স্বামীর মৃত্যুর পর দিশেহারা গৃহবধূ যেভাবে পুঁজি ছাড়াই হলেন গার্মেন্টসের মালিক | Banglar Kotha

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024
  • #banglarkotha #garments #bisic
    সাবিনা শেখের বিয়ে হয়েছিল নবম শ্রেণিতে পড়ার সময় মাজদার রহমানের সাথে। এরপর থেকে সাবিনা পুরোপুরি গৃহিণী। একমাত্র মেয়ে যখন নবম শ্রেণির ছাত্রী, তখন হৃদরোগে আক্রান্ত হয়ে হঠাৎ মারা যান মাজদার রহমান। মৃত্যুর পর তার শার্টের পকেটে মাত্র ২২০ টাকা। একমাত্র কন্যাকে নিয়ে দিশেহারা সাবিনা তখনও জানতেন না, স্বামী কিসের ব্যবসা করতেন। অসহায় সাবিনার পাশে তখন দাঁড়ায়নি পরিবারের কেউ।
    মৃত স্বামীর শার্টের পকেটে পাওয়া পোশাক সরবরাহের তিনটি রসিদ এবং তার মোবাইল ফোনে আসা একটি ফোন কল ঘুরে দাঁড়াতে সাহায্য করে সাবিনা শেখকে। তিনি এখন একটি মিনি গার্মেন্ট কারখানার মালিক। তার কারখানায় এখন কর্মসংস্থান হয়েছে এলাকার বেশ কয়েকজন নারী পুরুষের।

ความคิดเห็น • 3