মহাবিপ্লবী ভি আই লেনিন জীবন কাহিনী / Vladimir Lenin : Biography in Bengali

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 เม.ย. 2021
  • This biography video presents the life story of Vladimir Ilyich Lenin / V. I. Lenin ( ভ্লাদিমির / ভি আই লেনিন জীবনী / জীবন কাহিনী) in Bengali. Vladimir Lenin was a Russian communist leader ( কমিউনিস্ট মহাবিপ্লবী ভি আই লেনিন ), a legendary politician and a great political theorist.
    He was born on 22 April , 1870. His parents were Ilya Ulyanov and Maria Alexandrovna Ulyanova, Lenin embraced revolutionary socialist politics following his brother's 1887 execution. Expelled from Kazan Imperial University for participating in protests against the Russian Empire's Tsarist government, he devoted the following years to a law degree. After his expulsion, Lenin immersed himself in radical political literature, including the writings of German philosopher and socialist Karl Marx, author of Das Kapital.
    In 1889, Lenin declared himself a Marxist. He later finished college and received a law degree. Lenin practiced law briefly in St. Petersburg in the mid-1890s.
    He soon was arrested for engaging in Marxist activities and exiled to Siberia. Lenin later moved to Germany and then Switzerland, where he met other European Marxists. During this time, he adopted the pseudonym Lenin and established the Bolshevik Party.
    During first World War, during this time that he wrote and published Imperialism, The Highest Stage of Capitalism (1916) in which he argued that war was the natural result of international capitalism.
    When Lenin returned home to Russia in April 1917, the Russian Revolution was already beginning. Strikes over food shortages in March had forced the abdication of the inept Czar Nicholas II, ending centuries of imperial rule.
    After Russian Revolution in 1917( রুশ বিপ্লব ১৯১৭), he served as the Head of the Government of Soviet Russia and Soviet Union from 1917 to 1924. He was ideologically a Marxist, but he developed his own political theory known as Leninism. He passed on 21 January, 1924.
    It’s almost impossible to tell about this great man within 15 or 20 minutes. But I have tried to present his biography for my dear viewers. If you like my work, please hit the like button. Express your views by commenting below in the box.
    SUBSCRIBE✔
    LIKE✔
    COMMENT✔
    SHARE✔
    Please, don’t forget to subscribe this channel. Press the bell button to get all latest updates of this channel at an early hour. Thanks a lot. With Lots of Love….
    yours faithfully
    The Galposalpo
    Declaration: I declare that all Photos are taken from Google and used here only for educational purpose under ‘Fair Use Guidelines’. The photos are used here to explain the facts; no photos are exact similar to the facts as I told them in the video. They are also not commercially used here at all. This video has no intention to disrespect any political party or any person emotionally. If anyone or any organisation finds thier own work here in this video, please don’t make cpyright strikes against this channel. Just inform me. I MUST DELETE THIS VIDEO.
    #লেনিন #লেনিনজীবনী #LeninBiography
    #LeninLifestory #LeninBiographyInBengali

ความคิดเห็น • 289

  • @thegalposalpo
    @thegalposalpo  3 ปีที่แล้ว +112

    লেনিনের বড় ভাইয়ের ফাঁসি হয়েছিল ১৮৮৭ সালে। ভুলবশত সালটা ১৮২৭ সাল বলা ও লেখা হয়েছে। অনিচ্ছাকৃত ত্রুটির জন্য দুঃখিত।

  • @sayonahmedte
    @sayonahmedte 2 ปีที่แล้ว +16

    ১৭ মিনিটেই পুরো একটা ঐতিহাসিক উপন্যাসের সমাপ্তি ঘটলো। ঘটনা গুলো পড়া ছিল তাই শুনে খুব ভালো লাগলো। অসাধারণ বাচনভঙ্গি আর সাবলীল উপস্থাপনায় মন্ত্রমুগ্ধ হয়ে শুনলাম।
    আমার তরফ থেকে গভীর শ্রদ্ধা আর ভালোবাসা জানবেন। ❤❤
    ...শয়ন।

  • @amarroy4422
    @amarroy4422 2 ปีที่แล้ว +32

    পৃথিবীর একজন শ্রদ্ধেয় দুর্ধর্ষ নেতার জীবন কাহিনীর প্রাণস্পর্শী উপস্থাপনার জন্য জানাই আন্তরিক ধন্যবাদ ।

  • @nemaichandmukherjee1348
    @nemaichandmukherjee1348 3 ปีที่แล้ว +24

    মহান বিপ্লবী তোমায় জানাই লাল সেলাম।

  • @basude4330
    @basude4330 2 ปีที่แล้ว +4

    খুব সুন্দর হয়েছে পর্বটি।
    আপনার শব্দ চয়ন ও প্রযোগ অসাধারণ। আপনাকে ধন্যবাদ।
    মহামতি লেনিন কে জানাই লাল সেলাম।

  • @SOTOTA66
    @SOTOTA66 3 ปีที่แล้ว +17

    অসাধারণ লাগলো ! কি ভাবে ছোট গল্পের মতো ভিডিও টা শেষ হয়ে গেল ! অনেক সমৃদ্ধ হলাম ! ধন্যবাদ ।

  • @amitavabhattacharjee06
    @amitavabhattacharjee06 3 ปีที่แล้ว +12

    মহান বিপ্লবী লেনিনের জন্মদিনে আমার অন্তরের শ্রদ্ধা নিবেদন করি। সেইসাথে এমন সুন্দর একটি এপিসোড উপহার দেওয়ার জন্য আপনাকে জানাই অভিনন্দন। ভালো থাকুন, সুস্থ থাকুন। এমনভাবেই দেশ, বিদেশের নানা ব্যক্তিত্ব ও ঘটনার উপর আপনার ব্যতিক্রমী কাজের মাধ্যমে আমাদেরকে প্রতিনিয়ত সমৃদ্ধ করে চলুন।

  • @kalpanadas2336
    @kalpanadas2336 3 ปีที่แล้ว +11

    ধন্যবাদ, তথ্য সমৃদ্ধ একটি ভিডিও উপহার দেওয়ার জন্য। আজকে মহান বিপ্লবীর জন্মদিনে জানাই অন্তরের শ্রদ্ধা ।

  • @shahariarshahariar8041
    @shahariarshahariar8041 3 ปีที่แล้ว +10

    এক কথায় অসাধারণ তথ্যবহুল প্রতিবেদন। ধন্যবাদ স্যার।

  • @sushntabhaowal8349
    @sushntabhaowal8349 3 ปีที่แล้ว +29

    জয় সমাজতন্ত্র। কমরেড লেনিন লাল সালাম।

    • @joybangla3905
      @joybangla3905 2 ปีที่แล้ว +3

      BJP zindabad

    • @souravlalin2954
      @souravlalin2954 2 หลายเดือนก่อน

      লাল সালাম

    • @souravlalin2954
      @souravlalin2954 2 หลายเดือนก่อน

      ​@@joybangla3905 লাল সালাম

  • @jayasengupta5632
    @jayasengupta5632 2 ปีที่แล้ว +5

    দয়া করে স্বামীজির ভাই ভূপেন্দ্রনাথ দত্ত র জীবনী দেবেন, এক অসাধারণ চরিত্র ছিল সমাজতন্ত্র বিশ্বাসী।

  • @oxfordbangla8170
    @oxfordbangla8170 3 ปีที่แล้ว +9

    আপনার মূল্যবান লেনিনের আদর্শের নিরপেক্ষ উপস্থাপনা মানবিক চেতনা গড়ে তুলবে। ইতিহাসকে তুলে ধরার জন্য ধন্যবাদ স্যার।

  • @subhraprokashmallick4800
    @subhraprokashmallick4800 3 ปีที่แล้ว +8

    কার্ল মার্কস্ এর সম্মন্ধে একটা ভিডিও করুন দাদা , জানতে চায় !

  • @oxfordbangla8170
    @oxfordbangla8170 3 ปีที่แล้ว +27

    সমানাধিকারের আদর্শ সবার মধ্যেই থাকা উচিত।রাজনৈতিকভাবে বিবেচনা না করে লেনিন আদর্শ বর্তমান ধনতান্ত্রিক রাষ্ট্রের কাছে সত্যিই ভয়াবহ।

    • @oxfordbangla8170
      @oxfordbangla8170 3 ปีที่แล้ว +1

      @@kalyanbanerjre3616 Thank you sir

    • @champakghosh6588
      @champakghosh6588 ปีที่แล้ว

      ১৮২৭ সালে ত লেনিনের জন্ম ই হয়নি / সঠিক ইতিহাস বলা হোক

    • @goutamhazra6323
      @goutamhazra6323 3 หลายเดือนก่อน

      আলিমুদ্দিন এ পার্টি অফিসের গায়ে লেনিনের মূর্তি লাগিয়ে দিব্বি ৩৪ টি বছর কাটালো সোনার বাংলা টা ডাস্টবিনে পরিণত হয়েছে 👍
      এখন তো বামফ্রন্ট সরকার পার্ট ২ চলছে
      জ্যোতি বসুর মতোই তাঁর যোগ্য উত্তরসূরি হাওয়াই চটি মহাশয়া ধাপ্পাবাজি , গুলতানি, রাহাজানি, চুরি চামারি করে ফাঁক করে দিচ্ছে 😂
      যেমন লেনিন তেমনি বসু ও হাওয়াই চটি

  • @shampamukherjee5358
    @shampamukherjee5358 3 ปีที่แล้ว +2

    Darun. Aaro onek naami der video dekha r asai roilam. Jekhan tekhe kichu sikhte pari

  • @simaranikarmaker14
    @simaranikarmaker14 3 ปีที่แล้ว +19

    SALUTE TO THE HONOURABLE GREAT LEADER.

  • @md.ashraffhossain5355
    @md.ashraffhossain5355 3 ปีที่แล้ว +1

    ১৬ মিনিটের ভি ডি ও তে লেনিনের জীবনী এবং তাঁর কমিউনিস্ট বিপ্লবের কার্যবিবরণী
    তুলে ধরা হয়েছে এজন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ।

  • @rafiqulislam3439
    @rafiqulislam3439 2 ปีที่แล้ว +5

    আপনার কথা বলার ভংগী অপূর্ব। আপনার গল্প শুধু শুনতেই মন চায়। আপনি সবসময়ই ভালো থাকেন এই কামন্ করি।

  • @sanjibbhattacharya5781
    @sanjibbhattacharya5781 3 ปีที่แล้ว +1

    Ashadharon

  • @mustana298
    @mustana298 2 ปีที่แล้ว +7

    কমৰেড মহাবিপ্লবী লেনিন কে জনাও লাল ছালাম সমাজতন্ত্ৰৰ জয় হোকৃ

  • @yabanpandit4181
    @yabanpandit4181 2 ปีที่แล้ว +5

    লেনিন , পৃথিবী তোমাকে চায় ।

  • @siddharthabrahmachari7535
    @siddharthabrahmachari7535 3 ปีที่แล้ว +8

    গভীর শ্রদ্ধায় স্মরণ করে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছি।"তোমার তুলনা নাই"।লাল সেলাম

  • @ajitkumardasadhikari5583
    @ajitkumardasadhikari5583 ปีที่แล้ว

    Very Very knowledgeable video, please 🙏 go on present like this 🙏. 🙏

  • @ontheway3569
    @ontheway3569 ปีที่แล้ว

    Asadharon! Lenin er janmadin e darum upohar! Apnar bisoy chayon o buker pata dutoi asadharon!

  • @samnathghosh1937
    @samnathghosh1937 3 หลายเดือนก่อน

    Asadharon

  • @asitkumarsasmal5347
    @asitkumarsasmal5347 3 ปีที่แล้ว +3

    অসাধারণ উপস্থাপন।

  • @dhakacity6574
    @dhakacity6574 3 ปีที่แล้ว +1

    দারুন উপস্থাপন।।

  • @swapanraha3623
    @swapanraha3623 ปีที่แล้ว

    Apnake asankhya dhanyabad.apni ekjon byatikromi manush ei rakam mahapurushder jiboni nie alochona karen ja sotti amader ei samajer pokkhe khubi pryojonio.

  • @gopalkarmakar1567
    @gopalkarmakar1567 3 ปีที่แล้ว +1

    Your discussing is great sirr

  • @UllahMohd
    @UllahMohd 3 ปีที่แล้ว +8

    Superb narration. I wish you would have described in more detailed form about all these historically important events.

    • @UllahMohd
      @UllahMohd 3 ปีที่แล้ว +1

      সত্যি বলছি, আপনার বাচনভঙ্গি এবং পরিবেশনা মন্ত্রমুগ্ধ হয়ে শুনি আমি।
      ইতিহাস জানতে খুব মন চাই, যেমন মার্ক্সবাদ, চীনের ইতিহাস নিয়ে, নাৎসি জার্মানী বা ফরাসি বিপ্লব বা রুশ বিপ্লব বা স্টালিন বা গুলাগ নিয়ে, বা নিজেদের ইতিহাস যেমন বন্গভন্গ থেকে শুরু করে আগে পরের ইতিহাস নিয়ে বিস্তারিত, কিন্তু কোন বই পড়তে হবে, এগুলো খুঁজেই পাই না। নিজে বিজ্ঞানের ছাত্র হওয়াতে ইতিহাসের আইডিয়া খুব কম। কিন্তু গত কয়েক মাস ধরে জানার আগ্রহটা তুন্গে। একসময় খুব গল্প/ঊপন্যাস পড়েছি। নয় নয় করেও শ'ছয়েক শুধু বাংলা ঊপন্যাস পড়েছি। কিন্তু এখন ইতিহাসটা খুব টানে।
      কাজেই আপনি যদি ইতিহাস নিয়ে বিস্তারিত বলেন, সাথে কিছু রিলেটেড বইয়ের রিভিউ, তবে শুনতেও ভাল লাগবে, যারা বই পড়তে চান, উনারাও উপকৃত হবে। অনুরোধটা ভবিষ্যতের জন্য রাখলাম!
      অসংখ্য ধন্যবাদ। 💞

    • @thegalposalpo
      @thegalposalpo  3 ปีที่แล้ว +1

      আমি কিন্তু ইতিহাসের ছাত্র নই।

  • @aoadudsajan6147
    @aoadudsajan6147 3 ปีที่แล้ว +1

    Thanks.

  • @shafiulshablu4288
    @shafiulshablu4288 2 ปีที่แล้ว +1

    আপনার উপস্থাপনা খুব ভালো লাগল

  • @subhaschandradas9525
    @subhaschandradas9525 2 ปีที่แล้ว

    Apnar upasthapana Khub Bhalo Legeche

  • @newtonadhikary1218
    @newtonadhikary1218 3 ปีที่แล้ว +1

    সমৃদ্ধ হলাম। ধন্যবাদ আপনাকে।

  • @bmshahadatalam7138
    @bmshahadatalam7138 3 ปีที่แล้ว +2

    A good representation

  • @realtariqaziz
    @realtariqaziz 4 หลายเดือนก่อน

    এত সহজ, সুন্দর ও গল্প আকারে লেনিনের জীবনী বলে শোনানোর জন্য অসংখ্য ধন্যবাদ।

  • @user-ke6vo9pc4i
    @user-ke6vo9pc4i ปีที่แล้ว

    Your art of deliberation is excellant.

  • @noorislammolla4201
    @noorislammolla4201 3 ปีที่แล้ว +1

    VERY NICE

  • @jinnatjahan4584
    @jinnatjahan4584 2 ปีที่แล้ว +8

    My great respect to Mr Lenin.

  • @jannatulshamua7822
    @jannatulshamua7822 2 ปีที่แล้ว +1

    The way he explain, its just awsome...🖤🖤

  • @ahmferdous6140
    @ahmferdous6140 3 ปีที่แล้ว

    From bangladesh.Your presentation is nice.

  • @somnathbanerjee2534
    @somnathbanerjee2534 2 ปีที่แล้ว

    অসংখ্য ধন্যবাদ

  • @sayedularefin
    @sayedularefin 3 ปีที่แล้ว +8

    You are a great content creator.

  • @alorjyotichattaraj6501
    @alorjyotichattaraj6501 3 ปีที่แล้ว

    Thank you

  • @soumikdutta7088
    @soumikdutta7088 2 ปีที่แล้ว +7

    Lenin was a great leader & a visionary. Thank you for this video. Please make video on Trotsky. Because there is no much information available in TH-cam about him.

  • @jayantabhaduri2296
    @jayantabhaduri2296 3 ปีที่แล้ว +6

    শোষিত নীপিরিত মানুষের মুক্তির নেতা মহান নায়ক ।

  • @dhananjoydas4572
    @dhananjoydas4572 ปีที่แล้ว

    Yes truth 💯 great news thanks explain sundar anuvuti salute dada,

  • @umachakraborty819
    @umachakraborty819 2 ปีที่แล้ว +2

    ভাই আপনার ভিডিও গুলো আমি দেখি, ভালো লাগে। আজ একটা জিনিষ খুব কানে লাগছে। লেলিন নয় বলতে হবে 'লেনিন' । ধন্যবাদ।

    • @thegalposalpo
      @thegalposalpo  2 ปีที่แล้ว +1

      হ্যাঁ, মারাত্মক ভুল করে ফেলেছি। দুঃখিত এবং ভীষন লজ্জিত।

  • @soubrintika2004
    @soubrintika2004 3 ปีที่แล้ว +1

    অসাধারণ

  • @rafidahbabsamin8255
    @rafidahbabsamin8255 3 ปีที่แล้ว

    Bhaloi laglo

  • @Profhamidsiddiki2024
    @Profhamidsiddiki2024 2 ปีที่แล้ว +2

    চমৎকার বিবরণ!
    বর্তমানে রাশিয়ায় লেনিনের মর্য্দাহত অবস্থান কিছু বিবৃত করা যেত।লেনিনের মরদেহ সংরক্ষিত, ভাষ্কর্যেরকি করা হয়েছে জানানো যায়?স্ট্যালিনের মুর্তি কেন অবসারণ হল?

  • @tapanroy7871
    @tapanroy7871 4 หลายเดือนก่อน

    সাথী সঞ্চালক
    মাফ করবেন আপনার উচ্চারণ হবে লেলিন ।
    দয়া করে সংশোধন করবেন। প্রতিটি আলোচনা সুন্দর বিশ্লেষণ করেছেন।
    বেশ ভালো লাগলো ধন্যবাদ আপনাকে শুভেচ্ছা সহ।🎉
    🎉

  • @nisithranjandolai2673
    @nisithranjandolai2673 2 ปีที่แล้ว +1

    Dada,your speaking style is very attractive.

  • @soumenmukherjee755
    @soumenmukherjee755 3 ปีที่แล้ว +1

    আপনি খুব ভালো বলেন,আমরা দেখব।

  • @abdulganimondal9916
    @abdulganimondal9916 ปีที่แล้ว

    সুন্দর বক্তব্য আপনার ।সালুট সার

  • @subhaschandramanna8192
    @subhaschandramanna8192 3 ปีที่แล้ว +2

    Nice uncle!......

  • @sisirdirghangi6362
    @sisirdirghangi6362 ปีที่แล้ว

    দারুন বলেছেন। ধন্যবাদ

  • @samiranmistri7932
    @samiranmistri7932 ปีที่แล้ว

    Thanks. BIMAL MISTRI SOCIAL WORKER

  • @badalchakraborty7732
    @badalchakraborty7732 7 วันที่ผ่านมา

    মহান বিল্পবী ভ্লাদিমির উলিয়ানভ ইলিচ লেনিন তোমাকে লাল সালাম👏❤️👏🌹🙏❤️🙏

  • @PeduBud
    @PeduBud 2 ปีที่แล้ว +4

    Red Salute Comrade❤️

  • @ramensaha3950
    @ramensaha3950 หลายเดือนก่อน

    অনেক ধন্যবাদ। আমি গল্পসল্প প্রতিদিন শুনি। আপনার পরিচয় জানানো প্রয়োজন।

  • @anindyadey2427
    @anindyadey2427 2 ปีที่แล้ว +26

    সারা পৃথিবীতে লেলিন আর কমিউউনিজম কখনোই শেষ হয় না তাই, যুগে যুগে কমিউনিস্ট রা থাকবে সারা পৃথিবীর মানুষের হৃদয় জুড়ে l

    • @subhashbanerjee7430
      @subhashbanerjee7430 2 ปีที่แล้ว

      The theory of Marxism is being changed and a terminology was made as "creative Marxism" where the theory of Revolution and also Socialism have also been rejected. Comrade S A Dange in the meantime started preaching for "Bargain theory.means bargain with the capitalists and they will allow concessions to the working class, and in this way the living conditions of the working class will improve. After 1991 the words 'socialism' "Revolution" etc. etc.,are no more heard from All COMMUNIST PARTIES.

    • @joydebpal1378
      @joydebpal1378 ปีที่แล้ว

      Bara chusbi & dekhbi hindu end

    • @sumanchakraborty1000
      @sumanchakraborty1000 11 หลายเดือนก่อน

      মা দুর্গা রক্তবীজ অসুর বধ করেছিলেন।

    • @pinkpasa2634
      @pinkpasa2634 11 หลายเดือนก่อน

      ​@@sumanchakraborty1000 কবে? কোথায়?

  • @a.mannankhan38
    @a.mannankhan38 4 หลายเดือนก่อน

    Salute

  • @Nevergiveupeducarehub
    @Nevergiveupeducarehub 2 ปีที่แล้ว +1

    Aristotle sommondha video deben sir🙏

  • @nakibmolla413
    @nakibmolla413 11 หลายเดือนก่อน

    দাদা নিরোপখখো সত্যকথাগুলো বলা হয়েছে আপনাকে অসংখ্য ধন্যবাদ

  • @bibekghatak5860
    @bibekghatak5860 3 ปีที่แล้ว +7

    We have all our freedom fighters revolutionaries and finally Netaji Subhas Chandra Bose .We do not need anyone else .Mera Bharat Mahaan .

    • @thegalposalpo
      @thegalposalpo  3 ปีที่แล้ว +5

      মহান মানুষদের জীবন আমাদের সবারই জানা দরকার বলে মনে করি।

    • @bibekghatak5860
      @bibekghatak5860 3 ปีที่แล้ว

      Mr Sayan Barua I hope is an educated person .He should know how to respect others and others opinion .That is first education we get in primary school .Best wishes .

    • @sayanroy4781
      @sayanroy4781 2 ปีที่แล้ว +1

      Ekdm, India had more revolutionaries than the entire world other than India combined, yet I believe we need to learn and know about revolutionaries across the world, be it Mandela, Martin Luther or Lenin, personal opinion, Joy Hind ✊

    • @sayanroy4781
      @sayanroy4781 2 ปีที่แล้ว +1

      @@bibekghatak5860 if Shaheed-e-Azam has no problem reading then why should I refrain myself from knowing the man and his legends? If the greatest Bharotiyo of all time, (and Bharot here means the entire Indian subcontinent, not excluding the Islamic States) Netaji Subhas Chondro Bose can read Lenin an say he rejects only inter-nationalism over nationalistic identity and anti-religiousness of his ideology and respects the rest, If Swami Bibekanondo can endorses Spiritual Communism, why should I not listen to them? That is my point brother 😊 Joy Hind

    • @englishtutorial6859
      @englishtutorial6859 ปีที่แล้ว

      And our great freedom fighter Bhagat Singh was inspired by Lenin. Lenin is the name of an ideology. Everybody won't understand. Do you know the name of Mazzini Gariboldi ? If not study first. At first clean your mind stuffed with cowdunk . Then you can understand something.

  • @barshankarmakar4342
    @barshankarmakar4342 3 ปีที่แล้ว +1

    Stalin er jiboni niye ekta video banan please....

  • @jishudebnath2958
    @jishudebnath2958 2 ปีที่แล้ว +2

    বেশ ভালো। কিন্তু লেনিনের নামটি বারবার লেলিন বলা হয়েছে। এটা খুবই কানে লাগল

    • @thegalposalpo
      @thegalposalpo  2 ปีที่แล้ว +1

      হ্যাঁ, ভুল হয়েছে। ভীষন লজ্জিত।

  • @aninditaroychoudhury4274
    @aninditaroychoudhury4274 2 ปีที่แล้ว

    Tomar moto keu ar asbena . salute to you

  • @subodhchandrasaha8154
    @subodhchandrasaha8154 2 ปีที่แล้ว +3

    Salute and gratitude to lelin.

  • @hironroy7987
    @hironroy7987 2 ปีที่แล้ว

    THANKS THANKS THANKS

  • @Sunny_Subhan
    @Sunny_Subhan 3 ปีที่แล้ว +2

    🌸
    ✌🏻

  • @SujayGhatak
    @SujayGhatak 3 ปีที่แล้ว +1

    দাদা, একদিন বুরকিনা ফাসোর টমাস শঙ্করাকে নিয়ে একটা প্রতিবেদন করলে ভালো লাগবে।

  • @amalpramanik8010
    @amalpramanik8010 ปีที่แล้ว

    Dada may god bless you.

  • @Dr-Rifat
    @Dr-Rifat ปีที่แล้ว

    🔥❤️

  • @enamulkabir9634
    @enamulkabir9634 ปีที่แล้ว +1

    I salute you, comrade.

  • @rupasarkar8276
    @rupasarkar8276 3 ปีที่แล้ว +1

    Alexander was hanged on 1887 and not 1827. However I find that you have already posted it in comment. But please rectify it in the video.

    • @thegalposalpo
      @thegalposalpo  3 ปีที่แล้ว

      After posting video, editing is not possible. Sorry. That was my mistake.

  • @dulalbose1612
    @dulalbose1612 ปีที่แล้ว

    Kobi guru somporke kichhu golpo chai..

  • @ananyabhattacharya81
    @ananyabhattacharya81 2 ปีที่แล้ว

    Marxism dorson niye akta video hole valo hoi

  • @riddhimukherjee3075
    @riddhimukherjee3075 ปีที่แล้ว

    Thank you sir for such lucidity.. ❤

  • @animalworld4451
    @animalworld4451 3 ปีที่แล้ว +3

    Sir you are a great plz sir swami Vivekananda niya kichu bolun🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @thegalposalpo
      @thegalposalpo  3 ปีที่แล้ว

      এখানে ক্লিক করুন:
      ১. th-cam.com/video/yXHlNvUyFJo/w-d-xo.html
      ২. th-cam.com/video/w-iIfEjkRWo/w-d-xo.html
      ৩. th-cam.com/video/5mc8Fddixq0/w-d-xo.html

  • @samsondebbarma5133
    @samsondebbarma5133 2 ปีที่แล้ว +1

    Dada apni amare ekto help karte parba ni dada ami lenin ar work answer lage 100 word bengali diya assignment ar jana

  • @amarroy4422
    @amarroy4422 2 ปีที่แล้ว +1

    শ্রদ্ধেয় উপস্থাপক কে অনুরোধ করছি আমেরিকার জর্জ ওয়াশিংটন এর জীবন কাহিনী সম্বন্ধে কিছু জানাতে ,তাহলে কৃতজ্ঞ থাকব ।

    • @thegalposalpo
      @thegalposalpo  2 ปีที่แล้ว

      এখানে ক্লিক করুন: th-cam.com/video/ISZ_GbqZCjw/w-d-xo.html

  • @lovemyindia4994
    @lovemyindia4994 3 ปีที่แล้ว +2

    Dhukkher bishoi aaj ei lelinbadi lok er number din din kome ja66e
    Sobai maobadi hoe bachte chai..
    Lenin r jiboni aageo pore vlo lege6ilo aaj o apnr video abar o
    valo laglo 😊😊

    • @thegalposalpo
      @thegalposalpo  3 ปีที่แล้ว

      লেনিনবাদী নিয়ে আলোচনা করিনি। লেনিনের জীবন নিয়ে ভিডিওটি।

  • @thegladiators5616
    @thegladiators5616 3 ปีที่แล้ว +2

    আমি ইতিহাসেরই,🥰🤩❤️❤️❤️🤩🥰

  • @pritambhattacharjee3895
    @pritambhattacharjee3895 22 วันที่ผ่านมา

    Sir lenin ke 1897 e saiberiyai pathano hoyechilo na

  • @basudebraha
    @basudebraha ปีที่แล้ว

    স্বামীজির ছোট ভাই ভুপেন্দ্রনাথ এর সাথে দেখা হয়েছিল। মহামতি লেলিন পত্রে ওনার উল্লেখ ও করেছিলেন। পশ্চিমবঙ্গ এর অস্থায়ি মুখ্যমন্ত্রী বিনয় কৃষ্ণ চৌধুরী ভূপেন বাবুর চেলা।

  • @pareshpaul001
    @pareshpaul001 ปีที่แล้ว

    Which Nicolai, Mr. Vasilyev ???

  • @arifuzzamanarif1988
    @arifuzzamanarif1988 2 ปีที่แล้ว

    স্যার,
    কার্ল মাক্সের লেখা, কমিউনিস্ট ম্যানুফ্যাস্টন ও পুঁজি বইটার হুবহু বাংলা অনুবাদ কোথায় পাওয়া যাবে? অনেক জায়গায় পেয়েছি কিন্তু অনুবাদের সময় আকারে ছোট করা হয়েছে। কিন্তু ছোটটা না,আমি চাচ্ছি হুবহু অনুবাদটা। প্লিজ রিপ্লে। ধন্যবাদ স্যার ❤️

    • @thegalposalpo
      @thegalposalpo  2 ปีที่แล้ว +1

      দেখুন, এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। দুঃখিত।

  • @nilavobanerjeebanerjee6280
    @nilavobanerjeebanerjee6280 3 ปีที่แล้ว +2

    সোমেন মিত্র বা প্রিয়রঞ্জন দাসমুন্সি বা শেষ কংগ্রেস মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায় সম্পর্কে একটা ভিডিও বানান । বাংলার মানুষ এই মিথ গুলোকে জানতে চায়

  • @CariionYT
    @CariionYT ปีที่แล้ว +1

    If you want lenin to be alive then read him and keep him alive.

  • @majhiarijit4763
    @majhiarijit4763 ปีที่แล้ว

    Red Salute ❤️

  • @sampajana7880
    @sampajana7880 ปีที่แล้ว +1

    Lenin is a really Hero of rasia

  • @nayanikabhattacharya4858
    @nayanikabhattacharya4858 ปีที่แล้ว

    ❤️❤️Salute Comrade apni jite gechhen,shudhu Russiay noy sara bishwer nana deshe chhoriye porechhe aar biraj korchhe Sambyabaad aar Communist Party

  • @Dk-bp1ll
    @Dk-bp1ll ปีที่แล้ว +2

    Lenin was a dictator, Xi Xing Ping is a dictator, Mao Zedong was a dictator but communists in India who idolizes Lenin, Mao etc etc everyday cries "democracy is in danger"😂😂😂😂😂😂

  • @abumoin255
    @abumoin255 2 ปีที่แล้ว

    I am your fan

  • @yabanpandit4181
    @yabanpandit4181 2 ปีที่แล้ว

    জয় হোক মেহনতি মানুষের ।

  • @RimRimando
    @RimRimando 2 ปีที่แล้ว +1

    Red salute! Long live communism!

  • @niranjandebnath1099
    @niranjandebnath1099 2 ปีที่แล้ว

    Where the socialism in soviet union..?

  • @soumyadiptamajumder8795
    @soumyadiptamajumder8795 2 ปีที่แล้ว

    Who funded Bolshevik Revolution?
    Also discuss why USSR disintegrated.

    • @thegalposalpo
      @thegalposalpo  2 ปีที่แล้ว

      That's not the topic of this video.