আপনার ইউটিউব চ্যানেলের শুরুর দিক থেকেই আমি আপনার ভিডিও গুলো দেখি কিন্তু কখনো কোন কমেন্ট বা লাইক দিই না প্রকৃতপক্ষে ঐ অভ্যাসটাই আমার নাই। কিন্তু আজকে আপনাকে আমি বস ডাকতে চাই। আপনার প্রথম ভিডিও থেকেই আপনার কথাগুলো ভালো লাগে। আপনি অনেক জ্ঞানী একজন মানুষ। চালিয়ে যান আপনার ভিডিও গুলোর মাধ্যমে দেশের মানুষ অনেক কিছু জানতে পারছে।
আপনার কথাগুলো খুব ভালো লাগে ভাইয়া। আপনি খুব সুন্দর করে উপস্থাপনা করেন। এক একটা ভিডিও কয়েকবার দেখতে ইচ্ছা করে। ডঃ ইউনুস পজিটিভ দিকগুলো আমাদের সামনে তুলে ধরছেন। ধন্যবাদ আপনাকে।
ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার জাতিসংঘে এক অসাধারণ বক্তব্য দিয়েছেন।সালাম,বিসমিল্লাহ বলে আরম্ভ, বাংলা ভাষায় বক্তব্য অসাধারন।ফিলিস্তিনের মুক্তির জন্য বলেছেন। বিশ্বের সব ধরনের সমস্যা ও সমাধান তুলে ধরেছেন।
স্যার,অনেকদিন পরে একটা প্রতিবেদন দিলেন খুব ভালো।আপনি এভাবে নিরপেক্ষ থাকবেন দয়া করে।আমরা আপনাকে নিয়ে খুব আশাবাদী স্যার।সাধারণ মানুষ যা দেখে ,যা বুঝে আপনিও যখন তাই ব্যাখ্যা করেন তা আমাদের অনেক আনন্দ দেয় স্যার❤
আমি ভারতীয়🇮🇳হয়েও আপনাদের বাংলাদেশের জন্য মন কাঁদে 😢😢, বাংলাদেশ এখন বিশ্বের জন্য একটি রোলমডেল 😢😢, তোমাদের বাংলাদেশ থেকে এখন বিশ্ব শিক্ষা নেয় কিভাবে লড়াই সংগ্রাম আন্দোলন করে একটা স্বৈরাচারী সরকারকে পতন ঘটানো যায়, ভালবাসা রইল 😢।।
ডাক্তার জাহেদ সাহেবকে ধন্যবাদ , আপনার সুসাস্থ ও দীর্ঘায়ু কামনা করি । অসাধারণ একজন ব্যাক্তিত্বের অসাধারণ বক্তৃতা । ডঃ ইউনুস স্যারের মতো মানুষের বক্তৃতাতো এমনই হওয়া উচিত । স্যার উনার বক্তৃতায় সবকিছুই কাভার করেছেন । সবচেয়ে ভালো লেগেছে , জাতিসংঘের মতো এতো বরো একটা ফোরামে যেভাবে ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যা ইস্যুটা তুলে ধরেছেন এবং বন্ধের আহ্বান জানিয়েছেন । স্যারের যোগ্য নেতৃত্বে আমাদের দেশ অনেক দুর এগিয়ে যাবে ইনশাআল্লাহ । স্যারের সুসাস্থ ও দীর্ঘায়ু কামনা করি ।
ড. ইউনুস অসাধারণ একটা বক্তব্য দিয়েছেন। ফিলিস্তিন নিয়ে যখন কথা বলেছেন চোখে পানি চলে এসেছে। অনেক অনেক দোয়া তার ও তার ফ্যামিলির প্রতি এবং ফিলিস্তিন এর সকল নাগরিকদের প্রতি। জাহেদ ভাই আপনার ভিডিও আমি প্রায় দের বছর ধরে শুনছি। আপনি যেভাবে স্রোতের বিপরীতে গিয়ে নিজের আর নিজের ফ্যামিলির বিপদের কথা না ভেবে কথা বলে গেছেন তা অসাধারণ। আপনার এবং আপনার পরিবারের জন্য অনেক দোয়া করি, সকল বিপদ আপদ থেকে আপনাকে আর আপনার ফ্যামিলিকে আল্লাহ হেফাজত এ রাখুক।
দেশের প্রেসিডেন্ট এমনই হওয়া দরকার যে সাধারণ মানুষের সুখ দুঃখ মিলেমিশে কথা বলবে ডক্টর ইউনুস স্যার দুনিয়াতে অনেক সম্মান পাইছেন অনেক কাজ করছেন আপনার কাছে একটাই চাওয়া বাংলাদেশে বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলো যেমন দুবাই ওমান কাতার সৌদি আরব এই দেশগুলোর আইনকে অনুসরণ করে বাংলাদেশের জমিনে আইন প্রতিষ্ঠিত করতে হবে ইনশাআল্লাহ আপনি পারবেন এই আইন গুলো মানা হলে সবাই সুবিধা পাবে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই বাংলাদেশের নাগরিক আমরা কেহ সংখ্যালঘু না এই দেশটা আমাদের সবার
শ্রদ্ধা ও সালাম। নিজেকে এখন একজন মূল্যবান মানুষ মনে হচ্ছে। আত্মসম্মান এবং মাথা উঁচু করে দাড়াতে পারছি এই জন্য। আল্লাহ সুবহানাহু তায়ালা উনার দীর্ঘ নেক হায়ত সুস্থতার সাথে দান করুক। উনার জ্ঞানের আলোকে আমাদের দেশের মানুষ আলোকিত হোক। আমরা উনাকে কিছুতেই হারাতে চাই না। হারাতে দেব না।❤️🙏🇧🇩
গত কালকের ভাষনের পর আপনার চ্যানেল বার বার স্ক্রল করছিলাম স্যার,,,আপনার গাঠনিক মন্তব্য শোনার জন্য । অবশেষে ধন্যবাদ স্যার আপনাকে,,,এ বিষয় নিয়ে কথা বলার জন্য ।
আপনার বিস্তারিত আলোচনা তথ্য বহুল অনেক গভীরে আলোচনা করেছেন, আপনার আলোচনাগুলো শুনি আমার কাছে খুব ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আপনার দীর্ঘায়ু কামনা করি। ড ইউনুস স্যারকে সহযোগিতা করুন
ডক্টর ইউনুস সাহেব আমাদের গত রিভলিউশন এর সময় দেশে ছিলেন না ফলে উনার পক্ষে ইতোপূর্বে এই রিভলিউশন সম্বন্ধে ডিটেইলস বলা সম্ভব হয়নি। কিন্তু এবার উনি শুধু বাংলাদেশকেই তাক লাগাননি সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। উনি বুঝিয়েছেন এই রিভলিউশন এ সারা বাংলাদেশের আপামর জনসাধারণ সংযুক্ত ছিলেন।
তাঁর বক্তব্যের বিষয়বস্তু ছিল সবার জন্য। যুব বিপ্লব থেকে গণতান্ত্রিক অধিকার থেকে ন্যায়ের শাসন থেকে বিশ্ব অর্থনীতিতে ন্যায্যতা থেকে পরিবেশ থেকে এআই পর্যন্ত অনেক বিষয় নিয়ে উনি বলেছেন। আমার ভাল লেগেছে ; এত গোছানো ভাষন অনেক দিন পর বাংলায় শুনলাম।
আমি একজন শিক্ষিত সামান্য গৃহিণী ! বাংলাদেশের সাধারণ নাগরিক ! আমি চাই, বাংলাদেশের সংস্কারের সার্থে, ইউনুস সরকার কম পক্ষে, তিন বছর দেশকে পরিচালনা করুক ! ১৫ বছরের স্বৈরাচারী শাসনের কুকর্মকে সংস্কার করতে ,কখনো এতো অল্প সময়ে করা সম্ভব না ! ইউনুস বাংলাদেশের গর্ব ! আসুন তাকে সময় দিয়ে, আমাদের গর্বকে কাজে লাগাই !
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আমি আপনার সবগুলো ভিডিও দেখি, এবং খুবই ভালো লাগে আপনার বিশ্লেষণ,কখনো কমেন্ট করিনি, আজই প্রথম করলাম, এর চেয়ে বেসি ভালো লাগে আপনি সাদা কে সাদা বলেন এবং কালোকে কালো বলেন, ধন্যবাদ, ভালোবাসা নিরন্তর
This is the first time that Our beloved Bangladesh is being represented by a scholar, an truly educated person who has the capacity to communicate with other educated global leaders. No wonder the name of our country is uplifted for the first time. If he seeks help from other nations, the other nations can trust him.
নক্ষত্রেরও পতন হয় - ইদানীং দাদাকে দেখে মনে হয় তিনি ওই পথেই হাঁটছেন। ভেতরের লিপ্সাযুক্ত, উলঙ্গ চেহারাটা বিশ্রীভাবে উঁকি দিতে শুরু করেছে, মেনে নিতে কষ্ট হয়।
True. Pinaki is very angry why Dr Yunus is not listening to him. Pinaki flows with major people's flow for his own benifit. We want to listen something from you❤
ডক্টর ইউনুস সাহেব যত দিন ক্ষমতায় থাকবে ততদিন বাংলাদেশের জন্য ভালো কিছু বয়ে আনবে আশা করি আমরা তো অতীত রাজনৈতিক দলগুলোর ক্ষমতা দেখেছি কি করতে পেরেছে আর কি করবে সেটাই ইতিমধ্যে দেখতে শুরু করেছে জনগণ
জাতিসংঘে ডক্টর ইউনুস এর ভাষণ এক কোথায় অসাধারণ বলতেই হবে / তবে ইংরেজি ভাষায় দিলে বেশি ভালো হতো কারণ তার ভাষণে অনেক বিষয় ছিল যা সারা বিশ্বের জনগণের শোনা এবং জানা দরকার ছিল / আলমগীর, ইতালি
Banglai vashon deya take Amio vishon positively dekhchi. Proud o hoyechi bangladeshi hisebe. Eta aro ekta dik bibechonai sensible - to include and consider Bangla as an international media language. So that more people throughout the world would be interested to know about Bangla language and Bangladesh. Since this time Dr Yunus as the state-head is representing a new revolutionary Bangladesh, it is actually phenomenal to speechify in his mother tongue. ❤
একজন অন্তর্বর্তী কালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে তিনি যা যা করতে চাচ্ছেন সেগুলো খুবই জটিল কাজ। আমি যদি আমাদের দেশের রাজনীতিবিদদের ভাষায় কথা বলি তাহলে তার চাওয়া গুলো কি ভাবে এত অল্প সময়ে করবেন, কারণ আমাদের দেশের রাজনীতিবিদরা তাকে তো সময় দিতে রাজি নন। খুব খারাপ লাগে যখন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বার বার নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি করেন। আরে ভাই ডঃ মুহাম্মদ ইউনূস তো আকাশ থেকে উড়ে এসে জুড়ে বসেন নাই তাকে আন্দোলনকারী ছাত্র জনতা এখানে বসিয়েছে সুতরাং তাকে তার কাজ করতে দেন ভুল হলে সমালোচনা করুন তিনি তো সমালোচনা করতেই বলেছেন ভুল হলে ধরিয়ে দিতে বলেছেন। আমরা আপামর জনতা তাকে একজন মাহাথির মোহাম্মদ হিসেবে দেখতে চাই। কাজেই তাঁর কাজের মধ্যে ডিস্টার্ব না করে নিজেরা শোধরানোর চেষ্টা করুন।
Politics jinishtai sarther khela. Eta Bangladesh nah bisher jekono desher party oder jaigai thakle same kaj korto. Party gula just kotha porjonto simito eta niya apatoto amader khusi thakte hobe. Eto bochorer shoshoner por Tara dhoirjo dhore boshe ache etei Ami grateful.
🇧🇩🇧🇩🇧🇩 আজ পর্যন্ত কোন সরকার প্রধান জাতিসংঘে বাংলাদেশের অবস্থান এত সুদৃঢ় মর্যাদাপূর্ণ করতে পারেনি। 🇧🇩জনাব ইউনুস সাহেবকে আমৃত্যু রাষ্ট্রপতি ঘোষণা করা হোক 🇧🇩
The decision to speak in Bangla was a smart one. The content of the speech was relevant, and the Professor addressed key national and international issues.
তিন বছর তো দূরের কথা ওরা ইউনুস স্যার কে তিন দিন সময় দিতে চায় না।১৫বছর না খেয়ে ক্ষুধার্ত বাঘের মত হয়ে আছে। ক্ষমতায় যেয়ে কিভাবে কোটি কোটি টাকা লুট করবে সেই ধান্দা,আর কি বলব ভাই।
তার শুরু থেকে শেষ পর্যন্ত কথা গুলোর উন্নত চিন্তা ধারার ছিল, ছিল শব্দ চয়নের উচ্চ মাত্রার ভূমিকা, একজন নোবেল বিজয়ী বক্তব্য এমন হবে হওয়াটাই স্বাভাবিক , আমি তাঁকে সাধুবাদ জানাই।
Sir, thanks for your good analyses regarding the address of Dr Younus at UN. Sir, I think that Dr. Younus has read your mind and mentioned evey points clearly as you and our general people expected from his mouth. Once more thanks.
আপনার ইউটিউব চ্যানেলের শুরুর দিক থেকেই আমি আপনার ভিডিও গুলো দেখি কিন্তু কখনো কোন কমেন্ট বা লাইক দিই না প্রকৃতপক্ষে ঐ অভ্যাসটাই আমার নাই। কিন্তু আজকে আপনাকে আমি বস ডাকতে চাই। আপনার প্রথম ভিডিও থেকেই আপনার কথাগুলো ভালো লাগে। আপনি অনেক জ্ঞানী একজন মানুষ। চালিয়ে যান আপনার ভিডিও গুলোর মাধ্যমে দেশের মানুষ অনেক কিছু জানতে পারছে।
Yes he is a great Bangladeshi & brave patriot , last many years his fight from inside Bangladesh
ফিলিস্তিন নিয়ে একটা কথা ও বলে নাই ডাক্তার ইউনুস। হাসিনা তো সোচ্চার ছিলেন। খালি তেলবাজি
আপনার কথাগুলো খুব ভালো লাগে ভাইয়া। আপনি খুব সুন্দর করে উপস্থাপনা করেন। এক একটা ভিডিও কয়েকবার দেখতে ইচ্ছা করে। ডঃ ইউনুস পজিটিভ দিকগুলো আমাদের সামনে তুলে ধরছেন। ধন্যবাদ আপনাকে।
শিক্ষায় বিনিয়োগ হলো, সবচেয়ে বড় বিনিয়োগ।
ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার জাতিসংঘে এক অসাধারণ বক্তব্য দিয়েছেন।সালাম,বিসমিল্লাহ বলে আরম্ভ, বাংলা ভাষায় বক্তব্য অসাধারন।ফিলিস্তিনের মুক্তির জন্য বলেছেন। বিশ্বের সব ধরনের সমস্যা ও সমাধান তুলে ধরেছেন।
স্যার,অনেকদিন পরে একটা প্রতিবেদন দিলেন খুব ভালো।আপনি এভাবে নিরপেক্ষ থাকবেন দয়া করে।আমরা আপনাকে নিয়ে খুব আশাবাদী স্যার।সাধারণ মানুষ যা দেখে ,যা বুঝে আপনিও যখন তাই ব্যাখ্যা করেন তা আমাদের অনেক আনন্দ দেয় স্যার❤
Right , his analysis is 100 % correct
আমি ভারতীয়🇮🇳হয়েও আপনাদের বাংলাদেশের জন্য মন কাঁদে 😢😢, বাংলাদেশ এখন বিশ্বের জন্য একটি রোলমডেল 😢😢, তোমাদের বাংলাদেশ থেকে এখন বিশ্ব শিক্ষা নেয় কিভাবে লড়াই সংগ্রাম আন্দোলন করে একটা স্বৈরাচারী সরকারকে পতন ঘটানো যায়, ভালবাসা রইল 😢।।
অনেক অনেক ধন্যবাদ ।
দোয়া করবেন😊❤
You have a beautiful mind❤
Best wishes for you.....
ধন্যবাদ। আপনাদের জন্যও শুভকামনা রইল।
ধন্যবাদ আপনাকে
ডক্টর ইউনুস পৃথিবীতে একজন অদ্বিতীয় ব্যক্তিত্ব।আল্লাহ ডক্টর ইউনুস স্যারকে নেক হায়াত দান করুন।
ডাক্তার জাহেদ সাহেবকে ধন্যবাদ , আপনার সুসাস্থ ও দীর্ঘায়ু কামনা করি ।
অসাধারণ একজন ব্যাক্তিত্বের অসাধারণ বক্তৃতা । ডঃ ইউনুস স্যারের মতো মানুষের বক্তৃতাতো এমনই হওয়া উচিত । স্যার উনার বক্তৃতায় সবকিছুই কাভার করেছেন । সবচেয়ে ভালো লেগেছে , জাতিসংঘের মতো এতো বরো একটা ফোরামে যেভাবে ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যা ইস্যুটা তুলে ধরেছেন এবং বন্ধের আহ্বান জানিয়েছেন ।
স্যারের যোগ্য নেতৃত্বে আমাদের দেশ অনেক দুর এগিয়ে যাবে ইনশাআল্লাহ ।
স্যারের সুসাস্থ ও দীর্ঘায়ু কামনা করি ।
ফিলিস্তিন নিয়ে একটা কথা ও বলে নাই ডাক্তার ইউনুস। হাসিনা তো সোচ্চার ছিলেন। খালি তেলবাজি
সেনাপ্রধান ওয়াকার স্যারের প্রতি আবেদন আপনিও জনগনের পখ্খে তেমনি জনগনের দূর্বার উদ্দোক্তা মাহমুদুররহমান স্যারের সহযোগিত করার আবেদন জানাই।
ড. ইউনুস অসাধারণ একটা বক্তব্য দিয়েছেন। ফিলিস্তিন নিয়ে যখন কথা বলেছেন চোখে পানি চলে এসেছে। অনেক অনেক দোয়া তার ও তার ফ্যামিলির প্রতি এবং ফিলিস্তিন এর সকল নাগরিকদের প্রতি।
জাহেদ ভাই আপনার ভিডিও আমি প্রায় দের বছর ধরে শুনছি। আপনি যেভাবে স্রোতের বিপরীতে গিয়ে নিজের আর নিজের ফ্যামিলির বিপদের কথা না ভেবে কথা বলে গেছেন তা অসাধারণ। আপনার এবং আপনার পরিবারের জন্য অনেক দোয়া করি, সকল বিপদ আপদ থেকে আপনাকে আর আপনার ফ্যামিলিকে আল্লাহ হেফাজত এ রাখুক।
অসাধারণ আলচনা স্যার ❤❤❤
It was a brilliant speech!! Extempore!!! 👌👍👏👏👏 সহমত আপনার বিষলেশনের সাথে!!
ইতিবাচক এবং আশাব্যঞ্জক আলোচনার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রফেসর ডক্টর ইউনুসের ব্যাপারে নেতিবাচক আলোচনা কেন জানি মন শুনতে এবং গ্রহণ করতে চায় না।
আলহামদুলিল্লাহ সুন্দর ভাষন
দেশের প্রেসিডেন্ট এমনই হওয়া দরকার যে সাধারণ মানুষের সুখ দুঃখ মিলেমিশে কথা বলবে ডক্টর ইউনুস স্যার দুনিয়াতে অনেক সম্মান পাইছেন অনেক কাজ করছেন আপনার কাছে একটাই চাওয়া বাংলাদেশে বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলো যেমন দুবাই ওমান কাতার সৌদি আরব এই দেশগুলোর আইনকে অনুসরণ করে বাংলাদেশের জমিনে আইন প্রতিষ্ঠিত করতে হবে ইনশাআল্লাহ আপনি পারবেন এই আইন গুলো মানা হলে সবাই সুবিধা পাবে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই বাংলাদেশের নাগরিক আমরা কেহ সংখ্যালঘু না এই দেশটা আমাদের সবার
শ্রদ্ধা ও সালাম। নিজেকে এখন একজন মূল্যবান মানুষ মনে হচ্ছে। আত্মসম্মান এবং মাথা উঁচু করে দাড়াতে পারছি এই জন্য। আল্লাহ সুবহানাহু তায়ালা উনার দীর্ঘ নেক হায়ত সুস্থতার সাথে দান করুক। উনার জ্ঞানের আলোকে আমাদের দেশের মানুষ আলোকিত হোক। আমরা উনাকে কিছুতেই হারাতে চাই না। হারাতে দেব না।❤️🙏🇧🇩
Thanks to you both Excellencies.
ধন্যবাদ স্যার আপনার জন্য দোয়া করি আল্লাহ্ হায়াতে তৈয়বা দান করুন, স্যার দেশের শিক্ষার মান উন্নয়নের দিগে ফোকাস করুন ।
সুন্দর কথা বলেছেন ভাই ❤🇧🇩
গত কালকের ভাষনের পর আপনার চ্যানেল বার বার স্ক্রল করছিলাম স্যার,,,আপনার গাঠনিক মন্তব্য শোনার জন্য । অবশেষে ধন্যবাদ স্যার আপনাকে,,,এ বিষয় নিয়ে কথা বলার জন্য ।
ঠিক বলেছেন। বিভিন্ন বিষয় নিয়ে আপনার বিশ্লেনশন যুক্তিযুক্ত। ন্যায় সত্য সুন্দরের প্রত্যাশি আপনাকে মনেকরি। কৃতজ্ঞ ও আভিন্দন জানাচ্ছি।
জ্বালা রে জ্বালা অন্তরে জ্বালা।ডাঃইউনুস জাতিসংঘে ভাষন তো দিয়েই দিলো।আফসোসলীগের আফসোস রয়েই গেলো
আফসোস লীগের ঘায়ে আগুন লেগেছে
Yes
হা
ভাই যা দিলেন হা হা 😄 তবে ভালো লাগছে 😄
Right
আপনার বিস্তারিত আলোচনা তথ্য বহুল অনেক গভীরে আলোচনা করেছেন, আপনার আলোচনাগুলো শুনি আমার কাছে খুব ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আপনার দীর্ঘায়ু কামনা করি। ড ইউনুস স্যারকে সহযোগিতা করুন
খুব সুন্দর বলেছেন, ধন্যবাদ আপনাকে...
আমরা আজ গর্বিত বাঙ্গালী বিশ্বের এমন একজন উচু মাণের নেতা ড. ইউনূসকে পেয়ে ।
খুব দারুণ বিশ্লেষণ করলেন ডাঃ জাহেদ ভাই। আমাদের অনেক অজানা বিষয়কে জানতে পারলাম। সাধুবাদ জানাচ্ছি।
অসাধারণ ভাষন দিয়েছে, আমি পুরো ভাষনটা শুনেছি
জাতীয় ইস্যু নিয়ে আপনার বিশ্লেষণ শুনতে মুখিয়ে থাকি,,,,
ধন্যবাদ আপনাকে,,,,,
সরকারের ভুল ধরিয়ে দিন ও সরকার কে সাহায্য করুন।
পিনাকি ভট্টাচার্যের ভিডিও দেখেন সরকারের প্রমাণসহ যৌক্তিক সমালোচনা পেয়ে যাবেন।
প্রিয় স্যার আপনাকে সবসময় শুনি ❤❤❤❤❤❤❤❤❤❤❤🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾
ডক্টর ইউনুস সাহেব আমাদের গত রিভলিউশন এর সময় দেশে ছিলেন না ফলে উনার পক্ষে ইতোপূর্বে এই রিভলিউশন সম্বন্ধে ডিটেইলস বলা সম্ভব হয়নি। কিন্তু এবার উনি শুধু বাংলাদেশকেই তাক লাগাননি সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। উনি বুঝিয়েছেন এই রিভলিউশন এ সারা বাংলাদেশের আপামর জনসাধারণ সংযুক্ত ছিলেন।
উনাকে হেফাজত করুন আল্লাহ পাক আমাদের গর্বের উন্নয়নে উনার দরকার
তাঁর বক্তব্যের বিষয়বস্তু ছিল সবার জন্য। যুব বিপ্লব থেকে গণতান্ত্রিক অধিকার থেকে ন্যায়ের শাসন থেকে বিশ্ব অর্থনীতিতে ন্যায্যতা থেকে পরিবেশ থেকে এআই পর্যন্ত অনেক বিষয় নিয়ে উনি বলেছেন। আমার ভাল লেগেছে ; এত গোছানো ভাষন অনেক দিন পর বাংলায় শুনলাম।
আপনার এ্যানালেটিক পাওয়ার অসাধারণ। দেশের জন্য নিবেদিত আপনি। আপনার সুস্বাস্থ্য প্রার্থনা করছি।
বরাদ্দ বাড়ালেই চলবে না স্বঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। আলোচনার জন্য ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে রাষ্ট্রীয় নানা অনিয়ম তুলে ধরার জন্য,আমি আপনার সব ভিডিও দেখি
A great good presentation
Thanks Dr Zahid
অসাধারন ভাবে বুঝিয়েছেন আপনাকে অেনেক ধন্যবাদ
আমি একজন শিক্ষিত সামান্য গৃহিণী ! বাংলাদেশের সাধারণ নাগরিক !
আমি চাই, বাংলাদেশের সংস্কারের সার্থে, ইউনুস সরকার কম পক্ষে, তিন বছর দেশকে পরিচালনা করুক !
১৫ বছরের স্বৈরাচারী শাসনের কুকর্মকে সংস্কার করতে ,কখনো এতো অল্প সময়ে করা সম্ভব না !
ইউনুস বাংলাদেশের গর্ব ! আসুন তাকে সময় দিয়ে, আমাদের গর্বকে কাজে লাগাই !
তিন বছর পরে?
Sohomot 😊
সামান্য গৃহিণী এমন অসামান্য কথা বললে 'সামান্য' থাকতে পারবেন কী করে? একজন সুশিক্ষিত এবং স্বশিক্ষিত গৃহিণী একটি পরিবারের নিউক্লিয়াস ।
@@DinaAhmed-hn1oj ধন্যবাদ !
ফিলিস্তিন নিয়ে একটা কথা ও বলে নাই ডাক্তার ইউনুস। হাসিনা তো সোচ্চার ছিলেন। খালি তেলবাজি
জাহিদ স্যার মাহমুদুররহমান স্যারের জন্য দুরুত কিছু করার আবেদন জানাচ্ছি।
অনেক সুন্দর বিশ্লেষণ
ইউনুস সাবের সরকার কে সহযোগিতা করা যখন জরুরী। তখন চলছে বিপ্লব ভাগাভাগি র কাজ চলছে।
ঠিক বলছেন
আফসোস আমরা একজন মাহাথির মোহাম্মদ কে পেয়েও এতদিন কাজে লাগাতে পারেনি, আমি মনে করি ইউনুস স্যার ১০ বছর সময় পেলে এদেশ একটি উন্নত দেশের কাতারে পোঁছে যেত.
কথা সত্য ।
কিভাবে সময় দিবেন ওইদিকে চাঁদাবাজরা চাঁদা তোলার জন্য অস্থির হয়ে গেছে
ফিলিস্তিন নিয়ে একটা কথা ও বলে নাই ডাক্তার ইউনুস। হাসিনা তো সোচ্চার ছিলেন। খালি তেলবাজি
এমন একটি জাতিসংঘ অধিবেশন কবে পেয়েছিল বাংলাদেশ, এতটা একজন মানুষের প্রতি আকর্ষণ, সীমাহীন আগ্রহ
Very good discussions, appreciated enough .
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আমি আপনার সবগুলো ভিডিও দেখি, এবং খুবই ভালো লাগে আপনার বিশ্লেষণ,কখনো কমেন্ট করিনি, আজই প্রথম করলাম, এর চেয়ে বেসি ভালো লাগে আপনি সাদা কে সাদা বলেন এবং কালোকে কালো বলেন, ধন্যবাদ, ভালোবাসা নিরন্তর
Bai onk din thaky apnar kothy sune apnar pamy pory gace....ato sunder kory bilason korar khube awesome
ছাত্ররা বুক পেতে দিছে বলেই তো আমরা তাদের সাথে আছি
This is the first time that Our beloved Bangladesh is being represented by a scholar, an truly educated person who has the capacity to communicate with other educated global leaders. No wonder the name of our country is uplifted for the first time. If he seeks help from other nations, the other nations can trust him.
Thank you so much sir for excellent analysis briefing. Agreed sir
জাহেদ ভাই, পিনাকি দাদা যেসব অভিযোগ তুলছেন তা নিশ্চয়ই আপনার নজরে এসেছে। আশাকরি এ বিষয়ে আপনার take পাবো।
Oi footagekhor bandake address korar kichu nai. Loktar mone adou desher sartho ache kina sondeho ache.
নক্ষত্রেরও পতন হয় - ইদানীং দাদাকে দেখে মনে হয় তিনি ওই পথেই হাঁটছেন। ভেতরের লিপ্সাযুক্ত, উলঙ্গ চেহারাটা বিশ্রীভাবে উঁকি দিতে শুরু করেছে, মেনে নিতে কষ্ট হয়।
@@yasminnahar5118Ami Golam Mawla Roni r bapare boro birokto. Ekta fajil
@@yasminnahar5118 unar kotha shune mone hoy unus shorkar er pichone uthe pore lagse.jeno 1 dinei shob thik kore dite parbe she.
True. Pinaki is very angry why Dr Yunus is not listening to him. Pinaki flows with major people's flow for his own benifit. We want to listen something from you❤
অনেক সুন্দর আলোচনা শুভ কামনা রইলো আপনার জন্য
ডক্টর ইউনুস সাহেব যত দিন ক্ষমতায় থাকবে ততদিন বাংলাদেশের জন্য ভালো কিছু বয়ে আনবে আশা করি আমরা তো অতীত রাজনৈতিক দলগুলোর ক্ষমতা দেখেছি কি করতে পেরেছে আর কি করবে সেটাই ইতিমধ্যে দেখতে শুরু করেছে জনগণ
Thank u Zahed for your scrutiny! I'm always your fan for your responsible speeches.
বাংলাদেশের গর্ব
অনেক অনেক ধন্যবাদ জানাই ডক্টর স্যার
ড ইউনুস সাহেব কথা খুব সুন্দর বলেছেন
আপনার বক্তব্যের সাথে সহমত পোষণ করি.......🇧🇩🇧🇩🇧🇩❤❤❤
আপনি খুব সুন্দর ভাবে ব্যাখ্যা করেছেন। ধন্যবাদ আপনাকে।
জাতিসংঘে ডক্টর ইউনুস এর ভাষণ এক কোথায় অসাধারণ বলতেই হবে / তবে ইংরেজি ভাষায় দিলে বেশি ভালো হতো কারণ তার ভাষণে অনেক বিষয় ছিল যা সারা বিশ্বের জনগণের শোনা এবং জানা দরকার ছিল / আলমগীর, ইতালি
ওনার ভাষন সাথে সাথেই ইংরেজি,সহ আরো বেশ কয়েকটি ভাষায় ট্রান্সলেট
হয়েছে,,,,
Banglai vashon deya take Amio vishon positively dekhchi. Proud o hoyechi bangladeshi hisebe. Eta aro ekta dik bibechonai sensible - to include and consider Bangla as an international media language. So that more people throughout the world would be interested to know about Bangla language and Bangladesh. Since this time Dr Yunus as the state-head is representing a new revolutionary Bangladesh, it is actually phenomenal to speechify in his mother tongue. ❤
Thank You
মেটিকিউলাস ডিজাইনের অংশ হিসেবে আমার ছেলের লাশটা তাদের প্রয়োজন ছিলো। নিহত মীর মুগ্ধের মা।
এখন অনেক মা মুগ্ধের মায়ের মতোই ভাবছে
একজন অন্তর্বর্তী কালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে তিনি যা যা করতে চাচ্ছেন সেগুলো খুবই জটিল কাজ। আমি যদি আমাদের দেশের রাজনীতিবিদদের ভাষায় কথা বলি তাহলে তার চাওয়া গুলো কি ভাবে এত অল্প সময়ে করবেন, কারণ আমাদের দেশের রাজনীতিবিদরা তাকে তো সময় দিতে রাজি নন। খুব খারাপ লাগে যখন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বার বার নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি করেন। আরে ভাই ডঃ মুহাম্মদ ইউনূস তো আকাশ থেকে উড়ে এসে জুড়ে বসেন নাই তাকে আন্দোলনকারী ছাত্র জনতা এখানে বসিয়েছে সুতরাং তাকে তার কাজ করতে দেন ভুল হলে সমালোচনা করুন তিনি তো সমালোচনা করতেই বলেছেন ভুল হলে ধরিয়ে দিতে বলেছেন। আমরা আপামর জনতা তাকে একজন মাহাথির মোহাম্মদ হিসেবে দেখতে চাই। কাজেই তাঁর কাজের মধ্যে ডিস্টার্ব না করে নিজেরা শোধরানোর চেষ্টা করুন।
Politics jinishtai sarther khela. Eta Bangladesh nah bisher jekono desher party oder jaigai thakle same kaj korto. Party gula just kotha porjonto simito eta niya apatoto amader khusi thakte hobe. Eto bochorer shoshoner por Tara dhoirjo dhore boshe ache etei Ami grateful.
শুধরিয়ে পেট ভরে না সবার তাই ক্ষমতার জন্য এত হাহাকার
Aponi thik bolesen younus sir ke 5 basor somoy deya preojan
যথার্থ বিশ্লেষণ করেছেন। সুন্দর বলেছেন।
সহমত পোষণ করছি
Dr. Yunus significantly adressed all important segments in his speech. It was really overwhelming.
সাংবাদিক ভাই সঠিক কতা বলেছেন বর্তমান সরকার কতো সুনদর সুন্দর করে জাতিসংঘ কতা বলেছেন সাগতম আপনাকে ও বর্তমান সরকার কে
Brilliant discussion. Thank you so much.
Excellent Take @Zahed Bhai
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ডক্টর ইউনুস।
অনুগ্রহ করে এই ধরনের আদিখ্যেতা পরিহার করুন। এর আগে আরেক জনকে একই খেতাব দিয়েছিল, পরিনতি তো চোখের সামনে।
@@shamsulahsan8565সহমত।
@@shamsulahsan8565আরেকজন বাংলাদেশের কখনো স্বাধীনতা চায়নি, শুধু ক্ষমতা চেয়ে ছিলো
কথাটা বাংলাদেশের প্রেক্ষাপটে বলছিনা
পৃথিবীর প্রেক্ষাপটে বলছি, কেননা পৃথিবী সত্যিই ওনাকে গ্রহন করছে।
@@shamsulahsan8565দুজনের চরিত্রে বহুত পাথর্ক আছে
Kalk theke wait korsilam apnar video kokhon ashbe. Finally apni amader moner kotha guloi bollen. Eivabe niropekkho alochona/somalochona kore jaben sob aomoy ei asha sob somoy. Karon apnar alochona ba somalochona 2 tai amader sadharon manish ke sothik vabe bujhte sahajjo kore. Donnobad.
বিশ্ব নবীর অপমানে যদি না কাদে তোমার মন, মুসলিম নয় তুমি নবীজীর দুশমণ
🇧🇩🇧🇩🇧🇩 আজ পর্যন্ত কোন সরকার প্রধান জাতিসংঘে বাংলাদেশের অবস্থান এত সুদৃঢ় মর্যাদাপূর্ণ করতে পারেনি।
🇧🇩জনাব ইউনুস সাহেবকে আমৃত্যু রাষ্ট্রপতি ঘোষণা করা হোক 🇧🇩
আগামী এক বছরের মধ্যে আপনি সকল ইনফ্লুয়েন্সার ইউটিউবারদের মধ্যে সবার উপরের অবস্থানে পৌঁছাবেন।
অলরেডি উনি সেরাদের মধ্যে একজন,,,
পৃথিবীর ইতিহাসে একমাত্র বাংলাভাষার জন্যই রক্ত ঝড়েছে তাই বাংলার গুরুত্ব ডক্টর ইউনুসের মতো সম্মানিত ব্যক্তিই দিতে পারবেন…. 💕
ডাঃ জাহিদ বর্তমান সময়ে আমার সর্বোচ্চ পছন্দের আলোচক ।
ড. ইউনুস স্যার বাংলাদেশের গর্ব।
ধন্যবাদ।
Dhonnobad
The decision to speak in Bangla was a smart one. The content of the speech was relevant, and the Professor addressed key national and international issues.
100 percent right
চমৎকার বলেছেন । মনের কথা। হাঁ! হাঁ!! হাঁ!!!
কমপক্ষে ৩ বছর থাকা দরকার। টেকসই বাংলাদেশ গড়ার জন্য উনাকে প্রয়োজন। কারণ রাজনৈতিক দলগুলো কতটুকু সংশোধন হবেন??????????
তিন বছর তো দূরের কথা ওরা ইউনুস স্যার কে তিন দিন সময় দিতে চায় না।১৫বছর না খেয়ে ক্ষুধার্ত বাঘের মত হয়ে আছে। ক্ষমতায় যেয়ে কিভাবে কোটি কোটি টাকা লুট করবে সেই ধান্দা,আর কি বলব ভাই।
অসাধারণ বিশ্লেষণ
Excellent & real analysis
A very good presentation ❤❤❤
❤❤❤❤❤❤ভালোবাসার মানুষ।
Thank you, Vaiya. Was waiting for this episode.
আপনার বিশ্লেষণ অসাধারণ! বিমুগ্ধ হলাম।
সেলুট ইউনুস স্যার কে ❤।
সুন্দর বিশ্লেষণ!
Thanx mahfuz alam for dr. Yunus's excellent speech.
Who the hell is mafuz alam? What he has to do with Dr. Yunus's speech !
This guy thinks Mahfuz alam was the script writer of Dr. Yunus' speech.@@shamsulahsan8565
@@shamsulahsan8565
Mahfuz alam is the special advisor to the DR. YUNUS. why fo u think he is special advisor? What is his task to the government?
Ami wait korcilam Karon apni ai related kono video upload den nai
🇧🇩🇧🇩🇧🇩 আপনাকেও আমরা আন্তর্জাতিক নেতৃত্বে দেখতে চাই।
তার শুরু থেকে শেষ পর্যন্ত কথা গুলোর উন্নত চিন্তা ধারার ছিল, ছিল শব্দ চয়নের উচ্চ মাত্রার ভূমিকা, একজন নোবেল বিজয়ী বক্তব্য এমন হবে হওয়াটাই স্বাভাবিক ,
আমি তাঁকে সাধুবাদ জানাই।
Sir, thanks for your good analyses regarding the address of Dr Younus at UN. Sir, I think that Dr. Younus has read your mind and mentioned evey points clearly as you and our general people expected from his mouth. Once more thanks.
আমার কাছেও এই ভাশণ টা ভিশন ভালো লেগেছে। ❤❤❤❤❤❤
উন্নয়ন কখন দয়া গঞ্জের পরিচ্ছনতা কর্মির নিবাস ১০ তলা ভবনের মত হলে হবে না । মানুষের উন্নয়নই প্রকৃত উন্নয়ন ।
আমার খুব জানতে ইচ্ছে করে,
একজন রাষ্ট্রপ্রধান যখন জাতিসংঘের অধিবেশনে বাংলায় ভাষণ দেন তখন পশ্চিমবঙ্গের বাঙালিদের কেমন লাগে ?
We all respect our Novel lorient great D unus . We are proud of his global humanitarian activities .
Excellent job mr. Younus.