মাটির স্কুল কত সুন্দর হতে পারে দেখুন! দিপশীখা মেটী স্কুল, দিনাজপুর। Dipshikha METI Handmade School

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024
  • #Dinajpur #Meti_School #Tanvir_Galib
    দিনাজপুর জেলার বিরল উপজেলার একটি গ্রাম রুদ্রাপুর। এটি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের একটি গ্রাম হলেও বর্তমানে এটির নাম ছড়িয়ে পড়েছে বর্হিঃবিশ্বে।
    দীপশিখা মেটি স্কুল, অন্ধকারাচ্ছন্ন একটি গ্রামের আলোর প্রদীপ। অনগ্রসর রুদ্রাপুর গ্রামের শিশু কিশোরদের শিক্ষার আলোয় আলোকিত করে গড়ে তুলতে দীপশিখা নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন ১৯৯৯ সালের ১লা সেপ্টেম্বর রুদ্রাপুর গ্রামের ছোট্ট পরিসরে ‘মেটি স্কুল’ গড়ে তোলে।
    একসময় এই গ্রামের ছেলে মেয়েদের পায়ে হেঁটে ৫-৬ কিলোমিটার দূরে পাশের গ্রামের স্কুলে যেতে হতো লেখাপড়ার জন্য। মেটি স্কুলের ভিন্নধর্মী নির্মাণশৈলীর কারণে এর নাম ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। মেটি স্কুলের ভবনের দেয়াল তৈরিতে মাটি ও খড় মেশানো কাদা ব্যবহার করা হয়েছে, যাতে দেয়ালে ফাটল ধরতে না পারে। গবেষণা শেষে অন্যান্যরা ফিরে গেলেও আন্না হেরিংগার তার গবেষণা ও স্থপত্যবিদ্যা কাজে লাগিয়ে অনুন্নত রুদ্রাপুর গ্রামের শিক্ষা প্রসারে একটি বড় স্কুল তৈরির পরিকল্পনা করেন। তার স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে আসে জার্মানির উন্নয়ন সংস্থা মেটি ও বাংলাদেশের বেসরকারি সংগঠন দীপশিখা। মেটির পুরো নাম মডার্ন এডুকেশন অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট, কম খরচে এবং হাতের নাগালের জিনিসপত্র ব্যবহার করে মানুষের সার্বিক উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে এই সংস্থা। “শান্তি” নামক জার্মান ভিত্তিক দাতা সংস্থার অনুদানে ২০০৫ সালে অত্যাধুনিক মাটির ঘর র্নিমাণ করা হয়।

ความคิดเห็น • 4

  • @mdrazoneahamedrahi3281
    @mdrazoneahamedrahi3281 3 ปีที่แล้ว +2

    Mash allah
    Valo laglo

    • @TanvirGalib
      @TanvirGalib  3 ปีที่แล้ว

      *😍ধন্যবাদ।*

  • @rubaiyakhan6468
    @rubaiyakhan6468 2 ปีที่แล้ว

    Thank you vaiya for your information ❤️❤️

    • @TanvirGalib
      @TanvirGalib  2 ปีที่แล้ว +1

      *Stay blessed. This METI School is totally awesome.*