ব্যারাকপুর নয়, টিটাগড় ষ্টেশনে ট্রেন থেকে নামলে অন্নপৃর্ণার মন্দির কাছে হবে হেঁটেই যাওয়া যায় । ষ্টেশনের পিছনে কয়েকপা দূরে বি টি রোড, সেই রাস্তার উল্টোদিকে আর একটি রাস্তা আছে । ঐ রাস্তা ধরে পাঁচ মিনিট এগোলেই মায়ের মন্দির । রাস্তার মুখে অটো স্ট্যান্ড আছে । তাই ব্যারাকপুরে গিয়ে অটোওয়ালাকে একশত টাকা দেওয়ার প্রয়োজন নেই ।😀
অনেক ধন্যবাদ ভাই, মাতৃ দর্শন করানোর জন্য।। মায়ের শ্রী চরণে সহস্র সহস্র অরবুদ কোটি প্রণাম।। আমি বাংলার মানুষ, বর্তমানে ব্যাঙ্গালোরে আছি। মায়ের শ্রী চরণে র কৃপা হলে স্বামী পুত্রকে নিয়ে মায়ের রাঙা চরণে মাথা ঠুকে আসবো।। দয়াময়ী মা সমগ্র মানবজাতির কল্যাণ করুন।।
খুব ভালো লাগলো। খুব আনন্দ পেলাম। কলকাতার আশেপাশে এমন অনেক মন্দির আছে যাহার খবর আমার কাছে নেই। যদি এমন সুন্দর করে ভিডিও করে দেখান তাহলে খুব ভালো হয়। অনেক ধন্যবাদ।
Ramkrishna Sharanam Bhai tomar presentation ta khub valo. Akdam practical & clear speech. Ma r mandir ta akdam dakhineswar mandir er mato. Vishan valo laglo. Ki sundar paribesh, perfect spiritual place. Tabe MA r murti ta ar ektu dekhar ichha chilo. Jete vishan ichha korchhe, MA jadi daken tabe jabo. Jay Ma tumi amar Sato koti pronam nao. Sabar valo karo MA.
Apnake oshonkhyo dhonnobad, Maa er murti dekhano ekdom nisedh. Tobuo ektu permition niye jotota perechi, dekhiyechi. Ekdin Maa ke dekhe asben. Khub valo lagbe.
জয় মা অন্নপূর্ণা। আপনার এই ভিডিওটি দেখতে ভালো লাগলো। অনেক অজানা তথ্য জানতে পারলাম। অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা আপনাকে। খুউব ভালো থাকবেন নিরন্তর। সাতক্ষীরা, বাংলাদেশ থেকে।
এই জায়গার ছবি বা ঝলক আগেও দেখেছিলাম, কিন্তু এখন আপনার অসাধারণ ট্যুর কাভারেজের মাধ্যমে এটি বেশ জীবন্ত এবং শান্তিপূর্ণ লাগছে। আমরা আমাদের পরিবারের অন্য সদস্যদের সাথে দ্রুত এই জায়গাটি ভ্রমণ করব। আপনাকে ধন্যবাদ।......N K Bose
asadharon mandir o tar karukarjo, apuro maa annapurna o mahadeber murti, Joy Maa Joy Baba Mohadeb, apurbo hooghly nodir shobha, khub sundar prosad, Gandhi Ghater poribesh khub monoram, ami duto jaygay ghure ese khub e anando peyechi
জয় মা অন্নপূর্ণা জয় শিব শংকর 🙏🙏🙏❤️❤️ খুব সুন্দর খুব ভালো লাগলো সকলের মঙ্গল করুন মা। আমি কোথাও যেতে পারিনা তাই এই রকম ভিডিও গুলো আমার খুব ভালো লাগে।😊😊 আপনাকে অনেক ধন্যবাদ
আমি যেটুকু জানি যে মা ভবতারিণী রাসমণির ছোটো মেয়ে জগদম্বা দেবী কে স্বপ্নাদেশ দেন যে তিনি যেন তার মায়ের কৃতিত্ব কে কখনো ছাপিয়ে না যায় তাই তখন রামকৃষ্ণ দেব বিধান দেন যে 12টি শিব মন্দিরের জায়গায় 6টি শিব মন্দির স্থাপন করতে।
জয় মা অন্নপূর্ণা অসাধারণ হয়েছে ভিডিওটি 👌 আমি অনেক বার গেছিলাম অন্নপূর্ণা মন্দিরে প্রথম বার গিয়ে আমি অভিভূত হয়ে গেছিলাম। তারপর অনেক বার গেছিলাম মা অন্নপূর্ণা মন্দিরে কিন্তু সময়াভাবে কখনও ভোগ প্রসাদ গ্ৰহন করা হয় নি। তবে আপনার ব্লগ টা দেখে এবারে ভোগ প্রসাদ গ্ৰহন করার ইচ্ছে রইল। সময় সূযোগ বুঝে শীত কালে যাব মা অন্নপূর্ণা মন্দিরে। জয় মা অন্নপূর্ণা তোমাকে শত কোটি প্রণাম।
আমারও জীবনে ইচ্ছা ছিল,একটা বড় শিব মন্দির করার। যেখানে গরীব থেকে ধনি সবার অবাধ প্রবেশাধিকার থাকবে। প্রত্যেকের অধিকার থাকবে সমান। বিনামূল্যে ভোগ প্রসাদ পাবে। এবং নিশ্চিত ভাবে আইন মেনে ছবি তুলতে বা সংগ্রহ করতে পারবে। কিন্তু আমার দূর্ভাগ্য বাস্তবে করতে পারলাম না।আমি এক অভাগা।
অসাধারণ লাগল। একদম জানা ছিল না। সেই ছোটোবেলায় বেড়াতে গিয়ে গান্ধীঘাটের গঙ্গার হাওয়া খাওয়ার কথা কোনোদিনই ভোলা যাবে না। ফিরে আসতেই ইচ্ছে করছিল না ওখানে থেকে 😅
অসাধারণ লাগলো। ভারি মনছোয়া ভিডিও। মন্দিরের কোন অতিথিশালা আছে কি? ভোগের জন্য প্রনামী কত? সত্যি চমৎকার কাটবে একটা বেলা। পরে দেখবেন যদি বীরসিংহ গ্রামের ওপর কোনো যদি ভিডিও করা যায়। অনেক ধন্যবাদ ও শুভকামনা জানাই।
অনেক ধন্যবাদ আপনাকে। মন্দিরের কোন অতিথিশালা বা থাকার কোনো ব্যবস্থা নেই। ভোগের সম্পর্কে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ডিটেল এ দিয়েছি, তবুও বলে দি, ভোগের কুপন ১২০ টাকা। সত্যিই একটাদিন দারুন কাটিয়ে আসা যায়। আর নিশ্চয় চেষ্টা করবো বীরসিংহ গ্রামের ওপর ভিডিও করার।
2nd bar ele Apni Titagarh station e neme 1 no theke riksa dhorben bollben Annapurna mondir jabo - 30 taka nebe,akdom mondirer samne namiye debe...10-15 mnt er poth.....
এতো কাছে মা অন্নপূর্ণা র মন্দির আছে জানতাম না।আপনাকে অনেক ধন্যবাদ
🙏
এতো কাছে অথচ জানতামই না। মা কৃপা করলে অবশ্যই যাবো। ভিডিও টি খুব ভালো তথ্য সমৃদ্ধ প্রশংসিত।
খুব ভালো লাগল।
অসংখ্য ধন্যবাদ, জয় মা জগৎ জননী 🙏
Thank you
খুব সুন্দর লাগল
Jay Ma Annapurna. Annadatri Mago Jagatke kripa karo Mago pranam roilo tomar Shreecharsne Mago
অসাধারণ অসাধারণ ভিডিও।
ব্যারাকপুরে যে এত সুন্দর ঠিক দক্ষিণেশ্বরের মত বিশাল মন্দির আছে জানা ছিল না। ভিডিও টি আপলোড করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ম্যাডাম
আমার ভীষণ ইচ্ছে , মায়ের মন্দিরে যাব । তথ্য সমৃদ্ধ ভিডিওর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
অসংখ্য ধন্যবাদ, জয় মা জগৎ জননী 🙏
অসাধারণ একটি পোস্ট শেয়ার করেছেন।
মন ভরে গেল। মন্দির,, গঙ্গার ঘাট,,, বিগ্রহ,,, অপূর্ব।
মন্দিরের ইতিহাস শুনতেও খুব ভালো লাগলো। অনেক শুভেচ্ছা রইলো আমার।
অসংখ্য ধন্যবাদ, জয় মা জগৎ জননী 🙏
Khub valo laglo
ব্যারাকপুর নয়, টিটাগড় ষ্টেশনে ট্রেন থেকে নামলে অন্নপৃর্ণার মন্দির কাছে হবে
হেঁটেই যাওয়া যায় ।
ষ্টেশনের পিছনে কয়েকপা দূরে বি টি রোড, সেই রাস্তার উল্টোদিকে আর একটি রাস্তা আছে । ঐ রাস্তা ধরে পাঁচ মিনিট এগোলেই মায়ের মন্দির ।
রাস্তার মুখে অটো স্ট্যান্ড আছে ।
তাই ব্যারাকপুরে গিয়ে অটোওয়ালাকে একশত টাকা দেওয়ার প্রয়োজন নেই ।😀
মা সবার মঙ্গল করো, সৌমেন জানি আরো বরো হতে পারে,ওর মতো এতো বরো মনের মানুষ হয় না,সৌমেন তুমি এই ভাবেই এগিয়ে যাও, ভিডিও টা দুর্দান্ত হয়েছে।❤❤❤❤
অনেক অনেক ধন্যবাদ তোমায়। তোমরা সকলে এভাবে পাশে থাকলে এগিয়ে যাবার চেষ্টা জারি থাকবে ❤❤
ধন্যবাদ❤
জয় মা কালী 🙏🙏🙏🕉️🕉️🕉️🪔🔱🪷🪷🪷🪷🪷🐾👣
অনেক ধন্যবাদ ভাই, মাতৃ দর্শন করানোর জন্য।। মায়ের শ্রী চরণে সহস্র সহস্র অরবুদ কোটি প্রণাম।। আমি বাংলার মানুষ, বর্তমানে ব্যাঙ্গালোরে আছি। মায়ের শ্রী চরণে র কৃপা হলে স্বামী পুত্রকে নিয়ে মায়ের রাঙা চরণে মাথা ঠুকে আসবো।। দয়াময়ী মা সমগ্র মানবজাতির কল্যাণ করুন।।
খুব ভালো লাগলো ভিডিও টা। আরো সুন্দর সুন্দর ভিডিও আমাদের পাঠান।
সত্যি দাদা অসাধারণ লেগেছে মায়ের মন্দির থেকে খাওয়া থেকে সব জায়গাটাখুব খুব সুন্দর👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
আপনাকে অসংখ্য ধন্যবাদ, জয় মা অন্নপূর্ণা 🙏
ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে এত সুন্দর মায়ের মন্দির দেখতে পেলাম।
খুব ভাল লাগল ভিডিও টা। অনেক তথ্য পেলাম। সমৃদ্ধ হলাম। কোলকাতার এত কাছে জানতাম ই না। যাবার ইচ্ছে র ইল। জয় মা🙏🙏🙏।
অনেক ধন্যবাদ আপনাকে 🙏
খুব ভালো লাগলো। খুব আনন্দ পেলাম। কলকাতার আশেপাশে এমন অনেক মন্দির আছে যাহার খবর আমার কাছে নেই। যদি এমন সুন্দর করে ভিডিও করে দেখান তাহলে খুব ভালো হয়। অনেক ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ। আমি চেষ্টা করবো আরো অনেক মন্দিরের ভিডিও বানাবার।
খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ। যাওয়ার ইচ্ছা আছে।
জয় মা।সবার মুখে দিনান্তে দুটি অন্ন তুলে দিও।কেউ যেনো অভুক্ত না থাকে
মায়ের কাছে আমারও এটাই প্রার্থনা
Good❤
L909@@dollymukherjee84279😊😊
Akdom thik bolechen
আহা মন ভরে গেলো আপনার মত মানুষ দের জন্যই আজ পৃথিবী টা ঘুরছে l
অসাধারণ সুন্দর কনটেন্ট। আজ থেকে আপনার চ্যানেলের দর্শক হলাম। জয় শ্রী রাম।
অনেক ধন্যবাদ আপনাকে 🙏
মায়ের মন্দির দেখতে এখানে ও রাম ভজন??? কেমন বাঙালি হে আপনি?????@@GHURTEJABOSOUMEN
@@pratulhalder5725রাম ও মায়ের বিভেদ.........
@@pratulhalder5725কেন জয় শ্রী রাম বলা যাবে না নাকি?? কেমন হিন্দু আপনি?
মায়ের কাছে নিশ্চয়ই একদিন যাব।জয় মা অন্নপূর্ণা 🙏
জয় মা অন্নপূর্ণা 🙏
জয় মা। আপনার তথ্য সমৃদ্ধ ভিডিওটি দেখে অনেক কিছু জানতে পারলাম।
অসংখ্য ধন্যবাদ আপনাকে
জয় মা অন্নপূর্ণা,আজীবন আর জন্মে জন্মে আমাকে সপরিবারে তোমার অশেষ কৃপা ধন্য রেখো মা। তোমার চরণে আমার সহস্র কোটি প্রণাম 🙏🙏🙏🌺🌺🌺🌷🌷
Kupaner dam koto bollenna
Jaymaaঅননপূণা
এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ভোগ প্রসাদের কুপন সম্পর্কে ডিটেল বলা আছে।
অসংখ্য ধন্যবাদ, জয় মা জগৎ জননী 🙏
@@jayantimondal7020😂
এই মন্দির রানী রাশমণির ছোটো মেয়ে নির্মান করেছিলেন..উনি মা এর ওপরে যেতে চায়নি তাই ছোটো করে মন্দির তৈরী করেন..
দারুন একটা তথ্য পেলাম, অনেক ধন্যবাদ আপনাকে।
@@GHURTEJABOSOUMEN ধন্যবাদ আপনাকেও
Akdam right katha.
Sundar kub valo
ভোগ প্রসাদের কুপন মূল্য কত?
অসাধারণ তথ্য সমৃদ্ধ ভিডিও করেছেন। অসংখ্য ধন্যবাদ দাদা। এই ভাবে ই চলতে থাকুন..
অজস্র ধন্যবাদ দাদা
এত কাছে অথচ জানা ছিল না।
আপনাকে অশেষ ধন্যবাদ।
খুব ভালো দেখিয়েছেন ও বর্ণনা করেছেন।
অসংখ্য ধন্যবাদ, জয় মা জগৎ জননী 🙏
আসবেন খুব ভালো লাগবে
🙏🙏🙏🙏🙏 হঠাৎ করেই আপনার এই ভিডিও টা চোখে পড়লো। অসীম আন্তরিক কৃতজ্ঞতা জানাই আপনাকে, এতো কাছে এতো স্বল্প খরচে একটা সুন্দর দিনের সংবাদ দেওয়ার জন্যে 🙏
আপনাকেও অসংখ্য ধন্যবাদ 🙏 চ্যানেলের আরো ভিডিও দেখবেন। আশা করি ভালো লাগবে। ভালো থাকবেন।
জয় মা অন্নপূর্ণা।জয় ঠাকুর। প্রতিবেদককে ধন্যবাদ
অসংখ্য ধন্যবাদ, জয় মা জগৎ জননী 🙏
Ramkrishna Sharanam
Bhai tomar presentation ta khub valo. Akdam practical & clear speech. Ma r mandir ta akdam dakhineswar mandir er mato. Vishan valo laglo. Ki sundar paribesh, perfect spiritual place. Tabe MA r murti ta ar ektu dekhar ichha chilo. Jete vishan ichha korchhe, MA jadi daken tabe jabo. Jay Ma tumi amar Sato koti pronam nao. Sabar valo karo MA.
Apnake oshonkhyo dhonnobad, Maa er murti dekhano ekdom nisedh. Tobuo ektu permition niye jotota perechi, dekhiyechi. Ekdin Maa ke dekhe asben. Khub valo lagbe.
খুব সুন্দর ,যাবার খুবই ইচ্ছা ,মা ডাকলে তবেই যেতে পারবো।জয় মা অন্নপূর্ণা।
জয় মা 🙏
জয় মা অন্নপূর্ণা। আপনার এই ভিডিওটি দেখতে ভালো লাগলো। অনেক অজানা তথ্য জানতে পারলাম। অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা আপনাকে। খুউব ভালো থাকবেন নিরন্তর। সাতক্ষীরা, বাংলাদেশ থেকে।
অসংখ্য ধন্যবাদ, জয় মা জগৎ জননী 🙏
দারুন লাগলো ভিডিও টা সত্যি মন্দির টা একদম দক্ষিনেশ্বর এর মতো 👍🏻👌🏻
অনেক অনেক ধন্যবাদ তোমায়, সত্যিই দারুন মন্দির
CT ft 16:57 @@GHURTEJABOSOUMEN
❤❤সত্যি ভিডিওটি খুবই ভালো লেগেছে। এতো কাছে অন্নপূর্ণা মায়ের মন্দির রয়েছে এতদিন জানতাম না। আপনার ভিডিওটির মাধ্যমে জানতে পারলাম।❤❤অসংখ্য ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ, জয় মা জগৎ জননী 🙏
সম্ভব হলে অবশ্যই যাবো। এত কাছে অথচ জানা ছিলো না । উপস্থাপনা খুব সুন্দর । আমি আপনার সাথেই যেনো ঘুরছি।
অজস্র ধন্যবাদ দাদা। সময় করে ঘুরে আসবেন, ভালো লাগবে।
এই জায়গার ছবি বা ঝলক আগেও দেখেছিলাম, কিন্তু এখন আপনার অসাধারণ ট্যুর কাভারেজের মাধ্যমে এটি বেশ জীবন্ত এবং শান্তিপূর্ণ লাগছে। আমরা আমাদের পরিবারের অন্য সদস্যদের সাথে দ্রুত এই জায়গাটি ভ্রমণ করব। আপনাকে ধন্যবাদ।......N K Bose
অজশ্র ধন্যবাদ আপনাকে
Khub sundor laglo many thanks for your beautiful presentation
Thank you very much
খুব ভাল লাগল। এরকম আরও ভিডিও করুন। অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই🙏💕। ধন্যবাদ ভাই।
অসংখ্য ধন্যবাদ ❤
সবদিক কভার করে খুব তথ্যপূর্ণ ভিডিও হয়েছে। অভিনন্দন রইল।
অসংখ্য ধন্যবাদ, জয় মা জগৎ জননী 🙏
ধণ্যবাদ আপনার অন্নপূর্ণা মায়ের মন্দিরের তথ্য দেওয়ার জন্য
অসংখ্য ধন্যবাদ, জয় মা জগৎ জননী 🙏
সত্যি অপূর্ব ভগবানকে এইভাবে দর্শন করানোর জন্য। হরেকৃষ্ণ
অনেক অনেক ধন্যবাদ আপনাকে
asadharon mandir o tar karukarjo, apuro maa annapurna o mahadeber murti, Joy Maa Joy Baba Mohadeb, apurbo hooghly nodir shobha, khub sundar prosad, Gandhi Ghater poribesh khub monoram, ami duto jaygay ghure ese khub e anando peyechi
Thanks a lot dada, apnar to ghora dekhchi ei mondir. Sotti khub valo legeche amaro.
ভিডিও দেখতে দেখতে চলেই গেলাম মনে হল।খুব ভালো লাগলো।
অসংখ্য ধন্যবাদ আপনাকে 🙏
জয় মা অন্নপূর্ণা জয় শিব শংকর 🙏🙏🙏❤️❤️ খুব সুন্দর খুব ভালো লাগলো সকলের মঙ্গল করুন মা। আমি কোথাও যেতে পারিনা তাই এই রকম ভিডিও গুলো আমার খুব ভালো লাগে।😊😊 আপনাকে অনেক ধন্যবাদ
অসংখ্য ধন্যবাদ, জয় মা জগৎ জননী 🙏
ধন্যবাদ আপনাকে খুব সুন্দর তথ্য পেলাম আমার এখনই যেতে ইচ্ছে করছে মা চাইলেই খুব শীঘ্রই যাবো
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ
Khub Bhalo Laghlo Apner Vedeo Thanks
Apnakeo onek onek dhonnobad, valo thakben
অসাধারণ মন্দির দেখলাম,,, খুব ভালো লাগলো,,, অনেক তথ্য জানতে পারলাম ❤❤
Thanks a lot ❤
আমি যেটুকু জানি যে মা ভবতারিণী রাসমণির ছোটো মেয়ে জগদম্বা দেবী কে স্বপ্নাদেশ দেন যে তিনি যেন তার মায়ের কৃতিত্ব কে কখনো ছাপিয়ে না যায় তাই তখন রামকৃষ্ণ দেব বিধান দেন যে 12টি শিব মন্দিরের জায়গায় 6টি শিব মন্দির স্থাপন করতে।
আপনার কথাও সঠিক হতে পারে, কিন্তু আমায় ওনারা যা জানালেন, সেটাই ভিডিওতে বলেছি ম্যাম। আসলে ওখানে বংশধর যারা আছেন, ওনারা নিজেরাই কনফিউসড
Setai sir .real story ta keu jane na @@GHURTEJABOSOUMEN
Khub valo laglo Mandirti dekheŕ ichha Roilo Ma Annya purner kripaye jeno yete pari
Thanks a lot
জয় মা অন্নপূর্ণা
অসাধারণ হয়েছে ভিডিওটি 👌
আমি অনেক বার গেছিলাম অন্নপূর্ণা মন্দিরে
প্রথম বার গিয়ে আমি অভিভূত হয়ে গেছিলাম।
তারপর অনেক বার গেছিলাম মা অন্নপূর্ণা মন্দিরে কিন্তু সময়াভাবে কখনও ভোগ প্রসাদ গ্ৰহন করা হয় নি। তবে আপনার ব্লগ টা দেখে এবারে ভোগ প্রসাদ গ্ৰহন করার ইচ্ছে রইল। সময় সূযোগ বুঝে শীত কালে যাব মা অন্নপূর্ণা মন্দিরে।
জয় মা অন্নপূর্ণা তোমাকে শত কোটি প্রণাম।
অসংখ্য ধন্যবাদ আপনাকে। জয় মা 🙏
ভোগের টাকা কতো
Khub sundor laglo dada....asadharan potho nirdesh 👌suvechha rohilo ❤
প্রণাম মা অন্নপূর্ণা। এত কাছে এই মন্দিরের কথা জানতাম না। আপনাকে অনেক ধন্যবাদ।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে, জয় মা জগৎ জননী 🙏
Khube sunder lagche.mayer mukti bholo laglo.prosad ati sundar lagha.pronam Neo.
অজস্র ধন্যবাদ। জয় মা 🙏
আমারও জীবনে ইচ্ছা ছিল,একটা বড় শিব মন্দির করার। যেখানে গরীব থেকে ধনি সবার অবাধ প্রবেশাধিকার থাকবে। প্রত্যেকের অধিকার থাকবে সমান। বিনামূল্যে ভোগ প্রসাদ পাবে। এবং নিশ্চিত ভাবে আইন মেনে ছবি তুলতে বা সংগ্রহ করতে পারবে। কিন্তু আমার দূর্ভাগ্য বাস্তবে করতে পারলাম না।আমি এক অভাগা।
এরকম বলবেন না যে আপনি অভাগা। নিশ্চয় মা আপনার ইচ্ছে পূর্ণ করবেন। এতো ভালো উদ্দেশ্য সফল হবে ঠিক।
joto dhong
খুব ভালো লাগলো, যাওয়ার ইচ্ছা রইলো
শুনলাম এই মন্দির কম্পাউন্ডের অভ্যন্তরে কোন টয়লেট নেই, এটা কি সত্যি না অপপ্রচার!!
ভগবানকে ভালবাসাই জীবনের উদ্দেশ্য।মন্দির বানান নয়। এতে মানুষ অভাগা কেন বলবেন নিজেকে ?
Khub bhalo coverage ar apner bornona khub bhalo
অনেক অনেক ধন্যবাদ ❤
দাদা আপনার চোখ দিয়ে দর্শন করলাম।ধন্য হলাম।আপনাকেও ধন্যবাদ
আপনাকেও অজস্র ধন্যবাদ ❤
Darun jayga.... Akdin jetei hobe.... Vog khete❤❤❤❤
Ekdom, obosyoi jabe kintu, vison valo lagbe. R mayer vog just osadharon ❤❤❤❤
Ei mandir e ami gechi..kintu bhog khaoa hoini. .. bhison sundor poribesh ❤ Thank you for sharing 🙏
Osadharon laglo
Thank you
ভিশন সুন্দর জয় মা। অনেক বার গেছি দাদা দেখে ভিশন ভালো লাগলো
জয় মা জগৎ জননী 🙏
খুব সুন্দর লাগলো এত কাছে মা। অন্নপূর্ণার মন্দির অথচ দেখা হলো না
অনেকঅনেক অনেক
ধন্যবাদ আপনাকে
জয় মা 🙏
Kothai ei mandir
খুব ভালো লাগলো একদিন যাবো
অসংখ্য ধন্যবাদ
খুব ভালো লাগলো ধন্যবাদ
অসংখ্য ধন্যবাদ, জয় মা জগৎ জননী 🙏
জয় মা 🙏🌺🙏 প্রণাম নিও 🙏🌺🙏
Video ta khub valo laglo
জয় মা জগৎ জননী 🙏
Thank you. Apnar video besh bhalo laglo.
অসংখ্য ধন্যবাদ, জয় মা জগৎ জননী 🙏
আমার মন ভরে গেল রাধে রাধে হরে কৃষ্ণ দাদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ খুব সুন্দর খুব ভালো খুব খুব খুশি হলাম
অসংখ্য ধন্যবাদ, জয় মা জগৎ জননী 🙏
Vidiòt khub valo laglo, gayerlchha railo joy ma Annya purna Pranab niò
Joy Maa Annapurna
Vison valo laglo soumen, mon ta chuye gelo amar ❤
Onek onek dhonnobad tomay, sotti mondir ta darun ❤
ধন্যবাদ দাদা, খুব ভালো লাগলো, জয় মা অন্নপূর্ণা ❤❤
ধন্যবাদ ❤ জয় মা জগৎ জননী 🙏
জয় মা জগৎ জননী মাগো সকল সনাতন ধর্মাবলম্বীদের মঙ্গল করো মা।❤❤❤❤❤🙏💐🙏🧡
জয় মা জগৎ জননী 🙏
খুব খুব ভালো লাগলো। যাওয়ার ইচ্ছে থাকল। আমি দক্ষিনেশ্বর মন্দিরের পাশে থাকি। ধন্যবাদ সব জানানোর জন্য।
অসংখ্য ধন্যবাদ আপনাকে
জয় মা অন্নপূর্ণা 🌺🙏, সবাই যেন থাকে দুধে ভাতে,
জয় মা জগৎ জননী 🙏
সৌমেন দা খুব ভালো লাগলো।
আপনাকে অসংখ্য ধন্যবাদ
অত্যন্ত সহজ সরল প্রতিস্থাপনা....দারুন লাগল...আরও চাই দাদা.
আপনাকে অসংখ্য ধন্যবাদ
জয় মা অন্নপূর্ণা,অসাধারণ পোস্ট।
অসংখ্য ধন্যবাদ, জয় মা জগৎ জননী 🙏
এই মন্দিরে আমরা অবস্য,ই যাবো। খুব ভালো লাগল। 💕🙏💕।
ধন্যবাদ আপনাকে 🙏
এই মন্দিরের কাছেই আমার বাড়ি❤❤❤
ও আচ্ছা, দারুন মন্দির ❤❤
জয় মা অন্নপূর্ণা।সহস্রকোটি প্রনাম নিও মা।
অসংখ্য ধন্যবাদ, জয় মা জগৎ জননী 🙏
আমরা গিয়েছিলাম ভীষণ ভালো লেগেছে ।
Thanks a lot
amra Barrackpore thaki,satthi গর্বিত আমরা,সত্যকথা,রানীরাসমনি,r,tar meye mah jogodomhmah,,ajo antoreh achen,জীবিত, রাধে প্রনাম, প্রনাম করলাম DONDOBOTH 🙏 Harekrishna 🙏
জয় মা জগৎ জননী 🙏
Ma sob somay sobar valo kore🙏.dada khub valo hoache.jabo vabchi sobai k nia😊
Joy Maa Annapurna. Onek onek dhonnobad 🙏
বাহ্ খুব ভালো লাগলো ভাই ۔۔জয় জয় মা ❤ প্রণাম মা গো ❤🙏🏻❤
জয় মা জগৎ জননী 🙏
I definitely want to go there. Thanks 🙏 sir for sharing this video.
Thanks a lot 🙏
Bah....khub bhalo laglo, dhanyabad 🙏
Apnakeo onek dhonnobad 🙏
খুব ভালো লাগলো। আরো ভিডিও করুন। ভালো থাকবেন এই প্রার্থনা।
অসংখ্য ধন্যবাদ আপনাকে ❤
Dada apnar video ta khub sundor laglo,arokkm video aro deben
অসংখ্য ধন্যবাদ, জয় মা জগৎ জননী 🙏
Jai Maa Jagat Janani Annapurna Mata r Jai Hok 🙏🌹🙏🌹🙏🌹🙏 Jai Baba Biswanath r Jai Hok 🙏🌹🙏🌹🙏🌹
জয় মা জগৎ জননী 🙏
Khub sundor ai Annapurna mayer mandir. Ami besh koyek bar gechi. Ar prosad kheyechi.khub simple but mayer proshad amrito.
Ekdom thik kotha bolechen 🙏
Ai mandir Takur Ramkrisna deb Pratishtha kore chelen
Prasad coupon koto price?
@@GHURTEJABOSOUMENcoupon price koto?
দাদা ভোগের টিকিটের মূল্যটা বললেন না এজন্য মনে কষ্ট পেলাম আমি বাংলাদেশ ঢাকা থেকে দেখছি ওখানটায় যাবার আমার ইচ্ছা আছে ধন্যবাদ
ভোগের কুপন 120 rupee.
Rs120 kaam holo?dada apni baralok bole apnar kache hater nossi...asole you tube e baralok baa dhanider dhekiye taka kamachhen..dhnyabad..
vaggya you tube chilo tai bohujaner peter vaat hoi..You tube e ekhan Annadata baa Maa Annapurna.?!?!?!?!
অসংখ্য ধন্যবাদ, জয় মা জগৎ জননী 🙏
Thik dam bolechen dada, thank you
Khub sundor, sir bhalo upasthapana
Thanks a lot dada
Jai Mata di jai Mata Durga Devi jai ma Kali jai ma sarasawti jai ma Tarama omnomosibai Har har mhadeb parboti jai Ganesh deba jai baba ma
জয় মা জগৎ জননী 🙏
Soumen da ami Subscribe korlam.. Besh valo laglo.. Jabo ekhane
Onek onek dhonnobad tomay, obosyoi jabe mondire
অসাধারণ লাগল। একদম জানা ছিল না।
সেই ছোটোবেলায় বেড়াতে গিয়ে গান্ধীঘাটের গঙ্গার হাওয়া খাওয়ার কথা কোনোদিনই ভোলা যাবে না।
ফিরে আসতেই ইচ্ছে করছিল না ওখানে থেকে 😅
অসংখ্য ধন্যবাদ, জয় মা জগৎ জননী 🙏
Dada, apnar blog ta dekhe mon bhorey gelo..... Joy Ma, Joy Thakur.....
Thanks a lot জয় মা 🙏
অসাধারণ লাগলো। ভারি মনছোয়া ভিডিও। মন্দিরের কোন অতিথিশালা আছে কি? ভোগের জন্য প্রনামী কত? সত্যি চমৎকার কাটবে একটা বেলা। পরে দেখবেন যদি বীরসিংহ গ্রামের ওপর কোনো যদি ভিডিও করা যায়। অনেক ধন্যবাদ ও শুভকামনা জানাই।
অনেক ধন্যবাদ আপনাকে। মন্দিরের কোন অতিথিশালা বা থাকার কোনো ব্যবস্থা নেই। ভোগের সম্পর্কে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ডিটেল এ দিয়েছি, তবুও বলে দি, ভোগের কুপন ১২০ টাকা। সত্যিই একটাদিন দারুন কাটিয়ে আসা যায়। আর নিশ্চয় চেষ্টা করবো বীরসিংহ গ্রামের ওপর ভিডিও করার।
Onek movie r shooting hochye ekhane.
Projapoti❤
Bahurupi❤❤
O achha, ei khobor ta jantam na. Thank you
Jay Maa Kali Jay ❤ Har Har Mahadev ❤
জয় মা ❤
Good video 📹 ❤😂🎉😊
অসংখ্য ধন্যবাদ, জয় মা জগৎ জননী 🙏
2nd bar ele Apni Titagarh station e neme 1 no theke riksa dhorben bollben Annapurna mondir jabo - 30 taka nebe,akdom mondirer samne namiye debe...10-15 mnt er poth.....
Thanks a lot. Notun ekta information dilen. Thanks again.
তুমি খুব ভালো থাকো মা।সব্বাইকে ভালো রেখো মাগো।
জয় মা জগৎ জননী 🙏
Jay Maa 🙏
Joy Maa Annapurna 🙏
Khub sundor,mayer doya hole akdin jabo
Joy Maa 🙏
মা আমার প্রণাম নিও🙏🙏
🙏🌹
জয় মা জগৎ জননী 🙏
Joy ma Annapurna
Joy Maa Annapurna 🙏
🙏
এটা সত্যি ই জানা ছিল না।
ধন্যবাদ
জয় মা
জয় মা 🙏
ভাই আমি সপ্তাহে ২ দিন করে যায়।ওখানে থেকে আমার বাড়ি ৫ মিনিট।
ও আচ্ছা
Amondi kothay ka thikana Jana Ben
আচ্ছা আপনি বলতে পারবেন মায়ের মন্দিরে ভোগ প্রসাদ খেতে কোন অর্থ লাগে ?
সুন্দর বলেছেন
Nice editing music
Speech
Altogather professional
প্রসাদ এর কুপন মূল্য কত, সেটা ত বলা হল না