যতবার শুনি ততবার নতুন মনে হয়। রবীন্দ্র সঙ্গীত মূর্ত হয় দেবব্র বিশ্বাসের কণ্ঠেই। সেই কোন সময় থেকে শুনে আসছি, এখন বিরাশি বছর বয়সেও কখনও পুরোনো হয় না। নতুন দ্যোতনা নিয়ে আসে কাছে। সমস্ত দৈন্য বেদনা প্রাপ্তি অপ্রাপ্তির মাঝে সান্তনার পরম আশ্রয় রবীন্দ্রনাথ; আর দেবব্রত বিশ্বাসের অজেয় কণ্ঠ।
আমার গুরু তোমাকে জানাই শতকোটি প্রনাম। রবীন্দ্রনাথ আর দেবব্রত বিশ্বাস একে অপরের পরিপূরক। রবীন্দ্রনাথ এ পৃথিতে না এলে দেবব্রত বিশ্বাস দেবব্রত বিশ্বাস হতো না। আবার দেবব্রত বিশ্বাস না এলে রবীন্দ্র সংগীত হয়তো এতো মধুর করে কেউ গাইতো না। তাই পঙ্কজ মল্লীক, দেবব্রত বিশ্বাস ও হেমন্ত মুখোপাধ্যায় সঠিক সময়ে এসেছিলেন আর আমাদেরকে শুধু গানের ঝুলি দিয়ে আবার যথাস্থানে চলে গেলেন।
রবীন্দ্রনাথ জানতেন ভবিষ্যতে তাকে নিয়ে প্রাচীন আড়ম্বরপূর্ণ উৎসব ই হবে বেশিরভাগ যায়গায়। গায়কের কণ্ঠে ও এই হাহাকার যথাযথ ভাবে ফুটে উঠেছে। তাকে নমস্কার ।
I remember watching this on TV the day it was broadcast. Calcutta Doordarshan. Never thought then, how nostalgic these moments would be in the future, then...
সত্যি আমর তাঁর কথা কেউ বলি না।শুধু কোলাহল করি। সুধার সাগরের তীরে বসে অমৃত ফেলে বিষ পান করি। আজ ওনার শুভ জন্মদিনে ওনাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও প্রনাম ।🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
This program - when we saw it on that black & white Weston TV, we never imagined how much we would wish we time-traveled back to that evening... decades later. We miss you Doordarshan Calcutta, we miss you Debabrata Bishshash !!
রবিঠাকুরের গান বা এর ব্যাকরণ বুঝার মতো মস্তিষ্ক নেই আমার। তবে দুঃখে-সুখে সংকটে-সাফল্যে বা বিরহে-বিজয়ে একটিমাত্র রবীন্দ্র সংগীতই যথেষ্ট হয় ফিরিয়ে দিতে আমার সমূহ প্রাণশক্তি। তাই গান শুনি। কিন্তু যখনই দেখি একগাদা যন্ত্রানুসঙ্গ নিয়ে হালের কোনো গায়ক অপরিণত কন্ঠে অবলীলায় রবীন্দ্রনাথকে গেয়ে যাচ্ছেন, তখন ভাবি প্রাযুক্তিক উৎকর্ষের আজকের পরিবেশ ও পৃষ্ঠপোষকতা যদি শ্রী দেবব্রত বিশ্বাস বা সেই প্রজন্মের শিল্পীরা পেতেন, তাহলে রবীন্দ্রনাথের গান কতো বেশি আবেদনময়ী ও সর্বব্যাপী হতো!! দেবব্রত বিশ্বাসেরা রবীন্দ্রসংগীতকে অবিনশ্বরতা দান করেছেন। এই ঋণ অপরিশোধ্য।
সুধী, কেন অশান্ত হচ্ছেন ? দেবব্রত বিশ্বাসের গান যদি (আমি ধরে নিচ্ছি অবশ্য যিনি এই বিরূপ মন্তব্য করেছেন,তিনি বাংলা ভাষা বোঝেন এবং বধির নন) কেউ অপছন্দ করেন, তাতে 'আমাদের সমস্যা' কোথায় ? গোলাপ ফুলের সুগন্ধ ও কারুর খারাপ লাগতেই পারে, তার জন্য আমার পূর্ণ সহানুভূতি থাকবে...সে কি আপনার / আমাদের মন্তব্যের যোগ্য ? আর, ধৃষ্টতা ক্ষমা করবেন....রবীন্দ্রনাথ এর গান কে বুঝতে, ভাবটিকে উপলব্ধি করে আনন্দ উপভোগ করতে, একটা ন্যূনতম মানসিক স্তর লাগে ! সেটা সবাই কার, একটি মাত্র জন্মের সংস্কারেই পাওয়া যাবে, এটা নিশ্চিত হলেন কি করে ? আমরা ভাগ্যবান যে, ওই আনন্দ পাচ্ছি। শুভেচ্ছা রইলো !!
Respected Mr.Chakraborty,I. am Speechless.I. feel proud and honoured to have this precious presentation.It suggest your greatness In presenting me who has no. musical background and sense.I am indeed indebted to you . Once again I appreciate from the core of my heart for your excellent service for music pray for your a. healthy and very long life.. Snehamoy Roy.
জর্জ বিশ্বাস রবীন্দ্রসঙ্গীতের ঈশ্বর। ইশ্, কবিকে যদি একবার জর্জ বিশ্বাসের কণ্ঠে এই গানগুলো শোনানো যেত!
রবীন্দ্রনাথের গানের আত্মনিবেদিত প্রাণপুরুষ দেব্রবত বিশ্বাস।
এমন কন্ঠ আর আসবে না....
এ যেন একদম এসময়ের কথা। আমার মনের কথা। ধন্যবাদ রবীন্দ্রনাথ ,যিনি চিরজীবনের , চিরকালের।
O
উদাত্ত কণ্ঠের অধিকারী । শিল্পীর কণ্ঠে নিজ অনুরোধে গানটি শোনার সৌভাগ্য হয়েছিল সেই স্মৃতি আজও বর্তমান।
যতবার শুনি ততবার নতুন মনে হয়। রবীন্দ্র সঙ্গীত মূর্ত হয় দেবব্র বিশ্বাসের কণ্ঠেই। সেই কোন সময় থেকে শুনে আসছি, এখন বিরাশি বছর বয়সেও কখনও পুরোনো হয় না। নতুন দ্যোতনা নিয়ে আসে কাছে। সমস্ত দৈন্য বেদনা প্রাপ্তি অপ্রাপ্তির মাঝে সান্তনার পরম আশ্রয় রবীন্দ্রনাথ; আর দেবব্রত বিশ্বাসের অজেয় কণ্ঠ।
আমার গুরু তোমাকে জানাই শতকোটি প্রনাম। রবীন্দ্রনাথ আর দেবব্রত বিশ্বাস একে অপরের পরিপূরক। রবীন্দ্রনাথ এ পৃথিতে না এলে দেবব্রত বিশ্বাস দেবব্রত বিশ্বাস হতো না। আবার দেবব্রত বিশ্বাস না এলে রবীন্দ্র সংগীত হয়তো এতো মধুর করে কেউ গাইতো না। তাই পঙ্কজ মল্লীক, দেবব্রত বিশ্বাস ও হেমন্ত মুখোপাধ্যায় সঠিক সময়ে এসেছিলেন আর আমাদেরকে শুধু গানের ঝুলি দিয়ে আবার যথাস্থানে চলে গেলেন।
আর কারো কন্ঠ হৃদয়ে এমন করে ঝড় তোলেনি! কবি গুরুর সৃষ্ট এই প্রতিমা তে প্রান প্রতিষ্ঠা করে দিলেন! আপনাকে সহস্র প্রনাম!
অসাধারণ!
আমার দাদু অসাধারন রবীন্দ্রসঙ্গীত গাইতেন। আজ বিদেশে এসে তার কথা বড় মনে পড়ছে। বাবার হাত ধরে প্রথম ইনার গান শোনা। আদি অকৃত্তিম এক আশীর্বাদ সৃষ্টি।
আহা, কী সুন্দর গায়কী! এই রকম প্রতিভাবান শিল্পী আর আসবে না।
ছোটোবেলা থেকে দেবব্রত বিশ্বাসের গান শুনে বড় হয়েছি। কি অপূর্ব গায়কি। স্পষ্ট উচ্চারণে অসাধারণ লাগে। শ্রদ্ধা জানাই।
The Master with his Heavenly voice...
My deep respect to The Legend !
Iam simply spellboundlist
বর্তমান সময়ে এই গান অত্যন্ত প্রাসঙ্গিক।
পঞ্চাশ বছর ধরে শুনছি, কিন্তু শোনার তৃষ্ণা তবু মেটেনি । দেবব্রত বিশ্বাসের অলোক কণ্ঠে এই গান নতুন যে-অর্থে আজ ধরা পড়েছে সেকথা শুনবার কেউ নেই ।
অপূর্ব,কি মূর্ত্য এই গান তার কন্ঠে, অপূর্ব!
এই গান গুলি দেবব্রত বিশ্বাসের গলায় বিশেষ মাত্রা পায়। বুকের গভীরে যেন কীসের একটা শোক গুমড়ে গুমড়ে মরে।
বিনম্র শ্রদ্ধা অঞ্জলি শিল্পী কে
শোক কেন হয় !!
Anjoner Bagan
রবীন্দ্রনাথ জানতেন ভবিষ্যতে তাকে নিয়ে প্রাচীন আড়ম্বরপূর্ণ উৎসব ই হবে বেশিরভাগ যায়গায়। গায়কের কণ্ঠে ও এই হাহাকার যথাযথ ভাবে ফুটে উঠেছে। তাকে নমস্কার
।
1000% agree , because we have failed to study and comprehend the root of his creation , from where he has stolen , that is ""UPANISHADS"
@@UPAKHOSALA stolen is improper word. You should have write "where he was inspired from"
সত্যি অপূর্ব ।
The undisputed King of Rabindra Sangeet
I remember watching this on TV the day it was broadcast. Calcutta Doordarshan. Never thought then, how nostalgic these moments would be in the future, then...
আহা...!
কি বলার আছে আমার,তিনি অমর তিনি শ্রেষ্ঠ শিল্পী।অপার শ্রদ্ধা। 🙏🙏🙏🙏
Ashadharon gola....deep sonorous voice. Gaan ta ato soulful .... touched my heart.
Kothay amon apoorbo guni manushgulo chole gaichhe😔😢
Onader shobai ke aar Amader Gurudev Rabithakur ke koti koti pranaam 🙏🙏🙏🙏
Asadharan- -- absolutely right
স্বতন্ত্র গায়কী!! 👍🙏
Many many thanks to Anjanbabu for this rare collection of this all time legend of Rabindra sangeet.
God gifted voice. All time great.
One of the few artists , who has given perfect dimension to Rabindrasangeet. He is at the apex of the select group. I bow my head again .
আমি চাই আমাদের ভবিষ্যত প্রজন্ম এই গানের মর্ম বুঝুক...কিন্তু কজনই বা শুনছে....!! দুঃখ লাগে
This legend have had his own style and is very difficult to emulate. Nobody dare to step in till this date.
Greatest exponent of Rabindrasangeet. Undoubtedly.
রবীন্দ্রসঙ্গীত,ওনার গলায় স্বর্গীয় মাত্রা পায়❤
এমন নিবেদিতপ্রাণ রবীন্দ্র সংগীত শিল্পী আর হবেনা ।
যেমন বাণী,তেমনি গায়ক 🙏
এ তো আমার মনের কথা তুমি গানে লিখেই দিয়েছো কতকাল আগে ! কি করে তোমার পূজা করি প্রভূ
This song was meant only for him and no one else. 🙏
সত্যি আমর তাঁর কথা কেউ বলি না।শুধু কোলাহল করি। সুধার সাগরের তীরে বসে অমৃত ফেলে বিষ পান করি। আজ ওনার শুভ জন্মদিনে ওনাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও প্রনাম ।🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Apurbo shundor, kotha gulo jeno prothom shunlam mone holo, many thanks !
Ki apurbo ganer kotha .
Undoubtedly Debabrata Biswas'srabindra sangteewas imensely good for ever.
It's divine voice.
Very very special addition. Thanks to mr. Chakrabarty for his greatness
Just great!
Apnar gaan shunle shotti chokhe jol chole ashe apni ar neyi bhebe
জর্জ দার গানের মধ্যে দিয়ে আমরা রবীন্দ্র সঙ্গীতর র এক রূপ খুজে পাই
This program - when we saw it on that black & white Weston TV, we never imagined how much we would wish we time-traveled back to that evening... decades later.
We miss you Doordarshan Calcutta, we miss you Debabrata Bishshash !!
thank you anjan ji for uploading this wonderful experience
Debobrata Biswas sunle monta kemon vabuk hoe jai ja anya karo kanthe sunle sudhu gaan ii mo ne hoy onar kantha monke nara dei
Apurba,ki misti gala,khub sundar.
Simply spell-bound.
Thanks to Anjan babu.
Extraordinary rendition.
Ei Mohamanobke sotokoti pronaam!!!!🙏🙏🙏🙏🙏🙏🙏
Aha ki sunilam !! Mon bhore gelo ..
আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে.....
A legend for ever
Ei ganta sei 6 bochor boyos theke shunchi ebong tokhon thekei amar ei ganta khub bhalo lage
অপূর্ব কণ্ঠে অপুর্ব গান । শুভেচ্ছা । নমিতা গুহ ।
আপনি অতুলনীয়, প্রনাম।
I had the rare opportunity to hear this song also from Debabrata in Rabindra Sadan , Kolkata
অনবদ্য।
খুব ভালো লাগলো
আহা, কি যে আরাম....…
Excellent.pronam
Very natural, there is no artificiality
Ganer Debota...... Debabrata.....
Pronaaaamm tomai.......
রবিঠাকুরের গান বা এর ব্যাকরণ বুঝার মতো মস্তিষ্ক নেই আমার। তবে দুঃখে-সুখে সংকটে-সাফল্যে বা বিরহে-বিজয়ে একটিমাত্র রবীন্দ্র সংগীতই যথেষ্ট হয় ফিরিয়ে দিতে আমার সমূহ প্রাণশক্তি। তাই গান শুনি। কিন্তু যখনই দেখি একগাদা যন্ত্রানুসঙ্গ নিয়ে হালের কোনো গায়ক অপরিণত কন্ঠে অবলীলায় রবীন্দ্রনাথকে গেয়ে যাচ্ছেন, তখন ভাবি প্রাযুক্তিক উৎকর্ষের আজকের পরিবেশ ও পৃষ্ঠপোষকতা যদি শ্রী দেবব্রত বিশ্বাস বা সেই প্রজন্মের শিল্পীরা পেতেন, তাহলে রবীন্দ্রনাথের গান কতো বেশি আবেদনময়ী ও সর্বব্যাপী হতো!! দেবব্রত বিশ্বাসেরা রবীন্দ্রসংগীতকে অবিনশ্বরতা দান করেছেন। এই ঋণ অপরিশোধ্য।
Excellent rendition
মনপ্রাণ ভরে শুনলাম!
চিরন্তন কথা কবিগুরুর ❣️🙏
রবীন্দ্রনাথের গান অনেকে গেয়েছেন। সাধক গুটি কয়। সেরা সাধক অবশ্যই দেবব্রত বিশ্বাস।
আপনি ঠিক বলেছেন
শুনি আর শুনি - মা
Ahaaa-------
অসাধারণ।
আগামী পাঁচশ বছর পরেও কবিগুরুর কথা এক ই রকম contemporaryথাকবে
সাধু সাধু❤❤❤❤❤❤❤
♥️♥️♥️
Aha ❤️
আমাদের মনের কথা রবিঠাকুর বলেগেছেন। আমরা সবাই একা কিন্তু ভুলে যাই সব মায়ার টানে।
Godly voice
52 people dislike it. I am thinking how much poor
their cultural sense can be.
Correct 👍
Those bloody janwars may be avoided
সুধী,
কেন অশান্ত হচ্ছেন ?
দেবব্রত বিশ্বাসের গান যদি (আমি ধরে নিচ্ছি অবশ্য যিনি এই বিরূপ মন্তব্য করেছেন,তিনি বাংলা ভাষা বোঝেন এবং বধির নন) কেউ অপছন্দ করেন, তাতে 'আমাদের সমস্যা' কোথায় ?
গোলাপ ফুলের সুগন্ধ ও কারুর খারাপ লাগতেই পারে, তার জন্য আমার পূর্ণ সহানুভূতি থাকবে...সে কি আপনার / আমাদের মন্তব্যের যোগ্য ?
আর, ধৃষ্টতা ক্ষমা করবেন....রবীন্দ্রনাথ এর গান কে বুঝতে, ভাবটিকে উপলব্ধি করে আনন্দ উপভোগ করতে, একটা ন্যূনতম মানসিক স্তর লাগে ! সেটা সবাই কার, একটি মাত্র জন্মের সংস্কারেই পাওয়া যাবে, এটা নিশ্চিত হলেন কি করে ?
আমরা ভাগ্যবান যে, ওই আনন্দ পাচ্ছি।
শুভেচ্ছা রইলো !!
Let's them allow to express their own personal opinions
exactly......
Oh. ! Amon Jo d gaite partam !
Respected Mr.Chakraborty,I. am Speechless.I. feel proud and honoured to have this precious presentation.It suggest your greatness In presenting me who has no. musical background and sense.I am indeed indebted to you . Once again I appreciate from the core of my heart for your excellent service for music pray for your a. healthy and very long life.. Snehamoy Roy.
Thank You Sir
Snehamoy Roy in my
Awesome
Ato sabolil konthoswar, sumodhur, mon, pran juriye galo, opurbo
Opurbo🙏
Ei ganti khub misti gaan tai amar khub bhalo lage
Jiboner shrestho Amritodhara
maestro
Pranam Gurudeb, George da,Pranam
Khub bhalo kaaj korlen..mot 4 ti gaan amra peyechi DD, Kolkatater soujanyye.eti tar anyyotamo.
আমি ধন্যবাদ জানায় তাঁকে যিনি এটা আপলোড করেছে
অপূর্ব।
শিল্পীকে আন্তরিক অভিনন্দন।
আহা! গায়ে কাঁটা দেয়...
জীবনের গান ❤️❤️❤️❤️
Ekdam jugopojogi
🙏🙏🙏🙏🙏
Excellent
প্রণাম প্রণাম
Very nice
one of the best song
🙏🙏🙏