีที่แล้ว

      🤣🤣🤣

    • @Luminoso93
      @Luminoso93 ปีที่แล้ว

      লোল 😆😆😆

    • @Allinone_bd
      @Allinone_bd ปีที่แล้ว

      😅😅

    • @sumanbhowmik7237
      @sumanbhowmik7237 ปีที่แล้ว

      Allha tuder teaching daina kena tura amuslim abiskar teaching lach kena

  • @salmanbinkamal
    @salmanbinkamal 3 ปีที่แล้ว +57

    ধন্যবাদ বন্যা আপা এবং দীপেন দা কে, এভাবে সহজ ও সাবলীল ভাষায় ব্যাখ্যা করার জন্য। জোয়ার ভাটার বিষয় ও এর সাথে চাঁদের সম্পর্ক নিয়ে জানার আগ্রহ তৈরি হল।

  • @KzStudyPhysics
    @KzStudyPhysics 3 ปีที่แล้ว +54

    বিজ্ঞান কে বাংলায় উপস্থাপন করার জন্য ধন্যবাদ।

  • @jashoreexpress0074
    @jashoreexpress0074 3 ปีที่แล้ว +40

    স্যার আপনার মতো করে যদি আমাদের physics স্যার ক্লাস নিতো তাহলে physics এ A+ পেতাম

    • @alimran2451
      @alimran2451 3 ปีที่แล้ว

      🤩🤩🤩

    • @mdayubsk9266
      @mdayubsk9266 3 ปีที่แล้ว

      Pora ta nejar kache

    • @funandgameskids3745
      @funandgameskids3745 3 ปีที่แล้ว

      স্কুলের নাম যানতে চাই!!

    • @emonhassan1051
      @emonhassan1051 3 ปีที่แล้ว +1

      Legendary student 👍

    • @afrozasharmin4021
      @afrozasharmin4021 3 ปีที่แล้ว +1

      ভাই যদি নিজে চান তাহলেই পারবেন।আমার তো কোনো সারই ছিল না স্কুলের সার বাদে।তবুও তো আটকায় নী!!!

  • @mamunansari5695
    @mamunansari5695 3 ปีที่แล้ว +19

    অসংখ্য ধন্যবাদ আপা এবং দীপেন স্যারকে একটি চমৎকার বিষয় অসাধারণ সাবলীল ভাবে উপস্থাপন করার জন্য। আরো জানার আগ্রহ তৈরী হলো, অপেক্ষায় থাকলাম।

  • @leethanlee5929
    @leethanlee5929 3 ปีที่แล้ว +312

    ম্যাডাম টের পাব কি করে? কারণ আমরা যেইদিকেই ঘুরিনা কেন অভাব দূর্নীতি দেখতে পাই,তাই টের পাইনা।

    • @ayubhossain5724
      @ayubhossain5724 3 ปีที่แล้ว +9

      😂😂😂😂😂

    • @nirobmajumdar4075
      @nirobmajumdar4075 3 ปีที่แล้ว +28

      এটা এখন পর্যন্ত আমার দেখা সেরা কমেন্ট।

    • @mustbe4133
      @mustbe4133 3 ปีที่แล้ว +2

      😁😂😂

    • @jaynalabedin4394
      @jaynalabedin4394 3 ปีที่แล้ว +1

      স্যার গ্রগুর ওজন নিনে কিছুটা বোলোন

    • @asadullah3677
      @asadullah3677 3 ปีที่แล้ว +5

      ও ভাই তরে নবেল দরহার আচিল!!

  • @jewelbarua3941
    @jewelbarua3941 3 ปีที่แล้ว +24

    থিংক বাংলার প্রতি ভালোবাসা রইল❤️❤️

  • @shyamalpaul4844
    @shyamalpaul4844 ปีที่แล้ว +11

    অনেক প্রশ্নের জবাব পাওয়া গেল 👍 এমন একটি অনুষ্ঠান ই দেখতে চেয়েছিলাম তাই অনেকটাই সমৃদ্ধ হলাম 🙏🌹 ধন্যবাদ🙏

  • @mmmm5201
    @mmmm5201 3 ปีที่แล้ว +1

    তাহলে শীতের সময় দিন ছোট হয়ে আসে গরমের সময় দিন বড় হয়ে আসে প্রায় 2 ঘন্টা এটি কেমনে হয়

  • @sujoybarua2418
    @sujoybarua2418 3 ปีที่แล้ว +68

    এতো সুন্দর করে বাংলা ভাষায় বলছেন,
    সত্যি বাংলা ভাষার প্রেমে পরে যাওয়ার মতো,
    অনেক কিছুই অর্জন করলাম আপনাদের এই ভিডিওতে,,
    🌻🌷🌺

  • @aubbua1839
    @aubbua1839 3 ปีที่แล้ว +2

    পৃথিবী যেহেতু ঘুরে মনে করেন আমি ঢাকা থেকে অন্য আরেকটি দেশে যাব তাহলে বিমানকে নিদিষ্ট উচ্চতায় উঠিয়ে স্থির রাখলে তো হয় পৃথিবী ঘোরার কারনে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে যাব। 😁

    • @ashrafmiluuk9909
      @ashrafmiluuk9909 3 ปีที่แล้ว

      Awesome idea I never think about it

    • @Nahid_Islam_BD
      @Nahid_Islam_BD 3 ปีที่แล้ว

      সেটা সম্ভব হবেনা

  • @mdnasiruddin500
    @mdnasiruddin500 3 ปีที่แล้ว +27

    ম্যাডামের এবং স্যারের বর্ণনা একেবারে ক্লিয়ার! ধন্যবাদ।

  • @saifulhasan3224
    @saifulhasan3224 3 ปีที่แล้ว +16

    অভিকর্ষ ও মধ্যাকর্ষণ এবং মহাকর্ষণ এর উপর একটি ভিডিও করুন।

  • @discussionproject1
    @discussionproject1 3 ปีที่แล้ว +7

    খুব সুন্দর হয়েছে পর্বটি বন্যা। দ্বীপেন ভট্টাচার্যের সাক্ষাৎকারটি খুব প্রাঞ্জল ছিল। শুভ কামনা রইলো

  • @মোস্তফাহায়দার
    @মোস্তফাহায়দার 3 ปีที่แล้ว +4

    কে এই সব পরিচালনা করতেছে এখানে আল্লাহকে চিনার উপায় আছে

  • @ismailbingiasuddin2625
    @ismailbingiasuddin2625 ปีที่แล้ว +4

    ধন্যবাদ ম্যাডাম, চমৎকার একটি ভিডিও উপহার দেওয়ার জন্য।

  • @mominulislamsourav9723
    @mominulislamsourav9723 3 ปีที่แล้ว +13

    আমার প্রশ্ন টা হচ্ছে, একটা হেলিকপ্টার যদি শূন্যের উপর দাঁড়িয়ে থাকে যেমন ঢাকাতে, তাহলে সেক্ষেত্রে পৃথিবী হেলিকপ্টারটিকে অতিক্রম করে চলে যাবার কথা,, কিন্তু সেটা হয়না কেনো

    • @mofazzelmorol7306
      @mofazzelmorol7306 2 ปีที่แล้ว +5

      হেলিকপ্টারের ওজন নিচে থাকতে যেমন ছিল, হাওয়াতে থাকতেও তেমন আছে। কারণ তুমি নিজেই দেখ - হেলিকপ্টারে কেউ কিন্তু নিজেকে ওজনহীন মনে করে না বা ভাসে না।

    • @beautifullife000
      @beautifullife000 2 ปีที่แล้ว

      Gravity

    • @ঘাসফড়িং123
      @ঘাসফড়িং123 2 ปีที่แล้ว +1

      এই প্রশ্নটা আমার মনেও আছে।

    • @Mizanur_Rahman6
      @Mizanur_Rahman6 2 ปีที่แล้ว

      @@mofazzelmorol7306 প্রশ্নের উত্তর টা আমার অনেক দিনের চিন্তার একটা সমাধান দিয়েছে!
      ধন্যবাদ

    • @KeepCalmandLoveClassics
      @KeepCalmandLoveClassics 2 ปีที่แล้ว

      Osadharon question 🔥🔥

  • @sajtv2449
    @sajtv2449 3 ปีที่แล้ว +8

    পৃথিবী গোল কিন্তু আমরা সমতল দেখি কেন।এ নিয়ে একটি ভিডিও দেন plz.

    •  3 ปีที่แล้ว +1

      আকাশ থেকে দেখলে এটা গোল দেখা যায়

    • @Nahid_Islam_BD
      @Nahid_Islam_BD 3 ปีที่แล้ว

      সমতল কিভাবে দেখেন

  • @asgarhossain865
    @asgarhossain865 3 ปีที่แล้ว +3

    বাংলায় এতো উন্নত চিন্তার বিষয়ের কোনো চ্যানেল নাই । তাই এই চ্যানেল কে সাবস্ক্রাইব করুন। লাইক দিন। বেল টাস করুন। আপা কে উৎসাহীত করে, অনেক বিষয়ে নিজের জ্ঞানের পরিধি বৃদ্ধি করুন।
    ধন্যবাদ সকলকেই।

    • @mustafizrahman2822
      @mustafizrahman2822 3 ปีที่แล้ว

      Etar motoi ase. BigganPIC lekhen. Amar kotha bujhben je ami ki shotti na mittha boltasi.

  • @musamunshi3672
    @musamunshi3672 2 ปีที่แล้ว +5

    একটি বিমান বাংলাদেশ থেকে এমেরিকা যাওয়ার সময়16 ঘন্টা ।। পৃথিবী যেহেতু ঘুরছে ,বিমান টি উপরে দাড়িয়ে থাকলেইতে হতো। যখন ঘুরে বিমানের নিচে অাসবে তখন বিমানটি লেন্ড করলেইতো এমেরিকা যাওয়া হয়ে যেত।

    • @arjuarif546
      @arjuarif546 2 หลายเดือนก่อน +1

      ভাই যেহেতু পৃথিবী ঘুরে তাই আপনি বিমান নিয়ে যেখানে দাড়াবেন সেটা কি স্থির?

    • @eshorchandra35
      @eshorchandra35 2 หลายเดือนก่อน +1

      শুধু পৃথিবী নয়, পৃথিবীর বায়ুমণ্ডলসহ ঘোরে, আর বিমান বায়ুমন্ডলেই অবস্থিত। তাই এক জায়গায় স্থির থেকেও কোনো লাভ নেই, বায়ুমণ্ডলের সাথে বিমানও পৃথিবীর সাথে সাথে ঘুরে চলে যাবে।

  • @baniyachongbd1918
    @baniyachongbd1918 3 ปีที่แล้ว +4

    পৃথিবী যদি ঘুর্নায়মান হয় তাহলে বিমান এক দেশ থেকে আরেক দেশ কিভাবে খোঁজে পায়।

    • @পাখিররাজ্য-স৪ফ
      @পাখিররাজ্য-স৪ফ 3 ปีที่แล้ว +3

      পৃথিবী তার বায়ুমন্ডল সহ ঘুরে।আর বিমান যেহেতু বায়ুমন্ডলের বাহিরে না তাই বিমানের পথ এলোমেলো হবার সম্ভাবনা নেই

    • @Ponchopothporichoy
      @Ponchopothporichoy 3 ปีที่แล้ว

      মনে করেন ১০ হাজার কিলোমিটার একটি বৃত্ত। বৃত্তটি ঘুরছে কিন্তু বিমান বৃত্তটির এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাবে বৃত্তটির যে কোন রেখা বরাবর। ফলে বৃত্তটির অবস্থান পরিবর্তন হলেও ঐ রেখার পরিবর্তন হওয়ার কথা নয়।

  • @lifeproblem2997
    @lifeproblem2997 2 ปีที่แล้ว +3

    খুব সুন্দর ভাবে বোঝালেন দিদি।ভিডিওটি অসাধারণ ভাবে তৈরি কিছুটা বিদেশি

  • @ramkrishnapaul5292
    @ramkrishnapaul5292 3 ปีที่แล้ว +34

    সুন্দর উপস্থাপনার জন্য ধন্যবাদ,একটা প্রশ্ন সমুদ্রের ঢেউ নিয়ে,পৃথিবীর ঘোরার জন্য কি এইরকম হয়।সবাই ভালো থাকুন সুস্থ থাকুনএই কামনা করি।

  • @mostafizurrahmancox5034
    @mostafizurrahmancox5034 3 ปีที่แล้ว +25

    পৃথীবি যদি এত বেগে ঘুরে তাহলে যে বিমান গুলো একদেশ থেকে অন্য দেশ থেকে আসার সময় সঠিক জায়গায় কিভাবে লেন্ড করে বিমান গুলো।

    • @juboraj6979
      @juboraj6979 3 ปีที่แล้ว +1

      Mullo ban prosno vai...ami o ak mot apnar shathe👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

    • @DemocracyNowBD
      @DemocracyNowBD 3 ปีที่แล้ว +5

      এটা বোকার মতো প্রশ্ন হলো, কারণ পৃথিবী যখন ঘুরে তার কেন্দ্র নিয়েই ঘুরে, ধরুণ বাংলাদেশের ভূমি ঘুরার সাথে সাথে আমেরিকার ভুমিও ঘুরে, তাহলে কিভাবে অনুভব করবে?

    • @FARUKKHAN-vm9py
      @FARUKKHAN-vm9py 3 ปีที่แล้ว

      এটা বুঝার জন্য আগে আপনাকে পৃথিবীর
      মাধ্যাকর্ষণ সম্পর্কে বুঝতে হবে।

    • @shamimreza4732
      @shamimreza4732 3 ปีที่แล้ว +1

      Vai aro study koren

    • @Nahid_Islam_BD
      @Nahid_Islam_BD 3 ปีที่แล้ว +4

      পৃথিবী বায়ুমন্ডলসহ নিয়ে ঘুরছে।

  • @BijoyExclusive
    @BijoyExclusive 3 ปีที่แล้ว +12

    সব আল্লাহর ইচ্ছেতেই হচ্ছে। একটা গাছের পাতারও নড়ার সক্ষমতা নাই তাঁর অনুমতি ছাড়া। আল্লাহ সুবহানাহু তায়া’লা কিভাবে এত সুন্দর করে সব কিছু নিয়ন্ত্রণ করছেন ভিডিওটি থেকে কিছুটা বুঝতে পারলাম, ধন্যবাদ।

  • @moonzarin1
    @moonzarin1 3 ปีที่แล้ว +4

    চমৎকার ভিডিও দেখে আপনাকে সাবস্ক্রাইব করে ফেললাম। দোওয়া ও শুভকামনা।

  • @MDAlAMGIR-ds3uz
    @MDAlAMGIR-ds3uz ปีที่แล้ว +1

    পুরো বডি নিয়ে ঘুরলে..নিউইওর্কের গতি ও ঢাকার গতিতে পার্থক্য হবে কেন?

  • @mohammadrony4446
    @mohammadrony4446 2 ปีที่แล้ว +5

    আলোচনাটি এত ভালো লাগলো, যে ভাষায় প্রকাশ করতে পারছি না, অসংখ্য ধন্যবাদ

  • @khetrahalder2497
    @khetrahalder2497 หลายเดือนก่อน +1

    বাংলায় এতো সুন্দর মহাজাগতিক ব্যাখ্যা
    এর আগে পেয়েছি বলে মনে হয়না।
    বণ্যা দিদিকে এবং শ্রদ্ধেয় দীপেন দা কে
    আমার আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাচ্ছি।।
    💥💥💥💥💥💥🙏💥💥💥💥💥💥

  • @yeasinarafat8825
    @yeasinarafat8825 3 ปีที่แล้ว +37

    আল্লাহর সৃষ্টি সম্পর্কে জানতে আমারও ভালো লাগে।
    খুবই ভালো লাগলো এই ভিডিওটি

    • @kingsargon1589
      @kingsargon1589 3 ปีที่แล้ว +10

      আল্লাহ কে মানুষ বানাইছে

    • @jubayersabuj7481
      @jubayersabuj7481 3 ปีที่แล้ว +3

      @@kingsargon1589 অপেক্ষায় থাকুন, সময়ই আপনাকে সত্য জানিয়ে দেবে, সম্ভবত তখন আর সত্যগ্রহণ করতে পারবেন না🙃

    • @udayantalukder1247
      @udayantalukder1247 3 ปีที่แล้ว +2

      😂😂😂😂😂😂

    • @Deepunique
      @Deepunique 3 ปีที่แล้ว +2

      @@jubayersabuj7481 allah ke dustu Ravan send korechilo.

    • @sports24bd56
      @sports24bd56 3 ปีที่แล้ว

      যারাই কিছু পুতুল তৈরি করে, আবার তাকেই প্রভূ মনে করে সেজদা করে তারা মাতাল বা পাগল ছাড়া আর কিছুই না।।

  • @FardinKhan-m6c
    @FardinKhan-m6c หลายเดือนก่อน +1

    সঠিক কারন হচ্ছে পৃথিবী ঘোরে না, এটি স্থীর।

  • @daliakhan4057
    @daliakhan4057 3 ปีที่แล้ว +6

    এই ভিডিওটা দেখে বুঝলাম খুব সাধারণ বিষয়গুল সম্পর্কে আমরা কত কম জানি। ধন্যবাদ এরকম চিন্তা জাগানো টপিকগুলো নিয়ে ভিডিও বানানোর জন্য। মাঝে মাঝে এরকম ইন্টারভিউ টাইপের ভিডিও বানালে ভাল লাগবে। পৃথিবী কি এভাবেই চলতে থাকবে অনন্ত কাল নাকি একসময় থেমে যাবে? সব গ্রহ নক্ষত্র নিহারিকাই কি ঘুরছে এভাবে? মহাশূণ্য কি স্থির নাকি সেও ঘুরছে?

  • @polomon3097
    @polomon3097 3 ปีที่แล้ว +2

    একটা বিষয় আমার জানতে ইচ্ছে করে যে..
    পৃথিবী গোল তবে পৃথিবীর নদী, সমুদ্রের পানি পৃথিবীর বাহিরে পরে যায় না কেন? দয়া করে জানাবেন।

    • @emamulsk310
      @emamulsk310 3 ปีที่แล้ว

      পৃথিবী গোল নয় পৃথিবী হলো ডিম্বাকৃতি

    • @studentsbanglasamrat4631
      @studentsbanglasamrat4631 2 ปีที่แล้ว

      বাহিরের দিকে টানবে কে ? সেরকম কোনো শক্তি নেই বাইরের দিকে টানা মতো,,,পৃথিবীর আছে মধ্যাকর্ষণ শক্তি

  • @srmazumder888
    @srmazumder888 2 ปีที่แล้ว +5

    খুবই জ্ঞানগর্ভ আলোচনা।
    প্রখ্যাত জ্যোতির্বিদ ও প্রজ্ঞাবান দীপেন বাবু'কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ,এতো সুন্দরভাবে প্রাঞ্জল ভাষায় এতো গুরুত্বপূর্ণ বিষয়টি বুঝিয়ে দেয়ার জন্য।
    আর শ্রদ্ধেয়া ম্যামকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে,আপনার সুন্দর উপস্থাপনের মাধ্যমে গুরুত্বপূর্ণ বিষয়টি সুন্দরভাবে সম্পর্কে অবগত হতে পেরেছি।
    নিরন্তর শুভকামনা রইলো উভয়ের জন্য...

  • @angrybird2828
    @angrybird2828 3 ปีที่แล้ว +1

    আমরা যে বড় বড় দালান তৈরি করি তার ফলে এক দিক ভার হয়ে যায় নাকি পৃথিবী???? আগে তো কোন দালান ছিলো না।

  • @jitendrakumarmajumder1792
    @jitendrakumarmajumder1792 ปีที่แล้ว +5

    অসাধারণ একটি আলোচনা। অনেক তথ্য পেলাম। অনেক ধন্যবাদ জানাই।

  • @mdbazlurrahman3187
    @mdbazlurrahman3187 3 ปีที่แล้ว +1

    কোরআন তো আল্লাহ তায়ালা সূরা ইয়াসীনের ৩৯ নং আয়াতে বলেছেন- "সূর্য্য তার নির্দিষ্ঠ অবস্থানে আবর্তন করে।এটা পরাক্রমশালী,সর্বজ্ঞ,আল্লাহর নিয়ন্ত্রন"।আরো দেখতে পারেন।৪০ও ৪১ নং আয়াতে।এখানে বিজ্ঞান মানা যাবে না।
    অবস্থানে আবর্তন করছে।

  • @akashahmed8391
    @akashahmed8391 3 ปีที่แล้ว +4

    ওয়াও! দারুণ একটি ভিডিও দেখলাম। কোনো পাঠক কিছু জানতে চাইলে বা প্রশ্ন করলে আশা করি উত্তর দিবেন।

  • @MohammadSarowar-d7j
    @MohammadSarowar-d7j 2 หลายเดือนก่อน +1

    সাগরের পানি তো তাহলে নিচে পড়ে যাওয়ার কথা ঘোরবার সময়,, পানি তো তরল পদার্থ এটাও কি মধ্যাকারাষন বলে আটকে থাকে

  • @Xavier400
    @Xavier400 3 ปีที่แล้ว +21

    প্রথমে ভেবেছিলাম বিদেশী কোনো মহিলা😌
    লাভ ইউর কনটেন্ট ম্যাম 🖤

    • @Sonofpeace
      @Sonofpeace 3 ปีที่แล้ว +2

      ওনি মুক্তমনা ব্লগের প্রতিষ্টাতা অভিজিৎ রায়ের বউ।

    •  3 ปีที่แล้ว +2

      @@Sonofpeace যাকে মেরে ফেলা হয়েছে তার কথা বলছেন?

    • @persimmon146
      @persimmon146 3 ปีที่แล้ว

      @@Sonofpeace unakei mere felte chaiselo tai na?? pore uni amrica Chole jay

  • @mdsalim-st4fv
    @mdsalim-st4fv 3 ปีที่แล้ว +1

    আমি জাহাজে নাবিক। কিন্তু আমি ভেবে পাচ্ছিলাম না।মাটি হয়তো বা সক্ত জিনিস থাই পূথীবি গোলাকার।পানিত আর সক্ত নয় ঐ জায়গা কি করে গোলাকার আকৃতি হলো। আমরা জানি পূথীবির তিন ভাগ পানি আর এক ভাগ স্থল। তাহলে তিন ভাগ গোলাকার আকৃতি কি করে সম্ভব আমি ভেবে পাচ্ছিলাম না। এটার একটা ভিডিও দিয়ে জানাবেন কি?

  • @azharmondol8869
    @azharmondol8869 3 ปีที่แล้ว +13

    অসাধারণ ভিডিও!! এভাবে অন্ধত্ব দূর হবে।

  • @DigantaHasanRubel
    @DigantaHasanRubel 3 ปีที่แล้ว +3

    কমেন্ট করার সময়ও ঘুরছি ❤️ কিন্তু বুঝতে পারছিনা

  • @sojeebchowdhury7731
    @sojeebchowdhury7731 3 ปีที่แล้ว +3

    সব শেষ -শুরু কথা একটাই আল্লাহ সব কিছুর সৃষ্টির মালিক

    • @Sonofpeace
      @Sonofpeace 3 ปีที่แล้ว +1

      😂😂

    • @জিহাদিইঁদুর
      @জিহাদিইঁদুর 3 ปีที่แล้ว +2

      কিয়ামতের আগে সূর্য পশ্চিমদিকে উঠবে । আপনি কি বিশ্বাস করেন এই কথা ?

  • @md.aminulislam2502
    @md.aminulislam2502 3 ปีที่แล้ว +1

    কখন পৃথিবী সূযের চারদিকে ঘূণায়মান কক্ষপথ থেকে ছিটকে যেতে পারে এবং গেলে কি ঘটবে?

    • @ronroniee4896
      @ronroniee4896 3 ปีที่แล้ว

      যেকোনো মহুরতে এবং সম্পুর্ন ধংস হয়ে যাবে

  • @mostainbillahjibon
    @mostainbillahjibon 3 ปีที่แล้ว +27

    ধন্যবাদ ম্যাম। আপনার কনটেন্টগুলো খুব ভালো লাগে। বাংলা ভাষাতে এতো সুন্দর কনটেন্ট পাবো ভাবিনি কখনও!

  • @muhammadsalim9486
    @muhammadsalim9486 ปีที่แล้ว +2

    madam apnake onek thanks, for giving us a clear knowledge of curious, unknown subject

  • @bratabindu
    @bratabindu 2 ปีที่แล้ว +3

    কী অসাধারণ শিক্ষক! পুরোটা সময় মুগ্ধ হয়ে শুনলাম।

  • @MehediHasan-ey9mg
    @MehediHasan-ey9mg 3 ปีที่แล้ว +1

    আচ্ছা
    দরিযদি ধাক্কা না দেই।
    তাহলে কুন্ডলী ওজন একা একা
    ঘুরে না কেন।।।
    ,ঢাকা লালবাগ থেকে

  • @classroom07
    @classroom07 3 ปีที่แล้ว +3

    ধন্যবাদ স্যার, ধন্যবাদ ম্যাম। অনেক ভালো লাগলো আপনাদের আলোচনা। আমার একটা প্রশ্ন আছে। পৃথিবী এবং অন্যান্য মহাজাগতিক বস্তুর কক্ষপথ উপবৃত্তাকার হয় কেন? উপবৃত্তাকার পথে চলার কারণে ঘূর্ণনশীল বস্তু এবং যাকে কেন্দ্র করে ঘুরছে তার দূরত্বের কম-বেশি হয়, ফলে কেন্দ্রমুখী মাধ্যাকর্ষণ বলের পরিবর্তন হয়। তাহলে তো কেন্দ্রবিমুখী বল সামঞ্জস্য করতে ঘোরার যে বেগ সেটিও পরিবর্তন হওয়ার কথা। এমনটা হয় কি না? এর চেয়ে বৃত্তাকার কক্ষপথে ঘোরা কি সহজ হতো না? আশা করি আপনাদের আলোচনায় এই বিষয়টা উঠে আসবে। অপেক্ষায় রইলাম। বাংলায় বিজ্ঞান আলোচনার জন্য খুব কমই ভালো মানের ইউটিউব চ্যানেল আছে। তাই অসংখ্য ধন্যবাদ এমন একটা চ্যানেলের জন্য।

    • @ThinkBangla
      @ThinkBangla  3 ปีที่แล้ว +3

      প্রশ্নটির জন্য আপনাকে ধন্যবাদ। ডঃ দীপেন ভট্টাচার্যের সাথে আমরা আগামী মাসেও আরেকটা আলোচনা করার আশা রাখি। সেখানে অবশ্যই এই টপিক নিয়ে আলোচনা হবে।

  • @anuptalukder1951
    @anuptalukder1951 3 ปีที่แล้ว +19

    বাংলা ভাষায় চমৎকার বিজ্ঞান শিক্ষা 💝

  • @abusayemhimo2010
    @abusayemhimo2010 3 ปีที่แล้ว +4

    এই চ্যানেলটা দারুন। বাংলাদেশের নিচের টেপটেনিক প্লেট নিয়ে একটি ভিডিও করেন। ভূমিকম্প ও এর কুফল কি হতে পারে বাংলাদেশের জন্য। ধন্যবাদ♥

  • @nilimaashrafi3290
    @nilimaashrafi3290 3 ปีที่แล้ว +5

    এ ধরনের ভিডিও মানুষকে বিজ্ঞানমনস্ক হতে সহায়তা করবে।
    অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা ।।

  • @dibapaul6868
    @dibapaul6868 3 ปีที่แล้ว +3

    Eta je amader country er ekta channel 1st e vabtei pari ni. Dhonnobad ato valo content er jonno. Onk kichu sikhchi

  • @AbdulawalRA
    @AbdulawalRA 3 ปีที่แล้ว +1

    স্যার, তাহলে আমরা যখন প্লেইনে চড়ি তাহলে প্লেইন টাকে চালিয়ে ঢাকা থেকে চালিয়ে লন্ডনে নিতে হয় কেন? সে ক্ষেত্রে এইটা উপরে উঠে এক জায়গায় স্থির থাকলে পৃথিবী ঘুড়ে আমদের নির্ধারিত স্থানে আসেনা কেন?

    • @sayakraymandal2101
      @sayakraymandal2101 3 ปีที่แล้ว

      খুব ভাল question.
      কারণ হল- পৃথিবী নিজেও ঘোরে আর তার সঙ্গে পৃথিবীর চারদিকে যে 10000km পুরু বায়ুমণ্ডল আছে তাও
      একই বেগে পৃথিবীর সঙ্গে ঘোরে।তা যদি না হত তবে 1600km/ h বেগে ঝড় হত।আর প্রাণের অস্তিত্ব থাকত না।সৃষ্টিকর্তা সব কিছু ভেবে বানিয়েছে না।

  • @BipulTheNomade
    @BipulTheNomade 3 ปีที่แล้ว +7

    সহজেই বুঝিয়ে দিলেন আপু! 🥰

  • @t20groupofcompanybanglades25
    @t20groupofcompanybanglades25 3 ปีที่แล้ว +1

    পৃথীবির এক এক দেশ এক এক গতি নিয়ে গুরে একথাটা পুরোটা ভুল কারন পৃথীবির এক এক দেশ কি আলাদা, অতএব সারা পৃথীবি এক গতিতে গুরছে ওকে। আর পৃথীবির গতি ঘন্টায় ৬৬৬০০০ মাইল ওকে।

  • @mdnizamuddin2092
    @mdnizamuddin2092 3 ปีที่แล้ว +3

    যে দেশে ৬ মাস রাত হয় ৬ মাস দিন হয় সেই দেশ কেন আমাদের জায়গায় আছেনা কেন?

  • @MdOsman-or8ot
    @MdOsman-or8ot 3 ปีที่แล้ว +1

    পৃথিবী ঘুরছে না পৃথিবী স্হীর

  • @md.azharulislam8824
    @md.azharulislam8824 3 ปีที่แล้ว +6

    খুবই তথ্যবহুল আলোচনা...
    ধন্যবাদ

  • @uddinhelal5392
    @uddinhelal5392 2 ปีที่แล้ว +1

    আমাদের বাড়ি কেন ঘুরে না।
    আমরা যেভাবে বাড়ি বাইনাই সেই ভাবে থাকে কেন?
    এই সব কাঠ বিজ্ঞানী।

    • @mdnomanchy1491
      @mdnomanchy1491 ปีที่แล้ว

      তোমারা কি ভাবছো জামিনের উপর থেকে তলার হাইট পাছশত বছরের রাস্তা ৷ জমিন আর আসমান এর পাকে পাছশত বছরের রাস্তা দুরত্য ৷ তোমরা কি বাবছো উল্লু ৷

  • @zohirulislamovi
    @zohirulislamovi 3 ปีที่แล้ว +4

    খুবই চমৎকার উপস্থাপন।
    অসংখ্য ধন্যবাদ। ♥

  • @rafijsedits3437
    @rafijsedits3437 3 ปีที่แล้ว +1

    জোয়ার, ভাটা কী।ভিডিও বানাবেন প্লিজ

  • @Kabya3
    @Kabya3 2 ปีที่แล้ว +3

    ম্যাম খুব ভালো লাগলো এই জিজ্ঞাসু মনকে শান্তি দেওয়ার জন্য 🙏🙏😊

  • @rmmehedirasel2904
    @rmmehedirasel2904 3 ปีที่แล้ว +2

    অনেকদনের কিউরিওসিটি ছিলো, আজকে জানতে পারলাম। ধন্যবাদ আপনাদের।

  • @benu522
    @benu522 3 ปีที่แล้ว +4

    ভাল লাগলো খুব প্রাঞ্জল ভাষায় কিছু জটিল বিষয়গুলোকে উপস্থাপন করার জন্য।

  • @rifatslearning9616
    @rifatslearning9616 3 ปีที่แล้ว +1

    যেই সময় আমরা নাগরদোলায় থাকি তখনোও তো মাধ‍্যাকর্ষন বল থাকে। তাহলে আমরা পরে যাই কেন??

  • @md.hasnainahmedsoeb8790
    @md.hasnainahmedsoeb8790 3 ปีที่แล้ว +6

    বার্ষিক গতি সেকেন্ডে ৩০ কিমি হলে তারাগুলো পতিদিন রাতে এক জায়গায় দেখিকেনো?
    সরে জাচ্ছেনা কেনো?

  • @RDshorts2840
    @RDshorts2840 3 ปีที่แล้ว +1

    1 কেজি ওজনের একটি বাটখারা
    তার ওজন কি ভিন্ন হবে
    বুঝতে পারছি না

  • @joynultopu7448
    @joynultopu7448 3 ปีที่แล้ว +3

    মন গড়া সমাধান বুঝি না এই সমাধান কোরআনের মধ্যে আছে

  • @kamaleshghosh8871
    @kamaleshghosh8871 ปีที่แล้ว +2

    খুব খুব সহজ ও সুন্দর ব্যাখ্যা আর প্রমান,,অসংখ্য ধন্যবাদ এরকম ভিডিওর জন্য,,,,আগামী প্রজন্মের জন্য খুবই উপযুক্ত শিক্ষ্যমূলক প্রচেষ্টা,,,, নমস্কার

  • @robiulmolla397
    @robiulmolla397 3 ปีที่แล้ว +3

    খুব সুন্দর হল ম্যাম বাংলা ভাষায় এত সুন্দর করে বিশ্লেষণ করে বোঝানোর জন্য

  • @ajohir
    @ajohir ปีที่แล้ว +2

    বাংলায় সুন্দর উপস্থাপনা,,,, ধন্যবাদ আপনাদের।

  • @mdbaktiar3902
    @mdbaktiar3902 3 ปีที่แล้ว +2

    এই প্রশ্নগুলো আমার সবসময় মাথায় ঘুরপাক খেত আজ উত্তর পেলাম ধন্যবাদ

  • @dibyendusardar8542
    @dibyendusardar8542 2 ปีที่แล้ว +1

    গরম কালে সূর্য লম্ব ভাবে আলো দেয় কিন্তু শীত কালে সূর্য তীর্যক ভাবে আলো দেয় কেন? যদি সহজ উপায়ে বুঝিয়ে দেন উপকৃত হব

  • @dinerpothe44
    @dinerpothe44 3 ปีที่แล้ว +3

    খুবই ভালো উপস্থাপনা, আশা করি এরকম প্রকৃতিক আরো সুন্দর সুন্দর ভিডিও বানাবেন। ধন্যবাদ।

  • @ambiencebd7191
    @ambiencebd7191 3 ปีที่แล้ว +2

    এল নিনো ও লা নিনা জলবায়ু পরিবর্তন নিয়ে কন্টেন্ট চাই।।।আমাদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ফেরেলের সুত্র দেয়া আছে।।।আমি মাস্টার্স শেষ করে চাকরির জন্য ট্রাই করছি এখনো বিষয়টা মাথায় ঢোকেনি।।।।।

    • @ThinkBangla
      @ThinkBangla  3 ปีที่แล้ว +2

      ধন্যবাদ আপনার সাজেশনের জন্য। অচিরেই জলবায়ু পরিবর্তন নিয়ে ভিডিও বানানোর ইচ্ছা রইল।

  • @AslamShikdar
    @AslamShikdar 2 ปีที่แล้ว +3

    Thank you very much for discussing such a beautiful scientific subject in Bengal.

  • @mdmohammod5332
    @mdmohammod5332 ปีที่แล้ว +1

    Kisi bhi Te Gaurav Thanda ki

  • @mdsrabonsheikh7612
    @mdsrabonsheikh7612 3 ปีที่แล้ว +8

    দীপেন স্যারদের মতো মানুষ বাংলাদেশে খুব দরকার

  • @hafezahmed2877
    @hafezahmed2877 3 ปีที่แล้ว +1

    আপনার নাম জানি না। আমি আজই আপনার চ্যানেল সাবস্ক্রাইব করেছি।
    আশা করতে পারি যে আপনি ভালো আছেন। আপনাদের আলোচনা আমাকে এতো বেশি প্রভাবিত করেছে যে আমি এখন জ্যোতির্বিদ্যা নিয়ে পড়তে ইচ্ছে করছে। আমি ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর শেষ করেছি।না জানি আবার জেএসসি দিয়ে বিজ্ঞান বিভাগে নবম শ্রেণীতে ভর্তি হই ,তার ঠিক নেই। অনেক অনেক শুভকামনা।

    • @tapankumarghosh9272
      @tapankumarghosh9272 3 ปีที่แล้ว +1

      আমরো তাই ইচ্ছা

    • @hafezahmed2877
      @hafezahmed2877 3 ปีที่แล้ว

      @@tapankumarghosh9272 ভাবুন, এতো সুন্দর শিহরণ জাগানো সত্য আমরা জানি না!

  • @muhammadshamsulislamofficial
    @muhammadshamsulislamofficial 3 ปีที่แล้ว +6

    মাশা-আল্লাহ

  • @sheikhemon9765
    @sheikhemon9765 3 ปีที่แล้ว +1

    আচচা এমনকিরে

  • @tapankumarmitra7033
    @tapankumarmitra7033 3 ปีที่แล้ว +4

    Khuub bhalo Laaglo... excellent presenter both of You 🙏🙏
    And unique queries... really... Suuperb explanation by Sir👏👏

  • @jaaallhaque7941
    @jaaallhaque7941 2 ปีที่แล้ว

    আপু আপনি বাংলাদেশের হয়ে কলকাতার accent এ কথাবলেন কেন?

  • @slrinku6001
    @slrinku6001 3 ปีที่แล้ว +4

    What a wonderful topic! And I love this very much. Please keep doing this....

  • @সত্যবাণী-ছ৮জ
    @সত্যবাণী-ছ৮জ 2 ปีที่แล้ว

    আপু পৃথিবীর বিতরে অনেক কিছু আছে লোহা নিকেল পানি মাটি বা আরো অনেক কিছু বিজ্ঞানীরা কি করে এত কিছু আবিস্কার করেছে কিভাবে আমি অনেক ভিডিও দেখেছি আপনার মত কেউ এত ভালো ভাবে বুঝতে পারেনা, আশা করি একটি ভিডিও পাব আমি আশা বাদী

  • @anamulhoque6483
    @anamulhoque6483 3 ปีที่แล้ว +4

    অপেক্ষায় থাকি কবে আরো একটি নতুন ভিডিও পাবো। অনেক ধন্যবাদ থিংক বাংলাকে।

  • @mdsanaullah5441
    @mdsanaullah5441 ปีที่แล้ว +2

    সুন্দর উপস্থাপনা করার জন্য ধন্যবাদ আপনাদের। পৃথিবী কোন দিকে ঘুরছে জানা থাকলে দয়া করে জানালে উপকৃত হতাম।

    • @s0espoita706
      @s0espoita706 ปีที่แล้ว

      পশ্চিম দিক থেকে পুৃর্ব দিকে ঘুরছে প্রিথিবী

  • @rinkonhalder6382
    @rinkonhalder6382 3 ปีที่แล้ว +5

    A long waiting tropic...!

  • @gouriroy3753
    @gouriroy3753 ปีที่แล้ว +1

    খুব ভালো লেগেছে

  • @voiceofbangladesh2937
    @voiceofbangladesh2937 3 ปีที่แล้ว +10

    আলহামদুলিল্লাহ, সব কিছুর নিয়ন্ত্রণ ও রক্ষাকারী একমাত্র আল্লাহ্। সব ই এক আল্লাহ পাকের মহিমা। আমাদের দেখা অদেখা সবকিছু তেই তিনি বিরাজমান। ♥

  • @habibaauni1745
    @habibaauni1745 3 ปีที่แล้ว +2

    মেরুতে যেহেতু ঘুর্ণন নেই তাহলে কি দুই মেরুতে রাত দিন ও নেই?

    • @asif9321
      @asif9321 3 ปีที่แล้ว +1

      ৬ মাস রাত, ৬ মাস দিন

    • @ThinkBangla
      @ThinkBangla  3 ปีที่แล้ว +4

      প্রথমতঃ মেরুর বিন্দুটির মাত্রা নেই সেজন্য তার পরিধি বা গতিবেগ নেই, কিন্তু ব্যবহারিক অর্থে কিন্তু মেরুও ঘোরে। তাই বলা যায়, মেরুতে পরিধি শূন্য বলে গতিবেগ শূন্য কিন্তু ঘূর্ণন শূন্য নয়।
      দ্বিতীয়তঃ পৃথিবীর অক্ষ সৌরজগতের তলের সঙ্গে একটু হেলে থাকে, যেটা নিয়ে আমাদের আরেকটা এপিসোডে আলোচনা করার ইচ্ছে আছে। কিভাবে এই হেলে থাকার কারণে আমাদের ঋতুর পরিবর্তন হয়, মেরুতে দীর্ঘ দিন রাত হয়।। তবে আপনার প্রশ্নের উত্তর বলতে হয়, পৃথিবীর এই হেলানোটা না থাকলে মেরুতে সূর্য সবসময় দিগন্তে থাকত এবং ২৪ ঘন্টায় একবার ঘুরে আসত। ফলে সেখানে সবসময় বিকেল ও সন্ধ্যার একটা মাঝামাঝি অবস্থা থাকত। কিন্তু হেলে থাকবার ফলে মেরুতে ৬ মাস সূর্য দেখা যায় ও ৬ মাস দেখা যায় না। আবার উত্তর মেরুতে যখন দিন থাকে দক্ষিণে তখন রাত হয়।