Ekota Express passing Santahar Railway Junction | একতা এক্সপ্রেস সান্তাহার জংশন অতিক্রমকালে

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024
  • একতা এক্সপ্রেস (ট্রেন নং-৭০৫/৭০৬) হল বাংলাদেশ রেলওয়ের পরিসেবার একটি আন্তঃনগর ট্রেন যা রাজধানী ঢাকা এবং উত্তরাঞ্চলের পঞ্চগড় জেলার সীমান্তবর্তী পঞ্চগড় রেলওয়ে স্টেশনের মধ্যে চলাচল করে। এটি প্রথমে দিনাজপুর থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচল করত, পরে পঞ্চগড় পর্যন্ত বর্ধিত করা হয়। এটি বাংলাদেশের দ্রুত ও বিলাসবহুল ট্রেনগুলোর একটি।
    ২০১৬ সালের ২ সেপ্টেম্বর একতা ও দ্রুতযান এক্সপ্রেস রেলগাড়ি দুটি গেজ পরিবর্তন করে মিটারগেজ থেকে ব্রডগেজ ট্রেনে রূপান্তরিত হয়।একতা এক্সপ্রেসের বগিসংখ্যা মোট ১৩। ট্রেনটি প্রায় ১ হাজার ২০০ যাত্রী বহন করতে পারে। ট্রেনটি নিচের স্টেশনগুলিতে থামেঃ
    কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা
    বিমানবন্দর স্টেশন
    জয়দেবপুর
    টাঙ্গাইল
    যমুনা সেতু পূর্ব
    যমুনা সেতু পশ্চিম
    নাটোর
    সান্তাহার
    আক্কেলপুর
    জয়পুরহাট
    পাচঁবিবি
    বিরামপুর
    ফুলবাড়ী
    পার্বতীপুর রেলওয়ে স্টেশন
    দিনাজপুর রেলওয়ে স্টেশন
    সেতাবগঞ্জ রেলওয়ে স্টেশন
    পীরগঞ্জ রেলওয়ে স্টেশন
    ঠাকুরগাঁও রোড রেলওয়ে স্টেশন
    রুহিয়া রেলওয়ে স্টেশন
    পঞ্চগড় রেলওয়ে স্টেশন

ความคิดเห็น •